‌তাৎক্ষণিক তিন তালাক অপরাধ, আইন জারি রাষ্ট্রপতির


অবশেষে তাৎক্ষণিক তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আইন জারি করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির আইন জারির ফলে মুসিলম উইমেন (‌প্রোটেকশন অফ রাইটস্‌ অন ম্যারেজ)‌ সেকেন্ড অর্ডিন্যান্স ২০১৯, অধ্যাদেশের আওতায় তাৎক্ষণিক তিন তালাক দিয়ে কেউ গ্রেপ্তার হলে তার তিন বছর পর্যন্ত জেল এবং জরিমানা হবে।

কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক এদিন বিবৃতি দিয়ে জানিয়েছে, তাৎক্ষণিক তিন তালাক অধ্যাদেশ আইন হিসেবে জারি হয়ে যাওয়ায় এই প্রথাকে নস্যাৎ করে অবৈধ ঘোষণা করা হচ্ছে। এবং এটা শাস্তিযোগ্য অপরাধ বলেও গণ্য হচ্ছে। এর ফলে মুসলিম মহিলাদের বিয়ের অধিকার সুরক্ষিত হবে এবং তাৎক্ষণিক তিন তালাক বা তালাক–এ–বিদ্দাত অবৈধ হল। বিবাহিত মহিলাদের এবং তাঁদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদের ভবিষ্যতও সুনিশ্চিত হবে।

এছাড়া এদিন ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের সংশোধনী দ্বিতীয় অধ্যাদেশ, সংস্থার সংশোধনী দ্বিতীয় অধ্যাদেশ এবং আনরেগুলেটেড জমা প্রকল্প নিষেধাজ্ঞার অধ্যাদেশ–কেও আইন হিসেবে জারি করে দিয়েছেন রাষ্ট্রপতি।