Posts

Showing posts from October 5, 2018

পিসি-ভাইপো দ্বন্দ্ব মেটাতে ‘মধ্যযুগীয়’ নিদান, গাছে বাঁধা শরীরটা দাউদাউ করে জ্বলছে

Image
থানা-পুলিশ পরে হবে। সালিশি সভার নিদানই সব। ফের মাতব্বরদের দাদাগিরি মালদহের হাবিবপুরে। যার জেরে ঘটে গেল নৃশংস ঘটনা। সালিশি সভার নিদানে যুবককে বেঁধে পেটানোর পর আগুন ধরিয়ে দেওয়া হল গায়ে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অর্ধদগ্ধ যুবক এখন হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মালদহের হাবিবপুরের কেন্দপুকুরে জমি নিয়ে পারিবারিক গন্ডগোল পিসি-ভাইপোর মধ্যে। পিসি শ্রীমতী হাঁসদার সঙ্গে ভাইপো মণ্ডল হাঁসদার বিবাদ দীর্ঘদিনের। প্রায়শই তাঁদের মধ্যে বিবাদ লেগে থাকত। ঝগড়া তো হতই, তা থেকে হাতাহাতিও পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু এদিন যা ঘটল, সেই নৃশংসতা অবর্ণনীয়। পিসি-ভাইপোর বিবাদের নিষ্পত্তি ঘটাতে সালিশিসভা ডাকা হয়েছিল। ভাইপোর বিরুদ্ধে গ্রামের মোড়লদের দ্বারস্থ হয়েছিলেন পিসি শ্রীমতী হাঁসদা। সালিশি বসেছিল বৃহস্পতিবার সন্ধ্যায়। উপস্থিত ছিলেন বাদী-বিবাদী উভয়েই। ছিলেন প্রতিবেশীরাও। সমস্ত পক্ষের মত শুনে মোড়লরা রায় দেন পিসির পক্ষে। এ পর্যন্ত ঠিকঠাক ছিল। কিন্তু তারপর যা ঘটল, তা মধ্যযুগীর নৃশংসতাকেও হারমানায়। অভিযুক্ত মণ্ডল হাঁসদার উপর শুরু হয় অত্যাচার। গ্রামের মোড়লরা নিদান দেন, মণ্ডলকে গাছে বেঁধে

পারিবারিক অশান্তিতেই স্ত্রীকে খুন, রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা তৃণমূল কর্মীর

Image
নদীয়ার চাপড়ায় তৃণমূল কর্মীর স্ত্রী খুনের ঘটনায় খারিজ হয়ে গেল শাসকদলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। অভিযোগ, স্ত্রীকে খুন করেছেন স্বামী তাহাজুল শেখ নিজেই। জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে তাহাজুল। খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিস। বৃহস্পতিবার বাড়িতে চড়াও হয়ে তৃণমূল কর্মী তাহাজুল শেখের স্ত্রীকে খুন করে দুষ্কৃতীরা। প্রাথমিকভাবে মনে করা হয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই হামলা ঘটনাটি ঘটেছে। দুষ্কৃতীদের টার্গেট ছিল তাহাজুল। কিন্তু বাড়িতে চড়াও হয়ে তাহাজুলকে না পেয়েই তাঁর স্ত্রী মর্জিনা বিবিকে গুলি করে দুষ্কৃতীরা। রক্তাক্ত শরীরে লুটিয়ে পড়েন মর্জিনা বিবি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খুনের ঘটনায় দলের অন্দরে গোষ্ঠীকোন্দলের দিকেই অভিযোগের আঙুল তোলেন তাহাজুল নিজেও। জানান, দিনকয়েক আগে গ্রাম পঞ্চায়েত প্রধান কে হবে, তা নিয়ে ঝামেলা বাধে। সেসব নিয়ে গ্রামের পরিস্থিত উত্তপ্ত ছিল। বৃহস্পতিবার গ্রামসভা ছিল। সেখানেই আরও বড় গোল বাধে। দাবি করেন, তারপরই তাঁর বাড়ি চড়াও হয় জনা কয়েক দুষ্কৃতী। অপর গোষ্ঠীর কয়েকজনকে বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য তাঁদের বাড়িতে হামলা চালানো হয়। তাঁকে না

প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক বদলিতে নিষেধাজ্ঞা শিক্ষা দফতরের

Image
ইসলামপুর কাণ্ডের জেরে শিক্ষক বদলি নিয়ে কড়া পদক্ষেপ করল রাজ্য শিক্ষা দফতর। আপাতত বাতিল করা হল শিক্ষক বদলির প্রক্রিয়া। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক বদলির উপর জারি করা হল নিষেধাজ্ঞা। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা দফতর স্পষ্ট জানিয়েছে, কারও কোনও বদলির আবেদন আপাতত গ্রাহ্য করা হবে না। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ সংক্রান্ত ইস্যুকে কেন্দ্র করেই ছাত্র বিক্ষোভ মাথাচাড়া দিয়েছিল উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে। পড়ুয়াদের দাবি অমান্য করে উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে উত্তর দিনাজপুরের ইসামপুরের দাড়িভিট স্কুল। ছাত্র-পুলিস সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। কাঁদানে গ্যাস ছোঁড়ে। অভিযোগ, তারপরই গুলি চালায় পুলিস। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশ সরকারের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাপস বর্মণকে। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় তুঙ্গে ওঠে শাসক-বিরোধী তরজা। নিহত ছাত্রদের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে বাম প্রতিনিধি দল। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ-অবরোধ করে বিজেপিও। যদিও পু

শোভনের ডানা ছাঁটলেন মমতা, খোয়ালেন জেলা সভাপতির পদ

Image
দলের অন্দরে বেশকিছু রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল ভবনে অনুষ্ঠিত হয় তৃণমূলের কোর কমিটির বৈঠক। সেই বৈঠকেই দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল শোভন চট্টোপাধ্য়ায়কে। খর্ব করা হল শোভন চট্টোপাধ্যায়ের ক্ষমতা। তাঁর জায়গায় দক্ষিণ ২৪ পরগনা জেলার নতুন সভাপতি হলেন শুভাশিষ চক্রবর্তী। আগে থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলার পর্যবেক্ষকের দায়িত্ব সামলাচ্ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সভাপতির পদ থেকে সরিয়ে শোভন চট্টোপাধ্যায়কেও করা হল পর্যবেক্ষক। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরে বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের দূরত্ব তৈরি হয়েছে। এক সময় এমনটাও শোনা গিয়েছিল, মেয়র শোভন চট্টোপাধ্যায় নাকি তৃণমূল ছেড়ে দেবেন। যদিও বাস্তবে তেমনটা ঘটেনি। কিন্তু সম্পর্কের সুতোর বাঁধন আলগা হয়ে গিয়েছিল বহুদিন-ই। দলীয় বৈঠকে প্রকাশ্যেই শোভন চট্টোপাধ্যায়কে সতর্ক করতে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অবশেষে এদিন তাঁকে সরিয়ে দেওয়া হল জেলা সভাপতির পদ থেকে। এদিন দলীয় স্তরে আরও একটি বদল ঘটিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকের পর দায়িত্ব বাড়ল শুভেন্দু অধ

বিরাট কোহালি ১০০৩ নট-আউট

Image
এই নিয়ে পর পর তিন বার টানা। নিজের নামের পাশে লিখে নিলেন হাজার রান। তা-ও আবার এক ক্যালেন্ডার ইয়ারে। এমন রেকর্ড কোনও ভারতীয় ক্রিকেটারের নেই। একই সঙ্গে এ বছর এখনও বিশ্ব ক্রিকেটে রানের হিসেবে তিনিই শীর্ষে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি তো পেলেনই, সঙ্গে পৌঁছে গেলেন হাজার রানে। তিনি এই বছর এখনও ১০০৩ নট-আউট। এই ক্যালেন্ডার ইয়ারে ন'টি ম্যাচ ও ১৭টি ইনিংস নিলেন হাজারে পৌঁছতে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তাঁর রান ৭১৯। তিনি এই রানে পৌঁছেছেন ১০ টেস্টে। ৯ ম্যাচে ৬৬০ রান নিয়ে তিন নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এডেন মারক্রাম। ভারতীয় ক্রিকেট বোর্ড টুইট করে সেই বার্তা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছেন তাঁর ফ্যানদের কাছে। সেখানে বিসিসিআই লিখেছে, ''তিনি একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি পর পর তিন বছর এক ক্যালেন্ডার ইয়ারে হাজার রান পেরোলেন।'' দ্বিতীয় দ্রুততম ২৪টি টেস্ট সেঞ্চুরির পাশাপাশি এ দিন তিনি খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরি করে ফেললেন। ২৩টি সেঞ্চুরি রয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের। বল বিকৃতি কাণ্ডে আপ

