Posts

Showing posts from July 28, 2018

দেশ জুড়ে কোটি টাকার সাইবার প্রতারণা, কলকাতায় গ্রেফতার চাঁই

Image
পুলিশের জালে সাইবার প্রতারক। দেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলি অনলাইনে কবে টেন্ডার ছাড়বে, সেই অপেক্ষায় ওঁত পেতে বসে থাকত দুর্গাপুরের বাসিন্দা শ্যাম মৈত্র। টেন্ডার বেরোলেই আসরে নামত শ্যাম ও তার দলবল। শুরু হত কেরামতি। বয়ান ও টাকার অঙ্ক বদলে একই টেন্ডার নতুন করে ইন্টারনেটে ছড়িয়ে দিত সে। সেই টেন্ডার দেখে কেউ যোগাযোগ করলে তাঁর কাছ টাকা চলে আসত নিজেদের অ্যাকাউন্টে। এতটাই নিপুণভাবে ভুয়ো টেন্ডার বানানো হত, যে আসল-নকল বুঝতে পারতেন না কেউই। পুদুচেরি, কোয়ম্বাতুর, গুরুগ্রাম, দিল্লি। শ্যামের জাল ছড়ানো ছিল সারা দেশেই। প্রতারণার ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা খোয়াতেন সারা দেশের ব্যবসায়ীরা। একই ভাবে প্রতারিত হয়েছিলেন পুদুচেরির ব্যবসায়ী প্রশান্ত বনশল। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছিল পুদুচেরি সিআইডি। অভিযুক্তের মোবাইল টাওয়ার লোকেশন ও কল রেকর্ড খতিয়ে দেখার পর জানা যায়, কলকাতার একটি হোটেলে লুকিয়ে রয়েছে সে। এরপরই এই রাজ্যের সিআইডি-র সঙ্গে যোগাযোগ করেন পুদুচেরির সিআইডি আধিকারিকেরা। অবশেষে শনিবার ই এম বাইপাসের ধারে একটি হোটেল থেকে শ্যামকে গ্রেফতার করেন রাজ্যের গোয়েন্দারা। তাঁকে ট্রানজিট রিমান্ডে পুদ

স্কুলের নামের সামনে থাকবে না 'ইসলামিয়া' শব্দটি, নির্দেশ জারি করল এই রাজ্য সরকার

Image
উত্তর প্রদেশের সরকারি স্কুলের নাম থেকে 'ইসলামিয়া' শব্দটি বাদ দিতে চলেছে যোগী সরকার। এমনটাই জানিয়েছে সেরাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদ। সংসদ সূত্রে জানানো হয়েছে, ১৫টি প্রাথমিক স্কুলের নাম থেকে বাদ যাবে 'ইসলামিয়া' শব্দটি। পূর্ব উত্তর প্রদেশের বালিয়া জেলায় একাধিক স্কুলের নামের সামনে রয়েছে 'ইসলামিয়া' শব্দটি। রবিবারের বদলে শুক্রবার ছুটি থাকে এই স্কুলগুলিতে। ছুটির দিনও বদলের ব্যাপারে ভাবনা চিন্তা চলছে বলে জানা গিয়েছে। প্রাথমিক শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, বালিয়া জেলায় 'ইসলামিয়া প্রাথমিক স্কুল' নামে ১৫টি স্কুল চলছে। কিন্তু স্কুলের নামের আগে 'ইসলামিয়া' শব্দটি ব্যবহারের কোনও অনুমোদন নেয়নি তারা। তাছাড়া স্কুলগুলি সংসদের নিয়ম অমান্য করে রবিবার খোলা থাকে। বদলে শুক্রবার স্কুল বন্ধ রাখে কর্তৃপক্ষ। যা আইনবিরুদ্ধ বলে দাবি ও আধিকারিকের। বালিয়া জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিক সন্তোষ কুমার রাই জানিয়েছেন, 'জেলায় ইসলামিয়া প্রাথমিক স্কুল নামে ১৫টি সরকারি স্কুল রয়েছে। শুরু থেকে এই নামেই চলছে স্কুলগুলি। কিন্তু সংসদের নিয়ম মেনে আমরা স্কুলের নামের সামনে থেকে ইসলামিয়া

নদীর তলায় সুড়ঙ্গের পর মেট্রোর আরো এক চমক কলকাতায়, এবার বিমানবন্দরে

Image
বিমানবন্দরে চক্র রেলের বন্ধ হয়ে যাওয়া স্টেশনটির নীচেই এই ইয়ার্ডটি তৈরি হচ্ছে। বিমানবন্দর মেট্রো স্টেশনটিও হবে ভূগর্ভস্থ। নদীর নীচে দেশের প্রথম রেল সুড়ঙ্গ তৈরি হয়েছে কলকাতায়। এবার মেট্রো রাইলের সৌজন্যে দেশের সবথেকে বড় ভূগর্ভস্থ রেল ইয়ার্ড পেতে চলেছে কলকাতায়। যা তৈরি হচ্ছে কলকাতা বিমানবন্দরের ঠিক পাশেই। বিমানবন্দরের কাছেই তৈরি হচ্ছে বিমানবন্দর মেট্রো স্টেশন। নিউ গড়িয়া-বিমানবন্দর, নোয়াপাড়া থেকে বারাসত মেট্রো রুটের জংশন স্টেশন হবে এটি। ভবিষ্যতে বিমানবন্দর থেকে বেরিয়ে যাত্রীরা এই স্টেশন থেকে ট্রেন ধরেই সেক্টর ফাইভ (হাওড়াগামী ইস্ট ওয়েস্ট মেট্রো) বা নোয়াপাড়া হয়ে শহরের বিভিন্ন প্রান্তে চলে যেতে পারবেন। ফলে বিমানবন্দর স্টেশনটি মেট্রোর অন্যতম ব্যস্ত স্টেশন হতে চলেছে। দ্রুত যাত্রী পরিষেবা দিতে ট্রেন সহজে ঘোরানো এবং ট্রেন তৈরি রাখতেই বিমানবন্দর স্টেশনে একটি বড় ইয়ার্ড তৈরি করা হচ্ছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৫৫০ মিটার লম্বা ও ৪১.৬ মিটার চ‌ওড়া এই ইয়ার্ডে ছ'টি লাইন থাকবে। এটিকেই দেশের সবথেকে বড় ভূগর্ভস্থ রেল ইয়ার্ড বলে দাবি করেছেন মেট্রো কর্তৃপক্ষ। ই

প্রতারণার ফাঁদে মহিলা, চোখের পলকে অ্যাকাউন্ট থেকে গায়েব ৪০ হাজার টাকা

Image
অ্যাক্সিস ব্যাংকের কর্মীর পরিচয় দিয়ে আবারও বড়সড় প্রতারণা হল শহর কলকাতায়৷ প্রতারণার ফাঁদে পড়লেন তপসিয়ার বাসিন্দা বছর পঁয়ত্রিশের শাবানা বেগম৷ ঘটনা বোঝার পরেই তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি৷ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ জানা গিয়েছে, শুক্রবার হঠাৎই অভিযোগকারিনী মহিলার ফোনে অ্যাক্সিস ব্যাংকের নাম করে একটি ফোন আসে৷ ফোনের ওপাড় থেকে একটি পুরুষ কন্ঠে বলা হয়, তিনি উক্ত ব্যাংকের উপভোক্তা সহায়ক কেন্দ্র বা কাস্টমার কেয়ার থেকে ফোন করেছেন৷ শাবানা বেগমের ডেবিট কার্ডে কিছু গন্ডগোল ধরা পড়েছে৷ তাই চাওয়া হয়, কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য৷ এমনকি পিন কোড নম্বরও৷ মহিলার অভিযোগ, এর কিছুক্ষণের মধ্যেই তাঁর ফোনে মেসেজ আসে যে, অ্যাক্সিস ব্যাংকের ওই অ্যাকাউন্ট থেকে চল্লিশ হাজারের কিছু বেশি টাকা তোলা হয়েছে৷ সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন বড়সড় প্রতারণার ফাঁদে পড়েছেন তিনি৷ অভিযোগ জানাতে দ্বারস্থ হন পুলিশের৷ ইতিমধ্যে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ বারবার শহর কলকাতায় এই ভাবে প্রতারণার ঘটনা ঘটায় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের উচ্চ মহলেও। প্রশ্ন উঠছে এই প্রতারণা বন্ধ কারর জন্য এত বিজ্ঞা

বাবা-মাকে অবহেলা করলেই এবার বেতনে কোপ!

