Posts

Showing posts from May 25, 2018

মেট্রোয় কিংবা বাজারে সাবধানে! শিশুহাতের ছোঁয়ায় মুহূর্তে পকেট সাফাই

Image
জানা গিয়েছে, এই চোরেদের মূল 'টার্গেট' ছিল মেট্রো, বাস স্টপেজ কিংবা বাজার এলাকা। এইসব জায়গায় সারাক্ষণই ব্যস্ততা তুঙ্গে থাকে। চুরি করার আজব উপায়। এবার চুরির 'হাতিয়ার' পথশিশু ও অনাথ বাচ্চারা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দিল্লির বেশ কিছু চুরির ঘটনার তদন্তে নেমে বিবেক বিহার-এ একটি দলকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম যোগেশ(১৯), রাজ কুমার(২২), গোবিন্দ(২৩), অঙ্কিত(২৫), অনিল(২৭) এবং নাসির(২৮)। ধৃতদের মধ্যে যোগেশ এই দলের সর্দার ছিল বলে জানতে পেরেছে পুলিশ। পাশাপাশি ১২ জন শিশুকেও উদ্ধার করা হয়েছে ওই দলটির হাত থেকে।  জানা গিয়েছে, এই চোরেদের মূল 'টার্গেট' ছিল মেট্রো, বাস স্টপেজ কিংবা বাজার এলাকা। এইসব জায়গায় সারাক্ষণই ব্যস্ততা তুঙ্গে থাকে। সময় বুঝে পথশিশুদের এখানে ছেড়ে দেওয়া হতো। এর পরে ওই শিশুরাই চালাত 'হাতসাফাই'-এর কাজ।  অপারেশন শেষ হলে লুঠ হওয়া মানিব্যাগ, গলার চেন তুলে দেওয়া হতো দাদাদের হাতে। তার পরেই নিজেদের মধ্যে চুরি করা জিনিসপত্র ভাগাভাগি করে নিত যোগেশের দল। দলের আর এক পাণ্ডা রাজ কুমারই এসব শিশুদের চুরির কাজে নিয়োগ করত বলে জ

শ্বশুরবাড়ি জিন্দাবাদ! কিন্তু ৫টি সত্যি জামাইরা যেন ভুলেও শ্বশুরকে না বলেন

Image
শাশুড়ির মতো শ্বশুরও কিন্তু 'দজ্জাল' হতে পারেন। তবে জামাইকে নিজের ছেলের মতোও দেখেন অনেক শ্বশুরমশাই। জেনে রাখুন ৫টি টিপস। ''তুমি কি মদ খাও?'' নিজের হবু শ্বশুরের সামনে প্রথমবার দাঁড়িয়ে যদি প্রথম বাক্যটিই এটা শুনতে হয়, তাহলে কার বুক কাঁপবে না বলুন তো! আপনি যদি মদ্যপান করেন তাহলে 'হ্যাঁ' বললেও বিপদ আবার 'না' বললেও বিপদ। এমন বিপদের মুখে দাঁড়িয়ে অবশ্য আমার কানের পাশ দিয়ে তির চলে গিয়েছে। কারণ এই প্রশ্নের উত্তর হবু শ্বশুরই একরকম দিয়ে দিয়েছিলেন সঙ্গে সঙ্গে। ''আসলে মদ খাওয়ার কোনও সঙ্গী তেমন পাই না তো। তুমি মদ খেলে আমার একটু সুবিধা হয় আর কী।'' এমন সৌভাগ্য সব মদ্যপায়ী জামাইয়ের হয় না অবশ্য। বিশেষত নিজের হবু জামাইয়ের ঠিকুজিকুষ্ঠি যে ভাবে দেখে নেন শ্বশুরেরা, সেখানে এই রকম এক একটা প্রশ্নই একটা করে পরীক্ষা। হবু জামাই হোন বা বিয়ের পরে জামাই হয়ে শ্বশুরবাড়িতেই যান, কিছু কিছু প্রশ্নের উত্তরে কখনও সত্যি কথা না বলাই উচিত। দেখে নেওয়া যাক এমন ৫টি পরিস্থিতি যেখানে মিথ্যে বলাই শ্রেয়— ১। মদ যদি সত্যিই খান, তাহলেও শ্বশুরের সামনে সত্যি কথাটি শুরুতেই না বলা

আগামিকাল বেরোবে CBSE-র ক্লাস XII-এর ফল

Image
শনিবার প্রকাশিত হবে সিবিএসই (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন)-এর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল। শুক্রবার বোর্ডের তরফে এ কথা জানানো হয়। এর পরে শিগগিরই প্রকাশিত হবে সিবিএসই-র দশম শ্রেণীর পরীক্ষার ফলাফলও। সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in থেকে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা।  গত বছর মে মাসের শেষ সপ্তাহে বেরিয়েছিল সিবিএসই-র ক্লাস XII-এর ফলাফল। জুনের প্রথম সপ্তাহে বেরোয় ক্লাস x-এর ফল। ক্লাস XII ও ক্লাস x মিলিয়ে এ বছর সিবিএসই-তে পরীক্ষা দিয়েছিল প্রায় ২৮ লক্ষ ছাত্র-ছাত্রী। দশম শ্রেণীর পরীক্ষায় বসে ১৬,৩৮,৪২০ ছাত্র-ছাত্রী। গোটা দেশে ৪,৪৫৩টি এবং দেশের বাইরে ৭৮টি কেন্দ্রে পরীক্ষা হয়। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসে ১১,৮৬,৩০৬ জন ছাত্র-ছাত্রী। দেশের মধ্যে ৪১৩৮ এবং দেশের বাইরে ৭১টি কেন্দ্রে পরীক্ষা হয়।  যে ওয়েবসাইটগুলি থেকে ফলাফল জানা যাবে, সেগুলি হল -  cbse.examresults.net   cbseresults.nic.in   results.gov.in   ৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সিবিএসই-র ক্লাস XII-এর পরীক্ষা হয়েছিল। ফলাফল জানতে এই ওয়েবসাইটগুলির মধ্যে যে কোনও একটিতে ঢুকে 'Class 12 Exam Results' ট্যাবে ক্লিক কর

এ দেশে রোজ নিঃখোঁজ হচ্ছে ১৭৪ জন শিশু, মিলছে না সন্ধান বেশিরভাগের !

Image
নয়াদিল্লি: সবে স্বপ্ন দেখা শুরু হয়েছিল আইমোল (কাল্পনিক নাম) পরিবারের ৷ পরিবারের সদস্যরা ভেবেছিলেন এবার হয়তো সুখের সকাল দেখবে এই পরিবার ৷ কিন্তু সিঙ্গাপুর থেকে আসা একটা ফোন যেন এক নিমেষেই সব স্বপ্নকে ধূলিসাৎ করে দিল ৷ জুলি, চাকরির আশায় এক এজেন্টকে ধরে মণিপুর থেকে পাড়ি দিয়েছিল মায়ানমার ৷ কিন্তু সেই এজেন্ট জুলিকে যে কাগজপত্র দিয়েছিল, তা ছিল সিঙ্গাপুরের ! জুলিকে পাঠিয়ে দেওয়া হয় সিঙ্গাপুরের এক হোটেলে ৷ জুলি সাহস করেছিল ৷ সুযোগ বুঝে ফোন করেছিল তাঁর পরিবারের লোকজনকে ৷ জুলির পরিবার বুঝেই উঠে পারছিলেন না এই সময় কী করা উচিত ৷ এই সময়ই জুলির পরিবারের পাশে এসে দাঁড়ায় Manipur Alliance For Child Rights (MACR)এর এক সদস্য ৷ তাঁর হাত ধরেই দ্রুত শুরু হয় জুলিকে উদ্ধারের কাজ ৷ মণিপুর রাজ্য সরকার যোগাযোগ করে ইনানগন পুলিশের সঙ্গে ৷ এই ঘটনায় গ্রেফতার করা হয় ৬ জনকে ৷ উদ্ধার হয় জুলি ৷ সঙ্গে উদ্ধার হয় আরও কিছু শিশু ৷ কেইশাম প্রদীপকুমার, মণিপুর কমিশন ফর প্রোটেকশন ইফ চাইল্ড রাইটসের সদস্যের মুখেই উঠে আসে জুলির এই ঘচনার কথা ৷ প্রদীপ কুমার জানান, 'দিন দিন মণিপুর হিউম্যান ট্র্যাফিকিংয

