Posts

Showing posts from September 4, 2018

সাত বছরে রাজ্যে চারটি বড় উড়ালপুল বিপর্যয়

Image
কলকাতা: ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস৷ মুখ্যমন্ত্রী হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই সাত বছরে মমতার আমলে বাংলার বুকে ভেঙে পড়ল চারটি উড়ালপুল৷ যার তিনটি ভাঙে কলকাতায়৷ একটি উত্তরবঙ্গের শিলিগুড়িতে৷ মঙ্গলবার সেই তালিকার নবতম সংযোজন মাঝেরহাট ব্রিজ৷ এরপরই উল্টোডাঙা, পোস্তা ও শিলিগুড়ি উড়ালপুল ভেঙে পড়ার স্মৃতি টাটকা হয়ে যায়৷ উল্টোডাঙা উড়ালপুল: মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার ২৬ মাসের মাথায় ভেঙে পড়ে বাম আমলে নির্মিত উল্টোডাঙা ব্রিজ৷ ২০১৩ সালের ৪ মার্চ ভোররাতে ভেঙে পড়ে ভিআইপি রোড থেকে ইএম বাইপাস যাওয়ার উড়ালপুলটি৷ সকালের দিকে দুর্ঘটনা ঘটায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে৷ একটি লরি দুর্ঘটনার কবলে পড়ে৷ আহত হয় তিন জন৷   পোস্তা উড়ালপুল: ২০১৬ সালের ৩১ মার্চ বিধানসভা ভোটের ঠিক মুখে দিনে দুপুরে ভেঙে পড়ে নির্মীয়মান পোস্তা উড়ালপুল৷ রাজ্যে ঘটে যাওয়া উড়ালপুল বিপর্যয়ের মধ্যে শীর্ষে থাকবে এই উড়ালপুল৷ ভয়াবহতা, মৃতের সংখ্যা সব কিছুতে ছাপিয়ে যায় এই দুর্ঘটনা৷ ২৬ জন প্রাণ হারান, জখম হন ৮৯ জন৷   শিলিগুড়ি উড়ালপুল: চলতি ব

মেট্রোর কাজের জন্যেই কি ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ?

Image
কলকাতা:  ফিরে এসেছে পোস্তা স্মৃতি! তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মাঝেরহাট ব্রিজের একাংশ। যদিও দীর্ঘদিন ধরেই মাঝেরহাট ব্রিজ সংস্কারের দাবি আসছিলেন স্থানীয় মানুষজন। কিন্তু অভিযোগ, সেই বিষয়ে কোনও কর্ণপাত করেননি প্রশাসন। আর যার ফল আজকের ঘটনা! কেউ কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ। ভেঙে পড়া ধ্বংসস্তুপের মধ্যে অনেকের আটকে থাকার আশঙ্কা। এরই মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। কিন্তু আশঙ্কা এখনও পর্যন্ত কাটেনি। কারণ ব্রিজের বাকি অংশ এখনও বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে। যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে সেটিও। কিন্তু এসবের মধ্যেও যে প্রশ্নটা বারবার উঠে আসছে তা হল, এভাবে ব্রিজ ভাঙার দায় কার? রেল না পি-ডাবলু-ডির? নবান্ন সূত্র খবর পূর্ত দফতরেও এই বিষয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। যদিও এই বিষয় স্পিকটি নট সবপক্ষই। যদিও পি-ডাবলু-ডির দাবি তাদের নাকি ব্রিজ দেখভালের কোনও দায়িত্ব না। সম্পূর্ণটাই রেলের। যদিও সেই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে রেলও। যদিও নবান্নের এক আধিকারিকের মতে, মাঝেরহাট ব্রিজ তৈরি হয় আজ থেকে ৪০ বছর আগে। আর এই ব্রিজের পাশ দিয়েই চলছিল মেট্রোর কাজ। আর এই মেট্রোর কাজের জন্যেই মাটি

চিনকে রুখতে প্রতিরক্ষায় হাত মেলাচ্ছে ভারত-আমেরিকা, বৈঠক বৃহস্পতিবার

Image
দক্ষিণ এশিয়ায় চিনের 'দাদাগিরি' রুখতে সামরিক শক্তিতে আরও কাছাকাছি আসছে ভারত, আমেরিকা। প্রতিরক্ষায় নজরদারির জন্য আমেরিকার কাছ থেকে কয়েকটি ড্রোন-সহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে চলেছে ভারত। এর পাশাপাশি গোপন সন্ত্রাসবাদী কার্যকলাপ ও প্রতিবেশী দেশগুলির সামরিক প্রস্তুতির ওপর নজর রাখতে কৃত্রিম উপগ্রহের দেওয়া তথ্যাদিও এ বার দেওয়া-নেওয়া করতে চায় ভারত ও আমেরিকা। সে ব্যাপারে দ্বিপাক্ষিক চুক্তির শর্তাবলী চূড়ান্ত করতে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস। আলাদা ভাবে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। চিনের কথা মাথায় রেখে সামরিক শক্তির দিক দিয়ে দু'টি দেশের কাছাকাছি আসার প্রয়োজন যে আগের চেয়ে অনেকটাই বেড়ে গিয়েছে, তা নিয়ে গত বছরেই ঐকমত্যে পৌঁছেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর চলতি বছরে দু'-দু'বার ঠিক হয় ওই বৈঠক হবে। কিন্তু নানা কারণে দু'বারই সেই বৈঠকের দিনক্ষণ বাতিল হয়ে যায়। দুই দ

মাঝেরহাট ব্রিজ বন্ধ, এখন কোন পথে যাতায়াত জেনে নিন

Image
মাঝেরহাট সেতু ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণ শহরতলির একটা বড় অংশে যান চলাচল ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় কলকাতা ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু করে। অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয় গাড়ি। আগামী কয়েক দিন সেই ব্যবস্থাই চালু থাকবে। কলকাতার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার একটা বিস্তীর্ণ অংশের সংযোগকারী রাস্তা ডায়মন্ড হারবার রোড। সেই রাস্তারই একবালপুর এবং তারাতলার মধ্যবর্তী অংশে মাঝেরহাট সেতু। মঙ্গলবার সেই সেতু ভেঙে পড়ায় একটা বিস্তীর্ণ এলাকায় যান চলাচল ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। আগামী বেশ কিছু দিন অবস্থাটা অপরিবর্তিতই থাকবে বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করতে যানবাহন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।   ট্র্যাফিক পুলিশ সূত্রে জানানো হয়েছে, উত্তরমুখী অর্থাৎ ডায়মন্ড বারবারের দিক থেকে থেকে যে গাড়িগুলি কলকাতার দিকে আসবে, তাদের ডায়মন্ড হারবার রোড থেকে তারাতলা হয়ে সার্কুলার গার্ডেনরিচ রোড হয়ে আসতে হবে। আর দক্ষিণমুখী অর্থাৎ কলকাতার দিক থেকে যে গাড়িগুলি ডায়মন্ড হারবারের দিকে যাবে, তাদের হেস্টিংস থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড হয়ে তারাতলায় যেতে হ

গ্রাহকের পরিষেবায় কোন ব্যাঙ্ক সবার ওপরে

Image
ব্যাঙ্কিং পরিষেবা বিশেষভাবে নজর দেওয়া হয় ব্যাঙ্কের বিশ্বাসযোগ্যতা, সুদের হার, গ্রাহকদের সঙ্গে সম্পর্কের ওপর ৷ দেশের বিভিন্ন ব্যাঙ্কগুলোর ওপর একটি সমীক্ষা চালানো হয় ৷ নজরে রাখা হয়েছিল বিভিন্ন ব্যাঙ্কিং পরিষেবার দিকে ৷ ক্রিসিলের সঙ্গে ব্যাঙ্কিং কোডস এন্ড স্ট্যান্ডার্ড বোর্ড অফ ইন্ডিয়ার এই সমীক্ষায় উঠে এসেছে ১০টি ব্যাঙ্কের নাম ৷ বিশেষত গ্রাহকেদের সঙ্গে সম্পর্ক বজায় কতটা সজাগ এই ব্যাঙ্কগুলো, তাই বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এই সমীক্ষায় ৷ এক নজরে ব্যাঙ্কগুলো- ১) DCB Bank খুব জনপ্রিয় না হলেও, এর পরিষেবার ওপর ভরসা রাখছে সমীক্ষা ৷ আপাতত ১৯টি রাজ্য ও ৩টি কেন্দ্র শাসিত অঞ্চলে রয়েছে প্রায় ৩১০টি শাখা ৷ রয়েছে ৫১৫ এটিএমও । ২) Axis Bank-র স্থান থাকছে নবম স্থানে ৷ মুম্বইয়ে হেডকোয়ার্টার ও দেশ জুড়ে রয়েছে ৩৩০৪টি শাখা সঙ্গে ১৪০০৩ এটিএম ৷ এছাড়াও বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে রয়েছে এই ব্যাঙ্কের শাখা ৷ ৩) IndusInd Bank-র রয়েছে অষ্টম স্থানে ৷ দেশে ২০০০র বেশি শাখা ও ৩০০০ বেশি এটিএম রয়েছে এই ব্যাঙ্কের ৷ লন্ডন, দুবাই এবং আবু ধাবিতে রয়েছে এদের অফিস ৷ ৪) Kotak Bank-র পরিষেবায় খুশি গ্রাহক