Image
বাবা-মার দেখাশোনা ঠিকমতো না করলে এবার থেকে কোপ পড়বে বেতনে। সরকারি কর্মচারীদের প্রতি এই নির্দেশ জারি করল অসম সরকার। দেশের প্রথম রাজ্য এই 'প্রণাম' আইন জারি করল অসম সরকার। ২ অক্টোবর থেকে এই আইন সে রাজ্যে চালু হবে বলে জানানো হয়েছে। বাবা-মার প্রতি অবহেলা করলে মাসিক বেতনের ১০%-১৫% বেতন কাটা যেতে পারে। বাবা-মা ছাড়াও শারীরিক ভাবে অক্ষম ভাই-বোনদের প্রতিও অবহেলা করলে এই আইনেই আওতায় আসবেন সরকারি কর্মচারীরা। অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মা জানিয়েছেন, 'সরকারি কর্মচারীরা যাতে বাবা-মার প্রতি নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করেন, তা নিশ্চিত করতেই এই আইন চালু করা হচ্ছে।' অসম মন্ত্রিসভায় এই বিলের খসড়া ইচিমধ্যেই পাস হয়ে গিয়েছে। 

শরীরের পক্ষে বিপজ্জনক, পেইনকিলার-সহ ৩৪৩টি ওষুধ বাতিলের সুপারিশ

Image
চিকিৎসকের পরামর্শা ছাড়া কোনও ওষুধ খাওয়া উচিত নয়, একথা কমবেশি সকলেই জানে। কিন্তু বাস্তবে মেনে চলেননা অনেকেই। ব্যাথা-যন্ত্রণা,জ্বর বা সর্দি-কাশি হলে নিজেরাই চিকিৎসক হয়ে যান অনেকে। ফার্মাসিস্টের পরামর্শ মতো বাজার চলতি পেইনকিলার বা প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিক কিনে নেওয়া হয়। কিন্তু এর ফলে শরীরের মারাত্মক ক্ষতি হচ্ছে, এতটাই যে বাধ্য হয়ে এই ওষুধগুলি বাজার থেকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্টের তৈরি চিকিৎসকদের কমিশন। মোট ৩৪৯টি বহুল-ব্যবহৃত ওষুধের উপর গবেষণা চালিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসরি কমিটি। যার প্রায় প্রত্যেকটিই দেদার বিকোয় খোলা বাজারে। অতি পরিচিত পেইনকিলার, অ্যান্টি-বায়োটিক, সর্দিকাশি, হজমের ওষুধ, সুগার-প্রেশার কী নেই তালিকায়। এই ৩৪৯টি ওষুধের মধ্যে ৩৪৩টিকেই নিষিদ্ধ ঘোষণার সুপারিশ করল কমিশন। বাকি ৬টি ওষুধকেও বিপজ্জনক তালিকাতেই রাখা হয়েছে। এই ওষুধগুলিরও বিক্রি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। যে পরিচিত ব্র্যান্ডগুলি এই তালিকায় রয়েছে তাঁর মধ্যে উল্লেখযোগ্য আইবুপ্রোফেন, অ্যাসিক্লোফিন্যাক, ক্লোরোজোক্সোজন, সেরাসিওপেপটিডেজের মতো পেইন-কিলার। প্যারাসিটা

৪০ পাউন্ডের টিকিট কেটে গোটা একটা বিমান পেলেন এই যাত্রী!

Image
ককপিটে জিলানি বন্ধুর বিয়ে সেরে বাড়ি ফিরছিলেন ২৮ বছরের সাদ জিলানি। ফেরার পথে তাঁর জন্য এত বড় চমক অপেক্ষা করছে, তা ভাবতেও পারেননি। গ্রিসের কোর্ফু থেকে বার্মিংহাম ফেরার পথে ১২৮ আসনের বোয়িং ৭৩৮-এ ওঠার সময় বিমানসেবিকা জানালেন, 'আঅপনার ব্যক্তিগত বিমানে স্বাগত'!  ১৬৮ আসনের ওই বিমানে সেদিন জিলানি ছাড়া আর কোনও যাত্রী ছিলেন না। তাই কয়েক ঘণ্টার জন্য সেদিন গোটা প্লেনটাই তাঁর হয়ে গিয়েছিল। নিজের জন্য পছন্দমতো আসন বেছে নেওয়া থেকে বিমান কর্মীদের সঙ্গে সেলফি - সবই ছিল তাঁর জন্য। এমনকি বেশ কিছুক্ষণ ককপিটে বসেও সফর করেন তিনি। বিমানের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে চালানো হয় জিলানির পছন্দের গান। কিছুটা সময় ঘুমিয়েও নেন তিনি। এটাই তাঁর জীবনের সেরা বিমান সফর বলে জানিয়েছেন জিলানি। ওই রুটে খুব একটা বিমান চলাচল করে না। জেট২ উড়ানসংস্থার ওই রুটে সেদিনই ছিল প্রথম উড়ান। তাই একজন মাত্র যাত্রী থাকলেও বিমান বাতিল করেনি তারা। চমক আরও ছিল! ৪০ পাউন্ড দিয়ে টিকিট কেটে উড়ানসংস্থার থেকে ৬০ পাউন্ডের একটি ভাউচার উপহার পান তিনি।

মুম্বইয়ের কাছে খাদে ছাত্র বোঝাই বাস, মৃত অন্তত ২০

Image
নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট গভীর খাদে পড়ে গেল পড়ুয়া বোঝাই বাস। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০টি মৃতদেহ উদ্ধার হলেও অন্তত ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জারি রয়েছে উদ্ধারকাজ।  রত্নগিরির ডা: বালাসাহেব সাওয়ান্ত কোঙ্কন কৃষি বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে যাচ্ছিল একটি বেসরকারি লাক্সারি বাস। রায়গড় জেলার মহাবালেশ্বর রোডের আমবেনেলি ঘাট সেকশনে এই দুর্ঘটনা ঘটে। বাসটি রায়গড় জেলার পোলাদপুর থেকে সাতারা জেলার মহাবালেশ্বর যাচ্ছিল। টুইট করে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।  শনিবার সকালে ৬.৩০টা নাগাদ এই ঘটনা ঘটে। খাদ থেকে আহত অবস্থায় একজন উঠে এসে সকাল ১০টা নাগাদ তাঁর স্কুলে খবর দেন। উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দাদের সাহায্য নেয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। 

চিন, চিকাগোর পর এবার দিল্লিতে বাতিল মমতার অনুষ্ঠান

Image
বাতিল হল দিল্লির সেন্ট স্টিফেনস কলেজের অনুষ্ঠান। এজন্য কলেজ কতৃপক্ষের তরফে ক্ষমা চাওয়া হয়েছে। জানানো হয়েছ, প্রোটোকলের বাধ্যবাধকতায় বাতিল করতে হয়েছে এই অনুষ্ঠান।  ফের বাতিল হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। এবার মুখ্যমন্ত্রীর আলাপচারিতা বাতিল করল দিল্লির খ্যাতনামা সেন্ট স্টিফেন্স কলেজ। আগামী ১ অগাস্ট এই কলেজে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু নিয়মকানুনের কথা উল্লেখ করে সেই কর্মসূচি বাতিল করেছে কলেজ কতৃপক্ষ। গত কয়েক মাসে বেশ কয়েকবার বাতিল হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। গত মাসে  চিন সফরে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু চিনা সরকারের তরফে কোন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তা চূড়ান্ত না হওয়ায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেই সফর। রাজ্য সরকারের তরফে অভিযোগে জানানো হয়, মুখ্যমন্ত্রীর সফর আয়োজনে যথেষ্ট তত্পরতা দেখায়নি বিদেশমন্ত্রক। অভিযোগ খারিজ করে সুষমা স্বরাজের দফতর।  এর পর বাতিল হয় মুখ্যমন্ত্রীর চিকাগো সফর। অগাস্টের শেষে সেখানে স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ব

দুর্ঘটনায় মৃত আশিয়ান জয়ী ইস্টবেঙ্গলের মিডফিল্ডার কুলুথুঙ্গন

Image
বাইক দুর্ঘটনা প্রাণ কাড়ল কুলুথুঙ্গনের। প্রয়াত আশিয়ান কাপ জয়ী ইস্টবেঙ্গলের মিডফিল্ডার কালিয়া কুলুথুঙ্গন। শনিবার সকালে তামিলনাডুতে নিজের গ্রামে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। ফেরার সময় মারাত্মক দুর্ঘটনায় পড়েন ৩৯ বছর বয়সী। কলকাতা ময়দানে শুধু ইস্টবেঙ্গলের হয়েই খেলেননি কুলুথুঙ্গন। মোহনবাগান, মহামেডান স্পোর্টিং, ভবানীপুর এফসি-রও তিনি প্রাক্তন ফুটবলার। সর্বভারতীয় স্তরে খেলেছেন ভিভা কেরালা, মুম্বই এফসি-র হয়ে। সন্তোষ ট্রফিতে নেতৃত্বও দিয়েছেন তামিলনাডুকে। ২০১৪ সালে তিনি অবসর নেন। তবে তিনি শিরোনামে আসেন ইস্টবেঙ্গলের হয়ে খেলার সময়। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত লাল-হলুদ জার্সি গায়ে চাপিয়েছেন। ওই সময়ের মধ্যে দু'বার আই লিগ জিতেছিল ইস্টবেঙ্গল। আশিয়ান কাপও জেতে। বাইচুং ভুটিয়া, ওকোরো, জুনিয়র, বিজেন, রমন বিজয়নদের সঙ্গে খেলেছেন তিনি। তাঁর মৃত্যুতে ফুটবলমহলে নেমে এসেছে শোকের ছায়া। মহমেডান স্পোর্টিং ক্লাবের তরফে টুইট করে তাঁর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।

