Posts

Showing posts from February 5, 2019

দিঘার লজে আত্মহত্যার চেষ্টা প্রেমিক যুগলের।

Image
দিঘার লজে আত্মহত্যার চেষ্টা প্রেমিক যুগলের। বরাতজোরে প্রাণে বাঁচলেন এক তরুণী। তবে তাঁর প্রেমিককে বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান ওই তরুণ। পুলিশ জানিয়েছে, হোটেলের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন দু'জনে। এমনকী, নিজেদের গলায় ফাঁস লাগানো ছবি ফেসবুকে পোস্টও করেছিলেন তাঁরা। মৃতের নাম দীপ নায়েক। বাড়ি, হাওড়ার বাগনানে। পূর্ব বর্ধমানের জামালপুরের আয়ান্তি ঘোষ নামে একটি কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল দীপের। পুলিশ জানিয়েছে, গত রবিবার প্রেমিকাকে সঙ্গে নিয়ে দিঘা এসেছিলেন দীপ। স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে একটি লজে ঘর ভাড়া নেয় ওই প্রেমিক যুগল। মঙ্গলবার ভোরে ওই লজেরই একটি ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন দীপ। প্রেমিকের সঙ্গেই নিজেকে শেষ করে দিতে চেয়েছিল বছর সতেরোর আয়ান্তিও। কিন্তু দড়িটি ছিঁড়ে যাওয়ার প্রাণে বেঁচে যায় সে। লজের কর্মীরা জানিয়েছেন, তাঁরা যখন ঘরে ঢোকেন, তখনও বেঁচেছিলেন দীপ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। খবর দেওয়া হয় থানায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কেন আত্মহত্যার করতে চেয়েছিল ওই প্রেমিক যুগল?  দিঘার লজ থেকে একটি

পোস্টার হাতে দাঁড়িয়ে মহিলারা, বন্ধ হয়ে গেল সরকার অনুমোদিত মদের দোকান

Image
বনগাঁ: রাজ্য সরকার যখন খুচরো বাজারে মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে, তখন উত্তর ২৪ পরগনার বাগদায় রীতিমতো বিক্ষোভ দেখিয়ে সরকার অনুমোদিত মদের দোকান বন্ধ করে দিলেন এলাকার মহিলারা। বিক্ষোভকারীদের বক্তব্য, মদের কারণে পরিবারের অশান্তি বাড়ছে। তাই এলাকায় কোনও মদের দোকান খুলতে দেবেন না তাঁরা। দিন দুয়েক আগে বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর কলোনি এলাকায় একটি মদের দোকানের উদ্বোধন হয়। দোকানটি সরকার অনুমোদিত। কিন্তু হেলেঞ্চা বাজারের কাছে ওই মদের দোকানটি চালাতে দিলেন না মহিলারা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জনবহুল এলাকায় মদের দোকান খোলা নিয়ে চাপা উত্তেজনা ছিলই। মঙ্গলবার সকালে রীতিমতো মিছিল করে মদের দোকানের সামনে হাজির হন শ'পাঁচেক মহিলা। দোকানের সামনে পোস্টার হাতে দাঁড়িয়ে পড়েন তাঁরা। কেউ আবার দোকান লক্ষ্য করে ইটও ছোঁড়েন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগদা থানার পুলিশ। ততক্ষণে ভয়ে মদের দোকান বন্ধ করে কার্যত পালিয়ে গিয়েছেন দোকানের মালিক। শেষপর্যন্ত পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। বছর খানেক আগে বাগদায় বেআইনি মদ বিক্রির অভিযোগ ওঠেছিল। সেবার স্থানীয় রনঘাট পঞ্চায়েত এলাকার মদ খে

হিমন্ত বিশ্বশর্মা সারদা থেকে তিন কোটি টাকা নিয়েছেন! সুদীপ্ত সেনের চিঠি দেখিয়ে দাবি মমতার

Image
হিমন্ত বিশ্বশর্মা সারদা থেকে টাকা নিয়েছেন, প্রমাণ দিতে সুদীপ্ত সেনের চিঠি সংবাদ মাধ্যমকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মুখে আগেই বলেছিলেন। অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা যে সারদা কর্তার কাছ থেকে টাকা নিয়েছিলেন, এ বার হাতে নাতে তার 'প্রমাণ' ধরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলবন্দি সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠি মঙ্গলবার সংবাদ মাধ্যমের হাতে দিয়েমুখ্যমন্ত্রী বলেন, ''এই চিঠিতেই হিমন্ত বিশ্বশর্মার টাকা নেওয়ার প্রমাণ রয়েছে।'' একই সঙ্গে তাঁর তোপ, 'বিজেপি করলেই সাত খুন মাফ'। যদিও মমতার এই অভিযোগের পরই হিমন্ত বিশ্বশর্মা টুইট করে বলেন, 'ভিত্তিহীন অভিযোগ'। তিনি তদন্তে সিবিআই-কে সাহায্য করছেন বলেও দাবি করেছেন হিমন্ত। সিবিআই-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবহার করছে কেন্দ্র তথা বিজেপি, ধর্নার শুরু থেকেই এই অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এই অভিযোগ ঘিরেই কেন্দ্র-রাজ্য সঙ্ঘাত চরমে ওঠে এবং মুখ্যমন্ত্রীর ধর্নায় বসা। ধর্নার শুরুর দিকেই তিনি অভিযোগ তুলেছিলেন, হিমন্ত বিশ্বশর্মা সারদা কর্তার কাছ থেক

এনআরসি নিয়ে গড়িমসি করছে কেন্দ্রই, মোদী সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Image
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকই চায় না জাতীয় নাগরিকপঞ্জীর কাজ ঠিকভাবে চলুক। এক একবার ভিন্ন গল্প হাজির করে চলেছে কেন্দ্র। যার ফলে গোটা প্রক্রিয়া থমকে যাচ্ছে। এই বলে নরেন্দ্র মোদী সরকারকে কার্যত ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। এদিন আদালত এনআরসি নিয়ে অস্পষ্টতা কাটিয়ে জানিয়ে দিয়েছে নির্বাচন ও নাগরিকপঞ্জী তৈরির কাজ একসঙ্গে চলবে। এর পাশাপাশি অসমে কেন্দ্রীয় বাহিনী সরানোর যে আবেদন করা হয়েছিল, তাও আদালত এদিন খারিজ করে দিয়েছে। কেন্দ্র আবেদন জানিয়েছিল নির্বাচনের ডিউটির কারণে আধাসেনাকে দুই সপ্তাহের জন্য কাজে না নামানোর জন্য। শীর্ষ আদালত সেই আবেদনই খারিজ করে দিয়েছে। জানিয়েছে, এনআরসির কাজ করার আরও হাজার একটা পন্থা রয়েছে। তাই যেকোনও মূল্যেই হোক, এনআরসি-র কাজ চলবে। সরকারের এই ভূমিকায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত।