মাঝের হাট ব্রিজ বিপর্যয়: শিয়ালদহ-বজবজ শাখার সব ট্রেন বাতিল

Image
দক্ষিণ শহরতলীর মাঝের হাট ব্রিজ ভেঙ্গে পড়ার কারণে শিয়ালদহ থেকে বজবজ শাখার সমস্ত ট্রেন চলাচল বন্ধ থাকছে ।  ঘোষণা পূর্ব রেলের।  অফিস টাইমে অফিস যাত্রীদের ভোগান্তির মুখে  । ঘণ্টা খানেক আগে ভেঙে পড়েছে মাঝেরহাট ব্রিজ।  এখন চলছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের তলায় চাপাড় পড়ে রয়েছেন বহু মানুষ। তাঁদের বার করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস। ঘটনাস্থলে রয়েছেন সেনাবাহিনীর কর্মী। বহু বাইক আরোহীর ব্রিজের নীচে চাপা পড়ে থাকার খবর পাওয়া গিয়েছে। ব্রিজের বিভিন্ন বিন ও পিলারের সাহায্যে ভেঙে পড়া অংশে সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে ব্রিজের বাকি অংশটাও ভেঙে না পড়ে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুরসভার আধিকারিকরা। ভাঙা ব্রিজে সার দিয়ে দাঁড়িয়ে গাড়ি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ক্রেন দিয়ে ব্রিজের ভাঙা অংশ টেনে বার করা হচ্ছে। ভাঙা অংশের চারদিক লোহার গার্ডওয়াল দেওয়া হয়েছে। গাড়িগুলিকে ক্রেন দিয়ে উদ্ধারের চেষ্টা চলছে। ধ্বংসস্তূপে আটকে পড়া বাসটির চাকা ফুটো করে হাওয়া বার করে দেওয়া হয়েছে, যাতে বাসটি গড়িয়ে না যায়।   হাওড়া-বেহালা রুটে

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়: আহতদের বিনামূল্যে চিকিত্সা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Image
মাঝেরহাট উড়ালপুল দুর্ঘটনায় আহতদের চিকিত্সার যাবতীয় দায়িত্ব নিল রাজ্য সরকার।  বিনামূল্যে প্রত্যেক আহত ব্যক্তির চিকিত্সা হবে। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।  ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে সতর্ক করা হয়েছে। প্রত্যেকটি মেডিক্যাল কলেজে বার্তা গিয়েছে মুখ্যমন্ত্রীর। শহরে ভয়াবহ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজ শুরু হয়েছে।  ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ভেঙে যাওয়া অংশ ক্রেন দিয়ে তোলার চেষ্টা চলছে। ফিরে এল পোস্তা উড়ালপুল আতঙ্ক।  মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটা নাগাদ রেললাইনের ওপর মাঝেরহাট ব্রিজের ১০০ মিটারের বেশি জায়গা ভেঙে পড়েছে।  ব্রিজের তলা ও উপর দিয়ে গাড়ি যাচ্ছিল, ঘটনার মুহূর্তে দুটি বাসও যাচ্ছিল ব্রিজের ওপর দিয়ে। বহু মানুষ আটকে পড়েছেন, তুবড়ে গিয়েছে বহু গাড়ি। একাধিক মানুষের প্রাণহানির ঘটনা।  স্থানীয়রাই প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে  ঘটনাস্থলে পৌঁছয় পুলিস, দমকল ও  বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।    দেহ টেনে বার করে আনার চেষ্টা চলছে। দুটো বাস, বহু গাড়ি ও বাইক ধ্বংসস্তূপে চাপা পড়েছে। আপাতত ডায়মন্ডহারবার রোড থেকে মাঝেরহাট

সৌমিত্র চট্টোপাধ্যায়কে সাম্মানিক ডি.লিট দিতে চলেছে প্রেসিডেন্সি

Image
বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে সাম্মানিক ডি.লিট দিতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ১১ সেপ্টেম্বর তাঁকে এই সম্মান দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে, অভিনেতাও এই সম্মান নিতে কোনওরকম দ্বিধা করেননি। সাগ্রহে আবেদনে সাড়া দিয়েছেন তিনি। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ডি.লিট দেওয়া হবে। ওই অনুষ্ঠানে পিএইচডি স্কলারদেরও সম্মান জানানো হবে।   বাংলা ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবদানের কথা মাথায় রেখেই তাঁকে এই সম্মান জানানো হচ্ছে। সেই সত্যজিৎ রায়ের আমল থেকে বাংলা সিনেমার দর্শককে একের পর এক ভাল ছবির উপহার দিয়ে আসছেন সৌমিত্র। ব্যর্থ প্রেমিক হিসেবে যেমন তিনি সফল, তেমনই সফল দুঁদে গোয়েন্দা হিসেবেও। কিন্তু 'দেবদাস'-এর সৌমিত্রকে 'সোনার কেল্লা'-র সৌমিত্রর মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর। তেমনই 'ঝিন্দের বন্দি'-র ময়ূরবাহনের সঙ্গেও কোথাও মিল নেই 'হীরক রাজার দেশে'-র উদয়ন পণ্ডিতের। মানিকবাবুর পরিচালনায় 'অশনি সংকেত', 'ঘরে বাইরে', 'অপুর সংসার', 'চারুলতা'-র মতো ছবি য

মহাকাশ গবেষণায় নয়া সাফল্য! এবার উত্তর মেরুতে উপগ্রহ গ্রাউন্ড স্টেশন বানাবে ইসরো

Image
ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর মুকুটে যুক্ত হল নয়া পালক। কারণ ইসরো উত্তর মেরুতে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে চলেছে। এর ফলে ভারতের রিমোট সেন্সিং অপারেশন আরও জোরদার হবে। যার সাহায্যে শুধু বিপর্যয় মোকাবিলা করাই নয়, সেনারও নানা উপকারে লাগবে এই রিমোট সেন্সিংয়ের তথ্য। ইসরোর বিজ্ঞানীদের মতে, আপাতত এই পরিকল্পনা বাস্তব রূপ নিতে সময় লাগবে। কারণ এর খরচের বহর রয়েছে। আন্তর্জাতিক ছাড়পত্রও লাগবে। অন্য দেশের সহযোগিতারও প্রয়োজন পড়বে। এই মুহূর্তে শাদনগর ও আন্টার্কটিকায় ইসরোর দুটি গ্রাউন্ড স্টেশন রয়েছে। মেরুপ্রদেশে আর একটি ডেটা রিসেপশন অ্যান্টেনা বসানোর তোড়জোড় চলছে। ২০১৩ সালে প্রথমবার বরফে ঢাকা মেরুপ্রদেশে ইসরো ডেটা রিসেপশন অ্যান্টেনা বসিয়েছিল। এই অ্যান্টেনা রিস্যাট-২, রিসোর্সস্যাট-২, সরল, ওশিয়ানস্যাট ও কর্টোস্যাট উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে। সেখান থেকে তেলাঙ্গানার রঙ্গরেড্ডি জেলার শাদনগরে পাঠিয়ে দেয়। ২০১৬ সালে চিন প্রথমবার উত্তর মেরুতে গ্রাউন্ড স্টেশন তৈরি করেছে। তার আগে আফ্রিকা, উত্তর আমেরিকার মতো দেশেও চিন উপগ্রহের গ্রাউন্ড স্টেশন তৈরি করেছে। এরই মধ্যে খবর, ইসরো ১৯টি উৎক্ষেপণ করতে চলেছে। ত

নুনেই লুকিয়ে প্লাস্টিকের গুঁড়ো, সতর্ক করল IIT

Image
মুম্বই: নিত্যদিনের ব্যবহারের সামগ্রী প্লাস্টিক ক্রমশ এক বিভীষিকা হয়ে দাঁড়াচ্ছে। মাত্রাছাড়া দূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে এই প্লাস্টিক। মাঝে-মধ্যেই প্লাস্টিকের চাল কিংবা প্লাস্টিকের ডিমের গুজব প্রকাশ্যে আসে বটে, তবে বাস্তবেই প্রতিনিয়ত আমাদের পেটে অনেক প্লাস্টিক যাচ্ছে। আইআইটি বম্বের এক গবেষণা থেকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গেল, প্রত্যেকদিন আমরা যে নুন খাই, তাতেই নাকি মিশে আছে প্লাস্টিকের গুঁড়ো। গবেষণা বলছে, যদি ধরে নেওয়া যায় যে একজন ব্যক্তি প্রত্যেকদিন পাঁচ গ্রাম করে নুন খায়, তাহলে তার শরীরে বছরে অন্তত ১১৭ মাইক্রোগ্রাম প্লাস্টিক যায়। এগুলি আসলে মাইক্রোপ্লাস্টিক অর্থাৎ প্লাস্টিকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার আকারে নুনের সঙ্গে মিশে থাকে। এই কণাগুলি পাঁচ মিলিমিটারে থেকেও ছোট হয়। আইআইটি বম্বের একটি টিম গবেষণা করে নুনের নমুনায় মাইক্রোপ্লাস্টিক পেয়েছে। গবেষকরা জানাচ্ছেন, ৬৩ শতাংশ প্লাস্টিক থাকে টুকরো হিসেবে আর বাকিটা মিশে যায় নুনে। এক কেজি নুনে পাওয়া গিয়েছে ৬৩.৭৬ মাইক্রোগ্রাম মাইক্রোপ্লাস্টিক। আসলে সমুদ্রে মিশে থাকা প্লাস্টিকই মিশে যাচ্ছে নুনে। এই সংক্রান্ত গবেষণা প্রকাশিত হয়েছে একটি সায়েন্স জার্না