কর্ণকে ছাড়াতে কাঁথি থানায় হুমকি ফোন! বাকি দুষ্কৃতীরা এখনও অধরা

Image
কর্ণকে ছাড়াতে তৎপর দুষ্কৃতীরা। কর্ণ বেরাকে ছাড়তে বলে রীতিমতো হুমকি ফোন এল কাঁথি থানায়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ন'টা নাগাদ, থানার ল্যান্ডলাইনে একটি ফোন আসে। উল্টোদিক থেকে রীতিমতো শাসানো হয় পুলিশকে। সূত্রের খবর, উল্টো দিক থেকে বলে হয়, "কর্ণকে না ছাড়লে থানা জ্বালিয়ে দেওয়া হবে।" বিষয়টি একদম ফাঁকা আওয়াজ হিসাবে দেখছে না পুলিশ। পুলিশ সূত্রে খবর, মোবাইল ফোন থেকে ফোন করা হয়েছিল। ফোনটি কাঁথি শহরের মধ্যেই কোথাও থেকে করা হয়েছিল বলে অনুমান পুলিশের। জেলা পুলিশের আধিকারিকরা নিশ্চিত, আদালত থেকে এ ভাবে পালানোর পরিকল্পনার পেছনে কোনও বড় গ্যাং যুক্ত। কর্ণের জন্য ইতিমধ্যেই অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অন্য দিকে, পুলিশের চিন্তা বাড়িয়েছে কর্ণের সঙ্গে পালানো শেখ মুন্না। বৃহস্পতিবার রাতভর কাঁথি শহর এবং সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। কিন্তু কর্ণের সঙ্গে পালানো শেখ মুন্না বা সুরজিৎ গুড়িয়ার কোনও হদিশ পায়নি পুলিশ। আর সেই কারণেই চিন্তা বেড়েছে পুলিশ কর্তাদের। কারণ কর্ণের মতোই নৃশংসতার জন্য কুখ্যাত মুন্না। সে এক সময়ে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ডাকাতির জন্য কুখ্যাত

শ্বাসরোধ করে মেয়েকে খুন করল বাবা-মা

Image
নাসিক: ফের অনার কিলিং ! দ্বাদশ শ্রেণির ছাত্রীকে প্রথম ওষুধ খাইয়ে অচৈতন্য করে পরে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তার বাবা-মায়ের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে নাসিকে ৷ মেয়েটির তুতো ভাইও এই অপরাধে সাহায্য করেছে বলে জানা গিয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অন্য জাতের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল মেয়েটির ৷ পরিবারের সম্মান রক্ষার জেরেই মেয়েকে খুন করেছে বাবা-মা ৷ খুনের পর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তাড়াহুড়ো করে মেয়ের শেষকৃত্য সম্পন্ন করার চেষ্টা করেছিল তার বাবা-মা ৷ কিন্ত খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে ৷ ঘটনায় মেয়েটির বাবা-মা ও তুতো ভাইকে আটক করেছে পুলিশ ৷ অক্টোবর ১ মেয়েটি তার প্রেমিকের সঙ্গে মালেগাঁও থেকে ভাইরে জন্মদিন পালন করতে গিয়েছিল ৷ বাড়ি ফেরার পর এই নিয়ে বাবা মায়ের সঙ্গে বচসা বাধে ৷ মনে করা হচ্ছে অন্য জাতের ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেননি ৷ সেই জন্যেই এই অনারকিলিং বলে মনে করা হচ্ছে ৷

এক বছর কাটতে না কাটতেই জামিন পেলেন রাম রহিম

Image
জেল যাওয়া সবে একবছর পেরিয়েছে। এরই মধ্যে জামিন পেয়ে গেলেন ডেরা সাচ্চা সৌদার প্রাক্তন প্রধান গুরমিত রাম রহিম। ২০১৭ সালের ২৮ আগস্ট জোড়া ধর্ষণের মামলায় জেলে যেতে হয়েছিল গুরমিত রাম রহিমকে। জেল যাত্রার এক বছর কাটতে না কাটতেই জামিন পেলেন ডেরা প্রধান। তবে, ধর্ষণের মামলায় নয় রাম রহিম জামিন পেলেন নির্বীজকরণ মামলায়। ধর্ষণের পাশাপাশিই রাম রহিমের বিরুদ্ধে ৪০০ অনুগামীর নির্বীজকরণের অভিযোগ উঠেছিল। রাম রহিমের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছিলেন হংসরাজ চৌহান। তাঁর অভিযোগ, ডেরায় প্রায় প্রত্যেক পুরুষ অনুগামীর নির্বীজকরণ করা হতো। রাম রহিমের সাফাই ছিল, নাসবন্দির মাধ্যমেই ঈশ্বরকে পাওয়া যায়। এই বলেই পুরুষ শিষ্যদের এই কাজে বাধ্য করা হত। নেপথ্যের কারণ অবশ্য অন্য। ডেরার ভিতর যেভাবে যৌনচার চলত তার একচ্ছত্র অধিপতি ছিল রাম রহিম। সাধ্বী থেকে শুরু করে অন্যান্য মহিলাদের ভোগের অধিকার ছিল একমাত্র তারই। আর তাই বাকি সমস্ত পুরুষদের পৌরুষত্ব হরণ করে নেওয়া হত। এই অভিযোগ ওঠার পরই আদালতে রাম রহিমের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়। সেই মামলায় গত ২৩ আগস্ট জামিনের আবেদন করেন রাম রহিম । কিন্তু সেবার তার সেই আবেদন খারিজ করে দেয় আদ

সপ্তম বেতন কমিশন মেনে নিলেন মুখ্যমন্ত্রী

Image
নয়াদিল্লিঃ  সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নুন্যতম বেতন বৃদ্ধি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার। যা নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে। এই বিষয়ে কেন্দ্র সিদ্ধান্ত নিলে ৫০ লক্ষ্যের বেশি সরকারি উপকৃত হবে। যদিও মনে করা হচ্ছে পুজোর পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। কারণ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর তার আগেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। যদিও এর মধ্যে একাধিক রাজ্য সপ্তম বেতন কমিশন গঠন থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেই তালিকায় উত্তরপ্রদেশ সরকার সহ একাধিক রাজ্য রয়েছে। যদিও পশ্চিমবঙ্গে এখনও কোনও ব্যবস্থা নেয়নি এই বিষয়ে। যা নিয়ে ক্ষোভ রয়েছে রাজ্য সরকারি কর্মীদের। যদিও প্রতিবেশি রাজ্য ওডিশা সপ্তম বেতন কমিশন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে শিক্ষকদের জন্যে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেছে ওডিশা সরকার। ফলে ব্লক শিক্ষক সবারই বেতন বাড়তে চলেছে। খব শীঘ্রই তা কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি লক্ষাধিক ব্লক শিক্ষক। অন্যদিকে উত্তরপ্রদেশ সরকার তাদের কর্মীদের জন্যে ডিএ ঘোষণা করতে চলেছে। এই মাসেই ডিএ ঘোষণা করা

পুজোয় সরকারি অনুদানে ধাক্কা খেলেন মমতা, জনস্বার্থ মামলার রায়ে স্থগিতাদেশ জারি

Image
দুর্গাপুজোয় পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরোধিতা করে জনস্বার্থ মামলা হয়েছিল হাইকোর্টে। সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি স্থগিতাদেশ জারি করল। মঙ্গলবার পর্যন্ত স্থগিতাদেশ জারি করা হয়েছে। পুজোয় সরকারি অনুদানে স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট, রাজ্যের কাছে হলফনামা দাবি করেছে। সেই হলফনামায় জানতে চাওয়া হয়েছে, রাজ্য কি অন্যান্য পুজো বা উৎসবেও এমন অনুদান দেয়, নাকি দুর্গাপুজোতেই দিচ্ছে। যে পুজো কমিটি আবেদন করবে, সেই কমিটিই কি অনুদান পাওয়ার যোগ্য? মামলা দায়েরের দিন আদালতে উল্লেখ পর্বে জনৈক এক আইনজীবী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, 'কলকাতা হাইকোর্টের নির্দেশ মানছে না রাজ্য সরকার। ধর্মীয় কাজে টাকা দেওয়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তা অমান্য করছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করেই পুজো কমিটিগুলিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত সংবিধান বিরোধী বলে তিনি ব্যাখ্যা করেন। আইনজীবীর দাবি, রাজ্যপালের

FLIPKART থেকে স্মার্টফোন কেনাকাটায় মিলবে বড়সড় ছাড়!

