Posts

Showing posts from January 4, 2019

NRC থেকে একজনও ভারতীয় বাদ পড়বেন না: মোদী

Image
শিলচর: কোনও ভারতীয় নাগরিকপঞ্জীর বাইরে থাকবেন না। অসমে গিয়ে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের শিলচরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, এনআরসি থেকে কোনও একজনও ভারতীয় নাগরিক বাদ পড়বেন না। এনআরসি নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে দেশে। সেই প্রসঙ্গে এদিন মোদী বলেন, কেন্দ্র সমস্যাগুলো সম্পর্কে ওয়াকিবহাল। এনআরসি-র জন্য স্থানীয় মানুষের কী সমস্যা হচ্ছে তা সরকার জানে বলে দাবি করেন নরেন্দ্র মোদী। এই এনআরসি দীর্ঘদিন বাস্তবায়িত না হয়ে পড়ে ছিল। আমরা এর জন্য সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।   নাগরিকত্ব সংশোধনী বিল কেন্দ্র পাশ করাতে তত্‍পর বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এই বিল কারও সুবিধার জন্য নয়। অতীতে যে অন্যায় হয়েছে তার জবাব। বিলটি খুব তাড়াতাড়ি সংসদে পাশ হয়ে যাবে বলে আশাপ্রকাশ করেন তিনি। গত সপ্তাহে অসমে এনআরসি কার্যকর করার সময় আরও ছ'মাস বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। আগামী ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ২০১৯ সালের নির্বাচনে জিতে এলে সারা দেশে এনআরসি বলবত্‍ করার প্রচেষ্টা হবে বলে আগে থেকেই গেরুয়া শিবির জানিয়ে দিয়েছে। গতবছরের মাঝামাঝি অসমের নাগরিকপঞ্জী পেশ করে সরকার।

মিরিকে খাদে বাস পড়ে আহত ২০ পড়ুয়া সহ শিক্ষক

Image
দার্জিলিং: পাহাড়ের খাদে দুটি বাস পড়ে গিয়ে আহত হয় ২০ জন পড়ুয়া সহ শিক্ষক৷ ঘটনাটি ঘটেছে মিরিকের গয়াবাড়ির কাছে৷ মুম্বাই থেকে শিক্ষামূলক ভ্রমণে দার্জিলিং এসেছিল কয়েকজন পড়ুয়া ও শিক্ষক৷ জানা গিয়েছে, কয়েক দিন আগে শিক্ষামূলক ভ্রমণের জন্য মুম্বাইয়ের একটি কলেজের কিছু ছাত্রছাত্রী ও শিক্ষকরা দার্জিলিং গিয়েছিল৷ তাঁদের তিনটি বাস পরপর পাহাড় ঘুরে নামছিল৷ তখনই তৃতীয় বাসটি দ্বিতীয় বাসটিকে ধাক্কা মারে৷ ফলে প্রথম ও দ্বিতীয় বাস দুটি পাহাড়ের খাদে পড়ে যায়৷ প্রথম বাসটি প্রায় ৩০ ফুট নিচে পড়ে একটি বাঁশঝাড়ে আটকে যায়৷ আর তৃতীয় বাসটি প্রায় ১৫০ ফুট নিচে পড়ে যায়৷ এলাকাটি জঙ্গলে ঘেরা হওয়ায় মানুষের যাতায়াত কম৷ আর তাছাড়া ফোনে টাওয়ার না পাওয়া ছাত্রছাত্রী বা শিক্ষকরা কেউ কারোর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিল না৷ তাই তাঁরা ওই অবস্থায় দীর্ঘক্ষণ খাদে আটকা পড়ে থাকে৷ অবশেষে কোনওভাবে স্থানীয়রা খবর পেয় তাঁদের উদ্ধারের জন্য এগিয়ে আসে৷ তাঁরাই খবর দেয় পুলিশকে৷ স্থানীয়দের প্রচেষ্টায় শুরু হয় উদ্ধারকার্য৷ একে একে পড়ুয়া ও শিক্ষকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ দীর্ঘক্ষণ ধরে চলে এই উ

শহরে স্পা সেন্টারের আড়ালে রমরমিয়ে চলা দেহব্যবসার পর্দাফাঁস

Image
বেঙ্গালুরু: একের পর এক দেহব্যবসার পর্দাফাঁস হচ্ছে৷ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে স্পা বা বিউটি পার্লারের আড়ালে চলছে এইসব কুকর্ম৷ আর এবার বেঙ্গালুরুতে ধরা পড়ল এমনই একটি চক্র৷ সেখান থেকে তিনজন নর্ত-ইস্টের কিসোরীকেও উদ্ধার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, অভিযুক্ত ২৯ বছর বয়সী ক্যাটি রুডি নাগাল্যান্ড থেকে এসে জয়ানগরে গত ছয় মাস ধরে একটি স্পা সেন্টার খুলে তার আড়ালে এই দেহব্যবসা করছিল৷ বৃহস্পতিবার রাতে পুলিশ সেখানে হানা দিয়ে তাকে গ্রেফতার করে৷ অভিযুক্তের মোবাইল ফোন, ৩,০০০ টাকা নগদ, বেশ কিছু আপত্তিকর বস্তু বাজেয়াপ্ত করে পুলিশ এবং সেই সঙ্গে তিনজন কিশোরীকেও উদ্ধার করা হয়৷ পুলিশ ইনস্পেক্টর এস আয়েশার বক্তব্য অনুযায়ী, কিছুদিন আগেই এই মাসাজ পার্লারে চলা এইসব কাজের খবর এসেছিল তাঁদের কাছে৷ সেই মতো বৃহস্পতিবার রাতে আটঘাঁট বেঁধেই অভিযানে নামা হয়৷ উদ্ধার হওয়া কিশোরীদের হোমে রাখা হয়েছে৷ জানা গিয়েছে, অভিযুক্ত রুডি তাদের পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে এসে জোর করে দেহব্যবসার কাজে নামিয়েছিল৷

বনধ মোকাবিলায় সরকারি কর্মীদের জন্য বিজ্ঞপ্তি জারি রাজ্যের

Image
কলকাতা: কেন্দ্রীয় জনবিরোধী নীতির প্রতিবাদের আগামী ৮ ও ৯ তারিখ ভারত বনধের ডাক দিয়েছে বাম ট্রেড ইউনিয়ানগুলি৷ বামেদেরে তরফে বনধকে সমর্থন জানানোর প্রস্তাব ছিল তৃণমূলের কাছে৷ সমর্থন তো দূরঅস্ত৷ বনধ মোকাবিলায় তৎপর রাজ্য সরকার৷ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল নির্দিষ্ট কারণ ছাড়া ৭ থেকে ১০ই জানুয়ারি কোনও ছুটি নিতে পারবেন না রাজ্য সরকার ও রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত দফতরের কর্মীরা৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বামেরা কেন্দ্রীয়নীতির প্রতিবাদে ৮ ও ৯ই জানুয়ারি বনধের ডাক দিয়েছে৷ কিন্তু রাজ্য সরাকারি কর্মীরা বনধের আগের ও পরের দিনও অনুপস্থিত থাকতে পারবেন না৷ অর্থাৎ ৭ ও ১০ তারিখ কোন মতেই কামাই করা যাবে না৷ এর অন্যথা হলেই শোকজের মুখে পড়তে হবে তাদের৷ তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্মী অসুস্থতার কারণে হাসপাতালে ভরতি থাকলে, পারিবারিক কোনও দুর্ঘটনা ঘটলে বা শুক্রবার অর্থাৎ ৪ঠা জানুয়ারির আগে ছুটির অনুমতি নেওয়া থাকলে ওই দিনগুলোয় না এলেও সমস্যা হবে না৷ কর্মনাশা বনধের বিরোধী রাজ্যের শাসক দল তৃণমূল৷ বিরোধীদের বনধ মোকাবিলায় এর আগেও কোমড় বেঁধে নেমেছিল প্রসাসন৷ এর আগে বাম ও বিজেপির বন

