Posts

Showing posts from December 1, 2018

এই সব উপসর্গগুলি জরায়ুর ক্যানসারের প্রাথমিক লক্ষণ, আজই সচেতন হোন

Image
জরায়ু ক্যানসারে আক্রান্তের সংখ্যআ দিনকে দিন বাড়ছে। বিশ্বে যে সমস্ত ক্যানসারে মেয়েরা সবচেয়ে বেশি আক্রান্ত হন, তার অন্যতম জরায়ুর ক্যানসার। অনিয়ন্ত্রিত যৌন জীবন, বার বার সন্তানসম্ভবা হওয়া বা জরায়ুর যে কোনও সংক্রমণ থেকে এই অসুখের শিকার হন মেয়েরা। তবে আজকাল জরায়ুতে পাথর ও তার ঠিক সময়ে চিকিৎসা না হওয়ার কারণেও এই অসুখের শিকার হন অনেকেই। ক্যানসার এমন এক অসুখ অধিকাংশ ক্ষেত্রে যা বুঝে উঠতে ও নির্ণয় হতেই অনেকটা সময় পেরিয়ে যায় তত দিনে অসুখও মরণকামড় বসিয়ে ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র তথ্য অনুযায়ী, এ দেশে ক্যানসার আক্রান্ত  মহিলাদের একটা বড় অংশ ভোগেন জরায়ুর ক্যানসারে। প্রতি বছর গোটা পৃথিবীতে প্রায় ২.৫ লক্ষ মহিলা জরায়ুর ক্যানসারে আক্রান্ত হন। প্রথম অবস্থায় চিকিৎসা না করানোর ফলে আক্রান্তদের বেঁচে থাকার হার ৫২ শতাংশ কমে যায়। আবার প্রাথমিক অবস্থায় এই ক্যানসারের তেমন কোনও শারীরিক কষ্ট অনুভব না হওয়ায় এই ক্যানসারকে বুঝে ওঠাই কঠিন হয়ে পড়ে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, কিছু উপসর্গ দেখলেই সচেতন হোন। প্রাথমিক স্তরে এই ক্যানসারকে রুখে দেওয়ার অন্যতম পদক্ষেপ এই উপসর্গগুলিকে চেনা। যত দ্রুত এই ধরনের ক্যা

কলকাতায় বসে ইউরোপ আমেরিকায় প্রতারণা, কোটিপতি ‘চারমূর্তি’ গ্রেফতার

Image
পুলিশের জালে 'চারমূর্তি'। বাইরে কলসেন্টারের মোড়ক। তার আড়ালেই ফাঁদা হয়েছিল বড় মাপের প্রতারণা চক্র। কলকাতায় বসেই ফাঁদ পাতা হত বিদেশিদের জন্য। এবং নানা ভাবে ঠকিয়ে, ব্ল্যাকমেল করে কোটি কোটি  টাকা আত্মসাত্ও করে ফেলছিল এরা। শেষ পর্যন্ত অবশ্য পুলিশের জালে ধরা পড়ে গেল চারজন। এই চক্রে আরও অনেকে জড়িত রয়েছে বলে নিশ্চিত  কলকাতা পুলিশের গোয়েন্দারা। দেশ জুড়েই এমন ভুয়ো কলসেন্টারের আড়ালে প্রতারণা চক্র সক্রিয় রয়েছে। এদের টার্গেট মূলত আমেরিকা এবং ইংল্যান্ড-সহ ইউরোপীয় দেশগুলির নাগরিকদের ঠকিয়ে টাকা আত্মসাৎ করা। কখনও বিভিন্ন সামগ্রী বেচার নামে, আবার কখনও পরিষেবা প্রদানের নাম করে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হত। পরে তাঁদের বলা হত— আপনাদের মোবাইল, কম্পিউটার, ল্যাপটপের তথ্য হ্যাক হয়ে গিয়েছে। দাবি মতো টাকা না দিলে, সব মুছে দেওয়া হবে। ফলে অনেকেই ভয় পেয়ে টাকা দিয়ে দিতেন। এ ছাড়াও বিভিন্ন নামী কোম্পানির নামে পরিষেবা দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েও টাকা আত্মসাৎ করা হত বলে জানতে পেরেছে পুলিশ। আর কী কী ভাবে তারা টাকা হাতাত, তাও খতিয়ে দেখা হচ্ছে। (আজকের তারিখে গুরুত্বপূর্ণ কী কী ঘটেছিল অতীতে, তারই কয়েক

সরকারি স্কুলে চাকরির টোপ, ১৫ লাখ টাকার প্রতারণা!

Image
খেলার শিক্ষকের চাকরির নামে প্রতারণার অভিযোগ। দুই ব্যক্তির নামে প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নেতাজি নগরের বাসিন্দা শুভজিত্‍ দে-র। বছর চারেক আগে দক্ষিণ কলকাতার নেতাজি নগরে থাকতে শুরু করে দে পরিবার। খেলার মাঠে বিকেলে প্রায় যেতেন শুভজিতের বাবা রেলের অবসরপ্রাপ্ত অফিসার সুভাষচন্দ্র দে। অমিত পাল নামে এক ব্যক্তির সঙ্গে সেখানেই তাঁর  আলাপ হয়। অভিযোগ, ছেলেকে সরকারি স্কুলে চাকরি করিয়ে দেওয়ার টোপ দেয় অমিত। আলাপ করিয়ে দেয় তাপস নন্দা নামে এক ব্যক্তির সঙ্গেও। প্রায় ২ লক্ষ টাকা নেওয়া হয় রেলের অবসরপ্রাপ্ত অফিসারের থেকে। বালিগঞ্জ গার্লস হাইস্কুলে শুভজিতের চাকরি হবে বলে জানিয়ে দেয় ওই দুজনই। কিন্তু বাধ সাধে শুভজিতের ওজন। চাকরির জন্য প্রার্থীর যা ওজন হওয়া উচিত, তার থেকে ওজন বেশি শুভজিতের। অভিযোগ, বিষয়টি সামলে নিতে প্রায় ১০ লক্ষ টাকা টাকা দাবি করে ওই দুজন। সেই দাবিও মেটায় দে পরিবার। এরপর রাঁচিতে নিয়ে গিয়ে শুভজিতের শারীরিক পরীক্ষা করানো হয়। সেখানেও কয়েক লক্ষ টাকা নেওয়া হয় তাঁদের থেকে। কিন্তু না, শুভজিতের চাকরি হয়নি।  এরপরই এই ঘটনায় পুলিসে অভিযোগ দায়ের করেছে ওই পরিবার।

রজনী যথার্থ, অক্ষয় অনবদ্য

Image
গল্পটা মূলত এক পক্ষীপ্রেমী অধ্যাপকের। দিনেরাতে, প্ল্যাকার্ড হাতে মানুষের কাছে পক্ষীরাজন নামের সেই বৃদ্ধের (অক্ষয়কুমার) একটাই আর্জি— 'মোবাইল ফোনের ব্যবহার কমান। পাখিদের জীবন এতে বিপন্ন হচ্ছে।' বাস্তব জীবনেও এমন কথা আমরা শুনেছি বইকী। কিন্তু মোবাইল নেটওয়র্কের কারণেই পাখিরা বিপর্যস্ত কি না, তার বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে সন্দেহ থাকায় আর গা করিনি! 'টু পয়েন্ট ও' সিনেমার গল্পে ইকোসিস্টেমের এই প্রশ্নটাকেই ধরেছে। আর এখানেই একটা বাজি জিতে নিয়েছে ছবিটা। নেহাত অ্যাকশন ছবি এবং ভিস্যুয়াল কারিগরিতে আটকে না থেকে একটা সামাজিক দিককে প্লটে স্থান দিতে সফল হয়েছে 'টু পয়েন্ট ও'। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার যে কোথাও একটা ভারসাম্য নষ্ট করছে, এই বিষয়টাকে মনে করিয়ে দিয়েছে এই ছবি। কিন্তু সেই পক্ষীপ্রেমী ভদ্রলোকের উদ্দেশ্য সৎ হলেও পন্থায় গন্ডগোল থাকায় নিয়ে আসতে হয় রোবট, অর্থাৎ চিট্টিকে। মানুষ খুনের যে ব্রত পক্ষীরাজন নেয়, তার থেকে মুক্তি পেতেই তাকে নিয়ে আসে বৈজ্ঞানিক ভাসিগরন (রজনীকান্ত)। তার পরেই থ্রিডি অ্যাকশনের তোড়ে অন্য কিছু ছবিতে আর স্থান পায় না। এমনকি, গানও না! এ আর রহমান থাকা সত্ত্বেও ছব

স্ত্রীর সঙ্গে অশান্তি করে নিজেরই শিশুকন্যাকে ধর্ষণ করল ব্যক্তি!

Image
ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন স্ত্রী। ঘরে তিন বছরের মেয়েকে একা পেয়ে মদ্যপ স্বামী তার উপরই নিজের সমস্ত বিদ্বেষ মেটাল! নিজেরই তিন বছরের ওই শিশুকন্যাকে ধর্ষণ করল ব্যক্তি। হাতপাতলের বিছানায় এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই শিশুটি। বুধবার গুরুগ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। শুক্রবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে ওই ব্যক্তি। স্বামীর রোজকার এই বদভ্যাস থেকে বিরক্ত ছিলেন স্ত্রী। সে রাতেও দু'জনের মধ্যে প্রচণ্ড অশান্তি হয়। রাতেই ১ বছরের সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে এক আত্মীয়ের বাড়িতে চলে যান স্ত্রী। ঘরে রেখে গিয়েছিলেন তিন বছরের ওই শিশুকন্যাকে। মদ্যপ স্বামী যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা ঘূণাক্ষরেও কল্পনায় আনেননি তিনি। পর দিন সকালে তিনি বাড়ি ফিরে দেখেন, বিছানায় উপর অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে শিশুটি। বিছানা রক্তাক্ত। স্বামী পলাতক। তখনই স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। পুলিশ জানিয়েছে, শিশুটির অবস্থা সঙ্কটজনক। দিল্লির সফদর়়জং হাসপাতালে চিকিৎসা চলছে তার।