স্কুলে অঙ্ক শেখাচ্ছেন অসম পুলিশের প্রাক্তন ডিজি

Image
গুয়াহাটি: চাকরি থেকে অবসরের পর সাধারণত অনেকেই লম্বা ছুটি কাটাতে চলে যান। কেউ বাড়িতে বসেই বিশ্রাম করেন। কিন্তু এই চেনা ছকে ফেলা যাচ্ছে না মুকেশ সহায়কে। তিনি অসম পুলিশের সদ্য প্রাক্তন ডিজি (ডিরেক্টর জেনারেল)। গত ৩০ এপ্রিলই অবসর নিয়েছেন তিনি। রাজ্য পুলিশের শীর্ষপদে থাকার সময় কড়া হাতে মোকাবিলা করেছেন আইন-শৃঙ্খলা জনিত সমস্যা ও জঙ্গি উপদ্রবের। জঙ্গিদের উপদ্রব অসমের একটা বড় সমস্যা। তাঁর আমলে এই সমস্যা অনেকটাই কমেছে। কিন্তু কড়া পুলিশ অফিসারের অন্তঃস্থলে একজন শিক্ষক লুকিয়ে ছিলেন। অবসরের পরই নিজের প্রিয় বিষয় শিক্ষকতা শুরু করলেন এই জাঁদরেল পুলিশ অফিসার। গুয়াহাটির সোনারাম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অঙ্কের শিক্ষক হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সহায়। আসলে ওই বিদ্যালয়ে গত দু বছর ধরেই কোনও অঙ্কের শিক্ষক ছিলেন না। সহায় বিষয়টি জানতেন। অবসর গ্রহণের পরদিনই তিনি বিদ্যালয়ের প্রিন্সিপালকে ফোন করেন। সমস্যার সমাধান হয়নি জেনে তিনি নিজেই বিদ্যালয়ে অঙ্ক শেখানোর প্রস্তাব দেন সহায়। সানন্দে সেই প্রস্তাব গ্রহণ করেন প্রিন্সিপাল। গত ২১ মে থেকে প্রাক্তন ডিজি সহায়ের পরিচয় বদলে হয়েছে, অঙ্কের স্যর। নিজের দ্বিতীয় ইনিংস নি

হোটেল থেকে উদ্ধার প্রায় পাঁচ কোটি টাকার বাতিল নোট, গ্রেপ্তার ৩

Image
নোটবন্দির প্রায় দুবছর কেটে গেলেও এখনও উদ্ধার হচ্ছে বাতিল নোট। বৃহস্পতিবার মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেল থেকে উদ্ধার হল বাতিল নোট। হোটেল থেকে প্রায় ৪.৯৩ কোটি টাকার বাতিল নোট উদ্ধার করা হয়েছে। ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুম্বই পুলিশের কাছে এ নিয়ে আগেই খবর ছিল। গোপন সূত্রে তারা জানতে পেরেছিল মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে রয়েছে বেশ কয়েক কোটি টাকার বাতিল নোট। তারা এও জানতে পেরেছিল ওই টাকা হায়দরাবাদের তিনজন ব্যক্তি মুম্বই নিয়ে এসেছে। সেই তথ্যের উপর ভিত্তি করে আন্ধেরির হোটেল ভিটসে তল্লাশি চালায় মুম্বই পুলিশ। যে ঘরে ওই তিনজন ব্যক্তি রয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল, সেই ঘরের দরজায় ধাক্কা দেয় তারা। কিন্তু ঘরের ভিতর থেকে কোনও উত্তর আসেনি। তখন দরজা ভেঙে ঢোকে পুলিশ। সেখানেই ব্যাগ ভরতি বাতিল নোট পাওয়া যায়। নোটগুলি নোটবন্দির আগের। ঘর থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট উদ্ধার করে পুলিশ। ২০১৬ সালের নভেম্বর মাসে এই নোটগুলি ব্যান হয়ে গিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। জানা যায়, ওই টাকা ধৃত ব্যক্তিরা অন্য কাউকে দিতে যাচ্ছিল। অনুমান করা হচ্ছে, আরও কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত। ধৃত ব্যক্তিদের

সাপের কামড় খেলেন মা, মৃত্যু দুধের শিশুরও

Image
মুজফ্ফরনগর:  আড়াই বছরের দুধের শিশুকে ঘুম চোখে মা স্তন্যপান করিয়েছিল। খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু তখনও কেউ বোঝেনি কী বিভীষিকা অপেক্ষা করছে সকলের জন্যে। ঘুমন্ত অবস্থায় ওই মহিলাকে সাপে কাটে। এরপর মেয়ে কেঁদে উঠলে মা দুধ খাওয়ায়। কিন্তু বিষাক্ত দুধ পান করে অসুস্থ হলে পড়ে একরত্তি মেয়েটিও। মা-মেয়ে দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সত্যিটা বোঝা যায়। মৃত্যু হয়েছে দুজনেরই। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে মান্ডলা গ্রামে গতকাল সন্ধেবেলা।

নাবালিকা ধর্ষণে উত্তপ্ত মহিষাদল, অভিযুক্ত স্থানীয় যুবক পলাতক

Image
মহিষাদল: নাবালিকা ধর্ষণে উত্তাল মহিষাদল ৷ নাবালিকা ধর্ষণে অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার কেশবপুরে। ঘটনার পর থেকে অভিযুক্ত বছর ২৮-এর এক যুবক পলাতক। আটক করা হয়েছে যুবকের দিদিকে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিষাদল থানার কেশবপুর রেল স্টেশনের কাছে ওই নাবালিকার বাবার একটি পানের দোকান রয়েছে। বাবা প্রতিবন্ধী । দোকানের কিছুটা দূরেই নাবালিকার বাড়ি। বৃহস্পতিবার বিকেলে নাবালিকা শিশুটি বাবার দোকানে আসে। সেখানেই খেলা করছিল শিশুটি। কিছুক্ষণ পরে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । খোঁজাখুঁজি শুরু করলে দোকানের কিছুটা দূরে ফাঁকা জমির মধ্যে এক যুবক সঙ্গে তাকে দেখতে পাওয়া যায়। শিশুটির জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, হাত-পা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল অভিযুক্ত। সুযোগ বুঝে পালিয়ে গিয়েছে অভিযুক্ত যুবক । শিশু কন্যাটি অসুস্থ হয়ে পড়ায় তাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে । পুলিশ সূত্রে খবর অভিযুক্তের দিদিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরে অবশ্য় ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে ৷ অভিযুক্তের বাড়ি নন্দকুমার থানার

ট্রেনে দশ টাকার ঠান্ডা জলে তেষ্টা মেটাচ্ছেন? আদতে বিষ পান করছেন না তো!

