Posts

Showing posts from August 11, 2018

কেন সূর্যের ১০ লক্ষ ডিগ্রিতেও গলবে না পার্কার মহাকাশযান

Image
সূর্যের পিঠে নামবে না। কিন্তু নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব আর দুই থেকে চার বছরের মধ্যেই ঢুকে পড়বে সূর্যের বায়ুমণ্ডলের একেবারে বাইরের স্তর বা করোনায়। ২০২২ সালের মধ্যেই। সূর্যের পিঠের তাপমাত্রা তেমন কিছু নয়। বড়জোর ৬ হাজার ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সূর্যের করোনার তাপমাত্রা ১০ লক্ষ বা তারও কিছু বেশি ডিগ্রি সেলসিয়াস। সে ক্ষেত্রে এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক, কী ভাবে ওই ভয়ঙ্কর তাপমাত্রার হাত থেকে 'প্রাণ' বাঁচাবে নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব? কী ভাবে বাঁচবে পার্কার মহাকাশযান? নাসা জানিয়েছে, করোনার ওই ভয়ঙ্কর তাপমাত্রার হাত থেকে পার্কার মহাকাশযান আর তার ভেতরে থাকা যন্ত্রাংশগুলিকে বাঁচানোর জন্য ওই মহাকাশযানে রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 'হিট শিল্ড'। সেটাই পার্কারের 'বর্ম' হয়ে উঠবে। তা ছাড়াও নাসার ওই মহাকাশযানে রয়েছে বিশেষ প্রযুক্তিতে বানানো স্বয়ংক্রিয় কুলিং সিস্টেমও (ঠান্ডা করার ব্যবস্থা)। বিশেষজ্ঞরা বলছেন, এটা ঠিক ভাবে বুঝতে হলে আগে বুঝতে হবে তাপ (হিট) আর তাপমাত্রা (টেম্পারেচার) কী জিনিস? আর তাদের মধ্যে ফারাকটা কোথায়? কেন গলে যাবে না মহাকাশযান? ভিডিয়োয় দে

ওয়াশিংটনে ভেঙে পড়ল হাইজ্যাক করে নিয়ে যাওয়া যাত্রী বিমান

Image
ওয়াশিংটন: হাইজ্যাক হওয়ার পর ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। সিয়াটেলে সি-ট্যাক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমানটি হাইজ্যাক করে নিয়ে যায় এক এয়ারলাইন কর্মী। এরপরই ভেঙে পড়ে বিমানটি। এয়ারপোর্ট কর্তৃপক্ষ ট্যুইট করে ওই খবর নিশ্চিত করেছে। একটি Horizon Air Q400 বিমান নিয়ে উড়ে যায় ওই কর্মী। তবে সেই বিমানে কোনও যাত্রী ছিল না। মনে করা হচ্ছে, আত্মহত্যার জন্যই এই ঘটনা ঘটায় ওই কর্মী। এই ঘটনার সঙ্গে সন্ত্রাসের কোনও সম্পর্ক নেই। তবে বিমানটি হাইজ্যাক করে নিয়ে যাওয়ার পর সেটিকে তাড়া করে একটি মিলিটারি এয়ারক্রাফট। এর ঠিক পরই ওয়াশিংটনের ট্যাকোমায় ভেঙে পড়ে বিমানটি। ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। বিমানটি ভেঙে পড়ার আগে তাঁকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে ভয়েস রেকর্ডারে বলতে শোনা যায়, 'আমি অত্যন্ত ভেঙে পড়া একজন মানুষ।' তিনি কোনও মিলিটারি এয়ারবেসে নামতে চান না বলেও জানান। একবার তাঁকে বলতে শোনা গিয়েছে, তাঁর ফুয়েল শেষ হয়ে আসছে।

‘মোদীকে সুযোগ দিন, বাংলাকে বদলে দেব’

Image
কলকাতা: তৃণমূলের আমলে বাংলায় দুর্গা প্রতিমা বিসর্জন দিতে দেওয়া হয় না৷ বিজেপি ক্ষমতায় এলে এসব আর হবে না৷ এখানে তৃণমূল বা সিপিএম কেউ উন্নয়ন করতে পারবে না৷ উন্নয়ন করতে পারবে একমাত্র বিজেপি৷ তাই মোদীকে একটা সুযোগ দিয়ে দেখুন৷ আমরা গোটা বাংলাই বদলে দেব৷ কেন্দ্রের মোদী সরকার যে টাকা পাঠাচ্ছে, সেগুলি গ্রাম বাংলার মানুষ পাচ্ছে না৷ সেগুলো ভাইপো ও সিন্ডিকেটের কাছে চলে যাচ্ছে৷ যদি আপনারা সেই পুরনো পশ্চিমবঙ্গ ফিরে পেতে চান৷ আপনাদের পুরনো সংস্কৃতি ফিরে পেতে চান, তাহলে বিজেপির সরকারকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় নিয়ে আসুন৷ রবীন্দ্রসঙ্গীতের বাংলায় এখন শুধু বোমার শব্দ শোনা যায়৷ রোজই বাংলায় কোথাও না কোথাও অস্ত্র, বোমার কারখানার খবর পাওয়া যায়৷ এমন আওয়াজ তুলুন, যা দেখে মমতা দিদিও এনআরসির সমর্থন করতে বাধ্য হয়৷ অনুপ্রবেশকারীদের বের করতে না পারলে পশ্চিমবঙ্গেও শান্তি আসবে না৷ মমতা দিদি শুনে রাখুন, দেশ সব থেকে প্রথমে আসে আমাদের জন্য৷ তাই আমরা এনআরসি সফল করেই ছাড়ব৷ ২০০৫ সালে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংসদ অচল করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর এখন বাংলাদেশী অনুপ্রবেশকারীরা মমতা দিদির ভো

খাওয়ার জন্য টাকা চেয়েছিল বাবা, কামড়ে বুকের মাংস খুবলে নিল ছেলে!

Image
কামড়ে বাবার বুকের মাংস খুবলে নিল ছেলে। লাঠি দিয়ে মেরে মাথা ফাটাল বাবা। সন্তানের হাতে অসহায় বার্ধক্যের ভয়ঙ্করভাবে অত্যচারিত হওয়ার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। জয়নগরের ধোসা চন্দনেশ্বরে স্ত্রীকে নিয়ে থাকেন বৃদ্ধ গোপাল বাসার। বয়সের ভারে এখন আর সেভাবে কর্মক্ষমতা নেই । ফলে রোজগারও নেই। এদিকে জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে দুই ছেলেকে সোনারপুরে জায়গা কিনে বাড়ি করে দিয়েছেন। তারপর থেকে ছোটছেলে-ই বাবা, মায়ের সঙ্গে দেখা করতেন। কিন্ত, সম্প্রতি ছোটোছেলের একার পক্ষে সব খরচ চালানো সম্ভব হয়ে উঠছিল না। তাই বড়ছেলে নীলমণি বাসারকে মাসোহারা দিতে অনুরোধ করেন গোপাল বাসার। তাঁদের খাওয়া-দাওয়ার জন্য মাসে মাত্র ১ হাজার টাকা করে দিতে বলেন তিনি। অভিযোগ, বাবার এই প্রস্তাব শুনেই অসন্তুষ্ট হন নীলমণি। বেঁকে বসেন গোপাল বাসারের ছেলে। এরপরই গ্রামবাসীদের মধ্যস্থতায় আলোচনা বসে দুপক্ষ। সেখানে গোপাল বাসারের কথা মতো তাঁকে টাকা দেওয়ার জন্য বলা হয় বড়ছেলেকে। আলোচনা সভায় বিষয়টি মেনে নেন নীলমণি। কিন্তু তারপরেও বৃদ্ধ বাবা-মাকে নীলমণি বাসার কোনও সাহায্য করেননি বলে অভিযোগ। এরপরই খোরপোষ চেয়ে বারুইপুর আদালতে মামলা কর

মেদিনীপুরে তান্ত্রিক পুজো, মাটির নীচে নাকি ৩৫ হাজার কোটি!

