চিনের কাছ থেকে সামরিক ড্রোন কিনবে পাকিস্তান


বেজিং: মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা অগ্রাহ্য করেই রাশিয়ার সঙ্গে এস-৪০০ মিসাইল কেনার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে ভারত । পুতিনের ভারত সফরকালেই নয়াদিল্লিতে এই চুক্তি হয়েছে । সেই খবরের পরেই এবার আন্তর্জাতিক রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে আরও এক নতুন চুক্তি- এবার নিজেদের মিত্রপক্ষ পাকিস্তানকে ৪৮টি উন্নতমানের সামরিক ড্রোন সরবরাহ করবে চিন । যদিও ঠিক কত টাকার বিনিময়ে এই চুক্তি হয়েছে তা প্রকাশিত হয়নি ।

এই ড্রোনের নাম 'উইং লুং ২' যা একটি স্বয়ংক্রিয় সামরিক বিমানব্যবস্থা যা একই সময়ে একাধিক 'স্ট্রাইক' করতে সক্ষম । বেজিং-এর চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এটি প্রস্তুত করে থাকে । প্রসঙ্গত, ইসলামাবাদে সর্বাধিক অস্ত্র সরবরাহ করে থাকে বেজিং । এই দুটি দেশ যুগ্মভাবে জে-এফ থান্ডার নামক একক ইঞ্জিন সম্বলিত বহুমুখী সামরিক বিমান প্রস্তুত করে ।

যদিও এবিষয় নিয়ে আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেননি দুই দেশের সরকারি আধিকারিকরা, তবে নিজেদের সামরিক অবস্থান আরও দৃঢ় করতেই এই চুক্তি হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের ।