Posts

Showing posts from February 21, 2019

‌২২ গজে প্রত্যাঘাত, পাকিস্তানকে বিশ্বকাপ ছাড়া করবে ভারত!

Image
বিশ্বকাপে শুধুই পাকিস্তানের সঙ্গে ম্যাচ বয়কট নয়, বরং আরও বড় পদক্ষেপের দিকে এগোচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তানকে বাদ দিয়ে বিশ্বকাপ করা হোক এমন দাবিই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি-র কাছে জানাতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসি-র চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে একটা চিঠি পাঠাতে চলেছেন বিসিসিআই কর্তারা। তাতে আগামী বিশ্বকাপে পাকিস্তানকে সরিয়ে দেওয়ার আরজি জানানো হতে পারে। আর তা কার্যকরী না হলে বিশ্বকাপে নাও খেলতে পারে ভারত। শুক্রবার রয়েছে বোর্ডের প্রশাসনিক বৈঠক। কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটার্স (CoA)-এর এই বৈঠকে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে রূপরেখা তৈরি হবে। আর এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং ক্রীড়ামন্ত্রকের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ১৬ জুন ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভারত বয়কট করলে ভারতের ক্ষতি। সেক্ষেত্রে পাকিস্তান পুরো পয়েন্ট পেয়ে যাবে। তাই সমস্ত দিকই বিবেচনা করে দেখা হচ্ছে। উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে মাঠের সম্পর্ক ঘুচিয়ে ফেলতে সমস্ত প্রাক্তন ক্রিকেটাররাই সোচ্চার হচ্ছেন। মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তাই পারদ ক্রমশ চড়ছে।

‌তাৎক্ষণিক তিন তালাক অপরাধ, আইন জারি রাষ্ট্রপতির

Image
অবশেষে তাৎক্ষণিক তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আইন জারি করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির আইন জারির ফলে মুসিলম উইমেন (‌প্রোটেকশন অফ রাইটস্‌ অন ম্যারেজ)‌ সেকেন্ড অর্ডিন্যান্স ২০১৯, অধ্যাদেশের আওতায় তাৎক্ষণিক তিন তালাক দিয়ে কেউ গ্রেপ্তার হলে তার তিন বছর পর্যন্ত জেল এবং জরিমানা হবে। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক এদিন বিবৃতি দিয়ে জানিয়েছে, তাৎক্ষণিক তিন তালাক অধ্যাদেশ আইন হিসেবে জারি হয়ে যাওয়ায় এই প্রথাকে নস্যাৎ করে অবৈধ ঘোষণা করা হচ্ছে। এবং এটা শাস্তিযোগ্য অপরাধ বলেও গণ্য হচ্ছে। এর ফলে মুসলিম মহিলাদের বিয়ের অধিকার সুরক্ষিত হবে এবং তাৎক্ষণিক তিন তালাক বা তালাক–এ–বিদ্দাত অবৈধ হল। বিবাহিত মহিলাদের এবং তাঁদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদের ভবিষ্যতও সুনিশ্চিত হবে। এছাড়া এদিন ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের সংশোধনী দ্বিতীয় অধ্যাদেশ, সংস্থার সংশোধনী দ্বিতীয় অধ্যাদেশ এবং আনরেগুলেটেড জমা প্রকল্প নিষেধাজ্ঞার অধ্যাদেশ–কেও আইন হিসেবে জারি করে দিয়েছেন রাষ্ট্রপতি।

দিল্লির পর আর এক নির্ভয়া, লড়াই করলেন আড়ালে থেকেই

Image
দিল্লিতে নির্ভয়া ধর্ষণ কাণ্ডের ঘটনা এখনও দেশবাসীর মন থেকে মুছে যায়নি। ২০১২ সালের ডিসেম্বরের রাতে বাসের মধ্যেই নৃশংসভাবে ধর্ষিত হতে হয়েছিল মেডিক্যালের ছাত্রীকে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ২০১৬ সালের ২৯ মে। সেক্টর ফাইভ থেকে এক বার ডান্সারকে অপহরণ করে গাড়িতেই চলে গণধর্ষণ। বারংবার গণধর্ষণ করা হয় নেপালের বাসিন্দা ওই তরুণীকে। এই ঘটনায় ধৃত ৪ জনকে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করে ২০ বছরের সাজা শোনানো হয়েছে। নির্ভয়া কাণ্ডের পর ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডি (‌গণধর্ষণ মামলা)‌ আইনে পরিবর্তন আনা হয়েছিল, সেই নতুন আইনেই এই প্রথমবার দোষী চারজনকে সাজা দেওয়া হল। জানা গিয়েছে, নেপালের ওই তরুণী একজন বার ডান্সার। ২০১৬ সালের ২৯ মে রাতে কাজ সেরে বাড়ি ফেরার জন্য সেক্টর ফাইভে এক রেস্তোরাঁর সামনে দাঁড়িয়েছিলেন। সেখান থেকেই তাঁকে লিফ্ট দেওয়ার নাম করে অপহরণ করা হয়। গাড়ির মধ্যেই চলে গণধর্ষণ। ভোর পর্যন্ত ক্রমাগত গণধর্ষণের পর আক্রান্ত তরুণী আচ্ছন্ন হয়ে যান। নেপালের বাসিন্দা হলেও বাংলা বুঝতে পারতেন একটু আধটু। সেখান থেকেই তিনি বুঝতে পারেন তাঁকে মধ্যমগ্রামের কোথাও নিয়ে গিয়ে গোপনাঙ্গে রড ঢুকিয়ে তাঁকে মেরে ফেলার চক্রান্ত করছে ধর্ষ

চরম প্রত্যাঘাত! পাকিস্তানের দিকে যাওয়া সমস্ত নদীর গতি বদলে দিচ্ছে সরকার

Image
নয়াদিল্লিঃ পুলওয়ামার ঘটনার পর থেকে বদলা নেওয়ার দাবিতে ফুঁসছে গোটা দেশ। শুধু দেশবাসীই নয়, শহিদের রক্ত যে বিফলে যাবে না সেই ইঙ্গিত ইতিমধ্যে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দফায় দফায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ বাহিনীর সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন রাজনাথ সিং। শুধু সামরিক দিক থেকেই নয়, কূটনৈতিকভাবেও পাকিস্তানকে জবাব দিতে ছক কষছে ভারত। কী ভাবে আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে কোণঠাসা করা যায় তা নিয়ে উচ্চ-পর্যায়ের বৈঠক করছেন রাজনাথ। ইতিমধ্যে সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ বা মোস্ট ফেভারড নেশনস-এর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে পাকিস্তানকে। ফলে পাকিস্তানি আমদানিকৃত পণ্যের শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ২০০ শতাংশ। পাকিস্তানে চা, টমেটো রফতানি বন্ধ করছে ভারত। এখানেই শেষ ন, পাকিস্তানকে সবদিক থেকে শেষ করে দিতে উঠে পড়েছে ভারত। এবার তীব্র জল সংকটে যাতে পাকিস্তান ভোগে সেজন্যে চরম ব্যবস্থা নিল ভারত।   যে তিনটি নদী ভারত থেকে পাকিস্তানের দিকে বয়ে চলে। ওই তিনটি নদীর জল কার্যত আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ বৃহস্পতিবার উত্তরপ্রদেশে ৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের সূচনা করতে গিয়ে নিতিন গডকড়ী বলেন,&quo

জাল শংসাপত্রে নিয়োগ, সশ্রম কারাদণ্ড বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের

Image
বিশ্বভারতীতে জাল শংসাপত্র কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছিলেন তাঁরা। বৃহস্পতিবার প্রাক্তন উপাচার্য দিলীপ সিনহা, প্রাক্তন কর্মসচিব দিলীপ মুখোপাধ্যায় ও প্রাক্তন অধ্যাপিকা মুক্তি দেবকে জেলে পাঠাল আদালত। তিনজনকেই পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বোলপুর মহকুমা আদালত। সাজাপ্রাপ্তদের হাজার টাকা করে জরিমানাও করেছেন বিচারক। ১৯৯৫ থেকে ২০০১ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন দিলীপ সিনহা। তখন কর্মসচিব ছিলেন দিলীপ মুখোপাধ্যায়। ১৯৯৬ সালে তফশিলি জাতি ও উপজাতি কোটায় বিশ্বভারতীতে অংকের অধ্যাপিকা নিয়োগ করা হয় মুক্তি দেবকে। জানা গিয়েছে, ২০০২ সালে ওই অংকের অধ্যাপিকা  গবেষণার জন্য আবেদন করেন। তখন দেখা যায়, মুক্তিদেবীর স্নাতক ও স্নাতকোত্তরের শংসাপত্র জাল। যাচাই না করেই সেই শংসাপত্রগুলি অনুমোদন করেছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য দিলীপ সিনহা। সাধারণ নিয়মে অধ্যাপক বা অধ্যাপিকা নিয়োগের সময়ে শংসাপত্র যাচাই করে নেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বা কর্মসচিব। তাই, এই ঘটনার নাম জড়ায় বিশ্ববিভারতীর প্রাক্তন কর্মসচিব দিলীপ মুখোপাধ্যায়েরও। ২০০৪ সালে দু'জনের বিরুদ্ধে নিয়ম বর্হিভূতভাবে নিয়োগ ও জালিয়াতির অভিযোগে

একাধিক সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করবে কলকাতা পুলিশ

Image
ভোটের আগে ফের জনমোহিনী মোদি সরকার। ৩ বছর পর এবার শেষ বছরে এসে ইপিএফে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। এতদিন ৮.৫৫ শতাংশ হারে সুদ পেতেন চাকুরিজীবীরা। এবার তা ০.১০ শতাংশ বাড়ানো হল অর্থাৎ, ইপিএফের নতুন সুদ হল ৮.৬৫ শতাংশ। ভারতের মোট ৬ কোটি ইপিএফ সদস্য এই সুবিধা পাবেন। দ্য সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজের (CBT) বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার। চাকুরিজীবীদের সঞ্চয়ে সুদের হার নির্ধারণ করার দায়িত্ব এই সিবিটির উপর থাকে। সিবিটির শীর্ষে আবার থাকে শ্রমমন্ত্রক। এই সিবিটিই ঠিক করে কোন অর্থবর্ষে পিএফে কত শতাংশ সুদ পাবেন চাকুরিজীবীরা। তাদের প্রস্তাব অর্থমন্ত্রকে যায় অনুমোদনের জন্য। অর্থমন্ত্রক অনুমোদন দিলেই চালু হয়ে যায় নতুন সুদের হার। এদিন সিবিটি সদস্যদের গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। বৈঠক শেষে শ্রমমন্ত্রী জানান, "প্রভিডেন্ট ফান্ডে সঞ্চিত অর্থে সুদের হার ৮.৬৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে ইপিএফও কর্তৃপক্ষ।" চাকুরিজীবীদের পেনশনের ন্যূনতম সীমা বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গত বছর ইপিএফও-তে সুদের হার ছিল পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন

একাধিক সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করবে কলকাতা পুলিশ

Image
কলকাতা পুলিশে সাউথ ডিভিশন ২০, সাউথ সাব আরবান ডিভিশন ৮০, ডিটেকটিভ ডিপার্টমেন্টে ১৫টি শূন্য আসন রয়েছে। বয়সসীমা- ১ জানুয়ারি২০১৯ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৬০-এর মধ্যে। যোগ্যতা: ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ। এ ক্ষেত্রে কলকাতা পুলিশের জুরিডিকশন অঞ্চলের বাসিন্দা হলে অগ্রাধিকার মিলবে। এনসিসি/স্কাউট/এনসিসি গাইড/সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররাও অগ্রাধিকার পাবেন। কোনও পুলিশ স্টেশনে ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না। শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে। ওয়্যারলেস ব্রাঞ্চের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্সের প্রার্থীদের অগ্রাধিকার। কলকাতা মাউন্টেড পুলিশের জন্য আবেদন করলে পশুপ্রাণী নিয়ে কাজের আগ্রহ ও অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন সংক্রান্ত তথ্য: আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আবেদনের ফর্ম ডউনলোড করা যাবে নিচে দেওয়া ওয়েবসাইট থেকে। সংশ্লিষ্ট অফিসে গিয়ে অফলাইনে আবেদন জমা করতে হবে।  আবেদন পত্রের সঙ্গে নিজের অ্যাটেস্ট করা পরিচয় পত্র, ঠিকানার প্রমান পত্র, শিক্ষাগত যোগ্যতার নথি, বয়সের প্রমান পত্র, পাসপোর্ট সাইজ ছবি (সেলফ অ্যাটেস্টেড) এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজ জমা করতে হবে। একট

বড় খবর! ১২ বছর পর আইসিডিএস-এ নিয়োগ করবে রাজ্য সরকার

Image
প্রায় তিন হাজার শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার।  ইতিমধ্যেই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আইসিডিএস সুপারভাইজার পদে ৩৩৭৬ টি শূন্যপদে  লোক নেওয়া হবে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানানো হয়েছে আইসিডিএস সুপারভাইজার পদে আবেদনের জন্য প্রার্থীকে নূন্যতম স্নাতক উত্তির্ণ হতে হবে। এ ছাড়াও অঙ্গন ওয়ারি কর্মীদের প্রমোশনের মাধ্যমে সুপারভাইজার পদে নেওয়া হবে। বেতনক্রম, ৭১০০-৩৭৬০০ পর্যন্ত। এছাড়াও অন্য়ান্য ভাতা রয়েছে (গ্ৰেড পে ৩৬০০)। দীর্ঘ ১২ বছর পর নিয়োগ করা হবে আইসিডিএস পদে। ২০০৭ সালে শেষবার এই পদে নিয়োগ করেছিল সরকার। আইসিডিএস-এ নিয়োগ ছাড়াও বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক বিষয় উল্লেখ করেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কৃষি জমির  খাজনা মকুব করেছিলেন তিনি। এদিন তিনি জানা উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির মিউটেশন করার ক্ষেত্রে কোনও ফি লাগবে না। শুধু তাই নয়, এদিন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। জমি সংক্রান্ত যাবতীয় তথ্য সাধারণ মানুষকে জানাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, পাশাপাশি তৈরি হচ্ছে ২৫টি সাইবার

উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির মিউটেশন ‘ফ্রি’

Image
উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির মিউটেশনের জন্য আর ফি নেবে  না রাজ্য  সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একথা ঘোষণা করেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এর আগে কৃষি জমির  খাজনা  মকুব করেছিলেন তিনি। লোকসভা নির্বাচনের আগে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের  'মাস্টারস্ট্রোক'। কৃষিজমির খাজনা মকুব করার পর এবার উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির মিউটেশন করার ক্ষেত্রে কোনও ফি লাগবে না।  তবে ফি মকুব  করলেও মিউটেশন করতে হবে  গ্রহিতাকে।  কৃষি  ও বসত  উভয় জমির ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে।  তবে উল্লেখ্য,  বসতবাড়ি  বা  ফ্ল্যাটের ক্ষেত্রে  মিউটেশন ফি আগের মতোই দিতে হবে। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত  নিয়েছেন মুখ্যমন্ত্রী। জমি সংক্রান্ত যাবতীয় তথ্য সাধারণ মানুষকে জানাতে নতুন অ্যাপ আনছে রাজ্য। অ্যাপের নাম জমির তথ্য। মৌজা নম্বর, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার জানা যাবে। কোনো মামলা রয়েছে কিনা।  ফি তালিকা,  আধিকারিকদের সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া থাকবে। এছাড়াও ২৫টি সাইবার ক্রাইম সেক্টর হচ্ছে।  বীরভূমে ৫০ একর জমিতে সোলার প্লান্ট তৈরি হবে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কাশ্মীরে ফের পুলওয়ামার মতো হামলার সতর্কতা, ৫০০ কেজি RDX জড়ো করেছে জঙ্গিরা

Image
জম্মু-কাশ্মীরে ফের পুলওয়ামার মতো হামলা চালাতে পারে জৈশ-ই-মহম্মদ। বৃহস্পতিবার নিরাপত্তা এজেন্সিগুলিকে এমনটাই জানিয়েছে গোয়েন্দাসংস্থা। গোয়েন্দাদের তরফে নির্দিষ্ট তথ্য দিয়ে জানানো হয়েছে, কাশ্মীরের সিমপওয়ারনি জেলায় চৌকিবল ও তাঙ্গধারের মধ্যে ফের নিরাপত্তাবাহিনীর ওপর IED হামলা চালাতে পারে জঙ্গিরা। আগামী ২ দিনের মধ্যে হতে পারে এই হামলা। সেজন্য একটি সবুজ রঙের স্করপিও গাড়িতে বিস্ফোরক ভরা হয়ে গিয়েছে বলেও জানানো হয়েছে গোয়েন্দা রিপোর্টে।  এছড়া নিয়ন্ত্রণরেখার ওপার থেকে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করতে পারে বলেও জানিয়েছেন গোয়েন্দারা। জানানো হয়েছে, কাশ্মীরের গুরেজ সেক্টরে সীমান্তের ওপারে অনুপ্রবেশের জন্য তৈরি রয়েছেন ৪-৫ জন জঙ্গি। স্থানীয় কাশ্মীরি যুবকদের সাহায্যে আত্মঘাতী হামলা চালাতে পারে তারা।  জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে গোয়েন্দারা জানতে পেরেছেন হামলায় ব্যবহার হতে পারে প্রায় ৫০০ কেজি আরডিএক্স।

বায়ুসেনায় সামিল হল দেশে তৈরি প্রথম জঙ্গিবিমান তেজস, পেল চূড়ান্ত ছাড়পত্র

Image
ভারতীয় বায়ুসেনায় সামিল হওয়ার জন্য চূড়ান্ত ছাড়পত্র পেল দেশে তৈরি প্রথম জঙ্গিবিমান তেজস। বৃহস্পতিবার অস্ত্রসজ্জিত অবস্থায় যুদ্ধে যোগদানের জন্য প্রয়োজনীয় ফাইনাল অপারেশনাল ক্লিয়ারেন্স পেল এই হালকা জঙ্গিবিমান। এদিন বেঙ্গালুরুতে অ্যারোইন্ডিয়া শো ২০১৯-এ বিমানটিকে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়।  এদিন বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল বীরেন্দ্র সিং ধানোয়া তেজসের চূড়ান্ত ছাড়পত্র প্রকাশ্যে আনেন। এর পর একটি তেজস বিমানে সওয়ার হন তিনি। তার আগে তিনি বলেন, 'ভারতীয় প্রতিরক্ষায় দিনটি মাইল ফলক হয়ে থাকবে। বিমানটির বিভিন্ন পরিস্থিতিতে ওড়ার ক্ষমতা রয়েছে। এছাড়া নিখুঁত লক্ষ্যভেদ করতে পারে এই বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র।'  গত ১৬ ফেব্রুয়ারি পোখরানে বায়ুসেনার মহড়ায় আকাশ থেকে ভূমি ও আকাশ থেকে আকাশে লক্ষ্যভেদ করে দেখিয়েছে তেজস। উড়তে উড়তে জ্বালানি ভরার চ্যালেঞ্জেও সফল হয়েছে সে।

বাহিনীর নিরাপত্তায় বড় সিদ্ধান্ত মোদী সরকারের, এবার থেকে বিমানে শ্রীনগর যাবেন জওয়ানরা

Image
পুলওয়ামা হামলা থেকে শিক্ষা নিয়ে পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। সড়কপথে নয়, এবার থেকে বিমানে জম্মু থেকে শ্রীনগরে যাবেন জওয়ানরা। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সিদ্ধান্ত অনুসারে বিএসএফ, অসম রাইফেলস, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, এনএসজি ও আইটিবিপি জওয়ানদের এবার থেকে কাশ্মীর উপত্যকায় মোতায়েনের জন্য আকাশপথে জম্মু থেকে শ্রীনগরে নিয়ে যাওয়া হবে। জওয়ানদের নিরাপত্তার কথা ভেবেই আধাসামরিক বাহিনীকে বিমানে শ্রীনগর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে এবার থেকে বাহিনীর আধিকারিক ও জওয়ানরা আকাশপথে শ্রীনগর যাবেন ও শ্রীনগর থেকে ফিরবেন।  জানা গিয়েছে, বাহিনীতে যোগদান ও ছুটিতে যাওয়া দুই ক্ষেত্রেই জওয়ানদের বিমানে যাতায়াতের ব্যবস্থা করবে কেন্দ্র। এক জায়গা থেকে অন্য জায়গায় জওয়ানদের সরাতেও ব্যবহার করা হবে বিমান। অকাশপথে দিল্লি - শ্রীনগর, শ্রীনগর - দিল্লি, জম্মু - শ্রীনগর, শ্রীনগর - জম্মুর মধ্যে যাতায়াত করবেন জওয়ানরা।  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন। গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে পুলওয়ামার অবন্তীপোরায় জইশ