Image
পুজোর মরশুমে অনলাইন কেনাকাটায় বড় সাশ্রয়ের সুযোগ। ক্রেতাদের জন্য লোভনীয় সব অফার নিয়ে হাজির হচ্ছে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart)। আগামী ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ফ্লিপকার্ট-এ চলবে 'বিগ বিলিয়ন ডেজ সেল'। এই সময় প্রায় সব পণ্যের উপরই ক্রেতারা পাবেন বড়সড় ছাড়। আর যাঁরা স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আর ক'টা দিন অপেক্ষা করে যান। কারণ, ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত শাওমি, স্যামসাং, মটোরোলা, আসুস, ভিভো-সহ একাধিক ব্র্যান্ডের স্মার্টফোনেই মিলবে তাক লাগিয়ে দেওয়ার মতো ছাড়! তবে 'বিগ বিলিয়ন ডেজ সেল'-এর প্রথমদিন মোবাইল কিনলে কিন্তু লাভ হবে না। কারণ ডিসকাউন্ট শুরু হবে দ্বিতীয় দিন থেকে। কোন স্মার্টফোনে কত টাকার ছাড় মিলবে, তা ফ্লিপকার্ট এখনও বিস্তারিত ভাবে না জানালেও 'বিগ বিলিয়ন ডেজ সেল'-এর প্রচার থেকে কয়েকটি নির্দিষ্ট ব্র্যান্ডের স্মার্টফোনের দাম জানা গিয়েছে। যেমন, Lenovo K8 Plus-এর দাম ৯,৯৯৯ টাকা। কিন্তু এই সেলে ক্রেতারা অন্তত এক হাজার টাকা ছাড় পাবেন। Redmi Note 5 Pro-এর দাম ১৪,৯৯৯ টাকা। জানা গিয়েছে, আকর্ষণীয় ছাড় মিলবে এই ফোনেও। এ ছাড়াও Moto Z2

বহুক্ষণ ধরে চালু কম্পিউটার থেকেই আগুন মেডিক্যালে, জানাল ফরেন্সিক

Image
কলকাতা মেডিক্যাল কলেজের অগ্নিকাণ্ডের ঘটনায় খোঁজ মিলল আগুনের উত্সের। কম্পিউটার থেকে আগুন লেগেছিল। আর সেই আগুনই ছড়িয়ে পড়েছিল এমসিএইচ বিল্ডিংয়ে। প্রাথমিক তদন্তের পর এমনটাই জানাল ফরেন্সিক দল। বুধবার সকাল আটটা নাগাদ আগুন লাগে এইমসিএইচ বিল্ডিংয়ের নীচে ওষুধের কাউন্টারে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় বিল্ডিংয়ের ভিতরে সব তল মিলিয়ে প্রায় ৪০০ মুমূর্ষু রোগী চিকিত্সাধীন ছিলেন। আগুন লাগার ঘটনায় প্রথম থেকে কারণ নিয়ে ধোঁয়াশা ছড়ায়। কোথা থেকে কীভাবে আগুন লাগল সে সম্পর্কে নিশ্চিত করে প্রথমে কিছুই জানাতে পারেনি দমকল থেকে পুলিস। অগ্নিকাণ্ডের ঘটনার পিছনে নাশকতার হাত রয়েছে কি না, সে সম্ভাবনার কথাও উঠে আসে। অবশেষে সংগ্রহ করা নমুনা পরীক্ষা-নিরীক্ষার পর ফরেন্সিক দল জানাল, সেদিন আগুন লেগেছিল চালু থাকা কম্পিউটার থেকে। কী বলছে ফরেন্সিক রিপোর্ট? বলা হয়েছে, দীর্ঘক্ষণ চালু থাকা কম্পিউটার থেকেই আগুন  লাগে। শর্ট সার্কিট হয়ে প্রথমে কম্পিউটারে আগুন ধরে যায়। তারপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরীক্ষার পর ফরেন্সিক দল আগেই জানিয়েছিল যে ঘরের এসি, সুইচ বোর্ড সবই অক্ষত রয়েছে। এমনকী, ফ্রিজেও আঁচড় লাগেনি। পুড়ে ছাই হয়েছে

অবশেষে বেকসুর খালাস প্রাক্তন টিভি অ্যাঙ্কর সুহেব ইলিয়াসি

Image
প্রাক্তন টিভি অ্যাঙ্কর সুহেব ইলিয়াসি। অবশেষে যাবজ্জীবন বন্দিদশা ঘুচল একসময়ের জনপ্রিয় টিভি অ্যাঙ্কর সুহেব ইলিয়াসির। স্ত্রীকে খুনের অভিযোগের মামলা থেকে অব্যাহতি পেলেন তিনি। ১৮ বছর আগে প্রথম স্ত্রী অঞ্জুকে খুনের মামলায় গত বছর যাবজ্জীবন কারাবাসের সাজা শুনেছিলেন ইলিয়াসি। শুক্রবার সেই মামলায় প্রাক্তন টিভি অ্যাঙ্করকে বেকসুর খালাস করল দিল্লি হাইকোর্ট। প্রথম স্ত্রীকে খুনের অভিযোগে ২০১৭ সালের ২০ ডিসেম্বর ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ইলিয়াসিকে যাবজ্জীবন কারবাসের সাজা শোনায় নিম্ন আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্ট যান ইলিয়াসি। তারই প্রেক্ষিতে বিচারপতি এস মুরলীধর ও বিনোদ গোয়েলের বেঞ্চ এদিন তাঁকে বেকসুর খালাস করে। এদিনের হাইকোর্টের রায় প্রসঙ্গে বিচারপতি মুরলীধর বলেন, ইলিয়াসির বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি। উল্লেখ্য, খুনের ঘটনাকে আত্মহত্যা হিসেবে দেখানোর অভিযোগেও দায়ের করা হয় ইলিয়াসির বিরুদ্ধে। এতেই শেষ নয়, ওই মামলায় ইলিয়াসিকে ২ লক্ষ টাকার জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে তাঁর প্রথম স্ত্রীর বাবা-মা'কে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেয় আদালত। ২০০০ সালের ১১ জানুয়ারি ছুরির আঘাত

রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক এস-৪০০ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল ভারত

Image
প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও একটু মজবুত করে ফেলল ভারত। শুক্রবার রাজধানীর হায়দরাবাদ হাউসে রাশিয়ার সঙ্গে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি স্বাক্ষর করে ফেলল ভারত। পুতিনের দেশের সঙ্গে নয়াদিল্লির এই ধরনের সামরিক চুক্তি ট্রাম্প প্রশাসনকে চরম অস্বস্তিতে ফেলে দিল। কারণ, ভারত দীর্ঘদিন থেকে দৌত্য চালালেও এ ব্যাপারে নিষেধাজ্ঞা থেকে নয়াদিল্লিকে ছাড় দেওয়া হবে না বলে আগেই সতর্ক করেছিল ট্রাম্প প্রশাসন। তা সত্ত্বেও মার্কিন হুমকিকে অগ্রাহ্য করে ৫০০ কোটি ডলারের এই চুক্তি করে কিছুটা ভারতীয় উপমহাদেশে খানিকাট সুবিধাজনক অবস্থায় পৌঁছল নয়াদিল্লি। এ দিন প্রতিরক্ষা-সহ ২০টি বিষয়ে চুক্তি করেছে ভারত। পুতিন ছাডা়ও চুক্তির সময় উপস্থিত ছিলেন রুশ উপ-প্রধানমন্ত্রী ইউরি বোরিসোভ, বিদেশমন্ত্রী সের্জেই লাভরোভ, শিল্প-বাণিজ্য মন্ত্রী ডেনিস মান্তুরোভ। বৃহস্পতিবার রাতেই দিল্লি পৌঁছন ভ্লাদিমির। তাঁকে স্বাগত জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ৭ লোককল্যাণ মার্গে গিয়ে বৈঠক করেন পুতিন। তার পরে সেখানেই নৈশভোজের টেবিলে একান্তে কথাবার্তা হয় দু'জনের। রাশিয়ার নোভোসিবিরস্ক শহরে একটি ইন্ডিয়

নোবেল শান্তি পেলেন মুকওয়েজে ও নাদিয়া

Image
স্টকহোম:  ঘোষিত হল নোবেল শান্তি পুরস্কার ।যৌন নিপীড়নকে যুদ্ধের হাতিয়ার করার প্রচেষ্টা বন্ধে নিরলস প্রচেষ্টার জন্য যুগ্মভাবে পুরস্কার পেলেন ডেনিস মুকওয়েজে ও নাদিয়া মুরাদ । পেশায় চিকিৎসক মুকওয়েজে কঙ্গো প্রজাতন্ত্রের বাসিন্দা । জীবনের বেশিরভাগ সময়ই যৌন নির্যাতনের শিকার হয়েছেন যারা তাঁদের চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন । যুদ্ধ নিপীড়িত কঙ্গোর বিভিন্ন প্রান্তে তিনি ও তাঁর চিকিৎসক দলকে নিয়ে নিরন্তরভাবে কাজ চালিয়ে গিয়েছেন মুকওয়েজে । অন্যদিকে নাদিয়া হলেন ৩,০০০ ইয়াজিদী তরুণীদের একজন যাদের অপহরণ করে দিনের পর দিন নির্মম ভাবে যৌন নিপীড়ন চালিয়েছে ইসলামিক স্টেটের জঙ্গিরা । ইসলামিক স্টেট ধারাবাহিক ভাবেই ধর্ষণ ও যৌন নির্যাতনকে হাতিয়ার করে থাকে ভীতি সঞ্চারের জন্য । ইয়াজিদী সহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমাগত যৌন অত্যাচার চালিয়েছে ইসলামিক স্টেট বাহিনী। গণধর্ষণ ও ধারাবাহিক যৌন অত্যাচারের বিরুদ্ধেই দুজনেই সরব হয়েছেন । এই সমস্যা রুখতে কোনওরকম উদ্যোগ নেয়নি কঙ্গো সরকার, এই অভিযোগও তুলেছিলেন মুকওয়েজে । যুদ্ধ পীড়িত এলাকায় মহিলাদের উপর শারীরিক অত্যাচার বন্ধে তাঁর অনবদ্য অবদানের জন্য এবছর নোবেল শান্তি প

আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ করার পথে রাজ্য

Image
কলকাতা: উচ্চ প্রাথমিকে আরও প্রায় সাত হাজার বাড়তি পদ মঞ্জুর হতে চলেছে। বিকাশ ভবন সূত্রের খবর, ১০ অক্টোবর মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে তা পাশ হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থদপ্তরের সম্মতি পেয়ে শিক্ষা দপ্তর ইতিমধ্যেই সেই ফাইল চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছে নবান্নে। জানা গিয়েছে, মূলত নতুন (নিউ সেটআপ) স্কুলগুলির জন্যই এই বাড়তি শিক্ষক পদ তৈরি করা হচ্ছে। প্রায় ৬৫০০ জন বাংলাভাষী শিক্ষক, ২০০ জন সাঁওতালি শিক্ষক এবং আরও কিছু অন্য ভাষাভাষীর শিক্ষক পদ সৃষ্টি করা হচ্ছে। এই স্তরে সরকার একলপ্তে এত শূন্যপদ সৃষ্টির উদ্যোগ আগে কখনও নেয়নি। শিক্ষামহলের মতে, বাড়তি সাত হাজার শিক্ষক পদ মঞ্জুর মুখের কথা নয়। সাধারণভাবে সৃষ্টি হওয়া শূন্যপদের সঙ্গে এগুলি যোগ হবে। ফলে মোট শূন্যপদের সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এর আগে স্কুলস্তরে শেষবার বাড়তি পদ অনুমোদন হয়েছিল ২০১২ সালে। তখন উচ্চমাধ্যমিক স্তরে তিনটি করে পদ দেওয়া হয়। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রায় ৫০০০ নিউ সেটআপ স্কুল তৈরি হয়েছে। কিন্তু সেগুলির জন্য বাড়তি শিক্ষক দেওয়া তো দূরের কথা, সাধারণ স্কুলগুলির জন্যই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থ

মোবাইল কানে ব্যস্ত চালক, বারণ করায় গায়িকা কে ধর্ষণের হুমকি।

Image
কানে মোবাইল নিয়ে গাড়ি চালানোর প্রতিবাদ করেছিলেন গায়িকা। রাস্তার উপরই গায়িকাকে হুমকি দিল অ্যাপক্যাব চালক। গায়িকার অভিযোগ, তাঁকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়। রাতেই তিনি দক্ষিণ কলকাতার পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে ওই অ্যাপক্যাব চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযোগে গায়িকা জানিয়েছেন যে, রাতে তিনি মাকে নিয়ে অ্যাপক্যাবে করে বাড়ি ফিরছিলেন। চালক এক হাতে গাড়ি চালাচ্ছিল। অন্য হাতে মোবাইল নিয়ে ফোনে কথা বলছিল। প্রথমে গায়িকার মা তাঁকে বারণ করেন। কর্ণপাত করেনি চালক। এর পর গায়িকা তাঁকে বলেন এভাবে গাড়ি না চালাতে। গালিগালাজ শুরু করে চালক। গায়িকা প্রতিবাদ করে ওঠেন। চালক তাঁকে হুমকি দেয়। অশ্লীল কথাও বলে। তাঁকে দুর্ঘটনা ঘটিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। জানা গিয়েছে, এরপরই ওই গায়িকা চালকের কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নেন। মাকে নিয়ে অন্য একটি গাড়ি করে পাটুলি থানায় যান। ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাড়ি ও চালককে থানায় নিয়ে আসে। গায়িকা পাটুলি থানায় চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে গায়িকা সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানান। এর আগেও শহরে বহু অ্যাপক্

ছুটির উপহার তো মিলেছেই, রাজ্যবাসীর জন্যও ‘কল্পতরু’ হলেন মমতা, পরিষেবা পাঁচ লক্ষের

Image
একটার পর একটা ঘোষণা। আর ঘোষণা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের, কথা তিনি রাখবেনই। রাজ্যবাসী পাবেনই সেই পরিষেবা। পুজোর আগে রাজ্যবাসীর জন্য তাই ভুরি ভুরি উপহার। সরকারি কর্মচারীরা যেমন একটানা ১৫দিন ছুটি পাচ্ছেন, রাজ্যবাসীর জন্য পাঁচ লক্ষের পরিষেবা প্রদান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যবিমা পাঁচ লক্ষে পুজোর আগে মুখ্যমন্ত্রীর ঘোষণায় এক লাফে স্বাস্থ্যবিমা বেড়ে দাঁড়াল পাঁচ লক্ষে। দেড় লক্ষের স্বাস্থ্য বিমা বেড়ে পাঁচ লক্ষ টাকা দাঁড়ানোয় স্বভাবতই খুশি উপভোক্তারা। রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে এতদিন দেড় লক্ষ টাকা করে স্বাস্থ্যবিমা মিলত। এবার থেকে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা মিলবে। রাজ্যের কয়েক লক্ষ মানুষ এই সুবিধা পাবেন।     অর্থাভাব মিটবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা এক লাফে তিনগুণের বেশি বাড়িয়ে দেওয়ার উপভোক্তারা এখন থেকে বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করাতে পারবেন। আগে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে বিমার টাকার বাইরে গাঁটের কড়ি খরচ করতে হত। ফলে সমস্যায় পড়তেন মানুষজন। সরকার হাসপাতালে ছাড়া ওই টাকার মধ্যে চিকিৎসা মিলত না। এখন সেই অসুবিধা দূর হল। মোদীকে বার্তা মমতার কেন্দ্রের বিজেপি স

শাসকদলে গোষ্ঠীদ্বন্দ্ব, টার্গেট ছিল স্বামী, না পেয়ে খুন স্ত্রী-কেই

Image
নদিয়ার চাপড়ায় বাড়িতে ঢুকে মহিলাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। স্বামীকে না পেয়ে দুষ্কৃতীরা স্ত্রীকে গুলি করে বলে অনুমান পলিসের। এই খুনের পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে অভিযোগ। বোর্ড গড়ার সময়সীমা পার। তবুও সংঘর্ষ থামছে না। শাসকদলের গোষ্ঠীসংঘর্ষে প্রাণ গেল এবার এক মহিলার। নদিয়ার চাপড়ার হাতিশালার বাসিন্দা তাহাজুল শেখ। স্ত্রী মর্জিনা বিবি ও মা ছবি বিবি নিয়ে সংসার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে গ্রাম পঞ্চায়েত প্রধান কে হবে, তা নিয়ে ঝামেলা বাধে। সেসব নিয়ে গ্রামের পরিস্থিত উত্তপ্ত ছিল। বৃহস্পতিবার ছিল গ্রামসভা। সেখানেই আরও বড় গোল বাধে। তারপরই তাহাজুলের বাড়ি চড়াও হয় জনা কয়েক দুষ্কৃতী। তাঁকে না পেয়ে স্ত্রীকে গুলি করে খুন করে। কিন্তু, কেন এভাবে মর্জিনা বিবিকে খুন করল দুষ্কৃতীরা? তাহাজুলের দাবি শাসকদলের কোন্দল চলছিল। অপর গোষ্ঠীর কয়েকজনকে বাড়িতে আশ্রয় দেওয়ার জন্যই হামলা চালানো হয় তাঁদের বাড়িতে। যদিও একথা মানতে রাজি নন তৃণমূলের ব্লক সভাপতি। গোটা বিষয়টি ব্যক্তিগত বচসার পরিণাম বলছেন তিনি।

গঙ্গায় নেমে আগমনীর শুট করতে গিয়েই তলিয়ে গেল ২ ছাত্র

Image
ইউটিউবের জন্য আগমনির শুট করতে গিয়ে বিপত্তি। জোয়ারের টানে গঙ্গায় তলিয়ে গেল দুই বন্ধু। সকালে একজনের দেহ উদ্ধার। এখনও নিখোঁজ এক।  বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে কাশীপুরের সর্বমঙ্গলা ঘাটে। নিজেরাই একটা শর্ট ফিল্ম বানাতে চেয়েছিলেন রাহুল মণ্ডল, আর্য কর সহ চার কিশোর।  চারবন্ধু মিলে গঙ্গার ঘাটে ছবি তুলতে গিয়ে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দুই ছাত্র জলে নেমে স্নান করছিল।  মোবাইলে স্নানের দৃশ্য তুলতে থাকে বাকি দুজন। আশপাশে যাঁরা ছিলেন, তাঁরা ওই দুই ছাত্রকে  পাড় থেকে বেশি দূরে যেতে বারণ করেন। কিন্তু তারা শুনতে পায়নি।  হঠাত্ই ঢেউয়ে ছিটকে পড়ে তারা।    পাড়ে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন চেষ্টা করলেও জলের তোড়ে অনেক দূরে চলে যায় ওই দুই কিশোর। খবর দেওয়া হয় পুলিশে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দু'‌জনের দেহের সন্ধান শুরু করে। রাহুলের দেহ উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু এখনও নিখোঁজ আর্য কর নামে আরও এক কিশোর।  পরিবারের অভিযোগ, পুলিসের টালবাহানর উদ্ধারকাজ শুরু করতেই দেরি হয়।

যুবককে বেধড়ক মেরে পুড়িয়ে দেওয়ার নিদান মোড়লদের!

