Posts

Showing posts from February 20, 2019

সন্ত্রাসবাদীদের আশ্রয় নয়, চিন-পাকিস্তানকে সতর্কবার্তা আমেরিকার

Image
পুলওয়ামা হামলা ভয়ানক, মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রাষ্টপুঞ্জের নিরাপত্তা পরিষদের শর্ত মেনে পাকিস্তান ও চিনকে সন্ত্রাসবাদীদের আশ্রয় না দেওয়ার আর্জি জানাল আমেরিকা। কাশ্মীরের পুলওয়ামায় ভয়ংকর সন্ত্রাসবাদী হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ভারত ও পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক যথাযথ থাকবে বলেও আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার বিষয়ে নামোল্লেখ না করলেও হোয়াইটহাউসের নজর যে পাকিস্তান ও চিনের দিকেই রয়েছে, তা স্পষ্ট। রাষ্ট্রপুঞ্জের কালো তালিকায় থাকা বেশ কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য এর আগেও ইসলামাবাদকে সতর্ক করেছে আমেরিকা। একই সঙ্গে, বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা এড়াতে বরাবরই পাকিস্তানের পক্ষে রাষ্ট্রপুঞ্জে ভেটো দিয়েছে বেজিং। গত সপ্তাহে পুলওয়ামা হামলার পরে হোয়াইট হাউস ঘোষণা করেছে যে, সীমান্ত সন্ত্রাস রুখতে ভারতের আত্মরক্ষার অধিকার রয়েছে। অজিত দোভালের সঙ্গে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের টেলিফোনে কথোপকথন এই বিষয়ে দিল্লির পক্ষেই গিয়েছে। মার্কিন সেনেটের সদস্য টম টিলিসও মন্তব্য করেছেন, 'ভারতীয় আধাসামরিক বাহিনীর উপরে আক্রমণ

টানা ৯দিন পতনের পর ঘুরে দাঁড়াল সেনসেক্স

Image
মু্ম্বই: গত ৯টি লেনেদেনের দিন শেয়ারবাজারে পতনের আজ ঘুরে দাঁড়াল সেনসেক্স নিফটি৷ এদিন সেনসেক্স গতদিনের তুলনায় ৪০৩.৬৫ পয়েন্ট উঠে অবস্থান করছে ৩৫,৭৫৬.২৬ পয়েন্ট৷ পাশাপাশি নিফটি এদিন ১৩১.১০ পয়েন্ট উঠে অবস্থান করছে ১০,৭৩৫.৪৫ পয়েন্টে৷ এদিকে এদিন সকালেই সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছেন রিলায়েন্স কমিউনিকেশনের চেয়ারম্যান অনিল আম্বানি৷ আদালত অবমাননা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি৷ শীর্ষ আদালত এদিন স্পষ্টতই জানিয়ে দেয় তিন মাসের মধ্যে ৪৫০ কোটি টাকা মেটাতে হবে অনিল আম্বানিকে৷ এই সময়ের মধ্যে টাকা ফেরাতে না পারলে তাঁকে জেলে যেতে হবে বলে জানান বিচারপতি নরিম্যান ও বিচারপতির বিনীত সরনের ডিভিশন বেঞ্চ৷ এরিকশন ইন্ডিয়ার ৪৫০ কোটি টাকা বকেয়া মেটানো নিয়ে এই মামলা৷আদালতের এই রায়ের পর বুধবার অনিল ধীরুভাই অম্হানি গ্রুপের শেয়ারের দাম প্রায় ১১ শতাংশ নেমে যায়৷ বাজার বিশেষজ্ঞদের মতে, গত নদিন ধরে বাজার নামার পিছনে বেশ কয়েকটি ঘরে বাইরের ঘটনার প্রভাব রয়েছে। বিশেষত আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্য বৈঠক শুরু হলেও ইউরোপের বেশ কয়েকটি আর্থিক পরিসংখ্যান ইতিবাচক না হওয়ার প্রভাব পড়েছে গোটা বিশ্বের স্টক এক্স

'ইমরান নো বল দিয়ে ফেলেছেন ', পুলওয়ামা প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রীকে একহাত নিলেন জাভেদ আখতার

Image
কারোর আঙুলের আংটি, কারোর ক্ষতবিক্ষত দেহের পকেটে থাকা পরিচয় পত্র দেখে শনাক্ত করতে হয়েছিল,.. এভাবেই ১৪ ফেব্রুয়ারি ৪০ জন জওয়ানকে শনাক্ত করা হয়েছিল কাশ্মীরে। পুলওয়ামায় রক্তাক্ত হামলার দায় স্বীকার করে জইশ। এরপরও পাক প্রধানমন্ত্রী দাবি করেছেন ভারতের তরফে প্রমাণ পেশের। যে ঘটনার জন্য রীতিমত তাঁকে তোপ দেগেছেন বলিউড গীতিকার জাভেদ আখতার । জাভেদ আখতার এক টুইট বার্তায় ইমরান খানকে উদ্দেশ্য করে একাধিক অভিযোগ তুলেছেন । পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিশানায় রেখে জাভেদ আখতার লেখেন,'ইমরান এবার নো বল দিয়ে ফেলেছে। প্রতিবারই ওরা (পাকিস্তান) বলে, কেন এরকম মনে হচ্ছে যে এটা আমরাই করেছি।মুম্বইতে জঙ্গি হানার পর একজন পাক টেলিভিশন সঞ্চালক আমার জিজ্ঞাসা করেন , আপনি কী করে নিশ্চিত হচ্ছেন এটা পাকিস্তান করেছে। আমি বলেছিলাম,ঠিক আছে, তিনটে দেশের নাম বলছি , আপনি বেছে নিন, ..ব্রাজিল, সুইডেন, পাকিস্তান।' উল্লেখ্য, এর আগে ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ জওয়ানদের হত্যাকাণ্ড ঘিরেও রীতিমত পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোবে ফুঁসে ওঠেন জাভেদ আখতার। এরপর করাচি আর্ট কাউন্সিলের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও তা বাতিল করে দেন তিনি ও স্ত্রী শাবানা।

