Posts

Showing posts from October 12, 2018

‌ভারতে ইন্টারনেট বন্ধ হবে না, জানাল সাইবার সিকিওরিটি

Image
বিশ্বজুড়ে আগামী ৪৮ ঘণ্টা ইন্টারনেট বন্ধের ঘোষণায় উদ্বিগ্ন ইন্টারনেট ব্যবহারকারীরা। তবে ভারতবাসীর চিন্তার কোনও কারণ নেই। সব ব্যবস্থাই করা আছে। একথা জানিয়ে দিলেন জাতীয় সাইবার সিকিওরিটির আহ্বায়ক গুলশন রাই। যদিও ইন্টারনেট কর্পোরেশন অফ অ্যাসাইন্ড নেমস্‌ অ্যান্ড নাম্বার্স (‌আইসিএএনএন)–এর মুখপাত্র সিঙ্গাপোর থেকে সাফ জানিয়েছেন যে, ডোমেন সার্ভার শাটডাউন হলেও ইন্টারনেট ব্যবহারকারীরা সেভাবে কোনওরকম সমস্যাতেই পড়বেন না। তাহলেও ইন্টারনেট আগামী দু'‌দিন বন্ধ থাকার খবরে বিশ্বজুড়েই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে ভারতের ইন্টারনেট ব্যবহারকারীদের কোনও রকম প্রভাব পড়বে না বলে ফের আরেকবার আশ্বস্ত করল জাতীয় সাইবার সিকিওরিটি। আর এর সঙ্গেই হাঁফ ছেড়ে বাঁচলেন ভারতীয় নেটিজেনরা।

এবার ১০০০ কিমি প্রতি ঘণ্টা বেগে ট্রেন ছোটাবে চিন

Image
বেজিং: দ্রুততম ট্রেন চালাতে চলেছে চিন। গতি হবে ১০০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ২০২৫-এর মধ্যেই চালু হয়ে যাবে সেই ট্রেন। বর্তমানে ৩৫০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগের বুলেট ট্রেন রয়েছে চিনের কাছে। এবার আসছে নতুন প্রযুক্তির বুলেট ট্রেন। চিনের চেংড়ুতে অনুষ্ঠত হওয়া 2018 National Mass Innovation and Entrepreneurship Week-এ দেখানো হয়েছে সেই নতুন ট্রেনের মডেল। জানা গিয়েছে ট্রেনটি মাটি থেকে ১০০ মিলিমিটার উপর দিয়ে যাবে। এক নতুন ম্যাগনেটিকক প্রযুক্তির জন্য রেল লাইন ও ট্রেনের মধ্যে এই ভ্যাকুয়াল থাকতে হবে। প্রথমে ট্রেনতি ধীরগতিতে চলা শুরু করবে। তারপর ক্রমশ ১০০০ কিমি/ ঘণ্টা গতি তুলবে। তবে এই গতিতেও যাত্রীরা আরামেই থাকবে তাদের কোনও অসুবিধা হবে না বলে জানিয়েছে ট্রেন প্রস্ততকারী সংস্থা। আমেরিকার সংস্থার সঙ্গে যৌথভাবে এই ট্রেন তৈরি করবে চিনা সংস্থা। Hyperloop Transportation Technologies ও Hyperloop One-এর মত কিছু মার্কিন সংস্থা উচ্চগতির ট্রেন বানানোর চেষ্টা করছে। আপাতত চিনেই রয়েছে বিশ্বের দীর্ঘতম উচ্চগতিসম্পন্ন রেল লাইন।

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেছিলেন স্ত্রী, তারপর…

Image
 ক্যানিং: এক গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে৷ মৃতের নাম সামিনা সর্দার (২২)৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার আড়াই বাকি গ্রামে৷ স্থানীয় সূত্রে খবর, প্রায় এক বছর আগে ক্যানিং থানার তালদির বকুলতলা গ্রামের বাসিন্দা সামিনা সর্দারের সঙ্গে বিয়ে হয় রহমান সর্দারের৷ অভিযোগ, বিয়ের পর থেকেই পণের টাকার দাবিতে সামিনার উপর মানসিক ও শারীরিক অত্যাচার করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা৷ পাশাপাশি স্থানীয়দের দাবি, রহমানের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল৷ আর সেই সম্পর্ক জানতে পেরেই তার প্রতিবাদ করে স্ত্রী সামিনা৷ আর এই দুই কারণের জেরেই ওই গৃহবধূকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তার বাপের বাড়ির সদস্যদের৷ শুক্রবার প্রতিবেশীরা গৃহবধূর বাপের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে শ্বশুরবাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে সামিনাকে৷ অভিযোগ, সামিনার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়৷ আর সেই দাগ দেখেই তার বাপের বাড়ির সদস্যরা অভিযোগ করেন পিটিয়ে খুন করা হয়েছে সামিনাকে৷ এরপরেই খবর দেওয়া হয় স্থানীয় জীবনতলা থানায়৷ পরে জীবনতলা থানার পুলিশ এসে মৃতদেহ উদ

পাসপোর্ট বা ভোটার আইডি ছাড়া আর ভুটানে ঢোকা যাবে না

Image
এত দিন নাগরিকত্বের যে কোনও দু'টি প্রমাণ দেখালে ফুন্টশোলিংয়ের ভারতীয় কনস্যুলেট জেনারেলের দফতর থেকে একটি 'আইডেনটিফিকেশন স্লিপ' দেওয়া হত। সেটা ভুটানের অভিবাসন দফতরে দেখালে সে দেশে প্রবেশের অনুমতি মিলত ভারতীয় নাগরিকদের। কিন্তু সম্প্রতি ফুন্টশোলিংয়ের ভারতীয় কনস্যুলেট দফতর এক নির্দেশিকায় জানায়, আগামী ১ জানুয়ারি থেকে ভুটানে প্রবেশের জন্য ভারতীয়দের পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড দেখাতে হবে। ভারতের বন্ধু রাষ্ট্র হওয়ার সুবাদে ভুটানে ভারতীয় নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে সে অর্থে খুব বেশি কড়াকড়ি ছিল না। তাই অনেকেই গাড়ি নিয়ে ও দেশে ঘুরতে যান। এঁদের সকলের জন্য এত দিন রেশন কার্ড, আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনও দু'টি দেখালেই মিলত আইডেনটিফিকেশন স্লিপ। তবে এ বার থেকে ভুটানে যেতে ইচ্ছুক ভারতীয়দের সরাসরি ভুটানি অভিবাসন দফতরে গিয়ে ভোটার কার্ড বা পাসপোর্ট দেখাতে হবে। শিশুদের ক্ষেত্রে অবশ্য ইংরেজিতে লেখা জন্মের শংসাপত্র দেখালেই মিলবে ভুটানে ঢোকার ছাড়পত্র। সূত্রের খবর, ভুটানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী নিয়ম পরিবর্তন করা হয়েছে৷ 

এমারজেন্সি ডিউটিতে থাকা কর্মীদের পুজোর পর দু'দিন ছুটি

Image
কলকাতা: সরকারি কর্মীদের জন্য সুখবর ৷ পুজোয় এমার্জেন্সি ডিউটিতে থাকা সরকারি কর্মীদের পুজোর পর দু'দিন ছুটি পাবেন ৷ এমার্জেন্সি ডিউটিতে থাকা সরকারি কর্মীদের পুজোতে ছুটি থাকে না ৷ পুজোর দিনে যখন সবাই আনন্দ করেন তখন ডিউটিতে ব্যস্ত থাকতে হয় তাদের ৷ তাই পুজোর পর তাদের দু'দিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অন্যদিকে এমার্জেন্সি ডিউটিতে না থাকা সরকারি কর্মীদের জন্য পুজোর মাসে ছুটি-ই-ছুটি ৷ পুজোয় টানা ১৬ দিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারের কর্মীচারীরা ৷ নবান্ন সূত্রে এমনটাই খবর মিলেছে ৷ ১৫ থেকে ২৫ অক্টোবর পুজোর ছুটি ৷ ১৩,১৪ অক্টোবর শনি ও রবিবার ৷ ২৭,২৮ অক্টোবর শনি ও রবিবার ৷ শুধুমাত্র ২৬ অক্টোবর সরকারি দফতর খোলা ৷ আপনি যদি চান, তাহলে ২৬ তারিখ একটি ক্যাসুয়াল লিভ নিয়ে নিন ৷ তাহলেই টানা ১৬ দিনের ছুটি পাবেন সরকারি কর্মীরা ৷

প্রায় ৫০০০০ ব্যক্তি ২০১৯ পদ্ম পুরষ্কারের জন্য মনোনীত

Image
নয়াদিল্লি: প্রায় ৫০হাজার ব্যক্তি ২০১৯ পদ্ম পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের দফতর থেকে কৃতীদের এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ২০১০ সালে এই মনোনয়নের সংখ্যাটা ছিল ১,৩১৩। এই বছরের যা পরিসংখ্যান তা রেকর্ড ভেঙেছে গত ৩২ বারের। ২০১৭সালে এই মনোনয়নের পরিসংখ্যান ছিল ৩৫,৫৯৫। ২০১৬ য় এর পরিসংখ্যান ছিল আরও একটু কম,১৮,৭৬৮। পদ্ম পুরস্কারের সঙ্গেই জড়িয়ে রয়েছে, পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার। যা কৃতিমানুষের অন্যতম শ্রেষ্ঠত্বের শিরোপা। বিভিন্ন কাজে, শিল্প -সাহিত্য, শিক্ষা, খেলাধুলো, চিকিৎসা, সমাজ সেবা, বিজ্ঞান, প্রযুক্তি, বানিজ্য প্রভৃতি ক্ষেত্রে অনন্য অবদানের জন্য এই সম্মান জানানো হয়। পেশা, জাতি,লিঙ্গ,ধর্মের এখানে কোনও স্থান নেই। ১৯৫৪ সাল থেকে এই সম্মান জ্ঞাপনের অনুষ্ঠান শুরু হয়। প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের দিন পদ্ম পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হয়। এই পদ্ম পুরস্কারকেই বর্তমানে পরিণত হয়েছে জনগণের পুরস্কারে। দেশের এই সর্বোচ্চ পুরস্কারপ্রাপকদের নাম সাধারণ মানুষই মনোনীত করেন। ২০১৬ থেকে এই মনোনয়নের বিষয়টি অনল

মুম্বইয়ের ব্যাঙ্ক থেকে ১৪৩ কোটি টাকা হাতিয়ে নিল হ্যাকাররা!

