Posts

Showing posts from October 9, 2018

শত্রুর ওপর নজর রাখতে উন্নতমানের স্যাটেলাইট লঞ্চে সফল চিন

Image
বেজিং: এবার দুটি রিমোট সেনসিং স্যাটেলাইট লঞ্চ করল চিন৷ মঙ্গলবার চিনা সরকারি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়৷ এই দুটি স্যাটেলাইট Yaogan-32 ফ্যামিলির অন্তর্গত৷ শিনহুয়া সংবাদ সংস্থার পক্ষ থেকে জানানো হয় সকাল ১০.৪৩ মিনিট(স্থানীয় সময়) নাগাদ Long March-2C রকেট থেকে এটি লঞ্চ করা হয়৷ উত্তর-পশ্চিম চিনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই কার্য সম্পন্ন হয়৷ সূত্র অনুযায়ী, পূর্বনির্ধারিত স্থানে এই স্যাটেলাইট সফলভাবে পৌঁছে যায়৷ ইলেকট্রোম্যাগনেটিক এনভায়রমেন্ট সার্ভে এবং অন্যান্য প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষাতে এটি ব্যবহৃত হবে৷ চায়না অ্যাকাডেমি অব লঞ্চ ভেহিকল টেকনোলজির পক্ষ থেকে জানানো হয় এটি অত্যন্ত উন্নতমানের একটি স্যাটেলাইট৷ লং মার্চ রকেট সিরিজের এটি ২৮৬তম মিশন৷ সাধারণত কোনও বস্তুকে চিহ্নিত বা ডিটেক্ট করতে এই ধরণের সেন্সর টেকনোলজি ব্যবহার করা হয়৷ পৃথিবী থেকে প্রতিফলিত শক্তিকে ডিটেক্ট করে এই রিমোট সেনসিং স্যাটেলাইট তথ্য সংগ্রহ করবে৷ প্রসঙ্গত, গত অগস্টে প্রথম হাইপারসনিক এয়ারক্র্যাফ্ট পরীক্ষায় সফল হয় চিন৷ চিন জানায়, এই উন্নতমানের এয়ারক্র্যাফ্টটি পরমাণু অস্ত্র নিয়ে যেতে সক্ষম,

ফ্ল্যাটে রোজ আসত প্রেমিকা! ত্রিকোণ প্রেমের জেরেই খুন বাগুইআটির ইঞ্জিনিয়ারিং পড়ুয়া?

Image
বাগুইআটিতে ইঞ্জিনিয়ারিং ছাত্রের 'রহস্যমৃত্যুর' ঘটনায় নাটকীয় মোড়। অভিযোগ, ত্রিকোণ প্রেমের জন্যই খুন হয়েছেন ওই ছাত্র। পুলিসের কাছে এমনই অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রের পরিবার। তাঁদের অভিযোগের তির মূলত প্রেমিকার দিকে। দর্পণরাজ সিং নামে ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া আদতে শিলিগুড়ির বাসিন্দা। কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলেন তিনি। বাগুইআটিতে একটি ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকতেন দর্পণরাজ। জানা গিয়েছে, অগাস্ট মাসেই ফ্ল্যাটটি ভাড়া নেন দর্পণরাজ। ১৮ সেপ্টেম্বর ওই ফ্ল্যাটের ঘরেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ইঞ্জিনিয়ারিং পড়ুয়া দর্পণরাজকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর।  প্রাথমিকভাবে মনে করে হয়েছিল, আত্মহত্যা করেছেন দর্পণরাজ সিং। কিন্তু, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসতেই ঘুরে গেল গল্প। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ছাত্রের দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। যা থেকে মনে করা হচ্ছে, আত্মহত্যা নয়। সম্ভবত খুন করা হয়েছে ওই ছাত্রকে। দর্পণরাজের পরিবারের অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁদের ছেলেকে। এদিনই বাগুইআইটি থানায় খুনের অভিযোগ দায়ের করেছে তাঁর পর

সাসপেন্ড করা হল তৃণমূলের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপ

Image
কলকাতা : তৃণমূলের দুটি ফেসবুক গ্রুপ সাসপেন্ড ও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যান করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে দিল্লিতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের সদর দপ্তরে এনিয়ে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল। তৃণমূলের দাবি, ফেসবুকে TMCS ও TCCF নামে তাদের দুটি গ্রুপ ছিল। প্রতিটি গ্রুপে সদস্য সংখ্যা ছিল দেড় লাখেরও বেশি। অভিযোগ, গতরাত থেকে এই গ্রুপ দুটো সাসপেন্ড করে দেওয়া হয় ফেসবুকের তরফে। এরপর দিল্লিতে ফেসবুকের দপ্তরে অভিযোগ জানানো হয় দলের তরফে। তৃণমূলের দাবি, গ্রুপ দুটি রিস্টোর করার আশ্বাস দিয়েছে সংস্থা।  অন্যদিকে তৃণমূলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও বন্ধ করে দেওয়া হয়েছে। ৯৮৩০৭৯৮১৪৪ এই নম্বরটি ব্যবহার করে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি চলত সেটি বন্ধ করা হয়েছে। সূত্রের খবর, গ্রুপ দুটি রিস্টোর করা না হলে আইনি পথে যেতে পারে তৃণমূল।  তৃণমূলের অভিযোগ, সোশাল মিডিয়ায় তাদের জনপ্রিয়তার জন্য BJP এই কাজ করিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তৃণমূল মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত দীপ্তাংশু চৌধুরি টুইট করে এই ঘটনার নিন্দা করেছেন ও BJP-র বিরুদ্ধে এনিয়ে অভিযোগ করেছেন। 

‌তালিবানি হামলায় শহিদ ১৫ জওয়ান, জখম ২৬

Image
পরপর সেনা ছাউনিতে হামলা চালাল আফগান–তালিবানরা। হামলায় শহিদ হয়েছেন ১৫ জন জওয়ান। জখম আরও ২৬ জন। আফগান সেনাবাহিনী সূত্রে খবর, আফগানিস্তানের উত্তরপশ্চিমাংশে অবস্থিত জাওঝান প্রদেশের কুওশ টেপা ডিস্ট্রিক্টে সেনাশিবিরগুলি লক্ষ্য করে স্থানীয় সময় রবিবার রাত থেকে হামলা চালাতে শুরু করে জঙ্গিরা। অতর্কিত হামলায় শহিদ হন কয়েকজন জওয়ান। জখম হন অনেকে। পরে হাসপাতালে মৃত্যু হয় বাকিদের। জখমদের মধ্যে বেশিরভাগের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক ধাক্কা সামলিয়ে পাল্টা জবাব দেয় আফগান সেনাবাহিনী। রবিবার রাত থেকে শুরু হয়ে এখনও চলছে সেনা–তালিবান সংঘর্ষ। পুলিস জানিয়েছে, তালিবানদেরও দুটি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। ৩০ জন তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও ১৯ জঙ্গি। জখমদের মধ্যে আফগান–তালিবানদের টিস্ট্রিক্ট গভর্নরও জখম হয়েছে বলে পুলিসের দাবি। যদিও জখম জঙ্গিদের কোনও সন্ধান মেলেনি। তালিবানদের তরফেও এখবর নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

দিনের শেষে ‌টাকার দামের রেকর্ড পতন, মাথায় হাত বিশেষজ্ঞদের

Image
সব রেকর্ড ভেঙে মঙ্গলবার বিকেলে ডলার প্রতি টাকার দাম দাঁড়াল ৭৪.‌২৭ টাকা। অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৮৪ মার্কিন ডলার। প্রথমে এদিন সকালে বাজার খোলার পর ডলারের তুলনায় টাকার দাম ছিল ৭৩.‌৯৩ টাকা। তারপর কিছুটা উঠে টাকার দাম হয়েছিল ৭৩.‌৮৮ টাকা। কিন্তু বেলা গড়ানোর সঙ্গেসঙ্গে ফের ডলারের তুলনায় পড়তে থাকে টাকার দাম। বাজার বন্ধ হওয়ার সময় তা গিয়ে দাঁড়ায় ৭৪.‌২৭ টাকায়। এর আগে গত পাঁচ তারিখ ডলার প্রতি টাকার দাম হয়েছিল ৭৪.‌২৩ টাকা। বিদেশি মুদ্রার বিনিয়োগকারীরা বলেছেন, যেহেতু আমদানিকারকদের কাছে মার্কিন ডলারের চাহিদা বেড়ে গিয়েছে, সেজন্য টাকার দামের পতনে বার্ষিক ঘাটতির পরিমাণ বাড়বে। এছাড়া গত শুক্রবারই আরবিআই সাফ ঘোষণা করে দিয়েছিল তারা রেপো রেট ৬.‌৫ শতাংশেই অপরিবর্তিত রাখবে। চলতি বছরে ডলারের তুলনায় টাকার দাম প্রায় ১৪ শতাংশ পড়েছে। একটি তথ্য অনুযায়ী এবছরে এশিয় মুদ্রার মধ্যে টাকাই সব থেকে খারাপ দশায় আছে। এদিন সকালে শেয়ার সূচক ভালো অবস্থায় খুললেও বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স সূচক ৮৯.‌৪৭ বা ০.‌২৬ শতাংশ পড়ে দাঁড়ায় ৩৪৩৮৪.‌৯১ পয়েন্টে। অন্যদিকে, ২০.‌৪০ পয়েন্ট বা ০.‌২০ শতাংশ পড়ে নিফটির সূচক দাঁড়ায় ১

গৃহ শিক্ষিকাকে নেমন্তন্ন করে বাড়িতে ডেকে ধর্ষণের চেষ্টা ছাত্রী বাবার!

