Posts

Showing posts from October 25, 2018

চুরি করতে দেখে ফেলায় মহিলাকে গণর্ধষণ, মাথায় লোহার রডের আঘাত

Image
 'অপরাধ' চুরি করতে দেখে ফেলেছিলেন৷ 'শাস্তিস্বরূপ' গণধর্ষণের শিকার হলেন মহিলা। এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বারাসতে। এক মহিলাকে গণধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল৷ পঞ্চাশ ছুঁই ছুঁই ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় বারাসত জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে বলে খবর৷ ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অরুণ ভৌমিকের৷ যদিও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি৷ গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলরও৷ তবে ঘটনাকে ঘিরে জেলা সদর বারাসতের আইনশৃঙ্খলা আবারও প্রশ্নের মুখে৷ বারাসত ভদ্রবাড়ির গিরিশ ঘোষ রোডে বাড়ি নির্যাতিতার৷ পরিবার সূত্রে খবর, ভোরবেলায় ফুল তোলার নেশা ওই মহিলার৷ মঙ্গলবার কাকভোরে বাড়ি থেকে বেরিয়ে ফুল তুলতে যান তিনি৷ কিছুটা পথ যেতেই দেশপ্রিয় রোডের কাছে তিনি দেখেন, একটি নির্মীয়মান বাড়ি থেকে লোহার রড চুরি করছে পাঁচ দুষ্কৃতী৷ তাদের চিনে ফেলেন মহিলা এবং হুমকি দেন, চুরির ঘটনা সকলকে জানিয়ে দেবেন৷ নিজেদের বাঁচাতে পাশের একটি বাগানে মহিলাকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা৷ অভিযোগ, এরপর তাঁকে গণধর্ষণ করে তাঁর মাথায় লোহার রড দিয়ে মেরে খুনের চেষ্টা করা হয়৷ পরে বিবস্ত্র অবস

অগ্রগতির জন্য 'আগামী ১০ বছর কেন্দ্রে চাই স্থায়ী সরকার'

Image
রাজনৈতিক, অর্থনৈতিক ও নীতিগত লক্ষ্যপূরণের জন্য আগামী ১০ বছরের জন্য চাই স্থায়ী সরকার। দেশের জন্য জোট সরকার ক্ষতিকারক। বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা (এনএসএ) অজিত ডোভাল।  এদিন নয়াদিল্লিতে অল ইন্ডিয়া রেডিও আয়োজিত সর্দার প্যাটেল স্মারক বক্তৃতা দিতে গিয়ে ডোভাল দাবি করেন, গত চার বছরে দেশের জাতীয় মনোবল অনেক বেড়েছে। 'ড্রিম ইন্ডিয়া ২০৩০- অ্যাভয়ডিং পিটফল্‌স' শীর্ষক ভাষণে তিনি বলেন, ভারতের শক্তি হল গণতন্ত্র, এবং তাকে সংরক্ষণ করা প্রতিটি ভারতবাসীর কর্তব্য। ডোভালের কথায়, 'দুর্বল গণতন্ত্রের ফলে দেশের শক্তি ক্ষয় হয়। আগামী বছরগুলিতে ভারত কখনও দুর্বল শক্তি হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকি নিতে পারে না। তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবেই। দুর্বল হয়ে পড়লে আপসের পথে হাঁটতে হবে। এবং আপস করলে জাতীয় স্বার্থের চেয়ে রাজনীতির ময়দানে টিকে থাকার লড়াই প্রাধান্য পাবে।' এদিন এনএসএ বলেন, দুর্বল সরকার কঠিন সিদ্ধান্ত নিতে অপারগ হয়। দেশকে এগিয়ে নিয়ে যেতে, দেশবাসীর মঙ্গলের জন্য শক্ত সিদ্ধান্ত নিতে হবে। এই কারণেই আগামী ১০ বছরে কেন্দ্রে স্থায়ী, শক্তিশালী ও সিদ্ধান্ত নিতে সাবলীল, এমন সরকা

আর পর্ন দেখতে পারবেন না জিও উপভোক্তারা!

Image
আপনি কি জিও উপভোক্তা? তাহলে জেনে রাখুন, এবার থেকে আপনি আর পর্নসাইট দেখতে পারবেন না। কারণ, সব পর্নসাইট-ই ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা।  রিলায়েন্স জিও সরকারিভাবে কিছু না জানালেও, সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই এক্স ভিডিয়ো, পর্নহাবের মতো সাইটগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে। যার ফলে জিও ব্যাবহারকারি উপভোক্তারা এই পর্নসাইটগুলো দেখতে পাচ্ছেন না। উল্লেখ্য, এবছরের শুরুতেই  উত্তরাখণ্ড হাইকোর্ট  পর্নসাইটের বাড়বাড়ন্ত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল।  মুঠো ফোনের ব্যাবহার যত বাড়ছে ততই রমরমা বাড়ছে পর্নসাইটগুলোর। হাইকোর্ট তার পর্যবেক্ষণে পর্নসাইটের এই বাড়বাড়ন্ত রুখতে ৮৫৭টি ওয়েবসাইট বন্ধ করার নির্দেশও দেয়। যদিও সেই নির্দেশ এখনও কার্যকর করা সম্ভব হয়নি। তবে জিও আদালতের সেই নির্দেশকে সামনে রেখে স্বতঃপ্রণোদিত ভাবেই এক্স ভিডিয়ো, পর্নহাবের মতো সাইটগুলোকে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী সোম থেকে বুধ দিনে ১৭ ঘণ্টা করে বেসরকারি বাস বন্ধ থাকবে!

Image
আগামী সোমবার থেকে বুধবার শুধুমাত্র অফিসটাইমেই মিলবে বেসরকারি বাস। সপ্তাহের শুরুতেই ভোগন্তির মুখে পড়তে চলেছেন শহরবাসী। আগামী সোমবার থেকে বুধবার শুধুমাত্র অফিসটাইমেই মিলবে বেসরকারি বাস। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এমনই সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি বাসের মালিক এবং চালকেরা। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "লাগাতার পেট্রল-ডিজেলের দাম বেড়েই চলেছে। এই অবস্থায় বাস চালানো সম্ভব হচ্ছে না। তাই প্রতিবাদে আগামী সোম থেকে বুধবার শুধুমাত্র অফিস টাইমে অর্থাৎ সকাল ৮টা থেকে ১১টা এবং  বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত  বাস চলবে। আগামী ১ নভেম্বর দুপুর ১টায় লেনিন সরণিতে বাস সিন্ডিকেটের দফতরের সামনে থেকে খালি গায়ে মিছিল করে ধর্মতলার লেনিন মূর্তি পর্যন্ত যাবেন বাস মালিকেরা। এই প্রতিবাদে সামিল হয়েছেন বাস ও মিনিবাসের বিভিন্ন সংগঠন। এমনকি বর্ধমান, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার বাস মালিকেরাও যুক্ত হয়েছেন। তপনবাবুর অভিযোগ, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে আর্থিক সঙ্কটের মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের। কেন্দ্র ও রাজ্য সরকার উদাসীন। তাই এই তিন দিন অফিস টাইম বাদে

অলোক বর্মার বাড়ির সামনে ধৃতেরা আসলে ‘গুপ্তচর’!

Image
টেনে হেঁচড়ে চার আইবি গোয়েন্দাকে অলোক বর্মার বাসভবনে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। বৃহস্পতিবার সিবিআই 'গৃহযুদ্ধ' মোড় নিল অন্য দিকে। দুই শীর্ষ কর্তার টানাপড়েনের জেরে ইতিমধ্যেই বেনজির প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার সেই টানাপড়েনে জড়িয়ে গেল ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) নাম। সাতসকালে নাটকটা শুরু হয় ২ জনপথ রোডে। 'নির্বাসিত' প্রাক্তন সিবিআই প্রধান অলোক বর্মার বাড়ি এই রাস্তাতেই। সকাল ৭.৪৫ মিনিটে তাঁর বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায় নিরাপত্তারক্ষীদের। সিসিটিভি'তে দেখা যায়, চার ব্যক্তিকে টানতে টানতে তাঁরা বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে আনা হয় গুপ্তচরবৃত্তির অভিযোগ।এই চার জনকে আটকও করে দিল্লি পুলিশ। যদিও নাটকের এখানেই শেষ নয়। পরে জানা যায়, এই চার জনই ইন্টেলিজেন্স ব্যুরোর গোয়েন্দা। অলোক বর্মার বাড়ির ওপর নজরদারি চালাতেই তাঁরা সেখানে গিয়েছিলেন। তাঁদের নাম ধীরজ কুমার, অজয় কুমার, প্রশান্ত কুমার এবং বিনীতকুমার গুপ্ত। সংস্থার কর্মীদের ২ জনপথে থাকার কথা চাপের মুখে স্বীকার করে নেয় ইন্টেলিজেন্স ব্যুরোও। বিবৃতিতে আইবি জানায়, ''সংবেদনশীল এলাক

