Posts

Showing posts from June 16, 2018

মোবাইলে 'প্রস্তাব', ফাঁকা ক্লাসে ছাত্রীর সঙ্গে 'ঘনিষ্ঠ' হওয়ার চেষ্টা গানের শিক্ষকের

Image
এক বছর ধরে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল গানের শিক্ষকের বিরুদ্ধে। আরও অভিযোগ, ফাঁকা ক্লাসে ওই ছাত্রীর শ্লীলতাহানিরও চেষ্টা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নামে ওই শিক্ষক। অভিযুক্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ধমান শহরের হরিসভা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়ে গানের শিক্ষক। পাশাপাশি, তাঁর একটি মিউজিক অ্যাকাডেমিও আছে। সেখানেই গান শিখতে যেত ওই ছাত্র। নির্যাতিতা ছাত্রীর অভিযোগ, গত এক বছর ধরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে উত্যক্ত করছেন। বিভিন্ন সময়ে মোবাইলে মেসেজে করে তাকে নানা কুপ্রস্তাব দেন ওই শিক্ষক। সে সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায়, দিন দুয়েক আগে গানের স্কুলে তাকে একা পেয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোনওরকমে সেখান থেকে পালিয়ে যায় সে। পরে বাড়ি এসে সব কথা খুলে বলে ওই ছাত্রী। তারপরই হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষিকাকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়। পাশাপাশি, বর্ধমান থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শিক্ষক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

১৫১ বছর লাগবে সাড়ে ৬ লক্ষ ভারতীয়ের গ্রিন কার্ড পেতে!

Image
খিল পড়েছে আমেরিকার সিংহদুয়ারে! লক্ষ লক্ষ উচ্চশিক্ষিত ভারতীয়ের 'গ্রিন কার্ড'-এর আবেদন আটকে রয়েছে বিধিনিষেধের 'রেড সিগন্যাল'-এ। আমেরিকায় পড়তে বা কাজ করতে গিয়ে সেখানে পাকাপাকি ভাবে থেকে যেতে চান, এমন প্রায় সাড়ে ৬ লক্ষ উচ্চশিক্ষিত ভারতীয়ের এখন একটাই জিজ্ঞাসা, ''লাল বাতি সবুজ হবে?'' বিশেষজ্ঞদের দাবি, সেই 'লাল বাতি' সবুজ হতে সময় লাগবে অন্তত ১৫১ বছর। মানে, দেড় শতাব্দী! মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন দফতর (ইউএসসিআইএস)-এর দেওয়া হালের পরিসংখ্যানের ভিত্তিতে ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা 'ক্যাটো ইনস্টিটিউট' জানাচ্ছে, এ বছরের ২০ এপ্রিল পর্যন্ত আমেরিকায় পড়তে বা চাকরি করতে গিয়ে পাকাপাকি ভাবে থেকে যাওয়ার আবেদন জানিয়েছেন ৬ লক্ষ ৩২ হাজার ২১৯ জন ভারতীয়। এঁদের মধ্যে রয়েছেন প্রচুর মহিলা ও শিশু। প্রত্যেকেই উচ্চশিক্ষিত বা মার্কিন মুলুকে যেতে চান উচ্চশিক্ষার প্রয়োজনে। 'রেড সিগন্যাল'টা কোথায়? বিভিন্ন দেশের ক্ষেত্রে ফি বছরে কত শতাংশ গ্রিন কার্ড ইস্যু করা হবে, সেই হিসেবই উদ্বেগের মূল কারণ। যাব বললেই তো যাওয়া যায় না মার্কিন মুলুকে! বিভিন্ন ক্যাটেগরির গ্র

হত্যার আগে সেনাকর্মী ঔরঙ্গজেবকে জেরা জঙ্গিদের, ভিডিয়ো ইন্টারনেটে

Image
নিহত সেনাকর্মী ঔরঙ্গজেব। হত্যার আগে কাশ্মীরের সেনাকর্মী ঔরঙ্গজেবকে জিজ্ঞাসাবাদ করেছিল জঙ্গিরা। সেই ছবি এসে  গেল ইন্টারনেটে। মনে করা হচ্ছে, আতঙ্ক ছড়ানোর জন্যেই ভিডিয়োটি ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে জঙ্গিরা। ইদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দিনকয়েকের ছুটি নিয়ে গত বৃহস্পতিবার নিজের গ্রাম সালানিতে যাচ্ছিলেন ৪৪রাষ্ট্রীয় রাইফেলসের কর্মী ঔরঙ্গজেব। ঠিক সেই সময় গাড়ি থামিয়ে তাঁকে তুলে নিয়ে যায় জঙ্গিরা। মনে করা হচ্ছে, জঙ্গিরা হিজবুল মুজাহিদিনের সদস্য। শোপিয়ানে একাধিক জঙ্গিবিরোধী অভিযানে ঔরঙ্গজেবের যুক্ত থাকার বিষয়টি জঙ্গিদের অজানা ছিল না। পুলওয়ামার কালামপোরা এলাকা থেকে অপহরণের পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল ১০ কিলোমিটার দূরে জঙ্গল ঘেরা গুস্সু  এলাকায়। সেখানেই চলে জিজ্ঞাসাবাদ। তা ভিডিয়ো করা হয়েছিল মোবাইল ক্যামেরায়। মাত্র সওয়া এক মিনিটের ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঔরঙ্গজেবের পরনে জিনস আর টি-শার্ট। মাটিতে বসিয়ে তাঁকে জেরা করা হচ্ছে। ভিডিয়োটি যে হত্যার আগেই তোলা হয়েছিল, তা নিয়ে সন্দেহ নেই পুলিশের। ভিডিয়োতে দেখা গিয়েছে, কোন-কোন সেনা অভিযানে ঔরঙ্গজেব যুক্ত ছিলেন, তা জানতে চাইছে জঙ্গিরা। জানতে চাওয়া হয়েছিল, এনকাউন্ট

