১৫ অগাস্ট বড় সুখবর শোনার অপেক্ষায় ৫০ লক্ষ সরকারি কর্মী


নয়াদিল্লি: দেশের ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ ঘোষণার অপেক্ষায় রয়েছে। ন্যুনতম বেতন বৃদ্ধি হবে বলে আশা করছেন কর্মীরা। তবে সূত্রের খবর, শুধু বেতন বৃদ্ধিই নয়, আরও একটা সুখবর থাকছে কর্মীদের জন্য।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অবসরের বয়স ৬০ থেকে ৬২ করা হতে পারে। এর আগে ১৯৯৮ তে অবসরের বয়স ৫৮ থেকে বাড়িয়ে ৬০ বছর করা হয়েছিল।

অন্যদিকে, সপ্তম বেতন কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, ন্যুনতম বেতন ১৪.২৭ শতাংশ বাড়ানো হবে। অর্থাৎ ৭০০০ থেকে ১৮০০০ করতে হবে ন্যুনতম বেতন। ২০১৬ তে সেই প্রস্তাব গৃহীতও হয়। এবার সেই ন্যুনতম বেতনের পরিমাণ ২৬,০০০ করার কথা বলা হয়েছে।

সম্প্রতি, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করা হয়েছে। তাই আশা করা হচ্ছে, ১৫ অগাস্টেই সেই ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রদেশই প্রথম নয়। বিজেপি শাসিত ছত্তিসগড়েও ৬২ বছর করা হয় অবসরের বয়স।

ইতিমধ্যেই দেশের সব বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের অবসরের বয়স বাড়িয়ে ৬৫ বছর করা হয়েছে। সেইজন্যই সরকারি কর্মীদের আশা বেড়েছে আরও খানিকটা।