Posts

Showing posts from July 29, 2018

মুজফ্ফনগরে হোমে মেয়েদের নেশার ইঞ্জেকশন দিয়ে ধর্ষণ করাত ৭ মহিলা

Image
পটনা: মুজফ্ফনগর চিল্ড্রেন হোমে যৌন নিগ্রহের ঘটনায় গ্রেফতার হওয়া ১০ জনের মধ্যে ৭জনই মহিলা ৷ হোমের মেয়েদের মধ্যের উপর নির্যাতনের পাশাপাশি তাদের দিয়ে বাইরের লোকেদের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখার জন্য জোর করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ৷ ২ জুন এই সাত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ নির্যাতিত কিশোরীদের অভিযোগের ভিত্তিতে পসকো অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷ অভিযোগ প্রত্যেদিন হোমের কিশোরীদের মাদক খাইয়ে বা ইঞ্জেকশন দিয়ে বেহুঁশ করে ধর্ষণ করা হত ৷ ডিনারের পর তাদের দুটি করে ট্যাবলেট দেওয়া হত ৷ একটি সাদা ও অন্যটি গোলাপি রঙের বলে জানিয়েছে হোমের কিশোরীরা ৷ ওষুধ খাওয়ার তারা ঘুমিয়ে পড়ত ৷ এরপর পরের দিন সকালে অনেকেই দেখত তাদের জামা কাপড় খোলা রয়েছে এবং তাদের পেটে অসহ্য ব্যাথা করছে ৷ বহুদিন ধরে এই ঘটনা চলছে ৷ কিন্তু সম্প্রতি হোমের কিশোরীদের উপর হওয়া নির্যাতনের কথা টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সাইয়েন্স মুম্বইয়ে অডিটে প্রকাশ করার পর ঘটনাটি প্রকাশ্যে এসেছে ৷

যোগীরাজ্যে নমোর হাত ধরে ₹৬০ হাজার কোটির প্রকল্পের যাত্রা শুরু

Image
উত্তপ্রদেশের লখনৌতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে ৬০,০০০ কোটি টাকার ৮১টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পগুলি থেকে প্রায় ২.১ লক্ষ কর্মসংস্থান হবে বলে দাবি করেছে যোগীর সরকার।  চলতি বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশের বাণিজ্য সম্মেলনে বিভিন্ন শিল্পপতিদের সঙ্গে ১০৪৫টি মৌ স্বাক্ষর করে সরকার। অচিরাচরিত শক্তি, পরিকাঠামো, তথ্য-প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ আসে ৪.২৮ কোটি টাকার। কয়েক মাসেই সেই বিনিয়োগের পরিমাণ বেড়ে হয়ে যায় ৬০,০০০ কোটি। তারই অংশ হিসেবে রবিবার নমোর হাত শুরু হল ৮১টি প্রকল্প। এদিনের অনুষ্ঠানে মোদী ও আদিত্যনাথ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং গৌতম আদানি ও কুমার মঙ্গলম বিড়লার মতো শিল্পপতিরা। এই উদ্যোগকে রেকর্ডব্রেকিং বলে উল্লেখ করে এদিন প্রধানমন্ত্রী বলেন, 'মানুষ এই অনুষ্ঠানকে গ্রাউন্ডব্রেকিং বলছেন। তবে আমি একে রেকর্ডব্রেকিং অনুষ্ঠান বলব। এত কম সময়ে যে ভাবে এত উন্নয়ন হল এবং পুরনো পদ্ধতিগুলি পাল্টানো হল তা আগে কখনও উত্তরপ্রদেশে ঘটেনি।' তাঁর সঙ্গে নীরব মোদী ও মেহুল চোক্সির মতো দুর্নীতিগ্রস

১৫ বছর বয়সেই পিএইচডি করছে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিশোর

১৫ বছর বয়সেই পিএইচডি-র দোরগোড়ায়। চমকে উঠলেও সত্যি ঘটনা। স্কুল ও কলেজের পড়াশোনার পাট চুকিয়ে এখন ডক্টরেটের প্রস্তুতি নিচ্ছে বিস্ময় কিশোর। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিশোর তানিষ্ক আব্রাহাম। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে এবার বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পর এবার পিএইচডি শুরু করতে চলেছে তানিষ্ক। তার এহেন কৃতিত্বে যখন গোটা বিশ্ব হতবাক তখন খুশি পরিবারের সদস্যরা। বিস্ময় বালকের মা তাজি আব্রাহাম একজন ডক্টরেট পশু চিকিৎসক। দাদু দিদাও এখন অবসর নিলেও তাঁরা দু'জনেই পশু চিকিৎসক। বাবা বিজৌ আব্রাহাম একজন তথ্যপ্রযুক্তিবিদ। আদতে কেরালার বাসিন্দা আব্রাহাম পরিবার দীর্ঘদিন ধরেই মার্কিন মুলুকে বসবাস করছে। সেই পরিবারের ছেলে তানিষ্ক ছোট থেকে প্রতিভাবান। ছেলে যে এমন প্রতিভার আধার মা তাজি তা টের পেয়ে যান বছর দশেক আগেই। নার্সারিতে পড়ার সময়ই উঁচু ক্লাসের অঙ্ক মুহূর্তেই সমাধান করে দিত তানিষ্ক। এই দেখে অভিভাবকরা তাকে অনলাইনে কলেজে পড়ার সুযোগ করে দেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় আয়োজিত একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে ক্যালকুলাসের কঠিন অঙ্কের সহজেই সমাধান করে ফেলে সে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সা

দেড় বছরের সন্তানকে গলা টিপে খুন মায়ের, দেহ কোলে থানায় এসে আত্মসমর্পণ

Image
একজন শিশুর কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় হল তার মা। কিন্তু খড়গপুরের কাঁটা গড়িয়ার বাসিন্দা এই মা যা করল, তা জানলে গায়ে কাঁটা দেবে আপনার। নিজে হাতে নিজের সন্তানকে খুন করেছে কাজল হেমব্রম মানে ওই যুবতী। বছর তিনেক আগে বিয়ে হয় কাজলের। বিয়ের পর পরই সন্তান হয়। এখন সেই সন্তানের বয়স হয়েছিল ১ বছর ৪ মাস। এদিন সকালে সেই সন্তানকে নিজে হাতে গলা টিপে খুন করেছে কাজল। এরপরের ঘটনা আরও চমকে ওঠার মত। নিজের সন্তানকে খুনের পর পালিয়ে যায়নি কাজল। নিজেই 'মৃত' সন্তান কোলে টোটোয় চেপে বসেন। ফোন করেন পুলিসকে। তারপর থানায় এসে আত্মসমর্পণ করে। পুলিসি জেরার মুখে কাজল জানিয়েছে, স্বামী কোনও কাজ করত না। কোনও রোজগার ছিল না স্বামীর। সংসারে অভাব ছিল খুব। টানাটানির সংসারে রোজই অশান্তি লেগে থাকত। স্বামী-স্ত্রীর ঝগড়া ছিল নিত্য ঘটনা। কাজলের অভিযোগ, তাকে মারধর করত স্বামী। শুধু তাই নয়, কাজলের অভিযোগ, তার সঙ্গে রোজ ঝগড়া করত তার জা। স্বামীকে কেড়ে নেবে বলে হুমকিও দিত জা। যদিও জায়ের সঙ্গে তার স্বামীর কোনও বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল না বলেই দাবি কাজলের। কাজল জানিয়েছে, এদিন সকালে বাসন নিয়ে জায়ের সঙ্গে তার ঝগড়া হয়। এরপরই সে আত্ম

বিমা সংস্থাগুলির কাছে পড়ে রয়েছে দাবিহীন ১৫,১৬৭ কোটি টাকা!

Image
মৃত্যুর পর বিমার টাকা দাবি করেনি বহু পলিসি হোল্ডারের পরিবার। সেই টাকা জমতে জমতে ১৫,১৬৭ কোটি টাকার কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এমন তথ্যই উঠে এসেছে দ্য ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়ার (আইআরডিএআই ) রিপোর্টে। ২৩টি বিমা সংস্থার কাছেই ওই বিপুল অঙ্কের টাকা রয়ে গিয়েছে বলেও জানানো হয়েছে ওই রিপোর্টে। ইতিমধ্যেই আইআরডিএআই-এর তরফে সেই সব জীবনবিমা সংস্থাকে পলিসি হোল্ডারদের চিহ্নিত করে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। সঙ্গে এও বলা হয়েছে যে, বিমা সংস্থাগুলির দায়িত্বই হচ্ছে পলিসি হোল্ডারদের টাকা যথাসময়ে ফিরিয়ে দেওয়া।  প্রত্যেক বিমা সংস্থার বোর্ড লেভেল কমিটিগুলির দায়িত্বই হচ্ছে সেই দিকটা খতিয়ে দেখা। ৩১ মার্চ, ২০১৮ তে দেখা গিয়েছে ১৫,১৬৭ কোটি টাকার মধ্যে এলআইসি-র  কাছেই রয়েছে ১০,৫০৯ কোটি টাকার মতো। আর ২২টি বেসরকারি বিমা সংস্থার কাছে রয়েছে ৪,৬৫৭ কোটি টাকা। এছাড়াও আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনসিওরেন্স ৮০৭ কোটি টাকা, রিলায়েন্স নিপ্পন লাইফ ইনসিওরেন্সের কাছে ৬৯৭ কোটি টাকা, এসবিআই লাইফ ইনসিওরেন্স কোম্পানির কাছে ৬৭৯ কোটি টাকা এবং এইচডিএফসি স্ট্যান্ডার্ড লাইফ ইনসিওরেন্সের কাছে প্রায় ৬৬০