২০২০ সালের মধ্যে দেশ হবে সম্পূর্ণ 4G, দাবি করলেন মুকেশ আম্বানি

Image
নয়াদিল্লি: ভারতের বাজারে রিলায়েন্স জিও-র সৌজন্যে লঞ্চ হতে চলেছে 5G পরিষেবা ৷ রিলায়েন্স সংস্থার সূত্রের খবর, আইআইটি দিল্লি এবং নভি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে একযোগে অনুষ্ঠিত হচ্ছে India Mobile Congress ৷ এই অনুষ্ঠানেই দেখানো হবে 5G পরিষেবার লাইভ ডেমো ৷ সেই অনুষ্ঠানেই উপস্থিত রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মুকেশ আম্বানি, ভারতীয় এয়ারটেলের চেয়ারম্যান তথা প্রতিষ্ঠাতা সুনীল মিত্তল, টেলিকম কমিশনের চেয়ারপার্সন এবং সেক্রেটারি অরুণা সুন্দর রাজন ৷ আইএমসি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকেশ আম্বানি ৷ তিনি বলেন, ২০২০ সালের মধ্যে পুরো ভারতেই 4G পরিষেবার অধীনে চলে আসবে ৷ নামমাত্র দামে অত্যাধুনিক পরিষেবা দিচ্ছে জিও ৷ দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত হচ্ছে এবং দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে চলেছে ৷ একইসঙ্গে নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন মুকেশ আম্বানি ৷ তিনি বলেন, মোবাইল ব্রডব্যান্ডের চাহিদার ক্ষেত্রে ভারত ১৫৫ তম স্থানে রয়েছে ৷ গত পাঁচ বছরে দেশে প্রভূত উন্নতি হয়েছে ৷ পাশাপাশি মোদির নেওয়া এক একটি উদ্যোগ দেশে নজির তৈরি করেছে বলে

আমাজন-ফ্লিপকার্ট থেকে কসমেটিকস কেনার আগে সাবধান

Image
দীপাবলির আর বেশি দেরি নেই৷ উৎসবের মরশুম এলেই ছাড়ের খোঁজে গ্রাহকদের মনটা আনচান করতে থাকে৷ আর সেই সুযোগই কাজে লাগায় বিভিন্ন ই-কমার্স সাইটগুলি৷ গ্রাহকদের এই আকাঙ্খাকে সামাল দিতে চলতি মাসে দ্বিতীয়বারের জন্য লোভনীয় অফার নিয়ে হাজির হয় ই-কমার্স সংস্থা ফেসবুক ও আমাজন৷ অভিযোগ, বিপুল ছাড় ও অফারের ফাঁদে ফেলে এবং গ্রাহকদের বোকা বানিয়ে, সেই সুযোগে দেদার ভেজাল পণ্য আমদানি করেছে আমাজন, ফ্লিপকার্টের মতো ই-কমার্স সংস্থাগুলি৷ মহিলাদের কসমেটিকসের ক্ষেত্রে বিশেষ করে এই ভেজাল পণ্য সরবরাহ করা হচ্ছে৷ বাজার চলতি কসমেটিকসেপ উপর ভরসা না রেখে, বিদেশী বিভিন্ন কসমেটিকস পণ্য ই-কর্মাস সংস্থাগুলির মাধ্যমে কেনেন অনেকে। সেখানেই ধরা পড়ল বড় ভেজাল চক্র৷ ই-কমার্স সাইট আমাজন ও ফ্লিপকার্টের বিরুদ্ধে নকল ও জাল কসমেটিকস পণ্য ডেলিভারির অভিযোগ আনল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ইতিমধ্যে সংস্থা দুটির বিরুদ্ধে নোটিসও জারি করা হয়েছে৷ বলা হয়েছে, দশদিনের মধ্যে সপক্ষে যুক্তি পেশ করতে হবে৷ নাহলে পড়তে হবে ফৌজদারি মামলার মুখে৷ জানা গিয়েছে, চলতি মাসের ৫ অক্টোবর ও ৬ অক্টোবর দেশের বিভিন্ন স্থানে তল্লাশি চালান সংস্থার আধি

তামিলনাড়ুতে ১৮ বিদ্রোহী বিধায়ককে বহিষ্কার করা হল

Image
চেন্নাই : তামিলনাড়ুর স্পিকারের ১৮ বিধায়ককে বহিষ্কারের সিদ্ধান্ত বহাল রাখল মাদ্রাজ় হাইকোর্ট। এই সিদ্ধান্তে বড়সড় স্বস্তি পেল ই পালানিস্বামী সরকার। ওই ১৮ বিধায়ক ভি কে শশীকলা ও তাঁর ভাইপো টিটিভি দীনাকরণের সমর্থক ছিলেন। তাঁরা আর বিধানসভার সদস্য থাকলেন না। সেইসঙ্গে ওই সব আসনে উপনির্বাচনও হবে। এই নির্দেশে বেশ খানিকটা পিছিয়ে পড়লেন দীনাকরণ। তাঁর লক্ষ্য ছিল, মুখ্যমন্ত্রী পালানিস্বামী ও উপ মুখ্যমন্ত্রী পনীরসিলভমকে সরিয়ে সরকার ও দলের গুরুত্বপূর্ণ জায়গা দখল করা। তবে, মাদ্রাজ় কোর্টের নির্দেশ শুনে ভেঙে পড়তে রাজি নন দীনাকরণ। তিনি বলেন, "উপনির্বাচন হলে আমরাই জিতব। হাইকোর্টের নির্দেশে আমার প্রভাব কমবে না। আমরা একটা ইতিবাচক রায় আশা করেছিলাম।" গতবছর বিদ্রোহী বিধায়করা মুখ্যমন্ত্রী পালানিস্বামীকে সরানোর দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি লেখেন। এরপরই অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী তাঁদের বিধানসভা থেকে বরখাস্ত করেন স্পিকার। এই সিদ্ধান্তের বিরোধিতা করে মাদ্রাজ় হাইকোর্টে যান বহিষ্কৃত বিধায়করা।  ১৪ জুন মাদ্রাজ় হাইকোর্ট রায় শোনাতে পারেনি। দুই বিচারপতি ভিন্নমত পোষণ করেন। এরপর সুপ্রিম কোর্ট তৃতীয় বিচারপতি

অনলাইনে পর্ন দেখার দিন শেষ! বন্ধ হল ৮২৭ টি ওয়েবসাইট

Image
নয়াদিল্লি: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের ৮২৭ টি পর্ণ ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দিল সরকার৷ সূত্রের খবর, উত্তরাখন্ড হাই কোর্টের দেওয়া রায়কে অনুসরণ করেই নির্দেশিকাটি দেওয়া হয়েছে৷ যেখানে উত্তরাখন্ড হাই কোর্ট ৮৫৭ ওয়েবসাইটকে ব্লক করার কথা জানিয়েছিল৷ যার মধ্যে ৩০ টি পোর্টালে কোনরকম পর্ণগ্রাফিক কনটেন্ট খুঁজে পায়নি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি (Meity). সূত্রের খবর, এরপরই পাশ হওয়া অর্ডারের তালিকাতে থাকা বাকি ৮২৭ টি ওয়েবসাইট ব্লকের নির্দেশ দেওয়া হয় ডিপার্টমেন্ট অফ টেলিকমকে৷ ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের একটি অর্ডারে ডিপার্টমেন্ট অফ টেলিকম জানাচ্ছে, 'Meity এবং হাই কোর্টের দেওয়া রায় অনুযায়ী ৮২৭ টি পর্ণ ওয়েবসাইটকে বন্ধ করার কথা বলা হয়েছে৷' হাই কোর্টের অর্ডারটি ইস্যু করা হয়েছিল ২৭ সেপ্টেম্বর, ২০১৮৷ এর আগেও পর্ণসাইট বন্ধের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল৷ তবে, তা পুরোমাত্রায় সাফল্য পায়নি৷ তবে সরকারের এই নয়া সিদ্ধান্ত কতখানি কার্যকর হবে এখন সেটাই দেখার বিষয়৷ খুব কম বয়সেই অনেকের মধ্যে পর্ণসাইটে আসক্তি তৈরি হতে দেখা গিয়েছে৷ আর, তার থেকে অপরাধমূলক কাজে

মোবাইল টাওয়ার লোকেশনই ধরিয়ে দিল অর্চনা পালংদার খুনে জড়িত 'তৃতীয় ব্যক্তি'কে!