ফের কৃষি আন্দোলনে উত্তাল মহারাষ্ট্র, মোদী সরকারের বিরুদ্ধে পথে নামলেন ৫০ হাজার কৃষক

Image
সরকারের বিরুদ্ধে পথে নামলেন কৃষকরা।  লোকসভা নির্বাচনের আগে বাজেট পেশ হয়েছে সংসদে। তাতে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছে সরকার। কিন্তু এখনও পর্যন্ত কানাকড়িও হাতে পাননি তাঁরা। তাই ফের পথে নামলেন মহারাষ্ট্রের কৃষকরা।কৃষিঋণ মকুব, ফসলের ন্যায্য দাম, সেচ সুবিধা এবং পেনশন-সহ নানা ইস্যুতে এই নিয়ে গত একবছরে দ্বিতীয়বার পথে নামলেন তাঁরা। এর আগে, গত বছর মার্চে নাসিক থেকে পায়ে হেঁটে মুম্বই পৌঁছেছিলেন রাজ্যের প্রায় ৩০ হাজার কৃষক। বুধবার মার্কসবাদী নেতা ও সমাজকর্মী গোবিন্দ পানসারের চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল। ওই দিন মহারাষ্ট্র সরকারের মন্ত্রী গিরীশ মহাজনের সঙ্গে বৈঠক করেন অখিল ভারতীয় কিসান সভা (এআইকেএস) নেতৃত্ব। নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন তাঁরা। কিন্তু তাতেও সমঝোতায় পৌঁছনো যায়নি। বাধ্য হয়ে রাতেই পথে নামেন সংগঠনের সঙ্গে যুক্ত রাজ্যের ২৩টি জেলার প্রায় ৫০ হাজার কৃষক। নাসিক থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন তাঁরা। শুরুতে রাজ্য পুলিশের তরফে বাধা দেওয়া হয় আন্দোলনকারীদের। ট্রাক, ম্যাটাডোর এবং ট্র্যাক্টর নিয়ে মিছিলে যোগ দিতে গেলে বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের পথ আটকায় রাজ্য পুলিশ। কিন্ত

বান্ধবীদের হেনস্থার প্রতিবাদ করায় পিটিয়ে, বিষ খাইয়ে যুবককে খুনের অভিযোগ

Image
মৃত অরুণ বিস্বাস। বান্ধবীদের উত্যক্ত করছিল পাড়ার ক্লাবের ছেলেরা। প্রতিবাদ করায় পিটিয়ে, বিষ খাইয়ে এক যুবককে খুনের অভিযোগ উঠল স্থানীয় একটি ক্লাবের কয়েক জনের বিরুদ্ধে। বুধবার বারুইপুর থানা এলাকার কল্যাণপুর ত্রিপুরানগরের বাসিন্দা অরুণ বিশ্বাস (২৮) নামে ওই যুবকের মৃত্যু হয়। এর পরেই পাপ্পু বিশ্বাস, দীপু বিশ্বাস-সহ ক্লাবের কয়েক জনের নামে খুনের অভিযোগ দায়ের করেছে অরুণের পরিবার। পুলিশ জানিয়েছে, বারুইপুরের ত্রিপুরানগরেই তাঁর বাড়ি। অরুণের পরিবারের অভিযোগ, গত ১৪ ফেব্রুয়ারি তাঁদের বাড়িতে অরুণের দুই বান্ধবী এসেছিলেন। সে সময় অরুণ বাড়ি ছিলেন না। অরুণের বাড়ির কাছেই খেয়ালি সঙ্ঘ নামে একটি ক্লাব রয়েছে। অভিযোগ, সেই ক্লাবের সদস্য পাপ্পু-দীপু আরও অনেকের সঙ্গে মিলে ওই দুই বান্ধবীকে ক্লাবের মধ্যে আটকে রাখেন বলে অভিযোগ। এমনকি, তাঁদের হেনস্থা করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খবর পেয়েই অরুণ ক্লাবে যায়। ক্লাবের সদস্যদের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। পরে তাঁকে ক্লাবের বাইরে ইলেক্ট্রিক পোস্টের সঙ্গে বেঁধে তাঁকে বেধড়ক মারধর করে এবং জোর করে বিষ খাইয়ে দেওয়া হয়। এমনটাই অভিযোগ অরুণের পরিবারের। পরিবারের লোক প্রতিবা

গোপন ‘বার্তা’য় সন্দেহ, ফের জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার কাশ্মীরে

Image
পুলওয়ামার আত্মঘাতী হামলার রেশ কাটার আগেই ফের বড়সড় ফিদায়েঁ হামলা চালাতে পারে জইশ জঙ্গিরা। পুলওয়ামার ঘটনার তদন্তে নেমে সোশ্যাল মিডিয়াতে 'তানজিম'-দের একটি এনক্রিপটেড গ্রুপের বার্তা বিনিময় থেকে ধারণা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কেন্দ্রীয় গোয়েন্দাদের সূত্রে জানা গিয়েছে ওই বার্তায় বলা হয়েছে— ' ইস বার উসসে বড়া খিলোওনা তৈয়ার হ্যায়'। গোয়্ন্দারা মনে করছেন 'খিলোওনা' বলতে বিস্ফোরক বোঝাই গাড়ির কথাই বলা হচ্ছে। কাশ্মীর উপত্যকায় তানজিম বলতে বোঝায়, জিহাদিদের সাহায্যকারী ছোট ছোট দল যারা জিহাদিদের লিঙ্কম্যান হিসাবে কাজ করে থাকে। এ রকমই একটি তানজিম থেকে ওই বার্তা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে গোয়েন্দা সূত্রে। ওই সতর্ক বার্তা ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দারা সেনা গোয়েন্দা, আধাসামরিক বাহিনী এবং কাশ্মীর পুলিশের সঙ্গে আদান প্রদান করেছেন। আরও পড়ুন: ইমরান নয়, পুলওয়ামার পর সন্ত্রাস-তথ্য বিশ্বকে দেওয়ার ভাবনা ভারতের গোয়েন্দাদের দাবি ওই বার্তা ধরে আরও কিছু তথ্য তাঁদের হাতে এসেছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এবার হামলার নিশানা হতে পারে কুপওয়ারা জেলার চৌকিবল এবং টাঙধারের মধ্যে কোনও জায়গা। এ

শিশুচোর সন্দেহে ভবঘুরে মহিলাকে গণপিটুনি, রণক্ষেত্র টিকিয়াপাড়া

Image
প্রশাসনের তরফে উদ্যোগের খামতি নেই। সাধারণ মানুষকে সচেতন করতে রীতিমতো মাইকিং করছে পুলিশ। কিন্তু গুজব সংক্রমণ ঠেকানো যাচ্ছে কই! শিশুচোর সন্দেহে ভবঘুরে মহিলাকে গণপিটুনির ঘটনায় এবার রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার টিকিয়াপাড়া। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, ভাঙচুর চলল পুলিশের গাড়িতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয় ব়্যাফ ও কমব্যাট ফোর্স। অশান্তি ছড়ানোর অভিযোগে আটক বেশ কয়েকজন। আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনার সূত্রপাত বুধবার গভীর রাতে। ঘটনাস্থল হাওড়ার টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোড। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক ভবঘুরে মহিলাকে ধরে আনেন এলাকারই কয়েকজন যুবক। ওই মহিলা নাকি শিশুচোর! স্রেফ সন্দেহের বশেই তাঁকে বেধড়ক মারধর করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এমনকী, ওই মহিলাকে বাঁচাতে গিয়ে আরও বেশ কয়েকজন মার খেয়েছেন বলে অভিযোগ। খবর পেয়ে যখন টিকিয়াপাড়ায় পৌঁছয় হাওড়া থানার পুলিশ, তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকর্মীদের লক্ষ্য করে ইটবৃষ্টি করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের গাড়িতে চলে ভাঙচুর। একসময়ে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের শান্ত হওয়ার অনুরোধ জানায় হাওড়া সি

