Posts

Showing posts from July 10, 2018

চালু হওয়ার আগেই জিও বিশ্ববিদ্যালয়কে ১০০০ কোটি টাকা অনুদান কেন্দ্রের, তুঙ্গে বিতর্ক

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আম্বানি-ঘনিষ্ঠতা নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে তাঁকে নীতা বা মুকেশ আম্বানির সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে। তা নিয়ে বিরোধীদের নিন্দারও শেষ নেই। এরই মধ্যে বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিল সরকারেরই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। রিলায়েন্স ফাউন্ডেশনের এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারের 'ইনস্টিটিউট অব এমিনেন্স'-এর তালিকায় রাখা হল যার কোনও অস্তিত্বই নেই। অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরির ব্যপারটি এখনও প্রস্তাবের পর্যায়ে আছে। চালু হওয়া তো দূর কি বাত, এটা কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হবে বা কী পড়ানো হবে, তাও জানেনা সাধারণ মানুষ। অথচ এই প্রতিষ্ঠানটিকে এমন একটি তালিকায় রাখা হল যাতে প্রতিষ্ঠানটি মোটা অংকের সরকারি সাহায্য পাবে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইট করে জানিয়েছেন এই সংস্থাটি, আগামী ৫ বছরে ১ হাজার কোটি টাকার সরকারি সাহায্য পাবে। শুধু তাই নয়, কার্যত সরকারি সাহায্য চললেও শিক্ষা প্রতিষ্ঠানটি হবে স্বাধীন এবং স্বয়ংক্রিয়। স্বাভাবিকভাবেই শিক্ষা মন্ত্রকের এই সিদ্ধান্তে বিতর্ক ছড়িয়েছে। বিরোধীরা বলছেন, আরও একবার আম্বানিদের সরকারি সুবিধা পাইয়ে দিল নরেন্

অপহৃত কিশোরীকে আটকে রেখে রাতভর গণধর্ষণ, গ্রেপ্তার ৫

Image
বছর চোদ্দোর এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ পুলিশ। ছিনদ্বারার ওই কিশোরীকে চব্বিশ ঘণ্টার মধ্যে দু-বার করে অভিযুক্তরা ধর্ষণ করে বলে অভিযোগ।  অতিরিক্ত পুলিশ সুপার নীরজ সোনি জানান, ৬ জুলাই সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি ওই নাবালিকা। রাতভর খোঁজাখুঁজির পরেও মেয়েকে না-পেয়ে, স্থানীয় কুন্দিপুরা থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। ঘটনার দু-দিনের মাথায় মহুয়াতোলা অঞ্চল থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর পুলিশি জিগ্যাসাবাদে মেয়েটি জানায়, মোহিত ভরদ্বাজ নামে এক যুবক জোর করে তাকে বাইকে তুলে নিয়ে যায়। মোহিত তাকে রাহুল ভোন্দে নামে তার এক বন্ধুর বাড়িতে নিয়ে গিয়েছিল। সেখানে দু-জনে মিলে তাকে ধর্ষণ করে। পরদিন সকালে সেখান থেকে ফেরার সময়, রাস্তায় আটকায় আরও তিন জন। তারা ফের তাকে ভোন্দের বাড়িতে নিয়ে গিয়ে, ধর্ষণ করে। ওই তিন জনের নামও পুলিশকে জানিয়েছে সে। বান্টি ভালাবি, অঙ্কিত রঘুবংশী ও অমিত বিশ্বকর্মা। অতিরিক্ত পুলিশ সুপার জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে স্পেশাল টিম গঠন করা হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ধৃতদের বিরুদ্ধে POCSO ছাড়াও ভারতী

অবশেষে থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার করা হল সকলকে

Image
ব্যাংকক: থাইল্যান্ডের গভীর গুহা গহ্বর থেকে একে একে বেরিয়ে আসছে শিশুরা৷ কোচ সহ বাকি মাত্র ২৷ মঙ্গলবার আরও ১ শিশুকে মারণ গুহা থেকে উদ্ধার করতে সফল উদ্ধারকারীরা৷ গুহায় আটক কোচ সহ ১৩ খুদে ফুটবলারদের মধ্যে ১১ শিশু উদ্ধার৷ রবিবার থেকে লাগাদার চলা উদ্ধারকাজ ফলপ্রসূ৷ মঙ্গলবারের উদ্ধার চিত্র বেশ স্বস্তি জনক৷ উদ্ধার হওয়া শিশুদের হেলিকপ্টারে তুলে হাসপাতালে ভর্তি করা হচ্ছে৷ থাইল্যান্ডে চিয়াং রাই হাসপাতালে শিশুদের ভর্তি করা হয়েছে৷ সোমবারই মোট ৮ শিশুকে উদ্ধার করে উদ্ধারকারী দল৷ উত্তর থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় যুদ্ধকালীন তৎপরতায় এখনও চলছে উদ্ধারকাজ৷ উদ্ধার হওয়া শিশুদের বেশিরভাগই চিকিৎসাধীন৷ চিকিৎসকরা জানাচ্ছেন টানা এতদিন গুহায় থাকার কারণে স্বাভাবিক নিয়মে খাবার খেতে পারছে না শিশুরা৷ আপাতত তরল খেয়েই থাকতে হচ্ছে৷ তবে উদ্ধার হওয়া বেশিরভাগ শিশুই গুহা থেকে বেরিয়ে চকোলেট ও কেক খেতে চেয়েছে৷ তাদের অনুরোধা রাখা হবে বলেও জানিয়েছে থাই প্রশাসন৷ উদ্ধারের সময় এক উদ্ধারকারীর মৃত্যু ইতিমধ্যেই হয়েছে৷ গুহার জল বৃদ্ধি পাওয়ায় বাড়ছে জটিলতা৷ সেই জট কাটিয়েই ১১ শিশুদের জীবিত উদ্ধার করা হয়েছে৷ বাকিরাও ত

৫০০ টাকা থেকে ৭০০ টাকার মধ্যে নভেম্বর মাসে লঞ্চ হবে Jio GigaFiber

Image
৫ জুন কোম্পানির বার্ষিক সাধারন সভায় ফাইবার বেসড ব্রডব্যান্ড কানেকশান Jio GigaFiber লঞ্চ করেছে রিলায়েন্স জিও। তবে লঞ্চের সময় Jio GigaFiber দাম সম্পর্কে কিছুই জানায়নি জিও। এবার ইকোনমিক টাইমসে Jio GigaFiber এর দাম প্রকাশিত হল। কোন শহরে লঞ্চ হবে Jio GigaFiber? লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল দেশজুড়ে ১১০০ টি শহরে Jio GigaFiber লঞ্চ হবে। দেশের ৫ কোটি ঘরে Jio GigaFiber কানেকশান দেওয়ার কথা ঘোষনা করা হয়েছিল। তবে কবে এই কানেকশান দেওয়া শুরু হবে তা জানানো হয়নি। এই রিপোর্টে জানানো হয়েছে নভেম্বর মাসের শুরু থেকে Jio GigaFiber কানেকশান দেওয়া শুরু হবে। একই সাথে এই রিপোর্টে ১৫ থেকে ২০ টি গুরুত্বপূর্ণ শহরের নাম করা হয়েছে। Jio GigaFiber এর দাম একই সাথে একই রিপোর্টে Jio GigaFiber এর দাম প্রাকাশিত হয়েছে। এই রিপোর্টে জানানো হয়েছে ৫০০ টাকা থেকে ৭০০ টাকার মধ্যে Jio GigaFiber এর প্ল্যান লঞ্চ হবে। এই প্ল্যানে গ্রাহকরা 100Mbps স্পিডে মাসে 100GB ডাটা পাবেন। এর সাথেই ইন্টারনেট টিভি ও ভিডিও কলিং এর মতো ফিচার ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। যে এলাকাইয় বেশি মানুষ Jio GigaFiber কানেকশান নেওয়ার আগ্রহ প্রকাশ কবেন সেই এলাকায়

দিঘায় মিলল ১৮৫ কেজির উড়ুক্কু মাছ!

Image
দিঘায় ১৮৫ কেজি ওজনের মাছ। কবে কে দেখেছেন মনে করতে পারছেন না। তবে মঙ্গলবার এই উঠেছিল দিঘা মোহনায় নবকুমার পয়ড়ার আড়তে। বিশালাকার এই মাছের উচ্চতা ১১ ফুট আর গলার কাছে বেড় ৫ ফুট। ওড়িশার ধামরার শঙ্কর গিরি এই মাছটি এদিন দিঘা মোহনায় নিয়ে আসেন। এক ক্রেতা ১০ হাজার টাকায় মাছটি কেনেন। মাছও উড়তে পারে আকাশে। শুনে অবাক হলেও কথাটিও সত্যি। এই মাছের পরিচিত উড়ুক্কু বা উড়ন্ত মাছ বলে। এতদিন এই সংবাদ মাধ্যমে দেখেছেন অনেকে। দিঘার উপকূলে মঙ্গলবার স্বচক্ষে এমন মাছ দেখলেন বহু মানুষ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য সমুদ্রের জলের ওপরে উঠে ডানা মেলে উড়তে থাকে এরা। এরা সর্বোচ্চ ২০ ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারে এবং প্রতি ঘণ্টায় গতি প্রায় ৭০ কিলোমিটার। এরা সাধারণত একটানা ১৬০ ফুট দূরত্ব পর্যন্ত উড়ে যেতে পারে। প্রথমে মাছটি সাগরের পৃষ্ঠে লাফ দিয়ে ওঠে। এরপর চোখের পলকে সাগরের পৃষ্ঠে লেজ নাড়িয়ে পাখির মতো উড়তে উড়তে সামনের দিকে এগিয়ে যায়। নিচে নামার সময় পাখির মতো ধীরে ধীরে ডানা দুটো ভাঁজ করে সাগরের ভেতরে ঢুকে পড়ে। পৃথিবীর গ্রীষ্মমণ্ডল অঞ্চলগুলোর সাগরে উড়ন্ত মাছের দেখা মেলে। বিশ্বজুড়ে প্রায় ৬৪ প্র

মাথায় ঝুলছে ধর্ষণের অভিযোগ, চুপিসাড়ে বিয়ে সারলেন মিঠুন পুত্র !