Image
উল্টোডাঙার গৃহবধূ অর্চনা পালংদার খুনে গ্রেফতার করা হল আরও একজনকে। বুধবার রাতে বালি থেকে এক ক্যাব চালককে গ্রেফতার করল আনন্দপুর থানার পুলিস। জানা গিয়েছে, ধৃত ক্যাব চালকের গাড়িতে করেই অর্চনা ও বলরামের দেহ লোপাট করা হয়। উল্টোডাঙার গৃহবধূ খুনে এই নিয়ে মোট ২ জনকে গ্রেফতার করা হল। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত ক্যাব চালকের নাম বিজয় যাদব। গোপন সূত্র মারফত পুলিস জানতে পারে বালি এলাকায় আত্মগোপন করে রয়েছে অভিযুক্ত ক্যাব চালক বিজয়। তারপর মোবাইল টাওয়ারের লোকেশন দেখে বিজয় যাদবের নাগাল পায় পুলিস। প্রাথমিক জেরার পর পুলিস আরও জেনেছে, ধৃত বিজয় যাদব নিউমার্কেটের যে হোটেলে অর্চনা খুন হন, সেই হোটেলের ম্যানেজার হরিহরের ভাই। ঘটনার পর দেহ লাপোটের উদ্দেশে ভাই বিজয় যাদবকে ফোন করে ডেকে আনেন হরিহর। তারপরই বস্তাবন্দি করে আনন্দপুর পাম্পিং স্টেশন ও নোনাডাঙায় ফেলে আসা হয় অর্চনা ও বলরামের দেহ। ১৭ সেপ্টেম্বর মোবাইল সারানোর নামে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান অর্চনা। ৩ দিন পর চৌবাগা লকগেটে গৃহবধূ অর্চনার বস্তাবন্দি দেহ উদ্ধার করে আনন্দপুর থানার পুলিস। খুনের ঘটনায়, প্রথম থেকেই সন্দেহের তির গিয়ে পড়ে অর্চনার প্রেমিক বল

গভীর জঙ্গলে উদ্ধার 'মহিলার' খুলি, পোশাক, হাড়গোড়! চাঞ্চল্য

Image
ঘন জঙ্গল। সেভাবে কোনও মানুষের যাতায়াত নেই। গা ছমছম ভাব। সেই জঙ্গলের মধ্যেই উদ্ধার হল মানব কঙ্কাল। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রাজনগরে। উদ্ধার হওয়া কঙ্কাল কোনও মহিলার বলে অনুমান। এই ঘটনায় তদন্ত শুরু করেছে রাজনগর থানার পুলিস। বীরভূমের রাজনগর থানার অন্তর্গত আজিমনগর জঙ্গল। জঙ্গলটি ঝাড়খণ্ড সীমান্তবর্তী। বেশ ঘন জঙ্গলে সেইভাবে কেউ ঢোকে না। জ্বালানির জন্য পাতা, কাঠ কুড়াতে গ্রামের মানুষ দিনের বেলা অনেক সময় জঙ্গলের সামনের অংশে ঢোকে। পাতা, কাঠ কুড়ায়। তারপর ফিরে চলে আসে। জঙ্গলের মধ্যে কেউ থাকত বলে, জানা ছিল না গ্রামবাসীর। ঘন জঙ্গলে বন্য জীবজন্তুর আক্রমণের ভয়। ফলে দিনের আলো ফুরালে ওপথ আর কেউ মাড়াত না। এদিন সকালেও স্থানীয় এক ব্যক্তি পাতা কুড়াতে জঙ্গলের ভিতর প্রবেশ করেন। পাতা কুড়াতে কুড়াতে জঙ্গলের বেশ খানিকটা গভীরে চলে যান তিনি। ঠিক তখনই তাঁর চোখে পড়ে জঙ্গলের মধ্যে 'কিছু একটা' পড়ে রয়েছে। খানিকটা এগোতেই আঁতকে ওঠেন তিনি। দেখেন, জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে মানুষের মাথার একটি খুলি। ভয় পেয়ে জঙ্গল থেকে পালিয়ে আসেন ওই ব্যক্তি। গ্রামে ফিরে সবাইকে জঙ্গলের মধ্যে খুলি দেখতে পাওয়ার কথ

মাকে সন্দেশ খাওয়ানোয় বাবাকে পেটাল ছেলে!

Image
বাবাকে মারের এই দৃশ্যই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সুগারে আক্রান্ত মাকে লুকিয়ে মিষ্টি খাইয়েছিলেন আশি বছরের বৃদ্ধ বাবা। জানতে পেরে বাবাকে চড়-থাপ্পড় মেরে 'শাসন' করল ছেলে। ২০ অক্টোবর অশোকনগর থানার বিল্ডিং মোড় এলাকার এই ঘটনা পড়শির মোবাইলে ভিডিয়ো রেকর্ডিং হয়েছে। যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছেলের কীর্তি দেখে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। ছেলের শাস্তির দাবিতে সরব নেট-জেন। ছবিতে দেখা যাচ্ছে, শীর্ণ চেহারার পাঞ্জাবি পরা বৃদ্ধের গলা ধরে গালে একটার পর একটা চড় মারছে ছেলে। বলছে, ''কেন মাকে সন্দেশ খেতে দিয়েছো? জানো না, মায়ের মিষ্টি খাওয়া নিষেধ। আমাকে জিজ্ঞেস করোনি কেন?'' মারের চোটে চশমা খুলে পড়ার জোগাড় বৃদ্ধের। তিনি কিছু বলতে চাইছেন বারবার। কিন্তু কোনও রকম কথা বলার সুযোগ না দিয়েই চলছে লাগাতার শাসন। ভিডিয়োয় বৃদ্ধকে বলতে শোনা যাচ্ছে, ''ভুল হয়ে গিয়েছে।'' তাতেও থামছে না শাসানি, মার।     বাকে চড়-থাপ্পড় মেরে শাসন করল ছেলে   বুধবার পুলিশ খবর পেয়ে বাড়িতে আসে। পাড়া-পড়শিদের পীড়াপীড়িতে থানায় অভিযোগ করেছেন বৃদ্ধ মানিকলাল বিশ্বাস। এ দিনই গ্রেফতার করা হয় ছেলে

হিন্দিকে পেছনে ফেলল বাংলা, শেষ সাত বছরে আমেরিকায় বাংলাভাষীর সংখ্যা বাড়ল ৫৭ শতাংশ

Image
২০১০ থেকে ২০১৭, এই সাত বছরে আমেরিকায় বাংলাভাষী জনগোষ্ঠীর সংখ্যা বাড়ল প্রায় ৫৭ শতাংশ। ২০১০ সালে আমেরিকায় বাংলাভাষী জনসংখ্যা ছিল দুই লক্ষ তেইশ হাজার। আর ২০১৭ সালে এই জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ। ইংরেজি ছাড়া অন্যান্য ভাষাগোষ্ঠীর জনসংখ্যার বৃদ্ধির নিরিখে তেলুগু-র ঠিক পরেই আছে বাংলা। তাৎপর্যপূর্ণ ভাবে জনসংখ্যা বৃদ্ধির হিসেবে বাংলা বা তেলুগুবাসী জনগোষ্ঠীর ধারে কাছে নেই মান্দারিন (চিনা) ও স্প্যানিশ। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের প্রকাশিত রিপোর্টে সামনে এল এই তথ্য। শুধু বাংলা বা তেলুগু নয়, আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ইংরেজি ছাড়া অন্যান্য ভাষাগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাৎপর্যপূর্ণ ভাবে। ২০১৭ সালের জনগণনার তথ্য অনুযায়ী, আমেরিকার প্রায় সাড়ে ছয় কোটি মানুষ বাড়িতে ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলেন। সংখ্যার হিসেবে যা দেশের মোট জনসংখ্যার (৩২.৫ কোটি) প্রায় ২২ শতাংশ। ১৯৮০ সালে এই সংখ্যা ছিল মাত্র ১১ শতাংশ। মার্কিন জনগণনার রিপোর্ট থেকে পরিষ্কার, সারা দুনিয়ার এক বিপুল সংখ্যক মানুষ স্বাচ্ছন্দ্য ও জীবিকার খোঁজে পাড়ি জমাচ্ছেন উত্তর আমেরিকার এই দেশে।