Image
ফের সালিশি সভায় মাতব্বরদের দাদাগিরি। এক যুবককে পুড়িয়ে মারার নিদান মোড়লদের। নিদান মেনে যুবককে বেধড়ক মারধর করে গায়ে আগুন লাগিয়ে দেয় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মালদার হাবিবপুরের কেন্দপুকুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক জমি নিয়ে হবিবপুরের কেন্দপুকুর গ্রামের বাসিন্দা মণ্ডল হাঁসদার সঙ্গে  তাঁর পিসি শ্রীমতি হাঁসদার বিবাদ দীর্ঘদিনের।  একাধিকবার এই নিয়ে দুজনের ঝগড়া হয়।  সম্প্রতি তা চরমে ওঠে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় গ্রামের মোড়লদের দ্বারস্থ হন শ্রীমতি হাঁসদা। নির্দিষ্ট দিনে গ্রামের সালিশি সভা  ডাকা হয়। বৃহস্পতিবার ছিল সেই দিন। পিসি-ভাইপোর ঝামেলা মেটাতে বৃহস্পতিবার সন্ধ্যায় সালিশি বসে গ্রামে। উপস্থিত ছিলেন শ্রীমতি ও মণ্ডলের প্রতিবেশীরাও। সব কিছু শুনে গ্রামের মোড়লরা পিসি শ্রীমতির পক্ষে রায় দেন। কিন্তু এখানেই শেষ নয়। রায় ঘোষণার পর মণ্ডল হাঁসদার ওপর শুরু হয় অত্যাচার। গ্রামের মোড়লরা নিদান দেন, গাছে বেঁধে মণ্ডলকে পিটিয়ে আগুন ধরিয়ে দিতে।  গ্রামের মোড়লদের কথা মুখ থেকে বেরোতেই মণ্ডলের ওপর চড়াও হন বেশ কয়েকজন।  তাঁকে বেধড়ক মারধর করা হয়। এরপর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়

বাড়ি ঢুকে মা-মেয়েকে গণধর্ষণ পুলিসকর্মীদের, দরজায় দাঁড়িয়ে 'মজা দেখল' মোড়লরা

Image
নারকীয় নির্যাতনের শিকার হল মা ও মেয়ে। বাড়িতে ঢুকে ১৮ জন মিলে গণধর্ষণ করল মা ও মেয়েকে। অভিযুক্তদের মধ্যে ৭ জনই আবার পুলিসকর্মী। জঘন্য, ঘৃণ্য এই ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। এই খবর সামনে আসতেই তোলপাড় শুরু হয়ে গেছে দেশজুড়ে। রক্ষকই হয়ে উঠল ভক্ষক। গণধর্ষণে জড়িয়ে খোদ পুলিসকর্মী। তারমধ্যে মূল অভিযুক্ত একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেকটর পদমর্যাদার একজন অফিসার। গণধর্ষণের ঘটনায় তদন্তে নেমে মাথা হেঁট হয়ে গেছে পুলিসেরই। জানা গিয়েছে, গত মাসে গণধর্ষণের ঘটনাটি ঘটে। বাড়িতে ঢুকে মা ও নাবালিকা মেয়েকে গণধর্ষণ করে ১৮ জন। নির্যাতনের পরই মেয়েকে নিয়ে পুলিসের দ্বারস্থ হন মা। ঘটনার তদন্তে নেমে উঠে আসে একের পর এক নাম। দেখা যায়, অভিযুক্ত ১৮ জনের মধ্যে ৭ জনই পুলিসকর্মী। মূল অভিযুক্ত একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফিসার ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন কনস্টেবল, হেড কনস্টেবল। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে সকল অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিস। বাকি অভিযুক্তদের মধ্যে রয়েছেন গ্রামের প্রাক্তন মোড়ল ও অন্যান্যরা। অভিযোগ, ঘটনার সময় তাঁরা সবাই দরজায় দাঁড়িয়ে 'মজা' দেখছিল! এমনকি আরও নির্যাতন করার জন্য 'উত্

সই করতে পারছেন না প্রধান শিক্ষক, অর্থ সংকটে স্কুল

Image
মালদা : অসুস্থ তাই স্কুলের গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করতে পারছেন না বাস্তুহারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনৎ কুমার সাহা। ফলে অচল হয়ে পড়েছে স্কুলের বিভিন্ন পরিষেবা। পড়ুয়াদের স্কুলের পোশাক, মিড ডে মিল, অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন আটকে রয়েছে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে বাকি শিক্ষকদের। মালদা শহরের উমেশচন্দ্র বাস্তুহারা উচ্চ বিদ্যালয় বাঁশবাড়ি স্কুল নামেও পরিচিত। বর্তমানে স্কুলটির দায়িত্বে রয়েছেন সনৎকুমার সাহা। দু'বছর আগে তিনি পারকিনসনস রোগের শিকার হন। চিকিৎসার পরেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। এমনটাই দাবি স্কুলের অন্য শিক্ষকদের। চলতি বছরের জানুয়ারি থেকে তিনি মেডিকেল লিভে রয়েছেন। সম্প্রতি তিনি এক ডাক্তারের থেকে ফিট সার্টিফিকেট নিয়ে স্কুলে যোগদান করতে আসেন। কিন্তু অফিসের ফাইলপত্রে স্বাক্ষর না করতে পারায় ফের ছুটিতে চলে যান।  সনৎবাবু স্কুলের বিভিন্ন ফাইলে সই করতে না পারায় একাধিক সমস্যায় পড়েছে বাঁশবাড়ি স্কুল। ব্যাঙ্কের চেকে তাঁর স্বাক্ষর না মেলায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ টাকা আটকে দিয়েছে। গত এক বছর ধরে পড়ুয়াদের পোশাক বিতরণ হয়নি, মাঝেমধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে মিড ডে মিল। এমনক

আলিপুরদুয়ারে ঘুরতে এসে দুর্ঘটনায় মৃত্যু নিউজ়িল্যান্ডের নাগরিকের

Image
মাইকেল হ্যান্ডসর       আলিপুরদুয়ার : ভারতে বেড়াতে এসে মৃত্যু হল নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের বাসিন্দা শন মাইকেল হ্যান্ডসর(৫০)-এর। আলিপুরদুয়ারের বীরপাড়ার কাছে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রের খবর, আপাতত হ্যান্ডসরের মৃতদেহ আলিপুরদুয়ার মর্গেই রাখা হবে। ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের তরফে নিউজ়িল্যান্ড দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।  ২৯ সেপ্টেম্বর নিউজ়িল্যান্ড থেকে হ্যান্ডসর ও তাঁর বন্ধু জেফ ইভান দিল্লিতে পৌঁছান। ৩০ তারিখ পঙ্কজ সিং এবং বিবেক চৌধুরির সঙ্গে চারটি মোটর বাইক ভাড়া করে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন। গ্যাংটক সফর শেষে সেবক হয়ে ৩১ সি জাতীয় সড়ক ধরে অসমের কাজিরাঙ্গার উদ্দেশে রওনা দেন। ৩ তারিখ বিকেল নাগাদ আলিপুরদুয়ারের বীরপড়ায় রাত কাটানোর জন্য হোটেল খোঁজ করছিলেন। হোটেল খোঁজার সময়ই হাসিমারার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে হ্যান্ডসরের মোটর সাইকেলে।  জখম হ্যান্ডসরকে স্থানীয়দের সাহায্যে বীরপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে বীরপাড়া এথেলবা

কলার ভেলায় করে স্কুলে যায় ওরা

Image
গুয়াহাটি: পিঠে ব্যাগ, হাতে টিফিন বক্স, জলের বোতল। অন্যদের মতো নির্দিষ্ট সময়ে স্কুলে যায় ওরা। কিন্তু, স্কুলবাস বা পুলকারে করে নয়। তাদের যেতে হয় নদী পেরিয়ে। কিন্তু, নেই ব্রিজ। নেই নৌকার ব্যবস্থাও। তাই কলার ভেলায় করে স্কুলে যেতে হয় অসমের দারং জেলার ডালগাঁয়ের পড়ুয়াদের। সম্প্রতি একটি ভিডিয়ো সামনে এসেছে। তাতে দেখা গেছে, প্রথমে ভেলাটিকে জলে ভাসিয়ে দেওয়া হয়। তার উপর একে একে দাঁড়িয়ে পড়ে পড়ুয়ারা। আর একগলা জলে ডুবে সেগুলিকে ভাসিয়ে নিয়ে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। আবার ভেলায় জায়গায় না হলে বাবা বা মায়ের কাঁধই ভরসা।  এর আগেও অসমের বিশ্বনাথ জেলার একটি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের অ্যালুমিনিয়ামের গামলায় করে নদী পেরিয়ে স্কুলে যাওয়ার ছবি সামনে এসেছিল। একথা জানার পর ওই স্কুলের এক শিক্ষক বলেন, "গামলায় চেপে পড়ুয়াদের জীবনের ঝুঁকি নিয়ে স্কুল যাওয়াটা সত্যিই খুব চিন্তার। আসলে ওই এলাকায় কোনও ব্রিজ নেই।"