প্রকাশ্যে আধার নম্বর দিলেন ট্রাই চেয়ারম্যান, ফেরত পেলেন নিজের ব্যক্তিগত তথ্য

Image
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার ডিরেক্টর ছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধার কার্ডের প্রস্তাব আনার সময় তিনি সবার আগে সম্মতির হাত তুলেছিলেন। আর এস শর্মা এখন টেলিফম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার প্রধান। কিন্তু এখনও আধার কার্ডের গুরুত্বের উপর তাঁর অগাধ ভরসা। আর সেই ভরসা ও বিশ্বাসের উপর আস্থা রেখেই আর এস শর্মা মনে মনে একখানা বড়সড় চ্যালেঞ্জ নেওয়ার পরিকল্পনা করে রেখেছিলেন। যেমন ভাবনা, তেমন কাজ। তিনি একশো শতাংশ নিশ্চিত, আধার কার্ডের নম্বর জানলেও কেউ আপনার কোনও ক্ষতি করতে পারবে না। নিজের এই ধারণা ও বিশ্বাসকেই তিনি জনস্বার্থে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তাই টুইটারে নিজের আধার নম্বর দিয়ে লিখলেন, ''দেখি এই নম্বরটা পেয়ে কে আমার কেমন ক্ষতি করতে পারে! এটা চ্যালেঞ্জ।'' গত এক বছরে আধার কার্ডে প্রদত্ত তথ্যের নিরাপত্তা নিয়ে একের পর এক প্রশ্ন উঠেছে। আধার কার্ডে দেওয়া ব্যাক্তিগত তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে বারবার। যদিও সরকার পক্ষের কেউই কখনও এই অভিযোগ সর্বোতভাবে মেনে নেননি। তাদের বরাবরের যুক্তি, আধার কার্ডের তথ্য ফাঁস হলে কারও কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু

খেলতে গিয়ে লালসার শিকার, রাজস্থানে সাত বছরের শিশুকে ধর্ষণ করে খুন

Image
সন্ধেয় আপন মনেই খেলতে বেরিয়েছিল সাত বছরের গুড্ডি (নাম পরিবর্তিত)। যেমন হামেশাই বেরোয়। আবার ফিরেও আসে। কিন্তু সেদিন আর ফিরল না। দু'দিন পর অবশ্য ফিরে এসেছে গুড্ডি। সারাক্ষণ বাড়ি মাতিয়ে রাখা বছর সাতের মেয়েটি নিথর, নিশ্চুপ হয়ে। সাদা কাপড়ে মুড়ে। লাশকাটা ঘর থেকে। গলায়, মুখে, শরীরে অত্যাচার-নির্যাতনের ক্ষতচিহ্ন নিয়ে। ছোট্ট গুড্ডিকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট বলছে সেটাই। রাজস্থানের ঝালওয়ার জেলার এই ঘটনায় ফের শিউরে উঠেছে দেশবাসী। পুলিশ একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করে তদন্ত শুরু করেছে। প্রশিক্ষিত কুকুর, ফরেনসিক বিশেষজ্ঞ ও সাইবার সেলের বিষেশজ্ঞদেরও তদন্তে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঝালওয়ারের পদস্থ পুলিশ কর্তা আনন্দ শর্মা। কী হয়েছিল সেদিন? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধেয় বাড়ির পাশেই খেলতে বেরিয়েছিল গুড্ডি। রাতেও না ফেরায় তার দিদি খুঁজতে বেরোয়। না পেয়ে বাড়িতে জানায় সে। পরিবার-পরিজনরা আশপাশের গোটা এলাকায় খুঁজেও রাতে আর গুড্ডিকে পাননি। সকালে পুলিশের দ্বারস্থ হন। শনিবার বিকেলে পুলিশ গোটা এলাকায় তল্লাশি করে অবশেষে বাড়ি থেক

ছাগলও ‘মাতা’, হিন্দুরা মাংস ছাড়ুন, চন্দ্র বোসের মন্তব্য সামলাতে আসরে তথাগত

Image
হিন্দুরাৃ ছাগলের মাংস ছাড়ুন। চন্দ্রকুমার বসুর টুইটে বিতর্ক। তথাগত রায়ের সঙ্গে বাগযুদ্ধ।  গোরক্ষার পর এ বার ছাগল-রক্ষা! গো-মাতার পর ছাগ-মাতা! হিন্দুরা ছাগলের মাংস খাওয়া বন্ধ করুন। এমনই টুইট করে নতুন বিতর্ক সৃষ্টি করলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু। বিতর্ক ঠেকাতে আবার আসরে নামলেন প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায়। তাঁর পাল্টা টুইট, ''ছাগল নয়, গরুই আমাদের মাতা।'' আর এই নিয়ে একই রাজনৈতিক ভাবধারায় বিশ্বাসী দু'জনের মধ্যে রীতিমতো নাতিদীর্ঘ টুইটযুদ্ধ। টুইটারিয়ানদের মত, হাস্যকর এক এপিসোডের জন্ম দিলেন ত্রিপুরার রাজ্যপাল আর পশ্চিমবঙ্গ বিজেপির সহ-সভাপতি। অলওয়ারে রাখবর খান হত্যার পর ফের গোরক্ষা বিতর্ক সামনে চলে এসেছিল। সেই সূত্র ধরেই গত ২৬ জুলাই একটি টুইট করেন চন্দ্র কুমার বসু। চন্দ্রবাবু নিজে বিজেপি নেতা। ২০১৬ সালের বিধানসভা ভোটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বিজেপির প্রার্থী হয়েও ভোটে লড়েছেন। এমনকি আগামী বছরের লোকসভা ভোটেও তাঁকে প্রার্থী করার কথা ভাবছে বিজেপি। এ হেন চন্দ্রবাবু গো-রক্ষার নামে গণপিটুনির সমালোচনা করতে গিয়ে মহাত্মা গাঁধীর প্রসঙ

ডিএ ও বেতন বাড়ছেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের, মমতা আরও চাপে

Image
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশি করতে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। তেমনটাই শোনা যাচ্ছে। কেবল বেতন বাড়ানোই নয়, বাড়ানো হচ্ছে মহার্ঘ ভাতাও। ছবি: শাটারস্টক। আগামী বছর লোকসভা ভোটে। তার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশি করতে সপ্তম বেতন কমিশনের পেশ করা প্রস্তাবকেও অতিক্রম করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। কেবল বেতন বাড়ানোই নয়, বাড়ানো হচ্ছে মহার্ঘ ভাতাও। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি তেমনই। ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, খুব শিগগিরিই এব্যাপারে ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সম্ভবত আগামী ১৫ অগস্টেই সেই ঘোষণা জানা যাবে। কী কী থাকছে ঘোষণায়? ওই প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে— ফিটমেন্ট ফ্যাক্টর ২.৭ থেকে ৩.৬ গুণ বাড়ানো ও ন্যূনতম বেতন ১৮ হাজার থেকে ২১ হাজার টাকা করার দাবি মেনে নেবে মোদী সরকার। গুজব অনুযায়ী, ন্যূনতম বেতন আরও বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। আরও একটা সুখবর থাকছে কর্মীদের জন্য। কেবল বর্তমান কর্মীরাই নন, এতে লাভবান হবেন অবসরপ্রাপ্ত কর্মীরাও। সুখবরটি হল, বেতনের পাশাপাশি বাড়ানো হবে মহার্ঘ ভাতাও। নিঃসন্দেহে ৪৮ লক্ষ ৪১ হাজার কেন্দ্রী

বাজারে আসছে সুগার ফ্রি আলু!