ফারাক গড়ে দিলেন মমতাই, বিজেপির ‘আহত’ সমর্থকরা যোগ দিতে চলেছেন তৃণমূলে

Image
ফারাক গড়ে দিলেন সেই মুখ্যমন্ত্রীই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখের কাছে পরাস্ত হল বিজেপির রণনীতি। মেদিনীপুরে নরেন্দ্র মোদীর সভায় গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন, তারপর থেকেই ওঁরা আহত হয়ে হাসপাতালে ভর্তি। কোনও বিজেপি নেতাকে দেখা যায়নি, পাশে দাঁড়াতে। কিন্তু সব কাজ ফেলে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আহতদের হাতে সাহায্য তুলে দিয়েছিলেন। তারই প্রতিদান দিতে শনিবার আহত বিজেপিকর্মীরা উপস্থিত হচ্ছেন মেদিনীপুরে তৃণমূলের পাল্টা সভা মঞ্চে। মুখ্যমন্ত্রীর মানবিকে মুখে মুগ্ধ হয়ে তাঁরা যোগ দিতে চলেছেন তৃণমূলে। মুখ্যমন্ত্রীর মানবিক মুখের সন্ধান পাওয়া আহত কর্মীদের কথায়, প্রধানমন্ত্রী চোখের দেখা দেখতে এসেছিলেন ঠিকই, কিন্তু এলাকার একজন বিজেপি নেতাকেও পাওয়া যায়নি। তাঁরা বলেন, বরং মুখ্যমন্ত্রী এসে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা, চিকিৎসা খরচ দিয়ে যাওয়ার পাশাপাশি এলাকার নেতাদের বার্তা দিয়ে গিয়েছেন, আহতদের পাশে দাঁড়াতে। তাঁদের সমস্ত অসুবিধায় পাশে থাকতে। মুখ্যমন্ত্রীর এই মানবিকতা বোধ তাঁদের চোখ খুলে দিয়েছে। তাই বিজেপি নয়, তাঁরা তৃণমূলের ছত্রছায়াতেই থাকবেন এই বার্তা দিয়েছেন। আহতরা এমনও বলেছেন, যে সমস্ত আহতরা

মাদ্রাসায় মৌলবির বিকৃত লালসার শিকার পড়ুয়ারা, উদ্ধার ৩৬ নাবালিকা

Image
ফের যৌন নির্যাতনের ঘটনা মাদ্রাসায়। মৌলবির বিকৃত লালসার শিকার ৩৬ নাবালিকা। পুলিশি তৎপরতায় উদ্ধার করা হয়েছে ওই নাবালিকা পড়ুয়াদের। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মৌলবিকে। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে মাদ্রাসা পড়ুয়াদের নিরাপত্তা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণে শহরের কাটরাজ এলাকায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার মাদ্রাসা থেকে উদ্ধার করা হয়েছে ৩৬ জন নাবালিকা পড়ুয়াকে। ওই মাদ্রাসায় ৫ থেকে ১৪ বছরের পড়ুয়াদের পাঠদান করা হয়। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই পড়ুয়াদের উপর যৌন নির্যাতন চালাচ্ছিল মাদ্রাসার শিক্ষক মৌলানা সাবের ফারুকি। একাধিক নাবালিকা পড়ুয়াকে ধর্ষণও করেছে সে। বিষয়টি প্রথম সামনে আসে জানুয়ারি মাসে। এক পড়ুয়ার অভিভাবক অভিযোগ জানান, মাদ্রাসায় ধর্ষণ করা হয়েছে তাঁর নাবালিকা কন্যাকে। ওই মাসেই পুলিশের দ্বারস্থ হন আরও এক অভিভাবক। তারপরই তৎপর হয় পুলিশ। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মৌলানাকে। পাশাপাশি উদ্ধার করা হয় ৩৬ জন নাবালিকা পড়ুয়াকে। মহারাষ্ট্রের মাদ্রাসাগুলিতে এমন ঘটনা এই প্রথম নয়। এরা আগে নানদের এলাকার একটি মাদ্রাসায় যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ২০১৭ সালের ডিসেম্বরে উত্তরপ্রদেশে লখনউ শহরের এমনই এক ঘ

কেরলে কলেজের পর মাছ বিক্রি করায় সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ ছাত্রীকে

Image
কেরলে কলেজের পর মাছ বিক্রি করায় সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ ছাত্রীকে , পাশে দাঁড়িয়ে পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ বিজয়নের তিরুবনন্তপুরম: তীব্র দারিদ্রের সঙ্গে লড়াই। কলেজের ক্লাস শেষ হওয়ার পর মাছ বিক্রি করেন কেরলের কোচির বিজ্ঞানের স্নাতক স্তরের পড়ুয়া। আর এই কারণে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের মুখে পড়তে হয়েছে ১৯ বছরের লড়াকু পড়ুয়াকে! এই ঘটনায় ওই পড়ুয়ার পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সোশ্যাল মিডিয়ায় এই পড়ুয়াকে যাঁরা নিশানা করেছেন, তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোচির কাছে একটি কলেজে রসায়নে স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের ছাত্রী হানান হামিদ জীবনধারণের প্রয়োজনে মাছ বিক্রি করেন। সিনেমায় জুনিয়র আর্টিস্টের মতো ছোটখাটো কাজও করেন তিনি। বাবার সঙ্গে মায়ের সম্পর্ক বিচ্ছেদ ঘটে গিয়েছে আগেই। এখন অসুস্থ মায়ের দেখভাল, সেইসঙ্গে পড়ার খরচ চালানোর জন্য এভাবেই কঠোর পরিশ্রম করেন হামিদ। তাঁর এই জীবন সংগ্রাম কিছুদিন আগে প্রকাশ্যে আসে। স্থানীয় একটি সংবাদমাধ্যমে তাঁর এই সংগ্রামের খবর প্রকাশিত হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় হামিদের বিরুদ্ধে বিদ্রুপ-বাণ নিয়ে

অবৈধ সম্পর্কের সন্দেহ, শ্বশুরবাড়িতে খুন অপ্রাপ্তবয়স্ক গৃহবধূ

Image
বিষ্ণুপুর: বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সন্দেহে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে বিয়ের তিন মাসের মধ্যে অপ্রাপ্তবয়স্ক এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে হল। খুনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। শাশুড়িকে আটক করা হয়েছে, স্বামী ও শ্বশুর পলাতক। বিষ্ণুপুর থানার গাববেড়িয়ায় এই ঘটনা ঘটেছে। এ বছরের মে মাসে মগরাহাট থানার হাসুরির বাসিন্দা ওই নাবালিকার বিয়ে হয়। বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই টাকা ও সোনার গয়না চেয়ে তার ওপর অত্যাচার করা হত। মোবাইলে কথা বললেও বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সন্দেহে মারধর করা হত তাকে। আজ সকালেও মেয়েটির সঙ্গে তার মায়ের মোবাইলে কথা হয়। এর কিছুক্ষণের মধ্যেই তার বাড়িতে ফোন করে মেয়ের মৃত্যুসংবাদ দেওয়া হয় বলে অভিযোগ। নাবালিকার পরিবারের তরফে বিষ্ণুপুর থানায় স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে বধূ হত্যার অভিযোগ দায়ের হয়েছে।

এ ভাবেও সোনা পাচার সম্ভব! তাজ্জব দুঁদে অফিসাররাও

Image
এ ভাবেই ফুড সাপ্লিমেন্টের মধ্যে লুকিয়ে পাচার করা হচ্ছিল সোনা। মেটাল ডিটেক্টর বারবারই জানান দিচ্ছিল ধাতব পদার্থের উপস্থিতি। কিন্তু খালি চোখে তা ধরে সাধ্যি কার! দেখতে নেহাতই খাবারের গুঁড়ো। তার মধ্যেই লুকিয়ে ছিল প্রায় এক কিলোগ্রাম ওজনের সোনা। শনিবার সোনা পাচারের  অভিযোগে দমদম বিমানবন্দরে এয়ার ইনটেলিজেন্স ইউনিট এক যুবককে গ্রেফতার করেছে। শুল্ক দফতর সূত্রে খবর, ওই ব্যক্তি বিমানে দুবাই থেকে কলকাতায় আসেন। তাঁর হাত ব্যাগে প্রচুর ফুড সাপ্লিমেন্ট ছিল। চেকিংয়ের সময় সেই ফুড সাপ্লিমেন্ট দেখে সন্দেহ হয় ইনটেলিজেন্স ইউনিটের অফিসারদের। কারণ, আপাতদৃষ্টিতে প্ল্যাস্টিকের প্যাকেটে থাকা ফুড সাপ্লিমেন্টের কাছে মেটাল ডিটেক্টর নিয়ে গেলেই ধাতব পদার্থের জানান দিচ্ছিল সেটা। তাতেই সন্দেহ হয় অফিসারদের। অনেক ক্ষণ ধরে ফুড সাপ্লিমেন্ট পরীক্ষা করে তার থেকে সোনার গুঁড়ো উদ্ধার হয়। সেই গুঁড়ো আলাদা করে গলিয়ে তা থেকে দু'টো সোনার বার বানিয়েছে শুল্ক দফতর। তারপর তা ওজন করলে জানা যায়, ওই যুবক লুকিয়ে ৯৭০ গ্রাম সোনা নিয়ে এসেছিলেন। যার বাজার মূল্য ২৯ লক্ষ ৪৮ হাজার টাকা। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কখনও জুতোর সোলে, কখনও টেপ

শৌচালয়ে উঁকি দিয়ে নাবালিকার শৌচকর্ম দেখছিলেন বাবা-ছেলে ! গ্রেফতার ২ অভিযুক্ত

Image
দিঘা: দিন দিন প্রকোট হয়ে উঠছে সমাজের ঘৃণ্য রূপ! সম্প্রতি প্রকাশ্যে এল এমনই এক ঘটনা! শৌচালয়ে উঁকি দিয়ে নাবালিকার শৌচকর্ম দেখছিলেন প্রতিবেশী ব্যক্তি। এই ঘটনার প্রতিবাদ করে আক্রান্ত হলেন নাবালিকার মা। ঘটনাটি ঘটেছে দিঘার জগদীশপুরে। অভিযুক্তের নাম সুনীল দাস। এই নোংরা কাজ থেকে বাদ যায়নি তাঁর ছেলেও। গোটা ঘটনাটি দেখতে পেয়ে প্রতিবাদ করেন নাবালিকার মা। আর তার জেরেই বাবা ও ছেলের হাতে হেনস্থা হতে হয় তাঁকে। জানা গিয়েছে, মহিলাকে মারধরও করা হয়। নক্কারজনক এই ঘটনায় দিঘা কোস্টাল থানার ঘেরসাই গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুনীল দাস ও তার ছেলে গোপাল দাসকে গ্রেফতার করেছে। শুধু শৌচালয়ে উঁকি দেওয়াই নয়, মহিলাকে মারধরের অভিযোগও রয়েছে ধৃতদের বিরুদ্ধে। আক্রান্ত মহিলা ভর্তি রয়েছেন দিঘা হাসপাতালে।

বন্ধুত্ব ও যৌনতা নিয়ে জার্মানদের ভাবনা কী?