আমার কাছে কোনও লাল ডায়েরি, পেন ড্রাইভ ছিল না: সুদীপ্ত সেন

Image
সুদীপ্ত সেন। চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে যখন চড়ছে রাজনীতির পারদ, ঠিক তখনই উঠে এল সেই বহু আলোচিত 'লাল ডায়েরি'-র কথা। সেই ডায়েরি কোথায়, এই প্রশ্নই এখন ঘুরছে বিভিন্ন মহলে। এরই মধ্যে আজ বারাসত আদালতে তোলার সময় সারদা কর্তা সুদীপ্ত সেনকে প্রশ্ন করা হয় সেই লাল ডায়েরি নিয়ে। জবাবে সুদীপ্ত জানালেন, তাঁর কাছে কোনও লাল ডায়েরি ছিল না। সুদীপ্ত সেনের লাল ডায়েরি থেকে চিটফান্ড দুর্নীতি নিয়ে নানা তথ্য পাওয়া যেতে পারে বলে বিভিন্ন সময় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। একটি মামলায় আজ বারাসত আদালতে তোলা হয় সুদীপ্ত সেনকে। আদালতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, কোথায় রয়েছে ওই লাল ডায়েরি, পেনড্রাইভ এবং ল্যাপটপ। প্রথমে কিছু বলতে চাননি সুদীপ্ত সেন। তার পর বলেন, আমি কিছু জানি না। এর পরেই অবশ্য বলেন, ''আমার কাছে কোনও লাল ডায়েরি ছিল না। পেনড্রাইভ, ল্যাপটপও ছিল না।'' গ্রেফতার হওয়ার পর থেকে বিভিন্ন সময় তাঁর মুখোমুখি হয়েছেন সাংবাদিকেরা। কিন্তু যতই প্রশ্ন করা হোক, বরাবরই তা এড়িয়ে যান সুদীপ্ত সেন। এর আগেও তিনি অস্বীকার করেছিলেন, তাঁর কাছে কোনও ডায়েরি নেই। সব সময়ই এই সমস্ত বিষয় অ

কলকাতার ধর্না তুলে মমতার ঘোষণা, এবার ২ দিনের ধর্না দিল্লিতে

Image
ধর্না প্রত্যাহারের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু।  মেট্রো চ্যানেলের ধর্না তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যা ছ'টা নাগাদ টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ুডু এবং তেজস্বী যাদবের সঙ্গে প্রায় এক ঘণ্টার লম্বা বৈঠক শেষে তিন দিনের ধর্না তুলে নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। তিনি বলেন, এই ধর্নায় গনতন্ত্রের জয় হয়েছে। তবে তিনি ঘোষণা করেন এর পর ১৩ এবং ১৪ ফেব্রুায়রি দিল্লিতে ধর্ণা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আদালতের রায়ে আমাদের জয় হয়েছে। আদালত রাজীব কুমারের গ্রেফতারির উপর নিষেধাজ্ঞা জারি করেছে।'

যাত্রীর খাবারে আরশোলা, ২ দিন পর টনক নড়ল এয়ার ইন্ডিয়ার

Image
আকাশপথে ভ্রমণ অনেকেরই প্রিয়। জেট ল্যাগ, রানওয়েতে ওঠানামার সময় বিকট শব্দ – এসব উপেক্ষা করেই বিমানে যাতায়াত পছন্দ করেন অনেকে, সময় বাঁচানোর জন্য। কিন্তু মাঝেমধ্যে সেই আরাম এবং দ্রুত পরিবহণই হয়ে ওঠে দুর্বিসহ। যেমনটা হল রোহিত রাজ সিং চৌহানের। গত শনিবার ভোপালের রোহিত মুম্বাই যাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার বিমানে। যাত্রাপথে খাবারের প্লেটে ছিল দক্ষিণী পদ – ইডলি,সম্বার,বড়া। ছিল ফলও। বড়ার ফয়েলটি খুলতেই দেখেন, একটি মৃত আরশোলা। ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রোহিত রাজ। ব্যস! এয়ার ইন্ডিয়ার একাধিক ভুলত্রুটির তালিকায় ঢুকে পড়ল এটিও। যাত্রী পরিষেবায় চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়তেই হুঁশ ফেরে কর্তৃপক্ষের। তড়িঘড়ি টুইটারে তাঁরা আবার দাবি করেন, 'আমরা আন্তরিকভাবে দুঃখিত। এধরনের ঘটনায় আমরা খুব দ্রুত ব্যবস্থা নিই। যারা আমাদের খাবার দেওয়ার দায়িত্বে রয়েছেন, সেই সংস্থাকে কড়াভাষায় নোটিস পাঠানো হয়েছে। এসব ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া জিরো-টলারেন্স নীতিতে বিশ্বাসী। যাত্রী স্বাচ্ছন্দ্য এবং পরিষেবা নিয়ে আমরা সদা সতর্ক। আমাদের অন্যান্য আধিকারিকরা ওই যাত্রীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। ত

