Posts

Showing posts from May 10, 2018

স্বেচ্ছামৃত্যু জীবন-বিমুখ অস্ট্রেলিয় বিজ্ঞানীর, রেখে গেলেন প্রশ্ন

Image
জীবন শেষ হল জীবন বিমুখ সেই ১০৪ বছর বয়সী অস্ট্রেলীয় বিজ্ঞানীর। একটি সুইস ফাউন্ডেশন বৃহস্পতিবার জানিয়েছে, ব্রিটিশ সময় সকাল সাড়ে দশটায় ডেভিড গুডঅল ওষুধের সহায়তায় আত্মহত্যা করেন। কয়েকদিন আগে ডেভিডের ইচ্ছা শুনে সাড়া পড়ে গিয়েছিল বিশ্বে। তিনি জানিয়েছিলেন, তাঁর কোনও প্রাণঘাতি রোগ নেই। কিন্তু তাও তিনি আর বেঁচে থাকতে চান না। কারণ তাঁর জীবনের মান বা কোয়ালিটি অসম্ভব পড়ে গিয়েছে। জীবনে আর কিছু পাওয়ার বা দেওয়ার নেই তাঁর। তাই তিনি মরতে চান। কিন্তু তাঁর দেশ অস্ট্রেলিয়ায় একমাত্র ভিক্টোরিয়া প্রদেশ ছাড়া আর কোথাও স্বেচ্ছামৃত্যু বৈধ নয়। তাই তিনি পারি দিয়েছিলেন সুইজারল্যান্ডে। তাঁকে সেদেশে আসতে সহায়তা করেছিল এক্সিট ইন্টারন্যাশনাল নামে এক সংস্থা। এদিন সংস্থাটির প্রতিষ্ঠাতা ফিলিপ নিৎসকেই প্রথম জানান ডেভিড গুডঅল-এর মৃত্যুসংবাদ। তিনি জানিয়েছেন, গুডাল সুইজারল্যান্ডের বাসেল শহরে 'শান্তিতে মৃত্যুবরণ করেন'। ফিলিপ নিৎসকে আরও জানান, গুডালের দীর্ঘ জীবনের শেষ কয়েক মুহূর্ত কেটেছে 'লাইফ সাইকল ক্লিনিক' নামে এক ক্লিনিকে। সেখানেই তাঁকে একটি কড়া ঘুমের ওষুধের মিশ্রন দিয়ে চিরঘুমে পাঠানো হয়। শেষ বয়স পর্যন

তেল, চাবাহার নিয়ে চিন্তায় ভারতও

Image
মাত্র তিন মাসে আগে কথা হয়েছিল, ইরান থেকে তেল আমদানি বাড়িয়ে দ্বিগুণ করবে ভারত। সে দেশের প্রেসিডেন্ট হাসান রৌহানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে স্থির হয়, আমদানি দিন-প্রতি দু'লাখ ব্যারেল থেকে বাড়িয়ে ২০১৮'১৯-এ করা হবে ৩ লাখ ৯৬ হাজার। এখন ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করায় গো‌টা পরিকল্পনাটিই কার্যত ধসে পড়ল। ফের ইরানের উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি হলে তেল আমদানির ক্ষেত্রে সঙ্কট তৈরি হবে ভারতের ঘরোয়া বাজারে। এটা ঠিক যে, এর আগের নিষেধাজ্ঞার (২০১৫ সালের আগে) অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শক্তিক্ষেত্রে ইরানের উপরে অতিরিক্ত নির্ভরতা কমিয়েছে সাউথ ব্লক। এই মুহূর্তে ইরানের তুলনায় বেশি তেল ইরাক এবং সৌদি আরব থেকে আমদানি করে ভারত। কিন্তু আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গেলে পরিস্থিতি কী ভাবে সামলানো হবে, তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে তেলের দাম বাড়া এবং সার্বিক মূল্যবৃদ্ধির সম্ভাবনাও প্রবল। আপাতত বাঁচোয়া একটাই, ইউরোপের দেশগুলি এখনও চুক্তি থেকে বেরোয়নি। ফলে এখনই হয়তো বিপাকে পড়বে না ভারত। ইন্ডিয়ান অয়েলের অন্যতম শীর্ষ কর্তা এ কে শর্মা এ

স্বর্ণঋণ শোধ করার পর নকল গয়না ধরাল ব্যাঙ্ক!

Image
সোনার গয়না বন্ধক দিয়ে ঋণ নিয়েছিলেন ব্যাঙ্ক থেকে। ঋণ শোধ করার পর ফেরত পেলেন নকল গয়না। ঘটনাটি ঘটেছে ICICI ব্যাঙ্কের দিল্লির সকেত শাখায়। মহিলার অভিযোগ, ব্যাঙ্ক তাঁকে জোর করে ওই নকল গয়না দেওয়ার চেষ্টা করছিল। ICICI ব্যাঙ্কের বিরুদ্ধে FIR দায়ের করেছেন তিনি।  মানসী সিং নামে দক্ষিণ দিল্লির বাসিন্দা জানিয়েছেন, ৪০ লক্ষ টাকার সোনার গয়না বন্ধক রেখে তিনি ১৪ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। গত ৩ মার্চ তিনি সুদ-সহ ঋণের টাকা ফেরত দিয়ে গয়না ফেরত নিতে ব্যাঙ্কে যান। ঋণ শোধের পর তাঁকে যে গয়নাগুলি দেওয়া হয়, দেখা যায় সেগুলি সব নকল। ব্যাঙ্ককে জানাতে, রীতিমতো হুমকি দিয়ে মানসীকে গয়নাগুলি নিতে জোর করা হয়।  মানসীর কথায়, 'আমি ১২ মাসের জন্য ঋণ নিয়েছিলাম গয়না বন্ধক রেখে। গয়নার মূল্য ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা। ব্যাঙ্ক আমায় খন ফেরত দিল, দেখলাম, সব নকল।' তিনি জানিয়েছেন, ব্যাঙ্ক প্রথমে চাপ দিলেও, পরে জানায়, তারা তদন্ত করবে। কিন্তু কিছুই করেনি। তাই পুলিশে অভিযোগ দায়ের করেছি। 