পবিত্র ইদে জম্মু-কাশ্মীরে জেল থেকে মুক্ত ১১৫ জন বন্দি

Image
একদিকে পবিত্র রমজানের তোয়াক্কা না করেই জম্মু-কাশ্মীর উপত্যকাকে উত্তপ্ত করে রেখেছে জঙ্গি গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি৷ খুশীর মরশুমেও রক্তাক্ত হচ্ছে স্বর্গরাজ্য৷ তবে, এই মরশুমকে আরও আনন্দমুখর করে তুলতে উদ্যোগী হল জম্মু-কাশ্মীরের ক্ষমতায় থাকা মেহবুবা মুফতি সরকার৷ তেমন গুরুতর অপরাধের সঙ্গে জড়িত নন, কিন্তু এখনও জেলবন্দি রয়েছেন এমন ব্যক্তিদের মুক্তি দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে৷ রাজ্যের বিভিন্ন জেল থেকে বাছাই করা ১১৫ জন বন্দিদের তালিকাভুক্ত করে, তাদের মুক্তি দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির অনুমতিতে ১১৫ জনকে ইতিমধ্যেই মুক্তি দেওয়া হয়েছে৷ সরকারের পক্ষ থেকে বিবৃতিতে জানান হয়েছে, আইনের চোখে তেমন গুরুতর অপরাধের সঙ্গে এদের যুক্ত থাকার কোনও প্রমাণ মেলেনি তাই মুক্তি দেওয়া হয়েছে৷ পবিত্র ইদ-উল-ফিতর-এর আনন্দ থেকে কাউকে বঞ্চিত না করার জন্যই সরকারের এমন উদ্যোগ৷ রমজানের শেষ দিনে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে উৎসবে মেতে উঠবে এরাও৷ অন্যদিকে, এই পবিত্র মরশুমে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শ

নীরব মোদির থেকেও বড় দুর্নীতির পর্দা ফাঁস শহরেই, মণিকাঞ্চনে ১২ হাজার কোটির সোনা কেলেঙ্কারি!

Image
নীরব মোদির চেয়েও বড়সড় আর্থিক কেলেঙ্কারির খোঁজ পেল ডিরেক্টর অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। এই কেসে ডিআরআই ছাড়াও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই সহ আরও অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একযোগে তদন্ত শুরু করেছে। সবমিলিয়ে প্রতারণার অঙ্ক ১২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে নীলেশ পারেখ নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। শুল্ক ছাড়ের সুবিধা নিয়ে বিদেশে সোনার অলঙ্কার না পাঠিয়ে তা দেশের বিভিন্ন জায়গায় তিনি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ। সোনার গয়না বিক্রি বাবদ আসা টাকা তিনি হাওলার মাধ্যমে বিদেশে পাচার করে সেখানে বিভিন্ন জায়গায় লগ্নি করেছেন বলেও জানা যাচ্ছে। এর ফলে সরকারের ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকা।  ঘটনাটি এক বছর আগেই নজরে এসেছিল সিবিআইয়ের। ব্যবসা দেখিয়ে বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন এই জুয়েলারি ব্যবসায়ী। কিন্তু সেই টাকা তিনি শোধ না করায় তাঁকে গ্রেপ্তার করা হয়। যদিও পরে তিনি জামিন পেয়ে যান। কিন্তু তদন্ত চালাতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। দেখা যায়, তিনি একাধিক কোম্পানি খুলেছেন। সেখানে প্রতি বছর বিপুল পরিমাণ টার্নওভার

বোনের কষ্ট সহ্য হত না, মানসিক প্রতিবন্ধী যমজ ভাইবোনকে খুন করল মামা !

Image
স্রুজানা এবং বিষ্ণুবর্ধন ৷ হায়দরাবাদ: যমজ ভাইবোন জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী ৷ কথাও বলতে পারে না তারা ৷ ১২ বছরের সেই ভাগ্নে-ভাগ্নিকে খুন করল নিজের মামা ৷ অভিযুক্ত মল্লিকার্জুন রেড্ডিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বোনকে মানসিক কষ্ট থেকে মুক্তি দিতেই মল্লিকার্জুন এমন কাজ করেছেন বলে পুলিশের কাছে জানিয়েছেন তিনি ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের চৈতন্যপুরী এলাকায় ৷ এখানেই একটি বাড়িতে ভাড়া থাকতেন মল্লিকার্জুন ৷ তাঁর বোন লক্ষ্মী ও ভগ্নিপতি শ্রীনিবাস রেড্ডি হায়দরাবাদেই থাকেন ৷ কয়েকদিন আগে সাঁতার শেখানোর নাম করে যমজ ভাগ্নি স্রুজানা রেড্ডি এবং ভাগ্নে বিষ্ণুবর্ধনকে নিজের কাছে নিয়ে এসেছিলেন মল্লিকার্জুন ৷ এরপরেই তাদের মেরে ফেলার সিদ্ধান্ত নেন ৷ শনিবার সকালে একটি ট্যাক্সি চালকের সঙ্গে যোগসাজশ করে মৃতদেহগুলি সরিয়ে ফেলার চেষ্টা করছিলেন মল্লিকার্জুন ৷ সেই সময়ই বিষয়টি নজরে আসে বাড়ির মালিকের ৷ তৎক্ষণাৎ পুলিশে খবর দেন তিনি ৷ পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তকে ৷

খুশির ইদে রক্তাক্ত কাশ্মীর ! শ্রীনগরের মাটিতে উড়ল পাকিস্তানের পতাকা

Image
শ্রীনগর: বিশ্বজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ ৷ ছোট থেকে বড় সকলে সামিল এই ইদ পালনে ৷ কিন্তু এই আনন্দের মুহূর্তেও উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীর ৷ সমানে চলছে পাথরবৃষ্টি ৷ শ্রীনগরের মাটিতেই উড়ল পাকিস্তানের পতাকা ৷ অনন্তনাগ ও পুলওয়ামাতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ করে পাথরবৃষ্টি বিচ্ছন্নতাবাদীদের ৷ ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর ৷ শুক্রবার কাশ্মীরের সেনার গুলিতে এক যুবকের মৃত্যুকে ঘিরে হিংসা ছড়ায় কাশ্মীরে ৷ যার জেরেই আজ সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা ৷ সেনা-পুলিশ কর্মীদের লক্ষ্য করে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা ৷ বিক্ষোভকারীদের রুখতে পাল্টা শূন্যে গুলি চালায় নিরাপত্তারক্ষীরাও ৷ টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷ অন্যদিকে শনিবার সকালে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান ৷ নিয়ন্ত্রন রেখা পেরিয়ে কাশ্মীরের নৌসেরাতে পাক গোলায় শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান ৷ সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তান ৷ এই হামলাতেই বিকাশ গুরুং নামে এক সেনা আহত হয়েছেন ৷ রমজান মাসে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে কেন্দ্রের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ কিন্তু সেই সমস্ত নিষেধ