নেপালি তরুণীকে গাড়িতে তুলে গণধর্ষণের পর খুনের পরিকল্পনা, কঠোর সাজা ৪ অভিযুক্তের

Image
নেপালি তরুণীকে গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত চার জনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। পেশার বার ড্যান্সার নেপালি তরুণীকে পার্কস্ট্রিট থেকে সেক্টর ফাইভে এসেছিলেন। তাঁকে সিনেমা হল চিনিয়ে দেওয়ার নাম করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে একে একে ধর্ষণ করে। ঘটনার তিন বছরের মধ্যেই অভিযুক্ত চারজনের সাজা ঘোষণা হল এদিন। ২০১৬ সালের ২৯ মে। সল্টলেক সেক্টর ফাইভে সিনেমা হলের ঠিকানা জানার জন্য দাঁড়িয়ে তাকা এক যুবককে জিজ্ঞাসা করেছিলেন ওই তরুণী। তারপর গাড়িতে করে আসা চারজন যুবক তাঁকে অপহরণ করে। ধর্ষণের পর তাঁকে খুনের পরিকল্পনাও করা হয়। অভিযুক্তদের পরিকল্পনা বুঝতে পেরে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে কোনওরকমে পালিয়ে যান তিনি। ঝাঁপ দেওয়ার সময় নিজের মোবাইলের বদলে চার যুবকের একজনের মোবাইল হাতে নিয়ে লাফ দেন তরুণী। এরপর সেই মোবাইলের সূত্র ধরেই ধরা পড়ে একে একে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধর্ষণের পর খুন করে তরুণীকে গাড়ি থেকে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল তারা। এদিন ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় দোষীসাব্যস্ত করা হয়। ৩৭৬ডি অর্থাৎ গণধর্ষণের মামলায় ২০ বছরের জেল, ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের

পুলওয়ামায় নিহত শহিদদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Image
পুলওয়ামায় শহিদ পশ্চিমবঙ্গের ২ জওয়ানের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের একথা জানান তিনি। সঙ্গে আবেদন করলে শহিদদের পরিবারের এক সদস্যকে রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি।  এদিন মুখ্যমন্ত্রী বলেন, পুলওয়ামা হামলায় মৃত ২ জওয়ান বাবলু সাঁতরা ও সুদীপ বিশ্বাসের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য দেবে রাজ্য সরকার। সঙ্গে চাইলে তাঁদের পরিবারের ১ জন করে সদস্যকে চাকরিও দেওয়া হবে। যে ক্ষতি হয়েছে তার তুলনায় সাহায্য নিতান্তই নগন্য বলেও উল্লেখ করেন মমতা।  গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে আত্মঘাতী জঙ্গিহামলায় শহিদ হন ৪০ জন জওয়ান। শহিদদের মধ্যে রয়েছেন হাওড়ার বাসিন্দা বাবলু সাঁতরা ও নদিয়ার বাসিন্দা সুদীপ বিশ্বাস।

পুলওয়ামার জের! জয়পুর জেলে পাক বন্দিকে পিটিয়ে মারল অন্য বন্দিরা

Image
পুলওয়ামায় জঙ্গি হানায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর থেকেই দেশ জুড়ে পাকিস্তান বিরোধী ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভের আঁচ এ বার আছড়ে পড়ল জয়পুর  জেলের অভ্যন্তরে। এক পাকিস্তানি বন্দিকে পিটিয়ে মারল আবাসিকরা। মৃত শাকিরুল্লাহকে ভারতে ঢুকে তথ্য সংগ্রহ এবং পাচারের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। ঘটনার কথা স্বীকার করেছেন রাজস্থানের আইজি (কারা) রুপিন্দর সিংহ। বেশ কিছুদিন ধরেই জয়পুর জেলে বন্দি ছিলেন অনুপ্রবেশ এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার পাক নাগরিক শাকিরুল্লাহ। জেল কর্তৃপক্ষ সূত্রে খবর, বুধবার সকালে তার উপর চড়াও হন জেলের অন্যান্য আবাসিকরা। মূলত সাজাপ্রাপ্ত তিন আসামী তাঁকে মারধর শুরু করে। তার সঙ্গে যোগ দেন অন্য বন্দিরাও। শাকিরুল্লাকে বেধড়ক পেটানো হয়। জেলের একটি সূত্রে খবর, বাঁশ-লাঠি দিয়ে পেটানোর পাশাপাশি তাঁকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। ঘটনাস্থলেই নেতিয়ে পড়েন শাকিরুল্লাহ। খবর পেয়েই জেলের বিপদ ঘণ্টি বাজানো হয়। সঙ্গে সঙ্গেই জেলের নিরাপত্তারক্ষীরা ছুটে যান। ক্ষিপ্ত বন্দিদের হাত থেকে শাকিরুল্লাহকে মুক্ত করার চেষ্টা করেন। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও খবর পাঠানো হয়। একটি মেডিক্যাল টিম এবং পুলিশ ক

ISIS ডেরা থেকে পালানো কিশোরীর নাগরিকত্বে নারাজ ব্রিটেন

Image
ISIS-এ যোগ দিতে বাড়ি ছেড়ে সিরিয়া পাড়ি দিয়েছিল। কিন্তু, দুই সন্তান হারিয়ে তৃতীয় সন্তানকে কোলে নিয়ে ফের বাড়ি ফিরতে রওনা দিয়ে খবরের শিরোনামে এসেছিল শামিমা বেগম। সাক্ষাৎকারে জানিয়ে ছিল, জঙ্গি ডেরায় ৪ বছরের দুঃসহ অভিজ্ঞতা। তবে ইংল্যান্ডে যেভাবে স্বাগত হবে বলে আশা করেছিল শামিমা, তা আপাতত হচ্ছে না। বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরীর পরিবার সূত্রে খবর, শামিমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নিতে চলেছে প্রশাসন। সেইমতো চিঠি পাঠানো হয়েছে পরিবারের কাছে। ব্রিটিশ প্রশাসনের এই সিদ্ধান্তে বিরোধিতায় আদালতে আপিল করেছে শামিমার পরিবার। তবে ব্রিটিশ হোম (স্বরাষ্ট্র) সেক্রেটারি সাজিদ জাভিদ জানিয়েছেন, 'জঙ্গি সমর্থন করে দেশত্যাগীদের ফেরাতে আমরা আগ্রহী নই।' ২০১৫-তে দুই ক্লাসমেটকে নিয়ে লন্ডন থেকে সিরিয়া পাড়ি দিয়েছিল শামিমা। ১৫-১৬ বছরের কিশোরীদের ISIS যোগদানের খবর তখন ব্রিটেনে সংবাদমাধ্যমের হেডলাইনে। বহু চেষ্টাতেও খোঁজ মেলেনি তারপর। সিরিয়া পৌঁছানোর তিন সপ্তাহ পর রাক্কায় এক ISIS জঙ্গিকে বিয়ে করে শামিমা। তাদের দুই সন্তানও হয়। কিন্তু, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সন্তানদের বাঁচাতে পারেনি শামিমা। সিরিয়ার 'বীভৎসতা&#