ডিটিএইচ এর জন্য ট্রাই এর নতুন নিয়ম দেখে নিন

Image
টিভিতে কি কি চ্যানেল দেখবেন তা ঠিক করতে হিমশিম খাচ্ছেন। সম্প্রতি ট্রাই এর নতুন নিয়মে ১০০ টি চ্যানেল বিনামূল্যে দেখা যাবে। এর জন্য পণ্য ও পরিষেবা কর সহ খরচ হবে ১৫৩ টাকা। ১৭৩ টাকা খরচ করে ১৫০ টা পর্যন্ত চ্যানেল দেখা সম্ভব। সম্প্রতি ট্রাই এর চ্যানেল সিলেক্টর অ্যাপ্লিকেশনে জানানো হয়েছে যেকোনো পেড চ্যানেল দেখার জন্য আলাদা করে টাকা দিতে হবে গ্রাহককে। এই মুহূর্তে মোট ৫৫৯ টি ফ্রি টু এয়ার চ্যানেল রয়েছে। সব ফ্রি চ্যানেল দেখতে গ্রাহকের ৬০২ টাকা খরচ হবে। ট্রাই এর টিভি সিলেক্টর অ্যাপ্লিকেশন এ গিয়ে সব চ্যানেলের তালিকা দেখে নিতে পারবেন। প্রসঙ্গত ট্রাই এর নতুন নিয়ম অনুযায়ী ৩১ জানুয়ারির পর থেকে নতুন চ্যানেলের তালিকা না জানালে টিভির কানেকশন বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই সমস্ত বড় কেবল অপারেটর ও ডিটিএইচ কম্পানি গুলি নিজেদের চ্যানেলের তালিকা প্রকাশ করেছে। অনেকেই এই চ্যানেলের তালিকা জমা দিয়েছেন। বর্তমানে পে-চ্যানেল এবং ফ্রি-চ্যানেল মিলিয়ে কলকাতা ও সংলগ্ন এলাকায় মাসিক কেবল টিভি প্যাকেজের খরচ মোটামুটি ২৪০, ৩০০, ৩৩০ ও ৩৭০ টাকার মতো। ব্রডকাস্টিং ক্ষেত্রে TRAI-এর দর সংক্রান্ত নির্দেশকে সুপ্রিম কোর্ট বহাল

সারদার 'মিসিং' লাল ডায়েরি কার কাছে? কী বললেন সুদীপ্ত সেন

Image
লাল ডায়েরিতে লুকিয়ে রহস্য। সেই লাল ডায়েরি কোথায় আছে? সারদা কেলেঙ্কারির তদন্তে বার বার ঘুরে ফিরে এসেছে এই লাল ডায়রি প্রসঙ্গ। কিন্তু এই লাল ডায়েরি কোথায় আছে? তা তাঁর জানা নেই। বারাসতে বিশেষ আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন। চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে সিবিআই বনাম কলকাতা পুলিসের লড়াইয়ে রবিবার সন্ধ্যা থেকে তোলপাড় রাজ্য থেকে জাতীয় রাজনীতি। কলকাতা পুলিস কমিশনারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে রবিবার রাত থেকেই ধরনায় বসেন মুখ্যমন্ত্রী। যে ঘটনাকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর সোমবার সাংবাদিক বৈঠকে প্রশ্ন তোলেন, "কাকে বাঁচাতে চাইছেন মমতাদি? নিজেকে?" জানতে চান,"লাল ডায়েরি আর পেনড্রাইভ কার কাছে? পুলিস কমিশনারের কাছে?" সারদা মামলার শুনানিতে এদিন বারাসতের বিশেষ আদালতে সুদীপ্ত সেনকে যখন হাজিরার জন্য আনা হয়, তখন তাঁর কাছেও সাংবাদিকরা এই লাল ডায়রির 'অন্তর্ধান রহস্য' সম্পর্কে জানতে চান। উত্তরে সারদা গোষ্ঠীর কর্ণধার বলেন, "লাল ডায়েরি কোথায়, আমি জানি না।" এখানেই না থেমে সুদীপ্ত সেন আরও বলেন,

ভয় ধরাচ্ছে সোয়াইন ফ্লু, উত্তর ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৫০০

Image
রাজস্থানে মাস্কে মুখ ঢেকে স্কুলের পথে খুদেরা। নতুন বছরে ফের সোয়াইন ফ্লু-এর প্রকোপে উত্তর ভারত। গত ১ জানুয়ারি থেকে রাজধানী দিল্লি, রাজস্থান, গুজরাত এবং জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় বহু মানুষ এইচ ওয়ান এন ওয়ান ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ন্যাশনাল সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে উত্তর ভারতের ওই রাজ্যগুলিতে মোট আক্রান্তের সংখ্যা যা ছিল, এ বছরের শুরুতে তার চেয়ে তিনগুণ বেশি মানুষ সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন। সংখ্যাটা পৌঁছেছে সাড়ে সাত হাজারে। ২০১৮ সালে রাজস্থানে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে ২২১ জন প্রাণ হারিয়েছিলেন। এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে। সোয়াইন ফ্লুয়ের জেরে দেশজুড়ে যে মৃত্যুমিছিল শুরু হয়েছে, তার ৪২ শতাংশই ঘটছে রাজস্থানে। পরিস্থিতির দিকে নজর রেখেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। তাদের রিপোর্ট থেকে জানা গিয়েছে, সেখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৫৫। কাশ্মীর উপত্যকায় মহামারি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য পরিষেবা দফতরের প্রধান এসএম কাদরি বলেন, "গত ১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কাশ্মীরে ৩ হাজার ১৬৮ মানুষ সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১০ জনের

গ্রেফতার নয়, রাজীব কুমারকে সিবিআই জেরায় বসার নির্দেশ সুপ্রিম কোর্টের

Image
রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না। সিবিআই বনাম কলকাতা পুলিশ মামলার শুনানিতে আজ এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।  একই সঙ্গে রাজীব কুমারকে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত। রাজীব কুমারকে শিলং-এ জেরা করা হতে পারে, জানা যাচ্ছে এরকমই। অন্য দিকে সিবিআই-এর দায়ের করা আদালত অবমাননার মামলায় কেন্দ্রের তরফে আজ আদালতে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল। এই পরই আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে জবাব দিতে হবে বলে কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার, রাজ্যের মুখ্য সচিব মলয় দে এবং রাজ্যের ডিজিপি বীরেন্দ্রকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। এই জবাব পাওয়ার পরই শীর্ষ আদালত ঠিক করবে, তাঁদের আদালতে হাজিরা দিতে বলা হবে কি না। আগামী ২০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। আজ শুনানিতে রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি অভিযোগ করেন, ''ইচ্ছাকৃত ভাবে সরকারকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করা হয়েছে। এত তাড়া কেন? শেষ পাঁচ বছরে রাজীব কুমারের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের একটি অভিযোগও আনা হয়নি।'' মেট্রো চ্যানেলের ধর্নামঞ্চ থেকে সুপ্রিম  কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন ত