Image
বাজারে সুগার ফ্রি আলু আনতে চলেছে আইটিসি। ভারতের কৃষক ও ক্রেতার স্বার্থ মাথায় রেখে নিজেদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বাজারে সুগার ফ্রি আলু আনতে চলেছে দেশীয় ব্যবসায়িক সংস্থা আইটিসি। কলকাতায় ১০৭তম বার্ষিক সাধারণ সভায় আইটিসির ম্যানেজিং ডিরেক্টর এস পুরী এই বিষয়ে জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে পা রাখার পর গত বছরে ভাল অঙ্কের লাভের মুখ দেখেছে তারা। এ বছর লাভের অঙ্ক প্রত্যাশার কাছাকাছি থাকবে বলে আশাবাদী আইটিসি। সংস্থার চেয়ারম্যান ওয়াই সি দেবেশ্বর বলেন, হিমায়িত খাদ্যদ্রব্যের বাজার ধরতে এমন কিছু নতুন আইটেম তাঁরা আনতে চলেছেন যা ক্রেতাদের মন জয় করবে। এছাড়াও থাকছে ম্যাজিক অনিয়ন। ম্যাজিক ওনিয়ন নামে ডিহাইড্রেটেড পিঁয়াজ বাজারে ছেড়েছে এই সংস্থা৷ প্যাকেট থেকে বের করে ১৫ মিনিট জলে ডুবিয়ে রাখলে পিঁয়াজ তাজা হয়ে যাবে৷ এই শুকনো পিঁয়াজ বহুদিন ঘরে রাখা যাবে। এটি রান্না করাও সহজ। এই প্রসঙ্গ টেনেই এমডি এস পুরী বলেন, তাঁদের উৎপাদিত আলু লো সুগার ও অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ। এই ধরনের আলু উৎপাদনের কৃতিত্ব তাঁদের একলারই। কারণ দেশের বাছাই করা কৃষিবিজ্ঞানীরা তাঁদের সংস্থার হয়ে গবেষণা করছেন। এর পাশাপাশি ত

সুপারি কিলার দিয়ে স্বামীকে খুন স্ত্রীর, বাড়ির অদূরেই মিলল দেহ

Image
ফের মনুয়া কাণ্ডের ছায়া। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সুপারি কিলার দিয়ে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বসিরহাটে। বসিরহাটের মাটিয়া থানার ঘোড়ারাস গ্রাম। স্ত্রী ফরিদা বিবি ও ছেলেকে নিয়ে ওই গ্রামে থাকতেন বছর পঁয়তাল্লিশের ফকির আহমেদ। স্থানীয়দের অভিযোগ,  বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল ফরিদা বিবির। সেই নিয়ে দাম্পত্য অশান্তি ছিল পরিবারে। স্বামীস্ত্রীর মধ্যে নিত্য অশান্তি লেগে থাকত। এই নিয়ে বেশ কয়েকবার সালিশি সভাও বসেছে গ্রামে। মাস দেড়েক আগেই বাপের বাড়ি থেকে ফিরে সংসার শুরু করেছিল ফরিদা। তারপরেই এই ঘটনা। এদিন সকালে নিজের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে উদ্ধার হয় ফকির আহমেদের নিথর দেহ। সকালে উঠে বাবার রক্তাক্ত নিথর দেহ দেখতে পায় ছেলেই। এররপরই ফরিদা বিবির অসংলগ্ন কথাতে সন্দেহ হয় এলাকাবাসীর। ক্ষুব্ধ গ্রামবাসীরা ফরিদা বিবিকে আটক করে মারধর করে রাখে। গ্রামবাসীদের সন্দেহ, পথের কাঁটা সরাতে স্ত্রী ফরিদা বিবিই খুন করেছে ফকিরকে। বিবাহ বহির্ভূত সম্পর্ক টিকিয়ে রাখতে দুষ্কৃতী লাগিয়ে খুন করেছে স্বামীকে। অভিযুক্ত ফরিদা বিবিকে আটক করেছে পুলিস। মৃতদেহ

মন্দির চত্বরে প্রধান পুরোহিতের লালসার শিকার যুবতী

Image
গ্রেটার নয়ডায় মন্দির চত্বরের মধ্যেই ধর্ষণের শিকার হলেন এক যুবতী। পুলিশ জানিয়েছে, মন্দিরের প্রধান পুরোহিতই ওই যুবতীকে ধর্ষণ করেছে বলে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।  এফআইআরে ওই যুবতী জানান, গত ৯ জুলাই গ্রেটার নয়ডার বাদলপুর থানা এলাকার ধুম মানিকপুর গ্রামের এক মন্দিরের প্রধান পুরোহিত তাঁকে ধর্ষণ করে। এক আত্মীয়ের সঙ্গে তিনি ওই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। প্রধান পুরোহিত তাঁকে নিজের কক্ষে ডাকলে, তিনি সরল বিশ্বাসে যান। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়। গ্রেটার নয়ডার পুলিশসুপার অবনীশ কুমার জানান, ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তবে, প্রধান পুরোহিত গা-ঢাকা দেওয়ায়, তাকে গ্রেপ্তার করা যায়নি। 

ব্যস্ত রাজপথই তিন ভাইবোনের রিডিং রুম

Image
রাস্তার উল্টোদিকে টেকনিশিয়ান স্টুডিয়ো। খানিকটা এগোলেই জাপান কনস্যুলেট। রাস্তার দুই ধার দিয়ে তীব্র গতিতে ছুটছে বাস, ট্যাক্সি, বাইক। কিন্তু ওদের সে দিকে নজর নেই। রাজপথের ধারে বসে চোখ বইয়ের পাতায়। দ্রুতগতির গাড়ির বিপদকে যেন ভ্রুক্ষেপ নেই ওদের। করুণময়ীর দিক থেকে টালিগঞ্জে মেট্রোর দিকে নিত্য যাদের যাতায়াত, সূর্য ঢললেই তাঁরা দেখতে পাবেন ওদের। কৌতুহলবশতই নেমে পড়েছিলাম গাড়ি থেকে। কাছে যেতে দেখলাম, একরত্তি দুই ভাইবোন ব্যস্ত স্কুলের 'হোম টাস্ক' নিয়ে। টালিগঞ্জ অশোকনগর স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাঁদ ও পূজার জন্য রাজপথই 'রিডিং রুম'। বড় দাদা সূরজও ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া। একই ভাবে রাস্তায় বসে পড়ে সে। বেপরোয়া চালকদের দৌরাত্ম্যে শহরে কোনও না কোনও প্রান্তে রোজ দুর্ঘটনার লেগেই থাকে। সেখানে এভাবে বিপদ মাথায় নিয়ে রাস্তা বসে ছোটছোট ছেলেমেয়েগুলোর পড়াশোনা--- স্বাভাবিক ভাবেই প্রশ্ন জেগেছিল, কেন? সহজপাঠের পাতায় চোখ রেখেই চাঁদ গড়গড় করে বলল, 'ঘরে আলো ঢোকে না। খুব গরম।' পুজা জানাল, ভোর থাকতে বাবা-মা বেরিয়ে যান কাগজ কুড়োতে। তিন ভাইবোন ঘুম থেকে উ

OMG! ৪২ ঘণ্টার যাত্রাপথ ৪ বছরে অতিক্রম করল মালগাড়ি

Image
গন্তব্যে পৌঁছনোর কথা ছিল ৪২ ঘণ্টায়। কিন্তু সময় লাগল প্রায় চার বছর। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ থেকে রওনা হওয়া মালগাড়ি উত্তরপ্রদেশ পৌঁছল দীর্ঘ চার বছর পর। ২০১৪ সালের ১০ নভেম্বর একটি মালগাড়ি রওনা হয়েছিল বিশাখাপত্তনম স্টেশন থেকে। ১৩১৬টি ব্যাগে ডি-অ্যামোনিয়াম ফসফেট বোঝাই করে যাত্রা শুরু করেছিল ট্রেনটি। ১৩২৬ কিলোমিটার পথ অতিক্রম করে উত্তরপ্রদেশের বাস্তি স্টেশনে পৌঁছনোর কথা ছিল ৪২ ঘণ্টা পর। কিন্তু তা পৌঁছায় গত বুধবার বিকেল সাড়ে ৩ টে নাগাদ। এমন দৃশ্য দেখে হতবাক রেল আধিকারিকরাও। কী এমন হল যে মালগাড়িটির গন্তব্যে পৌঁছতে এত বেশি সময় লাগল? উত্তর-পূর্ব রেলওয়ে জোনের প্রধান জনসংযোগ আধিকারিক সঞ্জয় যাদব বলেন, অনেক সময় মালগাড়ির কোনও কামরা বা যন্ত্র বিকল হলে তা ইয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়। এক্ষেত্রেও মনে হচ্ছে তেমনটাই হয়েছে। বাস্তির ব্যবসায়ী রামচন্দ্র গুপ্তর নামে মালগাড়িটি ২০১৪ সালে ভাড়া করা হয়েছিল। ইন্ডিয়ান পটাশ লিমিটেডের তরফেই তা ভাড়া করেছিলেন ওই ব্যবসায়ী। রামচন্দ্র গুপ্ত জানান, গাড়িটি যে মালবহন করছিল তা কোম্পানির তরফে অর্ডার করা হয়েছিল। তিনি ব্যক্তিগতভাবে এর জন্য কোনও অর্থ দেননি। রেল কর্তৃপক্ষ এবং কোম্পা