Image
বড়সড় হ্যাকার হানাস্টেট ব্যাঙ্ক অব মরিশাসের মুম্বই শাখায়। নরিম্যান পয়েন্টের ওই শাখা থেকে হ্যাকাররা ১৪৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গত ২ অক্টোবরের ঘটনা। ব্যাঙ্ক আধিকারিকরা জানান, তাঁরা লক্ষ্য করেন কয়েকটি অ্যাকাউন্টের হিসেবে বড়সড় গড়বড় হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে গিয়েই তাঁরা আঁতকে ওঠেন। হ্যাকাররা ব্যাঙ্কের বেশ কয়েকটি অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে! সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষ মুম্বই পুলিশের ইকনমিক অফেন্স উইং-কে বিষয়টি জানান। তদন্তে নেমে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানান, বেশ কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই শাখার বেশ কয়েকটি অ্যাকাউন্ট হ্যাক করে সেই টাকা বিদেশে বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে।কোনও ম্যালওয়্যার হামলার কারণে এমন ঘটনা ঘটেছে, না কি অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে, বিষয়টি নিয়ে ইকনমিক উইং-এর পাশাপাশি তদন্ত শুরু করেছেন সাইবার সেলের বিশেষজ্ঞরাও। ব্যাঙ্কের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে কি না, আলাদা ভাবে তা-ও তদন্ত করছে ব্যাঙ্ক। গত অগস্টেই পুণের একটি বেসরকারি ব্যাঙ্ক সাইবার হানার কবলে পড়েছিল। হ্যাকাররা ৯৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। সেই

মৃত্যুদণ্ড রদ করতে চলেছে মালেশিয়া প্রশাসন

Image
কুয়ালালামপুর: মৃত্যুদন্ড রদ করতে চলেছে মালেশিয়া সরকার। বর্তমানে সেদেশে খুন, অপহরণ, আগ্নেয়াস্ত্র রাখা,মাদক পাচারের মতো অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই ছিল একমাত্র শাস্তি। ব্রিটিশ আমলের এই মৃত্যুদণ্ডের ধারা এখনও অব্যাহত রেখেছে মালেশিয়া। জনসংযোগ ও মাল্টিমিডিয়া মন্ত্রী গোবিন্দ সিংহ দেও নিশ্চিত করেছেন, মৃত্যুদণ্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীসভা। তিনি জানিয়েছেন,'এই আইন দ্রুত সংশোধন করা হবে'। সরকারের এই সিদ্ধান্তের কারণ,এই আইনের বিরোধিতা করছেন বহু মানুষ। ডানপন্থীরা এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। লিবার্টি রাইটস গ্রুপের উপদেষ্টা এন.সুরেন্দ্রন জানিয়েছেন,এই আইন বর্বরোচিত। এই মৃতুদন্ডের আইন দ্রুত রদ করা উচিত এমনটাই মত তার।

সুপ্রিম কোর্টে রাজ্যের জয়, ‘পুজো অনুদান’ বহাল রইল রাজ্যের

Image
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে রাজ্যের জয় ৷ 'পুজো অনুদান' বহাল রইল রাজ্যের ৷ রাজ্যের এবং শহরতলীর বেশ কিছু পুজোকে ১০ হাজার টাকা করে অনুদান ৷ ২৮ হাজার পুজো উদ্যোক্তাকে অনুদান দেবে রাজ্য সরকার ৷ শীর্ষ আদালতেও জয় রাজ্যের ৷ ৬ সপ্তাহ পর ফের মামলার শুনানি ৷ গত শুক্রবার রাজ্যের ২৮ হাজার দুর্গাপুজোকে ১০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার উপর অন্তর্বতী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট ৷ কলকাতা হাইকোর্ট পুজোর আগে রাজ্য সরকারকে স্বস্তি দিয়েছিল ৷ পুজো উদ্যোক্তাদের অনুদানের বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করবে না ৷ একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি ৷ কিন্তু কলকাতা হাইকোর্ট মামলা খারিজ করে দিলেও হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয় শীর্ষ আদালতে ৷ এবার শীর্ষ আদালতেও জয় পেল রাজ্য সরকার ৷ রাজ্যের ২৮ হাজার ক্লাবকে ১০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার ৷ কলকাতার ৩০০০ পুজো ও গ্রাম বাংলার ২৫ হাজার পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যার জেরে প্রায় ২৮ কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের ৷ কিন্তু সেই অনুদানের বিষয়টি

নগ্ন হয়ে নাচতে বলেছিলেন সাজিদ খান, মুখ খুললেন রেচেল

Image
মুম্বই: বাঁধ মানছে না অভিযোগের বন্যা ৷ দীর্ঘদিনের জমিয়ে রাখা কথাগুলো বেরিয়ে আসছে হু হু করে ৷ #MeeToo-র স্রোতে এখন নাস্তানাবুদ বলিউড ৷ আবারও সেই অভিযোগের কেন্দ্রে পরিচালক সাজিদ খান ৷ প্রথমে সাংবাদিক করিশ্মা উপাধ্যায়, তারপর নায়িকা শালোনি চোপড়া আর এবার মডেল অভিনেত্রী রেচেল হোয়াইট ৷ ২০১৪-তে ইমরান হাশমির 'উঙলি'-তে প্রথম দেখা গিয়েছিল রেচেলকে ৷ এবার 'হে বেবি', 'হাউজফুল' পরিচালক সাজিদের বিরুদ্ধে #MeeToo লিখলেন সেই রেচেলও ৷ নিজের ট্যুইটার অ্যাকাউন্টে শালোনির অভিযোগকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়িয়েছেন রেচেল ৷ লিখেছেন, নিজের ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথাও ৷ রেচেল লিকেছেন, ''আমি তোমাকে বিশ্বাস করি শালোনি, কারণ আমিও 'হমসকলস'-এর সময় সাজিদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম ৷ আমার এজেন্সিকে পাঠিয়েছিলাম সাজিদের কাছে ৷ এর ৫ মিনিটের মধ্যে সাজিদ আমাকে নিজের বাড়িতে ডেকে পাঠান ৷ আমি সাজিদের বাড়িতে যেতে প্রস্তুত ছিলাম না ৷ আমাকে রাজি করানোর জন্য সাজিদ বলেন, তাঁর বাড়িতে তাঁর মা সবসময় থাকেন ৷ তাই ভয় পাওয়ার কিছু নেই ৷ এরপর যখন আমি সাজিদের বাড়ি যাই, ওঁর পরিচারিকা আম

বাবা-মা-বোনকে খুন করল কিশোর

Image
কোনও ডাকাতির ঘটনা নয়।  ১৯ বছরের ছেলেই খুন করেছে বাবা-মা ও বোনকে। দিল্লির  বসন্ত কুঞ্জে  একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যুর ঘটনায় পুলিসের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।   অভিযুক্ত কিশোর সুরজ ভর্মাকে গ্রেফতার করেছে  দিল্লি পুলিস। তাকে জেরা করে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। গত বুধবার দিল্লির বসন্ত কুঞ্জের কিষাণগড় থেকে একই পরিবারের তিন সদস্যের  দেহ উদ্ধার হয়।  দুই ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে বসন্ত কুঞ্জের কিষাণগড়ের  বাড়িতে থাকেন  মিথিলেশ ভর্মা  নামে ওই ব্যক্তি।  এলাকায় সম্ভ্রান্ত ব্যক্তি নামে পরিচিত মিথিলেশের সেরকম কোনও শুক্র ছিল  না বলেই জানিয়েছেন প্রতিবেশীরা। বুধবার সকালে দীর্ঘক্ষণ ওই পরিবারের কাউকে দেখতে না পেয়ে বাড়িতে যান তাঁরা। প্রতিবেশীদের দাবি, শোওয়ার ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন মিথিলেশ ও তাঁর স্ত্রী। খাটের ওপর পড়ে ছিল তাঁদের ছেলে-মেয়ে। সকলেরই শরীরে একাধিক ক্ষত ছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় মিথিলেশ, তাঁর স্ত্রী ও মেয়ের। মিথিলেশের আহত ছেলে সুরজকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের দাবি ছিল, কেউ বা কারা রাতে মিথিলেশের বাড়িতে চুরি করতে ঢুকেছিল। ধরা পড়ে যাও

মাঝেরহাটের লেভেল ক্রসিং চালু রাখতে শিয়ালদা দক্ষিণ-বজবজ শাখায় বাতিল ২২টি ট্রেন

Image
একদিকে স্বস্তি, অন্যদিকে বিড়ম্বনা। একদিকে যখন শুক্রবার থেকে খুলে যাচ্ছে মাঝেরহাটের বিকল্প রাস্তা। অন্যদিকে তখন এদিন থেকেই শিয়ালদা দক্ষিণ-বজবজ শাখায় বাতিল করা হল একাধিক ট্রেন। পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, নিউ আলিপুর ও মাঝেরহাট জংশনের মাঝে একটি নতুন লেভেল ক্রসিং চালু হয়েছে। এখন থেকে দক্ষিণ কলকাতার সঙ্গে মধ্য-উত্তর কলকাতার মধ্যে যান চলাচলের ক্ষেত্রে বিকল্প পথ হিসেবে ব্যহার করা হবে এই লেভেল ক্রসিং। আর তাই নির্দিষ্ট সময় অন্তর অন্তর যান চলাচলের জন্য লেভেল ক্রসিংটি খুলে রাখতে হবে। ফলে নির্বিঘ্নে যান চলাচলের জন্যই তাই বেশ কিছু ট্রেন বাতিলর করার সিদ্ধান্ত নিয়েছে রেল। পাশাপাশি বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচিতে দেখা যাচ্ছে, শিয়ালদা দক্ষিণ-বজবজ শাখায় এখন থেকে ৭০টির বদলে ৫২টি ট্রেন চলবে। প্রসঙ্গত, মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের ৩৬ দিনের মাথায় চালু  চালু হচ্ছে বিকল্প রাস্তা। আজ থেকেই চালু হচ্ছে লেভেল ক্রসিং ও বেইলি ব্রিজ। মাঝেরহাট সেতু ভাঙার পর রেকর্ড সময়ে নতুন রাস্তা তৈরি করে ফেলেছে পূর্ত দফতর। মাত্র ২০ দিনে তৈরি হয়েছে রাস্তাটি। নতুন একটি ব্রিজ বসা

