Posts

Showing posts from March 16, 2019

ফের রক্তাক্ত কাশ্মীর, সোপিয়ানে পুলিশ অফিসারকে বাড়ির সামনে গুলি করে মারল জঙ্গিরা

Image
গুলিবিদ্ধ হওয়ার পর। হাসপাতালে যাওয়ার পথে।  জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় কাশ্মীর পুলিশের এক স্পেশ্যাল পুলিশ অফিসারকে গুলি করে মারল জঙ্গিরা। শনিবার দুপুরে ওই পুলিশ অফিসারের বাড়ির সামনেই এই হামলার ঘটনাটি ঘটে। অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরাই এই কাজ করেছে বলে জানা যাচ্ছে সংবাদমাধ্যম সূত্রে। নিহত পুলিশ অফিসারের নাম খুশবু জান। দুপুর দুটো চল্লিশ মিনিট নাগাদ এই হত্যাকাণ্ডটি ঘটায় জঙ্গিরা। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার ভেহিল গ্রামে খুশবু জানের বাড়ির সামনেই হামলা চালায় বন্দুকবাজেরা। সঙ্কটজনক অবস্থায়  তাঁকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছনের আগেই মারা গিয়েছেন খুশবু জান। জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, 'ওঁর আঘাত খুবই গুরুতর ছিল। আমরা এই সন্ত্রাসের নিন্দা করি। এই কঠিন সময়ে আমরা ওঁর পরিবারের পাশে আছি।' ঘটনার কড়া নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। হত্যাকাণ্ডের পরই টুইট করে তিনি বলেছেন, 'একজন মহিলা পুলিশ অফিসারকে তাঁর বাড়ির সামনেই গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যার তীব্র নিন্দ

জগদ্দলে অর্জুন অনুগামীর উপর হামলা, থানা ঘেরাও বিজেপির, জ্যোতিপ্রিয় বললেন, গুন্ডামি ছুটিয়ে দেব

Image
ভাটপাড়ার 'দোর্দণ্ডপ্রতাপ' তৃণমূল নেতা অর্জুন সিংহ সম্প্রতি দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন গত বৃহস্পতিবার। তার দু'দিনের মধ্যেই রাজনৈতিক হিংসা দেখল জগদ্দল। এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানো হয়েছে, এই অভিযোগে আজ জগদ্দল থানা ঘেরাও করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে আটকে দেওয়া হয় রাস্তা। পাশাপাশি নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে বিজেপি। তৃণমূল যদিও গোটাটাই অর্জুনের 'গুন্ডামি' বলে দাবি করেছে। গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে অর্জুন সিংহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরপরই জগদ্দলে তৃণমূলের পার্টি অফিসের রং গেরুয়া করে দেওয়া হয়। এর পরই শনিবার এই পার্টি অফিসের ঠিক উল্টোদিকে এই বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায়তৃণমূল কর্মী-সমর্থকেরা, এমনটাই অভিযোগ বিজেপির। এই অভিযোগে এ দিন জগদ্দল থানা ঘেরাও করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। এফআইআর-ও দায়ের করা হয়। হামলার পাশাপাশি মহিলার গা থেকে গয়না ছিনতাই করা হয়েছে, এফআইআরে এই অভিযোগও জানিয়েছে বিজেপি। ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি নেতা অর্জুন সিংহ জানিয়েছেন, ''জগদ্দলে আমাদের অফিসের সামনে এক জন কর্মী থা

আবারও চমকে উঠল কলকাতা, কাশ্মীরি শালওয়ালার পেটে ছুরি মেরে টাকা লুট

Image
আক্রান্ত কাশ্মীরি শালওয়ালা সফুর আহমেদ শাহ। নদিয়ার তাহেরপুরের পর এ বার খাস শহরের বুকে কাশ্মীরি শালওয়ালার উপর হামলা চালাল দুষ্কৃতীরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে পার্ক সার্কাসে। পুলিশ জানিয়েছে, আক্রান্ত ওই শালওয়ালার নাম সফুর আহমেদ শাহ। থাকেন সন্তোষপুরে। ওই দিন সন্ধ্যায় তিনি পার্ক সার্কাসে এক মহাজনের কাছে টাকা দিতে যাচ্ছিলেন। তাঁর ব্যাগে ১ লক্ষ ২৫ হাজার ছিল।  অভিযোগ, রেললাইনের ধার ধরে যাওয়ার সময় একটা নির্জন জায়গায় হঠাত্ই কয়েক জন তাঁকে ঘিরে ধরে। কোথা থেকে আসছেন, কী করেন— সফুরকে এ সব প্রশ্ন করতে থাকে তারা। তাদের সব কিছুই জানান সফুর। হঠাত্ই টাকার ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। সফুর বাধা দিতে গেলে বেধড়ক মারধর করা হয়। শরীরের বেশ কয়েক জায়গায় ছুরি দিয়েও আঘাত করা হয় বলে অভিযোগ। সফুর মাটিতে পড়ে গেলে তাঁর কাছে থেকে টাকার ব্যাগটা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। লাইনের ধারে সফুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকরা জানান, পেটে ও পায়ে আঘাত লেগেছে সফুরের। তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দে