আরও মজবুত দিল্লির নিরাপত্তা, হামলার আগে আকাশেই ধ্বংস হবে শত্রুর মিসাইল

Image
ওয়াশিংটন ও মস্কোর মতো নয়াদিল্লির অভ্যন্তরীণ নিরাপত্তা মজবুত করতে আরও সচেষ্ট প্রতিরক্ষা মন্ত্রক৷ এই দুই শক্তিশালী দেশের পথে হেঁটেই রাজধানীর নিরাপত্তায় আরও অত্যাধুনিক প্রযুক্তির সম্পন্ন National Advanced Surface to Air Missile System-II (NASAMS-II) বসাতে চলেছে কেন্দ্র৷ মার্কিন মুলুক থেকে এই মিসাইল সিস্টেম কেনার বিষয়ে ইতিমধ্যে সবুজ সংকেতও দিয়েছেন ডিফেন্স অ্যাকুইজিশন কমিটির চেয়ারম্যান তথা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ৷ যার ফলে কেন্দ্রের কোষাগার থেকে খরচ হবে প্রায় এক বিলিয়ান মার্কিন ডলার৷ রাজধানী নয়াদিল্লিতে রয়েছে রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, সাউথ ব্লক, নর্থ ব্লক, পার্লামেন্ট ও বিভিন্ন কেন্দ্রীয় দপ্তর৷ এহেন অতি সংবেদনশীল এলাকায় আকাশপথে নিরাপত্তা আরও মজবুত করা প্রয়োজন, অনেকদিন আগেই গোয়েন্দা রিপোর্টে তা উল্লেখ করা হয়েছে৷ বিশেষ করে, ৯/১১-য় মার্কিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর থেকেই নয়াদিল্লির আকাশপথে নজরদারি মজবুত করার কথা কেন্দ্রকে বারবার বলেছেন গোয়েন্দারা৷ ইতিমধ্যেই যা করতে অনেকটাই সফল প্রতিরক্ষা মন্ত্রক৷ তবে আরও কড়া নজরদারির ব্যবস্থা করে আর কোনও ফাঁক র

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

Image
হুগলি : স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। স্বামীর সম্পর্কের কথা জানতে চাওয়ায় কেরোসিন ঢেলে পুড়িয়ে মারা হল গৃহবধূকে। মৃতের নাম চম্পা দাস (১৮)।  এদিকে ঘটনার পর গৃহবধূর শিশু সন্তানকে নিয়ে পালিয়ে গিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। অভিযুক্ত স্বামী সুব্রত দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার মাখলা সারদাপল্লিতে। পণের দাবিতে বধূ নির্যাতন ও আত্মহত্যার প্ররোচণা দেওয়ার অভিযোগ দায়ের করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গৃহবধূর বাপের বাড়ি উত্তরপাড়ার রাজকৃষ্ণ স্ট্রিটে। বছর দুই আগে বাড়ির অমতে কাঠের কারিগর সুব্রতকে বিয়ে করেন নাবালিকা চম্পা। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি সারদা পল্লিতেই থাকতেন তিনি। অভিযোগ, কয়েক মাস যাওয়ার পর থেকেই শুরু হয় অত্যাচার। যেহেতু বাড়ির অমতে বিয়ে, তাই যৌতুক কিছুই পায়নি শ্বশুরবাড়ির তরফ। বিয়েতে লাভ হয়নি। এই কারণে সুব্রত ও তার বাবা, মা বোন চম্পাদেবীকে মারধর শুরু করে বলে অভিযোগ। এর মধ্যে সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ। তবে তাতে অত্যাচার কমেনি। মাঝে বেশ কয়েকবার তাঁকে মারধর করে বাড়ি থেকে বেরও করে দিয়েছে সুব্রতর পরিবার। পরে ফের আক্রান্ত চম্পাদেবীকে ভুলিয়ে ভালিয়ে ব

শ্বশুর-স্বামী মিলে বিজেপি নেত্রীকে ধর্ষণ, অভিযোগ দায়ের গুরুগ্রামে

Image
৩৯ বছর বয়সী এক মহিলা স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিগ্রহ, শারীরিক অত্যাচার ও পণের দাবিতে মারধরের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। মহিলা বিজেপি নেত্রী বলে পুলিশ সূত্রে খবর। মহিলা পুলিশে অভিযোগ জানিয়েছেন, গুরুগ্রামে অভিজাত এলাকায় তাঁদের বাড়ি। সেখানে প্রতি মাসে শ্বশুর এসে শ্লীলতাহানি করেছেন। গত ২২ ফেব্রুয়ারি স্বামী বাড়ির বাইরে থাকার সুবাদে শ্বশুর বাড়িতে ঢুকে পড়েন। নিগৃহীতা মহিলার কথায়, তিনি স্নান করছিলেন। সেইসময়ই তাঁকে গলায় ছুরি ধরে ধর্ষণ করেন শ্বশুর। আপত্তিকর ছবিও তুলে রাখেন। হুমকি দেওয়া হয়, এই খবর ফাঁস করলে ছবিগুলি স্যোশাল মিডিয়ায় দিয়ে দেওয়া হবে। ঘটনার পর, নিগৃহীতা লজ্জায় কাউকে কিছু জানাননি। তবে সাহস সঞ্চয় করে স্বামীকে জানালে তিনি উল্টে নিগ্রহ করেন ও অন্যায়ভাবে যৌন সঙ্গম করেন। বাবা-ছেলে দুজনে মিলেই নানাভাবে পণ নিয়ে অত্যাচার চালান বলেও অভিযোগ এনেছেন নিগৃহীতা। এরপরই মহিলা গত বৃহস্পতিবার পুলিশে অভিযোগ দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৪৯৮ক, ৪০৬, ৩৭৭, ৫০৬, ৩৪ ধারায় স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা

মমতার হিন্দু ধর্ম ছেড়ে দেওয়া উচিত, মন্তব্য রাজস্থানের মন্ত্রীর

Image
গোটা দেশে 'তালিবানি শাসনে'র পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি। ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে এহেন মন্তব্য করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজস্থানের বিজেপি সরকারের মন্ত্রী বলেন, ''হিন্দু ধর্ম ছেড়ে দেওয়া উচিত মমতার''।        রাজস্থানের শ্রমমন্ত্রী যশবন্ত সিং যাদব বলেন, ''ওনার কোনও জ্ঞান নেই। দেশকে উনি ভালবাসেন না।'' হিন্দু সংগঠনগুলিকে উগ্র আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দাজনক মন্তব্য করেছেন বলে দাবি করেছেন যশবন্ত। এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাঁর পরামর্শ, ''আপনার মানসিক অবস্থা ভাল নেই। হিন্দু ধর্ম ছেড়ে দেওয়া উচিত ওনার''।  আলোয়ারে গরু চোর সন্দেহে একজনের মৃত্যুর ঘটনার পর বিজেপিকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন, বিজেপি হিন্দু ধর্মের কিছুই বোঝে না। ওরা শুধু বিভেদ ছড়িয়ে অশান্তি ছড়াতে জানে। তিনি সব 'দেবতা'র উপরেই ভরসা রাখেন। আলোয়ারের ঘটনার পর ঘুরিয়েই স্থানীয়দের সমর্থন করেছিলেন রাজস্থানের শ্রমমন্ত্রী। এদিনও তাঁর অবস্থানে অনড় থেকে যশবন্ত স

গর্ভবতী ছাগলকে ধর্ষণ! নারকীয় অত্যাচারে মৃত্যুর কোলে ঢলে পড়ল পোষ্য

Image
ঘৃণ্য বা জঘন্য অপরাধ বললেও হয়তো কম বলা হবে। হরিয়াণার মেওয়াটে এমন কাণ্ড ঘটল যা শোনার পর আপনার রক্ত ফুটতে শুরু করতে পারে। আটজন মিলে এক গর্ভবতী ছাগলকে ধর্ষণ করল। পাশবিক অত্যাচারের জেরে সেই গর্ভবতী ছাগল শেষ পর্যন্ত মারা যায়। এমন জঘন্য কাজ করা আটজন অপরাধীকে শেষমেশ গ্রামবাসীরা পাকরাও করে। মারের মুখে অপরাধের কথা স্বীকার করে তারা। গত বেশ কয়েকদিন ধরেই সেই গর্ভবতী ছাগলকে উত্যক্ত করত ওই আটজন। ছাগলের মালিক বহুবার তাদের বারণ করা সত্ত্বেও তারা কথা শোনেনি। দিন দিন সেই ছাগলকে বিরক্ত করার মাত্রা ছাড়াতে থাকে। ছাগলের মালিক আসলু এমন কিছু একটা কাণ্ড ঘটার আঁচ পেয়েছিলেন আগে থেকেই। কিন্তু শেষমেশ নিজের পোষ্যকে এই আট পাষণ্ডের হাত থেকে রক্ষা করতে পারলেন না। গ্রামবাসীদের একজনের বয়ান অনুযায়ী, আসলুর বাড়ির দালান থেকে ওই ছাগলকে চুরি করে নিয়ে যায় আটজন। রাতের অন্ধকারে ছাগলটিকে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে আটজন মিলে নির্মমভাবে ধর্ষণ করে। তার পর তড়িঘড়ি পাঁচজন ঘটনাস্থল থেকে চম্পট দেয়। কিন্তু বাকি তিনজন পরিস্থিতি স্বাভাবিক দেখানোর জন্য বাড়ি ফিরে আসে। ইতিমধ্যে আসলু তাঁর পোষ্যকে খুঁজতে বের হয়। গর্ভবতী ছাগলটি যন

কর্ণাটকের দূর্গে মাটি খুঁড়ে উদ্ধার টিপু সুলতানের আমলের ১০০০ ‘রকেট’