ডাইনি অপবাদ দিয়ে খুন করা হল বিহারের এক মহিলাকে, কাঠগড়ায় পরিবার

Image
ডাইনি অপবাদ দিয়ে আবারও এক মহিলাকে মেরে ফেলার অভিযোগ উঠল তাঁরই পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের সীতামারহিতে। জানা গিয়েছে, তান্ত্রিকের পরামর্শতেই পরিবার ওই মহিলাকে মেরে ফেলে। ঘটনাটি ঘটে সীতামারহির শিভার গ্রামে। এই গ্রামের বাসিন্দা ৩০ বছরের সবিতা দেবীকে তাঁরই দেওর সুনীল মুখিয়া খুন করে। জানা গিয়েছে, সুনীলের স্ত্রীর সন্তান হচ্ছিল না বলে এক স্থানীয় তান্ত্রিকের দ্বারস্থ হয় তারা। ওই তান্ত্রিকই তাদের জানায় যে সুনীলের বৌদি সবিতা আসলে ডাইনি এবং তিনি তাঁর বাড়িতে ডাইনিবিদ্যা অভ্যাস করেন। যার জন্যই সুনীল ও তার স্ত্রীর সন্তান হচ্ছে না। তান্ত্রিক পরামর্শ দেয়, ভগবানকে সন্তুষ্ট করতে হলে সবিতা দেবীর বলি চড়াতে হবে। তবেই সুনীলের পুত্রসন্তান হবে। তান্ত্রিকের কথামতোই সবিতা দেবীর দেওর তাঁকে খুন করে। সীতামারহি পুলিসের এক আধিকারিক বলেন, '‌সুনীল, তার স্ত্রী, সুনীলের ছোট ভাই বীরু এবং তান্ত্রিক এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে। সবিতা দেবীর মা এই চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সবিতা দেবীর স্বামী ভগবান মুখিয়াকে জেরা করার জন্য আটক করা হলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি থেকে পুজোর উপকরণ উদ্ধার হয়েছে। ধৃতরা তাদে

মাসিক ১৫ হাজার বেতন দিয়ে চোরেদের পুষত ২১ বছরের যুবক

Image
বেকারত্ব সমাজে এক দুরারোগ্য ব্যাধির মতো। চাকরি না পাওয়ার যন্ত্রনা কী তা কোনও বেকার যুবকই বুঝতে পারেন। কিন্তু জয়পুরের ২১ বছরের এই যুবক বেকারত্বের মর্ম বুঝতে পেরেছিল আর তাইতো সে তার নিজের অধীনে মাসে ১৫ হাজার টাকা বেতন দিয়ে ছ'‌জন বেকার যুবককে কাজে ঢোকায়। যদিও কাজটা শোনার পর চক্ষু চড়কগাছ হবে। ২১ বছরের ওই যুবক তার ছ'‌জন কর্মীকে দিয়ে বিভিন্ন এলাকায় বাইক, সোনার হার এবং মোবাইল ফোন চুরি করাতো। শুধু তাই নয়, এই চুরির জন্য বেতনের পাশাপাশি কমিশনও পেত তারা। প্রতিদিনই এই ছ'‌জন চুরির কাজে বেড়িয়ে পড়ত। পুলিস জানিয়েছে, মঙ্গলবারই দলের পাণ্ডা সহ ওই সাতজন চোরকে গ্রেপ্তার করা হয়। জওহার সার্কেল, শিবদাসপুরা, খো নগোরিয়ান, সঙ্গানার এবং জয়পুরের অন্যান্য এলাকায় এরা চুরি করে বেড়াত। পরপর পুলিসের কাছে অভিযোগ আসার পরই টনক নড়ে। পুলিস সিসি ক্যামেরা খতিয়ে দেখার পরই নিশ্চিত হয় যে সবকটা অপরাধী একই গ্যাংয়ের। মঙ্গলবার অভিযুক্তদের  প্রতাপ নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এখানেই ঘাঁটি গেড়ে থাকত চোরেদের পাণ্ডা সহ ৬ চোর। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিস ৩৩টি মোবাইল, ল্যাপটপ, দু'‌টো সোনার হার এবং চারটে বাইক উদ্ধার ক

ইঞ্জিনীরিং কলেজ " ব়্যাগিং " 12 জনের নামে এফআইআর দায়ের।

Image
বর্ধমান: প্রথম বর্ষের পড়ুয়াদের ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে সিনিয়রদের বিরুদ্ধে। বর্ধমানের এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রথম বর্ষের ৪৩ জন ছাত্রকে হস্টেলে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে বলে অধ্যক্ষর কাছে নালিশ জানানো হয়। প্রাথমিক তদন্তে ব়্যাগিংয়ের প্রমাণ মেলায় অধ্যক্ষ ১২ জনের বিরুদ্ধে পুলিশে এফআইআরও দায়ের করেন। মারধর, ভয় দেখানো, ব়্যাগিং নিরোধক আইনে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তদের মধ্যে ১১জন বর্ধমান আদালতে আত্মসমর্পণ করে। সিজেএম রতনকুমার গুপ্তা এক হাজার টাকার বন্ডে তাদের জামিন মঞ্জুর করেছেন। বাকি ছাত্র আত্মসমর্পণও করেনি, জামিনও নেয়নি। বর্ধমানের ইঞ্জিনিয়ারিং কলেজের এই ঘটনায় শোরগোল পড়েছে শিক্ষামহলে। কলেজ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শুরুর দিকে কলেজ সংলগ্ন ছাত্র হস্টেলে ব়্যাগিংয়ের ঘটনাটি ঘটে। প্রথম বর্ষের ৪৩ জন পড়ুয়া অধ্যক্ষ অসিতকুমার মান্নাকে অভিযোগ জানান। তাঁদের অভিযোগ, সিনিয়ররা হস্টেলের রুমে এসে নানাভাবে তাদের উপর নির্যাতন চালাচ্ছে। তাঁদের কথা মতো কাজ না করায় মারধর পর্যন্ত করা হয়েছে বলে তাঁরা অধ্যক্ষকে জানান। ব়্যাগিংয়ের কারণে

সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক মহিলা৷

Image
বলিউডে বইছে #MeToo ঝড়৷ সেই তালিকায় এবার জুড়ল সুভাষ ঘাইয়ের নাম৷ তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক মহিলা৷ টুইটারে নিগৃহীতার পোস্টটি শেয়ার করেছেন মহিমা কুকরেজা৷  মহিমাই গত সপ্তাহে কৌতুক অভিনেতা উৎসব চক্রবর্তীর বিরুদ্ধে প্রথম শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন৷ ওই মহিলার অভিযোগ, সুভাষ ঘাই তাঁকে ঘুমের ওষুধ মেশানো ঠান্ডা পানীয় পান করান৷ অচৈতন্য হয়ে পড়েন তিনি ৷ এরপর বর্ষীয়ান পরিচালক ওই মহিলাকে ধর্ষণ করে বলেও অভিযোগ৷ নির্যাতিতার দাবি,  ঘটনাটি সুভাষ ঘাইয়ের সহকারী এক পরিচালক ও অন্য দুই মহিলাকে জানিয়েছিলেন৷ কিন্তু,  আর্থিক নিরাপত্তাহীনতার কারণে বলিউডের পরিচালকের বিরুদ্ধে মুখ খোলার সাহস হয়নি৷ তিনি জানিয়েছেন, রাতে অনুষ্ঠান শেষে বাড়ি পৌঁছে দেওয়ার নামে এক মহিলাকে গাড়িতে তোলেন পরিচালক৷ চলন্ত গাড়িতেই চলে মদ্যপান৷ ওই মহিলাও ঠাণ্ডা পানীয় খেয়েছিলেন৷  কিন্তু, ঠাণ্ডা পানীয়ে মাদক মেশানো ছিল৷ অচৈতন্য অবস্থায় হোটেলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেছেন সুভাষ ঘাই৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক সুভাষ ঘাই৷ তাঁর দাবি, #MeToo ঝড়ের মাঝে এখন সকলেই কারও না কারও নামে কুৎসা রটাচ্ছেন৷ অতীতের কোনও ঘটনাকে মিথ

পুজোর আগে রাজ্যে লক্ষ্মী লাভ! বাংলায় বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট

Image
পুজোর আগে রাজ্যে লক্ষ্মী লাভ! বাংলায় বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট। অমিত মিত্র জানিয়ে দিলেন, ৬ মাসের মধ্যে রাজ্য বড়সড় বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট। নদিয়ার হরিণঘাটায় লজিস্টিক হাব তৈরি করতে চলেছে এই সংস্থা। আর তা তৈরি করতে ইনস্টাকার্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি করছে রাজ্য সরকার। আর এজন্যে হরিণঘাটায় ৩৫৮ একর জমির মধ্যে ১০০ একর জমি দিচ্ছে এই রাজ্য সরকার। শিল্পমন্ত্রী তথা অর্থমন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই রাজ্যে ৯৫১ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট। ৬ মাস আগেই রাজ্যকে বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল ফ্লিপকার্ট। ফ্লিপকার্টের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন মন্ত্রীরা। তারপরই সেই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। বিনিয়োগের জন্য ফ্লিপকার্টকে ১০০ একর জমি দেবে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। ফ্লিপকার্ট হরিণঘাটার ইন্ডাস্ট্রিয়াল হাব বেছে নিয়েছে। হরিণঘাটায় সাড়ে ৩৫০ একর জমি শিল্প কারখানার জন্য নির্দিষ্ট করে রেখেছে রাজ্য সরকার । সেই জমি থেকেই ১০০ একর দেওয়া হচ্ছে ই কমার্স সংস্থাটিকে। সেখানেই তৈরি হবে ফ্লিপকার্টের লজিস্টিক হাব। সংস্থাটির দাবি