Image
এরই মাঝে দক্ষিণী অভিনেত্রী মাদালসার সঙ্গে বিয়েটা সেরে ফেললেন মিঠুন পুত্র মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো।  ধর্ষণ, প্রতারণ, জোর করে গর্ভপাতে বাধ্য করা সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই মুহূর্তে জামিনে মুক্ত রয়েছেন তিনি। এরই মাঝে দক্ষিণী অভিনেত্রী মাদালসার সঙ্গে বিয়েটা সেরে ফেললেন মিঠুন পুত্র মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো।  গত ৭ জুলাই উটির হোটেলে মাদালসা ও মিমোর বিয়ের কথা থাকলেও সেদিন ওই হোটেলে পুলিসে হানা দেয়। আর এর পরেই হোটেল ছাড়েন মেয়ের বাড়ির লোকজন। তবে অবশেষে ১০ জুলাই ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে উটিতেই শেষপর্যন্ত বিয়েটা সেরে ফেললেন মিমো মাদালসা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মাদালসা ও মিমোর বিয়ের প্রথম ছবি। প্রসঙ্গত, কিছুদিন আগেই মিমোর বিরুদ্ধে ধর্ষণ ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রতারণ, জোর করে গর্ভপাত করতে বাধ্য করার অভিযোগ এনেছেন এক মহিলা। পাশাপাশি প্রতারণা ও হুমকির অভিযোগ আনা হয়েছে মিঠুনের স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধেও।

যোনির অঙ্গচ্ছেদ ধর্মীয় কারণেও নয়, মত সুপ্রিম কোর্টের

Image
শিশুদের 'জেনিটাল মিউটিলেশন' বা যোনির অঙ্গচ্ছেদ করা কোনও ধর্মীয় প্রথার অংশ হতে পারে না। কেন্দ্রের সঙ্গে এক হয়ে সোমবার এই মত দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি খানউইলকর ও বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, ১৮ বছরের কম বয়সের শিশুকন্যার যৌনাঙ্গে ক্ষতি হতে পারে, এরকম কোনও প্রথা সম্পূর্ণ বেআইনি। দাউদি বোহরা নামের একটি মুসলিম ধর্মীয় গোষ্ঠীর মধ্যে এই যোনির অঙ্গচ্ছেদ বা খাতনা প্রথার চল আছে। প্রধানত, মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান ও দিল্লিতেই বসবাস এই জনগোষ্ঠীর। এই প্রথায় শিশুকন্যাদের যোনির বাইরের কিছু অংশ কেটে বা ছেঁটে ফেলা হয়। আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এই প্রথার চল ছিল। কিন্তু অনেক দেশই এখন এই প্রথাকে বেআইনি ঘোষণা করেছে। এই মামলায় 'দাউদি বোহরা উইমেনস অ্যাসোসিয়েশন ফর রিলিজিয়াস ফ্রিডম'র তরফে কংগ্রেস নেতা ও আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সুপ্রিম কোর্টে জানান, এই ধর্মীয় প্রথা প্রায় ১০০০ বছর ধরে পালন করে আসছে এই ধর্মীয় গোষ্ঠী। ধর্মীয় প্রথা পালন করার সাংবিধানিক অধিকার সকলের রয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তাঁর যুক্তি, শিশুকন্যা

ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় গ্রেফতার অধ্যাপক

Image
হাওড়া: তৃতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় গ্রেফতার অধ্যাপক ৷ হাওড়ার ব্যাঁটরার চ্যাটার্জি পাড়ার ঘটনা ৷ অভিযুক্তের কাছে টিউশন পড়তেন ছাত্রীটি ৷ ঘটনার দিনও পড়তে যান ছাত্রী ৷ সেই সময় ছাত্রীর খাবারে মাদক মেশানোর অভিযোগ উঠেছে অধ্যাপকের বিরুদ্ধে ৷ ছাত্রীকে বেহুঁশ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ ৷ এরপর তাকে তরুণীকে ব্ল্যাকমেলও করতে শুরু করেন তিনি ৷ প্রথমে ভয় পেলেও পরে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে তরুণী ৷ ধৃত অভিযুক্ত অধ্যাপক শিবশঙ্কর চট্টোপাধ্যায় শোভারানি কলেজের ৷ তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অধ্যাপককে ৷

মদ্যপানের পর বন্ধুর স্ত্রীকে ধর্ষণ !

Image
অশোকনগর : মদ্যপান করে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত এক যুবক। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার গুমা কালীনগর এলাকার ঘটনা। ধৃতের নাম সুরজিৎ দেবনাথ। নির্যাতিতার স্বামীর অভিযোগের ভিত্তিতে গতরাতে সুরজিৎকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে। রবিবার রাতে সুরজিৎ দেবনাথ তার বাড়িতে ডাকে তার বন্ধু ও বন্ধুর বউকে। বাড়িতে সেসময় কেউ না থাকায় দুই বন্ধু মদ্যপান করে। অভিযোগ, মদের নেশায় বন্ধু বেহুঁশ হয়ে গেলে তাঁর স্ত্রীকে ধর্ষণ করে সুরজিৎ। বিষয়টি নিয়ে সেসময় কিছু না বললেও গতকাল দুপুরে বাড়ি ফিরে স্বামীকে গোটা ঘটনা জানান যুবতি। রাতেই অশোকনগর থানায় সুরজিৎ দেবনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যুবতির স্বামী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ ধৃত সুরজিৎকে বারাসত আদালতে তোলা হবে।

কাজু-চিপসের আবদার ছেড়ে টিফিনে স্রেফ চপ-মুড়ি, তৃণমূলে ব্যয় সংকোচের বার্তা

Image
চা খেতে চাইলে কড়ি খসাতে হবে নিজের ট্যাঁক থেকে। সভা চলাকালীন টিফিন চাইলে চপ-মুড়ি, নিদেনপক্ষে মিলতে পারে সামান্য মুখরোচকের বিরতি। কাজু-চিপসের আবদার তো আর নৈব নৈব চ! গলির আনাচকানাচে বাঁধা যাবে না বাড়তি মাইক। বানানো যাবে না রাস্তাজোড়া ঢাউস গেটও। বড় জনসভা হোক বা কর্মিসভা- অতিথি আপ্যায়নে বাড়াবাড়ি বন্ধে অলিখিত নির্দেশিকা জারি হয়ে গেল তৃণমূলের অন্দরে। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে গিয়েও সেই নির্দেশ স্মরণ করিয়ে দিয়েছেন। তাঁর দেখানো পথেই মন্ত্রীদের মাধ্যমে তাঁদের বিধানসভা এলাকা ও সরকারি সব কর্মসূচির ক্ষেত্রেই এই নির্দেশিকা মেনেই এবার থেকে চলতে হবে দপ্তরগুলিকে। কলকাতা ও লাগোয়া জেলা হোক বা উত্তর ও মধ্যবঙ্গের মন্ত্রীরা একযোগে তাঁদের সচিব মারফৎ মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা দপ্তরে জানিয়ে দিয়েছেন। নির্দেশ পৌঁছে গিয়েছে দলের কর্মীদের কাছেও। মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সদস্য জানিয়েছেন, "মুখ্যমন্ত্রী কখনওই কোনও কিছুতে বাড়াবাড়ি পছন্দ করেন না। সরকারি সভার খরচ কখনওই চোখে লাগার মতো করা হত না। তার পরেও কোথাও কোথ

মিথ্যে খবর রটালে হোয়াটসঅ্যাপ অ্যাডমিনদের হতে পারে জেল ।

Image
নয়াদিল্লি: নানা সময়ে মিথ্যা খবর, বিকৃত ফটো, আপত্তিকর ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। যার ফলে নানা সমস্যা তৈরি হয়। এমনকী কিছু ঘটনায় কিছু এলাকায় ধর্মীয় সম্প্রীতিও নষ্ট হয়। এই ধরণের ঘটনা ঠেকাতে এবার গ্রুপ অ্যাডমিনদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ৷ বারাণসী শহরের পুলিশ ও জেলা ম্যাজিস্ট্রেট যৌথ নির্দেশনামায় জানিয়েছে, এই ধরনের কোনও ঘটনা ঘটেছে খবর পেলেই অভিযুক্ত গ্রুপের অ্যাডমিনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনি যদি কোনও হোয়াটসঅ্যাপের গ্রুপ অ্যাডমিন হন অথবা ফেসবুকে কোনও গ্রুপ খুলে থাকেন তাহলে সেখানে আপত্তিকর পোস্ট, যেমন গুজব ছড়ানো বা মিথ্যা খবর পোস্ট করে থাকেন যদি কোনও মেম্বার, তার খেসারত দিতে হবে গ্রুপ অ্যাডমিনকে৷ সেজন্যই বারাণসীর জেলা ম্যাজিস্ট্রেট যোগেশ্বর রাম মিশ্র ও পুলিশ সুপার নিতিন তিওয়ারি জানিয়েছেন, এমন ঘটনা ঘটেছে জানতে পারলেই গ্রুপ অ্যাডমিনদের বিরুদ্ধে এফআইআর করা হবে। অসত্য, গুজব, বিকৃত তথ্য যাতে স্যোশাল মিডিয়ার মাধ্যমে না ছড়ায় তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। তিন দিন আগেই সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বার্তা পোস্ট করার অপরাধে এক গ্রুপ অ্যাডমিনকে গ্রেফতার করে পুলিশ৷

মদ্যপানের পর বন্ধুর স্ত্রীকে ধর্ষণ !