Image
বারাসত: জলই জীবন। আবার কোথাও কোথাও তা মরণের আর এক নাম। তাও বোতলবন্দি। "ঠান্ডা ঠান্ডা কুল কুল।" প্যাচপেচে গরমে যা দেখলেই প্রাণ চায় গলায় ঢালতে। যেমন শহরতলির লোকাল ট্রেনে। 'গরমে দশ টাকায় গলা ভেজান। বরফ-ঠান্ডা জল।'– হকারদের এই স্লোগানে প্রতিটি কামরা মুখরিত। গুমোট গরমে দশ টাকায় এক বোতল স্বস্তি যেন হাতের মুঠোয়। কিন্তু গাঁটের কড়ি খসিয়ে যাঁরা সেই স্বস্তি গলাধঃকরণ করছেন, তাঁরা কি জানেন, জলের বদলে আদতে বিষ পান করছেন? না জানলে এবার জেনে রাখুন, এটাই সত্যি। কারণ উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে অভিযান চালিয়ে, লোকাল ট্রেনের দশ টাকার বরফজলের রহস্য ফাঁস করেছে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ডিইবি)। শহরতলির লোকাল ট্রেনে একটি বেসরকারি সংস্থার জল কারখানাটিতে মঙ্গলবার হানা দিয়ে অফিসাররা জানতে পারেন, ঠান্ডা জলের নামে আদতে কী বিক্রি হচ্ছে। ডিইবি সূত্রে খবর, জল বোতলে দীর্ঘদিন সংরক্ষণ করতে এবং 'প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের' মতো স্বাদ আনতে সোডিয়াম মেটাবাইসালফাইট ও রিট্রিট ১০১ নামে বিপজ্জনক রাসায়নিক মিশিয়ে বোতলবন্দি করা হচ্ছিল সেখানে। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব

কানাডার ভারতীয় রেস্তোরাঁয় বিস্ফোরণ, আহত কমপক্ষে ১৫

Image
ওন্তারিও পুলিস জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে,  বম্বে ভেল নামে ওই রেস্তোরাঁয় আইইডি বিস্ফোরণ ঘটায় দুই দুষ্কৃতী। তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে পুলিস। ভয়াবহ বিস্ফোরণে  কেঁপে উঠল কানাডার ওন্তারিওর মিসসিসসাগুয়া শহর। সাংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, একটি ভারতীয় রেস্তোরাঁয় বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। ৩জনের অবস্থা আশঙ্কাজনক। ওন্তারিও পুলিস জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে,  বম্বে ভেল নামে ওই রেস্তোরাঁয় আইইডি বিস্ফোরণ ঘটায় দুই দুষ্কৃতী। তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর জখম ৩জনকে টরেন্টো ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ বিস্ফোরণটি হয়। চলতি মাসেই টরেন্টোয় প্রকাশ্যে রাস্তায় দুষ্কৃতীর গাড়িতে পিষ্ট হয়ে মারা যান ১০ জন। আহত হন কমপক্ষে ১৫। এই ঘটনার সঙ্গে এ দিনের বিস্ফোরণে কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস। 

লজ্জা! ১৪-র ছাত্রকে যৌন নির্যাতন ৩৪-এর শিক্ষিকার

Image
চন্ডীগড়: ফের প্রশ্নের মুখে ছাত্র-শিক্ষিকার সম্পর্ক৷ এক ১৪ বছরের নাবালক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে, চন্ডীগড়ে গ্রেফতার করা হল এক ত্রিশোর্দ্ধ শিক্ষিকাকে৷ সূত্রের খবর, ওই শিক্ষিকার সঙ্গে গত সোমবারই এই বিষয়ে তর্ক-বিতর্কের পর নির্যাতিত শিশুর বাবা-মা বুধবার চাইল্ডলাইনের একটি টোল-ফ্রি নম্বরে ফোন করেন এবং তাদের কথানুযায়ী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন শিক্ষিকার বিরুদ্ধে৷ চন্ডীগড়ের পুলিশের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট নিলাম্বরী বিজয় জগদলে জানান, পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ উল্লেখ্য, অভিযুক্ত এবং নির্যাতিত উভয়েই সরকারি স্কুলের ওই পড়ুয়ার শিক্ষিকা ছিলেন অভিযুক্ত, যিনি চন্ডীগড়ের রাম দরবার কলোনির সেক্ট ৩১-এর বাসিন্দা৷ ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে নির্যাতিত ছাত্র এবং তার ছোট বোন ওই শিক্ষিকার কাছে টিউশন পড়া শুরু করে৷ কিন্তু শিক্ষিকা দশম শ্রেণির ওই ছাত্রের পড়াশোনার বিষয়ে বেশি যত্ন নেওয়ার কথা বলে ভাই-বোন দুজনেই যাতে পৃথকভাবে টিউশনে আসে তার জন্য তাদের অভিভাবককে বলে৷ এতে রাজিও হয়ে যান ওই ছাত্রের বাবা-মা৷ এরপর থেকেই ছাত্রের ওপর যৌন নির্যাতন শুরু করে ওই শিক্ষিকা৷ ফোনে যা

যৌন হেনস্থায় অভিযুক্ত হলিউড স্টার মরগ্যান ফ্রিম্যান, প্রাপ্ত 'অস্কার' নিয়ে পর্যালোচনা

Image
একজন নন, একাধিক মহিলার অভিযোগ রয়েছে হলিউডের তুখোর অভিনেতা মরগ্যান ফ্রিম্য়ানের বিরুদ্ধে। অভিযোগ তিনি বিভিন্ন সময়ে মহিলাদের যৌন হেনস্থা করেছেন। আর এই অভিযোগের ভিত্তিতেই পর্যালোচনা করে দেখা হচ্ছে মরগ্যানের প্রাপ্ত অস্কার নিয়ে। লাইফটাইম অ্যাচিভমেন্ট হিসাবে গত জানুয়ারি মাসেই মরগ্যান অস্কারে ভূষিত হন। তবে যৌন হেনস্থার অভিযোগের জেরে সেই পুরস্কার নিয়ে পর্যালোচনা করতে বসেছে স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড। মরগ্যানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে , তিনি এক মহিলাকে 'গোইং ইন স্টাইল'-এর সেটে হেনস্থা করেন। এই হেনস্থা একদিনের নয়, বহুদিন ধরেই চলেছে বলে দাবি মহিলার। সেই সময়ে বার বার মহিলার স্কার্ট টেনে তোলার চেষ্টা করেন মরগ্যান বলে অভিযোগ। এছাড়াও এই হলিউড স্টার বহু কুশ্রী মন্তব্য করেন বলে দাবি মহিলার। অন্যদিকে, ২০১৩ সালে 'নাও ইউ সি মি' ছবির শ্যুটিং এর সময় আরও এক মহিলাকে ফ্রিম্যান শারীরিক ভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ ওঠে। এখানেই শেষ নয়, সিএনএন এর এক মহিলা সাংবাদিকের দিকেও ঘৃণ্য ভাষায় যৌনতা সম্পর্কীয় মন্তব্য করেন ফ্রিম্যান। সাংবাদিকের অভিযোহ, তিনি সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন অভিনেতার। সেই সময়ে ওই মহিল

এই খাবারগুলো খেলে বাড়বে স্পার্ম কাউন্ট, কমবে বন্ধ্যাত্বের সম্ভাবনা!

