Posts

Showing posts from June 1, 2018

বিমানের মতো এবার ট্রেনেও বেঁধে দেওয়া হল যাত্রীদের লাগেজের ওজন

Image
নয়াদিল্লি: ছোট ছোট পোঁটলা-পুঁটলি থেকে বিশাল বিশাল ট্রলি-ট্রাঙ্ক, দুই জন লোকের ৩০টা লাগেজ! কোনওমতে সিটের তলায়, মাথার উপর না কুলিয়ে গেলে মায় পাশের কামরাতেও চলে লাগেজের জায়গা ম্যানেজ ৷ এই দৃশ্যের দিন শেষ ৷ ইচ্ছে মতো মালপত্র নিয়ে ট্রেনে ঘোরার দিন এবার শেষ হতে চলেছে ৷ বিমানের মতো ট্রেনেও নির্দিষ্ট হতে চলেছে লাগেজের পরিমাণ৷ এবার থেকে উড়ানের মতো যাত্রীদের আসন প্রতি ব্যাগের সংখ্যা ও লাগেজের ওজন নির্ধারিত করে দিচ্ছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ ৷ এসি থেকে স্লিপার ক্লাস, লোকাল থেকে এক্সপ্রেস, যাত্রীপিছু নির্দিষ্ট সংখ্যার বেশি বা অতিরিক্ত ওজনের ব্যাগ নিয়ে আর ট্রেনে ভ্রমণ করা যাবে না ৷ ভারতীয় রেলওয়ে সূত্রে খবর, ১০০ সেমি দৈর্ঘ্য, ৬৫ সেমি প্রস্থ এবং ২৫ সেমি উচ্চতার বেশি মাপের ট্রাঙ্ক বা সুটকেস নিয়ে কোনও যাত্রী ট্রেনে ভ্রমণ করতে পারবেন না ৷ এর থেকে বেশি বড় লাগেজ বহনের জন্য অতিরিক্ত ভাড়া গুণতে হবে যাত্রীকে ৷ এসি-৩ টিয়ার ও এসি টিয়ার কারের ক্ষেত্রে ট্রাঙ্ক বা সুইকেসের সাইজ হতে হবে ৫৫ সেমি দৈর্ঘ্য, ৪৫ সেমি চওড়া এবং ২২.৫ সেমি উচ্চতার মধ্যে ৷ শুধু ব্যাগের মাপ নয়, ওজনও বেধে দিতে চলেছে ভারতীয়

আয়কর দপ্তরকে বেনামী সম্পত্তির খবর দিতে পারলেই ৫ কোটি টাকা ইনাম!

Image
বেনামী সম্পত্তির হদিশ পেতে নতুন পদক্ষেপ নিল আয়কর দপ্তর। সঠিক তথ্য দিলে এবার এক কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে পুরস্কার। অন্যদিকে কেউ বিদেশে কালো টাকা লুকিয়ে রেখেছে এমন তথ্য দিতে পারলে পাঁচ কোটি টাকা পর্যন্ত পুরস্কার হাতে পাওয়ার সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি 'ইনকাম ট্যাক্স ইনফরম্যান্ট রিওয়ার্ড স্কিমও সংশোধিত হয়েছে। এর মধ্যে একজন ভারতীয় ভারতে আয় বা সম্পত্তির উপর করের সুনির্দিষ্ট তথ্য সম্পর্কে নির্দিষ্ট তথ্য দেওয়ার জন্য ৫০ লাখ টাকা পর্যন্ত পুরস্কার পেতে পারে। এটি ১৯৬১ সালের আয়কর আইনের আওতাভুক্ত। সম্প্রতি CBDT (সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস) একটি বেনামী ট্রানজাকশন ইনফর্ম্যান্টস রিওয়ার্ড স্কিম ঘোষণা করেছে। এর আওতায় কোনও ব্যক্তি যুগ্ম বা অ্যাডিশনাল কমিশনারকে বেনামী সম্পত্তি ও ট্রানজাকশন সম্পর্কে জানাতে পারবে। এটি ২০১৬ সালের বেনামী ট্রানজাকশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে পড়ে। CBDT-র তরফে জানানো হয়েছে, মানুষকে উৎসাহ দিতে এই যোজনা আনা হয়েছে। বেনামী ট্রানজাকশন ইনফর্ম্যান্টস রিওয়ার্ড স্কিম অনুযায়ী কোনও ব্যক্তি বেনামী সম্পত্তি বা লেনদেনের খবর দিতে পারলে তাকে এক কোটি টাকা পুরস্কার দ

বিয়ের বয়স না হলেও লিভ ইন করতে পারবে পুরুষ

Image
কেরল: কেরল হাইকোর্টের যুগান্তকারী রায় ৷ এখন থেকে কোনও ছেলের বয়স যদি ১৮ বছরের কম বয়স হয়ে থাকে অর্থাৎ বিয়ের বয়স না হলেও তারা রিলেশনশিপে থাকতে পারে ৷ এমনটাই আজ কেরল হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ এক নির্দেশ দিয়েছে ৷ নাবালিকার বয়স না হলে লিভ-ইন রিলেশনে থাকতে পারে ৷ বিচারক চিতমবরেশের ডিভিশনাল বেঞ্চের নজিরবিহীন রায় দান স্বভবতই এক নতুন দিগন্তের সৃষ্টি করেছে ৷ এক ব্যাক্তির মামলার ভিত্তিতেই এই রায় দিয়েছে ৷ ভদ্রলোকের মেয়ের বয়স কম এই অজুহাতেই মেয়ের প্রেমিকের থেকে বিচ্ছিন্ন করতে চেয়েই মামলা করেছিলেন ৷ সেই মামলা খারিজ করে আদালত আজ নতুন রায় জানিয়েছে ৷ পাত্রপাত্রীর বিয়ের বয়স না হলেও তারা লিভ ইন রিলেশনে থাকতে পারে ৷ হাইকোর্ট আরও জানিয়েছে মেয়ের বয়স ১৯ বছর বয়স অর্থাৎ সে সাবালক বা সাবালিকা তাই নিজের ভবিষ্যতের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিতে পারে ৷ সে ক্ষেত্রে কারোর হস্তক্ষেপ করার অধিকার নেই তাদের জীবনে ৷ এমন কী পরিবারের কেউই এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না ৷

গুজরাতের কারখানা থেকে বিপুল পরিমাণ ''ফাইটার' ড্রাগ বাজেয়াপ্ত করল রাজস্ব গোয়েন্দাদের টিম

Image
আমদাবাদ: গুজরাতের ভালসাদ জেলার এক কারখানা থেকে বিপুল পরিমাণ ট্রামাডল নামে এক ধরনের নিষিদ্ধ ওষুধ উদ্ধার ও বাজেয়াপ্ত করল ডিরেক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্স বা ডিআরআই, যা মধ্য প্রাচ্যের ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসবাদীরা ব্যবহার করে থাকে বলে তাদের কর্তাব্যক্তিরা দাবি করেছেন। ওই কারখানার দুজন পার্টনারকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। নার্কোটিক ড্রাগস ও সাইকোট্রপিক সাবস্ট্যান্স(এনপিডিএস) আইনে নিষিদ্ধ ওষুধের বেআইনি উত্পাদনের ব্যাপারে সুনির্দিষ্ট খবর ছিল ডিআরআইয়ের আমদাবাদ জোনাল ইউনিটের কাছে। তারপরই অভিযান হয় সারিগাম গ্রামের ওই ওষুধ কারখানায়। তল্লাসি দলটি দেখে, কারখানাটিকে বিপুল পরিমাণে নিষিদ্ধ সাইকোট্রপিক ওষুধ তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে। মোট ৬.৭ কোটি ট্রামাডল ট্যাবলেট ও ক্যাপসুল বাজেয়াপ্ত করে যেগুলি কোথাও পাঠানোর কথা ছিল। এছাড়া দু টনের বেশি খোলা ট্রামাডল ট্যাবলেট ও ৮৭০ কেজি কাঁচামালও বাজেয়াপ্ত করে অভিযান চালানো দলটি। ডিআরআই জানিয়েছে, ট্রামাডল এক ধরনের সিনথেটিক ওপিওয়েড ওষুধ, যা নেশার সামগ্রী হিসাবে নাইজেরিয়া, ঘানার এক বড় অংশের মানুষের কাছে ভীষণ জনপ্রিয় কেননা তাতে নাকি মন মেজাজ ফ

মাসে ১০০ টাকা কমে মিলবে অনলিমিডেট ডেটা ও কল, আরও ছাড় ঘোষণা করল JIO

Image
সস্তায় ডেটা প্যাক দিয়ে ইতিমধ্যে গোটা দেশের মন জিতে নিয়েছে রিলায়েন্স জিও। ফের একবার গ্রাহকদের বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। 'হলিডে হাঙ্গামা' নামে এই অফারে ৩৯৯ টাকার প্যাকটি গ্রাহকরা পাবেন মাত্র ২৯৯ টাকায়। অর্থাৎ সরাসরি ১০০ টাকা ছাড় পাচ্ছেন গ্রাহকরা।  'ফোন পে' অ্যাপের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই ছাড় দিচ্ছে জিও। এতে ৫০ টাকার ক্যাশব্যাক ভাউচার জমা পড়বে জিও অ্যাপে। বাকি ৫০ টাকা ক্যাশব্যাক মিলবে ফোন পে দিয়ে পয়সা মেটালে। মাত্র ১৫ দিনের জন্য এই অফার পাবেন গ্রাহকরা। ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ছাড়ে রিচার্জ করাতে পারবেন গ্রাহকরা।  এই অফারে মিলবে ৩৯৯ টাকার যাবতীয় সুবিধা। প্রতিদিন ১.৫ জিবি ডেটা তো মিলবেই, সঙ্গে মিলবে বিনামূল্যে যথেচ্ছ কথা বলার সুবিধা ও দিনে ১০০টা করে এসএমএস। ৮৪ দিনের জন্য বৈধ এই অফারে মোট ১২৬ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। নতুন অফারের ফলে মাসে ১০০ টাকারও কমে ডেটা ও কলের যাবতীয় প্রয়োজন মিটিয়ে ফেলতে পারবেন গ্রাহকরা।

সিমলায় খাদে যাত্রীবোঝাই বাস উল্টে মৃত ৭, আহত ২৬

Image
খাদে যাত্রীবোঝাই বাস উল্টে প্রাণ হারালেন ৭ জন। জানা গিয়েছে, সিমলার থেয়োগের কাছে, নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায় হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসটি।  রিপোর্ট বলছে, বাসটিতে মোট ৩৩ জন যাত্রী ছিল। আহত ২৬জনকে স্থানীয় থেয়োগ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদেরকে সিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসটি সিমলা থেকে টিক্কারের দিকে রওনা দিচ্ছিল। সিমলা শহর থেকে প্রায় ৪২ কিমি দূরে গাজেরি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। মৃত ৭জনের মধ্যে দুজন মহিলাও রয়েছেন। দুর্ঘটনায় থেয়োগ-হাটকোটি জাতীয় সড়কে যান চলাচল ব্যবস্থা সাময়িক বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। 

জামিনে বেরিয়ে নিগৃহীতার কাকাকে খুন করল ধর্ষক

Image
যে মেয়েটিকে নিজের লালসার শিকার বানিয়েছিল, জামিনে ছাড়া পেয়ে তার কাকাকেই খুন করল এক তরুণ। ধর্ষণের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়ার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলে দিল এই ঘটনা।  দক্ষিণ দিল্লির জৈতপুর রোডের বাসিন্দা গাড়ির টায়ারের শোরুমের এক মালিককে অপহরণ করে কয়েকজন তরুণ। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে অপহৃত ব্যবসায়ীর নাবালিকা ভাইঝি কিছুদিন আগে পারভিন্দর নামে এক তরুণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। জামিনে ছাড়া পেয়ে পারভিন্দ তার ওপর থেকে মামলা তুলে নিতে ক্রমাগত হুমকি দিয়ে আসছে। এরপরই পারভিন্দরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পারভিন্দরের তথ্যে অসঙ্গতি পাওয়ায় তার ওপর সন্দেহ বাড়ে তদন্তকারী অফিসারদের। পুলিশি জেরার মুখে এক সময় ভেঙে পড়ে পারভিন্দর জানায় যে তাকে জেলে পাঠানোর প্রতিশোধ নিতেই মেয়েটির কাকাকে অপহরণ করে খুন করে সে। নিজের কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ওই ব্যবসায়ীকে প্রথমে কিডন্যাপ করে। পরে তাকে গুলি করে খুন করে আলিগড়ের কাছে মৃতদেহ ফেলে পালায়। মৃত ব্যবসায়ীর গাড়িটিও জ্বালিয়ে দেয় তারা। পারফভিন্দর ও তার বন্ধুদের গ্রেপ্তার করেছে পুলিশ। 

‘মদ্যপান করিয়ে গোটা রাত ওরা ছ’জন শরীরটা ছিঁড়ে খেল’

Image
নয়াদিল্লি: ফের গণধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। এক নেপালি যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠল ছ'জনের বিরুদ্ধে। দক্ষিণ দিল্লি মেহরুলির ঘটনা। সংকটজনক অবস্থায় চিকিৎসার জন্য ওই যুবতীকে এইমসে ভর্তি করা হয়েছে। অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, এক দম্পতি তাঁকে চাকরির লোভ দেখিয়ে দিল্লিতে নিয়ে আসে এবং সেখানে এনে জোরে তাঁকে দিয়ে যৌনবৃত্তিতে বাধ্য করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ১৯ বছরের ওই যুবতী কাঠমান্ডুর বাসিন্দা। নির্যাতিতা জানিয়েছেন, তাঁকে কিছুদিন হরিয়ানা নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে একটি বাড়িতে পাঁচ হাজার টাকা বেতনে কাজ করা নো হত তাঁকে। এরপর তাঁকে কাজের লোভ দেখিয়ে দিল্লি নিয় এ আসা হয়। সেখানে যৌনবৃত্তি করাতে বাধ্য করা হয় তাঁকে। গত সোমবার এক ব্যক্তির বাড়িতে যেতে বলা হয় ওই যুবতীকে। সেখানে গেলে প্রথমে তাঁকে জোর করে মদ্যপান করানো হয় ও পরে ছ'জন মিলে ধর্ষণ করে বলে অভিযোগে জানিয়েছেন তিনি। পুলিশ তাঁকে চিকিৎসার জন্য এইমস হাসপাতালে ভর্তি করিয়েছে। মেডিক্যাল পরীক্ষায় তাঁর শরীরে ধর্ষণের প্রমাণ মিলেছে ও পাকস্থলীতে মদ মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। যে দু'জন তাঁকে দিল্লি নিয়ে এসেছিল , তাদের পুলিশ গ্রেফতার করতে প

শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন ঘোষণা করল সিবিএসই বোর্ড

Image
সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের (CTET) বিজ্ঞপ্তি জারি করল সিবিএসই বোর্ড৷ সারা দেশের মোট ৯২ টি শহরে পরীক্ষাগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ প্রার্থীরা পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন ১২ জুন৷ আবেদনের প্রক্রিয়াটি শুরু হবে ২২ জুন থেকে৷ প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন৷ সরকারি নোটিশে জানানো হবে পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য৷ যার মধ্যে থাকবে সিলেবাস, যোগ্যতা, আবেদনের ফী, শহরের নাম এবং গুরুত্বপূর্ণ তারিখসমূহ ইত্যাদি বিষয়গুলি৷ আবেদনের শেষ দিন ধার্য করা হয়েছে ১৯ জুলাই, ২০১৮৷ তবে, আবেদনকারীরা ফী জমা দিতে পারবেন ২১ জুলাই দুপুর ৩.৩০ মিনিট পর্যন্ত৷ তবে, শুধুমাত্র টিচার্স এলিজিবিলিটি টেস্টে (TET) উত্তীর্ণ প্রার্থীদেরকেই আবেদনযোগ্য বলে গণ্য করা হবে৷ ভারত সরকার সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের (CTET) দায়িত্ব দিয়েছেন সিবিএসই বোর্ডের উপর৷ পরীক্ষাটি হতে চলেছে অফলাইনে৷ যেখানে থাকবে দুটি পেপার৷ প্রথম পত্রটি প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং দ্বিতীয় পত্রটি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য থাকছে৷ প্রশ্নগুলি থাকবে MCQ ধরণের৷ যার সঠিক উত্তরে প্রার্থী পাবেন এক নম্বর৷ ভুল উত্তরের জ

সিমলায় চরমে জলসঙ্কট, পর্যটকদের আসতে সাময়িক নিষেধ!

Image
সিমলা:  গরম পড়েছে, সঙ্গে সঙ্গে পাহাড়ে ভিড় বাড়তে শুরু করেছে। বাংলার মানুষ গরম থেকে বাঁচতে যেমন দার্জিলিং ছুটে যান, তেমনই দিল্লি বা উত্তর ভারতের বাসিন্দারা যান সিমলা, নৈনিতাল বা কাশ্মীর। তবে গরমের জেরে যখন নাভিঃশ্বাস ওঠার অবস্থা উত্তর ভারতের বাসিন্দাদের, তখন জলসঙ্কটে হাঁসফাঁস শৈল শহর সিমলা।পর্যটকদের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে জল-সমস্যা চূড়ান্ত আকার নিয়েছে সিমলায়। পরিস্থিতি এতটাই জটিল যে পর্যটকদের সেখানে যেতে পর্যন্ত বারণ করেছে রাজ্য প্রশাসন। সিমলার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরকারি আধিকারিকদের থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খোঁজখবরও নিয়েছেন হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর। সিমলা পুরসভাকে ২২.৬৩ এমএলডি জল দেওয়ারও নির্দেশিকা জারি হয়েছে। এছাড়া ঘান্দাল থেকে ১ এমএলডি জল নিয়ে কৃষ্ণনগর, রামবাজার, লোয়ার বাজার, জাকু, বেনমোর, ইঞ্জিন ঘর, সাঞ্জুলি চক, বিকাশনগর, পাটিযোগ, কঙনাধর, নিউ সিমলা সহ একাধিক অঞ্চলে দিয়েছে পুরসভা।

হাওড়া স্টেশনে দালালের খপ্পরে খোদ রেলকর্তা

Image
নৈরাজ্যের বেড়া টপকে পনেরো লক্ষ যাত্রীর নিত্যযাত্রা হাওড়া স্টেশনে৷ রেল যখন নিরাপত্তা ও যাত্রী স্বাচ্ছন্দ্যে জোর দিতে বলছে তখন ওই নৈরাজ্যের ব্যবস্থা কীভাবে চলছে তা নিয়ে প্রশ্ন যাত্রীদের মধ্যে৷ দালাল দৌরাত্ম্যে রীতিমতো তিতিবিরক্ত যাত্রীরা৷ দালালের খপ্পর থেকে বাদ যাচ্ছেন না খোদ রেলকর্তাও৷ দিন দুয়েক আগে হাওড়া নিউ কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে রেল টিকিটের খপ্পরে পড়েন রেলের এক প্রথম শ্রেণির কর্তা৷ কর্তাকে উদ্দেশ্য করেই দালালরা বলে, 'কাঁহা কা রিজার্ভেশন চাহিয়ে? ৫০০ রুপিয়া জ্যাদা দেনে মে মিল যায়েগা'৷ দালাল দৌরাত্ম্য দেখে কর্তার চোখ তো কপালে৷ তিনি আরপিএফকে টাস্ক ফোর্স গঠন করে এই দৌরাত্ম্যে লাগাম পরানোর নির্দেশ দেন৷ আজ শুক্রবার থেকেই কাজ শুরু করছে এই বিশেষ বাহিনী৷ যাত্রীদের থেকে বাড়তি টাকা নিয়ে, টিকিট পরীক্ষক ধরে জায়গা করে দেওয়ার পদ্ধতির পাশাপাশি সংরক্ষিত টিকিট লাইনের প্রথমে দাঁড়িয়ে পড়ার মতো একাধিক পন্থা নেয় দালালরা৷ টাস্ক ফোর্স নিরপেক্ষতা রেখে কতটা কাজ করতে পারবে তা নিয়ে তাই প্রশ্ন উঠছে৷ এদিকে স্টেশন থেকে বেরিয়েই সিগারেটের ডালা৷ যাত্রীরা সেখানে সিগারেট কিনে জ্বালালেই বিপত্তি।

আগামী শুক্রবার প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল

Image
কলকাতা: আগামী ৮ জুন প্রকাশিত হচ্ছে এই বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল৷ ওইদিন সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন বিতরণী কেন্দ্র থেকে মার্কশিট ও অন্যান্য সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধান বা আধিকারিকরা৷ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পাবে পড়ুয়ারা৷ wbresults.nic.in , www.exametc.com , www.school9.com , www.jagranjosh.com , www.results.shiksha, www.westbengal.shiksha, www.westbengalonline.in ৷ এই ওয়েবসাইটগুলিতে গিয়ে নিজেদের ফলাফল অনলাইনে দেখতে পারবে পরীক্ষার্থীরা৷ এছাড়া, www.indiaresults.com , www.knowyourresult.com , www.school.gradeup.co , www.timesofindia.com -এ গিয়ে অনলাইনে ফলাফল দেখার পাশাপাশি মেসেজের মাধ্যমেও ফলাফল জানা যাবে৷ বিনামূল্যে মেসেজে ফলাফল জানতে পরীক্ষার্থীদের www.exametc.com -এ আগে থেকে নিজেদের রোল নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে৷ এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৭ মার্

