চিনে নিন দেশের ধনীতম চাকুরিজীবীকে


সি পি গুরনানি গত পাঁচ বছরে আয় করেছেন ৫১০ কোটি টাকা। যা একই ধরনের অন্যান্য ন'টি সংস্থার সিইও-দের মোট আয়ের থেকে প্রায় ২৪ শতাংশ বেশি।


এত বেতন আর কেউ পান না! গত ১০ বছর নিজের বেতন বাড়াননি রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ অম্বানী। সংস্থার থেকে তিনি বছরে নেন ১৫ কোটি টাকা। সেখানে টেক মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান বার্ষিক বেতন পান ১৪৬.১৯ কোটি টাকা। সি পি গুরনানি গত পাঁচ বছরে আয় করেছেন ৫১০ কোটি টাকা। যা একই ধরনের অন্যান্য ন'টি সংস্থার সিইও-দের মোট আয়ের থেকে প্রায় ২৪ শতাংশ বেশি। গত পাঁচ বছরের হিসেব বলছে, টিসিএস, ইনফোসিস, ইউপ্রো, এইচসিএল-এর সিইও-দের মোট বেতন ৩৮৭.৯২ কোটি টাকা। সেখানে একা গুরনানি পেয়েছেন ৫১০ কোটি টাকা।

২০১৭-১৮ আর্থিক বছরে গুরনানি বেতন বাবদ পেয়েছেন মোট ১৪৬.২৯ কোটি টাকা আর পাঁচ বছরে ৫১০ কোটি টাকা। একই সময়ে টেক মহিন্দ্রার ভাইস চেয়ারম্যান বিনীত নায়ার পেয়েছেন ৩৬৩.১৩ কোটি টাকা। সব মিলিয়ে টেক মহিন্দ্রার দুই কর্তাই গত পাঁচ বছরে বেতন বাবদ ঘরে নিয়েছেন ৮৭৩.১৬ কোটি টাকা।

উল্লেখ্য, ব্লুমবার্গ প্রকাশিত রিপোর্ট অনুসারে, ভারতে বেসরকারি ক্ষেত্রে কর্মীদের গড় বেতনের তুলনায় কর্তাদের বেতনের আনুপাতিক হার অত্যন্ত বেশি। এক্ষেত্রে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতের আগে শুধু আমেরিকা। রিপোর্টেই দাবি করা হয়, ভারতে কর্মীদের গড় আয়ের তুলনায় কর্তাদের বেতন ২৪৩ গুণ বেশি।