পুলওয়ামার অপরাধী মাসুদ আজহারের নিরাপত্তা বাড়াল পাকিস্তান

Image
সন্ত্রাসবাদ নিয়ে ফের প্রকাশ্যে পাকিস্তানের দু'মুখো নীতি। পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারের। কাশ্মীরে ভয়াবহ হামলার সপ্তাহ খানেক আগেই পাকিস্তানে মৌলবাদীদের একটি সভায় ভাষণ দিতে দেখা যায় আজহারকে। সেই সভার নিরাপত্তায় মোতায়েন ছিল পাক পুলিশ ও সেনাকর্মীরা। এক প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে খবর, ৫ ফেব্রুয়ারি পেশোয়ারে একটি জনসভায় বক্তব্য রাখে মৌলানা। পাক সেনার প্রশংসা করে সে বলে, "এককালে উর্দি পরিহিত ভাইরা আমাদের পতাকা খুলে নিত। কিন্তু আজ তারা আমাদের পতাকার নিচেই কদম মিলিয়ে হাঁটছে।" মাসুদের বয়ানে স্পষ্ট হয়ে পড়েছে যে খাতায় কলমে জইশকে নিষিদ্ধ ঘোষণা করলেও, রাওয়ালপিন্ডির সমর্থন রয়েছে জঙ্গি সংগঠনটির প্রতি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের নির্বাচিত সরকার যে কাষ্ঠপুত্তলিকা মাত্র তা সর্বজনবিদিত। ফলে পাক প্রধানমন্ত্রী যতোই প্রমাণ চেয়ে ভারতের বিরুদ্ধে সুর চড়ান না কেন, তিনি ভালই জানেন সংবাদ সম্মেলনে আইএসআই দেওয়া স্ক্রিপ্টই তাকে পড়তে হবে। উল্লেখ্য, নিজের ভাষণে মৌলানা বলেছিল, গুগলে পুলওয়ামার যে কোনও মেয়ের নাম সার্চ

জিও, এয়ারটেল ও ভোডাফোন: সেরা টপ-আপ রিচার্জ

Image
এই মুহূর্তে সব টেলিকম কোম্পানির বিভিন্ন ধরনের রিচার্জ বাজারে রয়েছে। এর মধ্যে কিছু রিচার্জে লম্বা ভ্যালিডিটি পাওয়া যায়, কয়েকটি রিচার্জে থাকে শুধুমাত্র ডেটা ব্যবহারের সুবিধা, কয়েকটিতে থাকে আনলিমিটেড কলিং আর রয়েছে কিছু টপ-আপ রিচার্জ। কিছু প্ল্যানে আনলিমিটেড কলিং, ডেটার সাথেই থাকে নির্দিষ্ট পরমান এসএমএস এর সুবিধা। বেশিরভাগ গ্রাহক এই ধরনের প্ল্যান পছন্দ করলেও অনেকের আনলিমিটেড প্ল্যান কোনও কাজে লাগে না। সেই সব গ্রাহকের জন্য আদর্শ টপ-আপ রিচার্জ। এই রিচার্জে শুধুমাত্র টকটাইম পাওয়া যায়। জিও, এয়ারটে ও ভোডাফোনের সেরা টপ-আপ রিচার্জে নজর রাখা যাক। জিও জিও নেটওয়ার্কে দুই ধরনের টপ-আপ রিচার্জ হয়। একটিতে টকটাই মাওয়া যায় অন্যটিতে পাওয়া যায় ফুল টকটাইম। জিও নেটওয়ার্কে ৫০ টাকা রিচার্জে পাবেন ৪০.৪৮ টাকা টকটাইম। ১০০, ১৫০, ২০০, ৩০০ টাকা রিচার্জে থাকছে ফুল টকটাইম। এয়ারটেল ৩৪,৬৪,৯৪,১৪৪ আর ২৪৪ টাকার পাঁচটি স্মার্ট রিচার্জ লঞ্চ করেছে এয়ারটেল। ৩৪ টাকায় ২৫.৬৬ টাকা টকটাইম পাওয়া যাবে। ভ্যালিডিটি ২৮ দিন। সাথে থাকবে 100MB ডেটা। ৬৪ টাকায় থাকবে ৫৪ টাকা টকটাইম আর 200 MB ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। ৯৪ টাকায়

সন্ত্রাসবাদের মদতদাতাদের বিরুদ্ধে চাপ বাড়াতে রাজি সৌদি, বললেন মোদী

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার, দিল্লিতে। এক বারও পাকিস্তানের নামোল্লেখ করলেন না। ভারত সফররত সৌদি রাজপুত্রের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ''যারা সন্ত্রাসবাদে মদত জোগায়, সেই দেশগুলির উপর আরও চাপ বাড়াতে রাজি সৌদি আরব। ওই পথ থেকে দেশগুলিকে সরিয়ে নিয়ে আসার জন্য।'' ভারত সফরে আসা সৌদি রাজপুত্র মহম্মদ বিন সলমনের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতি দিতে গিয়ে বুধবার প্রধানমন্ত্রী মোদী বলেন, এ ব্যাপারে ভারতের সঙ্গে ঐকমত্য হয়েছে সৌদি আরবের। সন্ত্রাসবাদীদের গতিবিধি সম্পর্কে গোয়েন্দা তথ্য দেওয়া-নেওয়া করবে দু'টি দেশ। যৌথ বিবৃতি দেওয়ার সময় এ দিন প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতীয় উপমহাদেশে শান্তি ও স্থায়িত্ব রক্ষার যা যা করণীয়, সৌদি আরব তা করতে আগ্রহী। দু'টি দেশই চাইছে, কড়া হাতে সন্ত্রাসবাদের মোকাবিলা করে সমুদ্র ও তার লাগোয়া অঞ্চল ও সাইবার দুনিয়ার নিরাপত্তাকে সুনিশ্চিত করা হোক। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই ভাবেই ভারত ও সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করে তুলতে চায়।

দেশের জন্য লড়াইয়ে যেতেও রাজি, হুঙ্কার দিচ্ছেন শামি

Image
ক্ষুব্ধ: পুলওয়ামার হামলা ভোলা যাবে না, বলছেন শামি।  কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আগের দিন হরভজন সিংহ তোপ দেগেছিলেন। এ বার মুখ খুললেন ভারতীয় দলের বর্তমান দুই ক্রিকেটার— মহম্মদ শামি এবং যুজবেন্দ্র চহাল। শামি তো এও জানিয়ে দিয়েছেন, দেশের জন্য তিনি লড়াই করতে তৈরি।  ভারতীয় বোলিংয়ের অন্যতম অস্ত্র শামি আগের দিন প্রয়াত জওয়ানদের পরিবারদের অর্থসাহায্য করেছিলেন। সেই শামি মঙ্গলবার সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ''পুলওয়ামার ঘটনা আমাদের ভুলে গেলে চলবে না। যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের কিছুতেই ভোলা যাবে না।'' এখানেই শেষ নয়। শামি বলেছেন, ''এই ঘটনায় আমি প্রচণ্ড ক্রুদ্ধ। স্তম্ভিত হয়ে গিয়েছি। দেশের সবাই নিশ্চয়ই একই রকম ভাবছেন। আমি দেশের জন্য লড়াই করতে তৈরি, আমাদের পরিবারের জন্য লড়াই করতে তৈরি। আমার মনে হয় না, দেশের কেউ না বলবে এতে। আমি যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি।'' কাশ্মীরে সাম্প্রতিক ভয়ঙ্কর জঙ্গি হামলার রেশ যে ভাবে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে পড়তে শুরু করেছে, তা বেনজির। ভারতের বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট কেন্দ্র থেকে স

