Posts

Showing posts from July 22, 2018

মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে ২১ দিনে ২৯টি শিশুর মৃত্যু

Image
২১ দিনে মধ্যপ্রদেশের গুনা হাসপাতালে ২৯টি সদ্যোজাতের মৃত্যু৷ মৃতদের পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতিতেই সদ্যোজাতগুলির মৃত্যু হয়েছে৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ খারিজ করে দিয়েছে৷ তাদের দাবি, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সদ্যোজাতগুলিকে৷ বাঁচার কোনও সম্ভাবনাও ছিল না তাদের৷ তা সত্ত্বেও হাসপাতালের স্পেশ্যাল নিউবর্ন কেয়ার ইউনিটে ভরতি নিয়ে চেষ্টা করা হয়৷ কিন্তু হাজার চেষ্টাতেও সফল হননি চিকিৎসকরা৷ মারা গিয়েছে প্রত্যেকেই৷ বিজেপি শাসিত মধ্যপ্রদেশের গুনা জেলা হাসপাতালে ২১ দিনে ২৯টি শিশুর মৃত্যু হয়েছে৷ শেষ এক সপ্তাহে ৬টি শিশু মারা যায়৷ হাসপাতালের আরও এক চিকিৎসায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উড়িয়ে দেন৷ পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, ''২১ জুলাই পর্যন্ত ২৯টি শিশুর মৃত্যু এমন কোনও বড় সংখ্যা নয়৷ কারণ শেষ তিন মাসে হাসপাতালে ৯৪৮ জন সদ্যোজাতর মধ্যে মাত্র ১১৮ জন শিশু মারা গিয়েছে৷ এর আগে এপ্রিল মাসে ২৬ জন, মে মাসে ৪৩ জন ও জুন মাসে ৪৯ জন শিশুর মৃত্যু হয়েছে৷'' তাঁর আরও দাবি, ওই শিশুদের গুরুতর অবস্থায় নিয়ে আসা হয়েছিল৷ তারা চিকিৎসার সময়টুকুও পায়নি৷ অনে

প্রথমবার কম্পিউটারের মাধ্যমে কর্মী নিয়োগের পরীক্ষা হচ্ছে রেলে

Image
নয়াদিল্লি: ভারতীয় রেলে প্রথমবার কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হবে কম্পিউটারের মাধ্যমে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদের জন্য পরীক্ষা হবে ৯ অগাস্ট। শূন্যপদ ২৬,৫০২। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৭.৫৬ লক্ষ। রেলের এক আধিকারিক জানিয়েছেন, প্রথম পর্যায়ের পরীক্ষার জন্য এ মাসের ২৬ তারিখ মক লিঙ্ক কার্যকর করা হবে। পরীক্ষার চার দিন আগে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ই-কল লেটার ডাউনলোড করা যাবে। রেলের পক্ষ থেকে এক নোটিসে জানানো হয়েছে, 'আরআরবি-র ওয়েবসাইটে লগ ইন করে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রের শহর, তারিখ ও সময় জানতে পারবেন। এছাড়া ই-কল লেটারও ডাউনলোড করা যাবে। তফশিলী জাতি ও উপজাতির পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকে বিনামূল্যে যাতায়াতের পাশও ডাউনলোড করতে পারবেন। সাধারণ পরীক্ষার্থীদের জন্য এক ঘণ্টা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ৮০ মিনিটের পরীক্ষা হবে। ৭৫টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের ক্ষেত্রে ১/৩ নেগেটিভ মার্কিং থাকবে।' রেলবোর্ডের তথ্য ও প্রচার বিভাগের ডিরেক্টর রাজেশ বাজপেয়ী পরীক্ষার্থীদের সতর্ক করে বলেছেন, 'আমরা সব পরীক্ষার্থীর কাছে আবেদন জানাচ্ছি, নিয়

২১ বছর পর চাকরি পেলেন সিরাজুল

Image
২১ জুলাই ১৯৯৩৷ দিনটার কথা মনে পড়লে এখনও চমকে ওঠেন৷ নিজে পুলিশ কর্মী হয়েও ২১ জুলাই পুলিশি অত্যাচারের কথা বলতে গিয়ে এখনও শিউরে ওঠেন৷ বলতে বলতে থমকে যান৷ ঘটনার বর্ণনা দিতে গিয়ে এখনও দু'চোখে জল আসে বছর ৫০-এর পুলিশ কর্মী সিরাজুল ইসলামের৷ বলতেও ভয় পান৷ কষ্টে গুমরে ওঠেন, তৎকালীন কংগ্রেসনেত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা পুলিশকর্মী সিরাজুল৷ পুলিশের বন্দুকের মুখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর মাশুলও গুনতে হয়েছে তাঁকে৷ মমতাকে বাঁচানোর অপরাধে বরখাস্ত হয়েছিলেন৷ কিন্তু, অবশেষে এল সুদিন৷ প্রায় ২১ বছর চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর অবশেষে চাকরিতে ফিরতে চলেছেন পুলিশ কর্মী সিরাজুল ইসলামের৷ উত্তর ২৪ পরগনার গোবরডাঙার ইছাপুর ভদ্রডাঙ্গা গ্রাম৷ চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর কোনওক্রমে মা-বাবা-ভাই ও বোনকে নিয়ে সংসার চালিয়ে যাচ্ছিলেন সিরাজুল৷ পুলিশের চাকরি হারিয়ে সাইকেলে মুদিখানার জিনিস ফেরি করে সংসার চালান৷ দিনে ১০০-১৫০ টাকার উপার্জনেই চলে নুন আনতে পানতা ফোরানো সংসার৷ ফেরি করে সংসার চালালেও নিজের অধিকার রক্ষার লড়াই চালিয়ে গিয়েছেন ঘাম-রক্ত দিয়ে৷ লড়েছেন দীর্ঘ মাম

পুলিশ লকআপে আত্মঘাতী ধর্ষণে অভিযুক্ত, নদিয়ায় চাঞ্চল্য

Image
নদিয়া: পুলিশ লকআপে গলায় ফাঁস লাগিয়ে আত্মহননের ঘটনা ঘটল নদিয়ায়। আত্মঘাতী ব্যক্তি ধর্ষণে অভিযুক্ত। মৃতের নাম রবিন রায় (৫৯)। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালের পুলিশ লকআপে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শক্তিনগর হাসপাতাল চত্বরে। গত বৃহস্পতিবার থেকে ওই পুলিশ লকআপেই ছিল অভিযুক্ত। মূলত ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ওখানে পাঠানো হয়েছিল। সেখানেই লকআপের  শৌচাগারের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় অভিযুক্ত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধর্ষণের ঘটনায় বোধহয় অনুশোচনা হয়েছিল অভিযুক্তের। তাই লোকলজ্জার ভয়ে আত্মহননের পথ বেছে নেওয়া হয়েছে। রবিবার সকালে দীর্ঘক্ষণ শৌচাগার থেকে না বেরনোয় রক্ষীদের সন্দেহ হয়। দরজা ভাঙলে দেখা যায়, গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে রবিন রায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, রবিন রায়ের বাড়ি নদিয়ার তাহেরপুর থানার দিঘিরপাড় এলাকায়। তার বিরুদ্ধে প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ রয়েছে। সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার ডাক্তারি পরীক্ষার জন্য চলতি মাসের ১৯ তারিখে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশ লকআপে

লাগাতার বৃষ্টিতে দিঘায় ভাঙল বিশ্ববাংলার লোগো

Image
কাঁথি: টানা দুর্যোগের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশ্ববাংলার লোগো৷ আজ, রবিবার দিঘা পার্কে লাগানো বিশ্ববাংলার একটি গ্লোব ভেঙে পড়ে৷ বিকট শব্দ শুনে ছুটে যান স্থানীয়রা৷ দেখেন, পার্কের মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে বিশ্ববাংলার লোগোর আদলে তৈরি কংক্রিটের মডেল৷ তবে, পার্কটি বন্ধ থাকার কারণে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷ বাংলায় ক্ষমতায় আসার আগে দিঘাকে গোয়া বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রতিশ্রুতি পূরণে দিঘাকে ঢেলে সাজানোর ব্যবস্থাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কয়েক কোটি টাকা খরচে দিঘার পার বাঁধানো থেকে শুরু করে পর্যন্ত আলো, জলের ব্যবস্থা গড়ে তুলেছে রাজ্য সরকার৷ দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের মাধ্যমেও ঝাঁ চকচকে করে তোলা হয়েছে দিঘার সৈকত৷ বেড়েছে নজরদারি৷ পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে দিঘার প্রবেশ পথে বিশাল তোরণ গড়ে তোলা হয়েছে৷ ঢেলে সাজানো হয়েছে দিঘা স্টেশন সংলগ্ন পার্ক৷ রাজ্য সরকারের উন্নয়নের প্রতীক হিসাবে দিঘা পার্কে একটি বিশ্ববাংলার লোগো বসানো হয়৷ কিন্তু, এদিন সকালে হঠাৎ ভেঙে পড়ে ওই লোগাটি৷ মনে করা হচ্ছে, টানা বৃষ্টির জেরে

মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে ২১ দিনে ২৯টি শিশুর মৃত্যু, উঠছে গাফিলতির অভিযোগ

Image
২১ দিনে মধ্যপ্রদেশের গুনা হাসপাতালে ২৯টি সদ্যোজাতের মৃত্যু৷ মৃতদের পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতিতেই সদ্যোজাতগুলির মৃত্যু হয়েছে৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ খারিজ করে দিয়েছে৷ তাদের দাবি, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সদ্যোজাতগুলিকে৷ বাঁচার কোনও সম্ভাবনাও ছিল না তাদের৷ তা সত্ত্বেও হাসপাতালের স্পেশ্যাল নিউবর্ন কেয়ার ইউনিটে ভরতি নিয়ে চেষ্টা করা হয়৷ কিন্তু হাজার চেষ্টাতেও সফল হননি চিকিৎসকরা৷ মারা গিয়েছে প্রত্যেকেই৷ বিজেপি শাসিত মধ্যপ্রদেশের গুনা জেলা হাসপাতালে ২১ দিনে ২৯টি শিশুর মৃত্যু হয়েছে৷ শেষ এক সপ্তাহে ৬টি শিশু মারা যায়৷ হাসপাতালের আরও এক চিকিৎসায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উড়িয়ে দেন৷ পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, ''২১ জুলাই পর্যন্ত ২৯টি শিশুর মৃত্যু এমন কোনও বড় সংখ্যা নয়৷ কারণ শেষ তিন মাসে হাসপাতালে ৯৪৮ জন সদ্যোজাতর মধ্যে মাত্র ১১৮ জন শিশু মারা গিয়েছে৷ এর আগে এপ্রিল মাসে ২৬ জন, মে মাসে ৪৩ জন ও জুন মাসে ৪৯ জন শিশুর মৃত্যু হয়েছে৷'' তাঁর আরও দাবি, ওই শিশুদের গুরুতর অবস্থায় নিয়ে আসা হয়েছিল৷ তারা চিকিৎসার সময়টুকুও পায়নি৷ অনে

সম্পর্কের টানাপোড়েনের জের ! হোয়াটসঅ্যাপ ভিডিও চ্যাটেই আত্মহত্যা প্রেমিকের

Image
প্রেমিকার সঙ্গে হোয়াটসঅ্যাপ ভিডিও চ্যাটেই বিষ খেয়ে আত্মঘাতী কলেজছাত্র সৌপ্তিক মণ্ডল ৷ প্রেমিকার বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে সৌপ্তিকের পরিবার ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ ঘটনার সূত্রপাত ৬ জুলাই ৷ প্রেমিকার সঙ্গে হোয়াটসঅ্যাপে লাইভ ভিডিও চ্যাট করছিল সৌপ্তিক ৷ আচমকাই শুরু হয় ঝামেলা ৷ এরপরই বিষ খেয়ে আত্মহত্যা করে সৌপ্তিক ৷ ছেলেটির পরিবারের অভিযোগ, হোয়াটসঅ্যাপ প্রেমিকার সঙ্গে লাইভ ভিডিও চ্যাট করার সময়ই আত্মহত্যা করে সৌপ্তিক ৷ এমনকী, প্রেমিক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করতেও প্রেমিকা কোনওরকম বাধা দেয়নি ৷ উল্টে আত্মহত্যার প্ররোচনা দেয় বলে দাবি করেন ছেলেটির মা ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ৬জুলাই বিষ খাওয়ার পর বাড়িতেই অসুস্থ হয়ে পড়ে সৌপ্তিক ৷ তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এরপর সেখান থেকে সৌপ্তিককে নিয়ে যাওয়া হয় দিল্লিতে ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ! গত ১৬ জুলাই দিল্লি হাসপাতালেই মৃত্যু হয় সৌপ্তিকের ৷ জানা গিয়েছে, মৃত সৌপ্তিক জলপাইগুড়ি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল ৷ পুলিশ সূত্রে খবর, কোতয়ালি থানায় আত্মসমর্পণ করে প্রেমিকা ৷

লকার ভাঙতেই ৫৫০ কোটির ‘গুপ্তধন’ বেঙ্গালুরুর ক্লাবে

Image
বেঙ্গালুরুর সেন্ট মার্কস রোড। শহরের অভিজাত এলাকার এই রাস্তাতেই সম্পন্ন লোকেদের ধনী ক্লাব বোরিং ইনস্টিটিউট। প্রায় দেড়শো বছর পুরনো এই ক্লাবের বন্ধ হয়ে থাকা লকারগুলি নিয়ে  দীর্ঘদিন ধরেই বিব্রত ছিলেন কর্মকর্তারা। বারবার নোটিস  দেওয়া সত্ত্বেও কোনও সদস্যই লকার সাফ করতে রাজি হচ্ছিলেন না। ই-মেল পাঠানো, মোবাইলে এস এম এস, ক্লাব চত্বরে নোটিস সাঁটানো,বাকি ছিল না কিছুই। শুক্রবার বাধ্য হয়েই ক্লাবের লকার ভাঙতে শুরু করেন ক্লাব কর্তৃপক্ষ। তারপরই চক্ষু চড়কগাছ। মেলে গুপ্তধনের হদিশ। ক্লাবের ব্যাডমিন্টন কোর্টের তিনটি লকার ভেঙে বেরিয়েছে ৫০০ কোটি টাকার সম্পত্তির দলিল, আট কোটি টাকার সোনা ও হিরে, চার কোটি টাকার বিদেশি মুদ্রা ও দু কোটি ভারতীয় টাকা। সব মিলিয়ে ৫৫০ কোটি। কিন্তু কে ক্লাবের লকারে লুকিয়ে রেখেছিলেন এই গুপ্তধন? ৬৯, ৭১ আর ৭৮। এই তিনটি লকার কারও নামেই নথিবদ্ধ  ছিল না। পরে অবশ্য এই গুপ্তধনের মালিক নিজেই এসে ক্লাবে যোগাযোগ করেন। তিনি শহরেরই রিয়েল এস্টেট ব্যবসায়ী অবিনাশ অমরলাল কুকরেজা।  যদিও তিনি নিয়মিত ক্লাবে আসেন না। তাঁর মা অবশ্য ক্লাবে নিয়মিত এসে তাস খেলেন। সমস্ত সম্পত্তিই বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ।

বিএমডব্লিউ নিয়ে পর পর গাড়িতে ধাক্কা, গ্রেফতার টিভি স্টার সিদ্ধার্থ শুক্ল

Image
গাড়ি দুর্ঘটনায় মুম্বইয়ের টিভি স্টার সিদ্ধার্থ শুক্ল। শনিবার সন্ধ্যায় ওশিওয়াড়া এলাকায় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে ধাক্কা মারে। ঘটনায় অন্য গাড়িতে থাকা কয়েকজন যাত্রী অল্পবিস্তর আহত হয়েছেন। অভিনতোকে গ্রেফতার করে পুলিশ। তবে ৫০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় নিজের বিএমডব্লিউ এসইউভি গাড়ি চালিয়ে ওশিওয়াড়া থেকে লোখন্ডওয়ালার দিকে যাচ্ছিলেন সিদ্ধার্থ। রাস্তায় মেগা মলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রথমে একটি পোলে ধাক্কা মারার পর রাস্তায় দাঁড়িয়ে থাকা পরপর তিনটি গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে। এর পর ডিভাইডারের উপর উঠে পড়ে সিদ্ধার্থের গাড়ি। সামান্য চোট পান টিভি তারকা। অন্য গাড়িতে থাকা কয়েকজনও আহত হন। পুলিশ ঘটনাস্থলে এসে সিদ্ধার্থকে গ্রেফতার করে। তিনি মত্ত অবস্থায় ছিলেন কিনা, তা জানতে সিদ্ধার্থের মেডিক্যাল পরীক্ষা করায় পুলিশ। তবে আদালতে পরে পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মেলে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও মোটর ভেহিক্যাল অ্যাক্টের একাধিক ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হিন্দি টিভি ধারাবাহিক 'বাবুল কা অঙ্গন ছ