২ প্রাক্তন মাওবাদীর ঘর বাঁধার স্বপ্নপুরণ

Image
মেদিনীপুর: শালবনিতে কর্ণগড় মন্দিরের সামনে তখন 'টেনশনে' পায়চারি করছেন পুলিশের একঝাঁক কর্তা৷ দূর থেকে লাল গোলাপ দিয়ে সাজানো গাড়ি দেখতে পেয়ে একজন বললেন, 'ওই তো আসছে৷' লাল বেনারসি পরা পাত্রীকে সঙ্গে করে নিয়ে এলেন কয়েক জন মহিলা পুলিশকর্মী৷ লাজুক মুখে গাড়ি থেকে নেমে সুলেখা ঢুকে গেলেন মন্দিরে৷ কিছুক্ষণের মধ্যে পুলিশের আরও একটি গাড়িতে হাজির হলেন শার্ট-প্যান্ট পরা দিলীপ৷ গাড়ি থেকে নামতেই এক পুলিশকর্তা বললেন, 'শিগগির তৈরি হও৷' লাজুক মুখে মুচকি হেসে দৌড় লাগালেন তিনি৷ পনেরো মিনিটেই ঘিয়ে রঙের পাঞ্জাবি, কপালে চন্দন দিয়ে বরের সাজে ঢুকে গেলেন সোজা মন্দিরে৷ ততক্ষণে মন্দিরে চলে এসেছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার আলোক রাজোরিয়া৷ নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন দু'জনের৷  খুশি সুলেখা ও দিলীপ বলেন, 'বাড়ি থেকে বিয়ে হলে এ সব স্বপ্ন রয়ে যেত৷' দু'জনই প্রাক্তন মাওবাদী৷ জঙ্গলমহল যখন মাওবাদীদের দখলে, সমাজ পরিবর্তনের স্বপ্ন বুকে, তখন হাতে বন্দুক তুলে নিয়েছিলেন জঙ্গলকন্যা সুলেখা মাহাতো৷ বেলপাহাড়ির প্রত্যন্ত আদলি গ্রাম থেকে চলে গিয়েছিলেন মাওবাদীদের সঙ্গে৷ কয়েক বছর মাওবাদী স্কোয়া

‘এবার বিদায় জানানোর সময় এসেছে’, অকপট সচিন

Image
বুধবার ফ্লিপকার্টে ৭৭ শতাংশ অংশিদারিত্ব কিনে নিয়েছে ওয়ালমার্ট। ওয়ালমার্টের সঙ্গে ফ্লিপকার্টের চুক্তি সইয়ের পর নিজের হাতে তৈরি সংস্থাকে বিদায় জানাতে চলেছেন অন্যতম প্রতিষ্ঠাতা সচিন বনসল। আগামীদিনে কিছু ব্যক্তিগত কাজ শেষ করবেন বলেই জানিয়েছেন সচিন। সেই সঙ্গে ফের একবার কোডিং নিয়ে কাজ শুরু করবেন তিনি।  ২০০৭ সালে বিনি বনসালের সঙ্গে মিলে সচিন শুরু করেছিলেন স্টার্টআপ কোম্পানি ফ্লিপকার্ট। আগামীদিনে ফ্লিপকার্টের সফরসঙ্গী তিনি আর না থাকলেও বিনি বনসাল থেকে যাবেন এই সংস্থার সঙ্গেই।  ভবিষ্যত্‍ প্ল্যানিং নিয়ে সচিন মুখ খুলেছেন ফেসবুকে। জানিয়েছেন, 'বাচ্চারা এখন কী ধরনের গেমস খেলে তা দেখতে হবে... অনেকদিন এই সব করিনি। সেই সঙ্গে ধুলো পড়া কোডিং স্কিলও খানিক ঝালিয়ে নেব। আমার কাজ এখানে শেষ হয়েছে। ১০ বছর পর এবার ব্যাটন অন্য কারও হাতে তুলে দিয়ে এগিয়ে যাওয়ার সময় এসে গেছে। তবে বাইরে থেকে এই সংস্থার উন্নতি দেখব এবং চিয়ার করব।'  পদবি এক হলেও রক্তের কোনও সম্পর্ক ছিল না সচিন ও বিনি-র। বরং তাঁরা সহকর্মী ছিলেন Amazon.com Inc-এ। ফ্লিপকার্টের যাত্রা শুরু অনলাইন বইয়ের দোকান হিসেবেই। পরে সময়ের সঙ্গে তাল রেখে এবং ম

