জিএসটি রেট কমল! কোন কোন জিনিসে কত জেনে নিন

কোন কোন জিনিস থেকে উঠে গেল জিএসটি রেট। কোন জিনিসে কমল রেট।

শনিবার হয়ে গেল জিএসটি কাউন্সিলের বৈঠক। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই বৈঠকের পরে বেশ কিছু জিনিসের জিএসটি রেট কমিয়ে দেওয়া হয়েছে। এমনকী, কিছু জিনিসের উপর থেকে জিএসটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এদিন।

এতদিন সর্বোচ্চ জিএসটি রেট ছিল ২৮ শতাংশ ছিল। সেটিকে কমিয়ে করা হয়েছে ১৮ শতাংশ। আগামী ২৭ জুলাই থেকে জিএসটি রেট অনুযায়ী, জিনিসপত্র কেনাবেচা হবে। এমনই জানিয়েছেন, অর্থমন্ত্রী পীযূশ গয়াল।

জেনে নিন কোন জিনিসের উপর থেকে জিএসটি উঠে গেল এবং কোন কোন জিনিসের জিএসটি রেট কমে গেল।

• যেগুলির উপর থেরে জিএসটি উঠে গেল— স্যানিটারি ন্যাপকিন, রাখি, মার্বেল বা কাঠের ঠাকুরের মূর্তি, ঝাঁটা তৈরির কাঁচামাল, দুধ, শাল পাতা।

• ২৮ শতাংশ থেকে যেগুলির রেট ১৮ শতাংশ হল— ওয়াশিং মেশিন, ফ্রিজ, টিভি, ভিডিও গেম, ভ্যাকুম ক্লিনার, মিক্সার গ্রাইন্ডার, হেয়ার ড্রায়ার, ওয়াটার কুলার, ইস্ত্রি।

• ১৮ শতাংশ থেকে যেগুলির রেট ১২ শতাংশ হল— হ্যান্ডব্যাগ, আয়না, ফোটোফ্রেম, ঘর সাজানোর আর্ট ওয়ার্ক, কাঁচের মূর্তি, কাঠের মেঝে, হাতে তৈরি ল্যাম্প ইত্যাদি।