আমেরিকাকে জবাব দিতে এ বার ‘মোয়াব’ বোমা বানাল চিন

Image
সফল মোয়াব পরীক্ষা চিনের। শক্তিশালী দানব বোমা বানিয়ে ফেলল চিন। যার সফল পরীক্ষাও ইতিমধ্যে সেরে ফেলেছে তারা। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে শুক্রবার তার ভিডিয়ো সামনে এল। জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে ২০১৭ সালে আফগানিস্তানে 'মাদার অব অল বম্বস' (মোয়াব) ফেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই বোমা তারই চৈনিক সংস্করণ বলে দাবি করেছে বেজিং। পারমাণবিক অস্ত্রশস্ত্র বাদ দিলে, এটাই তাদের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী বোমা। প্রতিরক্ষা সংস্থা চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড (নরিনকো) বোমাটি তৈরি করেছে। ডিসেম্বরের শেষ দিকে এইচ-৬কে বোমারু বিমানের মাধ্যমে নিক্ষেপ করে সেটির সফল পরীক্ষা করা হয়। যার ভিডিয়ো আপলোড করা হয় নরিনকো-র ওয়েবসাইটে। বিষয়টি সামনে আসার পর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, বোমা পড়ার সঙ্গে সঙ্গে আগুনের কুণ্ডলী-তে ঢেকে যায় চারদিক।  পরমাণু শক্তিধর রাষ্ট্র হলেও এতদিন অস্ত্রশস্ত্রের পরীক্ষা গোপনেই সারত চিন। এই প্রথম এ ভাবে নতুন কোনও বোমা নিয়ে ক্ষমতা জাহির করতে দেখা গেল তাদের। চিনের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমসে বোমাটি নিয়ে সবিস্তার আলোচনা

ব্যাডমিন্টন খেললেন মুখ্যমন্ত্রী, পোস্ট করলেন ফেসবুকে!

Image
বোলপুরে ব্যাডমিন্টন কোর্টে মুখ্যমন্ত্রী। রাজ্যে জমিয়ে পড়েছে শীত। উত্তর থেকে দক্ষিণ, শীতের আমেজ উপভোগ করছেন সবাই। কেউ মেতে আছেন পিঠে-পুলিতে, কেউ বেড়িয়ে পড়েছেন ঘুরতে, সন্ধে নামলেই কেউ বা আবার বসে পড়ছেন জমিয়ে আড্ডায়। আর শীতের রাতে পাড়ায় পাড়ায় আলো জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলা এই বাংলার পরিচিত দৃশ্য। বোলপুরে এরকমই এক এলাকায় সন্ধ্যা নামতেই শুরু হল ব্যাডমিন্টন খেলা। হঠাৎ করেই খেলতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। চাদর গায়ে কোর্টে নেমে দিদি বুঝিয়ে দিলেন তাঁকে খুব একটা সহজ প্রতিদ্বন্দী হিসেবে দেখলে ভুল হবে। ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড, স্ম্যাশ একের পর এক আক্রমণ আছড়ে পড়ছিল প্রতিপক্ষের উপর। যেভাবে রাজনীতির ময়দানে প্রতিপক্ষের মোকাবিলা করেন, ব্যাডমিন্টন কোর্টেও ঠিক ততটাই আক্রমণাত্মক ছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়নিজেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিয়ো শেয়ার করেছেন। আর তার পরই তা হয়ে উঠেছে ভাইরাল। বহু লোক এই ভিডিয়ো শেয়ার করা শুরু করেছেন। ৬৩ বছর বয়সে তাঁর ফিটনেসে চমৎকৃত হয়েছেন অনেকেই। সামিল হয়েছেন প্রতিবেশী বাংলাদেশের মানুষেরাও।

বনধ রুখতে কড়া রাজ্য, ৭-১০ জানুয়ারি ছুটি নিতে পারবেন না সরকারি কর্মচারীরা

Image
কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সিপিএমের ডাকা বনধে সমর্থন করতে নারাজ রাজ্য। প্রতিবারের মতো এবারও বনধ রুখতে কড়া রাজ্য।  শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ৭-১০ জানুয়ারির মধ্যে রাজ্য সরকারি কর্মচারীরা ছুটি নিতে পারবেন না। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ৭-১০ জানুয়ারির মধ্যে অর্ধ দিবসও ছুটি নেওয়া যাবে না।  রাস্তায় গাড়ি চলছে না, বা অন্য কোনও সমস্যা দেখিয়েও  এই কয়েকদিন ছুটি নেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নবান্ন। নবান্নের কড়া নির্দেশ, নির্দিষ্ট এই দিনগুলিতে  কেউ না কর্মস্থলে না গেলে তাঁকে শোকজ করা হবে। জবাব না দিলে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে। ছুটি ও একদিনের বেতনও কাটা যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। যে সব সরকারি কর্মচারী ৪ জানুয়ারির আগে থেকে ছুটিতে আছে, হাসপাতালে চিকিৎসাধীন ও পরিবারের কোন সদস্যের মৃত্যুর কারণে যাঁরা ছুটিতে রয়েছেন, মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন যাঁরা,  তাঁদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। রাস্তায় বনধের দিনগুলিতে বাস চলবে কিনা, এই প্রশ্নের উত্তরে  বাস মালিক সংগঠন জানিয়েছে, "বাসের চাবি চালকদের কাছেই থাকে। তাঁরা যদি সেদিন মনে করেন রাস্তায় লোক রয়েছে, য

কেন ৩৬টি রাফালে বিমান কিনছে সরকার! কংগ্রেসকে ঠুকে রাহুলকে তুলোধোনা করে জবাব প্রতিরক্ষামন্ত্রীর

Image
রাফালে যুদ্ধবিমান নিয়ে ওঠা বিতর্কের জবাব সংসদে দাঁড়িয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। একইসঙ্গে জোর আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে। জানালেন, কেন ৩৬টি রাফালে বিমান কিনছে সরকার। যে প্রশ্নে বিরোধীরা কেন্দ্রকে বারবার আক্রমণ করে এসেছে। তা নিয়েও এদিন খোলাখুলি মত জানিয়েছেন নির্মলা। কংগ্রেস যে জোর করে রাজনৈতিক স্বার্থে রাফালে ইস্যুকে খুঁচিয়ে তুলছে, সেটাই দাবি করেছেন তিনি। নির্মলা জানিয়েছেন, সময়ে অস্ত্র কেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা খাতে চুক্তি করা ও প্রতিরক্ষায় যুক্তি সাজানো এক কথা নয়। স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্মলা। জাতীয় সুরক্ষাকেই সর্বাগ্রে রাখার কথা বলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। নির্মলা বলেছেন, ২০১৪ সালে ইউপিএ সরকার ১৮টি বিমানও কিনে আনতে পারেনি। আজ এতদিন পরে হঠাৎ রাফালে নিয়ে সরগরম করছে চারিদিক, সকলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কেন্দ্রের তরফে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে দুই সরকারের মধ্য়ে চুক্তি হয়। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে প্রথম বিমান ডেলিভারি দেবে। শেষ বিমান ডেলিভারি দেওয়া হবে ২০২২ সালে। সময় পাঁচমাস এগিয়ে এসেছে বলেও