মায়ের সামনে বাসে পিষ্ট শিশু পড়ুয়া

Image
মৃত অনুষ্কা কর। হাসপাতাল চত্বরে মৃত অনুষ্কা করের মা সুস্মিতা কর। মঙ্গলবার নাগেরবাজারে। মায়ের হাত ধরে যে বাস থেকে সে স্কুলের সামনে নেমেছিল, রাস্তা পেরোতে গিয়ে সেই বাসের চাকাতেই পিষে মারা গেল পাঁচ বছরের এক শিশু। দমদমের ক্রাইস্ট চার্চ স্কুলের ওই ছাত্রীর নাম অনুষ্কা কর। মঙ্গলবার যে ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের ক্ষোভ আছড়ে পড়ল রাস্তায়। ছোট্ট শিশুটির এই পরিণতির জন্য পুলিশ, প্রশাসন, পুরসভা, এমনকি স্কুলও যে দায় এড়াতে পারে না, সেই অভিযোগ তুলে প্রায় তিন ঘণ্টা রাস্তা আটকে রাখলেন তাঁরা। স্কুলের ভিতরেও উত্তেজনা ছড়াল। অবরোধের জেরে দীর্ঘ যানজট হয় ওই এলাকায়। পুলিশ সূত্রের খবর, প্রতিদিনের মতো এ দিনও কালিন্দীর প্রগতিপল্লির বাড়ি থেকে বেরিয়ে মেয়েকে নিয়ে ২২৩ নম্বর রুটের একটি বাসে ওঠেন মা সুস্মিতা কর। সকাল পৌনে ১০টা নাগাদ বাস থেকে মেয়েকে নিয়ে নামেন তিনি। ঘটনার প্রত্যক্ষদর্শী, সিঁথির বাসিন্দা কার্তিক কবি বলেন, ''বাসের পিছনে একটি অটোয় আমি মেয়েকে নিয়ে ছিলাম। বাস থেকে যাত্রীরা তাড়াহুড়ো করে নামলেন। অনুষ্কা ওর মায়ের হাত ধরে বাসের সামনে দিয়েই রাস্তা পেরোচ্ছিল। রাস্তা পেরিয়ে ওর মা যখন ব্রিজের নীচে,

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতীক চৌধুরী

Image
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সঙ্গীতশিল্পী প্রতীক চৌধুরীর। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। মঙ্গলবার সন্ধ্যায় নিজের অফিসের নীচে আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। অফিসের সামনের রাস্তায় পড়েও যান। সূত্রের খবর, তারপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড এবং সঙ্গীতমহল। মাত্র সাত দিন আগেই অনিকেত চট্টোপাধ্যায়ের একটি ফিল্মের জন্য 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' গানটা রেকর্ড করেছেন তিনি। সেই গানের কাজ এখনও চলছে। তার মধ্যেই এই ঘটনা। অনিকেত চট্টোপাধ্যায় বলেছেন, ''ভাবতে পারছি না। সাতদিন আগে গান রেকর্ড করলাম সেগুলোর কাজ এখনও চলছে। আর এর মধ্যেই এই খবর।'' প্রতীক চৌধুরী গাওয়া রবীন্দ্র সঙ্গীত এবং রিমেক গান শ্রোতারা পছন্দ করেছিলেন। ২০১৮ সালে নিজের জন্মদিনে তিনি 'এই বাংলার নীরে' নামে একটি অ্যালবাম রিলিজ করেছিলেন। ২০০৩ সালে পাতালঘর নামে একটি সিনেমা রিলিজ করেছিল। সেখানে প্রতীকের গানও মন ছুয়েছিল দর্শকদের। শুধু সিনেমার প্লেব্যাক বা অ্যালবামই নয়, বহু ব্র্যান্ডের বিজ্ঞাপনেও তাঁর গান জনপ্রিয়তা অর্জন করেছিল।

সিআরপিএফ জওয়ানকে শহিদ বলতে নারাজ, চাকরি খোয়ালেন শিক্ষক

Image
‌পুলওয়ামায় ভয়াবহ জঙ্গিহানার পর ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তিনি। সেই পোস্টে স্পষ্টভাবে জানিয়েছিলেন, মৃত সিআরপিএফ জওয়ানদের তিনি কোনওভাবেই 'শহিদ'‌ তকমা দিতে রাজি নন। কেন রাজি নন, তার ব্যাখাও দিয়েছিলেন ওই পোস্টটিতে। তার ফলে চাকরি চলে গেল নর্থ ক্যালকাটা দিল্লি পাবলিক স্কুলের ৩৬ বছর বয়সী ইতিহাসের শিক্ষক চিত্রদীপ সোমের।  যে পোস্টটার কারণে ওই শিক্ষকের চাকরি যায়, সেই পোস্টে তিনি লিখেছিলেন, '‌সিআরপিএফের জওয়ানরা আর পাঁচজন পেশাজীবীর মতোই নিজেদের কর্তব্য পালন করছিলেন। তাহলে তাঁদের শহিদ তকমা দেওয়া হবে কেন? এই দায়িত্বের জন্য তো তাঁরা বেতন পান।' সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পোস্টটি আগুনের মতো ছড়িয়ে পড়ে। ট্রোলড হতে শুরু করেন তিনি। এর জেরে‌ চিত্রদীপ সোমের বাড়িতেও কয়েকজন চড়াও হয়ে তাঁকে দিয়ে জোর করে ক্ষমা চাওয়ান এবং 'ভারতমাতা কি জয়'‌ বলতে বাধ্য করেন। ক্ষমা চাওয়ার সেই ভিডিও প্রায় সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। ইতিহাসের শিক্ষক ভুল না ঠিক, এই বিতর্কে আধাআধি ভাগ হয়ে যায় সোশ্যাল মিডিয়ার সমাজ। তাঁর নামে থানায় অভিযোগ দায়েরও করা হয় দেশবিরোধী কথা বলার জন্য। চিত্রদীপ বলেন, 