বড়াই ছেড়ে কিছু করে দেখান, মোদীকে খোঁচা মনমোহনের

Image
শুধুই আত্মপ্রচার, নিজের প্রশংসা আর অহঙ্কার করলে কিছুই হবে না। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মোদী সরকার স্পষ্ট নীতি ঘোষণা করুক। তা কী ভাবে কার্যকর হবে, তা জানাক। এই ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করলেন পূর্বতন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আগামী বছর লোকসভা ভোটে লড়ার জন্য কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে পূর্ণ সমর্থনেরও আশ্বাস দিলেন। রবিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি)-র বৈঠকে মনমোহন দেশের সামাজিক সংহতি নষ্ট করা ও অর্থনৈতিক উন্নয়নের গতি স্তিমিত হয়ে পড়ার দায় চাপিয়েছেন প্রধানমন্ত্রী মোদী ও তাঁর সরকারের ঘাড়ে। আর তার হাত থেকে দেশের মানুষকে রেহাই দেওয়ার জন্য কংগ্রেসে রাহুলের হাত শক্ত করার আহ্বান জানিয়েছেন। গত ডিসেম্বরে দলের সভাপতি হওয়ার পর নতুন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এ দিন সভাপতিত্ব করেন রাহুল। লোকসভায় অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পরেও যে কংগ্রেস মনোবল হারায়নি, এ দিন তা স্পষ্ট হয়ে যায় মনমোহনের বক্তব্যে। গত দু'মাস ধরেই মোদীর সঙ্গে চাপানউতোর চলছে মনমোহনের। পূর্বতন প্রধানমন্ত্রী এ দিন বলেন, ''প্রধানমন্ত্রী মোদী আত্ম-প্রশংসা ও অহঙ্কারের যে সংস্কৃতি চাল

শহরের ব্যবসায়ীকে 'অপহরণ' করে 'মুক্তিপণ' দাবি! গ্রেফতার ৪

Image
ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগে গার্ডেনরিচ থেকে গ্রেফতার করা হয়েছে চারজনকে। অভিযুক্তদের রবিবার আলিপুর আদালতে তোলা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। গার্ডেনরিচের রাজাবাগানের বাসিন্দা ২২ বছরের যুবক পেশায় ব্যবসায়ী। শনিবার বেরিয়েছিলেন ব্যবসার কাজে। হঠাৎই যুবকের বাবার কাছে ফোন আসে ছেলের জন্য মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে খুন করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ব্যবসায়ীর বাবা শনিবার রাতে রাজাবাগান থানায় অভিযোগ জানান। পুলিশের কথা মতো মুক্তিপণের টাকা নিয়ে অপহরণকারীদের বলে দেওয়া জায়গায় হাজির হয়ে যান। দূর থেকে সাদা পোশাকে তাকে অনুসরণ করতে থাকে পুলিশ। এদিকে ব্যবসায়ীর বাবাকে যে ফোন থেকে ফোন করা হচ্ছিল পুলিশের তরফে সেই ফোনের টাওয়ার লোকেশন পরীক্ষা করে দেখা যায়, সেটি রয়েছে গার্ডেনরিচের একটি নার্সিংহোমের কাছে। টাকা নিয়ে যাওয়ার পরেও, প্রথমে অপহৃত যুবককে ছাড়তে চাওয়া হয়নি বলে অভিযোগ। কিন্তু যুবকের বাবা যখন বলেন, এক হাতে টাকা অন্য হাতে ছেলেকে ফেরত দিতে হবে, সেই সময় রাজি হয়ে যায় অপহরণকারীরা। এরপর টাকা হাতে তুলে দিয়ে নিজের ছেলেকে নিয়ে এগোতে থাকেন ওই

বিছানায় মিলল বাবা-মায়ের রক্তাক্ত দেহ, পাশে ঘুমাচ্ছে ২ সন্তান

Image
দার্জিলিঙে দম্পতির রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার কেটারিং ব্যবসায়ী ও তাঁর স্ত্রীর রক্তাক্ত দেহ। বিছানায় ঘুমন্ত অবস্থায় মিলল ২ সন্তান। ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিস।  প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান। শনিবার রাতে কেউ বা কারা বাড়ির মধ্যে ঢুকে কেটারিং ব্যবসায়ী অজয় কুশওয়াহা ও তাঁর স্ত্রী মীনাকে খুন করে। তবে শিশু সন্তানরা কেন তা টের পেলেন না তা ভাবাচ্ছে পুলিসকে। রবিবার সকালে খবর ছড়াতে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। বাড়ির সামনে ভিড় করেন স্থানীয়রা। পুলিস দেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনায় পারিবারিক বিবাদ না ব্যবসায়িক দ্বন্দ্ব, জানার চেষ্টা করছে পুলিস। ঘটনায় পৌঁছেছেন শিলিগুড়ির পদস্থ পুলিস আধিকারিকরা।

অবিকৃত অবস্থায় মিলল ৫০ বছরের পুরনো লাশ

Image
১৯৬৮ সালে ভেঙে পড়েছিল বায়ুসেনার একটি বিমান। সেই থেকে বিমানের কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেলেও বিমানটির যাত্রীদের কারোর সন্ধান মেলেনি। ৫০ বছর পর হিমাচল প্রদেশের ঢাকা হিমবাহ থেকে মিলল সেই যাত্রীদের একজনের অবিকৃত দেহ! একদল পর্বতারোহী সম্প্রতি ওই দেহটি খুঁজে পান। ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন ওই অঞ্চলে সাফাই অভিযান চালাচ্ছিল। সেসময়ই একটি বিমানের একটি ভাঙা অংশ তাদের নদরে আসে। তার পাশেই মেলে দেহটি। পরে পরীক্ষা করে জানা গিয়েছে ওই দেহটি ১৯৬৮ সালে বায়ুসেনার এক বিমান দুর্ঘটনায় মৃত এক ব্যক্তির দেহ। ১৯৬৮ সালের ৭ ফেব্রুয়ারি বায়ুসেনার এএন-১২ নামে একটি বিমান ১০২ জন যাত্রী নিয়ে চন্ডিগড় থেকে লেহ-তে যাচ্ছিল। খারাপ আবহাওয়ায় লেহ-তে নামতে পারেনি বিমানটি। মুখ ঘুরিয়ে ফেরার পথ ধরে। তারপর থেকেই বিমানটির কোনও খোঁজ মেলেনি। ২০০৩ সালে ঢাকা হিমবাহ থেকেই ভাঙা বিমানটির কিছু অংশ পাওযা যায়। তার থেকে জানা গিয়েছিল বিমানটি লাহাউল উপত্যকায় ভেঙে পড়েছিল। কিন্তু কারোর দেহ বা দেহাবশেষ মেলেনি তখন। চন্দ্রভাগা-১৩ পিকের রাস্তা সাফাই করতে গিয়েই তা পাওয়া গেল। দেহটি বরফে থাকায় প্রায় অবিকৃতই রয়েছে।

আমাজনের জঙ্গলে ২২ বছর ধরে একা থাকেন এই ব্যক্তি

Image
ব্রাজিলের আমাজনে ২২ বছর ধরে একা একটি মানুষ বাস করছেন। তার গোত্রের সবাই খুন হওয়ার পর থেকে ৫০ বছর বয়সী এ মানুষটি একাকী জীবন শুরু করেছেন। বলা হয়, তিনিই বিশ্বের নিঃসঙ্গ মানুষ। ব্রাজিল সরকারের ইনডেজিনাস এজেন্সি ফুনাই এ ভিডিওটি ধারণ করেছে।   দূর থেকে তোলা সেই অস্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে- একজন পুরুষ একটি কুড়াল দিয়ে গাছ কাটছেন।-খবর বিবিসি বাংলার। ভিডিওটি বিশ্বের নানা স্থানে শেয়ার করা হয়েছে, কিন্তু এখানে আরও অনেক বিষয় রয়েছে, যেগুলো আসলে খালি চোখে ধরা পড়ছে না। ব্রাজিল সরকারের ইনডেজিনাস এজেন্সি ফুনাই বলছে, ১৯৯৬ থেকে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। বেশ কয়েকটি কারণ রয়েছে এর পেছনে। প্রথমত তিনি বেঁচে আছেন কিনা সেটি নিশ্চিত করা। দ্বিতীয়ত কোন কোন এলাকায় তিনি ঘোরাফেরা করেন সে স্থানগুলো চিহ্নিত করা। ব্রাজিলের সংবিধান অনুযায়ী, প্রত্যেকটি আদিবাসীর জন্য ভূমি বা জমির অধিকার রয়েছে। লোকটির রনডোনিয়ার উত্তর-পশ্চিমের দিকে চলাচল রয়েছে। তাই ওই এলাকাকে সংরক্ষিত করার জন্য সরকারের নতুন করে আদেশ দেয়ার প্রয়োজন ছিল, আর সে কারণেই ভিডিওটি ধারণ করা হয়। তবে খুব কমই জানা যাচ্ছে এই লোকটি সম্পর্কে। যদিও তাকে নিয়ে