এবার ফের বাংলা ছাড়ল TATA

Image
নয়াদিল্লি: টাটা কেমিক্যালস আজ জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের হলদিয়ার সার কারখানাটি বিক্রি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ সংবাদ সংস্থা জানাচ্ছে টাটা কেমিক্যালস তাদের এই ব্যবসা বিক্রি করে দেওয়া হল নেদারল্যান্ড ভিত্তিক সংস্থা ইন্দোরামা হোল্ডিংস বিভি ৮৭২.৮৪ কোটি টাকা৷ কোম্পানি তার রেগুলেটরি ফাইলিংএ জানিয়েছে, ফসফেটিক সারের ব্যবসা বেচে দেওয়া হল এবং পাইকারি এবং বাল্ক এবং নন বাল্ক সারের লেনদেন হবে ইন্দোরামা হোল্ডিংস বিভি অ্যাগ্রোকেমিক্যালস ৷ এজন্য সংস্থা পাচ্ছে ৮৭২.৮৪ কোটি টাকা৷ এই দামের মধ্যে ৫৭২.৭৬ কোটি টাকা নগদে এবং বাকীটা লেটার অফ ক্রেডিট অথবা ব্যাংক গ্যারান্টি মারফত দেওয়া হয়েছে৷ এই বিক্রির প্রক্রিয়া শেষ হলে সংস্থার বিলগ্নিকরণের ফলে ২০১৮ সালের ১জুন থেকে সংস্থার সব ব্যবসা হবে অ্যাগ্রোকেমিক্যালসের মাধ্যমে৷

মদের টাকা জোগাড়ে পথচারীকে ১৪ বার ছুরির কোপ

Image
যে কোনও নেশাই সর্বনাশা হতে পারে। তার জ্বলজ্যান্ত উদাহরণ রাখল দিল্লির এক যুবক। মদ্যপানের জন্য টাকা জোগাড় করতে এক পথচারীর মোবাইল ছিনতাই করে সে। বাধা দিলে ছুরি দিয়ে তাঁকে ১৪ বার কোপ মারে। হাসপাতালে নিয়ে গেলে ওই পথচারীকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা।  ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলায়। পুলিশ জানিয়েছে, রাতে কাজের পর বাড়ি ফিরছিলেন অরবিন্দ চৌহান। একটি প্রিন্টি প্রেসে ডিজাইনারের কাজ করতেন তিনি। স্থানীয় মানুষ ফোন করে জানান, রাস্তার পাশে এক ব্যক্তি পড়ে রয়েছেন। রক্তে ভেসে যাচ্ছে তাঁর সারা শরীর। পুলিশ এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।  অরবিন্দ-র পকেট থেকে একটি ব্যাঙ্কের ডিপোজিট স্লিপ পাওয়া যায়, তা থেকেই নাম জানা যায় তাঁর। পকেটে সামান্য কিছু নগদ টাকাও ছিল। কিন্তু মোবাইল ছিল না। তাঁর সারা গায়ে ১৪ বার ধারালো অস্ত্রের আঘাত ছিল। বাড়িতে খোঁজখবর করে তাঁর মোবাইল নম্বরের টাওয়ার লোকেশন সার্চ করে দেখা যায়, মাত্র এক দিনের মধ্যে দিল্লির বহু জায়গায় ঘুরেছে মোবাইলটি। তা থেকেই পুলিশের সন্দেহ হয়, মোবাইল বিক্রি হয়ে গিয়েছে। সম্ভবত চুরিতে বাধা দিতে গিয়েই নিহত হয়েছেন অরবিন্দ। ট

অ্যাপ ক্যাবকে টেক্কা দিয়ে যথেচ্ছ ভাড়া হাঁকছে ট্যাক্সি

Image
বুধবার বেলা ১২টা। রুবি হাসপাতালের সামনে থেকে বিমানবন্দর যাওয়ার জন্য ৩৫০ টাকা এবং হাওড়ায় যেতে ৩০০ টাকা দাবি করলেন এক ট্যাক্সিচালক। সাফ কথা, মিটারের রেটে যাবেন না তিনি। ওই সময় অ্যাপ-নির্ভর ট্যাক্সির ভাড়া বিমানবন্দর যাওয়ার জন্য ৩৩০ টাকা থেকে ৩৫০ টাকা এবং হাওড়ার জন্য ৩০০ টাকা। একই দিনে বেলা ১টা নাগাদ গড়িয়াহাট থেকে হাওড়া যাওয়ার জন্য ২০০ টাকা দাবি করলেন এক ট্যাক্সিচালক। অ্যাপ-ক্যাবেও ভাড়াটা এক। বিকেল তিনটে নাগাদ ট্যাক্সিতে এসপ্ল্যানেড থেকে করুণাময়ী যাওয়ার জন্য ভাড়া গুনতে হল ৩০০ টাকা। কোনও অ্যাপ-নির্ভর ট্যাক্সিতে শীতাতপ-নিয়ন্ত্রিত পরিবেশে করুণাময়ী যেতে গেলে এর চেয়ে ৫০ টাকা কমই লাগত!  ট্যাক্সির মিটার থেকেও নেই। কোথাও যেতে হলে কত টাকা ভাড়া দিতে হবে যাত্রীকে, তা মর্জি অনুযায়ী ঠিক করে দেবেন ট্যাক্সিচালক। কোনও কোনও ক্ষেত্রে সেই ভাড়া যে এসি অ্যাপ ক্যাবের থেকেও অনেকটাই বেশি, হাতে-কলমে তার প্রমাণও মিলল। সবচেয়ে মজার কথা, সন্ধে গড়িয়ে রাত নামলেই ট্যাক্সির ভাড়া আরও বাঁধনছাড়া হয়ে ওঠে। ট্যাক্সিচালকদের অজুহাত, পেট্রল ও ডিজেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি। রুবির মোড় থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ২০ ক