ভোটে আর বাধা রইল না, সুপ্রিম ও হাইকোর্টের রায়ে কাটল জট

Image
সুপ্রিম কোর্টের রায়ে ১৪ মে ভোট হতে আর কোনও বাধা রইল না। এদিন শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ১৪ মে ভোট হলে কোনও আপত্তি নেই। পাশাপাশি ই মনোনয়ন নিয়ে হাইকোর্টের রায়েও স্থগিতাদেশ দিয়েছে আদালত। এদিকে কলকাতা হাইকোর্টও নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব ছেড়ে দিয়েছে কমিশনের উপরই। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট থাকলে নির্বাচন কমিশনই ঠিক করবে ভোটের দিন। আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না।  বৃহস্পতিবার তিনটি জনস্বার্থ মামলার রায়দান হয় হাইকোর্টে। রায়ে জানানো হয়েছে, রাজ্য সরকারের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট থাকলে যে কোনও দিন ভোট করতে পারে নির্বাচন কমিশন। যে দিন সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা সম্ভব বলে কমিশন মনে করবে, সেই দিনই তারা ভোট করবে। কত দফায় ভোট হবে, তাও ঠিক করবে তারাই। এই রায়ের ফলে ১৪ তারিখের ভোট হওয়া নিয়ে আর কোনও বাধা রইল না। তবে ভোটের দিন সম্পর্কে এ দিন আদালত কোনও তারিখ উল্লেখ করেনি।  নিরাপত্তার বিষয়টিতে জোর দিয়ে এদিন আদালত বলেছে, এ বারের নির্বাচনে যদি ২০১৩ সালের থেকে বেশি হিংসার ঘটনা ঘটে, তবে যে আধিকারিকরা নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট কমিশনে পেশ করেছেন, দায়ী

ওয়ালমার্ট ঢোকায় ভারতের অনলাইন শপিং ফিরে পাবে ডিসকাউন্ট বোনানজা

Image
কম্পিউটার বা মোবাইলে যখন অনলাইন শপিং করতেন তখন কি ভেবেছিলেন যে ইন্টারনেটে বাজারের কী দাম? আজ বোঝা গেল। এক লাখ কোটি খরচ করে ফ্লিপকার্টকে কিনছে আমেরিকার ওয়ালমার্ট। ফ্লিপকার্টের ভাগীদারদের জন্য এ তো মেঘ না চাইতেই জল! ওয়ালমার্ট ভারতের ই-কমারস বা ই-বাণিজ্য ক্ষেত্রে পেল এক মজবুত পা রাখার জায়গা। কিন্তু তাতে আপনার বা আমার লাভ কোথায়? লাভ আছে। আমেরিকার আর এক কোম্পানি আমাজন ভারতের ফ্লিপকার্ট, স্ন্যাপডিলের মতো অনলাইন শপিং সংস্থাগুলির সময় খারাপ করে দিচ্ছিল। তাই বছর তিন-চার আগের সেই লোভনীয় ডিসকাউন্ট আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। এখন ওয়ালমার্ট আসাতে আশা করা হচ্ছে যে— অনলাইন শপিং ফিরে পাবে সেই ডিসকাউন্ট বা বিশেষ ছাড়ের বোনানজা। ভারত হল বিশ্বের বৃহত্তম বাজার। ১৩০-১৪০ কোটি জনতা। তাঁদের মধ্যে একটা বড় অংশের হাতে বেশ ভাল ডিসপোজেবল আয়, যা সত্যি খরচ করা হয়। কিন্তু এই মানুষের সমুদ্র দোকান বা শপিং মলে যেতেই ভালবাসত। এই নিয়ম ভাঙতে অনলাইন শপিং কোম্পানিরা শুরু করে নানা কৌশল। ফ্রি ডেলিভারি। আগে টাকাও দিতে হত না, পচ্ছন্দ নাহলে ফেরত দিন। এরকম নানান অবিশ্বাস্য অফার ছিল সেই সময়ে। আকর্ষণীয় ডিসকাউন্ট আছেই। একটা কিনলে, অন

ট্রেনে উঠতে-নামতে গিয়ে মৃত্যু বা আহত হলে ক্ষতিপূরণ পাবেন যাত্রীরা

Image
নয়াদিল্লি: ট্রেনে উঠতে বা নামতে গিয়ে কোনও দুর্ঘটনার জেরে মৃত্যু হলে বা আহত হলে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী যাত্রীরা ৷ যাত্রীর গাফিলতি হিসেবে তা মানা হবে না ৷ বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ পাশাপাশি এটাও বলা হয়েছে, যে রেল চত্বরে কোনও দেহ পাওয়া গেলে তাকে রেলের যাত্রী হিসেবে গন্য করা হবে না ৷ সে ক্ষেত্রে ক্ষতিপূরণের দাবি করা যাবে না ৷ তবে টিকিট না থাকলে ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে কোনও বাধা হবে না ৷ কিন্তু পরিবারের যে ক্ষতিপূরণের দাবি করবেন তাকে সঠিক প্রমাণ ও নথি জমা দিতে হবে যা থেকে প্রমাণ হবে যে মৃত বা আহত ব্যক্তি ট্রেনের যাত্রী ছিলেন ৷

Flipkart-এর কয়েক হাজার কর্মী রাতারাতি ধনকুবের!