Image
অশুভ শক্তিকে তাড়াতে পারলে মিলবে নাকি ৩৫ হাজার কোটি টাকা! অশুভ শক্তির থেকে রেহাই মিলবে কি করে। তার উপায়ও আজব! সে জন্য করতে হবে নানা আচার-অনুষ্ঠান। খোঁড়াখুঁড়ি করতে হবে মেঝেতেও। আর এ সব বুঝিয়েই চন্দ্রকোনা-২ ব্লকের পিয়ারডাঙা গ্রামে গেড়ে বসেছিলেন চার 'তান্ত্রিক'। খবর পেয়ে ব্লক প্রশাসন জেনেছে, গোটাটাই কুংস্কারের ফল। যাঁর বাড়িতে ওই 'তান্ত্রিকেরা' ঘাঁটি' গেড়েছে তাঁদের সঙ্গে কথাও বলা হচ্ছে। চন্দ্রকোনা শহর থেকে পাঁচ কিলোমিটার গেলেই পাকা রাস্তার ধারে পড়বে পিয়ারডাঙা গ্রাম। গ্রামের একবারে কোণে ঘন বাঁশ গাছ ঘেরা নির্জন জায়গায় বাড়ি হক সেন ভাঙির। মাটির তিন কামরার বাড়ি। পাঁচ ছেলে-মেয়ে। অভাবের সংসার। এখানেই ঘাঁটি গেড়ে বসেছিলেন চার 'তান্ত্রিক'। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত সোমবার থেকে একটি ঘরে 'এল' আকারের গর্ত খোঁড়া শুরু হয়েছিল। সকাল থেকেই চলত পুজোপাঠ। রীতিমতো ফুল-বেলপাতা দিয়ে। ছিল প্রদীপও। অতিথিদের থাকার জন্য ঘরের সঙ্গেই ত্রিপল দিয়ে একটি অস্থায়ী ঘর তৈরি হয়েছিল। সেখানে আলো-পাখার ব্যবস্থা করাও হয়েছিল। ভাড়া করে আনা হয়েছিল জেনারেটরও। অপরিচিত লোকজনদের আনাগোনা সন্দ

আপত্তিকর অবস্থায় আটক শিক্ষক ও বধূ, এক দড়িতে বেঁধে রাখলেন গ্রামবাসীরা

Image
রায়গঞ্জ: অন্য এক গৃহবধূর ঘরে শিক্ষককে আপত্তিকর অবস্থায় দেখে গণপিটুনি দিয়ে দড়ি দিয়ে হাত-পা বেঁধে মাঠে ফেলে রাখল গ্রামবাসীরা। তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের। বৃহস্পতিবার ভোরে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার কানকি এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত শিক্ষক সুদীপ মণ্ডল ওরফে নন্দলাল চাকুলিয়া রামকৃষ্ণপুর পিডিজি হাই স্কুলের বাংলা ভাষার শিক্ষক পদে কর্মরত। ঘটনার পরই ওই শিক্ষকের স্ত্রী বিভা মণ্ডল স্বামীর বিরুদ্ধে স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জানান। অন্যদিকে, গ্রামবাসীরাও ওই শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন প্রধান শিক্ষকের কাছে। স্থানীয় সূত্রে খবর, ২০১০ সালে স্থানীয় বিলপাড়ার বিভা মণ্ডলের সঙ্গে শিক্ষক সুদীপ মণ্ডলের বিয়ে হয়। তাঁদের একটি চার বছরের পুত্রসন্তানও রয়েছে। বছরখানেক ধরেই ওই শিক্ষক সুদীপ মণ্ডলের সঙ্গে স্ত্রী বিভা মণ্ডলের অশান্তি লেগেই থাকত। তারপর থেকেই প্রতিবেশী এক বধূর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক। প্রতিবেশী ওই বধূর স্বামী দিল্লিতে শ্রমিকের কাজ করত। এই সুযোগে প্রায়ই ওই শিক্ষক নিজের বাড়িতে রাতে থাকতেন না। বুধবার রাতে স্থানীয় বিলপাড়ায় ওই বধূর ঘরে যান

৩০ লক্ষ টাকা সমেত ৪ মাওবাদী গ্রেফতার

Image
পাটনা: শুক্রবার বিভিন্ন জায়গায় তল্লশি চালিয়ে চার মাওবাদী নেতাকে গ্রেফতার করল পুলিশ৷ তাদের মধ্যে রয়েছে অশোক মাহাত৷ এর বিরুদ্ধে একাধিক মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে৷ বিহারের গয়ার বিভিন্ন এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলে বলে খবর৷ ইমামগঞ্জ ও গেরুয়া এলাকা জুড়ে মাওবাদী কার্যকলাপ চালাত এই অসোক মাহাত৷ শুধু বিহারই নয়, তার কার্যকলাপ বিস্তৃত ছিল রাজস্থানেও৷ গয়ার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক রাজিব মিশ্র জানান, শুধু অশোক মাহাতই নয়, গ্রেফতার করা হয়েছে আরেক মাওবাদী নেতা সন্দীপ যাদবকেও৷ তার কাছ থেকে ৩০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে৷ একাধিক তছরূপের অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে৷ সন্দীপ যাদবের একাধিক নাম পেয়েছে পুলিশ৷ রূপেশ বা বিজয় যাদব নামেও পরিচিত সে৷ সিপিআই মাওবাদী দলের জাতীয় কমিটির সদস্য এই সন্দীপ৷ গয়া জেলার লুতুয়া এলাকার বাসিন্দা সে৷ বিভিন্ন পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে৷ বিহার, ঝাড়খন্ড, ওড়িশা ও ছত্তিশগড়ে তাঁর বিরুদ্ধে প্রায় শতাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ঔরাঙ্গাবাদে সন্দীপ যাদবের দুটি সম্পত্তি বাজেয়াপ্ত