Image
পরিসংখ্যান বলছে ৩০-৫০ শতাংশ বন্ধ্যাত্বের জন্য দায়ি পুরুষেরাই। এর চিকিত্সা অবশ্যই আছে, তবে তা বেশ ব্যয় সাপেক্ষ। আপনার স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা কি আপনার পরিবার পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াচ্ছে? বর্তমানে ব্যস্ত জীবনযাত্রায়, অনিয়মিত ডায়েট এবং স্ট্রেসের কারণে এটি খুবই সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু চিন্তার বিষয় হল, এই সমস্যা দিনে দিনে বাড়ছে। পরিসংখ্যান বলছে ৩০-৫০ শতাংশ বন্ধ্যাত্বের জন্য দায়ি পুরুষেরাই। এর চিকিত্সা অবশ্যই আছে, তবে তা বেশ ব্যয় সাপেক্ষ। তাহলে উপায়? স্পার্ম কাউন্ট বাড়াতে ডায়েটে রাখুন এই খাবারগুলোও, ফল পাবেন। পালং শাক: শরীরে ফোলেটের মাত্রা কমতে থাকলে শুক্রাণুর সংখ্যাও কমতে থাকে। বিশেষজ্ঞদের (নিউট্রিশনিস্ট) মতে, পালং শাকে প্রচুর পরিমাণ ভিটামিন বি-৯ রয়েছে। সক্রিয় শুক্রাণুর জন্য এই ভিটামিন বি-৯ খুবই জরুরি। এটি শুক্রাণুর কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। ব্রোকোলি: ব্রোকোলিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন বি-৯। এটি শুক্রাণুর কর্মক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ব্রোকোলি খেলে স্পার্ম কাউন্ট প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পায়। ডিম: বন্ধ্যাত্ব কাটাতে বা শুক্র

সাপে কামড়ালে এগুলো ভুলেও করবেন না

Image
সাপের কামড়ালে ভয় না পাওয়াটা যেমন জরুরি, তেমনই সাপের কামড়ানোর পরে সঠিক পদক্ষেপগুলি নেওয়া অত্যন্ত জরুরি। গ্রাম বাংলায় সাপের সঙ্গে মানুষের সাক্ষাৎ বাড়ে গ্রীষ্ম থেকে বর্ষা। সাপেদের আস্তানায় জল ঢুকে যাওয়ায় বর্ষায় সাপগুলি চলে আসে লোকালয়ে। শহরে সাপের কামড় খাওয়ার ঘটনা না ঘটলেও শহর লাগোয়া এলাকায় সাপের কামড়ে মৃত্যুর খবর মাঝে মধ্যে শোনা যায়। সাপে কামড়ালে অধিকাংশ মানুষেরই যে ভয় পেয়ে মৃত্যু হয়, এই তথ্য হয়তো অনেকেরই জানা। প্রচলিত কিছু ধারণা, কুসংস্কারের বশে অনেকেই সাপের কামড়ে আক্রান্তের উপরে এমন কিছু টোটকা প্রয়োগ করেন, যাতে হিতে বিপরীত হয়। কিন্তু সাপের কামড়ালে ভয় না পাওয়াটা যেমন জরুরি, তেমনই সাপের কামড়ানোর পরে সঠিক পদক্ষেপগুলি নেওয়া অত্যন্ত জরুরি। সাপে কামড়ালে এই পাঁচটি পদক্ষেপ কখনওই করা উচিত নয়। এ বার জেনে নিন সেই পদক্ষেপগুলি কী কী— • শরীরের যে অংশে সাপ কামড়েছে, সেই জায়গাটি বেশি নড়াচড়া করাবেন না। আক্রান্তকে হাঁটাচলাও করতে দেবেন না। বেশি হাঁটাচলার ফলে মাংসপেশিতে টান পড়ে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে। • সাপে কামড়ানোর পরে কখনওই কোনও ব্যথা কমানোর ওষুধ (পেইন কিলার) আক্রান্তকে খাওয়াবেন

এক সঙ্গে দুই বান্ধবীকে বিয়ে করছেন রোনাল্ডিনহো

Image
অভিনব: রিয়োয় দুই হবু স্ত্রীকে নিয়ে রোনাল্ডিনহো। একসঙ্গে দু'জনকে বিয়ে করতে চলেছেন রোনাল্ডিনহো গাউচো! দু'জনই তাঁর প্রণয়ী। প্রিসিলা কোয়েলো ও বিয়াত্রিজ সুজা। গত বছরের ডিসেম্বর মাস থেকে দু'জনই রিয়ো দে জেনেইরোয় রোনাল্ডিনহোর প্রাসাদোপম বাড়িতে থাকছেন। এবং দু'জনের মধ্যে কোনও ঝগড়া নেই। অতীতেও একই সময় একাধিক নারীর সঙ্গে ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলারের সম্পর্ক ছিল। যদিও এখন নাকি এই দু'জনকে নিয়েই থাকেন। এমনকি তাঁদের প্রত্যেককেই মাসে ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৩৮ হাজার টাকা হাত খরচের জন্য দেন। এমনও শোনা যাচ্ছে, রোনাল্ডিনহো দু'জনকেই সব সময় হুবহু এক উপহার দেন! মানে মূল্যে ও দেখনদারিতে যা এক। এঁদের মধ্যে প্রিসিলার সঙ্গে তাঁর সম্পর্ক বহু দিনের। আর বছর দু'য়েক আগে থেকে মজেছেন বিয়াত্রিজকে নিয়ে। এত সব খবর দিয়েছেন ব্রাজিলে রোনাল্ডিনহোর ঘনিষ্ঠ এক সাংবাদিক। তিনিই বলেছেন, প্রাক্তন বার্সা তারকা গত জানুয়ারিতে দু'জনকেই 'এনগেজমেন্ট রিং' পরিয়েছেন। সঙ্গে আরও জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই দু'জনের সঙ্গে একেবারে চার্চে গিয়ে বিয়ে করবেন রোনাল্ডিনহো! রোনাল্ডিনহোর বোন ডেইজি কিন

সংসারে অভাব, নাতিকে খুনের অভিযোগ দিদিমার বিরুদ্ধে

Image
সানারানি সামন্ত পারুলিয়া : অভাবের তাড়নায় নিজের নাতিকে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠল দিদিমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পারুলিয়া কোস্টাল থানার খোলাখালি এলাকায়। অভিযুক্ত দিদিমা সানারানি সামন্তকে গতকাল কাকদ্বীপ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিবাদের জেরে নিজের তিন বাচ্চাকে নিয়ে বাপের বাড়িতে মায়ের কাছে চলে আসেন অর্চনা মাঝি। তাঁর বিধবা মা সানারানি সামন্ত বাড়িতে একাই থাকতেন। অভাবের সংসার। মেয়ে আসার পর সংসার চালাতে আরও সমস্যায় পড়েন সানারানি। বুধবার অর্চনার ১০ মাসের ছেলেকে নিয়ে ওঝার কাছে যাওয়ার নাম করে বাড়ি থেকে তিনি বেরিয়ে যান। এরপর নদী থেকে উদ্ধার হয় ওই শিশুর মৃতদেহ। স্থানীয় বাসিন্দারা মৃতদেহ ভাসতে দেখে হুগলি নদীতে। খবর দেওয়া হয় পারুলিয়া কোস্টাল থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। শুরু হয় তদন্ত।  পুলিশ সূত্রে খবর, ডায়মন্ডহারবারের রামচন্দ্রপুরে তাপস মাঝির সঙ্গে বিয়ে হয়েছিল অর্চনার। পারিবারিক বিবাদের জন্য অর্চনা নিজের সন্তানদের নিয়ে বাপের বাড়িতে চলে আসেন। সানারানির সংসারে আগে থেকেই অভাব ছিল। তার উপর আবার মেয়