পিছিয়ে থেকেও প্রথম দিনে বক্স অফিস মাতিয়ে দিল সলমনের 'রেস থ্রি'

Image
ইদের মরশুম মানেই ভাইজান! বলিউডে এই সময়ে দাঁত ফোটাবার সাধ্য নেই কারোর। সেই ছকে এবছরের ইদে মুক্তি পেয়েছে বলিউডের 'ভাইজান' সলমন অভিনীত 'রেস থ্রি'। রেস সিরিজিরে অই ছবিটি পরিচালনা করেছেন রেমো ডিসুজা। ছবিতে সলমন ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, অনিল কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ সহ অনেকে। তবে মাল্টি স্টারকাস্টের সঙ্গে সলমনকে নিয়ে তৈরি এই ছবি সেভাবে মন মজাতে পারেনি দর্শকের। তা সত্ত্বেও রেস থ্রি প্রথম দিনেই বক্স অফিস মাতিয়ে দিয়েছে। ইদের মরশুমে 'রেস থ্রি' মুক্তি পেয়েই প্রথম দিনে রোজগার করেছে ২৯. ১৭ কোটি টাকা। প্রাথমিকভাবে ফিল্ম ব্যবসারসঙ্গে জড়িত বিশেষজ্ঞদের ধারণা ছিল এই ছবি প্রথম দিনে ৩০ থেকে ৩৫ কোটি টাকা রোজগার করে নেবে। সেক্ষেত্রেই খানিকটা পিছিয়েও ইদে সবচেয়ে বেশি রোজগার করেছে সলমনের ফিল্ম। যদিও ফিল্ম আকর্ষণ করতে পারেনি দর্শকদের। অ্যাকশনে ঠাসা এই ছবি একাধিক আকাশকুসুম ভাবনা তুলে ধরায় মন মজাতে পারেনি দর্শকদের। ছবিতে সিকন্দরের চরিত্রে রয়েছেনব সলমন খান। অস্ত্রপাচারকারী শমশেরের (অনিল কাপুর) ভাগ্নে সিকন্দর। নিজের ব্যবসার জন্য কোনও রকমের ঝুঁকি নিতে বা নৃশংস হত্যা করতে পিছপা হননা শ

আরজি কর ডেথ সার্টিফিকেট দেওয়ার পর শ্মশানে জেগে উঠল মড়া

Image
শ্মশানে জেগে উঠল মড়া। শুক্রবার দুপুরে অবাক কাণ্ডটি ঘটেছে উত্তর কলকাতার কাশীপুরের রতনবাবুর ঘাটে। ঘটনায় কাঠগড়ায় আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ।  রোগীর পরিজনরা জানিয়েছেন, গত ১১ জুন ডায়াবেটিস ও হাইপারটেনশনের উপসর্গ নিয়ে আরজি কর হাসপাতালে ভর্তি হন মধ্যমগ্রামের বাসিন্দা বছর পঞ্চান্নর শিবানী বিশ্বাস। শুক্রবার তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সক অরিত্রকুমার রায়। ডেথ সার্টিফিকেটও মেলে হাসপাতালের তরফে। এর পরই দেহ সত্কারের জন্য কাশীপুর রতনবাবুর ঘাটে নিয়ে যান পরিজনরা।  সেখানেই ঘটে অবাক কাণ্ড। শ্মশানে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর চুল্লিতে দেহ ঢোকানোর কিছু আগে পরিজনরা  বুঝতে পারেন শিবানী দেবীর দেহ উষ্ণতা বেশ বেশি। এমনকী দেহে হৃদস্পন্দনও পান তাঁরা। এর পরই খবর দেওয়া হয় কাশীপুর থানায়। সেখান থেকে পুলিসকর্মীরা এলে শিবানীদেবীকে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। পরিজনরা সেখানে চিকিত্সায় অনাস্থা প্রকাশ করলে শিবানী দেবীকে নিয়ে যাওয়া হয় মধ্যমগ্রাম মাতৃসদনে। তবে তাঁর চিকিত্সা শুরু করা গিয়েছে কি না তা জানা যায়নি।

ফেসবুক আলাপে এক সন্তানের মায়ের সঙ্গে 'সম্পর্ক', মর্মান্তিক পরিণতি যুবকের

Image
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হলেন এসএসকেএম হাসপাতালের এক কর্মী। শনিবার ঘটনাটি ঘটেছে তপশিয়ার আসগার মিস্ত্রি লেনে। মৃতের নাম রানা মজুমদার। বছর চব্বিশের ওই যুবক হাসপাতালের গ্রুপ-ডি বিভাগের কর্মী ছিলেন।   রানার পরিবার জানিয়েছে, বছর দুয়েক আগে ফেসবুকের মাধ্যমে এক তরুণীর সঙ্গে আলাপ হয় তাদের বাড়ির ছেলে। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। গভীর সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। কিন্তু মাস ছয়েক আগে রানা জানতে পারেন ওই তরুণী বিবাহিত। তার একটি সন্তান রয়েছে। কিন্তু এরপরেও দুজনের সম্পর্কে কোনও ছেদ পড়েনি। পরিবারের অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে রানার কাছ থেকে অনবরত টাকা নিত ওই তরুণী। গত বুধবার রানার সঙ্গে এই নিয়ে তুমুল ঝামেলা হয় তরুণীর। তারপরই ওই তরুণী রানাকে জানায় যে, সে আর এই সম্পর্ক রাখতে চায় না। এরপরই শনিবার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় যুবকের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। ওই তরুণীর ফেসবুক প্রোফাইলটি ভুয়ো কিনা, তা খতিয়ে দেখছে পুলিস।