শহরের বুক কাঁপিয়ে ভেঙে পড়ল সেতু, এ বার মাঝের হাট ব্রিজ, অনেক মৃত্যুর আশঙ্কা

Image
সেতু ভেঙে পড়ার পর। ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ। মঙ্গলবার বিকেল পৌনে ৫টা নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে ধসে পড়ে দক্ষিণ শহরতলির এই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সেতুটি। সেই সময় সেতুর উপর অনেক যানবাহন ছিল।বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনার পর দেখা যায়, বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশি কিছু রক্তাক্ত দেহ এবং ভাঙাচোরা গাড়ি। উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসে। ব্রিজের নীচেও কেউ চাপা পড়ে রয়েছেন কি না তা স্পষ্ট নয়। দুর্ঘটনার পরই সেখানে পৌঁছন পুলিশের কর্তারা এবং উদ্ধারকারী দল। উদ্ধারকাজে ছুটে আসেন এলাকার মানুষজন। এই ব্রিজের নীচ দিয়ে গিয়েছে রেললাইন। দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই ছিল একটি লোকাল ট্রেন। সেতুর যে অংশ ভেঙে পড়েছে, ট্রেনটি তার নীচে থাকলে আরও বেশি প্রাণহানির আশঙ্কা ছিল।   আড়াই বছর আগেই পোস্তায় ভেঙে পড়েছিল সেতু। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ২৭ জনের। আহত হয়েছিলেন অন্তত ৮০ জন। (এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি

ফাইভ পাশ যোগ্যতায় পিয়নের পদে আবেদন এমটেক, গবেষকদের

Image
লখনউঃ ৬২টি শূণ্যপদে আবেদন জমা পড়েছে ৯৩ হাজার! আরও অবাক হওয়া বাকিই ছিল। তা হল, পিওনের ওই শূন্যপদগুলির জন্য আবেদন জমা পড়েছে বিটেক থেকে শুরু করে গবেষকের। অর্থাৎ, প্রতি পদের জন্য আবেদনকারী ১৫০০। এর মধ্যে রয়েছে তিন হাজার গবেষক, ২০ হাজার স্নাতকোত্তর ও ৫০ হাজার স্নাতক। এই পদে চাকরির ন্যূনতম যোগ্যতা ক্লাস ৫ পাশ। সঙ্গে জানতে হবে বাইক চালানো। এর থেকে স্পষ্ট উত্তরপ্রদেশের বেকারত্বের পরিমাণ। ২০১৫-২০১৬ সালের সরকারি রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র উত্তরপ্রদেশে বেকারত্বের হার ৭.৪ শতাংশ। যা গোটা ভারতের বেকারত্বের হারের থেকে ২.৪ শতাংশ বেশি। তবে এই উপচে পড়া আবেদনপত্রে একটুও অবাক হয়নি কর্তৃপক্ষ। উল্লেখ্য, ২০১৫ সালে উত্তরপ্রদেশে মাত্র ৩৬৮টি পোস্টের জন্য আবেদনপত্র জমা পড়েছিল ২৩ লক্ষ। যার মধ্যে ২৫০ জন ছিলেন গবেষক। ফলে এটা কোনো নতুন ঘটনা নয়।

হিজবুলে যোগ MBA গ্রাজুয়েটের, বাড়ি ফিরে আসার অনুরোধ পরিবারের

Image
সন্ত্রাসের থাবা ফের এক কাশ্মীরি পরিবারের উপর। এক সরকারি ইঞ্জিনিয়ার গুলাম আব্বাস ওয়ানির ২৯ বছরের ছেলে যোগ দিল সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদ্দিনে। সোমবার এই তথ্য প্রকাশ করেছে পুলিশ। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি প্রাপ্ত এই যুবকের অ্যাসল্ট রাইফেল ধরা ছবি ইতোমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ডোডা-কিশ্তওয়ার-রাম্বান অঞ্চলের ডিআইজি রফিক উল হাসান কাদরি জানিয়েছেন ডোডা জেলার ঘাট অঞ্চলের বাসিন্দা হারুন আব্বাস ওয়ানি হিজবুলে নাম লিখিয়েছে। তার নতুন নামকরণ হয়েছে ময়িন উল ইসলাম। ডিআইজি রফিক উল হাসান কাদরি জানিয়েছেন, 'খুবই খারাপ খবর। হারুন খুবই ভালো পরিবারের ছেলে। ওর বাবাও সরকারি কর্মী। হারুন নিজে শ্রী মাতা বৈষ্ণদেবী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করেছে। আমাদের সবার কাছেই এই ঘটনা শকিং।' হারুনের কাকা ফারুখ ওয়ানি তাকে সন্ত্রাসের পথ ছেড়ে পরিবারের কাছে ফিরে আসার আর্জি জানিয়েছেন। জানা গিয়েছে ভাটিন্ডি থেকে আচমকা উধাও হয়ে যাওয়ার আগে জম্মুতে একটি ফার্মা সংস্থায় চাকরি করছিল হারুন ওয়ানি।

মারা গেল জঙ্গি সংগঠন ‘হাক্কানি নেটওয়ার্ক’-এর প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানি।

Image
মারা গেল জঙ্গি সংগঠন 'হাক্কানি নেটওয়ার্ক'-এর প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানি। তার মৃত্যু সংবাদ ঘোষণা করেছে তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এই ঘোষণায় আপাতত স্বস্তির স্বাস ফেলেছে আমেরিকা ও আফগানিস্তান।   জানা গিয়েছে, দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিল জালালউদ্দিন। 'কোয়েটা শুরা'র এক প্রভাবশালী সদস্য ছিল সে। তালিবান-সহ একাধিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন নিয়ে গঠিত 'কোয়েটা শুরা'। বালোচিস্তান থেকেই সমস্ত কার্যকলাপ চালায় এই সংগঠনটি। পাকিস্তান ও আফগানিস্তানে মার্কিন সেনা ও ন্যাটোর বিরুদ্ধে একের পর এক হামলা চালাচ্ছে হাক্কানি নেটওয়ার্ক। পাকিস্তান থেকেই সমস্ত গতিবিধি নিয়ন্ত্রণ করে সংগঠনটি। তাই জালালউদ্দিনের মৃত্যুতে খানিকটা স্বস্তি পেয়েছে আমেরিকা। মতাদর্শে তালিবানের সমর্থক জঙ্গি সংগঠনটি। আফগানিস্তানে 'শরিয়া রাজ' কায়েম করা ও পশ্চিমের দেশগুলির 'সাংস্কৃতিক প্রভাবের' বিরুদ্ধে 'জেহাদ' ঘোষণা করেছে হাক্কানি নেটওয়ার্ক। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, মোল্লা ওমরের মৃত্যুর পর তালিবানকে এককাট্টা রাখে জালালউদ্দিন। গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে জঙ্গি সংগঠনটির শক্তি বাড়িয়ে তো

ডলারের তুলনায় রেকর্ড কমে গেল টাকার দাম: জানুন 10'টি তথ্য:

Image
ফের পড়ে গেল টাকার দাম। এবারে কমল 16 পয়সা। 1. বাণিজ্যমহলের মতে, মার্কিন মুদ্রার প্রবল চাহিদার চাপ পড়ছে ভারতীয় মুদ্রার ওপরে। তার ফলে এই অবস্থা। 2. বিশ্ববাণিজ্য বাজারে নিজের স্থানকে ক্রমশ শক্তিশালী করে তুলছে ডলার। 3. বিশ্বের অপরিশোধিত তেলের বাজারে প্রতিযোগিততা বাড়লে আবার এই চাহিদা হ্রাস পেতে পারে। 4. অপরিশোধিত তেলের এক ব্যারেলের দাম মার্কিন মুদ্রায় 78.05 ডলার। 5. গতকাল বৃদ্ধি পেয়েছে তেলের দাম। 6. গতকাল এক ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার মূল্য ছিল 71.21 টাকা। 7. সোমবার দিন ভারতীয় মুদ্রার দাম 23 পয়সা বৃদ্ধি পেয়েছিল। রপ্তানিকারক ও ব্যাঙ্কের মার্কিন মুদ্রা বেচাকেনার ওপর নির্ভরশীল এই বৃদ্ধি। কিন্তু ডলার শক্তিশালী হয়ে ওঠায় ফের পড়ে গেল দাম। 8. মঙ্গলবার সকালে স্থানীয় শেয়ার বাজার অত্যন্ত চাপের মুখে শুরু হল। সকাল ন'টা চল্লিশ মিনিট নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স 115.48 সূচক অথবা 0.30 শতাংশ কমে গিয়ে পৌঁছল 38,197.04-এ। নিফটি50 আবার 45.15 সূচক অথবা 0.39 শতাংশ কমে গিয়ে পৌঁছে 11,537.20-তে। 9. মঙ্গলবার শুরু দিকে এশিয়ার শেয়ারগুলির বাজার দুর্দশার মুখের পড়ল। 10. ফরেন ইন্সটিটিউশনাল ইনভেস্টরস অথবা বিদে