Image
দক্ষিণ ২৪ পরগনা: মদ্যপ অবস্থায় গৃহশিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ছাত্রী বাবা ও মা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের দক্ষিণ কালাবারু এলাকায়। গৃহশিক্ষিকার বাড়ি দক্ষিণ কলকাতার টালিগঞ্জের করুণাময়ীর হরিদেবপুরে। গত এক বছর ধরে প্রতিবেশী সুশান্ত সাহার মেয়েকে পড়াতেন তিনি। তাদের আদিবাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ওই গৃহশিক্ষিকার বক্তব্য, গত শনিবার রাতে নতুন বাড়ির গৃহপ্রবেশ উপলক্ষে তাঁকে আমন্ত্রণ করে সুশান্ত। বারুইপুরে গিয়েছিলেন তিনি। সেখানেই মদ্যপ অবস্থায় ওই শিক্ষিকাকে একা পেয়ে তাঁর উপর চড়াও হয় সুশান্ত। সে পরপর তিনবার ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, সুশান্তর হাত থেকে বাঁচতে তার স্ত্রীর সাহায্য চেয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। বারুইপুর থানায় ছাত্রীর বাবা ও মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই গৃহশিক্ষিকা। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ওই গৃহশিক্ষিকা নিজে কলকাতার একটি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। পুলিশকে তিনি জানিয়েছেন, ঘটনার দিন রাতে স্বামী-স্ত্রী দু'জনেই মদ্যপান করেছিলেন। ওই তরুণী যখন মদ্যপান করেছিলেন, তখন আচম

স্কুলের শৌচালয়ে মাথায় গুলি করে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্র

Image
স্কুলের শৌচালয়ে আত্মঘাতী হল ছাত্র। শৌচালয়ের মধ্যে বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছে দশম শ্রেণির এক ছাত্র। মৃত ছাত্রের নাম কলিম শেখ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। জানা গিয়েছে, মৃত ছাত্র কলিম শেখ কেতুগ্রামের রতনপুরের বাসিন্দা। কেতুগ্রামের দধিয়া গোপালদাস হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল সে। প্রতিদিনের মতো এদিনও সময়মতো স্কুলে পৌঁছে গিয়েছিল কলিম। ক্লাসও করতে শুরু করেছিল সে। ক্লাসের মাঝপথে  শৌচালয়ে যায় কলিম। আর সেখানেই বন্দুক থেকে মাথায় গুলি করে আত্মঘাতী হয় কলিম শেখ। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, হঠাত্ই স্কুলের মধ্যে গুলির আওয়াজ শোনা যায়। আওয়াজটা শৌচালয়ের দিক থেকে আসছে বুঝতে পেরে সবাই সেদিকে ছুটে যান। গিয়ে দেখেন, স্কুলের শৌচালয়ের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে কলিম শেখ। দেখা যায় বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করেছে কলিম। ঘটনাস্থলেই মৃত্যু হয় দশম শ্রেণির ছাত্রের। এই ঘটনায় সঙ্গে সঙ্গেই পুলিসে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে আসেন কেতুগ্রাম থানার আইসি ও কাটোয়া থানার অ্যাডিশনাল এসপি। পুলিস এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একইসঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধ

গুজরাতে আতঙ্কে গোপন আস্তানায় ভিনরাজ্যের শ্রমিকরা

Image
গুজরাতে ভিনরাজ্যের বাসিন্দাদের জন্য খোলা হয়েছে বিশেষ শিবির। ১৪ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগের জেরে বিক্ষোভ-অশান্তিতে আতঙ্কে দিন গুজরান করছেন গুজরাতে ভিনরাজ্যের বাসিন্দারা। গত বেশ কয়েকদিন ধরে মোদী রাজ্যের পাঁচ জেলায় ভিনরাজ্যের বাসিন্দাদের উপর হামলার অভিযোগ উঠেছে। ভয়ে-আতঙ্কে বহু ভিনরাজ্যের বাসিন্দাই গুজরাত ছেড়েছেন। এবার সেই আতঙ্কের পরিবেশে ভিনরাজ্যের বাসিন্দাদের সুরক্ষা দিতে আহমেদাবাদে গোপন আস্তানা খোলা হল। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারের বাসিন্দাদের অনেকেই এই শিবিরে আশ্রয় নিয়েছেন। উল্লেখ্য, গত সপ্তাহে সবরকাঁথা জেলায় ১৪ মাসের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বিহারের বাসিন্দা তথা গুজরাতের একটি কারখানার কর্মী রবীন্দ্র সাহুকে গ্রেফতার করে পুলিশ। রবীন্দ্রের গ্রেফতারির পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সে রাজ্য। উত্তর ভারতীয় বিকাশ পরিষদ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ক্যাম্প খোলা হয়েছে। যেখানে বিহার, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের শ্রমিকরা আশ্রয় নিয়েছেন। ওই শ্রমিকরা গুজরাতের বিভিন্ন কারখানায় কাজ করেন। এ প্রসঙ্গে ওই সংস্থার প্রধান শ্যাম সিং ঠাকুর বলেন,''যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হয়, ততদি

প্রাক্তন স্ত্রীকে ১৬ মাসের মধ্যেই ১ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট!

Image
নয়াদিল্লি: বিয়ে নয়, টাকা ফেরত পেলেই বিবাহ বিচ্ছেদের মামলার নিষ্পত্তি হবে, দাবি ছিল স্ত্রীর । এরপরেই এক ব্যক্তিকে প্রাক্তন স্ত্রীকে এক কোটি টাকা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । বিচারপতি কুরিয়েন জোসেফের নেতৃত্বাধীন ওই বেঞ্চ ১৬ মাসের মধ্যে এই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে । চার কিস্তিতে ২৫ লক্ষ টাকা করে ১ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত । ২০০০ সালে বিয়ে হয় তাঁদের কিন্তু বেশ কয়েক মাস ধরেই সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল ওই দম্পতির, তারপরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দুজনে। ওই মহিলা জানিয়েছেন বিয়ের সময়ও প্রচুর পরিমাণে পণ নেওয়া হয়েছিল তাঁর পরিবারের কাছ থেকে । চাহিদা পূরণ না করায় তাঁর উপর অত্যাচারও করা হয় । দিল্লি ও ফরিদাবাদের আদালতে বেশ কয়েকটি মামলা এখনও পর্যন্ত অমীমাংসিত রয়েছে । প্রাথমিকভাবে ১.২৫ কোটি টাকা দাবি করেছিলেন ওই মহিলা তবে সম্প্রতি তাঁর শ্বশুড়ের মৃত্যু হওয়ায় ১ কোটি টাকা চান তিনি । বিবাহ বিচ্ছেদের মামলা নিয়ে আদালতে দ্বারস্থ হওয়ার পরই ওই মহিলা পরিষ্কার জানিয়ে দেন বিয়ে মেটানোতে নয়, বরং নিজের টাকা ফেরত পেলেই ওই মামলার নিষ্পত্তি করে নেবেন তিনি । এরপরই ওই নির্দেশ দেন বিচারপতি

রোজভ্যালিকাণ্ডে বদল করা হল সিবিআই অফিসার

Image
রোজভ্যালি মামলায় বদল করা হল সিবিআই-এর তদন্তকারী অফিসারকে।  এই মামলার দায়িত্ব  ছিল ডিএসপি সিবিআই ব্রতীন ঘোষালের হাতে।  তাঁর জায়গায় আনা হল কোনও এক মহিলা সিবিআই আধিকারিককে।  নির্দিষ্ট কিছু কারণে বদল করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। প্রসঙ্গত একুশে জুলাইয়ের সমাবেশ থেকেই শাসক দল বলেছিল যত ভোট এগিয়ে আসবে তত রাজনৈতিক স্বার্থে সিবিআই এবং ইডি'কে ব্যবহার করবে বিজেপি।  তদন্তকারী অফিসার বদলকেও সেই চোখেই দেখছেন বিশেষজ্ঞরা।  এছাড়াও তদন্তে গতি আনতেও এই সিদ্ধান্ত  বলে একাংশের মত। ইতিমধ্যেই রোজভ্যালির গয়নার ছুটি শোরুমে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। প্রায় ৪০ জনের একটি দল ছ'ভাগে ভাগ হয়ে বাগুইআটি, হাওড়া, লেকমার্কেট, ঠাকুরপুকুর সহ ছ'টি শোরুমে তল্লাশি চালিয়েছেন। প্রসঙ্গত, আগামী বছর লোকসভা ভোটের আগে সারদা- নারদা তদন্ত শেষ করতে চায় সিবিআই।  আর তাই এখন থেকেই শুরু হয়েছে জোর তত্পরতা। নারদ তদন্তে নয়া মোড়। সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার অসন্তোষের জেরে বদলি করা হয় এই তদন্তের দায়িত্বে থাকা অফিসার অভয় সিংকে। তাঁর জায়গায় এবার নারদ তদন্তের দায়িত্বে আনা হয়েছে দিল্লির কোনও অফিসারকে।