বিশ্বভারতীতে জাল মার্কশিট কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন উপাচার্য! দোষী সাব্যস্ত আরও ২

Image
বিশ্বভারতীতে জাল মার্কশিট কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন উপাচার্য দিলীপ সিংহ। একইসঙ্গে প্রাক্তন রেজিস্ট্রার দিলীপ মুখোপাধ্যায় এবং প্রাক্তন অধ্যাপিকা মুক্তি দেব। ঘটনার সূত্রপাত এই মুক্তি দেবের নিয়োগকে ঘিরে। বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপিকা ছিলেন মুক্তি দেব। নিয়োগের সময় থেকেই জালিয়াতি করেছিলেন মুক্তি দেব। তিনি জানিয়েছিলেন, যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্য়ালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণ।  অধ্যাপিকা হিসেবে নিয়োগের পর বিশ্বভারতীতেই পিএইচডি করার জন্য আবেদন করেন মুক্তি দেব। সেই সময় শিক্ষাগত যোগ্যতার আসল নথি তলব করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মুক্তি দেব সেই সময় যাদবপুর থানায় দায়ের করা একটি জিডির কপি পেশ করেন। যাতে অভিযোগ করা হয়েছে, বাড়ি থেকে সব নথি চুরি হয়ে গিয়েছে। সেই সময় সন্দেহ বাড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ইতিমধ্যেই উপাচার্য বদল হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ে। সেই সময়ে উপাচার্য ছিলেন সুজিত কুমার বসু। যাদবপুরের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে তথ্য তলব করা হয়। যাদবপুরের তরফে জানানো হয়, যেই সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় মুক্তি দেব নামে কোনও ছাত্রী তাদের ওখানে ছিলেন না। অন্যদিকে,

সকালে কন্যাসন্তানের জন্ম, দুপুরে মায়ের মৃত্যু, ধুন্ধুমার বাঘাযতীনে

Image
কন্যাসন্তান জন্ম দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হল মহিলার। আর তার জেরে তুমুল উত্তেজনা ছড়াল বাঘাযতীনে। প্রসূতির পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরেই এই ঘটনা ঘটেছে। মৃতার নাম ঋতু রায়, বয়স ১৯ বছর। প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় মঙ্গলবার পাটুলি থানা এলাকার ঘোষপাড়ার বাসিন্দা বছর উনিশের তরুণী ঋতু রায়কে বাঘাযতীন হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে একটি কন্যা সন্তানের জন্ম দেন ঋতু। এরপর দুপুরেই চিকিত্‍সকরা জানান যে ঋতু রায়ের মৃত্যু হয়েছে। এই খবর জানার পরই ক্ষোভে ফেটে পড়ে প্রসূতির পরিবার। প্রসূতির আত্মীয়দের দাবি, ভুল ইঞ্জেকশন দেওয়াতেই মৃত্যু হয়েছে ওই যুবতীর। স্বামী রাকেশ রায় জানিয়েছেন, ইঞ্জেকশন দেওয়ার পরই ঋতু রায়ের নাক, মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। আর তারপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৠতু। এই ঘটনার পরই  উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরজুড়ে। মৃতার পরিজনদের ক্ষোভের মুখে পড়েন চিকিৎসকরা। এই ঘটনায় ইতিমধ্যেই নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেছেন ঋতু রায়ের বাড়ির লোকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পুলিস জানিয়েছে, মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে দেহটির ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট হাতে এলেই তার ভিত্

ঘোলা অগ্নিকাণ্ড : ৫ শ্রমিক জীবন্ত দগ্ধ, ভিন রাজ্য থেকে গ্রেফতার অভিযুক্ত কারখানা মালিক

Image
ঘোলায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হল কারখানা মালিক। অভিযুক্ত কারখানা মালিক অনুজ সান্তালিয়াকে বেনারস থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিউ ব্যারাকপুর থানায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছিল মৃত শ্রমিকদের পরিবারবর্গ। অবশেষে বেনারস থেকে পলাতক কারখানা মালিককে গ্রেফতার করল নিউ ব্যারাকপুর থানার পুলিস। ১১ ফেব্রুয়ারি সোমবার সকালে আগুন লাগে ঘোলা থানার বোর্ডঘর এলাকায় প্লাস্টিক কারখানাটিতে। কারখানার ভিতর  দাহ্য বস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রচুর রাসায়নিক দ্রব্য মজুত থাকায় বিধ্বংসী  চেহারা নেয় আগুন। দমকলের প্রায় ২৫টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেই আগুন। কিন্তু আগুন লাগার পর থেকেই কারখানার ৫ শ্রমিকের কোনও খোঁজ মিলছিল না। নিখোঁজ শ্রমিকদের খোঁজে ৩ দিন ধরে কারখানার বিভিন্ন জায়গায় চলে খানাতল্লাশি। তারপর বৃহস্পতিবার ১৪ ফেব্রুয়ারি কারখানর মেশিনরুমের ভিতর  দগ্ধ অবস্থায় একজনকে বসে থাকতে দেখেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। এরপরই বাকি ৪ শ্রমিকের দেহাবশেষের হদিশ মেলে। শুক্রবার সেই দেহাবশেষ শনাক্ত করে মৃত ৫ শ্রমিকের পরিবার। আগুন লাগার পরই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গ

আদানি গ্রুপের হাসপাতালে পাঁচ বছরে ১০০০ শিশুমৃত্যুর অভিযোগ।

Image
গুজরাতে মোদী ঘনিষ্ঠ আদানি গ্রুপের হাসপাতালে গত পাঁচ বছরে ১০০০ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার গুজরাত বিধানসভায় এই তথ্য দিয়েছেন সে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী নিতিন পটেল। প্রতি বছর গড়ে প্রায় ২০০০ শিশুর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখার দাবি উঠেছে। তবে উপ-মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী দাবি, এই বিপুল শিশুমৃত্যু স্বাভাবিক রোগভোগের কারণে। কর্তৃপক্ষের গাফিলতি বা পরিকাঠামোগত ত্রুটি নয়। আদানি ফাউন্ডেশন পরিচালিত একটি নিওনেটাল বা শিশু হাসপাতাল রয়েছে গুজরাতের কছ জেলার ভূজে। কিন্তু সেই হাসপাতালের পরিকাঠামো নিয়ে নানাবিধ খামতির অভিযোগ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেও অনেক শিশুর মৃত্যু হয় বলে বিভিন্ন সময় অভিযোগ সামনে চলে আসে। এ নিয়েই বুধবার বিধানসভার জিরো আওয়ারে প্রশ্ন তোলেন বিরোধী কংগ্রেস বিধায়ক সান্তকবেন আরেঠিয়া। গত পাঁচ বছরে ওই হাসপাতালে কত শিশুর মৃত্যু হয়েছে, তা জানতে চান তিনি। তাঁর প্রশ্নের জবাব দেন গুজরাতের উপ-মুখ্যমন্ত্রী নিতিন পটেল। তিনি আবার রাজ্যের স্বাস্থ্য দফতরেরও দায়িত্বে। লিখিত বিবৃতি দিয়ে নিতিন জানান, আদানি গ্রুপের ওই হাসপাতালে গত পাঁচ বছরে ১০১৮টি