৮.৫ তীব্রতার ভূমিকম্পে টালমাটাল হবে হিমালয়! মহাপ্রলয়ের সতর্কবার্তা বিজ্ঞানীদের

Image
মহাপ্রলয়ের অপেক্ষায় হিমালয়। ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৮.৫! যা ডেকে আনতে পারে মহাপ্রলয়। সেই তীব্রতার ভূমিকম্পে তোলপাড় হতে চলেছে হিমালয় পর্বতমালা। এমনই সতর্কতা দিলেন ভারতের ভূকম্পবিদেরা। সেই দাবির সঙ্গে একশো শতাংশ সহমত এক দল মার্কিন বিশেষজ্ঞও, যাঁরা দীর্ঘ দিন ধরে হিমালয়ের ওপর গবেষণা চালিয়ে যাচ্ছেন। বেঙ্গালুরুর 'জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ'-এ ভূকম্পবিদ সি পি রাজেন্দ্রনের নেতৃত্বে চালানো হয়েছে এই গবেষণা। সেখানেই দেওয়া হয়েছে এই প্রলয়ের পূর্বাভাস। প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, "দীর্ঘ দিন ধরে হিমালয়ের তলার প্লেটে চাপ বাড়ছে। প্লেটের একটি অংশ, আরেকটি অংশের উপর কয়েকশো বছর ধরে চাপ বাড়িয়েই চলেছে। মাটির তলার প্লেট সেই চাপ সহ্য না করার জায়গায় পৌঁছেছে। অন্তত একটি ৮.৫ রিখটার স্কেলের ভূমিকম্প এখন শুধু সময়ের অপেক্ষা।" সম্প্রতি 'জিওলজিকাল জার্নাল' পত্রিকায় প্রকাশিত হয়েছে এই রিপোর্টটি। পশ্চিম নেপালের মোহন খোলা এবং ভারতের চোরগলিয়া, এই দু'টি অঞ্চলে দীর্ঘ দিন ধরে গবেষণা চালানো হয়েছে। স্থানীয় স্তরে পরীক্ষা নিরীক্ষা করার পাশাপাশি ভারতীয় মহাকাশ গ

নিলামে উঠল চাঁদের কণা!

Image
৮ লক্ষ ৫৫ হাজার ডলার! তিন টুকরো চাঁদের কণার নিলামে দাম উঠল আকাশছোঁয়াই। ১৯৭০ সালে রাশিয়ার 'লুনা ১৬' অভিযানে পৃথিবীতে নিয়ে আসা হয়েছিল উপগ্রহের ওই তিনটি টুকরো। পরবর্তী কালে রুশ সরকার সেগুলি উপহার দেয় সোভিয়েত স্পেস প্রোগ্রামের প্রয়াত চিফ ডিজাইনার এবং ডিরেক্টর সের্গেই পাভলোভিচ কোরোলেভের স্ত্রী নিনা ইভানোভনা কোরোলেভাকে। ১৯৯৩ সালে সেগুলি নিলামে ৪ লক্ষ ৪২ হাজার ৫০০ ডলারে কিনেছিলেন কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। বৃহস্পতিবার নিউ ইয়র্কে ফের সেই চাঁদের টুকরোগুলি নিলামে তুলল সদবি'জ। এ বারে কিনেছেন এক মার্কিন সংগ্রাহক। তবে নিরাপত্তার স্বার্থে এ ক্ষেত্রেও নাম গোপন রাখা হয়েছে।  পৃথিবী থেকে লক্ষ মাইল দূরের বাসিন্দা চাঁদ। তার ভর লক্ষ কোটি টন। তবু পৃথিবীতে খুব সামান্যই 'মুনরক' বা চাঁদের টুকরো রয়েছে। ১৯৬৯ সাল থেকে ১৯৭২ সালের মধ্যে আমেরিকার ছ'বারের অ্যাপোলো অভিযানে মোট ৩৮২ কেজি চাঁদের মাটি নিয়ে আসা হয়েছিল। তৎকালীন সোভিয়েত তাদের তিনটি 'লুনা ল্যান্ডারস'-এ নিয়ে এসেছিল ৩০১ গ্রাম। কিন্তু সমস্যা হচ্ছে, আমেরিকা ও রাশিয়ার আনা বেশির ভাগ নমুনাই গোপনে সরকারি হেফাজতে রয়েছে। সেগুলি বিক্রি