আজ থেকে ফের মহার্ঘ স্মার্ট ফোন, বাড়ছে পরিষেবার খরচও

Image
ফের দাম বাড়ছে স্মার্ট ফোনের। টাকা বাঁচাতে গিয়ে একের পর এক সিদ্ধান্ত। আর তার ফল ভুগছে আম জনতা। টান পড়ছে পকেটে। আজ থেকে ফের দাম বাড়ছে স্মার্টফোনের। মহার্ঘ হতে চলেছে টেলি পরিষেবার খরচও। নতুন করে আমদানি শুল্ক অত্যাবশ্যক নয়, এমন বেশ কিছু পণ্যের উপর কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তার জেরে উৎসবের মুখে পকেট আরও ফাঁকা হওয়ার দুশ্চিন্তায় সাধারণ মানুষ। রোজই নতুন নতুন রেকর্ড গড়ছে টাকা। ডলারের সাপেক্ষে কমছে টাকার বিনিময় মূল্য। কমতে কমতে এক ডলারের সাপেক্ষে টাকা পৌঁছে গিয়েছে ৭৩.৬০ পয়সারও উপরে। একাধিক পদক্ষেপেও রোখা যায়নি টাকার পতন। এই পরিস্থিতিতে ফের এক টোটকা। অত্যাবশ্যক নয় এমন পণ্যের উপর আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত। তবে কত শতাংশ হারে বাড়ানো হবে, তা এখনও স্পষ্ট নয়। কার্যকর হচ্ছে আজ থেকেই। এতেই অশনি সঙ্কেত স্মার্ট ফোন এবং টেলি পরিষেবায়। নির্দিষ্ট করে না হলেও বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, মহার্ঘ হতে চলেছে স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ, টেলিফোন, অপটিক্যাল ফাইবার, সুইচ-ইন্টারনেট পরিষেবা প্রদানের সামগ্রী। এ ছাড়া পরিষেবা ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়তে চলেছে টেলি ও ইন্টারনেট পরিষেবায়। টেল

আফ্রিকার ভারতীয় বংশোদ্ভূত শিল্পোপতি অপহৃত

Image
তানজানিয়াঃ অপহৃত হলেন ভারতীয় বংশোদ্ভূত তানজানিয়ান শিল্পপতি মহম্মদ দেউজি। পুলিশ সূত্রে খবর, মহম্মদ দেউজি যখন জিমে যাচ্ছিলেন তখন একটি গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতী হোটেলে ঢোকে। তারা শূন্যে গুলি চালাতে শুরু করে। এরপর দেউজিকে ওই গাড়িতে অপহরণ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এবিষয়ে ওই হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অপহরণকারীরা বিদেশি বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১.৫ বিলিয়ন ডলারের মালিক দেউজি। তানজানিয়ার সবচেয়ে বড় ফুটবল দল সিম্বার বড় স্পনসর তিনি। দেউজির সংস্থা আফ্রিকার কমপক্ষে ছ'টি দেশে ব্যবসা করে।

১০ টন রুপো, খরচ ৪০ কোটি

Image
শিখর কর্মকার-৪০ কোটি টাকা মূল্যের রুপোর রথ ঘিরে এবার নিরাপত্তা বলয় সন্তোষ মিত্র স্কোয়্যারে। কুরুক্ষেত্রের যুদ্ধ থিমে ১০ টন রুপো দিয়ে ৪০ ফুট উঁচু এই রুপোর রথটি তৈরি করা হয়েছে। লম্বা ও চওড়াতেও ৪০ ফুট করে রথটি। অর্জুন চালাচ্ছে রথটি। কৃষ্ণ সারথি। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড মধ্য কলকাতার এই নামী পুজোর ‌জন্য রুপের রথটি নির্মাণ করে দিয়েছে। ১১টি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে রথটিকে। মূল্যবান এই রথটি ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে বলে পুজো কমিটির সম্পাদক সজল ঘোষ জানিয়েছেন। রুপোর রথ ঘিরে কম্পিউটার নিয়ন্ত্রিত স্মার্ট সিস্টেম চালু করা হচ্ছে। রথটি ঘিরে থাকছে প্রথমে হলুদ ও পরে লাল রঙের বেষ্টনী। কোনও কারণে হলুদ বেষ্টনীতে কেউ প্রবেশ করলে নিরাপত্তা ব্যবস্থায় সতর্কতা দেওয়া হবে। লাল বেষ্টনী ছুঁলেই বাজতে শুরু করবে সাইরেন। বার্তা পৌঁছে যাবে ক্লাবকর্তা ও পুলিসের কাছে। এছাড়াও থাকছে ক্লাবের নিজস্ব মেটাল ডিটেক্টর, ওয়াকিটকি। ক্লাবের ৩০০ স্বেচ্ছাসেবক ছাড়াও মাঠে হাজির থাকবেন পেশাদার সংস্থার নিরাপত্তারক্ষীরা। সরকারের তরফে থাকছে পুলিসি নজরদারিও। এবার সন্তোষ মিত্র স্কোয়্যারের কুরুক্ষেত্র থিমের মণ্ডপটি গড়ে তুলে

পুজো উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে কলকাতাকে

Image
সামনেই পুজো। আর দু'‌তিনদিনের অপেক্ষা। তারপরই উৎসবে মেতে উঠবে বাঙালি। আর এই উৎসবে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো কলকাতাকে মুড়ে ফেলা হবে নিরাপত্তার চাদরে। পুজোর জন্য শহরে মোতায়েন করা হবে ৮ হাজার পুলিস। থাকবে ৪০০টি পুলিস পিকেট। এছাড়া বসানো হচ্ছে ৭৪টি সিসিটিভি ক্যামেরা। চতুর্থীর দিন থেকেই শহরের বড় পুজো মণ্ডপ চত্বরে পুলিশ মোতায়েন থাকছে৷ পঞ্চমী থেকে ছোটো-বড় মিলিয়ে শহরের সব পুজোয় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। এমনটাই জানানো হয়েছে লালবাজারের তরফ থেকে। কোথাও আগুন লাগলে তার মোকাবিলা করতেও প্রস্তুত কলকাতা পুলিস। দমকলের গাড়ি যাতে তাড়াতাড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সেজন্য থাকছে বিশেষ ব্যবস্থা। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় থাকছে ২৭টি অ্যাম্বুল্যান্স। পুজোর ভিড়ে কেউ হারিয়ে গেলে তাঁদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে লালবাজারের পক্ষ থেকে। কেউ নিখোঁজ হলে তাঁর সন্ধানের জন্য খোলা হয়েছে বিশেষ নম্বরও। সেটি হল ৯০০২৯–৯৯৯৯৯। এছাড়াও থাকছে কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর (‌১০০)‌। শহরের বিভিন্ন ধর্মীয় স্থান, শপিং মল এবং পার্কে নজরদারি চালানো হবে। লালবাজার কন্ট্রোল রুম থেকে চালানো হবে নজরদারি। ২৩টি মেট্রো স্

জঙ্গি হামলার ছক সমুদ্রপথে, জারি সতর্কতা

Image
চলতি বছরের জুন মাস থেকে সমুদ্রপথে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর–ই–তৈবা। জয়েশ–ই–মহম্মদ নামে অপর একটি জঙ্গি সংগঠনও যুবকদের গভীর সমুদ্রে আক্রমণ চালানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছে। এই উৎসবের মরশুমে তারা আক্রমণ করতে পারে ভারতের কোনও মালবাহী জাহাজ, তেলের ট্যাঙ্কার অথবা বন্দরে। সেজন্য সতর্ক করে দেওয়া হয়েছে নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীদের। ভারতের উপকূল ৭ হাজার ৫১৭ কিলোমিটার দীর্ঘ। এই বিশাল অঞ্চলের কোনও জায়গা দিয়ে ভারতে ঢুকে পড়ার পরিকল্পনা করছে লস্কর জঙ্গিরা। এই প্রস্তুতির কথা প্রথম জানা যায় জঙ্গি ডেভিড কোলম্যান হেডলিকে গ্রেপ্তার করার পর। ২০১০ সালে এনআইএ'‌র জেরার মুখে সে জানায়, ইয়াকুব নামে এক ব্যক্তি লস্করের নৌ–শাখার দায়িত্বে আছে। তখনই বোঝা যায় জঙ্গিরা জলপথেও আক্রমণের চেষ্টা করছে। গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী, লস্করের কয়েকটি শাখা সংগঠন যথা ফালা–ই–ইনসানিয়াত ফাউন্ডেশন, আল দাওয়া ওয়াটার রেসকিউ, লাইফ লাইন ওয়াটার রেসকিউ এবং রেসকিউ মিল্লি ফাউন্ডেশন ইতিমধ্যে অনেক জঙ্গিকে সমুদ্রের গভীরে আক্রমণের কৌশল শিখিয়েছে। শেখপুরা, ফয়সলাবাদ এবং লাহোরের বিভিন্ন সুইমিং পুল ও খাল

গার্লফ্রেন্ডের খরচ জোগাতে চুরি, গ্রেফতার গুগল ইঞ্জিনিয়ার!