অশোকনগর : মদ্যপান করে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত এক যুবক। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার গুমা কালীনগর এলাকার ঘটনা। ধৃতের নাম সুরজিৎ দেবনাথ। নির্যাতিতার স্বামীর অভিযোগের ভিত্তিতে গতরাতে সুরজিৎকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে। রবিবার রাতে সুরজিৎ দেবনাথ তার বাড়িতে ডাকে তার বন্ধু ও বন্ধুর বউকে। বাড়িতে সেসময় কেউ না থাকায় দুই বন্ধু মদ্যপান করে। অভিযোগ, মদের নেশায় বন্ধু বেহুঁশ হয়ে গেলে তাঁর স্ত্রীকে ধর্ষণ করে সুরজিৎ। বিষয়টি নিয়ে সেসময় কিছু না বললেও গতকাল দুপুরে বাড়ি ফিরে স্বামীকে গোটা ঘটনা জানান যুবতি। রাতেই অশোকনগর থানায় সুরজিৎ দেবনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যুবতির স্বামী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ ধৃত সুরজিৎকে বারাসত আদালতে তোলা হবে।

১০,৯৯০ টাকা থেকে লঞ্চ হবে Oppo A3s

Image
কিছুদিন আগের সংবাদে শিরোনামে এসেছিল Oppo A3s। কম দামের এই বাজেট ফোনে ডিসপ্লের উপরে কালো নচ, ডুয়াল রিয়ার ক্যামেরা, ফেস আনলক সহ বিশাল ব্যাটারি থাকার খবর পাওয়া গিয়েছিল। কিছুদিন আগেই জনপ্রিয় টেক ওয়েবসাইট Gadgets 360 তে এক রিপোর্টে এই ফোন লঞ্চের খবর প্রকাশিত হয়েছিল। একই সাথে এই ফোনের দাম প্রকাশ করেছিল এই ওয়েবসাইটটি। সেই রিপোর্টে বলা হয়েছে Oppo A3s এর 2GB RAM আর 16GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১০,৯৯০ টাকা। এছাড়াও এই রিপোর্টে জানানো হয়েছে দুটি আলাদা কালার ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হবে। রেড ও ডার্ক পারপেল কালারে Oppo A3s পাওয়া যাবে। যদিও 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম সম্পর্কে খবর প্রকাশ করেনি এই টেক পোর্টাল। Oppo A3s স্পেসিফিকেশান Oppo A3s এ রয়েছে ৬.২ ইঞ্চি IPS HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। এই ডিসপ্লের সাথেই Oppo A3s তে থাকছে 2.5D কার্ভড গ্লাস। Oppo A3S এর ভিতরে রয়েছে Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকছে 2GB/3GB RAM আর 16GB/32GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে Oppo A3S এর স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। Oppo A3S এ Android 8.1 Oreo এর উপরে চলবে কোম্পান

যৌনাঙ্গের গভীরে কোকেন! পাচারকারী মহিলাকে নিয়ে ফাঁপড়ে গোয়েন্দারা

Image
বিমানবন্দরে নাইজেরিয় মহিলা। যৌনাঙ্গের ভেতরে ঢুকিয়ে আনা হচ্ছিল কোকেন। কিন্তু চলাফেরার সময় তা আরও গভীরে ঢুকে পৌঁছে গিয়েছে ইউটেরাসে। সেই মাদক বেরও করা যাচ্ছে না। আর ভেতরে থাকা কোকেনের একটা ক্যাপসুল ফাটা মানেই মৃত্যু। মাদক পাচারকারী ধরে এখন মহা ফাঁপড়ে নারকোটিক কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জেট এয়ারওয়েজে মুম্বই থেকে আসা যাত্রী তিরিশ বছরের ডেভিড ব্লেসিংকে আটক করেন গোয়েন্দারা। বিমানবন্দরে প্রাথমিক তল্লাশির পর কুড়িটি এলএসডি ব্লটের হদিশ পাওয়া যায় এই নাইজেরিয়ান মহিলার কাছ থেকে। এনসিবি এবং শুল্ক দফতরের মহিলা কর্মীদের সন্দেহ হয়, আরও মাদক লুকোন রয়েছে। আর তাঁদের পূর্ব অভিজ্ঞতা থেকে মহিলার দেহ তল্লাশির সময়তেই ডেভিডের পায়ুদ্বার থেকে পাওয়া যায় ১২ গ্রাম কোকেন। আর সেই সময়ই জেরায় মহিলা স্বীকার করেন আরও কোকেন লুকোন আছে তাঁর যৌনাঙ্গে। প্রথমে তাঁকেই বের করতে বলেন গোয়েন্দারা। কিন্তু মহিলা নিজেই কিছুক্ষণ চেষ্টা করার পর জানান যে তিনি বের করতে পারছেন না। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ভিআইপি রোডের পাশে একটি বেসকারি হাসপাতালে। সেখানে এক্স-রে করে দেখা যায় ইউটেরাসের কাছে কিছু ভরা

কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রী’কে ১০ লাখ টাকা চাইল ব্যক্তি !

Image
বাহরাইচ (উত্তর প্রদেশ) : কন্যাসন্তানের জন্ম দেওয়ায় স্ত্রী'র কাছে ১০ লাখ টাকা চাইল এক ব্যক্তি। ঘটনাটি উত্তরপ্রদেশের বাহরাইচের। এই ঘটনা সামনে আসার পর অনেকেই প্রতিবাদ করেছেন। সোশাল মিডিয়ায় শুরু হয়েছে নিন্দা। স্ত্রী কন্যা সন্তান জন্ম দেওয়ায় মেয়ের মুখখানিও দেখেনি ওই ব্যক্তি। প্রথমেই স্ত্রী'কে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। ওই মহিলা নাকি তাঁর স্বামীর কাছে অনেক অনুনয় বিনয় করেছিলেন। কিন্তু, তাতেও কাজ হয়নি। অবশেষে তিনি এমন এক শর্ত দিলেন যা ওই মহিলার পক্ষে পূরণ করা সম্ভব ছিল না। ওই ব্যক্তি সাফ জানিয়ে দেয়, যদি তাকে ১০ লাখ টাকা দেওয়া হয়, তাহলেই সে মেয়েসমেত ওই স্ত্রীকে নিজের বাড়িতে তুলবে। অন্যদিকে, ওই মহিলা নিজের মেয়ের পিতৃপরিচয় আদায় করতে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন। এমনকী, পুলিশ সুপারিটেনডেন্টের দপ্তরে গিয়েও দাবি আদায়ের জন্য সোচ্চার হয়েছেন। মহিলার অভিযোগ শোনার পর পুলিশ সুপারিনটেনডেন্ট প্রাথমিক তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন।

কার্ডেই স্পট ফাইন নেবে পুলিশ !

Image
বিধাননগর : স্পট ফাইন করেছে ট্র্যাফিক পুলিশ। অথচ পকেটে পয়সা নেই। তবে রক্ষে নেই। স্পটেই ফাইন দিতে হবে কার্ডের মাধ্যমে। বিধাননগর সিটি পুলিশের পক্ষ থেকে শুরু করা হল স্পট ফাইনে কার্ডের মধ্য দিয়ে অনলাইন পেমেন্ট। ঠিক যেভাবে শপিং মল, পেট্রলপাম্প বা অন্যত্র মানুষ গিয়ে কার্ডে পেমেন্ট করে, ঠিক সেভাবেই। এর জন্য এক বিশেষ ধরনের মেশিন তুলে দেওয়া হয়েছে বিধাননগর পুলিশের হাতে। সেই মেশিনের সাহায্যে এবার থেকে চালান নম্বর দিয়ে গাড়ির বিরুদ্ধে কেস করার পরে কার্ড সোয়াইপ করে পেমেন্ট নিয়ে নেবে পুলিশ। কলকাতা পুলিশ অনেকদিন আগেই স্পট ফাইন চালু করেছে। তবে অনেক পুলিশকর্মীরাই স্পট ফাইন ব্যবস্থায় রাজি ছিলেন না। সেকারণে পরে পুলিশের পক্ষ থেকে অনলাইনে ফাইন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। গাড়িচালকরা যে কোনও সাইবার ক্যাফেতে গিয়ে ফাইন জমা করে এসে ট্রাফিক পুলিশের কাছ থেকে কাগজ ছাড়িয়ে নিয়ে যেতেন। অনেকে আবার ব্যাঙ্কে গিয়েও ফাইন জমা করে আসতেন। সেই সমস্যা থেকে চালকদের মুক্তি দিতে বিধাননগর সিটি পুলিশের পক্ষ থেকে শুরু করা হল কার্ডের মাধ্যমে স্পট ফাইন পেমেন্ট।  এই বিষয়ে বিধাননগর সিটি পুলিশের DC হেডকোয়র্টার অমিত জাভালজি বলেন, &quo

৩ বছরের সন্তানকে অটোতে আছাড় !

