Posts

Showing posts from August 26, 2018

রাফায়েল চুক্তি: কংগ্রেসের বিরুদ্ধে মানহানির মামলা আম্বানির

Image
আহমেদাবাদ: আগেই সাবধান করেছিলেন৷ নোটিশ পাঠিয়ে কংগ্রেস নেতাদের রাফায়েল চুক্তি নিয়ে ভুলভাল তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলেছিলেন৷ তাতে কাজ না হওয়ায় এবার রাফায়েল চুক্তি নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আইনি পথেই লড়াই শুরু করলেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার অনিল আম্বানি৷ কংগ্রেসের মালিকানাধীন ন্যাশনাল হেরাল্ড পত্রিকার প্রকাশক ও সম্পাদক জফর আগার বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকার মানহানির মামলা করেন তিনি৷ মামলার কারণ প্রসঙ্গে রিলায়েন্সের তরফে জানান হয়েছে, পত্রিকায় রাফায়েল চুক্তি নিয়ে প্রকাশিত একটি খবর মিথ্যাভাবে পরিবেশন করা হয়৷ যা অনিল আম্বানির ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে৷ রিলায়েন্সের তরফে জানা গিয়েছে, ন্যাশনাল হেরাল্ডে রাফায়েল চুক্তি নিয়ে একটি খবর পরিবেশিত হয়৷ মোদী সরকার রাফায়েল চুক্তি ঘোষণা করার দশ দিন আগে অনিল আম্বানি এই চুক্তি থেকে ফায়দা তুলতে তাঁর রিলায়েন্সের ডিফেন্স সংস্থাকে এগিয়ে দেন৷ সেই খবরকে মিথ্যা ও ভুল তথ্যে ভরা বলে অভিযোগ করে রিলায়েন্স গ্রুপ এবং জানিয়েছে, এতে সংস্থার চেয়ারম্যান অনিল আম্বানির ভাবমূর্তি ধাক্কা খেয়েছে৷ এছাড়া আরও একটি মানহানির মামলা দায়ের করেন অনিল আম্বা

স্টেটাস দেওয়ার আগে সাবধান! সতর্ক করল CID

Image
কলকাতা: রাজ্যবাসী কে মোমো-র ফাঁদ থেকে বাঁচতে সতর্কতা জারি করল সিআইডি ৷ এরপর সোশ্যাল মিডিয়া কে ব্যবহার করেও এই সতর্ক বার্তা দেওয়ার পরিকল্পনা করছেন সিআইডি কর্তারা ৷ বিগত কয়েকদিনে মোমো-র জাল ছড়াচ্ছে এই রাজ্যেও ৷ ইতিমধ্যেই এই খেলার জেরে প্রানও হারিয়েছে এক রাজ্যবাসী ৷ কার্শিয়াং,দক্ষিণ দিনাদপুর, বেলডাঙা, জলপাইগুড়ি, মহিষাদলের পর এবার কলকাতাতেও ছড়িয়েছে এই জাল ৷ ঘটনার তদন্তও শুরু করেছেন সিআইডি-র গোয়েন্দারা ৷ তবে এই খেলার ফাঁদ থেকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন সিআইডি কর্তারা ৷ ডিআইজি সিআইডি অপারেশন নিশাদ পরভেজ জানান, "মোমো-র তদন্ত শুরু করা হয়েছে ৷ তবে সাধারন মানুষ কেউ সাবধান থাকতে বলছি আমরা ৷ এই ধরনের অপরিচিত লিংক এড়িয়ে চলুন ৷ এই ধরনের লিংক পেলেই সময় নষ্ট না করে পুলিশ কে জানান ৷ পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে৷" এক অভিযোগকারী জানিয়েছেন , "তার মোবাইলে হঠাৎ একটা অপরিচিত লিংক আসে ৷ সেই লিংকের সূত্র ধরেই মোমো-র এই মমির ছবি উঠে আসে আমার ফোনে ৷ তখনই বুঝতে পারি আমাকে এই ভয়ানক খেলার টার্গেট করা হচ্ছে ৷ সময় নষ্ট না করে পুলিশের দ্বারস্থ হই আমি ৷ তৎক্ষনাত পুলিশ তদন্ত শুরু করে।&quo

সারদা কাণ্ডে 'বাড়ছে' সিবিআই-চাপ! এবার ৬ তদন্তকারী অফিসারকে তলব

Image
সারদাকাণ্ডে এবার ছয় তদন্তকারী অফিসারকে জেরা করতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সিবিআই সূত্রে খবর এমনটাই। এর আগে ৪ আইপিএসকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে চিঠি পাঠানো হয়েছিল বলে সূত্রের খবর। যদিও কেউই তাতে হাজির দেননি। সারদাকাণ্ডে তদন্তকারী অফিসার বিধাননগর পুলিশের তৎকালীন ডিসি ডিডি অর্ণব ঘোষ ছাড়াও তদন্তকারী আধিকারিক দিলীপ হাজরা, শঙ্কর ভট্টাচার্য, দেবনাথ বন্দ্যোপাধ্যায়, প্রভাকর নাথ, পিনাকী রায়কে সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য ডিআইজি সিআইডির কাছে ইমেল করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এডিজি সিআইডি সঞ্জয় সিংহ জানিয়েছেন, তিনি এবিষয়ে কিছু জানেন না। সিবিআই সূত্রে খবর, সারদা তদন্তে এই ছয়জন একেবারে প্রথমের দিকে সারদার মিডল্যান্ড পার্কের অফিসে বারবার গিয়েছেন। সেখান থেকে কাগজপত্র, সিডি, পেনড্রাইভ বাজেয়াপ্ত করেছেন। সিবিআই-এর তরফে অভিযোগ, সেই সংক্রান্ত অনেক নথিই তাদের হাতে তুলে দেওয়া হয়নি। সিবিআই-এর তরফে সুপ্রিম কোর্টে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ করা হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় সিট-এর আধিকারিকরা লাল ডায়েরি বাজেয়াপ্ত করেছিল বলে জানিয়েছিলেন এই কাণ্ডে অন্যতম অভিযুক

স্বামীকে তিন তালাক দিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন ৩ সন্তানের মা

Image
স্বামীর দাবি, দিনমজুরি করেন তিনি। গত ১৫ জুলাই বাড়ি ফিরে তিনি দেখেন স্ত্রী ঘরে নেই। পড়ে রয়েছে একটা চিঠি। তাতে লেখা 'তালাক, তালাক, তালাক'। ঘর থেকে গায়েব ৬০ হাজার টাকাও। ১০ বছর আগে ওই দম্পতির। তাদের ৫ সন্তানও হয়েছে। তার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। তিন তালাকের কুপ্রথা রোধে সম্প্রতি কড়া আইন করেছে কেন্দ্রীয় সরকার। ইসলামে নারীদের সমানাধিকা দিতেই এই আইন বলে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে তার পরেও বিভিন্ন জায়গা থেকে মিলেছে তিন তালাক দেওয়ার খবর। কেউ ফোনে তিন তালাক দিচ্ছেন তো কেউ এসএমএস-এ। তবে হরিয়ানার যমুনানগর থেকে তিন তালাকের যে খবর মিলেছে তা সবার থেকে আলাদা।  সাধারণত স্বামীর তিন তালাকের শিকার হন মুসলিম মহিলারা। ঘর সংসার ছেড়ে পথে নামতে হয় তাঁদের। কিন্তু হরিয়ানার যমুনানগরে যে ঘটনা ঘটেছে তাতে তালাকের স্বীকার খোদ স্বামীই। চিঠিতে ৩ তালাক লিখে ওই স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি।  স্বামীর দাবি, দিনমজুরি করেন তিনি। গত ১৫ জুলাই বাড়ি ফিরে তিনি দেখেন স্ত্রী ঘরে নেই। পড়ে রয়েছে একটা চিঠি। তাতে লেখা 'তালাক, তালাক, তালাক'। ঘর থেকে গায়েব ৬০ হাজা

জেলে কেমন আছে ধর্ষক রাম রহিম, কেমন দেখতে হয়েছে তাকে?