২-৪ লক্ষ টাকা নিয়ে হেনস্থার অভিযোগ তোলে মেয়েরা, বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের

Image
নয়াদিল্লি: তনুশ্রী দত্ত মুখ খোলার পর থেকেই দেশ জুড়ে মহিলারা প্রকাশ্যে আনছেন তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। #MeToo স্টোরিতে তাঁরা জীবনের বিভিন্ন সময় যে ধরনের যৌন হেনস্থার মুখোমুখি হয়েছেন, সেসব সম্পর্কে মুখ খুলতে শুরু করেছেন। উঠে আসছে বিভিন্ন পেশায় উচ্চপদে থাকা একাধিক ব্যক্তির নাম। তাবড় অভিনেতা থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত। ঠগ বাছতে কার্যত গাঁ উজাড়। এরই মধ্যে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ। টাকার জন্যই নাকি মেয়েরা এসব করছে, এমন মন্তব্য করলেন তিনি। বিজেপি সাংসদ উদিত রাজ বলেন, 'সাধারণত মেয়েরা ২-৪ লক্ষ টাকা নিয়ে কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলেন। আবার অন্য কাউকে বেছে নেন। #MeToo মুভমেন্টের অপব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "আমি জানি পুরুষের স্বভাব এমনটা হয়। কিন্তু মেয়েরা কী একেবারে পবিত্র হয়? তারা কী এসবের অপব্যবহার করতে পারে না? একজন পুরুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে এই ধরনের অভিযোগের জন্য।" একইসঙ্গে এক দশক বাদে নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ তোলায় তনুশ্রীকে আক্রমণ করতে ছাড়েননি তিনি। তাঁর মতে #MeToo আসলে একটা ভুল রাস্তা। ১০ বছর পর এই ধরনের অভিযোগ তোলায়

কেন পড়ছে টাকার দাম! আপনার সংসারে কোথায় ধাক্কা লাগছে জানেন কি

Image
টাকার দাম ৭৪ টাকা ছাড়িয়ে গিয়েছে। এত নিচে এর আগে কোনওদিনও নামেনি ডলার প্রতি টাকার দাম। বাজারের অবশ্য অত্যন্ত সঙ্গীন। ধপাধপ পড়েছে সেনসেক্স ও নিফটি। বাজার থেকে উড়ে গিয়েছে বিনিয়োগকারীদের কয়েক লক্ষ কোটি টাকা। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তেলের দাম। ৯০ এর ঘর ছাড়িয়ে তা লিটারে একশো টাকার দিকে পাল্লা দিয়ে দৌড়চ্ছে। কিন্তু কেন এই অবস্থা? কী বলছেন বিশেষজ্ঞরা। দেখে নেওয়া যাক একনজরে। কেন পড়ছে টাকার দাম কেন টাকার দাম পড়ছে তার অনেকগুলি ফ্যাক্টর রয়েছে। তবে তার মধ্য সবচেয়ে বড় কারণের অন্যতম হল অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দামঅনেক বেড়ে গিয়েছে। গত চার বছরে ব্যারেল প্রতি দাম বেড়ে ৮৫ ডলার ছাড়িয়েছে। একসময়ে তা ৪০ ডলার প্রতি ব্যারেল ছিল। ওপেক গোষ্ঠীভুক্ত দেশগুলি জানিয়ে দিয়েছে, তাঁরা তেলের উৎপাদন বাড়াবে না। তার মধ্যে ভারত ৮১ শতাংশ তেল আমদানি করে। মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের পর তা তৃতীয় সর্বোচ্চ।     দুর্বল হচ্ছে টাকা যেহেতু অপরিশোধিত তেলের দাম ডলারে চোকাতে হয়, ফলে দাম বাড়লে টাকার দাম ডলারে পরিবর্তিত করে দাম চোকাতে হয়। যার ফলে ডলার তথা মার্কিন কারেন্সি শক্তিশালী হচ্ছে। অন্য দেশের মুদ্রার দাম কমছে। ডলারের চাহিদা উর্

রাতে বেশি ভাড়া চাওয়ার অভিযোগ, মালদার বাসিন্দা অটো চালককে যাত্রীরা পিটিয়ে মারল দিল্লিতে

Image
নয়াদিল্লি: খোদ রাজধানীতে কনট প্লেসের মত জায়গায় যাত্রীদের হাতে খুন হয়ে গেলেন এক অটো চালক। অভিযোগ, রাতে বেশি ভাড়া চাইছিলেন তিনি, অতিরিক্ত এক যাত্রীকেও অটোয় তুলেছিলেন। মৃতের নাম জাহাঙ্গির আলম, বয়স ২৬, মালদার বাসিন্দা। দিল্লিতে একাই থাকতেন জামিয়া নগরের যোগা বাঈ এক্সটেনশনে। তাঁর স্ত্রী ও মা সন্তানদের নিয়ে মালদায় থাকেন। রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, খানপুর থেকে কনট প্লেস যাওয়ার জন্য ৪ জন জাহাঙ্গিরের অটো ভাড়া করেন। কিন্তু রাতে বেশি ভাড়া দাবি করা নিয়ে যাত্রীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়, অতিরিক্ত একজন যাত্রীকে অটোয় তুলে নেন তিনি। এ নিয়ে ঝামেলার জেরে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ, শেষে ছোরা মারা হয়। আলমকে উদ্ধার করে রাতে টহলরত পুলিশ, কেজি মার্গে এক রেস্তোঁরার পাশ থেকে। রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এক ২০ বছরের তরুণ ও ৩ নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। ওই তরুণ পুরসভায় কাজ করে, বাকিরা দশম ও একাদশ শ্রেণির ছাত্র।

ভিলাইয়ের স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, গ্যাস পাইপ ফেটে মৃত অন্তত ৬

Image
ভিলাই স্টিল প্ল্যান্টে গ্যাস পাইপলাইনের বিস্ফোরণে৬ জনের মৃত্যু হয়েছে।জখম হয়েছেন ১৪ জন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১টা নাগাদ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ছত্তীসগঢ়ের রাইপুর থেকে ৩০ কিলোমিটার দূরে ভিলাইয়ের স্টিল প্ল্যান্ট রয়েছে। এ দিন সেই প্ল্যান্টের কোক ওভেনের সেকশনের কাছে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় কারখানায় প্রচুর কর্মী উপস্থিত ছিলেন। তাঁদেরই ৬ জনের মৃত্যু হয়েছে। জখমদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। এর আগে ২০১৪ সালে জুনে একই ভাবে বিস্ফোরণ হয়েছিল ভিলাইয়ের স্টিল প্ল্যান্টে। তখনও ৬ জন মারা গিয়েছিল।

পুজোয় অনুমোদনের টাকা নিয়ে নতুন ব্যাখ্যা রাজ্যের

Image
কলকাতা: পুজোর সময় ক্লাবগুলিকে ১০,০০০ টাকা অনুমোদন দেওয়া নিয়ে আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট । সেই মামলার শুনানি হতে চলেছে আজ । তার আগেই অনুমোদনের টাকা নিয়ে নয়া ব্যখ্যা দিল রাজ্য পক্ষের আইনজীবী। জণগনের টাকা কোন খাতে খরচ করা হবে এই নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্ট ও টাকা পুরো কাজে না লাগলে ফেরত দেওয়া হবে কি না সেই প্রশ্নও তুলেছিল ডিভিশন বেঞ্চ । সেই প্রসঙ্গে এদিন রাজ্যের তরফ থেকে জানান হয়েছে অনুদিত টাকা পুরোটাই নিরাপত্তা খাতে কাজে লাগানোর পরিকল্পনাই করা হয়েছিল। নিরাপত্তার কারণেই নির্দিষ্ট পুজোগুলির জন্য ১০,০০০ টাকা করে ধার্য করা হয়েছিল ও ওই টাকা নিরাপত্তা প্রকল্পেই খরচ করার পরিকল্পনা করা হয়েছিল ।