Image
বর্তমানে এই দুর্মূল্যের বাজারে যখন মধ্যবিত্তের পাতে পছন্দের দু-তিন পদ জোটাতেই হিমশিম খেতে হচ্ছে, সেখানে একটা 'ভাল' গার্লফ্রেন্ডের মন জুগিয়ে চলা যে কতটা চাপের তা সে যার নেই সে বুঝবে না! গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে একটা ভাল রেস্তোরাঁয় যাওয়া মানেই অন্তত ৫০০ টাকা খরচ। গার্লফ্রেন্ডকে নিয়ে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলেন। টিকিটের দাম, সামান্য পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস মিলিয়ে খরচ প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা। এ সব যদি বাদও দেন, তাহলে গার্লফ্রেন্ডকে বাইকে চড়িয়ে মিলেনিয়াম পার্ক, ভিক্টোরিয়া, প্রিন্সেপঘাট ঘোরাতে হলে তেলের যা দাম বেড়েছে তাতে পকেটের হাল একেবারে 'বাবুঘাট' হয়ে যাবে! আর 'ভাল' গার্লফ্রেন্ড যদি টাকা দিতেও চায় (যা দুর্মূল্যের বাজারে দুর্লভ, বিরল), সে টাকা কি নেওয়া যায়! ছি... সুতরাং অবস্থাটা আন্দাজ করতেই পারছেন! এই অবস্থায় যদি কোনও যুবক গার্লফ্রেন্ডের বাড়তি খরচ চালানোর জন্য ভুল করে চুরি করে বসেন, তা কি অপরাধ বলা চলে! হ্যাঁ, আইনের চোখে অপরাধ হলেও আপনার বিবেক, বিবেচনাকে কাজে লাগিয়ে একটু ভাবুন! ঠাট্টা নয়, গার্লফ্রেন্ডের খরচ যোগাতে চুরির রাস্তা নিলেন গুগলের এক ইঞ্জিনিয়

যুবকের মুখে অ্যাসিড ছুড়ল প্রথম পক্ষের স্ত্রীর বান্ধবী!

Image
স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম পক্ষের স্ত্রীর সাথে মনমালীন্যের জের। যুবকে মুখে আসিড ছোঁড়ার অভিযোগ প্রথম পক্ষের স্ত্রীর বান্ধবীর বিরুদ্ধে। হাওড়ার শ্যামপুরের উধোকপুরের ঘটনা। আসিড আক্রান্ত যুবক ভর্তি  উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। হাওড়ার শ্যামপুরের উধোকপুরের বাসিন্দা সেখ আজিজুল রহমান ২০০৭ সালে প্রিয়ারোন বিবিকে বিয়ে করে প্রথম পক্ষের স্ত্রী থাকা সত্বেও গত চার মাস আগে নতুন বিয়ে করে আজিজুল।  অ্যাসিড আক্রান্ত যুবকের অভিযোগ, নতুন  বিয়ের পর থেকেই প্রিয়োরোন বিবির  সঙ্গে ঝামেলা চলছিল। তার জেরেই বৃহস্পতিবার রাতে আজিজুল বাড়ি আসার পথে তার মুখে আসিড ছোড়ে প্রথম পক্ষের স্ত্রীর বান্ধবী সাবিনা খাতুন।  স্থানীয় ও আজিজুলের পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে নিয়ে যায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। যুবকের অভিযোগের ভিত্তিতে প্রথম পক্ষের স্ত্রী প্রিয়ারোন বিবিকে গ্রেফতার করেছে শ্যামপুর থানার পুলিশ।  পুলিশের প্রাথমিক অনুমান,  প্রিয়ারোন বিবি ও সাবিনা খাতুনের মধ্যে ঘনিষ্ঠ সম্পক ছিল।  এই নিয়ে প্রায়ই ঝামেলা হত আজিজুলের সাথে।

২৮ কোটির পুজো মামলায় কাটল না মেঘ, তৃতীয়ার আগে স্বস্তি নেই

Image
হাইকোর্টের চৌকাঠ পার হলেও আটকে রইল সুপ্রিম শুনানির অপেক্ষায়। ২৮ হাজার সর্বজনীন পুজোয় ১০ হাজার টাকা করে সরকারি অনুদান মামলায় শুক্রবার তৃতীয়ার দিনে শুনানি সুপ্রিম কোর্টে। এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে রাজি নয় বলে জানিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, বিষয়টি আইনসভার বিচার্য। মঙ্গলবারের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলেন সৌরভ দত্ত নামে এক ব্যক্তি৷ আগামী শুক্রবার তৃতীয়ার দিনে সেই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-র বেঞ্চে৷ রাজ্য সরকারও ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে। ফলে রাজ্যের বক্তব্য না শুনে ওই মামলায় রায় ঘোষণা করতে পারবে না সুপ্রিম কোর্ট৷  কলকাতা শহরের হাজার তিনেক এবংরাজ্যের সব জেলা মিলিয়ে ২৮ হাজার পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরকারি কোষাগার ২৮ কোটি টাকা দান খয়রাতির বিরুদ্ধে প্রথমে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেখান থেকে নিস্তার মিললেও মামলা গেল সুপ্রিম কোর্টে। সুতরাং, শুক্রবারের আগে একদিকে রাজ্য সরকার

বিশ্বজুড়ে আগামী ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট পরিষেবা!

Image
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত হবে। কি ডোমেন সার্ভারের রুটিন মেরামতের কারণে ইন্টারনেট ব্যবহারকারীদের এই সমস্যার মুখোমুখি হতে হবে বলে এক রিপোর্টে উল্লেখ করেছে রাশিয়া টুডে। ফলে ওই সময়ের মধ্যে ওয়েব পেজ খোলায় সমস্যা হবে, ব্যাহত হতে পারে ইন্টারনেটের সঙ্গে জড়িত সমস্ত রকম লেনদেনও। এমনকি ইন্টারনেট পরিষেবা বন্ধও হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। রাশিয়া টুডে-র রিপোর্টে বলা হয়েছে, দ্য ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) এই মেরামতির কাজ করবে। ইন্টারনেটের অ্যাড্রেস বুক বা ডোমেন নেম সিস্টেম(ডিএনএস)-কে সুরক্ষিত রাখার জন্য যে 'ক্রিপটোগ্রাফিক কি' রয়েছে তা বদলানোর কাজ চলবে এই সময়ে। কেন এমন সিদ্ধান্ত? আইসিএএনএন জানিয়েছে, বিশ্বজুড়ে যে ভাবে সাইবার হানা বাড়ছে, হ্যাকরদের কবল থেকে ইন্টারনেটকে সুরক্ষিত রাখতেই এই 'ক্রিপটোগ্রাফিক কি' বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিউনিকেশনস রেগুলেটরি অথরিটি(সিআরএ) এক বিবৃতিতে জানিয়েছে, ডিএনএস-কে আরও সুরক্ষিত করতে এই সময়ের জন্য বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া জরুরি। সিআরএ আরও জানিয়েছে, নেট

১৩৬ যাত্রী নিয়ে পাঁচিল ভেঙে উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান!

Image
আরও এক বার বিমানযাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার দুবাইগামী একটি বিমান। ১৩৬ জন যাত্রী নিয়ে ওড়ার সময় বিমানবন্দরেরই একটি পাঁচিলে ধাক্কা খায় বিমানের চাকা। বৃহস্পতিবার মধ্যরাতের ঘটনা। ওই দিন রাতে সওয়া ১টা নাগাদ ১৩৬ জন যাত্রী নিয়ে তামিলনাড়ুর ত্রিচি বিমানবন্দর থেকে উড়েছিল বিমানটি। রানওয়ে থেকে ওড়ার মুহূর্তে বিমানবন্দরের সীমানা পাঁচিলে ধাক্কা খায় বিমানের দু'টি চাকা। অভিঘাত এতটাই জোরে ছিল যে পাঁচিলের উপরের অংশ, পাঁচিলে লাগানো ইনস্ট্রুমেন্টেশন ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) অ্যান্টেনা ভেঙে পড়ে যায়। বিষয়টি এটিএস-এর নজরে আসামাত্রই পাইলটদের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তত ক্ষণে বিমানটি রওনা হয়ে গিয়েছিল। যদিও পাইলটরা এটিএস-কে জানান, বিমানে কোনও সমস্যা হয়নি। তবে বিমানটিতে জরুরি ভিত্তিতে মুম্বই বিমানবন্দরে অবতরণ করান পাইলটরা। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বিমানের সব যাত্রীই সুরক্ষিত। মুম্বই বিমানবন্দের সমস্ত যাত্রীকে নামিয়ে অন্য বিমানে গন্তব্যস্থলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। মেরামতের জন্য পাঠানো হয় বিমানটিকে। দুই পাইল

ঢাকার পাক হাই কমিশন থেকেই পশ্চিমবঙ্গে হামলা চালানোর ছক

Image
বাংলাদেশের মাটি ফের ভারতবিরোধী জঙ্গি কার্যকলাপের আখড়া হয়ে উঠছে। ভারতীয় গোয়েন্দাদের দাবি, ঢাকায় পাক হাই কমিশন থেকেই পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী হামলা চালানোর 'নীল নকশা' তৈরি হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশে হামলা চালানোর ছকও ওখানে বসে তৈরি হচ্ছে।  ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে খবর রয়েছে, পাকিস্তানি কূটনীতিকদের উপস্থিতিতে সম্প্রতি হাই কমিশনে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির গোপন বৈঠক হয়। সেই বৈঠকে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কর্তারাও ছিলেন। সূত্রের খবর, সেখানে বসে ভারত ও বাংলাদেশে কী ভাবে হামলা চালানো যায়, তা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। সেই মতো ছকও সাজানো হয়েছে। গোয়েন্দা সূত্রে দাবি, ঢাকার পাক হাই কমিশনে বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলির মগজধোলাই করা হয়। হামলা চালানোর জন্য ১০০ জন নতুন সুইসাইড বোম্বার এর মধ্যেই নিয়োগ করা হয়েছে। তাদের কমব্যাট প্রশিক্ষণ দেবে পাকিস্তান। ওই প্রশিক্ষণ শেষ হলেই হামলা চালাতে পশ্চিমবঙ্গে পাঠানো হবে। এটা শুধু ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা নয়। বাংলাদেশের কাছেও এমনই খবর রয়েছে। যে কারণে সম্প্রতি পাক কূটনীতিক নিয়ে বিষোদগার করে ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ইসলামাবা