হায়দরাবাদ : নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী'র সঙ্গে ঝগড়া করে তিনবছরের সন্তানকে অটোতে আছাড় মারল এক ব্যক্তি। গতকাল ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। শিবা গোড় নামের বছর চল্লিশের ওই ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক। স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে শিবার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দেখুন সন্তানকে অটোতে আছাড় মারার ভিডিও একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্ত্রী'র সঙ্গে ঝগড়া করে শিবা গোড় ছেলেকে অটোতে আছাড় মারছে। এরপরই ওই শিশু কাঁদতে শুরু করে। অটোতে আছাড় খেয়ে মাটিতে পড়ে যায় বাচ্চাটি। এরপর তাকে মাটি থেকে হাতে তুলে নেয় শিবা। শিশুর মা স্বামীর হাত থেকে ছেলেকে ছাড়িয়ে নিতে চায়। কিন্তু, শিবা ছেলেকে ছাড়তে নারাজ। ঘটনাস্থানে দুজন পুলিশকর্মীকেও দেখা গেছে। তারাও শিশুকে তার মায়ের হাতে তুলে দেওয়ার জন্য বলছে শিবাকে। যদিও কোনও কথা কানে তুলছে না শিবা। পুলিশ আধিকারিক পি শ্রীনিবাস জানান, আহত শিশুকে হাসপাতালে ভরতি করা হয়েছে। সে এখন বিপন্মুক্ত। তিনি আরও বলেন, "শিশুটির মা থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে রাজি হননি। সেকারণে, আমরা স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছি। শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হা

নাইজিরীয় মহিলার গোপনাঙ্গ থেকে উদ্ধার নিষিদ্ধ মাদক !

Image
কলকাতা: কলকাতা বিমানবন্দরে নাইজিরীয় মহিলার গোপনাঙ্গ থেকে উদ্ধার হল নিষিদ্ধ মাদক। ওই মহিলাকে আটক করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল কলকাতা বিমানবন্দরে অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এক নাইজিরীয় মহিলার কাছ থেকে উদ্ধার হয় ২০টি এলএসডি ব্লট পেপার ও কোকেন। জিজ্ঞাসাবাদে মহিলা স্বীকার করেন, তাঁর গোপনাঙ্গে আরও মাদক রয়েছে। এরপরই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় দেখা যায়, গোপনাঙ্গে মাদক রয়েছে। আজ সকালে রেডিওলজিস্টের মাধ্যমে ওই মাদক উদ্ধার করা হবে বলে জানিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সূত্রের খবর, নাইজিরীয় মহিলা মুম্বই থেকে কলকাতায় আসেন। ওই মাদক কলকাতায় পাচারের জন্য আনা হয়েছিল।

১০ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে গ্রেফতার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ।

Image
চেন্নাই: ১০ বছরের শিশু কন্যাকে ধর্ষণ ৷ ঘটনায় অভিযুক্ত ৯৯ বছরের এক বৃদ্ধ ৷ তদন্তে নেমে চেন্নাই থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি চেন্নাইয়ের একটি নামী দামী সরকারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ৷ ওই প্রিন্সিপালের বাড়িতেই নিজের মা বাবার সঙ্গে ভাড়া থাকত শিশুটি ৷ গত দু'বছর ধরে ওই বাড়িতেই ভাড়া ছিলেন তারা ৷ শনিবার সন্ধ্যে থেকে অভিযুক্তের ঘরেই ছিল শিশুটি ৷ সেখান থেকে রাতে বাড়ি ফিরতেই পেটে ব্যাথা অনুভব করে সে ৷ পেট ব্যাথায় ডুকরে ডুকরে কেঁদে উঠছিল মেয়েটি ৷ এরপরই তার মা লক্ষ্য করেন, শিশুকন্যাটির গোপনাঙ্গ থেকে অনবরত রক্ত ঝরছে ৷ চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয় শিশুটিকে ৷ চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করেন ৷ এরপর মেডিকেল রিপোর্টেই ধর্ষণের ঘটনাটি স্পষ্ট হয়ে যায় ৷ এরপরই থানায় গিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা ৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ জেরার মুখে ঘটনার দায়ও স্বীকার করে নিয়েছে ওই অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির পাঁ

Samsung Galaxy J6 এর 4GB RAM ভেরিয়েন্টের দাম কমলো

Image
সম্প্রতি ভারতে একাধিক স্যামসাং স্মার্টফোনের দাম কমেছে। এই তালিকায় নতুন সংযোজন Samsung Galaxy J6। Galaxy J6 এর 4GB RAM ভেরিয়েন্টের দাম কমিয়েছে স্যামসাং। মুম্বাইয়ের জনপ্রিয় রিটেলার মহেশ টেলিকম টুইট করে Galaxy J6 এর 4GB RAM ভেরিয়েন্টের দাম কমার কথা জানিয়েছে। মে মাসে ১৬,৪৯০ টাকামে ভারতে Samsung Galaxy J6 এর 4GB ভেরিয়েন্ট লঞ্চ হয়েছিল। এই একই ইভেনন্টে Samsung Galaxy J8, Galaxy A6, Galaxy A6+ ফোনগুলি লঞ্চ করেছিল স্যামসাং। এবার ৫০০ টাকা দাম কমে Samsung Galaxy J6 ফোনের 4GB ভেরিয়েন্টের দাম হয়েছে ১৫,৯৯০ টাকা। খুব শিঘ্রই ফ্লিপকার্ট অ্যামাজন সহ সব অনলাইন পোর্টালে এই ফোনের দাম কমে যাবে বলে মনে করা হচ্ছে। দাম কমার সাথে সাথেই এই ফোনের সাথে নতুন একটি অফার যোগ হয়েছে। ফ্লিপকার্টে ICICI ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা Samsung Galaxy J6 কিনলে ১,৫০০ টাকার ক্যাশব্যাক পাবে। সেই ক্ষেত্রে Samsung Galaxy J6 এর কর্যকরী মূল্য হবে ১৪,৪৯০ টাকা। দাম কমা ও ক্যাশব্যাক অফার মিলিয়ে পকেট থেকে মোট ২০০০ টাকা বাঁচাতে পারবেন গ্রাহকরা। Samsung Galaxy J6 স্পেসিফিকেশান Galaxy J6 এ রয়েছে HD+ Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে

নির্ভয়া হত্যাকাণ্ড থেকে বিচার প্রক্রিয়া!

Image
দিল্লিতে ২০১২-র নৃশংসতম ঘটনা। যার পরবর্তী প্রায় সাড়ে পাঁচ বছর ধরে চলছে আইনি লড়াই। সর্বোচ্চ আদালতে বহাল শাস্তি। তবে এর মধ্যে ঘটেছে নানা ঘটনা। তারই কালানুক্রমিক সারসংক্ষেপ ওয়ান ইন্ডিয়া বাংলায়। ২০১২ ১৬ ডিসেম্বর বছর ২৩-এর প্যারা মেডিকেল ছাত্রীকে ২০১২-র ১৬ ডিসেম্বর রাতে দক্ষিণ দিল্লিতে বাসের মধ্যে ছয়জন মিলে ধর্ষণ করে। এরপর তার ওপর নৃশংস অত্যাচার করা হয়। পরে বাস থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়। পরে তাকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করানো হয় ১৭ ডিসেম্বর ঘটনার প্রতিবাদে দেশ ব্যাপী বিক্ষোভ শুরু হয়ে যায়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি ওঠে। পুলিশ চার অভিযুক্তকে সনাক্ত করে। যাদের মধ্যে ছিল বাসচালক রাম সিং, তার ভাই মুকেশ, বিনয় শর্মা, পবন গুপ্তা। ১৮ ডিসেম্বর পুলিশ ৪ অভিযুক্তকে গ্রেফতার করে। ২০ ডিসেম্বর পুলিশ নির্ভয়ার সঙ্গে থাকা বন্ধুর বয়ান নথিভুক্ত করে। ২১ ডিসেম্বর দিল্লির আনন্দ বিহার বাস টার্মিনাল থেকে পুলিশ নাবালক অভিযুক্তকে গ্রেফতার করে। ষষ্ঠ অভিযুক্তের সন্ধানে হরিয়ানা, বিহারে অভিযান চালায় পুলিশ। যাকে অক্ষয় ঠাকুর বলে সনাক্ত করা হয়। ২১ ও ২২ ডিসেম্বর পুলিশ অক্ষয় ঠাকুরকে বিহারের ঔরঙ্গাবাদ থেকে গ্রেফ

