Posts

Showing posts from January 19, 2019

সরকারিকর্মীদের বকেয়া ডিএ মিলবে কত, যুক্তি খাঁড়া করে ফের রাজ্য হাইকোর্টের দ্বারস্থ

Image
ডিএ মামলায় ফের হাইকোর্টে যুক্তি খাঁড়া করল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে যুক্তি, মামলাকারীরা বকেয়া মহার্ঘভাতা সংক্রান্ত মামলায় নতুন করে বিচারের জন্য ট্রাইব্যুনাল আবেদন করেনি। এছাড়াও এই মামলাটি ফের ট্রাইব্যুনালে ফেরত পাঠানো কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও রাজ্য সরকার হাইকোর্টের কোনও বক্তব্য পেশ করার সুযোগ পায়নি। যদিও হাইকোর্টে এই যুক্তি আদৌ গ্রাহ্য হবে কি না, তা নিয়েই সংশয় থাকছে। ২৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে। সেদিনই স্পষ্ট হবে রাজ্য সরকারের যুক্তি গ্রাহ্য করে কি না হাইকোর্ট। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ আগেই জানিয়ে দেয় মহার্ঘভাতা সরকারি কর্মীদের অধিকার। ট্রাইব্যুনাল জানিয়েছিল, ডিএ সরকারি কর্মীদের অধিকার নয়, ডিএ সরকারের দয়ার দান। তা নিয়েই বিতর্ক চলছিল। সেই মামলায় হাইকোর্টে জয়ী হয়েছেন সরকারি কর্মীরা। কিন্তু এই বিতর্কের মাঝে কত হারে বকেয়া ডিএ দেওয়া হবে এবং এ রাজ্যের সরকারি কর্মীরা ভিনরাজ্যে কর্মরত কর্মীদের সমান ডিএ পাবে কি না তার ফয়সালা হয়নি। সেই সংক্রান্ত মামলা ট্রাইব্যুনালেই মেটাতে বলেছিল হাইকোর্ট। তা নিয়েই এখন দু-পক্ষ যুক্তি খাঁড়া করছে। রাজ্য সরক

শহরে ঢুকল বাতিল গাড়ি, ফুটপাতে হল রান্না, বিষ ধোঁয়ায় ঢেকে গেল শহর

Image
'মারাত্মক বিপজ্জনক' পর্যায়ে পৌঁছে গিয়েছিল শহরের বায়ু দূষণের সূচক। ব্রিগেড সমাবেশের দিন দূষণ চাদরে ঢেকে গেল কলকাতা। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই ছিল একই হাল। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, শনিবার 'মারাত্মক বিপজ্জনক' পর্যায়ে পৌঁছে গিয়েছিল শহরের বায়ু দূষণের সূচক। ফলে যাঁরা এ দিন ময়দানে বসে ব্রিগেড সমাবেশের ভাষণ শুনেছেন, তাঁদের শরীরে ঢুকে গিয়েছে বিষ ধোঁয়া! এ দিন কলকাতায় লাখো লাখো মানুষ জড়ো হয়েছিলেন। একই সঙ্গে শহরে ঢুকেছে কয়েক হাজার গাড়িও। তার মধ্যে আবার বেশির ভাগই ১৫ বছরের পুরনো। এমনটাই পরিবেষপ্রেমীদের অভিযোগ। এ ছাড়াও ফুটপাতে খিচুড়ি, ডিম-মাংস-ভাত ফুটিয়ে দেদার খাওয়া-দাওয়া হয়েছে। সে কারণেই দূষণ বেড়েছে বলে মত পরিবেশপ্রেমীদের। এ দিন ভিক্টোরিয়ায় দূষণ সূচক যন্ত্রে সূক্ষ্ম ভাসমান ধূলিকণা পার্টিকুলেট ম্যাটার বা পিএম ২.৫ ছিল 'মারাত্মক বিপজ্জনক' পর্যায়ে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাতাসে প্রতি ঘন মিটারে পিএম ২.৫ ছিল ৩৫০ থেকে ৩৭৫। কখনও কখনও তা ৪০০ ছাড়িয়ে ৫০০-র কাছাকাছি পৌঁছে যায়। অন্য দিকে উত্তর কলকাতায় বায়ু দূষণের হাল আরও খারাপ ছিল। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে

পুরনো সংস্থার PF-এর টাকা তুলবেন? জানুন অনলাইনে সহজ পদ্ধতি

Image
সংস্থা ছেড়ে দিলেও অনেক সময়ই প্রভিডেন্ট ফান্ডে গচ্ছিত অর্থ ট্রান্সফার বা টাকা তোলার প্রক্রিয়া সম্পর্কে অনেক সময়ই স্পষ্ট ধারণা থাকে না। এর আগে বিভিন্ন কারণে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) থেকে টাকা তুলতে গেলে ফর্ম পূরণের ঝক্কি পোহাতে হত। কিন্তু, সময় বদলেছে। এখন সবই সম্ভব অনলাইনেই। কীভাবে অনলাইনের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলবেন বা ট্রান্সফার করবেন? সহজ পদ্ধতিতে জানুন। ১) প্রথমে নিজের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) জোগাড় করুন। অফিসের পে-স্লিপে UAN নম্বর উল্লেখ থাকে। তা হাতে পেলে, UAN অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করুন। UAN অ্যাক্টিভেট করতে ক্লিক করুন। ২) এরজন্য প্রথমেই গুরুত্বপূর্ণ হল EPF-এর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)-এর সঙ্গে আধার নম্বর যোগ করতে হবে। এখনও আধার নম্বর-UAN যুক্ত না হয়ে থাকলে, তা যুক্ত করুন। PF 2 ৩) আধার সংযুক্ত হলে, সর্বোচ্চ এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। তারমধ্যে আপনার পূর্ববর্তী সংস্থা আধার তথ্য যাচাই করে অনুমোদন দেবে। তা হয়ে গেলে, আপনার নথিভুক্ত নম্বরে মেসেজ আসবে। এছাড়াও UAN এর মাধ্যমে ই-সেবা পোর্টালে লগ ইন করে চেক করতে পারেন। ৪) লগ ইনের পর আপনার UAN অ্যাকাউ

