Posts

Showing posts from March 15, 2019

নিঃশব্দে সীমান্তে জঙ্গিঘাঁটি ওড়াতে Mega Strike ভারতীয় সেনার

Image
নয়াদিল্লি ও আইজল: পুলওয়ামায় জঙ্গি হানার পরই পাল্টা জবাব দেওয়ার অপেক্ষায় ছিল দেশ। ঘটনার ১২ দিন বাদেই বালাকোটে এয়ারস্ট্রাইকে নেওয়া হয় সেই বদলা। ভারত-পাকিস্তান সীমান্তের উত্তেজনা যখন খবরের শিরোনামে, তখন অন্য এক সীমান্তে নিঃশব্দে এক বড়সড় অভিযান চালিয়েছে ভারতীয় সেনা। দেশের পূর্ব দিকে ভারত-মায়ানমার সীমান্তে চালানো হয়েছে সেই জঙ্গিদমন অভিযান। জানা গিয়েছে, পুলওয়ামায় হামলার ঠিক পরই ১৭ ফেব্রুয়ারি থেকে ২ মর্চ পর্যন্ত সপ্তাহ দুয়েক ধরে চলে সেই মেগা স্ট্রাইক। জানা গিয়েছে উত্তর-পূর্বে ভারত ও মায়ানমারের একটি বড়সড় প্রজেক্ট চলছে। উত্তর-পূর্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রজেক্ট। কিন্তু, সেই প্রজেক্ট যাতে সফল না হয়, তার জন্য হুমকি দিচ্ছিল জঙ্গিরা। বাধা দেওয়া হচ্ছিল প্রকল্পের কাজে। তাই এই অভিযান চালাতে হয় সেনাবাহিনীকে। কালাদান প্রজেক্ট নামে বন্দরের ওই প্রকল্পের কাজে বাধা দিচ্ছিল আরাকান আর্মি। তাই মায়ানমার সেনার সঙ্গে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। কালাদান নামে ওই প্রজেক্টে আসলে ভারত ও মায়ানমারের বন্দরের মধ্যে সংযোগ স্থাপন হবে। এর ফলে কলকাতা থেকে মিজোরামের দূরত্ব কমে যাবে। অন্তত চার ঘণ্টা কম সময় লা

অবশেষে বকেয়া বেতনের মুখ দেখছে বিএসএনএল কর্মীরা

Image
অবশেষে ফেব্রুয়ারির বকেয়া বেতন পাচ্ছেন বিএসএনএল কর্মীরা। বৃহস্পতিবার এক প্রেস কনফারেন্সে একথা জানিয়েছেন এই রাষ্ট্রায়ত্ত সংস্থার সিএমডি অনুপম শ্রীবাস্তব।  "আগামিকালই বিএসএলএলের তরফে কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে। টেলিকম মন্ত্রী মনোজ সিনহাকে অসংখ্য ধন্যবাদ দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করে সমস্যার সমাধান নিশ্চিত করার করার জন্য। সঙ্গে কার্যকারী মূলধন জোগাড়ের জন্য সংস্থাকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রস্তাব ধার্য করার জন্য।" যদিও বিএসএনএল সিএমডির এই ঘোষণায় কর্মীদের একাংশ তেমন খুশি নন। লোকসভা ভোটের মুখে কেন্দ্রের এমন দিলদরিয়া হাবভাব থাকলেও, নির্বাচনী যুদ্ধের পর তা কতটা বজায় থাকবে, সেই প্রশ্নও তুলেছেন বিএসএনএল-এর একাধিক কর্মী। তবে এপ্রসঙ্গে সিএমডি অনুপম শ্রীবাস্তব অবশ্য আশ্বাস দিয়েছেন, কেন্দ্রের টেলিকম মন্ত্রকের সহায়তায় আগামী দিনেও বেতন দিতে কোনও সমস্যা হবে না এই রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের। এমতাবস্থায় কর্মী সংগঠনের একাংশের দাবি, গত সপ্তাহের বৈঠকেই বিএসএনএল কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে তাদের আয় তেমন হচ্ছে না। তাই বেতন প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে। সেই জায়গা থেকে কিছুটা সরে এসে বুধবার আ

নজির গড়লেন আজিম প্রেমজি, সেবামূলক কাজে দান করলেন ৫২ হাজার কোটি টাকা

Image
বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা 'উইপ্রো'য় তাঁর নিজের শেয়ারের ৩৪ শতাংশ সামাজিক কাজের জন্য বিলিয়ে দিচ্ছেন সংস্থার চেয়ারম্যান আজিম প্রেমজি। তাঁর দান করা ৩৪ শতাংশ শেয়ারের মূল্য হল ৭৫০ কোটি মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ৫২ হাজার ১৭৭ কোটি সাড়ে ৮৭ লক্ষ টাকা। শিক্ষা ও বিভিন্ন ধরনের সেবামূলক কাজের জন্য আজিমের দেওয়া এই অর্থ ব্যয় করা হবে। বৃহস্পতিবার 'আজিম প্রেমজি ফাউন্ডেশন'-এর পক্ষ থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। সংস্থার তরফে এই অর্থ দানের ফলে শিক্ষা ও সেবামূলক কাজে আজিম প্রেমজি ফাউন্ডেশনের অনুদানের পরিমাণ বেড়ে হল ২ হাজার ১০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১ লক্ষ ৪৬ হাজার ১০৮ কোটি ৫৫ লক্ষ টাকা। এদেশে শিক্ষার প্রচার ও প্রসারে দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে আজিম প্রেমজি ফাউন্ডেশন। শিক্ষা বিস্তারে ১৫০টিরও বেশি অলাভজনক সংস্থাকে নিয়মিতভাবে অর্থ সাহায্য দিয়ে থাকে এই ফাউন্ডেশন। সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষের উন্নয়নেও বেশ কয়েক বছর ধরে নিয়মিত আর্থিক অনুদান দিয়ে চলেছে সংগঠনটি। আজিম প্রেমজি ফাউন্ডেশন একটি বিশ্ববিদ্যালয়ও পরিচালনা করে। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় তরুণ অধ্