পুলিশের সঙ্গে গুলির লড়াই, অন্ধ্রপ্রদেশে খতম ২ মাওবাদী

Image
অন্ধ্রপ্রদেশে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই সশস্ত্র মাওবাদী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার পেডাবায়ালু এলাকায়। এই ঘটনায় জখম হয়েছেন একজন সিআরপিএফ জওয়ানও। বর্তমানে তিনি বিশাখাপত্তনম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ও তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। বিশেষ সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত থেকেই পেডাবায়ালু এলাকায় যৌথ তল্লাশি অভিযানে নামে সিআরপিএফের ১৯৮ নম্বর ব্যাটেলিয়ান ও অন্ধ্রপ্রদেশ পুলিশ। রাত দেড়টা নাগাদ শুরু হয় এনকাউন্টার। কয়েক ঘন্টা ধরে চলা লড়াইয়ের পর খতম হয় দুই মাওবাদী। ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহের পাশাপাশি দুটি বন্দুকও উদ্ধার হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে বাকি মাওবাদীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এমনিতেই বিশাখাপত্তনম ও আরাকু ভ্যালি-সহ অন্ধ্রপ্রদেশের এই এলাকাগুলিতে মাওবাদীদের যথেষ্ট প্রভাব রয়েছে। ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর গ্রাম সফরে গিয়ে মাওবাদীদের হাতে খুন হতে হয়েছিল আরাকুর টিডিপি বিধায়ক কিদারি সর্বেশ্বর রাও এবং প্রাক্তন বিধায়ক শিবারি সোমাকে। আরাকুর ডুমরিগুডার লিভিরিপুট্টা গ্রামে গিয়েছিলেন রাও এবং সোমা। রাস্তায় মাওবাদীরা বিধায়কদের গাড়ি আটকায়। মাওবা

সোশ্যাল মিডিয়ায় নিউজিল্যান্ডের হত্যাকারীর ম্যানিফেস্টো! হামলাকারী জানাল কারণ

Image
নিউজিল্যান্ডে হামলাকারী বন্দুকবাজের কাছ থেকে ৭৪ পাতার ম্যানিফেস্টো পাওয়া গিয়েছে। শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকবাজের হামলায় ৪৯ জনের মৃত্যু  হয়। হামলাকারী ব্রেনটর ট্যারেন্ট কাছ থেকে পাওয়া নথিতে ভারতের পাশাপাশি চিন, তুর্কিকে হামলাকারী বলে অবিহিত করা হয়েছে। এই তিনটি দেশকে পূর্বের সম্ভাব্য জাতি শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে। শনিবার সকালেই হামলাকারীকে আদালতে তোলা হয়। ম্যানিফেস্টোর নাম দেওয়া হয়েছে, দ্য গ্রেট রিপ্লেসমেন্ট। তাতে বলা হয়েছে, যেখান থেকেই আসুন না কেন হামলাকারীদের ইউরোপের মাটি থেকে সরাতে হবে। ব্রেনটর ট্যারেন্ট বলেছে, এইসব দেশের মানুষ আমাদের নন। কিন্তু তাদের দেশে বাস করেন। তাই তাদের সরাতে হবে। এই ম্যানিফেস্টো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। হামলাকারী একজন অস্ট্রেলিয়ান বলে জানা গিয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন হামলাকারীকে জঙ্গি বলেই বর্ণনা করেছেন। ম্যানিফেস্টোর ৬৩ পাতায় বলা হয়েছে, যদি আরও কিছুদিন অপেক্ষা করা হয়, তাহলে তা দেরি হয়ে যাবে। সেই সময়ের মধ্যে হামলাকারীরা জমি দখল করে নেবে। সেই সঙ্গে অইউরোপীয়দের সংখ্যা স্ফীত হয়ে যাবে। ম্যানিফেস্টো র

'ম্যায় ভি চৌকিদার', প্রচারমূলক ভিডিওয় লোকসভার প্রচার জমিয়ে দিলেন নরেন্দ্র মোদী |

Image
বিজেপির লোকসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে গিয়েছে। সেই প্রচারে অন্য মাত্রা যোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের টুইটার হ্যান্ডেলে একটি প্রচারমূলক ভিডিও পোস্ট করেছেন তিনি। যার মূল থিম হল 'ম্যায় ভি চৌকিদার'। যার অর্থ এখন দেশের অনেক মানুষ যাঁরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন, স্বচ্ছতাকে ফিরিয়ে আনতে লড়াই করেন, এঁরা সকলেই দেশের চৌকিদার। ভিডিওতে সেরকমই ব্যাখ্যা করা হয়েছে। টুইটারে তিন মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করেছেন নরেন্দ্র মোদী। সারা দেশের বিভিন্ন প্রান্তের, সেখানকার মানুষের ঝলক ভিডিওতে দেখা গিয়েছে। অখণ্ডতার এক চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মোদী লিখেছেন, আপনার চৌকিদার দৃঢ় চিত্তে দাঁড়িয়ে রয়েছে। তবে আমি একা নই। যাঁরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, সামাজিক নানা ব্যাধির বিরুদ্ধে লড়ছেন, তাঁরাও চৌকিদার। যাঁরা দেশকে এগিয়ে নিয়ে যেতে লড়ছেন তাঁরা সকলেই চৌকিদার। তাই সব ভারতীয় আজ একসঙ্গে বলছেন।

কবে ভারতে আসছে রেডমি গো?