হলিউডে ঠিক যেন সিনেমা, বন্দুকবাজকে ঘিরে তিন ঘণ্টার রুদ্ধশ্বাস নাটক

Image
দিদা ও প্রেমিকাকে গুলি করে খুন। গাড়ি নিয়ে পালানোর চেষ্টা। পুলিশের তাড়ায় সুপারমার্কেটে ঢুকে কয়েকজনকে পণবন্দি করা। এবং সব শেষে আত্মসমর্পণ। শনিবার এমনই রুদ্ধশ্বাস নাটকের সাক্ষী হল মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলস। ওই সুপারমার্কেটে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেট্টি। আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাঁর নাম প্রকাশ করতে চায়নি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাউথ লস অ্যাঞ্জেলসে প্রথমে বাড়িতে ঢুকে নিজের দিদা ও প্রেমিকাকে গুলি করে খুন করেন ওই যুবক। পুলিশ তদন্তে নেমে হলিউডের কাছে অভিযুক্ত যুবকের গাড়ির সন্ধান পায়। গাড়ি থামাতে বললেও তিনি রাজি হননি। বাধ্য হয়ে পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে। চলন্ত গাড়ির ভিতর থেকেই গুলি চালাতে শুরু করেন ওই ব্যক্তি। তবে তাতে কেউ আহত হননি। বেশ কিছুক্ষণ ধাওয়া করার পর অবশেষে একটি পোলে ধাক্কা মারে ওই সন্দেহভাজনের গাড়ি। এরপর গাড়ি থেকে নেমে সামনেই ট্রেডার্স জো'স নামে একটি সুপারমার্কেটে ঢুকে পড়ে ওই আততায়ী। সেই সময়ই পুলিশ গুলি চালালে সুপারমার্কেটের সামনের দিকের কাচ ভেঙে যায়। কিন্তু আততায়ী নিরাপদেই সুপারমার্কেটের পিছনের দিকে

কনস্টেবল খুনের পাল্টা, কুলগামে সেনার গুলিতে নিহত তিন জঙ্গি

Image
জম্মু-কাশ্মীর পুলিশের কনস্টেবল খুনের ২৪ ঘণ্টার মধ্যে সেনা-পুলিশের যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল তিন জঙ্গি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নিহত জঙ্গিদের মধ্যে এক জন পাকিস্তানি। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে কুলগামের খুদওয়ানিতে তল্লাশি অভিযান চালায় যৌথবাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলে সেনারা। সেই সময়ই তাদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। তৎপরতার সঙ্গে পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। দু'পক্ষের মধ্যে কয়েক ঘণ্টার গুলির লড়াই চলে। সেই সময়ই যৌথবাহিনীর গুলিতে তিন জঙ্গির মৃত্যু হয়। আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখতে চিরুনি তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী। শুক্রবার সেলিম শাহ নামে এক ট্রেনি কনস্টেবলকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায় জঙ্গিরা। পর দিন তাঁর গুলিবিদ্ধ দেহ মেলে। সেলিমকে খুন করার আগে একটি ভিডিয়ো ফুটেজও ছড়িয়ে দেয় জঙ্গিরা। সেনা সূত্রে জানানো হয়েছে, সেই ফুটেজ খতিয়ে দেখে জায়গাটি চিহ্নিত করা হয়। তার পরই অভিযানে নামে যৌথবাহিনী। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি শেষপাল বৈদ জানান, কনস্টেবলকে অপহরণের পর থেকেই জঙ্গিদের খোঁজ চালানো হচ্ছিল। কুলগামে বেশ কয়েক জন জঙ্গি লুকিয়ে থাকার খবর

আপনার ভোডাফোন নম্বরে ডবল ডাটা পাওয়া যাবে কী না জানবেন কীভাবে?

Image
ভারতে টেলিকম জগতে প্রতিযোগিতা এখন তুঙ্গে। সব কোম্পানি নিজের গ্রাহককে খুশি করার জন্য একের পর এক অফার নিয়ে আসছে। এই তালিকার সবার উপরে অবশ্যই জিওর নাম থাকবে। তবে পিছিয়ে নেই ভোডাফোন। সম্প্রতি গ্রাহকদের ডবল ডাটা দিতে শুরু করেছে ভোডাফোন। তবে কোম্পানির সব গ্রাহক এই সুবিধা পাবেন না। নির্বাচিত কিছু গ্রাহক নির্দিষ্ট কয়েটি প্রিপেড প্ল্যানে ডবল ডাটা অফার পাবেন। আপনার নম্বরে এই অফারে আছে কী না জানবেন কীভাবে? কোম্পানি কোন গ্রাহকদের এই অফার দিচ্ছে?  আপনার নম্বরে ডবল ডাটা অফার পাওয়া যাবে কী না জেনে নিতে নিজের ভোডাফোন নম্বর থেকে ৫১১১১ টোল ফ্রি নম্বরে ফোন করুন। এই নম্বরে ফোন করলে শুরুতেই IVR এ আপনাকে ভাষা পছন্দ করতে বলবে। এর পরে কোম্পানি আপনাকে জানিয়ে দেবে আপনার নম্বরে এই ডবল ডাটা অফার পাওয়া যাবে কী না। সূত্র মারফৎ জানা গিয়েছে যে সব গ্রাহক এতোদিন 3G সিম ব্যবহার করতেন সেই গ্রাহক যদি এই অফার লঞ্চের পরে নতুন 4G সিম নিয়ে 4G হ্যান্ডসেটে সেই সিম ঢুকিয়ে ৫১১১১ এ কল করেন তবে গ্রাহক এই অফারের সুবিধা পেতে পারেন। এই কল করার আগে 4G নেটওয়ার্ক সিলেক্ট করা জরুরি। এছাড়াও কোন নম্বরে যদি নিয়মিত রিচার্জ না হয় তবে সেই গ্রাহ

মাদক খাইয়ে পুদুচেরিতে কিশোরীকে গণধর্ষণ, আটের খোঁজে বিশেষ টিম

Image
মাদক খাইয়ে ষোড়শীকে গণধর্ষণের ঘটনায় শনিবার ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুদুচেরি পুলিশ। অভিযুক্তদের শনাক্তও করা গিয়েছে। এর মধ্যে ভিকি নামে এক যুবক আবার ওই নাবালিকারই বন্ধু। পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা জানান, অভিযুক্তদের ধরতে তিনটে স্পেশাল টিম গড়া হয়েছে।  পুলিশ জানায়, বছর ষোলোর ওই কিশোরী এক বেসরকারি সংস্থার কর্মী। সেখানেই ভিকির সঙ্গে তার আলাপ। আলাপ থেকে বন্ধুত্ব। অভিযোগ, ভিকি নামে ওই যুবক তাকে একটি নারকেল ফার্মে তুলে নিয়ে গিয়ে, গা-জোয়ারি ধর্ষণ করে। জোর করে সেখানে ওই কিশোরীকে মাদক খাওয়ানো হয়। এরপর ফোন করে বন্ধুদের ডেকে, সবাই মিলে ফের তাকে ধর্ষণ করে। কিশোরী অচৈতন্য হয়ে পড়লে, অভিযুক্তরা পালিয়ে যায়। জ্ঞান ফিরলে, বাড়ি ফিরে ঘটনার কথা জানায়। পরে, মা-বাবার সঙ্গেই শিশুসুরক্ষা দফতরে যায় নিগৃহীতা। তাদের পরামর্শেই থানায় গিয়ে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করে। এই ঘটনায় শনিবার আট জনের নামে অভিযোগ দায়ে হয়েছে। পকসো আইনে তাদের বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও অপহরণের অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ভিকি ছাড়াও অভিযোগে নাম রয়েছে মুগিলান, কান্নাদাসান, সূর্য, অশোক, দেবা কালাই ও পি সূর্যর। ঘটনার পর থেকেই এরা ফেরা