ভোটের মুখে বিজেপি সরকারের বিড়ম্বনা বাড়িয়ে পথে ৫০ হাজার কিষাণ

Image
মুম্বই: এক বছর কেটে গিয়েছে৷ কিন্তু কিষাণদের দেওয়া অধিকাংশ প্রতিশ্রুতি রাখেনি মহারাষ্ট্রের বিজেপি সরকার৷ তাই আরও একবার সেই বিক্ষোভ মিছিলের পথে নামতে চলেছেন রাজ্যের কৃষকরা৷ মহারাষ্ট্রের ৫০ হাজার কৃষক সেই মিছিলে সামিল হবেন৷ উদ্দেশ্য লোকসভা ভোটের আগে সরকারকে কিষাণদের দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেওয়া৷ রাজ্যের ২৩টি জেলা থেকে কৃষকরা সামিল হবেন এই পদযাত্রায়৷ যা শুরু হবে ২০ ফেব্রুয়ারি বুধবার থেকে৷ এদিন নাসিক থেকে পদযাত্রায় নামবেন কৃষকরা৷ এরপর বিভিন্ন জেলা ঘুরে ২৭ ফেব্রুয়ারি পৌঁছবে মুম্বই৷ সেখানে হবে বিক্ষোভ সমাবেশ৷ অল ইন্ডিয়া কিষাণ সভার দাবি, কৃষকদের ঋণ মকুব করতে হবে৷ ফসলের সহায়ক মূল্য বাড়াতে হবে৷ পাশাপাশি কৃষকদের পেনসন সহ নানা সুযোগ সুবিধা দিতে হবে৷ পদযাত্রা শুরুর আগে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ আনে অল ইন্ডিয়া কিষাণ সভা৷ সংগঠনের তরফে জানানো হয়, রাজ্য সরকার কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে৷ এক বছর কেটে গিয়েছে৷ কিন্তু কোনও প্রতিশ্রুতি পূরণ হয়নি৷ তাই রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই পদযাত্রা৷   গত বছর মার্চ মাসে অল ই

পিছিয়ে গেল সারদাকাণ্ডে সিবিআই মামলার শুনানি

Image
নয়াদিল্লি: পিছিয়ে গেল সারদাকাণ্ডে সিবিআই মামলার শুনানি৷ পরবর্তী শুনানির দিন ২৭ ফেব্রুয়ারি৷ প্রসঙ্গত, প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযান ঘিরে এমাসের শুরুর দিকে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে ওঠে। সারদাকাণ্ড তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। আদালত অবমাননার অভিযোগে মামলা করা হয়।   আজ বুধবার সুপ্রিম কোর্টে রাজীব কুমারদের বিরুদ্ধে ওঠা আদালত অবমাননা মামলার শুনানি ছিল৷ কিন্তু সেই শুনানি পিছিয়ে যায়৷ আগামী ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি৷ রাজীব কুমারের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, গত ৪ ফেব্রুয়ারি সিবিআই সাপ্লিমেন্টারি এফিডেভিট পেশ করে৷ পরে আবার ১৮ তারিখ আরও কিছু নথি পেশ করে, যা নিয়মবহির্ভূত বলে জানা যায়৷ ১৮ তারিখে সিবিআইয়ের পেশ করা এই নথিতেই আপত্তি তোলেন অভিষেক মনু সিংভি৷ মুলতুবি হয়ে যায় বুধবারের শুনানি৷ আগামী ২৭ ফেব্রুয়ারি নতুন বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি হবে৷

ঝোপের আড়ালে উঁকি মারতেই মিলল জোড়া দেহ!

Image
ঝোপের আড়াল থেকে উদ্ধার জোড়া মৃতদেহ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে। পুলিস সূত্রে জানা গিয়েছে, দেহ দুটি দুই যুবকের। স্থানীয়দের অভিযোগ, এলাকায় সমাজ বিরোধীদের কার্যকলাপ খুব বেড়ে গিয়েছে। তাঁরাই এঘটনা ঘটিয়েছে বলে দাবি এলাকাবাসীর। জানা গিয়েছে, হলদিয়ার ঝিকুরখালিতে একটি ঝোপের আড়াল থেকে উদ্ধার হয় দেহ দুটি। মৃত দুই যুবকের নাম দিলীপ বারোই ও  সুজিত মণ্ডল। দিলীপ বারোইয়ের ঝিকুলখালিতেই। একটি খাবারের দোকান চালাত সে। অন্যদিকে  সুজিত মণ্ডলের বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে।  কর্মসূত্রে হলদিয়াতে ভাড়া থাকত সে। এদিন সকালে স্থানীয় বাসিন্দাদের চোখেই প্রথম দেহ দুটি নজরে আসে। ঝোপের আড়ালে দেহ দুটি পড়ে থাকতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে পুলিসে খবর দেন স্থানীয়রা। দুর্গাচক থানার পুলিস এসে দেহ দুটি উদ্ধার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দুই যুবকের মাথায় ও পিঠে আঘাত রয়েছে।  প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে,  ধারালো কোনও অস্ত্র দিয়ে ওই দুই যুবকের মাথায় ও পিঠে আঘাত করা হয়। যার ফলেই ওই দুই যুবকের মৃত্যু হয়।  স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পিছনে এলাকার দুষ্কৃতীদের হাত রয়ে

মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজীব-মামলার শুনানি

Image
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজীব কুমার মামলার শুনানি।  বিচারপতি নাগেশ্বর রাও এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার মঙ্গলবার এই মামলার শুনানি মুলতুবি হয়ে যায় ।  বিচারপতি নাগেশ্বর রাওয়ের যুক্তি, এর আগে একটি মামলায় পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী হিসাবে কাজ করেছিলেন তিনি।  এরফলে  রাজীব কুমার মামলায় শীর্ষ আদালতে  গঠিত  প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি রঞ্জিত খান্না  ও বিচারপতি নাগেশ্বর রাও-এর  বেঞ্চ ভেঙে যায়। নতুন করে বিচারপতিদের বেঞ্চ গঠন  হওয়ার পরই মামলার শুনানি হবে। জানা গিয়েছে, রাজীব কুমার মামলার পরবর্তী শুনানি ২৭  ফেব্রুয়ারি। এদিকে, মঙ্গলবার শীর্ষ আদালতে অতিরিক্ত নথি জমা দেওয়ার চেষ্টা করে সিবিআই।  তাতে বাধা দেন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি।  তিনি সওয়াল করেন, গত ১৮ ফেব্রুয়ারি সিবিআই সুপ্রিম কোর্টে অতিরিক্ত হলফনামা দেয়। তার আগে আদালত অবমাননার মামলায় রাজ্যের তিন আধিকারিক শীর্ষ আদালতে তাঁদের জবাব ফাইল করার পরও হলফনামা জমা দিয়েছিল সিবিআই। এদিন তার বিরুদ্ধেই সওয়াল করেন অভিষেক মনু সিংভি। যদিও শীর্ষ আদালতের তরফে এদিন কোনও কথাই শোনা হয়নি। মামলার  পরবর্তী শুনানি ২৭ ফেব্রুয়ারিতে বিষয়গুলি খতিয়ে দেখা