Image
ভারতে আসছে শাওমির প্রথম অ্যানড্রয়েড গো স্মার্টফোন রেডমি গো। 1GB বা তার কম RAM এর স্মার্টফোনের জন্য নতুন এই অপারেটিং সিস্টেম নিয়ে এসেছিল গুগল। রেডমি গো ফোনে চলবে অ্যানড্রয়েড ওরিও (গো এডিশন)। ইতিমধ্যেই ফিলিপিন্সে এই বাজেট ফোন লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। ১৯ মার্চ ভারতে লঞ্চ হবে রেডমি গো। ঐ দিন নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে কোম্পানির প্রথম অ্যানড্রয়েড গো স্মার্টফোনটি ভারতে আনবে শাওমি। ইতিমধ্যেই ট্যুইটারে রেডমি গো স্মার্টফোন নিয়ে ভারতে অফিশিয়াল রেডমি অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা গয়েছে। এই পোস্টের লিঙ্ক থেকে লঞ্চ ইভেন্টে উপস্থিত থাকার জন্য রেজিস্টার করতে হবে। রেডমি গো স্পেসিফিকেশান রেডমি গো ফোনে চলবে অ্যানড্রয়েড ওরিও (গো এডিশন) অপারেটিং সিস্টেম। এই ফোনে থাকবে একটি ৫ ইঞ্চি HD ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 425 চিপসেট। 1GB RAM আর 8GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ছবি তোলার জন্য রেডমি গো তে থাকছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ আর HDR মোড। সেলফি তোলার জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। কানেক্টিভিটির জন্য র

কার্ড ছাড়াই এটিএম-এ টাকা! নতুন প্রযুক্তির যাত্রা শুরু কলকাতায়

Image
কার্ড ছাড়াই টাকা এটিএম-এ। মুম্বইয়ের পর এই প্রযুক্তির যাত্রা শুরু হল কলকাতায়। এসবিআই কর্তৃপক্ষের দাবি এই প্রযুক্তিতে কার্ড ক্লোনিং কিংবা  স্কিমিং-এর মতো গ্রাহক তথ্য চুরি ঝুঁকি থাকবে না। এর জন্য এসবিআই ইওনো অ্যাপের সাহায্য নিতে হবে। এই প্রযুক্তির ব্যবহার সারা দেশে প্রায়  ১৬,৫০০ এটিএম থেকে টাকা তোলা যাবে বলে জানা গিয়েছে। শহরের যে এটিএমগুলিতে নতুন প্রযুক্তির সাহায্যে টাকা তোলা যাচ্ছে, সেগুলিকে ইওনো ক্যাশ পয়েন্ট নাম দেওয়া হয়েছে এসবিআই-এর তরফে। ব্যাঙ্কিং পরিষেবা এবং লাইফস্টাইল পণ্য কেনার কাজে ব্যবহৃত প্ল্যাটফর্ম ইওনোর সঙ্গে এসবিআই-এর যৌথ উদ্যোগে পরিষেবাটি দেওয়া হচ্ছে। কার্ড ছাড়া টাকা তোলার সুবিধা গ্রাহকদের  স্বাচ্ছন্দ্য বাড়াবে বলেই মনে করছে এসবিআই। এই প্রযুক্তি ব্যবহার করতে গেলে গ্রাহককে প্রথমে নিজের স্মার্টফোনে ইওনো অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর ছয় অঙ্কের ইওনো ক্যাশ পিন নম্বর তৈরির পালা। এই পদ্ধতিতে টাকা তোলার ক্ষেত্রে দুবার গ্রাহকের পরিচিতি যাচাই করা হয়। টাকা তোলার সময় ব্যাঙ্কে নথিভুক্ত মোবাইল নম্বরে ছয় অঙ্কের একটি নম্বর এসএমএস করে পাঠানো হয়। এই রেফারেন্স নম্বর  আর পিন ন

ওড়িশায় ফুলে-ফেঁপে উঠছে বিজেপি, কংগ্রেস-বিজেডি ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে

Image
এবছরই লোকসভা নির্বাচন বাদেও ওড়িশায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ওড়িশা যেন ভোট রঙ্গে মেতে গিয়েছে। পরপর দুটি বড় নির্বাচন হতে চলেছে রাজ্যে। তাই ভোট প্রচারেও আরও বেশি জমজমাট ভাব সর্বত্র চোখে পড়ছে। এই ভোট আবহের মধ্যেই ওড়িশায় বিজু জনতা দল ও কংগ্রেসে ভাঙন ধরেছে। কংগ্রেস থেকে অনেক নেতা-বিধায়ক-সাংসদ বেরিয়ে আসছেন। এদিন যেমন সালেপুরের কংগ্রেস বিধায়ক প্রকাশ চন্দ্র বেহরা কংগ্রেস থেকে বেরিয়ে ইস্তফা দিয়ে দিলেন। এবার তিনি কোন দলে যান সেটাই দেখার। তবে দেখা যাচ্ছে বেশিরভাগ দলত্যাগীই বিজেপিতে যোগ দিচ্ছেন। এদিকে নবরঙ্গপুরের বিজেডি সাংসদ বলভদ্র মাঝি দল ছেড়েছিলেন কয়েকদিন আগে। এবার তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে খবর। কয়েকদিন আগে প্রাক্তন বিজেডি বিধায়ক দামোদর রাউত বিজেপিতে যোগ দিয়েছেন। তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। ওড়িশার কংগ্রেস নেতা পদ্মলোচন পণ্ডাও বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেডি থেকে বেরিয়ে যাওয়া প্রভাবশালী নেতা বৈজয়ন্ত জয় পণ্ডা কয়েকদিন আগে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে দেখা যাচ্ছে যে ওড়িশায় বিজেপি ক্রমেই শক্তিশালী হচ্ছে

বৈঠকে উপমুখ্য নির্বাচন কমিশনার, স্পর্শকাতর বুথের দাবি নিয়ে যুযুধান শাসক-বিরোধী

Image
নির্ধারিত সূচি অনুযায়ী-ই শনিবার সকালে রাজ্যে এসে উপস্থিত হয়েছেন উপমুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বেঙ্গল চেম্বার অফ কমার্সে সর্বদলীয় বৈঠক করছেন তিনি। প্রথমে জাতীয়স্তর, পরে রাজ্যস্তর, মোট ৯টি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠক করার কথা উপমুখ্য নির্বাচন কমিশনারের। বৈঠকে উপস্থিত আছেন উপস্থিত আছেন অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক এল এন মীনা। রাজ্যের সব বুথকে স্পর্শকাতর ঘোষণার দাবি জানিয়েছেন বিরোধীরা। আজও সেই প্রসঙ্গে নির্বাচনে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রপাপ্ত বিজেপি নেতা মুকুল রায় বলেন, "আমরা নতুন কিছু বলব না। তথ্য দিয়ে সব বলছি। ২০১১ সালে মমতা যা বলেছিলেন, সেটাই বলেছি। স্বাভাবিকভাবেই এরাজ্য সব বুথ সেন্সিটিভ। পঞ্চায়েত ভোটের কাগজ দেখালাম। এই রাজ্য সব সীমা পার করেছে। বাংলার পুলিসের উপর বিশ্বাস নেই।" তিনি দাবি করেন, কমিশন পশ্চিমবঙ্গের পুলিসের উপর ভরসা করে নয়, নিজের দায়িত্বে ভোট করুক। যদিও মুকুল রায়ের দাবি খারিজ করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় পাল্টা দাবি করেন, "রাজ্যে উন্নয়ন, শান্তি থাকার পরেও ছলচাতুরি করছে। অসাধু ঝুলি নিয়ে আছে ওরা। আমরা নথি দিয়ে সুপ্রিম কোর্টে প্রমাণ দিয়েছ

ওই বন্দুকবাজকে জাপটে না ধরলে আরও বাড়ত মৃত্যু

Image
জখম ভারতীয় যুবক আহমেদ ইকবাল জাহাঙ্গির। মোটামুটি শান্তিপূর্ণ দেশ নিউজ়িল্যান্ড। বাসিন্দারা মনে করতে পারেন না শেষ কবে হিংসা, অশান্তি দেখেছেন। সেই ছবিটাকেই ভেঙে দিল ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলা।  এ দিন দুপুরে ওই মসজিদ দু'টির একটিতেই ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ফয়জল সৈয়দ। গত দশ বছর ধরে নিউজ়িল্যান্ডের বাসিন্দা। শুক্রবারের ঘটনা নাড়িয়ে দিয়েছে ফয়জলকে। তাঁর এক বন্ধু মারা গিয়েছে এ দিনের ঘটনায়। অন্য জন হাসপাতালে ভর্তি। তবে এত সব কিছুর মধ্যেই সে সময়ে মসজিদে থাকা এক ব্যক্তিকে কিছুতেই ভুলতে পারছেন না ফয়জল। আজ সকালে তিনি না থাকলে হয়তো নিহতের সংখ্যাটা আরও অনেকটাই বাড়তে পারত বলে জানান ফয়জল। ছোট্ট মসজিদে তখন অসংখ্য মানুষের ভিড়। তার মধ্যেই গুলি চালাতে চালাতে ছুটে এল বন্দুকবাজ। নিজের হৃদস্পন্দন সে সময় নিজের কানেই শুনতে পাচ্ছিলেন ফয়জল। হঠাৎই আটক বন্দিদের মধ্যে থেকেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছুটে গিয়ে ওই বন্দুকবাজকে জাপটে ধরেন। তত ক্ষণ পর্যন্ত চেপে রেখেছিলেন, যত ক্ষণ না বন্দুক নামাতে বাধ্য হয় বন্দুকবাজ। ফয়জল জানান, ওই মানুষটি সাহস না দেখালে হয়তো তিনিও বেঁচে থাকতেন না। মানুষটিকে তিনি খুঁজে বার করার চেষ্