সেই বেপরোয় গতি! কান্নায় বদলে গেল ইদের আনন্দ

Image
বেপরোয়া বাইক চালাতে গিয়ে মৃ্ত্যু হল মহম্মদ হাসানের বাইক একটি, সওয়ারি তিন। কারও মাথায় হেলমেট নেই। তার উপর বেপরোয়া গতি! এ ভাবে জীবনের ঝুঁকি নিয়ে বাইক চালাতে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। সওয়ারি দুই বন্ধু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। শুক্রবার রাতে পার্ক সার্কাস চার নম্বর সেতুর কাছে ঘটনাটি ঘটেছে। ইদের উৎসবের মধ্যে তিন বন্ধুর এমন পরিণতিতে শোকের পরিবেশ তিলজলা এলাকায়। বেপরোয় গতির জেরে ইদের আনন্দ বদলে গেল কান্নায় ! পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ হাসান (১৮)। তার সঙ্গে বাইকে ছিল মহম্মদ ফৈজান ও মহম্মদ রমজান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকটি দ্রতগতিতে চার নম্বর সেতুর দিকে যাচ্ছিল। তিন জন একটি বাইকে থাকলেও, কারও মাথায় হেলমেট ছিল না। ওই এলাকায় 'মা' উড়ালপুলের কাজ চলার জন্য এমনিতেই রাস্তার অবস্থা খুব একটা ভাল নয়। তার উপর বেপরোয়া ভাবে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরই ঘটনাস্থলেই মৃত্যু হয় মহম্মদ হাসানের। অন্য দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। পুলিশ সূত্রে খবর, তিন জনেরই বাড়ি তিলজলা এলাকায়। রমজানের বয়স ১৮ বছর, ফৈজানের ১৯। ফয়জান এ বছর মাধ্য

একসঙ্গে মদ্যপান, সঙ্গীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা! দিঘায় মর্মান্তিক পরিণতি যুবকের

Image
স্ত্রী এবং দুই সঙ্গীকে নিয়ে দিঘার একটি হোটেলে উঠেছিলেন হাওড়ার এক চিকিৎসক। তাঁদের মধ্যে একজনের ঝুলন্ত দেহ এ দিন সকালে উদ্ধার হয়। দিঘার হোটেলে পর্যটকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নিউ দিঘার সূর্যকন্যা হোটেল থেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার হল বছর তিরিশের এক যুবকের ঝুলন্ত দেহ। মৃত অভিজিৎ দত্তের বাড়ি হাওড়ার লিলুয়া থানার জগদীশপুর ফাঁড়ির চামরাইতে। হাওড়ারই এক চিকিৎসকের গাড়ির চালক ছিলেন অভিজিৎ। বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ ওই চিকিৎসক, তাঁর স্ত্রী এবং তাঁদের পরিচিত অন্য এক যুবককে নিয়ে ওই হোটেলে ওঠেন অভিজিৎ। রাতে চার জনই একসঙ্গে বসে মদ্যপান করে। তিনজন যুবক একটি রুমের মধ্যে ঘুমিয়ে পড়েন। অন্য রুমে ঘুমিয়ে ছিলেন চিকিৎসকের স্ত্রী। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় চিকিৎসকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন অভিজিৎ। মহিলা বাধা দিলে পালিয়ে যান অভিজিৎ। এরপর গোটা রাত একটি ঘরের মধ্যেই তিন যুবক ছিলেন। সকালে দিঘা থানায় খবর আসে আত্মঘাতী হয়েছেন অভিজিৎ। পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করে। আত্মঘাতী যুবকের তিন সঙ্গীর দাবি, ঘটনার বিষয়ে তাঁরা কিছুই জানেন না। সকাল সাড়ে ছ'টা নাগাদ তাঁরা ওই রুম থেকে বেরিয়ে এসেছিলেন। তার পরেই দরজ

রাস্তায় হিংস্র কুকুর তেড়ে এলে কী করবেন? জানুন সহজ ৮ উপায়

Image
রাতের শুনশান রাস্তায় কুকুর ছুটে এলে ভয় করে? আত্মারাম খাঁচাছাড়া হওয়ার আগে জেনে নিন সহজ পরিত্রাণের পথ। গভীর রাতে বাড়ি ফিরছেন। কিংবা কাকভোরে বেরিয়েছেন ঘাম ঝরাতে। ফাঁকা রাস্তায় আপনি একা। হঠাৎ আপনার দিকে যদি তেড়ে আসে একটি কুকুর! কী করবেন? দৌড় মারবেন, চিৎকার করবেন, না কি 'আঃ আঃ' করে আদরের ডাক দেবেন? কুকুর তাড়া করলে বাঁচার জন্য এই ৮টি পথ অবলম্বন করুন— ১। ভয় পাবেন না। অযথা আতঙ্কিত হবেন না। মানুষের ভয়-ভীতি কুকুর কিন্তু টের পায়। কাজেই যথাসম্ভব নির্বিকার থাকুন। তাহলে কুকুরটিও ক্রমে আপনার প্রতি আগ্রহ হারাবে। ২। একেবারেই দৌড়োনোর চেষ্টা করবেন না। কেননা তাতে কুকুরটি আরও উত্তেজিত হবে। গতিশীল বস্তু দেখলে কুকুরের আক্রমণের প্রবণতা বাড়ে। তা ছাড়া আপনি উসেইন বোল্ট না হলে দৌড়ে কুকুরটির সঙ্গে পেরে ওঠার চান্সও কম! ৩। হাঁটার গতি কমিয়ে দিন। দরকারে একদম থেমে যান। কুকুরটি শান্ত হলে ফের ধীরে ধীরে এগোন। ৪। মুখোমুখি নয়, কুকুরের দিকে পাশ ফিরে দাঁড়ান। তাতে কুকুরটির দৃষ্টিতে আপনাকে পাতলা লাগবে। কুকুরটির মনে আপনাকে নিয়ে ভয় তৈরি হবে কম। ৫। কুকুরটির সঙ্গে সরাসরি চোখাচোখি করবেন না। আড়চোখে দেখুন। নইলে কুকু