রোজ রাতে গৃহস্থ বাড়িতেই বসত মধচুক্রের আসর

Image
বহরমপুর: হোটেলে মধুচক্রের আসর বসানোর অভিযোগ উঠছিল বারবার৷ সেই অভিযোগের ভিত্তিতে সাম্প্রতিক কালে বেশ কয়েকবার মুর্শিদাবাদের লালবাগ এলাকায় অভিযান চালায় জেলা পুলিশ৷ অনেককে গ্রেফতার করে৷ স্থানীয়দের দাবি, তাতেই কাজ হয়৷ অধিকাংশ হোটেলে বন্ধ হয়ে যায় মধুচক্রের আসর বসানোর কাজ৷ পুলিশি তদন্তের মুখে পড়ে অনেক হোটেল বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি৷ অভিযোগ, মধুচক্রের আসর বসানোর কারবারিরা কিন্তু থেমে থাকেনি৷ তারা বরং পুলিশি নজরদারি এড়িয়ে ঘুরপথে ব্যবসা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করে৷ সেই মতো লালবাগের মদমরশফি এলাকার একটি বাড়িতেই শুরু হয় মধুচক্রের আসর৷ রোজ রাতে অচেনা পুরুষ-মহিলাদের ভিড় বাড়তে শুরু করে৷   এবারও অভিযোগ আসে পুলিশের কাছে৷ শুক্রবার রাতে সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ৷ অভিযান চলে স্থানীয় বাসিন্দা বাবলু শেখের বাড়িতে৷ তাতেই কাজ হয়৷ হাতে নাতে ধরা পড়ে আটজন৷ পুলিশ জানিয়েছে, ওই আটজনকে গ্রেফতার করা হয়েছে৷ তাদের মধ্যে পাঁচজন মহিলা রয়েছে৷ গ্রেফতার হওয়া মহিলারা মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও বর্ধমানের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের জালে ধরা পড়েছে বাড়ির মালিক বাবলু শেখ

স্কুল থেকে দেওয়া ওষুধ খেয়ে মৃত ১ ছাত্রী , অসুস্থ ১৬০ পড়ুয়া, বাড়ছে আতঙ্ক

Image
স্কুল থেকে দেওয়া হয়েছিল আয়রন বুস্টিং ট্যাবলেট। আর তা খেয়ে অসুস্থ ১৬০ জন পড়ুয়া। মৃত্যু হয়েছে ১ জনের। আতঙ্কে মুম্বইয়ে বাইগানওয়াড়ির উর্দু স্কুলের পড়ুয়ারা। মুম্বইয়ের পুরসভা চালিত ওই স্কুলের এমন ঘটনা ঘিরে ক্রমেই বাড়ছে চাপা ক্ষোভ। মুম্বই পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ছাত্রী সোমবার আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেটটি খায়। তারপর মঙ্গলবার অসুস্থতার জেরে স্কুলে আসেনি। এরপর বুধবারই তার মৃত্যু হয়। জানা যায়, প্রচণ্ড রক্ত-বমির পর তার মৃত্যু হয়। উল্লেখ্য, কেন্দ্রের এক স্কিমের আওতায় থেকে অ্যানিমিয়া আক্রান্ত স্কুলে পড়ুয়াদের ট্যাবলেট দেওয়ার কাজ চলছিল। আর সেই নিয়ম মেনেই মুম্বইয়ের বাইগানওয়াড়ির পুরসভার উর্দু স্কুল নম্বর ২ এ পড়ুয়াদের ওষুধ দেওয়া হয়। যা সেবন করার পরই মৃত্যু হয় একজনের। অসুস্থ হয়ে পড়েছে ১৬০ জন স্কুল পড়ুয়া। অসুস্থদের মধ্যে অনেকেই বমি-ভাব ও মাথা ঘোরার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আতঙ্কে প্রহর কাটাচ্ছেন তাঁদের অভিবাবকরা। এদিকে, বৃহন্মুম্বই পুরসভা মনে করছে মৃত ছাত্রীর ময়না তদন্ত হলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। আর সেক্ষেত্রে এই কাণ্ডে সঠিক ব্যবস্থা নেওয়া যাবে। পুলিশ জানিয়েছে বিষয়টি নিয়ে

শ্লীলতাহানি থেকে মেয়েদের রক্ষায় ‘শকিং স্যান্ডেল’

Image
ভোপাল: রাস্তাঘাটে মেয়েদের অনেক সময় দুষ্কৃতীদের শ্লীলতাহানির মতো ঘটনার মুখোমুখি হতে হয়। ওই উৎপাতের হাত থেকে মেয়েদের রক্ষা করতে মধ্যপ্রদেশের এক স্কুলছাত্রী এমন একটা ডিভাইস তৈরি করেছে, যার ব্যবহারে দুষ্কৃতীদের জোর ঝটকা লাগবে। খান্ডোয়া জেলার সরকারি বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী এমনই একটি স্যান্ডেল তৈরি করেছে। খাণ্ডোয়ার গুড়ি গ্রামের সাক্ষী পটেল প্রতিদিন তিন কিলোমিটার রাস্তা পেরিয়ে স্কুলে যায়। রাস্তা প্রায়ই জনশূন্য থাকে। সে কারণে সাক্ষী ও তার সঙ্গীদের মনে সবসময়ই কোনও দুষ্কৃতীর অভব্য আচরণের আশঙ্কা থাকে। সেজন্য নিজেদের নিরাপত্তার জন্য সাক্ষী শকিং শু নামে একটা ডিভাইস তৈরি করেছে সে। এই ডিভাইস থাকলে শ্লীলতাহানি করতে এলেই কোনও দুষ্কৃতীর লাগবে কারেন্টের ঝটকা। এই ডিভাইস তৈরি করতে তার সময় লেগেছে তিন মাস। আসলে স্যান্ডেলে ব্যাটারি চালিত একটি ইউনিট লাগানো হয়েছে। স্যান্ডেলটি দেখতে একেবারেই সাধারণ। কিন্তু এর ভেতরেই লুকোনো রয়েছে ডিভাইস। সেই ডিভাইস সুইচ অন হলেই তা সক্রিয় হয়ে যাবে। যার পায়ে স্যান্ডেল থাকবে তাকে ছুঁলেই দুষ্কৃতীর লাগবে ইলেকট্রিক শক। এই ডিভাইস মোবাইলের চার্জারেও চার্জ করা যায়। সাক্ষীর কথায়,

পায়ে পচন, পাঁচ দিন এই যুবক পড়ে যাদবপুরের সাবওয়েতে

Image
অবহেলিত: পায়ে পচন নিয়েই সাবওয়েতে পড়ে রয়েছেন বুবাই। শুক্রবার, যাদবপুরে। কালো প্যান্ট আর হাফ শার্ট পরা এক যুবক সাবওয়ের এক পাশে শুয়ে। বাঁ পা ফুলে কালো হয়ে গিয়েছে। যেটুকু দেখা যাচ্ছে, তাতেই স্পষ্ট, পায়ের পাতায় পচন ধরে পোকা ধরে গিয়েছে। কিন্তু অসুস্থ সেই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কাউকে পাওয়া গেল না। পরে দুর্গন্ধে টিকতে না পেরে স্থানীয়দের উদ্যোগে একপ্রকার বাধ্য হয়েই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল জিআরপি। তবে সেটুকুও করতে লেগে গেল পাঁচ দিন! স্থানীয় দোকানদার ও বাসিন্দারা জানিয়েছেন, যাদবপুর স্টেশন সংলগ্ন রেলের সাবওয়েতে এ ভাবেই পড়ে ছিলেন ওই যুবক। পরে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পিন্টু ঘড়ুই নামে এক দোকানি সাবওয়েতে নেমে অসুস্থ ওই যুবককে দেখতে পেয়ে খবর দেন সার্ভে পার্ক থানায়। কিন্তু সাবওয়েটি জিআরপি-র অধীনে হওয়ায় থানার পুলিশ আসতে চায়নি। শেষে কয়েক জন স্থানীয় দোকানদার আর ব্যবসায়ী মিলে ফের জিআরপি-র কাছে গিয়ে ব্যবস্থা নিতে বললে টনক নড়ে তাদের। শুক্রবার সকালে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা। যাদবপুর জিআরপি জানিয়েছে, স্থানীয় লোকজনের কাছ থেকেই তারা জানতে পেরেছে যে, ওই যুব

