Posts

Showing posts from August 10, 2018

ফ্রিতে মিলবে ২০ জিবি ডেটা, এয়ারটেলের নতুন অফারে বড় চমক

Image
স্বাধীনতা দিবসের আগে বড়সড় অফার নিয়ে এল টেলিকম সংস্থা এয়ারটেল। ৩৯৯ টাকার প্যাকটি রিচার্জ করলে মিলবে ২০ জিবি অতিরিক্ত ডেটা। এমনই অফার নিজেদের ওয়েবসাইটে ঘোষণা করেছে এই সংস্থা। এর আগে অবশ্য ভোডাফোন ও জিও এমন অফার নিয়ে এসেছিল। এবার ভোডাফোনকে টক্কর দিতে নয়া প্ল্যান নিয়ে এল এয়ারটেল। নয়া অফারে অতিরিক্ত ২০ জিবি ডেটার বৈধতা থাকবে এক বছরের জন্য।  এখন এয়ারটেলের ৩৯৯ টাকার প্ল্যানটিতে ২০ জিবি করে ডেটা মেলে। নয়া অফারে মিলবে আরও অতিরিক্ত ২০ জিবি ডেটা। সেইসঙ্গে থাকবে আনলিমিটেড ফোন কল এবং দৈনিক ১০০টি করে মেসেজের সুবিধা। তবে এই অফার সমস্ত গ্রাহক পাবেন না। এয়ারটেলের নতুন সাবস্ক্রিপশন গ্রাহকদের জন্যই এই অফার আনা হয়েছে।  তবে এবারই প্রথম নয়। এর আগেও বেশ কিছু অফার এনে জিও ও ভোডাফোনকে টক্কর দিয়েছে এয়ারটেল।

এক ছিনতাইবাজকে গ্রেফতার করে ১০৫টি মামলার সমধান করল পুলিশ

Image
সম্প্রতি বেঙ্গালুরু পুলিশ ১০৫টি চুরির মামলা একসঙ্গে সমাধান করেছে। তবে সবচেয়ে আশ্চর্যের হল, মাত্র একজনকে গ্রেফতার করেই এতগুলি মামলার সমাধান হয়েছে। ধরা পড়েছে এক হার ছিনতাইবাজ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩.৫ কেজি ওজনের সোনার গয়না। যার বাজারমূল্য ১ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে। বেঙ্গালুরু পুলিশের ওয়েস্ট ডিভিশনের আধিকারিকেরা জানিয়েছেন, অভিযুক্তের নাম অচ্যুত কুমার ওরফে গনি ওরফে বিশ্বনাথ কোলিয়াড়। তাকে তাড়া করে গুলি ছুড়ে গ্রেফতার করা গিয়েছে শেষ অবধি। এই গনির বিরুদ্ধে বিভিন্ন আদালত থেকে ১৮টি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ৩১ বছরের গনির সঙ্গে সোনার কারবারি এইচ গাভিসিদ্দেশও গ্রেফতার হয়েছে। পুলিশ জানিয়েছে, শহরের ৭৭জনের থেকে সোনার গয়না ছিনিয়ে পালিয়েছে গনি। এছাড়াও তুমকুর, হাসান, রামনগর, বেলারি ও ধারওয়াড়ে গিয়েও একাজ করেছে সে। গনি ধারওয়াড়ের কোলিওয়াড়া গ্রামের বাসিন্দা হলেও সে কুমব্লাগোড়ুতে থাকত। প্রতিদিন বাইক বদল করে সে পুলিশের চোখে এতদিন ধুলো দিয়েছে। গাড়ির পাশাপাশি রেজিস্ট্রেশন নম্বর ও প্লেটও প্রতিদিন বদলে যেত। গ্রামের সকলে জানত গনি রিয়েল এস্টেটের ব্যবসা করে। সে যে ছিনতাইবাজ তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি।

গুপ্তধন রহস্য। দুই নাবালিকাকে বলি দিলেই মিলবে গুপ্তধন !

Image
ঘাটাল: গুপ্তধন রহস্য। তাও সেই গুপ্তধনের মূল্য এক-দু'টাকা তো নয়। ৩৩ হাজার কোটি টাকা! তা পেতে মাত্র ১২ বছরের দুই বালিকাকে জীবন্ত কবর বা বলি দেওয়া এমন কী কঠিন কাজ? দু'টো সামান্য প্রাণের বিনিময়ে ৩৩ হাজার কোটির গুপ্তধন লাভ। শেষপর্যন্ত অবশ্য সাত মন তেলও পোড়েনি। রাধাও নাচেনি। দুই কিশোরীর বলি হয়নি। তবে ধরাও পড়েনি গুপ্তধনের 'আবিষ্কারক'রা। পলাতক তান্ত্রিক ও তার দুই মৌলবি শাগরেদ। যারা মহাযজ্ঞের পর ১২ বছরের দুই কিশোরীকে বলি দিতে চেয়েছিল। কিংবা জ্যান্ত কবর। এবং হলফ করে শূন্যে হাত ঘুরিয়ে উপরওয়ালার নামে কসম খেয়ে বলেছিল, দুই প্রাণ শেষ হলেই ৩৩ হাজার কোটি হাতের মুঠোয়। তারপর বাড়ির মাটি খুঁড়লেই মিলবে গুপ্তধন। উঠে আসবে ঘড়া ঘড়া সোনা, দূর্মূল্য সব হীরে-জহরত। এক মুহূর্তে হওয়া যাবে বিপুল সম্পত্তির মালিক। গুপ্তধন উদ্ধারের জন্য পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ব্লকের পিয়ারডাঙা গ্রামের এক হতদরিদ্র কৃষককে এমনই লোভ দেখিয়েছিল এক তান্ত্রিক। তার তিন মৌলবি শাগরেদও জুটেছিল সেই কাজে। তান্ত্রিকের কথা মতোই হন্যে হয়ে ১২ বছরের বালিকাদের অপহরণ করার চেষ্টা করছিল তারা। কিন্তু সব ছকই গেল ভেস্তে।

NRC ইস্যু: অবৈধ বসবাসকারীরা ভারত না ছাড়লে দ্বিতীয়বার কাশ্মীরের মত পরিস্থিতি হবে, মন্তব্য রামদেবের

Image
রোহতক: এবার নাগরিকপঞ্জি নিয়ে মুখ খুললেন বাবা রামদেব । তিনি জানিয়েছেন অবৈধভাবে বসবাসকারী প্রত্যেকটি মানুষের অবিলম্বে ভারত ছেড়ে চলে যাওয়া উচিৎ । প্রায় ৩ থেকে ৪০ লক্ষ মানুষ অবৈধভাবে বসবাস করছেন ভারতে। এদের অবশ্যই চলে যাওয়া উচিৎ । রোহতাকের দয়ানন্দ মঠের একটি অনুষ্ঠানে গিয়ে এই কথাই বলেছেন তিনি । রোহিঙ্গা, বাংলাদেশি বা পাকিস্তানি-এদেশে থেকে ফিরে যাওয়া উচিৎ সকলেরই। অবৈধ অভিবাসীরা দেশ না ছাড়লে এ দেশে কাশ্মীরের মত পরিস্থিতি তৈরি হবে । কাশ্মীরের সমস্যার সমাধান আজ পর্যন্ত হয়নি তাই দ্বিতীয়বার এই পরিস্থিতি এড়াতে নাগরিকপঞ্জি হওয়া খুবই প্রয়োজন । সংরক্ষণ ব্যবস্থা নিয়েও মন্তব্য করেছেন রামদেব । শুধুমাত্র দলিত ও পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য সংরক্ষণ- এই  নিয়মের পরিবর্তন হওয়া দরকার । দেশে দারিদ্র্য না মিটলে, সংরক্ষণ সমস্যাও মিটবেনা, এমনটাই মন্তব্য করেছেন রামদেব । সব শ্রেণির মানুষদেরই সংরক্ষণ দেওয়া উচিৎ তবে এই সমস্যার সমাধান হবে ।

কেরালায় প্রবল বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ২৭, সর্বাধিক ক্ষতিগ্রস্ত ইদুক্কি