হায়দরাবাদ জোড়া বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত ২

Image
হায়দরাবাদ : হায়দরাবাদের জোড়া বিস্ফোরণের ঘটনায় দু'জনকে দোষী সাব্যস্ত করল নামপল্লি আদালত। আনিক সাফিক সায়েদ ও ইসমাইল চৌধুরিকে দোষী সাব্যস্ত করা হয়। ২০০৭ সালে হায়দরাবাদের গোকুল চাট ও লুম্বিনী পার্কে জোড়া বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ৪২ জনের। তেলাঙ্গানা পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স শাখা এই ঘটনার তদন্ত শুরু করে। তিনটি চার্জশিট পেশ করে। এই মামলায় আজ রায় দেয় আদালত। দু'জনকে দোষী সাব্যস্ত করা হয় এবং দু'জনকে বেকসুর খালাস করা হয়। ১০ সেপ্টেম্বর অপর একজনের সাজা ঘোষণা করা হবে। পাঁচজনকে আপাতত চার্লাপাল্লি জেলে রাখা হবে।  ২০১৩ সালের অগাস্ট মাসে দ্বিতীয় মেট্রোপলিটন সেশন জজ কোর্ট আনিক সাফিক সইদ, মহম্মদ সাদিক, আকবর ইসমাইল চৌধুরি ও আনসার আহমেদ বাদশা শেখ চার্জ দাখিল করে। তাদের বিরুদ্ধে ৩০২ (খুন) সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। 

কলপাড়ের ঝামেলায় প্রতিবেশীর হাতে খুন মহিলা

Image
আশা চৌধুরী ও লালমনি একে অপরের প্রতিবেশী।  সকাল হলেই কলের লাইনে দেখা হয় দুজনের। পাড়ার মোড়ে একটাই টাইম কল। দিনের নির্দিষ্ট সময়ে জল আসে। পাড়ার সব পরিবারের সদস্যদের পানীয় জলের ভরসা সেই একটি মাত্র কলই।  কলের লাইনে দাঁড়িয়ে অশান্তি, ঝামেলা-নিত্যদিনের গল্প। কিন্তু কলপাড়ের অশান্তি যে এভাবে মৃত্যু ডেকে আনতে পারে, তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি কেউ।  হুগলির ভদ্রেশ্বরের তেলেনি পাড়াঘাটের বাসিন্দা মর্মান্তিক অভিজ্ঞতার সাক্ষী থাকলেন। আশা চৌধুরী ও লালমনি একে অপরের প্রতিবেশী।  সকাল হলেই কলের লাইনে দেখা হয় দুজনের। এমনকি পারস্পরিক সম্পর্ক খারাপ না হলেও কলের লাইনে কে আগে দাঁড়াবে তা নিয়ে বেশ কয়েকবার ঝামেলা হয়েছে দুজনের মধ্যে।  মঙ্গলবার সকালেও তাই হয়। লাইনে আগে দাঁড়ানো নিয়ে দুজনের মধ্যে বচসা বাঁধে। প্রথম নিতান্তই সাধারণ বিষয় বলে মাথা ঘামাননি স্থানীয়রা। কিন্তু সাধারণ ঘটনার পরিণতি  মর্মান্তিক হতে সময় লাগেনি বেশি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই জনের প্রথমে ঝগড়া করছিলেন। আচমকাই একে অপরের চুলের মুঠি ধরে টানাটানি করতে শুরু করেন।  তখন প্রতিবেশীরা তাঁদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।  অভিযোগ, ঝগড়া চলাকালীন আচ

‘দলিত’ নয়, ‘ Scheduled Caste’ শব্দ ব্যবহারের উপদেশ মোদীর মন্ত্রকের

Image
নয়াদিল্লি: বম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দলিত শব্দের পরিবর্তে শেডিউল কাস্ট শব্দের ব্যবহার করার কথা সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলা হল কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে৷ গত জুনে কেন্দ্রীয় মন্ত্রককে এই নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট৷ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলিকে এই নির্দেশ মান্য করার কথা বলেছে মন্ত্রক৷ তবে এখনও পর্যন্ত এটা স্পষ্ট নয়, সংবাদপত্র থেকে শুরু করে অন্যান্য মাধ্যমগুলিকেও এই নির্দেশ মেনে চলতে হবে কি না৷ কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে একটি আদেশে বলা হয়েছে বম্বে হাইকোর্টে নির্দেশে অনুযায়ী, সংবাদ মাধ্যমের দলিত শব্দের ব্যবহার করা উচিত নয়৷ এর পরিবর্তে সাংবিধানিক টার্ম Scheduled Caste (SC) ব্যবহার করা উচিত৷ সেই সঙ্গে অফিশিয়াল লেন-দেন, শংসাপত্রেরও এসসি শব্দের ব্যবহার করতে হবে৷ সংবিধানের ৩৪১ ধারা অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়৷ তবে কোনও সংবাদ মাধ্যম এই নিয়ম মেনে না চললে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা এখনও স্পষ্ট নয়৷ বম্বে হাইকোর্টের নাগপুর ব্রাঞ্চ একটি মামলার শুনানির সময় এই নির্দেশ দেয়৷ এর আগে গত ১৫ মার্চ কেন্দ্র

খাবারের লোভ দেখিয়ে প্রতিবেশী ২ শিশুকন্যাকে যৌন নিগ্রহের অগিযোগে গ্রেপ্তার প্রৌঢ়

Image
কৃষ্ণনগর: দুই শিশুকন্যাকে খাবারের লোভ দেখিয়ে যৌন নিগ্রহের অভিযোগ। অভিযোগ উঠল প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুরে থানার মাঠপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃত প্রৌঢ়ের নাম শম্ভু দাস(৫৫)। সে সন্ধ্যার দিকে প্রতিবেশী দুই শিশুকন্যাকে বাড়িতে ডাকে। অভিযোগ, খাবারের লোভ দেখিয়েই তাদের বাড়িতে ডাকা হয়। তারপর ব্যায়াম শেখানোর অছিলায় দু'জনকেই যৌন নিগ্রহ করে। কোনওরকমে প্রৌঢ়ের হাত থেকে নিজেদের ছাড়িয়ে পালিয়ে যায় দুই নির্যাতিতা শিশুকন্যা। তারপর বাড়িতে গিয়ে অভিভাবকদের ঘটনার কথা বলে কান্নাকাটি শুরু করে। এরপরেই অভিযুক্তের বাড়িতে চড়াও হন নির্যাতিতা দু'বোনের বাবা মা। প্রতিবেশীরাও সঙ্গে ছিলেন। সবাই মিলে অভিযুক্তকে বেধড়ক মারধর করে। খবর যায় তাহেরপুর থানাতেও। পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতে নির্যাতিতাদের পরিবারের তরফে অভিযোগ দায়ের হলে শম্ভু দাসকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। এদিকে পুলিশ চলে গেলে অভিযুক্তের বাড়িতেও বিক্ষোভ দেখান ক্ষুব্

কী ভাবে শূন্য হল ১৬২! বিসিএস দুর্নীতিতে পিএসসি-র কাছে খাতা চাইল হাইকোর্ট

Image
ডবলুবিসিএস-এর প্রবেশিকা পরীক্ষায় বিশাল ধরনের নম্বর গোলমালের খবর সকলের সামনে তুলে ধরেছিল ওয়ানইন্ডিয়া বেঙ্গলি। এবার সেই কেলেঙ্কারিতে খাতা তলব করল কলকাতা হাইকোর্ট। অদৃশ্য জাদুবলে বাংলা ও ইংরাজির আসল প্রাপ্য নম্বর সরিয়ে পরে বিশাল অঙ্কের নম্বর বসিয়ে দেওয়া হয়। এই নিয়ে খোদ রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অগুণিত কর্মীদের মধ্য়ে অন্তোষও তৈরি হয়েছিল। এবার সেই ঘটনাতেই পাবলিক সার্ভিস কমিশনের কাছে খাতা তলব করা হয়েছে কলকাতা হাইকোর্টে।  এই দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। জানা যায় যে পরীক্ষার্থীর খাতা ঘিরে এই দুর্নীতি হয়েছে তাঁর নাম সুশান্ত বর্মণ। বাড়ি ময়নাগুড়ি এলাকায়। ২০১৭ সালের বিসিএস-এর প্রবেশিকা পরীক্ষায় বসা সুশান্ত বর্মণের বাংলায় প্রাপ্ত নম্বর ছিল ১৮। কিন্তু, পরে এক নতুন ট্যাবুলেশন শিট জোড়া হয়। তাতে তাঁর প্রাপ্ত নম্বর দেওয়া হয় ১৬৮। এমনকী, ইংরাজীতে সুশান্তর প্রাপ্ত নম্বর ছিল শূন্য। একই পদ্ধতিতে পরে নম্বর বাড়িয়ে করা হয় ১৬২। এক পরীক্ষার্থীর খাতায় অনৈতিকভাবে নম্বর বাড়ানো নিয়ে পাবলিক সার্ভিস কমিশনের অফিসে বিক্ষোভও তৈরি হয় কর্মীদের মধ্যে। গোটা ঘটনার জন্য পিএসসি-র চেয়ারম্য়া

অবশেষে ফাঁস হলো মোমো খেলার আসল সত্যতা !