কীভাবে সিদ্ধান্ত হয়েছিল রাফালে চুক্তির, কেন্দ্রের জবাবদিহি চাইল সুপ্রিম কোর্ট

Image
রাফায়েল নিয়ে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কোন পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। তা নিয়ে কেন্দ্রের কাছে বিস্তারিত জানতে চাইল সুপ্রিম কোর্ট। ফ্রান্সের সঙ্গে যে চুক্তি হয়েছে তার প্রযুক্তিগত দিক ও দাম নিয়ে কোনও তথ্য কেন্দ্রকে দিতে হবে না। শুধু কীভাবে চুক্তি সম্পন্ন হয়েছে তা জানাতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ জানিয়েছে, কোনও নোটিশ দেওয়া হবে না। তবে ভারত সরকার রাফালে নিয়ে কোন পথে সিদ্ধান্ত নিয়েছে তা ৩৬টি ফাইটার জেট কেনার জন্য তা জানানোর জন্য বলা হয়েছে। সেই বেঞ্চে ছিলেন মুখ্য বিচারপতির পাশাপাশি বিচারপতি এসকে কউল ও কেএম জোসেফ। আগামী ২৯ অক্টোবরের মধ্যে কেন্দ্রকে তিনটি আলাদা মুখবন্ধ খামে জবাব দিতে হবে। আদালতের সেক্রেটারি জেনারেলের হাতে জবাব তুলে দিতে হবে। রাফালে চুক্তি নিয়ে দুটি আলাদা জনস্বার্থ মামলা হয়েছে।৩৬টি বিমান কেনা নিয়ে রাজনৈতিক বিতর্কও কম হচ্ছে না। কংগ্রেস সহ বিরোধী দলগুলি কেন্দ্রকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করেছে। পাল্টা কেন্দ্রও নিজের যুক্তি সাজিয়েছে। কেন্দ্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল জানান, এই জনস্বার্থ মামলার মোড়কে রাজনীতি রয়েছে। প্রধানমন্ত্রীক

কেন এভাবে ইন্দ্রপতন ভারতীয় শেয়ার বাজারে, কেন এই হাহাকার জানেন কি

Image
ভারতের শেয়ার বাজারে প্রায় প্রতিদিনই ধস নামছে। এদিকে একদিনের মধ্যে মার্কিন মুলুকে ওয়াল স্ট্রিটে অনেকটা ক্ষতি হয়েছে। অ্যামাজন, অ্যাপেল, ফেসবুকের শেয়ার অনেকটা নেমে গিয়েছে। মার্কিন শেয়ার বাজারে এটি পঞ্চম সরাসরি পতন। ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়ার পরে সবচেয়ে বড় পতন অবশ্যই। মার্কিন বাজার এতটাই নিচে নেমে গিয়েছে যে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডেরাল রিজার্ভের ঘাড়ে দায় চাপাচ্ছেন সুদের হার বাড়ানোর জন্য। ফেডেরাল রিজার্ভের কর্তারা পাগল হয়ে গিয়েছেন বলেও তিনি দাবি করেছেন। আতঙ্ক বাড়াচ্ছে ফেডেরাল রিজার্ভ ঘটনা হল, ফেডেরাল রিজার্ভ পলিসির রেট এই বছরে তিনবার বাড়িয়েছে। এর ফলে বন্ডের তুলনায় স্টকের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমতে দেখা গিয়েছে। আগামী একবছর একাধিক ক্ষেত্রে রেট বৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।     প্রভাব পড়েছে ভারতে মার্কিন ডলারের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় ভারতের মতো উন্নয়নশীল দেশের উপরে তার প্রভাব পড়েছে। ভারতীয় স্টক ও বন্ড মার্কেট থেকে এবছরে ১০ বিলিয়ন মার্কিন ডলার তুলে নেওয়া হয়েছে। যাতে বড় ধাক্কা লেগেছে।     ধাক্কা অনেক বড় ভারতীয় বাজার থেকে বিনিয়োগ তুলে নেওয়া, তেলের

রাজ্যের ৫০ লক্ষ মেয়ের ক্ষমতায়ন করেছে কন্যাশ্রী, গর্বিত মমতা জানালেন টুইটারে

Image
রাজ্যের ৫০ লক্ষ মেয়ের ক্ষমতায়ন করেছে কন্যাশ্রী প্রকল্প। এদিন প্রতিষ্ঠা দিবসে গর্বের সঙ্গে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক কন্যা সন্তান দিবসে মমতা টুইটারে জানালেন রাজ্য এই প্রকল্পে ৫৬০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে। এই প্রকল্প কিশোরী মেয়েদের পড়াশোনায় সাহায্য করে। এবং যতক্ষণ না অন্ততপক্ষে ১৮ বছর বয়স হবে, ততক্ষণ পড়াশোনা ও অন্য বিষয়ে উৎসাহ ও সাহায্য দেওয়ার ব্যবস্থা হয়। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরে এই প্রকল্প চালু হয়। এদিন মমতা ফের একবার রাষ্ট্রপুঞ্জে ২০১৭ সালে কন্যাশ্রী প্রকল্পের সেরা হওয়ার কথা স্মরণ করে নিজের আনন্দ প্রকাশ করেছেন। ২০১৭ সালে রাষ্ট্রপুঞ্জ মুখ্যমন্ত্রী মমতাকে এই কাজের জন্য সম্মানিত করেছে। রাষ্ট্রপুঞ্জের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে এই প্রকল্প। ২০১২ সালের ১১ অক্টোবর থেকে প্রতিবছর আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস পালন করে রাষ্ট্রপুঞ্জ। লিঙ্গের সাম্য বজায় রাখতে নানা সচেতনতামূলক প্রচার চালানো হয়। মেয়েদের অধিকার রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে চলার চেষ্টা হয়।

ভারতে ঘুষ না দিলে কাজ হয় না, প্রতি বছর বাড়ছে ঘুষখোরের সংখ্যা, বলছে সমীক্ষা

Image
ঘুষ না দিলে সরকারি নানা নাগরিক সুবিধা মেলা দুরহ কাজ। এদেশে ঘুষখোরের সংখ্যা যেমন দিন দিন বাড়ছে, তেমনই বাড়ছে ঘুষ প্রদানকারীর সংখ্যা। কারণ সাধারণ কাজ করাতে গেলেও ঘুষ দিতেই হচ্ছে। নাহলে হয় কাজ আটকে যাচ্ছে অথবা অনেক দেরিতে হচ্ছে। একলপ্তে এই হল ভারতীয় সমাজব্যবস্থার এক দৈন্যতার উদাহরণ। দেশের সব রাজ্য ও প্রদেশে কম-বেশি একই চিত্র সামগ্রিকভাবে দেখা গিয়েছে। ঘুষ দেন অধিকাংশ ভারতীয় নরেন্দ্র মোদী সরকার ঘুষের বিরুদ্ধে কড়া হওয়ার কথা ঘোষণা করেছে। ঘুষ দেবেন না, নেবেনও না। এই বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে। এমনকী ঘুষখোরদের বিরুদ্ধে নিয়মও জোরদার হয়েছে। তবে ঘটনা হল ৫৬ শতাংশ ভারতীয় স্বীকার করেছেন যে নাগরিক সুবিধা পেতে গেলে ঘুষ দেওয়া ছাড়া উপায় থাকে না।     ইন্ডিয়ান কোরাপশন সার্ভে ২০১৮ সমীক্ষা বলছে, ২০১৭ সালে তার আগের বছরের চেয়ে ১১ শতাংশ বেড়েছে ঘুষ দেওয়ার পরিমাণ। এমনটাই জানাচ্ছে ইন্ডিয়ান কোরাপশন সার্ভে ২০১৮। এই সমীক্ষা করেছে লোকাল সার্কেলস নামে একটি সংস্থা। সঙ্গে রয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া। মোট ১.৬ লক্ষ রেসপন্স এসেছে ৫০ হাজারের বেশি মানুষ এতে অংশগ্রহণ করেছেন। ভারত নামল আরও নিচে ১৮০টি দেশের মধ্যে

‘জোর করে আমার জিনস্ খুলে, মুখ চেপে ধর্ষণ করেছিল সুভাষ ঘাই’

Image
মুম্বই: সারা ভারতে চলছে #MeToo ঝড়৷ আর সেই ঝড়ে একটার পর একটা উইকেট পড়ছে৷ যত বড়ই সেলেব হোন না কেন, তাদের কীর্তি ফাঁস হচ্ছে একের পর এক৷ তবে কতটা সত্যতা রয়েছে সেই সবের মধ্যে তা নিয়েও প্রশ্ন তুলছে একাংশ৷ আর এই নয়া ঝড়ে এবার মুখোশ খুলে গেল আরও এক সেলেবের৷ বলিউডের স্বনামধন্য পরিচালক সুভাষ ঘাই৷ নাম তো শুনাহি হোগা! হ্যাঁ, #MeToo-র তালিকায় এবার তাঁর নামও উঠে গেল৷ কিন্তু কি করেছিলেন তিনি? জনৈক এক মহিলা সুভাষ ঘাইকে নিয়ে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা তুলে ধরেছেন যা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সর্বত্র৷ তাঁর দাবি, বেশ কয়েক বছর আগে যখন এই পরিচালকের সঙ্গে তিনি কাজ করছিলেন একটি ছবিতে, তখন সুভাষ ঘাই তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করে৷ প্রথমে পরিচালক ওই মহিলাকে মিউজিক রেকর্ডিংয়ে নিয়ে যায়, যেখানে অনেক রাত পর্যন্ত তাকে বসিয়ে রাখা হয় অন্যান্য পুরুষদের মাঝে৷ রেকর্ডিং শেষ হলে তিনি হঠাৎই তাঁর হাত ওই মহিলার থাইয়ে বোলাতে শুরু করেন, এবং বলেন, মহিলা ভালো কাজ করেছেন৷ এরপর স্ক্রিপ্ট সেশনের জন্য লোখন্ডওয়ালাতে তার একটি অ্যাপার্টমেন্টেও ডাকেন৷ এই অ্যাপার্টমেন্টে তাঁর স্ত্রী-র সঙ্গে থাকতেন না, এটি ছিল পরিচালকের "thinki

ঢাকায় বসে পশ্চিমবঙ্গে হামলার ছক কষছে পাক কূটনীতিকরা, চাঞ্চল্যকর রিপোর্ট গোয়েন্দাদে