চিনে নিন দেশের ধনীতম চাকুরিজীবীকে

Image
সি পি গুরনানি গত পাঁচ বছরে আয় করেছেন ৫১০ কোটি টাকা। যা একই ধরনের অন্যান্য ন'টি সংস্থার সিইও-দের মোট আয়ের থেকে প্রায় ২৪ শতাংশ বেশি। এত বেতন আর কেউ পান না! গত ১০ বছর নিজের বেতন বাড়াননি রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ অম্বানী। সংস্থার থেকে তিনি বছরে নেন ১৫ কোটি টাকা। সেখানে টেক মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান বার্ষিক বেতন পান ১৪৬.১৯ কোটি টাকা। সি পি গুরনানি গত পাঁচ বছরে আয় করেছেন ৫১০ কোটি টাকা। যা একই ধরনের অন্যান্য ন'টি সংস্থার সিইও-দের মোট আয়ের থেকে প্রায় ২৪ শতাংশ বেশি। গত পাঁচ বছরের হিসেব বলছে, টিসিএস, ইনফোসিস, ইউপ্রো, এইচসিএল-এর সিইও-দের মোট বেতন ৩৮৭.৯২ কোটি টাকা। সেখানে একা গুরনানি পেয়েছেন ৫১০ কোটি টাকা। ২০১৭-১৮ আর্থিক বছরে গুরনানি বেতন বাবদ পেয়েছেন মোট ১৪৬.২৯ কোটি টাকা আর পাঁচ বছরে ৫১০ কোটি টাকা। একই সময়ে টেক মহিন্দ্রার ভাইস চেয়ারম্যান বিনীত নায়ার পেয়েছেন ৩৬৩.১৩ কোটি টাকা। সব মিলিয়ে টেক মহিন্দ্রার দুই কর্তাই গত পাঁচ বছরে বেতন বাবদ ঘরে নিয়েছেন ৮৭৩.১৬ কোটি টাকা। উল্লেখ্য, ব্লুমবার্গ প্রকাশিত রিপোর্ট অনুসারে, ভারতে বেসরকারি ক্ষেত্রে কর্মীদের গড় বেতনের তুলনায় কর্তাদের বেতনের আনুপ

YouTube-কে জরিমানা হাইকোর্টে

Image
দিল্লির এক ডাক্তারকে নিয়ে আপত্তিজনক পোস্ট না-সরানোয়, ইউটিউবকে আর্থিক জরিমানা করল দিল্লি হাইকোর্ট। সব মিলিয়ে সাড়ে ₹৯ লক্ষ জরিমানা করা হয়েছে।  আদালতের অমূল্য সময় নষ্ট করার জন্য ইউটিউব কর্তৃপক্ষকে শুনানি-পিছু ৫০ হাজার টাকা করে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি নাজমি ওয়াজিরি। এ পর্যন্ত ৯টি শুনানি হয়েছে।  ২০১৫ সালের জুন মাসে ট্রায়াল কোর্ট ইউটিউব ও গুগলকে নির্দেশ দিয়েছিল, চ্যানেল থেকে আপত্তিজনক ওই পোস্টটি মুছে দিতে হবে। কিন্তু, তার পরেও আদালতের নির্দেশ মেনে পোস্টটি চ্যানেল থেকে এতদিনে ডিলিট হয়নি। কোম্পানির তরফে আদালতকে জানানো হয়, প্রযুক্তিগত কারণেই তাদের পক্ষে পোস্টটি ইউটিউব চ্যানেল থেকে পাকাপাকি ভাবে ডিলিট করা সম্ভব নয়। তবে, ডাক্তারের বিরুদ্ধে বিতর্কিত ওই পোস্টটি যাত ভারত থেকে কোনও ভাবেই অ্যাকসেস না-করা যায়, সেটি তারা নিশ্চিত করেছেন।  আদালত সূত্রের খবর, বিগত ৬৪ দিনে এই মামলায় ৯টি শুনানির দিন ধার্য হলেও, প্রতিবার ইউটিউব কর্তৃপক্ষের তরফে সময় চেয়ে আর্জি করা হয়। শেষপর্যন্ত শুনানিতে গুগলের সহযোগী ওই কোম্পানির আইনজীবী জানান, ট্রায়াল কোর্টের নির্দেশমতো তাঁরা আপত্তিজনক ওই কনটেন্ট সাইটে 'ডিজঅ্যাবলড

'বন্ধু'র বদমাইশিতে আত্মঘাতী তরুণী !

Image
ফেসবুকে ঘনিষ্ঠ মুহূর্তের একগুচ্ছ ছবি ফাঁস হওয়ায়, গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন বছর সতেরোর এক তরুণী। মর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিগত দশ মাসে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এ ধরনের অন্তত তিনটি 'রিভেঞ্জ পর্ন'-এর ঘটনা ঘটল।  সুতি থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই তরুণীরই বন্ধু। গত রবিবার বিকেলে বছর বাইশের ওই যুবকের সঙ্গে তাঁর অশান্তি হয়। তার পরেই ওই যুবক একগুচ্ছ অন্তরঙ্গ ছবি ফেসবুকে আপলোড করে। ওই যুবককে গ্রেপ্তার করা হলেও, আত্মঘাতী তরুণীর পরিবার এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার ময়নাতদন্তের রিপোর্টও পুলিশের হাতে এসেছে। তাতে আত্মহত্যার কথাই উল্লেখ করা হয়েছে।  প্রাথমিক তদন্তের পর সুতি থানার পুলিশ জানতে পারে, অভিযুক্ত যুবক ভুয়ো পরিচয়ে বছর সতেরোর ওই তরুণীর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল। তা প্রকাশ্যে আসাতেই আশান্তির সূত্রপাত্‍‌।  রাজ্যে এটি দ্বিতীয় ঘটনা। মাস চারেক আগেই তিন সন্তানের মা, বছর তিরিশের পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের এক গৃহবধূ, একই কারণে আত্মহত্যা ক

দিল্লিতে ৪৫ বছরের রোগীর কিডনি থেকে বের করা হল ৮৫৬ টি পাথর

Image
নয়াদিল্লি: প্রস্রাবের সঙ্গে রক্তপাতের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৫ বছরের এক ব্যক্তি। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর কিডনি থেকে ৮৫৬ টি পাথর বের করলেন চিকিত্সকরা। এই বিরল ঘটনা ঘটেছে দিল্লিতে। বিশেষ অস্ত্রোপচার পদ্ধতির মাধ্যমে চিকিত্সকরা এতগুলি পাথর বের করলেন চিকিত্সকরা। মূত্রনালিতে পাথর বের করার জন্য চিকিত্সকদের দল পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটোমি নামে কি-হোল অস্ত্রোপচার করেন। বাঁ দিকের কিডনি ও মূত্রনালিতে এক সেমি ফুটো করে একবারে সমস্ত পাথরগুলি বের করা হয়। মুনেশ কুমার গুপ্তা নামে ওই ব্যক্তি শালিমার বাগের ফর্টিস হাসপাতালে ভর্তি হয়েছিলেন।সমস্যা ছিল প্রস্রাবের সঙ্গে রক্তপাত। কিডনিতে স্টোন থাকলে যে লক্ষ্মণগুলি দেখা যায়, তার আর কোনও লক্ষ্মণ তাঁর ছিল না। তবে বাম কিডনিতে তাঁর আগে ২০০৭-এ পাথর অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছিল। আল্ট্রাসাউন্ডে তাঁর বাম কিডনিতে দুটি বড় পাথর ধরা পড়ে। সেগুলির আকার ছিল মোটামুটি ৩৩ মিলিমিটার করে। হাসপাতাললের ইউরোলজি ও কিডনি এবং ট্রান্সপ্ল্যান্ট বিভাগের ডিরেক্টর রাজিন্দর যাদব এ কথা জানিয়েছেন। অস্ত্রোপচারের সময় চিকিত্সকররা বাম কিডনি ও মূত্রনালিতে ৮৫৬ টি পাথর দেখত

মঙ্গলবারের বাজারদর জেনে নিন

Image
আজ পেট্রোল ও ডিজেলের দাম । পেট্রোল : ৭৯.২০ টাকা প্রতি লিটার। ডিজেল : ৭০.৭৮ টাকা প্রতি লিটার । সবজি   .চন্দ্রমুখী আলু – ২৪ টাকা প্রতিকিলো . জ্যোতি আলু – ১৭ টাকাপ্রতিকিলো .পিঁয়াজ – ৩০ টাকা প্রতিকিলো .আদা – ৬০ টাকা প্রতিকিলো .রসুন – ৭০ টাকা প্রতিকিলো .পটল – ৩০টাকা প্রতিকিলো .ঢ্যাঁড়শ – ২০টাকা প্রতিকিলো .উচ্ছে – ৪০ টাকা প্রতিকিলো .বেগুন – ৩০ টাকা প্রতিকিলো .টমেটো – ৪০ টাকা প্রতিকিলো .লঙ্কা – ৬০টাকা প্রতিকিলো .কুমড়ো – ২০ টাকা প্রতিকিলো .এঁচড় – ৫০ টাকা প্রতিকিলো .পালং শাক – ১০ টাকা প্রতি আঁটি .লাল শাক – ৮ টাকা প্রতি আঁটি .গাজর – ৪০ টাকা প্রতিকিলো .ঝিঙে – ৪০ টাকা প্রতিকিলো .ক্যাপসিকাম – ১৫০ টাকা টাকা প্রতিকিলো .বরবটি – ২০ টাকা টাকা প্রতিকিলো .সজনে ডাঁটা – ৮০ টাকা টাকা প্রতিকিলো মাছ   .গোটারুই –১৬০-২২০ টাকা কিলো .কাটারুই – ২০০-৩০০ টাকা কিলো .গোটাকাতলা – ২৫০-২৮০ টাকা কিলো .কাটাকাতলা –৩৫০-৪০০টাকা কিলো .বাটা – ১৬০-১৮০ টাকা কিলো .চারাপোনা – ১৬০ টাকা কিলো .তেলাপিয়া – ১৬০টাকা কিলো .পাবদা – ৫০০ টাকা প্রতি কিলো .পার্শ্বে –৪০০-৫০০ টাকা প্রতি কিলো .ভেটকি -৪০০-৫৫০ টাকা প্রতি কিলো .চিংড়ি – গলদা ৫০০ থেকে