রাজ্যের প্রত্যেক শিল্প সংস্থাকে ৭০% স্থানীয় যুবক নিয়োগ করতে হবে

Image
নয়া পদক্ষেপ। রাজ্যের বেকাররত্বের সমস্যা মেটাতে এবং স্থানীয়দের রাজ্যের বাইরে যাতে কর্মসংস্থানের খোঁজে যেতে না হয়, তা সুনিশ্চিত করতে আরও এক ধাপ এগলো মধ্যপ্রদেশে কমল নাথ সরকার। সোমবার সরকারের তরফে জানানো হল রাজ্যের যে কোনও রাজ্য সরকারের অধীনে থাকা প্রত্যেক শিল্পে ৭০ শতাংশ স্থানীয় যুবককে কাজের সুযোগ দেওয়া বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রী কমল নাথ ট্যুইট করে জানান, ম্যানিফেস্টোতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কার্যকর করতেই এই পদক্ষেপ করা হয়েছে। শিল্প দফতরের প্রধান সচিব মহম্মদ সুলেমান জানিয়েছেন, 'রাজ্যের নতুন শিল্পী নীতি অনুযায়ী, যদি কোনও সংস্থা রাজ্য সরকারের থেকে সুবিধে এবং ইনসেনটিভ নিতে চায়, তাহলে অন্তত ৭০ শতাংশ স্থানীয় যুবককে কাজের সুযোগ দিতে হবে। সরকার প্রদত্ত কোনও সুযোগ-সুবিধে নিতে অস্বীকার করে এখনও পর্যন্ত যেহেতু কোনও প্রস্তাব আসেনি, ফলে রাজ্যের প্রত্যেক শিল্প সংস্থাকেই বাধ্যতামূলকভাবে এই নিয়ম মেনে চলতে হবে।' আগামী ১৯ ফেব্রুয়ারি শিল্পপতিদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী কমল নাথ। আলোচনা করা হবে রাজ্যে বিনিয়োগ এবং যুব কর্ম সংস্থান নিয়ে।

রোহিঙ্গা শিশুদের সঙ্গে খেলায় মাতলেন অ্যাঞ্জেলিনা জোলি

Image
ঢাকা: মায়ানমারের পর বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে দেখলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। রাষ্ট্রসংঘের শরণার্থী নজরদারি সংস্থা ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসাবেই জোলির এই সফর। সোমবার তিনি বাংলাদেশে আসেন। বিমানবন্দরে অবতরণ করার পরই জোলি রওনা দেন বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অবস্থিত টেকনাফের একটি রোহিঙ্গা শিবিরে। সেখানকার শরণার্থীদের সঙ্গে কথা বলেন। গোটা সফর নিয়ে এই ৪৩ বছর বয়সি অভিনেত্রীর তরফে সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে কক্সবাজার জেলার ডেপুটি পুলিশ প্রধান ইকবাল হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে জোলি মঙ্গলবার বাংলাদেশের আরও কিছু রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে দেখবেন। রাষ্ট্রসংঘের দূত হিসাবে এই অভিনেত্রী মায়ানমারেও গিয়েছিলেন ২০১৫ সালের জুলাই মাসে। তারও আগে ২০০৬ সালে এসেছিলেন ভারতে। প্রসঙ্গত, ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে গতবছর কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরে গিয়েছিলে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া| উল্লেখ্য, রাখাইন প্রদেশে বার্মিজ সেনা ও রোহিঙ্গা জঙ্গিদের মধ্যে চলা সংঘর্ষের জেরে এপর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ১১ লক্ষ শরণার্থী| অভিযোগ, সন্ত্রাস দমনের নামে রোহি

ডাকাতির পর দেহ টুকরো করে বীভৎস খুন দিল্লিতে, গ্রেফতার লিভ-ইন করা দম্পতি

Image
লিভ ইনের সম্পর্কে থাকা এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতি ও এক উবার ড্রাইভারকে খুনের ঘটনায় অভিযুক্ত তারা। রবিবার গ্রেফতার করা হয়েছে ফারহাত আলি (৩৪) ও তার স্ত্রী সীমা শর্মাকে (৩০)। নয়াদিল্লির এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। নিহতের নাম রাম গোবিন্দ। ডেপুটি পুলিশ কমিশনার বিজয়ন্ত আর্য একথা জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৯ জানুয়ারি। পূর্ব দিল্লির শাকারপুর এলাকার বাসিন্দা রামের স্ত্রী পুলিশে স্বামীর নিখোঁজ ডায়েরি করেন। রাম পেশায় উবার চালক বলেও পুলিশকে জানান। পুলিশ তদন্তে নেমে মোবাইল জিপিএস ট্র্যাকিং করে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। জেরায় দুজনে জানিয়েছে, রামের থেকে সবকিছু ডাকাতি করে পরে নিজেদের বাড়ি নিয়ে গিয়ে তাকে খুন করা হয়। পরে দেহ টুকরো টুকরো করে কেটে ড্রেনে ফেলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দম্পতির টাকার প্রয়োজন ছিল। রামকে লুট করে নিজেদের আর্থিক সমস্যা সমাধানের কথা ভেবেই এই অপরাধ করেছে দুজনে।

সিবিআই বনাম কলকাতা পুলিশ: নজর সুপ্রিম কোর্টে, শুনানি একটু পরেই

Image
কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই আধিকারিকদের যাওয়া নিয়ে আজ শুনানি সুপ্রিম কোর্টে।  গতকালই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। শীর্ষ আদালতে সিবিআইয়ের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছিলেন, সিবিআই বনাম পশ্চিমবঙ্গ সরকারের দ্বৈরথে সংবিধান ভেঙে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজীবকে 'সম্ভাব্য অভিযুক্ত' আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগও তোলে সিবিআই। এর পরই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছিলেন, ''আপনাদের আবেদন পড়েছি। এতে (নথি লোপাটের প্রমাণ) কিছুই নেই।'' একই সঙ্গে তিনি মন্তব্য করেছিলেন,  '' যদি প্রমাণ করতে পারেন, উনি প্রমাণ লোপাট করেছেন বা এক বারও সে কথা ভেবেছেন, তা হলে এমন শিক্ষা দেব যে ওঁকে অনুতাপ করতে হবে।'' সিবিআইয়ের সামনে এখন চ্যালেঞ্জ, আজ রাজীবের বিরুদ্ধে নথি লোপাটের প্রমাণ দাখিল করা। গতকাল রাতেই তারা একটি হলফনামা জমা দিয়েছে।  আজ সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি গগৈ, বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে এই মামলার শুনানি হবে। তখন মুখবন্ধ খামে আরও নথি পেশ করা হবে বলে সূত্রের খবর। কেন্দ্র-র