পূজারা-ঋষভ-জাডেজার দাপটে ভারতের ৬২২, প্রবল চাপে অস্ট্রেলিয়া

Image
সেঞ্চুরির পর ঋষভ পন্থ। শুক্রবার মেলবোর্নে। সিডনিতে প্রবল চাপে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শেষে ১০ ওভার খেলে অস্ট্রেলিয়া তুলেছে ২৪। পড়েনি কোনও উইকেট। অপরাজিত আছেন দুই ওপেনার মার্কাস হ্যারিস (১৯) ও উসমান খাওয়াজা (৫)। অবশ্য মহম্মদ শামির বলে খাওয়াজার সহজ ক্যাচ ইনিংসের তৃতীয় ওভারেই ফেলে দিয়েছেন ঋষভ পন্থ। যা ধরলে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা দেখাত। তবে বাকি তিন দিন ধরে ম্যাচ বাঁচানোর চাপ টিম পেনের দলের উপর। এখন ৫৯৮ রানে পিছিয়ে তারা। ফলো-অন বাঁচাতে গেলেও চারশোর বেশি তুলতে হবে অজিদের। ফলে সিরিজে ২-১ এগিয়ে থাকা ভারত রীতিমতো স্বস্তিতে।  চেতেশ্বর পূজারার ১৯৩, ঋষভ পন্থের অপরাজিত ১৫৯ ও রবীন্দ্র জাডেজার ৮১ শুক্রবার বড় ভূমিকা নিল ভারতের রানকে ছ'শোর ওপারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। সাত উইকেটে ৬২২ তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে ভারত। সপ্তম উইকেটে ঋষভ-জাডেজা যোগ করলেন ২০২ রান। যা টেস্টে ভারতের নিয়ন্ত্রণ আরও মজবুত করল। সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনে অবশ্য় ডাবল সেঞ্চুরি ফস্কে গেল চেতেশ্বর পূজারার। দ্বিশতরান নিশ্চিত ছিল তাঁর। কিন্তু, দিনের দ্বিতীয় সেশনে ৩৭৩ বল খেলে ১৯৩ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেন চেতেশ্ব

পিঠে কিল-চড়, যন্ত্রণায় চোখে জল নিয়েও ক্যামেরা থেকে দৃষ্টি সরাননি চিত্র সাংবাদিক শাজিলা!

Image
কাঁধে ক্যামেরা নিয়ে চিত্র সাংবাদিক শাজিলার এই ছবিই ভাইরাল হয়েছে। চারপাশে তখন বিক্ষোভকারীদের তুলকালাম তাণ্ডব চলছে। তার মধ্যে দিয়েই ক্যামেরা কাঁধে দৌড়ে বেড়াচ্ছেন এ ধার ও ধার। আর প্রতিটি মুহূর্তকে তিনি চটপট ক্যামেরাবন্দি করছেন। বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচলেন না তিনিও। কিল-চড়-ঘুসি আছড়ে পড়ল তাঁর উপর। সঙ্গে চলল চরম হেনস্থাও। ব্যথায় কঁকিয়ে উঠলেন। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। কিন্তু কাঁধ থেকে ক্যামেরা সরাননি। এমনকি বিক্ষোভকারীরাও তাঁর জেদের সামনে হার স্বীকার করতে বাধ্য হন। শত হেনস্থা সয়েও নিজের কর্তব্যে কিন্তু অবিচল থেকেছেন শাজিলা আব্দুল রহমান। কেরলের কৈরালি টিভি চ্যানেলের চিত্র সাংবাদিক শাজিলা। তুঁতে রঙের সালোয়ার পরা, ডান কাঁধে ক্যামেরা, লেন্সে চোখ স্থির রেখে ছবি তুলছেন— এমনই একটি ছবি ভাইরাল হয়। শাজিলার সেই ছবি ভাইরাল হওয়ার পরই তাঁর কর্তব্যে অবিচল থাকা এবং তাঁর সাহসিকাতার বিপুল প্রংশসা আছড়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। শবরীমালা নিয়ে কেরলের বিভিন্ন প্রান্তে বিক্ষোভকারীদের তাণ্ডব চলছে। প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল গোটা রাজ্য।হিন্দুত্ববাদী সংগঠনগুলো ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছিল রাজ্যে। পরিস্থিতি এতট

নির্দিষ্ট কিছু মানুষের কাছে হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি লুকিয়ে রাখবেন কীভাবে?

Image
ভারত তথা বিশ্বে সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সারা বিশ্বের কয়েকশো কোটি গ্রাহক যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ইউরোপ ও এশিয়ার দুই একটি দেশ বাদ দিলে বিশ্বের প্রয় সব দেশের এক নম্বর মেসেজিং সার্ভিস এটি। গত কয়েক মাসে হোয়াটসঅ্যাপে একের পর এক নতুন ফিচার যোগ হয়েছে। ব্যক্তিগত সুরক্ষার জন্য হোয়াটসঅ্যাপ টু-স্টেপ-ভেরিফিকেশান, স্ট্যাটাস হাইড, প্রোফাইল ছবি হাইড করার মতো ফিচার নিয়ে এসেছে। তবে এতদিন নির্দিষ্ট কোন ব্যক্তর হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবি হাইড করা যেত না। কিন্তু অনেক সময়েই আমরা নির্দিষ্ট কিছু মানুষের কাচভহ থেকে প্রোফাইল ছবি লুকিয়ে রাখতে চাই। এই কাজ করার জন্য এতদিন সেই মানুষটিকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিতে হত। এবার ব্লক না করেই নির্বাচিত মানুষের কাছে নিজের হোয়াটসঅ্যাপ প্রোফগাইল ছবি লুকিয়ে রাখা যাবে। কোন ব্যাক্তিকে হোয়াটসঅ্যাপে ব্লক না করেই তার কাছে নিজের প্রোফাইল ছবি লুকিয়ে রাখতে চাইলে এই পদ্ধতি অনুসরন করুন। যা প্রয়োজন নিজের ফোনে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সান ডাউনলোড করুন। অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে লেটেস্ট ভার্সান ডাউনলোড করতে পারবেন। প্রথম ধাপঃ যে ব্যাক্তির কাছে নিজের

জিওফোনে ছয় মাস বিনামূল্যে ভয়েস কল ও ডাটা ব্যবহার করবেন কীভাবে?