দু’বছর পর বাড়ি ফিরল পাচার হওয়া কিশোরী, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ

Image
মালবাজার: প্রায় দু'বছর পরে পালিয়ে বাড়ি ফিরল পাচার হয়ে যাওয়া কিশোরী। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পাচারকারী সুরজ গোয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয় কিশোরীকে। তারপর মালবাজার শহরের একটি বাড়িতে আটকে রেখে তাকে লাগাতার ধর্ষণ করে পাচারকারী। শেষ পর্যন্ত দালালের মাধ্যমে দিল্লিতে বিক্রি করে দেওয়া হয়। সেখান থেকেই পালিয়ে মালবাজারে ফিরল নির্যাতিতা। ঘটনাটি ডুয়ার্সের মেটেলি ব্লকের ইন্ডং চা বাগান এলাকার। পুলিশ জানিয়েছে, বেড়াতে নিয়ে যাওয়ার নাম করেই ওই কিশোরীকে বাড়ি থেকে নিয়ে যায় সুরজ। প্রায় দু'বছর আগের ঘটনা। ঘটনার সময় চা বাগানে ছিলেন কিশোরীর বাবা-মা। বাড়িতে ফিরে অনেক খোঁজাখুঁজির পরও মেয়ে কোথায় জানতে পারেননি। একটা সময় স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা "স্টেপ"-এর দ্বারস্থ হন বাবা-মা। বলাবাহুল্য, এই "স্টেপ" মালবাজার এলাকার চা-বাগানে শিশুও নারী পাচার রুখতে অগ্রণী ভূমিকা নিয়েছে। তবে ওই নিখোঁজ কিশোরীর বাবা-মায়ের জন্য বিশেষ কিছুই করে উঠতে পারেনি সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থাটি। এদিকে কিশোরীকে মালবাজার শহরের একটি বাড়

মুখ থেকে গ্যাঁজলা ওঠা ছবি প্রেমিকাকে পাঠিয়ে আত্মহত্যা কিশোরের

Image
জলপাইগুড়ি : "আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে একটু হাসপাতালে নিয়ে যাও।" এটাই ছিল মৃত্যুর আগে প্রেমিকের শেষ কথা। অভিযোগ, প্রেমিকার জবাব ছিল, "তুই মরে যা"। এরপরই শেষবার বিষভর্তি গ্লাসে চুমুক দেয় প্রেমিক। হঠাৎ বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপে লেখা। মৃত্যু হয় সৌপ্তিকের। সৌপ্তিক মণ্ডল। জলপাইগুড়ি জেলার পাণ্ডা পাড়ার বাসিন্দা। জেলা স্কুলে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করত। স্থানীয় এক কিশোরীর সঙ্গে ক্লাস এইট থেকে পরিচয়। সেই পরিচয়ই বদলে গিয়েছিল প্রেমের সম্পর্কে। কিন্ত, চলতি বছর ফেব্রুয়ারি মাস থেকে ওই কিশোরী সৌপ্তিকের সঙ্গে দূরত্ব বাড়ানোর চেষ্টা করে। জানা গেছে, গত ৬ জুলাই দুপুরবেলা সৌপ্তিক হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানায়, সে বিষপান করে আত্মহত্যা করবে। সৌপ্তিকের বাবার অভিযোগ, সেই কথায় পাত্তা দেয়নি ওই কিশোরী। এমনকী বিষ খাওয়ার পর ছবি তুলেও পাঠায় সে। সৌপ্তিকের বাবা শান্তি মণ্ডল বলেন, "ও আমার ছোটো ছেলে। মেয়েটা এই ঘটনার কথা পুরো জানত। ও যদি তখনও আমাদের ফোন করে একটু সতর্ক করত, তাহলে ছেলেটাকে বাঁচাতে পারতাম। মেয়েটাই হোয়াটসঅ্যাপের লাইভ চ্যাটে আমার ছেলেকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে। আমি ওর কঠোর শাস্ত

দেড় লক্ষের বেশি লোক হয়নি মমতার সভায়: মুকুল

Image
বালুরঘাট: ২১ জুলাই-এর জন সমাবেশে উপস্থিত লোক সংখ্যা মাত্র দেড় লক্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তাঁর দল যাই দাবি করুন না কেন আসলে সেখানে দেড় লক্ষ মানুষের জমায়েত হয়েছে বলে দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। মমতা ব্রিগেডের এক সময়কার সেনাপতি মুকুল রায় শনিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে রীতিমত সংখ্যাতত্ব দিয়ে এমনটাই দাবি করেছেন। এদিন গুলমোহরের আয়োজিত বিজেপি-তে যোগদান কর্মসূচি নামক সভায় কংগ্রেস তৃণমূল আরএসপি ও সিপিআইএম থেকে বহু নেতা ও জনপ্রতিনিধি বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে স্বাগত জানাতে মুকুল রায় ছাড়াও উপস্থিত হয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গী।   ২১ জুলাইয়ের জন সমাবেশের সংখ্যা নিয়ে কটাক্ষ করতে গিয়ে মুকুল রায় জানিয়েছেন, এসপ্ল্যানেডে যেখানে সভাটি হয়েছে। সেখানে জরিনা ক্রসিং থেকে ভিক্টরিয়া পর্যন্ত দৈর্ঘ হল ছয়শো মিটার অর্থাৎ ১৯৬৮ ফিট। সেই রাস্তাটির চওড়া হলো ৮৫ মিটার অর্থাৎ ২৭৮ ফিট। যার আয়তন পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার ১০৪ স্কোয়ার ফিট। সেই স্থানে যদি একটি মানুষকে দাঁড়াতে বা বসতে হয়ে তাহলে তাঁর জায়গা লাগবে চার স্কোয়ার ফিট। তাহলে সর্ব সাকুল্যে সেখানে

স্যানিটারি ন্যাপকিনে কর ছাড়, সরল রিটার্নও

Image
জিএসটি পরিষদের সভায় অর্থমন্ত্রী পীযূষ গয়াল। বছর ঘুরলেই লোকসভা ভোট। সে দিকে নজর রেখে শনিবার স্যানিটারি ন্যাপকিনে কর ছাড় দেওয়ার পাশাপাশি এক গুচ্ছ পণ্যে কর কমাল জিএসটি পরিষদ। সরল হল রিটার্ন জমার নিয়মও। অর্থমন্ত্রী পীযূষ গয়ালের দাবি, এতে কর্মসংস্থান ও বৃদ্ধির পথ খুলবে। পরে টুইট, ''দরিদ্র, মহিলা, কৃষক, প্রবীণ, সকলের হাতেই বাড়তি অর্থ তুলে দেওয়া হয়েছে।'' নজর ২০১৯-এই। গোড়া থেকেই ন্যাপকিনকে করমুক্ত করার দাবি উঠেছে বিভিন্ন মহলে। এ নিয়ে সওয়াল করেন অসমের কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। প্রশ্ন ছিল, যেখানে সিঁদুরে কর শূন্য, সেখানে মহিলাদের স্বাস্থ্যের জন্য জরুরি পণ্যে কেন ১২% কর বসবে? এ বিষয়ে অরুণ জেটলির দাবি ছিল, কর শূন্যে নামিয়ে আনলে, বাজারের দখল নেবে বহুজাতিকগুলি। মার খাবে ন্যাপকিন বানানো বিভিন্ন অসরকারি সংস্থা এবং ছোট সংস্থাগুলি। কিন্তু সব কিছুর পরেও এ দিন পিছু হঠল কেন্দ্র। বস্ত্র শিল্পকে কাপড় কিনতে আগে মেটানো কর ফেরতের সুবিধা দেওয়া হয়েছে। বছরে ৫ কোটি টাকা পর্যন্ত ব্যবসা করা সংস্থা তিন মাসে একটি রিটার্ন দিতে পারবে। উত্তর-পূর্বের একাংশ ও বেশ কয়েকটি পাহাড়ি রাজ্যে বাধ্যতামূলক নথিভু