কাশ্মীরে ফের সন্ত্রাসবাদের ছোবল! এবার বাড়ির ভিতরে হানা জঙ্গিদের

Image
ফের একবার সন্ত্রাসের ছোবল কাশ্মীরে। সেখানের অবন্তীপোরায় বাড়ি থেকে এক স্থানীয় বাসিন্দাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। রক্তাক্ত ঘটনার জেরে ফের সন্ত্রস্ত ভূস্বর্গ। অবন্তীপোরার ডোগরিপোরার বাসিন্দা মনজুর আহমেদ লোন। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাঁকে বাড়ির ভিতরে ঢুকে তুলে নিয়ে যায় জঙ্গিরা। এরপরই বাড়ি থেকে অনতিদূরের একটি জায়গায় ৩৬ বছরের মনজুরকে গুলি করে হত্যা করে সন্ত্রাসবাদীরা। গোটা ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তৎপরতার সঙ্গে তদন্তে নেমেছে পুলিশ। এর আগে, কাশ্মীরে ন্যাশনাল কন্ফারেন্সের এক নেতাকেও গুলিবিদ্ধ করা হয়। সেই ঘটনার নেপথ্যেও জঙ্গিদের হাত থাকবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগে, জম্মু বাসস্ট্যান্ডে বিস্ফোরণ ও তারপর স্থানীয়কে এভাবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যার ঘটনায় নতুন করে সন্ত্রাসের আবহ ছড়াচ্ছে গোটা কাশ্মীর জুড়ে।

জইশ জঙ্গি মাসুদ আজহারকে শায়েস্তা করতে ফ্রান্সও নিল বড় পদক্ষেপ

Image
জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর প্রধান মৌলানা মাসুদ আজহারকে নিয়ে চিন গড়িমসি করলেও ভারতের পাশে দাঁড়িয়ে ফ্রান্স বড় পদক্ষেপ করল। ফ্রান্স সরকার জানিয়েছে, মাসুদ আজহারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রক, অর্থ মন্ত্রক ও বিদেশ মন্ত্রক জানিয়েছে, মাসুদ আজহারকে যাতে ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত জঙ্গিদের তালিকায় অন্তর্ভুক্ত করা যায় তার জন্য সেদেশের সরকার তদ্বির করবে। ভারতের পুলওয়ামায় হামলার পর জইশের নাম ফের উঠে এসেছে। সারা বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়ে একযোদে সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানকে তুলোধোনা করেছে। ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে। চিন প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করতে পারছে না। পাকিস্তানও কখনও মাসুদ আজহারকে অস্বীকার করছে, কখনও বলছে সে অসুস্থ। প্রসঙ্গত, পুলওয়ামা হামলার প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারকে জঙ্গি তকমা দেওয়ার প্রস্তাব আনে আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন। তবে চিনের আপত্তিতে তা আপাতত থমকে গিয়েছে।

'১৫ দিনের মধ্যে তৃণমূল বলে কিছু থাকবে না' চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Image
অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরই রাজ্য রাজনীতি ফের একবার সরগরম হয়ে উঠেছে। তৃণমূল অভিযোগ করেছে বিজেপি দল ভাঙানোর খেলায় মেতেছে। এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কড়া আক্রমণ শানিয়েছেন তৃণমূলকে। আগামী ১৫ দিনের মধ্যে তৃণমূলে আরও বড় ভাঙন ধরাতে চলেছে বিজেপি, এদিন সেই হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। এদিন দলে দলে বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে দিলীপ বলেন, বিজেপি সারা দেশে বাহুবলী। গত ২-৩ বছরে রাজ্যে আমরা সংগঠন তৈরি করেছি। এখন যাঁরা বিজেপিতে সম্ভাবনা দেখছেন, তাঁরা আসছেন। ভবিষ্যতে আরও আসবেন। সাংবাদিকরা প্রশ্ন করেন, তৃণমূল অভিযোগ করেছে, বিজেপি দল ভাঙাচ্ছে। সেই প্রসঙ্গে দিলীপ পাল্টা বলেন, তৃণমূল কীভাবে তৈরি হয়েছে? কোথা থেকে ভাঙিয়ে জোড়-তোড় করে পার্টি চলছে। সব আলাদা করে দেব। পার্টি বলে কিছু থাকবে না। ১৫ দিনের মধ্যে এটা করে দেখাবেন বলেও জানিয়েছেন আত্মবিশ্বাসী দিলীপ। তাঁর কথায়, পুরোটাই চমক দেব। এমন চমক দেব যে বালুদা-র (জ্যোতিপ্রিয় মল্লিক) কথা বেরোবে না। দিদিমণি শুকিয়ে আমসি হয়ে যাবেন। ডিসেম্বরের মধ্যে এই সরকারের অস্তিত্ব থাকবে না। তৃণমূলের ইট-বালি-সুরকি সব আলাদা করে দেব