Image
লক্ষ কোটি টাকায় ফ্লিপকার্টকে অধিগ্রহণ করল মার্কিন রিটেল সংস্থা ওয়ালমার্ট। যার নির্যাস, রাতারাতি ধনকুবের হয়ে গেলেন ফ্লিপকার্টের প্রায় ৩ হাজারের বেশি কর্মী। যার মধ্যে প্রাক্তন ও বর্তমান কর্মীও রয়েছেন, যাঁদের হাতে সংস্থার শেয়ার রয়েছে। ফ্লিপকার্টের মোট কর্মী সংখ্যা প্রায় ১০ হাজার।  সূত্রের খবর, ওয়ালমার্টের অধিগ্রহণের পর ফ্লিপকার্টের একটি শেয়ারের দাম হয়ে যাচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার টাকা। ফলে ফ্লিপকার্টের সিইও ও PhonePe-র কর্ণধার সমীর নিগম, আমোদ মালব্য (প্রাক্তন চিফ টেকনোলজি অফিসার), সুজিত কুমার, প্রাক্তন প্রেসিডেন্ট (অপারেশনস), অনন্ত নারায়ণ, মিন্ত্রা ও জাবং-এর সিইও-সহ একাধিক প্রাক্তন ও বর্তমান উচ্চপদস্থ কর্মী ডলার মিলিয়নেয়ার হয়ে গেলেন।  ফ্লিপকার্টের ৭৭ শতাংশ অংশিদারিত্ব প্রায় ১ লক্ষ ৮ হাজার কোটি টাকায় কিনে নিয়েছে ওয়ালমার্ট৷ তবে ভারতে ওয়ালমার্টের এটা প্রথম প্রবেশ নয়৷ এর আগে ২০০৭ সালে ভারতী এন্টারপ্রাইজের সঙ্গে যৌথ উদ্যোগ করে করে তারা ভারতে প্রবেশ করে৷ ভারতের ৯টি রাজ্যে তারা 'বেস্ট প্রাইস' ব্র্যান্ডে ২১টি ক্যাশ অ্যান্ড ক্যারি বা পাইকারি দোকানও খোলে৷  এই লেনদেনের মাধ্যমে সচিন

সেক্স অ্যাডিক্ট কিশোরীর কোন ‘চিকিৎসা’ করল নেশামুক্তি কেন্দ্র, উত্তাল বেহালা

Image
মেয়েটি সেক্স অ্যাডিকশনে ভুগছিল বলে জানা গিয়েছে। চিকিৎসার কারণে তাকে সেখানে থেকে যেতে হয়। রক্ষকই ভক্ষক— এই প্রবাদেও আমরা অভ্যস্ত আজ। কিন্তু চিকিৎসার জন্য আগত রোগীর অসুখকে মূলধন করেই 'ভক্ষণ'-এর উদাহরণ বিরল। কিন্তু, এই বিরল ঘটনাতেও শিরোনামে উঠেএল কলকাতা। বেহালার এক নেশা পুনর্বাসন কেন্দ্রে সেক্স অ্যাডিকশনের কারণে চিকিৎসিত হতে আসা ১৫ বছরের এক কিশোরীকে তিন মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠল ওই পুনর্বাসন কেন্দ্রের মালিকের বিরুদ্ধে। কলকাতার বেহালা মুচিপাড়া সুরক্ষা ফাউন্ডেশেন নেশা মুক্তি কেন্দ্রে ওই কিশোরী ভর্তি হয়েছিল তিন মাস আগে। মেয়েটি সেক্স অ্যাডিকশনে ভুগছিল বলে জানা গিয়েছে। চিকিৎসার কারণে তাকে সেখানে থেকে যেতে হয়। আর এরই সুযোগ নিয়ে কিশোরীকে তিন মাস ধরে লাগাতার ধর্ষণ করে গিয়েছে ওই হোমের মালিক সঞ্জয় পাল— বেহালা থানায় এমন অভিযোগই দায়ের করেছেন মেয়েটির পরিবারের লোকজন।  অভিষোগ পেয়েই তৎপর হয় বেহালা থানার পুলিশ। মেয়েটিকে হোম থেকে উদ্ধার করা হয় এবং হোমের মালিক, অভিযুক্ত সঞ্জয় পালকে তার বাড়ি থেকে গ্রেফতার করে বেহালা থানার পুলিশ। 

ওঝার কীর্তি! সাপের ছোবলে ‘মনসা’র মৃত্যু

Image
হাতে সাপ নিয়ে তখন অভিনয় করছিলেন কালীদাসী মণ্ডল। সেই সময়ই তাঁকে ছোবল মারে সাপটি। বিষধর সাপের ছোবলে মৃত্যু হল মনসা মঙ্গল পালা গানের প্রধান শিল্পী এক মহিলার। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার বরুণহাট বাজার সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম কালীদাসী মণ্ডল (৬৩)। তাঁর বাড়ি পার হাসনাবাদের কদমতলা গ্রামে। হাসপাতাল কাছে থাকা সত্ত্বেও সাপের ছোবল মারার পর দীর্ঘ তিন ঘণ্টা তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়নি বলে অভিযোগ। পরে সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর ওই পালা গানের দলের সঙ্গে যুক্ত ওঝা দয়াল ঠাকুর-সহ দু'জন পালিয়েছে। মৃতের ভাই পরিতোষ মণ্ডলের দাবি, ''মনসা মঙ্গলের 'মনসা ভাসান' এবং 'জ্যান্ত সাপের ভাসান' পালা করে দিদির বেশ নামডাক হয়েছিল। তা সহ্য করতে না পেরে দলের কেউ ষড়যন্ত্র করে বিষহীনের পরিবর্তে বিষধর সাপ এনেছিল। সাপের ছোবলের পর দিদিকে হাসপাতালে না নিয়ে গিয়ে দীর্ঘ ক্ষণ ধরে ঝাড়ফুঁক করা হয়।'' গোটা ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক সময়ে মাঠে কাজ করা কালীদাসী গত কুড়ি বছর হচ্ছে মনসা