Image
গত বছর ২৫ অগাস্ট ২ মহিলাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে ২০ বছরের কারাবাসের সাজা শোনায় পঞ্চকুলার আদালত। এর পরই হিংসা ছড়ায় উত্তর ভারতের একাধিক রাজ্যে। হিংসায় মৃত্যু হয় ৪১ জনের। সেই থেকে রাম রহিমের ঠিকানা রোহতক জেল। জেলে প্রায় আধ একর জায়গায় ছড়িয়ে রয়েছে রাম রহিমের ব্যারাক।  জেলযাত্রার বর্ষপূর্তিতে প্রচার থেকে অনেক দূরে  ডেরা সচ্চা সওদা প্রধান গুরমিত রাম রহিম। রোহতক জেলে কারাবাসের বর্ষপূর্তিকে কেমন আছে সে। রবিবার এক হিন্দি দৈনিকে প্রকাশিত হয়েছে ধর্ষক রাম রহিমের হাল হকিকত।  গত বছর ২৫ অগাস্ট ২ মহিলাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে ২০ বছরের কারাবাসের সাজা শোনায় পঞ্চকুলার আদালত। এর পরই হিংসা ছড়ায় উত্তর ভারতের একাধিক রাজ্যে। হিংসায় মৃত্যু হয় ৪১ জনের। সেই থেকে রাম রহিমের ঠিকানা রোহতক জেল। জেলে প্রায় আধ একর জায়গায় ছড়িয়ে রয়েছে রাম রহিমের ব্যারাক। চারদিক ঘেরা ৮ ফুট উঁচু পাঁচিল দিয়ে। তার মধ্যে ১৫ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া একটি ঘরে থাকে রাম রহিম।  জেল সূত্রে জানা গিয়েছে, রোজ সকাল ৫টা থেকে ৫.৩০ মিনিটের মধ্যে ঘুম থেকে ওঠে রাম রহিম। এর পর ঘরের সামনে বারান্দায় কিছুক্ষণ হাঁটে সে। কখনও যোগাসন করতেও দেখা যায় র

ভাইপোকে অপহরণ, খবর ছড়াতেই কিশোরকে নদীতে ছুড়ে ফেলল কাকা

Image
ভাইপোকে অপহরণ করে মুক্তিপণ দাবি। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়াতেই ন'বছরের ভাইপোকে বানভাসি নদীতে ছুড়ে ফেলে দিল কাকা। এমনই রোমহর্ষক অভিযোগ ঘিরে তোলপাড় কেরলের মালাপ্পুরম এলাকা। ১৩ অগস্টের এই ঘটনা সামনে আসতেই সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কিশোরের দেহ এখনও পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ অগস্ট থেকে নিখোঁজ ছিল মালাপ্পুরম জেলার মেলাত্তুর এলাকার ৯ বছরের কিশোর শাহিন। এ নিয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন শাহিনের বাবা-মা। পাশাপাশি ফেসবুক, হোয়াটসঅ্যাপেও ব্যাপক ভাবে শাহিনের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তাতে পুলিশ প্রশাসনের উপরও চাপ বাড়ছিল। পুলিশ ঘটনার তদন্তে নেমে শাহিনদের বাড়ির কাছে একটি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। সেখানেই সূত্র মেলে। তাতে দেখা যায়, ভাইপোকে বাইকে চাপিয়ে নিয়ে যাচ্ছে মহম্মদ। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ দেখিয়ে জিজ্ঞাসাবাদ করতেই ভেঙে পড়ে মহম্মদ। স্বীকার করে, দাদার কাছ থেকে মুক্তিপণ আদায় করতেই সে ভাইপোকে অপহরণ করে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই ভয় পেয়ে যায়। তার পরই ভাইপোকে কাডালুন্ডি নদীতে ছুড়ে ফেলে দেয়

নিজের রেকর্ড ছাপিয়ে গেলেন হিমা, এশিয়াডে ৪০০ মিটারে জোড়া রুপো

Image
সোনা না পেলেও দেশকে গর্বিত করলেন হিমা। সোনা হল না। এল রুপো। এশিয়ান গেমসে মহিলাদের ৪০০ মিটার ফাইনালে রুপো পেলেন ভারতের হিমা দাস। একইসঙ্গে পুরুষদের ৪০০ মিটারেও এল রুপো। আনলেন মহম্মদ আনাস।  অসমের ১৮ বছর বয়সি হিমা সময় নিলেন ৫০.৭৯ সেকেন্ড। নিজেকে ছাপিয়ে গেলেন তিনি। কিন্তু, তাতেও সোনা এল না। হিমার সতীর্থ নির্মলা হলেন চতুর্থ। ফিনল্যান্ডে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী হিমা এশিয়ান গেমসের ৪০০ মিটারের ফাইনালে উঠেছিলেন জাতীয় রেকর্ড করে। সময় নিয়েছিলেন ৫১.০০ সেকেন্ড। ভেঙেছিলেন ১৪ বছরের পুরনো রেকর্ড। যা করেছিলেন মনজিত্ কউর (৫১.০৫ সেকেন্ড)। এক নম্বর হিটে দ্বিতীয় হয়েছিলেন তিনি। সার্বিক ভাবেও তিনি ছিলেন দুইয়ে। স্বভাবতই তাঁকে নিয়ে প্রত্যাশা বাড়ছিল। তাঁর গলায় সোনার পদক দেখার স্বপ্ন দেখছিল ভারতীয় ক্রীড়ামহল। কিন্তু তা হল না। তবে রুপো জেতার পর তাঁকে টুইটে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর পথে বড় বাধা হিসেবে চিহ্নিত হচ্ছিলেন বাহরিনের সালওযা নাসের। তিনি হিটে ৫০.৮৬ সেকেন্ড সময় নিয়ে গেমসে রেকর্ড করেছিলেন। ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে নাসের রুপো জিতেছিলেন। এই বছর ডায়মণ্ড লিগ সি

স্বামীকে বাঁচাতে অন্য পুরুষের শয্যাসঙ্গিনী হতে বাধ্য হলেন স্ত্রী

Image
আলিপুরদুয়ার: স্বামীকে প্রাণে মেরে ফেলা হবে৷ প্রায়ই হুমকি আসত এলাকার এক যুবকের কাছ থেকে৷ সেই যুবক আবার এলাকায় দুষ্কৃতী হিসেবেই পরিচিত৷ ফলে সেই হুমকিকে ফাঁকা আওয়াজ হিসেবে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না৷ স্বামীকে বাঁচাতে তাই সমঝোতা করতেই হয়েছিল স্ত্রীকে৷ ওই দুষ্কৃতীর সঙ্গে বাধ্য হতে হয়েছিল সঙ্গমে৷ প্রায় চার মাস আগের ঘটনা৷ আলিপুরদুয়ারের কালচিনি এলাকায় ঘটনাটি ঘটেছিল৷   নির্যাতিতা মহিলা হয়তো ভেবেছিলেন একবার কোনওরকমে অত্যাচার সহ্য করলেই সুরক্ষিত করা যাবে স্বামীর জীবন৷ কিন্তু তা হয়নি৷ বরং হুমকি বেড়েছিল৷ তাই টানা চারমাস ধরে বহুবার এঞ্জেলেস কুজুরের কাছে ধর্ষিত হতে হয় কালচিনির নিমতি চা-বাগান এলাকার বাসিন্দা ওই মহিলা অভিযোগ করেছেন৷ তাঁর দাবি, মাঝেমধ্যে তাঁকেও খুন করা হবে বলে হুমকি দেওয়া হত৷ মহিলার স্বামীর দাবি, তিনি এই ঘটনার বিন্দুবিসর্গও জানতেন না৷ এতদিন ধরে নির্যাতনের শিকার হলেও তাঁর স্ত্রীকে তাঁকে কিছুই জানাননি৷ কিন্তু অত্যাচারের মাত্রা রোজ বাড়তে থাকায় ওই মহিলা সম্প্রতি স্বামীকে সব জানান৷ তার পর কয়েকজনের প্রতিবেশীর সঙ্গে আলোচনার পর পুলিশের দ্বারস্থ হওয়ার বিষয়ে মনস্থির করেন৷ সেই ম

অপেক্ষার অবসান! সামনের মাসেই ১০০ বলের ক্রিকেট

Image
শহরভিত্তিক এই ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে আগ্রহী ইসিবি।  ১০০ বলের ক্রিকেট! শোনা যাচ্ছিল, ক্রিকেটের সব থেকে ছোট ফরম্যাট নিয়ে কথাবার্তা চলছে। কিন্তু ঠিক কবে দেখা যাবে এমন ক্রিকেট! তা জানা যাচ্ছিল না। এবার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। সামনের মাসেই হবে ১০০ বলের ক্রিকেট। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রস্তাবিত ১০০ বলের ক্রিকেটের একটি প্রতিযোগিতা ইংল্যান্ডের মাঠে হবে। ট্রেন্টব্রিজে ১০০ বলের ক্রিকেটের পরীক্ষামূলক ম্যাচগুলো হবে ১৬, ১৭ ও ১৮ সেপ্টেম্বর। শুরুতে পুরুষ ক্রিকেট দলগুলোর পরীক্ষামূলক ম্যাচ হবে। তার পর লাফবরোতে হবে মেয়েদের ম্যাচ। ২০২০ সালে আট দল নিয়ে শুরু হবে ১০০ বলের ক্রিকেট। শহরভিত্তিক এই ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে আগ্রহী ইসিবি। বাছাই করা খেলোয়াড়দের নেওয়া হবে এই টুর্নামেন্টে। সংশ্লিষ্ট ক্রিকেটারের কাউন্টি দলগুলোর অনুমতি নেওয়া হবে সবার আগে। জানা যাচ্ছে, ম্যাচ ফি নিয়েও ইতিমধ্যে ভাবতে বসেছে ইসিবি। পিসিএর চেয়ারম্যান ড্যারিল মিচেল জানিয়েছেন, 'আমরা আশা করছি বেশির ভাগ কাউন্টি দলেরই থেকেই ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলবে। যদিও অনেক দলেরই প্রথম একাদশ