Image
এক তৃতীয়াংশ জার্মান 'ফ্রেন্ডস উইথ বেনিফিটস' বা বন্ধুত্বের পাশাপাশি 'বাড়তি' কিছু পাওয়াটাকে খারাপ মনে করেন না। বিশ্ব বন্ধু দিবস উপলক্ষ্যে 'ইউগভ' এর নতুন জরিপ তাই বলছে।আগামী ৩০ জুলাই বিশ্ব বন্ধু দিবস। এই দিবসকে সামনে রেখেই ঐ জরিপে জানতে চাওয়া হয়েছিল, পুরুষ এবং নারী কি সত্যিই ভালো বন্ধু হতে পারে? 'ইউগভ' এর জরিপ অনুযায়ী, ৭৩ ভাগ জার্মান এক্ষেত্রে ইতিবাচক মনোভাব জানিয়েছেন। ২ হাজার ৪৫ জন এই জরিপে অংশ নিয়েছিলেন। এদের অর্ধেক মনে করেন, প্রেম ভেঙে যাওয়ার পরও সেই ছেলে বা মেয়েটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতেই পারে। বৃহস্পতিবার এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এক তৃতীয়াংশ জার্মান মনে করেন, বন্ধুত্বের পাশাপাশি 'বাড়তি কিছু সুবিধা' পাওয়া গেলে তাতে কোনো ক্ষতি নেই। এক্ষেত্রে তাঁরা বন্ধুদের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়টি বোঝাতে চেয়েছেন এবং সেক্ষেত্রে সেটা বন্ধুত্বই, প্রেম নয়। কাসেল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী ইয়ানোস শোবিন জানালেন, ''সাধারণ মানুষের মধ্যে 'ফ্রেন্ডস উইথ বেনিফিটস' বিষয়টা দিন দিন গ্রহণযোগ্যতা পাচ্ছে।'' ৬৯ শতাংশ জার্মান মনে করেন,

গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ এড়াতে যা-যা করবেন--

Image
কলকাতা: প্রায় প্রতিদিনই খবরের কাগজ কিংবা টেলিভিশন খুললেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের খবর শোনা যায়। ইদানিং বিস্ফোরণের সংখ্যাটা যেন একটু বেশিই চোখে পড়ছে। তবে সাধারণ কিছু নিয়ম জানা থাকলে সহজেই এড়ানো যেতে পারে এই ভয়াবহ দুর্ঘটনা। যেমন-- ১) গ্যাস সিলিন্ডারের সঙ্গে যে রবার পাইপটি থাকে, সেটিতে 'আইএসআই' ছাপ থাকা বাধ্যতামূলক। কিন্তু তার সঙ্গে আরও একটি বিষয়ে খেয়াল রাখুন, গ্যাসের পাইপটি যেন দৈর্ঘ্যে এক থেকে দেড় ফুটের বেশি লম্বা না হয়। সে ক্ষেত্রে পাইপ পরীক্ষার সময় অসুবিধা হবে। খালি সিলিন্ডার থেকে গ্যাসের রেগুলেটর খোলার সময় আসপাশে কোনো জ্বলন্ত জিনিস রাখবেন না। ২) রেগুলেটরের নজলটি যেন পাইপ দিয়ে ভাল করে ঢাকা থাকে। খেয়াল রাখবেন, গরম বার্নারের সঙ্গে গ্যাসের পাইপ যেন কোনওভাবে লেগে না থাকে! ৩) পাইপটি নিয়মিত ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করুন, কিন্তু ভুলেও সাবান ব্যবহার করবেন না। ২ বছর অন্তর পাইপ বদলান। ৪) সিলিন্ডারের উপর কখনও কোনও কাপড় বা থালাবাসন ইত্যাদি রাখবেন না। পরিষ্কার রাখার জন্য গ্যাসের পাইপটিকে কোনও কাপড় বা প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে মুড়ে রাখবেন না। সেক্ষেত্রে পাইপ ফেটে গেলে বা লিক হ

সল্টলেক সেক্টর ফাইভে ফুটপাতের দোকান উচ্ছেদের সিদ্ধান্ত , প্রতিবাদে বন্ধ সমস্ত খাবার স্টল

Image
কলকাতা: বেদখল হয়ে গিয়েছে সল্টলেকের তথ্যপ্রযুক্তি অধিকাংশ ফুটপাত। জল জমলেও ফুটপাথ দিয়ে হাঁটার উপায় নেই। হকারদের ব্যবহার করা প্লাস্টিকে ভেঙে পড়েছে নিকাশি। পুর-পরিষেবা দিতে এবার কড়া হচ্ছে প্রশাসন। তবে সল্টলেকে বাস চলে এমন রাস্তার ওপর বসা হকারদেরই উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে এনকেডিএ । কোনও ঘোষণা ছাড়াই স্রেফ রাতারাতি মাইকিং করে দোকান উচ্ছেদের সিদ্ধান্তে পাল্টা বিক্ষোভের প্রস্তুতি দোকানদারদের। এদিন এলাকায় অনলাইনে অর্ডার দেওয়া খাবার ডেলিভারি করতে এসে সমস্যায় পড়ে সংস্থার ডেলিভারি বয়-রা ৷ অনলাইনে খাবার সরবরাহকারীদের বাধা দেওয়া ও মারধরের অভিযোগ উঠেছে এলাকার হকারদের বিরুদ্ধে ৷ বৃষ্টি হলেই জমা জল ভেঙে যাতায়াত। সল্টলেক সেক্টর ফাইভের তথ্য-প্রযুক্তি হাবের চেনা ছবিটা বদলাতে উদ্যোগী নবদিগন্ত কর্তৃপক্ষ ৷ ফুটপাথ দখলমুক্ত করা না গেলে যে কোনও দিন ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। বৃহস্পতিবার জল জমার পরই তা স্পষ্ট হয়। ফুটপাথ দখল করে দোকান। হাঁটার উপায় নেই। জমা জল সরাতে খোলা যাচ্ছে না ম্যানহোল। সেক্টর ফাইভে প্রতিদিন কাজে আসেন ২৫ লক্ষ মানুষ ৷ গত কয়েক বছরে পাল্লা দিয়ে বেড়েছে হকারের সংখ্যা ৷ মূল রাস্তার স

২২ মাসেই Jio-র গ্রাহক সংখ্যা ছাড়াল ২০ কোটি !

Image
মাত্র ২২ মাসের মধ্যে গ্রাহক সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে গেল রিলায়্যান্স জিও-র। শুক্রবার সংস্থার তরফে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, প্রচণ্ড প্রতিযোগিতা থাকা সত্ত্বেও চলতি অর্থবর্ষে প্রায় ১৭ শতাংশ রেভেনিউ বৃদ্ধি পেয়েছে সংস্থার।  ২১ মাস আগে ভারতীয় টেলিকম সেক্টরে রিলায়্যান্স জিও আবির্ভাব হয়েছিল। যার দাপটে সমস্ত বড় টেলিকম সংস্থা নিজেদের ট্যারিফ কমাতে বাধ্য হয়। আইডিয়া, এয়ারসেলের মতো কিছু সংস্থা অন্য বড় সংস্থার সঙ্গে মার্জ করতেও বাধ্য হয়। সে সময় থেকেই ভারতে 4G-র রমরমা শুরু হয়। এ মুহূর্তে গ্রাহকদের বিচারে বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে চলা টেলিকম সংস্থা জিও। রিলায়্যান্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, 'আমরা ভারতে জিডিটাল বিপ্লবের ধারা অব্যাহত রাখব। গত এক বছরে আমাদের গ্রাহক সংখ্যা দ্বিগুণ বেড়েছে। ২২ মাসের মধ্যে ২১৫ মিলিয়ন গ্রাহক এর আগে বিশ্বের কোনও টেলিকম সংস্থা করে দেখাতে পারেনি।'

গরিবের টাকা নিয়ে বড়লোক হতে চাই না! টাকা ফিরিয়ে নজির দরিদ্র দম্পতির

Image
সিউড়ি:  বিড়ি বেঁধে সংসার চলে তাঁদের৷ কিন্তু, অভাবের সংসারের হঠাৎ ব্যাংক অ্যাকাউন্টে হাজির ৪৫ হাজার টাকা৷ অযাচিত সেই টাকা শুক্রবার ব্যাংক থেকে তুলে বিডিও অফিসে ফিরিয়ে দিলেন বেবি বিবি ও তাঁর স্বামী শেখ আকাল৷ দরিদ্র পরিবারের এই দৃষ্টান্তের উপহার স্বরূপ তাঁদেরও একটি আবাস যোজনায় ঘরের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানালেন সিউড়ি এক ব্লকের বিডিও মহম্মদ বদরুদ্দুজা। কড়িধ্যা পঞ্চায়েতের কানাইপুর ভাটিপাড়ায় মাটির ঘরে বাস বেবি বিবি ও তাঁর স্বামী আকাল শেখের। মাটির দেওয়াল। মাথায় খড়ের চালা। তাতে ত্রিপল দিয়ে কোনও রকমে বর্ষার জল আটকানোর চেষ্টা। নিজেরই ঘর নেই তাঁদের, অথচ ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির ৪৫ হাজার টাকা চলে এসেছে৷ বিষয়টি জানাজানি হয় দু'দিন আগে। বেবি বিবি জানান, গ্যাসের ভরতুকি ব্যাংকে ঢুকছে কি না, তা দেখতে ব্যাংকের পাশ বই নিয়ে যান। বই আপডেট করার পর দেখা যায়, তাঁদের অ্যাকাউন্টে অযাচিত টাকা ঢুকেছে৷ বিষয়টি পেশায় দিনমজুর স্বামী শেখ আকালকে বলেন বেবি বিবি৷  তিনি বলেন, ''আমরা দু'জনে ঠিক করি, যাঁর বাড়ির জন্য টাকা এসেছে, সে নিশ্চয়ই আমাদের থেকেও গরীব। গরীবের