শাস্তি তুলল সুপ্রিম কোর্ট, শ্রীসন্থ ফিরে পেতে পারেন ক্রিকেট জীবন

Image
1/5 শ্রীসন্থের উপর থেকে আজীবন নির্বাসন তুলে নিল সুপ্রিম কোর্ট প্রাক্তন পেসার এস শ্রীসন্থের উপর থেকে আজীবন নির্বাসন তুলে নিল সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে পাঁচ বছর ক্রিকেট থেকে নির্বাসিত শ্রীসন্থ। ২০১৩ আইপিএল ফিক্সিং কাণ্ডে নাম জড়িয়েছিল তাঁর।      2/5 শ্রীসন্থের উপর থেকে আজীবন নির্বাসন তুলে নিল সুপ্রিম কোর্ট তবে শাস্তি শ্রীসন্থের হচ্ছেই। সর্বোচ্চ আদালতের তরফে জানানো হয়েছে, তাঁর উপর থেকে আজীবন নির্বাসন তুলে নেওয়া হবে। কিন্তু বিসিসিআই শ্রীসন্থের শাস্তি নির্ধারন করবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটিকে তিন মাসের মধ্যে শ্রীসন্থের শাস্তি নির্ধারন করতে বলেছে সুপ্রিম কোর্ট।      3/5 শ্রীসন্থের উপর থেকে আজীবন নির্বাসন তুলে নিল সুপ্রিম কোর্ট কয়েক দিন আগে নির্বাসন তুলে নেওয়ার আর্জি জানিয়ে কেরল হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন শ্রীসন্থ। কিন্তু আদালত বোর্ডের দেওয়া আজীবন নির্বাসনের সিদ্ধান্ত বহাল রাখে। এর পরই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন শ্রীসন্থ।     4/5 শ্রীসন্থের উপর থেকে আজীবন নির্বাসন তুলে নিল সুপ্রিম কোর্ট বিচারপতি অশোক ভূষণ ও কে এম জোসেফকে নিয়ে গড়া বেঞ

নিউ জিল্যান্ডের ২ মসজিদে হামলায় নিহত ৪৯, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Image
'হামলাকারীরা সন্ত্রাসবাদী। এরা আমাদের কেউ নয়।' নিউ জিল্যান্ডের মসজিদে হামলায় প্রতিক্রিয়া সে দেশের প্রধানমন্ত্রী জেসিনডা আরডেনের। শুক্রবার নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের ২টি মসজিদে হামলায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৯-এ। এনিয়ে আরডেন বলেন, এই ধরনের হামলা করে নিউ জিল্যান্ডকে নাড়িয়ে দেওয়া যাবে না। একে একমাত্র জঙ্গি হামলাই বলা যেতে পারে। জঙ্গিরা নিউ জিল্যান্ডকে বেছে নিতে পারে। কিন্তু তাদের কোনও ভাবেই রেয়াত করা হবে না। এই ধরনের নৃশংস হামলার চরম নিন্দা করছি। নিউ জিল্যান্ড তো বটেই গোটা বিশ্বে এইসব হামলাকারীদের কোনও জায়গা নেই। উল্লেখ্য, শুক্রবার জুম্মার বিশেষ নামাজের সময় ক্রাইস্টচার্চের ২টি মসজিদে হামলা চালায় বন্দুকবাজরা। ওই হামলায় ১০ জন নিহত হয়েছেন লিনউড মসজিদে ও ৩০ জন নিহত হয়েছেন ডিনস অ্যাভিনিউয়ের মসজিদে। জানিয়েছেন প্রধানমন্ত্রী আরডেন। তিনি আরও জানিয়েছেন, একেবারে পরিকল্পনা করেই ওই হামলা চালানো হয়েছে। দুটি গাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত ওই হামলায় ৪৮ জন আহত। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, ক্রাইস্টচার্চের পুলিস কমিশনার জানিয়েছে মৃতের স

মাসুদ আজহারের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত ফ্রান্সের

Image
শুক্রবার ফরাসি সরকারের একটি যৌথ বিবৃতি এই বিষয়টি জানা গিয়েছে। চিনের ভরসা কোনওরকমে আন্তর্জাতিক জঙ্গির তকমা এড়িয়েছেন মাসুদ আজহার। কিন্তু তাতেও যে তার নিস্তার নেই, তা স্পষ্ট হল শুক্রবার। এবার জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ফ্রান্স। তারা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট ওই জঙ্গি সংগঠনের প্রধান মাসুদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করবে। শুক্রবার ফরাসি সরকারের একটি যৌথ বিবৃতি এই বিষয়টি জানা গিয়েছে। ওই যৌথ বিবৃতিটি দেওয়া হয়েছে ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রক, অর্থমন্ত্রক ও বিদেশ মন্ত্রকের তরফে। তবে এখানেই থেমে থাকতে নারাজ ফ্রান্স। বরং মাসুদের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ করতে চায় এমানুয়েল মাঁকড়ের সরকার। তারা চায়, ইউরোপীয় ইউনিয়নের জঙ্গিদের তালিকায় নাম উঠুক মাসুদের। এ নিয়ে তারা ইউরোপীয় ইউনিয়নে আলোচনাও করবে। এয়ার ইন্ডিয়ার বিমান যাত্রীদের পণবন্দি করে ১৯৯৯ সালে মাসুদ আজহারকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল তালিবানরা। তার পর থেকে জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছে। পাকিস্তানের মদতেই চলছে তার জঙ্গি কার্যকলাপ। ভারত একাধিকবার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেও গুরুত্বই দেয়নি পাকিস্তান। আর বার

সেনার পোশাকে নিউজিল্যান্ডের মসজিদে বন্দুকবাজের হামলা, হত ৪০, রক্ষা বাংলাদেশ ক্রিকেটারদের

Image
আহত একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকবাজের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। আহত বহু। হামলায় সময় মসজিদের কাছেই ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। যদিও তাঁরা সবাই সুরক্ষিত আছেন বলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে। এ দিনের হামলায় পরই গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজন মহিলা। তখন ঘড়িতে বেলা পৌনে ২টো। মসজিদের ভিতরে চলছে সাপ্তাহিক নমাজ পর্ব। জড়ো হয়েছিলেন বহু মানুষ। হঠাৎ পর পর গুলির শব্দ। দিকভ্রান্তের মতো ছুটোছুটি পরে গেল মসজিদের ভিতর। সেনার পোশাকে থাকা বন্দুকবাজের নির্বিচারে গুলি চালিয়ে চলেছে তখনও। মুহূর্তে রক্তে ভেসে গেল মসজিদ চত্বর। এই হামলার ঘটনাটিকে দেশের অন্ধকারতম দিনগুলির মধ্যে একটি বলে বিবৃতি দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্দের্ন।  ঘটনাস্থল নিউজিল্যান্ডের ক্রাইসচার্চের সাউথ আইল্যান্ডের আল নুর মসজিদ। শুক্রবার এখানেই এক (যদিও কারও কারও দাবি দু'জন) বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন কমপক্ষে ৪০ জন। সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী জাসিন্দা আর্দের্ন হামলায় ৪০ জনের

