পিছিয়ে গেল সারদাকাণ্ডে সিবিআই মামলার শুনানি


নয়াদিল্লি: পিছিয়ে গেল সারদাকাণ্ডে সিবিআই মামলার শুনানি৷ পরবর্তী শুনানির দিন ২৭ ফেব্রুয়ারি৷

প্রসঙ্গত, প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযান ঘিরে এমাসের শুরুর দিকে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে ওঠে। সারদাকাণ্ড তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। আদালত অবমাননার অভিযোগে মামলা করা হয়।
 
আজ বুধবার সুপ্রিম কোর্টে রাজীব কুমারদের বিরুদ্ধে ওঠা আদালত অবমাননা মামলার শুনানি ছিল৷ কিন্তু সেই শুনানি পিছিয়ে যায়৷ আগামী ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি৷

রাজীব কুমারের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, গত ৪ ফেব্রুয়ারি সিবিআই সাপ্লিমেন্টারি এফিডেভিট পেশ করে৷ পরে আবার ১৮ তারিখ আরও কিছু নথি পেশ করে, যা নিয়মবহির্ভূত বলে জানা যায়৷ ১৮ তারিখে সিবিআইয়ের পেশ করা এই নথিতেই আপত্তি তোলেন অভিষেক মনু সিংভি৷ মুলতুবি হয়ে যায় বুধবারের শুনানি৷

আগামী ২৭ ফেব্রুয়ারি নতুন বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি হবে৷