ক্যানসার রোধে ভারতের ওষুধে শুল্ক কমাবে চিন

Image
পশ্চিমি দেশগুলির চেয়ে ঢের সস্তা। তাই  ভারতের তৈরি ক্যানসারের ওষুধের খুব চাহিদা চিনে। কিন্তু এ দেশে সেই ওষুধ বিক্রির অনুমতিই নেই ভারতের সংস্থাগুলির। এই পরিস্থিতিতে ক্যানসারের ওষুধের উপরে আমদানি শুল্ক কমাবে বলে জানালেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং। এ বিষয়ে দু'দেশের মধ্যে সমঝোতাও হয়েছে বলে তিনি জানিয়েছেন। চিনে বছরে ৪৩ লক্ষ মানুষের ক্যানসার ধরা পড়ে। 'ডাইং টু সার্ভাইভ' নামে একটি চলচ্চিত্র চিনে বহু মানুষের মন টেনেছে। ছবিটির বক্তব্য, শুল্কের বেড়া থেকে মুক্ত হোক ক্যানসারের ওষুধ। হুয়া আজ এই ছবিটির কথাও উল্লেখ করেন।  গত এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের বৈঠকের পরই ভারত থেকে চাল, চিনি ও ওষুধ কেনা নিয়ে আলোচনা গতি পেয়েছে। গত মে মাসে ক্যানসারের ওষুধে শুল্ক তুলে দেওয়ার কথাও ঘোষণা করেছিল বেজিং। কিন্তু ভারতের ওষুধ সংস্থাগুলি তাতে উৎসাহিত হওয়ার কারণ দেখতে পাননি। কারণ, চিনের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র না পেলে ভারতের কোনও সংস্থা চিনে ওষুধ বিক্রি করতে পারবে না। এ বার কি সেই রাস্তা খুলবে? সেই দিকে নজর ভারতীয় সংস্থাগুলির।

চাষির শ্রীবৃদ্ধিতে ভরসা গোবর, গোমূত্র আর পিঁপড়ের বাসা!

Image
চাষির আয় ২০২২ সালের মধ্যে দ্বিগুণ করবেন বলে পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নীতি আয়োগের সাংবাদিক বৈঠকের নির্যাস, তার জন্য দাওয়াইও হাতের কাছেই মজুত। গোবর, গোমূত্র, গুড়, পিঁপড়ের বাসা আর ডালের গুঁড়ো! এ দিন বৈঠকে যোগ দিতে এসেছিলেন কৃষিবিদ সুভাষ পালেকর। সংশ্লিষ্ট সূত্রে খবর, তিনি বলেছেন, ওই সমস্ত কিছুর মিশ্রণ পচিয়ে জমিতে দিলেই কেল্লাফতে। রাসায়নিক সার, কীটনাশক আর লাগবে না। জলসেচও প্রয়োজন হবে যৎসামান্য। চাষের খরচ নামবে প্রায় শূন্যে। দেশীয় বীজেই ফলন হবে হাইব্রিড বীজের থেকে বেশি। আর এই দাওয়াই নাকি মনে ধরেছে নীতি আয়োগেরও। যে কারণে পরাম্পরাগত চাষে ফেরার কথা এ দিন সাংবাদিক বৈঠকে বলেছে তারা। জমি, চাষ বা পরিবেশের পক্ষে জৈব সার যে ভাল ও সহায়ক, তা নিয়ে একমত প্রায় সকলেই। পালেকরের দাবি, ''রাসায়নিক লাগে না। প্রাকৃতিক ভাবে নিজের মতো করে পরিবেশ ও জমি অনুসারে নিজেকে মানিয়ে নেবে ফসলই।'' আয়োগেরও দাবি, পরম্পরাগত এই পদ্ধতিতে লাভ হয়েছে অন্তত ৫০ লক্ষ কৃষকের। বিশেষত অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্রে। কিন্তু অনেকেরই প্রশ্ন, শুধু এই ওষুধে কৃষির যাবতীয় রোগ সারবে? সত্যিই কি এ ভাবে শূন্যে নামা

হোক ৫২ বছর পর, কাপ ঘরে ফিরছেই

Image
হাইড পার্কের বিশাল টিভি স্ক্রিনে ফুটবল। আর ওয়েস্টমিনস্টারের আকাশে ট্রাম্প বেলুন। এটাই এ সপ্তাহের লন্ডন। তিন দিন বাদেই এ দেশে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু রাজনীতির জগতের লোকেরা নন, সাধারণ মানুষও তাঁর এই 'আগমন'কে ভাল চোখে দেখছে না। তিনি অবশ্য লন্ডন এড়িয়েই সফরসূচি তৈরি করেছেন। তবু, যে রাতটুকু এ শহরে কাটাবেন, সে দিন দুপুর থেকে ন্যাপি পরা শিশু ট্রাম্পের আদলে এক বিশাল বেলুন উড়বে ওয়েস্টমিনস্টারের আকাশে। লন্ডনের মেয়র সাদিক খানের কাছ থেকে এই বেলুন ওড়ানোর অনুমতিও পেয়ে গিয়েছেন প্রতিবাদীরা। এ তো গেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এ দেশের অসন্তোষ-আখ্যান। আবেগের অন্য প্রান্তে রয়েছে জাতীয় ফুটবল টিমের এ বার বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্স। গত কয়েক দিন ধরেই লন্ডনের আকাশ রোদ ঝলমলে, যেন দেশের মানুষের মনের অবস্থার এক প্রতিচ্ছবি। বাড়িতে, পাবে, দোকানে বাজছে একটাই গান— 'ফুটবল'স কামিং হোম।' বাইশ বছর আগের লেখা গানটি ঘুরছে সকলের মুখে মুখে। কাপ এ বার ঘরে ফিরছে। ২৮ বছর আগে, সেই ১৯৯০-তে সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড। তার পর আর ফুটবল দেবতা এ দেশের প্রতি প্রসন্ন হননি। কিন্তু ভাগ্যের চাকা

দু’টি পাক চর উপগ্রহ পাঠাল চিন

Image
মিলল বেজিং-ইসলামাবাদ বন্ধুত্বের আর এক নমুনা! ভারতের উপর নজরদারি চালাতে পাকিস্তান দু'টি চর উপগ্রহ পাঠাল মহাকাশে। 'পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-১ বা পিআরএসএস-১' এবং 'পাকটেস-১এ'। এ দু'টিকে মহাকাশে নিয়ে গেল চিনের রকেট লং মার্চ-২সি। আজ সকালে উত্তর-পশ্চিম চিনের 'জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার' থেকে পাড়ি দিয়েছে ওই রকেট। মহাকাশ প্রযুক্তিতে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে ভারত। তবে চিনের সাহায্যে মহাকাশে দু'টি নজরদারি উপগ্রহ পাঠাতে পেরে, এই ক্ষেত্রে ভারতের টক্কর নেওয়ার প্রশ্নে বেশ খানিকটা এগিয়ে এল পাকিস্তান। ২০১১-র অগস্টে যোগাযোগ উপগ্রহ 'পাকস্যাট-১আর'-কে মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দিয়েছিল চিন। এর পরে অন্যান্য অনেক ক্ষেত্রে সহযোগিতা বেড়েছে দু'দেশের মধ্যে। মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রেও যে তাদের ঘনিষ্ঠতা বাড়ছে তারই প্রমাণ মিলল এ দিন। চিনের সাহায্য নিয়ে পাকিস্তান দেশেই তৈরি করেছে 'পাকটেস-১এ' উপগ্রহটি। 'পিআরএসএস-১' তৈরি করেছে চিন। পাকিস্তান কিনেছে। এই নিয়ে বিদেশে ১৭টি উপগ্রহ বিক্রি করল চিনের মহাকাশ অ্যকাডেমি।

দ্বিতীয় দিনে গুহার বাইরে আরও চার

Image
স্থানীয় সময় সকাল ১১টা। উদ্ধারকারী দলের প্রধান নারোঙ্গসাক ওসোত্তানাকর্ন ঘোষণা করলেন, ''অক্সিজেন ট্যাঙ্ক তৈরি'। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ভাল খবর আসবে।'' বিকেল পাঁচটার কিছু আগেই এল ভাল খবর। দ্বিতীয় দিনের অভিযান শুরুর ছ'ঘণ্টার মধ্যে থাম লুয়াং ন্যাং গুহা থেকে উদ্ধার করা হল ১২ জনের ফুটবল দলটির পঞ্চম জনকে। এর ঘণ্টা দেড়েকের মধ্যে উদ্ধারকারীদের সাহায্যে একে একে বেরিয়ে আসে আরও তিন জন। সন্ধ্যা ৭টা ৪০-এ বার করা হয় অষ্টম জনকে। অর্থাৎ, কাল ও আজ মিলিয়ে তাইল্যান্ডের গুহাটি থেকে উদ্ধার হল মোট আট জন। এখনও 'বন্দি' চার কিশোর ও কোচ। কাল ফের শুরু হবে অভিযান। সোমবার সকালে নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে শুরু হয় অভিযান। মূল অভিযান চালান ১৮ জন দক্ষ ডুবুরি। তাঁদের ১৩ জন বিদেশি ও পাঁচ জন তাইল্যান্ড সেনার সিল ইউনিটের সদস্য। প্রত্যেকেরই গুহার মধ্যে সাঁতার কাটার প্রশিক্ষণ রয়েছে। সাহায্যের জন্য ছিলেন ৭০ জন। সারা রাত বৃষ্টি হলেও আর জল বাড়েনি গুহায়। পাম্প করে বার করে দেওয়া হয়েছে প্রচুর জল। গত কাল রাতেই ভরে ফেলা হয় অক্সিজেন সিলিন্ডার। সকাল থেকেই বাইরের অপেক্ষা করছিলেন চিকিৎসকেরা। বিকেল পা