সব সম্পর্কই ছিন্ন করার পক্ষে সৌরভ

Image
সরব: ইডেনে সৌরভ। বুধবার। তাঁর নেতৃত্বেই চোদ্দো বছর পরে পাকিস্তান সফরে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় দল। ২০০৩-০৪ সালের যে পাক সফর ছিল মৈত্রীর, নামকরণ হয়েছিল 'দিল জিত লো'। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় এখন চান, পাকিস্তানের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন হোক। পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট-সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছে। ভারতের বিভিন্ন ক্রিকেট কেন্দ্র থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরিয়ে নেওয়া হচ্ছে। ভারত-পাক ক্রিকেট সম্পর্ক ছিন্ন করার দাবিও তুলেছেন হরভজন সিংহের মতো ক্রিকেটারেরা। এ বার গলা মেলালেন সৌরভও। বুধবার একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে সৌরভ বলেন, ''পুলওয়ামায় গত সপ্তাহে যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। আমি মনে করি, এই আক্রমণের পরে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট, হকি বা ফুটবল নয়, সব রকম সম্পর্কই ছিন্ন করা উচিত ভারতের।''        বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ বয়কট করার দাবিও উঠেছে। যা নিয়ে সৌরভের মন্তব্য, ''বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ না-খেলার যে দাবি উঠেছে, তার পিছনে আবেগটা আমি বুঝতে পারছি। এ ক্ষেত্রে ভারতের প্রতিক্রিয়া

৮০০ চিনা সেনাকে সুস্থ করেছিলেন এই ভারতীয়, ফেরা হয়নি দেশে

Image
তিনি ভারতীয়। চিনের পরম বন্ধু। সান ইয়াত সেন থেকে শুরু করে মাও সে তুং তাঁর চরণে মাথা ঠেকিয়েছেন। আজ ভারত – পাক সম্পর্কের তিক্ততার মাঝে অনেকেই চিনা কূটনীতির ইন্ধন রয়েছে বলে দাবি করেন। কিন্তু একসময় চিনের ঘোর দুর্দিনে এই ভারতীয় ছিলেন চিনা সেনাদের রক্ষাকর্তা। একডাকে এখনও তাঁকে চেনে চিনারা। তিনি দ্বারকানাথ কোটনিশ। চিনা সেনাদের সুস্থ করে আর দেশে ফেরা হয়নি মহারাষ্ট্রের ডাঃ দ্বারকানাথ শান্তারাম কোটনিশের। নিজের প্রাণটাই চলে গিয়েছিল পরবাসে। চিনের শিনঝুয়াং-এর 'শহিদ স্মরণী পার্কে'র মিউজিয়ামের সামনে রয়েছে তাঁর মূর্তি। কিন্তু চিকিৎসকের মূর্তি শহিদের মাঝে কেন? ১৯৩৮ সালে জাপান আক্রমণ করে চিনে। যুদ্ধে আহত চিনা সৈন্যদের চিকিৎসার জন্য ডাক্তারের খুব অভাব ছিল। চিনা জেনারেল ঝু দে সমাজতন্ত্রে বিশ্বাসী জওহরলাল নেহরুকে সাহায্যের জন্য চিঠি লিখে পাঠান। নেহরু তৎকালীন কংগ্রেস সভাপতি নেতাজি সুভাষ চন্দ্র বসুকে অনুরোধ করছিলেন যদি কয়েকজন স্বেচ্ছাসেবক ডাক্তার চিনে পাঠানো সম্ভব হয়। নেতাজির আহ্বানে সাড়া দিয়েছিলেন পাঁচজন ভারতীয় ডাক্তার। এলাহাবাদের ডাঃ অটল, নাগপুরের ডা. চোলকার আর কলকাতার দেবাশিস মুখোপাধ্যায় ও বিজয় বসু

ট্রেনের মধ্যে বিস্ফোরণ, চিঠিতে লেখা ‘জইশ-ই-মহম্মদ’

Image
কানপুর: পুলওয়ামার রেশ কাটতে না কাটতেই আবারও জইশ আতঙ্ক দেশে। বুধবার সন্ধেয় কানপুর – ভিওয়ানি কালিন্দি এক্সপ্রেসের জেনারেল কামরায় হঠাৎই একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি ছোট মাপের হলেও আতঙ্ক ছড়ায় জন মানসে। কারণ ট্রেনের যে কামরায় বিস্ফোরণ ঘটে সেই কামরাতেই পাওয়া যায় হিন্দি ভাষায় লেখা একটি চিঠি। যে চিঠিতে স্পষ্ট উল্লেখ রয়েছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নাম। এদিন সন্ধ্যে ৭ টা বেজে ১০ মিনিট নাগাদ উত্তর প্রদেশের কানপুরের কাছে বড়রাজপুর স্টেশনে ঘটনাটি ঘটে। সাধারণ কামরার টয়লেটের একটি অংশে বিস্ফোরণটি ঘটে। ওই স্থানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।   ট্রেনের সমস্ত কামরাতেই পুলিশ নজরদারি চালাচ্ছে। জোর কদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। কোনও রকম ঝুঁকি নিতে রাজি নন তাঁরা। আদৌ এই ঘটনার সঙ্গে জইশ যোগ আছে কিনা তা উঠে আসবে তদন্তে। বড়সড় কোনও নাশকতার ছক কষা হয়েছিল কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ। ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে কানপুরের পুলিশ সুপার সঞ্জীব সুমন বলেন, পুলিশ এবিষয়ে তদন্ত শুরু করেছে। তাঁরা আর কোন ঝুঁকি নেবেন না।