ক্যান্সার আক্রান্তদের উৎসাহিত করলেন সৌরভ

Image
সোমবার বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সার আক্রান্ত রোগীদের সঙ্গে সময় কাটালেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি। গ্লোবাল ক্যান্সার ট্রাস্টের ৩০ জন, এদের মধ্যে ৯ জন শিশু, ২১ জন প্রাপ্তবয়স্ক, ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের ২০ জন, ওডিশা থেকে ১ জন এদিন ইডেনে হাজির ছিলেন। তাঁদের সঙ্গে এদিন ব্যাট হাতে মাঠে নেমে পড়েন সৌরভ। ৩ ফেব্রুয়ারি ছিল ফ্র‌্যাঙ্ক ওরেল দিবস ও সিএবি–র প্রতিষ্ঠা দিবস। ফ্র‌্যাঙ্ক ওরেলের স্মরণে প্রতি বছর এই দিনটিতে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে সিএবি। জেলাতে হলেও রবিবার বামফ্রন্টের ব্রিগেড সমাবেশের জন্য রক্তদান শিবির কলকাতায় একদিন পিছিয়ে দেওয়া হয়েছিল। সোমবার মহাসমারোহে সিএবি ও চন্দননগরে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ও প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। দুদিনে সব মিলিয়ে এবছর মোট ১৬৮২জন রক্ত দিয়েছেন। এদিন সকালে বি সি রায় শিশু হাসপাতালে রোগীদের হাতে ফুল ও ফল তুলে দেওয়া হয় সিএবির তরফে। পরে ইডেনের ক্লাব হাউসের লনে ক্যান্সার আক্রান্ত রোগীদের সঙ্গী করে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি। ক্যান্সার আক্রান্ত রোগীদের হাতে স্মারক হিসেবে মনোজ তেওয়ারি ও অশোক দিন্দার সই করা ব্যাট ও

ইজিপ্টে উদ্ধার শিশু–পশু সহ ৪০টি মমি

Image
ইজিপ্টের কবরস্থান থেকে উদ্ধার হল ৪০টি মমি। ওই মমিগুলি টলেমি যুগের বলে জানিয়েছেন দেশের পুরাতত্ত্ব বিভাগের মন্ত্রী। পুরাতত্ত্ব বিভাগের মন্ত্রী খালেদ এল–এনানি জানান, প্রাপ্তবয়স্ক, শিশু ও পশুদের মমিগুলি মাটিতে শোয়ানো অবস্থায় ছিল। মাটির ক্ষয়ে যাওয়া কফিনে করে ওই মমিগুলি ভূগর্ভে রাখা ছিল সযত্নে। তিনি বলেন, '‌মোট ৪০টি মমি উদ্ধার হয়েছে।'‌ পুরাতত্ত্ববিদ রামি রসমি বলেন, '‌১২টি শিশু ও ৬টি পশু সহ ৪০টি মমি উদ্ধার হয়েছে। এই মমিগুলির মধ্যে প্রাপ্তবয়স্ক মহিলা ও পুরুষরাও রয়েছে।'‌ ইজিপ্টে যখন এই মমি পদ্ধতি চালু হয়, তা সবচেয়ে বেশি দেখা গিয়েছিল টলেমির রাজত্বকালে। এরপর এই রাজত্ব সামলেছেন আলেকজান্দ্রার দ্য গ্রেট। ৩২৩ থেকে ৩০ খ্রীষ্ট জন্মের পর এই মমি প্রথা দেখা গিয়েছিল ইজিপ্টে। গত বছর ফেব্রুয়ারির শেষের দিকে উদ্ধার হয় এই মিনিয়া কবরস্থল। গবেষকদের অনুমান, এই মমিগুলি কোনও ছোট পরিবারের সদস্যদের। ৯ মিটার নীচে ভূগর্ভে দু'‌টি সমাধি উদ্ধার হয়েছে। মোট ছ'‌টি ঘরে এই দেহগুলি রাখা ছিল। সমাধি থেকে বেশ কিছু মাটির পাত্র ও প্যাপিরাসের টুকরো পাওয়া গিয়েছে। গবেষকরা এগুলি সংগ্রহ করে পরীক্ষা করে দেখবে এগুলি

শহিদ স্বামীর হয়ে মমতার হাত থেকে পুরস্কার নিলেন বিউটি মালিক

Image
২০১৭ সালে বিমল গুরুংকে ধরার জন্য তাড়া করেছিলেন দার্জিলিং সদর থানার সাব-ইন্সপেক্টর অমিতাভ মালিক। বিমল গুরুং সমর্থকদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় অমিতাভ মালিকের। স্বামীর মৃতদেহ আঁকড়ে ধরে স্ত্রী বিউটি মালিকের কান্না চোখে জল এনেছিল গোটা বাংলার। এবার সেই বিউটি মালিক স্বামীর সাহসিকতার জন্য মরণোত্তর পুরস্কার নিলেন মুখ্যমন্ত্রীর হাত থেকে। সোমবার মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চ থেকেই পুলিশ সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁর হাত থেকে পুরস্কার তুলে নেন বিউটি। দার্জিলিংয়ের এই পুলিশি অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী। এ ছাড়াও এই অপারেশনে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন দুই পুলিশ অফিসার সৌম্যজিৎ রায় ও অভিজিৎ বিশ্বাস। এদিন এই বিশেষ পুরস্কার পেলেন তাঁরাও। দার্জিলিংয়ে একই অভিযানে অন্য দু'টি টিমের দায়িত্বে ছিলেন দুই পুলিশকর্তা নগেন্দ্রনাথ ত্রিপাঠী ও অমরনাথ কে। তাঁদের দু'জনকেই শৌর্য পদক প্রদান করা হয়। ২০১৭ সালের গোড়ার দিকে গোর্খাল্যান্ডের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে দার্জিলিং। সেই সময়ই গুরুং বাহিনীর গুলিতে শহিদ হয়েছিলেন মধ্যমগ্রামের অমিতাভ মালিক। কান্নায় ভেঙে পড়েছিলেন স্ত্র