‘ম্যায় ভি চৌকিদার’! নতুন স্লোগানে রাহুলকে পাল্টা মোদীর

Image
লোকসভা ভোটের মুখে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর 'চৌকিদার চোর হ্যায়' স্লোগানের পাল্টা জবাব দিতে এ বার নতুন স্লোগান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'ম্যায় ভি চৌকিদার'। সঙ্কটে তিনিই দেশের 'পরিত্রাতা' বোঝাতে শনিবার সকালে ওই স্লোগান দিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর টুইটে। সেই ভিডিয়োয় রয়েছে একটি গান। আর সেই গানের সঙ্গেই প্রধানমন্ত্রীকে কখনও দেখা যাচ্ছে কোনও জনসমাবেশে, কখনও বা কোনও যুদ্ধের ট্যাঙ্কের উপরে। নানা রকমের কর্মকাণ্ডে। প্রধানমন্ত্রী মোদীকে বলতে দেখা যাচ্ছে, ''আপনাদের পাহারা দেওয়ার জন্য দেশের সেবার জন্য এই চৌকিদার দৃঢ়প্রতিজ্ঞ।'' সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, গানের সুরে সুর মিলিয়ে আমজনতাও বলছে 'ম্যায় ভি চৌকিদার হুঁ'। 'ম্যায় ভি চৌকিদার' হ্যাশট্যাগ দিয়ে করা সেই টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ''আমি একা নই। যাঁরাই দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, সমাজের কলুষ, ত্রুটিবিচ্যুতির বিরুদ্ধে লড়াই করছেন, তাঁরা সকলেই চৌকিদার। ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাঁরা লড়াই করে চলেছেন, তাঁরাও চৌকিদার। আজ প্রতিটি ভারতীয় নাগরিক বলছেন, ম্

আমরা সবাই সুস্থ, ভাল আছি, বালাকোট বোমাবর্ষণে কোনও ক্ষতি হয়নি: মাসুদ আজহার

Image
নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ মাসুদ আজহারের। পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার বোমাবর্ষণে জইশ দলের কারও কোনও ক্ষতি হয়নি, সবাই জীবিত এবং সম্পূর্ণ সুস্থ—সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের মুখপত্র আল-কালাম- এ এই দাবিই করল জইশ প্রধান এবং পুলওয়ামা কাণ্ডের মূল চক্রী মাসুদ আজহার। শুধু তাই নয়, নিজের লেখায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিরন্দাজি অথবা শুটিং-এর প্রতিযোগিতায় নামার চ্যালেঞ্জও ছুড়েছে ভারতের এই 'মোস্ট ওয়ান্টেড' জঙ্গি। জইশ-ই-মহম্মদের মুখপত্র হিসেবে আল-কালামকেই চেনে সারা দুনিয়া। সেখানেই 'সাদি' নামে লেখে খোদ জইশ প্রধান মাসুদ আজহার।জানা গিয়েছে, এই মুখপত্রের সাম্প্রতিক সংখ্যায় পুলওয়ামা কাণ্ড এবং তার পরবর্তী বিভিন্ন ঘটনা নিয়ে লিখেছে এই কুখ্যাত জঙ্গি। বালাকোটে ভারতীয় বায়ুসেনার বিমান হামলায় যে আদৌ কোনও ক্ষতি হয়নি এবং ভারত যে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা ছড়াচ্ছে, এমনটাও দাবি করেছে মাসুদ। তার কথায়, 'আমরা সবাই বেঁচে আছি এবং ভাল আছি। আমার কিডনি এবং লিভারও খুব ভাল অবস্থায় আছে এখন।' আল-কালাম নামের এই সাপ্তাহিক পত্রিকায় সাদি নামেই লেখে মাসুদ। কিন্তু এই সংখ্যায় মাসুদ