প্রায় অবাধেই মিলছে অ্যাসিড

Image
দেশ জুড়ে অবাধে অ্যাসিড বিক্রি বন্ধের ডাক দিয়ে এ রাজ্যে পা রেখেছেন লক্ষ্মী অগ্রবাল। যিনি ১৫ বছর বয়সে দিল্লিতে নিজেই অ্যাসিড আক্রান্ত হন। কিন্তু তাঁর ডাক অ্যাসিড বিক্রেতাদের কাছে কতটা পৌঁছবে, সংশয়ে বহু মানুষ। কারণ, দুই জেলাতেই নজরদারি কার্যত শিকেয় উঠেছে বলে অভিযোগ। সরেজমিন দেখল আনন্দবাজার। দেখার নেই কেউ!  দুই জেলাতেই কার্যত অবাধে অ্যাসিড বিক্রি হয়েই চলেছে। গোটা দেশেই অ্যাসিড-হানার বিরুদ্ধে লড়াইয়ের বিশিষ্ট মুখ লক্ষ্মী। অ্যাসিড-হানার ঘটনা রয়েছে হাওড়া-হুগলি— এই দুই জেলাতেও। কিন্তু তার পরেও পুলিশ প্রশাসনের টনক নড়ল কই! সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অ্যাসিড বিক্রির ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয় দোকানিকে। বছরখানেক আগে উলুবেড়িয়ার তৎকালীন মহকুমাশাসক অংশুল গুপ্তের নেতৃত্বে উলুবেড়িয়া এবং বাগনানের বেশ কয়েকটি হার্ডওয়্যারের দোকানে অভিযান চালানো হয়। বেআইনি ভাবে মজুত বহু অ্যাসিডের বোতল বাজেয়াপ্ত করা হয়। হিসেবের খাতা তৈরি করে তা প্রতি মাসে জেলা প্রশাসনের কাছে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। বিডিও-দের নির্দেশ দেওয়া হয়েছিল, তাঁরা যেন পুলিশকে সঙ্গে নিয়ে নিয়মিত অভিযান চালান। কিন্তু তার পরেও মাসদুয়েক আগে

অ্যাসিড বিক্রি বন্ধের সঙ্গে কমুক আক্রোশও, ডাক লক্ষ্মীর

Image
হতে পারে বড় শহর! কিন্তু এখনও সাহস করে অ্যাসিড-ক্ষতের জ্বালা সয়ে সামনে আসতে চান না অনেকেই। গ্লানি আর হতাশার এই উজান ঠেলতেই কলকাতাকে সোমবার সাহস জুগিয়ে গেলেন লক্ষ্মী অগ্রবাল। #স্টপসেলঅ্যাসিড-এর ডাক দিয়ে গোটা দেশ ঘুরছেন ওই প্রতিবাদী তরুণী। কলকাতায় অবশ্য হাত মেলানোর মতো কয়েক জনকে পেলেন তিনি। তবু আফশোস করছিলেন লক্ষ্মী। ''এখানে আসার আগে অ্যাসিড-হানার শিকার একটি মেয়ে বললেন, আন্দোলনে মুখ দেখাতে পারবেন না। কাউকে দোষ দিচ্ছি না! বড় শহরেও পরিস্থিতির চাপে অনেকেই গুটিয়ে থাকেন।'' তবে কলকাতায় যে বন্ধুদের পাশে পেলেন, তাঁরাও কম যান না। এক সঙ্গে তথাকথিত মূল স্রোত ও প্রান্তিক গোষ্ঠীর অনেক মুখ এ দিন জড়ো হয়েছিল। এসেছিলেন বছর চারেক আগে দমদমে অ্যাসিড-হানার শিকার সঞ্চয়িতা যাদব। বাকিরা কেউ সমাজকর্মী, কেউ শিক্ষক, কেউ আইনজীবী। আবার কেউ ভিন্‌ধর্মে বিয়ে-করা দম্পতি, যৌনকর্মী বা যৌনকর্মীর সন্তান অথবা রূপান্তরকামী নারী-পুরুষ। হাতে পোস্টার নিয়ে তাঁরা সকলে ভিডিয়ো তুললেন। সমস্বরে বললেন, #স্টপসেলঅ্যাসিড! লক্ষ্মীর লড়াইয়ের এই সুহৃদরা অনেকেই বললেন, কলকাতার পাড়ায় পাড়ায় কী ভাবে খোলাখুলি অ্যাসিড বিক্রি হয়।

‘পচা খাবার’ দুরন্ত এক্সপ্রেসে, বিক্ষোভ হাওড়ায়

Image
এ বার দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনের অভিযোগ উঠল যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের একটি কামরায়। সোমবার বিকেলে ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছনোর পরে যাত্রীরা এ নিয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন। যাত্রীদের অভিযোগ, রবিবার ট্রেনটি ছাড়ার পরে মধ্যাহ্নভোজ থেকে শুরু করে এ দিন সকাল পর্যন্ত অত্যন্ত নিম্নমানের, পচা গন্ধযুক্ত খাবার পরিবেশন করা হয়েছে। আরও অভিযোগ, ট্রেনে জল ছিল না। শৌচাগার ছিল অপরিষ্কার ও দুর্গন্ধময়। রেল সূত্রে জানা গিয়েছে, ১২২৪৬ যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস রবিবার সকাল ১১টায় যশবন্তপুর থেকে ছাড়ার পরে মধ্যাহ্নভোজ দেওয়া শুরু হয় বেলা দেড়টা নাগাদ। এস-১ কামরার যাত্রীদের অভিযোগ, তাঁদের কামরায় খাবার পরিবেশনের পরে দেখা যায় ভাত, ডাল, মাংস সবই পচা। রুটি এত শক্ত যে কার্যত ছেঁড়া যাচ্ছিল না। খাবার যাত্রীদের অভিযোগ, খাবার মুখে দিয়েই অনেকে বমি করে ফেলেন। প্রায় কেউই খেতে পারেননি। যাঁরা খিদের চোটে সামান্য মুখে দিয়েছিলেন কিছুক্ষণ পরে তাঁদের পেটে যন্ত্রণা শুরু হয়। দুপুর সাড়ে ৩টে নাগাদ আইআরসিটিসি-র সুপারভাইজার এস-১ কামরায় এসে যাত্রীদের সঙ্গে কথা বলেন। যাত্রীরা তাঁকে পচা খাবার নিয়ে অভিযোগও করেন। তিনি

খোলা ছাদে ঘুম ডাকাতের!

Image
রাত জেগে হাত সাফাইয়ে হাত পাকেনি এখনও। খোলা ছাদে মিঠে হাওয়ায় বিছানা পেতেই দু'চোখ জুড়িয়ে এসেছিল। কাল হল সেই ঘুমই। সকালের আলোয় চোখ খোলার আগেই কিলচড় পড়ল পিঠে। গলায় কান্না নিয়ে নতুন ডাকাত বলে উঠল, 'খিদে পেয়েছে আমার।' ডাকাতের কাণ্ড দেখে থ গুসকরা শহরের লাইনপাড় শিবতলা এলাকার বাসিন্দারা। যাঁর বাড়িতে ডাকাতি হওয়ার কথা ছিল সেই সঞ্জয় সাউ বললেন, ''কী ভাগ্যিস ডাকাতটা নতুন। তাই বেঁচে গেলাম।'' গুসকরা ফাঁড়ির পুলিশের হাতে ওই যুবককে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ইব্রাহিম আনসারি। বাড়ি আসানসোলের রেলপাড় এলাকায়। পুলিশের জেরায় সে দাবি করেছে, দলে আরও ৭-৮ জন রয়েছে। ডাকাতি করতেই গুসকরায় এসেছিল তারা। রবিবার সন্ধ্যায় আলু ব্যবসায়ী সঞ্জয়বাবুর বাড়িতে তাকে ঢুকে পড়তে বলে বাইরে অপেক্ষায় ছিল সঙ্গীরা। মাঝরাতে সুযোগ বুঝে ইশারা করার কথা ছিল তার। কিন্তু ঘুমিয়ে পড়ায় সব গোলমাল হয়ে যায়। পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে দলের বাকিদের খোঁজ চলছে। সঞ্জয়বাবু জানান, বাড়ির নীচতলায় আলুর আড়ত রয়েছে তাঁর। দোতলায় মার্বেল বসানোর কাজ চলায় মা এবং স্ত্রীও নীচেই থাকছেন। তাঁর কথায়, &#