মৃতের হাতে লেখা নম্বরই ধরিয়ে দিল ধর্ষক খুনীকে

Image
প্রতিবাদ: কয়েক মাসের ব্যবধানে দুই তরুণীকে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠায় পথে মহিলারা। শুক্রবার হেলাপাকড়িেত।  বাঁ হাতের তালুতে লেখা একটি মোবাইল নম্বর। সেই নম্বর থেকেই ময়নাগুড়িতে তরুণীকে ধর্ষণ-খুনের ঘটনার তদন্তের সূত্র পেল পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ যখন ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে তখন তদন্তকারী অফিসারের চোখ পড়ে নির্যাতিতার হাতের তালুতে। সঙ্গে সঙ্গে ডায়েরিতে তুলে রাখা হয় নম্বরটি। পরে যখন ওই নম্বরটির কল রেকর্ড বের করা তখন ঘটনা পরিষ্কার হয়ে যায় পুলিশের কাছে। ওই নম্বরের টাওয়ার লোকেশন ঘেঁটে পুলিশ জানতে পারে ওই তরুণীর প্রেমিক কোথায় লুকিয়ে রয়েছে। সন্ধেয় সেই লোকেশন অনুযায়ী খোঁজ চালিয়ে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।  পুলিশের দাবি, ধৃত যুবকের সঙ্গে ওই তরুণীর বেশ কিছুদিন সম্পর্ক ছিল। তবে ইদানীং ওই প্রেমের সম্পর্কের মধ্যে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল। যার জেরেই ওই তরুণীকে খুন হতে হয়। পুলিশের দাবি, জেরায় ওই যুবক জানিয়েছে, সে চ্যাংরাবান্ধায় একটি গ্যারাজে মেকানিকের কাজ করত। তার প্রেমিকা যে মোবাইল ফোনটি ব্যবহার করত সেটি সে-ই তাকে কিনে দিয়েছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে তার প্রেমিকা তাকে এড়িয়ে যাচ্ছিল।  ঘণ্টা

সর্বস্ব হাতিয়ে নিয়ে বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল মেয়ে-জামাই!

Image
বারাকপুর: বৃদ্ধার বাড়ি বিক্রি করে টাকা হাতিয়ে নিয়ে তাঁকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে টিটাগড় থানার বারাকপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের শঙ্খবণিক কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় শঙ্খ ব্যবসায়ী নিতাই নন্দীর বেশ কয়েক কাঠা জমি-সহ একতলা একটি বাড়ি ছিল টিটাগড় থানার বারাকপুরের লালকুঠি এলাকায়। তিন বছর আগে বৃদ্ধ বাবা-মাকে দেখভাল করার আশ্বাস দিয়ে জমি-সহ বাড়িটি বিক্রি করে দেয় বড় মেয়ে কবিতা শূর এবং বড় জামাই সুজিত শূর। তারপর নিতাইবাবু এবং তাঁর স্ত্রী নির্মলাদেবী মেয়ে-জামাইয়ের কাছে শঙ্খবণিক কলোনিতেই থাকতে শুরু করেছিলেন। দেড় বছর আগে মারা যান নিতাইবাবু। বাসিন্দাদের অভিযোগ, নিতাইবাবুর মৃত্যুর পর থেকেই নির্মলাদেবীর উপর অকথ্য অত্যাচার শুরু করে মেয়ে ও জামাই। ঠিকমতো খেতে দেওয়া হত না, মারধরও করা হত। অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে, আত্মহত্যারও চেষ্টা করেছিলেন নির্মলাদেবী। গত ২০ নভেম্বর নির্মলা নন্দীকে, তাঁর মেয়ে-জামাই বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। ওইদিন রাতেই এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বৃহস্পত

৩ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে BSNL কর্মীরা

Image
তৃতীয় বেতন সংশোধনী এখনও কার্যকর না-হওয়ায়, অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটে যাচ্ছেন ভারত সঞ্চার নিগম লিমিটেডের কর্মীরা। ৩ ডিসেম্বর থেকে এই ধর্মঘট শুরু হবে।  গত ২৮ নভেম্বর কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী মনোজ সিনহাকে লেখা এক চিঠিতে এ নিয়ে ইউনিয়নের তরফে ক্ষোভ প্রকাশ করা হয়। টেলিকম সেক্টরেরই অন্য কর্মীদের সঙ্গে তাদের বেতন কাঠামোর ফারকও তুলে ধরেন ইউনিয়নের নেতারা। নন-এগজিকিউটিভ ও এগজিকিউটিভ মিলিয়ে প্রতিমাসে বিএসএনএলের কয়েক হাজার কর্মী অবসর নিচ্ছেন। অভিযোগ, বেতনের তৃতীয় সংশোধনীর তাঁরা সুযোগ পাননি। উপরন্তু, ভবিষ্যতে যে টাকা মিলবে, এমন আশ্বাসটুকুও মেলেনি। এ ছাড়া, পেনশনের বর্ধিত হার নিয়েও তাঁদের অনুযোগ রয়েছে। ইউনিয়নের আরও অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে বিএসএনএলকে ফোর-জি স্পেকট্রাম দিতে দেরি করা হচ্ছে। 