জোড়া রুপো ভারতের, পদক নিশ্চিত সাইনার

Image
জাকার্তা: এশিয়াডের সপ্তম দিনে স্কোয়াশে তিনটি ব্রোঞ্জ ও তাজিন্দারের হাত ধরে শেষবেলায় ভারতের ঝুলিতে এসেছে একটি স্বর্ণপদক। অষ্টম দিনের শুরুতেই ইকুয়েস্ট্রিয়ানে জোড়া রুপো ছিনিয়ে নিয়ে তালিকায় আরও দুটি পদক যোগ করল ভারত। ইকুয়েস্ট্রিয়ানে পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করে এদিন দেশকে প্রথম পদক এনে দেন ফৌয়াদ মির্জা। ব্যক্তিগত ইভেন্টের পর দলগত ইভেন্টেও রুপোর পদক গলায় ঝোলায় ভারতের পুরুষ ইকুয়েস্ট্রিয়ান দল। এর আগে এশিয়াডে দলগত ইভেন্টে পদক জিতলেও ইকুয়েস্ট্রিয়ানের ব্যক্তিগত ইভেন্টে রুপো এই প্রথম। ১৯৮২ সালে এশিয়ান গেমসে অন্তর্ভুক্তি ঘটে ইকুয়েস্ট্রিয়ানের। তারপর থেকে ব্যক্তিগত ইভেন্টে কোন পদক ছিল না ভারতের ঝুলিতে। ফৌয়াদের রুপো জয়ের সঙ্গে অবশেষে সেই খরা মিটল।   ইকুয়েস্ট্রিয়ানে জোড়া রুপো জয়ের পর অষ্টমদিনে আরও পদকের প্রত্যাশা রয়েছে ভারতের। ব্যক্তিগত ইভেন্টে হতাশ করলেও তিরন্দাজির দলগত ইভেন্টে পদক নিশ্চিত করল ভারতের মেয়েরা। মহিলাদের কম্পাউন্ড ইভেন্টে রবিবার চাইনিজ তাইপেকে তারা পরাজিত করল ২২৫-২২২ ব্যবধানে। তিরন্দাজির পাশাপাশি ব্যাডমিন্টনে পদক নিশ্চিত করে ইতিহাস গড়লেন সাইনা নেহওয়াল। প্রথম মহিলা

বয়ফ্রেন্ড চাই? সেলেব হলে ঘণ্টায় ৩০০০, আম আদমি ৩০০

Image
ওয়েবসাইট কিংবা অ্যাপ থেকে লগ ইন করতে হবে এই অ্যাপে। ছবিটি স্ক্রিনশট। বয়ফ্রেন্ড ভাড়া চাই? হ্যাঁ মশাই ঠিকই শুনেছেন। ছিছিক্কার করে কোনও লাভ নেই। বয়ফ্রেন্ড নেই বলে একলা মনখারাপ নিয়ে থাকার দিন শেষ। এবার 'সিঙ্গল' থাকার হতাশা ঝেড়ে ফেলতে পারেন এক ঝটকায়। চিন, বা জাপানের মতো এবার দেশেও চলে এল 'রেন্ট আ বয়ফ্রেন্ড অ্যাপ' www.rentabf.in । কোনও বিয়েবাড়িতে বা বন্ধুদের পার্টিতে 'সিঙ্গলহুড' প্রকাশ করতে ভাল লাগছে না? লং ড্রাইভে আর কতবার একা যাবেন। এর জন্য ডাউনলোড করতে হবে অ্যাপটা কিংবা ওয়েবসাইট থেকে লগ ইন করতে হবে মেল আইডি দিয়ে। মিনিট পনেরোর জন্য বয়ফ্রেন্ড ভাড়া নিলে দিতে হবে ৫০০ টাকা। এর পরে সময় কাটাতে চাইলে আরও খানিকটা বেশি। সেলেব্রিটি হলে বয়ফ্রেন্ডের ভাড়া প্রতি ঘণ্টায় ৩০০০ টাকাও হতে পারে। মডেল হলে ২০০০।  আর যদি 'আম আদমি' হয় তা হলে বয়ফ্রেন্ডের দাম ঘণ্টায় ৩০০ থেকে ৪০০ টাকা। তবে ২০ থেকে ২৫ বছরের বয়ফ্রেন্ডের প্রোফাইলের ভিড়ে কয়েক জন বছর পঞ্চান্নর ব্যক্তিকেও রাখা হয়েছে। তবে সেলেব্রিটিদের মধ্যে কাকে রাখা হয়েছে এই তালিকায়, তা জানা যায়নি। ২২ থেকে ২৫ বছরের হ্যান্ডসাম হাঙ্কক

ছাত্রীকে যৌন হেনস্থার ভিডিয়ো ভাইরাল, দিল্লিতে গ্রেফতার ৫২ বছরের শিক্ষক

Image
যৌন হেনস্থার ভিডিয়ো তুলে ১৫ বছরের এক ছাত্রীকে ব্ল্যাকমেল করার অভিযোগে ৫২ বছরের শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। শনিবার ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, উত্তর দিল্লির বুরারির একটি সরকারি কলেজের শিক্ষক ধৃত ওই ব্যক্তি। বহুদিন আগে থেকেই তিনি ওই ছাত্রীকে যৌন হেনস্থা করতেন বলে অভিযোগ।ওই ঘটনার কথা কাউকে জানালে ভিডিয়ো ছড়িয়ে দেবেন বলেও হুমকি দিতেন তিনি। শিক্ষকের ভয়ে এবং লজ্জায় ছাত্রী কাউকে কিছু জানাতে পারেনি। শুক্রবার ভিডিয়োটি ভাইরাল হয়ে যাওয়ায় তা ছাত্রীর পরিবারের নজরে আসে। তার পরই পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, শুক্রবার ওই শিক্ষক তার এক বন্ধুকে যৌন হেনস্থার ভিডিয়ো পাঠায়। সেই বন্ধুই তা ভাইরাল করে দেন। ওই শিক্ষককে জেরা করে  পুলিশ জেনেছে, ভিডিয়োটি জুনে শুট করা হয়েছিল। আর কোনও ছাত্রীর সঙ্গে এমন করেছেন কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনা জানাজানি হওয়ার পরই শনিবার ওই স্কুলের বাইরে জড়ো হন  পড়ুয়া এবং অভিভাবকেরা। ওই শিক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। চলতি মাসের প্রথম দিকে নয়াদিল্লির একটি মিউনিসিপ্যাল কাউন্সিল স্কুলে দ্বিতীয় শ্রেণির এক

যৌন মিলনের সময় বিরক্ত করায় যুবকের উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ

Image
যৌন মিলনে ব্যস্ত বাঘ ও বাঘিনী। সেই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা। ইট পাটকেল ছোড়াও চলছিল। শেষে বিরক্ত হয়ে এক যুবকের হামলা চালাল রয়্যাল বেঙ্গল টাইগার। রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যান সংলগ্ন এলাকার এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বন দফতরের কর্মীরা জানিয়েছেন, গত ২১ অগস্ট রণথম্ভোর জাতীয় উদ্যান লাগোয়া এন্দা গ্রামের পাশে জাতীয় উদ্যানের এলাকার মধ্যেই একটি ঝোপের আড়ালে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার যৌন মিলনে রত হয়। সেই দৃশ্য দেখতে কার্যত গোটা গ্রাম ওই এলাকায় ভিড় জমায়। একটি বড় গাছে উঠে পড়েন বহু মানুষ। পাশাপাশি বাঘ ও বাঘিনীকে ইট-পাটকেল ছোড়াও শুরু হয়। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে পাল্টা হামলা চালায় বাঘটি। বাকিরা পালাতে সক্ষম হলেও সামনে পড়ে যান মোহন নামে এক যুবক। তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। তখন গ্রামবাসীরা প্রচণ্ড হইচই শুরু করলে ফিরে যায় বাঘটি। শঙ্কাজনক অবস্থায় মোহনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, যুবকের শরীরের একাধিক জায়গায় বাঘ থাবা বসিয়েছে। তৈরি হয়েছে গভীর ক্ষত।