চিনের কাছ থেকে সামরিক ড্রোন কিনবে পাকিস্তান

Image
বেজিং: মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা অগ্রাহ্য করেই রাশিয়ার সঙ্গে এস-৪০০ মিসাইল কেনার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে ভারত । পুতিনের ভারত সফরকালেই নয়াদিল্লিতে এই চুক্তি হয়েছে । সেই খবরের পরেই এবার আন্তর্জাতিক রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে আরও এক নতুন চুক্তি- এবার নিজেদের মিত্রপক্ষ পাকিস্তানকে ৪৮টি উন্নতমানের সামরিক ড্রোন সরবরাহ করবে চিন । যদিও ঠিক কত টাকার বিনিময়ে এই চুক্তি হয়েছে তা প্রকাশিত হয়নি । এই ড্রোনের নাম 'উইং লুং ২' যা একটি স্বয়ংক্রিয় সামরিক বিমানব্যবস্থা যা একই সময়ে একাধিক 'স্ট্রাইক' করতে সক্ষম । বেজিং-এর চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এটি প্রস্তুত করে থাকে । প্রসঙ্গত, ইসলামাবাদে সর্বাধিক অস্ত্র সরবরাহ করে থাকে বেজিং । এই দুটি দেশ যুগ্মভাবে জে-এফ থান্ডার নামক একক ইঞ্জিন সম্বলিত বহুমুখী সামরিক বিমান প্রস্তুত করে । যদিও এবিষয় নিয়ে আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেননি দুই দেশের সরকারি আধিকারিকরা, তবে নিজেদের সামরিক অবস্থান আরও দৃঢ় করতেই এই চুক্তি হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের ।

শিশুকে যৌন হেনস্থা শিক্ষকের, জনতা-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকুরিয়ার স্কুল

Image
শিশুশ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার করার অভিযোগে মঙ্গলবার সকাল থেকেই উত্তেজিত ঢাকুরিয়ার বিনোদিনী গার্লস হাইস্কুল। অভিযোগ, স্কুলেরই এক শিক্ষক ছাত্রীর উপর যৌন নির্যাতন চালিয়েছেন।  পুলিশ সূত্রে খবর, ঘটনাটা কয়েকদিন আগের। তারপর স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেয়নি। সে কারণেই আজ অভিভাবকেরা অভিযুক্ত শিক্ষকের গ্রেফতারির দাবিতে সকাল থেকেই স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজিত অভিভাবকেরা স্কুলে ভাঙচুরও চালান বলে অভিযোগ। অভিভাবকেরা ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়। স্কুলের গেট আটকে দেয় পুলিশ। তারপরই পুলিশের সঙ্গে অভিভাবকদের ধস্তাধস্তি শুরু হয়। অভিভাবকদের উপরে পুলিশের লাঠিচার্জ করে বলে অভিযোগ। লাঠির আঘাতে এক মহিলার মাথা ফেটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশাল বাহিনী।

অন্তঃসত্ত্বার জটিল অস্ত্রোপচার বনগাঁর সরকারি হাসপাতালে

Image
বনগাঁ, ৮ অক্টোবর  - দু'‌মাসের গর্ভবতী এক মহিলার ডিম্বাশয়ের জটিল অস্ত্রোপচার করলেন সরকারি হাসপাতালের চিকিৎসক। বনগা মহকুমা হাসপাতালে এই সফল অস্ত্রোপচার করলেন এই হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ ‌মহিতোষ মণ্ডল। এই ঘটনায় গর্বিত হাসপাতাল কর্তৃপক্ষ। মহিতোষবাবু বলেন, '‌ওই মহিলা যাতে সুরক্ষিতভাবে সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন, সেটিই আমাদের কাছে চ্যালেঞ্জ। তার একটি বড় ধাপ আমরা পার করলাম।'‌ জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর পেটে ব্যথার সমস্যা নিয়ে বনগঁা জীবনরতন ধর মহকুমা হাসপাতালের মহিলা সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি হন গাইঘাটা থানার কুলঝুটি গ্রামের গৃহবধূ রুপালি ঢালি। তঁাকে স্ত্রীরোগ বিভাগের চিকিৎসক মহিতোষ মণ্ডল দেখেন। জানা যায়, তিনি ২ মাসের অন্তঃ‌সত্ত্বা। পাশাপাশি, আল্ট্রাসোনোগ্রাফি করে জানা যায়, ওই বধূর জরায়ুর ভেতরে এবং বাইরে মোট ২টি ভ্রুণ বড় হচ্ছে। একই সঙ্গে তঁার বঁা–দিকের ডিম্বাশয়ে একটি টিউমার হয়েছে। সেটি আকারে বড় হয়ে যাওয়ায় ডিম্বাশয়টি অবস্থান ঘুরে গেছে। রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে এবং ডিম্বাশয়টি পচে গেছে। রিপোর্ট দেখে প্রথমে বেশ অবাক হয়ে যান চিকিৎসক। সন্দেহ হওয়ায় তিনি ওইদিনই ফের বাইরে থে

সফ্‌টওয়্যার বাগে ব্যক্তিগত তথ্য ফাঁস, বন্ধ হচ্ছে ‌গুগল্‌ প্লাস

Image
গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ গুগ্‌লের বিরুদ্ধে। একটি সফ্‌টওয়্যার সিকিওরিটি বাগের জেরে কমপক্ষে ৫০০০ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে। একথা সোমবার নিজেদের ব্লগে পোস্ট করে স্বীকার করেছে গুগ্‌ল। সমস্যা মোকাবিলায় গুগ্‌ল প্লাসের সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হবে বলে পোস্টে জানিয়েছে গুগ্‌ল। সূত্রের খবর, গুগ্‌ল ওই সিকিওরিটি বাগ এবং তার ধাক্কায় তথ্য ফাঁসের সম্ভাবনার কথা গত মার্চ মাসেই জানতে পেরেছিল। তারপর তা মেরামতও করা হয়। কিন্তু কোম্পানির সম্মানহানির আশঙ্কা এবং গ্রাহকদের ব্যক্তিগত তথ্য গোপন রাখতে না পারার অভিযোগে ভয়ে সেই খবর অক্টোবর পর্যন্ত চেপে রেখেছিল গুগ্‌ল কর্তৃপক্ষ। গুগ্‌লের সিইও সুন্দর পিচাই নিজেই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা গিয়েছে। সে সময় গুগ্‌ল ওই বাগের কথা জানতে পারে তখনই মার্ক জুকেরবার্গের ফেসবুকে তথ্য ফাঁসের ঘটনাও ঘটেছিল। যার জন্য বিচারের কাঠগড়ায় আসতে হয় ফেসবুক প্রতিষ্ঠাতাকে। তবে গুগ্‌লের দাবি, এখনও কোনও কোম্পানি বা হ্যাকাররা ওই বাগের খোঁজ পায়নি। তাই কোনও গ্রাহকের ব্যক্তিগত তথ্যও সর্বসমক্ষে আসেনি। তথ্য ফাঁসের খবর প্রকাশ্যে আসার পর আমেরিকার প্রাইভেসি অ্যাডভ

বুলগেরিয়ায় ‌ধর্ষণের পর খুন সাংবাদিক

Image
ধর্ষণের পর খুন সাংবাদিক ও তদন্তমূলক অনুষ্ঠানের সঞ্চালক। ঘটনায় উত্তাল বুলগেরিয়া সহ সারা ইউরোপ। গত শনিবার ভিক্টোরিয়া ম্যারিনোভা নামে ৩০ বছরের ওই যুবতীর দেহ উদ্ধার হয় রুস শহরে একটি পার্কে। পুলিস জানিয়েছে, যে পার্কে ভিক্টোরিয়ার দেহ উদ্ধার হয়েছিল, তার পাশেই রয়েছে একটি মনরোগীদের চিকিৎসা কেন্দ্র। তাই সাংবাদিক হত্যার পিছনে কোনও মনরোগীর হাত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস। বুলগেরিয়ার অভ্যন্তরীণমন্ত্রী ম্লডেন ম্যারিনভ স্থানীয় সময় সোমবার সকালে একথা জানিয়ে বলেন, ভিক্টোরিয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রধানমন্ত্রী বয়কো বরিসভ সাংবাদিকদের পরে জানান, রুসে তদন্তকারী দল পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ডিএনএ সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছেন তদন্তকারীরা। দ্রুত খুনি ধরা পড়বে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ইউরোপিয়ান কমিশনের সহ সভাপতি ফ্রান্স টিমারম্যান্স এই খুনের তীব্র নিন্দা করে বলেছেন, '‌সত্যি খুঁজতে গিয়ে এবং দুর্নীতির তদন্ত করতে গিয়ে ফের ইউরোপে একজন সাহসী সাংবাদিকের মৃত্যু হল। প্রসঙ্গত, গত এক বছরে ইউরোপে এনিয়ে তিনজন সাংবাদিক খুন হলেন এবং একজন আজও নিখোঁজ। তাঁরা সবাই সরকারের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করছিল