ফের দুঃসংবাদ! পেট্রোপণ্যের পর এবার দাম বাড়ল রান্নার গ্যাসেরও।

Image
পেট্রোল-ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির মধ্যেই। এবার দাম বাড়ল রান্নার গ্যাসেরও। ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ২.৩৪ টাকা। কলকাতায় ভর্তুকিযুক্ত সিলিন্ডারের বর্তমান দাম ৪৯৬.৬৫ টাকা। ৪৮ টাকা বেড়ে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হল ৭২৩.৫০ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৭৯ টাকা বেড়ে হল ১২৯১ টাকা।  কলকাতা ছাড়া দাম বৃদ্ধির পর ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম হল দিল্লিতে ৪৯৩.৫৫ টাকা, মুম্বইতে ৪৯১.৩১ টাকা এবং চেন্নাইতে ৪৮১.৮৪ টাকা। একই ভাবে ভর্তুকিহীন সিলিন্ডারের বর্তমান দাম দিল্লিতে ৬৯৮.৫০ টাকা, মুম্বইতে ৬৭১.৫০ টাকা এবং চেন্নাইতে ৭১২.৫০ টাকা। দেশের প্রত্যেক পরিবার বছরে ১২টি গ্যাস সিলিন্ডার ভর্তুকি দেওয়া দামে পেতে পারে। এক বছরে তার বেশি সিলিন্ডারের প্রয়োজন হলে তা ভর্তুকি ছাড়া দাম কিনতে হবে। পেট্রোপণ্যের নাগাড়ে মূল্যবৃদ্ধির মধ্যে রান্নার গ্যাসের দামও বাড়ায় আরও বেকায়দায় সাধারণ মানুষ। মঙ্গলবার পর্যন্ত টানা ১৬ দিন ধরে দাম বেড়ে সর্বোচ্চ উচ্চচায় পৌঁছয় পেট্রোল-ডিজেলের দাম। তারপর একদিন ১ পয়সা ও একদিন ৫ পয়সা দাম কমলেও তাতে কোনও সুবিধেই হয়নি সাধারণ মানুষের। শুক্রবারও লিটারে ৬ পয়সা কমেছে পেট্রোলের

সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ-আগুন-অবরোধে উত্তপ্ত ভাঙড়

Image
শুরুটা হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যাতেই। ভাঙড়ের জমি আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে মুক্তির দাবিতে শুক্রবার সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ-প্রতিবাদের তীব্রতা আরও বাড়ালেন তাঁর সমর্থকরা। বকডোবা থেকে হাড়োয়া রোড পর্যন্ত অবরোধ করেন তাঁরা। ভাঙড়ের বিভিন্ন রাস্তায় বাঁশ ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি দফায় দফায় মিছিল করেন অলীক-সর্থকরা। তাঁদের দাবি, অলীক চক্রবর্তীকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। তাঁকে মুক্তি না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। শুধু তাই নয়, আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। পাশাপাশি, আজ বিকেলেও প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। নতুনহাট থেকে শুরু হবে এই মিছিল। জমিরক্ষা কমিটির মুখপাত্র মির্জা হোসেন এ দিন বলেন, "অলীক চক্রবর্তীকে গ্রেফতার করে আমাদের আন্দোলন থামানো যাবে না।" পাশাপাশি তিনি এও হুঁশিয়ারি দেন, আরাবুল ইসলাম যদি মনে করেন জমি রকক্ষা কমিটির সদস্যদের দমিয়ে গ্রাম দখল করবেন, তা হলে তাঁকে প্রবল প্রতিরোধের মুখে পড়তে হবে।  বৃহস্পতিবার ভুবনেশ্বর থেকে গ্রেফতার করা হয় ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে। কলিঙ্গ হাসপাতালের সামনে থেকে তাঁকে

বেকার স্নাতকদের মাসিক ভাতা দেবে অন্ধ্র সরকার

Image
অমরাবতী : বেকার স্নাতকদের মাসিক ১০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করল অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকারের এই স্কিমে উপকৃত হবে প্রায় ১০ লাখ যুবক যুবতি। তিনি বলেন, "অন্ধ্রপ্রদেশ সরকার বেকার যুবক যুবতিদের জন্য এই স্কিম চালু করার কথা ঘোষণা করেছে। এধরনের পদক্ষেপ এই প্রথম। এবং সরকারের এই উদ্যোগ সফল হবে বলে মনে করি। প্রায় ১০ লাখ বেকার এর সুবিধে পাবে।" নারা আরও বলেন, "এই স্কিমে সরকারের খরচ হবে প্রায় ১২০০ কোটি টাকা। একটি পরিবারে যতজন বেকার যুবক আছে ততজনই এই সুবিধে নিতে পারবে। এক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই।" তবে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৩৫ বছর বয়স পর্যন্ত বেকারদেরই এই সুবিধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। 

বাঁশদ্রোণীর বধূর মৃত্যু, পণের চাপ?

Image
স্বামী মৃগাঙ্ক রায়ের সঙ্গে পায়েল। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতার বাঁশদ্রোণী থানা এলাকায়। মৃতার নাম পায়েল চক্রবর্তী। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে পায়েল। কিন্তু, পায়েলের পরিবারের অভিযোগ, দাবি মতো পণ না মেলায় শ্বশুরবাড়িতে তাঁর উপর অত্যাচার চলত। সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে। মৃতার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন পায়েলের বাবা। সেই অভিযোগের ভিত্তিতে পায়েলের স্বামীকে আটক করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, পায়েল শ্যামনগরের বাসিন্দা। একটি ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে তাঁর সঙ্গে আলাপ হয় বাঁশদ্রোণীর বাসিন্দা মৃগাঙ্ক রায়ের। মৃগাঙ্ক নিউটাউনের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের শিক্ষক। ২০১৭ সালের জানুয়ারিতে মৃগাঙ্কর সঙ্গে বিয়ে হয় পায়েলের। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য পায়েলের উপর অত্যাচার চালাত তাঁর স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজন। বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য তাঁর উপর চাপ দেওয়া হত। রাজি না হলেই চলত মারধর। পায়েলের মা

শিশু পর্নোগ্রাফি নিয়ে কড়া কেন্দ্র, চালু নয়া পোর্টাল

Image
এ যেন কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা। অনলাইনে ছড়িয়ে পড়া শিশু পর্নোগ্রাফি ঠেকাতে এবার সেই অনলাইন ব্যবস্থাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। চালু হল তাদের নতুন পোর্টাল-ডব্লুডব্লুডব্লু.সাইবারপুলিশ.গভ.ইন ( www.cyberpolice.gov.in )। এর সঙ্গে থাকছে হেল্পলাইন নম্বর- ১৫৫২৬০ । এর আগে শিশুদেরনীল ছবির রমরমায়উদ্বেগ প্রকাশ করে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলদেশের শীর্ষ আদালত। বলা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো যখন নানা রকমেরব্যবস্থা নিচ্ছে, তবে ভারত এর বাইরে থাকবে কেন? এর পরেই নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রক। কী ভাবে কাজ করবে ওই পোর্টাল? জানা গিয়েছে, পোর্টালের নেটওয়ার্ক জোরদার করার জন্য প্রত্যেকটি রাজ্য পুলিশের সদর দফতরে নোডাল সাইবার সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নজরদারি চালানোর জন্য নিয়োগ করতে হবে নোডাল অফিসারদের। শিশুদের নিয়ে নীল ছবি, গণধর্ষণ কিংবা ধর্ষণের ভিডিয়ো বা ছবি চোখে পড়লেই,তা প্রশাসনের নজরে আনার জন্য পোর্টালে আপলোড করা যাবে। যার ফলে ওই ছবি কিংবা ভিডিয়ো তুলে নেওয়ার জন্য ইন্টারনেটের সার্ভিস প্রোভাইডারকে নির্দেশ দেওয়া যাবে। একই সঙ্গে নেওয়া হবে পুল

কাশ্মীরে ঢুকে পড়েছে ১২ জন জঙ্গির দল, জারি হাই অ্যালার্ট!