ঘাটালের সিপিএম প্রার্থীকে 'অভিনন্দন' সাংসদ দেবের

Image
লড়াইয়ের শুরুতেই প্রতিপক্ষকে অভিনন্দন বার্তা দিলেন ঘাটালের সাংসদ তৃণমূল কংগ্রেসের দেব। বাংলা চলচ্চিত্র জগতের এই অভিনেতা ট্যুইটারের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন সিপিএমের তপন গঙ্গোপাধ্যায়কে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের তরফে প্রার্থী হয়েছেন সিপিএমের তপন গঙ্গোপাধ্যায়। শুক্রবারই তাঁর নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। আর তার পরই দেব ট্যুইট করেন। ২০১৪ সালে দেব প্রথমবার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। ঘাটাল থেকে ভোটে জিতে প্রথমবার সাংসদও হন সেবার। এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আবার প্রার্থী করেছেন ঘাটালে। গত মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর প্রথম বামফ্রন্ট প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাতেই রয়েছে দেবের প্রতিপক্ষ তপন গঙ্গেপাধ্যায়ের নাম। যা দেখে দেবের ট্যুইট, ''ঘাটালে সিপিএম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন। আমরা যেই জিতি বা হারি, সবাই একসঙ্গে ঘাটালের মানুষের সুখ-দুঃখের সঙ্গে থাকব। ঘাটালের উন্নয়নে একসঙ্গে কাজ করব। আমাদের মতবিরোধ যেন উন্নয়নের অন্তরায় না হয়।''  ঘাটালে সিপিআইএম প্রার্থী শ্রী তপন গাঙ্গুলি

প্রতিবেশী দেশগুলিকে ঋণের জালে জড়িয়ে প্রভাব বিস্তার করছে চিন, সতর্ক করল আমেরিকা

Image
গ্বদর বন্দর প্রতিবেশী দেশগুলিকে ঋণ দিয়ে ধীরে ধীরে আগ্রাসনের পথে হাঁটা শুরু করেছে চিন। আর এটাই চিন্তা বাড়াচ্ছে আমেরিকার। সেনেট আর্মড সার্ভিসেস কমিটির কাছে বৃহস্পতিবার গোটা বিষয়টি জানিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ-এর চেয়ারম্যান জোসেফ ডানফোর্ড। চিনের আর্থিক সহযোগিতায় বালুচিস্তান প্রদেশে গ্বদর বন্দর বানাচ্ছে পাকিস্তান। গ্বদর বন্দর-সহ বিভিন্ন নির্মীয়মাণ প্রকল্পের জন্য চিনের কাছে থেকে ১ হাজার কোটি ডলার যা ভারতীয় মুদ্রায় ৭০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে পাকিস্তান। ডানফোর্ড জানিয়েছেন, এ ভাবেই প্রতিবেশী দেশগুলিকে ঋণের জালে ফাঁসিয়ে নিজেদের প্রভাব বিস্তারে মরিয়া হয়ে উঠেছে চিন। চিনের এই ঋণনীতি আন্তর্জাতিক ক্ষেত্রে যে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে সে সম্ভাবনার কথাও তুলে ধরেছেন ডানফোর্ড। চিনের এই 'ছদ্মবেশী ঋণনীতি'র সম্পর্কে বলতে গিয়ে শ্রীলঙ্কা এবং মলদ্বীপের  উদাহরণও তুলে ধরেন ডানফোর্ড। সমুদ্র বন্দর বানানোর জন্য চিনের কাছ থেকে ঋণ নিয়েছিল শ্রীলঙ্কা। পরিবর্তে ওই বন্দর ৯৯ বছর ব্যবহারের জন্য চিনকে লিজ দেয় শ্রীলঙ্কা। শুধু তাই নয়, শর্ত অনুযায়ী বন্দরের ৭০ শতাংশই আয়ত্তে থাকবে চি

‘যদি কিছু ঘটে, ছেলেকে তো আর দেখতে পাব না’

Image
আমরা যেখানে থাকি, সেই লিনউডে হামলা হয়েছে। ছেলের স্কুলের সামনেও হামলা হয়েছে।  তখন দুপুর ৩টে হবে। ক্রাইস্টচার্চ শহরে যে হোটেলে আমি হাউজ়হোল্ড অ্যাসিস্ট্যান্টের কাজ করি, সেখানেই ছিলাম। হঠাৎই খানিকটা দূর থেকে ফটফট শব্দ।  প্রথমটায় কিছু বুঝতে পারিনি। কে যেন বলল, কাছেই মসজিদে নাকি সন্ত্রাসবাদী হামলা হয়েছে। হোটেল থেকে মোটে মিনিট তিনেকের পথ। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কে কী করবে, কোথায় যাবে, ভেবে‌ পাচ্ছিল না।  জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি, রাস্তায় লোকে ভয়ে ছোটাছুটি করছে। গুলির শব্দটা যেন এই দিকেই এগিয়ে আসছে! তখনই সরকারের থেকে জানানো হল, কেউ যেন রাস্তায় না বেরোয়। আমাদের চুপটি করে বসে থাকতে বলা হল।  আমি নদিয়ার বীরনগরের মেয়ে। শ্বশুরবাড়ি কলকাতায়। ভোটের সময়ে গন্ডগোল দেখেছি। কিন্তু এ জিনিস কখনও দেখিনি। আমার স্বামী কৌশিক বসু এই শহরেরই একটি রেস্তোরাঁর ম্যানেজার। ছেলে ক্রাইস্টচার্চ ইস্ট স্কুলে ক্লাস সিক্সে পড়ে। স্কুল ছুটির সময় হয়ে গিয়েছে। ওর বাবা গিয়েছে আনতে। বাড়ি থেকে বেরনো পর্যন্ত ফোনে কথা হয়েছিল। তার পর আর যোগাযোগ করতে পারছিলাম না।  শহরে সব বন্ধ। শুধু হুশ-হুশ করে পুলিশের গাড়ি ছুটে যাচ্ছে। গ