১৮ হুরিয়ত নেতা ও আরও ১৫৫ জনের নিরাপত্তা তুলে বড় পদক্ষেপ মোদী সরকারের

Image
নয়াদিল্লি: পুলওয়ামা হামলার জেরে এবার কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে আরও বড় পদক্ষেপ নিল ভারত সরকার। ফের নতুন করে ১৮ বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা তুলে নেওয়া হল। বুধবার কেন্দ্রের তরফে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, সরকার মনে করছে বিচ্ছন্নতাবাদীদের নিরাপত্তা দিয়ে টাকা নষ্ট হচ্ছে কেন্দ্রের। এই টাকা আরও ভালভাবে ব্যবহার করা সম্ভব। যাদের নিরাপত্তা তুল নেওয়া হচ্ছে তাদের মধ্যে রয়েছে এসএএস গিলানি, ইয়াসিন মালিক, আব্দুল গণি শাহ, নঈম আহমেদ খান, জাফর আকবর ভাট প্রমুখ। এর আগে রবিবার আরও পাঁচ হুরিয়ত নেতার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল।   ১৮ জন বিচ্ছিন্নতাবাদী নেতা ছাড়াও আরও ১৫৫ জন রাজনৈতিক কর্মীর সুরক্ষাও তুলে নেওয়া হয়েছে। এর ফলে অন্তত ১০০০ পুলিশকর্মী ও ১০০টি গাড়ি নিরাপত্তা দেওয়ার কাজ থেকে মুক্ত হবে। গত রবিবারই পাঁচ বিচ্ছিন্নতাবাদী কাশ্মীরী নেতাকে সরকারের তরফে দেওয়া নিরাপত্তা আজ তুলে নেওয়া হয়। পাঁচ নেতার মধ্যে ছিলেন মিরওয়াইজ ওমর ফারুক, আব্দুল গনি ভাট, বিলাল লোন, হাশিম কুরেশি, শাবির শা। এই নির্দেশিকায় বলা হয়, কোনও কারণ বা অজুহাতেই এই নেতাদের কোনও অবস্থাতেই নিরাপ

সাত ঘণ্টা ধরে জ্বলছে আগুন, মৃত ৪৫

Image
ঢাকা: বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। সাত ঘণ্টা পরও দাউ দাউ করে জ্বলছে আগুন। ঢাকার চকবাজার এলাকার একটি পাঁচতলা ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু মানুষ অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।   বুধবার রাত ১০টা ১০ মিনিটে নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পিছনের ওই ভবনে আগুন লাগে। রাত ৩টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাঈদ খোকন বলেন, 'ফায়ার সার্ভিসের শতাধিক কর্মীসহ অনেকেই এখানে কাজ করছেন। বাংলাদেশবাসীর দোয়া চাইছি, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি।' এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, 'এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসা। যারা আহত হয়েছেন তাদের যথাযথ চিকিৎসা দেওয়া। আগুন নিয়ন্ত্রনে আসার পর আমরা ঘটনার তদন্ত করব। কেন, কিভাবে আগুন লেগেছে

৭০০ পড়ুয়ার মৃতদেহের স্তূপে আফ্রিকায় এসেছিল ভাষার অধিকার

Image
বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জন্ম নেওয়া বাংলাদেশের সম্মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় বিশ্বজুড়ে৷ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি দিনটি আত্মমর্যাদা অধিকারের দিন৷ একটি রাষ্ট্রের জন্ম নেওয়ার শুরুর পর্ব৷ তবে ভারত সহ একাধিক দেশে বারে বারে হয়েছে ভাষা আন্দোলন৷ সেই তালিকায় সর্বাধিক জীবন রাজপথে পড়ে থাকার মর্মান্তিক ঘটনাটি কিন্তু সুদূর আফ্রিকায়৷ প্রায় অনুচ্চারিত থাকে মহান এই ভাষা আন্দোলন৷ অন্তত ৭০০ জন পড়ুয়া (বেসরকারি হিসেব) জীবন দিয়ে জুলু ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিলেন৷ বর্ণবাদ ও বৈষম্যের অভিশাপে রক্তাক্ত সেই আফ্রিকা৷ সেদিন শাসকের বন্দুক থেকে গুলি ছড়িয়েছিল বৃষ্টির মতো৷ আর বিদ্যালয়ের পড়ুয়াদের একটার পর একটা মৃতদেহ তৈরি করেছিল মৃত্যুর উপত্যকা৷ একাধিক ইউরোপীয় দেশের উপনিবেশে বিভক্ত আফ্রিকার বিভিন্ন ভূখণ্ড বারে বারে স্বাধীনতা, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠেছে৷ অধিকার লড়াইয়ের সেই সব দশকে কেঁপে গিয়েছে দুনিয়া৷ 'মানহারা মানবী'-এর পাশে দাঁড়িয়েছে একের পর এক দেশ৷ তীব্র আন্তর্জাতিক টানাপোড়েনের মাঝেই ঘটেছিল সেই রক্তাক্ত মুহূর্ত৷ ১৯৭৬ সালের ১৬ জুন-বিশ্বের ভাষা আন্দোলনের

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল চলন্ত ট্রেন! পুলওয়ামার পর ফের নাশকতা নাকি, আতঙ্ক

Image
পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার আতঙ্ক এখনও ভারতবাসীর মন থেকে যায়নি। দেশজুড়ে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। এরই মধ্যে কানপুর-ভিবানি কালিন্দি এক্সপ্রেসে আচমকা বিস্ফোরণ ঘটল। বেশ জোরালো শব্দে চাঞ্চল্য ছড়িয়ে পড়লব ট্রেন ভর্তি যাত্রীদের মধ্যে। ট্রেনের শৌচালয় থেকে আসা বিকট শব্দে তখন ত্রস্ত যাত্রী সাধারণ। সন্ধ্যা ৭টা ১০। চলন্ত ট্রেন তখন উত্তরপ্রদেশের বারাজপুর স্টেশনের কাছে। আচমকাই বিস্ফোরণে কেঁপে উঠল গোটা ট্রেন। সাধারণ কামরার শৌচালয় থেকে আসা শব্দে তখন প্রমাদ গুণছেন যাত্রীরা। ট্রেন দাঁড়িয়ে গেল। শুরু হল তল্লাশি। হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক মোছা যাচ্ছে না কিছুতেই। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ওই ট্রেনের সেকেন্ড কোচের শৌচালয়ে বিস্ফোরক রাখা ছিল। তবে সেই বিস্ফোরকের তীব্রতা কম। আশঙ্কা এটা ট্রেলার হতে পারে। এই ঘটনা আভাস দিচ্ছে বড়সড় ঘটনা ঘটতে পারে যখন হোক। ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে ব্যাগ। এই ঘটনায় নাশকতার কোনও যোগ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