তরুণীকে গণধর্ষণ, দুই যুবককে ২০ বছর সশ্রম কারাদণ্ডের সাজা আদালতের

Image
বারাসত:  নার্সিংহোমে আয়ার কাজ করেন। রাতে বাড়ি ফেরার পথে রেললাইনের ধারে জঙ্গলে নিয়ে গিয়ে এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছিল।  ঘটনায় আদালতে দোষী সাব্যস্ত হয় দুই যুবক। শুক্রবার তাদের ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করল বারাসত আদালত। বিচারক জানিয়েছেন, দোষীরা যদি জরিমানা না দেয়, তাহলে অতিরিক্ত আরও দুই মাস জেল খাটতে হবে। ঘটনাটি বছর তিনেক আগের। নির্যাতিতা ওই তরুণী কলকাতার একটি নার্সিংহোমে আয়ার কাজ করেন। মামলার সরকারি আইনজীবী জানিয়েছেন, ঘটনার দিন রাতের ট্রেনে বাড়ি ফিরছিলেন তিনি। হাড়োয়া রোড স্টেশনে নেমে যখন রেললাইন ধরে হাঁটছিলেন ওই তরুণী, তখন তাঁর পিছু নেয় শ্যামল সর্দার ও তারক সরকার নামে দুই যুবক। তারপর রেললাইনের ধারে ঝোপে নিয়ে গিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে তারা। নির্যাতিতার চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ধরা পড়ে যায় শ্যামল ও তারক। গণপিটুনির পর অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় তিন বছর ধরে মামলা চলছিল বারাসত আদালতে। বৃহস্পতিবার অভিযুক্ত শ্যামল সর্দার ও তারক সরকারকে দোষী সাব্যস্ত করেন ২ নম্বর ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারপতি পাপিয়া দ

গভীর রাতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী

Image
চেন্নাই: দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ৷ চিকিৎসাও চলছিল বাড়িতে৷ শেষপর্যন্ত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভরতি করতে হল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷ শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে৷   প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ডিএমকে সুপ্রিমো তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি৷ বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল৷ তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ এর জেরে তাঁকে হাসপাতালে ভরতি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা৷ তার পরই তাঁকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ রাতেই সেখানে তাঁকে ভরতি করা হয়েছে৷ শুরু হয়েছে চিকিৎসাও৷ হাসপাতালের তরফে এখনই তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোও কিছু জানানো হয়নি৷ তবে হাসপাতালের একটি সূত্র থেকে জানা গিয়েছে, তাঁর রক্তচাপ অত্যন্ত কমে গিয়েছিল৷ যেহেতু তাঁর বয়স ৯৪৷ স্বাভাবিকভাবেই তাই করুণানিধি অবস্থা দ্রুত খারাপ হতে থাকে৷ তাই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে৷ বর্ষীয়ান এই নেতার সঙ্গেই হাসপাতালে পৌঁছে যান

দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কে বন্ধ টোটো চলাচল

Image
 রায়গঞ্জ: জাতীয় সড়কে টোটো চালানো নিষিদ্ধ ঘোষণা করল উত্তর দিনাজপুর জেলা পুলিশ। মূলত জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে এবং টোটোর রাশ টানতেই এই উদ্যোগ জেলা পুলিশের। ফলে রায়গঞ্জ শহর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে টোটো আটকাতে শুক্রবার থেকেই কড়া নজরদারি শুরু করল রায়গঞ্জ থানার ট্রাফিক পুলিশ। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তৃণমূল প্রভাবিত উত্তর দিনাজপুর জেলা টোটো চালক ইউনিয়ন। জাতীয় সড়কে টোটোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা প্রতিরোধে এখন থেকে জাতীয় সড়কেই টোটো চালানো নিষিদ্ধ করে দিল উত্তর দিনাজপুর জেলা পুলিশ। রায়গঞ্জ শহরের বুক চিড়ে চলে গিয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়ক। শহরের উপরে প্রায় সাত কিলোমিটার জাতীয় সড়ক ধরে বিভিন্ন এলাকার বাসিন্দা যাওয়া আসা করে৷ সেক্ষেত্রে সুবিধাজনক এই টোটোকেই ব্যাবহার করে থাকেন সাধারন মানুষ। কিন্তু জাতীয় সড়কে চলাচল করে থাকে দূর পাল্লার যাত্রীবাহী ও পন্যবাহী দ্রুতগামীর যানবাহন। টোটোর কারণে জাতীয় সড়কে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা আটকাতেই পুলিশ প্রশাসন জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ করে দিল। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জের সাধারন মানুষ।

তালা দিয়ে শিক্ষিকাকে স্কুলে আটকে রাখায় অভিযুক্ত স্কুল

Image
হাওড়া: স্কুলের মেন গেটে তালা ঝুলিয়ে দেওয়ায় ভিতরে আটকে রইলেন জনৈকা শিক্ষিকা। অভিযোগ, অধ্যক্ষার নির্দেশেই স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার হাওড়ার জগাছার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ওই শিক্ষিকার স্কুলের বাইরে আসেন৷ সোজা চলে যান জগাছা থানায়৷ সেখানে এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন৷   ওই শিক্ষিকার দাবি, গত সপ্তাহে তাঁর চোখের সমস্যা হয়৷ তিনি সকাল ৮টা নাগাদ স্কুল কর্তৃপক্ষকে ফোন করেন৷ ছুটি দেওয়ার আরজি জানান৷ কিন্তু সেই আরজি স্কুল কর্তৃপক্ষ খারিজ করে দেন৷ অধ্যক্ষা তাঁকে স্কুলে আসতে নিষেধ করেন৷ ওই শিক্ষিকার বক্তব্য, তিনি স্কুলের চাকরি ছেড়ে দেন৷ তবে এদিন চলতি মাসের বেতনের টাকা মিটিয়ে দিতে স্কুলকে অনুরোধ করেছিলেন। সেই মতো তিনি স্কুলে আসেন শুক্রবার৷ কিন্তু এই নিয়ে তিনি অধ্যক্ষার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। অভিযোগ, এরপর আচমকাই অধ্যক্ষা স্কুলের বাইরে গাড়ি নিয়ে বেরিয়ে যান। অধ্যক্ষা চলে যাওয়ার পরই স্কুলের গেট বাইরে থেকে বন্ধ করে দেন নিরাপত্তা কর্মী। এরপর ওই শিক্ষিকা স্কুল কর্তৃপক্ষের কাছে তালা খোলার দাবি জানান৷ কিন্

ভূগোল অনার্সের দর উঠল এক লক্ষ টাকা!

Image
জলপাইগুড়ি: প্রশাসনের কড়াকড়ি একটু শিথিল হতেই ফের সক্রিয় হয়েছে কলেজে ভরতির তোলাবাজি চক্র৷ অনার্স কোর্সে ভরতি করানোর জন্য রীতিমতো দর কষাকষি চলছে কলেজে কলেজে৷ এর আগে কলকাতায় কলেজে ভরতির নামে তোলাবাজির অভিযোগ উঠেছিল৷ অভিযোগ পেয়ে কড়া হয়েছিল প্রশাসন৷ পুলিশের জালে ধরাও পড়েছিল কয়েকজন৷   কিন্তু পরিস্থিতি কিছুটা থিতিয়ে যেতেই ফের ছাত্র ভরতির চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ৷ এবার অভিযোগ উঠেছে জলপাইগুড়ি জেলায়৷ আগেরবার কলকাতায় তোলাবাজি চক্রের সঙ্গে জড়িয়ে গিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের নাম৷ এবার জলপাইগুড়িতে অভিযোগের আঙুল সেই শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধেই৷ অভিযোগ, কোথাও ভূগোল অনার্স এক লক্ষ টাকা, আবার কোথাও ইংরেজি অনার্সে ভরতির জন্য পঞ্চাশ হাজার টাকা চাওয়া হচ্ছে। উচ্চশিক্ষার স্বপ্ন সফল করতে তোলাবাজদের খপ্পরে পড়তে হচ্ছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের। অভিযোগ, অবিলম্বে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে৷ তার পরও বাস্তব পরিস্থিতির কোনও বদল ঘটেনি বলে অভিযোগ। শুক্রবার এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপের দাবিতে বিক্ষোভ মিছিলে পথ হা

‘বিজেপি নতুন বোতলে পুরনো মদ’