মঙ্গলবার বিক্রি শুরু হবে Mi TV 4A Pro আর Mi TV 4C Pro

Image
সম্প্রতি ভারতে তিনটি নতুন টিভি লঞ্চ করেছে শাওমি। এই টিভিগুলি হল Mi TV 4 Pro, Mi TV 4A Pro আর Mi TV 4C Pro। এর মধ্যে মঙ্গলবার Mi TV 4A Pro আর Mi TV 4C Pro বিক্রি শুরু হবে। প্রাইম মেম্বাররা মঙ্গলবার রাত ৯ টা থেকে এই দুটি টিভি শুধুমাত্র অ্যামাজন থেকে কিনতে পারবেন। বুধবার বেলা ১১ টায় সব গ্রাহকের জন্য বিক্রি শুরু হবে Mi TV 4A Pro আর Mi TV 4C Pro। এই সবকটি টিভিতেই চলবে Android TV ও কোম্পানির নিজস্ব PatchWall ইউজার ইন্টারফেস। সব কটি টিভিতেই নতুন ভয়েস সার্চ ফিচার যোগ হয়েছে। এর ফলেই এবার কন্ঠস্বরের সাহায্যে যে কোন গোটা টিভি কন্ট্রোল বা যে কোন গুগল সার্চ করা যাবে। নতুন এই টিভিগুলি হল Mi TV 4C Pro, Mi TV 4A Pro আর Mi TV 4 Pro। এগুলি ভারতে কোম্পানির আগের তিনটি টিভির আপডেটেড ভার্সান। ৩২ ইঞ্চি, ৪৯ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি মডেলে পাওয়া যাবে Mi TV 4C Pro, Mi TV 4A Pro ও Mi TV 4 Pro। সব কটি টিভিতেই রয়েছে Android অপারেটিং সিটেম। এর ফলেই এই তিনটি টিভিতে প্লে স্টোর থেকে যে কোন অ্যাপ ডাউনলোড করা যাবে। ভারতে ৩২ ইঞ্চি Mi TV 4C Pro এর দাম ১৪,৯৯৯ টাকা। ৪৯ ইঞ্চি Mi TV 4A Pro এর দাম ২৯,৯৯৯ টাকা। অন্যদিকে প্রিমিয়াম ৫৫ ইঞ্

‘সংস্কারি’ অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ।

Image
নানা পাটেকরের পর আবার এক নামী অভিনেতার বিরুদ্ধে উঠল যৌন হেনস্তার অভিযোগ। তবে এবার অভিযোগ আরও গুরুতর। 'সংস্কারি' অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। নয়ের দশকের এক চিত্রনাট্যকার ও প্রযোজক বিনতা নন্দা অলোক নাথের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন। ফেসবুকে সম্প্রতি এই নিয়ে একটি লম্বা পোস্টে করেছেন তিনি। লিখেছেন, তিনি এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন। যার বিরুদ্ধে তাঁর অভিযোগ, তিনি মদকাসক্ত ও নির্লজ্জ। কিন্তু সেই যুগে তিনি ছিলেন টেলিভিশনের বড় একজন তারকা। আর সেই কারণেই সব দোষ তাঁর চাপা পড়ে যেত। বিনতা এও জানিয়েছেন, টেলিভিশন শো 'তারা'-র প্রধান অভিনেত্রীর শ্লীলতাহানি করেছিলেন অলোক নাথ। শুটিং সেটে অভিনেতা ওই অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন। অভিনেত্রী ঘটনার পর অভিযোগ জানান। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, সেই সময় সেটের সবাই চুপ ছিল। কেউ কোনও প্রতিবাদ করেনি। তারপরই প্রযোজনা সংস্থা ঠিক করে, তারা আর অলোক নাথের সঙ্গে কাজ করবে না। কিন্তু কোনওভাবে অভিনেতা তা জানতে পারেন। সেইদিন সেটে তাঁর ডাক পড়ার আগে পর্যন্ত তিনি অ্যালকোহল নিচ্ছিলেন। ক্যামেরা রোল হওয়ার পর অলোক নাথ অভিনেত্রীর দিকে

স্ত্রী সন্তান ছেড়ে চলে গিয়েছেন, পড়ুন কী হল গড়ফার ব্যক্তির ?

Image
কলকাতা: শেষ কিছু দিন রাস্তায় বেরচ্ছিলেন না। স্ত্রী সন্তান ছেড়ে চলে  যাওয়ার পর থেকে দীর্ঘ সময় ধরে অবসাদই ছিল তাঁর  সঙ্গী। বাড়িতে থাকতেন একা। মেলামেশা করতেন না বললেই চলে। আর সোমবার উদ্ধার হল তাঁর মৃতদেহ। গড়ফা এলাকার  ফ্ল্যাট থেকে উদ্ধার হল নতুন পাল নামে এক ব্যক্তির দেহ। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তাছাড়া দেহে পচন ধরতে শুরু করায় পুলিশের অনুমান কয়েক দিন আগেই মৃত্যু হয়েছে নতুনের। পচা গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারাই খবর দেন  পুলিশে। দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত শুরু করে পুলিশ এখনও কোনও অস্বাভাবিকতা খুঁজে পায়নি। নতুনের দেহের কোথাও কোনও আঘাতের চিহ্ন ছিল না। তাছাড়া ফ্ল্যাটের দরজাও বাইরে থেকে বন্ধ ছিল। মৃত্যুর কারণ জানতে দেহে  ময়না তদন্তের জন্য পাঠানো  হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে  কোনও অসুস্থতার কারণেই প্রাণ গিয়েছে নতুনের । তবে  অন্য কোনও সম্ভবনার কথাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। 

ক্যানিংয়ে মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত ব্যক্তি

Image
ক্যানিং : বাড়ির পাশে বসে মদ খাওয়ার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ কয়েকজন যুবকের বিরুদ্ধে। গতরাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার মিঠাখালি গ্রামে। আহত ব্যক্তির নাম আলি হোসেন। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনায় ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয়েছে। পেশায় রিকশা চালক আলি হোসেনের বাড়িতে দিনের বেলা সেভাবে কেউ থাকে না। তাঁর স্ত্রী ও ছেলে কলকাতায় কাজে যান। ফিরতে রাত হয় তাঁদের। গতরাত ৯টা নাগাদ আলি হোসেন বাড়ি ফিরে দেখেন, তাঁর ঘরের পাশে বসে কয়েকজন যুবক মদ খাচ্ছে। এর আগেও একাধিকবার তিনি এর প্রতিবাদ করেছেন। তবে ওই যুবকরা কর্ণপাত করেনি। গতকাল এনিয়ে ফের প্রতিবাদ করেন আলি হোসেন। অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করা হয়। আলি হোসেনকে মার খেতে দেখে প্রতিবাদ করেন তাঁর ছেলে। বাধা দিতে আসলে তাঁকেও মারধর করা হয়। পরে এলাকা ছেড়ে চম্পট দেয় যুবকরা। পরে আহত অবস্থায় আলি হোসেন মোল্লাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই ক্যানিং থানায় অভিযোগ জানিয়েছেন আলি হোসেন মোল্লা। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করেনি পুলিশ।

শহরের স্কুলে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতন, অভিযুক্ত শিক্ষক

Image
শহরের নামজাদা স্কুলে ফের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ। এবার নির্যাতনের অভিযোগ ঢাকুরিয়া বিনোদিনী গার্লস হাইস্কুলে। অভিযোগ, ৬ বছরের এক শিশুর উপর যৌন নির্যাতন চালানো হয়েছে। যৌন নির্যাতনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় এদিন সকাল থেকেই তুমুল উত্তেজনা ছড়িয়েছে স্কুল চত্বরে। অভিযোগ, বনধের দিন স্কুলের ভিতরই ওই শিশুর উপর নির্যাতন চালান অভিযুক্ত শিক্ষক। জানা গিয়েছে, সেই সময় ওই শিশুর মা ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন। তাই সেই সময় ঘটনার কথা জানা যায়নি। এদিন সকালে স্কুলে আসেন নির্যাতিতা শিশুর মা। স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন। আর তারপরই সামনে আসে ফের শহরের নামজাদা স্কুলে ৬ বছরের শিশুর উপর যৌন নির্যাতনের মতো ন্যক্কারজনক ঘটনা। নিগ্রহের ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্কুলে উপস্থিত অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষককে তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানাতে থাকেন। অভিভাবকদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে স্কুল চত্বর। স্কুলে পৌঁছেছে বিশাল পুলিস বাহিনী। ক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ, স্কুলের ভিতর তাঁদের সন্তানকে আটকে রাখা হয়েছে। বেরতে দেওয়া হচ্ছে না। তাঁদের আর

২০১৯-এই বিশ্বের উঠতি অর্থনীতিগুলির মধ্যে শীর্ষস্থানে থাকবে ভারতঃ আইএমএফ

Image
ওয়াশিংটন: আগামী এক বছরের মধ্যেই ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির হার হবে ৭.৪ শতাংশ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) পরিসংখ্যানে উঠে এসেছে এমনই তথ্য । ২০১৭ সালে এই বৃদ্ধির হার ছিল ৬.৭ শতাংশ । এই বৃদ্ধির মূল কারণ হবে মুদ্রা বিনিময়ে সার্বিক বৃদ্ধি ও জিএসটির প্রয়োগ যা বিনিয়োগ ও বেসরকারি বাজারের অর্থনৈতিক বৃদ্ধিকেও অনেকটাই এগিয়ে নিয়ে যাবে । ২০১৮ সালে এই বৃদ্ধির হার হবে ৭.৩ শতাংশ যা ২০১৯ এই বেড়ে হতে পারে ৭.৪ শতাংশ । আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার ফলেও বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রেও লাভবান হবে উঠতি অর্থনীতিগুলি, বলছে আইএমএফ -এর তথ্য । আইএমএফ-এর তথ্য অনুযায়ী ভারতের অর্থনীতির হার যদি বাস্তবিকই এটি হয়, তাহলে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী অর্থনীতির মধ্যে শীর্ষস্থান অধিকার করবে ভারতই । ২০১৭ সালে এই স্থানের অধিকারী ছিল চিন ।