বেআইনি পাথর খাদানে বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১৩

Image
বীরভূমের মহম্মদবাজারের কাছে ঝাড়খণ্ড সীমান্তে শিকারীপাড়ায় বেআইনি পাথর খাদানে বিস্ফোরণে মৃত্যু হল ১৩ জনের। ঘটনাস্থল থেকে উদ্ধার ৫টি দেহ। বাকি দেহ সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ।  স্থানীয় বাসিন্দাদের দাবি, বুধবার সন্ধ্যায় বেআইনি পাথর খাদান থেকে বিস্ফোরক সরানোর কাজ চলাকালীন বিস্ফোরণ হয়। ঘটনায় এক খাদান মালিক-সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আদিবাসী সংগঠনের দাবি, প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন বেআইনি পাথর খাদানের কাজ চলছে। গ্রিন বেঞ্চের নির্দেশ থাকা সত্ত্বেও গরিব মানুষকে টাকার লোভ দেখিয়ে ওই খাদানে কাজ করায় খাদান মালিকরা। প্রচুর বিস্ফোরক মজুত ছিল বলে খবর।  স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ঝাড়খণ্ড ও বীরভূমের গ্রামের গরিব মানুষদের দিয়ে বিস্ফোরক সরানোর কাজ চলছিল পাথর খাদানে। আহতদের মধ্যে কয়েকজনকে রামপুরহাট হাসপাতালে ও কয়েকজনকে ঝাড়খণ্ডে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈদ্যুতির গাড়ির নম্বর প্লেট হবে সবুজ

Image
এখনও তৈরি হয়নি নীতি। কিন্তু সেই লক্ষ্যে বৈদ্যুতিক গাড়ি নিয়ে ধাপে ধাপে এগোচ্ছে কেন্দ্র। বুধবার এই ধরনের গাড়ির নম্বর প্লেট কী রকম হবে, তা জানাল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। সিদ্ধান্ত অনুসারে, দেশের ব্যক্তিগত বৈদ্যুতিক গাড়িগুলির নম্বর প্লেট হবে সবুজ। তাতে সাদায় নম্বর লেখা থাকবে। বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে নম্বর হবে হলুদ রঙের। এ দিন সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী বলেন, বৈদ্যুতিক গাড়ি সহজে চিহ্নিত করতেই এই উদ্যোগ। এক সপ্তাহের মধ্যেই এ নিয়ে বিজ্ঞপ্তি বেরোবে।  বৈদ্যুতিক গাড়ি নিয়ে এখনও নীতি তৈরি করতে পারেনি কেন্দ্র। কিন্তু সে পথে যে তারা এগোচ্ছে, তা ধরা পড়েছে সরকারের নানা পদক্ষেপে। যেমন, ইতিমধ্যেই এই  সব গাড়ির চার্জিং স্টেশন তৈরির পথ সহজ করতে বিদ্যুৎ আইন সংশোধন করেছে তারা। এ দিন গডকড়ী বলেন, নম্বর প্লেট নিয়ে সিদ্ধান্ত এই গাড়ির প্রসারের লক্ষ্যেই। এ ছাড়া, কম বয়সীদের ই-স্কুটার চালানোর ছাড়পত্র দেওয়ার কথাও ভাবছে মন্ত্রক। এখন মোটর ভেহিকল্‌স আইনে ১৬-১৮ বছর বয়সীরা ৫০ সিসির কম ইঞ্জিনের গিয়ারহীন স্কুটার চালাতে পারেন। কিন্তু বাজারে তা মেলে না। ছাড়পত্র দিলে ই-স্কুটারের চাহিদা বাড়বে বলে ধারণা

এবার মোবাইল ব্রাউজ়ার থেকেও করা যাবে হোয়াটসঅ্যাপ

Image
অনেকসময় হোয়াটসঅ্যাপ খুলে মেসেজ করা সম্ভব হয় না। মোবাইল ডেটা শেষ হয়ে যাওয়া বা ওয়েব অ্যাকসেস না থাকলে সমস্যায় পড়তে হয়। কিন্তু এবার সংস্থার তরফে আনা হল এক বিশেষ পরিষেবা। যার মাধ্যমে ফোনের ব্রাউজ়ার থেকেও পাঠানো যাবে মেসেজ। সম্প্রতি সংস্থার তরফে একটি ডোমেন খোলা হয়। www.wa.me নামে সেই ওয়েবসাইটে গেলে করা যাবে ব্রাউজ়ার থেকে মেসেজ। WAbeta Info-র মতে api.whatsapp.com লিঙ্কের শর্ট লিঙ্ক হল wa.me । কীভাবে মোবাইলের ব্রাউজ়ার থেকে মেসেজ করা যাবে?  যে মোবাইলে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে সেই মোবাইলে ব্রাউজ়ার খুলুন। সেখান থেকে অ্যাড্রেসবারে গিয়ে https://wa.me/(ফোন নম্বর) টাইপ করুন। যাকে মেসেজ পাঠাবেন তার ফোন নম্বরটি দিন। (STD কোড সমেত নম্বরটি এন্টার করুন)। এরপর সেই ব্যক্তির চ্যাটবক্স খুলে যাবে। সেখান থেকে পাঠানো যাবে মেসেজ। 