Image
সিউড়ি: শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে একসঙ্গে বিজেপি-সিপিএমের সমালোচনা করলেন ফিরহাদ হাকিম৷ সিপিএমের কর্মী-সমর্থকরা এখন বাংলায় বিজেপির শক্তি বাড়াচ্ছে বলেও মনে করেন তিনি৷ তাঁর রাজ্যর পুর ও নগরোন্নয়নমন্ত্রী মতে, বিজেপি আসলে নতুন বোতলে পুরনো মদ৷ বিজেপির বোতলে সিপিএম ঢুকে পড়েছে৷''   শুক্রবার ছিল ২৭ জুলাই৷ ২০০০ সালের এই দিনটি বীরভূমের নানুর থানা এলাকার সূচপুরে গণহত্যা সংগঠিত হয়েছিল৷ রাতের অন্ধকারে পিটিয়ে মারা হয়েছিল ১১ জন খেতমজুরকে৷ তাঁরা প্রত্যেকেই ছিলেন তৃণমূলের কর্মী-সমর্থক৷ সেই ঘটনার স্মরণে প্রতিবছর ২৭ জুলাই শহিদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস৷ শুক্রবার ওই শহিদ দিবস অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ফিরহাদ হাকিম৷ সেখানেই তিনি বিজেপি ও সিপিএমকে এক হাত নেন৷ তিনি বলেন, ''এখন সিপিএম করলে লোকে গায়ে থুতু দেবে৷ তাই এখন কোনও মানুষ সিপিএম করতে চায় না ৷ এখন আবার নতুন একটা দল এসেছে৷ বিজেপি নামক দল৷ যেমন নতুন বোতলে পুরনো মদ। বিজেপির বোতলে যেন সিপিএম ঢুকে পড়েছে৷'' রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, সূচপুর গণহত্যায় মূল অভিযুক্ত সিপিএম৷ সিপিএমের হার্মাদরাই এই ঘটনা ঘটিয়েছিল বলে

ওসি-র ঘরে দুই বন্দিনী, চম্পট দিল সিসিটিভি দেখে, বিমানবন্দর থানায়

Image
কিন্তু, কী করে পালাল আসামিরা? সেই উত্তর খুঁজতে গিয়েই সামনে আসে কী ভাবে রাতভর আইসি-র ঘরে রাখা সিসি ক্যামেরার মনিটরে নজর রেখে পালানোর ছক কষেছিলেন ওই মহিলা আসামিরা। সূত্রের খবর, সকাল সওয়া পাঁচটা নাগাদ ওই মহিলা আসামিদের এক জন শৌচাগারে যাওয়ার কথা বলেন। বাইরে থেকে বন্ধ দরজা খুলে তাঁকে শৌচাগারে নিয়ে যান এক মহিলা সেন্ট্রি। সেই ফাঁকেই সিসি ক্যামেরার মনিটরে ঘরে থাকা বাকি দু'জন দেখতে পায়, নিজের ঘরে চেয়ারে বসেই ঢুলছেন ডিউটি অফিসার। গোটা ঘর ফাঁকা। গেটের সামনে সেন্ট্রি ডিউটি থাকে। সেখানেও লাগানো আছে সিসি ক্যামেরা। আসামিরা দেখতে পান, সেই সেন্ট্রিও ঝিমোচ্ছেন। মওকা কাজে লাগাতে ভুল করেননি দু'জন। গুটি গুটি পায়ে বেরিয়ে আসেন তাঁরা। তার পর পা টিপে টিপে থানার গেট পেরিয়ে চম্পট। পালানোর গোটা দৃশ্যই ধরা পড়েছে সিসি ক্যামেরায়। কিন্তু, তখন সেই ক্যামেরায় পুলিশ নয় নজর রেখেছিল আসামিরাই! এই নিয়ে গত এক সপ্তাহে দ্বিতীয় বার আসামী পালানোর ঘটনা ঘটল বিধাননগর কমিশনারেটে। এর আগে গত ২১ জুলাই মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে ধরা পড়েন বিজয় সাহু নামে এক গাড়িচালক। তাঁর মেডিক্যাল পরীক্ষা করিয়ে

‘মুসলিমদের আট-দশটা সন্তান, তাই বাড়ছে খুন-ধর্ষণ’, মন্তব্য বিজেপি সাংসদের

Image
ফের বিদ্বেষপূর্ণ মন্তব্য। ফের নিশানায় মুসলিম সম্প্রদায়। এবার মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ হরি ওম পাণ্ডে। বর্ষীয়ান বিজেপি নেতার মন্তব্য, মুসলিমরা তিন-চারটে বিয়ে করেন। জন্ম দেন ৯-১০টা সন্তানের। এভাবে চললে একদিন ভারতের মধ্যেই আলাদা মুসলিম রাষ্ট্রের দাবি উঠবে। মুসলিম জনসংখ্যা বৃদ্ধির জন্যই খুন, ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনা বাড়ছে বলেও মন্তব্য বিজেপি নেতার। শুক্রবার সংবাদ মাধ্যমে তিনি বলেন, ''মুসলিমরা তিন-চারটে বিয়ে করেন। ৯-১০টা সন্তানের জন্ম দেন। ফলে দিন দিন মুসলিম জনসংখ্যা বাড়ছে। তাঁরা কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে পারে না। বেকার থাকে। তার জেরে বাড়ছে খুন, ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনা। এরকম চলতে থাকলে একদিন দেশের মধ্যেই আরেকটা পাকিস্তানের দাবি তুলবেন মুসলিমরা।'' এখানেই না থেমে বিজেপি সাংসদের আরও দাবি, জন্ম নিয়ন্ত্রণের জন্য সংসদে বিল আনা উচিত সরকারের। আরও একটা দেশভাগ ঠেকাতেই এই বিল দরকার বলেও মন্তব্য করেন সাংসদ। হিন্দুদের পাঁচটি সন্তানের জন্ম দেওয়া উচিত, কিংবা 'যাঁরা ভারত মাতা কি জয় বলেন না, তাঁরা পাকিস্তানি'—এই ধরনের উস্কানি ও বিদ্বেষমূলক মন্তব্যের জন্য মাঝেমধ্যে

রাফালে লক্ষ কোটির দুর্নীতি: কংগ্রেস

Image
এক লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা। রাফাল চুক্তিতে এই বিশাল অঙ্কের টাকার 'দুর্নীতি' হয়েছে বলে দাবি করে নরেন্দ্র মোদীকে আজ কাঠগড়ায় দাঁড় করালেন রাহুল গাঁধী। মন্ত্রিসভা, প্রতিরক্ষা মন্ত্রককে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী একাই ফ্রান্সে গিয়ে রাফাল চুক্তি রাতারাতি বদলে ফেলেছিলেন বলে রাহুল অনেক দিন ধরেই অভিযোগ করছেন। মনমোহন জমানায় রাষ্ট্রায়ত্ত সংস্থাকে দেওয়া বরাত বাতিল করে তুলে দেওয়া হয়েছিল অনিল অম্বানীর সংস্থার হাতে। কংগ্রেস আজ অভিযোগ করে, সেই বেসরকারি সংস্থার বিমান তৈরির অভিজ্ঞতা নেই। আর নতুন চুক্তির মাত্র ১২ দিন আগে তৈরি হয়েছে বিমান তৈরির ওই সংস্থা। আর একটি সংস্থা চুক্তির ১৪ দিন পরে তৈরি হয়েছে, তা-ও ভুয়ো ঠিকানা দিয়ে। দু'দিন আগে রাহুল সেই সংস্থাকে ৩০ হাজার কোটি টাকার বরাতের কথা তুলে মোদীকে বিঁধেছিলেন। সেই সংস্থারই বিবৃতি তুলে কংগ্রেস আজ দেখায়, আরও ১ লক্ষ কোটি টাকা ৫০ বছর ধরে রক্ষণাবেক্ষণ খাতে বরাতের দাবি করেছে সংস্থাটি। ফলে সব মিলিয়ে সেই শিল্পপতিকে 'সুবিধা পাইয়ে দেওয়ার' অঙ্কটি দাঁড়াচ্ছে ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকায়। আর রাহুল টুইট করেন, ''দুঃখিত, আগের টুইটে লিখেছিলাম মিস্ট

পাঁচ মাসেই রাজ্যে লগ্নি ৬০৩৬ কোটি টাকা

Image
রাজ্যে লগ্নির খরা কি কাটতে চলছে! কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত পাঁচ মাসে রাজ্যে ৬০৩৬ কোটি টাকার লগ্নি বাস্তবায়িত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে যেটা রেকর্ড। কারণ, গত সাত বছরে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুয়ায়ী রাজ্যে কোনও এক বছরে বাস্তবায়িত লগ্নির পরিমাণ ৫০০০ কোটি ছাড়ায়নি। এ বার তার উল্টো চিত্র। ২০১৮ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রথম পাঁচ মাসেই বাংলায় ১৭টি প্রকল্পে বিনিয়োগ হয়েছে ৬০৩৬ কোটি টাকা। বছর শেষে তা ১০ হাজার কোটি ছাড়াতে পারে বলে রাজ্যের শিল্প দফতরের আশা। এই কেন্দ্রীয় পরিসংখ্যানে রাজ্যের শিল্পকর্তারা খুশি হলেও তাঁদের দাবি, লগ্নির পরিমাণ আরও অনেক বেশি। কারণ, ক্ষুদ্র ও ছোট শিল্পের ক্ষেত্রে রাজ্যের স্থান দেশের প্রথম সারিতে। সেই পরিসংখ্যান ধরলে এখনকার লগ্নি-পরিস্থিতি আরও অনেক ভাল। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের পরিসংখ্যানে ক্ষুদ্র শিল্পের কথা বলা থাকে না। মূলত বৃহৎ শিল্পের লগ্নি চিত্রই তুলে ধরে মন্ত্রক। দেশের লগ্নি-পরিস্থিতি যাচাইয়ের ক্ষেত্রে প্রতি মাসে প্রকাশিত এই পরিসংখ্যানের গুরুত্ব রয়েছে। কারণ, বিভিন্ন রাজ্য বরাবরই লগ্নির প্রস্তাব নিয়ে আকাশছ