Image
মোমো খেলা নিয়ে আজকাল গোটা দেশ উত্তাল , এর আতঙ্কে অনেকেই আতঙ্কিত রয়েছে ! মোমো হলো একটি মরণ খেলা যেখানে মোমো নামে একটি হোয়াটস আপ একাউন্ট থেকে মেসেজ করে একটি খেলা খেলতে বলে সফটওয়্যার লিংক পাঠায় , এবং খেলাটি খেলতে বাধ্য করার জন্য হুমকি দেয় । আবার কিছু কিছু ক্ষেত্রে এর মোবাইল হ্যাক করার ও হুমকি দেয় । বহু লোকের ফোনে এই মোমোর হোয়াটস আপ মেসেজ এসেছে কিন্তু প্রশ্ন হলো সত্যি কি এটা মোমো না কেউ পরিচিত কেউ আপনার সাথে মজা করার জন্য করছে এইরকম , এটা আমি বলছি না বলছে সাইবার বিশেষজ্ঞ রা এমনকি তারা প্রমান ও করে দিয়েছে এটা কিভাবে করছে । কাটোয়া থেকে এক ইঞ্জিনিয়রিং এর দ্বিতীয় বর্ষের ছাত্রকে গ্রেপ্তার করেছিল সাইবার পুলিশ কলকাতা । ধুত এই ছাত্রের মোবাইলে সফটওয়্যার পাওয়া গিয়েছে , এই সফটওয়্যার থেকেই সে বিদেশি নম্বরের হোয়াটস আপ একাউন্ট তৈরি করতো । কিন্তু ছাত্রের দাবি সে তাঁর বন্ধুদের সাথে মজা করার জন্যই করেছল এটা। আপনাদের করো ফোনে যদি এই মোমো এর ম্যাসেজ আসে তাহলে ভয় পাবেন না নাম্বার টিকে ব্লক করে দিবেন আপনার বন্ধুদের সাথে এই নিউজ টি শেয়ার করে তাদের সাহায্য করুন ।

মহার্ঘ জ্বালানি, ফের মূল্যবৃদ্ধি পেট্রল-ডিজেলের

Image
ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের৷ মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে কলকাতায় পেট্রলের দাম ১৬ পয়সা বেড়ে বর্ধিত মূল্য হল ৮২.২২ টাকা৷ পাশাপাশি, কলকাতায় ডিজেলের ১৯ পয়সা দাম বেড়ে বর্ধিতমূল্য হল ৭৪.১৯টাকা৷ এদিকে, গতকালই, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেছেন , পেট্রলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছোঁবে এবং পাশাপাশি ডলারের বিনিময় মূল্যেও তেমনটাই দাঁড়াবে৷ তাঁর বক্তব্য, এখন যা অর্থনৈতিক বৃদ্ধি ঘটছে তা ভারতের শক্তির জন্য হচ্ছে এতে এনডিএ সরকারের কোনও কৃতিত্ব নেই৷ বরং অন্য কোনও সরকার থাকলে আরও ভাল বৃদ্ধি ঘটত বলেই মন্তব্য করেছেন তিনি৷ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এদিন বলেন , নোটবন্দি বড় রকম ব্যর্থ হয়েছে কারণ এর কুফল এখনও ভোগ করছে৷ অর্থনীতি ভেঙে পড়েছে ৷ এনডিএ সরকারের ভ্রান্তনীতি নিয়ে দোষারোপ করতে গিয়ে তিনি বলেন, '' শীঘ্রই পেট্রলের দাম ১০০ টাকা হবে৷'' একই সঙ্গে টাকার দাম আন্তর্জাতিক বাজারে নেমে গিয়ে ডলারের সাপেক্ষে বিনিময় মূল্য দাঁড়াবে একশোতে৷ তখন এক ডলার দিয়ে এক লিটার পেট্রল কেনা যাবে বলে তিনি মন্তব্য করেন৷ তিনি বলেন, ডিজিটাল লেনদেন খরচ কমানো দরকার যাতে সকল

ভ্রূণ নয়, হরিদেবপুরের জমিতে ছিল বড়দের ডায়াপারঃ লালবাজার

Image
অপরিণত মানবদেহ নয়। রজ্জুতে সর্পভ্রমের মূলে নিছকই একটি রাসায়নিক উপজাত পদার্থ। নাম, 'সোডিয়াম অ্যাক্রিলেট।' নিজ রসায়নের ধর্ম মেনেই যা কিনা ক্রমাগত বৃষ্টির জলে ভিজে ভিজে ফুলে ঢোল হয়েছিল। আর তাতেই যাবতীয় বিভ্রান্তির সূত্রপাত। শেষমেশ ডায়াপারের মধ্যেই মিলল হরিদেবপুরের 'ভ্রূণ রহস্যের' সমাধানসূত্র। অন্তত লালবাজারের তেমনই দাবি। তদন্তকারীদের ব্যাখ্যা,  সোমবার ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন, হরিদেবপুরের ওই জমিতে  পড়ে থাকা প্যাকেটগুলি আসলে ব্যবহৃত ডায়াপার। তার শুকনো বরফের (ড্রাই আইস) মতো দেখতে জিনিসগুলি সোডিয়াম অ্যাক্রিলেট। শিশু বা বড়দের ডায়াপারের মূল উপাদান এই বস্তুটি অতি সহজে জল শুষতে পারে। এমনকী,  নিজের তুলনায় ১৫ গুণ ওজনের জল শুষে ফুলে-ফেঁপে উঠে লোকজনকে তাক লাগানোও তার পক্ষে বিচিত্র নয়। পুলিশের দাবি, রবিবার সকালে হরিদেবপুরে সোডিয়াম অ্যাক্রিলেট সেই খেলই দেখিয়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন, রাজা রামমোহন রায় রোডের ওই জমিতে পড়ে থাকা যে সব প্যাকেট দেখে মানবভ্রূণ বলে সন্দেহ জেগেছিল, সেগুলি নিরীহ ডায়াপার ছাড়া আর কিছু নয়। বিষয়টি ঘিরে দিনভর শহর তোলপাড় হয়। যদিও রবিবার সন্ধ্

শহরে ফের লক্ষাধিক টাকা খোয়ালেন যুবক

Image
শহরে ফের 'স্কিমার' আতঙ্ক। তিন হাজার তুলে লক্ষাধিক টাকা খোয়ালেন যুবক। এই ঘটনায় শহরে রোমানিয়ান বা নাইজেরীয় গ্যাং কলকাতায় সক্রিয় হয়ে উঠেছে, এমন সম্ভাবনা গোয়েন্দারা উড়িয়ে দিচ্ছেন না। এর আগে গোলপার্ক ও মল্লিকবাজারের দু'টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে 'স্কিমার' বসিয়ে লক্ষ লক্ষ টাকার জালিয়াতি হয়। তিলজলার ওই যুবক ছাড়া আরও কোনও গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়েছে কি না, তা জানার চেষ্টা হচ্ছে। ফের শহরে ফিরে এসেছে 'স্কিমার জালিয়াত'। তিলজলার বাসিন্দা ওই যুবকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এই সন্দেহ পুলিশের। এই ঘটনায় ফের সিঁদুরে মেঘ দেখছেন লালবাজারের গোয়েন্দারাও। মাস দু'য়েক আগেই এটিএম জালিয়াতরা ত্রাস ছড়িয়েছিল শহরে। কলকাতার শতাধিক মানুষের এটিএম থেকে উধাও হয়ে গিয়েছিল অন্তত লাখ পঞ্চাশেক টাকা। এর পর তল্লাশি চালিয়ে দিল্লি থেকে লালবাজারের গোয়েন্দাদের হাতে ধরা পড়েছে একের পর এক রোমানিয়ান এটিএম জালিয়াত। গ্রেপ্তার হয়েছে মহারাষ্ট্রের তিন এটিএম জালিয়াতও। কিন্তু ফের লালবাজারের গোয়েন্দাদের কাছে এই একই পদ্ধতিতে 'স্কিমার' বসিয়ে এটিএম জালিয়াতির অভিযোগ

ভারতীয় গান করার জন্য শাস্তি পেতে হল এক পাকিস্তানি মহিলাকে

Image
ইসলামাবাদ: ফের ভারতীয় গান করার জন্য শাস্তি পেতে হল এক পাকিস্তানি মহিলাকে৷ পাক পতাকা লাগানো টুপি পরার সময় এক মহিলা ভারতীয় গান গুন গুন করছে দেখে তাকে শাস্তি দিল পাকিস্তানের বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীরা৷ সোমবার এই ঘটনা ঘটে৷ সূত্রমতে, এই গানের ভিডিও খুব দ্রুত ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়৷ যা সংবাদের শিরোনামেও জায়গা করে নিচ্ছে৷ নিয়মের উল্লঙ্ঘন করায় বছর ২৫-এর এই মহিলার বেতন বৃ্দ্ধি এবং ভাতা বৃদ্ধি দুবছরের জন্য বন্ধ করে দিয়েছে এএসএফ৷ এখানেই শেষ নয়, জানা গিয়েছে, ভবিষ্যতে এমন ভুল আবার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা করা হবে৷ আধিকারিকরা বিষয়টি স্পষ্ট জানিয়ে দেয় ওই মহিলাকে৷ উল্লেখ্য, ভারতের গুরু রান্ধওয়ার জনপ্রিয় গান গুন গুন করছিল ওই মহিলা৷ এই প্রসঙ্গেই ফের একবার উটে আসে আতিফ আসলামের নামও৷ ভারত-পাকিস্তান লড়াইয়ের মাঝেও আতিফ আসলাম দুই দেশেরই প্রিয়৷ তাঁর গানে দুই দেশের মধ্যে অজান্তে এক সংযোগ তৈরি হয়েছে৷ কিন্তু নিজের দেশেই তোপের মুখে পড়েন আতিফ আসলাম৷ পাকিস্তানের স্বাধীনতা দিবসে ভারতীয় গান গাওয়ার সাহস! এমনই প্রশ্নের মুখে পড়েন তিনি।   পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ ইয়