মহাকুম্ভের আয়োজনে মোদীর কাছে ₹৪৫৭০ কোটি চাইল উত্তরাখণ্ড সরকার

Image
মহাকুম্ভ মেলা আয়োজনের ব্যবস্থা করতে কেন্দ্রের কাছে এককালীন ৪৫৭০ কোটি টাকা চেয়ে পাঠাল উত্তরাখণ্ড সরকার। হাতে এখন দু-বছরেরও বেশি সময় রয়েছে। ২০২১ সালে মহাকুম্ভের মেলা। তারই সলতে পাকানো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।  মহাকুম্ভের মেলার পরিকাঠামো-সহ প্রয়োজনীয় বন্দোবস্ত আগাম শেষ করে ফেলতে ইচ্ছুক উত্তরাখণ্ড সরকার। প্রাথমিক হিসেবে খরচ ধরা হয়েছে, ৪৫৭০ কোটি টাকা। সেই টাকার জোগাড়েই তারা কেন্দ্রের মুখাপেক্ষী। মনে করা হচ্ছে, আগামী মহাকুম্ভের মেলায় হরিদ্বারে ১৫ কোটিরও বেশি পুণ্যার্থীর সমাগম হবে।  উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত শুক্রবার জানান, ২০২০ সালের মধ্যে মেলার যাবতীয় কাজ সম্পন্ন করা হবে। এ জন্য প্রাথমিক ভাবে খরচ ধরা হয়েছে ৪৫৭০ কোটি টাকা। কেন্দ্রের কাছে সেই টাকার জন্য তাঁরা আর্জি জানিয়েছেন।

শ্যুটিংয়ের সর্বোচ্চ সম্মান অলিম্পিকে স্বর্ণজয়ী অভিনব বিন্দ্রাকে

Image
অলিম্পিকে ভারতের হয়ে একমাত্র ব্যক্তিগত সোনা জয় তাঁর দখলে। এবার আরও এক বিরল সম্মান অভিনব বিন্দ্রার পালকে। শুক্রবার ৩৬ বছরের বিন্দ্রাকে ব্লু-ক্রস (Blue Cross) পুরস্কারে সম্মানিত করল আন্তর্জাতিক শ্যুটিং ফেডারেশন বা ISSF। আন্তর্জাতিক শ্যুটিংয়ের সর্বোচ্চ সম্মান হল ব্লু-ক্রস (Blue Cross)। ISSF-এর তরফে এই সম্মান প্রদান করা হয়। প্রথম ভারতীয় হিসেবে ব্লু-ক্রস পাচ্ছেন অভিনব বিন্দ্রা। 'ISSF-এর সর্বোচ্চ সম্মান পেয়ে আপ্লুত। অ্যাথলিট ও ISSF-এর সঙ্গে কাজ করতে পেরে আমি সম্মানিত।' এই সময়-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনব বিন্দ্রা। সাজানো কেরিয়ারে ২০০৮ সালে অলিম্পিকে ১০ মিটার শ্যুটিংয়ে সোনা জয় ছাড়াও, বিশ্ব চ্যাম্পিয়নশিপ (২০০৬) এবং সাতবার কমনওয়েলথ পদক এবং তিনবার এশিয়ান গেমসে পদক জিতেছেন অভিনব বিন্দ্রা। অর্জুন পুরস্কার ও রাজীব গান্ধী খেলরত্ন ছাড়াও ২০০৯ সালে পদ্মভূষণ সম্মান পান তিনি।  ২০১৬ সালে অল্পের জন্য দ্বিতীয় অলিম্পিক পদক হাতছাড়া করার পর আন্তর্জাতিক শ্যুটিং থেকে অবসর গ্রহণ করেন অভিনব বিন্দ্রা। 

