শরীরে HIV প্রবেশ করিয়ে ডিভোর্স চাইছে স্বামী, অভিযোগ মহিলার


পুনে : চিকিৎসক স্বামী স্যালাইনের মাধ্যমে তাঁর শরীরে HIV প্রবেশ করিয়ে দিয়েছেন। এই মর্মে থানায় অভিযোগ দায়ের করলেন এক মহিলা। পুনের বাসিন্দা ওই মহিলার অভিযোগ, এক বছর আগে তিনি অসুস্থ হয়েছিলেন। তখনই তাঁর শরীরে HIV প্রবেশ করিয়ে দেন স্বামী।

২০১৫ সালে এক হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে বিয়ে হয় ওই মহিলার। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ি থেকে তাঁকে পণের জন্য চাপ দেওয়া হত। ২০১৭ সালের অক্টোবরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন বাড়িতেই তাঁকে স্যালাইন দেন স্বামী। আর ওই সময়ই তাঁর শরীরে HIV প্রবেশ করিয়ে দেওয়া হয়। 

পুলিশ জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ফের অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। চিকিৎসকের পরামর্শে কয়েকটি টেস্ট করান তিনি। আর তাতেই ধরা পড়ে তিনি HIV পজ়িটিভ। 

মহিলার অভিযোগ, শরীরে HIV প্রবেশ করিয়ে দিয়ে এখন তাঁর স্বামী ডিভোর্স চাইছে। 

পুলিশ সূত্রে খবর, বেসরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করিয়ে উভয়ের শরীরেই HIV পজ়িটিভ মিলেছে। তবে সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করিয়ে দেখা গেছে, শুধুমাত্র মহিলার শরীরেই HIV পজ়িটিভ রয়েছে। 

তদন্তকারী পুলিশ অফিসার জানান, অভিযোগের ভিত্তিতে আমরা ৩২৮ ও ৪৯৮ নম্বর ধারায় মামলা দায়ের করেছি। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।