নিজের কাটা পায়ের মাংস রান্না করে বন্ধুদের খাওয়ালেন এক ব্যক্তি! ঘটনায় হতবাক দুনিয়া

Image
নিউইয়র্ক: মোটর সাইকেলে চেপে যাচ্ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ৩৮ বছর বয়সী এক ভদ্রলোক ৷ হঠাৎ ঘটে যায় দুর্ঘটনা ৷ আশপাশের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান ৷ চিকিৎসকরা জানিয়ে দেন, তাঁর পায়ে গুরুতর আঘাত লেগেছে ৷ আর সেখানে পচন ধরা শুরু হয়ে গিয়েছে ৷ সেই কারণে তাঁর পা কেটে বাদ দিতে হবে ৷ সেইমতো পাটি কেটে বাদ দেওয়া হয় ৷ তবে, সেই ভদ্রলোক তাঁর কাটা যাওয়া পা নিজের কাছে রাখতে চাইলে তাঁকে অনুমতি দেওয়া হয়। কারণ সে দেশে এমন দাবি আইনসিদ্ধ। এই ঘটনার পর তিন সপ্তাহ কেটে গিয়েছে ৷ নিজের বাড়িতে নৈশভোজের আয়োজন করলেন তিনি ৷ সেখানে আমন্ত্রিত ছিলেন তাঁর ১১জন বন্ধু ৷ আর সেই নৈশভোজে পরিবেশন হল তাঁর সেই কাটা পায়ের মাংস দিয়ে তৈরি একটি পদ ৷ একজন বাদে সবাই চেটেপুটে খেলেন নরমাংস দিয়ে তৈরি সেই খাবার ৷ এই ঘটনার খবর 'রেডিট' নামের এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী 'ইনক্রেডিবলিশাইনিশার্ট' এই কাজটি করেন। 'মিরর'-এ এমন খবর প্রকাশিত হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর বন্ধুদের আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল সেই নৈশভোজে নরমাংস খাওয়ানো হবে ৷ এ কথা জানার পর বন্ধুদ

ব্রিটেনের আদালতে বড়সর ধাক্কা খেলেন বিজয় মালিয়া।

Image
বড়সড় ধাক্কা খেলেন 'লিকার ব্যারন' বিজয় মাল্য। ঋণখেলাপি মামলায় তাঁকে স্টেট ব্যাঙ্ক-সহ ভারতের ১৩টি ব্যাঙ্ককে আপাতত ২ লক্ষ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৮২ লক্ষ টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ব্রিটেনের হাইকোর্ট। তবে সুদ ও আসল খতিয়ে দেখার পর আর্থিক দণ্ডের পরিমাণ আরও বাড়তে পারে বলে আদালতের তরফ থেকে জানানো হয়েছে। ভারতীয় ব্যাঙ্কগুলির কাছ থেকে প্রায় ৯ দাজার কোটি টাকা হাতিয়ে 'কিং অব গুড টাইমস' বিজয় মাল্য দেশ ছাড়েন ২০১৬ সালের ২ মার্চ। এর পর থেকেই তিনি ব্রিটেনে রয়েছেন। বকেয়া ঋণ উদ্ধারের জন্য ব্রিটিশ হাইকোর্টে মামলা করেছিল ১৩টি ভারতীয় ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের জোট। বিশ্ব জুড়ে মাল্যর সম্পত্তি বাজেয়াপ্ত করার যে নির্দেশ রয়েছে, তা-ও বহাল রেখেছে ব্রিটেনের হাইকোর্ট। আদালত জানিয়েছে, বাজেয়াপ্ত সম্পত্তির রেজিস্ট্রেশনের খরচও দিতে হবে বিজয় মাল্যকে। আর্থাত্‌ আইন আদালত থেকে বাঁচার জন্য ব্রিটেনে পালিয়েও খুব একটা লাভ হল না মাল্যর, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। আইনের ফাঁসে আঁটকে তাঁর এখন সঙ্গিন দশা। প্রশ্ন উঠছে, ভারতীয় ব্যাঙ্কগুলিকে আপাতত ২ লক্ষ পাউন্ড ক্ষতিপূরণ দিয়েই কি দায় মুক

নরকীয়, অমানবিক! ১ বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে মাথা থেঁতলে দিল ২২ বছরের যুবক

Image
পুণে: আবার নরকীয়, অমানবিক, বিভৎস, কদর্য ঘটনার সাক্ষী হল দেশ ৷ ঘুমন্ত বা-বাবার পাশ থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে মাথা থেঁতলে মেরে ফেলা হল এক বছরের শিশুকন্যাকে ৷ পৃথিবীর গন্ধ ভাল করে অনুভব করার আগেই ঘৃণ্যতম বিকৃত কামের কাছে হেরে গিয়ে ঝরে যেতে হল না ফোটা ফুলটাকে ৷ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি মহারাষ্ট্রের পুণের লোনি কলভর এলাকার ৷ শিশুটির বাবা-মা শ্রমিকের কাজ করেন ৷ অভিযোগ, রাস্তায় বাবা-মার পাশে শুয়ে থাকা অবস্থায় ওই সদ্যোজাতকে তুলে নিয়ে যায় স্থানীয় মালহারি বানসুদ নামের বছর বাইশের এক যুবক ৷ রাস্তার সিসিটিভি ফুটেজে ধরা পড়ে গোটা ঘটনাটি ৷ বৃহস্পতিবার মাঝ রাতে হঠাৎই বাবা-মার খেয়াল হয় সন্তান তাঁদের পাশে নেই ৷ তখনই শুরু হয় খোঁজখবর ৷ পরদিন সকালে লোনি কলভর থানায় নিখোঁজ ডায়রি করেন শিশুর বাবা-মা ৷ এর কিছুক্ষণের মধ্যেই শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ দেহ হাসপাতেল নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, মাথা থেঁতলে দেওয়ার আগে ধর্ষণ করা হয়েছিল শিশুটিকে ৷ এরপরেই রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ ৷ কিছুক্ষণের মধ্যেই পুলিশের জালে ধরা পড়ে