গাছ থেকে নারকেল পেড়ে মাসে ৫০ হাজার টাকা আয়

Image
কথাটা শুনে চোখ ছানাবড়া হয়ে যাচ্ছে কারও কারও৷ কেউ বা ভাবছেন পুরোটাই জল মেশানো৷ কিন্তু কেরলের তুষারাগিরির বিজুকে জানলে বুঝবেন এ জগতে কোনও কিছুই অসম্ভব নয়৷ তিরুবনন্তপুরমের আমবুরিতে জন্ম বিজুর৷ তিনি যখন চতুর্থ শ্রেণিতে পড়েন বাবা-মা মালাবারে চলে যান৷ বাবার মৃত্যুর পর তাঁর কাঁধেই সংসারের দায়িত্ব এসে পড়ে৷ এরপর আস্তে আস্তে গাছ থেকে নারকেল পাড়াকে নিজের পেশা করে নেন তিনি৷ কেরলে এই কাজের দারুণ চাহিদা৷ গত ১৮ বছর ধরে এই পেশায় রয়েছেন বিজু৷ পেশাটা শুনে অনেকেই হয়তো তেমন আগ্রহ দেখান না, কিন্তু এই পেশাতে থেকে কেরলের এই ব্যক্তি মাস গেলে যা আয় করেন তা অনেকে ঠাণ্ডা ঘরে বসেও আয় করতে পারেন না৷ একটি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত আগস্ট মাসেই বিজু আয় করেছেন ৫২ হাজার ১৪৬ টাকা৷ সংসারের জোয়াল কাঁধে তুলে নিলেও ক্লাস টুয়েলভ পাশ করেছেন তিনি৷ তাঁর বড় ভাই পড়াশোনা শেষে সেনাবাহিনীতে যোগ দেন৷ বিজুর কাছেও আর্মি থেকে কল লেটার এসেছিল৷ যদিও তাতে আর যোগ দেওয়া হয়নি৷ তা নিয়ে অবশ্য তাঁর কোনও আফশোস নেই৷ নারকেলগাছ ঝাড়াইয়ের কাজ যখন বিজু শুরু করেন তখন গাছ প্রতি তিন টাকা পেতেন৷ এখন তো শু

ফেসবুক পেজে ১৫ হাজার লাইক থাকলে আপনিও পেতে পারেন কংগ্রেসের টিকিট

Image
ভোপাল : কংগ্রেসের টিকিট পেতে চান ? সোশাল মিডিয়ায় কেতাদুরস্ত না থাকলে পাওয়া যাবে না টিকিট। বিধানসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যেক প্রার্থীর ফেসবুক পেজে ১৫ হাজার লাইক ও টুইটারে ৫ হাজার ফলোয়ার্স থাকা আবশ্যক। সোশাল মিডিয়ায় জনপ্রিয় হলে তবেই পাওয়া যাবে কংগ্রেসের টিকিট। শুধু ফেসবুক বা টুইটার নয়। হোয়াটসঅ্যাপ গ্রুপেও কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। টুইটারে মধ্যপ্রদেশ কংগ্রেস অ্যাকাউন্টের সব পোস্টে লাইক ও রিটুইট করতে হবে। আজ চিঠি দিয়ে একথা জানালেন মধ্যপ্রদেশ কংগ্রেস কমিটির সোশাল মিডিয়ায় সেলের মুখপাত্র রবি সাক্সেনা। তিনি বলেন, "সোশাল মিডিয়ায় কোনও ব্যক্তি অ্যাকটিভ থাকলে বোঝা যায়, সে কতটা মানুষের কাছাকাছি আছে।" তিনি মনে করেন, আজকাল সবার হাতেই স্মার্টফোন। তাই মানুষের কাছে পৌঁছানোর সহজ রাস্তা সোশাল মিডিয়া। তাই এই মাধ্যমকে ব্যবহার করার থেকে ভালো কিছু বিকল্প নেই।  আগের বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহও এভাবে সোশাল মিডিয়াকে হাতিয়ার করার নির্দেশ দেন। তিনি কর্মীদের বলেন, প্রত্যেক প্রার্থীর ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে অ

যাদবপুরের ওসিকে গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চিকিত্‍সকদের

Image
চিকিৎসক নিগ্রহের ঘটনায় অভিযুক্ত ওসিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। প্রয়োজনে কর্মবিরতিতেও যেতে পারেন বলে জানালেন সিএমআরআই হাসপাতালের চিকিৎসকরা। আন্দোলনকারী চিকিৎসকদের পাশে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। আন্দোলনে যোগ দিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের আহ্বান জানানো হয়েছে। আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, অভিযুক্ত ওসি পুলক দত্তের বিরুদ্ধে কোনওরকম আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এমনকী, চেষ্টা করেও অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করতে পারেননি চিকিৎসকরা। আলিপুর থানার পুলিশ এফআইআর নেয়নি বলেও অভিযোগ। প্রতিবাদে সিএমআরাই হাসপাতালের চিকিৎসকরা থানার সামনের রাস্তাতেই শুয়ে পড়েন। গোটা ঘটনায় আতঙ্কিত চিকিৎসক সমাজ। আন্দোলকারী চিকিৎসকদের বক্তব্য, এত বড় অন্যায় করেও পার পেয়ে যাচ্ছেন যাদবপুর থানার ওসি পুলক। পুলিশ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগ রয়েছে ওই ওসির বিরুদ্ধে। তবুও এফআইআর নিতে গড়িমসি করছে পুলিশ। যদি আগামী দু'দিনের মধ্যে পুলক দত্তকে গ্রেপ্তার না করা হয়। তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে রাজ্যের বিভিন্ন চিকি

ভেঙে পড়ল বায়ুসেনার MiG 27

Image
জয়পুর: ফের ভেঙে পড়ল সেনাবিমান৷ যোধপুরের দেবারিয়ায় ইন্ডিয়ান এয়ারফোর্সের মিগ ২৭ বিমান ভেঙে পড়ে৷ ঘটনাস্থলে সেনা আধিকারিকরা উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই৷ বিমানের পাইলটের কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, যোধপুরের দেবরিয়া গ্রামে মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে সেনা মিগ ২৭ বিমানে৷ বিমানে আগুন লেগে গিয়ে ভারসাম্য হারিয়ে ভেঙে পড়ে সেটি৷ তবে এতে প্রাণহানির কোনও খবর আসেনি৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন অন্যান্য সেনা আধিকারিকরা৷ আগুন নেভানোর কাজ চলছে৷ কিন্তু কেন এমন বড়সড় একটা দুর্ঘটনা ঘটে গেল সেই বিষয়ে তদন্তে নেমেছেন আধিকারিকরা৷ প্রসঙ্গত, গত জুনে নাসিকে ভেঙে পড়ে সুখোই Su-30MKI ফাইটার জেট৷ নাসিক থেকে ২৫ কিলোমিটার দূরে পিম্পলগাঁও বসওয়ান্ত এলাকার কাছে ওয়াভি-তুসি গ্রামে ভেঙে পড়ে এই ফাইটার জেট৷ পুলিশের কাছে খবর যায় ঠিক তার ১০ মিনিট পরে৷ তবে এই দুর্ঘটনায় সুখোইয়ের ২ পাইলট কোনওরকমে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি৷ জানা যায়, ভেঙে পড়া এই যুদ্ধবিমানটি নাসিকে HAL-এ তৈরি হচ্ছিল৷ পরীক্ষামূলক উড়ানে অংশগ্রহণ করেছিল তাই ইন্ডিয়ান এয়ারফোর্সের হাতে