মেয়েদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দায়িত্ব পেল ভারত

Image
২০২০ সালে ফিফার অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ  আয়োজনের দায়িত্ব পেল ভারত। এই প্রথমবার ভারত মেয়েদের এই বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাচ্ছে। আয়োজক দেশ হওয়ায় স্বাভাবিক ভাবেই এই প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ভারতীয় মেয়েদের অনূর্ধ্ব ১৭ ফুটবল টিম। এর আগে ২০১৭ সালে ফিফার অনূর্ধ্ব ১৭ (পুরুষ) বিশ্বকাপের আয়োজনও ভারত করেছিল। আয়োজনের সেই সাফল্যে ফিফা প্রেসিডেন্টের প্রশংসাও জুটেছিল। সেটাই ছিল ভারতে ফিফার কোনও টুর্নামেন্ট। এবারের দায়িত্ব তারই পুরস্কার।

অর্জুন: তৃণমূলের টোটকা

Image
অর্জুন সিংকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। তাঁর বিরুদ্ধে দলত্যাগ আইন প্রয়োগের জন্য বিধানসভার স্পিকারের কাছে চিঠি দিচ্ছেন দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি। ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং বৃহস্পতিবার দিল্লিতে বিজেপি–তে যোগ দিয়েছেন। এবার তৃণমূল টোটকার বয়বস্থা করছে। শুক্রবারই তৃণমূল ভবনে অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ অনুগামীরা তৃণমূলে যোগ দেন। বিজেপি–র প্রমোদ সিং, ধরমপাল গুপ্তা, কংগ্রেসের সোমনাথ শ্যাম, সঞ্জয় সিং ও জিতেন্দ্র সাউ— ভাটপাড়ার এই ৫ জনের হাতে পার্থ চ্যটার্জি দলের পতাকা তুলে দেন। এদিন সকালে মেয়র ফিরহাদ হাকিম ও মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা এঁদের কয়েকজনকে নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে যান। ফিরহাদ মমতার সঙ্গে দেখা করেন। তাঁকে বলেন, '‌এঁরা তৃণমূলে আসতে চাইছেন।'‌ মমতা অনুমতি দেওয়ার পর তৃণমূল ভবনে এঁদের আনা হয়। উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ও নির্মল ঘোষ। ছিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী। ‌জিতেন্দ্র ওরফে জিতু ২০১৫-র পুরসভা ভোটে নিজের ওয়ার্ডে অর্জুনের লোকজনকে ঢুকতে দেননি। এলাকায় প্রভাব যথেষ্ট। ১৬ সালে বিধানসভা ভোটে তাঁকে প্রার্থী করেনি আলিমুদ্দিন।

শনিবারেই ১০০ প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বিজেপি

Image
নয়াদিল্লি: শনিবারই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। অন্তত ১০০ জন প্রার্থীর নাম এদিন ঘোষণা করা হবে বলে অনুমান করা হচ্ছে। এদিন বিকেল ৪টে থেকে শুরু হবে বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠক। সেই বৈঠক শেষেই ১০০টি নাম ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে। এদিন দিল্লিতে দলের সদর দফতরে সেই বৈঠকে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন অমিত শাহ, অরুণ জেটলি, রাজনাথ সিং, সুষমা স্বরাজ, নির্মলা সীতারামণের মত নেতা-নেত্রীরা। সূত্রের খবর, প্রথম দফায় মহারাষ্ট্র ও কর্ণাটকের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এছাড়া গাজিয়াবাদ ও নয়ডা সহ উত্তরপ্রদেশের আটটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানা যাচ্ছে। শুক্রবারই উত্তরপ্রদেশে যৌথভাবে নির্বাচন লড়ার জন্য আপনা দলের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে বিজেপির।   গত ৮ মার্চ বিজেপির পার্লামেন্টারি বোর্ডের একটি বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নরেন্দ্র মোদী ফের বারাণসী থেকেই প্রার্থী হবেন। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই ৫,৮১,২২০ ভোটে জয়ী হয়েছিলেন নরেন্দ্র মোদী। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্