চুল প্রতিস্থাপনের দু’দিন পরই মৃত্যু মুম্বইয়ের ব্যাবসায়ীর

Image
 মাথার চুল ঝরে পড়া এখন অত্যন্ত স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাজারের কেমিক্যালে মেশানো তেল-শ্যাম্পু ব্যাবহার করে অনেকেই এই সমস্যায় ভুগছেন আজকাল। সমস্যার সমাধান করতে কেউ দামি ওষুধ লাগিয়ে চুল গজানোর চেষ্টা করেন তো কেউ হেয়ার ট্রান্সপ্লান্ট করান। আর পাঁচজনের মতো বছর ৪৩-এর এক ব্যক্তিও ভেবেছিলেন অস্ত্রোপচারের মাধ্যমে হারিয়ে যাওয়া চুল ফিরে পাবেন। কিন্তু সে ইচ্ছা আর পূরণ হল না তাঁর। সাধের চুল ফিরে পেতে গিয়ে প্রাণ হারালেন ব্যক্তি। মৃতের নাম শ্রাওয়ান কুমার চৌধুরি। বুধবার পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মার্চ মুম্বই সেন্ট্রালের একটি ক্লিনিকে হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে গিয়েছিলেন তিনি। দীর্ঘ ১২ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। শুক্রবার মধ্যরাত আড়াইটা নাগাদ শেষ হয় সেই অস্ত্রোপচার। তারপর থেকেই বিভিন্ন সমস্যায় ভুগতে শুরু করে মুম্বইয়ের সাকিনাকার বাসিন্দা। শুরু হয় শ্বাসকষ্ট। মুখে ও গলায় ব়্যাস বেরোতে থাকে। পরিস্থিতির অবনতি ঘটলে পরের দিনই তাঁকে পওয়াইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চুল প্রতিস্থাপনের পর দীর্ঘ ৪০ ঘণ্টা জীবনযুদ্ধে লড়াই করে শেষমেশ হার মানেন শ্রাওয়ান। ৯ মার্চ মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। চিকিৎসকরা

ক্ষমতা থাকলে ভোটে দাঁড়িয়ে জিতে দেখাক, অর্জুন সিংকে খোলা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Image
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়ার চারবারের বিধায়ক তথা দোর্দণ্ডপ্রতাপ নেতা অর্জুন সিং। মুকুল রায়ের হাত ধরে তিনি গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। ব্যারাকপুর কেন্দ্র থেকে দাঁড়াবেন বলেও মনে করা হচ্ছে। যা তৃণমূলের প্রার্থী দীনেশ ত্রিবেদীর জন্য বড় আশঙ্কার হতে পারে বলে অনেকে মনে করছেন। তবে এসবকে পাত্তা দিতে রাজি নন তৃণমূল নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অর্জুন সিংকে। অর্জুন সিং যদি অত বড় নেতা হয় তাহলে লোকসভা নির্বাচনে দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে দাঁড়াক। দীনেশ ত্রিবেদীকে ব্যারাকপুরের মানুষ ২ লক্ষ ভোটে ভালোবেসে জেতাবে। ২ লক্ষ ভোটের এক ভোটের ব্যবধানও যদি কম হয় তাহলে আমাকে এসে বলবেন। এই বলে সরাসরি অর্জুন সিংকে খোলা চ্যালেঞ্জ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দেয়। অন্য কাউকে দেখে ভোট দেয় না। ক্ষমতা থাকলে বিজেপির টিকিটে দাঁড়াক। দলের টিকিট না পাওয়া নেতারাই দল ছাড়ছেন বলে মন্তব্য করেছেন অভিষেক। বলেছেন, সৌমিত্র খাঁ টিকিট না পেয়ে চলে গিয়েছে। অনুপম হাজরাকে বের কর

সেলিম ও তৃণমূল প্রার্থীকে ভোট নয়, বার্তা দীপা ঘনিষ্ঠ কংগ্রেসের জেলা সভাপতির

Image
1/6 জোট নিয়ে তুমল জট রায়গঞ্জে। প্রথম থেকেই ওই আসনটি দাবি করে আসছিল কংগ্রেস। কিন্তু একতরফা ভাবে রায়গঞ্জ আর মুর্শিদাবাদ কেন্দ্রে প্রর্থী ঘোষণা করে দেয় বামেরা। সেই বাউন্সার সামলেও হাইকম্যান্ডের নির্দেশে আসন সমঝোতায় রাজি হয়েছে প্রদেশ কংগ্রেস।     2/6 রায়গঞ্জে প্রার্থী শুধু  সিপিএমের মহম্মদ সেলিমই, জানিয়ে দিয়েছে হাইকম্যান্ড। তবে জেলার নেতারা মানছেন কই। উত্তর দিনাজপুরের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত তো বলেই দিলেন, জোট নয় প্রহসন। প্রচারে যাবেন না, বসে তামাশা দেখবেন।       3/6 উত্তর দিনাজপুরের কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের কথায়,''কংগ্রসের শক্ত ঘাঁটি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী চেয়েছিলাম। কিন্তু সেটা সিপিআইএম-কে দিয়ে দেওয়া হল, আবার মহাঃ সেলিম নিজে নিজেই প্রচারে বেরিয়ে পড়েছেন। আবার কংগ্রেসকে ক্ষয়িষ্ণু বলছেন সেলিম। কংগ্রেসিরা এবারের ভোটে চুপ করে বসে থাকব''।       4/6 এখানেই শেষ নয়। দীপা দাশমুন্সি ঘনিষ্ঠ মোহিতের বার্তা, সমর্থকদের বলব, সিপিএম ও তৃণমুলকে ভোট দেবেন না। আপনারা জবাব দিতে জায়গা মতো ভোট দিন, যাতে ফলাফলের পর সেলিম বুঝতে পারেন কংগ্রেসের অবস্থানটা কোথায়! 