এবার বন্দুকবাজের হামলা কানাডায়! ২ পুলিশ অফিসার-সহ মৃত ৪

Image
বন্দুকবাদের হামলা এবার কানাডায়। কানাডার নিউ ব্রানসিক প্রদেশের রাজধানী ফ্রেডেরিকটনে ২ পুলিশ অফিসার-সহ গুলিতে মৃত ৪। একজন সন্দেহজনক হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ফ্রেডেরিকটনের ব্রুকসাইড ড্রাইভ এলাকায়। দুই পুলিশ অফিসার-সহ চারজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে ফ্রেডেরিকটন পুলিশ সূত্রে। স্থানীয় পুলিশ সূত্রে জাবি করা হয়েছে, স্থানীয় মানুষের আর ভয়ের কিছু নেই। কানাডার নিউ ব্রানসিক প্রদেশের প্রধান ব্রায়ান গালান্ট বলেছেন, ঘটনায় তাঁরা স্তম্ভিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। একইসঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। নিউ ব্রানসিকবাসীদের প্রতি তাঁর উপদেশ, এলাকায় সন্দেহজনক কিছু দেখলেই যেন নিরাপত্তা বাহিনীকে জানানো হয়। জনসাধারণ যেন সেখানে আইন মেনেই কাজ করেন, এমনটাই আবেদন জানিয়েছেন তিনি।

চাকদহে দিনদুপুরে যুবককে কাছ থেকে গুলি ঝাঁঝরা করে খুন

Image
বারাকপুর: দিনের বেলায় রাস্তার উপর একজনকে পরপর গুলি করে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাকদহ থানার রাউতাড়ি গ্রাম পঞ্চায়েতের মোল্লাপাড়া এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম প্রদীপ সিকদার (৪৫)। তাঁর বাড়ি শ্রীকৃষ্ণপুর গ্রামে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিসের এক আধিকারিকের বক্তব্য, মৃতের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজকর্মের অভিযোগ ছিল। কিছুদিন আগে একটি মামলায় সে জেলে ছিল। এখন জামিনে মুক্ত। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এমনিতে দুপুরের দিকে গ্রামের লোকজন বাড়িতে কিংবা মাঠের কাজে ব্যস্ত থাকে। ফলে, রাস্তায় লোকজন তুলনামূলক কম ছিল। এদিন দুপুরে প্রদীপ সাদা বাইকে করে নিখরগাছির দিক থেকে মোল্লাপাড়া দিকে যাচ্ছিল। সেই সময় এলাকার লোকজন ধর্মীয় প্রার্থনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ফলে, রাস্তাতে লোকজনও কম ছিল। শান্ত গ্রামে আচমকা পরপর গুলির আওয়াজ শুনে গ্রামবাসীরা হতবাক হয়ে যান। গুলির শব্দ শুনে তাঁরা ছুটে আসেন। দেখেন, রাস্তার মধ্যে উপর হয়ে একজন পড়ে রয়েছে। পরনে সাদা জামা, জিন্স

কেরালায় বন্যায় মৃত ২৯, ৮ রাজ্যে জারি রেড অ্যালার্ট

Image
তিরুবনন্তপুরম: প্রবল বর্ষণে অচল হাইওয়ে গুলি, জলাধার ছাপিয়ে জল চলে এসেছে লোকালয়ে, ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি, গৃহহীন প্রায় ৫৪,০০০ মানুষ-বন্যা পরিস্থিতির জেরে এটাই কেরালার বর্তমান অবস্থা । মারা গিয়েছেন প্রায় ২৯ জন । গত ২৪ ঘন্টায় এর ফলে ৬জনের মৃত্যু হয়েছে । নিখোঁজ ৪ জন । উদ্ধারকাজে নেমে পড়েছে ভারতীয় সেনা । ৪০টি নদীতে জলোচ্ছাসের কারণে জারি হয়েছে অতিরিক্ত সতর্কতা । উত্তর ও মধ্য কেরালায় ভূমি ধসের কারণে মৃত্যু হয়েছে প্রায় ২৫ জন বাসিন্দার । রাজ্যজুড়ে প্রায় ৪৩৯টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন ৫৩,৫০১ জন । পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে ইদুক্কি জেলায় পর্যটকদের যেতে নিষেধ করেছে কেরালা সরকার । মুন্নরের প্লাম জেডি রিসর্টে আটকে পড়া ৫০ জন পর্যটককে উদ্ধার করেছে সেনা । পেরিয়ার উপকূলের বাসিন্দাদের জন্যও জারি করা হয়েছে অতিরিক্ত সতর্কতা । চেরুথোনি বাঁধের আরও ২টি শাটার খুলে দেওয়া হয়েছে । আগামী ৪৮ ঘন্টায় প্রবল বর্ষণের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ওয়েনাড, ইদুক্কি, কোট্টায়ম সহ ৮টি রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট ।

ধর্ষণ- এবার অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীও, তিনি অভিযোগ করছেন ব্ল্যাকমেলিংয়ের

Image
গুয়াহাটি : এবার ধর্ষণের অভিযোগ দায়ের হল এক কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ৷ অসম পুলিশের কাছে ধর্ষিতা মহিলা অভিযোগ দায়ের করেছেন ৷ স্টেট অফ রেলওয়েজের মন্ত্রী রাজেন গোহেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে ৷  নওগাঁও জেলার ২৪ বছরের এক বিবাহিত মহিলা মন্ত্রী -র বিরুদ্ধে ধর্ষণ ও ভয় দেখানোর অভিযোগ করেছেন ৷ এদিকে মহিলা ও তাঁর পরিবারের বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ করেছেন মন্ত্রীও ৷ তিনিও অভিযোগ দায়ের করেছেন ৷ এদিকে মন্ত্রীর স্পেশাল অফিসার অন ডিউটি জানিয়েছেন মন্ত্রীর বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ তুলে নেওয়া হয়েছে ৷ এদিকে নওগাঁও থানা জানিয়েছেন , অভিযোগকারিণী মহিলা এই অভিযোগ তুলে নিতে আদালতে আবেদন জানিয়েছেন ৷ তবে পুলিশের পক্ষ থেকে জানিয়েছে পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন ৷ নওগাঁও ডেপুটি সুপারিনটেন্ডট অফ পুলিশ সবিতা দাস জানিয়েছেন তদন্ত শুরু হয়ে গেছে , আইন আইনের পথেই চলবে ৷ অভিযোগকারিণী মহিলার স্বামী ও পরিবারের মানুষরা যখন বাড়িতে ছিলেন না তখন গোহেন তাঁর বাড়িতে গিয়ে এই দুষ্কর্মটি ঘটিয়েছেন ৷ এদিকে মন্ত্রীকে এই ধর্ষণের কেসের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন সংবাদমাধ্যম