Image
ইদুক্কি জেলা থেকে প্রায় ৫৮টি পরিবারকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে ইদুক্কি: প্রবল বৃষ্টিপাতের জেরে কেরালায় মোট ২৭ জন মানুষের মৃত্যু হয়েছে । বন্যা পরিস্থিতির জেরে সবচেয়ে বেশি বিপর্যস্ত মালাপ্পুরম, ইদুক্কি ও ওয়েনাড জেলায় ।ইতিমধ্যেই চেরুথোনি বাঁধ থেকে ৩০০ কিউসেক জল ছাড়া হয়েছে । ইদুক্কি জেলা থেকে প্রায় ৫৮টি পরিবারকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে । এর্নাকুলাম জেলায় ত্রাণশিবিরে আশ্রয়ে পেয়েছেন অন্তত ৩,৫২১ জন । মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী । আক্রান্ত জেলাগুলিতে আপাতত পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে । বন্ধ রয়েছে স্কুল-কলেজও । কোঝিকোড ও পলক্কড জেলাতেও বন্ধ রয়েছে স্কুল-কলেজ । মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী । উদ্ধারকার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উপকূল নিরাপত্তা কর্মীরা । ইদুক্কি, আয়ানকুলু ও ওয়েনাডে পরিস্থিতি মোকাবিলায় নেমেছে সেনা । গতকালই কোচি বিমানবন্দরে বন্ধ হয়ে যায় বিমান চলাচল । যদিও বাস চলছে ইদুক্কিতে । ইদুক্কির এক স্থানীয় বাসিন্দার কথায় প্রায় ৩২ বছর পরে এরকম বন্যার সম্মুখীন হল ইদুক্কি । এখনও পর্যন্ত মোট ১২৯.৮

তরুণীর সঙ্গে চ্যাট, ফুচকা, আড্ডা, প্রেম... কলকাতায় কী ভাবে জাল ছড়াল এটিএম-কাণ্ডের পাণ্ডা

Image
মুম্বইয়ের বাসিন্দা সাহিল খানের কাছে কলকাতা এক অচেনা শহর। রাস্তাঘাটের নাম জানা নেই। একা একা ঘুরতে হলে পথ চলতি মানুষকে বারে বারে জিজ্ঞেস করতে হবে। ব্যস্ত শহরে কে কার কথা শোনে? দিক্‌ভ্রান্তের মতো ঘুরে বেড়ালে কারও সন্দেহ হতে পারে। সাদা পোশাকে পুলিশও তো থাকে! অথচ 'রোমানীয় গ্যাং'-এর নির্দেশ এ বার কলকাতার গ্রাহকদের তথ্য সংগ্রহ হবে। তবেই মোটা টাকার কমিশন মিলবে। এত দিন জালিয়াতির পরিধি ছিল পুণে, মুম্বইয়ের মধ্যে। স্থানীয় হওয়ায় সেখানে সমস্যা হয়নি। কিন্তু, ভিন্‌ রাজ্যের অচেনা শহরে তা হলে কাজ হাসিল হল কী ভাবে? তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন বিভিন্ন তথ্য। তাঁদের একাংশের দাবি, সাহিল অনেক মাথা খাটিয়ে প্রথমে স্থানীয় লোকজনের সঙ্গে বন্ধুত্ব শুরু করে। তার পর ধীরে ধীরে এক তরুণীর সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়। বেশ কয়েক মাস ধরে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে আলাপচারিতার পর, তাঁকে সঙ্গে নিয়েই কলকাতায় ঘুরে বেড়াত এটিএম জালিয়াতি-কাণ্ডে ধৃত আব্দুল সইদ ওরফে সাহিল খান। বিভিন্ন কফিশপে আড্ডা, শহর জুড়ে হেঁটে ঘোরাফেরা, আড্ডা, এমনকি রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকাও খেয়েছে তারা।  আর তাতেই কেল্লা ফতে হয়েছে। কোন বাসে করে নিউমার

১৪ দিনে পাতা কুড়িয়ে ₹৯৭,০০০ আয় আদিবাসী বৃদ্ধার

Image
জঙ্গলের পাতা কুড়িয়ে মাত্র ১৪ দিনে ৯৭,০০০ টাকা উপার্জন করলেন পঁচাত্তর বছরের আদিবাসী বৃদ্ধা গোরিবেন ভাদেরা। বৃহস্পতিবার তাঁর হাতে চেক তুলে দিল গুজরাত রাজ্য বন উন্নয়ন নিগম।  গত কয়েক দশক ধরে পাতায় ছাওয়া কুঁড়েঘরই ঠিকানা গুজরাত-রাজস্থান সীমান্তের পরোসদা গ্রামের বাসিন্দা গোরিবেনের পরিবারের। চরম দারিদ্র তাঁদের নিত্যসঙ্গী। স্থানীয় ভুট্টা খামারে জনমজুরের কাজ করেন গোরিবেনের দুই ছেলে। সেই আয় সংসারের নয়টি ক্ষুধার্ত মুখ বন্ধ করতেই নিঃশেষ হয়। জঙ্গলের পাতা তোলার কাজে রেকর্ড গড়ায় পুরস্কার স্বরূপ এদিন তাঁর হাতে মোট ৯৬,৭২৮ টাকার চেক তুলে দিয়েছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল। সবরকান্থা জেলার খেদব্রহ্ম শহরে এক বিশেষ অনুষ্ঠানে পুরস্কার নিতে নাতি দীপককে নিয়ে উপস্থিত ছিলেন গোরিবেন।  আশ্চর্যের বিষয়, জুলাই মাসে মাত্র ১৫ দিনে রেকর্ড পরিমাণ তিমরু পাতা তুলতে সক্ষম হয়েছে গোরিবেনের পরিবার। প্রতি বছর বর্ষায় মাত্র ১৫-২০ দিনের জন্যই পূর্ব গুজরাতের পাহাড়ি জঙ্গল এলাকায় দেখা যায় এই পাতা। বিড়ি তৈরির কাজে এই পাতার খুব চাহিদা। বস্তুত স্থানীয় ৩৪ হাজার আদিবাসী পরিবারের ভাগ্য পরিবর্তনে সহায়ক হয়েছে জঙ্গলের তিমরু পা

ঠাণ্ডা মাথায় শিশুকে হত্যা করল ২ কিশোর !

Image
রীতিমতো ঠাণ্ডা মাথায় খুন। দুই কিশোরের কাণ্ড দেখে কে বলবে তারা নাবালক! এক লক্ষা টাকা মুক্তিপণের জন্য তারা হত্যা করে এক ৭ বছরের শিশুকে।  বুধবার উত্তর-পশ্চিম দিল্লির খুর্দ গ্রাম থেকে ছোট্ট সুরজের দেহ যখন উদ্ধার হয়, তখনও তার জামায় লেগেছিল ফলের রসের দাগ। বৃহস্পতিবারই পুলিশের জালে ধরা পড়ে তার হত্যাকারীরা। দুই হত্যাকারীরই বয়স ১৬-র আশেপাশে। তবে যে ভাবে রীতিমতো ছক কষে তারা অপহরণ ও খুন করেছে, তাতে তাজ্জব পুলিশও। জেরায় পুলিশ জেনেছে, স্কুল ড্রপ-আউট দুই কিশোর সুরজের সঙ্গে খেলাধুলো করত। রবিবার বিকেলে তারা সুরজকে নতুন সাইকেলে চড়ানোর নাম করে কাছের একটি মাঠে নিয়ে যায়। সেখানে গিয়ে সুরজকে ফলের রস খাওয়ায় তারা। এরপর বাচ্চাটাকে শ্বাসরোধ করে খুন করে। শিশুটির দেহ ঝোপের আড়ালে লুকিয়ে রেখে বাড়ি ফিরে আসে দুই কিশোর। সোমবার তারা একটি ফোন কিনে সেই ফোনে শিশুটির বাবাকে ফোন করে। বলে, ছেলেকে পেতে হলে ১ লাখ টাকা মুক্তিপণ লাগবে। টাকাটা কাছের একটি ফার্ম হাউসে রেখে আসতে বলা হয়। ফোন পেয়েই আলিপুর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা। এরপর মুক্তিপণ পাঠানোর জায়গায় ওঁত পেতে বসে থাকে পুলিশ। পুলিশের চোখে ধুলো দিয়ে এক ক