যুদ্ধাস্ত্রের সংগ্রহশালা কাশীপুরে

Image
কেমন দেখতে ছিল পলাশির যুদ্ধের কামান? কার্গিল যুদ্ধে ব্যবহৃত কামানই বা কেমন ছিল? বিভিন্ন যুগের সমরাস্ত্র এ বার হাতে ছুঁয়ে দেখতে পারবে আমজনতা। জানতে পারবে সেই সংক্রান্ত গল্পও। সৌজন্যে, কাশীপুর গান অ্যান্ড শেল কারখানা। শুক্রবার ওই কারখানার নতুন সংগ্রহশালার উদ্বোধন করলেন সিনিয়র জেনারেল ম্যানেজার রাজীব চক্রবর্তী। তিনি জানান, প্রতিরক্ষা মন্ত্রক ও নাগরিকদের মধ্যে সেতুবন্ধনের কাজ করবে এই সংগ্রহশালা। স্কুল-কলেজের পড়ুয়ারা এসে ইতিহাস ঘাঁটতে পারবে। গবেষকেরাও প্রয়োজনে তথ্য সংগ্রহ করতে পারবেন। তুলে ধরা হচ্ছে স্থানীয় ইতিহাসও। কী ভাবে গঙ্গাতীরে এই এলাকা গড়ে উঠল, তা-ও নথি ও খণ্ডচিত্রে তুলে ধরা হয়েছে। রাজীববাবু জানান, ওই সংগ্রহশালায় পলাশির যুদ্ধ ও রঞ্জিত সিংহের ঐতিহাসিক কামান রয়েছে। রয়েছে ব্রি়টিশ সাম্রাজ্যের বীজমন্ত্র লেখা একটি গেটও। স্বাধীনতার পরবর্তী কালে যে সব কামান, বন্দুক তৈরি হয়েছে, থাকবে সেগুলিও। আপাতত কার্গিল যুদ্ধে ব্যবহৃত একটি 'আরসিএল গান' রয়েছে। কারখানা সূত্রের খবর, মাস আটেক আগে এই সংগ্রহশালা তৈরির পরিকল্পনা হয়। ওই জমিতে একটি দোতলা বাড়ি পরিত্যক্ত অবস্থায় ছিল। সেটিকে সারিয়ে তোলা হয়।

কিৎসা ‘ফ্রি’, জানা নেই অ্যাসিড আক্রান্তের স্ত্রীর

Image
সম্পত্তি নিয়ে গোলমালের জেরে মানসিক ভাবে অসুস্থ ব্যক্তির মাথায় অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ উঠল তাঁরই দাদা-বৌদির বিরুদ্ধে। যদিও অভিযোগের ভিত্তিতে পুলিশ বৌদিকে গ্রেফতারের আগেই তিনি পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, গ্রেফতার করা হয়েছে অ্যাসিড আক্রান্তের দাদাকে। ৩ জুলাই বারুইপুর থানা এলাকার শিখরবালি অঞ্চলের ঘটনা। কিন্তু অ্যাসিডে আক্রান্ত যুবকের স্ত্রীর অভিযোগ, স্বামীকে সুস্থ করতে যে সরকারি সাহায্য পাওয়ার কথা, তা তাঁকে থানা থেকে জানানো হয়নি। ফলে সরকারি হাসপাতালে রেখেও চিকিৎসার জন্য প্রতি দিন বেরিয়ে যাচ্ছে হাজার খানেক টাকা! ওই অ্যাসিড আক্রান্ত যুবকের স্ত্রী জানিয়েছেন, বিয়ের কয়েক বছর পরে তাঁর স্বামী মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়লে সংসার চালানোর জন্য তিনি একটি অফিসের সাফাইকর্মীর কাজের পাশাপাশি, একটি বাড়িতে পরিচারিকার কাজ করতে শুরু করেন। তাঁদের একটি আট বছরের সন্তান রয়েছে। গত ৩ জুলাই তিনি কাজে বেরোনোর পরে কোনও কারণে স্বামীর সঙ্গে গোলমাল হয় তাঁর দাদা-বৌদির। অভিযোগ, সেই গোলমালের জেরে তাঁর স্বামীকে প্রথমে বাঁশ দিয়ে মারধর করেন জা এবং ভাসুর এবং পরে স্বামীর মাথায় অ্যাসিডও ঢেলে দেন। তাঁর স্বামীর চিৎকার শুনতে পেয়

বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, ধৃত স্বামী-সহ পাঁচ

Image
শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল এক বধূর ঝুলন্ত দেহ। শুক্রবার সকালে, ব্যারাকপুরের মোহনপুর মধ্যপাড়ায়। মৃতার নাম মীনাক্ষী মুখোপাধ্যায় ঘোষ। তাঁর এক কাকার অভিযোগ, পণের দাবিতে মীনাক্ষীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে স্বামী চন্দন মুখোপাধ্যায় এবং মীনাক্ষীর শ্বশুর-শাশুড়ি ও দিদি-জামাইবাবুকে। চন্দন টিটাগড় থানার সিভিক ভলান্টিয়ার। মীনাক্ষীর পরিবারের অভিযোগ, গৃহশিক্ষকতার টাকা বৌমাকে শাশুড়ির হাতে তুলে দিতে হত। নিজের স্মার্টফোনে হাত দেওয়ার অধিকারই ছিল না তাঁর। পদে পদে শুনতে হত, ''বাপের বাড়ি থেকে কত পণ দিয়েছে, যে আরাম করে সময় কাটাবে?'' বছর পঁচিশের ওই যুবতীকে নিত্য দিন এমনই গঞ্জনা সহ্য করতে হত। এ দিন বধূর মৃত্যুর খবর জানাজানি হতে এলাকার বাসিন্দারা ওই বাড়িতে চড়াও হন। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মীনাক্ষীর স্বামীকে। চন্দনের বাবা-মা এবং দিদি-জামাইবাবুর বিরুদ্ধেও মীনাক্ষীকে অত্যাচার করার অভিযোগ থাকায় গ্রেফতার করা হয়েছে তাঁদেরও। স্থানীয় সূত্রের খবর, দেড় বছর বয়সে মা-বাবাকে হারিয়ে মধ্যপাড়ারই বাসিন্দা প্রতিবেশী অমর সেনের কাছে মানুষ হন মীনাক্ষী। লেখাপড়ায় বরাবরই ভাল ছাত্

আইনস্টাইন পাশ করলেন আরও এক কঠিন পরীক্ষা

Image
আবার পরীক্ষায় পাশ। এবং দারুণ রেজাল্ট। ছাত্রের নাম আলবার্ট আইনস্টাইন। বিজ্ঞানীদের তরফে সদ্য প্রকাশিত তথ্য জানাচ্ছে, ২৬,০০০ আলোকবর্ষ দূরেও নক্ষত্রের আলো খবর দিচ্ছে আইনস্টাইনের 'জেনারেল থিয়োরি অব রিলেটিভিটি' অক্ষরে-অক্ষরে ঠিক।  ১০২ বছর আগে প্রকাশিত তাঁর তত্ত্বে বিজ্ঞানী জানিয়েছিলেন, প্রচণ্ড মহাকর্ষীয় টান যে এলাকায় বিদ্যমান, সেখানে আলো প্রতি সেকেন্ডে কম তরঙ্গ সৃষ্টি করে ছড়াবে। বিজ্ঞানের পরিভাষায় এই ঘটনাকে বলে 'রেড শিফ্ট'। কারণ, প্রতি সেকেন্ডে কম তরঙ্গ সৃষ্টি করে ছড়ালে আলো লাল রঙের দিকে এগোয়।  মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে উপস্থিত এবং সূর্যের চেয়ে ৪০ লক্ষ গুণ বেশি ভারী এক ব্ল্যাক হোলের পাশ দিয়ে যাওয়ার সময়ে 'এস-টু' নামের এক তারা ঠিক ওই রকম ঘটনার সম্মুখীন কি-না, তা জানার চেষ্টা করছেন গবেষকরা। ওঁদের নেতৃত্বে ছিলেন জার্মানির গার্শিং-এ অবস্থিত 'ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ফিজিক্স'-এর বিজ্ঞানী রেইনহার্ড গেনজেল। জার্মানির তো বটেই, ফ্রান্স, পর্তুগাল, সুইৎজারল্যান্ড, নেদারল্যান্ডস, আমেরিকা এবং আয়ারল্যান্ডের কয়েকশো বিজ্ঞানী প্রায় তিন দশক ধরে