মেয়েরা ছেলেদের প্রথম দেখলে, কোথায় নজর দেয় জানলে লজ্জা পাবেন।

Image
যখন মেয়েরা তাকায় কোনও ছেলের দিকে, তখন কোন দিকে সবার আগে যায় তাদের চোখ? সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছিল লাইফস্টাইল ম্যানেজমেন্ট সংস্থা ওয়ার্ল্ড অফ আমোর। রাস্তাঘাটে চলতে-ফিরতে কত অজস্র অচেনা পুরুষের সঙ্গেই তো দেখা হয় মেয়েদের। তাদের মধ্যেই কেউ কেউ বিশেষ কারণে আকর্ষণ করে নেয় তাদের দৃষ্টি। আড়চোখে হোক, কিংবা সোজাসুজি— তখন সেই পুরুষের দিকে না তাকিয়ে যেন আর থাকা যায় না। কিন্তু যখন মেয়েরা তাকায় কোনও ছেলের দিকে, তখন কোন দিকে সবার আগে যায় তাদের চোখ? সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছিল লাইফস্টাইল ম্যানেজমেন্ট সংস্থা ওয়ার্ল্ড অফ আমোর। তাদের সমীক্ষার ফলে উঠে এসেছে এমন ১০টি বিষয়, ছেলেদের দিকে তাকানোর সময়ে যেগুলির দিকে সবার আগে চোখ যায় মেয়েদের। আসুন, জেনে নেওয়া যাক ১. ছেলেটি কোন দিকে তাকিয়ে রয়েছে: সাধারণ ভাবে যে কোনও অপরিচিত মানুষের দিকে তাকানোর সময়ে মেয়েরা তাদের চোখের দিকেই তাকায়। সে ক্ষেত্রে সেই মানুষটি কোন দিকে তাকিয়ে রয়েছে, বা কী দেখছে, সে দিকেও নজর যায়। কোনও পুরুষের দৃষ্টি কোন দিকে নিবদ্ধ, সেটা তার মানসিকতারও পরিচায়ক

মেয়েকে ধর্ষণে অভিযুক্ত কোর্ট চত্বরে খুন করল স্ত্রীকেও

Image
নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা চলছিল। সেই মামলার নিষ্পত্তি হওয়ার আগে, শুনানি চলাকালীন শুক্রবার স্ত্রীকেও নৃশংস ভাবে খুন করল স্বামী। কোর্ট চত্বরেই ধারালো অস্ত্রে মহিলাকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে অসমের ডিব্রুগড়ে।  পুলিশ সূত্রে খবর, স্বামী পুরনা নাহার ডেকার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঋতু। সেই মামলার শুনানি চলছিল ডিব্রুগড়ের জেলা দায়রা আদলতে। শুক্রবার আদালত কক্ষ থেকে বেরিয়ে, কোর্ট চত্বরের মধ্যেই ধারালো অস্ত্রে স্ত্রীকে খুন করে পুরনা। ছুরি দিয়ে গলার নলি কেটে দেয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান ঋতু। পুলিশের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত জানায়, মেয়েকে সে ধর্ষণ করেনি। তার বিরুদ্ধে স্ত্রী মিথ্যে অভিযোগে মামলা করেছিল। এই মামলায় আদালতে জামিন পাওয়া সত্ত্বেও, স্ত্রীর বাধায় নিজের বাড়িতে ঢুকতে পারছিল না। সেই রাগেই স্ত্রীকে সে খুন করেছে। স্ত্রীকে খুনের অভিযোগে পুরনা নাহার ডেকার বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করেছে পুলিশ। 

SBI-এর নতুন ঘোষণা:যত খুশি ATM ব্যবহার

Image
এবার স্টেট ব্যাংকের গ্রাহকরা সহযোগী ব্যাংকে যত খুশি এটিএম ব্যবহার করুন কোনও ট্রান্সজাকসন চার্জ লাগবে না৷ ঘোষণাটি করেছে ভারতীয় স্টেট ব্যাংক৷ এই সুবিধা অবশ্যই শর্ত সাপেক্ষ৷ তার জন্য গ্রাহক অ্যাকাউন্টে রাখতে হবে কমপক্ষে ২৫,০০০ টাকা৷ পঁচিশ হাজারের কম টাকা থাকলে ট্রান্সজাকসনের সংখ্যা থাকবে সীমিত৷ প্রয়োজনে দিতে হতে পারে নির্দিষ্ট পরিমান চার্জও৷ অন্যান্য ব্যাংকের এটিএমে লেনদেনের সময় গ্রাহকের অ্যাকাউন্টে রাখতে হবে কমপক্ষে ১ লাখ টাকা৷ তখনই গ্রাহক পাবেন ফ্রি ট্রান্সজাকসনের সুযোগটি৷ বিশদ জানতে চোখ রাখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে৷ এক নজরে দেখে নিন স্টেট ব্যাংকের এটিএম ব্যবহারের শর্তাবলী ১) মাসে ফ্রি পাওয়া নির্দিষ্টমাত্রা অতিক্রম করে বেশি পরিমানে লেনদেন করলে কর্তৃপক্ষ চার্জ৷ তবে, সেটি নির্ভর করছে লেনদেনের এবং এটিএমের ধরণের উপর৷ ২) স্টেট ব্যাংক গ্রুপ এটিএম থেকে ফ্রিতে পাওয়া নির্দিষ্ট পরিমানের বেশি লেনদেন হলে দিতে হবে জিএসটি সহ ১০ টাকা৷ এমনই জানচ্ছে সংস্থার ওয়েবসাইট৷ যার মধ্যে থাকছে দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালুরু সহ অন্যান্য শহরও৷ ৩) গ্রুপ এটিএম থেকে লেনদেনের