হায়দরাবাদের মিউজিয়াম থেকে উধাও নিজামের টিফিন বক্স

Image
ঠিক যেন বলিউড বা হলিউডের কোনও বিখ্যাত দৃশ্যপট। চারিদিকে মহামূল্যবান স্বর্ণখচিত প্রত্নতাত্ত্বিক সামগ্রী। কোনওটি সোনার তৈরি, তো কোনওটি রুপো বা হীরের। আর এসবই রাখা আছে কড়া নিরাপত্তার ঘেরাটোপে। কিন্তু তাতে কী করে সব নিরাপত্তারক্ষীদে্র চোখে ধুলো দিয়ে, সিসিটিভি ক্যামেরার নজর এড়িয়ে চোর ঢুকল। ২ কেজি ওজনের সোনার টিফিন বাটি, একটি বাটি, একটি কাপ এবং একটি সোনার চামচ নিয়ে চম্পট দিল। অথচ, নিরাপত্তারক্ষীরা টেরটিও পেলেন না। হায়দরাবাদের নিজাম প্যালেসের এই ঘটনায় রীতিমতো চমকে গিয়েছেন তদন্তকারীরা। মূল ঘটনা গত রবিবার মধ্যরাতের। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে এই তিনটি মহামূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিল চোরেরা। চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। ২ কেজি ওজনের যে টিফিন মুক্তোখচিত বাটিটি চুরি গিয়েছে তাঁর মূল্যই ৪৫ কোটিরও বেশি। গতকাল বিকেলে হায়দরাবাদের মীর চক থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। হায়দরাবাদের শেষ নিজাম মীর ওসমান আলি খান, এই মূল্যবান সামগ্রীগুলি ব্যবহার করতেন। কিন্তু নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কীভাবে ঢুকলো চোর? তদন্তকারীদের প্রাথমিক ধারণা রীতিমতো ফিল্মি কায়দায় রেকি করে চুরি করত

রাজ্যকেও ‘আরবান নকশাল’ খুঁজতে বলল কেন্দ্র

Image
ভীমা কোরেগাঁও মামলায় দেশের বিশিষ্ট পাঁচ মানবাধিকার কর্মীকে গ্রেফতার করেই 'আরবান নকশালদের' বিরুদ্ধে তৎপরতা বন্ধ করছে না কেন্দ্র। সম্প্রতি মাওবাদীদের উপস্থিতি রয়েছে এমন রাজ্যগুলিকে এই ধরনের ব্যক্তি বা সংগঠন সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শহুরে মাওবাদীদের বেশ কিছু 'মুখোশ' সং‌গঠনের তালিকা পাঠিয়ে তাদের উপরে নজর রাখতে বলা হয়েছে। একই বার্তা পাঠানো হয়েছে বিভিন্ন নিরাপত্তা এজেন্সিকেও। এ রাজ্যে অন্তত ১০টি সংগঠনের উপরে বিশেষ নজর রাখার কথা বলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। আরও কয়েকটি সংগঠনের কথা উল্লেখ করা হলেও এখনই কেন্দ্র তাদের মাওবাদী বলেনি। তবে অতিবাম ওই সংগঠনগুলির উপরেও নজর রাখতে বলা হয়েছে। নবান্নের এক কর্তার কথায়, ''নন্দীগ্রাম, সিঙ্গুর বা লালগড়ের আন্দোলনের সময়ে মাওবাদীদের হয়ে বেশ কিছু সংগঠন কাজ করত। সে ব্যাপারে বিস্তারিত তথ্য আমাদের হাতে আছে। বেশ কয়েক জন বিশিষ্ট ব্যক্তিও সে সময় সরাসরি মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। জঙ্গলমহলে ফের মাওবাদীরা সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে। শহর থেকেই তাদের রসদ যাবে। আমরা সতর্ক রয়েছি।'' কী বলেছে কেন্দ্র?

‘ডিউটি ফ্রি’ মদে ভরছে অবৈধ বিক্রেতার পকেট

Image
এক সময়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের এক কর্তার গাড়ি চালাতেন তিনি। সকালে কর্তাকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বিকেল পর্যন্ত আর কাজ থাকত না। সারা দিন এ দিক সে দিক ঘুরে বেড়াতেন।তখনই জানতে পারেন, কলকাতা বিমানবন্দর থেকে কোনও এক 'অজ্ঞাত উপায়ে' বেরিয়ে আসে দামি বিদেশি মদ — স্কচ, ভদকা, ওয়াইন। বাজারে ৭৫০ মিলিলিটার বোতলের যে মদের দাম ছ'হাজার টাকার কাছাকাছি, সেই একই বিদেশি মদের ১ লিটারের বোতলের দাম তিন থেকে চার হাজার টাকা। ওই মদ ক্রেতার কাছে পৌঁছে দিতে পারলে বোতল প্রতি ২০০ টাকা পর্যন্ত লাভ রয়েছে। এই ব্যবসায় জড়িয়ে বিমানবন্দরের বাইরের এক দল দালাল। অলস সময় অতিরিক্ত লাভের প্রলোভনে ওই গাড়িচালকও শুরু করে দেন বিদেশি মদ সরবরাহের কাজ। তাঁর পকেটে কিছু টাকাও আসতে শুরু করে। রোজগার বাড়তে থাকায় গাড়িচালকের কাজ ছেড়ে দেন। কলকাতা বিমানবন্দরে 'ডিউটি ফ্রি শপ' থেকে বেআইনি ভাবে বাইরে বেরিয়ে আসা বিদেশি মদ নিয়মিত সরবরাহ করতে শুরু করেন। যাঁরা এ ভাবে কর না দেওয়া মদ সরবরাহ করেন, তাঁদের 'বুটলেগার' বলে। রাজ্য আবগারি দফতরের অফিসারদের হাতে মাঝেমধ্যে ধরা পড়ছেন এই বুটলেগারেররা। তাতেও ব্যবসা কমছে না।

নেই ফ্যাকাল্টি কাউন্সিল, জট পছন্দের পাঠে, বেঁকে বসলেন শিক্ষকেরা

Image
ক্ষোভ জমছিল। এ বার সরাসরি কর্তৃপক্ষের বিরুদ্ধে কার্যত 'বিদ্রোহ' ঘোষণা করলেন শিক্ষকেরা। প্রায় ছ'বছর ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরে কোনও ফ্যাকাল্টি কাউন্সিল নেই। অথচ পঠনপাঠন সংক্রান্ত যাবতীয় প্রস্তাব পেশ করার কথা ওই কাউন্সিলেরই। সেটা গঠন না-করেই চয়েস বেসড ক্রেডিট সিস্টেম (সিবিসিএস) বা পছন্দসই মিশ্র পাঠ চালু করার পাশাপাশি নানান সিদ্ধান্ত নিচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (কুটা)। ''স্নাতকোত্তরে ফ্যাকাল্টি কাউন্সিল ছাড়া অন্য কোনও বোর্ড অ্যাকাডেমিক (শিক্ষা বিষয়ক) সিদ্ধান্ত নিলে সেটা আমরা মানব না। তার জন্য আন্দোলনে যেতে হলে যাব। সিদ্ধান্ত মানছি না,'' বলেন কুটা-র সাধারণ সম্পাদক পার্থিব বসু। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ১৯৭৯ সালের কলকাতা বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রতিটি বিভাগের বোর্ড অব স্টাডিজ (বিওএস) তৈরি করে ফ্যাকাল্টি কাউন্সিল। বিওএস থেকে পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি পাঠানো হয় কাউন্সিলে। সেখানে সংশোধন ও পাশ হওয়ার পরে তা সিন্ডিকেটে পৌঁছয়। তার পরে ছাড়পত্র পেলে তা বাস্তবায়িত হয়। আ

দুর্ঘটনায় জখম সোশ্যাল মিডিয়ায় ‘ট্রোলড’ মাছবিক্রেতা ছাত্রী

Image
লেখাপড়া চালানোর জন্য মাছ বিক্রি করতে হয় তাঁকে। সেই কাহিনি শুনিয়ে সোশ্যাল মিডিয়ায় 'ট্রোলড' হতে হয়েছিল হানান হামিদকে। পরে বন্যাবিধ্বস্ত কেরলের পাশে দাঁড়ানোয় ফের আলোচনায় আসে তাঁর নাম। সোমবার সকালে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হলেন কেরলের সেই তরুণী। পুলিশ জানিয়েছে, কোঝিকোড়ে একটি দোকানের উদ্বোধন সেরে ফিরছিলেন হামিদ। ত্রিশূর জেলার কোদানগাল্লুরের কাছে এক পথচারীকে কাটাতে গিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে তাঁদের গাড়িটি। গুরুতর আহত হামিদকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে পাঠানো হয় এর্নাকুলমের একটি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মেরুদণ্ডে চোট লেগেছে। অস্ত্রোপচার প্রয়োজন। আহত হয়েছেন গাড়ির চালকও। রসায়নের তৃতীয় বর্ষের স্নাতক স্তরের ছাত্রী হামিদের লড়াইয়ের গল্প প্রথম ছাপা হয় একটি মালয়ালি পত্রিকায়। সেখানে হামিদ জানিয়েছিলেন, সংসার ও লেখাপড়া চালাতে কলেজের পরে মাছ বিক্রি করেন তিনি। তার জন্য তাঁকে উজিয়ে আসতে হয় ৬৫ কিলোমিটার পথ। তা ছাড়া, খরচ চালাতে নানা ছবিতে জুনিয়র আর্টিস্ট হিসেবেও কাজ করেন হামিদ। দারিদ্রের সঙ্গে তাঁর সংগ্রামের সেই কাহিনি রাতারাতি ভাইরাল হয় সোশ্য