Image
শ্রীনগর ও নয়াদিল্লি:  জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের প্রায় ১২ জন জঙ্গির একটি দল ঢুকেছে জম্মু কাশ্মীরে, খবর সূত্রের। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, বড়সড় আক্রমণের ছক রয়েছে ওই জঙ্গি দলের। গোটা দিল্লি জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। নিরাপত্তাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর এসেছে জঙ্গিরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে জম্মু কাশ্মীরে ঢুকেছে। শনিবার, রমজানের ১৭ তম দিনে বড় ধরনের আক্রমণের ছক রয়েছে তাদের। ওই দিনই ব্যাটল ওফ বাদর বা ইসলামের প্রথম যুদ্ধ লড়া হয় ৬২৪ এ.ডিতে। সেই দিনটির কথা মনে রেখেই হামলার ছক কষছে জঙ্গিরা। জঙ্গি হানার আশঙ্কায় দিল্লি ও জম্মু-কাশ্মীর জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। চারিদিকে চলছে কড়া নজরদারি। ইতিমধ্যেই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিদের একটি দল। পুলওয়ামা থেকে বিস্ফোরক ভর্তি তিনটি ব্যাগও উদ্ধার করেছে পুলিশ। গতবছরও এই সময় কাশ্মীরের বিভিন্ন এলাকায় আক্রমণ চালায় জয়েশ জঙ্গিরা।

দেশজুড়ে ১০ দিন ধর্মঘটের ডাক কৃষকদের, খাদ্য সংকটের আশঙ্কা

Image
ঠিক বছরখানেক আগে এক কৃষক বিক্ষোভে নাড়িয়ে দিয়েছিল মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রকে। দুই রাজ্যে কৃষকদের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ প্রকাশ পেয়েছিল রাজপথে । সেই বিক্ষোভ দমন করতে রীতিমতো হিমশিম খেতে হয় দেবেন্দ্র ফড়ণবিশ, শিবরাজ সং চৌহানদের । মধ্যপ্রদেশের মাণ্ডসৌরে বিক্ষোভরত কৃষকদের উপর গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় ৬ জন কৃষকের। এরপরই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছিল গোটা উত্তর ভারতে। একবছর পর আবারও সেই কৃষক বিক্ষোভের অশনিসংকেত দেখছে উত্তর ভারত। এবার অবশ্য প্রতিবাদের পন্থা হিসেবে এবার আর পথে নামা নয়, বরং ঘরে বসে থাকাকেই বেছে নিয়েছেন কৃষকরা। ঠিক হয়েছে আগামী দশদিন উৎপাদিত ফসল, সবজি, চাল-ডাল, দুধ, মাংস কোনও কিছুই শহরে গিয়ে বিক্রি করবেন না কৃষকরা। দশদিন ধরে পুরোপুরি বন্ধ রাখা হবে সরবরাহ। রাষ্ট্রীয় কিষাণ মহাসংঘের নেতৃত্বাধীনে মোট ১৩০ টি কৃষক সংগঠন এই অভিনব ধর্মঘটের পথে হাঁটছে। আন্দোলনের পন্থা পরিবর্তন হলেও দাবি সেই একই, বিনা শর্তে কৃষিঋণ মকুব করা, শাক সবজির দাম বাড়ানো, উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত স্বামীনাথন কমিটির সুপারিশ লাগু করা, কোনও কোনও সংগঠনের দাবির মধ্যে রয়েছে গোহত্যার উপর যে নিষেধাজ

ইরান থেকে তেল আমদানি হবে কী করে

Image
হায়দরাবাদ হাউসে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ''আমি আর বারাক নিজেদের মধ্যে গল্পগুজব, হাসিঠাট্টা করে থাকি!'' কথার সঙ্গে কাজের মিল দেখাতে ওই ভবনেরই সবুজ উদ্যানে চায়ে পে চর্চা করেছিলেন দুই নেতা। সেই 'বারাক' আর নেই। কিন্তু কূটনৈতিক শিবিরের মতে, সেই উষ্ণতার ঋণ এখন হাড়ে হাড়ে চোকাতে হচ্ছে নয়াদিল্লিকে। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সে দেশ থেকে ভারতের তেল আমদানি বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে কিছুটা চড়া স্বরেই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ''ভারত শুধুমাত্র রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞাকেই মান্য করে। কোনও রাষ্ট্রনির্ভর নিষেধাজ্ঞাকে নয়।'' কিন্তু তাঁর এই মন্তব্য ঘরোয়া রাজনৈতিক শিবিরের দিকে লক্ষ রেখেই করা বলে মনে করা হচ্ছে। কেন না, কৌশলগত মিত্র আমেরিকাকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে এক তরফা ভাবে ইরানের সঙ্গে তেলবাণিজ্য করা নয়াদিল্লির পক্ষে কতটা সম্ভব হবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আর তাই ইরান প্রশ্নে ভারতকে ছাড় দেওয়ার জন্য ও

ভাষাবিজ্ঞানের পড়ুয়া চাই, হাতে পোস্টার শিক্ষকদের

Image
এই সেই পোস্টার। বিজ্ঞান পড়তে হুড়োহুড়ি। কিন্তু ভাষাবিজ্ঞানের ক্লাস ফাঁকা! কলকাতা বিশ্ববিদ্যালয়ের লিঙ্গুইসটিক্স বা ভাষাবিজ্ঞানে স্নাতকোত্তরে আসন-সংখ্যা ৮৪। ২০১৬ সালে পড়ুয়া পাওয়া গিয়েছিল ৬৫ জন। এক বছর বাদে সংখ্যাটা কমে হয় ৩০। ১৯০৪ সালে তৈরি ভাষাবিজ্ঞান বিভাগে (সাবেক নাম 'কম্পারেটিভ ফিলোলজি') হরিনাথ দে, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেনের মতো দিকপালেরা পড়িয়েছেন। ছাত্র ছিলেন মুহম্মদ শহীদুল্লাহের মতো ব্যক্তি। প়ড়ুয়ার জন্য এখন হাপিত্যেশ করে বসে আছে সেই বিভাগই। পড়ুয়াদের কী ভাবে ভাষাবিজ্ঞানমুখী করা যায়, তার রাস্তা খুঁজছেন বিভাগের পাঁচ শিক্ষক-শিক্ষিকা— মীনা দাঁ, অভিজিৎ মজুমদার, সেলভিন জাসি, অদিতি ঘোষ এবং সুনন্দনকুমার সেন। পরিকল্পনামতো ওই পাঁচ জন নিজেরাই টাকা খরচ করে ছাপিয়েছেন পোস্টার। তাতে লেখা: 'স্নাতক তো হলাম। এ বার? এমএ-তে পড়াই যেতে পারে ভাষাবিজ্ঞান'। সেই পোস্টার নিয়েই গ্রীষ্মের দুপুরে শিক্ষক-শিক্ষিকারা গিয়েছেন কলকাতার কলেজে কলেজে, জানালেন বিভাগীয় প্রধান মীনাদেবী। সুনন্দনবাবু জানাচ্ছেন, তাঁরা স্কটিশ চার্চ, আশুতোষ, সেন্ট জেভিয়ার্স, মহারাজা মণীন্দ্রচন্দ্র-সহ প্রায় দশট