Image
নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই বাজারে এসেছে জিওর নতুন অফার। সম্প্রতি একটি 'ফেস্টিভ গিফট কার্ড' লঞ্চ করেছে জিও। এই অফারে জিওফোন গ্রাহকরা ছয় মাস আনলিমিটেড কলিং ও ডাটা ব্যবহার করতে পারবেন। জিও গিফট কার্ডের দাম ১,০৯৫ টাকা। এই কার্ডে ৫০১ টাকা নেওয়া হয় নতুন জিওফোনের জন্য। পরের ছয় মাস ৯৯ টাকা প্ল্যান কাজ করবে জিওফোনে। ছয় মাস ভ্যালিড থাকবে এই কার্ড। এছাড়াও সম্প্রতি জিওফোন হাঙ্গামা অফার বাজারে এসেছিল। এই অফারে পুরনো ফিচার ফোন এক্সচেঞ্জ করে গ্রাহক নতুন জিওফোন কিনতে পারবেন। ২০১৭ সালের জুলাই মাসে লঞ্চ হয়েছিল জিওফোন। ইতিমধ্যেই ভারতে সবথেকে বেশি বিক্রি হওয়া ফিচার ফোনের শিরোপা জিতে নিয়েছে জিওফোন। কোম্পানির ওয়েবসাইট থেকে এই গিফট কার্ড কিনলে ১২ মাসের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। গিফট কার্ড কিনে পুরনো যে ফোনটি এক্সচেঞ্জ করতে চান সেটি নিয়ে রিয়ায়েন্স ডিজিটাল অথবা জিও স্টোরে যেতে হবে। তবে পরনো ফোনটি কোন ভাবে ভাঙা থাকলে অথবা কাজ না করলে তা এক্সচেঞ্জ হবে না। পুরনো ফোন জমা দেওয়ার পরেই নতুন জিওফোন ও জিও সিম কার্ড পাবেন গ্রাহক। সম্প্রতি ৩৯৯ টাকা রিচার্জে ১০০ শতাংশ ক্যাশব্যাক ঘোষণা করেছে জিও। এই ক্যাশব্যাক আ

কৃষি ঋণ মুকুব করে পেনশন বন্ধ করলেন কমল নাথ

Image
ভোপাল: কৃষকদের ঋণ মুকুব করার পর পেনশনে কোপ বসাল মধ্যপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী কমল নাথ পরিচালিত ওই রাজ্যের সরকার কয়েক হাজার মানুষের পেনশন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন দেশে জরুরী অবস্তা জারি করেছিলেন। সেই সময়ে বহু সাধারণ মানুষকে জেলে যেতে হয়েছিল। সেই সকল মানুষদের জন্য বিশেষ পেনশন চালু করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শবরাজ সিং চৌহান। মিসা(মেইন্টেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট) এবং ডিআইআর(ডিফেন্স অফ ইন্ডিয়া রুলস) আইনে গ্রেফতার হওয়া ব্যক্তিদের এই পেনশন দেওয়া হতো। জরুরী অবস্থার সময়ে জেলে যাওয়া ব্যক্তিদের জন্য শিবরাজ সিং চৌহান এই প্রকল্প চালু করেছিলেন ২০০৮ সালে। যার নাম ছিল লোকতন্ত্র সেনানি সম্মান নিধি। এই প্রকল্পের অধীনে ২৬০৪ জন ব্যক্তিকে মাসিক ২৫ হাজার টাকা করে পেনশন দেওয়া হতো। বিজেপি সরকারের চালু করা সেই প্রকল্প রাজনৈতিক কারণে কংগ্রেস বন্ধ করে দিচ্ছে বলে উঠেছে অভিযোগ। এই প্রসঙ্গে উঠে আসছে চার দশক আগের সেই জরুরী অবস্থার সময়ের কথা। সেই সময়ে কমল নাথ ইন্দিরা পুত্র সঞ্জয় গান্ধীর খুব ঘনিষ্ঠ ছিলেন। সেই কারণেই কমল নাথ জরুরী অবস্থার সময়ে কং

গণধর্ষণের পর বিয়ে ঘিরে ব্ল্যাকমেল! ফেসবুক-বন্ধুর 'কীর্তি' ঘিরে চাঞ্চল্য

Image
ঘটনা স্থল উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর। সেখানে এক ২৩ বছরের তরুণীর দাবি, এক ফেসবুকে আলাপ হওয়া এক ব্যক্তির হাতে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। এখানেই শেষ নয়। এই ধর্ষণকাণ্ডে জড়িত রয়েছেন ওই ব্যক্তির ভাইরাও। ভাই ও ফেসবুক-বন্দুর হাতে ধর্ষণের ঘৃণ্য ঘটনার পর আপাতত পুলিশের দ্বারস্থ তরুণী। পুলিশের কাছে দায়ের হওয়া অভিযোগে মহিলা দাবি করেছেন, ফেসবুকে সোনু নামে এক বন্ধুর সঙ্গে কিছুদিন আগে তাঁর বন্ধুত্ব হয়। এর পরবর্তীকালে ওই মহিলাকে হোটেলে আটকে রেখে তাঁর ওপর ধর্ষণের মতো ঘৃণ্য অত্যাচার চালান সোনু ও তার দাদারা। অভিযোগকারীরা গোটা ঘটনার ভিডিও তোলেন। আর ওই ভিডিও দেখিয়ে মহিলাকে বিয়ের জন্য ব্ল্যাকমেল করতে থাকেন। মহিলার দাবি, সোনুকে বিয়ে না করলে ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় সোনু। পুলিশ এমন অভিযোগ পেয়ে তড়িঘড়ি সোনু ও তার পরিবারের ১০ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনায় তদন্তে নেমেছে বলে জানিয়েছে পুলিশ।

ফোনে মাত্র ৬টি মিসড কল, মুম্বইয়ের ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে গায়েব ১.৮৬ কোটি

Image
মিসড কল করে বিপুল টাকা জালিয়াতি। জানতেই পারলেন না গ্রাহক। মুম্বইয়ের এক ব্যবসায়ী তো হতবাক। গত ২৭ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর রাতে তাঁর ফোনে করা হয় মোট ৬টি মিসড কল। তার পরই তাঁর সিমকার্ডটি অচল হয়ে যায়। এরপরই তিনি দেখেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১.৮৬ কোটি টাকা গায়েব। এখন মুম্বই পুলিসের সাইবার ক্রাইম শাখায় তিনি অভিযোগ দায়ের করেছেন। পুলিস ওই ব্যবসায়ীর নাম গোপন রেখেছে। ওই ব্যবসায়ী অভিযোগ করেছেন ২৭ ডিসেম্বর রাত ১১.৪৪ থেকে ২৮ ডিসেম্বর রাত ১.৫৮ পর্যন্ত তাঁর ফোনে মোট ৬টি মিসড কলস আসে। এর মধ্যে ২টি ছিল ব্রিটেন থেকে। সাইবার বিশেষজ্ঞদের বক্তব্য এটি হল সিম সোয়াপ। এর পদ্ধতিতে একটি সিম কার্ড নকল করে দ্বিতীয় একটি সিম বানানো হয়। এবং লেনদেনের জন্য সেই সিম কার্ডেই ওটিপি নেওয়া হয়েছে। ফোনে সিম কাজ করছে না দেখে ওই ব্যবসায়ী তাঁর সার্ভিস প্রোভাইডারের কাছে যান। সেখান থেকে তাঁকে বলা হয় ২৭ জিসেম্বর রাত ১১.১৫ মিনিটে তাঁর সিমটি ব্লক করার অনুরোধ করেন তিনি নিজেই। ওই কথা শুনে অবাক হয়ে যান ওই ব্যবসায়ী। তিনি পুলিসকে জানান সিম কার্ড ব্লক করার কোনও রিকোয়েস্ট তিনি করেননি। এদিকে সিম কাজ না করায় নতুন সিম নিয়