মুখ বদলান চিংড়ির কালিয়া দিয়ে

Image
চিংড়ির কালিয়া। হোক না বর্ষা, হোক ইলিশের মরসুম, তা বলে কি চিংড়ির সঙ্গে আড়ি না কি! ভোজনরসিক বাঙালি ভাত খাবে, আর চিংড়ি পাতে পড়বে না দীর্ঘ দিন— তাও কি হয়? বাজারে এখনও ভাল মানের ইলিশ পকেটসই দামে মিলছে না। সুতরাং এই ক'টা দিন জমিয়ে খান চিংড়ি। কিন্তু চিংড়ি মানেই কি কেবল মালাইকারি বা সরষে চিংড়ির বাড়বাড়ন্ত? মোটেই না। বরং এই রেসিপি জেনে বানিয়ে ফেলুন চিংড়ির কালিয়া, আর রসিক মহলে জুটুক প্রশংসা। দেখে নিন, চিংড়ির কালিয়া বানানোর উপকরণ ও প্রণালী। উপকরণ   চিংড়ি মাছ (মাঝারি বা বড়): ১০ থেকে ১২ টি আলু: ২ টি (লম্বালম্বি কাটা) কাঁচালঙ্কা: ২টি লবঙ্গ: ২-৩টি তেজপাতা: ১টি পিঁয়াজ কুচি আদা বাটা: ১ চা চামচ টম্যাটো কুচি: ২টি এলাচ: ২-৩টি দারচিনি হলুদগুঁড়ো: ২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো: স্বাদ অনুযায়ী নুন: স্বাদ অনুযায়ী চিনি: ১ চা চামচ সরষের তেল গরম মশলা গুঁড়ো: ১/২ চা চামচ লেবুর রস: ১ চা চামচ।   প্রণালী   প্রথমে চিংড়ি মাছ ভাল করে ধুয়ে নিন। অল্প হলুদ, লেবুর রস ও অল্প নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিন ১০ মিনিট। এ বার একটি কড়ায় তেল গরম করে তাতে আলুগুলো অল্প নুন-হলুদ দিয়ে ভেজে তুলে রাখুন। এর পর ম্যারিনেট করা চ

কী এমন পানীয়, যা সারিয়ে তুলছে বেশির ভাগ অসুখ!

Image
গমের চারার রসেই সারিয়ে তুলুন বেশির ভাগ অসুখ। আধুনিক জীবনে অসুখের শেষ নেই। হাজার রকম অসুখে লক্ষ লক্ষ ওষুধ। সারা দিনে মনে করে, নিয়ম মেনে ওষুধ খাওয়ার চক্করের যেন শেষ নেই! তবে যদি রোগ প্রতিরোধের উপায় আরও বাড়ানো যায়, তা হলে অসুখবিসুখের হাত থেকে খানিক রেহাই পাওয়া সম্ভব হয়। আমাদের চারপাশেই কিন্তু রয়েছে এমন এক প্রাকৃতিক উপাদান— যা আপনাকে রাখবে সুস্থ। জীবনের বেশির ভাগ নাছোড় অসুখের সঙ্গে লড়ে যাওয়ার শক্তি জোগাবে। হুইটগ্রাস বা গমের কচি চারার রস এমনই এক বস্তু। কিন্তু জানেন কি, এমন রসের গুণই বা কী, কী কী উপাদান আছে গমের চারার রসে, আর কী ভাবেই বা বানাবেন তা? না জানলে দেখে নিন। কী আছে গমের চারায়? মেডিসিনের বিশেষজ্ঞ গৌতম বরাটের মতে, প্রাকৃতিক উপাদান থেকে পাওয়া নানা প্রতিরোধকে এমন কিছু উপাদান থাকে, যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। গম চারার রস মানেই সতেজ ক্লোরোফিল। আর এটি সবুজ গাছ ছাড়া আর কিছুতেই পাওয়া সম্ভব নয়। নানা খনিজ পদার্থ সমৃদ্ধ এই প্রাকৃতিক ঘাসে আছে ভিটামিন এ, সি, ই, বি কমপ্লেক্স, ১ ও কে। তা ছাড়া  প্রোটিন ও ১৭ ধরনের অ্যামাইনো এসিড রয়েছে এই চারায়। প্রতি ২৮ গ্রাম রসে রয়েছে ১ গ্রাম প্রোটিন। ত

২৪ ভারতীয়ের সাজা আমেরিকায়

Image
ভারতের মাটিতে কল সেন্টার খুলে কয়েক হাজার আমেরিকাবাসীকে ঠকিয়ে লক্ষ লক্ষ ডলার হাতানোর অভিযোগ ২৪ জন ভারতীয়কে হাজতবাসের সাজা শোনাল মার্কিন আদালত। এই প্রথম আমেরিকায় কোনও একটি মামলায় একসঙ্গে এত জন ভারতীয়কে শাস্তি দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ, ইন্টারনেট থেকে নাগরিকদের তথ্য হাতিয়ে কল সেন্টার থেকে তাঁদের ফোন করা হত। মার্কিন আয়কর আধিকারিক বা অভিবাসন কর্মী পরিচয় দিত অভিযুক্তেরা। সরকারের বকেয়া অর্থ জমা না করলে গ্রেফতারি, জরিমানার হুমকি দিয়ে টাকা চাওয়া হত। গুজরাতের আমদাবাদের কল সেন্টার থেকেই পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করা হত। স্থানীয় কয়েক জনকে প্রশিক্ষণ দিয়ে খাঁটি মার্কিনি উচ্চারণ শেখানো হত। তারাই ফোন করত আমেরিকায়।

বকেয়া বেড়ে ১০ কোটি, হয়নি আদায়

Image
'লিজ' বাবদ বকেয়া রয়েছে কয়েক কোটি টাকা। কিন্তু দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) সেই বকেয়া আদায়ে কোনও কঠিন পদক্ষেপ করছে না বলে অভিযোগ উঠেছে দুর্গাপুরে। বহু বছর আগে ডিএসপি কর্তৃপক্ষ টাউনশিপে বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন-সহ অন্য সংস্থাকে জমি বা আবাসন 'লিজ' বা ব্যবহারের জন্য লাইসেন্স দিয়েছিলেন। তা ব্যবহার করছে সংস্থাগুলি। এর মধ্যে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে। কিন্তু অভিযোগ, ডিএসপি-কে সময়ে লিজ বা লাইসেন্স বাবদ 'ফি' জমা দেয়নি সংস্থাগুলি। সম্প্রতি টাউনশিপের বি-জোনের কালীদাস রোডের বাসিন্দা সমাজকর্মী সন্দীপকুমার চক্রবর্তী তথ্য জানার অধিকার আইনে বকেয়া নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন। উত্তরে ডিএসপি কর্তৃপক্ষ জানান, বকেয়া বাড়তে বাড়তে এখন ১৩ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসপি সূত্রে যায়, বকেয়া উদ্ধার করতে কালঘাম ছুটছে কর্তৃপক্ষের। তবে ডিএসপি-র তরফে সংস্থাগুলিকে শুধু মাঝেসাঝে বকেয়া মনে করিয়ে দিয়ে চিঠি পাঠানো ছাড়া কোনও কঠিন পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। সন্দীপবাবু বলেন, ''ডিএসপি-র প্রাক্তন শ্রমিক, কর্মীদের ক্ষেত্রে বকেয়া বা অন্য বিষয়ে সামান্য

সমাবেশের পথে হাত ও পা খোয়াল কিশোর

Image
চিকিৎসাধীন: অস্ত্রোপচারের পরে চুঁচুড়া হাসপাতালে খান বাহাদুর শেখ। শনিবার। বাড়ির নিষেধ না শুনেই কলকাতার পথে পা বাড়িয়েছিল দশম শ্রেণির সাত কিশোর। শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে শুক্রবার রাতে তারা বেরিয়ে পড়েছিল প্রতিবেশীদের সঙ্গে। কাল হল সেটাই। ভিড় ট্রেন থেকে পড়ে গিয়ে হাত-পা খোয়ালো এক কিশোর। শনিবার সকাল ১০ টা নাগাদ ব্যান্ডেল স্টেশনে বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার থেকে পড়ে যায় বছর ষোলোর খান বাহাদুর শেখ। সহ-যাত্রীরাই চেন টেনে ট্রেন থামান। ছুটে আসেন রেল পুলিশের কর্মীরা। ট্রেন ও প্লাটফর্মের ফাঁকে পড়ে যাওয়া বাহাদুরকে টেনে বের করা হয় রক্তাক্ত অবস্থায়। রেলপুলিশের এক কর্তা জানান, এ দিন সকাল থেকে স্টেশনে নজরদারি চালানো হচ্ছিল। সে সময়ই দুর্ঘটনা ঘটে। চুঁচুড়া মহকুমা হাসপাতালে দীর্ঘ অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, ওই কিশোরের বাঁ হাত কনুইয়ের উপর থেকে এবং বাঁ পায়ের গোড়ালি থেকে বাদ দিতে হয়েছে। সন্ধ্যা পর্যন্ত চিকিৎসকরা তাকে সঙ্কটমুক্ত বলে ঘোষণা করতে পারেননি। বীরভূমের মুরারইয়ের বনরামপুরে বাসিন্দা বাহাদুর রাজগ্রাম মহামায়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বন্ধুদের নিয়ে শুক্রবার রাত ২টোয় পাড়ার লোকজনের সঙ্গে