এটাই শেষ, আর ছোট ডিসপ্লের স্মার্টফোন বানাবে না শাওমি

Image
বাজারে এখন বড় স্মার্টফোনের রমরমা। কিন্তু যারা ছোট ডিসপ্লের স্মার্টফোন পছন্দ করেন তাদের কথা ভাবেন না কোনও কোম্পানি। সম্প্রতি বাজারে এসেছে তুলনামুলক ছোট ডিসপ্লের স্যামসাং গ্যালাক্স্য এস১০ই। মি ৯ সিরিজে তুলনামুলক ছোট ডিসপ্লেতে লঞ্চ হয়েছি মি ৯ এসই স্মার্টফোন। এটাই হয়তো কোম্পানির শেষ ছোট ডিসপ্লের স্মার্টফোন হতে চলেছে। সোশ্যাল মিডিয়া সাইটে শাওমি প্রধান জানিয়েছে ছোট ডিসপ্লের ফ্ল্যাগশিপ তৈরীর সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও বাজারে বড় ডিসপ্লের ফোনের চাহিদা ক্রমশ বাড়ছে। চিনে Mi 9 SE ফোনের দাম শুরু হচ্ছে 1,999 ইউয়ান থেকে। Mi 9 SE তে রয়েছে ৫.৯৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। একাধিক স্টরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই স্মার্টফোন পাওয়া যায়। সম্প্রতি শাওমির ফোল্ডেবেল স্মার্টফোনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ২০১৯ সালে অন্য সব কোম্পানিও ফোল্ডেবেল ফোন তৈরীতে ব্যাস্ত। তাই এই সময় ছোট ডিসপ্লের ফোন তৈরী থেকে দূরে থাকার সিদ্ধান্ত অবাক করেনি আমাদের। শাওমির ফোল্ডেবেল স্মার্টফোন দুই দিক থেকে ভাঁজ করে যায়। এই ফোনে থাকছে একটি ফোল্ডেবেল ডিসপ্লে। মিডরেঞ্জ বাজারে কোম্পানির জমি শক্ত করতে সম্প্রতি ভারতে লঞ্চ

বিজেপির স্বার্থত্যাগে মোহিত অখিলেশ! লোকসভা ভোটে কংগ্রেসকে দিলেন চরম ‘শিক্ষা’

Image
বিজেপির প্রশংসায় পঞ্চমুখ সমাদবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। এবার লোকসভায় উত্তরপ্রদেশে বিজেপির পয়লা নম্বর শত্রু বুয়া-ভাতিজা জোট। তবু সেই জোটেরই এক শরিকের মুখে বিজেপির নামে ঢালাও প্রশংসা। বিজেপিকে দৃষ্টান্ত করে কংগ্রেসকে শিক্ষা নিতেও আবেদন করলেন তিনি। বললেন, জোট রাজনীতি বিজেপির কাছে শেখা উচিত। অখিলেশ বলেন, বিজেপি জানে ক্ষমতায় আসতে গেলে ছোট ছোট সঙ্গী দলগুলিকে সম্মান করতে হয়। কিন্তু কংগ্রেস তা করে না। তাই কংগ্রেস এখনও জোট নিয়ে পস্তাচ্ছে। আর বিজেপি শত মতবিরোধ সত্ত্বেও জোটসঙ্গীদের সঙ্গে সমাঝোতা করে এগিয়ে চলেছে। অখিলেশ যাদব তাই মনে করেন, জোট রাজনীতিতে বিজেপি অনেক বেশি এগিয়ে কংগ্রেসের থেকে। অখিলেশ বলেন, জোট করতে গেলে বড় দলকে সবসময় স্বার্থত্যাগ করতে হয়। ছোট দলগুলির স্বার্থ দেখতে হয়। যেটা বিজেপি করছে, সেটা কংগ্রেস বড় দল হয়েও কখনও করেনি। সেই কারণেই উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে শত প্রতিকূলতা নিয়েও জোট করতে সমর্থ হল বিজেপি। মহারাষ্ট্র শিবসেনা ও উত্তরপ্রদেশে আপনা দলের সঙ্গে জোট করল বিজেপি। এদিন বিজেপি ও আপনা দলের এই সমঝোতাকে তুলে ধরে কংগ্রেসকে একহাত নিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। ত

কয়েকঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঝড়, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Image
ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার সকাল ১০টার মধ্যেই ব্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে। মূলত দক্ষিণবঙ্গেই এই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। জানা গিয়েছে, ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায়। ফলে সপ্তাহের শেষে সাতসকালে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার বিকেলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া দফতরের তরফে। সেই মতো শুক্রবার সন্ধ্যার পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি হয়। তবে ঝড় ও বৃষ্টির দাপট প্রায় সামান্যই ছিল। ফলে ক্ষয়ক্ষতির তেমন কোনও খবর মেলেনি। কিন্তু সামান্য ঝড় ও বৃষ্টির জেরে বৃহস্পতিবার সন্ধ্যার পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছিল। তাই সকাল থেকে গরমের জেরে যে হাসফাঁস অবস্থা তৈরি হয়েছিল, তার থেকে অনেকটাই মুক্তি পেয়ে যান দক্ষিণবঙ্গবাসী। শনিবার সকালেও তার রেশ বজায় ছিল। আবহাওয়া বেশ ঠান্ডাই ছিল। এবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকালে ব্যপক ঝড়-বৃষ্টি হলে তাপমাত্রা আরও অনেকটা কমবে।