ধর্ষণের নামে মিথ্যা অভিযোগ করলে কঠিন শাস্তি, ইঙ্গিত হাইকোর্টের

Image
কলকাতা : ধর্ষণ বা গণধর্ষণের মতো অত্যন্ত গুরুতর বিষয়ে মিথ্যা অভিযোগ করার জন্য কঠোর শাস্তির ইঙ্গিত দিলেন বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জি। বারাসাত গণধর্ষণ ঘটনার শুনানিতে গত ২৬ নভেম্বর বিচারপতি অভিযোগকারীকে তাঁর বক্তব্য পেশ করতে বলেছিলেন আজকের মধ্যে। কারণ, মেডিকেল রিপোর্ট বলছে ধর্ষণ হয়নি। আজ অভিযোগকারী তাঁর বক্তব্য পাঠিয়ে দেন একজন জুনিয়ার আইনজীবীর হাত দিয়ে। এমনকী যে আইনজীবীর এই মামলায় নাম রয়েছে তিনি হাজির ছিলেন না। পাশাপাশি অভিযোগকারীও ছিলেন না। এতেই বিচারপতি অত্যন্ত রাগান্বিত গলায় জুনিয়র আইনজীবীকে বলেন, "ধর্ষণের মতো গুরুতর বিষয়ে মিথ্যা অভিযোগ করার জন্য কী কঠিন শাস্তি হতে পারে আপনি ভাবতে পারবেন না! আমি রিপোর্টটা পড়ে দেখি। এই মামলার রায় আজ আপাতত হচ্ছে না। তবে খুব শীঘ্রই হবে।" প্রসঙ্গত, গণধর্ষণের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবিতে গত ৩০অক্টোবর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বোন। হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জি সেই মামলায় জানতে চান, কেন ধর্ষণের অভিযোগে মেডিকেল টেস্ট করা হয়নি ? ঘটনাস্থল থেকে কেন সরানো হয়নি ওই

শরীরে HIV প্রবেশ করিয়ে ডিভোর্স চাইছে স্বামী, অভিযোগ মহিলার

Image
পুনে : চিকিৎসক স্বামী স্যালাইনের মাধ্যমে তাঁর শরীরে HIV প্রবেশ করিয়ে দিয়েছেন। এই মর্মে থানায় অভিযোগ দায়ের করলেন এক মহিলা। পুনের বাসিন্দা ওই মহিলার অভিযোগ, এক বছর আগে তিনি অসুস্থ হয়েছিলেন। তখনই তাঁর শরীরে HIV প্রবেশ করিয়ে দেন স্বামী। ২০১৫ সালে এক হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে বিয়ে হয় ওই মহিলার। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ি থেকে তাঁকে পণের জন্য চাপ দেওয়া হত। ২০১৭ সালের অক্টোবরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন বাড়িতেই তাঁকে স্যালাইন দেন স্বামী। আর ওই সময়ই তাঁর শরীরে HIV প্রবেশ করিয়ে দেওয়া হয়।  পুলিশ জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ফের অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। চিকিৎসকের পরামর্শে কয়েকটি টেস্ট করান তিনি। আর তাতেই ধরা পড়ে তিনি HIV পজ়িটিভ।  মহিলার অভিযোগ, শরীরে HIV প্রবেশ করিয়ে দিয়ে এখন তাঁর স্বামী ডিভোর্স চাইছে।  পুলিশ সূত্রে খবর, বেসরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করিয়ে উভয়ের শরীরেই HIV পজ়িটিভ মিলেছে। তবে সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করিয়ে দেখা গেছে, শুধুমাত্র মহিলার শরীরেই HIV পজ়িটিভ রয়েছে।  তদন্তকারী পুলিশ অফিসার জানান, অভিযোগের ভিত্তিতে আমরা ৩২৮ ও ৪৯৮ নম্বর ধারায় মামলা দায়ের করেছি।

ছ’মাস পর দাম কমল রান্নার গ্যাসের, এক লাফে অনেকটাই!

Image
ছ-মাস ধরে দাম বাড়ছে রান্নার গ্যাসের। এতদিন পর তা নিম্নমুখী হল। ভর্তুকিহীন ও ভর্তুকিযুক্ত গ্যাসের দাম এবার কমল অনেকটাই। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন শুক্রবার বিবৃতি দিয়ে জানাল গ্যাসের দাম কমার কথা। ভর্তুকিহীন গ্যাসের দাম কমছে ১৩৩ টাকা আর ভর্তুকিযুক্ত গ্যাসের দাম কমছে সিলিন্ডার পিছু ৬.৫২ টাকা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিবৃতি দিয়ে জানিয়েছে, দিল্লিতে ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০৭.৪২ থেকে কমে হল ৫০০.৯০ টাকা। জুন থেকেই ভর্তুকিযুক্ত গ্যাসের দাম বাড়ছিল। ১ নভেম্বর গ্যাসের দাম বেড়েছিল সিলিন্ডার প্রতি ২.৯৪ টাকা। একইভাবে দিল্লিতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হবে ৮০৯.৫০ টাকা। আইওসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে, টাকার দামেও উন্নতি ঘটেছে। সেই কারণেই কমল গ্যাস সিলিন্ডারের দাম। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন এই বিবৃতি প্রকাশের পর স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরছে হেঁসেলে। কেন্দ্রীয় সরকার মোট ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেয়। ভর্তুকির অঙ্ক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। নভেম্বরে ভর্তুকি ঢুকেছে ৪৩৩.৬৬ টাকা। ডিসেম্বরে ৩০৮.৬০ টাকা ভর্তুকি পাবেন উপভোক্তারা।

ইথিওপিয়ায় সহকর্মীদের হাতে পণবন্দি ৭ ভারতীয়! দাবি ভারি অদ্ভুত, তদন্ত করছে বিদেশ মন্ত্রক