আজ খুশির ইদ, দেশজুড়ে শুরু নানা অনুষ্ঠান

Image
আজ খুশির ইদ। সম্প্রীতির উত্‍সব। সকাল থেকেই শহর থেকে জেলা, সর্বত্রই চলছে নমাজ পাঠ। এদিন সকাল ৬.৪৫ মিনিটে কলকাতার নাখোদা মসজিদে নমাজ পাঠ হয়েছে। নারকেলডাঙা ব্রিজের কাছে দারুল সালাম মসজিদে নমাজ পাঠের সময় সকাল ৮টা। বেলগাছিয়া ব্রিজে নমাজ পাঠ হয় সকাল ৮.৩০টায়। নমাজ পাঠ হয় রেড রোড ও পার্ক সার্কাস ময়দানেও। ইদ উপলক্ষে এদিন দিনভর অনুষ্ঠান রয়েছে কলকাতা শহরজুড়ে। দুপুর ৩টের সময় পার্ক সার্কাস সাত নম্বর ক্রশিং থেকে শোভাযাত্রা বেরবে। শোভাযাত্রা শেষ হবে ময়দানে প্রেস ক্লাবের কাছে। পার্ক স্ট্রিট, মল্লিকবাজার হয়ে এজেসি বোস রোড দিয়ে বেকবাগান হয়ে এক্সাইড মোড় দিয়ে চৌরঙ্গি রোড থেকে মেয়ো রোডে পৌঁছবে শোভাযাত্রা। বিকেল ৫টায় দক্ষিণ কলকাতা সাংসদের উদ্যোগে রয়েছে কার শোভাযাত্রা।

গরমে নাজেহাল হয়েই বুদ্ধি কম ভারতীয়দের

Image
সাত দশক আগের কথা। পেনসিলভ্যানিয়ার লিঙ্কন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হচ্ছেন কয়েক জন কৃষ্ণাঙ্গ পড়ুয়া। মার্কিন মুলুকে এমন ঘটনা সেই প্রথম। ঐতিহাসিক সেই অনুষ্ঠানে অতিথি আলবার্ট আইনস্টাইন।  নোবেলজয়ী বিজ্ঞানী তাঁর বক্তৃতায় বলেছিলেন, ''বর্ণবিদ্বেষ শ্বেতাঙ্গদের একটা অসুখ।'' ১৯৪৬ সালের আইনস্টাইনের সেই উক্তি ক্রমে ক্রমে প্রবচনের মর্যাদা পেয়েছে। আর এই উক্তির জন্য বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ মেধাকে কুর্নিশ জানিয়েছে বর্ণবিদ্বেষ-িবরোধী দুনিয়া।  কিন্তু, এই আইনস্টাইনই, তাঁর সাড়া জাগানো বক্তৃতার দু'দশক আগে, নিজস্ব দিনলিপিতে এমন সব কথা লিখেছিলেন, যা থেকে মনে হবে, তিনি নিজেও 'শ্বেতাঙ্গদের সেই অসুখে' ভুগতেন।  'ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি'র একটি বিশেষ দল কয়েক বছর ধরে আইনস্টাইনের গবেষণাপত্র, ব্যক্তিগত চিঠি এবং ডায়েরি নিয়ে কাজ করছে। 'আইনস্টাইন পেপার প্রজেক্ট' নামে সেই উদ্যোগের অন্যতম কর্তা জ়িভ রোজ়েনক্রাৎজ় ডায়েরির কিছু অংশ প্রকাশ করেছেন। একটি ব্রিটিশ সংবাদপত্রে রোজ়েনক্রাৎজ় লিখেছেন, ''সবাই হয়তো বলবেন, আইনস্টাইন নিজেকে অনেক পাল্টে ফেলেছিলেন। তবে এ

বাবা ধার শোধ না করায় শিকলে বেঁধে অত্যাচার কিশোরী মেয়েকে

Image
ঋণ শোধ করেননি বাবা। সেই 'অপরাধে'র শাস্তি হিসাবে তাঁর কিশোরী মেয়েকে শিকলে বেঁধে দিনের পর দিন নির্মম অত্যাচার চালাল মহাজন। ১৪ বছরের ওই কিশোরীকে দিনে এক বার মাত্র খেতে দেওয়া হতো। সেই সঙ্গে দিনভর বাড়ির কাজকর্ম করানোর পাশাপাশি মারধরও করা হতো। এর পর দিনের শেষে একটি পিলারের সঙ্গে তাকে বেঁধে রাখা হতো, যাতে সে পালিয়ে যেতে না পারে। প্রায় তিন মাস ধরে এই রকম নির্যাতন সহ্য করার পর বৃহস্পতিবার কোনও ভাবে মহাজনের বাড়ি থেকে পালিয়ে আসে ওই কিশোরী। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তখনও তার পায়ে শিকল বাঁধা ছিল। আর সেই শিকল এতটাই শক্তপোক্ত যে, সেটি কাটতে প্রায় আধ ঘণ্টা সময় লাগল। বিহারের ভোজপুর জেলার বিহিয়া থানার তিপুরা গ্রামের এই ঘটনা সামনে আসতেই শিউরে উঠেছেন এলাকাবাসী। ঘটনার পরই পুলিশ অভিযুক্তের বাড়িতে অভিযান চালায়। কিন্তু তত ক্ষণে অভিযুক্ত মহাজন নিজের স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছেন। তবে যে কামারের কাছ থেকে শিকল বানিয়েছিলেন ওই মহাজন, তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পুলিশ কর্তাদের আশা, শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবেন তাঁরা। থানায় বসে ঘটনার বিবরণ দিতে গিয়ে কিশ