মহিলার সঙ্গে হাত মেলাতে রাজি না হওয়ায় চাকরি থেকে বরখাস্ত হলেন এক শিক্ষক

Image
মহিলার সঙ্গে হাত মেলাতে রাজি না হওয়ায় চাকরি থেকে বরখাস্ত হলেন এক শিক্ষক৷ নরওয়ের ওসলোর বছর চল্লিশের ওই স্কুল শিক্ষক মুসলমান সম্প্রদায়ের৷ বৈষম্য করার অভিযোগেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাঁকে৷ বরখাস্ত ওই স্কুল শিক্ষকের চুক্তির ভিত্তিতে চাকরিতে যোগ দিয়েছিলেন৷ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের তুলনায় অনেক বেশি শিক্ষাগত যোগ্যতাও ছিল তাঁর৷ ওই শিক্ষকের পড়ানো ভাল লাগত ছাত্রছাত্রীদেরও৷ যথেষ্ট পরিশ্রমীও ওই শিক্ষক৷ তাই ওই শিক্ষকের চুক্তির সময়সীমা বাড়ানোর কথাও ভাবছিল স্কুল কর্তৃপক্ষ৷ এরই মাঝে স্কুলে তাঁর এক সহকর্মী শিক্ষিকার সঙ্গে করমর্দন করতে অস্বীকার করেন তিনি৷ তার ওই ব্যবহারে অবাক হয়ে যান ঘটনাস্থলে উপস্থিত সকলেই৷ স্কুল কর্তৃপক্ষের দাবি, ধর্মীয় বৈষম্যের জন্যই শিক্ষক এহেন আচরণ করেছেন৷ শিক্ষকের এমন আচরণ যথেষ্ট নিন্দনীয় বলেও দাবি তাঁর সহকর্মীদের৷ একজন উচ্চশিক্ষিত শিক্ষকই যদি ধর্মীয় বৈষম্য করেন, তবে ছাত্রছাত্রীদের কাছে কী বার্তা যাবে? প্রশ্ন তুলেছেন অন্যান্য অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারাও৷ স্কুল কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যেই স্কুলের বহু খুদে পড়ুয়াই নাকি অন্যান্যদের সঙ্গে হ্যান্ডশেক ক

যৌনতার ইচ্ছা কমে যাচ্ছে ? এই ৬টি খাবারে ফিরে পেতে পারেন আপনার যৌন উদ্দীপনা

Image
আপনার যৌনক্ষমতা বৃদ্ধি করার জন্য, কিছু খাবার আছে যা নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। চাপ এবং উদবেগ যৌন ইচ্ছা কমায় বর্তমান শহুরে জীবনধারা মানসিক চাপ বাড়ায় একথা তো জানা সকলেরই, কিন্তু একই সাথে তা যৌন ইচ্ছে কমানোর জন্যও দায়ী। মানসিক বা শারীরিক চাপ যত বাড়ে লিবিডো বা যৌনতার ইচ্ছা তত হ্রাস পায়। যদি দীর্ঘদিন ধরে আপনি যৌনতা না করে থাকেন বা যৌনতার ইচ্ছাই না জন্মায় তাহলে কিন্তু সতর্ক হওয়াই ভালো। যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন, সুস্থ খাবার খাচ্ছেন এবং মানসিক চাপও খুব কম হয় তাহলে আপনার যৌন জীবনও সুন্দর। কিন্তু অতিরিক্ত চাপ, উদ্বেগ, শারীরিক ক্লান্তি এবং খিটখিটে মেজাজ যত বাড়বে আপনার লিবিডো কমবে ততই। আপনার যৌনক্ষমতা বৃদ্ধি করার জন্য, কিছু খাবার আছে যা নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। আপনার যৌন ইচ্ছাকে বাড়াতে পারে এমন কয়েকটি খাবারের কথা জেনে নিন: 1. তরমুজ তরমুজ শুধু শরীরে জলের মাত্রা বাড়ানো ও ওজন কমাতেই সাহায্য করে না যৌন ইচ্ছা বাড়াতেও একই রকম সাহায্য করে এই মরশুমি ফল। এই ফলের মধ্যে রয়েছে সিট্র্রোলিন অ্যামিনো অ্যাসিড যা লিবিডোর মাত্রা বাড়ায়। 2. কফি সীমিত পরিমাণে খাওয়া হলে, ক

স্মার্ট কলেজ ক্যাম্পাস হতে কোমর বাঁধল খড়গপুর আইআইটি

Image
খড়গপুর: দেশের প্রথম স্মার্ট কলেজ ক্যাম্পাস হওয়ার জন্য কোমর বাঁধল খড়গপুর আইআইটি৷ এই লক্ষ্যে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়ে গিয়েছে বলে জানিয়েছে দেশের তথা রাজ্যের খ্যাতনামা এই প্রতিষ্ঠানটি৷ স্মার্ট কলেজ ক্যাম্পাসে একটি মাত্র স্মার্টফোন অ্যাপ ব্যাবহার করে হস্টেলে থাকা যন্ত্রাদি চালনা করতে পারবে পড়ুয়ারা৷ প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, মোট ১০০টি হস্টেল রুমে স্মার্ট সুইচ মডিউল ইনস্টল করা হয়েছে৷ এর মাধ্যমে যখন কোনও ছাত্র তাঁর রুম ছেড়ে বের হবেন, তখন আপনা আপনি ঘরের পাখা এবং লাইট বন্ধ হয়ে যাবে৷ এ ছাড়া, পড়ুয়ারা ওয়াইফাইয়ের মাধ্যমে স্মার্ট সুইচ বোর্ডের সঙ্গে সংযুক্ত একটি অ্যাপের সাহায্যে রুমে থাকা বিদ্যুতিন যন্ত্রপাতি বন্ধ করতে পারবেন৷ প্রতিষ্ঠানের তরফে অফিসিয়াল একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, এই স্মার্ট সুইচ বোর্ড ব্যবস্থার মাধ্যমে আইআইটি খড়গপুর দেশের সর্ব প্রথম স্মার্ট কলেজ ক্যাম্পাস হয়ে উঠবে৷ শুধু তাই নয়৷ প্রতি মাসে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, তার ২০ শতাংশ বাঁচানো যাবে এই ব্যবস্থার সাহায্যে৷ আইআইটি খড়গপুরের ২১০০ একর ক্যাম্পাসটিতে ওয়াইফাই রয়েছে৷ পাঁচ হাজারটি হস্টেল রুম রয

শ্বশুরবাড়িতে ‘খুন’ জামাই

Image
বাঁকুড়া: এক যুবককে মারধর করে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রী-সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির খুটিয়ালা গ্রামের ঘটনা৷ অভিযোগ, টাকা হাতিয়ে খুন করা হয়েছে ওই যুবককে৷ সূত্রের খবর, ২০১১ সালের ১৮ নভেম্বর পশ্চিম বর্ধমানের অণ্ডাল থানা এলাকার দক্ষিণ খণ্ড গ্রামের বিবেকানন্দ ঘোষের সঙ্গে বিয়ে হয় গঙ্গাজলঘাঁটি থানার খুটিয়ালা গ্রামের বিশ্বনাথ ঢাঙের মেয়ে পূর্ণিমা ঢাঙের৷ তাঁদের তিন বছরের একটি মেয়ে আছে। মৃত বিবেকানন্দ ঘোষের ভাই বিপ্লব ঘোষের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর দাদাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন পূর্ণিমা৷ হাত মেলাতেন দাদার শ্বশুর বিশ্বনাথ ঢাং, শাশুড়ি ঊষা ঢাং, শ্যালক রমেশ ঢাং৷ শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো লাগাতার৷ এ বিষয়ে তাঁরা আগেই অণ্ডাল থানায় মৌখিক অভিযোগ জানিয়েছিলেন৷ মৃতের ভাই জানান, এই ঘটনার পর পূর্ণিমা ঢাং বাপের বাড়ি খুটিয়ালা গ্রামে থাকছিলেন৷ গত সোমবার স্ত্রী ও শ্বশুরবাড়ির তরফে ফের টাকার জন্য চাপ দিলে দেড় লক্ষ টাকা নিয়ে বিবেকানন্দ ঘোষ শ্বশুর বাড়ি যান। তারপর ফোনে বাড়ির লোককে তিনি জানান তাঁকে মারধর করে সব টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছে। এই ঘটনার কিছুক্ষণ পর বৌদি ফ