একের পর এক ‘ধর্ষক’ খুন! খোঁজ ‘সিরিয়াল’ কিলারের

Image
ঢাকা: মহিলাদের উপর নির্যাতন চালানোর আগে যেন কেউ দু'বার ভাবে। ধর্ষণ করেও যারা এখনও কোনও শাস্তি পায়নি, তারাও যেন সাজার জন্য প্রস্তুত থাকে–এই বার্তা দিতেই দিনকয়েকের মধ্যেই তিন 'ধর্ষক'কে খুন করেছে এক সন্দেহভাজন ব্যক্তি। এ এই ঘটনায় বাংলাদেশ জুড়েই চাঞ্চল্য দেখা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই ওই সন্দেহভাজন 'সিরিয়াল কিলার'-এর খোঁজ শুরু করেছে। তদন্তকারী দল দাবি করেছে, যে তিনজনের দেহ উদ্ধার করেছে, তাদের সকলের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ ছিল। শুধু তাই নয়, একই ব্যক্তিই যে ওই তিনটি খুন করেছে সে ব্যাপারেও নিশ্চিত তদন্তকারী দল। শুরুটা হয়েছিল গত মাসের শেষের দিকে। পুলিশ একটি দেহ উদ্ধার করে। তদন্তে জানা যায় উদ্ধার হওয়ার ওই দেহটি এক ধর্ষকের। তার বিরুদ্ধে পোশাক বিক্রেতা এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ছিল। শুধু দেহ উদ্ধার নয়, তার গায়ে একটি কাগজ মেলে। যেখানে লেখা ছিল–'আমি এক মহিলাকে ধর্ষণ করেছি। ধর্ষণের শাস্তি পেলাম।' ঘটনার কয়েকদিনের মধ্যেই মাদ্রাসায় পাঠরত এক তরুণীর বাবা থানায় অভিযোগ করেন যে, তাঁর মেয়েকে সজল ও রাকিব নামে দুই দুষ্কৃতী ধর্ষণ করেছে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। ধর্ষণ

ঝাড়খণ্ডে চপার নামিয়ে আজ পুরুলিয়ার সভাতে আসছেন যোগী আদিত্যনাথ

Image
বাঁকুড়ায় চপার নামার অনুমতি দেওয়া হয়নি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। ফলে সেখানে সভায় যোগ দিতে পারেননি তিনি। তবে এদিন মঙ্গলবার পুরুলিয়ায় সভা করবেন তিনি। সংলগ্ন ঝাড়খণ্ডের বোকারোতে চপার নামিয়ে সেখান থেকে বাকী পথটুকু গাড়িতে করে এসে পুরুলিয়ায় সভা করবেন যোগী। যোগী সরকার সূত্রে জানা গিয়েছে, চপার নামানোর অনুমতি দেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গড়িমসি করছে। ফলে ঝাড়খণ্ডের পথ ধরে আসার পরিকল্পনা নিয়েছে বিজেপি। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজ্য সরকারের অসহযোগিতার কারণে বাঁকুড়ার সভা বন্ধ করতে তাঁরা বাধ্য হয়েছেন। যোগীর সভা নিয়ে কোনও ঝুঁকি নিতে তাঁরা রাজি নন। এর আগে রবিবার যোগী আদিত্যনাথ উত্তরবঙ্গের বায়গঞ্জ ও বালুরঘাটে সভা করতে চেয়ে পারেননি। কারণ সেখানেও চপার নামানোর অনুমতি রাজ্য সরকার দেয়নি। ফলে মোবাইল ফোনে তাঁর বার্তা দেন যোগী। এবং তৃণমূল কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করেন। জনবিরোধী তৃণমূল সরকারের দিন শেষ হয়ে এসেছে বলে তোপ দাগেন। প্রসঙ্গত, দুদিন ধরে কলকাতা পুলিশ ও সিবিআই দ্বন্দ্ব নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত তীব্র হয়েছে। এর মধ্যে এদিন যোগী আদিত্যনাথের মতো হেভিওয়েট বিজেপি নেতা র

পারিবারিক বিবাদ, যন্ত্রণায় ছটফট করতে করতে জীবন্ত দগ্ধ ২ শিশু

Image
পরিণাম: পুড়ে খাক বাড়ি। সোমবার মানিকচকে। আগুনে পুড়ে মৃত্যু হল একই পরিবারের দুই শিশু-সহ চার জনের। আশঙ্কাজনক অবস্থায় দুই কিশোর এবং চার জন মহিলা ভর্তি রয়েছেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার ডোমহাট গ্রামে।  পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন বিকাশ মণ্ডল (৩৫) ও গোবিন্দ মণ্ডল (৩০), গোবিন্দের শিশুকন্যা শুভশ্রী (৩) ও প্রিয়া (২)। হাসপাতালে চিকিৎসাধীন গোবিন্দবাবুর স্ত্রী রাখী, বিকাশের স্ত্রী ববিতা এবং দুই ছেলে বিশাল ও অলোক। তারা মানিকচক হাইস্কুলের নবম ও ষষ্ঠ শ্রেণির ছাত্র। চিকিৎসকেরা জখমদের কলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। মালদহের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) দীপক সরকার বলেন, ''ঘটনাস্থল থেকে খালি পেট্রলের জার উদ্ধার হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।'' অগ্নিকাণ্ডের ঘটনায় নাম জড়িয়েছে বিকাশের ভাই মাখন মণ্ডলের। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে মাখন ফেরার। তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। অভিযোগ, পেশায় এনভিএফ কর্মী গেদু মণ্ডল বছর দশেক আগে চাকরিরত অবস্থায় মারা যান। তাঁর চার ছেলের মধ্যে বাবার চাকরি পান ছোটছেলে গোবিন্দ। তিনি মালদহ জিআরপিতে কর