জিএসটি রেট কমল! কোন কোন জিনিসে কত জেনে নিন

Image
কোন কোন জিনিস থেকে উঠে গেল জিএসটি রেট। কোন জিনিসে কমল রেট। শনিবার হয়ে গেল জিএসটি কাউন্সিলের বৈঠক। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই বৈঠকের পরে বেশ কিছু জিনিসের জিএসটি রেট কমিয়ে দেওয়া হয়েছে। এমনকী, কিছু জিনিসের উপর থেকে জিএসটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এদিন। এতদিন সর্বোচ্চ জিএসটি রেট ছিল ২৮ শতাংশ ছিল। সেটিকে কমিয়ে করা হয়েছে ১৮ শতাংশ। আগামী ২৭ জুলাই থেকে জিএসটি রেট অনুযায়ী, জিনিসপত্র কেনাবেচা হবে। এমনই জানিয়েছেন, অর্থমন্ত্রী পীযূশ গয়াল। জেনে নিন কোন জিনিসের উপর থেকে জিএসটি উঠে গেল এবং কোন কোন জিনিসের জিএসটি রেট কমে গেল। • যেগুলির উপর থেরে জিএসটি উঠে গেল— স্যানিটারি ন্যাপকিন, রাখি, মার্বেল বা কাঠের ঠাকুরের মূর্তি, ঝাঁটা তৈরির কাঁচামাল, দুধ, শাল পাতা। • ২৮ শতাংশ থেকে যেগুলির রেট ১৮ শতাংশ হল— ওয়াশিং মেশিন, ফ্রিজ, টিভি, ভিডিও গেম, ভ্যাকুম ক্লিনার, মিক্সার গ্রাইন্ডার, হেয়ার ড্রায়ার, ওয়াটার কুলার, ইস্ত্রি। • ১৮ শতাংশ থেকে যেগুলির রেট ১২ শতাংশ হল— হ্যান্ডব্যাগ, আয়না, ফোটোফ্রেম, ঘর সাজানোর আর্ট ওয়ার্ক, কাঁচের মূর্তি, কাঠের মেঝে, হাতে তৈরি ল্যাম্প ইত্যাদি।

১৮০০ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য অমিত

Image
ভুয়ো খবর ছড়ানো রুখতে ও সরাসরি তথ্য জানাতে ১৮০০ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করল দিল্লি বিজেপি। ওই সব গ্রুপেই সদস্য হিসেবে রয়েছেন খোদ দলের জাতীয় সভাপতি অমিত শাহ। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে দলকে ঢেলে সাজাচ্ছে বিজেপি।  একেবারে স্থানীয় স্তরের নেতা-কর্মীদেরও সোশ্যাল মিডিয়ায় প্রচারের সঙ্গে যুক্ত করতে চাইছে দল। দিল্লি বিজেপির সোশ্যাল মিডিয়া ইউনিটের প্রধান নীলকান্ত বক্সির কথায়, ''সব নেতা-কর্মীকে সোশ্যাল মিডিয়ার মঞ্চে আনতে ১৮০০ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। ভুয়ো খবর ছড়ানো রুখতে এবং সরাসরি তথ্য জানাতেই এই পদক্ষেপ। প্রত্যেক গ্রুপেই বিজেপি সভাপতি অমিত শাহ ও দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারির নম্বর রয়েছে।'' গত মাসে এক বৈঠকে 'ভুয়ো খবর' ছ়ড়ানো নিয়ে নেতা-কর্মীদের সতর্ক করেছিলেন অমিত শাহ। এমনকি ভুয়ো খবর ফেসবুক ও অন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার বিরুদ্ধেও কর্মীদের সতর্ক করেন তিনি। অমিত স্পষ্ট বুঝিয়ে দেন, এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সম্প্রতি একাধিক বার বিজেপির নেতা-সমর্থকদের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছে। ভুয়ো খবরের বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্

রান্নাঘরই সেই মেয়ের পড়ার ঘর

Image
পাঠে মন: সঞ্চিতা কুড়ি।  খকখক কাশি দিলে ঠকঠক নড়ে! ফাটাপুকুরের জাতীয় সড়কের পাশে চায়ের দোকান দেখে, সুকুমার রায়ের বুড়ির বাড়ি ছড়ার এই লাইনই মনে পড়ে। চায়ের দোকান বটে, তবে সেখানে বাড়ির রান্নাও হয়। কারণ, ইন্দিরা আবাস যোজনায় পাওয়া বাড়ির রান্নাঘরটি মেয়ে সঞ্চিতাকে পড়ার জন্য ছেড়ে দিয়েছেন অনুকূল কুড়ি। শনিবার কলকাতায় ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে সেই মেয়েকে পড়ানোর যাবতীয় ভার গ্রহণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, "কোচবিহার থেকে ফেরার পথে জলপাইগুড়িতে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন ওই বৃদ্ধ। তাঁকে ডেকে কথা বলি। আমাকে মা বলে ডেকে উনি জানান, অভাবের কারণে মেয়ের পড়াশোনা হচ্ছে না।" তার পরে মমতা বলেন, ''আমি ফিরে এসে মেয়েটির সঙ্গে যোগাযোগ করি। ওর পড়াশোনার যাবতীয় ব্যবস্থা করে দিই। ওকে ৫০ হাজার টাকা দিয়ে এসেছি।'' সেই নড়বড়ে দোকানে দাঁড়িয়ে ১০ জুলাইয়ের সেই ঘটনার কথা বলছিলেন অনুকূল। তিনি বলেন, "আমাকে মুখ্যমন্ত্রী ডেকে জানতে চান, কী লাগবে। শুধু বললাম, মেয়েটাকে পড়াতে পারছি না। আমায় ৬ হাজার টাকা দেন তিনি।" জেলা প্রশাসন সূত্রে বলা হচ্ছে

মৃত্যুদণ্ড নয়া ধর্ষণ আইনে

Image
সাত মাসের শিশুকে ধর্ষণের দায়ে বছর উনিশের এক যুবককে ফাঁসির আদেশ দিল রাজস্থানের এক আদালত। চলতি বছরের মার্চে ধর্ষণ বিরোধী নয়া আইন গৃহীত হওয়ার পরে রাজ্যে এই প্রথম মৃত্যুদণ্ড। ১২ বছরের কোনও নাবালিকাকে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড— গত ডিসেম্বরে মধ্যপ্রদেশেও একই আইন তৈরি হয়েছে। পরে অরুণাচলপ্রদেশে। একই পথে হাঁটতে চাইছে অসমও। তাই ১৩টি শুনানি শেষে রাজস্থানের আদালতের এই রায়কে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, গত ৯ মে মা-বাবার অনুপস্থিতিতে ওলওয়ার জেলার লক্ষণগড়ের বাড়ি থেকে শিশুটিতে তুলে নিয়ে যায় ধর্ষক। বেশ কিছু ক্ষণ খোঁজাখুঁজির পরে দূরের একটা ফুটবল মাঠে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই কন্যাসন্তানকে। ২০ দিন হাসপাতালে থাকার পরে বেঁচে ফেরে নির্যাতিতা। শনিবার মামলার রায় ঘোষণার পরে সরকারি পক্ষের আইনজীবী বলেন, ''ধর্ষণ বিরোধী নয়া আইনে রাজস্থানে এই প্রথম ফাঁসির রায় হল।'' নয়া আইনে অনূর্ধ্ব-১২ নাবালিকা ধর্ষণে সর্বনিম্ন শাস্তি ১৪ বছরের জেল।