বিশ্বভারতীর নতুন উপাচার্য অধ্যাপক বিদ্যুত্ চক্রবর্তী

Image
প্রায় আড়াই বছর পরে অবশেষে অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীকে বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করল কেন্দ্র। সোমবার রাতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপকের নাম চূড়ান্ত করে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। বিশ্বভারতীর কর্মসচিবের মেলে অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীকে উপাচার্য হিসাবে নিযুক্ত করে চিঠি দেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের উপ সচিব সুরত সিং। একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন স্থায়ী উপাচার্য সুশান্ত দত্তগুপ্তকে বরখাস্ত করে কেন্দ্র। তার পর থেকেই বিশ্বভারতীর দায়িত্ব সামলাচ্ছেন অস্থায়ী উপাচার্যরা। প্রথমে সহ-উপাচার্য অধ্যাপক স্বপন কুমার দত্ত সেই পদে অস্থায়ী ভাবে দায়িত্ব নেন। ২০১৮ সালের ২৮ জানুয়ারী স্বপনবাবুরও মেয়াদ শেষ হয়ে যায়। তিনি অবসর নিলে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে উপাচার্যের দায়িত্ব নেন প্রতিষ্ঠানের প্রবীণতম ডিরেক্টর তথা বিনয় ভবনের অধিকর্তা সবুজকলি সেন। তাঁর আমলেই উপাচার্য নিযোগে তৈরি হয় সার্চ কমিটিও। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে ও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের হাত ঘুরে পাঁচ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে পৌঁছয়। বিশ্বভার

ফের কলকাতায় মহার্ঘ জ্বালানি

Image
আজ দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৮২.২৬ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে ৭৪.১১ টাকা। কলকাতায় গত কয়েকদিন দামের তারতম্য খুব একটা না থাকলেও পুজোর আগেই কলকাতায় বাড়ল পেট্রোপণ্যের দাম। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৮৪.০৯ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ৭৫.৯৬ টাকা।

যুব অলিম্পিকে ইতিহাস, সোনা জিতল ১৫ বছরের মিজো কিশোর

Image
যুব অলিম্পিকে ইতিহাস গড়ল মিজোরামের ১৫ বছরের কিশোর জেরেমি লালরিনুঙ্গা। প্রথম ভারতীয় হিসেবে যুব অলিম্পিকে সোনা জিতল জেরেমি। বুয়েনেস আইরেসে ভারত্তোলনের ৬২ কেজি বিভাগে সোনা জিতল মিজো কিশোর। মিজোরামের ১৫ বছরের যুবক এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোর মেডেল জিতেছিল জেরেমি। সোমবার সোমবার গভীর রাতে বুয়েনেস আইরেসে মোট ২৭৪ কেজি ভার উত্তোলন করে জেরেমি। রুপো জেতে তুর্কির তোপাস কানের। সোমবারই অল্পের জন্য রুপোর পদক মিস করেন বাংলার মেয়ে মেহুলি। সোমবার মহালয়ার দিন বিশ্বের অন্য গোলার্ধে হুগলির সপ্তদশী মেহুলি ঘোষ যুব অলিম্পিকে দশ মিটার এয়ার রাইফেলে রুপো জিতল। শ্রীরামপুর রাইফেল ক্লাবে শুটিংয়ে হাতেখড়ি হওয়া মেহুলি বর্তমানে বাঙালি অলিম্পিয়ান শুটার জয়দীপ কর্মকারের ছাত্রী। এদিন বুয়েনস আইরেসে যুব অলিম্পিক থেকে দেশকে রুপোর পদক এনে দিল সে। অল্পের জন্য এদিন সোনা হাতছাড়া হয় মেহুলির। শেষ শটের আগে পর্যন্ত প্রায় প্রতিটা শটে দশের কাছাকাছি স্কোর করার পর ২৪ নম্বর তথা শেষ শটেই মেহুলি ৯.১ স্কোরের বেশি করতে পারেনি। ফলে মোট ২৪৮ পয়েন্ট পেয়ে রুপে জেতে সে। সোনা জেতে ডেনমার্কের স্টিফেনি গ্রান্ডসোই (২৪৮.৭)। ভারতই কখন

জাকির নায়েককে প্রত্যার্পণের সিদ্ধান্ত নেবে আদালত, মন্তব্য মালয়েশীয় মন্ত্রীর

Image
জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়ে দোলাচলে মালয়েশিয়া। আদালতের রায়েই হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে জানালেন সে দেশের শীর্ষ স্থানীয় মন্ত্রী।  আর্থিক প্রতারণা ও সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ এড়াতে ২০১৬ সালের জুলাই মাসে ভারত ছাড়েন জাকির নায়েক। গত জানুয়ারি মাসে মালয়েশিয়া সরকারকে নায়েককে প্রত্যার্পণের আনুষ্ঠানিক অনুরোধ জানায় দিল্লি। সম্প্রতি ভারত সফরে এসে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলা সেগারান জানিয়েছেন, কিছু দিন আগে এক বৈঠকে তাঁর কাছে নায়েককে ফেরত পাঠানোর আবেদন জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পিটিআই-কে তিনি জানান, 'জাকির নায়েকের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে উনি খোঁজ নিচ্ছিলেন। মালয়েশিয়া থেকে তাকে পেরত পাঠানো হবে কি না, সেই সম্পর্কে জানতে চান। আমি বলেছি, এই ব্যাপারে মালয়েশিয়া সরকার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।' সেগারান আরও জানান, নায়েকের প্রত্যাবর্তনের বিষয়টি মালয়েশিয়া সরকার আদালতের সিদ্ধান্তের উপরেও ছাড়তে পারে। তিনি বলেন, 'যদি সরকার তাঁকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের দিক থেকে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে, যদিও আদালতের রায় চ্

জেলার সমস্ত স্কুলে ভিজিটর্স বুক রাখার নির্দেশ শিক্ষা দপ্তরের৷

Image
ঘাটাল: এবার থেকে প্রতিটি বিদ্যালয়ে পরিদর্শন খাতা বা ভিজিট বুক রাখা বাধ্যতামূলক করল রাজ্য শিক্ষা দপ্তর৷শিক্ষা কমিশনারের নির্দেশ পেয়ে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক প্রতিটি অবর বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে স্কুলগুলিতে ভিজিট বুক রাখা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন বলে খবর৷ ধাপে ধাপে তা গোটা রাজ্যজুড়ে কার্যকর হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর৷ দক্ষিণবঙ্গের বহু স্কুল পরিদর্শনে গিয়ে অবাকই হয়ে গিয়েছিলেন রাজ্য সরকারের পরিকল্পনা, পরিসংখ্যান দপ্তরের উপদেষ্টা জয়া দাশগুপ্ত৷ কিছুদিন আগে তিনি পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার বেশ কিছু স্কুল পরিদর্শন করেছিলেন৷ তিনি দেখেছিলেন অধিকাংশ স্কুলে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতেও কোনও পরিদর্শন খাতা নেই৷ তাঁর কাছ থেকে বিশদ জেনে চার সেপ্টেম্বর রাজ্যের শিক্ষা কমিশনার সৌমিত্র মোহন সমস্ত বিদ্যালয়ে পরিদর্শন খাতা রাখার জন্য জেলা বিদ্যালয় পরিদর্শকদের একটি নির্দেশিকা জারি করেছেন৷ শিক্ষা কমিশনারের নির্দেশ পেয়ে পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল প্রতিটি অবর বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে স্কু

Redmi Note 5 Pro ফোনের দাম কমালো Xiaomi

Image
হাইলাইট মাত্র 12,999 টাকায় কেনা যাবে নতুন Xiaomi Redmi Note 5 Pro HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা পাবেন অতিরিক্ত 10 শতাংশ ছাড় শুধুমাত্র 4GB RAM ভেরিয়েন্টের ফোনের দাম কমেছে মহালয়ায় দাম কমলো Redmi Note 5 Pro ফোনের । সোমবার টুইটারে Redmi Note 5 Pro ফোনের দাম কমার কথা ঘোষণা করেছেন ভারতে Xiaomi র প্রধান মনু জৈন। এবার থেকে মাত্র 12,999 টাকায় কেনা যাবে নতুন Xiaomi Redmi Note 5 Pro। HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা Flipkart থেকে এই ফোন কিনলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। Redmi Note 5 Pro এর দাম ও স্পেসিফিকেশান 4GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম 14,999 টাকা আর 6GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম 16,999 টাকা। ডুয়াল সিম Redmi Note 5 Pro তে রয়েছে 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকছে একটি Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ। Redmi Note 5 Pro তে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে 12MP প্রাইমারি সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে একটি 20MP সেলফি ক

পুজোর উপহার, কার্ড ছাড়াই ‘ধার’ দেবে ফ্লিপকার্ট-অ্যামাজন!