কেরলের ত্রাণ নিয়ে 'মন কী বাত' -অনুষ্ঠানে দেশবাসীকে কোন বার্তা দিলেন মোদী

Image
কেরলের বিধ্বংসী বন্যারপর এদিন প্রথমবার 'মন কী বাত ' অনুষ্ঠানে জাতীর উদ্দেশে বার্তা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি রাখি পূর্ণিমার দিন নরেন্দ্র মোদীর এই ভাষণে ছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা। দেশবাসীকে রাখির শুভেচ্ছা জানিয়ে তিনি একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতেই দেশবাসীকে রাখীর শুভেচ্ছা বার্তা জানান নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রে আসন্ন দহি-হাণ্ডি উৎসব উপলক্ষ্যে নিয়েও এদিন প্রসঙ্গ তোলের প্রধানমন্ত্রী। তিনি আসন্ন জন্মাষ্টমী উপলক্ষ্যে এদিন সকলকে শুভেচ্ছা জানান। পাশাপাশি সংস্কৃত পঠন পাঠনে উৎসাহ দান করেন প্রধানমন্ত্রী। উল্লেখ করেন তামিল ভাষায় রচিত বিভিন্ন আদি নথিরও। মোদীর এদিনের বক্তব্যে ফের একবার উঠে আসে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহরী বাজপেয়ীর প্রসঙ্গ। কেরলের বিধ্বংসী বন্যা প্রসঙ্গে মোদী বলেন, গোটা দেশ রয়েছে কেরলের পাশে। পাশাপাশি দেশের যেসমস্ত অংশ আপাতত প্রাকৃতিক দুর্যোগের কবলে রয়েছে , সেই সমস্ত রাজ্যের পাশেও রয়েছে দেশ। কেরলের বন্যা দুর্গতদের সাহায্যে যেভাবে এনডিআরএফ এগিয়ে এসেছে তার ভূয়সী প্রশংসা করেন মোদী। পাশাপাশি সংসদে বর্ষা অধিবেশন নিয়েও এদিন

আপনার ৫০০ টাকার নোট কি বেকায়দায় ছিঁড়ে গিয়েছে ? নোটটি বদলে ফেলুন এই সহজ কিছু উপায়ে

Image
বাস কিংবা ট্রেন কিংবা বাজার ৷ হামেশাই ছেঁড়া-ফাটা নোটের সমস্যায় পড়ি আমরা ৷ যখন সেই ছেঁড়া নোটটা নিই আমরা ৷ অনেকসময়ই আমাদের চোখ এড়িয়ে যায় ৷ যার জেরে পরে গিয়ে ভুগতে হয় ৷ কীভাবে সেই নোট বদল করবেন ৷ সেই নিয়ে চিন্তায় পড়ে যান সকলে ৷ কিন্তু সেই নোট বদল করার নিয়ম রয়েছে বেশ কিছু ৷ খুব সহজেই এই নোটগুলি আপনি বদলে ফেলতে পারেন ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকেই রয়েছে ৪টি খুব সহজ নিয়ম ৷ কোনওরকম ঝক্কি ছাড়াই বদলে ফেলুন আপনার ছিঁড়ে যাওয়া নোটগুলি ৷ ১) কোন কোন নোট একেবারেই বদলানো যায়না ৷ সেই বিষয়টি আগে জেনে নিন ৷ কোনও কোনও নোট একেবারে আগুনে যদি জ্বলে যায় ৷ কিংবা ছিঁড়ে টুকরো টুকরো টুকরো হয়ে যায় ৷ তবে, সেই নোট একেবারেই বদলানো যাবে না ৷ এই সমস্ত নোট শুধুমাত্র রিজার্ভ ব্যাঙ্কের ইস্যু অফিসে যেতে পারে ৷ এর পাশাপাশি যদি ওই নোটগুলিতে কোনও রাজনৈতক বার্তা লেখা থাকে কিংবা ব্যাঙ্ক কর্মীদের যদি মনে হয় আপনি ওই নোটটি ইচ্ছেকৃতভাবে ছিঁড়েছেন ৷ তবে, সেই নোটগুলি বদল করা সম্ভব নয় ৷ ২) আরবিআই-এর নিয়ম অনুসারে, আপনি আপনার নিকটতম কোনও ব্যাঙ্ক থেকেই ছেঁড়া নোট বদলাতে পারেন ৷ তবে, শর্ত একটাই ৷ ওই

টেলারিং ও বিউটিশিয়ান কোর্সের মাধ্যমে মহিলাদের স্বনির্ভরতার পাঠ দিচ্ছে প্রশাসন

Image
সরকারি ঋণ নিয়ে গ্রামের মহিলাদের নিজস্ব দোকান খোলারও ব্যবস্থা করা হচ্ছে। আসানসোলের রানিগঞ্জ ব্লকের তিরাট, চেলদ, জেমারি গ্রামের মহিলারা স্বনির্ভরতার রাস্তায় হাঁটছেন। আসানসোল: গ্রামের মহিলাদের টেলারিং ও বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ দিচ্ছে প্রশাসন। এমনকী মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে যাতায়াতের খরচও। সরকারি ঋণ নিয়ে গ্রামের মহিলাদের নিজস্ব দোকান খোলারও ব্যবস্থা করা হচ্ছে। আসানসোলের রানিগঞ্জ ব্লকের তিরাট, চেলদ, জেমারি গ্রামের মহিলারা স্বনির্ভরতার রাস্তায় হাঁটছেন। কেউ কেউ জানতেন সেলাইয়ের কাজ। কীভাবে মনের মত পোশাক বানাতে হয়, ওঁদের অনেকেরই জানা। ছোটখাট এ-ফোঁড়, ও-ফোঁড় তো হাতের মুঠোতেই। অনেক মহিলা আবার ঘরোয়া রূপচর্চায় পারদর্শী। চুল কাটা বা বিভিন্ন বিউটি ট্রিটমেন্টে জানতেন। শুধু সামর্থ্যের অভাব ছিল। কোনও রাস্তায় সাফল্য আসবে তাও জানা ছিল না। সেই রাস্তাই খুঁজে দিয়েছে রাজ্য সরকার। প্রশাসনের উদ্যোগে গ্রামের মহিলাদের টেলারিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও বিউটিশিয়ান কোর্সেরও প্রশিক্ষণ দিয়েছে রানিগঞ্জ ব্লক প্রশাসন। সরকারি উদ্যোগে প্রশিক্ষণ - টেলারিং ও বিউটিশিয়ান কোর্সে প্রশিক্ষণ - ২০০ মহিলাকে ২-৩ ম

নতুন Mi Notebook ল্যাপটপ লঞ্চ করল Xiaomi

Image
প্রফেশানালদের জন্য নতুন ল্যাপটপ লঞ্চ করল Xiaomi। Mi Notebook Pro 2 এর পাশেই থাকবে কোম্পানির নতুন এই ল্যাপটপ। নতুন এই ল্যাপটপের অন্যতম প্রধান আকর্ষন 8th Generation Intel Core প্রসেসার আর SSD স্টোরেজের ব্যবহার। বাজেট সেগমেন্টে তিনটি আলাদা ভেরিয়েন্টে এই ল্যাপটপ লঞ্চ করেছে Xiaomi। তিনটি আলাদা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে নতুন Mi Notebook। প্রথম ভেরিয়েন্টের দাম ৩৯৯৯ ইউয়ান (প্রায় ৪০,৮০০ টাকা)... দ্বিতীয় ভেরিয়েন্টের দাম ৪৪৯৯ ইউয়ান (প্রায় ৪৫,৯০০ টাকা) আর তৃতীয় ভেরিয়েন্টের দাম ৪৯৯৯ ইউয়ান (প্রায় ৫১,০০০ টাকা)। ২৮ অগাস্ট থেকে চিনে এই ল্যাপটপ বিক্রি শুরু হবে। আপাতত শুধুমাত্র চিনেই এই ল্যাপটপ বিক্রি করবে Xiaomi। চিনের বাইরে এই ল্যাপটপ কবে লঞ্চ করা হবে সেই প্রসঙ্গে কোন মন্তব্য করেনি Xiaomi। Xiaomi Mi Notebook স্পেসিফিকেশান নতুন Mi Notebook এ একটি ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই ল্যাপটপের বেস মডেলে একটি 8th Generation Intel Core i5 প্রসেসার আর 4GB RAM থাকবে। মাঝের ভেরিয়েন্টে একই প্রসেসারের সাথেই থাকবে 8GB RAM। টপ ভেরিয়েন্ট মডেলে 8GB RAM এর সাথেই থাকবে 8th Generation Intel Core i7 প্রসেসার। এই তফাৎ ছাড়া তিনটি ল্