বান্ধবীকে নিয়ে বচসা, সহপাঠীকে ছুরি দিয়ে কোপাল ছাত্র

Image
এক সহপাঠী ছাত্রীকে নিয়ে বচসা। আর তার জেরে দ্বাদশ শ্রেণির ছাত্র ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাল একই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রকে। সোমবার বিকেলে যশোর রোডের উপর এই ঘটনা ঘটলেও কেউ নাকি আহত ছাত্রকে সাহায্য করতে এগিয়ে আসেনি, এমনটাই অভিযোগ। এক অটোচালক আহত ছাত্রকে দেখতে পেয়ে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকেই খবর যায় পরিবারের কাছে। আমন সিংহ দমদমের আদিত্য অ্যাকাডেমির ছাত্র। সোমবার স্কুল ছুটি হওয়ার পর যখন সে বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিল, তখনই বচসা শুরু হয় ওই স্কুলেরই দ্বাদশ শ্রেণির এক ছাত্রের সঙ্গে। কয়েক জন প্রত্যক্ষদর্শীর দাবি, দ্বাদশ শ্রেণির ওই ছাত্রের সঙ্গে একাদশ শ্রেণির এক ছাত্রী ছিল। সেই ছাত্রীকে নিয়ে দুই ছাত্রের মধ্যে বচসা হয়। সেই বচসা বাকিদের মধ্যস্থতায় সেই সময়ের জন্য মিটেও যায়। দু'জনেই যে যার বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমনের অভিযোগ, খানিক দূর যাওয়ার পরই হঠাৎ ওই ছাত্রটি পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে আমনের উপর। তার হাতে ছিল একটি ছুরি। একটি দোকানে রাখা আলুর বস্তা থেকে ওই ছুরিটি নিয়ে আমনের ওপর ঝাঁপিয়ে পড়ে সে, এমনটাই অভিযোগ। আমনের কাকা অভিষেক বলেন, "ওই ছেলেটি আমনের ঘাড়ে, পাঁজরে ও কাঁধে এ

নির্ভয়া রায় মৃত্যুদণ্ডই

Image
পুনর্বিবেচনার আর্জি সত্ত্বেও কমল না সাজা। শীর্ষ আদালতে বহাল রইল মৃত্যুদণ্ডই। দিল্লির যুবতী জ্যোতি সিংহ ওরফে নির্ভয়ার গণধর্ষণ ও খুনের মামলায় গত বছর ফাঁসির সাজাপ্রাপ্ত তিন অপরাধী মুকেশ সিংহ (২৯), বিনয় শর্মা (২৩), এবং পবন গুপ্ত (২২) যাবজ্জীবন চেয়ে সাজা পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি আর ভানুমতী এবং বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ আজ সেই আর্জি খারিজ করে জানিয়েছে, সাজা পুনর্বিবেচনা করার মতো কোনও নতুন বিষয়ই তাঁদের চোখে পড়েনি। বিশেষজ্ঞরা বলছেন, এখন আর দু'টো রাস্তা খোলা। অপরাধীরা ফের 'কিউরেটিভ আপিল' করতে পারে সুপ্রিম কোর্টেই, নয়তো সরাসরি ক্ষমার আর্জি জানাতে পারে রাষ্ট্রপতির কাছে। ২০১২-র ১৬ ডিসেম্বরের রাত। দিল্লির চলন্ত বাসে জ্যোতিকে গণধর্ষণ ও নৃশংস অত্যাচারের পরে রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছিল ছ'জনের দলটি। গুরুতর আহত হয়েছিলেন জ্যোতির বন্ধুও। ১৩ দিন লড়াইয়ের পরে সিঙ্গাপুরের হাসপাতালে মারা যান জ্যোতি। অন্যতম অভিযুক্ত, বাসচালক রাম সিংহ তার তিন মাস পরে তিহাড় জেলে আত্মঘাতী হয়। নির্যাতনে সব চেয়ে নৃশংস ভূমিকা ছিল যার, সেই নাবালক অপরাধীকে পাঠ

মৃত্যুদণ্ডই শেষ কথা নয়, মত আইনজীবীদের

Image
নির্ভয়া কাণ্ডে চার আসামির মৃত্যুদণ্ডের আদেশে সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিলমোহর লাগিয়েছে। কিন্তু কেবল মৃত্যুদণ্ড বা কড়া আইনই এই ধরনের ঘটনা বন্ধের ক্ষেত্রে যথেষ্ট নয় বলে মনে করেন আইনজীবীরা। যৌন হেনস্থার মামলা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অলক অলখ শ্রীবাস্তব। তাঁর মতে, বিচারের ক্ষেত্রে গতি আনা প্রয়োজন। তা না হলে যত কড়া শাস্তিই হোক, সমাজে তার প্রভাব কমে যায়। কলকাতা হাইকোর্টের আইনজীবী কল্লোল মণ্ডলের মতে, নির্ভয়া মামলার পরে যৌন নির্যাতন সংক্রান্ত আইনে বড়সড় পরিবর্তন এসেছে ঠিকই। কিন্তু সমাজে প্রকৃত শিক্ষার প্রসার না ঘটলে এই ধরনের অপরাধ কমার সম্ভাবনা কম। কল্লোলবাবুর মতে, আইন সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বা়ড়ানো প্রয়োজন। তিনি জানাচ্ছেন, কড়া আইনের অপব্যবহারের প্রবণতাও বেড়েছে। অনেক ক্ষেত্রেই পুলিশও যথাযথ তদন্ত করে না। ফলে বিচারের ক্ষেত্রে তা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। নির্ভয়া মামলায় আসামিদের হয়ে সওয়াল করেছেন আইনজীবী এ পি সিংহ। ঘটনার সময়ে দোষী সাব্যস্ত পবন গুপ্ত 'নাবালক' ছিল বলে আজ দাবি করেছেন তিনি। এ প্রসঙ্গে পরে তিনি ফোনে বলেন, ''পবন যে নাবালক

বিশ্বে স্যামসাংয়ের বৃহত্তম কারখানা নয়ডায়, উদ্বোধন মোদী-মুনের

Image
স্যামসাংয়ের নয়ডার সেই কারখানা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মেক ইন ইন্ডিয়া' স্লোগানে সাড়া দিল দক্ষিণ কোরিয়ার মোবাইল নির্মাতা সংস্থা স্যামসাং ইলেকট্রনিক্স। বিশ্বে তাদের সবচেয়ে বড় কারখানাটি স্যামসাং বানিয়েছে দিল্লির কাছে নয়ডায়। সোমবার সেই কারখানার উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। এই নিয়ে প্রধানমন্ত্রী মোদীর 'মেক ইন ইন্ডিয়া' স্লোগানে সাড়া দিয়ে গত এক বছরে ভারতে ৬ হাজার ২০০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ হল। নয়ডায় স্যামসাংয়ের নতুন কারখানাটি বছরে ১২ কোটি মোবাইল ফোন উৎপাদন করবে। ওই কারখানার প্রধান ফৈজল কায়ুসা বলেছেন, ''প্রায় ১৩০ কোটি মানুষের দেশ ভারতে স্মার্টফোন ব্যবহার করেন মাত্র সাড়ে ৪২ কোটি মানুষ। ফলে এ দেশে স্মার্টফোনের বাজার লাফিয়ে বাড়ার যথেষ্টই সম্ভাবনা রয়েছে।'' গত বছরই মোবাইল ফোনের বাজারে আমেরিকাকে টপকে গিয়ে চিনের পরের জায়গাটি নিয়েছে ভারত। ২০১৭-য় ভারতে স্মার্টিফোনের বাজার বেড়েছে ১৭ শতাংশ। বিদেশ থেকে ভারতে আমদানি করা হয়েছে মোট ১২ কোটি ৪০ লক্ষ মোবাইল ফোন। একটি আন্তর্জাতিক সংস্থার দেওয়া পরিসংখ্যান জ

আলোচনা কম বলেই দুর্নীতি স্বাস্থ্যে: অমর্ত্য সেন

Image
স্বাস্থ্য নিয়ে আলোচনাসভায় নোবেলজয়ী অমর্ত্য সেন। সোমবার কলকাতায়।  রবিবার দিল্লিতে বলেছিলেন, গত চার বছরে দেশ ভুল দিকে বিরাট লাফ দিয়েছে। সোমবার কলকাতায় এসে অমর্ত্য সেন বললেন, গত দু'বছর ধরে স্বাস্থ্যক্ষেত্রেও ভুল পথেই চলছে ভারত। যথেষ্ট প্রস্তুতি ছাড়াই স্বাস্থ্য পরিষেবায় বেসরকারি বিনিয়োগের ফলে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ দিন ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস-এর প্রেক্ষাগৃহে চিকিৎসক সমীরণ নন্দী, চিকিৎসক সঞ্জয় নাগরাল এবং কেশব দেশিরাজু সম্পাদিত 'হিলার্স অর প্রিডেটরস— হেল্থকেয়ার করাপশন ইন ইন্ডিয়া' বইয়ের প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় স্বাস্থ্যক্ষেত্রে সরকারের ভূমিকা কমে যাওয়া এবং বেসরকারি লগ্নি প্রসারের প্রসঙ্গ ওঠে। সেন্ট্রাল ব্যুরো অব হেল্থ ইনটেলিজেন্স-এর সাম্প্রতিক রিপোর্ট বলছে, ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি)-র মাত্র ১ শতাংশ স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় হয়, যা নেপাল, ভুটান কিংবা মলদ্বীপের মতো দেশের চেয়েও কম। এ প্রসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, এ দেশে প্রাথমিক স্তরের স্বাস্থ্য অবহেলিত। মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার ভূমিকা, ওষুধ কোম্পানিগুলির দুর্নীতির পাশা