গুগল না প্রত্যাখ্যান করলে হতই না ফ্লিপকার্ট, খোলামেলা আলোচনায় বিনি বনসল

Image
ভাগ্যিস গুগল তাঁকে কাজে নিতে চায়নি, নাহলে হয়তো ভারতের সবচেয়ে বড় ইকমার্স সংস্থা ফ্লিপকার্টের জন্মই হত না। এরকমটাই জানিয়েছেন ফ্লিপকার্ট সংস্থার সহপ্রতিষ্ঠাতা বিনি বনসল। তিনি জানিয়েছেন ২০০৫ ও ২০০৬-এ দু-দুবার তিনি গুগল সংস্থায় প্রযুক্তি বিষয়ক চাকরির জন্য আবেদন করেছিলেন, কিন্তু দুবারই তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার স্যাপ ল্যাবে ভারতের দ্বিতীয় অ্যাক্সেলেটর প্রোগ্রামের সূচনা অনুষ্ঠানে এসে বিনি দর্শকদের সঙ্গে খোলামেলা আলোচনায় মেতে ওঠেন। হাল্কা মেজাজে জানান ফ্লিপকার্ট ও তাঁর জীবনের নানা অজানা দিক। বিনি ছিলেন দিল্লি আইআইটির ছাত্র। পড়াশোনা শেষ করে তিনি প্রথমে কাজ নেন সার্ণঅফ কর্প সংস্থায়। সেখান থেকে আরও উন্নতির আশাতেই তিনি গুগলে চাকরির আবেদন করেছিলেন। দুবার ব্যর্থ হওয়ার পর তাঁকে অ্যামাজন সংস্থায় ডেকে নেন দিল্লি আইআইটিতে তাঁর সিনিয়র শচিন বনসল। তবে শচিনের রেকমেন্ডেশনে তাঁর অ্যামাজনে যোগ দেওয়া নিয়েও রয়েছে মজার ঘটনা। বিনি জানিয়েছেন, অ্যামাজনের নিয়ম অনুযায়ি, বিনিকে রেকমেন্ড করার জন্য অ্যামাজনের কাছ থেকে বড় অঙ্কের বোনাস পেয়েছিলেন শচিন। কিন্তু কয়েকমাস পরেই বিনি সেই চাকরি ছেড়ে দেন। তখন আবার সেই ব

স্ত্রীকে বিক্রির ফন্দি! বোবা মেয়ে সেজে অপহরণ স্বামীর, ধরা পড়ার পর চলল গণধোলাই

Image
রাজিয়া গাড়িতে ওঠার পরই ছদ্মবেশে ছেড়ে আসল মূর্তি ধরে আবদুল্লাহ। স্বামী বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। তাই বছর দেড়েক আগেই স্বামীকে ডিভোর্স দিয়ে আলাদা থাকতে শুরু করেছিলেন মহিলা। আর তারপর থেকেই আক্রোশ বশে প্রাক্তন স্ত্রীর উপর প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছিল স্বামী। শেষমেশ মেয়ে সেজে প্রাক্তন স্ত্রীকে অপহরণের ছক কষল স্বামী। যদিও শেষপর্যন্ত স্ত্রীর চিত্কারে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। চলে উত্তমমধ্যম। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে। বছর দুয়েক আগে সিউড়ির মাটপলসা গ্রামের বাসিন্দা রাজিয়া বিবির সঙ্গে বিয়ে হয়েছিল ছোট আলুন্দা গ্রামের বাসিন্দা শেখ আবদুল্লাহের। বাড়ির সম্মতিতেই চার হাত এক হয়। কিন্তু বিয়ের পর পরই সামনে আসে আবদুল্লাহের আসল রূপ। রেজিয়া জানতে পারেন, বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে আবদুল্লাহ। এলাকার মানুষের কাছে মেয়ে ও মাদক পাচারকারী বলে পরিচিত তাঁর স্বামী। রাজিয়া শোনেন, তাঁর স্বামী আবদুল্লাহ কখনও মাদ্রাসা স্কুল খুলে চাকরি দেওয়ার নাম করে মেয়ে পাচার করেছে। কখনও আবার লুকিয়ে মাদক পাচারের সঙ্গেও যুক্ত ছিল। এছাড়াও আরও নানাধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছ

দিল্লির স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Image
জিডি বিড়লা কাণ্ডের ছায়া যেন দেখা দিল রাজধানীর এক স্কুলে। দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে সরকারি স্কুলের মধ্যে ধর্ষণের অভিযোগ উঠল। বৃহস্পতিবারের ওই ঘটনায় অভিযুক্ত এক ইলেকট্রিশিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, স্কুলের কাছেই একটি বস্তিতে থাকে ওই নাবালিকা। সে ও তার দিদি, দু'জনেই ওই স্কুলের ছাত্রী। অভিযোগ, গত কাল স্কুল চত্বরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল ছাত্রীরা। সেখান থেকেই ওই নাবালিকাকে টেনে নিয়ে যায় অভিযুক্ত। এর পর তাকে স্কুলের ভিতরে একটি জলের ট্যাঙ্কের ঘরে নিয়ে যায় সে। সেখানেই নাবালিকার মুখে কাপড় গুঁজে ধর্ষণ করে বলে অভিযোগ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার। শুক্রবার পুলিশ জানিয়েছে, ওই পরিবারের এফআইআরের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের শেষে দক্ষিণ কলকাতার বেসরকারি স্কুল জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনে এক নাবালিকা ছাত্রীর উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অভিযুক্ত ছিল স্কুলেরই দুই শিক্ষক। এর পর শিক্ষাঙ্গনে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে অনেকেই সরব হন।

মুম্বইয়ে দাউদের ভগ্নপ্রায় বাড়ির দাম উঠল সাড়ে তিন কোটি!

Image
সাড়ে তিন কোটি টাকায় নিলাম হল দাউদের মুম্বইয়ে বাড়ি। সাড়ে তিন কোটি টাকায় নিলাম হল মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিমের মুম্বইয়ের বাড়ি। মুম্বই হামলার মূল চক্রীদাউদ বহুদিন ধরেই দেশ ছাড়া। দক্ষিণ মুম্বইয়ে ডো‌ঙ্গরি এলাকায় যে বাড়িতে দাউদ থাকত, সেটাই এবার নিলামে উঠল। বৃহস্পতিবার স্মাগলিং অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটরস‌্ অ্যাক্টের অধীনে অর্থ মন্ত্রক বাড়িটার নিলাম ডাকে।সেইফি বুরহানি আপলিফ্টমেন্ট ট্রাস্ট (এসবিইউটি)সাড়ে ৩ কোটি টাকায় বাড়িটা কিনে নেয়।দক্ষিণ মুম্বইয়ের ওই এলাকায় রিডেভেলপমেন্টের একটি প্রোজেক্টে কাজ চলছে ওই ট্রাস্টের।এর আগে দাউদের অন্য তিন সম্পত্তি নিলাম হয়েছে। সেগুলোও এই ট্রাস্টই কিনে নেয়। সেইফি বুরহানি আপলিফ্টমেন্ট ট্রাস্টের তরফে জানানো হয়েছে, মাসুল্লা বিল্ডিং (ওই বাড়িটিক নাম। এর আগে দাউদের মায়ের নামানুসারেবাড়িটির নাম ছিল আমিনা ম্যানসন।) এখন ভগ্নপ্রায়। ওই বাড়িতে বসবাস করা যতটা বিপজ্জনক, বাড়ি নীচ দিয়ে হেঁটে যাওয়াও পথচারীদের জন্য সমান বিপজ্জনক।কারণ যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বাড়িটি। সে জন্যই তাদের রিডেভেলপমেন্ট প্রোজেক্টের আওতায় বাড়িটা কেনা হয়েছে। ওই দিন সেইফি বুরহান