১০ জানুয়ারি থেকে শুরু হবে অযোধ্যা মামলার শুনানি, জানাল সুপ্রিম কোর্ট

Image
আগামী ১০ জানুয়ারি অযোধ্যায় শুরু হবে অযোধ্যা মামলার শুনানি। শুক্রবার একথা জানায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি জানিয়েছেন, নতুন বেঞ্চে হবে হবে অযোধ্যা মামলার শুনানি। অযোধ্যা বিবাদ নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের আপিল মামলার শুনানির দিনক্ষণ ঠিক হওয়ার কথা ছিল শুক্রবার। সেই মতো, এদিন সংক্ষিপ্ত শুনানিতে প্রধান বিচারপতি জানিয়ে দেন, আগামী ১০ জানুয়ারি সাংবিধানিক বেঞ্চে শুরু হবে অযোধ্যা মামলার শুনানি।  ২০১০ সালে অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি তিন ভাগে ভাগ করে দেওয়ার নির্দেশ দেয় ইলাহাবাদ হাইকোর্ট। রায়ে ওই জমি সমান তিন ভাগে ভাগ করে মামলাকারী তিনটি পক্ষকে দেওয়ার নির্দেশ দেয় আদালত। যদিও রায়ে খুশি হয়নি মামলাকারী কোনও পক্ষই। রাম জন্মভূমি ন্যাস, নির্মোহী আখড়া ও সুন্নি ওয়াকফ বোর্ড ইলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেই থেকে শুরু হয়েছে মামলা। গত বছর ২৯ অক্টোবর এই মামলা অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি করতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তাদের হাতে আরও গুরুত্বপূর্ণ মামলা হয়েছে। জানুয়ারিতে মামলার শুনানি শুরু হবে ব

জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা পাক সেনার

Image
ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে মরিয়া পাক সেনা। ২০১৬-র সেপ্টেম্বরে পাক ভূখণ্ডে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক  চালিয়ে পাক সেনার বেশ কিছু ঘাঁটি ভেঙে দিয়েছিল ভারতীয় সেনা।সেই ঘটনার শোধ নিতে ২০১৭তে পাঁচবার সার্জিক্যাল স্ট্রাইকের চেষ্টা চালায় পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনার তত্পরতায় বারবার ব্যর্থ হয়েছে পাক বাহিনীর সেই চেষ্টা। কিন্তু তাতেও ক্ষান্ত হয়নি পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী। তাই ভারতের মাটিতে বড়সড় সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করছে তারা। এ জন্য তারা জঙ্গিদেরও সাহায্য নিচ্ছে। সম্প্রতি গোয়েন্দাদের দেওয়া রিপোর্টে এ রকমই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নিয়ন্ত্রণরেখা বরাবর থাকা ভারতীয় সেনার ছাউনি ও কাশ্মীরে বারবার সার্জিক্যাল স্ট্রাইকের চেষ্টা চালানো হয়েছে পাকিস্তানের তরফে। কিন্তু ভারতীয় সেনা দক্ষতার সঙ্গে বারবার প্রতিরোধ করেছে সেই চেষ্টা। পাক সীমান্ত বাহিনীর স্পেশ্যাল সার্ভিস গ্রুপের ছোট ছোট দল ও লস্কর-ই-তৈবার জঙ্গিরা রাজৌরি ও পুঞ্চ সেক্টরে এ জন্য বিশেষ ভাবে সক্রিয় বলেও উল্লেখ করা হয়েছে গোয়েন্দা রিপোর্টে। ২০১৮-র ৩১ ডিসেম্বর কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে ভারতীয় সেনার

এক ভাইয়ের স্ত্রী অন্য ভাইয়েরও ‘ভোগ্য’, বালিগঞ্জের অভিজাত আবাসনের গৃহবধূ থানার দ্বারস্থ

Image
খাস কলকাতার বুকে নিজের বাড়িতেই নারকীয় যৌন নির্যাতনের শিকার হলেন এক মহিলা। বিয়ে হয়েছিল বালিগঞ্জ পার্কের একটি অভিজাত ধনী ব্যবসায়ী পরিবারে। কিন্তু বিয়ের কিছু দিন পরেই তাঁকে বলা হয় পরিবারের প্রথা ভাইদের মধ্যে স্ত্রী অদল বদল করা। অর্থাৎ এক ভাইয়ের স্ত্রীয়ের সঙ্গে অন্য ভাই যৌন সম্পর্কে লিপ্ত হতে হবে। অভিযোগ, পারিবারিক প্রথার নামে এ ভাবেই দীর্ঘ কয়েক মাস ধরে বাড়িতেই ধর্ষিতা হয়েছেন ওই মহিলা। মহিলার অভিযোগ, এতেই অত্যাচার শেষ হয়নি। তাঁর নিজের স্বামীও তাঁকে বাধ্য করতেন বিকৃত যৌনতায় সঙ্গ দিতে। প্রতিবাদ করায় জোটে শারীরিক নির্যাতন। অভিযোগ, পণের টাকার জন্য বাড়তে থাকে চাপ। কেড়ে নেওয়া হয় মহিলার বাপের বাড়ি থেকে আনা সমস্ত গয়না। নিজের বাড়িতেই এই অত্যাচার আর সইতে না পেরে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। অভিযোগ জানান কড়েয়া থানায়। রাতেই বালিগঞ্জ পার্কের অভিজাত আবাসনের চারতলার ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। মহিলার স্বামী এবং ভাসুরকে গ্রেফতার করে পুলিশ। দু'জনেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ডিসি (দক্ষিণ পূর্ব) ডিভিশন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "পুলিশ গেলে অভিযুক্তরা পুলিশকে বাধা দেয়। পুলিশকে মার

বালিগঞ্জে অভিজাত পরিবারেই ধর্ষিতা গৃহবধূ

Image
খাস কলকাতার বুকে নিজের বাড়িতেই নারকীয় যৌন নির্যাতনের শিকার হলেন এক মহিলা। বিয়ে হয়েছিল বালিগঞ্জ পার্কের একটি অভিজাত ধনী ব্যবসায়ী পরিবারে। কিন্তু বিয়ের কিছুদিন পরেই তাঁকে বলা হয় পরিবারের প্রথা হচ্ছে ভাইদের মধ্যে স্ত্রী অদলবদল করা। অর্থাৎ এক ভাইয়ের স্ত্রীয়ের সঙ্গে অন্য ভাই যৌন সম্পর্কে লিপ্ত হবে! অভিযোগ, পারিবারিক এই প্রথার নামে এভাবেই দীর্ঘ কয়েক মাস ধরে বাড়িতেই ধর্ষিতা হয়েছেন ওই মহিলা। মহিলার অভিযোগ, এতেই অত্যাচার শেষ হয়নি। তাঁর নিজের স্বামীও তাঁকে বাধ্য করতেন বিকৃত যৌনতায় সঙ্গ দিতে। প্রতিবাদ করায় জোটে শারীরিক নির্যাতন। অভিযোগ, পণের টাকার জন্য বাড়তে থাকে চাপ। কেড়ে নেওয়া হয় মহিলার বাপের বাড়ি থেকে আনা সমস্ত গয়না। নিজের বাড়িতেই এই অত্যাচার আর সইতে না পেরে শেষ পর্যন্ত পুলিসের দ্বারস্থ হন ওই মহিলা। অভিযোগ জানান কড়েয়া থানায়। বৃহস্পতিবার রাতেই বালিগঞ্জ পার্কের অভিজাত আবাসনের চারতলার ফ্ল্যাটে হানা দেয় পুলিস। মহিলার স্বামী এবং ভাসুরকে গ্রেপ্তার করা হয়েছে। দু'জনেই প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী।  অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, বিয়ের কয়েক মাস পরে একদিন তাঁর স্বামী সুরঞ্জন সেন জোর করে ভাসুর নী