বেসরকারি স্কুলের বেতন বেঁধে দিতে উদ্যোগী রাজ্য

Image
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মাথায় রেখেই রাজ্যে বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে উদ্যোগী হল স্কুলশিক্ষা দপ্তর। কোন এলাকার স্কুল, কেমন পরিকাঠামো, কী সুযোগসুবিধা--- তার নিরিখেই ফি নির্ধারণ করা হবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'ওই খসড়া প্রস্তাব পাঠানো হবে মন্ত্রিসভায়। সেখানে সম্মিলিত অনুমোদনের পরই তা বিল আকারে যাবে বিধানসভায়।'সূত্রের খবর, ইতিমধ্যে বেসরকারি স্কুলে ফি সংক্রান্ত খসড়া প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে।  ইতিমধ্যে বেসরকারি হাসপাতালের চিকিৎসার খরচও বেঁধে দিতে উদ্যোগী হয়েছে রাজ্যের ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন। চিকিৎসার বিভিন্ন পরিষেরার ক্ষেত্রে হাসপাতালের খরচের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার প্রক্রিয়া চলছে। বিগত কয়েক বছর ধরেই শিক্ষা ও স্বাস্থ্যে বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বমূখী খরচ নিয়ে মধ্যবিত্ত জেরবার। স্কুলশিক্ষা দপ্তর সূত্রে খবর, স্কুলের অবস্থান, কতজন পড়ুয়া, কত শিক্ষক, তাঁদের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন খাতে স্কুলের খরচ, স্কুলে খেলার মাঠ আছে কি না এবং অন্য আর কী কী সুযোগ-সুবিধা রয়েছে, স্কুলের ফলাফল কেমন হয়, এ-সবই প্র

বোর্ডিং-এর তিন ঘণ্টা আগে আসতে হবে, নয়া নির্দেশিকা কলকাতা বিমান বন্দরের।

Image
রেলস্টেশন-মেট্রোরেল-বিমানবন্দর বা দেশের কোনও দর্শনীয় স্থান। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে জারি থাকে হাই অ্যালার্ট। সেই কড়া নিরাপত্তার বেড়াজালকে আরও শক্তপোক্ত করার উদ্দেশ্যে এবার এগিয়ে এল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর কর্তৃপক্ষ শুক্রবার অর্থাৎ ১০ আগস্ট জারি করল একটি নয়া নির্দেশিকা। এই নির্দেশিকা অনুযায়ী, ২০ আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক এবং ঘরোয়া উড়ান পরিষেবা নিতে যে সব যাত্রী আসবেন, তাঁদের বোর্ডিং টাইমের তিন ঘণ্টা আগে আসতে হবে। সাধারণ দিনে শুধুমাত্র আন্তর্জাতিক বিমানের যাত্রীদের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে চেক ইনের জন্য আসতে হয়। কারণ, চেকিং ছাড়াও অভিবাসনের কাজ থাকে। দেশের মধ্যে আসা-যাওয়ার জন্য উড়ান ওড়ার দু'ঘণ্টা আগে আসতে হয়। সামনেই স্বাধীনতা দিবস। এই সময় বিমানবন্দরের নিরাপত্তা যে আঁটসাঁট করা হবে, সে বিষয়ে সন্দেহ নেই। মূলত নিরাপত্তার কারণে ২০ আগস্ট অবধি ঘরোয়া এবং আন্তর্জাতিক উড়ানের যাত্রীরা যাতে বিমান ধরতে ব্যর্থ না হন সেই উদ্দেশে এই নির্দেশিকা। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, বিমানবন্দর কর্মীদেরও আগামী দশদিন সাধারণ যাত্রীদের সহযোগিতা করার

দেড় লাখের লোভে প্রেমিকার স্বামীকে খুন, হাতে এল মাত্র ২৬০০ !

Image
ধৃত রতন বর্মণ শিলিগুড়ি : নিতাই ভৌমিক খুনের ঘটনায় এবার গ্রেপ্তার করা হল নিতাইয়ের স্ত্রীর প্রেমিক রতন বর্মণকে। গতরাতে তাকে গ্রেপ্তার করে NJP থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, মূলত মোটা টাকার লোভেই প্রেমিকার স্বামীকে খুন করেছিল রতন। গতমাসের ২৬ তারিখ (বৃহস্পতিবার) শহর শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির অধীন কাঞ্চনবাড়ি এলাকায় নিজের বাড়ির পিছনে ঝোপের আড়াল থেকে উদ্ধার হয় নিতাই ভৌমিকের পচাগলা দেহ। উদ্ধারের পর পুলিশ জানতে পারে সেই মাসেরই ১২ তারিখ (বৃহস্পতিবার) খুন হয় নিতাই। গলা কেটে খুন করার পর তোষকে জড়িয়ে বাড়ির পিছনে খাল সংলগ্ন এলাকায় তাঁর দেহ ফেলে দেয় স্ত্রী ও স্ত্রীর প্রেমিক রতন। এরপর থেকেই দু'জনে গা ঢাকা দেয়। গা ঢাকা দিলেও পুলিশের নজর এড়াতে পারেনি নিতাইয়ের স্ত্রী পূরবী ভৌমিক। স্বামীকে খুনের অপরাধে গত মাসের ৩১ তারিখ (মঙ্গলবার) তাকে গ্রেপ্তার করে NJP থানার পুলিশ।  পূরবী ভৌমিককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নিয়ে তদন্ত শুরু করে। পুলিশ জানতে পারে পূরবী তার স্বামীকে খুনের জন্য নিজের প্রেমিককে কাজে লাগিয়েছিল। এরপরই পুলিশ তার প্রেমিক রতন বর্মণের খোঁজ শুরু করে। একাধিকবার বিভিন্ন জেলায় রতনের খোঁজে

প্রেমিকার নগ্ন ছবি সোশাল মিডিয়ায় পোস্ট, গ্রেপ্তার যুবক

Image
কলকাতা : চাকরি করতে গিয়ে ঘনিষ্ঠতা। সেখান থেকে প্রেম। এমনকী শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়া। পরে সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেতে চাননি যুবতি। তাই, তাঁর নগ্ন ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় প্রেমিক। যুবতির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হল অভিযুক্ত যুবককে। ধৃতের নাম সৃঞ্জয় রায়। সল্টলেকের সেক্টর ফাইভে একটি সংস্থার একই অফিসে কাজ করতেন দু'জনে। যুবতির বাড়ি বেলেঘাটায়। সৃঞ্জয় রায় উত্তর দমদমের বাসিন্দা। একই অফিসে কাজ করার সুবাদে ঘনিষ্ঠতা বাড়ে। প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েন। সম্প্রতি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান যুবতি। অভিযোগ, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় সৃঞ্জয় হুমকি দেয় যুবতিকে। তাতে ফল না হওয়ায় শারীরিক ঘনিষ্ঠতার ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। ওই যুবতির নামে প্রোফাইল খুলে নগ্ন ছবি পোস্ট করে। শুধু তাই নয়, হোয়াটসঅ‍্যাপেও ছড়ানো হয় ছবি। যুবতি অভিযোগ করেন লালবাজারের সাইবার ক্রাইম থানায়। তদন্তে নেমে গতকাল পুলিশ গ্রেপ্তার করে সৃঞ্জয়কে। পুলিশ সূত্রে খবর, দোষ স্বীকার করেছে ধৃত। 