দোষী সাব্যস্ত অনিল অম্বানী, ৪৫০ কোটি না মেটালে জেল, বলল সুপ্রিম কোর্ট

Image
আদালত অবমাননার দায়ে অনিল অম্বানীকে দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, চার সপ্তাহের মধ্যে এরিকসনকে সাড়ে চারশো কোটি টাকা মিটিয়ে না দিলে জেল খাটতে হবে বলেও অনিলকে হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত। তাদের প্রাপ্য টাকা মেটাচ্ছে না অনিল অম্বানীর সংস্থা। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করে সুইডিশ টেলিকম সংস্থা এরিকসন। বুধবার মামলার শুনানি শুরু হলে আদালত বলে, "তাদের নির্দেশকে 'ইচ্ছাকৃত ভাবে অমান্য' করেছেন অনিল অম্বানী।" আর এই অবমাননার জন্য অনিলকে এক কোটি জরিমানাও করে আদালত।  এরিকসনের আরও অভিযোগ, রাফাল প্রকল্পের জন্য অনিলের সংস্থা টাকা বিনিয়োগ করতে পারছে, অথচ তাদের বকেয়া ৫৫০ কোটি টাকা দিচ্ছে না। যদিও এরিকসনের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে অনিলের সংস্থা। আদালতকে অনিল অম্বানী জানিয়েছেন, এরিকসনের বকেয়া মেটানোর জন্য তারা সর্বোত ভাবে চেষ্টা করেছিলেন। কিন্তু সম্পত্তি বিক্রি নিয়ে তাঁর দাদা মুকেশ অম্বানীর সংস্থা রিলায়্যান্স জিও-র সঙ্গে যে চুক্তি হয়েছিল তা ব্যর্থ হওয়ায় সমস্যায় পড়েছে তাঁর সংস্থা। ২০১৮-র ২৩ অক্টোবর আদালত রিলায়্যান্স কমিউনিকেশন-কে নির্দেশ দিয়েছিল ১৫ ডিসেম্

ইন্টারনেট বন্ধ, তবু মোবাইলে ফের প্রশ্ন ফাঁস

Image
পরীক্ষা চলাকালীন এই প্রশ্নপত্রই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠছিল, প্রশ্নপত্র বারবার ছড়াচ্ছিল মালদহ-সহ সীমান্তবর্তী কয়েকটি জেলার বিভিন্ন অংশ থেকে। তাই মঙ্গলবার পরীক্ষা চলাকালীন সন্দেহের আওতায় থাকা ন'টি জেলার বেশ কিছু অংশে ইন্টারনেট পরিষেবাই বন্ধ করে দিয়েছিল প্রশাসন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। এ দিন পদার্থবিদ্যার পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে ফের প্রশ্ন ছড়িয়ে পড়ল সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই। মাধ্যমিকে এর আগে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্কের প্রশ্ন পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে হোয়াটসঅ্যাপ মারফত বাইরে চলে যায়। হোয়াটসঅ্যাপে প্রশ্ন ছড়ানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে সিআইডি। ওই চক্রে জড়িত সন্দেহভাজন আরও কয়েক জনের খোঁজ চলছে। প্রশাসন জানিয়েছে, আজ, বুধবার জীববিজ্ঞান এবং কাল, বৃহস্পতিবার ঐচ্ছিক পরীক্ষাতেও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে ওই জেলাগুলোর কিছু অংশে।  মোবাইল নিয়ে ঢুকলে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলের নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার করায় শিক্ষককে সাসপেন্ডও করা হয়েছে। কিন্তু পরীক্ষার হলে মোবাইলের প্রবেশ যে ঠেকানো যাচ্ছে না, বারবা

পাকিস্তানের উপর হামলা হলে, চুপ করে থাকব না:‌ ইমরান খান

Image
একদিকে দায় অস্বীকার। অন্যদিকে পাল্টা হুমকি। এই দুই পথকে বেছে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার পুলওয়ামায় হামলা নিয়ে রেডিও বার্তা দেন ইমরান। সেখানে সরাসরি পাকিস্তানের ওপর থেকে এই দায় অস্বীকার করেছেন তিনি। তাঁর যুক্তি, '‌এই হামলা করে পাকিস্তানের কি লাভ?‌ যখন দেশ একটা স্থায়িত্বের দিকে যাচ্ছে তখন কেন এই কাজ করবে পাকিস্তান?‌ এটা নতুন পাকিস্তান। নতুন ভাবনার ওপর তা এগিয়ে চলেছে।'‌ পুলওয়ামা হামলার ঘটনায় নয়াদিল্লি, পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ায় এখন ঘরে–বাইরে প্রবল চাপের মুখে পড়েছে তারা। এই চাপ থেকে মুক্তি পেতেই রেডিও বার্তার মধ্য দিয়ে অস্বীকার করেছেন ইমরান খান বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।  অন্যদিকে পাল্টা হুমকিও দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি এদিন সরাসরি বলেন, '‌পুলওয়ামা কাণ্ডে কোনও প্রমাণ দিতে পারেনি ভারত। কোনও প্রমাণ ছাড়াই অভিযোগ করা হচ্ছে। কাশ্মীর নিয়ে আলোচনা না করেই শুধু দোষারোপ করা হচ্ছে। কেউ ভাবল না এতে পাকিস্তানের কি লাভ হবে?‌ পাকিস্তানও সন্ত্রাসবাদের শিকার। তাই এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। কিন্তু তা না করে অভিযোগের আঙুল তোলা হচ্ছে। আমি বলে

কাশ্মীরি পণ্য বয়কট করার দাবি জানিয়ে ফের বিতর্কে রাজ্যপাল

Image
শিলং: তাঁর উত্তেজক মন্তব্য বরাবর থেকেছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে৷ তিনি মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়৷ বিতর্ক আর তথাগত সমার্থক শব্দ হয়ে উঠেছে৷ সেই তিনি পুলওয়ামার ঘটনা নিয়ে মন্তব্য করে ফের বড় বিতর্ক বাঁধিয়েছেন৷ এবার খোলাখুলিভাবে কাশ্মীরি পণ্য বয়কট করার দাবি জানালেন তথাগত রায়৷ এমনকী হিন্দু তীর্থযাত্রীদের অমরনাথ না যাওয়ার নিদান দিয়েছেন৷ মেঘালয়ের রাজ্যপালের মন্তব্য সব মহলে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে৷ বিশেষজ্ঞ মহলের মতে, ভয়াবহ জঙ্গি হামলায় শোকস্তব্ধ গোটা দেশ৷ এটা বিভাজনের রাজনীতি করার সময় নয়৷ বরং ঐক্যবদ্ধ হয়ে একে অপরের পাশে এসে দাঁড়ানোর সময়৷ নিন্দা করেছেন জম্মু কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লা৷ একধাপ এগিয়ে মেহবুবা মুফতি তথাগত রায়কে রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান৷ ট্যুইট করে মুফতি লেখেন, অত্যন্ত নিন্দনীয় মন্তব্য৷ কেন্দ্রীয় সরকারের উচিত তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার৷ যদি কেন্দ্র তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেয় তাহলে বুঝতে হবে রাজ্যপালের মন্তব্যকে তারাও সমর্থন জানাচ্ছে৷ ভোটের আগে পরিস্থিতির ফায়দা বিজেপিকে পাইয়ে দিতে এই মন্