বিক্ষোভে উত্তাল কেরল, নিগৃহীত মহিলা চিত্র সাংবাদিক

Image
তিরুঅনন্তপুরমে মহিলা চিত্র সাংবাদিককে নিগ্রহের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। শবরীমালা মন্দিরে দুই মহিলার প্রবেশের প্রতিবাদে উত্তাল কেরল। বৃহস্পতিবার বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে গিয়ে ছবি তুলতে যান ওই মহিলা চিত্র সাংবাদিক। তখনই তাঁকে নিগ্রহ করা হয়। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে বিজেপি কর্মীদের হাতে লাঞ্ছিত হয়ে কান্নাভেজা মহিলা চিত্র সাংবাদিকের ছবি। গত বুধবার ভোররাতে বছর চল্লিশের দুই মহিলার শবরীমালা মন্দিরে প্রবেশের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে কেরলে অচলাবস্থা দেখা দিয়েছে। একাধিক হিন্দু গোষ্ঠীর ডাকা হরতাল ও বিক্ষোভকে কেন্দ্র করে কেরলের বিভিন্ন প্রান্তে হিংসা ছড়িয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ৩৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের মোবাইল বাজেয়াপ্ত করে ডিজিটাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বাড়ি–বাড়ি তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার অভিযানও শুরু করা হবে। বৃহস্পতিবার বিক্ষোভ সামলাতে '‌অপারেশন ব্রোকেন উইন্ডো'‌ অভিযানে নামে পুলিস। হিংসায় মদতকারীদের একটি তালিকাও তৈরি করেছে প্রশাসন। পাশাপাশি দুষ্কৃতীদের ছবি নিয়ে একটি অ্যালবাম তৈরির কথাও হয়েছে। হিংসায় জড়িত বাকিদের গ্রেপ্তারের জন্য নিরা

এখনও ট্রমায় খড়দার নির্যাতিতা

Image
সপ্তম শ্রেণির পড়ুয়া ছেলেকে টিউশন পড়তে দিয়ে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন খড়দা পাতুলিযার এক বধূ। তাঁকে রাস্তা থেকে টেনে নিয়ে যাওয়া হয় পাতুলিয়া শিবমন্দির এলাকার নির্মীয়মাণ একটি বাড়ির মধ্যে। সেখানে তাঁকে ধর্ষণ করে পর পর ৪ জন। দুষ্কৃতীরা মুখ ঢেকে ছিল। বুধবার রাতের ঘটনা। এলাকার মানুষ নির্যাতিত বধূকে উদ্ধার করে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে দেন। তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়।  চিকিৎসার পর তাঁর রক্তক্ষরণ কিছুটা নিয়ন্ত্রণ হলেও ট্রমার মধ্যে রয়েছেন তিনি। অভিশপ্ত রাতের কথা মনে পড়লেই আঁতকে উঠছেন। বৃহস্পতিবার সন্ধেয় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন খড়দা থানার আইসি মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়। পরে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে অক্সিজেন দিতে হয়। জানা গেছে, নির্যাতিতার স্বামী বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পুজো করে বেড়ান। বাড়িতে শ্বশুর, দেওর, ননদ রয়েছেন। পুলিস জানিয়েছে, নির্যাতিতার বয়স চল্লিশ।  বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ তিনি ছেলেকে প্রাইভেট শিক্ষকের বাড়িতে পড়তে দিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে ১৫০ মিটার দূরে একজন পেছন থেকে তাঁর হাত টেনে ধরে। অন্য একজন তাঁর মুখ চেপে ধরে নির্মীয়মাণ একটি বা

আগের মতো স্বাদ নেই, ফলনও কম দার্জিলিঙের কমলার

Image
কার্শিয়ং : দার্জিলিং পাহাড়ের কমলার আর আগের মতো স্বাদ নেই। আগের তুলনায় ফলনও কমেছে অনেকটাই। এর জেরে মাথায় হাত দার্জিলিং পাহাড়ের কার্শিয়ং, মিরিক, তাকদা, সুখিয়ার কমলা চাষিদের। বিশেষজ্ঞরা এজন্য আবহাওয়ার খামেখেয়ালিপনা ও অতিরিক্ত কীটনাশক ব্যবহারকেই দায়ি করেছেন। স্বাদে ও গন্ধে দার্জিলিঙের কমলা নাগপুর বা ভুটানের কমলার থেকে এগিয়ে। বাজারে দার্জিলিঙের কমলার চাহিদা তাই বেশি। টি, টিম্বার ও টুরিজ়ম - এই থ্রি-টি'র শহর দার্জিলিঙ তার কমলার জন্যেও দেশে ও বিদেশে যথেষ্ট পরিচিত। দার্জিলিঙের কমলা বিদেশে রপ্তানি হয়।  এবছর কমলার ফলন ভালো না হওয়ায় লাভ তো দূরের কথা, চাষের খরচ তুলতেই হিমশিম খাচ্ছে চাষিরা। অনেক বাগানেই কমলা গাছ শুকিয়ে যাচ্ছে। পাকার আগেই কমলা গাছ থেকে ঝরে পড়ছে। কমলা ব্যবসায়ী ধীরাজ ছেত্রী জানান, কার্সিয়াঙের সিটোং, সিবিটার, রোলক অম্বুটিয়ায় এবছর কমলার ফলন নেই বললেই চলে। তিনি বলেন, "একেই কমলার ফলন কম, তার উপর কমলার স্বাদও এবার ভালো নয়। তাই অনেক কম দামে কমলা বিক্রি করতে হচ্ছে। যে কমলার বাগান এক লাখ টাকা দিয়ে লিজ় নেওয়া হয়েছিল, সেখান থেকে ৮০-৯০ হাজার টাকার বেশি কমলা পাওয়া যাচ্ছে না।" কার

নিজের মেয়ে সহ দুই নাবালিকাকে পাচার করতে গিয়ে ধৃত ব্যক্তি

Image
কলকাতা : গুজরাত থেকে নিজের মেয়েকে কলকাতায় এনেছিলেন বাবা। সঙ্গে আরও দুই নাবালিকাকে এনেছিলেন। উদ্দেশ্য ছিল তাদের অ্যামেরিকায় পাচার করা। সে দেশে নাকি তার নাবালিকা মেয়েকে বিয়ে করার জন্য অপেক্ষা করছে ভবেশ নামে কোনও এক ব্যক্তি। নাবালিকা পাচার চক্রের অন্যতম পান্ডা কলকাতার নাসিরের হাতে মেয়েদের তুলে দিতে চেয়েছিল মুকেশ ভাই দর্জি নামে ওই ব্যক্তি। কিন্তু তার সেই চেষ্টা সফল হল না। কলকাতা পুলিশ মুকেশকে গ্রেপ্তার করেছে। তিন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। গুজরাত থেকে অ্যামেরিকায় নাবালিকা পাচার চক্রের ট্রানজিট পয়েন্ট হল কলকাতা। চক্রের পর্দা ফাঁস হয়েছিল আগেই। গত দু'বছর ধরে ১৩ জন নাবালিকাকে এভাবে পাঠানো হয়েছে অ্যামেরিকায়। পাচার চক্রের পান্ডারা ছড়িয়েছিল কলকাতা এবং গুজরাতের আমেদাবাদে। খবর পেয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নামে। জানা যায় চক্রের জাল বহুদূর পর্যন্ত ছড়ানো। চক্রের অন্যতম পান্ডা কলকাতাবাসী নাসির। এছাড়া জড়িত আরও পাঁচ জন। গত বছরের ডিসেম্বরে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেরা করে গুজরাত থেকে চক্রের আর এক পান্ডাকে গ্রেপ্তার করে পুলিশ। তার নাম ময়ূর ব্যাস। চক্রে আরও কেউ