মোবাইল ব্যাঙ্কিং-এ নয়া ফাঁদ! গুগলে মিলছে ভুয়ো অ্যাপ, বিপদের মুখে গ্রাহকেরা

Image
আপনি যদি মোবাইল ব্যাঙ্কিং-এ স্বচ্ছন্দ হন এবং নিয়মিত ব্যবহার করে থাকেন, তাহলে আপনার জন্য হাজির নয়া বিপদ। একটি তথ্যসুরক্ষা সংস্থার রিপোর্টে সামনে এল এই চাঞ্চল্যকর তথ্য। প্রকাশিত রিপোর্টটিতেবলা হয়েছে, গুগল অ্যাপে মিলছে বেশ কয়েকটি ব্যাঙ্কের ভুয়ো অ্যাপ। যে ব্যাঙ্কগুলির ভুয়ো অ্যাপ গুগলে পাওয়া যাচ্ছে, সেই ব্যাঙ্কগুলি হল, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব বরোদা, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই, ইয়েস ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং সিটি ব্যাঙ্ক। গুগলে  যে ভুয়ো অ্যাপগুলি রাখা আছে, তা দেখতে অবিকল মূল ব্যাঙ্কের অ্যাপের মতনই। ফলে গ্রাহকের পক্ষে সহজে বোঝা সম্ভব হচ্ছে না, কোনটি আসল অ্যাপ। তাঁরা নিজের অজান্তেই ভুয়ো অ্যাপ নিজেদের মোবাইলে ডাইনলোড করছেন। আর মোবাইলের ব্যক্তিগত তথ্য সহ সমস্ত বেশ কিছু ব্যাঙ্কিং তথ্যও চলে যাচ্ছে ব্যাঙ্ক জালিয়াতদের কাছে। আর আপনি পড়ছেন বিপদের সামনে। তথ্যসুরক্ষা সংস্থাটি এই তথ্য সামনে আনলেও সংবাদসংস্থা পিটিআই-এর একটি রিপোর্টে উল্লিখিত ব্যাঙ্কগুলির অনেকের কাছেই এই ধরনের ভুয়ো অ্যাপ সংক্রান্ত কোনও তথ্য নেই বলে জানানো হয়েছে। যদিও বেশ কয়েকটি ব্যাঙ্ক এর মধ্যেই বিষয়টি নিয়ে অন্

কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রুখতে এবার কাজ করবেন ৪ মন্ত্রী

Image
নয়াদিল্লি: দেশ জুড়ে ক্রমশ প্রকাশ্যে আসা যৌন হেনস্থার ঘটনা নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। কিছুদিন আগেই পদত্যাগ করেছেন বিদেশ প্রতিমন্ত্রী এমজে আকবর। এবার এই ধরনের ঘটনাগুলিকে গুরুত্ব দিতে মন্ত্রীদের নিয়ে বিশেষ কমিটি গঠন করল মোদী সরকার। নতুন গঠিত কমিটির মাথায় থাকছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নির্দিষ্ট মন্ত্রীদের নিয়ে গঠিত এই কমিটিতে থাকবেন নারী ও শিশুকল্যানমন্ত্রী মানেকা গান্ধি ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনও। কমিটিতে থাকছেন সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গদকড়িও। কর্মক্ষেত্রে যৌন হেনস্থার ঘটনা যেভাবে বাড়ছে তাতে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। কর্মক্ষেত্রে যে কোনও রকম যৌন হেনস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এই কমিটি। এর সঙ্গে ইলেকট্রনিক কমপ্লেন বক্সও চালু করাও হয়েছে যেখানে হেনস্থা বিষয়ক অভিযোগ জানানো যাবে। নির্দিষ্ট আইন প্রণয়ন নিয়েও পরামর্শ দেবে এই কমিটি। হ্যাশট্যাগ মিটু বিতর্কে উত্তাল গোটা দেশ। একের পর এক যৌন হেনস্থার অভিযোগ, বাড়ছে অভিযুক্তের তালিকাও। এবার কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রুখতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার।

৬০০ জন কর্মীকে দিওয়ালিতে গাড়ি উপহার দিচ্ছেন সাবজি ঢোলাকিয়া

Image
নয়াদিল্লি: ফের একবার দিওয়ালি বোনাসে চমকে দিলেন গুজরাতের হীরে ব্যবসায়ী সাবজি ঢোলাকিয়া। তাঁর সংস্থায় কর্মীদের দিওয়ালি বোনাস প্রত্যেকবারই যেন রূপকথার গল্প। নগদ টাকা নয়, বাড়ি, গাড়ি এসব পেয়ে থাকেন কর্মীরা। এবছরও চমক দিলেন তিনি। হরে কৃষ্ণ এক্সপোর্টার সংস্থার মালিক ঢোলাকিয়া। এবছর দিওয়ালিতে তিনি তাঁর কর্মীদের গাড়ি উপহার দেবেন। এক-দু'জনকে নয়, ৬০০ জন কর্মীকে গাড়ি উপহার দেবেন তিনি। সূত্রের খবর, কিছু কর্মী বোনাস হিসেবে ফ্ল্যাট বা মূল্যবান গয়নাও পাবেন। এবছরের অগস্টে তাঁর সংস্থার ২৫ বছর পূর্ণ হয়। আর সেই উপলক্ষ্যে ভরসাযোগ্য তিনজন কর্মীকে তিনি তিন কোটি টাকা দামের মার্সিডিজ-বেনজ গাড়ি উপহার দিয়েছেন। হরে কৃষ্ণ এক্সপোর্ট প্রাইভটে লিমিটেড নামের কোম্পানি ১৯৯২ সাল থেকে চলছে। মোটা বোনাসের পাশাপাশি কর্মচারীরা ছুটিও পান লম্বা। সব দিক থেকেই তিনি ব্যতিক্রমী। টাকার গুরুত্ব বোঝানোর জন্য এই হীরে ব্যবসায়ী তাঁর ছেলেকে মাত্র সাত হাজার টাকা, আর তিনটে জামাকাপড় দিয়ে কোচিতে পাঠিয়ে দিয়েছেন। তিনি মনে করেন টাকার গুরত্ব না বুঝলে কখনই টাকা, ব্যবসা, মানুষকে সম্মান করা যায় না। তাই ছেলেকে জীবনকে চিনতে কঠিন পরিস্থিতিতে ঠেলে দি

যে কোনও মুহূর্তে শক্তিশালী মিসাইলের পরীক্ষা করতে পারে আমেরিকা

Image
ওয়াশিংটনঃ   মার্কিন প্রতিরক্ষা বিভাগ নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে।  মার্কিন আধিকারিকদের দাবি, উত্তর কোরিয়া থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সক্ষমতা যাচাইয়ের জন্যে এই পরীক্ষা চালানো হবে।  মার্কিন সামগ্রিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হবে। পেন্টাগন আধিকারিকদের 'কোট' করে এমনটাই জানিয়েছে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন।  তাঁদের প্রকাশিত খবরে আরও বলা হয়েছে, আগামী মাসে প্রশান্ত মহাসাগরে চলবে এই পরীক্ষা। মার্কিন এক আধিকারিকরা বলেন, অনুশীলন চলাকালে যুদ্ধজাহাজ থেকে মার্কিন প্রমিত ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ ছোঁড়া হবে।  এখনও পর্যন্ত একবারই মাত্র এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।  নতুন ক্ষেপণাস্ত্রে মানোন্নত ওয়ারহেড এবং বুস্টার বসানো হয়েছে।  এতে ছুটে আসা ক্ষেপণাস্ত্রকে মধ্য আকাশে আঘাত হানার সম্ভাবনা বাড়বে। এ ছাড়া, নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লাও বাড়বে বলে আশা করা হচ্ছে।  জাপানের সঙ্গে যৌথ ভাবে প্রমিত ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে।  মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এটি ব্যবহার করা হবে।  পাশাপাশি, পৃথ

সিরিয়ার মাটিতে বড়সড় সাফল্য রাশিয়ার

Image
মস্কো:  সিরিয়ার মাটিতে বড়সড় সাফল্য রাশিয়ার। বিমান হামলায় এখনও পর্যন্ত ৮৮ হাজার জঙ্গি খতম হয়েছে। রুশ সংবাদমাধ্যমের কাছে এমনটাই দাবি করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সিরিয়া সরকারের অনুরোধে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়া সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে। সের্গেই শোইগু জানান, এই হামলায় এখনও পর্যন্ত ৮৭ হাজার ৫০০ জঙ্গি খতম, ১,৪১১টি ঘাঁটি ধ্বংস এবং সিরিয়ার শতকরা ৯৫ ভাগ ভূখণ্ড মুক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে তিনি এমন তথ্য রুশ সংবাদমাধ্যমের কাছে জানান। এর আগে, গত আগস্ট মাসে রুশ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সিরিয়া অভিযানে এখনও পর্যন্ত রাশিয়ার ৬৩ হাজার ১২ জন সেনা অংশ নিয়েছে। এর মধ্যে ২৫ হাজার ৭৩৮ জন র‍্যাংকধারী অফিসার, ৪৩৪ জন জেনারেল এবং ৪,৩৪৯ জন আর্টিলারি ও রকেট বিশেষজ্ঞ ছিলেন। রুশ প্রতিরক্ষা দফতর জানিয়েছিল, সিরিয়া যুদ্ধে অংশ নেওয়ার মাধ্যমে রাশিয়ার সেনারা যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। এই সময়ের মধ্যে রাশিয়া যুদ্ধ বিমান, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ ২৩১ ধরনের আধুন