Image
ভারতে জঙ্গি হামলা মদত দেওয়ার ক্ষেত্রে প্রথমেই আসে পাকিস্তানের নাম। এবার ঢাকায় বসে তারা ভারতে, এমনকি বাংলাদেশের বুকে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করছে বলে গোয়েন্দাদের রিপোর্ট। ওই জঙ্গি হামলার পরিকল্পনা করা হচ্ছে ঢাকার পাক দূতাবাস থেকেই। জি নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী, কূটনীতিকের বেশে পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের লোকজন ঢাকায় জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে বৈঠক করছে। এমনটাই মনে করছেন গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে জি নিউজের খবর, 'পাক হাই কমিশনের এক কূটনীতিক সম্প্রতি গোপনে এক বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে আত্মঘাতী হামলার জন্য কমপক্ষে ১০০ জনের জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়ার কথা ঠিক হয়েছে। ট্রেনিংপ্রাপ্ত আত্মঘাতী জঙ্গিদের পশ্চিমবঙ্গেও হামলার জন্য পাঠানো হতে পারে।' উল্লেখ্য, সম্প্রতি এক কূটনীতিকের ব্যাপারে আপত্তি তোলে শেখ হাসিনা সরকার। ঢাকার বক্তব্য ছিল, আইএসআইয়ের কাজকর্মের জন্য কূটনীতির আশ্রয় নিচ্ছে পাকিস্তান। সেক্ষেত্রে ঢাকায় পাক হাইকমিশনকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপের কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা হচ্ছে। গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশের সঙ্গে ভারতের জন্যও এটি

গঙ্গা বাঁচাতে ১১২ দিন অনশনের পর মৃত্যু পরিবেশবিদের

Image
গঙ্গা বাঁচাতে অনশনে বসেছিলেন। ১১২দিন অভুক্ত থাকার পর ধকল সহ্য করতে না পেরে মৃত্যু হল পরিবেশবিদ জিডি আগরওয়াল। নদীর প্রাণ ফেরাতে একাই আন্দোলনে নেমেছিলেন ৮৭ বছরের অধ্যাপক। বন্ধ করতে চেয়েছিলেন গঙ্গার জলবিদ্যুত্ প্রকল্পগুলি। তবে শেষরক্ষা হল না। ম্যারাথন অনশনে বৃহস্পতিবার মৃত্যু হল পরিবেশবিদ, অধ্যাপক জিডি আগরওয়ালের। সরকার তো দূর অস্ত, তাঁর প্রতিবাদ, আন্দোলনের কথা দেশের কটা মানুষই বা জানতে পেরেছেন? হরিদ্বারে বসে গঙ্গা বাঁচানোর দাবিতে টানা ১১১ দিন অনশন করেছেন। শেষপর্যন্ত একাই লড়ে গিয়েছেন। তবে লাগাতার ধকল শরীরে সহ্য হয়নি।   কে এই জেডি আগরওয়াল? পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার। আর নেশায়, পরিবেশবিদ। প্রাক্তন আইআইটি অধ্যাপক জি ডি আগরওয়ালের আর এক নাম স্বামী জ্ঞানস্বরূপ সানন্দ। তাঁর মূল দাবি ছিল, গঙ্গার জলকে বাধাহীন ভাবে বইতে দিতে হবে, কোনও জলবিদ্যুত্ প্রকল্পের জন্য সেই জল ব্যবহার করা যাবে না। জানা গিয়েছে, অনশনে থাকাকালীন 'স্বচ্ছ গঙ্গা' আন্দোলনকারী মধু দিয়ে জল খাচ্ছিলেন জেডি আগরওয়াল। ২০১৪ সালে লোকসভা ভোটে 'স্বচ্ছ গঙ্গা'র ধুয়ো তুলেছিলেন নরেন্দ্র মোদী। বারাণসীতে নির্বাচনী প্রচারে গিয়ে দাবি করেছ

মাইকেল ঝড়ে লন্ডভন্ড ফ্লরিডা

Image
অন্ধকারে ডুবে বিস্তীর্ণ এলাকা, বিদ্যুৎ সংযোগ নেই। শয়ে শয়ে গাছ উপড়ে পড়ে রয়েছে রাস্তায়। সেই সঙ্গে এক হাত অন্তর ইট-কাঠ-পাথরের স্তূপ। ভাঙা ঘরের দিকে তাকিয়ে হাহাকার করছেন বাসিন্দারা। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ 'ফ্লরিডা প্যানহ্যান্ডেল'-এ আছড়ে পড়ে ক্যাটেগরি-৪ হারিকেন। ফ্লরিডার উত্তরপশ্চিমের ২০০ মাইল বিস্তীর্ণ ভূখণ্ড স্থানীয়দের কাছে 'ফ্লরিডা প্যানহ্যান্ডেল' নামেই পরিচিত। হারিকেন-পরবর্তী ক্ষয়ক্ষতির ছবিটা সেখানে এমনই। এখনও পর্যন্ত দু'জনের মৃত্যুর খবর মিলেছে সেখানে।  ফ্লরিডা ও জর্জিয়া দাপিয়ে মাইকেল এখন ক্যারোলাইনার দিকে এগোচ্ছে। শক্তি খুইয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও দুর্যোগ কাটেনি। বাঁধভাঙা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় কাঁপছে দুই প্রদেশ।  এ দিন গাল্ফ কোস্ট পরিদর্শনে যাওয়ার আগে গভর্নর রিক স্কট ফ্লরিডাবাসীর উদ্দেশে বলেন, ''এমন একটা ঝড়কে যে আমরা হারিয়ে দিয়েছি, ভাবাই যায় না। সবাই সাবধানে থাকুন। ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িতেই থাকুন, বেরোবেন না। সেই পরিস্থিতিও না থাকলে পড়শিদের সাহায্য নিন। একে অপরের সঙ্গে যোগাযোগ রাখুন।''  ''ফ্লরিডার পরিস্থিতি সত্যিই ভয়

একটাই জামা, ঠিক শুকোবে! কষ্টের বারোমাস্যায় এক অন্য পুজো সোনালির

Image
কাঁচা ঘরে উঠে দাঁড়ালেই ঘুরন্ত ফ্যানখানা মাথায় ঠেকে প্রায়। হাওয়ার ছিটে আসে কৃপণের মতো। তবু পাখাটা ঘুরছে, তা-ই ভরসা!  নইলে এ পুজোয় রামপুরহাট বা বোলপুরে যাওয়া মাথায় উঠত তার। কলকাতাও যাওয়ার কথা ছিল বটে। প্যান্ডেলে আদিবাসী নাচের ব্যবস্থা থাকলে ইদানীং মান বাড়ে পুজোর। কিন্তু কলকাতার বাবুরা সঙ্গে বাউলও চাইছিল। গাঁয়ের এনজিও-র মাথা, আজহারদা তাই পিছু হটল। কোথাও যাওয়া হোক না হোক, হুকিংয়ের তারে ফ্যানটুকু ঘুরছে, এ বড় ভরসা। সবেধন নীলমণি জামাটা শুকোনো নিয়ে অন্তত ভাবতে হবে না।  সোনালি ভেবেছিল, পুজোর আগে আর একখানা জামা ঠিক কিনে ফেলা যাবে। টাইফয়েডে ভুগে গত মাসেই টানা এক হপ্তা ব্লক সদরের হাসপাতালে থাকতে হল। ওষুধ-ইঞ্জেকশনের খরচে হাতছাড়া হাজার দেড়েক। অগত্যা সরস্বতী পুজোয় মায়ের দেওয়া লাল জামাটাই ভরসা। ধান কাটার মজুরিতে ৭০০ টাকায় গাঁয়ের কালুয়া শেখের দোকান থেকে কিনেছিল মা। ওটাই পুজোর জামা! বিকেলে পুরানগ্রামে পুজো দেখে এসে, সকালে তেঁতুলবেড়িয়ায় সুশীল পাল, মিহির বাগদিদের ঘরে মুড়ি-নাড়ু কোঁচড়ে ভরে আনবে সোনালি। তার আগে রাতে কাচা জামা, ফ্যানের বাতাসে শুকিয়ে নেওয়া!  সাঁইথিয়ার কাছে মহম্মদ বাজারের রানিপুর গ্রাম

মেধাবী গবেষকই নিহত হিজবুল নেতা!

Image
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের অন্যতম শীর্ষ নেতা মানান ওয়ানি। গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোর রাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলার হান্দোয়ারায় হানা দেয় পুলিশ। শতগুন্দ এলাকার একটি বাড়িতে লুকিয়ে থাকা তিন জঙ্গিকে প্রথমে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। জবাবে গুলি চালায় জঙ্গিরা। মানান-সহ নিহত দুই জঙ্গির পরিচয় জানতে পেরেছে পুলিশ। তিন জনেই হিজবুল মুজাহিদিনের সদস্য।  মানান ওয়ানি কুপওয়াড়ার টাকিপোরার বাসিন্দা। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী চলতি বছরের গোড়ায় জঙ্গি দলে যোগ দেন। বিশ্ববিদ্যালয় থেকে আচমকা নিখোঁজ হয়ে যান। কিছু দিন পরে সোশ্যাল মিডিয়ায় কালাশনিকভ রাইফেল হাতে ছবি প্রকাশ করে হিজবুলে যোগ দেওয়ার কথা জানান। মানানের এই খবরে চমকে গিয়েছিলেন বন্ধু ও পরিচিতরা। মানানের এক বন্ধু জানিয়েছিলেন, তিনি সিভিল সার্ভিসে যোগ দেবেন বলেই তাঁরা ভেবেছিলেন। বছর পঁচিশের মেধাবী এই যুবক ভূ-তত্ত্ব নিয়ে গবেষণা করতেন। তাঁর গবেষণা আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পেয়েছিল। মানানের বাবা-মাও এটা মানতে পারেননি। তাঁরা সোশ্যাল মিডিয়ায় ছেলেকে ফিরে আসতে অনুরোধ করেন। তবে

দু’মাস ধরে বেতন পাচ্ছেন না রাজ্যের ৫০ হাজার শিক্ষক!

