২০২২ এর মধ্যে গরিবদের ‘পাক্কা মাকানের’ প্রতিশ্রুতি মোদীর


লখনউ: ২০২২ সালের পর দেশের একজনও গরিব মানুষ গৃহহীন থাকবেন না৷ আগামী চার বছরের মধ্যে তাদের মাথা গোঁজার জায়গা করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শনিবার নবাবি শহর লখনউতে এক অনুষ্ঠানে এসে এমনই প্রতিশ্রুতি দেন তিনি৷ জানান, ২০২২ এর মধ্যে 'পাক্কা মাকান' এর ব্যবস্থা করবে সরকার৷

লখনউতে 'ট্রান্সফর্মিং আরবান ল্যান্ডস্কেপ' শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে আসেন মোদী৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা, অম্রুত ও স্মার্ট সিটি প্রকল্পের তিন বছর পূর্তি উপলক্ষ্যে লখনউয়ে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ প্রধানমন্ত্রী জানান, ২০২২ সালের মধ্যে প্রত্যেকের যাতে নিজস্ব বাড়ি থাকে সেই লক্ষ্যে কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার৷ দেশের বিভিন্ন শহরে গরিবদের জন্য ৫৪ লক্ষ ও গ্রামে এক কোটি বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার৷

দু'দিনের সফরে উত্তরপ্রদেশে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ যোগীর রাজ্যে একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা করেন৷ ৯৯ প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷ এই প্রজেক্টগুলির জন্য কেন্দ্রের খরচ হবে ৩ হাজার ৩৯৭ কোটি টাকা৷