৭৭৭ মিলিয়ন ডলারে ইজরায়েলের থেকে অস্ত্র কিনছে ভারত

Image
জেরুজালেম: ভারতীয় নৌসেনার জন্য ইজরায়েল থেকে কেনা হচ্ছে মিসাইল ডিফেন্স সিস্টেম। ৭৭৭ মিলিয়ন ডলারের সেই চুক্তির কথা ঘোষণা করেছে ইজরায়েল। সেদেশের নৌবাহিনী এই ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। ইতিমধ্যেই ইজরায়েলের সঙ্গে সেই নতুন চুক্তিতে সই করেছে ভারত। প্রায় ৫৮০০ কোটি টাকা দিয়ে ইজরায়েলের কাছ থেকে এলআরসিএম মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার চুক্তি করেছে ভারত। এই মিসাইল ডিফেন্স সিস্টেমগুলি বসানো হবে দেশের ৭টি যুদ্ধজাহাজে। ইজরায়েল এরোস্পেস ইন্ড্রাস্টিসের সঙ্গে চুক্তি সই করেছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বিইএল। এই এলআরসিএম মিসাইল ডিফেন্স সিস্টেম বারাক ৮ মিসাইল সিস্টেমের অংশ। বেশ কিছুদিন আগে থেকেই ভারতীয় নৌবাহিনীতে, বায়ুসেনা ও সেনাবাহিনীতে ব্যবহৃত হয়। আমেরিকা, রাশিয়ার পর ইজরায়েলের কাছ থেকেই সবচেয়ে বেশি অস্ত্র কেনে ভারত। এর আগে গত বছরও ইজরায়েলি সংস্থার কাছ থেকে ২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে মিসাইল ডিফেন্স কিনেছে ভারত। এরপর ৬৩০ মার্কিন ডলারের বিনিময়ে বারাক–৮ মিসাইল কেনার চুক্তিও করেছিল ভারত। এই বারাক–৮ মিসাইল ভারত এবং ইজরায়েলের যৌথ উদ্যোগেই তৈরি করা হয়েছে। এদিকে, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার কাছ

সিবিআই ডিরেকটরের পদ খোয়াতেই হাটে মোদীর হাঁড়ি ভাঙলেন অলোক বর্মা

Image
সিবিআই ডিরেকটরের পদ থেকে অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নিয়োগ কমিটি। ওই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অলোক বর্মা। মামলার শুনানি আগামী ২৬ অক্টোবর। নিজের আবেদনে একেবারে মৌচাকে ঢিল মেরেছেন অলোক বর্মা। ইঙ্গিত দিয়েছেন, সিবিআইয়ের তদন্তে প্রভাবিত করার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার।      শীর্ষ আদালতে মোদী সরকারকে একহাত নিয়েছেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেকটর অলোক বর্মা। বুধবার তিনি জানান, রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। সংস্থার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে কেন্দ্র। প্রভাবশালীদের বিরুদ্ধে পছন্দমত পথে তদন্ত না এগানোর জন্যই এমনটা করা হয়েছে। তাঁর অভিযোগ, সেন্টার ভিজিল্যান্স কমিশন ও কেন্দ্রের পদক্ষেপ বেআইনি। দেশের শীর্ষ তদন্তকারী সংস্কার স্বাধিকার ও স্বাধীনতার উপরে আঘাত করা হয়েছে।  সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে অলোক বর্মা আবেদন করেছেন, কর্মিবর্গ দফতরের আওতা থেকে স্বাধীনতা দেওয়া হোক সিবিআই-কে। এর ফলে সিবিআইয়ের নিরপেক্ষ তদন্ত গুরুতর বাধা সৃষ্টি করছে।  অলোক বর্মা আরও বলেন,  সিবিআইয়ের কাছ থেকে নিরপেক্ষ তদন্তের আশা করা হয়। কিন্তু অনেকক্ষেত

স্ত্রীকে তিন তালাক দিয়ে শ্রীঘরে স্বামী, জামিন অযোগ্য ধারা পুলিশের

Image
স্ত্রীকে তিন তালাক দিয়ে গ্রেপ্তার অভিযুক্ত৷ গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে মধ্যপ্রদেশ পুলিশ৷ তিন তালাক বিরোধী কেন্দ্রের অর্ডিন্যান্স জারি হওয়ার পরই এই প্রথম কোনও অভিযুক্তকে গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ পুলিশ৷ ধৃত আরিফ হোসেনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷ গৃহবধূর অভিযোগ, পারিবারিক অশান্তির কারণে বুধবার তিন তালাক দিয়ে গৃহবধূকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়৷ দুই সন্তানকে নিয়ে চূড়ান্ত বিপাকে পড়েন ওই মহিলা৷ পরে, মেঘনগর থানায় গিয়ে স্বামী আরিফ হোসেনর বিরুদ্ধে মুসলিম মহিলা বিবাহ সুরক্ষা অধিকার আইনে মামলা দায়ের করেন ওই গৃহবধূ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ৷ মেঘনগর থানার এক পুলিশ কর্তা জানান, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বাড়িতে হানা দেয় পুলিশ৷ বাড়ি থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়৷ ধৃতের বিরুদ্ধে ৩২৩ ও ৪৯৮ ধারায় মামলা রুজু হয়েছে৷ পুলিশি বয়ানে গৃহবধূ জানানা, গত ১০ বছর আগে আরিফের সঙ্গে বিয়ে হয় তাঁর৷ দীর্ঘ বিবাহিত জীবনে টুকটাক অশান্তি লেগেই থাকত৷ সংসারে অশান্তি নিয়েও দুই সন্তানের মুখ চেয়ে স্বামীর সঙ্গেই ছিলেন তিনি

হোয়াটস্ অ্যাপ কলে ২০ কোটির তোলাবাজি

Image
"বিশ ক্রোর।" অচেনা কণ্ঠে হোয়াটস্ অ্যাপ কল পেয়ে চমকে উঠেছিলেন ই ওয়ালেট সংস্থার কর্ণধার বিজয়শেখর শর্মা। ততক্ষণে ওই অচেনা ব্যক্তিটি ফোনের ওপার থেকে বলেই চলেছে, "টাকা না দিলে ই ওয়ালেটের গোপন তথ্য ফাঁস করে দেব।" কলকাতায় বসে নয়ডার শিল্পপতিকে হোয়াটস্ অ্যাপের মাধ্যমে একের পর এক ফোন করে তোলাবাজির চেষ্টা। 'তোলাবাজ' কলকাতারই এক ব্যবসায়ী। তার তিন সঙ্গীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে নয়ডার পুলিশ। কিন্তু কলকাতায় বসে যে ব্যক্তিটি তোলাবাজি করেছিল, মেলেনি তার সন্ধান। এবার রোহিত চোমাল নামে ওই ব্যবসায়ীর সন্ধানে কলকাতায় আসছে নয়ডার সেক্টর টোয়েন্টি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির খোঁজ করতে লালবাজারের সাহায্যও চেয়েছেন নয়ডা পুলিশের আধিকারিকরা। যদিও কলকাতা বা তার আশপাশে কোথাও তোলাবাজির অভিযুক্ত ওই ব্যবসায়ী গা ঢাকা দিয়েছেন কি না, তা নিয়ে পুলিশ সন্দিহান। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, কলকাতার একটি লোহার আকরিক সংস্থার কর্ণধার অভিযুক্ত রোহিত চোমাল। তবে কলকাতায় তাঁর সন্ধান যদি না-ও মেলে, তবে তাঁর বাড়ি ও অফিসে পুলিশ তল্লাশি চালাতে পারে। এদিকে, এই হোয়া

গরিবের "ভগবান": ফ্রি-তেই দেখেন রোগী, বিনামূল্যে করেন অস্ত্রোপচার, টাকা দিয়ে পাঠান বাড়ি