এবার মাত্র ৪০০ টাকায় ঘুরুন গোয়া, সৌজন্যে IRCTC

Image
যাঁরা সমুদ্র ভালবাসেন, তাঁদের আদর্শ গন্তব্য গোয়া। সুন্দর সাজানো শহরে অন্তত একবার না ঘুরে এলে যেন জীবনটাই বৃথা। শুধু দেশের মানুষ কেন, এশহরের সৌন্দর্যে মোহিত বিদেশিরাও। তাই তো বছরের প্রায় সব সময়ই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। আর এবার সেই ভিড়ের মাত্রা আরও খানিকটা বাড়লে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ পর্যটকদের জন্য দুর্দান্ত প্যাকেজ ঘোষণা করেছে আইআরসিটিসি। যদি গোয়া ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে, তবে এই প্যাকেজ আপনার খরচ অনেকখানি কমিয়ে দেবে। আইআরসিটিসি নিয়ে এসেছে হপ অন হপ অফ গোয়া বাই বাস ট্যুর প্যাকেজ। যেখানে গোয়ার সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানোর জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ৪০০ টাকা। বিশ্বাস না হলে আবার পড়ুন। আর ভাবুন, এমন সুযোগ কি হাতছাড়া করা ঠিক হবে? গোয়া বললেই চোখের সামনে ভেসে ওঠে ঝাঁ-চকচকে সমুদ্রসৈকত, নীল আকাশ এবং সবুজে ঘেরা রাস্তাঘাট। দেশের যে কোনও প্রান্ত থেকে পৌঁছে যান মনোরম গোয়ায়। আর সেখানে গিয়ে আইআরসিটিসি-র এই প্যাকেজটি বুক করে ফেলুন। কী কী থাকছে এই ট্যুর প্যাকেজে? আগুয়াদা ফোর্ট, ক্যান্ডোলিম বিচ, সেন্ট অ্যান্টনি চ্যাপেল, সেন্ট অ্যালেক্স চার্চ, কালাংগুট বিচ, বাগা বিচ, আঞ্জুনা বিচ,

সিপিএম-এর শেষকালেও এর চেয়ে বেশি ভিড় হয়েছিল ব্রিগেডে : দিলীপ

Image
তৃণমূলের ব্রিগেডে মাঠ ভরেনি। 'ফ্লপ শো' বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ৮ ফেব্রুয়ারি বিজেপির ব্রিগেড। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের ব্রিগেডকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলীপ ঘোষ বললেন, "প্রধানমন্ত্রীর ব্রিগেডের দিন মাঠ ভরিয়ে দেব।" সাংবাদিক বৈঠকে এদিন দিলীপ ঘোষ সিপিএম জমানার সঙ্গে তুলনা টেনে একহাত নেন তৃণমূলের ব্রিগেডকে। বলেন, "সিপিএম-এর শেষদিনের চেয়েও দুর্দিন এখন তৃণমূলের। পার্থবাবুর মাথার পিছনের দিকটার মতোই ফাঁকা ছিল মাঠ।" তিনি অভিযোগ করেন, ভয় দেখিয়ে মানুষকে ব্রিগেডে নিয়ে আসা হয়েছে। ৭ দিনের সাসপেন্ড নোটিস ধরানো হবে হুমকি দিয়ে টোটোআলাদের ব্রিগেডে আসতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি। এমনকি, পুলিস দিয়েও মাঠ ভরানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি তাঁর। আঞ্চলিক দলগুলির এই 'ইউনাইডেট ইন্ডিয়া রালি'কে এদিন ফের সার্কাস বলে উল্লেখ করেন বিজেপি রাজ্য সভাপতি। "যাঁরা নিজেদের রাজ্যে মাইক পান না ভাষণ দেওয়ার জন্য, তাঁরাই এখানে এসেছেন", বলে কটাক্ষ করেন তিনি। বলেন, "শরদ যাদবের কোন দল জানা নেই! কর্নাটকে যিনি

শিষ্যা বিয়ের জন্য ব্ল্যাকমেল করছিলেন, তাই আত্মঘাতী হন ভাইয়ু মহারাজ, জানাল পুলিশ

Image
ভাইয়ু মহারাজ। এক শিষ্যা তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করার হুমকি দিচ্ছিলেন বলেই আত্মঘাতী হয়েছিলেন ধর্মগুরু ভাইয়ু মহারাজ। ঘটনার প্রাথমিক তদন্তের পর ইনদওর পুলিশ শনিবার এ কথা জানিয়েছে। গত বছরের জুনে আত্মঘাতী হন ভাইয়ু। রেখে যান একটি সুইসাইড নোট। তাতে লেখা ছিল, ''আমি শেষ হয়ে গিয়েছি।'' এখনও পর্যন্ত ওই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের এক জনের নাম পুলক। ঘটনার কিছু দিন আগে যিনি শিষ্যা হিসেবে এসেছিলেন ভাইয়ু মহারাজের আশ্রমে। দ্বিতীয় জন ভাইয়ুর ডান হাত বিনায়ক ধুলে। অন্য জন ভাইয়ুর গাড়ির চালক শরদ দেশমুখ। তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। একটি স্থানীয় আদালত ধৃত তিন জনকে ১৫ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে। ইনদওর পুলিশ জানাচ্ছে, তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করার জন্য দু'বার বিবাহিত ৫০ বছর বয়সী ভাইয়ুকে বেশ কয়েক দিন ধরেই চাপ দিচ্ছিলেন পালক। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ২০১৭-র জুনে আয়ুষি শর্মা নামে এক চিকিৎসককে বিয়ে করেন ভাইয়ু। আর তার কিছু দিনের মধ্যেই তিনি সন্ন্যাস গ্রহণের ঘোষণা করেন। ইনদওর পুলিশের ডিআইজি নারায়ণচারি মিশ্র জানিয়েছেন, পালক য

ঘাটতি মেটাতে পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়াই ডাক্তার নিয়োগ করবে বিহার সরকার

Image
ডাক্তারি পাশ করলেই চাকরির সুযোগ বিহারে। লিখিত পরীক্ষার বালাই নেই। দিতে হবে না ইন্টারভিউ-ও। শুধুমাত্র ডাক্তারি পাশ করলেই চলবে। তাহলেই ডেকে চাকরি দেবে বিহার সরকার। রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। তার আগে, এমন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জানা গিয়েছে, আগামী তিনমাসের মধ্যে ৩ হাজার ১০০ ডাক্তার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিহার স্বাস্থ্য দফতর। স্নাতকস্তরে পাওয়া নম্বরের ভিত্তিতেই তাঁদের নিয়োগ করা হবে। এতদিন বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)-এর মাধ্যমে ডাক্তার নিয়োগ হত বিহারে। কয়েক মাস আগে তাতে পরিবর্তন ঘটায় নীতীশ কুমারের সরকার। বিপিএসসি-র বদলে ডাক্তার নিয়োগের দায় বর্তায় বিহার টেকনিক্যাল কমিশন (বিটিসি) -এর ঘাড়ে। তার পরই ইন্টারভিউ, লিখিত পরীক্ষা ছাড়া, শুধুমাত্র স্নাতক, স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অভিজ্ঞতার ভিত্তিতে ডাক্তার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। যোগ্যতার বিচার ছাড়া এ ভাবে ডাক্তার নিয়োগের সমালোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে সে সব কানে তুলতে নারাজ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে। তাঁর যুক্তি, "স্নাতকস্তরের ডাক্তারি অথবা ডেন্টাল কোর্সে ভর্তি হ