অক্টোবরের আগে সব জেলাকে "নির্মল জেলা" করার লক্ষ্য

Image
কলকাতা : অক্টোবরের আগে রাজ্যের সমস্ত জেলাকে "নির্মল জেলা" হিসেবে গড়ে তুলবে রাজ্য সরকার। এই সময়ের মধ্যে সব জেলার একশো শতাংশ বাড়িতে তৈরি হয়ে যাবে শৌচাগার। রাজ্য সরকার জানিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যের ৯৫ শতাংশ বাড়িতে শৌচাগার গড়ে তোলা সম্ভব হয়েছে। ইতিমধ্যে রাজ্যের অধিকাংশ জেলা উন্মুক্ত শৌচবিহীন বা নির্মল জেলার তকমা পেলেও একশো শতাংশ বাড়িতে শৌচাগার তৈরির কাজ শেষ হয়নি। সেই কাজ দ্রুত শেষ করতে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যকে অনুরোধ করা হয়েছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে। এর জন্য কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ সাহায্যের আশ্বাস দিয়েছে। জানা গেছে, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং দার্জিলিঙের প্রতিটি বাড়িতে শৌচাগার তৈরির কাজ শেষ হয়নি। সেই কাজ চলতি বছরের ২ অক্টোবরের মধ্যে সেরে ফেলতে কেন্দ্রীয় সরকার রাজ্যের কাছে অনুরোধ জানিয়েছে। সম্প্রতি কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের নিকাশি ও পানীয় জল বিভাগের সচিব পরমেশ্বরণ আইয়ার রাজ্যের মুখ্যসচিব মলয় দে এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব অজিত রঞ্জন বর্ধনের সঙ্গে বৈঠক করেন। তার আগে ত

পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শ্বশুর

Image
বারাকপুর: পুত্রবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হল শ্বশুর৷ ঘটনাটি ঘটেছে নৈহাটির মুন্সীবাগান এলাকায়৷ ধৃত অভিযুক্ত শ্বশুরের নাম জয়দেব বড়ুয়া। ওই পুত্রবধূর অভিযোগ, গত ২৮ জুন জয়দেব তার পুত্রবধূর সঙ্গে অশালীন আচারণ করে৷ এরপর নৈহাটি থানায় ওই পুত্রবধূ শ্বশুর জয়দেব বড়ুয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে৷ ঘটনার পর থেকেই পলাতক ছিল জয়দেব৷ অবশেষে বৃহস্পতিবার সে বাড়ি ফিরতেই গোপনসূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে নৈহাটি থানার পুলিশ। অভিযুক্ত জয়দেব গত একমাসেরও বেশি সময় গা ঢাকা দিয়েছিল। অভিযুক্ত ওই শশুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতা গৃহবধূ ও প্রতিবেশীরা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ।

সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদনের শেষ তারিখ ২৩ অগাস্ট

Image
জয়পুর: বিপুল সংখ্যাক শিক্ষক সরকারি স্কুলে নিয়োগ করতে চলেছে রাজস্থান সরকার ৷ সম্প্রতি গ্রেড ৩ শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ প্রায় ৪০৫১ পদে নিয়োগ করা হবে ৷  education.rajasthan.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে অনলাইনেই ৷ আবেদন জমা দেওয়া শেষ তারিখ ২৩ অগাস্ট ২০১৮ ৷ কোন পদে কতজনকে নিয়োগ করা হবে দেখে নিন একনজরে- মোট পদ - ৪০৫১ গ্রেড ৩ লেভেল ২ সাইয়েন্স ও অঙ্কের শিক্ষক- ১৩৭৯ গ্রেড ৩ লেভেল ২ সংস্কৃত শিক্ষক- ১৮৪ গ্রেড ৩ লেভেল ২ হিন্দি শিক্ষক - ৬০৪ গ্রেড ৩ লেভেল ২ সোশাল স্টাডিজ- ৩৪৮ গ্রেড ৩ লেভেল ২ উর্দু শিক্ষক - ২৫ গ্রেড ৩ লেভেল ২ ইংরেজি শিক্ষক - ১৫১০ আবেদন করার জন্য লাগবে ১০০ টাকা ৷ ওবিসিদের ক্ষেত্রে লাগবে ৭০ টাকা ৷ এসটি/ এসসি দের জন্য লাগবে ৬০ টাকা ৷ আবেদনকারীদের বয়স ১ সেপ্টম্বর ২০১৮তে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ৷ বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন http://www.education.rajasthan.gov.in/content/dam/doitassets/education/school%26secondaryeducation/elementary-education/2018%20pdf/tr2018/tr%2018%20level%202/TSP%20ADVERTISEMENT.pdf কীভাবে আবেদন করবেন- educ

ফোন চোরকে নিজেই খুঁজে নিলেন কিশোরী, তবে আপনার হারালে আপনি কী করবেন

Image
মুম্বই : মাত্র ১৯ বছরের জিনাত বানু হক মালাদ থেকে ফিরছিলেন ৷ হঠাৎই দেখেন তিনি তাঁর ফোনটি পাচ্ছেন না  ৷ এরকম হলে কী হবে আপমি প্রথমেই ঘাবড়ে যাবেন ৷ কান্নাকাটি শুরু করবেন , না হলে বড়জোড় পুলিশে রিপোর্ট করবেন ৷ কিন্তু এই কিশোরী সেরকম কিছুই করলেন না ৷ কিশোরী নিজের উপস্থিত বুদ্ধি ব্যবহার করলেন ৷ মেয়েটি তাঁর গুগল অ্যাকাউন্টে লগ ইন করেন অন্য একটি হ্যান্ডসেট থেকে ৷ গুগল অ্যাকাউন্টে নিজের লোকেশন অন করে দেন ৷ তারপর সেখানে মাইঅ্যাকটিভিটি বিষয়টিও অন করে দেন৷ তারপর দেখতে শুরু করেন ইউজার কোথায় কী দেখছে, কী সার্চ করছে ৷ এরফলে প্রতি মূহূর্তের লোকেশন ট্র্যাক করতে পারছিলেন তিনি ৷ এরপরেই এই ফোনে রেলওয়ে টিকিট বুকিংয়ের একটি অ্যাপ নামায় চোর ৷ সেখান থেকে রবিবারের দাদর থেকে তিরুবনন্তপুরমে যাওয়ার টিকিট কাটেন ৷ মেয়েটি সেই পিএনআর ডিটেলসটি নিয়ে নেন ৷ সেখানে সিটের বিবরণও পেয়ে যান ৷ এরপরেই জিনত বানু দাদর পুলিশ স্টেশনে যান ৷ তারপরেই পুলিশের সাহায্যে ধরে ফেলেন চোরকে ৷ আপনার যদি ফোন হারায় আপনি যেগুলি করবেন ৷ ফোন চুরি হয়ে গেলে সঙ্গে সঙ্গে FIR করুন ৷ আপনার IMEI নম্বর থাকলে আপনি নিজেই ফোনসেটটি ব্লক করে দিতে প

