সাত বছরে রাজ্যে চারটি বড় উড়ালপুল বিপর্যয়


কলকাতা: ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস৷ মুখ্যমন্ত্রী হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই সাত বছরে মমতার আমলে বাংলার বুকে ভেঙে পড়ল চারটি উড়ালপুল৷ যার তিনটি ভাঙে কলকাতায়৷ একটি উত্তরবঙ্গের শিলিগুড়িতে৷ মঙ্গলবার সেই তালিকার নবতম সংযোজন মাঝেরহাট ব্রিজ৷ এরপরই উল্টোডাঙা, পোস্তা ও শিলিগুড়ি উড়ালপুল ভেঙে পড়ার স্মৃতি টাটকা হয়ে যায়৷

উল্টোডাঙা উড়ালপুল: মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার ২৬ মাসের মাথায় ভেঙে পড়ে বাম আমলে নির্মিত উল্টোডাঙা ব্রিজ৷ ২০১৩ সালের ৪ মার্চ ভোররাতে ভেঙে পড়ে ভিআইপি রোড থেকে ইএম বাইপাস যাওয়ার উড়ালপুলটি৷ সকালের দিকে দুর্ঘটনা ঘটায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে৷ একটি লরি দুর্ঘটনার কবলে পড়ে৷ আহত হয় তিন জন৷
 
পোস্তা উড়ালপুল: ২০১৬ সালের ৩১ মার্চ বিধানসভা ভোটের ঠিক মুখে দিনে দুপুরে ভেঙে পড়ে নির্মীয়মান পোস্তা উড়ালপুল৷ রাজ্যে ঘটে যাওয়া উড়ালপুল বিপর্যয়ের মধ্যে শীর্ষে থাকবে এই উড়ালপুল৷ ভয়াবহতা, মৃতের সংখ্যা সব কিছুতে ছাপিয়ে যায় এই দুর্ঘটনা৷ ২৬ জন প্রাণ হারান, জখম হন ৮৯ জন৷
 
শিলিগুড়ি উড়ালপুল: চলতি বছর ১১ অগস্ট শিলিগুড়ি মহকুমার গোয়ালতুলি এলাকার নির্মীয়মান উড়ালপুলটি ভেঙে পড়ে৷ উল্টোডাঙার মতোই সকালের দিকে দুর্ঘটনা ঘটায় কোনও প্রাণহানি হয়নি৷

মাঝেরহাট ব্রিজ: তালিকায় সর্বশেষ সংযোজন মাঝেরহাট ব্রিজ৷ মঙ্গলবার বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ ভেঙে পড়ে ব্রিজটি৷ সরকারি মতে একজনের মৃত্যু হয়েছে আহত ১৯ জন৷ তবে বেসরকারি মতে মৃত্যু হয়েছে পাঁচজনের৷ এই সংখ্যা আরও বাড়তে পারে৷