দু’হাজার কোটি প্রতারণা, গ্রেফতার ভূষণ স্টিলের প্রাক্তন কর্তা নীরজ সিঙ্ঘল

Image
ভূষণ স্টিলের প্রাক্তন এমডি নীরজ সিঙ্ঘলকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। প্রতারণার অভিযোগে ভূষণ স্টিলের প্রাক্তন এমডি তথা প্রোমোটার নীরজ সিঙ্ঘলকে বৃহস্পতিবার গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে ২ হাজার কোটিরও বেশি টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আগামী ১৪ অগস্ট পর্যন্ত নীরজকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কোম্পানি বিষয়ক মন্ত্রকের তদন্ত সংস্থা এসএফআইও (সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস)-এর তদন্তকারীরা জানিয়েছেন, নীরজকে বৃহস্পতিবার নয়াদিল্লিতে গ্রেফতার করা হয়। এসএফআইও-এর এক শীর্ষ আধিকারিকের দাবি, সংস্থার তরফে এই প্রথম কোনও ব্যক্তিকে গ্রেফতার করা হল। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, ভূষণ স্টিল ছাড়া আরও কয়েকটি সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এসএফআইও। সেই তদন্তের পরই নীরজকে গ্রেফতার করা হয়েছে। নীরজের বিরুদ্ধে অভিযোগ, প্রায় ৮০টি সহযোগী সংস্থার সাহায্যে ভূষণ স্টিলের ব্যাঙ্ক ঋণ থেকে ওই বিপুল পরিমাণ টাকা সরিয়ে নিয়েছেন তিনি। ওই সহযোগী সংস্থাগুলি বিনিয়োগ বা ভুয়ো ঋণের মাধ্যমে ওই টাকা সরাতে নীরজকে সাহায্য করেছে। গত বছর বিভিন্ন সূত্র মারফত ভূষণ স্টিল-সহ একাধিক সংস্থার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার

কাঁওয়ার যাত্রার জন্য পুলিশের ‘লাল কার্ড’, উত্তরপ্রদেশে গ্রাম ছাড়ল ৭০ মুসলিম পরিবার

Image
শিবভক্তদের উপর পুষ্পবৃষ্টির পর এ বার কাঁওয়ার যাত্রাকে কেন্দ্র করে ২৫০টি পরিবারকে 'লাল কার্ড' দেখিয়ে ফের বিতর্কে জড়াল উত্তরপ্রদেশ পুলিশ। লাল কার্ড দেখানো পরিবারের মধ্যে ৭০টি মুসলিম পরিবার নিরাপত্তার অভাবে গ্রাম ছেড়েছে বলে খবর। উত্তরপ্রদেশের খইলাম গ্রামের ভিতর দিয়ে কাঁওয়ার যাত্রা, অর্থাৎ কাঁধে বাঁক নিয়ে ভক্তেরা মহাদেবের মাথায় জল ঢালতে যান। এই গ্রাম মুসলিম অধ্যুষিত। গত বছর গ্রামের ভিতর দিয়ে যাওয়ার সময় কাঁওয়ার যাত্রীদের সঙ্গে সংঘর্ষ বাধে। ঘটনায় জখম হয়েছিলেন অনেকে। এর পর হামলায় অভিযুক্ত হিসাবে পুলিশ ২৫০ পরিবারের প্রতিটি থেকে অন্তত এক জন করে আটক করে। যাঁদের বেশিরভাগই ছিলেন মুসলিম। পুলিশ জানিয়েছে, চলতি বছরে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই ২৫০ পরিবারকে আগাম সতর্ক করা হয়েছে। তাই তাঁদের 'লাল কার্ড' দেওয়া হয়েছে। 'প্রতীকী' ৫ লক্ষ টাকার বন্ডে এই লাল কার্ড দেওয়া হয়েছে।তাঁরা যে পুলিশের নজরে রয়েছে তা বোঝানোর জন্যই লাল কার্ড, জানিয়েছেন সিনিয়র এসপি মুনিরাজ জি। তবে গ্রামবাসীদের একাংশের দাবি, যাঁদের পুলিশ 'লাল কার্ড' দিয়েছে, তাঁরাকেউই গত বছর সংঘর্ষের সঙ্গে যুক্ত নন।

শ্লীলতাহানির অভিযোগে ব্যাঁটরায় গ্রেফতার গৃহশিক্ষক

Image
হাওড়া: শ্লীলতাহানির অভিযোগে এক গৃহশিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি হাওড়া জেলার ব্যাঁটরা এলাকার। অভিযুক্ত ওই গৃহশিক্ষকের নাম মৃণাল চক্রবর্তী। বাংলা পড়ায় সে। বৃহস্পতিবার দুপুরে তার বাড়িতে পড়তে এসেছিল এক ছাত্রী। সেই ছাত্রীই শ্লীলতাহানির অভিযোগ তুলেছে। অভিযোগ অনুসারে, অন্যদিনের মতো এদিনও ব্যাঁটরা এলাকার ওই ছাত্রী পড়তে গিয়েছিল মৃণালের বাড়িতে। অন্যান্য দিনের মতোই গায়ে পড়া বা ঘনিষ্ঠ হওয়ার প্রচেষ্টা এদনিও পুরোমাত্রায় বজায় রেখেছিল অভিযুক্ত বাংলার শিক্ষক মৃণাল। সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় অশ্লীলতার মাত্রা। আর এর জেরেই ঘটল বিপত্তি। এদিন গৃহশিক্ষক মৃণাল চক্রবর্তী ছাত্রীর সঙ্গে অশালীন আচরোণ করেছে বলে অভিযোগ করেছেন ওই ছাত্রী। শুধু তাই নয়, শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে। এদিন ওই কলেজ পড়ুয়া ছাত্রীর লিখিত অভিযোগের উপরে ভিত্তি করেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গৃহশিক্ষক মৃণালকে। এদিন বিষয়টি প্রকাশ্যে আসার পরেই অভিযুক্ত মৃণালের উপরে চড়াও হয় স্থানীয় মানুষজন। প্রবল মারধোরের পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে একাধিকবার

মস্কোর আরও কাছাকাছি ইসলামাবাদ, বার্তা দিল পাকিস্তান

Image
ইসলামাবাদ: রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তির বিষয়ে আলোচনা নাকি ভালই এগিচ্ছে। ভারতকে চাপে ফেলে, এমনটাই বলছে পাকিস্তান। দু'দিন আগেই রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল আলেক্সান্ডার ভি ফোমিন ঘুরে গিয়েছেন পাকিস্তানে। তারপরই, পাকিস্তানের তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে। নিবমিত যোগাযোগ থাকছে বলেও উল্লেখ করছে পাকিস্তানের বিদেশমন্ত্রক। বৃহস্পতিবার পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল জানান, পাকিস্তানের সঙ্গে রাশিয়ার সামরিক সম্পর্ক অগ্রগতির পথে। তিনি বলেন, "রাশিয়ার সঙ্গে আমাদের সামরিক সম্পর্কে ক্রমশ তরান্বিত হচ্ছে। নিয়মিত কথাবার্তাও হচ্ছে দু'দেশের। সম্প্রতি, পাকিস্তানের এসে পাক সেনাপ্রধান জেনারেলবাজওয়ার সঙ্গে দেখাও করেছেন রাশিয়ার মন্ত্রী। ২০১৬ ও ১৭-তে একসঙ্গে সামরিক মহড়া চালিয়েছিল রাশিয়া ও পাকিস্তান। ১৬-তে পাকিস্তানে হয়েছিল এক্সারসাইজ "DRUZBA" আর পরের বছরেই রাশিয়ার মাটিতে হয় ও একই মহড়া। এর আগে ২০১৪ ও ১৫-তে দুই দেশ অংশ নেয় এক বিশেষ নৌ মহড়ায়, যার নাম ছিল "Arabian Monsoon." এখানেই শেষ নয়। গত মঙ্গলবার পাকিস্তান ও রাশিয়ার মধ্যে এক বিশেষ চুক্তিও হয়েছে। এই চুক্তি অনু