‘আমাকে খতম করতে পারত, কিন্তু বাঁচিয়েছে সেনা’, স্বীকারোক্তি জঙ্গির

Image
শ্রীনগর: ''আমাকে প্রাণে মেরে ফেলতে পারত সেনা, কিন্তু তারাই আমার জীবন বাঁচিয়েছে৷'' স্বীকারোক্তি এক লস্কর জঙ্গির৷ সম্প্রতি তিন কাশ্মীরি নাগরিক খুনে নাম জড়ায় ওই জঙ্গির৷ তাকে বাগেও আনে নিরাপত্তা বাহিনী৷ কিন্তু ওই জঙ্গিকে প্রাণে মারতে চায়নি সেনা ও কাশ্মীর পুলিশ৷ বদলে সমাজের মূল স্ত্রোতে ফিরে আসার আবেদন করা হয়৷ এখন তাই অস্ত্র ত্যাগ করে অন্যান্য জঙ্গিদের সমাজের মূল স্ত্রোতে ফিরে আসার আবেদন জানিয়েছে ওই জঙ্গি৷ এজাজ গুজরি নামে ওই লস্কর জঙ্গি এখন বারামুল্লা জেলার পুলিশ হেফাজতে আছে৷ সম্প্রতি তার একটি ভিডিও প্রকাশ্যে আসে৷ সেখানে ওই লস্কর জঙ্গি 'বিপথে যাওয়া' কাশ্মীরি যুবকদের অস্ত্র ত্যাগ করে পরিবারের কাছে ফিরে যাওয়ার আবেদন জানিয়েছে৷ বলেছে, ''তোমরা ভুল পথে চলে গিয়েছ৷ বাড়ি ও পরিবারের কাছে ফিরে যাও৷'' ওই লস্কর জঙ্গি জানিয়েছে, জঙ্গিরা পরিবার ও বাড়ি ঘর ছেড়ে জঙ্গলে দিন-রাত কাটায়৷ নাসির আমিন নামে এক জঙ্গির কথা উল্লেখ এজাজ গুজরি জানিয়েছে, ''তোমার মা অসুস্থ৷ বাড়ি ফিরে যাও৷'' ভিডিওতে ধৃত জঙ্গি দাবি করেছে, বারমুল্লাতে প্রথমে তারাই নিরাপত্

‘অপরাধ’, নামাজ পড়তে রাজি হয়নি, মুম্বইয়ে আত্মীয়দের হাতে নাবালিকা খুন

Image
মুম্বই: শুক্রবারের নামাজ পড়তে রাজি হয়নি সে। স্রেফ এই কারণে ১৫ বছরের মেয়েটিকে তার ৩ আত্মীয় গলায় ফাঁস লাগিয়ে খুন করেছে বলে অভিযোগ। মুম্বইয়ের অ্যান্টপ হিল এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই কিশোরীর বাবা অত্যন্ত দরিদ্র, সন্তানের ভরণপোষণের ক্ষমতা তাঁর ছিল না। তার মাও মারা গিয়েছেন। রোজগার করতে বাবাকে বাইরে যেতে হওয়ায় মেয়েকে নিজের বোনের বাড়িতে পাঠিয়ে দেন তিনি। সেখানে তার ওপর হুকুম জারি হয়, প্রতি শুক্রবার নিয়ম করে নামাজ পড়তে হবে। কিন্তু নামাজ পড়তে নাকি ভাল লাগত না তার। গত শুক্রবারও পিসির হুকুম অমান্য করে নামাজ পড়েনি সে। অভিযোগ, রাগের চোটে পিসি ওড়না দিয়ে তার গলায় ফাঁস দিয়ে দেয়। তারপর মৃত মেয়েটিকে সিওন হাসপাতালে নিয়ে গিয়ে বলে, বাথরুমে পিছলে পড়ে মারা গিয়েছে সে। কিন্তু চিকিৎসকরা এই দাবি মানতে চাননি, তাঁরা পুলিশে খবর দেন। পুলিশি জেরায় পিসি স্বীকার করে খুনের কথা। এই ঘটনায় মৃত কিশোরীর ৩ আত্মীয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ১ নাবালিকাও রয়েছে তাদের মধ্যে। সন্তানকে এভাবে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা। তাঁর প্রশ্ন, মেয়ে নামাজ না পড়লে ওরা তো আমাকে বলতে পারত। এভাবে মেরে ফেলতে গেল কেন!

২৭ কেজি মহিলার শরীরে ৭ কেজির টিউমার!

Image
দেহের ওজন মাত্র ২৭ কেজি। শীর্ণকায় শরীর। সেই শরীরেই বাসা বেঁধেছিল ৭ কেজির টিউমার। জটিল অস্ত্রোপচার করে বের করা হল সেই টিউমার। ঘটনাটি জলপাইগুড়ির। ময়নাগুড়ি শিঙিমারির বাসিন্দা মনিবালা পাল বিগত কয়েক মাস ধরেই পেটে ব্যথায় ভুগছেন। চিকিত্সককে দেখানোর পর তিনি বেশকিছু পরীক্ষা করতে বলেন। পরীক্ষার রিপোর্টে দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় চিকিতসকের। রিপোর্টে দেখা যায়, তলপেট থেকে বুক অবধি ছড়িয়ে রয়েছে মস্ত টিউমার। অস্ত্রোপচারের জন্য এরপরই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ওই মহিলাকে। অস্ত্রোপচারের জন্য গঠন করা হয় ৬ সদস্যের একটি টিম। প্রায় ৩ ঘন্টা ধরে চলে অস্ত্রপচার। টিউমারটি এতই বিশালাকার যে, একসময় অস্ত্রোপচার থামিয়ে প্রায় লিটার খানেক ফ্লুইডও বের করে নিতে হয়। তারপর আবার শুরু হয় অপারেশন। শেষে পেট থেকে বেরিয়ে আসে ৭ কেজির মস্ত টিউমার। চিকিত্সকরা জানিয়েছেন, এই মুহূর্তে মণিবালা দেবীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। সুস্থ হওয়ার পথে মণিবালা দেবী।