পাওনাদারের পানীয়ে ‘বিষ’, গ্রেপ্তার গৃহবধূ

Image
গিয়েছিলেন পাওনা টাকা আনতে। কপালে জুটল 'বিষ।' উপরি পাওনা কুকুরের তাড়া। ওঁরা দু'জন চিমনি প্রস্তুতকারী সংস্থার আধিকারিক। শুক্রবার বিকেলে গিয়েছিলেন টাকা আদায় করতে। তখন তাঁদের খাতিরযত্ন করে ঠান্ডা পানীয় খেতে দেওয়া হয়। তাতেই মেশানো ছিল অজ্ঞান হয়ে যাওয়ার মতো কিছু কড়া ওষুধ। একজন সেই পানীয় খেয়ে ঝিমিয়ে পড়েন। অন্যজন বেগতিক বুঝে অফিসে ফোন করার চেষ্টা করলে লেলিয়ে দেওয়া ক্রুদ্ধ কুকুর। শেষমেশ পুলিশ গিয়ে দুই আধিকারিককে উদ্ধার করে। যে-মহিলা এই কাণ্ডটি ঘটিয়েছেন তাঁর নাম মধুমন্তী সাহা। তাঁকে শনিবার আলিপুর আদালতে তোলা হয়। তাঁকে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।  চিমনি বা ওয়াটার-ফিল্টার বা কোনও ভোগ্যপণ্য সংস্থার কর্মী পরিচয়ে বাড়ি ঢুকে সর্বস্ব লুঠপাটের ঘটনা নতুন নয়। কিন্তু গৃহকর্ত্রী তাঁদের বিষ মিশিয়ে অচৈতন্য করার চেষ্টা করছেন, এটা অভিনব। গুরুতর অসুস্থ অবস্থায় সংস্থার এক আধিকারিক এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ডিসি (সাউথ) মিরাজ খালিদ জানিয়েছেন, শুধু পাওনা টাকা না-মেটানোর অছিলায় এমন কাণ্ড, নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।  পুলিশ সূত্রের খবর, নিউ আলিপুরের পি ব্লকের এ

২ মাস বন্ধ থাকবে খিদিরপুর ডক, যানজটের আশঙ্কা

Image
রক্ষণাবেক্ষণের জন্য দু'মাসের জন্য বন্ধ থাকবে খিদিরপুর ডক। মঙ্গলবার থেকে ৬০ দিন খিদিরপুর ডকের বদলে সেখানকার পণ্যবাহী ও যাত্রীবাহী জাহাজ ও বার্জ যাতায়াত করবে নেতাজি সুভাষ ডক দিয়ে। বিকল্প হিসাবে কাজে লাগানো হবে নেতাজি সুভাষ ডকের তিনটি বার্থ। কিন্তু দু'টি ডকের কাজের চাপ একটি ডকে পড়লে এনএস ডকের গেটগুলিতে পণ্যবাহী গাড়ির লম্বা লাইন পড়তে পারে বলে মনে করছে পুলিশ। যার জেরে বন্দরের বিভিন্ন রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফে বেশ বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে বন্দর কর্তৃপক্ষকে।  কলকাতার দু'টির ডকের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই খিদিরপুর ডকে ১৮টি বার্থ ও তিনটি ড্রাইডক রয়েছে। মূলত ডাল, কয়লা, বর্মা কাঠের মতো পণ্য পরিবহন হয় এই ডক দিয়ে। এই ডকের ১৩টি গেট দিয়ে পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। তা ছাড়া, আন্দামানের যাত্রীবাহী জাহাজ চলাচল করে খিদিরপুর ডক দিয়ে। আবার এনএস ডক দিয়ে যাবতীয় কন্টেনার পরিবহণের কাজ হয়। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, খিদিরপুর ডকে ঢোকার ১০ মিটার গভীর ও ৩০ ফুট চওড়া লকগেটটি সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। কারণ, নদীর নাব্যতা ঠিক রাখতে গুরুত্বপ

গুলির লড়াইয়ের পর কুপওয়ারা থেকে ধৃত ৪ জঙ্গি

Image
শ্রীনগর : গুলির লড়াই চলার পর চার জঙ্গিকে গ্রেপ্তার করল নিরাপত্তাবাহিনীর জওয়ানরা। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারা থেকে গতকাল তাদের ধরা হয়। রাজপোরা লিটার এলাকার একটি বাড়িতে লুকিয়ে ছিল চার জঙ্গি। সেই খবর পেয়ে গতকাল পুলিশ ও সেনা ওই এলাকায় যৌথ অভিযান চালায়। তখনই জঙ্গিদের সঙ্গে তাদের গুলির লড়াই শুরু হয়। বেশ কিছুক্ষণ লড়াই চলে। এরপর ওই বাড়ি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, পুলওয়ামার খাল্লেন ও তাহাব গ্রাম থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের সঙ্গে জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে AK ম্যাগাজ়িন, একটা ইনসাস ম্যাগাজ়িন ও UBGL উদ্ধার করা হয়েছে।

রাখি বন্ধনের আহ্বান 'ভাই' মোদীর কাছে! দেশে অত্যাচার নিয়ে আওয়াজ তুলুন, আবেদন 'বোন' করিমার

Image
রাখি বন্ধন উপলক্ষে নরেন্দ্র মোদীকে ভাই বলে সম্বোধন করলেন বালুচ স্টুডেন্টস অর্গানাইজেশনের নেত্রী করিমা বালুচ। বালুচিস্তানে তাঁদের ওপর অত্যাচার এবং সেখানে গণহত্যা নিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে মুখ খোলার আহ্বান জানিয়েছেন তিনি। সেখানে যে মানবাধিকার লঙ্ঘন হয়, সেই বিষয়টিও আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরার আহ্বান জানিয়েছেন করিমা বালুচ। বালুচিস্তানের বোনেরা তাঁকে ভাই বলেই মনে করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে এমনটাই বললেন বালুচ স্টুডেন্টস অর্গানাইজেশনের নেত্রী করিমা বালুচ। তাঁরা আশা করেন, বালুচিস্তানের গণহত্যা, যুদ্ধ অপরাধ, মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক ফোরামে মুখ খুলবেন নরেন্দ্র মোদী। বোনেদের কথা তুলে ধরবেন। কেননা সেদেশে বোনেদের ভাইরাই নিরুদ্ধেশ। এপ্রসঙ্গে করিমা বালুচ ভিডিও বার্তা দিয়েছেন। করিমা বালুচের অভিযোগ, পাকিস্তানের সেনা এই ভাইদের অনেককেই হত্যা করেছে। অনেকে নিখোঁজ কিংবা তাঁদেরকে হত্যা করা হয়েছে। যদিও বোনেরা অপেক্ষায় রয়েছে যদি ভাইরা ফিরে আসে। তাঁদের মধ্যে অনেকেই কোনও দিনও ফিরবে না। জানিয়েছেন করিমা বালুচ। স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বালুচিস্ত

কেরলের বন্যাত্রাণে আমিরশাহির ৭০০ কোটি, মুখ্যমন্ত্রীকে খবর দিয়েছিলেন এই ব্যবসায়ী

Image
কেরলে বন্যাদুর্গতদের সং‌যুক্ত আরব আমিরশাহির ৭০০ কোটি টাকা অনুদান দেওয়ার খবর নিয়ে তোলপাড় দেশের রাজনীতি। ওই টাকা নিয়ে অস্বীকার করেছে কেন্দ্র। এনিয়ে কেরলে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ চরমে। খোদ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ট্যুইট করে ওই ৭০০ কোটি টাকা ত্রাণের খবর দিয়ে বেকায়দায় পড়ে ‌যান। তবে আমিরশাহি সরকার জানিয়ে দেয় তারা কোনও অঙ্কের কথা জানায়নি। কিন্তু প্রশ্ন হল পিনারাই বিজয়ন কোথায় পেলেন ওই তথ্য। এনিয়ে চাপ বাড়তে থাকে কেরলের মুখ্যমন্ত্রীর ওপরে। চাপে পড়ে বিজয়ন জানিয়ে দেন, তাঁর খবরের উৎস আমিরশাহি প্রবাসী কেরলের এক ব্যবসায়ী। নাম ইউসুফ আলি। তাঁর খবরের ওপরে ভিত্তি করেই ৭০০ কোটি টাকা ত্রাণের কথা বলে দেন তিনি। কে এই ইউসুফ আলি? ত্রিচুরের বাসিন্দা ব্যবসায়ী ইউসুফের ব্যবসায় আমিরশাহিতে। ফোবর্সের তালিকায় তাঁর স্থান বর্তমানে ৩৮৮ নম্বরে। তাঁর সম্পদের পরিমাণ ৩.৮ বিলিয়ন ডলার। ইউসুফের ফেসবুক পেজে তাঁর ছবি রয়েছে দুনিয়ার একাধিক বিশিষ্ট ব্যক্তিবিশেষের সঙ্গে। এদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালাম এমনকি বারাক ওবামা প‌র্যন্ত। ইউসুফের জন্ম কেরলের ত্রিচুরে। বিজনেস ম্যানেজেমে