প্রজাতন্ত্র দিবস সেলে স্মার্টফোনে দেদার ছাড় দিচ্ছে ভিভো

Image
সামনেই প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশাল ছাড় নিয়ে আসছে অ্যামাজন ও ফ্লিপকার্ট। এই সেলে স্মার্টফোন ছাড়াও এই সেলে সস্তা হবে ল্যাপটপ, বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস আর হোম অ্যাপ্লায়েন্সেস। রিয়েলমি, অনর এর মতোই সেল শুরুর আগেই একাধিক স্মার্টফোনে আকর্ষনীয় ছাড় ঘোষণা করেছে ভিভো। । সাথে HDFC আর SBI কার্ডে থাকছে অতিরিক্ত ১০ শতাংশ ছাড়। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই ডিস্কাউন্টের বন্যা ভিভো স্মার্টফোনে। 'ভিভো রিপাবলিক ডে সেল' এ একাধিক ভিভো স্মার্টফোনে থাকছে বিশাল ছাড়। এই সেলে সস্তা হবে ভিভো নেক্স, ভিভো ভি ১১ প্রো, ভিভো ভি ৯, ভিভো ওয়াই ৯১। এই সেলে 4GB RAM ভেরিয়েন্টে ভিভো ভি ৯ প্রো কিনতে ১৩,৯৯০ টাকা খরচ হবে। 6GB RAM ভেরিয়েন্ট কিনতে ১৫,৯৯০ টাকা খরচ হবে। এছাড়াও এক্সচেঞ্জে থাকছে অতিরিক্ত ছাড়। সহজে নো কস্ট ইএমআই এর সুবিধা পাওয়া যাবে। ভিভো নেক্স এর দাম ৩৯,৯৯০ টাকা। প্রজাতন্ত্র দিসব সেলে এই ফোনে ৫,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। ২৫,৯৯০ টাকায় ভিভো ভি ১১ প্রো পাওয়া যাচ্ছে। এই ফোনে থাকছে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড়। সাথে থাকবে ১৮ মাসের নো কস্ট ইএমআই। ২০,৯৯০ টাকায় পাওয়া যাবে ভিভো ভি ১১। এক্সচেঞ্জে

প্রয়াত সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়

Image
প্রয়াত বিখ্যাত সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। সম্প্রতি বাথরুমে পড়ে গিয়ে মস্তিস্কে গুরুতর চোট পান তিনি।  পোর্ট ট্রাস্টের কাছে সেন্টিনারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তাঁর চিকিৎসক ছেলের তত্ত্বাবধানেই তিনি ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। শনিবার দুপুর ৩.৪০ নাগাদ মৃত্যু হয় তাঁর।  অতীন বাবুর অমর সৃষ্টি গুলির মধ্যে অন্যতম 'নীলকণ্ঠ পাখির খোঁজে', 'অলৌকিক জলযান', 'ঈশ্বরের বাগান', 'মানুষের ঘরবাড়ি', 'পঞ্চযোগিনী'- উপন্যাস গুলি অন্যতম। এছাড়াও রয়েছে 'দেবী মহিমা', 'দ্বিতীয় পুরুষ, 'মানুষের হাহাকার', 'দুঃস্বপ্ন', 'উপেক্ষা', 'ঋতুসংহার', 'নগ্ন ঈশ্বর', 'নীল তিমি', 'একটি জলের রেখা' সহ তাঁর একাধিক লেখা মন ছুঁয়ে যায়। তিনি তাঁর সাহিত্য কীর্তির জন্য ২০০১ সালে সাহিত্য অকাদেমি সহ একাধিক পুরস্কার পান ( ৫০টি গল্পের জন্য) এছাড়াও  মানিক স্মৃতি পুরস্কার (১৯৫৮) সমুদ্র মানুষ এর জন্য, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার (১৯৯১), ভুয়াল্কা পুরস্কার (১৯৯৩) পান প

দুর্নীতি রুখছি বলে কেউ কেউ আমার উপর খুব চটেছেন, বিরোধীদের কটাক্ষ মোদীর

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাদরা ও নগর হাভেলির সিলভাসায়, শনিবার। ছবি পিএমও টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন বলে কেউ কেউ তাঁর উপর খুব চটে গিয়েছেন। তাই তাঁকে আক্রমণ করছেন। বিজেপিকে আক্রমণ করছেন। ব্রিগেডের সমাবেশ নিয়ে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডে শনিবার তাঁর বিরুদ্ধে বিরোধী দলগুলির নেতাদের তোপ দাগার প্রেক্ষিতে দাদরা ও নগর হাভেলির সিলভাসায় মোদী বলেছেন, ''দুর্নীতির বিরুদ্ধে আমার অভিযান কয়েক জনকে রাগিয়ে দিয়েছে। খুবই স্বাভাবিক। ওঁরা মানুষের টাকা লুঠ করছিলেন। আমি সেটা রুখেছি। তারই পরিণতিতে ওঁরা জোট বেঁধেছেন। মহাজোট। বিজেপির বিরোধিতা করছেন। আদতে তাঁরা দেশেরই ক্ষতি করছেন।'' ব্রিগেডের মঞ্চ থেকে শনিবার প্রধানমন্ত্রী মোদী, তাঁর সরকার ও তাঁর দল বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টি (সপা) নেতা অখিলেশ যাদব, তেলুগু দেশম নেতা চন্দ্রবাবু নাইডু-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিরোধী দলগুলির নেতৃত্ব। তারই প্রেক্ষিতে মোদী বলেছেন, ''যাঁরা তাঁদের নিজের নিজের রাজ্যেই গণতন্ত

ভোটের আগে অধ্যাপকদের বেতন সর্বাধিক ৪০ হাজার টাকা বাড়াল কেন্দ্র

Image
লোকসভা ভোটের আগে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যাপক ও অশিক্ষক কর্মচারীদের বেতন অনেকটাই বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। অধ্যাপকদের ক্ষেত্রে যার সর্বাধিক পরিমাণ হবে ৪০ হাজার টাকা। মোদী সরকারের তরফে এই ঘোষণা করে জানানো হয়েছে, সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই বেতন-বৃদ্ধির এই সিদ্ধান্ত। যা কার্যকর হবে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, নতুন স্কেলে অধ্যাপকদের বেতন সর্বাধিক বাড়বে ৪০ হাজার টাকা। আর তার নীচের পদের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে সেই বেতন-বৃদ্ধির পরিমাণ হবে সর্বাধিক ৭ হাজার টাকা। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, এর ফলে রাজ্য সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির অন্তত ২৯ হাজার ২৬৪ জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর বেতন বাড়বে। উপকৃত হবেন বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রায় সাড়ে তিন লক্ষ শিক্ষক ও অশিক্ষক কর্মচারী। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে গত বছরের নভেম্বরেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ওই বেতন-বৃদ্ধির নোটিস দিয়েছিল। কিন্তু তার পরেও দেশের অনেক রাজ্যে কলেজ শিক্ষক ও অধ্যাপকদের সেই বাড়তি ব