ফ্রিজারের মাংস বিক্রি করলেই লাইসেন্স বাতিল, ভাগাড়কাণ্ডে দাওয়াই পুরসভার

Image
ফ্রিজারে রাখা মাংস আর বিক্রি করা যাবে না। ফ্রিজে রাখা মাংস বিক্রি করা হলেই, বাতিল করা হবে লাইসেন্স। ভাগাড়কাণ্ডে কড়া দাওয়াই কলকাতা পুরসভার। ভাগাড়কাণ্ডের তদন্তে মঙ্গলবার সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। ধৃত বিশ্বনাথ ঘোড়ুইকে জেরায় তদন্তকারী অফিসাররা জানতে পারেন, এক ব্যবসায়ীর সাহায্যে ভাগাড়ের পচা মাংসের ৪০ শতাংশই সরবরাহ করা হত নিউমার্কেটে। এই তথ্য সামনে আসার পরই নড়েচড়ে বসে কলকাতা পুরসভা। পচা মাংসের কারবার আটকাতে এরপরই এদিন কলকাতা পুরসভার তরফে জারি করা হল কড়া নির্দেশিকা। জানা গেছে, শহরের খোলা বাজারের মাংস ব্যবসায়ীদের কাছে নোটিস পাঠাবে পুরসভা। নোটিসে স্পষ্ট ভাষায় উল্লেখ থাকবে, ফ্রিজে রাখা মাংস কোনওভাবেই বিক্রি করা যাবে না। ক্রেতার উপস্থিতিতে তাঁর চাহিদা অনুযায়ী মাংস কেটে বিক্রি করতে হবে। এই নির্দেশিকা অমান্য করে কোনও ব্যবসায়ী যদি ফ্রিজে রাখা মাংস বিক্রি করেন, তবে তাঁর লাইসেন্স বাতিল করা হবে। প্রসঙ্গত, মঙ্গলবারই নবান্নে মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে মাংস সরবরাহ ব্যবস্থা স্বাস্থ্যকর রাখার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা  ঘোষণা করেন। মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটিতে থাকবেন বিভিন্

সচেতন থাকলে, মুখগহ্বরের ক্যানসারের নিরাময় সম্ভব

Image
প্রশ্ন: ওরাল ক্যানসার বা মুখগহ্বরের ক্যানসার কী? উত্তর: প্রথমে জানা দরকার ক্যানসার আসলে কী। খুব সহজে বলতে হলে, ক্যানসার হল কোনও কোষের অনিয়ন্ত্রিত সংখ্যা বৃদ্ধি। একটি কোষ থেকে এই রোগের বা বৃদ্ধির সূত্রপাত হয়। কিন্তু সেখানেই তা সীমাবদ্ধ থাকে না। ওই কোষটির পাশাপাশি অন্য কোষগুলিতে তা ছড়িয়ে পড়ে। শরীরের যে কোনও অংশেই এই ব্যাপারটি ঘটতে পারে। ফলে শরীরের যে কোনও অংশেই ক্যানসার রোগ হওয়ার আশঙ্কা থাকে। মুখগহ্বরের মধ্যে যখন এই রোগ ছড়ায় তখন তাকে মুখগহ্বরের ক্যানসার বা ওরাল ক্যানসার বলা হয়। মুখগহ্বরের মধ্যে ঠোঁট, জিহ্বা, তালু, দাঁতের মাড়ি, গলা, চোয়াল, লালাগ্রন্থি-সহ যে কোনো জায়গাতেই কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি থেকে ক্যানসার হতে পারে।   প্রশ্ন: এই রোগটি কতটা উদ্বেগের? উত্তর: প্রথমেই বলা দরকার, যে কোনও রোগই উদ্বেগের। এখন রোগটি যদি ক্যানসার হয় তা হলে তো কথাই নেই। আমাদের দেশে ওরাল ক্যানসার বা মুখগহ্বরের ক্যানসারের হার অন্য নানা ধরনের ক্যানসারের থেকে অনেকটাই বেশি। দেশের মোট ক্যানসার রোগীর প্রায় এক তৃতীয়াংশই এই ধরনের মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত হয়। ফলে মুখগহ্বরের ক্যানসার হলে তা সত্যিই খুব উদ্বেগের। তবে এক

প্রথম প্রেমের কথা স্বীকার করলেন ধোনি

Image
সচরাচর মহেন্দ্র সিংহ ধোনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন না। এ সব নিয়ে কথা উঠলে চুপচাপ থাকাই তাঁর পছন্দ। যে কোনও ব্যক্তিগত প্রসঙ্গে চিরকালই মুখচোরা প্রাক্তন ভারত অধিনায়ক। অথচ সবাইকে চমকে দিয়ে মঙ্গলবার ধোনি তাঁর জীবনের প্রথম প্রেমে পড়ার কথাও বলে ফেললেন। অনুষ্ঠানটা ছিল এক বিপণন সংস্থার। সেখানে চেন্নাই সুপার কিংস অধিনায়ক তাঁর দলের সতীর্থ শেন ওয়াটসন, সুরেশ রায়না, রবীন্দ্র জাডেজাকে নিয়ে আড্ডায় বসেছিলেন।  হঠাৎই সেখানে ধোনিকে মুখোমুখি হতে হল তাঁর পক্ষে বেশ অস্বস্তিকর এক প্রশ্নের। অনুষ্ঠানের সঞ্চালক  জানতে চান, জীবনে প্রথম তিনি কার প্রেমে পড়েন। এর পরে ধোনির কাছ থেকে নানা ভাবে সূত্র চাওয়া হতে থাকে ওই নাম জানার জন্য। অনুষ্ঠানে থাকা এক জন জানতে চান, নামের প্রথম অক্ষরটি কী। পরের প্রশ্ন, ওই নামে এখানে কেউ আছেন কি না। এ ভাবে ধোনির কাছ থেকে একের পর এক পাওয়া 'ক্লু' থেকে সেই নামটি অনুমান করার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়, নামটা হচ্ছে 'স্বাতী'।  এ বার ধোনিকে বলতে হত, অনুমান সঠিক না ভুল।  ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট তারকা অনিচ্ছা সত্ত্বেও বেশ খানিকক্ষণ পরে