তালিকা লম্বা, অপেক্ষা করুন, আরও ভাঙনের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

Image
তৃণমূলের আরও কয়েকজন নেতা বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে ইঙ্গিত দিয়েছেন দিলীপ ঘোষ।  তৃণমূলের আরও একটা উইকেট ফেলেছে বিজেপি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। সন্ধেয় রাজ্যে ফিরেছেন প্রাক্তন তৃণমূল নেতা। আর এদিনই কৈলাস বিজয়বর্গীয়র কলকাতার বাড়িতে বসেছে দলের নির্বাচনী বৈঠক। আর সেখানেই দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, আগে সামনা-সামনি লড়াই হতো, এখন পাশাপাশি করব।                   তৃণমূলের আরও কয়েকজন নেতা বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে ইঙ্গিত দিয়েছেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতির কথায়,''আমাদের সাংসদ সংখ্যা ২ থেকে বেড়ে হয়েছে ৪। আর বিধায়ক ৩ থেকে বেড়ে হয়েছে ৬ জন। লম্বা তালিকা আছে। আপনারা জানতে পারবেন''।    মদন মিত্রকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, গণ্ডগোল চাইলে বাড়িতে থাকতে পারবেন না, বেরাতেও পারবেন না।  এদিন নতুন যোগদানকারীদের নিয়ে নির্বাচনী রণনীতি নিয়ে আলোচনা চলে বিজয়বর্গীয়র বাড়িতে। শোনা যাচ্ছে, ১৬ মার্চ প্রথম তিনটি দফার আসনের তালিকা প্রকাশ করবে বিজেপি। এদিন সে নিয়েই আলোচনা হয়েছে বলে খবর। দিন কয়েক দিল্লিতে রাজ্য নেতাদের সঙ্গ

জামিন অযোগ্য পরোয়ানা, তবু মুক্ত ৩০ হাজার

Image
নির্বাচন কমিশনের কপালে ভাঁজ! প্রথম দফার ভোটের আর ২৬ দিন বাকি। কিন্তু রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন এমন ৩০ হাজার ব্যক্তি, যাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা রয়েছে।  কমিশনের কর্তারা বার বার জেলার পুলিশ সুপার-জেলাশাসকদের গ্রেফতারি পরোয়ানা থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। আগামী শনিবার ফের রাজ্যে আসছেন উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন। সূত্রের খবর, কেন গ্রেফতারি পরোয়ানা কার্যকর হচ্ছে না, পুলিশ কর্তাদের কাছে সেই প্রশ্ন তুলবেন তিনি।  নবান্ন সূত্রের অবশ্য দাবি, পুলিশ যথেষ্ট তৎপর। জানুয়ারির শুরুতে কমিশন যখন গ্রেফতারি পরোয়ানা থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল তখন পরোয়ানার সংখ্যা ছিল ৬০ হাজার। আড়াই মাসে পুলিশ প্রায় ৩০ হাজার পরোয়ানা কার্যকর করেছে। নির্বাচনের দিন পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। রাজ্য প্রশাসনের এই 'সময়সূচি' নিয়েই আপত্তি কমিশনের। তাদের বক্তব্য, ভোটের নির্ঘণ্ট ঘোষণার সময় যাতে এক জনের নামেও গ্রেফতারি পরোয়ানা অকার্যকর অবস্থায় না থাকে, সেটাই লক্ষ্য ছিল। সেই কারণেই ১ জানুয়ারি থেকে পুলিশকে সক্রিয় হতে বলা হয়েছিল। কিন্তু এখনও ৩০ হাজার পরোয়ানা কার্যকর

জঙ্গি তালিকায় উঠলেও মাসুদ শাস্তি পেত কি?

Image
জইশ-ই-মহম্মদের নেতা মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত করে লোকসভা ভোটে যেতে পারলে অবশ্যই লাভ হত নরেন্দ্র মোদীর। আন্তর্জাতিক কূটনীতির প্রশ্নেও শক্তিশালী বার্তা দেওয়া যেত। কিন্তু মাসুদ আজহারকে সবক শেখানোর যে দাবি তোলা হচ্ছে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ তালিকাভুক্ত হলেই তা হতো কি? অতীতের দৃষ্টান্ত তুলে কূটনীতিকরা বলছেন, লাভ বিশেষ হত না। রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ তালিকায় কোনও জঙ্গি অন্তর্ভুক্ত হলে তার বিরুদ্ধে আইনের শাসন বলবত করার দায়িত্ব সংশ্লিষ্ট দেশের বিচার বিভাগের। অতীতে দেখা গিয়েছে, তালিকাভুক্ত হলেও পাকিস্তানের আদালত এমন ব্যক্তিকে প্রয়োজনীয় সুরক্ষা দিয়ে নির্বিঘ্নে নাশকতা চালিয়ে যেতে দিয়েছে। কিছু দিনের জন্য লোক দেখানো গ্রেফতার করে মাসুদকে গৃহবন্দি রাখা হতো, পরে 'সাজানো' বিচারে তাকে ছেড়ে দেওয়াই হতো। উদাহরণ লস্কর নেতা হাফিজ সইদ। কূটনীতিকরা বলছেন, দু'দশকে প্রায় দু'ডজন জঙ্গি-বিরোধী প্রস্তাব পাশ হয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে। কিন্তু পাকিস্তানে সন্ত্রাসবাদীদের স্বর্গোদ্যানে এক চিলতে মেঘও ঘনায়নি। 'আল কায়দা এবং তালিবান নিষিদ্ধ কমিটি' গঠন করা