খেলায় পুরস্কার প্রাপকদের সিভিক ভলান্টিয়ারের চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

Image
বোলপুর : "গো-রক্ষার নামে মানুষ খুন করছ। পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ কেউ বাদ যাচ্ছে না।" বোলপুরে "বাউল ও লোকউৎসব"-এর মঞ্চ থেকে এভাবেই নাম না করে BJP-কে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, NDA সরকারের আমলে সারা দেশে ১২ হাজার শ্রমিক-কৃষক আত্মহত্যা করেছেন। গতকাল ইলামবাজারের কামারপাড়ায় "বাউল ও লোকউৎসব" অনুষ্ঠানের সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে তিনি ছাড়াও ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রাজ্য পুলিশের DG সুরজিৎ কর পুরকায়স্থ, জেলাশাসক মৌমিতা গোদারা বসু, পুলিশ সুপার শ্যাম সিং, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরি প্রমুখ। সভায় শতাধিক বাউল শিল্পী আনা হয়েছিল। অনুষ্ঠানের শুরুতেই বাউলদের সঙ্গে গানের তালে মাতেন মুখ্যমন্ত্রী। মৎস্য দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর, পরিবহন দপ্তর, শ্রম দপ্তর, অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর সহ বিভিন্ন দপ্তরের তরফে ৪ হাজার ২ জন উপভোক্তার হাতে বিভিন্ন প্রকল্পে নানা সামগ্রী তুলে দেওয়া হয়। পরে রাঙামাটি স্পোর্টস ও জঙ্গলমহল কাপ প্রতিযোগিতায় বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কা

জালিয়াতির অভিযোগে স্ত্রী-পুত্র সহ আজম খানের বিরুদ্ধে মামলা দায়ের

Image
আজম খান লখনউ: একাধিক জন্ম প্রমাণপত্র রয়েছে আব্দুল্লা আজম খানের। সেই কারণে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করল উত্তর প্রদেশ পুলিশ। অভিযুক্ত আব্দুল্লা জাম খান সমাজবাদী পার্টির নেতা আজম খানের পুত্র। আজম খান ওই রাজ্যের প্রাক্তন মন্ত্রী। মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের মন্ত্রীসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ভারতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ চেনা মুখ হচ্ছে আজম খান। বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তাঁর প্রতিক্রিয়া দেখা যায়। বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্যের জন্যেও তিনি জায়গা করে নিয়েছেন শিরোনামে। উত্তর প্রদেশ পুলিশ রাজ্যের প্রাক্তন মন্ত্রী আজম খান, তাঁর স্ত্রী তাজিম ফতিমা এবং পুত্র আব্দুল্লা আজম খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৯৩, ৪২০, ৪৬৭, ৪৬৮ এবং ৪৭১ ধারায় মামলা রুজু করেছে। রামপুরের থানা গঞ্জে রাজনীতির জগতের এই তিন তারকার নামে দায়ের হয়েছে মামলা। আজম খান এই মুহূর্তে উত্তর প্রদেশের বিধায়ক। তিনি সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। তাঁর স্ত্রী তাজিম ফতিমা সমাজবাদী পার্টির নেত্রী। এই মুহূর্তে তিনি সংসদের উচ্চ কক্ষ তথা রাজ্যসভার সদস্য। গত ডিসেম্বর মাসের ২০ তারিখে বিজেপি নেতা আকাশ সাক্সেনা সাংবাদিক সম্মেলন

মুখ্যমন্ত্রী DA ঘোষণা বিভ্রান্তিমূলক, অভিযোগ কর্মী সংগঠনগুলির

Image
বামেদের ধর্মঘটের আগে মুখ্যমন্ত্রী যতই রাজ্য সরকারি কর্মীদের ডিএ মিটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করুন, মানতে রাজি নয় কর্মী সংগঠনগুলি। তাদের দাবি, বৃহস্পতিবার ইলামবাজারে মুখ্যমন্ত্রীর ঘোষণা বিভ্রান্তিমূলক। গত জুনেই একথা জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাছাড়া মুখ্যমন্ত্রীর ঘোষণার পর দেখা যায় বকেয়া ৪৮ শতংশের মধ্যে মেরেকেটে মিটছে ২৫ শতাংশ ডিএ।  গত জুনে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারি কর্মীদের ১২৫ শতাংশ হারে ডিএ দেবে সরকার। ২০১৯- সালের জানুয়ারি থেকে লাগু হবে নতুন হার। এজন্য অতিরিক্ত ৫০০০ কোটি টাকা খরচ হবে রাজ্যের। গত ডিসেম্বর পর্যন্ত মূল বেতনের ১০০ শতাংশ হারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা।  কিন্তু কয়েকদিন পর জানা যায়, অতিরিক্ত ২৫ শতাংশ ডিএ-র মধ্যে রয়েছে ৭ শতাংশ ইন্টিরিম রিলিফ। ষষ্ঠ বেতন কমিশন লাগু না হওয়ায় আইন অনুসারে ১০ শতাংশ হারে ইন্টিরিম রিলিফ পেতেন রাজ্য সরকারি কর্মীরা। তা বর্ধিত বেতনের ৭ শতাংশ বিবেচনা করে ডিএর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে আসলে অনেকের বেতন কিছুটা কমে যেতে পারে বলেও আশঙ্কা ছড়িয়েছিল। এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ক্ষুব্ধ কর্মী সংগঠনগুলি। তাদের দাবি, রাজ্য সরকারি কর্মীদের সঙ

শবরীমালায় দুই মহিলাকে ভিতরে ঢোকাতে গোপনে ছক সাজায় পুলিশই!

Image
কোঝিকোড়ে বিক্ষোভ সামাল দিতে ব্যস্ত পুলিশ। বাবা আবার 'নির্বিকল্প সমাধি' থেকে উঠবেন, এই দাবি করে বালক ব্রহ্মচারীর দেহ তখন সৎকার করতে বাধা দিচ্ছিলেন তাঁর ভক্তেরা। সৎকারের জন্য শেষ পর্যন্ত পুলিশি অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল বাংলার তৎকালীন বামফ্রন্ট সরকার। রাজ্যের ডাকসাইটে মন্ত্রী সুভাষ চক্রবর্তী মন্তব্য করেছিলেন, ''অ্যাকশন হবে 'জুগনু'র (বলিউডি ছবি) মতো! দেখি কে আটকায়!'' শবরীমালায় 'ভক্ত'দের থাবা এড়িয়ে মন্দিরে দুই পূজারিনির প্রবেশ নিশ্চিত করার জন্য পুলিশ দিয়ে বিশেষ পরিকল্পনা করেছিল কেরলের বাম সরকারও। তবে আগাম ঘোষণা করে কোনও অভিযান নয়। দক্ষিণী রাজ্যে পুলিশকে কাজ করতে বলা হয়েছিল একেবারে গোপনে। বরং, খবর 'ফাঁস' হয়ে যাওয়ার আশঙ্কায় বাছাই করা কয়েক জন পুলিশ-কর্তা ছাড়া বাকি কাউকে জানতেই দেওয়া হয়নি পরিকল্পনার কথা। আয়াপ্পা দর্শনে গিয়ে এক বার ফিরে আসা এবং তার পরে গোপন ডেরায় থাকার কথা নিজেরাই জানিয়েছেন মন্দিরে প্রবেশকারী দুই মহিলা বিন্দু ও কনকদুর্গা। সরকারি ও রাজনৈতিক সূত্র বলছে, মাঝের ১০ দিনে ঘুরিয়ে ফিরিয়ে একাধিক আস্তানায় রাখা হয়েছিল বিন্দুদের। তাঁদ