Image
রাঁচি : অসুস্থ বা জটিল কোনও রোগ হলে প্রথমেই চিন্তা হয় চিকিৎসার খরচ নিয়ে। এমনকী চিকিৎসকের ফি দেওয়ারও ক্ষমতা থাকে না অনেকের। তার উপর দিন দিন বেড়েই চলেছে চিকিৎসার খরচ। এই অবস্থায় কিছুটা হলেও আশার আলো দেখান নগেন্দ্র সিংয়ের মতো চিকিৎসক। তিনি ঝাড়খণ্ডের বাহারাগোডা টাউনের বাসিন্দা। ফ্রি-তেই দেখেন রোগী। বিনামূল্যে করেন অস্ত্রোপচারও। শুধু বিনামূল্যে চিকিৎসাই নয় সবসময় রোগীর পাশে থাকার চেষ্টা করেন নগেন্দ্র। যাঁদের আর্থিক অবস্থা ভালো নয়, তাঁদের বাড়ি ফেরারও ব্যবস্থা করে দেন। এভাবেই এখনও পর্যন্ত প্রায় ১৪ হাজার রোগীর বিনামূল্যে চিকিৎসা করেছেন। বাঁচিয়েছেন অনেকের জীবন। কী বলছেন নগেন্দ্র সিং? "আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই চিকিৎসা করানোর মত আর্থিক ক্ষমতা নেই। খরচ দিন দিন বেড়ে যাওয়ায় দুঃস্থদের পক্ষে সঠিক চিকিৎসা পাওয়া সম্ভব হয় না।" আর এই মানবিক দিকই বাহারাগোডা টাউনের বাসিন্দাদের কাছে তাঁকে ভগবানের আসনে বসিয়েছে। তবে অনেকে চিকিৎসা করাতে এসে ভালোবেসে ডাক্তারবাবুকে শাক-সবজি, গুড় দেন। এতটুকু পেয়েই তিনি আপ্লুত। বলেন, "রোগীদের থেকে এত ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করি। এই সময়ে দাঁড়িয়ে খুব ক

এখনও চলছে Genocide, ৪৪৪ পাতার রিপোর্ট রাষ্ট্রসংঘ-এর

Image
রাষ্ট্রসংঘ: মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা এখনও জারি আছে। এমনই রিপোর্ট দিল রাষ্ট্রসংঘ। বুধবার রাষ্ট্রসংঘের বিশেষ টিমের তরফে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়া হবে। ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চেয়ারপার্সন মারজুকি দারুসমান সাংবাদিক বৈঠকে বলেন, শুধুমাত্র গণহত্যাই নয় জন্ম রোধ করা হচ্ছে ওই ক্যাম্প থেকে রোহিঙ্গাদের উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এইসব ঘটনাকেই একসঙ্গে 'গণহত্যা' বলে চিহ্নিত করছে রাষ্ট্রসংঘ। এই বিষয়ে ৪৪৪ পাতার একটি রিপোর্ট দিয়েছে রাষ্ট্রসংঘ। বিষয়টি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাখাইনে সেই জেনোসাইডের তদন্ত হওয়া জরুরি বলেও মনে করছে রাষ্ট্রসংঘ। এর আগে মায়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানো হয়েছে, বলে মন্তব্য করেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রা'দ আল হুসেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন রোহিঙ্গাদের ওপর যে বিভীষিকাময় নির্যাতন চালানো হয়েছে তার জন্যে দায়ী ব্যক্তিদের বিচার একদিন হবেই। হুসেন বলেছিলেন, "যে মাত্রায় সামরিক অভিযান চালানো হয়েছে সেটাকে গণহত্যা বলা হবে কিনা এ ব্যাপারে একেবা

নির্বাসিত সিবিআই প্রধানের ওপরেই 'নজরদারি'! তারপর যা হল

Image
৪ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হল নির্বাসিত সিবিআই প্রধান অলোক বর্মার দিল্লির বাড়ির বাইরে থেকে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। ওই চারজন দীর্ঘক্ষণ ধরে বাড়ির দিকে নজরদারি করছিল বলে অভিযোগ। অভিযুক্তদের ধরে অলোক বর্মার নিরাপত্তায় থাকা পুলিশকর্মীরা। তাদেরকে টেনে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়। পুলিশ ডেকে অভিযুক্তদের তুলে দেওয়া হয়। সূত্রের খবর অনুযায়ী ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী, ধৃতরা গোয়েন্দা বিভাগের। তাঁরা অলোক বর্মার ওপর নজরদারি করছিলেন। যাঁকে বুধবার ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় নিয়োগ করা হয় নাগেশ্বর রাওকে।

পরকীয়ার সন্দেহ যায়নি ছেলেদের বিয়ের পরও, এক মর্মান্তিক পরিণতির নির্মম কাহিনি

Image
ঘোর সন্দেহ বাতিক মন। সর্বদাই স্ত্রীকে সন্দেহ করতেন স্বামী। মনে করতেন পরপুরুষের সঙ্গে বুঝি সম্পর্কে রয়েছে স্ত্রীর। আর এই সন্দেহের ফল হল মারাত্মক। পরিচারিকার কাজ করতেন স্ত্রী, কাজ থেকে ফিরতে দেরি হলেই সন্দেহ পরকীয়ার। তারই জেরে নৃশংসভাবে স্ত্রীকে কুপিয়ে খুন করলেন স্বামী। কলকাতার উপকণ্ঠে চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। তিন ছেলেরই বিয়ে হয়ে গিয়েছে বারুইপুরের পিয়ালি-ঘোলাঘাটার অমলকৃষ্ণ-সাধনা রায়ের। দারিদ্রের সংসার। অমল কাজ করতেন রাজমিস্ত্রির। আর সাধনা পরিচারিকার কাজ করতেন কলকাতায়। স্ত্রী কাজ থেকে দেরি করে ফিরলেই সন্দেহ বাসা বাঁধত অমলের মনে। প্রায়ই ঝগড়াঝাটি হত। আবার ঠিক হয়ে যেত। কিন্তু সোমবার রাতে যা ঘটল, তা আর ঠিক হওয়ার নয়। স্ত্রীর বাড়ি ফিরতে দেরি হওয়ায় একেবারে কুরুক্ষেত্র বাঁধালেন স্বামী। স্ত্রী নিশ্চয় অন্য কারও সঙ্গে সময় কাটিয়ে আসছেন, তা নিয়েই ঝগড়া পৌঁছল চরমে। ছেলে-বৌমারা তা মিটিয়ে দেওয়ার পর যে যার ঘরে চলে যান। তারপর যখন সব চুপচাপ হয়ে গিয়েছে। বেঘোরে ঘুমিয়ে পড়েছেন সবাই, ধারালো অস্ত্রের কোপে শেষ করে দিলেন স্ত্রীকে। সকালে ঘুম ভাঙতেই ছেলে-বৌমারা দেখেন ঘর ভেজানো, মা ঘুমাচ্ছে, বাবা

সাঁতরাগাছি স্টেশনের পরিকাঠামোর উন্নতিতে ৩৭৯ কোটির কাজ চলছে

Image
মঙ্গলবার সন্ধ্যায় সাঁতরাগাছি স্টেশনের ফুট ওভারব্রিজে দুর্ঘটনার অন্তর্তদন্তে প্রয়োজনীয় পরিকাঠামোর যথেষ্ট অভাব অনেকটাই প্রকট হয়েছে। যাত্রীদেরও বক্তব্য, নিত্যদিন স্টেশনে অসংখ্য যাত্রী যাতায়াত করেন। অনেকে এই স্টেশনে নেমে আবার বিকল্প ট্রেন ধরেন। কিন্তু, সেই মতো পরিকাঠামোর সম্প্রসারণ জরুরি। কী বলছে রেল? দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, সাঁতরাগাছি স্টেশনকে 'টার্মিনাল স্টেশন' হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে আগেই। সেই মতো পরিকল্পনার ছক পাকা করে প্রাথমিক কাজকর্ম শুরুও হয়ে গিয়েছে। কিন্তু শেষ হয়নি। এই জোনের কর্তাদের বক্তব্য, একটি আধুনিক টার্মিনাল স্টেশনে যেসব পরিকাঠামো থাকা দরকার, সেসব তৈরি করা হবে সাঁতরাগাছিতে। শুধু স্টেশনের মধ্যেই নয়, যাত্রীরা যাতে সুষ্ঠুভাবে স্টেশনে আসতে এবং স্টেশন থেকে বড় রাস্তায় যেতে পারেন, তার ব্যবস্থাও হচ্ছে বলে কর্তারা জানিয়েছেন।  গত মঙ্গলবার দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাক্তন রেলমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগের সুরে সেই পরিকাঠামোর অভাবের অভিযোগই তুলেছিলেন। তিনি বলেছিলেন, রেলের তো কোটি কোটি কাটার বাজেট। ফুট ওভারব্রিজ চওড়া করতে, নতুন করে

ডিএনএ পরীক্ষায় কী কী জানা সম্ভব?