ছেলে বাড়ি ছাড়ছেন না, কোর্টে বাবা-মা

Image
কর্মহীন ছেলের আচার-আচরণে বিরক্ত হয়ে গত ফেব্রুয়ারিতে বাড়ি ছাড়তে বলেছিলেন বাবা-মা। মুখের কথায় কাজ না হওয়ায় শেষমেশ আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রৌঢ় দম্পতি। আদালত রায় দিয়েছে, অর্থ দিয়ে বাবা-মাকে সাহায্য না করলে, বাড়িতে থাকার অধিকার নেই ছেলের। তাই তল্পিতল্পা গুটিয়ে অন্যত্র যেতে হবে বছর তিরিশের মাইকেল রোতোন্ডোকে। নিউ ইয়র্কের ক্যামিলাসের ঘটনা। মার্ক ও ক্রিস্টিনা রোতোন্ডোর অভিযোগ, তাঁদের ছেলে মাইকেল সংসারের কোনও দায়দায়িত্ব নেন না। তার উপরে আট বছর ধরে মাইকেল বেকার। এক বাড়িতে থাকলেও দীর্ঘদিন ধরে ছেলের সঙ্গে বাক্যালাপও নেই তাঁদের। গত ফেব্রুয়ারি থেকে মাইকেলকে ৫ বার  বাড়ি ছাড়ার জন্য লিখিত আবেদন জানিয়েছেন তাঁরা। মাইকেল তাতে কর্ণপাত না করায় বাবা-ছেলের দ্বন্দ্ব গড়ায় কোর্টরুম পর্যন্ত। আদালত জানিয়েছে, ২ ফেব্রুয়ারি ছেলেকে প্রথম নোটিস পাঠিয়েছিলেন মার্ক। সেখানে তিনি লেখেন, ''আমি আর তোমার মা ঠিক করলাম, তোমার আর আমাদের বাড়িতে জায়গা হবে না। তোমার হাতে ১৪ দিন সময় আছে।'' মার্কের অভিযোগ, সেই নোটিস পাঠানোর পরেও কেটে গিয়েছে চার মাস। আরও চারটি লিখিত নোটিস গিয়েছে ছেলের কাছে। মার্ক জানান, মাইক

জোর করে মেয়ের বিয়ে, ব্রিটেনে জেল মায়ের

Image
ইচ্ছের বিরুদ্ধে প্রায় দ্বিগুণ বয়সের পাত্রের সঙ্গে কিশোরী মেয়ের বিয়ে দেওয়ায় ব্রিটেনে সাড়ে চার বছরের কারাদণ্ড হল এক মহিলার। আদালত জানিয়েছে, জোর করে বিয়ে দেওয়ার অপরাধে সাড়ে তিন বছর ও মেয়েকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ায় আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। বার্মিংহাম ক্রাউন কোর্ট জানায়, ২০১২ সালে মেয়েকে পাকিস্তানে নিয়ে যান বার্মিংহামের বাসিন্দা ওই মহিলা। সেই সময়, ২৯ বছরের ওই যুবকের সঙ্গে সহবাসের ফলে মাত্র ১৩ বছর বয়সে সন্তানসম্ভবা হয়ে পড়ে মেয়েটি। ব্রিটেনে ফিরে এসে মেয়ের গর্ভপাত করান মা। আদালত জানায়, ১৭ বছরের জন্মদিনে মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে ২০১৬ সালে ফের পাকিস্তানে নিয়ে যান ওই মহিলা। পাকিস্তানে গেলে মেয়েকে আই ফোন কিনে দেওয়ার লোভও দেখান সে। কিন্তু সে দেশে পৌঁছে বিয়ের পরিকল্পনার কথা শুনে বেঁকে বসে ওই কিশোরী। অভিযোগ, মেয়েকে ভয় দেখাতে তাকে মারধর করা হয়। পাসপোর্ট পুড়িয়ে দেওয়ার হুমকিও দেন মা। পরে জোর করে তাকে বিয়ের কাগজে সই করানো হয়। বিচারক প্যাট্রিক থমাস বলেছেন, ''মেয়েটিকে একা, ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছিল। কী আতঙ্কের মধ্যে দিয়ে গিয়েছে, ভাবা যায় না।'' তাঁর কথায়,

নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন, কিশোর অভিযুক্তদের নগ্ন করে গণপ্রহার

Image
দীর্ঘ দিন ধরেই এক নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ ছিল পাঁচ কিশোরের বিরুদ্ধে। পুলিশে জানিয়েও সুরাহা হয়নি। শেষমেশ নিজের হাতেই আইন তুলে নিল ক্রুদ্ধ জনতা। ওই পাঁচ কিশোরকে তাদের বাড়ি থেকে টেনে বার করে আনল পড়শিরা। এর পর নগ্ন করে রাস্তায় ফেলে গভীর রাত পর্যন্ত চলল বেধড়ক মারধর। রক্তাক্ত অবস্থায় এক কিশোর মাটিতে পড়ে না যাওয়া পর্যন্ত থামল না লাথি-ঘুষি-কিল-চড়। শেষ পর্যন্ত অভিযুক্তদের উদ্ধার করে গ্রেফতার করল পুলিশ। বুধবার অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির ছাত্র। তারা সকলেই চিত্তুরের পুঁগনুরু শহরের বাসিন্দা। ওই এলাকাতেই নাবালিকারও বাড়ি। অভিযোগ, মাস দু'য়েক ধরেই তার উপর যৌন নির্যাতন করছে ওই পাঁচ জন। বুধবার রাতে তাদের উদ্ধার করার পর ওই কিশোরদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ওই নাবালিকার পরিবারের অভিযোগ, সপ্তাহের পর সপ্তাহ তাদের মেয়ের উপর যৌন নির্যাতন চালিয়েছে ওই ছেলেরা। এ নিয়ে কাউকে কিছু না জানানোরও হুমকি দেওয়া হয় ওই মেয়েটিকে। প্রথম এ নিয়ে মুখ না খুললেও শেষে মায়ের কাছে সব খুলে বলে ওই মেয়েটি। মেয়েটির মা তাঁর ছেলে এবং এলাকার বয়োজ