Image
কর্ণাটকে একটি ভগ্নপ্রায় দূর্গের ভেতরে একটি কুঁয়ো আকৃতি জায়গা থেকে বেরিয়ে পড়ল শয়ে শয়ে 'রকেট'। ওইসব 'ওয়ার রকেট' টিপ সুলতানের আমলেরই বলে মনে করা হচ্ছে। শনিবার কর্ণাটকের বিদানুরু দূর্গের একটি কুঁয়ো থেকে উদ্ধার হয় সন্দেহজনক কিছু জিনিস। ওইসময় ওই ১৮ শতকের দূর্গের ভেতরে খননকা‌র্য চলছিল। পুরাতত্ব বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই কুঁয়ো খুঁড়ে ১০০০ রকেট উদ্ধার হয়েছে। ওইসব রকেট টিপু সুলতানের সময়ে ‌যুদ্ধের জন্য মজুত করা হয়েছিল। বেঙ্গালুরু থেকে ৩৮৫ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত ওই দুর্গটি। ২০০২ সালেও ওই এলাকায় ১৬০টি রকেট উদ্ধার হয়েছিল বলে জানিয়েছে পুরাতত্ব বিভাগ। প্রথমে বোঝা না গেলেও বহু গবেষণা করার পর ২০০৭ সালে বোঝা ‌যায় উদ্ধার হওয়া বস্তুগুলি আসলে রকেট। এবং তা টিপুর আমলে। তখনই মনে করা হয় দূর্গ চত্বরে আরও রকেট লুকানো রয়েছে। পুরাতত্ব বিভাগের আধিকারিক আর সেজেশ্বর নায়ক জানিয়েছেন, কুঁয়োটি খোঁড়ার পরই সেখানকার কাদা থেকে বারুদের মতো গন্ধ আসতে থাকে। তখনও আরও খোঁড়া হয় ও ওইসব রকেট বেরিয়ে পড়ে। প্রত্যেকটি রকেটের মধ্যে রয়েছে পটাসিয়াম নাইট্রেট, চারকোল ও ম্যাগনেসিয়াম পাউডার। ওপরের খোল লোহার। ওইসব

এপ্রিল-জুন মাসের মধ্যে রিলায়েন্সের রেকর্ড লাভ দাঁড়িয়েছে 9,459 কোটি টাকা

Image
এপ্রিল-জুন মাস সময়টিতে রিলায়েন্স ইন্ডাস্টরির মোট লাভের পরিমাণ দাঁড়িয়েছে 9,549 কোটি টাকা। শুক্রবার একটি রিপোর্টের মাধ্যমে সংস্থার লাভের বিপুল অঙ্কটি প্রকাশ করা হয়। এই ত্রৈমাসিকে সংস্তার ব্যবসা হয়েছে 1 লক্ষ 41 হাজার কোটি টাকা। এপ্রিল-জুন মাস সময়টিতে রিলায়েন্স ইন্ডাস্টরির মোট লাভের পরিমাণ দাঁড়িয়েছে 9,549 কোটি টাকা। শুক্রবার একটি রিপোর্টের মাধ্যমে সংস্থার লাভের বিপুল অঙ্কটি প্রকাশ করা হয়। 2017 সালের জুন ত্রৈমাসিকে  9108 কোটি টাকা লাভের অঙ্ক নথিভুক্ত করেন। যার মধ্যে আফ্রিকার উপসাগরীয় অঞ্চলের পেট্রোলিয়াম কর্পোরেশনের মুনাফাও জুড়ে ছিল। জুন মাসের শেষে 30 জুন, 2018-তে রিলায়েন্স সংস্থার ব্যবসার অঙ্কটি হল 1.41 লক্ষ কোটি টাকা। এক বছর আগে যা ছিল 90, 537 কোটি টাকা। এই বছরে রিলায়েন্স সংস্থার লাভের অঙ্কটি বৃদ্ধি পেয়েছে 56.5 শতাংশ। "আমাদের ব্যবসার সমস্ত ক্ষেত্রেই আমরা উন্নতির শিখরে পৌঁছানোর চেষ্টা করি। গত বিনিয়োগ চক্রে পেট্রোকেমিক্যাল সেক্টরে যতটা কাজ আমরা করেছি 1কিউএফওয়াই19-এ তার তেমনভাবে প্রকাশ দেখা যায়নি। আমাদের পেট্রোকেমিক্যাল ব্যবসা রেকর্ড 'ইবিটডা' সংগ্রহ করেছে এই সেক্টরে", বলেন র

২০২২ এর মধ্যে গরিবদের ‘পাক্কা মাকানের’ প্রতিশ্রুতি মোদীর

Image
লখনউ: ২০২২ সালের পর দেশের একজনও গরিব মানুষ গৃহহীন থাকবেন না৷ আগামী চার বছরের মধ্যে তাদের মাথা গোঁজার জায়গা করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শনিবার নবাবি শহর লখনউতে এক অনুষ্ঠানে এসে এমনই প্রতিশ্রুতি দেন তিনি৷ জানান, ২০২২ এর মধ্যে 'পাক্কা মাকান' এর ব্যবস্থা করবে সরকার৷ লখনউতে 'ট্রান্সফর্মিং আরবান ল্যান্ডস্কেপ' শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে আসেন মোদী৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা, অম্রুত ও স্মার্ট সিটি প্রকল্পের তিন বছর পূর্তি উপলক্ষ্যে লখনউয়ে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ প্রধানমন্ত্রী জানান, ২০২২ সালের মধ্যে প্রত্যেকের যাতে নিজস্ব বাড়ি থাকে সেই লক্ষ্যে কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার৷ দেশের বিভিন্ন শহরে গরিবদের জন্য ৫৪ লক্ষ ও গ্রামে এক কোটি বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ দু'দিনের সফরে উত্তরপ্রদেশে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ যোগীর রাজ্যে একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা করেন৷ ৯৯ প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷ এই প্রজেক্টগুলির জন্য কেন্দ্রের খরচ হবে ৩ হাজার ৩৯৭ কোটি টাকা৷

বিয়ের রাতেই নববধূর কীর্তিতে ধুন্ধুমার বিহারে, জানুন আসল ঘটনা

Image
সত্তরোর্ধ্ব শীলা দেবী ছেলের বিয়ে দিতে পারছিলেন না। নানা কারণে বছর চল্লিশের পঙ্কজ কুমার ওরফে পিন্টুর বিয়ে হচ্ছিল না। অবশেষে এক আত্মীয়র মধ্যস্থতায় বিয়ে হয়। বৌমা ঘরে এসে ছেলের সংসার সুখের করে তুলবে, এই স্বপ্নে বিভোর ছিলেন শীলাদেবী। তবে স্বপ্ন ভেঙে খানখান বিয়ের রাতেই। সেদিনই সোনা-টাকা নিয়ে পালিয়ে গিয়েছে নববধূ সঙ্গীতা। খানখান করে দিয়েছে মা-ছেলের স্বপ্ন। সঙ্গীতার বাবা-মা নেই। এক আত্মীয়র কাছে মানুষ বয়স মধ্য ২০-র ঘরে। শীলা দেবী ছেলে পিন্টুর (৪০ বছর) জন্য মেয়ে খুঁজে পাচ্ছেন না দেখে এক আত্মীয় রিঙ্কু প্রসাদ ও তাঁর স্ত্রী সুনীতা দেবী সঙ্গীতার খোঁজ দেন। সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় বিয়ের দিনক্ষণ। গত সোমবার বিহারের ভাবুয়ার মন্দিরে অনাড়ম্বরভাবে বিয়ে হয় পিন্টু ও সঙ্গীতার। বিকে পাঁচটায় সকলে বাড়ি ফিরে আসেন। রাত বাড়তে শোওয়ার ব্যবস্থা করার সময় পিন্টুর সঙ্গে এক ঘরে শুতে অস্বীকার করেন সঙ্গীতা। জানান, ঋতুচক্র চলছে। ফলে নববধূর জন্য আলাদা ব্যবস্থা করা হয় অন্য ঘরে। পরের দিন সকালে উঠে শীলা দেবী দেখেন নববধূ পলাতক। তিনি পালানোর সময় নিয়ে গিয়েছেন সমস্ত সোনা-দানা ও নগদ ২০ হাজার টাকা। কোনও খোঁজ না পেয়ে সঙ্গে সঙ্গে দোষ গিয়ে