বসিরহাট স্টেশনে নাবালিকাকে গণধর্ষণের চেষ্টা, ধৃত ২

Image
ধৃত: বসিরহাটে। স্টেশনে অপেক্ষারত এক নাবালিকাকে গণধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাট স্টেশনে। নাবালিকার চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। ধৃত মাটনিয়ার বাসিন্দা ফজের মণ্ডল ও হাসনাবাদের স্টেশনপাড়ার রবি ওরফে ছোট্টু চৌধুরীকে বৃহস্পতিবার বসিরহাটের এসিজেএমের আদালতে তোলা হয়। বিচারক তাদের পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদের ওই নাবালিকা স্থানীয় হাইস্কুলের নবম শ্রেণিতে পড়ে। বাবা-মা ছাড়াও বাড়িতে রয়েছে তার দাদা ও দুই বোন। বাবা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। এ দিন দুপুরে স্কুলের বান্ধবীদের সঙ্গে হাসনাবাদে বনবিবি এবং বসিরহাটে ইছামতী সেতু দেখতে বের হয় সে। সেতু দেখা শেষে বান্ধবীরা চলে গেলেও সে গাড়ি না পেয়ে হাসনাবাদ স্টেশনে এসে দাদাকে ফোন করে তাকে নিয়ে যাওয়ার জন্য বলে। এ দিকে মেয়েটিকে স্টেশনে একা বসে থাকতে দেখে ফজের ও রবি তার পাশে গিয়ে বসে এবং কেন সে একা স্টেশনে বসে রয়েছে তা জানতে চায়। মেয়েটি জানায়, বাড়ি ফিরতে না পেরে সে দাদার অপেক্ষায় বসে রয়েছে। মেয়েটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তাকে

মতুয়া মঞ্চে ইনিংস শুরু রূপালীর

Image
বক্তা: মতুয়া মহাসম্মেলনের মঞ্চে রূপালী বিশ্বাস। বৃহস্পতিবার রানাঘাটে।  তিনি মতুয়া। তিনি সদ্য খুন হওয়া মতুয়া বিধায়কের স্ত্রী। নিজের মাঠ থেকেই ভোটের প্রচার শুরু করে দিলেন কৃষ্ণগঞ্জের নিহত তৃণমূল নেতা সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাস। বৃহস্পতিবার নদিয়ার রানাঘাটে মতুয়া মহাসম্মেলনের মঞ্চে উঠে এই লোকসভা ভোটের তরুণতম তৃণমূল প্রার্থী রূপালী জানালেন, নেত্রী তাঁকে যা দায়িত্ব দিয়েছেন, তা তিনি পালন করবেন। রানাঘাট ২ ব্লকে মাটিকুমড়ার মাঠে মঞ্চে সাজানো সত্যজিতের ছবি। সকাল থেকেই নানা জায়গা থেকে ডঙ্কা বাজিয়ে দলে-দলে এসেছিলেন মতুয়ারা। তাঁদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। সভা শুরুর সময় হতে অন্য সকলের সঙ্গেই মঞ্চে উঠলেন রূপালী। কোলে তাঁর দেড় বছরের ছেলে সৌম্যজিৎ। সরস্বতী পুজোর আগের রাতে হাঁসখালিতে নিজের বাড়ির কাছেই খুন হয়েছিলেন সত্যজিৎ। এই খুনের ঘটনায় মুকুল রায়-সহ যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সকলেই বিজেপির। এর পরেই মতুয়া অধ্যুষিত রানাঘাট কেন্দ্রে কখনও রাজনীতি না করা রূপালীকে দাঁড় করানোর সিদ্ধান্ত নেন তৃণমূল নেত্রী। লোকসভা ভোটে দাঁড়াতে গেলে অন্তত পঁচিশ বছর বয়স হতে হয়। রূপালীর এখনও

সাত হাসপাতাল ঘোরা দগ্ধ শিশু মারাই গেল

Image
দিয়া দাস ছ'টি হাসপাতালে ঘুরে ঠাঁই মেলেনি। সপ্তম হাসপাতালেও জায়গা পাওয়া সহজ হয়নি। গত শনিবার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে রীতিমতো অবস্থান-বিক্ষোভের পরে অগ্নিদগ্ধ মেয়েকে অবশেষে ভর্তি করাতে পেরেছিলেন বাবা-মা! তার পর থেকে আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে লড়ছিল একরত্তি মেয়েটি। বৃহস্পতিবার সকালে হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, দিয়া দাস নামে সেই শিশুকন্যার মৃত্যু হয়েছে। আর জি কর হাসপাতালের সুপার মানস বন্দ্যোপাধ্যায় বলেন, ''চিকিৎসকেরা সব সময়ে সজাগ ছিলেন। গত কয়েক দিনে শিশুটিকে সব রকম চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে।'' যদিও দিয়ার বাবা রঞ্জিত দাসের বক্তব্য, ''একটি হাসপাতালও দেখতে চাইছিল না আমার মেয়েকে। আর জি করে এক চিকিৎসক তিন ঘণ্টা ফেলে রাখার পরে বলেছিলেন, মরলে মরবে, আমাদের কী? যে ভাবে ও পুড়ে গিয়েছিল, তাতে হয়তো আশা ছিল না। কিন্তু সময়ে চিকিৎসা শুরু করলে মেয়েটা আরও এক-দুটো দিন বাঁচতে পারত! এখনও বলব, চিকিৎসা না পেয়েই আমার মেয়ের মৃত্যু হয়েছে।'' শিশুর মা চায়না দাস কথা বলার মতো অবস্থায় ছিলেন না। হাসপাতালের সিঁড়িতে বসে বারবার সংজ্ঞা হারাচ্ছিলেন তিনি। গত শুক্রবার সন