পায়ে লিখে কলেজে, স্বপ্ন দেখেন চাকরির

Image
বৃষ্টি হলে ছাতাটুকুও ধরতে পারেন না তিনি। রোজকার সাধারণ কাজেও ভরসা মা। পোলিও আক্রান্ত দুর্বল দুই হাতে এমন জোর নেই যে পেন ধরে লিখবেন। কিন্তু মনের জোর? সেই জোর অসীম। আর তার সামনেই তুচ্ছ হয়ে গেছে অনেক বাধা। তিনি সাবানা ইয়াসমিন। মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। পার্ট টু পরীক্ষা দিচ্ছেন পা দিয়ে লিখে। ছোটবেলায় পোলিওয় আক্রান্ত হয়েছিলেন সাবানা। দুর্বল হয়ে পড়ে দু'টি হাতই। আর পাঁচটা শিশু যখন  স্কুলে যাচ্ছে, তখন সাবানার কথা ভাবেননি তাঁর মা-বাবা। দুই হাতেই যার জোর নেই, কী ভাবে লেখাপড়া করবে সে? কিছু দিন পরে তাঁরা দেখেন, পা দিয়েই পেনসিল আঁকড়ে লিখছেন সাবানা। বারাসতের কৃষ্ণমাটির বাসিন্দা সাবানাকে তখন ভর্তি করানো হয় স্কুলে। সেই শুরু। এর পরে আর থামেননি দৃঢ়চেতা মেয়েটি। পা দিয়ে লিখেই পৌঁছে গিয়েছেন কলেজ পর্যন্ত। উচ্চ মাধ্যমিকে পেয়েছিলেন ৫৫ শতাংশ নম্বর। এর পরে জেনারেল কোর্সে বাংলা, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে ভর্তি হন কলেজে। এ বছর পরীক্ষা দিতে যাচ্ছেন বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে। মেঝেয় শতরঞ্চি পেতে সাবানার বসার ব্যবস্থা হয়েছে। তবে পরীক্ষায় অতিরিক্ত সময় নিচ্ছেন না তিনি। নির্দিষ

শৌচাগারে কিশোরীর ছবি তুলে ধৃত ‘কাকু’

Image
'কাকু' নিশ্চয় এমন করতে পারে না। সে জন্যই মার্চ মাসে বিষয়টি নিয়ে কোনও কথা বলেনি মেয়েটি। অভিযোগও করেনি। একা একাই ভয় পেয়েছে। কাকুর সঙ্গে দেখা হলেই লুকিয়ে পড়েছে। লজ্জায়, ভয়ে। ১৬ বছরের মেয়েটির অভিযোগ, তারই মধ্যে রাস্তায় একা দেখলেই কাকু তাকে ডেকে মোবাইল খুলে অশ্লীল ভিডিয়ো দেখতে বাধ্য করেছে। বলেছে, ''তোরও এরকম ভিডিয়ো হবে।'' অভিযোগ, গত ২২ মে বস্তির 'কমন' শৌচাগারে স্নান করার সময় ফের মোবাইলে মেয়েটির ছবি তোলার চেষ্টা করে ওই 'কাকু'।  এর পরেই ঘটনার কথা পরিবারের সকলকে জানায় মেয়েটি। বুধবার দুপুরে থানায় অভিযোগ করে মেয়েটির পরিবার। বিকেলেই বছর চল্লিশের ওই অভিযুক্তকে গ্রেফতার করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। অভিযুক্ত তপন মণ্ডলকে বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাকে সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অভিযোগকারিণী এবং অভিযুক্ত, দু'জনেই রবীন্দ্র সরোবর অঞ্চলের পঞ্চাননতলা বস্তির বাসিন্দা। অভিযোগকারী মেয়েটি দিদি, মা, বাবার সঙ্গে থাকে। সেই গলিরই সামনের দিকে বাড়ি তপনের। স্থানীয়েরা জানান, তপনের সন্তান অভিযোগকারিণীর প্রায় সমবয়সি। খেলার সঙ্গীও বটে। স্থ

এক সপ্তাহ ধরে দেরিতে চলবে মেট্রো

Image
ট্রেন চলাচল আরও মসৃণ করতে মহানায়ক উত্তমকুমার স্টেশনের ওয়াই সাইডিংয়ে কিছু পরিবর্তন করতে চলেছেন মেট্রো কর্তৃপক্ষ। সেই কাজ চলাকালীন আগামী ২ থেকে ৮ জুন নিয়ন্ত্রণ করা হবে মেট্রোর গতি, যার প্রভাবে সারা দিনই কিছুটা দেরিতে চলবে সমস্ত ট্রেন। মেট্রো রেল সূত্রের খবর, ওই স্টেশন সংলগ্ন ওয়াই সাইডিংয়ে একটি বড় বাঁক রয়েছে। ওই বাঁকের কারণে কবি সুভাষের দিক থেকে এসে টালিগঞ্জ স্টেশনে ঢোকার সময়ে বা টালিগঞ্জ ছেড়ে কবি সুভাষের দিকে যাওয়ার সময়ে আপ ও ডাউন লাইনে মেট্রোর গতি ঘণ্টায় ২০ কিলোমিটারে নামিয়ে আনতে হয়। ফলে মেট্রো পিছু গড়ে দেড় মিনিট করে দেরি হয়। পাশাপাশি, কোনও কারণে টালিগঞ্জে ট্রেন ঘোরানোর প্রয়োজন হলে দমদমমুখী লাইনেও ট্রেন দাঁড় করিয়ে রাখতে হয়। এই সমস্যা দূর করতেই ওয়াই-সাইডিংয়ে 'ডিরেলিং সুইচ' বসাচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। ফলে আপ লাইনের ট্রেন চলাচল ব্যাহত না করেই ট্রেন ঘোরানো যাবে। ওয়াই-সাইডিংয়ে কাজ চলাকালীন নন-ইন্টারলকিংয়ের কাজও করা হবে। ফলে রবীন্দ্র সরোবর থেকে নেতাজি ভবন পর্যন্ত সিগন্যালিং ব্যবস্থা কাজ করবে না। ফলে সব মেট্রোই কিছুটা দেরিতে চলবে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্

বজবজে এ বার মিলল ৭৫ কেজি পচা মাছ

Image
ভাগাড়-কাণ্ডের আঁতুড়ঘর বজবজে অভিযান চালিয়ে এ বার ৭৫ কেজি পচা মাছ উদ্ধার করল পুরসভা। মিলেছে বাসি মাংসও। ঘটনায় এক মাছ ব্যবসায়ী ও এক হোটেল মালিককে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার বজবজ পুরসভার চেয়ারপার্সন ফুলু দে-র নেতৃত্বে পুর আধিকারিকেরা বজবজের নতুন বাজার ও চড়িয়াল এলাকার কয়েকটি দোকানে হানা দেন। পুরসভা সূত্রে খবর, নতুন বাজারে মহম্মদ আকবর নামে এক মাছের ব্যবসায়ীর গুদামে হানা দিয়ে প্রায় ৭৫ কিলোগ্রাম পচা মাছ উদ্ধার করা হয়েছে। তিনটি ফ্রিজারে ওই মাছ মজুত করা ছিল। মাছের রং যে ভাবে বদলে গিয়েছে, তাতে সেগুলি মাস চারেকের পুরনো বলে অনুমান করছেন পুর কর্তারা। এক পুর কর্তার কথায়, ''বিভিন্ন রাসায়নিক দিয়ে ওই মাছ সংরক্ষণ করা হয়েছিল। ফ্রিজার থেকে মাছ বার করে আনার পরে দুর্গন্ধ ছড়াচ্ছিল।''  বজবজ পুরসভা সূত্রে খবর, পচা মাছের খোঁজ পাওয়ার পরেই ওই মাছ ব্যবসায়ী আকবরকে পুলিশে দেন পুর আধিকারিকেরা। এর পরে তাঁরা হানা দেন বাজারের বেশ কয়েকটি মাংসের দোকানে। সেখানেও কয়েকটি দোকান থেকে বাসি মাংস উদ্ধার করা হয়েছে।  দোকানদারদের জিজ্ঞাসাবাদের পর পুর আধিকারিকেরা জানতে পারেন, চড়িয়াল এলাকার তিনটি হোটেলে মাছ এ

সাইকেলের পিছনে ছুটে হেনস্থাকারীকে ধরলেন কলেজপড়ুয়া তরুণী পথেই যেন সিনেমা!