তেলের খরচ ভুলে যান, মিশরীয় ছাত্রদের তৈরি এই গাড়ি চলবে শুধু হাওয়াতে

Image
কায়রো: যেভাবে দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, তার সঙ্গে লড়তে এবার মিশরের কিছু পড়ুয়া তৈরি করে ফেললেন নতুন ধরণের একটি গাড়ি যা পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাবে, কারণ এটি চলবে হাওয়াতে৷ স্নাতক স্তরের পড়ুয়ারা সামাজিক অর্থনৈতিক টানাপোড়েন, জ্বালানির অভাব, এইসবের মধ্যেই তৈরি করে ফেলল এক যুগান্তকারী যান৷ এই যান যারা তৈরি করেছে সেই পড়ুয়ারা জানালেন, এই গাড়িটি এক ঘন্টায় ৪০কিমি পর্যন্ত যেতে পারে৷ এই গাড়িটি তৈরি করতে কত ব্যয় হয়েছে জানেন? প্রায় সেরকম কিছু খরচই হয়নি৷ কমপ্রেসড এয়ার ব্যবহারই আসল বিষয়৷ কোনও জ্বালানির প্রয়োজনও হচ্ছে না এতে, জানিয়েছেন এর অন্য়তম আবিষ্কর্তা মেহমুদ ইয়াসের৷ এই সাফল্যের এই আবিষ্কার জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার নতুন লক্ষ্য নিয়েই ফের একবার নামছে এই দল৷ তবে তাঁদের বিশ্বাস তাঁদের তৈরি পরের যানগুলি ৫০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায়৷

যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

Image
বাঁকুড়া: যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হল বাঁকুড়ায়৷ তালডাংরার কদমা গ্রাম এলাকা থেকে শুক্রবার সকালে মৃতদেহ দু'টি উদ্ধার করে পুলিশ। মৃত যুগলের নাম কৃষ্ণ লোহার (২৪) ও বকুল লোহার (১৬)। দু'জনের বাড়ি সিমলাপাল থানা এলাকায়। সিমলাপালের জিরাবাইদ-ভুরুডাঙা গ্রামের বাসিন্দা কৃষ্ণ লোহার৷ পেশায় রাজমিস্ত্রী ছিলেন তিনি৷ স্থানীয় সূত্রে খবর, তাঁর সঙ্গেই সম্পর্ক তৈরি হয় স্থানীয় বাঁশীপুর গ্রামের বাসিন্দা বকুল লোহারের৷ বকুল ছোট থেকেই জিরাইবাদে মামাবাড়িতে থাকত৷ সেই সূত্রেই কৃষ্ণের সঙ্গে পরিচয়৷ পরে প্রেমের সম্পর্ক তৈরি হয়৷ শুক্রবার সকালে কদমা আশ্রম এলাকার একটি গাছে যুগলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রাই পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছয় তালডাংরা থানার পুলিশ৷ বকুল লোহারের মামা ধনঞ্জয় লোহার বলেন, ''এক বছর বয়স থেকে ভাগ্নীকে আমাদের বাড়িতে এনে রেখেছিলাম। কারও সঙ্গে যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে বুঝতে পারিনি৷'' ধনঞ্জয় লোহারের কথায়, বৃহস্পতিবারও সবকিছু স্বাভাবিক ছিল৷ রাতে খাওয়া-দাওয়ার পর শুয়ে পড়েছিল। তারপর কখন বাড়ি থেকে বেরিয়ে এই ঘটনা ঘটাল তাঁরা বুঝতেও পারেননি৷ এই ঘটনায় এলা

রাতারাতি গোটা দু’টো মুসলিম গ্রামের নাম বদলে হিন্দু নাম দিল রাজস্থান সরকার

Image
জয়পুর: গ্রামের নামেরও ধর্ম পরিবর্তন ! রাজস্থানে ঘটেছে এমনই একটি কাণ্ড ৷ মুসলিম থেকে হিন্দু ধর্মে রূপান্তরিত করা হল দু'টি গ্রামের নাম ৷ এবার থেকে আর ইসমাইলপুর গ্রাম নয় ৷ সেই গ্রামের নাম বদল করে রাখা হল পিচানবা খুর্দ ৷ অন্যদিকে, বাড়মের জেলার মিয়োকা বড়া গ্রামের নয়া নাম হল মহেশনগর ৷ রাজস্থান সরকারের উদ্যোগেই ঘটেছে গোটা বিষয়টি ৷ ঘটনার সূত্রপাত বেশ কয়েকমাস আগে ৷ রাজ্যের বেশ কিছু গ্রামের নাম বদলের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রস্তাব দিয়েছিল রাজস্থান সরকার ৷ সেই সমস্ত গ্রামগুলির মধ্যে ৮টি গ্রামের নাম বদলের অনুমতি দেয় কেন্দ্র ৷ যার মধ্যে বেশিরভাগই রয়েছে মুসলিম গ্রাম ৷ তবে, গ্রামের এই নাম পরিবর্তনের ঘটনা এই প্রথম নয় ৷ এর আগেও উত্তরপ্রদেশে এই একই ঘটনা ঘটেছে ৷ উত্তরপ্রদেশে মায়াবতী শাসনের পর আকবরপুরের নাম বদলে করা হয় আম্বেদকরনগর, কাসমগঞ্জের নাম বদলে হয় কাশীরাম নগর, হাথরসের নাম বদলে করা হয় মহামায়া নগর, কানপুর দেহাতের নাম বদলে করা হল রমাবাই নগর এবং শামলীর নাম পরিবর্তন করে করা হয় প্রবুব্ধ নগর ৷

সরকারি শিক্ষক পদে চাকরি পেয়েও নিলেন না চাকরিপ্রার্থীরা, অনীহার পিছনে উঠে এল চমকে দেওয়া তথ্য

Image
কলকাতারি চাকরি পেয়েও নিতে চাইছেন না! এসএসসি-র মাধ্যমে একাদশ-দ্বাদশ স্তরের প্রথম পর্যায়ের নিয়োগ শেষে পাওয়া গেল এমনই তথ্য। মেধাতালিকায় নাম থাকলেও এলেনই না ২৬০ জন । প্রশ্ন উঠছে, এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ায় সময় বেশি লাগাতেই কি মুখ ফেরাচ্ছেন চাকরি প্রার্থীরা? বারবার আইনি জট। কোনওবার কমিশনের ব্যর্থতা। কখনও শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় কর্মরত শিক্ষকদের অন্তর্ভুক্ত করা নিয়ে জটিলতা। যাঁকে ঘিরেই দু'বছর ধরে চলল এসএসসির মাধ্যমে একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়া শুরু ও শেষের মধ্যে লাগল লম্বা সময়। - ২৩ সেপ্টেম্বর, ২০১৬ একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন - পরীক্ষার পর ফলপ্রকাশ হয় ২৭ নভেম্বর, ২০১৭ - নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিং শুরু চলতি বছরের জুলাইতে - অর্থাৎ গোটা প্রক্রিয়ায় প্রায় ২ বছর দীর্ঘমেয়াদী এই প্রক্রিয়ায় বিরক্ত হয়ে এসএসসির মাধ্যমে শিক্ষকের চাকরিতে অনীহা ধরেছে প্রার্থীদের। সম্প্রতি, একাদশ-দ্বাদশের প্রথম পর্যায়ের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ হওয়ার পরিসংখ্যান বলছে, মেধাতালিকায় নাম থাকলেও চাকরি নিতে আসেননি অনেকেই। - একাদশ ও দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের শূন্যপদ ছিল প্রায় ৫,২০০

বিকানেরে চলন্ত গাড়িতে গণধর্ষণ কিশোরীকে, আপত্তিকর ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট

Image
রাজস্থানের বিকানেরে চলন্ত গাড়িতে গণধর্ষণ করা হলো এক কিশোরীকে। এবার ঘটনাস্থল রাজস্থানের বিকানের। অভিযোগ কিশোরীকে অপহরণ করে চলন্ত গাড়িতে গণধর্ষণ করা হয়। এমনকি ওই কিশোরীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তারা।  ২৯ জুলাই ধর্ষণের অভিযোগ দায়ের করে নির্যাতিতা।তার পর থেকে পলাতক ছিল অভিযুক্তরা। বলরাম জাঠ এবং আদুরাম জাঠ নামে দুই অভিযুক্তকে সোমবার গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।  নির্যাতিতার বয়ান অনুযায়ী, ঘটনার দিন রাস্তা থেকে তাঁকে অপহরণ করে অভিযুক্তরা। চলন্ত জিপের মধ্যে তাঁকে ধর্ষণ করার পর গাড়ি থেকে ছুড়ে ফেলা হয়। মেডিকেল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে।

ন্যায্য বেতন পাচ্ছেন না, ক্ষোভ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের

Image
নির্ধারিত যোগ্যতা থাকা সত্ত্বেও প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা ন্যায্য বেতন পাচ্ছেন না বলে অভিযোগ তুলল উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শুধু অভিযোগ নয়, ইতিমধ্যে রাস্তায় নেমে আন্দোলনও করেছে তারা। সংগঠনের রাজ্য সম্পাদিকা পৃথা বিশ্বাস জানান, নিয়ম অনুযায়ী প্রাথমিকের প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাকেই উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। সেই সঙ্গে থাকতে হবে প্রশিক্ষণও। যে-সব শিক্ষক বা শিক্ষিকার ওই যোগ্যতা ছিল না, তাঁরা ইতিমধ্যে সেটা অর্জন করে নিয়েছেন। অথচ তাঁদের বেতন দেওয়া হচ্ছে মাধ্যমিক যোগ্যতার কাঠামো অনুযায়ী। পৃথাদেবী জানান, নিয়ম অনুযায়ী যোগ্যতা (উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ এবং প্রশিক্ষণ) থাকলে পে ব্যান্ড ৯৩০০ থেকে ৩৫,৮০০ টাকা। গ্রেড পে ৪২০০ টাকা। কিন্তু তাঁরা পাচ্ছেন মাধ্যমিক যোগ্যতার বেতন-কাঠামো। সেখানে পে ব্যান্ড ৫৪০০ থেকে ২৫,৮০০ টাকা। গ্রেড পে ২৬০০ টাকা। অন্যান্য রাজ্যে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার আগে যে-সব নতুন শিক্ষক কাজে যোগ দিয়েছেন, তাঁরা পাচ্ছেন ২৯ হাজার টাকা। অথচ এ রাজ্যে প্রাথমিক স্তরে কাজে যোগ দিলে শিক্ষকেরা পাচ্ছেন মোটে ১৮ হাজার! শিক্ষকদের পা

বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে হস্তমৈথুন, সোজা গুলি চালালেন মহিলা

Image
নয়াদিল্লি: বারবার নিষেধ করেছিলেন তিনি ৷ বারণ করেছিলেন তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে এই 'কাজ' করতে ৷ কিন্তু কোনও কথাই শোনেনি ওই ব্যাক্তি ৷ ফলস্বরূপ আর একটু হলে বেঘোরে প্রাণটাই হারাতে হত তাঁকে ৷ ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সওয়া ৫টা নাগাদ ৷ হিউস্টনের বাসিন্দা গ্র্যানি জেন নামের ওই মহিলা হঠাৎই এক ব্যাক্তিকে দেখেন তাঁর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে হস্তমৈথুন করতে ৷ বাইসাইকেলে চড়ে এসেছিলেন ওই ব্যাক্তি ৷ ঘটনাটি দেখেই চিৎকার করে ওঠেন গ্র্যানি ৷ বারংবার নিষেধ করতে থাকেন ৷ এমনকি, নিষেধ না শুনলে গুলি করে দেওয়ার হুমকিও দেওয়া হয় ৷ কিন্তু গ্র্যানির অভিযোগ, তাঁর কথায় কর্ণপাত করেননি ওই ব্যাক্তি ৷ তাঁকে দেখে ক্রমাগত হস্তমৈথুন করতে থাকেন তিনি ৷ হিউস্টন পুলিশের লেফন্টানেন্ট ল্যারি ক্রওসন জানিয়েছে, গ্র্যানির সঙ্গে সে সময় ঘরে ছিলেন তাঁর ১৪ বছরের নাবালিকা নাতনি ৷ সেই কারণেই বারবার ওই ব্যাক্তিকে নিষেধ করছিলেন ৬৫ বছরের গ্র্যানি জেন ৷ কিন্তু এরপরেও কোনও কথা না শোনায় ঘর থেকে পিস্তল নিয়ে আসেন তিনি ৷ তাক করে সোজা গুলি চালিয়ে দেন ৷ গুলি গিয়ে লাগে ওই ব্যাক্তির কাঁধের পাশে ৷ সঙ্গে সঙ্

সোনারপুরে বধূ ‘খুন’, গ্রেফতার স্বামী ও শ্বশুর

Image
শ্বশুরের 'কুপ্রস্তাবে' রাজি না হওয়ায় এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল। বুধবার ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার গোবিন্দপুরে। মৃতার নাম সুপ্রিয়া মণ্ডল (২১)। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে সুপ্রিয়ার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় বধূ নির্যাতন ও খুনের মামলা দায়ের হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনারপুর থানার গঙ্গাজোয়ারা এলাকার বাসিন্দা সুপ্রিয়ার সঙ্গে বছর চারেক আগে লাঙলবেড়িয়ার বাসিন্দা, পেশায় রাজমিস্ত্রি সুজন মণ্ডলের বিয়ে হয়। সুজন-সুপ্রিয়ার একটি এক বছরের মেয়েও রয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে সুপ্রিয়ার উপরে মানসিক ও শারীরিক অত্যাচার করতেন সুজনের পরিজনেরা। বাড়িতে কেউ না থাকলেই সুপ্রিয়ার শ্বশুর তপন মণ্ডল তাঁকে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ উঠেছে। স্বামীকে বিষয়টি বারবার জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। বিষয়টি নিজের মা ও মাসিকেও জানিয়েছিলেন সুপ্রিয়া। মাস দুয়েক আগে আলোচনার মাধ্যমে সাময়িক সুরাহা হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার শিশুকন্যাকে নিয়ে বাড়িতে একাই ছিলেন সুপ্রিয়া। অভিযোগ, সে সময়ে মত্ত অবস্থায় শ্বশু

বাচ্চা কাঁদছিল, ‘ব্লাডি...’ বলে বিমান থেকে নামিয়ে দেওয়া হল লন্ডনে

Image
তিন বছরের এক শিশুর কান্নায় বিরক্ত হয়ে বিমান থেকে দুই ভারতীয় পরিবারকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল ব্রিটিশ এয়ারওয়েজের বিরুদ্ধে। শুধু নামিয়ে দেওয়াই নয়, তাঁদের প্রতি জাতিবিদ্বেষ মূলক মন্তব্যও করা হয় বলে অভিযোগ। সম্প্রতি লন্ডন থেকে বার্লিন যাওয়ার একটি বিমানে এই ঘটনাটি ঘটে। ওই ব্রিটিশ বিমান সংস্থায় অভিযোগ জানানোর পাশাপাশি ভারতের বেসরকারি বিমান পরিবহণমন্ত্রী সুরেশ প্রভুকে চিঠি দিয়ে ঘটনার বিবরণ জানিয়েছেন সরকারি ওই শিশুর বাবা। তিনি পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের যুগ্ম সচিব পদমর্যাদার আধিকারিক। শিশুটির বাবা চিঠিতে লিখেছেন, কিছু দিন আগে তিনি লন্ডন থেকে বার্লিন যাওয়ার একটি বিমানে উঠেছিলেন। সঙ্গে স্ত্রী এবং তিন বছরের শিশু ছিল। বিমানে ওঠার পর থেকেই বাচ্চা কাঁদতে শুরু করে। তার মা কান্না থামানোর অনেক চেষ্টা করলেও কোনও ফল হয়নি। বিমান টেকঅফ করার সময়ও কান্না না বন্ধ হলে ক্রিউ মেম্বারদের কয়েকজন তাঁদের কাছে ছুটে আসেন এবং বাচ্চাকে বকাবকি করতে শুরু করেন। এতে সে আরও ভয় পেয়ে যায় এবং আরও বেশি জোরে কাঁদতে শুরু করে। তাঁদের পিছনের আসনে আরও একটি ভারতীয় পরিবার ছিল। তাঁরাও বাচ্চাকে চুপ করানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও কো