Image
ডিএনএ কথা বলে! হ্যাঁ, হাজারও ফাইল, নথি-তথ্য ঘেঁটেও যা জানা যায় না, অনেকসময়ই সেই অন্ধকারে আলো ফেলতে পারে মানুষের কোষের ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। কী কী জানা যেতে পারে ডিএনএ পরীক্ষা থেকে জানালেন প্রবীণ ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অজয়কুমার গুপ্ত ও কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফরেনসিক ও স্টেট মেডিসিন বিভাগের প্রধান ডাঃ বিশ্বজিৎ সুকুল। পরিচয় একটি বাচ্চা। ধরা যাক তাঁর নাম মধু। মানুষটি তাঁর মা, বাবা, ভাই-এর সঙ্গে বেড়াতে বেরিয়েছিল। তারপর হঠাৎ মধু নিখোঁজ। বছর ২০ পরে অকস্মাৎ এক ব্যক্তি এসে দাবি করলেন— বেড়াতে গিয়ে হারিয়ে যাওয়া মধুই হলেন তিনি! দু'দশক সময়টা কম নয়। অনেককিছুই বদলে যায়। বদলে যায় মানুষের মুখ! তাহলে উপায়?  অব্যর্থ উপায় হল ডিএনএ টেস্ট। এক্ষেত্রে বাবা-মায়ের ও নিজেকে মধু বলে দাবি করা ব্যক্তির শরীর থেকে রক্ত নিতে হয়। এরপর সেই নমুনগুলির ডিএনএ পরীক্ষা করে দেখতে হবে। বাবা ও মায়ের সঙ্গে ওই মানুষটির ডিএনএ মিলে গেলেই বুঝতে হবে ওই ব্যক্তিই আসল 'মধু'। শারীরিক নির্যাতনমূলক অপরাধ পরিচয় জানা ছাড়াও অপরাধমূলক কাজকর্মে জড়িত প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতেও ভরসা এই পরীক্ষা। ধ

রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষে টাই, অভিজ্ঞতার অভাবে ম্যাচ ফস্কাল উইন্ডিজ

Image
ভারত সফরে প্রথমবার টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল উইন্ডিজ। রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ বলে বাউন্ডারি মেরে ম্যাচ টাই করলেন সাই হোপ। তবে নিঃসন্দেহে জেতা ম্যাচ শুধুমাত্র অভিজ্ঞতার অভাবে মাঠে ফেলে এল হোল্ডারের দল। এশিয়া কাপে আফগানিস্তান ম্যাচের পর আরও একটা টাই ভারতের। ভারতের ৩২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমে উইকেট খুঁইয়ে চাপের মুখে পড়ে ইন্ডিজ। দলের হাল ধরেন সাই হোপ ও সিমরন হেটময়ার। গত ম্যাচের মতোই দুরন্ত ব্যাট করেন উইন্ডিজের তরুণ প্রতিভা। মাত্র ৬ রানের জন্য আরও একটা শতরান খুঁইয়ে এলেন হেটমেয়ার। ৯৪ রানের মাথায় অযথা চালানোর দরকার ছিল না। কিন্তু অনভিজ্ঞতার কারণে যুজবেন্দ্র চহলকে সুইপ করতে গেলেন। ব্যাটের কানায় লাগা বল তালুবন্দি করলেন বিরাট কোহলি। ৬৪ বলে হেটমেয়ারের ৯৪ রানের ইনিংস সাজানো সাতটি ছক্কা ও ৪টি বাউন্ডারিতে। হেটমেয়ারের পর দলের স্কোরকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সাই হোপ। শতরানও হাঁকালেন উইন্ডিজের উইকেটকিপার ব্যাটসম্যান। তাঁর ব্যাট থেকে এল ঝকঝকে ১৩৪ বলে ১২৩ রানের ইনিংস। তবে সেট ব্যাটসম্যান হোপকে আর একটু দায়িত্ব নিতে হত। সেক্ষেত্রে ম্যাচ ড্র হত না। শেষ বলে জেতার জন্য দরকার ছিল ৫ রান।

Canara Bank PO Recruitment 2018: ব্যাঙ্কে ৮০০টি শূন্যপদে চাকরির সুবর্ণ সুযোগ

Image
Canara Bank PO Recruitment 2018 Notification Released, 800 Job Vacancies: ব্যাঙ্কে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে সুযোগ। একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কানাডা ব্যাঙ্ক। পাশাপাশি ব্যাঙ্কিং এবং ফিনান্স (PGDBF) কোর্সের এক বছরের পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমার জন্যও বিজ্ঞপ্তি জারি করেছে কানাড়া ব্যাঙ্ক। প্রার্থীরা যেসমস্ত বিশ্ববিদ্যালয় থেকে কোর্স করতে পারবেন সেগুলি হল, মণিপাল গ্লোবাল এডুকেশন সার্ভিস প্রাইভেট লিমিটেড (MaGE), নিট এডুকেশন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড (NEIPL)। কানাড়া ব্যাঙ্কে প্রোবেশনারি অফিসারের পদের জন্য আসন সংখ্যা রয়েছে ৮০০ টি। কোর্স শেষ হওয়ার পর উত্তীর্ণ প্রার্থীদের জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ওয়ানে প্রোবেশনারি অফিসার হিসাবে নিয়োগ করা হবে। চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীরা উপরোক্ত যেকোনও ইনস্টিটিউটে মেরিট এবং পারফরমেন্স অনুসারে ভর্তি হতে পারবেন। canarabank.com ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অনলাইন মোডে হবে এই পরীক্ষা। পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৩ ডিসেম্বর। আবেদন ফি- জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের আবেদন করতে লাগবে ৭০৮ টাকা। তফ

Indigo Diwali Sale 2018: দীপাবলি অফারে ইন্ডিগোর টিকিট মিলবে হাজারেরও কম দামে

Image
Indigo Launches Diwali Special Sale with Air Fares Starting Rs 899: দীপাবলির মরসুমে সস্তায় প্লেনে ভ্রমণের দারুণ সুযোগ দিচ্ছে ইন্ডিগো। টিকিটের দাম থাকছে হাজার টাকার নীচে। দেশ এবং বিদেশে ভ্রমনের জন্য ভাড়া শুরু হচ্ছে মাত্র ৮৯৯ টাকায়, এ ক্ষেত্রে ডোমেস্টিক কেরিয়ারে মিলছে ১০ লক্ষ আসন এবং মোট ৬৪টি স্থানে ভ্রমণের সুযোগ। এই টিকিটের অফার প্রাইসের মধ্যে সমস্ত করই যুক্ত রয়েছে। ফলে অতিরিক্ত টাকা দিতে হবে না যাত্রীদের। ইন্ডিগোর এই অফারটি চলবে লক্ষ্মী পুজোর দিন থেকে অর্থাৎ ২৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত মোট তিনদিন। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, ৮ নভেম্বর, ২০১৮ থেকে ১৫ এপ্রিল ২০১৯-এর মধ্যে বৈধ থাকবে এই টিকিটগুলি। অর্থাৎ, ওই সময়ে ভ্রমণের টিকিটটা আপনি কেটে রাখতে পারেন এই তিনদিনের মধ্যেই। ইন্ডিগোর জেটের চিফ কমার্শিয়াল অফিসার উইলিয়ম বৌল্টার বলেন, "আমরা খুবই আনন্দিত যে, ইন্ডিগো ২৪ থেকে ২৬ অক্টোবর এই তিনদিন তাদের সমস্ত নেটওয়ার্কেই এই অফারটি দেওয়ার কথা ঘোষণা করেছে। দীপাবলি একটি পবিত্র আনন্দের উৎসব, এই সময় অনেকেই পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে যান, এবং আমরা এই অফারের মধ্যে দিয়ে এই বিষয়ট