অনেক চমক অপেক্ষা করছে, দল বদলে বলছেন অর্জুন

Image
অর্জুন সিং। একের পর এক লক্ষ্যভেদ করেছেন তিনি। সে পঞ্চায়েত ভোট হোক, বা পুরোভোট— লক্ষ্য ছুঁতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুনই ছিলেন পুরভাগে।  এ বার আরও এক লক্ষ্য ছুঁতে চেয়েছিলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংহ। সেই লক্ষ্য হল: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিকিট পাওয়া। তাতে সফল না হয়ে দলই বদলে ফেললেন চার বারের বিধায়ক তথা ভাটপাড়ার পুরপ্রধান।  আপাতত ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে এটাই আলোচনার অন্যতম বিষয় বাহুবলী এই নেতার দলত্যাগ। অর্জুন সিংহের ছেলে ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর। তিনিই বা কী করবেন? বাবার মতো গেরুয়া শিবিরে নাম তুলবেন, নাকি মুকুল পুত্রের মতো তিনিও তৃণমূলে রয়ে যাবেন? ঘনিষ্ঠ মহলে অর্জুন বলছেন, ''অপেক্ষা কর। অনেক চমক অপেক্ষা করেছে।'' রাজনৈতিক পরিবার থেকেই অর্জুনের উত্থান। ক্রমে শ্রমিক আন্দোলন থেকে ধীরে ধীরে মূল রাজনীতি। তারও পরে পরে বাহুবলী হিসেবে পরিচিত হন। বাম আমলে কার্যত একার কৃতিত্বে শিল্পাঞ্চলে ঘাস ফুল ফুটিয়েছিলেন হিন্দিভাষী এই নেতা। অর্জুনের বাবা সত্যনারায়ণ সিংহ ছিলেন ভাটপাড়ার বিধায়ক। উত্তর ২৪ পরগনার কংগ্রেসের জনপ্রিয় নেতা সত্যনারায়ণের ছেলে অর্জুন অল্প বয়সেই রা

রাজনীতি এত সস্তা নয়, দয়া করে মাথায় রাখুন

Image
অর্জুন সিংহ ও মুকুল রায়। দলবদল করলেন অর্জুন সিংহ। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিনি। অত্যন্ত বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন বা নজিরবিহীন কিছু করে ফেলেছেন অর্জুন, এমন নয়। ভারতের রাজনীতিতে বা বাংলার রাজনীতিতে দলবদল কোনও বেনজির বা বিস্ময়কর ঘটনা নয়। কিন্তু দলবদলের পরে বা দলবদলের মরসুমে এমন কিছু মন্তব্য অর্জুন সিংহ করলেন, যা নিয়ে একটু বিশেষ কথার অবতারণা হতেই পারে। অর্জুন সিংহ মূলত যাঁর হাত ধরে বিজেপিতে ঢুকলেন, সেই মুকুল রায়ও দীর্ঘদিন তৃণমূলেই ছিলেন। মুকুল আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে সামিল হয়েছেন। এ বার অর্জুন সিংহও সেই পথেই হাঁটলেন। তৃণমূলে থাকাকালীন মুকুলের সঙ্গে অর্জুনের সম্পর্ক কতটা 'মধুর' ছিল, তা অনেকেরই জানা। মুকুলের দলত্যাগের পরে প্রকাশ্য মঞ্চ থেকে 'গদ্দার' বলেও মুকুলকে সম্বোধন করেছিলেন। কিন্তু এ বার সেই 'গদ্দার'-এর হাত ধরেই দলবদল অর্জুনের, 'গদ্দার'-কে এ বার 'কৃষ্ণ' বলে সম্বোধন। এই বিস্ময়কর দ্রুততায় বয়ান বদল দেখলে বোঝা যায়, কতটা সস্তা করে তোলা হয়েছে, রাজনীতিকে। এই একটা মাত্র বয়ান নয়, আরও আছে। দলবদলের আগের দিনই মিডিয়ার সঙ্গে কথোপকথনের সময় অর্জুন সিংহ স

মেট্রো স্টেশনে তরুণীকে হেনস্থার অভিযোগ

Image
এমন ভিড় মেট্রোতেই ধাক্কাধাক্কির ফলে টোকেন পড়ে যায় চন্দ্রিকার হাত থেকে। নিজস্ব চিত্র সময় মেনে না চলার অভিযোগ আছেই। পুরনো রেক চালানো ও রক্ষণাবেক্ষণে গাফিলতির কারণে প্রায়ই মেট্রোর ছন্দ কেটে যাওয়ার অভিযোগও স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। এ বার টোকেন হারিয়ে ফেলা এক তরুণীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠল মেট্রোর এক স্টেশন মাস্টারের বিরুদ্ধে। অভিযোগ, জরিমানার টাকা না থাকায় ওই তরুণীকে স্টেশন মাস্টারের ঘরে চার পুরুষ অফিসারের সামনে এক ঘণ্টা বসিয়ে আরপিএফ-এর হাতে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়। তাঁকে বাড়িতে ফোন করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। দেওয়া হয়নি ডেবিট কার্ড ব্যবহারের অনুমতিও। তরুণীর পরিবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা দিয়েছেন। সব শুনে মেট্রো রেলের এক উচ্চপদস্থ অাধিকারিকের পাল্টা প্রশ্ন, ''কী দরকার ছিল এত ভিড় ট্রেনে ওঠার? নিত্যযাত্রী হয়েও স্মার্ট কার্ড ব্যবহার করেন না কেন? ওঁকে আটকে রাখা হয়নি। বসিয়ে রাখা হয়েছিল। উচিত ছিল, আরপিএফ-এর হাতে তুলে দেওয়া।'' কিন্তু তরুণী তো কার্ডের মাধ্যমে জরিমানা দিতে চেয়েছিলেন? ওই আধিকারিকের দাবি, ''এটিএম থেকে টাকা তুলে যে তিনি জরিমানা দিতে

বাংলাকে স্পর্শকাতর ঘোষণার দাবির প্রতিবাদে শুক্রবার থেকে বিজেপির বিরুদ্ধে পথে নামছে তৃণমূল