Image
ইথিওপিয়ায় 'ইনফ্রাস্ট্রাকচার লিজিং অ্যান্ড ফিনানশিয়াল সার্ভিসেস' সংস্থার ৭ ভারতীয় কর্মীকে পন-বন্দি করা হয়েছে। জানা গিয়েছে তাদের আটকে রেখেছেন সংস্থারই স্থানীয় কর্মীরা। দীর্ঘদিন ধরে সংস্থার তরফে বেতন না পাওয়াতেই ওই ভারতীয়দের আটকে রেখেছেন স্থানীয়রা। এই নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের বিদেশ মন্ত্রক। আটক ৭ ভারতীয় কর্মীর মধ্যে নীরজ রঘুবংশী নামে এক ব্যাক্তি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, গত ২৫ নভেম্বর তারিখ থেকে ওরোমিয়া ও আমহারা প্রদেশের ৩টি স্থানে তাদের আটকে রাখা হয়েছে। তাঁর দাবি তাঁরাও গত ৫ মাস ধরে মাইনে পাননি। কিন্তু স্থানীয় কর্মীরা মনে করছেন ভারতীয় কর্মীদের আটকে রাখলে সংস্থা তাদের প্রাপ্য বেতন মেটাতে বাধ্য হবে। এই পরিস্থিতিতে স্থানীয় পুলিশ ও প্রশাসনও তাদেরই সমর্থন করছেন বলে নীরজ অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন গত কয়েকদিনে ইথিওপিয়ায় সংস্থা রাস্তা তৈরি সংক্রান্ত বেশ কিছু প্রকল্পের কাজ শেষ হয়েছে। সেই সঙ্গে প্রকল্প শিবির থেকে অফিসাররাও পাত্তারি গোটাতে শুরু করেছেন। তাতেই স্থানীয়দের মনে ভয় ধরেছে, তাদের বকেয়া বেতন সংস্থার তরফ থেকে মেটানো হবে না। আর সেই ভয়ের বশেই তাদের পনবন্দী করা হয়েছে বলে তিনি দা

‘অপয়া’ বৃদ্ধা, মারধর করে কাটা হল চুল!

Image
পাড়ারই এক বাড়িতে সাতসকালে ফুল তুলতে গিয়েছিলেন সত্তরোর্ধ্ব এক অবসরপ্রাপ্ত শিক্ষিকা। অভিযোগ, সেই সময়ে সেই বাড়ির দুই মহিলা তাঁকে মাটিতে ফেলে মারধর করেন। শুধু তা-ই নয়, ওই বৃদ্ধা ফুল তোলার নামে 'তুকতাক' করেন বলেই ওই বাড়িতে সন্তানের জন্ম হচ্ছে না, এমন অপবাদও দিতে থাকেন তাঁরা। অভিযোগ, মারধরের পরে ওই বৃদ্ধার মাথার চুল কেটে নেওয়া হয়। মফস্সল বা গ্রাম নয়, খাস উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটেছে। বারাসত থানায় অভিযোগ জানিয়েছে বৃদ্ধার পরিবার। অভিযুক্ত দুই মহিলাকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনই সকালে উঠে পাড়ার বিভিন্ন বাড়ি থেকে ফুল সংগ্রহ করে নিজের বাড়িতে পুজো করেন বারাসতের বনমালিপুরের বাসিন্দা ওই বৃদ্ধা। বারাসত থানায় দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন, এ দিন ওই বাড়িতে যাওয়ার পরে হঠাৎই তাঁর উপরে চড়াও হন এক মহিলা ও তাঁর শাশুড়ি। তিনি প্রতিদিন ফুল তুলে নিয়ে যান বলেই ওই পরিবারে সন্তান-সন্ততি জন্ম নিচ্ছে না, এমন অপবাদ দিয়ে তাঁরা দু'জন ওই বৃদ্ধাকে মাটিতে ফেলে মারধর করেন বলে অভিযোগ। তাঁর চুলও কেটে নেওয়া হয়। মারের চোটে জ্ঞান হারিয়