পাচার থেকে বাঁচাতে বিল পাশের আর্জি

Image
চিঠিতে 'অভিভাবক' বলে সম্বোধন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তার পরেই মানুষ পাচার চক্রের ফাঁদে পড়ে নির্যাতিতদের আকুল আবেদন: মানব পাচার রোধ, সুরক্ষা ও পুনর্বাসন বিল যত দ্রুত সম্ভব পাশ করিয়ে আমাদের বাঁচান। মানব পাচার রোধে কঠোর আইন রয়েছে। কিন্তু তথ্য-পরিসংখ্যান বলছে, সেই আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া বা শাস্তি ঘোষণায় ভারত খুবই পিছিয়ে রয়েছে। সেই জন্য 'ট্র্যাফিকিং পার্সনস (প্রিভেনশন, প্রোটেকশন অ্যান্ড রিহ্যাবিলেটশন) বিল ২০১৮-য় শাস্তির মাত্রা বাড়ানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থার সংস্থানও রাখা হয়েছে ওই বিলে। লোকসভায় সেটি পাশ হলেও রাজ্যসভায় হয়নি। বিলটি লোকসভায় পাশ করানো সরকারের 'সৎ প্রচেষ্টা'র জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হাজারখানেক ক্ষতিগ্রস্ত মানুষ। সেই সঙ্গে তাঁদের আর্জি, সংসদের অন্য কক্ষেও বিলটি দ্রুত পাশ করানোর ব্যবস্থা করা হোক। চিঠিতে ক্ষতিগ্রস্তেরা লিখেছেন, 'আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। লড়াই করেছি। কিন্তু এর জন্য দেশের আর অপেক্ষা করা উচিত নয়।' পাচারকারীরা কী ভাবে তাঁদের জীবন 'তছনছ' করে দিয়েছে, তার বিবরণও দেওয়া হয়েছে চিঠিতে। অ

ধর্ষণে বাধা, মাথা থেঁতলে দিল যুবক

Image
নির্জন জায়গায় নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের চেষ্টা করেছিল পরিচিত যুবক। বাধা দিয়েছিলেন তরুণী। তাতে 'মাথা গরম' হয় যুবকের। অভিযোগ, রাগের চোটে যুবতীর মাথা ইট দিয়ে থেঁতলে খুন করার চেষ্টা করে সেই যুবক। ঘটনার পরে রিপন সিকদার নামে ওই যুবক পালানোর চেষ্টা করলে এলাকার কয়েক জন দেখতে পান। তাঁদের সন্দেহ হওয়ায় তাঁরা ওই যুবককে ধরে ফেলেন। হাঁসখালির কাছে রামদুলালপুরের যে পরিত্যক্ত বাড়ি থেকে সে পালাচ্ছিল সেখানে ঢুকে তাঁরা দেখেন, রক্তাক্ত পড়ে এক তরুণী। পাশে রক্তমাখা থান ইট। ওই যুবককে মারধরের পরে স্থানীয়রাই পুলিশের হাতে তুলে দেয়। রাতে ওই তরুণীর মা হাঁসখালি থানায় রিপনের বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ জানান। তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ৭২ ঘণ্টা না কাটলে মেয়েটিকে বিপন্মুক্ত বলা যাবে না। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত রিপনের বাড়ি হাঁসখালির বংশীনগরে। ২০১১ সালে একটি ধর্ষণের ঘটনায় গ্রেফতারও হয়েছিল সে। পরিবারের দাবি, ওই তরুণী মানসিক ভাবে খানিকটা অসুস্থ ছিলেন। ত

বিশ্বাস রাখুন, দূরে যাবেন না, আদিবাসীদের আর্জি মুখ্যমন্ত্রীর

Image
জঙ্গলমহলের মানুষকে তাঁর উপর থেকে বিশ্বাস না হারানোর আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানম়ঞ্চ থেকে তাঁর আর্জি, "আমার প্রতি বিশ্বাস হারাবেন না, ভুল বুঝে কখনও দূরে সরে থাকবেন না।" পঞ্চায়েত ভোটের পরে এটাই মুখ্যমন্ত্রীর প্রথম ঝাড়গ্রাম সফর। জঙ্গলমহলের এই জেলায় পঞ্চায়েতে তুলনায় ফল খারাপ হয়েছে তৃণমূলের। তার পর জেলায় দলীয় সংগঠন ঢেলে সেজেছেন তৃণমূল নেত্রী। বেশ কিছু নেতাকে কলকাতায় ডেকে ভর্ৎসনাও করেছেন। তৃণমূলের ময়না-তদন্তে উঠে এসেছে, দলের একাংশের স্বজনপোষণ ও দুর্নীতির জেরেই আদিবাসী-জনজাতির একাংশ মুখ ফিরিয়ে নিয়েছেন। তবে স্থানীয় স্তরের এমন 'ভুল' যে শুধরে নেওয়া হবে, এ দিন তা স্পষ্ট করেছেন মমতা। তাঁর বার্তা, ''লোকালি ভুল হলে বলবেন, সংশোধন করে নেব।... জঙ্গলকন্যাকে আমাকে হারাতে দেবেন না।" ভুল সংশোধন প্রক্রিয়ায় জনসংযোগেই জোর দিচ্ছেন মমতা। আর সে কাজে তাঁর হাতিয়ার পুলিশ-প্রশাসন। মুখ্যমন্ত্রী বলেন, "পুলিশকে বলব, আদিবাসী, সংখ্যালঘু, তফসিলি সম্প্রদায়ের গ্রামগুলিতে ঘরে ঘরে যান। দু'টাকা কি

গ্রামের মেয়েকে বাঁচাতে রাতপাহারায় পড়শিরা

Image
পাচারকারীদের হাতে পড়ে মুম্বইয়ে বিক্রি হয়ে যায় মেয়েটি। সেখান থেকে পালিয়ে আসার পরে তাঁর পাশে থেকেছেন অনেকেই। এ বার ফের সেই পাচারকারীদের হামলার মুখে রাত জেগে মেয়েটির বাড়ি পাহারা দিলেন পড়শিরা।  তাড়া খেয়ে পিঠটান দিল দুষ্কৃতীরা। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। পাচার হয়ে যাওয়া কিছু মেয়ে উদ্ধার হলেও পড়শির বাঁকা মন্তব্য তাঁদের পিছু ছাড়ে না। অনেক সময়ে বাপের বাড়িতেও ঠাঁই হয় না তাঁদের। কিন্তু তেমন হয়নি বাদুড়িয়ার পরভিনের (নাম পরিবর্তিত) জীবনে। অনেক ঝড়-ঝাপটা সয়ে সাড়ে তিন বছর পরে গ্রামে ফিরে বিয়ে করেছেন। এর মধ্যে অভিযুক্ত পাচারকারী সাদেক আলি জামিনে ছাড়া পেয়েছে। অভিযোগ, বুধবার দুপুরে সে হামলা চালায় পরভিনের বাড়িতে। 'সন্ধের মধ্যে মামলা তুলবি'— হুমকি দিয়ে যায়। আতঙ্কিত পরভিন পাড়ার চাচা-ফুফাদের ঘটনাটা জানান। সবাই মিলে ঠিক করেন, মেয়েটার পাশে দাঁড়াতে হবে। রাত ১১টা নাগাদ ফের হাজির দুষ্কৃতীরা। এ বার গ্রামবাসীর তাড়া খেয়ে পালায় তারা। এর পরে পুলিশ ডেকে গোটা রাত পরভিনের বাড়ি পাহারা দিয়েছেন পড়শিরা। স্থানীয় এক যুবকের কথায়, ''মেয়েটাকে এ ভাবে শয়তানের মুখে ফেলে দিতে পারি