কুখ্যাত রামুয়া খুনে নাটকীয় মোড়, গ্রেফতার স্ত্রী-ছেলে

Image
সোদপুরের অমরাবতীর ফ্ল্যাটে কুখ্যাত দুষ্কৃতী রামুয়া খুনে নাটকীয় মোড়। পুরনো সঙ্গী গুড্ডু মানোয়ার নয়, কুখ্যাত দুষ্কৃতী রামুয়াকে খুন করেছে তার স্ত্রী ও ছেলেই। খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে রামুয়ার স্ত্রী কাজল দেওয়ার ও ছেলে সমীরকে। একইসঙ্গে আরও ৩ জনকে  গ্রেফতার করা হয়েছে। পুলিসি জেরায় খুনের কথা কবুল করেছে অভিযুক্তরা। পুলিসকে ধৃতরা জানিয়েছে, বাড়িতে স্ত্রী, ছেলের উপর খুব অত্যাচার করত রামুয়া। অত্যাচার সহ্যের সীমা ছাড়িয়ে যায়। আর তখনই রামুয়াকে খুনের পরিকল্পনা করা হয়। রামুয়াকে খুনের ছক কষে স্ত্রী ও ছেলে। জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নেশার ঘোরে ঘুমন্ত রামুয়াকে তার বন্দুক থেকেই গুলি করে ছেলে সমীর দেওয়ার এক বন্ধু। যাতে আওয়াজ না ছড়ায়, তাই বালিসে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রামুয়ার। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া হাত ও পায়ের ছাপের সঙ্গে মিলে যায় রামুয়ার স্ত্রী ও ছেলের সঙ্গে। আর সেটাই ধরিয়ে দিল খুনিকে। জানা গিয়েছে, ধৃত ৩ বন্ধুর একজনকে দুর্গাপুর থেকে ও বাকিদের ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করে পুলিস। ধৃত প্রশান্ত কুমার সিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের

অ্যামাজন, ফ্লিপকার্টকেও টেক্কা দেবে রিলায়্যান্স-জিও?

Image
শিল্পপতি মুকেশ অম্বানী। অ্যামাজন আর ওয়ালমার্টের ফ্লিপকার্টের সঙ্গে জোর টক্কর দিতে তাদের অনলাইন শপিং প্ল্যাটফর্মের দ্রুত সম্প্রসারণ ঘটাতে চলেছে মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ড্রাস্ট্রিজ। তা শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাত দিয়ে। সেখানকার ১২ লক্ষ ছোট পাইকারি ব্যবসায়ী (স্মল রিটেলার) ও ছোট ছোট দোকানেও এ বার পৌঁছে দেওয়া হবে ওই প্ল্যাটফর্ম। সেই সম্প্রসারণের ক্ষেত্রে রিলায়্যান্স সঙ্গে নেবে জিও-র টেলিকম সার্ভিস, জিও-র মোবাইলকে। সঙ্গে থাকবে জিও-র নিজস্ব নেটওয়ার্কও। রিলায়্যান্সের চেয়ারম্যান মুকেশ অম্বানী শুক্রবার এ কথা জানিয়ে বলেছেন, ''এই ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ছোট ছোট পাইকারি ব্যবসায়ী ও দোকানদারদের উপকৃত হবেন।'' অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে চলা জিও-র গ্রাহকের সংখ্যা ইতিমধ্যেই ২৮ কোটিতে পৌঁছেছে। যার সঙ্গে দৌড়ে অনেকটাই পিছিয়ে রয়েছে রিলায়্যান্সের রিটেল ব্যবসা। এই মুহূর্তে দেশের সাড়ে ৬ হাজার শহরে যে আউটলেটের সংখ্যা খুব বেশি হলে ১০ হাজার। রিলায়্যান্স রিটেলের শীর্ষ স্তরের কর্তা ভি সুব্রহ্মণ্যম জানিয়েছেন, বিদেশে ব্যবসা সম্প্রসারণের জন্য তাঁরা জিও-র অ্যাপকে কাজে

ধর্ষণ মামলা না তোলায় নির্যাতিতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন

Image
অভিযুক্তের হাতে খুন নির্যাতিতা। হুমকির সামনে মাথা নোয়াননি। বরং থানায় গিয়েছেন। দায়ের করেছেন ধর্ষণের মামলা। তার জেরে বেঘোরে প্রাণ হারাতে হল এক তরুণীকে। বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে গিয়ে গুলি করে খুন করল অভিযুক্ত যুবক। গুরুগ্রাম-ফরিদাবাদ এক্সপ্রেসওয়ের খুশবু চক থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ওই তরুণী আদতে হরিয়ানার করনালের বাসিন্দা। গত চারবছর ধরে গুরুগ্রামে একটি পানশালায় নর্তকী ছিলেন। ওই পানশালাতেই বাউন্সার হিসাবে কাজ করত অভিযুক্ত সন্দীপ কুমার। একসময় দু'জনের মধ্যে ঘনিষ্ঠতা ছিল। কিন্তু ২০১৭ সালের মার্চ মাসে সন্দীপের বিরুদ্ধে থানায় যান ওই তরুণী। ধর্ষণের মামলা দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে সন্দীপকে গ্রেফতার করে পুলিশ। যদিও পরে জামিনে ছাড়া পেয়ে যায় সে।  জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই নির্যাতিতাকে উত্ত্যক্ত করছিল অভিযুক্ত সন্দীপ কুমার। মামলা তুলে নিতে চাপ দিচ্ছিল। এমনকি,হুমকি দিচ্ছিল তাঁর পরিবারকেও।কিন্তু তাতে ভয় পেয়ে পিছিয়ে আসেননি নির্যাতিতা। শুক্রবার ধর্ষণ মামলার শুনানি ছিল গুরুগ্রাম আদালতে। তাঁর বয়ান রেকর্ড করতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগে নাথুপু