গ্রেফতার অলীক, খবর পেয়েই উত্তপ্ত ভাঙড়, রাতেই চলল মশাল মিছিল

Image
ভাঙড়ের জমি আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীর গ্রেফতারের পরই ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। বৃহস্পতিবার ভুবনেশ্বরে গ্রেফতার হন জমি আন্দোলনের নেতা অলীক চক্রবর্তী। সেই খবর পৌঁছতেই প্রাথমিকভাবে ভেঙে পড়েছে ভাঙড়। তবে সেই ধাক্কা সামলে অলীকের সমর্থকেরা সন্ধ্যা থেকেই মশাল মিছিল শুরু করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই দফায় দফায় মশাল নিয়ে মিছিল চলছে ভাঙড়ে। প্রচুর মানুষ জমায়েত হয়েছে সেই মিছিলে। ভাঙড় আন্দোলনের নেতা অলীকের মুক্তির দাবিতেই এই মিছিল। জমি আন্দোলনের এই নেতাকে না ছাড়লে ভাঙড়ের উত্তাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উল্টো দিকে, শুক্রবার সকাল থেকেই অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের কমিটি। ভাঙড় বকডোবা থেকে হাড়োয়া রোড পর্যন্ত অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি শুক্রবার বিকেলেই ডাক দেওয়া হয়েছে প্রতিবাদ মিছিলের। নতুনহাট থেকে শুরু হবে এই মিছিল। শুধু ভাঙড়েই নয়, কলকাতাও সেই মিছিলের আঁচ পাওয়া যাবে। ভাঙড় আন্দোলনের সমর্থকেরা অলীকের গ্রেফতারির প্রতিবাদে সোমবার মিছিল করবেন কলকাতায়। বিকেল তিনটে নাগাদ মৌলালি থেকে মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। অলীকের গ্রেফতারির পর অশান্তি হত

টুইটারের মাধ্যমে ছড়িয়ে পড়ছে ২টি নতুন ভাইরাস, লক্ষ্য টাকা, ব্যক্তিগত তথ্য চুরি, সতর্কবার্তা কেন্দ্রের!

Image
নয়াদিল্লি: সাইবারস্পেসে নতুন আতঙ্ক! সোশ্যাল মিডিয়া থেকে কম্পিউটার ও মোবাইলে হানা দিচ্ছে ২টি স্পাইওয়্যার ভাইরাস — 'ভার্চুয়াল গার্লফ্রেন্ড' ও 'পান্ডা ব্যাঙ্কার'। যাদের কাজ হল গোপনে ব্যবহারকারীর ব্যাঙ্কিং তথ্য হাতিয়ে নেওয়া। এমনটাই সতর্কবার্তা দিলেন সাইবার-বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের দাবি, এই দুই ভাইরাসের মধ্যে আবার 'ভার্চুয়াল গার্লফ্রেন্ড' বেশি ক্ষতিকর। সেটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট টুইটারের মাধ্যমে অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোনে হানা দিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করে। এই মর্মে একটি সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছে দেশের সাইবার-নিরাপত্তার নোডাল সংস্থা কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া (সার্ট-ইন)। সেখানে বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের গেম 'ভার্চুয়াল গার্লফ্রেন্ড'-এর আড়ালে নতুন এই অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার টুইটারের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। নির্দেশিকায় বলা হয়েছে, এই ম্যালওয়্যার 'সি২'– অর্থাৎ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভার ব্যবহার করে। ব্যবহারকারীর তথ্য চুরি করে ওই সার্ভারে পাঠিয়ে দেওয়াই হল এই ম্যালওয়্যারের কাজ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যাড

শৌচাগারেই রাখা আছে বাসন, শোকজের নির্দেশ অঙ্গনওয়াড়ির সহায়িকাকে

Image
ঝাঁ চকচকে শৌচাগার। অথচ ভিতরে নজর দিতেই দেখা যায় উপু়ড় করা রয়েছে রান্নার হাতা, খুন্তি, কড়াই। কাটোয়ার ঘোড়ানাশের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এমন হাল দেখে ক্ষুব্ধ প্রশাসনের আধিকারিকেরা। শো-কজ করা হয়েছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকাকে। মঙ্গলবার ঘোড়ানাশের ১/১৬ অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিদর্শনে যান কাটোয়া ২-এর বিডিও শিবাশিস সরকার। অঙ্গনওয়াড়িটিতে সেখানে ঘরের বা খাবারের কোনও সমস্যা না থাকলেও বাসনপত্র শৌচাগারে ডাঁই করে রাখা নিয়ে ক্ষোভ জানান তিনি। সঙ্গে সঙ্গেই বিডিও ওই কেন্দ্রের দুই সহায়িকা ডলি চক্রবর্তী ও রাঁধুনি বাণী চক্রবর্তীকে কৈফিয়ত তলব করেন। প্রশাসন সূত্রে জানা যায়, খাবারের মান, পঠনপাঠন, পরিকাঠামোগত সমস্যাগুলো পরিদর্শনের জন্য কয়েকদিন ধরেই মকুমার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আচমকা পরিদর্শনে যাচ্ছেন প্রশাসনের কর্তারা। বিডিও বিষয়টি তৎক্ষনাৎ মহকুমাশাসককে জানান।  বৃহস্পতিবার ওই দু'জনকে ডেকে পাঠান মহকুমাশাসক সৌমেন পাল। দু'জনকেই শোকজ করে সাত দিনের মধ্যে কারণ জানাতে বলা হয়েছে। যদিও ডলি দেবীর দাবি, ''শৌচাগারটি নতুন। এখনও ব্যবহৃত হয়নি। তাই তাতে বাসনপত্র রাখতে অসুবিধা নেই।'' স্থা

দেহে অসংখ্য ক্ষত, পুরুষাঙ্গ কাটা, যুবকের দেহ উদ্ধার কড়িধ্যায়

Image
আগের রাতে বাড়ি ফেরেননি। পর দিন সকালে মিলল ক্ষতবিক্ষত দেহ। সিউড়ি ১ ব্লকের কড়িধ্যার বৃহস্পতিবার সকালের ঘটনা। দেহটি মেলে কড়িধ্যা ডোমপাড়ায় একটি ঝোপঝাড় ঘেরা জায়গায়। পুলিশ জানিয়েছে, নিহতের নাম সুব্রত অঙ্কুর ওরফে টিঙ্কু (২৭)। বাড়ি সিউড়ি ১ ব্লকের চাকদহা গ্রামে। পুলিশের ধারনা, নৃশংস ভাবে খুন করা হয়েছে যুবককে। কেন, কী ভাবে এই খুন তা নিয়ে অবশ্য রাত পর্যন্ত ধন্দ কাটেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলা সদরের রবীন্দ্রপল্লিতে একটি অটোমাবাইল শো-রুমে কর্তরত ছিলেন ওই যুবক। বুধবার কাজ সেরে বাড়ি না ফিরে বন্ধু সঞ্জয় মালের কড়িধ্যার বাড়িতে এসেছিলেন। সকালে তাঁর ক্ষতবিক্ষত বিবস্ত্র দেহ উদ্ধার হয়। শরীরে একাধিক ক্ষত ছিলই। কেটে নেওয়া হয়েছিল পুরুষাঙ্গও। নিহতের স্ত্রী রুমকি ও বাবা স্বপন অঙ্কুররা এর জন্য সঞ্জয়ের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। রুমকির দাবি, ''মদের নেশা ধরানোর মূলে বন্ধু সঞ্জয়। এই নিয়ে বাড়িতে অশান্তি হত। ওই বন্ধুই ওকে পরামর্শ দিত বাড়ির কথা না শুনতে। প্রায় দিনই কড়িধ্যায় আসত। বুধবারও ওরা একসঙ্গে ছিল। রাত এগারোটা পর্যন্ত বাড়ি না ফেরায় আমি সঞ্জয়ের স্ত্রী দুর্গা মালকে ফোন করি।