প্রয়াত গায়ক প্রতীক চৌধুরি, শোকস্তব্ধ সংগীতজগত

Image
দূরে, বহুদূরে চলে গেলেন একতারা বাজিয়ে গাওয়া বাউল। মঙ্গলবার সন্ধ্যায় বাংলা সংগীতজগত থেকে খসে পড়ল আরেক নক্ষত্র। প্রয়াত প্রতীক চৌধুরি। এদিন সন্ধে সাড়ে সাতটা নাগাদ অফিস থেকে বাড়ি ফেরার পথেই তাঁর হার্ট অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, সুরাহা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর মুহূর্তের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। শোকের ছায়া নেমে আসে সংগীত মহলে। নয়ের দশকে যে ক'জন গায়কের হাত ধরে বাংলা সঙ্গীত জগতে নতুন জোয়ার এসেছিল, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন প্রতীক চৌধুরি। ছোটবেলা থেকে একাধিক গুরুর কাছে সঙ্গীতচর্চা তাঁকে গানের জগতে পাড়ি দেওয়ার উৎসাহ দিয়েছিল। ১৯৯৪ সালে তিনি প্রথম বিজ্ঞাপনী গান অর্থাৎ জিঙ্গলস দিয়ে কেরিয়ার শুরু করেন। বহু বিখ্যাত ব্র্যান্ডের হয়ে জিঙ্গলস গেয়েছেন তিনি। কুকমি, খাদিম, টাটা স্টিল, স্টিলাক্সের বিজ্ঞাপনে তাঁর কণ্ঠস্বর বিখ্যাত হয়ে ওঠে। এরপর প্লেব্যাক সিঙ্গার হিসেবে একের পর এক কালজয়ী গান রেখে গিয়েছেন প্রতীক চৌধুরি। গত বছরের ডিসেম্বরে নিজের জন্মদিনেই অনুরাগীদের উপহার দিয়েছিলেন একটি অ্যালবাম – 'এই বাংলার নীড়ে।' তিনি গায়ক। কিন্তু শুধুই গায়ক বললে তাঁকে কম স

ডিএ বাড়িয়ে এক ঢিলে দুই পাখি মারলেন মোদী! রাজ্যের সঙ্গে বাড়ল আরও ফারাক

Image
লোকসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিন ধরেই কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত ঝুলেছিল। লোকসভার ঠিক প্রাক্কালে এক ঢিলে দুই পাখি মারলেন মোদী। তিন শতাংশ ডিএ বাড়িয়ে সরকারি কর্মীদের মন জয় করলেন, একইসঙ্গে রাজ্যের সঙ্গে ফারাক আরও বাড়িয়ে নিলেন। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতার সরকারকে। কেন্দ্র সরকারি কর্মীরা মনে করেছিলেন নতুন বছরে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তা না হওয়ায় নিরাশ হয়েছিলেন সরকারি কর্মীরা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে কর্মীদের বেতন বাড়িয়ে সুখবর দিলেন। একইসঙ্গে লোকসভার আগে রাজনৈতিক ফায়দা তুলে নিলেন। এনডিএ সরকারের এদিনের ঘোষণায় রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে ডিএ-র ফারাক আরও বাড়ল। কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৯ শতাংশ ডিএ পেতেন, তাঁদের ডিএ বেড়ে হল ১২ শতাংশ। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে ৬২ লক্ষ পেনশন হোল্ডার থেকে শুরু করে বর্তমান সরকারি কর্মীরাও উপকৃত হবেন। ১ জানুয়ারি ২০১৯ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। বিরোধীরা মনে করছেন, ভোটের আগে সুবিধা নিতেই এম

সরকারিকর্মীদের জন্য বড় ঘোষণা! লোকসভা নির্বাচনের আগে বেতন-বৃদ্ধির সিদ্ধান্ত

Image
লোকসভা ভোটের আগে সরকারি কর্মীদের জন্য এল সুখবর। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকে সরকারি কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, ৩ শতাংশ মহার্ঘ্যভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে পেনশন হোল্ডার থেকে শুরু করে বর্তমান সরকারি কর্মীরাও উপকৃত হবেন। দীর্ঘদিন ধরেই কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত ঝুলেছিল। এবার এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিল। সরকারি কর্মীরা মনে করেছিলেন নতুন বছরে থামার সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তা না হওয়ায় নিরাশ হয়েছিলেন সরকারি কর্মীরা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে কর্মীরা বেতন বৃদ্ধিতে খুশি হলেও, বিরোধীরা মনে করছেন, ভোটের আগে সুবিধা নিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের আগে এই বড় ঘোষণা করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কেন্দ্রের এনডিএ সরকার। এদিনের ঘোষণায় রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে ডিএ-র ফারাক আরও বাড়ল। এদিন বেতনবৃদ্ধি ছাড়াও আরও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন অর্থমন্ত্রী। এদিন দিল্লি-গাজিয়াবাদ-মেরঠজুড়ে রিজিওনাল ট্রানজিট স

দেশের জন্য আত্মবলিদান দিতে প্রস্তুত ২৫০০ কাশ্মীরি যুবক, পুলওয়ামা-কাণ্ডের পর দৃষ্টান্ত

Image
দিন কয়েক আগে কাশ্মীরের পুলওয়ামায় নির্মম জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪৭ সেনা। সেই কাশ্মীরের ২৫০০ যুবক সেনাবাহিনীতে যোগ দিতে মুখিয়ে আছেন। মঙ্গলবার আড়াই হাজার কাশ্মীরি যুবক পরীক্ষা দিলেন সেনাবাহিনীর পরীক্ষায়। মাত্র ১১১টি পদের জন্য কাশ্মীরি যুবকদের এই আগ্রহে নতুন ইতিহাস তৈরি হল। ফের একবার প্রমাণ হয়ে গেল কাশ্মীরের সব যুবক জঙ্গি দলে নাম লেখাতে আগ্রহী নয়। তাঁদের অধিকাংশই প্রস্তুত দেশের জন্য আত্মবলিদান দিতে। এদিনই কাশ্মীরি যুব সম্প্রদায়কে মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। আর এদিনই বারামুল্লা জেলার এই চিত্র চোখে আঙুল দেখিয়ে দিল কাশ্মীরি যুবকদের দেশপ্রেমের চিত্র। প্রেম দিবসের দিন কাশ্মীরের পুলওয়ামায় সেনাদের রক্ত ঝরেছে জঙ্গি হামলায়। ৪৭ জন সেনা এখন পর্যন্ত নিহত হয়েছেন। অনেকে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তবু মৃত্যুকে পরোয়া না করে সেনা দলে নাম লেখাতে ঝাঁপিয়ে পড়লেন কাশ্মীরের যুবকরা। এক যুবক বলেন, আমি সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করতে চাই। একইসঙ্গে চাই পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে। এক যুবক জানান, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই অবস্থায় কাশ্মীরের বাসিন্দা সেনা-জওয়ানদের যদি স্পর্

কেন সিনেমা হল থেকে সরিয়ে নেওয়া হল ভবিষ্যতের ভূত? কী বললেন মমতা?