মঞ্চে ‘ইউনাইটেড ইন্ডিয়া’ মোদী হঠাও, দেশ বাঁচাও স্লোগানে শুরু হয়ে গেল সভা

Image
মঞ্চে 'ইউনাইটেড ইন্ডিয়া'। ভাষণ দিচ্ছেন হার্দিক। ২০১৯-এর নির্বাচনের প্রথম ঘণ্টাটাই বাজিয়ে দিলেন মমতা।  শনিবার ব্রিগেডের মঞ্চে হাজির কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে অরুণাচল প্রদেশের প্রথম সারির বিরোধী নেতারা। 'ইউনাইটেড ইন্ডিয়া'র সার্বিক ছবি ব্রিগেডের সভায়। 'মোদী হটাও দেশ বাঁচাও' স্লোগান তুলে এই মঞ্চে সামিল হয়েছেন শরদ পওয়ার, অখিলেশ যাদব,  অভিষেক মনু সিঙ্ঘভি, বিএসপি নেত্রী মায়াবতীর প্রতিনিধি সতীশ মিশ্র, চন্দ্রবাবু নায়ডু, যশবন্ত সিন্‌হা, অরবিন্দ কেজরীওয়াল, এইচ ডি দেবগৌড়া, ওমর আবদুল্লা, ফারুক আবদুল্লা, এম কে স্ট্যালিন, গেগং আপাং, হেমন্ত সোরেনের মতো প্রথম সারির নেতারা। বিরোধী ঐক্যের এই মঞ্চে হাজির হয়েছেন হার্দিক পটেল, জিগ্নেশ মেবাণী। ২০১৯-এ নতুন সরকার গড়ার, ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে একমঞ্চে বিরোধীদের সামিল করতে পেরেছেন তার প্রশংসা করেন নেতারা।বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের 'অপশাসন, দুর্নীতি এবং গণতান্ত্রিক কাঠামো অকেজো করে দেওয়ার বিরুদ্ধে সকাল থেকেই একের পর এক নেতা সরব হয়েছেন। মোদী সরকারের অধীনে দেশ বিপর্যস্ত। এই সরকারের বিরুদ্ধে

‘আমি ধর্ষণ মামলার মূল হোতা’, গলায় চিরকুট-সহ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Image
ঢাকা: গণধর্ষণ, হত্যাকাণ্ডে মূল অভিযুক্তের লাশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঢাকার সাভারে। পুলিশ সূত্রে খবর, সাভারের খাগান এলাকার আমিন মডেল টাউনের একটি মাঠ থেকে উদ্ধার হয় রিপন নামে মূল অভিযুক্তর মৃতদেহ। তার গলায় ঝোলানো ছিল চিরকূট, যাতে লেখা – 'আমি ধর্ষণ মামলার মূল হোতা'। কে বা কারা একাজ করেছে, তা বুঝতে তদন্তে নেমেছে সাভার থানার পুলিশ। তবে প্রাথমিকভাবে অনুমান, বস্ত্র কারখানায় তরুণীকে ধর্ষণ ও খুনের বদলা নিতে কারখানার শ্রমিকদের একাংশ একাজের সঙ্গে জড়িত। অন্য যে কোনও অপরাধের তুলনায় বাংলাদেশে এই ধর্ষণের ঘটনার গুরুত্ব অন্যরকম। বস্ত্র কারখানায় শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে বাংলাদেশে আন্দোলন বহুকালের। মাঝেমধ্যেই শ্রমিক বিক্ষোভ স্বাভাবিক ছবি হয়ে দাঁড়িয়েছে। নতুন বছরের শুরু থেকে ফের সেই দাবিতে কাজ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। নিত্যই চলছে অশান্তি। এরই মাঝে ৫ জানুয়ারি, সন্ধেবেলা ছুটির পর এক পোশাক কারখানার ১৬ বছর বয়সী এক তরুণীকে কারখানার লাইন চিফ রিপন-সহ পাঁচজন তুলে নিয়ে যায় কারখানার পিছনে একটি মাঠে। গণধর্ষণ করা হয় তাকে। ৭ জানুয়ারি নরসিংহপুরের নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে তার মৃত্যু হয়। এ

পাকিস্তানে নিহত দাউদ ঘনিষ্ঠ ফারুক দেবড়িওয়ালা

Image
পাকিস্তানে খুন একদা দাউদ ঘনিষ্ঠ ডন ফারুক দেবড়িওয়ালা৷ দীর্ঘদিন ধরেই ভারতীয় গোয়েন্দাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল ফারুক৷ ডি কোম্পানির বেতাজ বাদশাকে খুনের ষড়যন্ত্রেও যুক্ত ছিল সে৷ তবে কে বা কারা ফারুককে খুন করল, সেই বিষয়ে এখনও ধন্দে রয়েছেন তদন্তকারীরা৷ আশঙ্কা করা হচ্ছে, দাউদের সহকারী ছোটা শাকিলের নির্দেশেই খুন করা হয়েছে দেবড়িওয়ালাকে৷যদিও ফারুকের মৃত্যু নিয়ে কোনও মন্তব্য করেনি ইন্টারপোল। ২০১৮ থেকে করাচির গোপন আস্তানায় ছিল ফারুক দেবড়িওয়ালা। গোয়েন্দা সূত্রে খবর, কয়েক মাস আগে ব্যবসায়িক বিবাদের জেরে দাউদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল ছোটা শাকিলের৷ তখন এই ফারুকের সঙ্গে মিলে দাউদকে খুনের ষড়যন্ত্র করেছিল ছোটা শাকিল৷ এমনকী, দাউদের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দাদের সাহায্য করারও প্রতিশ্রুতি দিয়েছিল শাকিল৷ গোয়েন্দা আধিকারিকদের অনুমান, সম্ভবত দাউদ-শাকিলের সেই বিবাদ মিটে যায়৷ কিন্তু ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে সহযোগিতা করতে থাকে ফারুক৷ এমনকী, কয়েকদিন আগে ফারুকের সঙ্গে একান্তে বৈঠকও করে ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা৷ আশঙ্কা, কোনও ভাবে এই বৈঠকের খবর পৌঁছে গিয়েছিল দাউদ সহযোগী ছ

‌কলোম্বিয়ার পুলিস অ্যাকাডেমিতে গাড়িবোমা বিস্ফোরণ

Image
কলোম্বিয়ার রাজধানী বোগোটায় পুলিস অ্যাকাডেমিতে গাড়িবোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ২১ জন। গত ১৬ বছরে বোগোটায় এটাই সব থেকে ভয়ঙ্কর নাশকতা বলে জানাচ্ছে প্রশাসন। কলোম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, স্থানীয় সময় বৃহস্পতিবার বোগোটার জেনারেল স্যানট্যান্ডার পুলিস স্কুলের সামনে প্রায় ৮০ কেজি বিস্ফোরক বোঝাই ট্রাক উড়িয়ে দেয় এক আত্মঘাতী জঙ্গি। শুক্রবার কলোম্বিয়া পুলিস বিবৃতি দিয়ে জানিয়েছে, ২১ জনের মৃত্যু হয়েছে এবং জখম কমপক্ষে ৬৮ জন। তবে আঘাত গুরুতর না হওয়ায় তাঁদের মধ্যে ৫৮ জনকে এদিন ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। ঘটনার পর থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সম্পূর্ণ এলাকা। পুলিস কুকুর দিয়ে চলছে তল্লাশি। এখনও কেউ ধরা পড়েনি। শুক্রবার সকালেও মৃতদের পরিজন–বন্ধুদের ভিড় করতে দেখা যায় অ্যাকাডেমির সামনে। কফিনবন্দি সহকর্মীদের দেখে চোখের জল চেপে রাখতে পারেননি পুলিসকর্মীরাও। তবে পুলিস অ্যাকাডেমির মতো কড়া নিরাপত্তায় ঢাকা এলাকায় এভাবে জঙ্গি হামলার ঘটনায় বিরোধীরা তীব্র কটাক্ষ করেছে প্রশাসনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। বৃহস্পতিবার থেকেই তিন দিনের রাষ্ট্রীয়শোক ঘোষণা করেছে কলোম্বিয়া সরকার। প্রেসিডেন্ট ইভান