Image
শুক্রবার থেকে পথে নামছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নির্বাচন কমিশনে গিয়ে গোটা বাংলাকে স্পর্শকাতর ঘোষণা করার দাবি জানিয়েছে। তার প্রতিবাদেই শুক্রবার ও শনিবার দুদিনের প্রতিবাদে নামছে তৃণমূল কংগ্রেস। মূলত তৃণমূলের মহিলা সংগঠনের তরফেই বিক্ষোভ প্রদর্শন করা হবে। শুক্রবার সকাল ১০টা থেকে রানি রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থানে বসবে তৃণমূল। সেই জমায়েত চলবে রাত ৮টা পর্যন্ত। পরের দিন শনিবারও একই সময়ে অবস্থান বিক্ষোভ ও জমায়েত চলবে। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে বিজেপি দাবি করে এসেছে, বাংলাকে অতি স্পর্শকাতর রাজ্য বলে ঘোষণা করতে হবে। একইসঙ্গে মিডিয়া অবজার্ভারও নিয়োগ করতে হবে। এই দুটির বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়ে তৃণমূল অবস্থান করতে চলেছে। বুধবার তৃণমূলের প্রার্থী ঘোষণার সময়ও এর বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেন। মমতা বলেন, এটা বলে বাংলার মানুষকে অপমান করেছে বিজেপি। এই ইস্যুকে হাতিয়ার করেই বিজেপির বিরুদ্ধে প্রচারে হাওয়া তুলতে চাইছে তৃণমূল। সেই জায়গা থেকেই তৃণমূলের মহিলা ব্রিগেড রানি রাসমণিতে নেমে পড়ছে অবস্থানে।

অর্জুনকে টেনে কতটা লাভ বিজেপির? ২০১৪ সালে ভাটপাড়ার ফল দিচ্ছে অশনি সংকেত | News in Bengali

Image
1/5 বুধবারই মিলেছিল আভাস। বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিজেপিতে যোগদান করলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। মুখে বললেন, দেশহিত ছেড়ে ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে কারণেই দল ছেড়েছেন। তৃণমূল নেতৃত্ব অবশ্য জানিয়েছে, দলের টিকিট না পেয়েই বিজেপির শরণে গিয়েছেন অর্জুন সিং। ভাটপাড়ার দোর্দণ্ডপ্রতাপ অর্জুন সিংকে বারাকপুরে প্রার্থী করা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর। কিন্তু প্রার্থী হলে কতটা প্রভাব ফেলতে পারবেন অর্জুন সিং?     2/5 পরিসংখ্যান বলছে, ২০১৪-র লোকসভা ভোটে নিজের বিধানসভা কেন্দ্র ভাটপাড়াতেই দলকে লিড দিতে পারেননি অর্জুন সিং। ৩৭.৪৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী।      3/5 বারাকপুর লোকসভার অন্তর্গত অন্য ছটি বিধানসভা কেন্দ্রে অবশ্য যথেষ্ট বড় ব্যবধানেই জেতে তৃণমূল। বারাকপুরে ৩৬.৯১ শতাংশ, নোয়াপাড়ায় ৪০. ১০ শতাংশ, জগদ্দলে ৪৩.৪৬ শতাংশ, নৈহাটিতে ৫০.৪৬ শতাংশ, বীজপুরে ৭০.৬১ শতাংশ এবং আমডাঙায় ৪৪.৪১ শতাংশ ভোট পায় তৃণমূল। ফলে, দীনেশ ত্রিবেদীর জিততে অসুবিধা হয়নি।     4/5 ২০১৬-র বিধানসভা ভোটে অবশ্য বারাকপুর লোকসভা আসনের সাতটি বিধানসভা কেন্দ্রেই বড় ব্যবধানে জেতে তৃণম

মুম্বইয়ে ভেঙে পড়ল ফুটব্রিজ, চাপা পড়ে মৃত্যু অন্তত ৬ জনের

Image
দুর্ঘটনা: মুম্বইয়ে সেতু ভাঙার পরে রাস্তায় আহতেরা। বৃহস্পতিবার। ছবি: রয়টার্স। ফুটব্রিজটার নামই হয়ে গিয়েছে 'কসাব ব্রিজ'। ২৬/১১-তে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশন (সিএসটি)-এ তাণ্ডব চালানোর পরে এই সেতু পেরিয়েই নাকি কামা হাসপাতালে গিয়েছিল লস্কর জঙ্গি আজমল কসাব।  আজ সন্ধে সাড়ে সাতটায় সেই ব্রিজেরই কংক্রিটের পাটাতনের একটা বড় অংশ ভেঙে পড়ল নীচের রাস্তায়। মারা গেলেন দুই মহিলা-সহ ৬ জন। আহত অন্তত ৩৪। নিহত দুই মহিলা নিকটবর্তী জি টি হাসপাতালের কর্মী বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।  সিএসটি-র ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর প্রান্তের সঙ্গে এই ব্রিজই জুড়েছে উল্টো দিকের বি টি লেনকে। কাছেই একটি ইংরেজি সংবাদপত্রের দফতর। ১৯৮৪ সালে তৈরি এই ফুটব্রিজ দিয়ে কয়েক লক্ষ মানুষ পারাপার করেন রোজ। আজ দুর্ঘটনার সময়েও ব্রিজে ছিল অফিস টাইমের ভিড়। ভেঙে পড়া চাঙড়ের আঘাতে রাস্তাতেও জখম হয়েছেন অনেকে। এলফিনস্টন রোড, অন্ধেরীর মতো স্টেশনের ফুটব্রিজে পরপর দুর্ঘটনার পরে প্রায় সাড়ে চারশো সেতুর কাঠামো পরীক্ষা করে রিপোর্ট দিয়েছিল বৃহন্মুম্বই পুরসভা। আজ প্রশ্নের মুখে সেই রিপোর্ট। সেতুটিতে গত ক'দিন ধরে মেরামত