Image
হাতিবাগান, গড়িয়াহাট বা এসপ্ল্যানেডেই যে শুধু পুজোর বাজারের হাকডাক তা নয়, ই-কমার্স সাইটগুলোতেও পুজোর গন্ধ এসেছে। আর তাই ছাড় দেওয়ার ইঁদুর দৌড়ে নেমেছে প্রথম সারির দুই ই-কমার্স সাইট। হরেক জিনিসে ওপর অবিশ্বাস্য ছাড় থাকলেও অন্যতম আকর্ষণ মোবাইল হ্যান্ডসেট। তবে এত ছাড়ের পরও লাভের মুখ দেখার বিষয়ে নিশ্চিত ফিল্পকার্ট, অ্যামাজন। কারণ, এসব সাইটে মোবাইল ফোন ক্রেতাদের আনাগোনা সবচেয়ে বেশি থাকে। আর এই বিপুল সংখ্যক ক্রেতাদের আরও কাছে টানতে ফ্লিপকার্ট সেলে ৬২% পর্যন্ত ছাড়ে মিলবে বিভিন্ন নামী সংস্থার স্মার্টফোন, একই ছবি অ্যামাজনেও। তবে ছাড় তো রয়েছে। সঙ্গে আবার গ্রাহকদের অতিরিক্ত সুবিধা দিতে সংস্থাগুলি 'কার্ডলেস ক্রেডিট'-এর ব্যবস্থা করেছে। কার্ডলেস ক্রেডিট কী? এতদিন পর্যন্ত ক্রেডিট কার্ড থাকলেই কেবল ধারে পণ্য কেনা যেত এইসব ই-কমার্স সাইটগুলি থেকে।  কিন্তু, এবার থেকে ক্রেডিট কার্ড ছাড়াই কেনাকাটা করা যাবে।  আর এই সুবিধা মিলবে ফ্লিপকার্ট ও অ্যামাজন দুই সংস্থাতেই। সাইটগুলির তরফে জানানো হয়েছে, ক্রেতারা এবার থেকে ক্রেডিট কার্ড ছাড়াই সর্বোচ্চ ৬০,০০০ টাকার জিনিস কিনতে পারবেন। তারপর ৩ থেকে ১২ মাসের মধ্যে সে

স্বল্পমূল্যের গৃহঋণে সুদের হার কমাতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, স্বাস্থ্যসাথীতে মিলবে ৫ লক্ষ টাকা

Image
মমতা বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে উন্নয়নই তৃণমূলের তুরুপের তাস পুজোর আগেই সুখবর। স্বল্পমূল্যের গৃহঋণে সুদের হার কমাতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের কো-অপারেটিভ হাউজিং ফেডারেশন লিমিটেডের পক্ষ থেকে দেওয়া গৃহঋণেই এবার থেকে কমবে সুদের হার। এর পাশাপাশি, সরকারি স্বাস্থ্যবীমা 'স্বাস্থ্য সাথী'তেও টাকার অঙ্ক বাড়ানো হচ্ছে। এতদিন  দেওয়া হত। নবান্ন সূত্রে খবর, এবার থেকে ওই টাকার অঙ্ক ৫ লক্ষ করা হয়েছে। এ বিষয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও খবর। পশ্চিমবঙ্গ সমবায় দফতরের এক শীর্ষ কর্তার কথায়, স্বল্পমূল্যের গৃহঋণের ক্ষেত্রে ০.৭৫ শতাংশ সুদের হার এবং ১ বেসিস পয়েন্ট কমানো হবে। ব্যক্তিগত ও কো-অপারেটিভ সোসাইটি, উভয় ক্ষেত্রেই এই সুবিধা কার্যকর হবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ হাউজিং ফেডারেশন লিমিটেড স্বল্প মূল্যের বাড়ির ক্ষেত্রে বর্তমানে সর্বাধিক ২০ লক্ষ টাকা ঋণ দেয়। চলতি নিয়মে সোসাইটি ও ব্যক্তিগত বাড়ির ক্ষেত্রে সুদের হার যথাক্রমে ১০% এবাং ১০.৫%। এই হারই এবার ০.৭৫ শতাংশ কমতে চলেছে। সমবায়মন্ত্রী আরূপ রায় জানিয়েছেন, রাজ্যের সব মানুষের মাথার উপর ছাদ থাকবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য

পুজোয় হাতের কাছে চিকিৎসক পাচ্ছেন না? এ ভাবে সুস্থ রাখুন নিজেকে

Image
উৎসবের মরসুমে হাতের কাছে বা ফোনের নাগালে সব সময় চিকিৎসক পাওয়া যায় না৷ তখন কষ্ট কমাতে কিছু ব্যবস্থা নিতে হয় নিজেকেই৷ চটজলদি কিছু পদক্ষেপও করতে হয় অসুস্থতা কমাতে। বিশেষ করে বাড়িতে কোনও শিশু ও বয়স্ক থাকলে কিছু ব্যবস্থা অবশ্যই মজুত রাখতে হবে হাতের কাছে। যা যা ব্যবস্থা নিজে থেকে নিতে পারেন,  তার একটা নির্দেশিকা দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক অভিজিত চন্দ্র৷ কোনও কোনও ক্ষেত্রে পুজোর সময় চিকিৎসক না পাওয়ার সমস্যা নতুন নয়। আবার পেলেও যানজট। ভিড় এড়িয়ে তাঁর কাছে যাওয়াও কম ঝক্কির নয়। তবে কিছু অসুখ বাড়িতেও সামলে নেওয়া যায়। পুজোর মুখে কী করে সামলাবেন হঠাৎ হানা দেওয়া সে সব বিপদ— জেনে নিন। কখন কী করবেন রক্তচাপ কমে মাথা ঝিমঝিম করছে মনে হলে নুন–চিনির শরবত খান৷ সুগার বেশি থাকলে জলে শুধু নুন মিশিয়ে খাবেন৷ অনিয়মে রক্তচাপ খুব বেড়ে গেলে খান ৪০ মিগ্রা ফ্রুসেমাইড৷ গাউটের ব্যথা বাড়লে বরফ সেঁক দিন৷ নিয়মিত যে ওষুধ খান তা তখনকার মতো বন্ধ করে আইবুপ্রফেন, ইন্ডোমিথাসিন বা ন্যাপ্রক্সেন খেয়ে নিন, খানিক ক্ষণের মধ্যে কষ্ট কমে যাবে৷ সুগার কমেছে বুঝতে পারলে নুন–চিনির শরবত,  গ্লুকোজ বা মিষ্টি, লজেন্স বা কোল্ডড্রিঙ্ক খান৷ গ্লুক

অর্থনীতিতে পরিবেশ, প্রযুক্তির নোবেল-যোগ

Image
ভাবিত হয়, আবার উল্টো দিকে তারা প্রভাব ফেলে অর্থনীতিতে— এ বছরের নোবেল পুরস্কার আসলে এই সত্যটার স্বীকৃতি।'' নর্ডাউস অর্থনীতির চর্চায় টেনে এনেছেন ভৌতবিজ্ঞানকে। তাঁর 'ইন্টিগ্রেটেড অ্যাসেসমেন্ট মডেল' যেমন খোঁজ রাখে, কী ভাবে রসায়নের ধর্ম মেনে পরিবেশে জমা হতে থাকে কার্বন-ডাই-অক্সাইড, পদার্থবিদ্যার সূত্র মেনে কী ভাবে পরিবেশে কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্বের সঙ্গে মানুষের জ্বালানির ব্যবহারও পাল্টায়, তেমনই জানায়, বাজার অর্থনীতি চাহিদা-জোগান কী ভাবে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণের মাত্রা নির্ধারণ করে। কার্বন ক্রেডিট বা কার্বন করের মতো নীতিতে কী ভাবে এই নিঃসরণের মাত্রা পাল্টায়, আর বৃদ্ধির হার ও উন্নয়নের ওপর তার কী প্রভাব প়ড়ে। পরিবেশকে অর্থনীতির প্রশ্ন হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নর্ডাউসের ভূমিকা অগ্রপথিকের। রোমার আবার পাল্টে দিয়েছেন অর্থনৈতিক বৃদ্ধির ধারণাকেই। তাঁর 'এন্ডোজেনাস গ্রোথ মডেল' বলেছে, প্রযুক্তির পরিবর্তন অর্থনীতির মডেলের বাইরে থেকে আসে না, বরং বাজারের ধর্ম মেনেই তা তৈরি হয়। প্রযুক্তি এমনই জিনিস, যার ব্যবহার থেকে কাউকে বাদ দেওয়া মুশকিল। আবার, সবাই যদি বিনা বাধায় নতুন