দিঘার কাছেই মাত্র ৬ ঘণ্টা জেগে থাকে এই রহস্যময় দ্বীপ

Image
দু' এক দিনের ফুসরত মিললেই সকলে কম বেশি হাজির হই সমুদ্র সৈকতে৷ আর কাছেই যখন সেই উপভোগ পাওয়া যায় তাহলে দূরে যাওয়াই বা কেন? ঠিকই ধরেছেন! দিঘার কথাই বলা হচ্ছে৷ দিঘা তো সকলেই যায়৷ ভিড় বাড়লে তালসারিও যায় অনেকে৷ তবে এবার একটু বেপথু হয়ে বিচিত্রপুর চলে যান! নামের মধ্যেই তো অ্যাডভেঞ্চারের গন্ধ মিশে রয়েছে৷ বিচিত্রপুর, দিঘার খুব কাছাকাছি এই এলাকা৷ আবার তালসারির গা ঘেঁষা শহরও বলা যায়৷ যারা উইকেন্ড ফ্রিক আউট ম্যানিয়াক ধরনের মানুষ তাদের জন্য বিচিত্রপুর এক আদর্শ জায়গা৷ তবে যাবেন কিভাবে? তা তো জানা নেই৷ প্রথমে উদয়পুর পেরিয়ে বাংলার সীমানা ছাড়িয়ে চন্দনেশ্বর মন্দিরের পাশ দিয়ে সোজা নেমে যান তালসারিতে৷ তবে সেখানে গেলেই মিলবে না বিচিত্রপুরের ছোঁয়া৷ পাবেন না ছায়া ঘেরা ছোট্ট পান্থশালা৷ চারিদিকে চোখ বোলালে দেখতে পাবেন বেশ কয়েকটি স্টার রিসর্ট৷ তবে সেখানে থাকতে চাইলে অবশ্যই আগে বুকিং করে যাবেন৷ তা নাহলে আপনাকে হয়তো রাস্তাতেই দিন কাটাতে হতে পারে৷ আর যদিও বা শিঁকে ছিড়ে আপনি ঘর পেয়ে যান সেই ঘর ভাড়া ৩০০০ টাকা থেকে শুরু৷ তবে এখানের একটি বিশেষত্ব রয়েছে৷ প্রতিটি রিসর্টে আপনি নারকেল গাছ পাবেন৷ এমনকি ব

যুদ্ধের থেকেও বেশি মানুষ মারা যান আত্মহত্যায় : গবেষণা

Image
নয়াদিল্লি: মারণ রোগের মতই বেড়েছে আত্মহত্যার প্রবণতা৷ প্রত্যেক ৪০ সেকেন্ডে এটি কেড়ে নেয় এক মানুষের প্রাণ৷ এমনটাই জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণার তথ্য৷ প্রত্যেক বছর প্রায় ৮,০০,০০০ মানুষ আত্মহত্যা করেন৷ আরও একটি আশ্চর্যের বিষয় যুদ্ধক্ষেত্রের প্রায় দ্বিগুণ পরিমান মানুষ মারা যান সুইসাইডে৷ গবেষণার তথ্য অনুযায়ী, সারা পৃথিবীতে সন্ত্রাস, যুদ্ধ, বিদ্ধেসের কারণে প্রচুর মানুষ নিহত হন৷ কিন্তু, তার থেকেও বেশি মানুষ আত্মহত্যার কারণে মারা যান৷ তথ্য অনুযায়ী, ২০১৬ সালে আত্মহত্যা করেছিল ৮১৭,১৪৮ জন৷ অন্যদিকে, সন্ত্রাস ও বিবিদ কারণে মৃতের সংখ্যা ৩৯০,৭৯৪ জন৷ বিশ্ব জুড়ে আত্মহত্যার সংখ্যাতে রয়েছে যথেষ্ট ভিন্নতা৷ ভারত, ইউকে, ইউএসের মত দেশগুলিতে আত্মহত্যার সংখ্যা ছিল চোখে পড়ার মত৷ ২০১৫ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর(এনসিআরবি) রির্পোট অনুযায়ী, ভারতে ১.৩৩ লক্ষ মানুষ সুইসাইড করেছিল৷ যাদের মধ্যে আবার ৪২,০৮৮ জন মহিলা৷ আত্মহত্যা বিষয়টিই ভীষণ জটিল৷ হতাশা, আঘাত, অতিরিক্ত চাপ ইত্যাদি বিষয়গুলির মিলিত প্রভাব সুইসাইডের প্রবণতাকে বাড়িয়ে তোলে৷ সুইসাইডের এই তথ্য অনেকটা অ্যালার্মের মত৷ বেশ

মেয়ের বিয়ে দিতে নিজের কিডনি বেচতে চাইছেন অসহায় মা

Image
গোরক্ষপুর: সন্তানের ভালো চেয়ে বাবা-মা কী না করেন৷ সন্তানের মুখে হাসি ফোটাতে সবটুকু দিয়ে দিতে পারেন তাঁরা৷ যেমন উত্তরপ্রদেশের বিচ্ছিয়ার বীনা শ্রীবাস্তব৷ মেয়ের বিয়ে দিয়ে হাসিমুখটা দেখবেন বলে নিজের কিডনি বিক্রি করতেও প্রস্তুত৷ কিডনি কীভাবে বিক্রি হয়, তা বেঁচে কত টাকাই বা আসে কিছুই জানেন না বীনাদেবী৷ শুধু শুনেছে কিডনি বিক্রি করতে পারলে যে টাকা হাতে আসবে তাতে হেসেখেলে মেয়ের বিয়েটা দিয়ে দিতে পারবেন৷ বীনাদেবীর মেয়ের বিয়ে ঠিক হয়েছে আগামী ২৩ নভেম্বর৷ বিয়ের দিন পাকা হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন৷ মেয়ের বিয়ের সাহায্য চেয়ে দোরে দোরে ঘুরেছেন৷ কিন্তু কোনও সহৃদয় ব্যক্তিই এগিয়ে আসেননি৷ কিন্তু এবার তো আর হাতে সময় নেই৷ দিশেহারা বীনাদেবী তাই সিদ্ধান্ত নিয়েছেন নিজের কিডনি বিক্রি করেই বিয়ে দেবেন মেয়ের৷ ১৯৯৫ সালে বিচ্ছিয়ার সচ্চিদানন্দ শ্রীবাস্তবের সঙ্গে বিয়ে হয় বিহারের মুজফ্ফরপুরের বীনাদেবীর৷ সচ্চিদানন্দবাবুর প্রথম পক্ষের স্ত্রী দুই ছেলেকে রেখে মারা যান৷ তারপরই বিয়ে করেন বীনাদেবীকে৷ কিন্তু বিয়ের পর বীনাদেবী মেয়ের জন্ম দিলে সংসারে অ

সালিশী সভায় দাদার হাতের আঙ্গুল কামড়ে নিল ভাই

Image
জয়নগর: বাবার সম্পত্তি ভাগাভাগী নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে গন্ডগোল চলছিলো। সেই গন্ডগোল এতটাই চরমে ওঠে যে তা মেটাতে এলাকার মাতব্বরদের সালিশী সভা ডাকতে হয়। আর সেই সালিশী সভায় সকলের সামনেই দাদার উপর চড়াও হয়ে মারধরের পাশাপাশি তার আঙ্গুল কামড়ে কেটে নেয় ভাই। স্বামীকে বাঁচাতে স্ত্রী এগিয়ে এলে তাকে ও বেধড়ক মার খেতে হয় দেওরের হাতে। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত গড়দেওয়ানী গ্রাম পঞ্চায়েতের চুনারপুকুর গ্রামেI এই ঘটনায় জয়নগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই গ্রামের বাসিন্দা আব্দুল অদুত ও আব্দুল আলিমের মধ্যে দীর্ঘদিন ধরেই পৈতৃক সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিবাদ ছিলো। ঘটনার জেরে মাঝে মধ্যেই দুই ভাইএর পরিবারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও হতো। এই নিয়ে গ্রামের মধ্যে দুই ভাইয়ের বিবাদ চরম পর্যায়ে পৌঁছালে, স্থানীয় মসজিদে দুই পক্ষকে নিয়ে বুধবার সালিসী সভায় বসেন ঐ এলাকার পঞ্চায়েত সদস্য সহ এলাকার কয়েকজন মাতব্বর মানুষরা। অভিযোগ উঠেছে, সালিশী সভা চলাকালীন দুই ভাইয়ের মধ্যে বচসা চলতে চলতে হঠাৎই ছোট ভাই আব্দুল আলিম তার দাদা আব্দুল অদুতের উপর ঝ

১০ বছরের রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে বুধবার, পারদ এখনও উর্দ্ধমুখী

Image
পুজো শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। পুজোর কেনাকাটা সারতে এখন ভিড়ে ঠাসাঠাসি কলকাতার রাস্তাঘাট। শহরের রাস্তায় গাড়ির গতিও তাই এখন অনেকটাই কমে এসেছে। কিন্তু পুজোর মরসুমেও প্রচণ্ড গরমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা আম জনতার। অক্টোবর মাস শুরু হয়ে গেলেও তাপমাত্রা যেন কমতেই চাইছে না! আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গত পরশু, ৩ অক্টোবরের তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের বিগত দশ বছরের হিসেবে চোখ বুলিয়ে যে তথ্য সামনে এসেছে, তা দেখে চোখ কপালে উঠেছে আবহাওয়াবীদ থেকে আম জনতার। হিসেব বলছে, গত বুধবার ছিল বিগত দশ বছরের তাপমাত্রায় নিরিখে সর্বোচ্চ। এই মুহূর্তে আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিচ্ছে, তা এই মুহূর্তে স্বস্তির কোনও বার্তা নেই। এই মুহূর্তে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শরতের বাতাসে যেন আগুন ঝরে পড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারের তাপমাত্রাও ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছোঁয়ার কথা যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। পুজোর মুখে উর্দ্ধমুখী এই তাপমাত্রাই দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্যবাসীর কপালে। শরতের তাপমাত্রা এখন বৈশাখের গরমকেও হার মানাচ্ছে।