গরম খুন্তির ‘মার’ ছাত্রকে, ধৃত শিক্ষিকা

Image
g স্কুলে প্রার্থনার সময়ে খুদে পড়ুয়াদের পোশাক পরীক্ষা করছিলেন শিক্ষিকারা। তখনই কেজি টু-এর এক পড়ুয়ার সামনে যেতেই চমকে ওঠেন তাঁরা। দেখেন, পাঁচ বছরের শি‌শুটির হাতে-পায়ে পোড়া ক্ষত! কী ভাবে হল এমন ক্ষত? বারবার জিজ্ঞাসার পরে বিশাল রায় নামে ওই খুদে শিক্ষিকাদের জানায়, ''আন্টি খুন্তি দিয়ে মেরেছে।'' এর পরেই শিশুটির মাকে স্কুলে ডেকে পাঠান লিলুয়ার ওই ইংরেজি মাধ্যম স্কুলের কর্তৃপক্ষ। বিশালের মায়ের থেকে সবিস্তারে সব কিছু জানার পরে শুক্রবার সকালে তাঁকে নিয়েই থানায় যান স্কুলের শিক্ষিকারা। পড়ুয়াকে গুরুতর ভাবে আঘাত করার অভিযোগে এ দিন ওই গৃহশিক্ষিকাকে গ্রেফতার করেছে বেলুড় থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বেলুড় গিরিশ ঘোষ রোডের বাসিন্দা, পেশায় ট্রাকচালক মিথিলেশ রায় ও ঊষার একমাত্র ছেলে বিশাল। সে লিলুয়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। এ দিন সকালে হাতে-পায়ে ব্যান্ডেজ বেঁধে স্কুলে যায় ওই খুদে। ওই স্কুলের অ্যাকাডেমিক ইনচার্জ অভিষেক গুপ্ত জানান, প্রার্থনার আগে শিক্ষিকারা ওই ছাত্রের পোশাক পরীক্ষা করতে গিয়ে দেখতে পান ক্ষতগুলি। প্রথমে তাঁরা ভেবেছিলেন, বাড়িতেই কোনও ভাবে পুড়ে গিয়েছে ছাত্রটি। কিন

অনাহারে মৃত তিন শিশুর বাবা এ রাজ্যেরই! খোঁজ মিলল জন্মস্থানের

Image
অবশেষে সন্ধান পাওয়া গেল দিল্লিতে অনাহারে মৃত্যু তিন শিশুর পিতার প্রকৃত জন্মস্থান৷ ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার অন্তর্গত জঙ্গলমহলের গভীরে থাকা নেকড়ামহুলি গ্রামের বাসিন্দা তিনি ৷ যাকে মঙ্গল বলে সারাদেশ ইতিমধ্যেই চিনে গিয়েছে, তাঁর প্রকৃত নাম হরিহর সিংহ৷ রোজগারের জন্য প্রায় কুড়ি বছর আগে এ রাজ্য ছেড়ে চলে গিয়েছিলেন তিনি৷ সতেরো বছর আগে বাবা শুকরা সিংহ মারা যান। সেই সময়ই শেষবার তাঁকে দেখা গিয়েছিল মাত্র ৮ দিনের জন্য। তখন তাঁর বেশভূষা ছিল খানিকটা সন্ন্যাসীর মতো৷ পরিবারের লোকেরা জানতেন হরিহর সন্ন্যাসী হয়ে গিয়েছেন, অথবা মারা গিয়েছেন ৷ তাই তাঁর সন্ধানের চেষ্টাও আর করেননি হরিহরের ভাইয়েরা। ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার অন্তর্গত নেকড়ামহুলি গ্রাম৷ ৬ নং জাতীয় সড়ক থেকে প্রায় কুড়ি কিলোমিটার গভীর জঙ্গলের ভেতরে এই গ্রামটি রয়েছে ৷ ৩২টি আদিবাসী পরিবার নিয়ে এই গ্রাম৷ যাঁদের বেশির ভাগ লোকজনই দিনমজুর, নয়তো কৃষক৷  হরিহর সিংহ ওরফে মঙ্গলের আদিবাস এখানেই৷  পরিবারে মা-বাবা ও পাঁচ ভাই৷ তবে বাবা-মা ও বড় ভাই একাদশি সিংহ মারা গিয়েছেন৷  মঙ্গল কে বাদ দিলে ,বাকি তিন ভাই এখনও ওই গ্রামে থাকেন। চ

ট্রেনে ঘেন্না করছিলেন সবাই, কেউ বোঝেননি আসলে ইনি...

Image
সে দিন নাইট ডিউটি করে অফিস থেকে বাড়ি ফিরছিলাম। উঠেছিলাম সোনারপুর থেকে ক্যানিং লোকালে। সারা রাত কাজ করে শরীর বেশ অবসন্ন! সকালের দিকে ডাউন ট্রেনগুলো ফাঁকাই থাকে। তাই বেশ নিশ্চিন্তেই ঘুমানো যায়। আমিও সে দিন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ কানের কাছে চিৎকার শুনে ঘুমটা ভেঙে গেল। আমার সামনের সিটে তখন 'পাগলে-মানুষে' টানাটানি। সিটে বসে থাকা এক 'পাগল' মহিলাকে দরজার কাছে মেঝেতে গিয়ে বসতে বলছেন কয়েক জন মহিলা যাত্রী! গায়ে নোংরা, ফুটিফাটা পোশাক জড়ানো এক বয়স্ক মহিলা। উস্কোখুস্কো, অবিন্যস্ত চুল। কথায় আর যুক্তিতে কিন্তু তিনি অনেককেই হার মানাবেন। ঠিক যতটা হেয় সুরে, গলা চড়িয়ে তাঁকে নীচে নেমে বসার জন্য জোরাজুরি করছিলেন যাত্রীরা, তিনি ঠিক ততটাই নাছোড়বান্দা। কেন সিট থেকে তাঁকে নামতে হবে? তাঁর 'অপরাধ' কী? ট্রেন তো সকলের! এবং তাঁরও যে কোনও সিটে বসার অধিকার আছে... ওই মহিলার মুখে এমন দৃঢ় এবং স্পষ্ট কথা শুনে রীতিমতো থ হয়ে গিয়েছিলেন যাত্রীরা। কোনও অবান্তর যুক্তি তিনি দেননি। তাই তাঁর বিপক্ষে কেউ একটা কথাও বলতে পারেননি সে দিন। বাকি রাস্তাটা নিজের আসনে বসেই গিয়েছিলেন ওই মহিলা। কয়েকটা স্টেশন পরে

অনাহারে নয়, ৩ শিশুর মৃত্যু বিষে, দাবি নয়া রিপোর্টে

Image
অনাহার না বিষক্রিয়া! দিল্লির মান্ডাবলীতে তিন শিশুর মৃত্যু ঘিরে নতুন রহস্য ঘনাচ্ছে। ময়না-তদন্তের ভিত্তিতে দিল্লি পুলিশ জানিয়েছিল, অনাহার ও অপুষ্টি ওই শিশুকন্যাদের মৃত্যুর কারণ। নিশ্চিত হতে দ্বিতীয় বার ময়না-তদন্তও করা হয়। ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেয় অরবিন্দ কেজরীবালের সরকার। তদন্তের দায়িত্ব পান সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (প্রীত বিহার) অরুণ গুপ্ত। মৃত শিশুদের ঘরে কিছু ওষুধ পাওয়ায় আলাদা করে তদন্ত শুরু করেন তিনি। তাঁর রিপোর্টে বিষক্রিয়ার সম্ভাবনা তুলে ধরা হয়েছে। অভিযোগের তির বাবা মঙ্গলের দিকে। রিপোর্টে বলা হয়েছে, ২৩ জুলাই তিন বোনেরই পেট খারাপের পাশাপাশি বমি হতে থাকে। শরীরে জলের অভাব দেখা যায়। ওই দিন রাতে অসুস্থ তিন বোনকে তাদের বাবা গরম জলে কোনও ওষুধ মিশিয়ে খাইয়েছিলেন। ম্যাজিস্ট্রেটের সন্দেহ, ওই ওষুধ খাওয়ানোর পরের দিন সকালেই তিন বোন মারা যায়।  ঘটনাচক্রে সে দিন সকাল থেকেই মঙ্গল নিখোঁজ। কী ওষুধ খাওয়ানো হয়েছিল, মঙ্গল নিখোঁজ কেন— তা তদন্ত করে দেখার সুপারিশ করেছেন ম্যাজিস্ট্রেট। সূত্রের খবর, মঙ্গলের বন্ধু নারায়ণকে জেরা করেই ওষুধ খাওয়ানোর বিষয়টি জানা গিয়েছে। তবে প্রশ্ন উঠেছ

যেচে আলাপ করছে রেল স্টেশনে? সতর্ক থাকুন…

Image
বিধাননগর স্টেশনের এক আর দু'নম্বর প্ল্যাটফর্মের মাঝে ওভারব্রিজে দাঁড়িয়ে ট্রেনের ঘোষণার অপেক্ষা করছিলেন এক যুবতী। তবে সেই অপেক্ষায় অস্থিরতার ছাপ স্পষ্ট। কারণ তিনি লক্ষ করছিলেন, খানিক দূরে দাঁড়িয়ে তাঁর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছেন এক তরুণী। এ বার কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়ান ওই যুবতী। তাতেও লাভ হয়নি। দেখলেন, তরুণীর পর্যবেক্ষণ বন্ধ হয়নি! বাধ্য হয়ে যুবতী প্রশ্ন করেন, ''কিছু বলবে?'' কাছে এগিয়ে এসে তরুণী বলেন, ''আপনাকে ভারী মিষ্টি দেখতে।'' ধন্যবাদ বলে এগিয়ে যাচ্ছিলেন যুবতী। তখনই একের পর এক প্রশ্ন করতে শুরু করেন তরুণী। জানতে চান, ''আপনি কোথায় থাকেন? কী করেন? কী নাম আপনার?'' সব উত্তর পাওয়ার পরে তরুণীর দাবি, ''আমার কোনও ভাল বন্ধু নেই। আপনাকে বড় ভাল লেগেছে। ফোন নম্বরটা দিন, কথা বলব।'' শেষ প্রশ্ন, ''হোয়াটসঅ্যাপে আছেন?'' ঠিক এ ভাবেই গত কয়েক দিনে কলকাতা এবং সংলগ্ন এলাকার বিভিন্ন রেল স্টেশনে অপেক্ষাকৃত কমবয়সী মেয়েদের সঙ্গে আলাপ জমানোর এবং ফোন নম্বর নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। বেশির ভাগ ক্ষেত্রেই নম্বর চাইতে দ