১৪ বছরের জাতীয় রেকর্ড ভেঙে ফের শিরোনামে হিমা দাস

Image
থামবেন বলে তিনি ট্র্যাকে নামেননি। প্রতি পদে যেন সেটাই বুঝিয়ে দিচ্ছেন হিমা দাস। আসামের নগাঁও জেলার ঢিং গ্রামের এই মেয়ে এবার এশিয়ান গেমসেও নিজেক প্রমাণ করে এলেন। বুঝিয়ে দিলেন, এই মুহূর্তে দেশের দ্রুততম ট্র্যাক অ্যাথলিট তিনি। কিছুদিন আগেই ফিনল্যান্ডে আয়োজিত অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন হিমা। এবার এশিয়ান গেমসে একই ফর্ম দেখিয়ে হিমা বাজি মারলেন। ১৪ বছরের পুরনো জাতীয় রেকর্ড ভাঙলেন হিমা। জাকার্তায় এশিয়ান গেমসের সপ্তম দিনে ৪০০ মিটার দৌড়লেন ৫১ সেকেন্ডে। এর আগে (২০০৪) মনজিত্ কউর চেন্নাইতে ৪০০ মিটার দৌড়তে সময় নিয়েছিলেন ৫১.০৫ সেকেন্ড। এদিন বাহরিনের সালওয়া নাসেরের সঙ্গে জুটি বেঁধে ৪০০ মিটারে নেমেছিলেন হিমা। সালওয়াকে ৪০০ মিটারের ইভেন্ট জয়ের ব্যাপারে ফেভারিট ধরা হচ্ছিল। কারণ, হিট-এ তিনি গেমসে নতুন রেকর্ড গড়ে জিতেছিলেন। ২০০ ও ৪০০ মিটার ইভেন্ট ছাড়াও ৪x৪০০ মিটার রিলে ও ৪x৪০০ মিটার মিক্স টিম রিলেতেও অংশ নেবেন হিমা দাস। ভারতের আরেক ভরসাযোগ্য অ্যাথলিট দ্যুতি চাঁদ মহিলাদের ১০০ মিটারের সেমিফাইনালে উঠলেন। এদিন তিনি সময় করলেন ১১.৩৮ সেকেন্ড। কাজাকাস্তানের ওল

ফেসবুকে প্রেম করে মহিলার ৭ লক্ষ টাকা লুঠ যুবকের

Image
প্রোফাইল পিকচার দেখে বেশ ভালো লেগেছিল। তাই বন্ধুত্বের প্রস্তাব গ্রহণ করেছিলেন।  'হাই', 'হ্যালো' দিয়ে শুরু হয় কথাবার্তা। বন্ধুত্ব গাঢ় হতে বেশি সময় লাগে না। কিন্তু মাস খানেক পর দুজনের বুঝতে পারেন, বিষয়টি আর শুধু বন্ধুত্বে নেই। সম্পর্ক রং হয়েছে আরও গাঢ়। ফেসবুকেই বন্ধুত্ব-প্রেম, কিন্তু এই সম্পর্কের পরিণতি হল ভয়ঙ্কর। ফেসবুকে পরিচিত চন্দননগরের সম্বর চক্রবর্তীর সঙ্গে প্রেমের মাশুল গুনতে হল আসানসোলের এক মহিলাকে। চন্দননগর ফটক গোড়ার বাসিন্দা সম্বর চক্রবর্তী। বছর খানেক আগে  ফেসবুকের মাধ্যমে আসানসোলের এক  মহিলার সাথে পরিচয় হয় সম্বরের। কিছু মাস কথা বলার পরই তাঁদের প্রেম হয়। ওই মহিলার সঙ্গে একাধিকবার দেখাও করেন সম্বর। মহিলা যে অবস্থাসম্পন্ন পরিবারের, তা ভালোই বুঝতে পেরেছিলেন সম্বর। অভিযোগ, কয়েক মাস আগে সম্বর ওই মহিলার কাছে ব্যবসা করার জন্য টাকা চান। সম্বরকে বিশ্বাস করে মহিলা সেই টাকা দিয়েও দেন। এরপর থেকে বেশ কয়েকবার ধাপে ধাপে একই কারণ দেখিয়ে সম্বর টাকা নেন। এই ভাবে গত কয়েক মাসে কয়েক ক্ষেপে ৭ লক্ষ ৪৪ হাজার টাকা নেন সম্বর। মহিলা বিশ্বাস করে সম্বরকে টাকা দিয়েও দিয়েছিলেন। কিন্তু সম্বর

৭১-এ থেমে গেল গোপাল বসুর ইনিংস

Image
সস্ত্রীক লন্ডনে গিয়েছিলেন কিছুদিন আগেই। ইচ্ছে ছিল, ছেলে অরিজিত্ বসুর কাছে কয়েকটা দিন ছুটি কাটিয়ে ফিরবেন কলকাতায়। ছুটি কাটানোর মাঝে হঠাত্ই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন বাংলার প্রাক্তন ক্রিকেটার গোপাল বসু। ছেলে অরিজিত্ তাঁকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করেন। কিন্তু শেষ রক্ষা হল না। ৭১ বছর বয়সেই থামল তাঁর বাংলা ক্রিকেটের জনপ্রিয় গোপাল বসুর জীবনের ইনিংস। কিডনিতে সমস্যা ছিল তাঁর। বুকে ব্যথার সঙ্গে সঙ্গে কিডনির সমস্যার জন্যও তাঁকে প্রায় ৭২ ঘন্টারও বেশি সময় ধরে রাখা হয়েছিল আইসিসিইউতে। ছেলে অরিজিত বসু জানিয়েছিলেন, চিকিত্সায় সাড়া দিচ্ছিলেন বাংলার এই প্রাক্তন ব্যাটসম্যান। কিন্তু শনিবার রাত থেকে তাঁর শারীরীক অবস্থার অবনতি হতে শুরু করে। রবিবার ভোরে মারা যান গোপাল বসু। প্রথম শ্রেণীর ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার হিসাবে ধরা হয় তাঁকে। জাতীয় দলের হয়ে মাত্র একটা একদিনের ম্যাচ খেলেছেন বাংলার এই ক্রিকেটার। ১৯৭৪-এ ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের একমাত্র একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি। ১৯৭৪-৭৫ মরশুমে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৪ জনের ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন গোপাল বসু। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে দল থে

‘দেশ ছাড়ার আগে মাল্য বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছিলেন’

Image
বিজয় মাল্যর সঙ্গে বিজেপি নেতাদের যোগ নিয়ে তোপ দাগলেন রাহুল গাঁধী। ব্যাঙ্ক ঋণ জালিয়াতি করে দেশত্যাগ কাণ্ডে ফের বোমা ফাটালেন রাহুল গাঁধী। বিজয় মাল্য দেশ ছাড়ার আগে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেছিলেন, লন্ডনে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে দাবি করলেন কংগ্রেস সভাপতি। বিষয়টির লিখিত প্রমাণ রয়েছে দাবি করলেও কোনও বিজেপি নেতার নাম করেননি রাহুল। এ নিয়ে বিজেপিও এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। চার দিনের ব্রিটেন ও রাশিয়া সফরে রয়েছেন রাহুল গাঁধী। লন্ডন থেকে রাশিয়া উড়ে যাওয়ার আগে শনিবার সন্ধ্যায় লন্ডনে ভারতীয় সাংবাদিকদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন কংগ্রেস সাংসদ। সেখানেই তিনি বলেন, ''লিকার ব্যারন বিজয় মাল্য ভারত থেকে বিদেশে পালানোর আগে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছিলেন। সেই তথ্য নথিবদ্ধ আছে। কিন্তু আমি কোনও নেতার নাম বলব না।''  রাহুলের এই মন্তব্যের পরই ভারতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ১৩,৫০০ কোটির পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদী ও মেহুল চোক্সীদের দেশত্যাগ নিয়েও মোদী সরকারের বিরুদ্ধে এ দিন তোপ দেগেছেন রাহুল। তিনি বলেন, নীরব-মেহুলদের স

অটো দৌরাত্ম্য রুখতে আগামিকাল থেকে উল্টোডাঙা-সেক্টর ফাইভ রুটে দশ মিনিট অন্তর বাস চলবে

Image
কলকাতা: অটো দৌরাত্ম্য রুখতে নয়া পদক্ষেপ ৷ আগামিকাল থেকে উল্টোডাঙা-সেক্টর ফাইভ রুটে দশ মিনিট অন্তর বাস চলবে । সকাল ছ'টা থেকে সন্ধে ছ'টা পর্যন্ত চলবে এই সরকারি বাস । লাগামছাড়া অটো ভাড়া ৷ উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভের ভাড়া মাত্র ২৫ টাকা ৷ কিন্তু যাত্রীদের কাছ থেকে ৪০০ টাকা অবধি ভাড়া চাওয়ার অভিযোগ ওঠে অটোচালকদের বিরুদ্ধে ৷ যার জেরে ব্যাপক সমস্যার সম্মুখীন হয় যাত্রীরা ৷ অফিস টাইমে বিপাকে পড়েন অফিস যাত্রীরা ৷ অবশেষে, সমস্যার সমাধানে এগিয়ে এল রাজ্য সরকার ৷ অটোর উপর নির্ভরতা কমাতে অফিস টাইমে পাঁচ মিনিট অন্তর চলবে বাস ৷ বাকি সময়ে ১০ মিনিট অন্তর বাস চলবে ৷ এর মধ্যে রয়েছে বেশ কিছু এসি বাসও ৷ পরিবহণ দফতরের ওয়েবসাইটে নয়া বাসের টাইম টেবিল দেখা যাবে ৷ রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগের জেরে খুশি যাত্রীরা ৷ উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, সাঁপুরজি, ইকোস্পেসের মতো রুটগুলিতে এই পরিষেবা দেওয়া হবে ৷ পরিবহণ দফতরের কর্তারা জানান, উল্টোডাঙা থেকে ভোর ছ'টায় প্রথম বাস সল্টলেক যাবে ৷ সেক্টর ফাইভ থেকে প্রথম বাস উল্টোডাঙার দিকে আসবে সকাল সাত'টায়।