পোশাক খুলিয়ে ভিডিয়ো, গ্রেফতার তিন কিশোর

Image
মানসিক স্থিরতা ছিল না তাঁর। মেধার স্বল্প বিকাশ হওয়া আর পাঁচ জন মানুষের সঙ্গে অসংবেদনশীল পাড়া-পড়শি যেমন ব্যবহার করেন, হাসি-ঠাট্টা, টিটকিরি— তেমনই করতেন। আর, সেই মজা থেমে থাকল না এখানেই, তাঁকে বিবস্ত্র করে সে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে মজা লুটলেন অপরিণত কয়েক জন কিশোর যুবা। কৃষ্ণনগরের ওই ঘটনায়, বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে দু'জন স্কুল পড়ুয়া। অন্য জন এক মোবাইল বিক্রেতা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাকাশিপাড়ার চিঁচুরিয়ার বাসিন্দা বছর পয়তাল্লিশের মানুষটাকে দেখলেই গ্রামের অনেকেই তাঁকে বিরক্ত করতেন। দিন কয়েক আগে, তেমনই করতে গিয়ে মাত্রা ছাড়াল। মানুষটার পোশাক খুলে নিয়ে তার অসহায় চেহারার ছবি মোবাইলে তুলে ছড়িয়ে দিয়েছিল তিন কিশোর। সেই ছবি  প্রতিবেশীদের মোবাইলে দেখতে পেয়ে ওই ব্যক্তির পরিবারের লোকজন বৃহস্পতিবার রাতে নাকাশিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই তিন কিশোরকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গ্রামেই মোবাইলের দোকান রফিক মন্ডলের সাহায্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে তারা। পুলিশ সে

অটোতে গান বাজালেই ধরবে পুলিশ

Image
যাত্রীবোঝাই অটো নিয়ে চালক জোর গতিতেই যশোর রোড ধরে যাচ্ছিলেন। অটোয় জোরে গান চালাতে যাচ্ছেন ঠিক সে সময়ে উল্টো দিক থেকে আসা একটি অটোর সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেল অটোটি। কয়েকজন যাত্রী জখম হলেন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে বনগাঁর কালুপুর এলাকায়। পরিবহণ দফতরের কর্তারা জানান, অটোয় জোরে জোরে গান বাজানো পথ দুর্ঘটনার অন্যতম কারণ। সে জন্য পরিবহণ দফতরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বনগাঁ মহকুমায় যাত্রিবাহী অটোয় এখন থেকে কোনও গানের ব্যবস্থা রাখা যাবে না। শুক্রবার বনগাঁর নীলদর্পণ অডিটোরিয়ামে পথ নিরাপত্তা ও ট্র্যাফিক আইন নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।  মহকুমার প্রায় এক হাজার যানচালক উপস্থিত ছিলেন। পরিবহণ দফতরের বনগাঁ মহকুমার সহ-পরিবহণ আধিকারিক বিপ্লব প্রধান বলেন, ''এখন থেকে মহকুমায় কোনও অটোয় আর মিউজিক সিস্টেম রাখা যাবে না। কারণ তা বাজাতে গিয়ে চালক অন্যমনস্ক হয়ে পড়ছেন। ফলে দুর্ঘটনা ঘটেছে।'' পুলিশ জানিয়েছে, অতিরিক্ত যাত্রী নিয়ে অটো চলাচল বন্ধ করতে হবে। সাধারণত ৪ জন যাত্রী নিয়ে অটো চালানোর কথা। সেখানে ৮-১০ জন যাত্রী তোলা হয়। চালকের ডান দিকে যাত্রী তোলার নিয়ম নেই। কিন্তু এখানে অনেক অটো

ভাড়া বাড়াল অটো, জানেই না প্রশাসন

Image
বাসের ভাড়া বৃদ্ধির পরে শহরের একাধিক রুটে ভাড়া বাড়ল অটোরও। কোথাও এক টাকা, কোথাও বা দু'টাকা। তবে এই ভাড়া বৃদ্ধির কথা জানে না খোদ প্রশাসনই। খবর নেই পরিবহণমন্ত্রীর কাছেও। যা শুনে অনেকেই বলছেন, ভাড়া বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছিলেন বাসমালিকেরা। এমনকি, ভাড়া না বাড়ালে ধর্মঘটের ডাকও দিয়েছিলেন তাঁরা। এত সবের পরেও বেসরকারি বাসের ভাড়া বেড়েছে সর্বাধিক এক টাকা করে। কিন্তু কোনও রকম আন্দোলন-কসরত ছাড়াই রাতারাতি অটোর ভাড়া বাড়ল দু'টাকা করে! নিত্যযাত্রীদের একাংশ বলছেন, স্থানীয় ভাবে অটোর ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে প্রশাসনের যে কোনও নিয়ন্ত্রণই নেই, তা ফের প্রমাণ করেছে এই নয়া বর্ধিত ভাড়া। প্রশ্ন উঠেছে, নজরুল মঞ্চে অটো ইউনিয়নগুলির সঙ্গে বৈঠক করে তা হলে কী লাভ হল? সেখান থেকে বেপরোয়া অটোয় লাগাম টানার কোনও দিক্ নির্দেশিকা মেলেনি। এ বার আটকানো গেল না ভাড়া বৃদ্ধিও। বাস এবং ট্যাক্সি ইউনিয়নগুলির মতো ভাড়া বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই সরব শহরের প্রায় ১২৫টি রুটের অটো ইউনিয়ন। অনেকেরই ধারণা ছিল, বেসরকারি বাস এবং ট্যাক্সির ভাড়া বাড়ানোর পরে অটোর ভাড়া বৃদ্ধি এখন সময়ের অপেক্ষা। এই পরিস্থিতি

আনন্দবাজার | e-Paper (মঙ্গলবার) 19-6-18

Image
Note : " যদি ' ZOOM'  না করতে পারেন এবং পেপার টি পড়তে অসুবিধা হয় তবে  তবে অ্যাপ্লিকেশন টিকে ' Update '  করে নিন। "  বি: দ্র: - সম্পূর্ণ পেপার পড়ার জন্য   " Anandabazar Patrika   PRO " ( ABP Team )  ব্যবহার করুন।  অ্যাপ্লিকেশন টিকে আপডেট করবেন কিভাবে ? Step 1 : Google Play Store open করে, search করুন " Anandabazar Patrika PRO " Step 2 : Original Content পেতে " Anandabazar Patrika - PRO " এবং ঠিক নিচেই লেখা  " ABP Team " অ্যাপ্লিকেশন টিকে " Update " করে নিন।   Step 3 : আপডেট করার পর, অ্যাপ্লিকেশনটির user interface ঠিক দেখতে এই রকম হবে। Note: আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ।  অ্যাপ্লিকেশনটির উন্নতির জন্য আপনি রেটিং এর সাহায্যে কমেন্ট করেও জানাতে পারেন।