১০ লক্ষ বনবাসী পরিবার কি উদ্বাস্তু হবে

Image
সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে ১০ লক্ষের বেশি আদিবাসী ও অন্যান্য বনবাসী পরিবারের উচ্ছেদ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে ১০ লক্ষের বেশি আদিবাসী ও অন্যান্য বনবাসী পরিবারের উচ্ছেদ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গেই প্রায় ৮৬ হাজার পরিবার রয়েছে। জঙ্গলের ধারে বসবাসকারী আদিবাসী ও বনবাসীদের জঙ্গলের উপর অধিকার নিশ্চিত করতে মনমোহন সরকারের অরণ্যের অধিকার আইন এনেছিল। কিন্তু বন্যপ্রাণপ্রেমীদের কিছু সংগঠন সুপ্রিম কোর্টে মামলা করে এই আইনের বৈধতা নিয়ে অভিযোগ তোলে। সেই সঙ্গে তাদের দাবি ছিল, জঙ্গলের জমিতে চাষবাস করার জন্য যাদের পাট্টার আবেদন খারিজ হয়ে গিয়েছে, তাদের উৎখাত করা হোক। এ নিয়ে কেন্দ্রীয় সরকার আপত্তি না তোলায় সুপ্রিম কোর্ট কার্যত সেই দাবিই মেনে নিয়েছে। এ বিষয়ে জনজাতি অধিকার আন্দোলনের অন্যতম নেত্রী মেধা পাটকরের বক্তব্য, ২০০৬ সালে যখন আইনটি হয়, তখন বলা হয়েছিল, আইন প্রণয়নের দিন অবধি বনবাসীদের যে যেখানে বাস করছেন, তিনি সেই জমির মালিক হিসেবে গণ্য হবেন। কিন্তু মোদী সরকার এসে মালিকানা সংক্রান্ত নথিপত্র পাওয়ার প্রক্রিয়াটা নানা অছিলায় জটিল করে দিয়েছে। ফলে দরিদ্র, অন

‘দেশভক্ত’দের বেধড়ক মারে রক্তাক্ত, তবু বাংলা ছাড়বেন না কাশ্মীরের শাল বিক্রেতা জাভেদ

Image
আক্রান্ত শালওয়ালা জাভেদ আহমেদ খান। আলোআঁধারিতে মোবাইলে তোলা অস্পষ্ট ভিডিয়ো। কোলাপসিবল গেটের ওপারে সেঁধিয়ে যাওয়া যুবকের নাকমুখ থেকে রক্ত ধরছে। উগ্র 'দেশভক্তি'র জিগির তোলা উন্মত্ত বাহিনী তাঁকে গালি দিতে দিতে বলছিল, ''বল বন্দেমাতরম, বল ভারতমাতা কি জয়!'' নদিয়ার তাহেরপুরে গত দশ বছর ধরে শাল বিক্রির সূত্রে যাতায়াত জম্মু-কাশ্মীরের বদগামের বাসিন্দা জাভেদ আহমেদ খানের। এলাকার বহু মানুষের সঙ্গে চেনাশোনা, বন্ধুত্ব। একটি দোকানঘর রয়েছে তাঁদের, আছে ভাড়াবাড়িও। কোনও দিন নিরাপত্তার অভাব বোধ করেননি। সোমবার রাত ন'টা নাগাদ মারমুখী কিছু লোক ১৭ নম্বর রাস্তার ধারে তাঁদের ওই ভাড়াবাড়িতে হামলা চালায়। মেরে নাক-মুখ ফাটিয়ে দেওয়া সেই আক্রমণের ভিডিয়ো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে মঙ্গলবার। তার পরেও বুধবার জাভেদ কিন্তু বললেন, ''জানি মুষ্টিমেয় কিছু লোক বিদ্বেষ ছড়াতে এ সব করছে। এতে ভয় পাব না। পশ্চিমবঙ্গের মানুষের উপরে পূর্ণ আস্থা রয়েছে আমাদের।'' মঙ্গলবার রাতে জাভেদের উপরে যখন হামলা হয়, তখন এলাকারই কিছু লোক পুলিশকে জানিয়েছিলেন। ঘণ্টাখেনক পরে পুলিশ এসে উদ্ধার করে জাভেদ আর তাঁর তুতো

৪ সপ্তাহের মধ্যে ৪৫৩ কোটি টাকা দেনা না শুধলে জেলেই অনিল

Image
সুপ্রিম কোর্টের নির্দেশ, চার সপ্তাহের মধ্যে এরিকসন সংস্থাকে  ৪৫৩ কোটি টাকা মেটাতে হবে অনিলকে। আগামী চার সপ্তাহের মধ্যে মেটাতে হবে ৪৫৩ কোটি টাকা। না হলে ৩ মাসের জেল হবে। সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন অনিল অম্বানী। আদালত অবমাননার অপরাধে অনিলকে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্টের নির্দেশ, চার সপ্তাহের মধ্যে তাঁকে এরিকসন সংস্থাকে  ৪৫৩ কোটি টাকা মেটাতে হবে। না পারলে তিন মাস জেল খাটতে হবে। সুইডিশ সংস্থা এরিকসন সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছিল, আদালতের নির্দেশ সত্ত্বেও ইচ্ছাকৃত ভাবেই অনিল অম্বানীর রিলায়্যান্স কমিউনিকেশনস (আরকম) তাদের পাওনা ৫৫০ কোটি টাকা মেটাচ্ছে না।  বিচারপতি রোহিংটন নরিম্যান ও বিচারপতি বিনীত সরণের আজ বেঞ্চ জানিয়ে দিয়েছে, আদালতের কাছে অনিলের সংস্থার ১১৮ কোটি টাকা জমা রয়েছে। তার সঙ্গে আরও ৪৫৩ কোটি টাকা এরিকসনকে ৪ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। এ ছাড়াও অনিল ও তাঁর সংস্থার দুই ডিরেক্টরকে মাথা পিছু ১ কোটি টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে জমা দিতে হবে। ওই টাকায় গরিবদের আইনি সাহায্য দেওয়া হবে। না পারলে ১ মাসের জেল খাটতে হবে। এ দিনের রায়ের পরে অনিলের অম্বানীর গোষ্ঠীর সব সংস্থার

সুর নরম করে পাকিস্তানকে ফের আলোচনারই বার্তা মোদীর

Image
খোশমেজাজে: সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার নয়াদিল্লিতে।  সিআরপি কনভয়ে গত ১৪ তারিখের জঙ্গি হানার পরেই পাকিস্তানকে উদ্দেশ করে তিনি বলেছিলেন, ''আলোচনার পাট শেষ।'' আজ কিন্তু সুর কিছুটা নরম করে ইসলামাবাদকে ফের আলোচনার বার্তাই দিলেন নরেন্দ্র মোদী। সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে মোদীর বৈঠকের পরে যৌথ বিবৃতিতে বলা হল, ''সামগ্রিক আলোচনা যেখানে শুরু হতে পারে, ভারত এবং পাকিস্তানের মধ্যে সে রকম পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে দুই দেশ।''  পুলওয়ামার হামলার পরে জইশ-ই-মহম্মদ নেতা মৌলানা মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জের জঙ্গি তালিকায় আনার দাবি জোরদার হয়ে ওঠার আবহে পাকিস্তান সফরে গিয়েছিলেন সলমন। সেখানে পাকিস্তান-সৌদি যৌথ ঘোষণাপত্রে ছিল রাষ্ট্রপুঞ্জের জঙ্গি তালিকা নিয়ে রাজনীতির অভিযোগ। আজ সেই ঘোষণাপত্রের উল্টো পথে হেঁটেছেন সলমন। সৌদি-ভারত বিবৃতি বলছে, ''জঙ্গির পাশাপাশি জঙ্গি সংগঠনকেও রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ তালিকায় আনার বিষয়টিতে জোর দেওয়া হয়েছে বৈঠকে।'' সীমান্তপারের সন্ত্রাস রোখা, জঙ্গি গোষ্ঠীগুলির আর