Image
বুধবার ঘড়িতে তখন রাত ন'টা। দমদম অঞ্চলের এক জনবহুল রাস্তা। মাঝবয়সী এক সাইকেল চালকের পিছন পিছন দৌড়োচ্ছেন কলেজপড়ুয়া এক তরুণী। ওই সাইকেলচালককে ধরতেই হবে। দৌড়োতে দৌড়োতে চিৎকার করছেন মেয়েটি। এ ভাবে প্রায় তিনশো মিটার দৌড়োলেন তিনি। শেষে রাস্তার পাশ দিয়ে যাওয়া এক স্কুটারচালক মেয়েটিকে দেখে দাঁড়িয়ে পড়লেন। সেই স্কুটারের পিছনে বসেই নতুন করে শুরু হল দৌড়। প্রায় এক কিলোমিটার ধাওয়া করে 'হেনস্থাকারী' সেই সাইকেলচালককে হাতেনাতে ধরলেন তরুণী।  পুলিশ জানিয়েছে, ধৃতের নাম প্রদীপ মুখোপাধ্যায়। তাঁর বাড়ি দমদমে। অভিযোগ, তরুণীর উদ্দেশে পরপর তিন দিন কটূক্তি করেছেন তিনি।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিঁথি এলাকার বাসিন্দা, ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের ছাত্রী মৌমিতা দাস রোজ সন্ধ্যায় দমদম সেভেন ট্যাঙ্কস থেকে পাইকপাড়ার দিকে যাওয়ার রাস্তা ধরে জগিং করেন। অন্য দিনের মতো এ দিনও জগিংয়ের পরে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। পুলিশের কাছে মৌমিতার অভিযোগ, গত সোমবার চিৎপুর থানা এলাকার নর্দার্ন অ্যাভিনিউয়ে একটি রেস্তোঁরার কাছে এক মাঝবয়সী ব্যক্তি তাঁকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় মন্তব্য করে সাইকেল চালিয়

সাফল্য প্রচার করেই মন জিততে চান মোদী

Image
এক দিকে কর্নাটকে দলের মুখ পোড়া এবং সম্মিলিত বিরোধী জোটের হুঙ্কার। অন্য দিকে জনমানসে ক্রমবর্ধমান ক্ষোভ। এই দ্বিমুখী চাপের মুখে দাঁড়িয়ে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের খতিয়ান তুলে ধরে প্রচারে নেমে পরিস্থিতির মোড় ঘোরাতে মরিয়া বিজেপি নেতৃত্ব।  আগামী শনিবার মোদী সরকারের চার বছর পূর্তি। তার আগে অমিত শাহ-নরেন্দ্র মোদীরা বুঝতে পারছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিজেপির পক্ষে অনুকূল নয়। গোরক্ষপুর-ফুলপুর কেন্দ্রের উপনির্বাচনে হারের পরে কৈরানায় আসন্ন উপনির্বাচনে ফের হারের আশঙ্কা, কর্নাটকে সরকার গঠনে ব্যর্থতা, রাজ্যে রাজ্যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ— লোকসভা ভোটের এক বছর আগে এমন একাধিক ঘটনায় বিজেপি নেতৃত্ব বুঝতে পারছেন, দলের জনসমর্থনে টান পড়ছে। কর্নাটকে বিরোধী ঐক্যের ছবি অস্বস্তি বাড়িয়েছে। আপাতত তাই বর্ষপূর্তি অনুষ্ঠানকেই হাতিয়ার করছেন অমিত শাহ। পথে নামতে নির্দেশ দিয়েছেন দলীয় নেতানেত্রীদেরও। বর্ষপূর্তি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি জানিয়ে সদর দফতর থেকে দেশের প্রতিটি রাজ্যে দলীয় সভাপতি এবং মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি পাঠিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের সুফল যাঁরা

বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে মহিলার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে খুন করলেন প্রতিবেশীরা!

Image
বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে সন্দেহে এক মহিলাকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশী একটি পরিবারের বিরুদ্ধে। তমলুক শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কাপাসবেড়িয়ায় বুধবার রাতের ঘটনা। পুলিশ জানিয়েছে, সুমিত্রা বেরা (২৭) নামে ওই মহিলাকে খুনের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তমলুক জেলা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছেন। পুলিশ সূত্রে খবর, কাপাসবেড়িয়ার বাসিন্দা পেশায় রংমিস্ত্রি শ্যামল বেরার সঙ্গে বছর তেরো আগে বিয়ে হয় নিমতৌড়ির বাসিন্দা সুমিত্রা জানার। দম্পতির ১১ বছরের একটি ছেলে রয়েছে। সে মামাবাড়িতে থেকে পড়াশোনা করে। আর পাঁচটা দিনের মতো শ্যামলবাবু বুধবার নিমতৌড়িতে কাজে চলে যান। বাড়িতে একা ছিলেন সুমিত্রা। অভিযোগ, ওই দিন রাত ৮টা নাগাদ প্রতিবেশী সুশান্ত জানার বাবা খোকন জানা, স্ত্রী দ্বীপান্বিতা, তার দুই ভাই প্রশান্ত ও মন্টু  এবং  মা শিখাদেবী সহ ৫-৬ জন সুমিত্রাদেবীর বাড়িতে চড়াও হয়। বাড়ির সামনেই সুমিত্রাদেবীকে তারা মারধর করতে থাকে। তাদের হাত থেকে উদ

নুন খাচ্ছ তো গুণ গাও, সিভিককে ফরমান তৃণমূলকর্মীর!

Image
কোনও লুকোচুরি নয়। সিভিক ভলান্টিয়ারদের সরাসরি পরামর্শই দিলেন কেশপুরের এক তৃণমূলকর্মী। সোশ্যাল মিডিয়ায় তাঁর আবেদন, নুন খেলে গাইতে হবে গুণ। সম্প্রতি সিভিক ভলান্টিয়ারদের মাইনে বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরই মানস ঘোষ নামে কেশপুরের ওই তৃণমূল কর্মী ফেসবুকে লেখেন, 'সিভিক ভাইদের বলছি, সিপিএম ও বিজেপি সুপ্রিম কোর্টে তোমাদের বিরুদ্ধে লড়ছে। দিদি তোমাদের হয়ে লড়ছেন। অক্টোবর থেকে বেতন বৃদ্ধি ঘোষণা করলেন দিদি। বিগত ভোটে তোমাদের দু'-একজন দলবিরোধী কাজ করেছো। যার নুন খাচ্ছো তার অন্তত গুণটা গাও।' বিরোধীদের অভিযোগ, বেছে বেছে তৃণমূল 'ঘনিষ্ঠ' সিভিক ভলান্টিয়ারদের ভোটে ব্যবহার করা হয়েছে। বুথের বাইরে, ভিতরে সরাসরি তৃণমূলের হয়ে কাজ করার জন্য নিযুক্ত ছিলেন তাঁরা। তাই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তৃণমূলের তুলনামূলক খারাপ ফলের জন্য সিভিক ভলান্টিয়ারদের দায়ী করছেন স্থানীয় নেতারা। কেন এমন পোস্ট? এক সময় কেশপুর কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মানসের জবাব, "সোশ্যাল মিডিয়ায় মনের কথা লিখতে তো আপত্তি নেই!" বিরোধীরা অবশ্য খোঁচা দিতে ছাড়ছে না। বিজেপির জেলা

মধ্যরাতে খোলা আকাশের নীচে গণধর্ষণ খাস কলকাতায়!