স্কুলের ছাদেই চলত কেয়ারটেকারের 'যৌন লীলা', একেক দিন একেক ছাত্র

Image
চতুর্থ শ্রেণির ছাত্রের উপর যৌন নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল আসানসোলের রূপনারায়ণপুরে। অভিযোগ উঠেছে রূপনারায়ণপুরের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের কেয়ারটেকারের বিরুদ্ধে। চতুর্থ শ্রেণির ছাত্রের উপর যৌন নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল আসানসোলের রূপনারায়ণপুরে। অভিযোগ উঠেছে রূপনারায়ণপুরের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের কেয়ারটেকারের বিরুদ্ধে। অভিযোগ স্কুলের ছাদে নিয়ে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের ওপর যৌন নির্যাতন চালাত স্কুলের কেয়ারটেকার। পুলিস অভিযুক্ত কেয়ারটেকার ও স্কুলের প্রিন্সিপালকে আটক করেছে। অভিযুক্ত কেয়ারটেকারকে থানার মধ্যেই পুলিসের সামনে বেধড়ক মারধর করে অভিভাবকরা। একেক জনকে একেক দিন। যখন যেমন সুযোগ হত। চতুর্থ-তৃতীয় শ্রেণির পড়ুয়াদের ছাদে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালাত স্কুলের কেয়ারটেকার। কারও কাছে যেন মুখ না খোলে, সেজন্য পড়ুয়াদের ভয় পাইয়ে রাখা হত। বছরের পর বছর ধরে রূপনারায়ণপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে এভাবেই চলত কেয়ারটেকারের যৌন লীলা। এক্ষেত্রেও হয়তো কেউ জানতে পারতো না। কিন্তু চতুর্থ শ্রেণির পড়ুয়াটি ঘরে কিছু অস্বাভাবিক আচরণ করে। সন্দেহ হওয়ায় বাবা-মা মিলে বারবার ছেলে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে

Image
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার ঘোলার পানশিলা এলাকার ঘটনা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তরুণীর। অভিযোগকারিণীর দাবি, সোশাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে মাসছয়েক আগে খড়দার কল্যাণগড়ের বাসিন্দা অতীন বিশ্বাসের সঙ্গে তাঁর পরিচয় হয়। তারপর ঘনিষ্ঠতা বাড়ে। অভিযোগ, ওই শিক্ষক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে একাধিকবার সহবাস করেন। গত জুন মাসে তরুণী বিয়ের জন্য চাপ দিলে, সম্পর্ক ছিন্ন করেন ওই শিক্ষক। বছর আঠাশের ওই যুবকের মা সম্পর্ক না রাখার জন্য তরুণীকে হুমকিও দেন বলে অভিযোগ। ১ জুলাই ঘোলা থানায় অভিযোগ দায়ের হয়। মাসখানেক আগে থানায় অভিযোগ জানালেও অভিযুক্তকে ধরতে গড়িমসি করছে পুলিশ, দাবি অভিযোগকারিণীর। গাফিলতির অভিযোগ অস্বীকার পুলিশের।

বীণা ফিরে এলে খাওয়াবেন কী, চিন্তায় পড়েছেন দাদারা

Image
খাস রাজধানীর বুকে খুদে তিন বোনের মৃত্যুর কারণ অনাহার না বিষক্রিয়া, তা নিয়ে বিতর্ক বেধেছে। তবে ওই শিশুদের পরিবারের অসহনীয় দারিদ্র নিয়ে কোনও দ্বিমত নেই। শিশুদের মায়ের বাড়ি ফেরার পথেও কাঁটা সেই দারিদ্রই।     মানসী, পারুল ও শিখা যথাক্রমে ৮, ৪ ও ২ বছরের তিন শিশুকন্যার মা বীণা ওরফে বেণু সিংহের বাপের বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের উপর কাটমুণ্ডিতে। জল-কাদা থইথই কাঁচা রাস্তা ভেঙে শনিবার পৌঁছতে হল গ্রামে। পাশাপাশি তিনটি ঘুপচি মাটির বাড়িতে থাকেন বীণার তিন দাদা। বীণার বাবা প্রয়াত সহন সিংহের প্রথম পক্ষের স্ত্রীর দুই ছেলে কাজল ও রতন এবং এক মেয়ে রেণু। বীণা ওরফে বেণু সহনের দ্বিতীয় পক্ষের স্ত্রীর মেয়ে। বীণার সহোদর দাদার নাম পুলিন। ভাই-বোনদের মধ্যে সব থেকে ছোট বীণা। বীণার দাদারা আদিবাসী মুণ্ডা সম্প্রদায়ের লোক। তবে সরকারি প্রকল্পে বাড়ি পাননি। সামনের কাঁচা রাস্তাও চলার অযোগ্য। তিন দাদাই চান দিল্লি থেকে গ্রামের বাড়িতে ফিরে আসুন বীণা। তাঁর মনোরোগের চিকিৎসা হোক। কিন্তু সংশয় একটাই— বোন এলে থাকবে কোথায়, খাবেই বা কী! কাজল, রতন, পুলিনরা জানালেন, ভরসা বলতে দেড় বিঘে পৈতৃক জমি। কিন্তু সেখানে চাষ করে তিনটি পরি

দিদিকেই প্রধানমন্ত্রী হিসেবে চাইছে দল

Image
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর সিন্ডিকেট কটাক্ষকে 'অস্ত্র' করে বিজেপিকে বার্তা দিল তৃণমূল। মোদী মেদিনীপুরের যে মাঠে সভা করেছিলেন, সেই মাঠেই সভা করে সাংসদ তথা তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার জানালেন, এ রাজ্যে মানুষের সিন্ডিকেট আছে। সেই সিন্ডিকেট উন্নয়ন আর শান্তির। এবং তারাই বিজেপিকে হারাবে। সভায় মমতাকে প্রধানমন্ত্রী করার ডাক দিয়ে মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ''দিদির বিকল্প নেই।'' বিজেপির পাশাপাশি এ দিনের সভায় সিপিএমকেও আক্রমণ করেন তৃণমূল নেতারা। তবে কংগ্রেস সম্পর্কে কোনও বিরূপ কথা এ দিনের মঞ্চ থেকে শোনা যায়নি। মেদিনীপুর কলেজ-কলেজিয়েট স্কুলের মাঠে এ দিনের সভায় তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই দেশে বিরোধী জোট হবে।" আর এক ধাপ এগিয়ে শুভেন্দু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার নেত্রী নন, বিশ্ববন্দিত নেত্রী। আমরা বাঙালি প্রধানমন্ত্রী চাই। দিদিকে প্রধানমন্ত্রী করতে হবে।'' বক্তৃতা করেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মানস ভুঁইয়াও। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে জাতীয় রাজনীতি

গুরু ও গুগল

Image
গুরুপূর্ণিমায় গুগল-কে সাষ্টাঙ্গে প্রণামের ছবি হোয়াটসঅ্যাপের কল্যাণে ছড়াইয়াছে। রসিকতার ছলে অতি সত্যই বিবৃত হইয়াছে। পূর্বে সংবাদপত্রের অফিসে বা কলেজের প্রকোষ্ঠে এক এক জন জ্ঞানী মানুষ থাকিতেন, তাঁহারা বিদেশের রাজনীতি হইতে রাজধানীর উচ্চারণ, মুদ্রার নাম হইতে জন্তুর বিবরণ, সকলই জানিতেন। কেহ আবার পারদর্শী ছিলেন খেলা বিষয়ে, কেহ চলচ্ছবির আন্তর্জাতিক হালহকিকত-বিশারদ। ইঁহাদের ছিল প্রবল সম্মান, বিপদে ইঁহারাই ত্রাণ করিতেন। কিন্তু 'সিধুজ্যাঠা' জাতীয় মানুষগুলি এখনও থাকিলেও, তাঁহাদের জ্ঞানের তেমন প্রতিপত্তি আর নাই। যে কেহ েকানও প্রতিবেদন লিখিবার কালে একটি বার রজার ফেডেরার নামটি গুগলে সার্চ দিলেই, প্রায় সকল গুরুত্বপূর্ণ তথ্যই মুহূর্তে তাহার নাগালে চলিয়া আসিবে, ক্রীড়া-বিশেষজ্ঞের নিকট যাইতে হইবে না। অবশ্যই তথ্য আর জ্ঞান এক নহে, কিন্তু তথ্য অতিক্রম করিয়া, নিৎসে সম্পর্কে জানিতে তাঁহার লেখাগুলি ও তাহার সমালোচনা পাঠ করিয়া, জ্ঞানে উপনীত হওয়া নিতান্ত অসম্ভব নহে। অবশ্য এখন অধিকাংশ মানুষই গুগলকে কেবল তথ্য-উৎস হিসাবে ব্যবহার করিতেছেন, কিন্তু তাহা তো গুগলের দায় নহে। যদি তথ্যভাণ্ডার হিসাবে উপযোগিতার প্রতি

জিয়োর লাভ, ক্ষতি বাকিদের

Image
ঋণে জেরবার টেলিকম সংস্থাগুলির আর্থিক ফলে 'রক্তক্ষরণ' অব্যাহত। ব্যতিক্রম রিলায়্যান্স জিয়ো। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেও মুনাফা ঘরে তুলেছে তারা। বাজারে জিয়ো আসার পরে প্রতিযোগিতায় টিকে থাকতে মাসুল যুদ্ধে নামতে হয়েছে ভোডাফোন, এয়ারটেলের মতো সংস্থাগুলিকে। অথচ স্পেকট্রামের মতো খাতে খরচের জেরে ঘাড়ে চেপে বিপুল ধার। এরই প্রভাব পড়েছে ব্যবসায়। জুন ত্রৈমাসিকে ভোডাফোনের আয় কমেছে ২২.৩%। ভারতের ব্যবসায় এই প্রথম ক্ষতি হয়েছে এয়ারটেলের। যার অঙ্ক প্রায় ৯৪০ কোটি টাকা। অথচ টানা তিন ত্রৈমাসিকে মুনাফা করেছে জিয়ো। এ বার নিট লাভ ১৯.৯% বেড়ে হয়েছে ৬১২ কোটি। গ্রাহক সংখ্যা ২১.৫৩ কোটি। কর্ণধার  মুকেশ অম্বানীর দাবি, বিশ্বে ২২ মাসে ২০ কোটি গ্রাহকের মাইলফলক পেরোতে পারেনি অন্য কোনও সংস্থা। সামগ্রিক ভাবে ৯,৪৫৯ কোটি নিট লাভ করেছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজও।