অন্ধ দিদিকে বের করে দিয়ে বেড়াতে গেল ভাই

Image
টাকি: হাড়–কাঁপানো ঠান্ডায় দৃষ্টিহীন প্রৌঢ়ার দিন কাটছে বাড়ির বাইরে। কনকনে শীতে অন্ধ দিদিকে বাড়ির বাইরে বের করে দিয়ে গেটে তালা দিয়ে বেড়াতে গেলেন ভাই। মহিলা পাঁচদিন পড়ে আছেন বাড়ির বাইরে। ষাটোর্ধ্ব ওই মহিলার নাম গীতা বিশ্বাস। বাড়ি উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার টাকি কুণ্ডু পাড়ায়। বৃদ্ধার অবস্থার কথা জানতে পেরে প্রতিবেশীরা তাঁকে খেতে দিচ্ছেন। স্থানীয় মানুষ জানিয়েছেন, জন্ম থেকেই মহিলা দৃষ্টিহীন। বিয়ে হয়নি। থাকেন ভাইয়ের আশ্রয়ে। ভাই শম্ভুনাথ বিশ্বাস প্রাক্তন সেনাকর্মী। এখন একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। শম্ভুবাবু ও তাঁর দিদি ছাড়া বাড়িতে কেউ থাকেন না। বলতে গেলে ভাই–ই একমাত্র অবলম্বন গীতাদেবীর। টাকি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুণ্ডু পাড়ায় গিয়ে দেখা গেল, একতলা সদ্য রং করা বাড়ির গেটের নামফলকে গীতাদেবীর নাম জ্বলজ্বল করছে। অথচ তাঁর ঠাঁই হয়েছে বাড়ির বাইরে। দরজায় তালা লাগিয়ে ভাই দিদিকে বাইরে বার করে রেখে গেছেন। দিদির দিন কাটছে পাশাপাশি দুটি বাড়ির মাঝে পরিত্যক্ত অংশে। রাতে এই ঠান্ডায় একইভাবে কাটছে অন্ধ মহিলার। গীতা বিশ্বাসের অভিযোগ, প্রায়ই ভাই তাঁকে মারধর করেন। এমনকী ঠিকমতো খেতে পর্যন্ত দেন না। বাড়

বধূ মিটমাটে রাজি, বিকৃত যৌন নিগ্রহ কাণ্ডে জামিন বালিগঞ্জের দুই ভাইয়ের

Image
বালিগঞ্জ পার্কের এক অভিজাত পরিবারের ছোট বৌ তাঁর স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌন নিগ্রহ এবং ভাশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। পরে আদালতে হাজির হয়ে মিটমাটের কথা জানান তিনি। তার ভিত্তিতে শুক্রবার জেল-হাজত থেকে ছাড়া পান সেনবাড়ির অভিযুক্ত দু'ভাই। এ দিনই আলিপুর জেলা দায়রা আদালত থেকে দু'জনে আলাদা আলাদা ভাবে ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান। ৩ জানুয়ারি ওই পরিবারের ছোট বৌ তাঁর স্বামী সুরঞ্জন সেন এবং ভাশুর নীলাঞ্জন সেনের বিরুদ্ধে নির্যাতনের পাশাপাশি পণের দাবিতে অত্যাচারের অভিযোগও জানিয়েছিলেন। সে-রাতেই দুই ভাই গ্রেফতার হন ওই মহিলার স্বামী ও ভাশুর। দু'দফায় পুলিশি হাজতে থাকার পরে ওই বধূ গত ১৪ জানুয়ারি আদালতে হলফনামা দিয়ে জানান, তাঁর এবং অভিযুক্তদের মধ্যে মিটমাট হয়ে গিয়েছে। স্বামী ও ভাশুর জামিন পেলে তাঁর আপত্তি নেই। কিন্তু দু'জনের বিরুদ্ধে যে-অভিযোগ আনা হয়েছে, তাতে সিজেএমের এজলাসে জামিন হওয়া সম্ভব ছিল না। তাই শুক্রবার জেলা দায়রা আদালতে দু'জনের জামিনের আবেদন করেন

টাকার বিনিময়ে ‘সিভিক’ গোয়েন্দা

Image
গোয়েন্দা বিভাগের নাম ব্যবহার করে টাকা নেওয়ার অভিযোগে কলকাতার একটি সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রকের নজরে। যাদবপুর থানা এলাকার সেলিমপুরে ওই সংস্থাটির দপ্তর। নাম ন্যাশনাল ইন্টেলিজেন্স ব্যুরো (এনআইবি)। অভিযোগ, তারা সদস্যপদ দেওয়ার নাম করে বিভিন্ন লোকের কাছ থেকে পাঁচ, দশ এবং পঁচিশ হাজার টাকা করে ডোনেশন হিসেবে আদায় করছে। তবে সরাসরি এই টাকা নেওয়া হচ্ছে না। এনআইবির নিজস্ব ওয়েবসাইটে ঢুকে নিজের নাম স্বেচ্ছাসেবক হিসেবে নথিভুক্ত করালে তবেই সেই টাকা পেমেন্ট করার গেটওয়ে চালু হয়ে যাচ্ছে। সংস্থার পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, বিভিন্ন ধরনের অপরাধ এবং দুর্নীতিদমনের মতো কাজে তারা যুক্ত। তাদের কাজকর্ম সম্পর্কে সরকারি স্তরে জানানো রয়েছে। শুক্রবার যোগাযোগ করা হলে সংস্থার মুখপাত্র রিয়া গুপ্তা জানান, 'আলোচনায় বসতে চেয়ে আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি দিয়েছি। মন্ত্রক থেকে সেই চিঠি সিবিআইয়ের ডিরেক্টরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার ভিত্তিতেই আমরা কাজ করছি।' তা সত্ত্বেও প্রশ্ন উঠেছে, এ ভাবে কি কোনও বেসরকারি সংস্থা গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করতে পারে? কারণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্