Image
হাসপাতালে ভর্তি বোনপোকে দেখে মাঝরাতে বাড়ি ফিরছিলেন। স্টেশনে ট্রেনের অপেক্ষা করার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন রেল লাইনের ধারে। কিন্তু, সেখানেই  গণধর্ষণের শিকার হলেন এক মহিলা। বুধবার মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনের এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে আরপিএফ। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বোনের ছেলেকে দেখে বাড়ি ফিরছিলেন বাসন্তীর বাসিন্দা এক মহিলা। রাত ১টার সময় তিনি ট্রেন ধরার জন্য পার্ক সার্কাস স্টেশনে অপেক্ষা করছিলেন। সেই সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে পার্ক সার্কাস এবং স্যার গুরুদাস হল্ট স্টেশনের মাঝে রেল লাইনের দিকে যান। অভিযোগ, সেখান থেকে তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে খোলা আকাশের নীচে গণধর্ষণ করে তিন ব্যক্তি। মহিলার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করেন। ঘটনার পর ওই মহিলা শিয়ালদহ জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে রেল পুলিশ। ইতিমধ্যেই তিন জন গ্রেফতার হয়েছে। আর কেউ এই ঘটনায় জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শিয়ালদহের রেল পুলিশ সুপার (এসআরপি) অশেষ বিশ্বাস বলেন, "ওই মহিলা গণধর্ষণের অভিযোগ

বন্ধ হল বিতর্কিত স্টারলাইট কারখানা

Image
পর পর দু'দিন পুলিশের গুলিতে ১৩ জন বিক্ষোভকারীর প্রাণ যাওয়ার পরে বন্ধ হয়ে গেল থুদুকুরির (তুতিকোরিন) বিতর্কিত স্টারলাইট কপার কারখানা। তামিলনা়ড়ু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার সকালেই কারখানার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে।  স্টারলাইট কারখানাটি দূষণ নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ করছে না বলে প্রশ্ন তুলেছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তবে বেদান্ত লিমিটেডের পক্ষ থেকে পরিবেশের ছাড়পত্রের জন্য আর্জি জানানো হয়। এর পরেই ১৮ ও ১৯ মে পর্ষদের আধিকারিকেরা তুতিকোরিনের কারখানাটি সরেজমিনে ঘুরে দেখেছেন। তবে কালই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান বিতর্কিত সংস্থাটি বন্ধের নির্দেশে সই করতে গিয়ে যে কারণ দেখিয়েছেন, তাতে বলা হয়েছে, কারখানায় পৌঁছে দেখা গিয়েছে, উৎপাদন চালু করতে বেশ কিছু কাজ করে চলেছে কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে ১৯৭৪ সালের জলদূষণ নিয়ন্ত্রণ আইন ও ১৯৭১-এর বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় কারখানা বন্ধ ও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার কথা জানিয়েছে পর্ষদ।  স্টারলাইট কপার বন্ধের দাবি নিয়ে জমায়েতে পুলিশ গুলি চালানোয় প্রতিবাদের ঝড় উঠেছে। রাজ্যের বিরোধী নেতা এম কে স্ট্যালিন, ভাইকো কিংবা কম

আমার হাতটা কবে কিনে দেবে বাবা? ভোট বোমারুরা উত্তর দেবেন কি...

Image
সাত বছরের মেয়ে এখনও বিশ্বাসই করতে পারছে না, বাঁ হাতটা নেই। অনেক সময়ে বাঁ হাত দিয়েই ধরতে চাইছে রং পেনসিলের প্যাকেট, খাতা। খাট থেকে নামতে গিয়ে টাল সামলাতে পারছে না। পুতুলকে শাড়ি পরাতে গিয়ে দু'চোখ ভরে যাচ্ছে জলে। ডান হাত কপালে ঠেকিয়ে বলে চলেছে,''হাতটা ফিরিয়ে দাও ঠাকুর।'' ঘটনাটা ঘটেছিল গত ২০ এপ্রিল। পঞ্চায়েত ভোট নিয়ে গোলমাল তখন তুঙ্গে। মারদাঙ্গার খবর আসছে নানা দিক থেকে। তবে তাঁদের পরিবারে যে সেই আঁচ পড়তে পারে, ভাবেননি শম্ভু হালদার বা তাঁর স্ত্রী দীপালি। ভোরবেলায় ফুল তুলতে গিয়ে খেলার জিনিস মনে করে বোমা কুড়িয়ে এনেছিল মেয়ে পৌলমী। বাবা-দাদুরা দেখতে পেয়ে চেঁচিয়ে ওঠেন, ''ফেলে দে ওটা হাত থেকে।'' থতমত খেয়ে বোমা ফেলেও দেয় পৌলোমী। তার পরেই বিশাল শব্দ, সঙ্গে আলোর ঝলকানি। রক্তে ভিজে বেহুঁশ ছোট্ট শরীরটা। বোমা কার ছিল, তা নিয়ে পুলিশের কাছে দু'দলই অভিযোগ, পাল্টা অভিযোগ জমা করে। দু'পক্ষেরই দাবি, ভোটের সময়ে সন্ত্রাস করার জন্য আনা হয়েছিল বোমা।    আরজিকর হাসপাতালে তিন বার অস্ত্রোপচারের পরে প্রাণে বেঁচেছে পৌলোমী। কিন্তু বাঁ হাতটা কব্জির উপর থেকে বাদ গিয়েছে। ব্যান

প্রধানমন্ত্রী কে জানিস না! সপাটে চড়, গালি

Image
প্রধানমন্ত্রী কে? ঠিক উত্তর মিলল না। পাশ থেকে ফুট কাটল কেউ, ''নওয়াজ শরিফ কে জানিস!'' জাতীয় সঙ্গীত কী? উত্তর এল, ''জানি না ঠিক।'' সঙ্গে সঙ্গে সপাটে এক চড়। হাওড়া থেকে মালদহগামী ট্রেনে বাংলায় কথোপকথন চলছে। গোটাটা ভিডিয়ো করে রাখছে কেউ। ভারতের প্রধানমন্ত্রীর নাম আর জাতীয় সঙ্গীত বলতে না পারলে এ দেশে থাকার অধিকার নিয়ে প্রশ্ন উঠছে। 'লেখাপড়া বেশি দূর করিনি' বলে রেহাই মিলল না। 'পশ্চিমবঙ্গের সিএম কে'? উত্তরদাতা মলিন মুখে থতমত হয়ে ভাবলেন, কোথায় থাকেন জানতে চাওয়া হচ্ছে। উত্তর এল, মালদহের কালিয়াচক। তার পর ভুল শুধরে নিয়ে সঠিক উত্তর দিলেন। শুনে আক্রোশ আরও বাড়ল। চড়থাপ্পড় আর অকথ্য গালাগালি। প্রশ্ন ছুটে এল গুজরাত দাঙ্গা নিয়ে। জাতীয় সঙ্গীত কী বলতে না পারায় জুটল আরও এক প্রস্ত লাঞ্ছনা। তার পর জনগণমন-র কথা জিজ্ঞাসা করায় অবশ্য দু'কলি গেয়ে শুনিয়েও দেন। কিন্তু তাতে রাগ পড়েনি। বলতে হল 'বন্দেমাতরম' আর 'ভারতমাতা কি জয়'! গোটা ঘটনার সূত্রপাত হয়েছিল কিন্তু একটি প্রশ্ন থেকে। নাম কী? 'জামাল মোমিন' বলতেই পরের প্রতিক্রিয়া এগুলো। এ রাজ্যে ট