প্রশিক্ষণের পরে নিয়োগ চটকলে

Image
শ্রম দফতরে নথিভুক্ত ২৪০ জন বেকার যুবককে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়ার পরে নিজেদের কারখানাতেই নিয়োগ করতে চলেছে রাজ্যের চটকলগুলি। পশ্চিমবঙ্গে এমন উদ্যোগ এই প্রথম। বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া রাজ্যে কয়েক বছর আগেই শুরু হয়েছে। ছোট ও মাঝারি শিল্প এবং পরিবহণ, হোটেল, হাসপাতালের মতো পরিষেবা ক্ষেত্রে তাঁদের কর্মসংস্থানের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য। চটশিল্পেও যাতে প্রশিক্ষিত শ্রমসম্পদের জোগান দেওয়া যায়, তার জন্য সম্প্রতি চটকল মালিকদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। বৈঠকে মালিকেরা জানান, এই মুহূর্তে চটকলগুলিতে কমপক্ষে ৪,৫০০ প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন। শিল্পের চাহিদা জানার পরেই প্রথম ধাপে ২৪০ জনকে বেছে প্রশিক্ষণ দেওয়া শুরু করে শ্রম দফতর। পরের ধাপে ১৭টি চটকলে দু'মাস হাতেকলমে প্রশিক্ষণ হবে তাঁদের। রাজ্যের শ্রম সচিব অমরনাথ মল্লিক ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে জানিয়েছেন, প্রশিক্ষণ চলার সময়ে থাকা-খাওয়ার পাশাপাশি দৈনিক মজুরিও দিতে হবে ওই যুবকদের। তার পরে শূন্যপদ অনুযায়ী চটকলগুলিতেই নিয়োগ করা হবে তাঁদের। পরবর্তী ধাপে আরও যুবককে প্রশিক্ষণ দে

নতুন একশোর নোট পেতে অপেক্ষা করতে হবে এক বছর!

Image
ট্যাক্সির ভাড়া। আনাজের দাম। মুদিখানায় টুকিটাকি। রোজ যে 'বড়' নোটের খোঁজে মধ্যবিত্ত সম্ভবত সবচেয়ে বেশি বার পকেটে হাত দেয়, তা ১০০ টাকার নোটই। কিন্তু এখন সেই ১০০ টাকার নতুন নোট দেশের সমস্ত এটিএমে পুরোদস্তুর পেতে অপেক্ষা করতে হবে প্রায় এক বছর। বিশেষত গ্রাম এবং মফস্‌সলে দেরি হবে বেশি। এটিএমে এই বন্দোবস্ত করতে সরকারের খরচ হবে অন্তত ১০০ কোটি টাকা। সৌজন্যে ওই নোটের মাপ বদল। যা দেখে অনেকেরই প্রশ্ন, খরচ যখন সরকার সেই করছেই, এ বিষয়ে আর একটু পরিকল্পনা করে এগোনো যেত না কি? কমানো যেত না সাধারণ মানুষের হয়রানি? নোট বাতিলের পর থেকে একের পর এক নতুন নোট এনেছে মোদী সরকার। তার মধ্যে ২০০০, ৫০০ ও ২০০ টাকার নোট এটিএমে দেওয়ার ব্যবস্থা করতে গিয়েও আমজনতার কাছে সময় চাইতে হয়েছে। বলতে হয়েছে, এটিএম মেশিনের ভিতরে যে ট্রে-তে টাকা থাকে, নতুন নোট এলে কিংবা কোনও নোটের মাপ বদলালে, সেই ট্রে-ও পাল্টাতে হয়। যাকে বলে 'রি-ক্যালিব্রেশন'। এবং তা করতে হয় প্রতি মেশিনে আলাদা আলাদা ভাবে। তাই এই কাজে সময় লাগে। একই সঙ্গে, তা খরচসাপেক্ষ। গত বছরের অগস্টে ২০০ টাকার নতুন নোট আনা হয়েছিল। দেশ জুড়ে এটিএমে তার রি-ক্যালিব্রেশ

হকার সমস্যার সমাধান অধরা

Image
পুনর্বাসনের প্রতিশ্রুতি পেয়ে ২৪ ঘণ্টা পরে দোকান খুললেন সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরের বিক্ষুব্ধ হকারেরা। দোকান সরানো আটকাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হকারেরা। যদিও নবদিগন্ত শিল্পনগরী কর্তৃপক্ষের সঙ্গে শুক্রবারই বৈঠক হয়েছিল। বিকল্প জায়গাও হকারদের দেখানো হয়েছে। তবে হকারদের বক্তব্য, নতুন জায়গা ব্যবসার পক্ষে অনুকূল নয়। ফলে হকার সমস্যার সমাধান নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল। হকারেরা আদালতের দ্বারস্থ হওয়ায় এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে নারাজ নবদিগন্ত শিল্পনগরী কর্তৃপক্ষ। কিন্তু সমস্যা ঠিক কোথায়? ৪৩২ একরের তথ্যপ্রযুক্তি শিল্পতালুকে রাস্তা মাত্র ১৭ কিলোমিটার। ফুটপাত বিশেষ চওড়া নয়। ফলে ফুটপাতে দোকান বসালে পথচারীদের চলাচলের জায়গা থাকে না। আবার জমির সঙ্কুলানে হকারদের জন্য স্থায়ী ব্যবস্থা করাও সমস্যার। দীর্ঘ দিন ধরেই নবদিগন্ত পরিকল্পনা করেছে ফুডকোর্ট গড়ে সেখানে হকারদের পুনর্বাসন দেওয়া হবে। যেমন একিউ ব্লকের ১১ নম্বর প্লটে কাজ চলছে। হকারদের প্রশ্ন, তথ্যপ্রযুক্তি কর্মীদের টিফিনের সময় খুবই সীমিত। ফলে তাঁরা বেশি দূর যেতে পারবেন না। ফলে একটি জায়গায় হকারদের পুনর্বাসন করা হলে সমস্যা কমবে না। হকারদের দাবির য

‘হিন্দুদের পাশেও আছেন মমতাই’, বলছেন তৃণমূল নেতারা

Image
হিন্দুদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, তা দেশের অন্য কোনও মুখ্যমন্ত্রী করেননি বলে দাবি করলেন তৃণমূল নেতারা। তাঁদের এই বক্তব্যকে বিজেপির 'হিন্দু রাজনীতি'র মোকাবিলা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। সম্প্রীতির বার্তা দিয়ে একুশে জুলাইয়ের মঞ্চে স্লোগান দেওয়ার সময় তৃণমূল নেত্রী বলেছিলেন, 'হিন্দুরাও তৃণমূল, মুসলিমরাও তৃণমূল, শিখ-খ্রিস্টান-জৈন সবাই তৃণমূল'। এক সপ্তাহের মাথায় শনিবার মেদিনীপুরের কলেজ-কলেজিয়েট মাঠের সভা থেকেও তৃণমূল নেতৃত্ব বার্তা দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁদের সরকার ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে উন্নয়নের কাজ করছেন।  সভায় যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতা, ফুরফুরা শরিফের উন্নয়ন যেমন করেছেন, তেমনই হিন্দুদের বাৎসরিক মিলনক্ষেত্র গঙ্গাসাগরের আমূল পরিবর্তন করেছেন, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক করেছেন, তারকেশ্বরে বিপুল পরিমাণ অর্থ খরচ করে মন্দিরকে উন্নতমানের করেছেন। হিন্দুদের জন্য তিনি যা করেছেন, দেশের কোনও মুখ্যমন্ত্রী তা করেননি।" মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "বিভাজনের রাজনীতি করে ভারতবর্ষে

বিয়ের কেনাকাটা করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হবু বরের

Image
রবিবার বাগদান হওয়ার কথা ছিল। আগের দিন এসপ্লানেডে কেনাকাটা সারতে এসেছিলেন যুগলে। ময়দানে আচমকা বাজ পড়ে মৃত্যু হল অজয় মল্লিকের (২৫)। গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি বাগদত্তা মনীষা মল্লিক। শনিবার সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ মহমেডান স্পোর্টিং ক্লাব লাগোয়া সেনোটাফের চাতালে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ ময়দান এলাকায় বাজ পড়ে। কর্তব্যরত ট্রাফিক পুলিশ দেখেন, সেই বাজের ঝলকানিতে মাটিতে লুটিয়ে পড়লেন এক যুগল। তাঁর কাছ থেকে খবর পেয়ে বাকি পুলিশকর্মীরা এসে ট্যাক্সিতে চাপিয়ে দু'জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা অজয়কে মৃত বলে ঘোষণা করেন। প্রথমে অচেতন ছিলেন মনীষা। পরে তিনিই অজয়ের নাম পুলিশকে জানান। পরে নিজের পরিজনদের হদিসও দেন। অজয়ের বাড়ি কড়েয়া থানা এলাকার লোহাপুলের কাছে। মনীষার বাড়ি ধাপা এলাকায়। পুলিশ সূত্রের খবর, মনীষার এক মেসো এসএসকেএম হাসপাতালে চাকরি করেন। তিনি সপরিবারে হাসপাতালের ভিতরেই থাকেন। প্রথমে তাঁরা আসেন এবং পরে মনীষার মাকে খবর দেওয়া হয়। মনীষার পরিজনদের কাছ থেকে নম্বর দিয়ে খবর দেওয়া হয় অজয়ের বাবা বিনোদ মল্লিককে। হাসপাতালে দাঁড