নিজের কিডনি বিক্রি করে বন্ধুর স্ত্রীর চিকিৎসা করালেন যাবজ্জীবন বন্দি

Image
নিজের হাতে কাকাকে খুন করেছিলেন। কাকার শরীর থেকে রক্ত ছিটকে পড়েছিল তাঁর গায়ে। তারপরই সম্বিৎ ফেরে। দুষ্কর্মের প্রায়শ্চিত্ত করতে নিজের কিডনি বিক্রির টাকায় বন্ধুর পরিবারের পাশে দাঁড়ালেন। ওই ব্যক্তির নাম সুকুমারন। তিনি কেরলের পাত্তাম্বির বাসিন্দা।১১ বছর আগে মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে কাকার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। রাগের মাথায় ধারালো অস্ত্রের কোপ মারেন কাকার উপরে। ফিনকি দিয়ে কাকার দেহ থেকে রক্ত ছিটকে পড়ে তাঁর গায়ে। আর তারপরই সম্বিৎ ফেরে তাঁর। এ কি করলাম আমি! নিজেই ফোন করে পুলিশে খবর দেন। পুলিশের কাছে আত্মসমর্পণও করেন। তারপর থেকে ২০১৭ সাল অবধি জেলেই কাটিয়েছেন তিনি। আর প্রতি মুহূর্তে অন্যদের জন্য ভাল কিছু করাতে নিজের জীবন উৎসর্গ করতে চেয়েছেন। সুকুমারন জানান, খবরের কাগজের প্রতিবেদন একবার এক দম্পতির কথা পড়েছিলেন। যাঁরা কিডনি দান করেছেন। সেই থেকে সুকুমারনও নিজের কিডনি দান করার ইচ্ছা প্রকাশ করেন। ইচ্ছার কথা জানিয়ে জেল কর্তৃপক্ষতে চিঠিও লেখেন। কিন্তু একজন বন্দি কি এভাবে কিডনি দান করতে পারেন? এমন কোনও আইন নেই বলেই প্রত্যুত্তরে সুকুমারনকে জানান জেল কর্তৃপক্ষ। এতে অবশ্য হাল ছাড়েননি তি

জলখাবার না করার ‘শাস্তি’, দৃষ্টিহীন কাকিমাকে ১৪ বার ছুরি মেরে খুন করল ভাইঝি

Image
৭৫ বছরের বৃদ্ধা। তার উপর অন্ধ। বয়স আর দৃষ্টিহীনতার জন্য চলাফেরাই যাঁর পক্ষে অসম্ভব, তাকেই বলেছিলেন সকালের জলখাবার করতে। না শোনার 'শাস্তি'  দিতেই বৃদ্ধাকে ১৪ বার ছুরি মেরে খুন করলেন ভাইঝি! সোমবার সকালে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মুম্বইয়ের ঠাণে এলাকায়। মৃতা শোভা কুলকার্নির বাড়িতেই থাকতেন ভাইঝি স্বপ্না কুলকার্নি। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পাঠানো হয়েছে বিচারবিভাগীয় হেফাজতে। চাকরি-বাকরি পাননি। ঠাণে এলাকায় অন্ধ কাকিমা শোভার সঙ্গেই থাকতেন স্বপ্না। অভিযোগ, সত্তরোর্ধ্ব সেই কাকিমাকে দিয়েই ঘরের প্রায় সব কাজকর্ম করাতেন তিনি। সোমবার সকালে জলখাবার করার কথা বলেন স্বপ্না। কিন্তু বৃদ্ধা এদিন তাতে রাজি হননি। অভিযোগ, জলখাবার করতে অস্বীকার করার পরই স্বপ্না রান্নাঘরে গিয়ে ছুরি নিয়ে এসে বৃদ্ধার মাথায় পরপর আঘাত করতে থাকেন। শোভাদেবীর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। কিন্তু হাসপাতালে পাঠানোর আগে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। পাড়া প্রতিবেশীরা পুলিশে খবর পাঠান। রবোদি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। বাড়ি থেকেই গ্রেফতার করে স্বপ্নাকে। আদালতে তোলা হলে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতের নির্

ব্রহ্মসের তথ্য পাচার আইএসআই-কে! গ্রেফতার প্রতিরক্ষা গবেষণা সংস্থার ইঞ্জিনিয়ার

Image
প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা ব্যবস্থা। নাগপুরের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কারখানা থেকে পাকিস্তানের চর সন্দেহে ডিআরডিও-র এক ইঞ্জিনিয়ারকে আজ গ্রেফতার করা হয়েছে। চার বছর ধরে সেখানেই কাজ করতেন তিনি। গত বছর 'যুব বিজ্ঞানী পুরস্কার'-ও পান উত্তরাখণ্ডের বাসিন্দা নিশান্ত অগ্রবাল। কিছু দিন আগে গোয়েন্দারা জানতে পারেন, প্রতিরক্ষা গবেষণার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মী হয়েও নিশান্ত পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে গোপনে তথ্য পাচার করছেন। পুলিশ তাঁর ল্যাপটপে প্রতিরক্ষা সংক্রান্ত অত্যন্ত গোপন তথ্য পেয়েছে। তাঁর সঙ্গে ফেসবুকে পাক নাগরিকদের যোগাযোগের প্রমাণও মিলেছে। ওই প্রতিষ্ঠানের আরও দুই বিজ্ঞানীকে জিজ্ঞাসাবাদ করছে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের সন্ত্রাস মোকাবিলা বাহিনীর যৌথ দল। নাগপুরে ভারত-রুশ যৌথ উদ্যোগ 'ব্রহ্মস এরোস্পেস প্রাইভেট লিমিটেড' একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় যা নতুন মাত্রা যোগ করেছে। তদন্তকারীরা জানিয়েছেন, নিশান্ত ব্রহ্মসের জ্বালানি তৈরির ইউনিটে ছিলেন। সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তদন্তকারীরা মনে করছেন, অর্থের বিনিময়

মদ আর মাদক নিয়ে ফের ছাত্র সংঘর্ষ যাদবপুরে

Image
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা এবং মাদকের রমরমা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এ বার শুধু অভিযোগ ওঠাই নয়। বেধে গেল ছাত্র-সংঘর্ষ। চলল পড়ুয়াদের অবস্থান-বিক্ষোভ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কয়েক জন বহিরাগত মত্ত অবস্থায় রবিবার রাতে ক্যাম্পাসে ঢোকেন। তাঁদের এক জন ক্যান্টিনের কর্মীর কাছে জল খেতে চান। অভিযোগ, জলের বদলে তাঁকে অন্য কোনও তরল দেওয়া হয়। শোভন বিশ্বাস নামে এক যুবক সেই জন্য ওই কর্মীকে মারধর করেন। কলা বিভাগ থেকে এসএফআই-সমর্থক পড়ুয়ারা চলে আসেন। শোভনের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছাত্র সংসদ ফেটসু-র সহ-সাধারণ সম্পাদক অরুণাশিস মণ্ডলের পাল্টা অভিযোগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক শোভনকে সেই সময় মারধর করা হয়। বিষয়টি জেনে ছুটির দিনে ক্যাম্পাসে আসেন রেজিস্ট্রার চিরঞ্জীব ভট্টাচার্য। তাঁর  হস্তক্ষেপে গন্ডগোল থামে।  কিন্তু সোমবার আবার গোলমাল শুরু হয়। কলা বিভাগের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক দেবরাজ দেবনাথের অভিযোগ, দর্শনের ছাত্র সোহম চট্টোপাধ্যায় যাদবপুর থানার কাছে দাঁড়িয়ে ছিলেন। তাঁকে মারতে মারতে থানার কাছে বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-টু ব্লকে

মহাবিপদ! সর্বনাশের থেকে মাত্র ১২ বছর দূরে দাঁড়িয়ে পৃথিবী!

Image
শিয়রে শমন! চূড়ান্ত বিপর্যয়ের আর দেরি নেই। বিশ্ব উষ্ণায়ন নিয়ে দীর্ঘদিন ধরেই সাবধান করছেন বিজ্ঞানীরা। টনক নড়েনি কারও। পরীক্ষার ফল বেরোতে দেখা যাচ্ছে, সর্বনাশের থেকে মাত্র বারো বছর দূরে দাঁড়িয়ে আছে পৃথিবী! সোমবার রাষ্ট্রপুঞ্জের 'ইন্টারগভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ' (আইপিসিসি) একটি রিপোর্ট পেশ করে জানিয়েছে, উষ্ণায়নের জেরে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। ভারতের অবস্থাও শোচনীয়। রিপোর্ট বলছে, অদূর ভবিষ্যতেই মারণ তাপপ্রবাহের সম্মুখীন হতে হবে এ দেশকে। ম্যালেরিয়া-ডেঙ্গির মতো রোগ  বাড়বে। গরমে আক্ষরিক অর্থেই ধুঁকবে মেগাসিটিগুলো। যার মধ্যে সবার আগে থাকছে কলকাতা! রিপোর্টে প্রকাশ, গত দেড়শো বছরে কলকাতার গড় তাপমাত্রা বেড়ে গিয়েছে ১.২ ডিগ্রি সেলসিয়াস। দিল্লির তাপমাত্রার গড় ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তৃতীয় ও চতুর্থ স্থানে মুম্বই ও চেন্নাই। পরিস্থিতিতে রাশ টানতে হলে বড়সড় বদল আনতে হবে জীবনযাপন থেকে শুরু করে কৃষি-শিল্প-শক্তিনীতিতে, বার্তা রাষ্ট্রপুঞ্জের বিজ্ঞানীদের। হাতে আছে মাত্র ১২টা বছর! না হলে ২০৩০ সালের মধ্যেই ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা বেড়ে যাবে আরও ১.৫ ডিগ্রি সেলসিয়াস।