জঙ্গি দলে যোগ দিচ্ছে হাজিনের বহু যুবক

Image
এক সময় আত্মসমর্পণকারী জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল জম্মু-কাশ্মীরের বান্দিপোরার হাজিন টাউন। সেখানেই উল্টো স্রোত। হাজিনের বহু যুবক এখন যোগ দিচ্ছে জঙ্গি সংগঠনে। ইতিমধ্যেই সেখানে সেনার চর সন্দেহে ছয় যুবককে খুন করেছে জঙ্গিরা। কেন হাজিনের যুবকরা নাম লেখাচ্ছে জঙ্গি-দলে? স্থানীয়দের দাবি, বাহিনীর অত্যাচারই যুবকদের ঠেলে দিচ্ছে জঙ্গি হওয়ার পথে। কয়েক বছর আগে হাজিনের চার বাসিন্দা যোগ দিয়েছিল লস্কর-ই-তইবায়। ২০০৫-এ এখানে গুলিযুদ্ধে নিহত হয় আব্দুল কায়ুম প্যারে এবং প্যারে মোল্লা নামে দুই জঙ্গি। পুলিশ রেকর্ড অনুযায়ী এর পরে ২০১৭ সালের ১২ মে পর্যন্ত হাজিনের কোনও বাসিন্দা জঙ্গি দলে নাম লেখায়নি। বান্দিপোরার এসএসপি জ়ুলফিকার আজ়াদ বলেন, ''সেই দিন আব্দুল হামিদ এবং নাসিরুল্লা লস্করে যোগ দেয়। দু'জনে আলাদা গুলিযুদ্ধে প্রাণ হারায়। তাতেই মাথাচাড়া দেয় সরকার-বিরোধী আন্দোলন। তখন থেকেই হাজিনের বাসিন্দাদের মধ্যে জঙ্গি দলে নাম লেখানোর প্রবণতা বেড়েছে।'' এই মুর্হূতে হাজিনের দুই জঙ্গি মহম্মদ সালেম প্যারে এবং নিসার আহমেদ দারের কার্যকলাপে ঘুম নেই বাহিনীর। তবে নিসারের বাবা গুলাম রসুল দারের দাবি, '

ভারত-পাক সম্পর্কে নয়া ‘অবতার’ সিধু

Image
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া 'অবতার' হয়ে উঠছেন নভজ্যোৎ সিংহ সিধু। মাত্র কয়েক মাস আগেও যে পিচের ধারেকাছে তাঁকে দেখা যায়নি, এখন সেখানেই ব্যাট হাতে নেমেছেন তিনি। আপাতত এমনটাই মনে করছে কূটনৈতিক শিবির। বিতর্কের সূত্রপাত গত মাসে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থেকে সে দেশের সেনাপ্রধানকে সিধুর জড়িয়ে ধরা নিয়ে। কংগ্রেস, বিজেপি নির্বিশেষে রাজনৈতিক নেতাদের ভৎর্সনার শিকার হন পঞ্জাবের এই মন্ত্রী। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রক বা কোনও সরকারি স্তর থেকে রা কাড়া হয়নি। সে সময় প্রশ্ন উঠেছিল, সিধুকে কাজে লাগিয়ে ভারত সরকার ইমরানের নতুন সরকারের সঙ্গে আলগোছে একটি সম্পর্ক বজায় রাখতে চাইছে কিনা। সূত্রের খবর, বিদেশ মন্ত্রকের ছাড়পত্র নিয়েই পাকিস্তানে গিয়েছিলেন সিধু। আজ এই সার্বিক বিতর্কের মধ্যে সিধু জানিয়েছেন, তাঁর বন্ধু ইমরান খান নাকি তাঁকে একটি বার্তা পাঠিয়েছেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে ইমরান শান্তি চান— এটাই তিনি নাকি লিখেছেন সেই বার্তায়। সিধুর কথায়, ''প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী পাকিস্তান থেকে ফেরার পর কার্গ

‘মেঘের আড়াল’ থেকে বেরিয়ে আসুন, ভারতীকে বার্তা হাইকোর্টের

Image
টাকা আদায়-সহ বিভিন্ন অভিযোগ ওঠার পরে গা-ঢাকা দিয়ে নানান মন্তব্য করছিলেন প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর মন্তব্য, ভারতী মেঘের আড়ালে থেকে বক্তব্য পেশ করছেন। সোমবার ভারতীর স্বামী এমএভি রাজুর জামিন সংক্রান্ত মামলায় এই মন্তব্য করেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, ওই প্রাক্তন আইপিএস অফিসারের উচিত নিজেকে আড়ালে না-রেখে সামনে এসে আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়া। কারণ, প্রতারণা এবং আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ সংক্রান্ত মামলায় তিনিই প্রধান অভিযুক্ত। এ দিন ভারতীর স্বামীর জামিনের আবেদনের বিরোধিতা করে পাবলিক প্রসিকিউটর (পিপি) শাশ্বতগোপাল মুখোপাধ্যায় জানান, আনন্দপুর থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে গত ফেব্রুয়ারিতে সিআইডি নগদ আড়াই কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। সেই টাকা পুরনো নোটে নয়, নতুন নোটে। রাজু ওই ফ্ল্যাটের চাবি নিজে চেয়ে নিয়েছিলেন। অভিযোগ, ওই টাকা তিনিই রেখেছিলেন। পিপি আরও অভিযোগ করেন, আদালত তাঁর আগাম জামিনের শর্ত শিথিল করার পরে রাজু বেঙ্গালুরুতে ছেলের কাছে না-গিয়ে ইনদওর যান এবং সেখানে গিয়ে সাক্ষীদের প্রভাবিত করেন। বিচারপতি বাগচী এবং তাঁর বেঞ্চের অন্য বিচারপতি রবি

মর্গে শুয়েই ছেলের অপেক্ষায় মৃত বাবা

Image
একই হাসপাতালে রয়েছেন কাঁকুড়গাছির দাস দম্পতি। স্বামী তরুণ দাসের দেহ পড়ে রয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। স্ত্রী রত্না দাস ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন। সোমবার পুলিশ জানিয়েছে, তরুণবাবুর দেহ নেওয়ার জন্য পরিবারের কেউ এখনও আসেননি। জার্মানিতে তরুণবাবুর একমাত্র ছেলে অভীক এবং নিউজিল্যান্ডে তরুণবাবুর দাদা বারীন দাসের সঙ্গে যোগাযোগ করেছে মানিকতলা থানা। দু'জনই জানিয়েছেন, দেশে ফিরতে ক'দিন সময় লাগবে তাঁদের। পুলিশ সূত্রের দাবি, ছেলে বা দাদা দেশে ফিরলে নিয়ম মেনে দেহ হস্তান্তর করা হবে।পুলিশ সূত্রের খবর, রবিবার সকাল সা়ড়ে আটটা নাগাদ কাঁকুড়গাছির সিআইটি রোডের একটি আবাসনের ফ্ল্যাট থেকে তরুণ দাসের (৬২) পচন ধরে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। পাশেই রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় স্ত্রী রত্নাদেবীকে। তাঁর পেটের ক্ষত দেখে পুলিশের ধারণা, রত্নাদেবী ফল কাটার ছুরি জাতীয় কিছু দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন। পুলিশের একটি সূত্রের দাবি, স্বামীর মৃত্যুর পরে জার্মানিতে থাকা ছেলের সঙ্গে যোগাযোগ করেছিলেন রত্নাদেবী। কিন্তু ছেলে এসে না পৌঁছনোয় কাউকে কিছু জানাননি। রবিবার সকালে এক পরিচিত রত্নাদেবীকে

প্যাকেটে মরা বাচ্চা ‘দেখল’ কে? মুখে কুলুপ এঁটেছে কলকাতা পুলিশ

Image
প্রায় ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। তার পরেও হরিদেবপুরের হেঁয়ালির উত্তর খুঁজে পাননি খোদ পুলিশ কর্তারাই। আগাছা সাফ করতে গিয়ে উদ্ধার হওয়া '১৪টি প্লাস্টিকে মোড়া কেমিক্যাল ছড়ানো ছোট্ট ছোট্ট বাচ্চার দেহ'হাসপাতালে পৌঁছতেই কীভাবে বড়দের ডায়াপার হয়ে গেল,সোমবার তা নিয়েই পুলিশ কর্তাদের মধ্যে দিনভর চলল চাপানউতোর। এ ভাবে গোটা কলকাতা পুলিশকে হাস্যস্পদ করার দায়টা যে আদতে কার, সেটা ঠিক করাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে কর্তাদের কাছে। শুরুটা করা যাক বাবাই বেরাকে দিয়ে। বালাসারিয়া গোষ্ঠীর নেওয়া এই ৭২ কাঠার জমিতে কাজ করা শ্রমিকদের ঠিকাদার। সোমবার তিনি বলেন,"চার-পাঁচ জন শ্রমিক ওখানে কাজ করছিল। তাদেরই একজনের নজরে আসে একটি প্লাস্টিকে মোড়া ছোট কোল বালিশের মতো জিনিস। কিছুক্ষণের মধ্যে ঠিক ওই রকম আরও কয়েকটা প্লাস্টিক পাওয়া যায়। তাই দেখে ওরা আমাকে জানায়। আমি ব্যান্ডেজের মতো জিনিস ভেতরে দেখতে পাই। তাতেই সন্দেহ হয়। প্যাকেটগুলোর যা মাপ, তাতে বাচ্চা বা ভ্রুণের মতো লাগছিল।" বাবাই আর দেরি করেননি। বিষয়টি জানান বালাসারিয়া কর্তৃপক্ষকে। তাঁদের কাছেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর সোমা চক্রবর্তী। খবর যায়