পেটে ভাত থাকলে তবেই বৃদ্ধি ১০%, বললেন নীতি আয়োগের সিইও

Image
খানিকটা যেন ভূতের মুখে রামনাম! সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত না হলে যে ১০% বৃদ্ধির কক্ষপথে পৌঁছনো অসম্ভব, তা এই প্রথম স্পষ্ট ভাবে বলা হল নরেন্দ্র মোদীর জমানায়। সরকারের মেয়াদ চার বছর পেরোনোর পরে। কার্যত ভোটের মুখে এসে। শনিবার নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত বলেন, ''মানব উন্নয়ন সূচকের উন্নতি না হলে দেশের আর্থিক বৃদ্ধির হারকে ১০ শতাংশে টেনে তোলা সম্ভব নয়।'' এমনিতে এই তত্ত্বের মধ্যে নতুনত্ব কিছু নেই। বহু দিন ধরে এই কথাই নাগাড়ে বলে আসছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বরাবর তাঁর যুক্তি, স্বাস্থ্য, শিক্ষার মতো একেবারে প্রাথমিক বিষয়গুলিতে নজর না দিলে, অর্থনীতির পালে হাওয়া লাগে না। কারণ, যে দেশে শিশু পুষ্টির অভাবে ভোগে কিংবা স্কুলে যাওয়ার সুযোগ ঠিকমতো পায় না, সেখানে অর্থনীতির উন্নতি কী ভাবে সম্ভব? কী ভাবে বাড়বে উৎপাদনশীলতা? সেই কারণেই সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে জোর দিয়েছেন তিনি। গরিবের সরকার হিসেবে নিজেদের তুলে ধরার চেষ্টা গত চার বছরে যে নরেন্দ্র মোদীরা করেননি, এমন নয়। কিন্তু সম্প্রতি অমর্ত্য যখন বলেন যে, বৃদ্ধিতে দ্রুততম হয়েও দেশ পিছনের দিকে যাচ্ছে, তখন ত

লজ্জিত হতেও ভুলে যাচ্ছি

Image
চুরি গিয়েছে খাবারের থালাটা। কী ভাবে থালাটা ফিরে পাওয়া যায়, সে নিয়ে ভাবছি না আমরা। কারণ আমরা এখন ব্যস্ত। কাকে দায়ী করা যায়, সেটাই ভেবে মরছি আপাতত। কার দোষ? স্থলপুলিশ, নাকি জলপুলিশ? কার দেখার কথা ছিল বিষয়টা? সে নিয়েই তর্ক চলছে। কথা ছিল লজ্জিত হওয়ার। অসীম লজ্জার বিষয়। কখনও আমরা বলেছি ভারতের 'উদয়' ঘটেছে। কখনও আমরা বলেছি নতুন করে ভারতের 'নির্মাণ' হয়েছে। এখন বলছি ভারত 'ডিজিটাল' হয়ে গিয়েছে। দশকের পর দশক ধরে দেশের 'অগ্রগতি' নিয়ে শ্লাঘার শেষ নেই। ক্রম ক্ষমতায় কতগুলো দেশকে ছাড়িয়ে গিয়েছি, অর্থনীতির আকারে কতটা সামনের সারিতে চলে এসেছি, সামরিক শক্তিতে কতটা আস্ফালন করার জায়গায় পৌঁছে গিয়েছি, ফি বছর কত টাকার অস্ত্র কিনছি, গোটা দেশে কী ভাবে পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়েছি, মহাকাশে কতটা পথ পাড়ি দিয়েছি— সে নিয়ে বিস্তর দর্প আমাদের। দর্প অথবা শ্লাঘারই বিষয় এ সব, সংশয় নেই তাতে। কিন্তু সুদূর মহাকাশেও চোখ রাখতে দক্ষ হয়ে গিয়েছে যে রাষ্ট্র, সে রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভার মাত্র কয়েক কিলোমিটারের বৃত্তে অনাহারের ভয়াল বাসা! দেখতেই পায়নি রাষ্ট্র! তিনটি শিশুর প্রাণ চলে গেল স্রেফ না খেতে পেয়ে

পর্নোগ্রাফি দেখেন! মেল করে এ ভাবেই ব্ল্যাকমেল করছে হ্যাকাররা

Image
'আপনি ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখেন। সেক্স চ্যাটও করেন। আমাদের কাছে প্রমাণ রয়েছে। এখনই ২২৫০ ডলার আমাদের অ্যাকাউন্টে ফেলুন। না হলে আপনার সেক্স চ্যাটের ভিডিয়ো ক্লিপ আপনার পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে।' অফিস থেকে বাড়ি ফেরার পরে নিজের ই-মেলের ইনবক্স খুলতেই এ রকম একটা মেল দেখে চমকে গিয়েছিলেন ঠাকুরপুকুরের বাসিন্দা অমিতাভ চট্টোপাধ্যায় (নাম পরিবর্তিত)। নিজেকে রাসেল লেভেল বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি অমিতাভকে মেল করে জানিয়েছে, তাঁর কম্পিউটার ও মেল অ্যাকাউন্ট 'হ্যাক' করা হয়েছে। ওই ব্যক্তির দাবি, গত কয়েক মাস ধরে অমিতাভের সমস্ত অনলাইন কাজকর্মের খতিয়ান তারা জানে। তিনি যত পর্নোগ্রাফি দেখেছেন ও সেক্স চ্যাট করেছেন, তার ভিডিয়ো ক্লিপ দু'দিনের মধ্যেই ফাঁস করে দেওয়া হবে তার পরিচিতদের মধ্যে ও সোশ্যাল মিডিয়ায়। এর থেকে বাঁচার একটাই উপায়। বিট কয়েনের মাধ্যমে ২২৫০ ডলার তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। রীতিমতো ব্ল্যাকমেল করে অভিনব এই পদ্ধতিতেই এ বার টাকা হাতানো শুরু করেছে সাইবার অপরাধীরা। তদন্তকারী অফিসারেরা জানাচ্ছেন, টাকা লুঠ করার নিত্যনতুন কৌশল বার করে ফেলছে এই জালিয়াতেরা। ব্ল্যাকমে

কী বলছে কলকাতা পুলিশ, ধরা পড়ছে খোলাবাজারের ওয়াকিটকিতে!

Image
গুদামের শাটার খুলতেই চোখে পড়ল, থরে থরে সাজানো ওয়্যারলেস সেট। একটা হাতে তুলে নব ঘোরালেন তিনি। তার পর? পরিষ্কার শোনা গেল, কলকাতা পুলিশের দুই অফিসারের কথোপকথন! শুধু ওয়্যারলেস কেন, কাঁকুড়গাছি এলাকায় তাঁর 'দুকানে' সার দিয়ে সাজানো 'বেস স্টেশন' 'অ্যানালাইজার'-সহ কত কী! সেনা, পুলিশ, আধাসেনা, রেলের কর্তারাই মূলত ব্যবহার করেন এ সব। হাজারো নিয়মকানুন মেনে সাধারণ নাগরিকেরাও ব্যবহার করার অনুমতি পান। কিন্তু এ দোকানে যে সে-সব নিয়মের বালাই নেই, তা খোলাখুলিই বলেন তিনি— 'সমঝদারেরা' যাঁকে সন্টু রাম নামেই চেনে। এক বন্ধুর কাছে শুনেছিলাম, সন্টুর কারবারের কথা। স্বচক্ষে দেখতে বন্ধুকে নিয়ে তাঁর ডেরায় হাজির হওয়া। শর্ত ছিল, সকাল সাড়ে সাতটার মধ্যে যেতে  হবে এবং দু'জনের বেশি যাওয়া যাবে না। আরও বলা হয়েছিল— ডেরায় আধ ঘণ্টার বেশি থাকা যাবে না। 'জিনিস' নিয়ে দরদস্তুরও নিষিদ্ধ। বৃষ্টিভেজা শহর তখন আড়মোড়া ভাঙছে। ঘড়ির কাঁটা ৭টা ছোঁয়ার আগেই সন্টুর 'দুকানে' গিয়ে দেখলাম, দু'টো ট্যাক্সির ডিকিতে বস্তা বোঝাই হচ্ছে। ট্যাক্সি বিদায় করে গুদামের শাটার তুললেন তিনি। কথাবার্তা