১৫ অগাস্ট বড় সুখবর শোনার অপেক্ষায় ৫০ লক্ষ সরকারি কর্মী

Image
নয়াদিল্লি: দেশের ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ ঘোষণার অপেক্ষায় রয়েছে। ন্যুনতম বেতন বৃদ্ধি হবে বলে আশা করছেন কর্মীরা। তবে সূত্রের খবর, শুধু বেতন বৃদ্ধিই নয়, আরও একটা সুখবর থাকছে কর্মীদের জন্য। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অবসরের বয়স ৬০ থেকে ৬২ করা হতে পারে। এর আগে ১৯৯৮ তে অবসরের বয়স ৫৮ থেকে বাড়িয়ে ৬০ বছর করা হয়েছিল। অন্যদিকে, সপ্তম বেতন কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, ন্যুনতম বেতন ১৪.২৭ শতাংশ বাড়ানো হবে। অর্থাৎ ৭০০০ থেকে ১৮০০০ করতে হবে ন্যুনতম বেতন। ২০১৬ তে সেই প্রস্তাব গৃহীতও হয়। এবার সেই ন্যুনতম বেতনের পরিমাণ ২৬,০০০ করার কথা বলা হয়েছে। সম্প্রতি, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করা হয়েছে। তাই আশা করা হচ্ছে, ১৫ অগাস্টেই সেই ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রদেশই প্রথম নয়। বিজেপি শাসিত ছত্তিসগড়েও ৬২ বছর করা হয় অবসরের বয়স। ইতিমধ্যেই দেশের সব বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের অবসরের বয়স বাড়িয়ে ৬৫ বছর করা হয়েছে। সেইজন্যই সরকারি কর্মীদের আশা বেড়েছে আরও খানিকটা।

১৫ বছর ধরে ১৩ বছরের কিশোরীকে যৌন ক্রীতদাসী হিসেবে গুহাবন্দি করে রেখেছিল গ্রামের ওঝা

Image
অসুস্থ হয়েছিল ১৩ বছরের কিশোরী | বাবা মা নিয়ে গিয়েছিলেন গ্রামের ওঝার কাছে | রেখে এসেছিলেন | মেয়ে আর ফেরেনি | ওঝা বলেছিল সে সুস্থ হয়ে শহরে চলে গেছে কাজ করতে | ১৫ বছর পরে বের করা হল সেদিনের কিশোরীকে | ওঝার বাড়ির কাছে একটি গুহা থেকে | পুলিশের কাছে ওঝা স্বীকার করেছে‚ গত দেড় দশক ধরে সে ছিল তার যৌন ক্রীতদাসী | এই পৈশাচিক ঘটনা ইন্দোনেশিয়ার এক গ্রামে | গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ | গুহা থেকে উদ্ধার করে আঠাশ বছর বয়সী কিশোরীকে | তাকে ওই ওঝা বুঝিয়েছিল আমরিন নামে এক কিশোরের বিদেহী আত্মা বা জিন ভর করেছে তার উপর | ওই আত্মা কামনা করছে কিশোরীকে | তাই তাকে তুষ্ট করতে হলে যৌন সঙ্গম করতে হবে ওঝার সঙ্গে | নইলে কিশোরীকে মেরে ফেলবে জিন | এইভাবেই ভয় দেখিয়ে দিনের পর দিন সে কিশোরীর উপর নিজের যৌন লিপ্সা মিটিয়েছে | একাধিকবার গর্ভবতী হয়ে পড়েছে মেয়েটি | গর্ভের ভ্রূণ নিশ্চিহ্ন করার জন্য ওঝাই তাকে দিয়েছে জড়িবুটি | দিনের বেলা তাকে গুহায় লুকিয়ে রাখত | রাতে থাকত ওঝার বাড়ির কাছেই একটি বাড়িতে | পুলিশের ধারণা‚ গ্রামের আরও অনেক মেয়ের উপর অত্যাচার করেছে অভিযুক্ত ওঝা | তাকে গ্রেফতার করা হয়েছে | ঘটনাচক্রে নির্যাতিতার ব

ছেলে, বৌমাকে মাসে ১৬ হাজার টাকা দিতে বাধ্য বৃদ্ধ, অবাক কাণ্ড রাজ্যে

Image
বাবা-মা'কে নয়, এবার সন্তানকে মাসোহারা দেবার দিন কি শুরু হতে চলেছে? তেমনই ছবি ধরা পড়েছে বর্ধমানে। বর্ধমানের বিবি ঘোষ রোডের তেতুলতলা বাজারে স্থানীয় ক্লাবের নির্দেশ মতো সন্তানকে ১৬ হাজার টাকা মাসোহারা দিতে হয় বৃদ্ধ বাবাকে। স্থানীয় ক্লাবের এই নিদান শুনে তাজ্জব কলকাতা হাইকোর্ট৷ স্থানীয় ক্লাব তো খাপ পঞ্চায়েতের মতো আচরণ করছে! আর বৃদ্ধ বাবা ছেলে, বৌমাকে মাসোহারা দেবে! এমন ছেলেকে তো জেলে পুরে দেওয়া উচিত। লজ্জা করে না বাবা-মায়ের সঙ্গে এমন আচরণ করতে? প্রশ্ন আদালতের। বর্ধমান থানার বিবি ঘোষ রোডের বৃদ্ধ দম্পতি ফজলুল হক(৬৮) এবং নাজমা দিনা হক(৬০)-এর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বড় ছেলে ও বৌমার অত্যাচারে। বেকার ছেলের পুরো সংসার টানতে হয় মুদি ব্যবসায়ী ফজলুলকে৷ কিন্তু ছেলে, বৌমার আবদার শুনে স্থানীয় নেতাজি সুভাষ সঙ্ঘ বৃদ্ধ ফজলুলকে ডেকে নিদান দেয়— বড় ছেলেকে প্রতি মাসে ব্যাঙ্ক মারফত দিতে হবে ১৬ হাজার টাকা। এর অন্যথা যেন না হয়। টাকা রোজগারের জন্য সারাদিনের হাড়ভাঙা খাটুনি, তার উপরে ছেলে, বৌমার অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে বৃদ্ধ দম্পতি গত বছর ১১ মার্চ প্রথমে বর্ধমান মহিলা থানায় অভিযোগ জানান। এর পরে বর্ধমানে