‌বিজেপিতে যোগ দিয়ে সরাসরি মমতা‌কে আক্রমণ ভারতী ঘোষের

Image
লোকসভা ভোটের আগে দলবদলের রাজনীতিতে গা ভাসালেন রাজ্যের প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ। মুকুল রায় এবং কৈলাস বিজয় বর্গীয়ের উপস্থিতিতে সোমবার বিজেপিতে যোগ দেন তিনি। প্রাক্তন এই আইপিএস অফিসার পশ্চিমবঙ্গের পশ্চিমে মেদিনীপুরের পুলিস সুপার ছিলেন। সোমবার বিজেপিতে যোগ দেওয়ার পরেই সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন ভারতী। একসময় যাঁকে '‌মা'‌ বলে ডাকতেন তিনি তাঁর বিরুদ্ধে বিষোদগার করে বলেছেন সত্যাগ্রহ নয় অসত্যাগ্রহ আন্দোলন করছেন মমতা। দাশপুরে সোনা লুঠ মামলায় মূল অভিযুক্ত ভারতী ঘোষকে পশ্চিম মেদিনীপুরের পুলিস সুপারের পদ থেকে অপসারণ করার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতী হয় ভারতীর। এই মামলায় ভারতী ঘোষের স্বামীও জড়িত ছিলেন বলে অভিযোগ। তাঁকেও রাজ্যপুলিসের পক্ষ থেকে জেরা করা হয়। সেই ঘটনার পর থেকেই বিকল্প কোনও রাজনৈতিক আশ্রয়ের সন্ধানে ছিলেন তিনি।

মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রাক্তন ক্রিকেটার, অর্থ সাহায্য চাইলেন নিরুপায় স্ত্রী

Image
ভারতের প্রাক্তন ক্রিকেটার জ্যাকব মার্টিনের ব্যয়বহুল চিকিত্‍‌সায় দেশবাসীর কাছে এবার আর্থিক সাহায্য চাইলেন স্ত্রী খ্যাতি। দু-মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভরতি রয়েছেন জ্যাকব মার্টিন। তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। দিন কয়েক হল আইসিইউ থেকে তাঁকে জেনারেল ওয়ার্ডে দেওয়া হলেও, কিছু জটিলতা থাকায় ডাক্তাররা জানিয়েছেন, আরও সপ্তাহখানেক তাঁকে পর্যবেক্ষণে রাখতে হবে। ফলে, সামনে আরও খরচ। এমতবস্থায় স্বামীর চিকিত্‍সা খরচ জোগাড়ে সাধারণ মানুষের দ্বারস্থ হতে হয় খ্যাতিকে। গত ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হন জ্যাকব মার্টিন। তার পর থেকেই তিনি হাসপাতালে। জ্যাকবের চিকিত্‍‌সায় অর্থ সাহায্য দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, বিসিসিআই। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, সতীর্থ জাহির খানও খ্যাতির পাশে দাঁড়ান। কিন্তু, এখনও পর্যন্ত যে ডোনেশন উঠেছে, তা যথেষ্ট হয়।

ড্র করেও লিগ শীর্ষে লিভারপুল

Image
লন্ডন: ফের হোঁচট খেল 'দ্য রেডস'৷ সোমবার রাতে অ্যাওয়ে ম্যাচ ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে পয়েন্ট হারায় ইয়ুর্গেন ক্লপের দল৷ টানা দু' ম্যাচ ড্র করেও ইংলিশ প্রিমিয়র লিগে শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল৷ লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম-লিভারপুল ম্যাচ ১-১ গোলে শেষ হয়৷ গত সপ্তাহে লেস্টার সিটির সঙ্গে ঘরের মাঠে একই স্কোরলাইনে শেষ করেছিল শালাহ-মানেরা। এদিন অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট হারায় লিভারপুল৷ ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রেখে ২২ মিনিটে বিতর্কিত গোলে এগিয়ে যায় দ্য রেডস। সাইডলাইনের কাছে অ্যাডাম লালানা বল বাড়ান জেমস মিলনারকে। সেসময় পরিষ্কার অফ-সাইডে ছিলেন ইংলিশ মিডফিল্ডার৷ কিন্তু পাশেই থাকা লাইন্সম্যানের চোখ এড়িয়ে যায়। তাঁর ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ-পায়ের প্লেস করে প্রতিপক্ষের জালে জড়ান সেনেগালের মিডফিল্ডার সাদিও মানে।   ছ' মিনিট পর দারুণ এক গোলে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। মিডফিল্ডার ফেলিপে আন্দেরসনের বুদ্ধিদীপ্ত পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে ডান পায়ের বল ঠিকানায় পাঠান মিডফিল্ডার মিশাইল আন্তোনিও। প্রথমার্থ ১-১ গোলে শেষ হয়৷ দ্বিতীয়ার্থে দু-দল একাধিক সুযোগ পেলেও কোনও গোল

রাজীব কাণ্ডে সুপ্রিম কোর্টে মামলার শুনানি আজই

Image
নয়াদিল্লি: রাজধানীতে আজ কেন্দ্র রাজ্য সংঘাতের মহারণ৷ নজরে দেশের শীর্ষ আদালত৷ রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। পালটা রাজ্যও মামলা দায়ের করেছে। এই পরিস্থিতিতে স্পেশাল বেঞ্চ গঠন করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও বেঞ্চে রয়েছেন বিচারপতি দীপক গুপ্তা এবং বিচারপতি সঞ্জীব খান্না। আজ তিন বিচারপতির বেঞ্চে হবে 'হাই-প্রোফাইল' এই মামলার শুনানি৷ সিবিআই এবং রাজ্য দু'পক্ষেরই সওয়াল জবাবই আজ দেশের সর্বোচ্চ আদালত শুনবে বলে জানা গিয়েছে। মামলার দ্রুত শুনানির আবেদ জানানো হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে৷ তবে সিবিআইয়ের আবেদন খারিজ করে দেয় আদালত৷ ফলে মঙ্গলবারই মামলায় চূড়ান্ত নির্দেশ দেওয়া নিয়ে অনিশ্চিয়তা রয়েছে। এদিনের শুনানিতে সিবিআইয়ের তরফে বেশ কিছু চাঞ্চল্যকর প্রমাণ আদালতের কাছে পেশ করতে পারে৷ ঘটনার সূত্রপাত গত রবিবার৷ সিবিআই আধিকারীকরা চিটফান্ডকাণ্ডে কলকাতার নগরপালের বাড়িতে অভিযানে যান৷ উপযুক্ত নথির অভাবে সেখানে তাদের ঢুকতে বাধা দেয় পুলিশ৷ শুরু হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারীকদের সঙ্গে পুলিশের বচসা৷ তবে কমিশনারের বাড়িতে গিয়ে তাকে জি