PhD করে ২৫০০ টাকার চাকরি করতে পারবেন: বিস্ফোরক সৌমিত্র

Image
নয়াদিল্লি: ব্রিগেড সমাবেশের আগের রাতেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সাংসদ সৌমিত্র খাঁ। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জেতা সৌমিত্রবাবু কয়েকদিন আগে নাম লিখিয়েছেন বিজেপি শিবিরে। শুক্রবার রাজ্যের যুব সমাজের আবেগকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন বিষ্ণুপুরের সাংসদ। ভারত সহ বিশ্বের সর্বত্রই যুব সমাজের প্রধান লক্ষ্য থাকে কর্মসংস্থান। এটাই বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্যের অন্যতম প্রধান সমস্যা। যা হাতিয়ার করেই রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসক খোঁচা দিয়েছেন সৌমিত্র খাঁ। সম্প্রতি রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে নতুন পরিকল্পনার কথা শুনিয়েছে রাজ্য। নবান্ন থেকে জারি করা নির্দেশিকা অনুসারে স্নাতক বা স্নাতকোত্তর পাশ করা ব্যক্তিরা স্কুলে পড়াতে পারবেন। এক্ষেত্রে তাঁদের ২০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত মাসিক ভাতা দেওয়া হবে। সময়ান্তে দেওয়া হবে শংসাপত্র। শিক্ষকতার নতুন এই পদের নাম সিভিক শিক্ষক। কর্মসংস্থানের নতুন এই পন্থা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। তা নিয়েই শুক্রবার মুখ খুলেছেন সৌমিত্র খাঁ। তিনি বলেছেন, "রাজ্যের সাধারণ মানুষেরা নিজেদের ছেলেমেয়েদের ভালো ভালো স্কুলে পড়াচ্ছেন। লেখাপড়

কীভাবে ভারতে ক্রমশ জমি হারাচ্ছে অ্যাপেল?

Image
বিশ্বের বেশিরভাগ দেশে জনপ্রিয় হলেই ভারতে কোন ভাবেই দাগ কাটতে পারছে না আইফোন। চিনের পরেই এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার ভারত। তাই কোম্পানির সাফল্যের জন্য ভারতে আইফোন জনপ্রিয় হওয়াটা জরুরি। বহু চেষ্টা করেও কোন ভাবেই ভারতের গ্রাহকের মন জিততে পারছে না মার্কিন টেক জায়েন্ট। কিন্তু ভারতে ঠিক কী সমস্যার সম্মুখীন হচ্ছে অ্যাপেল? দেখে নেওয়া যাক। অ্যাপেল এর লেটেস্ট ফ্ল্যাগশিপ iPhone XS এর দাম শুরু হচ্ছে ১ লক্ষ টাকা থেকে। খুব কম ভারতবাসী ১ লক্ষ টাকা দিয়ে স্মার্টফোন কেনার ক্ষমতা রাখেন। এছাড়াও কম দামে লঞ্চ হয়েছে iPhone XR। সেই ফোনের দামও শুরু হচ্ছে প্রায় ৭৭,০০০ টাকা টাকা থেকে। ২০১৭ সালে ভারতে মোট ৩২ লক্ষ আইফোন বিক্রি করেছিল অ্যাপেল। ২০১৮ সালে সেই সংখ্যা কমে হয়েছে ১৭ লক্ষ। যার মধ্যে বেশিরভাগ বেশ করেক বছর পুরনো iPhone 6। ভারতে কোম্পানির মুখ থুবড়ে পড়ার প্রথম কারন আইফোনের আকাশ ছোঁয়া দাম। ২০১৮ সালের শেষ অক্টোবর নবেম্বর ও ডিসেম্বর মাসে ভারতে মাত্র ৪ লক্ষ আইফোন বিক্রি করেছে অ্যাপেল। প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে ওয়ানপ্লাসের বিপুল জনপ্রিয়তা ভারতবাসীকে অ্যাপেল বিমুখ করেছে। অর্ধেকেও কম দামে লেটেস

ভারতের কড়া জবাবে চাপে পাকিস্তান, নিয়ন্ত্রণ রেখার ওপারে বাড়ছে সেনা মোতায়েন

Image
জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘন নিয়ে কড়া অবস্থান নিচ্ছে ভারত। তাতেই কি যুদ্ধের সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান! অন্তত তাঁদের পদক্ষেপ দেখে তেমনটাই অনুমান করছে কূটনৈতিক মহল। জানা গিয়েছে, পাকিস্তানের তরফে নিয়ন্ত্রণ রেখা বরাবর আরও সেনা মোতায়েন করা হয়েছে। এমনকী পাক অধিকৃত কাশ্মীরেও তারা নজরদারি বাড়িয়েছে। পাকিস্তানে ৩ পিওকে ব্রিগেড, যা পুঞ্চ সেক্টরের কাছে কোটলিতে অবস্থিত। সেখানে সাধারণ তিনজন পাক সেনা মোতায়েন থাকে। সম্প্রতি সেই আউটপোস্টে দশজন করে সেনা মোতায়েন করা হয়েছে। জানুয়ারির ১৬ তারিখ থেকে পাকিস্তানের তরফে সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলেও খবর। প্রসঙ্গত, সাম্প্রতিক কালে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান বারবার সংঘর্ষবিরতি চুক্তি ভাঙছে। বারবার ভারতীয় সেনা জওয়ানদের উপর হামলা হচ্ছে। প্রতিবারই কড়া জবাব দিচ্ছে ভারত। কূটনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, এর থেকেই হয়তো যুদ্ধের ভয় পাচ্ছে পাকিস্তান। তাই নিয়ন্ত্রণরেখার উপরে তারা সেনা মোতায়েনের সংখ্যা বাড়াতে শুরু করেছে। সেনাবাহিনীর নর্দান কমান্ডের জেনারেল অফিসার কমান্ডার-ইন-চিফ লেফট্যানেন্ট জেনারেল রণ