চাষিদের আয় বেড়েছে তিন গুণ: মমতা

Image
জলের অভাবে আমনের চাষ সঙ্কটে পড়েছিল কৃষি-প্রধান পূর্ব বর্ধমানে। ডিভিসি-র জলাধারে ধরে রাখা জল ছেড়ে তা কোনও মতে সামলানো হলেও, বোরো বা রবি-চাষে কী হবে, চিন্তায় রয়েছেন চাষিরা। তাঁদের দুশ্চিন্তা রয়েছে ধান কেনার গতি বা বছরের পরে বছর আলুর দাম না মেলা নিয়েও। শুক্রবার সে জেলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য চাষের পরিস্থিতি নিয়ে সন্তোষ জানালেন। কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে এ দিনের সভায় মুখ্যমন্ত্রী বলেন, ''আসার পথে দেখলাম খুব সুন্দর ধান হয়েছে। কেন্দ্র বলছে, চাষিদের আয় দ্বিগুণ করবে। আমরা এখনই তিন গুণ করে দিয়েছি।'' সভার পরে রায়নার চাষি সুন্দরগোপাল দাস, গলসির আসগর মণ্ডলেরা অবশ্য দাবি করেন, ''এ বার ধান বাঁচানো গেলেও, প্রতি বছর জল নিয়ে দুশ্চিন্তা দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। ধান কেনায় গতি আনাও প্রয়োজন। সে ব্যাপারগুলোও সরকারের নজরে থাকলে ভাল।''  জেলার চাষিদের একাংশের অভিযোগ, জলের অভাবে এ বার অনেক এলাকায় ধানের ফলন ভাল হয়নি। আউশগ্রামের জমিতে ধান পুড়িয়ে বিক্ষোভও দেখিয়েছেন চাষিরা। জেলার সব কিসানমান্ডি চালু হয়নি। গ্রামীণ এলাকায় সহায়ক মূল্যে ধান কেনা

কম্পার্টমেন্টাল চালু হতে পারে আইসিএসই, আইএসসি বোর্ডের পরীক্ষাতেও

Image
আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ ২০১৯-এ আইসিএসই বোর্ড এবং আইএসসি বোর্ডে কম্পার্টমেন্টাল পরীক্ষা চালু হতে চলেছে। বোর্ড সূত্রে অন্তত তেমনটাই জানা গিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কম্পার্টমেন্টাল পরীক্ষার ব্যবস্থা থাকলেও এই দু'টি বোর্ডের ক্ষেত্রে কম্পার্টমেন্টাল পরীক্ষার কোনও ব্যবস্থা ছিল না। বোর্ড সূত্রের খবর, এই ব্যবস্থা চালু হলে যে সব পড়ুয়ারা বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় অকৃতকার্য হবেন, তাঁরা ওই শিক্ষাবর্ষেরই জুলাই মাসে সেই বিষয়ের কম্পার্টমেন্টাল পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। ফলে পরীক্ষায় অকৃতকার্য হলেও বছর নষ্ট হওয়ার সম্ভাবনা আর থাকবে না। যদিও এখনও এ বিষয়ে সরকারি ভাবে কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি।   ফেব্রুয়ারি মাসে সাধারণত আইসিএসই বোর্ড এবং আইএসসি এই দুটি বোর্ডের পরীক্ষা হয়ে থাকে। বোর্ড সূত্রের খবর, পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা চলছে। অভিভাবকরাও জানিয়েছেন, এই বোর্ডে এ ধরনের কোনও বিকল্প ব্যবস্থা আগে ছিল না। যদি এই দুটি বোর্ডে এই ধরনের নিয়ম চালু হয়ে যায়, তাহলে পড়ুয়াদেরই সুবিধা হবে।

‘হোক না মন্দির! কিন্তু মন্দিরে পুজো করতে যাওয়ার জন্য তো পেটে রুটি চাই, সেটা কোথায়?’

Image
প্রতিবাদ: ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি ও ঋণ মকুবের দাবিতে কৃষকেরা। শুক্রবার নয়াদিল্লিতে সংসদ মার্গের বিক্ষোভ সভায়। তিনিও শ্রীরাম। তবে অযোধ্যার নন। যে রাজ্যে রামমন্দির বানাতে মরিয়া বিজেপি, সেই উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের চাষি, শ্রীরাম পাঞ্চাল। দেখা মিলল দিল্লির সংসদ মার্গে। অযোধ্যায় রামমন্দির কি এ বার হবে? হলে খুশি হবেন তো? বিরক্ত মুখে শ্রীরাম বললেন, ''হোক না মন্দির। কিন্তু মন্দিরে পুজো করতে যাওয়ার জন্য তো পেটে রুটি চাই, পকেটে পয়সা চাই! সেটা কোথায়?  গমের খেতে তো জলই নেই!'' শ্রীরামের পাশে তাঁরই গাঁয়ের মনমোহন কুশওয়াহা বললেন, ''প্রতি বছর চাষ হয় নাকি? যে বছর জল মেলে, সে বছর হয়। না হলে অন্যের জমিতে খাটতে হয়, নারেগা-য় গতর খাটাতে হয়। তবে ডাল-রুটি জোটে।'' আর রামমন্দির? মাথায় হাত ঠেকিয়ে কুশওয়াহা বললেন, ''টাকা থাকলে আমার ঘরে মন্দির বানাতাম!'' অযোধ্যা নয়, দিল্লি চলো— এই ডাক দিয়ে আজ দিল্লির সংসদ মার্গ চত্বর ভাসিয়ে দিলেন শ্রীরাম-মনমোহনরা। রামলীলা থেকে মিছিল করে আসা যাবে না— বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্ত বদলে 'সর্বভারতীয় কিসান সংঘর্ষ সমন্বয় কমিট