‘ঝাপ্পি’র পাল্টা কটাক্ষের জেরে বিতর্কে মোদী

Image
আলিঙ্গনে হতভম্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুলের 'ঝাপ্পি' নিয়ে গত কাল লোকসভায় টুঁ-শব্দটি করেননি। কিন্তু রাত পোহাতেই পাল্টে গেল ছবি। উত্তরপ্রদেশে কৃষকদের এক সভায় রাহুলের আলিঙ্গন নিয়ে রীতিমতো নাটকীয় ভঙ্গিতে সরব হলেন মোদী। বললেন, ''জানতে চেয়েছিলাম, অনাস্থা আনার কারণ। পেলাম আলিঙ্গন! তাও অবাঞ্ছিত!'' আসলে রাহুলের আলিঙ্গনে অস্বস্তিতে বিজেপি। স্পিকার সুমিত্রা মহাজন গত কালই এ নিয়ে রাহুলকে সতর্ক করে দিলেও বিজেপি নেতাদের মুখ কার্যত বন্ধ। দলের মধ্যেই ফিসফাস— প্রধানমন্ত্রী যখন কথায় কথায় অন্য রাষ্ট্রপ্রধানদের আলিঙ্গন করেন, তখন কংগ্রেস সভাপতি কী এমন দোষ করলেন! ফলে বিজেপি রাহুলের রাফাল মন্তব্য নিয়ে মুখ খুললেও আলিঙ্গন প্রশ্নে নীরব। তার মধ্যেই উল্টে বিতর্কের মুখে মোদী নিজে। আলিঙ্গনের পরে লোকসভায় রাহুলের চোখ টেপা নিয়ে মোদী যে ভাবে হাতের ইশারা করে দেখিয়েছেন, তা কতটা শালীন, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। অনাস্থা প্রস্তাব এনে সনিয়া গাঁধী বলেছিলেন, কে বলেছে কংগ্রেসের কাছে সংখ্যা নেই। গত কাল সনিয়ার নাম না নিলেও তাঁর সেই মন্তব্যকে যে ভাবে মোদী কটাক্ষ করেছেন, তা-ও বিতর্কের মুখে। প্রশ্ন উঠে

এই ঘরে আপনি আগে থাকুন স্যর

Image
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রাবাস।  একটা রাত এই ঘরে আগে থাকুন স্যর। তার পর আমরাও থাকব! ছাত্রদের মধ্যে থেকে দাবি উড়ে এল পরিদর্শকদের প্রতি। হস্টেল না পাওয়া নিয়ে তোলপাড় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। শনিবার, ছাত্রদের অনশনের ১২তম দিনে অবশেষে হস্টেল পরিদর্শনের প্রয়োজনীয়তা বুঝে নড়ে বসলেন কর্তৃপক্ষ। কী ভাবে থাকেন ছাত্রেরা, ঘুরে দেখলেন কলেজের দুই শিক্ষক-চিকিৎসক। কয়েকটি ঘর ফাঁকা দেখে প্রশ্ন তুললেন, কেন সেখানে থাকছেন না ছাত্রেরা? ছাত্রেরা জানান, নীচের তলায় কুকুর-ইঁদুরের উৎপাতে থাকা যায় না। তাই রাতে দোতলায় অন্য ছাত্রদের ঘরে গিয়ে থাকতে বাধ্য হন তাঁরা। এর পরেই উড়ে এল ছাত্রদের সেই দাবি। পরিদর্শকদের দল অবশ্য সে সবে গুরুত্ব না দিয়েই বলে গেলেন, 'এগুলো তো সব হস্টেলেই থাকে!' মেডিক্যালের ইডেন হস্টেলের চারতলা বাড়ির মূল ফটকের সামনে আবর্জনা, কাদার স্তূপ। নীচের তলায় ভিজিটর্স রুম, ক্যান্টিনে ঘুরছে কুকুর, ইঁদুর। কুকুর, বিড়ালের লাফালাফির জেরে ছিঁড়ে গিয়েছে ভিজিটর্স রুমের সোফাও। দোতলায় উঠতেই দুর্গন্ধের জেরে শ্বাস নেওয়া দায়। বাথরুমে জমে জল। বারান্দাতেও ছড়িয়ে নোংরা। অধিকাংশ জানলাই ভাঙা, খোল

রণকৌশল কী? স্পষ্ট বুঝিয়ে দিয়ে গেলেন মমতা

Image
লক্ষ্য যে দিল্লিতে স্থির করছেন, তৃণমূল নেত্রী সে কথা এক বছর আগেই জানিয়েছিলেন। কেন লক্ষ্য দিল্লি, কী উপায়ে তার দখল নেবেন, নিজের খাস তালুকই বা কোন রণকৌশলে ধরে রাখবেন, ভেঙে ভেঙে বুঝিয়ে দিলেন এ বার। শহিদ স্মরণের ২৫ বছর পূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলকে লোকসভার লড়াইয়ের বিষয়ে খুব স্পষ্ট দিশা নির্দেশ দিয়ে দিলেন এ ভাবেই। জনসম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের জুড়ি মেলা ভার। জনতার সঙ্গে আলাপচারিতায় মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই অত্যন্ত সাবলীল। তাই যে কোনও জনসমাবেশেই মমতার ভাষণ দীর্ঘ হয়। আর সমাবেশের তারিখ যদি হয় একুশে জুলাই এবং নাম যদি হয় শহিদ স্মরণ, তাহলে তো বিপুল জনতার উৎসাহ উদ্দীপনার ভরকেন্দ্র হয়ে দীর্ঘক্ষণ বিরাজ করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যাস। এবারও একুশের মঞ্চ থেকে কর্মী-সমর্থকদের উদ্দেশে তৃণমূল নেত্রী অনেক কথা বললেন। প্রতি বছরের মতো এ বছরও একুশে জুলাই যেন হয়ে উঠল এক নেত্রীর সঙ্গে তাঁর অগণিত অনুগামীর বাৎসরিক প্রাণের আলাপের পরিসর। কিন্তু সেই সমস্ত আবেগ, উদ্দীপনা, আপ্লুতি সরিয়ে রেখে মমতার ভাষণের সার কথাটা যদি বুঝে নিতে হয়, তাহলে বলতে হয়, তিনটি কথা খুব স্পষ্ট করে বলে দিলেন মমতা: প্রথমত, বিজে

’১৯-এর ভোটে মমতার নজরে ৪২, ব্রিগেডে ডাক সনিয়া-রাহুলদেরও

Image
আগামী জানুয়ারিতে ব্রিগে়ড সমাবেশে সনিয়া, রাহুল গাঁধী-সহ তাবড় বিরোধী নেতৃত্বকে একমঞ্চে হাজির করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। দলের 'শহিদ সমাবেশে'র মঞ্চ থেকে অদূর ভবিষ্যতের ওই রূপরেখা এঁকে শনিবার তৃণমূল নেত্রী বলেছেন, ''উনিশে পা দিয়ে উনিশের জন্য ব্রিগে়ড হবে। ভারত দখলের ডাক দেওয়া হবে ১৯ জানুয়ারির ব্রিগে়ড থেকে। সব দলকে আমরা নিয়ে এসে বিরোধী ঐক্যকে সংহত করব।'' পরে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, ''ওটা হবে বিরোধী কনক্লেভ। সনিয়া, রাহুল গাঁধী-সহ বিরোধী দলের সব নেতাকেই আমন্ত্রণ করব। কোনও ভেদ-বিচার থাকবে না।'' আটের দশকে ফারুখ আবদুল্লা, এন টি রাম রাও, রামকৃষ্ণ হেগড়ের মতো অ-কংগ্রেস মুখ্যমন্ত্রীদের নিয়ে কলকাতায় কনক্লেভ করেছিলেন তৎকালীন বাম সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। বিজেপির মোকাবিলায় মমতার উদ্যোগ সেই ইতিহাসকেই মনে করাচ্ছে। সিপিএম অবশ্য প্রাথমিক ভাবে জানিয়েছে, তৃণমূলের যাবতীয় নীতি এ রাজ্যে বিজেপির উত্থানেই মদত দিচ্ছে। মমতার 'মহা-উদ্যোগে' তাদের আস্থা নেই। আর প্রদেশ কংগ্রেসের বক্তব্য, এই সব ক্ষেত্রে সিদ্ধান্ত দলের সর্বভারতীয় স্তরেই হ