ধোনিকে দেখে শিক্ষা নেওয়া উচিত, মেনে নিচ্ছেন ল্যাঙ্গারও

Image
শুধু ব্যাটিংই নয়, ধোনির ফিটনেস ও ধৈর্য দেখেও মুগ্ধ প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার জাস্টিন ল্যাঙ্গার। মহেন্দ্র সিংহ ধোনির ইনিংস একটি বড় শিক্ষা দিয়ে গেল তাঁর দলের ক্রিকেটারদের। ভারতের বিরুদ্ধে সিরিজ হারের পরে স্বীকার করে নিলেন অস্ট্রেলীয় কোচ জাস্টিন ল্যাঙ্গার। রান তাড়া করার সময় যে ভাবে ইনিংস সাজিয়েছেন ধোনি তা চোখ খুলে দিয়েছে তাঁর দলের ব্যাটসম্যানদের। শুধু ব্যাটিংই নয়, ধোনির ফিটনেস ও ধৈর্য দেখেও মুগ্ধ প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার। শুক্রবার ম্যাচের পরে সাংবাদিকদের ল্যাঙ্গার বলেছেন, ''ধোনির বয়স ৩৭ বছর। কিন্তু ওর রান নেওয়ার ধরনে তা একেবারেই বোঝা যায় না। ফিটনেসের দিক দিয়ে সেরা জায়গায় রয়েছে ও। এ ধরনের ইনিংস শিক্ষা দিয়ে গেল আমাদের ব্যাটসম্যানদের। ধোনি প্রমাণ করে দিল, 'সুপারস্টার'-এর চেয়ে ও কম কিছু নয়। আর সেটাই প্রত্যেক অস্ট্রেলীয় ক্রিকেটারের লক্ষ্য হওয়া উচিত। ওর রেকর্ড কথা বলে। অধিনায়ক, ব্যাটসম্যান, উইকেটকিপিং কোনও জায়গায় খুঁত রাখেনি।'' ল্যাঙ্গার আরও বললেন, ''গত তিন ম্যাচের সময়েই এখানে খুব গরম ছিল। তার মধ্যেও যে গতির সঙ্গে ও খুচরো রান নিয়েছে তা অপূর্ব। ও প্রমাণ করে দ

ব্রিগেড লাইভ: ভোর থেকেই ব্রিগেডমুখী তৃণমূলের কর্মী-সমর্থকরা

Image
আজ, শনিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশ। সকাল ১০টার মধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমর্থকদের ঢুকে যেতে অনুরোধ জানানো হয়েছে দলের পক্ষ থেকে। তাই সকাল সকাল রাজ্যের নানা প্রান্ত থেকে দলের কর্মী-সমর্থকরা একে একে হাজির হতে শুরু করেছেন। দূর-দূরান্ত থেকে আসা অনেক কর্মী-সমর্থক শুক্রবার রাতেই শহরে পৌঁছে গিয়েছেন। হাওড়া ও শিয়ালদহ থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে মিছিল করে ধর্মতলার উদ্দেশে রওনা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকেও একে একে মিছিল আসতে শুরু করেছে। হাওড়া থেকে ব্রাবোর্ন রোড, টি-বোর্ড হয়ে মিছিল যাবে ব্রিগেডে। অন্য দিকে, শিয়ালদহ থেকে যে মিছিলগুলি আসবে সেগুলো মৌলালি ও এসএন ব্যানার্জি রোড হয়ে ব্রিগেডে পৌঁছবে। এ ছাড়া মিছিল আসবে হাজরা, খিদিরপুর এবং শ্যামবাজার থেকে। সমাবেশকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ব্রিগেডের আশপাশে থাকা সমস্ত বহুতল থেকে নজর রাখছে কম্যান্ডো বাহিনী। মিছিল, যান চলাচল কোন পথে হবে তা নিয়ন্ত্রণ করতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। মিছিলে আসা গাড়ি রাখার জন্য ইডেন, বাবুঘাট, হেস্টিংস-এর আশপাশে পার্কিংয়ের বন্দোবস্ত করা হয়েছে।  • এজেসি বোস রোডের একাংশ নো পার্কিং জোন নির্দিষ্

ভরে গেল কলকাতা

Image
বৃহস্পতিবার থেকে ওদের আসা শুরু হয়েছে। শুক্রবার শিয়ালদা, হাওড়া ও কলকাতা স্টেশনে গিয়ে দেখা গেল হাজার হাজার মানুষ ব্রিগেডের সভার জন্য আসছেন। শনিবার ভোরে অনেকে আসবেন। তৃণমূল থেকে বলা হয়েছে, প্রায় ৪০ লক্ষ লোক ব্রিগেডের সভায় উপস্থিত হবেন। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাখা হয়েছে তাঁদের। তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক ব্যানার্জি ঘুরে ঘুরে শিবির দেখেছেন। শিবিরের দায়িত্বে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী ইন্দ্রনীল সেন, বরো কমিটির চেয়ারম্যান সুশান্ত ঘোষ। ব্রিগেডের মাঠ থেকে মোবাইলে সবার সঙ্গে যোগাযোগ রাখছেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি। চোখেমুখে সকলের আনন্দ। থাকা–‌খাওয়ার ব্যবস্থা দেখে সকলেই খুশি। শোওয়ার জায়গা করে দেওয়া হয়েছে। ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার দেওয়া হচ্ছে। যজ্ঞ চলছে। রান্না হচ্ছে। কেউ কেউ ব্রিগেডে ঘুরেও এসেছেন। গল্পগুজব চলছে। একটাই কথা, '‌দিদি আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন'‌। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সব জেলা থেকে ৮০ শতাংশ কর্মী ও নেতারা এসে পড়েছেন। তাঁদের স্বাগত জানাতে হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশনে ক্যাম্প

মার্চেই ভোটের ঘোষণা

Image
আর দেড় মাস। মার্চ মাসের প্রথম সপ্তাহেই পরবর্তী লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ৬ জুন। সারা দেশে ক'‌দফায় ভোট হবে?‌ ভোটের জন্য নিরাপত্তা বাহিনী কখন ও কীভাবে পাওয়া যাবে, তার ওপর নির্ভর করবে এই সিদ্ধান্ত। পাশাপাশি ঘোষণা হবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের দিনক্ষণও। জম্মু–‌কাশ্মীর বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে গত বছরের নভেম্বরে। নিয়ম অনুযায়ী বিধানসভা ভেঙে দেওয়ার ৬ মাসের মধ্যে নতুন করে নির্বাচন করাতে হয়। জম্মু–‌কাশ্মীর বিধানসভার ক্ষেত্রে সেই সীমা শেষ হচ্ছে মে মাসে। ফলে লোকসভা ভোটের সঙ্গেই সেখানে নির্বাচন হতে পারে। আবার পরিস্থিতির জটিলতার কারণে ওই রাজ্যের বিধানসভা ভোট এগিয়ে আনাও হতে পারে। সিকিম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২৭ মে। অরুণাচল প্রদেশ, ওডিশা ও অন্ধ্রপ্রদেশ বিধানসভার মেয়াদ ফুরোচ্ছে যথাক্রমে ১ জুন, ১১ জুন ও ১৮ জুন। ২০০৪ সালে ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখে চার দফায় লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সে–বছর প্রথম ভোট নেওয়া হয় ২০ এপ্রিল ও ভোটপর্ব শেষ হয় ১০ মে। ২০০৯ সালে লোকসভার ভোট ঘোষণা হয় ২ ম