পরপর সিরিজ জয়ের সুফল, বিশ্ব ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে ভারত

Image
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই এল সুখবর। আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এল ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জোড়া সিরিজ জয়ের সুফল পেল ভারত। এই মুহূর্তে ভারতের রেটিং পয়েন্ট ১২২। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১১। ভারতের কাছে ৪-১ এ সিরিজ হারের ফলে চতুর্থ স্থানে নেমে গিয়েছে নিউজিল্যান্ড। তাদেরও রেটিং পয়েন্ট ১১১। প্রথম স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১২৬। পাকিস্তান রয়েছে পঞ্চম স্থানে। সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। প্রথমবার আইসিসির পূর্ণ সদস্যদের তালিকায় উঠে এল নেপাল। তাদের স্থান ১৫তম। শুধু দলগতভাবে নয়, ব্যক্তিগতভাবে ক্রিকেটাররাও ভাল পারফরম্যান্সের সুবিধা পাচ্ছেন। আইসিসি ওয়ানডে ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে প্রথম স্থানেই রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে রয়েছেন সহ-অধিনায়ক রোহিত শর্মা। দশম স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। রস টেলর ভারতের বিরুদ্ধে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন। তিনি রয়েছেন তৃতীয় স্থানে। সম্প্রতি অস্ট্রেলিয়া সফলে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন মহেন্দ্র সিং ধোনিও। ৩ ধাপ উ

লোকসভার আগেই বড়সড় সাফল্য মোদী সরকারের, মালিয়ার প্রত্যর্পণে রাজি ব্রিটেন

Image
লিকার ব্যারন বিজয় মালিয়াকে অবশেষে প্রত্যর্পণে রাজি হল ব্রিটেন। সোমবার ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রক এই প্রত্যার্পণ মঞ্জুর করে। ফলে তাঁকে খুব শীঘ্রই ফেরানো হতে পারে ভারতে। এই প্রত্যর্পণ সম্ভব হলে লোকসভা নির্বাচনের আগে বড় সাফল্য পাবে কেন্দ্রের মোদী সরকার। এর ফলে বিরোধী শিবিরের অস্ত্র কেড়ে নিতেও সক্ষম হবে তারা। সোমবার ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব প্রত্যর্পণের নথিপত্রে সই করে। তবে এই প্রত্যর্পণের নির্দেশের বিরুদ্ধে আবেদন করার জন্য ১৪ দিন সময় পাবেন বিজয় মালিয়া। মোদী সরকার চাইছে লোকসভার আগেই তাঁকে দেশে ফিরিয়ে মাস্টারস্ট্রোক দিতে। পরিস্থিতি তার অনুকূলেই এগোচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রত্যার্পণ মামলায় এমনিতেই বেশ চাপে ছিলেন মালিয়া। তাঁর বেশ কিছু দাবি খারিজ করে দেয় ব্রিটেনের আদালত। তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়ার পরই ঋণের ১০০ শতাংশ টাকা ফেরত দিতে চান মালিয়া। উল্লেখ্য, লিকার ব্যারন বিজয় মালিয়া বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ রয়েছে। ২০১৬ সালে ঋণখেলাপি করে দেশ ছেড়ে লন্ডনে পালিয়ে যান বিজয় মালিয়া। এরপর ইংল্যান্ডের আদালতেও তাঁর বিরুদ্ধে মামলা হয়। তাঁকে আদালতে হাজিরাও দিত

রাজীবের বাড়িতে কেন সিবিআই? সুপ্রিম কোর্টের পর কেন্দ্র-রাজ্য সংঘাত হাইকোর্টেও

Image
চিটফান্ড মামলায় আজ শুনানি হাইকোর্টেও। স্থগিতাদেশ সত্ত্বেও কেন পুলিস কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দিল, প্রশ্ন তুলে হাইকোর্টে নালিশ রাজ্যের। আদালতে পাল্টা যুক্তি খাড়া করে সিবিআইও। তাদের দাবি, আদালত চিটফান্ড সংক্রান্ত অন্য একটি মামলায় স্থগিতাদেশ দিয়েছিল। দুটি মামলাকে গুলিয়ে ফেলা হচ্ছে। সিপির বাড়িতে সিবিআইয়ের দেখা করতে যাওয়ার সঙ্গে এই মামলার কোনও যোগ নেই। মঙ্গলবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলার শুনানি। প্রসঙ্গত, সোমবার যখন রাজীবকাণ্ডে তোলপাড় সুপ্রিম কোর্ট, ঠিক সেই মুহূর্তে কেন্দ্র রাজ্য সংঘাত গড়ায় হাইকোর্টেও। এদিন হাইকোর্টের বিচারপতি শিবকান্ত শর্মার ঘরে রাজ্য সরকারি আইনজীবী নালিশ করেন, চিটফান্ড সংক্রান্ত একটি মামলায় হাইকোর্ট ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছিল। পরবর্তী শুনানি ও নির্দেশের আগেই কীভাবে সিপি রাজীব কুমারের বাড়িতে যেতে পারে সিবিআই? উল্লেখ্য, সিবিআইয়ের একটি মামলায় রাজ্যের চার পুলিশ অফিসার—দিলীপ হাজরা, শঙ্কর ভট্টাচার্য, অর্ণব ঘোষ ও প্রভাকর নাথকে হাজিরা দেওয়ার নোটিস পাঠিয়েছিল গত বছর। নোটিস পাঠানোর তারিখ ৩০ নভেম্বর। কিন্তু তাঁদের হাজির হতে বলা হয়েছিল ৬ নভ