এই রেস্টুরেন্টে খাবার পরিবেশনে রোবটরা

Image
কাঠমান্ডু: রোবট রেস্টুরেন্টের তালিকায় ঢুকে গেল নেপাল৷ চিন ও বাংলাদেশের পর রোবট রেস্টুরেন্ট চালু হল নেপালে৷ রাজধানী কাঠমান্ডুর একটি হোটেলে খাবার পরিবেশন করে থাকে এই মানব যন্ত্ররা৷ রেস্টুরেন্টের নাম দ্য নাউলো৷ নেপালি ভাষায় নাইলো শব্দের অর্থ নতুন৷ 'হোয়ার দ্য ফুড মিটস টেকনোলজি' এই মন্ত্র নিয়ে পথ চলা শুরু রেস্টুরেন্টের৷ নাউলোতে পাঁচ জন রোবট 'চাকরি' করে৷ তিন জনের নাম জিনজার ও দু'জনের নাম ফেরি৷ নাইলোতে সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া৷ সব টেবিলে ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠে মেনু৷ সেখান থেকে পছন্দসই খাবারের অর্ডার দেন কাস্টমাররা৷ সেই অর্ডার সোজা চলে যায় রেস্টুরেন্টের কিচেনে৷ খাবার তৈরি হলে তা টেবিল অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব রোবটদের৷ রেস্টুরেন্টের তরফে জানানো হয়েছে, রোবটগুলি ডিজাইন ও ম্যানুফ্যাকচারার পালি টেকনোলজি নামে একটি নেপালি কোম্পানি৷ এই কোম্পানি রোবট তৈরিতে স্পেশালিস্ট৷ এর আগে পরি নামে একটি রোবট বানায় তারা৷ সেই রোবটকে একটি ব্যাংকে নিয়োগ করা হয়৷ যার কাজ ছিল ক্লায়েন্টের সঙ্গে সংযোগ স্থাপন করা৷ ইংরেজি ও নেপালি ভাষায় দক্ষ পালি ক্লায়েন্টদের সঙ্গে গল্প গুজব ও হাসি ঠাট্

ফের অনাথ আশ্রমের শিশুদের উপর যৌন নির্যাতনের অভিযোগ

Image
চেন্নাই: বিহারের মুজজফপুর কাণ্ডের ছায়া চেন্নাইতে৷ অনাথ আশ্রমের শিশুদের উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ শনিবার আরও একজন ধরা পড়ে পুলিশের জালে৷ অন্যদিকে ওই আশ্রমের ২৬ জন নাবালক ও নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয় তিরুভাল্লুর সরকারি হাসপাতালে৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট আসতে কয়েকদিন সময় লাগবে৷ রিপোর্ট আসার পর সেটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে৷ ওই ২৬ জন ছাড়া আশ্রমের আরও কোনও শিশু যৌন হেনস্থার শিকার কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ এদিকে আশ্রমের ওয়ার্ডেন বাবু স্যামুয়েলকে গ্রেফতার করা হয়েছে৷ যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে আসার পর পালিয়ে যায় সে৷ তার বিরুদ্ধে প্রথম যৌন হেনস্থার অভিযোগ আনে আশ্রমের কয়েকজন নাবালিকা৷ বৃহস্পতিবার আশ্রমের চার নাবালিকা সবার অলক্ষ্যে পুলিশের কাছে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করে৷ পুলিশের কাছে অভিযোগে তারা জানায়, স্কুলের একটি অনুষ্ঠানে এক কর্মী ও ওই ওয়ার্ডেন তাদের উপর যৌন নিগ্রহ করে৷ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসকও৷ এরপরই আশ্রমের যৌন নিগ্রহের খবর প্রকাশ্যে আসে৷   সঙ্গে সঙ্গে পুল

চুরি করতে এসে খুন গৃহবধূকে, মৃতদেহ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

Image
সিউড়ি: চুরি করতে এসে গৃহকর্ত্রীকে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার মুরলীডাঙ্গা গ্রামে। মৃত গৃহবধূর নাম মন্দিরা মণ্ডল (৩৬)। মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা৷ তাঁদের দাবি পুলিশ কুকুর এনে খুনের কিনারা করতে হবে। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, বছর আটেক আগে মুরুলীডাঙ্গাল গ্রামে বসন্ত মণ্ডলের সঙ্গে বিয়ে হয় মন্দিরা দেবীর। তাঁদের দুই ছেলে আছে। বড় ছেলে অষ্টম ও ছোট ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ে। ঘটনার দিন দুই ছেলে স্কুলে গিয়েছিল। স্বামী বসন্ত মণ্ডল চাষের কাজে মাঠে গিয়েছিলেন৷ দুপুরে মাঠ থেকে বাড়ি ফিরে তিনি দেখেন ঘরের দরজা হাট করে খোলা। স্ত্রী রক্তাক্ত অবস্থায় সিঁড়ির নিচে পড়ে রয়েছে। গলায় কালশিটে দাগ। গ্রামবাসীদের সঙ্গে নিয়ে টোটো ডেকে স্ত্রীকে মল্লারপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মন্দিরার। এরপর মৃতদেহ ফের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। বাড়ি ফিরে ঘরের ভিতর গিয়ে দেখেন আলমারির দরজা খোলা। আলমারিতে থাকা সোনার গয়না নেই। কানের দুল ছিঁড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল।   বসন্তবাবু বলেন, 'সকালে চাষের কাজে গিয়েছিলাম। ছেলেরা স্কুলে গিয়েছিল। স্ত্রী বাড়িতে একা রান্নার কাজ করছিল। সেই সুযো

‘পালাবার আগে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেন মালিয়া’

Image
লন্ডন: চারদিনের বিদেশ সফরে গিয়ে একের পর এক বোমা ফাটাচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ প্রত্যেক বার তাঁর নিশানায় বিজেপি, আরএসএস ও মোদী সরকার৷ সাম্প্রতিক বোমা ফাটালেন বিজয় মালিয়াকে নিয়ে৷ সোনিয়া পুত্রের দাবি, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেন লিকার ব্যারন বিজয় মালিয়া৷ তবে কোন কোন বিজেপি নেতার সঙ্গে দেখা করেন বিজয় মালিয়া তা রাহুল অবশ্য খোলসা করেননি৷ লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই দাবি করেন কংগ্রেস সভাপতি৷ বলেন, ''দেশ ছাড়ার আগে মালিয়া বিজেপির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে দেখা করেন৷ এটার প্রমাণ আছে৷ কিন্তু আমি কারোর নাম নেব না৷'' তাৎপর্যপূর্ণ ন'হাজার কোটি টাকার ব্যাংক প্রতারণার দায়ে অভিযুক্ত মালিয়া এখন লন্ডনে আছেন৷ ২০১৬ সালের মার্চ মাসে দেশ ছাড়েন তিনি৷ আশ্রয় নেন ব্রিটেনে৷ মালিয়াকে ফিরিয়ে আনতে শুরু হয়েছে প্রত্যপর্ণ মামলা৷ সিবিআইয়ের দায়ের করা সেই মামলাকে ব্রিটিশ আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন বিজয় মালিয়া৷ জানান, ভারতীয় জেল থাকার উপযুক্ত নয়৷ পর্যাপ্ত আলো, বাতাস নেই৷ ব্যক্তিগত শৌচালয়ও থাকে না৷ পাল্টা ব্রিটিশ আদালতকে সি

ছেলেধরা সন্দেহে বাবা-ছেলেকে গাছে বেঁধে গণপিটুনি, ফের তমলুকে

Image
একটি মৃত্যু। তাতেও শিক্ষা নেই। তিন মাসের ব্যবধানে ছেলেধরা সন্দেহে ফের গণপিটুনির ঘটনা পূর্ব মেদিনীপুরে। শনিবার তমলুক শহর সংলগ্ন পায়রাচালি গ্রামে ছেলেধরা সন্দেহে এক বাবা ও ছেলেকে গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়েই তমলুক থানার পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় তাঁদের দু'জনকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি  করে। পুলিশ জানিয়েছে, আহত রবীন দাস এবং তাঁর ছেলে সমীর সুতাহাটা থানার হরিবল্লভপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিয়ার কুঁকড়াহাটি এলাকার হরিবল্লভপুর গ্রামের বাসিন্দা রবীন স্থানীয় ইটভাটায় শ্রমিকের কাজ করেন। তিনি শ্রবণ প্রতিবন্ধী। ছেলে সমীর আগে তমলুকের কুঁকড়াহাটি বাজারে খাবারের দোকানে কাজ করত। কয়েক মাস আগে সমীর ওড়িশায় পালিয়ে গিয়ে খাবারের দোকানে কাজ করছিল। কয়েকদিন আগে সে বাড়ি ফিরে আসে। এ দিন সকালে সমীর বাবার সঙ্গে তমলুকের নিমতৌড়িতে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে এসেছিল। দু'জনে তমলুক শহরে সংলগ্ন পায়রাচালি এলাকায় গিয়ে অপেক্ষা করছিলেন।  স্থানীয়েরা জানিয়েছেন, ওই সময় বাবা-ছেলের মধ্যে গোলমাল বাঁধে। দাবি, সমীর স্থানীয় লোকজনের কাছে জানায়, তাকে জোর করে তুলে