সকালে জঙ্গি-জওয়ান গুলির লড়াইতে উত্তপ্ত বাংলাদেশ

Image
চট্টগ্রাম: সাত সকালেই শুরু হল গুলির লড়াই। যার কারণে উত্তপ্ত হয়ে উঠল বাংলার মাটি। ঘটনাটি মাস্টারদা'র শহর চট্টগ্রামের। বাংলাদেশের পূর্বে অবস্থিত চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে দুই পক্ষের গুলির লড়াই। জানা গিয়েছে এ দিন সকালেই জঙ্গি ডেরায় হামলা চালায় বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ফোর্স। আত্মরক্ষার্থে পালটা জবাব দেয় জঙ্গিরা। এই পালটা গুলির লড়াইতে উত্তপ্ত হয়ে ওঠে জোরারগঞ্জ এলাকা। জোরারগঞ্জ এলাকার একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পায় গোয়েন্দারা। সেই কারণে শুক্রবার সকালেই ওই বাড়িতে হামলা চালায় র‍্যাফ। তবে হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। চলতি বছরেই বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার আশংকা করেছিল গোয়েন্দারা। সেই কারণেই সমগ্র দেশ জুড়ে শুরু হয়েছিল কড়া নজরদারি। জঙ্গিদের খোঁজে বিভিন্ন জায়গায় নিযুক্ত করা হয়েছিল সোর্স। সেই সূত্র মারফত খবর পেতেই আসরে নামে র‍্যাফ।

চাদর, বালিশ নিয়ে চম্পট যাত্রীদের, রেলের ক্ষতি ৩ কোটি

Image
দিল্লি : চুরির ঠেলায় নাভিশ্বাস উঠেছে ভারতীয় রেলের। তোয়ালে, বিছানার চাদর, বালিশের কভার থেকে কম্বল কিচ্ছু রাখার জো টুকু নেই। বেমালুম হাপিস হয়ে যাচ্ছে। ২০১৭-১৮ অর্থবর্ষে রেলের প্রায় ২.৯৭ কোটি টাকার চাদর, বালিশ ইত্যাদি চুরি হয়েছে। এমনকী বাদ পড়েনি ট্রেনের শৌচাগারের কল, মগ, ফ্ল্যাশের পাইপও। রেলের পরিষেবা নিয়ে গলা ফাটাতে দেখা যায় অনেক যাত্রীকে। নিন্দা-মন্দ করার লোকের অভাব হয় না। কিন্তু, সেই যাত্রীদের একাংশই চুরি বিদ্যা মহা বিদ্যা আপ্তবাক্যকে শিরোধার্য করে রেলের কোটি কোটি টাকার সম্পত্তি চুরি করছে প্রতিবছর। আর তার জেরে ব্যাহত হচ্ছে রেলের পরিষেবাই।  দূরপাল্লার ট্রেনগুলির বাতানুকূল কামরা থেকে উধাও হয়ে যাচ্ছে একের পর সামগ্রী। তার তালিকাটাও দীর্ঘ। চুরির তালিকা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।  পশ্চিম রেলের তরফে একটি তথ্য প্রকাশিত হয়েছে। সেই অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবর্ষে ওই জ়োনের দূরপাল্লার ট্রেনগুলি থেকে ১ লাখ ৯৫ হাজার তোয়ালে, ৮১ হাজার ৭৩৬টি বিছানার চাদর, ৫৫ হাজার ৫৭৩টি বালিশের কভার, ৫০৩৮টি বালিশ ও ৭০৪৩টি কম্বল চুরি হয়ে গেছে। এতেই শেষ নয়, কামরার শৌচালয় থেকে চুরি হয়েছে ২০০টি মগ, ১০০০টি কল, ৩০০টির বেশি ফ্ল

ফোনের বিস্ফোরণ ঠেকাবেন কীভাবে ? দেখে নিন একনজরে

Image
সম্প্রতি, সামনে এসেছে Xiaomi Mi A1 বিষ্ফোরণের ঘটনা৷ আট মাস ব্যবহার পর চার্জ দেওয়ার সময় ফোনটি ফেটে যায়৷ বিস্ফোরণে সম্পূর্ণরুপে নষ্ট হয়ে যায় সেটটি৷ কিছুদিন আগে স্যামসাংয়ের বিরুদ্ধেও উঠেছিল এই একই ধরণের অভিযোগ৷ প্রযুক্তির যুগে সকলেই স্মার্টফোন নির্ভর, এতে দ্বিমত নেই৷ কিন্তু, কীভাবে এড়াবেন এধরণের ঘটনা? ১) স্মার্টফোনে বিস্ফোরণের অন্যতম মূল কারণ হিসেবে সামনে এসেছে ওভার-চার্জিংয়ের বিষয়টি৷ বেশিরভাগ ইউজারই রাতে ঘুমনোর সময় সারা রাত ধরে ফোনে চার্জ গিয়ে থাকেন৷ আর, বেশী সময় ধরে চার্জ দেওয়ার ফলেই ওভার-হিটিংয়ের সমস্যা দেখা যায়৷ তাই, ফোন ফুল-চার্জ হয়ে গেলেই ফোনটিকে আন-প্লাগ করুন৷ ২) ফোন চার্জ করার সময় কখনই সেটের উপর কোন জিনিস রাখবেন না৷ এতে ওভার-হিটিংয়ের সমস্যা বেশি দেখা যায়৷ ফলে, খুব তাড়াতাড়ি আগুন ধরে যাওয়ার সম্ভবনা থাকে৷ এছাড়া, ফোন চার্জিংয়ের সময় কখনই মুভি দেখবেন না অথবা গেম খেলবেন না৷ এতেও ওভার-হিটিংয়ের সমস্যা দেখা যেতে পারে৷ ৩) ফোন চার্জের সময় ইয়ারফোন ব্যবহার বা ফোনে কথা বলার সময় চার্জ দেবেন না৷ দীর্ঘসময়ের জন্য ফোন চার্জ দেওয়ার সময় কোন গরম জায়গা বা

টিভির থেকে মুঠোফোনের ভিডিওতেই বেশি মজে ভারতীয়রা: গবেষণা

Image
ভারতীয়রা এবার টিভি ছেড়ে মজেছে ভিডিওতে৷ রির্পোটের তথ্য জানাচ্ছে, ইদানীং দর্শকরা অনলাইন চ্যানেলগুলির মাধ্যমে সিনেমা থেকে শুরু করে খবর, খেলা, টিভি শো সবকিছুই দেখে থাকেন৷ টিভির থেকে অনেক বেশি সুবিধা অনলাইনে পান ইউজাররা৷ এক ক্লিকেই বাজিমাত করে এই অনলাইন মাধ্যমগুলি৷ যেগুলির দৌলতে মনের মত বিনোদনের উপাদান একেবারে হাতের নাগালে পেয়ে যান ইউজাররা৷ তথ্য জানাচ্ছে, ফিলিপিন্সের ভিউয়াররা ভিডিও দেখেছে প্রতি সপ্তাহে আট ঘন্টা ৪৬ মিনিট৷ ভারতীয় ভিউয়ারদের ভিডিও দেখায় সময়ও প্রায় একই৷ অন্যদিকে, আমেরিকার বাসিন্দারা প্রতি সপ্তাহে ভিডিও দেখেছেন প্রায় সাড়ে আট ঘন্টা করে। তবে, সবথেকে কম ভিডিও ভিউয়ারসিপ এসেছে জার্মানি থেকে, প্রতি সপ্তাহে জার্মানির বাসিন্দারা ভিডিও দেখেছেন পাঁচ ঘন্টা ২ মিনিট৷ পশ্চিমের দেশগুলিতে ভিডিও দেখার সবথেকে জনপ্রিয় মাধ্যম হল কম্পিউটার৷ অন্যদিকে, ভারত, ফিলিপিন্স, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মত পূর্বের দেশগুলির বাসিন্দারা আবার নিজেদের স্মার্টফোনের মাধ্যমে ভিডিও দেখতে বেশি পছন্দ করেন৷ ভারত, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ফিলিপিন্স, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ইউএস, ব্রিটেন৷ এই দশ