Image
শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। কিন্তু মুখে হাসি নেই এ রাজ্যের প্রায় ৫০ হাজার শিক্ষকের। কারণ, দু'মাস ধরে বেতন নেই। পুজোর আগে পাওয়ার আশাও নেই। সরকারি দফতরের চাপান-উতোরে তাঁদের বেতন মিলছে না বলে অভিযোগ। শিক্ষকেরা মাধ্যমিক শিক্ষাকেন্দ্র (এমএসকে) এবং শিশু শিক্ষাকেন্দ্রগুলির (এসএসকে) সঙ্গে যুক্ত। রাজ্যে প্রায় ১৯০০ এমএসকে এবং ১৪ হাজার এসএসকে আছে। স্কুলগুলি চালায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। সর্বশিক্ষা দফতর থেকে ওই শিক্ষকদের বেতনের টাকা প্রথমে আসে শিক্ষা দফতরে। সেখান থেকে টাকা যায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে। ওই দফতরই বেতন মেটায়। দফতরের এক কর্তা বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছেন, শিক্ষা দফতর থেকে ওই টাকা আসেনি। ফলে, ওই শিক্ষকদের বকেয়া বেতন পুজোর আগে আর দেওয়া সম্ভব নয়।        কিন্তু কেন? এই প্রশ্নেই সামনে চলে এসেছে দুই দফতরের চাপান-উতোর। শিক্ষা দফতরের কর্তাদের দাবি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের কাছ থেকে ওই শিক্ষকদের (সম্প্রসারক) বিষয়ে কিছু ব্যাখ্যা চাওয়া হয়েছিল। কিন্তু এখনও তা মেলেনি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও বলেন, ''কোনও রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এসএসকে, এমএসকে চালায় না। য

#মিটুতে এ বার অভিযুক্ত

Image
#মিটুর স্রোতে এ বার আক্রান্ত শ্রীলঙ্কার আর এক ক্রিকেটার। তিনি লাসিথ মালিঙ্গা। তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন অজ্ঞাতপরিচয় এক মহিলা। যাঁর বয়ান পাল্টা টুইট করে এই অভিযোগ প্রকাশ্যে এনেছেন গায়িকা চিন্ময়ী শ্রীপদা। অজ্ঞাতনামা সেই মহিলা তাঁর বয়ানে কোনও ক্রিকেটারের নাম না করলেও শ্রীপদা টুইট মারফত জানিয়ে দেন, অভিযুক্ত ক্রিকেটার হলেন মালিঙ্গা। আগের দিনই শ্রীলঙ্কার আর এক প্রাক্তন ক্রিকেটার, অর্জুন রণতুঙ্গার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন এক বিমানসেবিকা।  কী ঘটেছিল মালিঙ্গাকে নিয়ে? মহিলার অভিযোগ, তাঁকে হোটেলের ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্থার চেষ্টা করেন ওই পেসার। ওই মহিলার বক্তব্য, ''আমি নিজের পরিচয় জানাতে চাই না। বছর কয়েক আগের ঘটনা। তখন আমি মুম্বইয়ে। আইপিএল চলছিল। আমি আর আমার বন্ধু তখন হোটেলে থাকি। একদিন লবিতে আমার বন্ধুকে খোঁজার সময় শ্রীলঙ্কার এক বিখ্যাত ক্রিকেটারের সঙ্গে দেখা হয়ে যায়। সেই ক্রিকেটার আমাকে বলে, 'তোমার বন্ধু আমার ঘরে আছে।' এর পরে আমি ওই ক্রিকেটারের সঙ্গে তার ঘরে গিয়ে দেখি, আমার বন্ধু সেখানে নেই। তখনই ওই ক্রিকেটার আমাকে যৌন নির্যাতন করার চেষ্টা করে।'' মহিলা জানাচ্

শিক্ষকের ঘাটতি মেটাতে ফোরের পড়ুয়ারাই স্যর

Image
শিক্ষকের ঘাটতি মেটাতে তাঁদের দায়িত্ব সামলাচ্ছেন একটু উঁচু ক্লাসের পড়ুয়ারা! গত প্রায় দেড় মাস ধরে এমন ভাবেই চলছে তেহট্টের শ্রীরামপুর স্পেশাল ক্যাডার প্রাইমারি বিদ্যালয়ে। স্কুল সুত্রে জানা গিয়েছে, সংখ্যায় কম বলে মাস্টারমশাই ও দিদিমণিরা এত ছাত্রছাত্রীকে ক্লাস করাতে পারছেন না। অগত্যা নিয়মিত চতুর্থ শ্রেণির কয়েক জন ছাত্রছাত্রীকে প্রথম কিংবা দ্বিতীয় শ্রেণিতে ক্লাস করাতে পাঠানো হচ্ছে! প্রশ্ন উঠছে, চতুর্থ শ্রেণির পড়ুয়া মানে তো মাত্র নয়-দশ বছর বয়স। তাদের পক্ষে কি পড়ানো সম্ভব? শিক্ষকেরা জানিয়েছেন, কী আর করা, ছাত্রছাত্রীদের অন্তত কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায়। উঁচু ক্লাসের পড়াশোনায় ভাল কয়েক জন ছাত্রছাত্রী তাদের সাধ্যমতো যতটুকু পড়ায় সেটাই লাভ। চতুর্থ শ্রেণির ছাত্রী মৌসুমী হালদার ও জুম্মাতুন খাতুন জানিয়েছে, মাস খানেক ধরে মাঝে মাঝেই নীচু ক্লাসের ভাইবোনদের লেখাপড়া শেখাতে হয়। তাদের ভালই লাগে।  কানাইনগর গ্রাম পঞ্চায়েতের এই প্রত্যন্ত গ্রামে ছেলেমেয়েদের শিক্ষার জন্য ১৯৫৫ সালে স্কুলটি তৈরি হয়েছিল। বর্তমানে পড়ুয়া রয়েছে ১৬৯ জন। কিন্তু মাত্র ৬ জন স্থায়ী শিক্ষক ও ১ জন পার্শ্বশিক্ষক রয়েছেন। গত জানুয়ারি মাস

ফেসবুকে বন্ধুত্ব, পরে মডেলিং-এর টোপ দিয়ে ধর্ষণ, নিউ ব্যারাকপুরে গ্রেফতার প্রতারক

Image
পুলিশের জালে সুরজকুমার মণ্ডল। সোশ্যাল মিডিয়াতে আলাপ ও বন্ধুত্ব। তারপর মডেলিং করানোর নামে ডেকে নিয়ে এসে ধর্ষণ। বুধবার বারাসত মহিলা পুলিশ স্টেশনে এই চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করলেন নিউ আলিপুরের এক মহিলা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার শুরু এই বছরের শুরুতে, ফেব্রুয়ারি-মার্চ নাগাদ।  নিউ আলিপুরের মহিলার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ জমে সুরজকুমার মণ্ডলের। নিজেকে যাদবপুরের বাসিন্দা বলে পরিচয় দেয় সুরজ। বেশ কিছু মডেলিং এজেন্সির সঙ্গে যুক্ত বলেও জানায় সে। উঠতি মডেলদের গ্রুম করার পাশাপাশি কাজের সুযোগ করে দেওয়াই তার পেশা, প্রথম আলাপে এরকমটাই জানিয়েছিল সুরজ। ফেসবুকে হওয়া সেই সব কথা বিশ্বাসও করেন নিউ আলিপুরের মহিলা। অভিযোগ, এর পরই শুরু আসল অপারেশন। আলাপ কিছুটা জমার পর ওই মহিলাকে মডেলিং-এর টোপ দেয় সুরজ। অডিশনের নামে তাঁকে ডেকে পাঠানো হয় বারাসত স্টেডিয়ামে। খেলা দেখা আর সঙ্গে অডিশন, এই ছিল তার প্রস্তাব। ৭ অক্টোবর সুরজের পরিকল্পনামাফিক বারাসত স্টেডিয়ামে হাজির হন ওই মহিলা। খেলা দেখার পর স্টেডিয়ামের গ্যালারিতে বি-ব্লকের কাছে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করে সুরজ। বারাসত মহিলা পুলিশ থানায়

সচিনের সঙ্গে পৃথ্বীর তুলনা চান না বিরাট

Image
জীবনের প্রথম টেস্টে সেঞ্চুরির পর ভারতীয় ক্রিকেটের নতুন তারকা পৃথ্বী শ-কে নিয়ে যে রকম হইচই শুরু হয়েছে, তাতে বেশ চিন্তায় পড়েছেন বিরাট কোহালি। ১৮ বছরের ওপেনারের সঙ্গে কিংবদন্তি সচিন তেন্ডুলকরেরও তুলনা শুরু হয়ে গিয়েছে। এতে চিন্তা আরও বেড়েছে অধিনায়কের। কারণ, সারা দেশে পৃথ্বীকে নিয়ে প্রত্যাশার যে পাহাড় তৈরি হয়েছে, সেই চাপে তাঁর ক্ষতি হওয়ার আশঙ্কা যথেষ্ট। তাই ভারত অধিনায়কের আর্জি, এখনই পৃথ্বীর কাছ থেকে বেশি কিছু চাওয়া ঠিক নয়।  রাজকোটে মাতানোর পরে শুক্রবার থেকে হায়দরাবাদে দ্বিতীয় টেস্টেও মুম্বইয়ের বিস্ময় কিশোরকে নিয়ে চর্চা তুঙ্গে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তিনিই। এই টেস্টেও সেঞ্চুরি পেলে মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রোহিত শর্মাদের ক্লাবে ঢুকে পড়বেন জীবনের প্রথম দুই টেস্টেই সেঞ্চুরি পাওয়ার সুবাদে। সেই দিকেই তাকিয়ে সারা দেশ। তবে কোহালি বলছেন, ''পৃথ্বীর জন্য আমরা সবাই খুব খুশি। তবে এখনই কারও সঙ্গে ওর তুলনা করাটা বোধহয় ঠিক না। ওকে এতে ও আরও চাপে পড়ে যেতে পারে।''  কোহালি চান ক্রিকেটটা এখন প্রাণ ভরে উপভোগ করুক দলের সবচেয়ে কনিষ্ঠ সদস্য। বলেন, ''ওকে এখন খেলাটা উপ