১০ মাসে ৬০ লক্ষ গেলেন কোথায়! প্রশ্নের মুখে মোদী

Image
বছরে দু'কোটি চাকরির প্রতিশ্রুতি ছিল চার বছর আগে লোকসভা ভোটে জেতার অন্যতম অস্ত্র। কিন্তু সেই প্রতিশ্রুতিই এখন নরেন্দ্র মোদী সরকারের গলার কাঁটা। লক্ষ লক্ষ চাকরির হিসেব দিলেও দেশে নতুন চাকরির সংখ্যা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে মোদী সরকারের দেওয়া তথ্য থেকেই। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, ইএসআই-এর পরিসংখ্যান দেখিয়ে মোদী সংসদে প্রমাণ করতে চেয়েছিলেন, তাঁর জমানায় এক বছরে নতুন ১ কোটি চাকরি হয়েছে। এখন সেই প্রভিডেন্ট ফান্ডের হিসেবই বলছে, মাত্র দশ মাসে প্রভিডেন্ট ফান্ডের খাতা থেকে ৬০ লক্ষ ৪০ হাজার নাম বাদ গিয়েছে! তার মধ্যে ৪৬ লক্ষের বয়স ৩৫ বছরের কম। ইএসআই-এর খাতা থেকেও ২৩ লক্ষের নাম বাদ গিয়েছে। এই কর্মীরা গেলেন কোথায়? যাঁদের বয়স ৩৫ বছরের কম, তাঁরা নিশ্চয়ই অবসর নেননি। শ্রমিক সংগঠন সিটু-র সাধারণ সম্পাদক তপন সেন বলেন, ''এর অর্থ একটাই, ওই ৪৬ লক্ষ লোকের চাকরি গিয়েছে। বা বহু কারখানা বন্ধ হয়ে গিয়েছে।'' অর্থনীতিবিদদের যুক্তি, আরও কিছু কারণ থাকতে পারে। তা হল, চাকরি থাকলেও পাকা কর্মীরা ঠিকা কর্মী হয়ে গিয়েছেন। ফলে পিএফ মিলছে না। কোনও সংস্থায় ২০ জন বা তার বেশি কর্মী কাজ করলে সেখানকার কর্মীরা পিএফ

মুরগি কিনতে দেড় কোটি, নোট ডাস্টবিনে!

Image
নোটের পাহাড় দিয়ে তবে আস্ত মুরগি। দু'কেজি চারশো গ্রামের মুরগি। রবিবারের দুপুরে তা পাতে পেতে দু'দিন আগেও ১ কোটি ৪৬ লক্ষ বলিভার গুনতে হচ্ছিল ভেনেজুয়েলার মধ্যবিত্ত বাড়ির কর্তাকে। তার মানে ১২,৬৯৬ টাকা! পরিস্থিতি সামাল দিতে ২০ অগস্ট থেকে নোটে শেষ পাঁচটি শূন্য বাদ দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। অর্থাৎ, ১০০,০০০ বলিভারের নোট রাতারাতি বদলে গিয়েছে ১ বলিভারে। কিন্তু তাতে হিসেব কিছুটা এ দিক-ও দিক হলেও, অর্থনীতির ছবি বিন্দুমাত্র বদলায়নি। অনেক দিন ধরেই লাতিন আমেরিকার এই দেশের অর্থনীতি রসাতলে। নামতে নামতে কার্যত 'পাতালে প্রবেশ' করেছে সে দেশের মুদ্রা বলিভারের দাম। এক রোল টয়লেট পেপারের দাম পৌঁছেছে ২৬ লক্ষ বলিভারে। 'মাত্র' ২,২৬২ টাকা। আলু থেকে গাড়ি— সবই অগ্নিমূল্য। প্রতিদিন তা বাড়ছে লাফিয়ে। অবস্থা কতটা গুরুতর, তা স্পষ্ট লাতিন আমেরিকার দেশটির হাজারো ছবির কোলাজেই। বাজারে তেমন জিনিস নেই। হাতে নোট থাকলেও তার দাম নেই। খাবার বাড়ন্ত। অর্থনীতি শিকেয়। কাজ নেই। এই অবস্থায় দেশ ছাড়ছেন অসংখ্য মানুষ। এমনকি সন্তান প্রসবের জন্য যেতে হচ্ছে পড়শি মুলুকে। পরিস্থিতি সঙ্গিন। খেই হারানো অর্থ

বাবা চাওয়ালা, তাই ঘর ছাড়ল মেয়ে

Image
ভোর সাড়ে পাঁচটা থেকে রাত বারোটা। রবীন্দ্র সরণির এক হাসপাতালের সামনে চায়ের দোকানে সময় কাটে তাঁর। টানাটানির সংসারে তিনিই একমাত্র রোজগেরে। স্বপ্ন, চায়ের দোকান চালিয়েই দুই মেয়ের এক জনকে ডাক্তার বানাবেন, অন্য জনকে উকিল! হঠাৎই স্বপ্নভঙ্গ হয়েছে সেই ব্যক্তির। বড় মেয়ে জানিয়ে দিয়েছে, চা বিক্রেতা বাবার পরিচয় নিয়ে পরিবারের সঙ্গে থাকতে চায় না সে। মুম্বই গিয়ে মডেল হতে চায়। কলকাতায় 'চাওয়ালার' মেয়ে হিসেবে সেই কাজ না কি অসম্ভব! তাই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছে ওই কিশোরী। আপাতত সরকারি হোমে ঠাঁই হয়েছে বছর সতেরোর সেই কিশোরীর। তাকে পালাতে সাহায্য করার অভিযোগে অপহরণের ধারায় গ্রেফতার হয়েছে কিশোরীর বন্ধু, বছর বাইশের রাজা সোনকার নামে এক যুবক। তদন্ত চালাচ্ছে পোস্তা থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, তারকেশ্বর যাবে বলে গত ১৮ তারিখ বাড়ি থেকে বেরোয় কিশোরী। ওই রাতেই তার ফিরে আসার কথা ছিল। কিন্তু গোটা রাত মেয়ের খোঁজ না পেয়ে একের পর এক ফোন করতে থাকেন বাড়ির লোকজন। পরদিন সকালে কিশোরী নিজেই বাড়িতে ফোন করে জানায়, আর ফিরবে না সে। বলে, 'মুম্বই চললাম। মডেলিং করব। চাওয়ালার মেয়ে হিসেবে এখানে কিছুই হবে না।' জানা

বোর্ড গঠন নিয়ে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ ইসলামপুরে, বোমায় নিহত ১

Image
হিংসা: ইসলামপুরের পণ্ডিতপোতায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজিতে নিহত লাল মহম্মদ। পঞ্চায়েত ভোট শেষ হয়ে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও হিংসার শেষ নেই ইসলামপুরে। শনিবার সকালে ইসলামপুর থানার পণ্ডিতপোতা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমার আঘাতে এক জনের মৃত্যু হয়েছে। মৃতের নাম লাল মহম্মদ (৫০)। জখম অন্তত ৫। জখমদের মধ্যে পুলিশও রয়েছেন। ক'দিন আগেই ওই এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে দুই শিশু মারাত্মক জখম হয়। বাসিন্দাদের একাংশের অভিযোগ, পুলিশ তখন থেকে কড়া হাতে বিষয়টি মোকাবিলা করলে এমন ঘটত না। ১১ আসনের পণ্ডিতপোতা-১ গ্রাম পঞ্চায়েতে ৬টি আসন জিতেছিল তৃণমূল, ৫টি নির্দল। সেই পাঁচ জনই তৃণমূলে যোগ দিয়েছেন। তার পরেই পঞ্চায়েত প্রধানের পদ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চাপানউতোর শুরু হয়। এ দিন সেখানে বোর্ড গঠনের সাধারণ সভা হওয়ার কথা ছিল। পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় দু'পক্ষের লোকজন জড়োও হয়। প্রাক্তন প্রধান সাবির আলমের পুত্রবধূ সঞ্জিতা নাজকে প্রধান করতে চায় এক পক্ষ। জেলা পরিষদের বিদায়ী সদস্য জাভেদ আখতারের ঘনিষ্ঠরা আবার সঞ্জি