Image
কেন সিনেমা হলে দেখা যাচ্ছে না অনীক দত্ত পরিচালিত 'ভবিষ্যতের ভূত' ছবিটি? প্রশ্ন ঘুরছে মুখে মুখে। পরিচালকের অভিযোগ, শাসকদলের অঙ্গুলিহেলনেই মুক্তির পরদিনই কলকাতা-সহ পশ্চিমবঙ্গের সমস্ত বড় সিনেমা হল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এই ছবি। তবে এ নিয়ে সরকার বা শাসকদলের তরফে এখনও কোনও স্পষ্ট বিবৃতি মেলেনি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একই প্রশ্ন করেন সাংবাদিকরা। কেন হল থেকে সরানো হল 'ভবিষ্যেতর ভূত'? সাংবাদিকদের প্রশ্নের জবাবে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?  সোমবার পুলওয়ামাকাণ্ড পরবর্তী রাজ্যের পরিস্থিতি নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে বিজেপির বিরুদ্ধে অরাজকতা ছড়ানোর অভিযোগ করেন তিনি। বলেন, রাজ্যে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে বিজেপি ও আরএসএস। কোথাও কোনও ব্যক্তির ওপর হামলার খবর এলে পুলিস-প্রশাসনকে তত্পর হতে নির্দেশ দেন তিনি।  সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, 'ভবিষ্যতের ভূত' ছবিটি কেন সিনেমা হল থেকে সরিয়ে নেওয়া হল? এর পিছনে কি রাজ্য প্রশাসনের কোনও নির্দেশ রয়েছে? যদিও এ নিয়ে কোনও জবাব দেননি মমতা বন্দ্যোপ

ধিক্কার মিছিলের ডাক দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা

Image
মঙ্গলবার থেকে ফের ছাত্র বিক্ষোভের জেরে অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। বুধবার ধিক্কার মিছিলের ডাক দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বুধবার বিকেল ৪টে নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গোলপার্ক মোড় পর্যন্ত এই ধিক্কার মিছিল করা হবে। মিছিলে থাকার জন্য সকলকে আহবান জানানো হয়েছে বিক্ষোভকারী পড়ুয়াদের তরফে। মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সংক্রান্ত এগজিকিউটিভ কাউন্সিলিং-এর বৈঠক চলাকালীন 'ইউনিয়ন নয়, কাউন্সিল' এই দাবিতে বাইরে অবস্থান শুরু করেন ছাত্রছাত্রীরা। ঘেরাও হয় উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্টার-সহ অন্যান্যরা। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ছাত্রছাত্রীদের জানানো হয় যে, রাজ্যের তরফে ইউনিয়ন সংক্রান্ত কোনও উত্তর আসেনি। উপরমহলের নির্দেশিকা ছাড়া নিয়ম বদল করা সম্ভব নয়, এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন অবস্থানকারীরা। অভিযোগ, উপাচার্য এবং সহউপযার্যকে ধাক্কা দেন ছাত্ররা। ধাক্কাধাক্কিতে ডান হাতে গুরুতর চোট পেয়ে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য। তাঁকে কেপিসি হাসপাতালে ভর্তি করা হয়। উপাচার্যকে ধাক্কা মারার ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে বিশিষ্টজনেরা।  আন্দোলনকা

পুলওয়ামা হানার একশো ঘণ্টাতেই নিকেশ জইশের সব জঙ্গি: সেনা

Image
পুলওয়ামায় হামলার ১০০ ঘণ্টার মধ্যে উপত্যকায় জইশের সব নেতা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। জানিয়েছে সেনা। পুলওয়ামা হানার ১০০ ঘণ্টার মধ্যেই উপত্যকায় জইশের সব নেতা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে বলে দাবি করল সেনা। পুলওয়ামায় সিআরপি-র উপরে হামলা ও গত কাল জইশ জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের পরে আজ প্রথম বাহিনীর তরফে সাংবাদিক বৈঠক করা হয়। তাতে সেনার ১৫ নম্বর কোরের কম্যান্ডার কে জে এস ধিলোঁ ছাড়াও হাজির ছিলেন জম্মু-কাশ্মীর পুলিশের আইজি এস পি পানি ও সিআরপি-র আইজি জুলফিকার হাসান। ধিলোঁ জানান, পুলওয়ামায় হামলার ১০০ ঘণ্টার মধ্যে উপত্যকায় জইশের সব নেতা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে।  গত কাল সংঘর্ষে নিহত জইশ নেতার পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। প্রথমে বাহিনীর তরফে দাবি করা হয়, পুলওয়ামা হামলার মূল চক্রী রশিদ গাজ়ি নিহত হয়েছে। পরে আবার কয়েকটি সূত্র দাবি করে, নিহত হয়েছে গাজ়ির সহযোগী কামরান। রাতে আবার একটি সূত্র দাবি করে, কাশ্মীরে নিহত তৃতীয় জঙ্গি রশিদ গাজ়ি হলেও হতে পারে। আজ অবশ্য নিহত জইশ নেতাকে কামরান বলেই উল্লেখ করেছেন ধিলোঁ। তিনি বলেন, ''জইশ ই মহম্মদ পাকিস্তানি সেনার সৃষ্টি। কামরান ও ত

‘হাতে বন্দুক নিলেই কাশ্মীরি যুবকদের শেষ করে দেওয়া হবে’

Image
জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। কাশ্মীরি যুবকেরা বন্দুক হাতে নিলে তাদের শেষ করে দেওয়া হবে। জানালেন কে জে এস ধিলোঁ। কাশ্মীরে বন্দুক হাতে নিলেই শেষ করে দেওয়া হবে বলে ফের উপত্যকার যুব সমাজকে বার্তা দিল ভারতীয় সেনা। তবে এমন দমননীতির বার্তা জঙ্গি সমস্যা কমাবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। পুলওয়ামা কাণ্ডের পরে গত কাল সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে তিন জইশ জঙ্গি। আজ এক সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার চিনার কোর-এর কম্যান্ডার কে জে এস ধিলোঁ স্পষ্ট করে দিয়েছেন যে, আগামী দিনে আরও শক্ত হাতে জঙ্গি দমন করা হবে। কোনও ধরনের বিরোধিতা হলে প্রয়োজনে কড়া পদক্ষেপ করতে দ্বিধা করবে না সেনা। তাঁর কথায়, ''উপত্যকায় জঙ্গি কার্যকলাপ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। কাশ্মীরি যুবকেরা হাতে বন্দুক নিলে তাদের শেষ করে দেওয়া হবে।'' তবে আত্মসমর্পণ করলে সামাজিক সুরক্ষা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সেনার তরফে। কাশ্মীরি মায়েদের কাছে ধিলোঁর আর্জি, বিপথগামী সন্তানদের আত্মসমর্পণ করে সমাজের মূলস্রোতে ফিরতে বলুন। কিন্তু বিরোধীদের প্রশ্ন হল, ওই দমননীতিতে কি আদৌ কোনও লাভ হবে? কারণে মোদী সরকার ক্ষমতায় এসেই