চিনকে পিছনে ফেলে বৃদ্ধিতে দ্রুততম ভারত

Image
চিনকে অনেক পিছনে ফেলে দ্রুততম বৃদ্ধির দেশের তকমা ফের ছিনিয়ে নিল ভারত। গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) বৃদ্ধির হার পৌঁছল ৭.৭ শতাংশে। চোখে পড়ার মতো উন্নতি কৃষি (৪.৫%), কল-কারখানায় উৎপাদন (৯.১%) ও নির্মাণ শিল্পে (১১.৫%)। তবে এ সবের পরেও গত অর্থবর্ষে ৭% বৃদ্ধির কক্ষপথে পৌঁছতে পারেনি ভারত। ২০১৭-১৮ আর্থিক বছরে তা থমকে গেল ৬.৭ শতাংশে। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, চতুর্থ ত্রৈমাসিকে বৃদ্ধির নিরিখে ভারত চিনকে (৬.৮%) পিছনে ফেলেছে ঠিকই। কিন্তু ছুঁতে পারেনি নিজেদের আগের অর্থবর্ষের বৃদ্ধিকেও (৭.১%)। ২০১৬ সালের নভেম্বরে নোটবন্দি ঘোষণার পরে ধাক্কা খেয়েছিল বৃদ্ধি। বিশেষত তার পরের দুই ত্রৈমাসিকে। তার পর থেকে সেই প্রভাব কাটিয়ে তা ঘুরে দাঁড়িয়েছে ক্রমশ। যা দেখে অনেকে বলছেন, এ তো মসৃণ ভাবে চলা কোনও গাড়ির ইঞ্জিন বিগড়ে ফের তাকে চালু করার সমিল। নোটবন্দির আগের ত্রৈমাসিকে বৃদ্ধি ছিল ৭.৪%। এ বার ৭.৭%। পুরো অর্থবর্ষে ৭ শতাংশের কম। তা-ও বিপুল সরকারি ব্যয়ের পরে। রাজকোষ ঘাটতি সামান্য বেশি হলেও, তা মেনে নিয়ে (৩.৫৩%)। নোটবন্দির পরে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছিলেন, আর্থিক বছরে ৭.৫ শতাংশে পৌঁছবে বৃদ

দাড়ি কাটাই কাল হল অলীকের! নেতা গ্রেফতারে উদ্বেগে ভাঙড়

Image
দাড়ি কেটে চেহারার ভোল বদল করাই কাল হল অলীক চক্রবর্তীর। প্রায় দু'বছর ধরে পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড ভাঙড় আন্দোলনের এই নেতা। প্রশাসনের দাবি, এই আন্দোলনের নিউক্লিয়াস সিপিআই-এমএল (রেড স্টার)-এর এই নেতা। ইউএপিএ আইনে অভিযুক্ত অলীক। রয়েছে প্রায় ডজনখানেক মামলা। অলীককে গ্রেফতার করতে পারলেই ভাঙড় আন্দোলনের মেরুদণ্ড ভেঙে দেওয়া যাবে, একাধিকবার এই দাবি করেছেন প্রশাসনের কর্তারা। তাই অলীককে গ্রেফতারের চেষ্টায় খামতি ছিল না। তা সত্ত্বেও কার্যত পুলিশের নাকের ডগায় বসে এই আন্দোলনকে সংগঠিত করে গিয়েছেন বছর পঞ্চাশের এই ব্যক্তি। লুকিয়ে থেকে নয়। ক'দিন আগেও রাস্তায় নেমে রাতভোর বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু তার পরও পুলিশ কেন তাঁকে গ্রেফতার করতে পারছে না? ভাঙড় যখন বার বার উত্তাল হয়েছে, তখন এই প্রশ্ন বারবার শুনতে হয়েছে শীর্ষ পুলিশ কর্তাদের। তাঁদেরই একজন বলেছিলেন, "অলীককে গ্রেফতার করতে গেলে, পুলিশ ও গ্রামবাসী দু'পক্ষের কমপক্ষে দু'ডজন মানুষের মৃত্যু হবে। আহত হবেন অসংখ্য মানুষ। পুলিশ কখনই এ রকম প্রাণহানির দায় নিতে পারে না।" গোটা এই দু'বছর আন্দোলনের জমি ছেড়ে নড়েননি অলীক। মাছিভাঙ

বন্ধু বাড়াতে না পারলে ২০১৯-এও বিপর্যয়, বার্তা দিল উপনির্বাচন

Image
হাতে সময় খুব কম। লোকসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। হাওয়া কোন দিকে, দেশের প্রায় সব প্রান্তকে ছুঁয়ে যাওয়া উপনির্বাচনেই তা পরখ করে নেওয়ার সুযোগ ছিল সব পক্ষের সামনে। পরখ করেও নিল শাসক-বিরোধী দু'পক্ষই। বলাই বাহুল্য, ভোটের ফল অশনিসঙ্কেত দিয়ে দিল দোর্দণ্ডপ্রতাপ বিজেপি-কে। ঔদ্ধত্যের যে অভিযোগ উঠছে, তা কি সত্যি? বিজেপি-কে ভেবে দেখতে হবে। বার্তা দিল দেশ। ফিকে হতে থাকা ম্যাজিক ফের ফিরিয়ে আনতে খুব দ্রুত নতুন বন্ধুও জোটাতে হবে দেশের শাসক দলকে। এ বার্তাও দিয়ে দিল এই উপনির্বাচন। ৪টি লোকসভা এবং ১১টি বিধানসভা আসনে ভোট হয়েছিল। বিজেপি এবং উত্তর-পূর্বের জোটসঙ্গী এনডিপিপি মিলে পেল ২টি লোকসভা আসন। বাকি ২টি পেল বিরোধীরা। আর ১১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি পেল মাত্র ১টি। ১০টি-ই বিরোধীদের ঝুলিতে গেল। পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য যখন কোমর বাঁধতে শুরু করে দিয়েছে প্রায় গোটা দেশের রাজনৈতিক শিবির, তখন এই রকম নির্বাচনী ফলাফল যে বিজেপি-র পক্ষে মোটেই স্বস্তিদায়ক নয়, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের সংশয় নেই। ২০১৪ থেকে দেশ জুড়ে যে গেরুয়া ঝড় তুলে দিয়েছিল বিজেপি, তা হঠাৎ এত মিইয়ে গেল কী ভাবে? কেন এত খারাপ ফ