ভরসন্ধ্যায় ঘরে ঢুকে যুবককে গুলি দমদমে

Image
আহত: হাসপাতালে দিলীপকুমার রাও। ভরসন্ধ্যায় আচমকা আওয়াজ শুনে চমকে উঠেছিলেন এলাকার বাসিন্দারা। একটু পরেই কয়েক জন যুবকের চিৎকার। ছুটে গিয়ে তাঁরা দেখেন, একটি তিনতলা বাড়ির দোতলার ঘরে কাঁধে গুলিবিদ্ধ অবস্থায় কাতরাচ্ছেন এক যুবক! পুলিশ জানায়, গুলিবিদ্ধ যুবকের নাম দিলীপকুমার রাও। বাড়ি কলকাতা বিমানবন্দর লাগোয়া হরিজন বস্তিতে। ঘটনাটি ঘটেছে বিমানবন্দর সংলগ্ন মতিলাল কলোনিতে। দিলীপ বন্ধুদের সঙ্গে মিলে 'ক্যারিয়ার'-এর কাজ করতেন। অর্থাৎ, ব্যাঙ্কক থেকে জিনিসপত্র কলকাতায় এনে সরবরাহ করতেন এবং কলকাতার জিনিস ব্যাঙ্ককে পৌঁছে দিতেন। গুলিবিদ্ধ অবস্থায় দিলীপকে প্রথমে একটি স্থানীয় নার্সিংহোমে এবং পরে ভিআইপি রোড লাগোয়া বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জেনেছে, তিনটি মোটরবাইকে চেপে জনা চারেক দুষ্কৃতী এসেছিল। কী কারণে গুলি, তা খতিয়ে দেখা হচ্ছে। এক দুষ্কৃতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, দিলীপরা মালপত্র রাখার জন্য মতিলাল কলোনির একটি বাড়িতে ঘর ভাড়া নিয়েছিলেন। এ দিন সেখানেই তিন জন বন্ধুর সঙ্গে বসেছিলেন তিনি। এ দিনই রাতে দিলীপ ও তাঁর কয়েক জন বন্ধুর ব্যাঙ্কক যাওয়ার কথা ছিল। প্রা

‘ডার্ক ওয়েবে’ এটিএম জালিয়াতির ক্লোন কার্ড, স্কিমার বিক্রি!

Image
এটিএম জালিয়াতির তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য উঠে আসছে। অবাক হচ্ছেন কলকাতা পুলিশের গোয়েন্দারাও। এত দিন জানা গিয়েছিল, অন-লাইনে স্কিমার যন্ত্র বেচাকেনা হয়। খোলা বাজারেও পাওয়া যায়। নেপাল সীমান্তে ধৃত রোমানীয় দলের মাথা 'নানা' ওরফে আইকো আরেলকে জেরা করে জানা গেল, 'ডার্ক ওয়েব'-এর মাধ্যমেও ক্লোন করার জন্য কার্ড, স্কিমার এবং এমনকি কার্ড তৈরির জন্য 'ডেটা'ও বিক্রি হয়! লখনউয়ে গ্রেফতার আদ্রিয়ান লিভিউ আবার কার্ড ক্লোন করার 'মাস্টারমশাই'। তার সহযোগী ছিল করনেল কনস্ট্যানটিয়ান। এই তিন জনকেই শুক্রবার কলকাতায় এনে ব্যাঙ্কশালে কোর্টে তোলা হয়। ধৃতের হেফাজতের আবেদন জানায় পুলিশ। বিচারক তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। রাতেই তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতেই উঠে আসে 'ডার্ক ওয়েব'-এর বিষয়টি। এটিএম জালিয়াতির তদন্তে এখনও পর্যন্ত মাত্র পাঁচ জন রোমানীয় পুলিশের জালে পড়েছে। গোয়েন্দাদের আশঙ্কা এই দলে রয়েছে আরও অনেকে। তাদের সন্ধান পেতে কলকাতা পুলিশ রোমানীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। এ বছরের শুরুতে মোট কতজন রোমানীয় ভারতে ঢুকেছে, সেই তথ্য পেতে চাইছেন গোয়েন্দারা।

যাদবপুরে অ্যাডমিশন তো হল, কিন্তু ঘর পাচ্ছেন না ছাত্রী, কেন জানেন?

Image
অঙ্কে ১০০-য় ১০০। উচ্চ মাধ্যমিকে ৮৭.৪% নম্বর। ভর্তি হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আশপাশে পেয়িং গেস্ট হিসেবে থাকার জন্য খোঁজখবর করতে গিয়ে অপমানিত নিশাত রিমা লস্কর। কারণ, তাঁর নাম শুনেই প্রথম প্রশ্ন, ''মুসলিম? মুসলিমকে ঘর ভাড়া দিই না।'' দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-মজিলপুরের তরুণীটি বলছেন, ''গ্রামে যে ব্যবহার পাইনি, শহরে এসে তা পেলাম।'' কলকাতায় মুসলিমদের ঘর ভাড়া দেওয়া নিয়ে বাসিন্দাদের একাংশের ছুতমার্গ নতুন নয়। সেই কাহিনিতে সাম্প্রতিক সংযোজন নিশাত। তাঁর ক্লাস শুরু হয়ে গিয়েছে ১ অগস্ট থেকে। আর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ঘর দেওয়ার প্রক্রিয়া শুরু হবে ১৫ অগস্টের পর। সে কারণে, 'পেয়িং গেস্ট' থাকতে চেয়েছিলেন নিশাত। নিশাতের বাবা, পেশায় ছোট ব্যবসায়ী ইকতিয়ার শুক্রবার বলেন, ''অনলাইন সাইট থেকে বাড়ির সন্ধান পেয়ে সুলেখা এলাকায় গিয়েছিলাম। বাড়ি পছন্দ হয়। জানিয়ে আসি, পরের দিন মেয়েকে নিয়ে আসব।'' কিন্তু মেয়েকে নিয়ে যাওয়ার আগে ফোন করলে গৃহকর্ত্রী প্রশ্ন করেন, 'মেয়ের নাম কী?' ইকতিয়ার মেয়ের নাম জানালে উত্তর আসে, '

গুলি খেলে তিন ছাত্রকে স্কুলে ফেরালেন প্রধান শিক্ষক

Image
গুলির হাতছানিতে ওরা স্কুল ছেড়েছিল। সেই গুলিই আবার ওদের ফিরিয়ে আনল স্কুলে। মুর্শিদাবাদের ট্যাংরামারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির তিন ছাত্র এখন নিয়মিত স্কুলে আসছে। টিফিনে স্কুলের মাঠে গুলিও খেলছে। উপরিপাওনা নতুন এক সঙ্গী— স্কুলের প্রধানশিক্ষক! হাতের ধুলো ঝাড়তে ঝাড়তে প্রধানশিক্ষক অসীমকুমার অধিকারী হাসছেন, ''টিফিনে ওদের একটু সঙ্গ দিচ্ছি। নইলে আবার পালাবে যে!'' আর চতুর্থ শ্রেণির ইকবাল,  নাজিরুল আর মফিজুল বলছে, ''স্কুলে গুলি খেলতে পারছি। আর পালাব না।'' হরিহরপাড়ার ট্যাংরামারিতেই বাড়ি ওই তিন পড়ুয়ার। প্রায় দিনই স্কুলের বইপত্র নিয়ে বাড়ি থেকে বেরোত। কিন্তু স্কুল পর্যন্ত আর পৌঁছত না। স্কুলের পথে বাঁশবাগান, নির্জন মাঠ কিংবা কোনও আমবাগানে চলত গুলি-চর্চা। রংবেরঙের সেই গুলিই তাদের ধ্যান-জ্ঞান। দূর থেকে কোনও শিক্ষককে আসতে দেখলেই সটান উঠে পড়ত গাছের মগডালে। ভয় একটাই, শিক্ষক যদি ফের স্কুলে ধরে নিয়ে যান! কিছু দিন ধরেই চতুর্থ শ্রেণির ওই তিন পড়ুয়ার গুলি-প্রীতি লক্ষ করেন অসীমবাবু। তার পরেই এক দিন স্কুলের পথে চুপিসাড়ে ওই তিন জনকে ধরে ফেলেন। মারধর নয়, বকুনিও নয়।