আইটি অমিতের কাছে, ব্রাত্য জৈব প্রযুক্তিতে

Image
রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল হল। রদবদল হল সচিব পর্যায়েও। মন্ত্রিসভায় এই রদবদল খুব বড় মাপের না হলেও এবারের পুনর্বিন্যাস কিছুটা অর্থবহ। তথ্য প্রযুক্তি দফতর ব্রাত্য বসুর হাত থেকে নিয়ে দেওয়া হল অর্থমন্ত্রী তথা শিল্প-বাণিজ্য মন্ত্রী অমিত মিত্রকে। ব্রাত্যবাবু পেলেন বিজ্ঞান ও জৈবপ্রযুক্তি দফতর। মুখ্যমন্ত্রীর শিল্পায়নের উদ্যোগে তথ্য প্রযুক্তি দফতরের গুরুত্ব বাড়ছে বলেই তা শিল্পমন্ত্রীর হাতে দেওয়া হল বলে নবান্ন ব্যাখ্যা করছে। খরচ কমাতে বিজ্ঞান ও জৈবপ্রযুক্তি দফতর মাস কয়েক আগে মিশিয়ে দেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষা দফতরের সঙ্গে। গুরুত্ব বাড়িয়ে এবার সেটি পূর্ণমন্ত্রী ব্রাত্যবাবুর হাতে গেল। দফতরের সংখ্যা বেড়েছে কারিগরি শিক্ষা দফতরের স্বাধীন প্রতিমন্ত্রী অসীমা পাত্রের। প্রতিমন্ত্রী হিসাবে এবার তাঁর হাতে বাড়তি এল কৃষি ও মৎস্য দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গে। বৃহস্পতিবার সেখানেই তিনি এই রদবদলের সিদ্ধান্ত নেন। এদিনই শিল্প সচিব এস কিশোরকে সরিয়ে ওই পদে আনা হয়েছে সঞ্জীব চোপড়াকে। কিশোর যাচ্ছেন জৈব প্রযুক্তি দফতরে। সাত বছরে এই নিয়ে নয় জন শিল্প সচিব বদল করলেন মুখ্যমন্ত্রী।

টাকা চেয়ে সুচ ফোটায় দাদারা, নালিশ খুদেদের

Image
টিফিনের সময়, স্কুল ছুটির সময় গায়ে সুচ ফুটিয়ে দেয় উঁচু ক্লাসের ছাত্রেরা, বন্দুক-ছুরি দেখিয়ে টাকাও চায়— এমনই অভিযোগ করেছে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির দুই ছাত্র। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কাটোয়া কাশীরাম দাস বিদ্যায়তনের ওই দুই ছাত্রের অভিযোগের ভিডিও। পুলিশ স্কুলে গিয়ে খোঁজখবরও করে। যদিও দুই পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ হয়নি।   কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসকের পোস্ট করা ওই ভিডিওয় দেখা যায়, একটি বছর এগারোর ছেলে নিজেকে কেডিআই স্কুলের পঞ্চম শ্রেণির পড়ুয়া দাবি করে স্কুলের অন্য উঁচু ক্লাসের পড়ুয়াদের বিরুদ্ধে গায়ে সুচ ফুটিয়ে দেওয়া, যখন-তখন টাকা চাওয়ার অভিযোগ করছে স্কুলের উঁচু ক্লাসের ছাত্রদের বিরুদ্ধে। হাজরাপুর কলোনির বাসিন্দা ওই দুই ছাত্রের অভিযোগ, বুধবার স্কুলের টিফিনের সময় সপ্তম ও অষ্টম শ্রেণির জনা পাঁচেক পড়ুয়া মিলে টাকা চায় তাদের কাছ থেকে। দিতে না পারলে হাতে ও পায়ে সুচ ফুটিয়ে দেয়। পেশায় পুরকর্মী, এক ছাত্রের বাবার অভিযোগ, ''এর আগেও ক্লাসে টাকা দিতে না পারলে ব্যাগ ছিঁড়ে দেওয়া হয়েছে। ভয় দেখানোর কথাও বলেছে ছেলে। ভয়ে স্কুলে যেতে চাইত না। বারবার জিজ্ঞেস করায় জানিয়েছে র‌্যাগিংয়ের

‘তুমি বাড়াবে, আর আমি কমাব?’ তেলের দাম প্রসঙ্গে কেন্দ্রকে তোপ মমতার

Image
সেস বাবদ যে দশ টাকা বাড়ানো হয়েছিল, সেটা আগে কমাতে হবে। না হলে তিনি কোনও ভাবেই রাজ্যে তেলের দাম কমাবেন না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি রাজ্যগুলিকে তেলের দাম কমানোর আর্জি জানাতেই এ ভাবেই পাল্টা তোপ দাগলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি লিটার প্রতি পেট্রল, ডিজেলের দাম আড়াই টাকা কমানোর কথা ঘোষণা করেন। সেই সঙ্গে রাজ্যগুলিকে আর্জি জানান, তারাও যেন লিটার প্রতি আড়াই টাকা করে তেলের দাম কমান। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই আর্জি প্রসঙ্গে মমতা বলেন, "তুমি বাড়িয়েছ। আর কমাব আমি? আগেই সেস বাবদ ১০টাকা বাড়িয়েছ। আমি তো কমিয়েছি। তুমি বাড়াবে আর আমি কমাব? আগে ওই ১০ টাকা কমাও। তার পর কথা। আন্তর্জাতিক বাজারে দাম কমছে, তখন তোমার বাজারে দাম বাড়ছে কেন?"তেলের দাম বৃদ্ধি নিয়ে যাঁরা সুর চড়িয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তেলের দাম যখন ৮০ ছুঁই ছুঁই ঠিক সেই সময়ই তিনি এক টাকা দাম কমিয়ে রাজ্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কেন্দ্র এ বার তেলের দাম কমাতেই ফের চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। শুধু চ্যালেঞ্জ ছোড়াই নয়, রীতিমতো হুমকির

চাপের মুখে তেল সস্তা আড়াই টাকা

Image
পেট্রল-ডিজেলের দাম লিটার প্রতি আড়াই টাকা কমাল নরেন্দ্র মোদীর সরকার। এর মধ্যে দেড় টাকা উৎপাদন শুল্ক কম নেবে কেন্দ্র। বাকি এক টাকার দায় নেবে তেল সংস্থাগুলি।  পাঁচ রাজ্যে বিধানসভা ভোট নিয়ে আপাতত বেশ চাপে শাসক বিজেপি। বিশেষ করে তিনটি বড় রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে তারা যথেষ্ট বেকায়দায়। তার মধ্যে প্রতিদিন বেড়ে চলা তেলের দাম আমজনতার ক্ষোভ আরও ঊর্ধ্বমুখী করেছে। এই অবস্থা সামাল দিতেই তেলের দাম খানিক কমানো হল বলে অনেকের অভিমত। সেপ্টেম্বরের গোড়াতেই এক ধাক্কায় তেলের উপরে আড়াই টাকা ভ্যাট কমিয়েছিল বিজেপি-শাসিত রাজস্থান। আজ কেন্দ্রের ঘোষণার পরেই আড়াই টাকা ভ্যাট কমানোর কথা ঘোষণা করেছে ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ। একই পথে হেঁটেছে উত্তরপ্রদেশ, গুজরাত, অসম, ঝাড়খণ্ড, ত্রিপুরার মতো বিজেপি-শাসিত অন্য রাজ্যগুলি। ফলে সেখানে তেলের দাম কমছে পাঁচ টাকা করে। পশ্চিমবঙ্গে সেপ্টেম্বরে ভ্যাট কমেছিল লিটারে এক টাকা। এ দিন নতুন করে ভ্যাট কমানোর কোনও ঘোষণা হয়নি।  চলতি বছরের গোড়া থেকে এ পর্যন্ত পেট্রলের দাম বেড়েছে প্রায় ১৩ টাকা, ডিজেলের প্রায় ১৫ টাকা। ইদানীং যে হারে তেলের দাম বাড়ছে, তাতে কেন্দ্রের দেওয়া

‘স্যার, আমিও একদিন বড় রান করব’ বলেছিল পৃথ্বী

Image
স্মৃতি: ৫৪৬ রানের ইনিংসের পরে জাভেদ রিজ়ভির সঙ্গে পৃথ্বী। বৃহস্পতিবার স্কুলে গিয়েই চমকে গিয়েছিলাম। ছাত্রেরা প্রায় নেই। অধিকাংশ ক্লাসই ফাঁকা। কী ব্যাপার? হঠাৎ মনে পড়ল, আজ তো রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হচ্ছে আমাদের রিজ়ভি স্প্রিংফিল্ড স্কুলের গর্ব পৃথ্বী শ-র। ওর খেলা দেখার জন্যই গণছুটি নিয়েছে ছাত্রেরা।  পৃথ্বীর টেস্ট অভিষেক দেখে আমার মনেও ভিড় করছিল অনেক পুরনো স্মৃতি। মনে পড়ে যাচ্ছিল, আমাদের স্কুলে ওর ভর্তি হওয়ার কাহিনি। আমি সে দিন স্কুলেই ছিলাম। এক জন এসে বলল, বিরারে একটি দারুণ প্রতিভাবান ছেলে আছে। সে রিজ়ভি স্প্রিংফিল্ড স্কুলে ভর্তি হতে চায়। আমাদের স্কুল প্রচুর প্রতিযোগিতায় খেলে বলে, অনেকেই ভর্তি হতে চায়। তা ছাড়া আমাদের স্কুল ও কলেজের আবহ পুরোটাই ক্রিকেটীয়। একাধিক ক্রিকেটার এই স্কুল থেকে জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছে। পৃথ্বীর কথা শোনার পরে আমাদের কোচ রাজু পাঠককে বললাম, এই ছেলেটাকে নেটে দেখতে হবে। ওকে আসতে বলুন। নেটে পৃথ্বীকে দেখে মুগ্ধ রাজু আমাকে বলেছিলেন, এক দিন দেশের হয়ে খেলবে পৃথ্বী। দারুণ প্রতিভা নিয়ে জন্মেছে। কিন্তু সমস্যা হচ্ছে, পৃথ্বীরা থাকে বিরারে। আমাদের স