ডবল সেঞ্চুরির পথে পূজারা, রানের পাহাড় গড়ার দিকে ভারত

Image
চেতেশ্বর পূজারার ব্যাটে ভর করে বড় স্কোরের দিকে ভারত। সিডনিতে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনে দ্বি শতরানের পথে চেতেশ্বর পূজারা।  দ্বিতীয় দিনের শুরুতে বড়সড় রান গড়ার দিকে এগোচ্ছে ভারত। ১১৭ ওভার খেলে  মধ্যাহ্নভোজের বিরতির পর ভারতের রান ৫ উইকেট হারিয়ে ৪০০। ৩৪৩ বল খেলে ১৮৪ রানে অপরাজিত রয়েছেন পূজারা। ৬৩ বলে ৩৫ রান রানে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ। ছয় নম্বরে নেমে প্রথম দিনের শেষে হনুমা বিহারি অবশ্য ভরসা যোগান ভারতীয় দলকে। তবে নাথান লায়নের বলে ৪২ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। হনুমার পরে ব্যাট করতে নামেন ঋষভ। প্রথম দিনে শতরান মাঠে ফেলে এলেন ওপেনার মায়াঙ্ক আগরয়াল। শেষ টেস্টে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না ওপেনার কেএল রাহুল। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। প্রথম দিনে মায়াঙ্ক আগরয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন দীর্ঘদিনের বন্ধু রাহুল। কিন্তু ব্যক্তিগত ৯ রানে হ্যাজেলউডের বলে শন মার্শের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রাহুল। আরও পড়ুন: বডিলাইনের ঝাপ্টা সামলে ইতিহাস সৃষ্টির মঞ্চ গড়া শুরু মায়াঙ্ক আউট হলে প্রথমে অধিনায়ক বিরাট কোহলি এবং পরে সহ-অধিনায়ক

বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল বাবা-মা-মেয়ের

Image
বনশ্রী চট্টোপাধ্যায়। অভাবের জন্য বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিতে পারেননি। অথচ, বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে সেই পরিবারেরই স্বামী-স্ত্রী-মেয়ের মৃত্যু হল। বৃহস্পতিবার ভোরে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের গাবরডা গ্রামে একই পরিবারের তিন জনের মৃত্যুতে শোকস্তব্ধ গ্রাম। পুলিশ জানায়, মৃতদের নাম বিজয় চট্টোপাধ্যায় (৪৩), তাঁর স্ত্রী অতসী (৩৭) এবং মেয়ে তনুশ্রী (৭)। আর এক মেয়ে বনশ্রী এবং প্রতিবেশী সুজিত রায়ের প্রাথমিক চিকিৎসা হয় বসিরহাট জেলা হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, খুঁটি থেকে ছিঁড়ে মাটিতে পড়েছিল বিদ্যুতের তার। ভোরে প্রাতঃকৃত্য সারতে বেরিয়ে সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হন পরিবারের কর্তা। চিৎকারে ছুটে আসেন স্ত্রী। স্বামীকে সরিয়ে আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনিও। ঘরে ছিল যমজ দুই মেয়ে। ছুটে আসে তারা। মারা গিয়েছে তাদের এক জন।  এ দিন ঘটনাস্থলে আসেন স্বরূপনগরের বিডিও বিপ্লব বিশ্বাস, বিদ্যুৎ দফতরের কাটিয়াহাট শাখার স্টেশন ম্যানেজার গোপাল বিশ্বাস। বিদ্যুৎ দফতরের গাফিলতিতেই এমন দুর্ঘটনা বলে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু হয়। প্রত্যেকের জন্য অন্তত ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাবেন বলে জানান গ

ফিট টু ফ্লাই শংসাপত্র সত্ত্বেও বিমানে ওঠার আগেই মৃত কিশোর

Image
চিকিৎসকরা '‌ফিট টু ফ্লাই'‌, শংসাপত্র দিয়ে দিয়েছিলেন। সেজন্য ছেলেকে নির্ভয়ে সুচিকিৎসার জন্য বেঙ্গালুরু নিয়ে যাচ্ছিলেন এক দম্পতি। কিন্তু বিমানে ওঠার আগে বিমানবন্দরেই মৃত্যু হল অসুস্থ এক কিশোরের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে দমদম বিমানবন্দরে। বেশ কিছু দিন ধরেই কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল ওই কিশোরের। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে তার বাবা, মা বেঙ্গালুরু নিয়ে যেতে উদ্যোগী হন। সেই মতো চিকিৎসকের সঙ্গে কথা বললে তিনি গুরুতর ওই কিশোরকে '‌ফিট টু ফ্লাই'‌ বা '‌বিমানে চড়ে যেতে সক্ষম', এমন শংসাপত্রও লিখে দেন। এরপর এদিন সকালে একটি বেসরকারি বিমানে যখন ওই কিশোরকে ওঠানো হচ্ছিল, তখনই গ্রাউন্ড স্টাফরা লক্ষ্য করেন কিশোরের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। কিশোরের বাবা, মা তাঁদের চিকিৎসকদের দেওয়া '‌ফিট টু ফ্লাই' শংসাপত্র দেখালেও গ্রাউন্ড স্টাফরা বিমানবন্দরের চিকিৎসকের কাছে কিশোরকে নিয়ে যান। তিনি কিশোরকে অবিলম্বে অন্য হাসপাতে নিয়ে যেতে বলেন। সেখানে নিয়ে গেলে কিশোরকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় ওই চিকিৎসকের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

‌‌বজবজ শাখায় ৪০ ঘণ্টা বন্ধ ট্রেন

Image
শিয়ালদহ–বজবজ শাখায় আগামী ৪০ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। লোকাল এবং মালগাড়ি দুটোই বন্ধ থাকবে। রেল সূত্রে খবর, ভেঙে পড়া মাঝেরহাট সেতুর সিগন্যালিং ব্যবস্থা মেরামতির কাজের জন্যই বন্ধ রাখা হবে পরিষেবা। শনিবার দুপুর দুটো থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত টানা ৪০ ঘণ্টা শিয়ালদা–বজবজ শায়ায় চলবে না কোনও লোকাল এবং মালগাড়ি। ওই শাখায় কোনও দূরপাল্লার গাড়ি চলাচল করে না। শুধুই বজবজ শাখার লোকাল এবং মালগাড়ি। তাই চাপ বাড়বে নিত্যযাত্রীদের। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রসঙ্গত, গত বছর ৪ সেপ্টেম্বর বিকেল ৪.‌৪৫ মিনিট নাগাদ মাঝেরহাট সেতু ভেঙে মৃত্যু হয়েছিল তিনজনের। জখম হয়েছিলেন কমপক্ষে ২৫ জন। মোমিনপুর থেকে তারাতলাগামী ৪০ বছরের পুরনো ওই সেতুর একাংশ বিকেলের ব্যস্ত সময়ে আলিপুরের কাছে রেললাইনের উপর ভেঙে পড়েছিল। সৌভাগ্যবশত সেসময় সেখান দিয়ে কোনও ট্রেন না যাওয়ায় বড় দুর্ঘটনা ঘটেনি। মাসখানেক পর বিকল্প পথ হিসেবে বেইলি সেতু রাজ্য সরকারের উদ্যোগে খুলে দেওয়া হয়।