প্লাস্টিকের কৌটোয় খাবার বাড়াচ্ছে বিপদ

Image
হোটেল-রেস্তরাঁ থেকে প্লাস্টিকের কৌটোয় বাড়িতে অথবা অফিসে আসছে বিরিয়ানি থেকে চাউমিন, মাটন চাঁপ থেকে চিকেন কাবাব। সঙ্গে প্লাস্টিকের চামচ অথবা কাঁটা চামচ। পাড়ার দোকানে বা বাজারে যেখানে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার না করা নিয়ে জোরদার সচেতনতার প্রচার চলছে, সেখানে হোম ডেলিভারিতে অবাধে ব্যবহার হচ্ছে ছোট-বড় এই প্লাস্টিকের কৌটো। যা স্বাস্থ্যের পক্ষে রীতিমতো ক্ষতিকারক বলে আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশকর্মী থেকে শুরু করে ফুড টেকনোলজির বিশেষজ্ঞদের একাংশ। তাঁরাই জানাচ্ছেন, দেশের অন্য মেট্রো শহরগুলি খাবারের ক্ষেত্রে এই প্লাস্টিকের কৌটোর ব্যবহার নিয়ে যথেষ্ট সচেতন হলেও সে দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে মহানগর কলকাতা। উৎসবের মরসুমে সাধারণত হোটেল-রেস্তরাঁতে ভিড় উপচে পড়ে। তাই এমন অনেকেই আছেন, যাঁরা ভিড় এড়াতে বাড়িতে বসেই খাবারের অর্ডার দেন। এর জন্যে বর্তমানে শহরে বেশ কিছু হোম ডেলিভারি সংস্থা তৈরি হয়েছে, যারা হোটেল-রেস্তরাঁ থেকে খাবার সংগ্রহ করে তা বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই তা পৌঁছোচ্ছে এই প্লাস্টিকের কৌটোতে, যা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞেরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড ট

পরেশ-মাসুদে অনড় চিন, গুরুত্ব হারাচ্ছে চুক্তি

Image
চেষ্টা অনেক হচ্ছে। কিন্তু কূটনৈতিক শিবিরের মতে, চিন প্রশ্নে হাতে শেষ পর্যন্ত পেনসিল ছাড়া কিছু থাকছে না সাউথ ব্লকের। সম্প্রতি ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হিসেবে তুলে ধরা হচ্ছিল নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টিকে। তিন দিন আগে ঢাকঢোল পিটিয়ে নয়াদিল্লিতে প্রথম নিরাপত্তা চুক্তি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং চিনের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ঝাও কেঝি। কিন্তু সপ্তাহ ঘোরার আগেই চিন বুঝিয়ে দিল, এই ক্ষেত্রে ভারতের প্রধানতম দু'টি দাবির কোনওটিকেই আমল দিচ্ছে না তারা। সূত্রের খবর, সাম্প্রতিক বৈঠকটিতে কোনও ঢাক ঢাক গুড় গুড় না-করেই পরেশ বরুয়াকে ফেরত চেয়েছিল ভারত। আলফার এই শীর্ষ নেতা যে চিন-মায়ানমার সীমান্তে চিনেরই সম্পূর্ণ সহযোগিতায় লুকিয়ে রয়েছেন— এই খবর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে নতুন নয়। একই সঙ্গে দিল্লির দাবি ছিল, দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিতে জইশ প্রধান মাসুদ আজহারকে জঙ্গি হিসেবে স্বীকার করে নিক চিন। অন্তত রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ জঙ্গি তালিকায় তার নাম ঢোকানোর যে চেষ্টা ভারত করে চলেছে, তাতে যেন বাধা না-পড়ে। দু'টি দাবিই নাকচ হয়ে গিয়েছে। কূটনৈতিক সূত্রের ত

ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ

Image
দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার প্রতিবেশী এক যুবককে। ওই কিশোরীর বাবাকেও ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে বলে অভিযোগ। ওই যুবকের অবশ্য দাবি, সে কিছুই করেনি, তাকে ফাঁসানো হয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একটি স্কুলের ওই ছাত্রীর মায়ের অবশ্য দাবি, মঙ্গলবার সন্ধেয় ওই যুবক বাড়ি থেকে তুলে নিয়ে যায় তাঁর মেয়েকে। সেই সন্ধেয় বাড়িতে আর কেউ ছিলেন না। কিশোরীর মায়ের অভিযোগ, ''মঙ্গলবার রাত ৮টা নাগাদ ধারালো অস্ত্র নিয়ে ওই যুবক বাড়িতে ঢোকে। মেয়েকে খুনের হুমকি দিয়ে টেনে নিয়ে যায় পাশের একটি ধান খেতে। সেখানে ধর্ষণ করে। এর পর মেয়ের হাত ও পা বেঁধে খেতে ফেলে রেখে পালায়।'' রাতভর খোঁজাখুঁজি করেও ওই কিশোরীর বাবা মেয়েকে পাননি। বুধবার ভোরে বাড়ির পাশের ধান খেত থেকে ওই কিশোরীকে হাত, পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। প্রায় অচেতন অবস্থায় বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে একটু সুস্থ হয়ে কিশোরী পরিবারের লোকেদের কাছে সমস্ত ঘটনা জানায়। তার বাবা তখন অভিযুক্তের বাড়িতে গেলে ওই যুবক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ওই কিশোর

কোথায় গেল ৩১ পাহাড়, প্রশ্ন সুপ্রিম কোর্টের

Image
শীর্ষ আদালত মঙ্গলবার 'সেন্ট্রাল এমপাওয়ারড কমিটি' (সিইসি)-র একটি রিপোর্ট দেখিয়ে জানিয়েছে, 'ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়া' (এফএসআই)-র সংগৃহীত ১২৮টি নমুনার থেকে স্পষ্ট, রাজস্থানের আরাবল্লীর ৩১টি ছোট ছোট পাহাড় আর নেই। ঘটনায় স্তম্ভিত সুপ্রিম কোর্টের বক্তব্য, বেআইনি খননের জেরেই 'নিরুদ্দেশ' ওই ৩১টি পাহাড়। রাজ্য সরকারকে ৪৮ ঘণ্টার মধ্যে আরাবল্লীর ১১৫.৩৪ হেক্টর এলাকায় বেআইনি খনন বন্ধ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি মদন বি লোকুর এবং বিচারপতি দীপক গুপ্তের বেঞ্চ জানিয়েছে, আরাবল্লীতে খনন কাজ থেকে রাজস্থান সরকার ৫০০০ কোটি টাকা রয়্যালটি পায়। কিন্তু দিল্লির লাখো বাসিন্দার জীবন বিপন্ন করে এই কাজ চালিয়ে যেতে পারে না রাজস্থান। আদালতের আশঙ্কা, এ ভাবে একের পর এক পাহাড় নিশ্চিহ্ন হয়ে যাওয়াই দিল্লি-দূষণের অন্যতম কারণ। রাজস্থান সরকারের আইনজীবীর কাছে বিচারপতি লোকুর বিদ্রুপ করে জানতে চান— ''৩১টি পাহাড় নেই। এ ভাবে পাহাড় উধাও হয়ে গেল, কী হবে? মানুষ কি তবে হনুমান হয়ে যাচ্ছে নাকি, যে পাহাড় তুলে নিয়ে যাচ্ছে?'' বেঞ্চের কথায়, ''রাজস্থানের ১৫ থেকে ২০ শতাংশ পাহাড়

সিবিআইয়ে সার্জিক্যাল স্ট্রাইক, যুযুধান দুই সেনাপতিকে ছুটিতে পাঠাল কেন্দ্র

Image
যুদ্ধ চলছিল এক বছর ধরে। চুপ করে বসেছিল সরকার। মঙ্গলবার মাঝরাতে আচমকা জেগে উঠে যুযুধান দুই সেনাপতিকে ছুটিতে পাঠিয়ে দিল তারা। বদলি হলেন ১৩ জন সেনা। তাঁদের মধ্যে এক জনকে পাঠানো হল দ্বীপান্তরে! দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআইয়ের অন্তর্কলহ থামাতে নরেন্দ্র মোদী সরকারের এহেন নজিরবিহীন সিদ্ধান্তে তুঙ্গে উঠেছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, সংস্থার অধিকর্তা অলোক বর্মাকে বাধ্যতামূলক ভাবে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত আইনসঙ্গত কি না। মোদী-ঘনিষ্ঠ বলে পরিচিত বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানার বিরুদ্ধে ঘুষ এবং তোলা আদায়ের অভিযোগের তদন্ত করার জন্যই তাঁকে সরানো হল বলে অভিযোগও উঠেছে। তার সঙ্গে জুড়েছে রাফাল-দুর্নীতি নিয়ে নাড়াচাড়ার জল্পনা। বর্মার সঙ্গে ছুটিতে পাঠানো হয়েছে আস্থানাকেও। বর্মার অবসর নেওয়ার কথা জানুয়ারি মাসে। মাঝের সময়টুকুর জন্য ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা এম নাগেশ্বর রাও। গত কাল মাঝ রাতেই সিবিআই দফতরে এসে দায়িত্ব নিয়েছেন ১৯৮৬ ওড়িশা ক্যাডারের আইএএস নাগেশ্বর। কিন্তু সরকারের সিদ্ধান্তকে বেআইনি আখ্যা দিয়ে আজই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বর্মা। শুক্রবার সেই মামলার শুনানি হও