হাওড়া স্টেশনের সাবওয়েতে অভিনেত্রীর শ্লীলতাহানি, ধৃত এক

Image
হাওড়া স্টেশনে বাংলা সিরিয়ালের এক অভিনেত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। বুধবার রাত পৌনে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়া স্টেশনের সাবওয়েতে। হাওড়া জিআরপি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। জিআরপি সূত্রের খবর, ধৃতের নাম পাপ্পু সোনকার। সে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার বাসিন্দা। ঘটনার সময় পাপ্পু মদ্যপ ছিল। কী হয়েছিল? বছর তেইশের ওই অভিনেত্রীর বাড়ি হুগলির ভদ্রেশ্বরে। কলকাতায় এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল। তিনি জানান, গাড়ি খারাপ হয়ে যাওয়ায় ভদ্রেশ্বর থেকে লোকাল ট্রেনে চেপে হাওড়ায় পৌঁছন। কলকাতা অভিমুখী বাস ধরার জন্য সাবওয়ে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখনই এই ঘটনা ঘটে। অভিযোগ, সাবওয়ে দিয়ে তিনি যখন হাঁটছিলেন, সে সময় ৩-৪ জন ব্যক্তি তাঁর দিকে এগিয়ে আসে। তাদের মধ্যেই এক জন তাঁর শ্লীলতাহানি করে। অভিনেত্রী আরও জানান, ওই লোকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে তার হাত ধরে ফেলেন তিনি। বলেন, "হাত ছাড়ানোর চেষ্টা করছিল ওই লোকটি। আমি সাহায্যের জন্য চিৎকার করি। ঘটনাস্থলে উপস্থিত আমার থেকে বয়সে ছোট কয়েক জন ছেলে এগিয়ে আসে। তাঁরাই ওই লোকটিকে ধরে ফেলেন।" তার পর অভিযুক্তকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়

ভরসায় জল ঢেলে জীবাণু বোতলেও

Image
মাস তিনেক আগে দক্ষিণ কলকাতার বিভিন্ন ওয়ার্ডে আন্ত্রিকের প্রকোপ বাড়ায় বোতলবন্দি জলের চাহিদা বেড়েছিল হু হু করে। ওই সব এলাকায় বোতলবন্দি জলের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করার পরে চক্ষু চড়কগাছ পুর স্বাস্থ্যকর্তাদের। গুণমানের তোয়াক্কা না করার পাশাপাশি বেআইনি ভাবে ব্যবসা করায় আটটি বোতলবন্দি জল প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে কলকাতা পুরসভা। মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেন, ''আমরা অভিযুক্ত সংস্থাগুলির বিরুদ্ধে শীঘ্রই আইনি ব্যবস্থা নিতে চলেছি।'' গত মার্চে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি) ও পুরসভা শহরের বিভিন্ন স্থানে হানা দিয়ে ৫৭টি সংস্থার বোতলবন্দি জলের নমুনা সংগ্রহ করেছিল। পুরসভার স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের কথায়, ''মাত্র সাতটি সংস্থা জলের গুণমানের সার্টিফিকেট পেয়েছে। বাকি নমুনার কোনওটি পরীক্ষায় পাশ করতে পারেনি, তো কোনওটি লাইসেন্স ছাড়াই ব্যবসা করছে বলে নজরে এসেছে।'' অভিযোগ, লাইসেন্সপ্রাপ্ত কিছু সংস্থার নাম ভাঁড়িয়েও ব্যবসা করছে বহু সংস্থা। পুরসভার স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, ''শহরজুড়ে বোতলবন্দি জল বিক্রিতে অসা

ডিম বিক্রির পৌষ মাস !

Image
প্রবল গ্রীষ্মে ডিমপট্টির গলিতে যেন বসন্তের হাওয়া। এমন গ্রীষ্মকাল বহু দিন দেখেননি ডিম ব্যবসায়ীরা। সৌজন্যে ভাগাড় কাণ্ড! শিয়ালদহের মণীন্দ্র মিত্র রো-এ কলকাতার সব থেকে বড় ডিমের পাইকারি ব্যবসা। এই এলাকা 'শিয়ালদহ ডিমপট্টি' নামে বিখ্যাত। এখান থেকেই কলকাতার অধিকাংশ এলাকায় ডিম সরবরাহ হয়। গরম বাড়লে ডিমের চাহিদা সাধারণত কমে। এত বছর ধরে এমনই অভিজ্ঞতা ছিল ডিম ব্যবসায়ীদের। এ বারের গ্রীষ্ম ব্যতিক্রম।  শিয়ালদহ ডিমপট্টির ব্যবসায়ীরা জানাচ্ছেন, গরম বা়ড়লেও ডিমের চাহিদা কমার তো কোনও লক্ষণই নেই, বরং তা বেড়েছে। পোলট্রির ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম বা ডবল কুসুম ডিম— যে কোনও ধরনের ডিমের চাহিদাই এই গরমে বেশ ভাল।  এই চাহিদা বাড়ার নেপথ্যে যে ভাগাড় কাণ্ড সে নিয়ে কোনও সন্দেহ নেই ডিম ব্যবসায়ীদের। উজ্জ্বল সাহা নামে ডিমপট্টির এক ব্যবসায়ীর কথায়, ''আমাদের দোকান থেকে পাড়ার বা বাজারের মুদিখানা ছাড়াও দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি ফাস্ট ফুডের দোকানে ডিম সরবরাহ হয়। প্রত্যেক দিন কমপক্ষে দশ থেকে বারো পেটি ডিম যায় ফাস্ট ফুডের দোকানগুলোয়। ভাগাড় কাণ্ডের পর থেকে ওই সব দোকানে আরও পাঁচ থেকে ছ'য় পেটি বেশি ড

গাঁ থেকে গুগলে, বেতন কোটিতে

Image
মেয়েকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করতে চাননি বাবা। সেই মেয়েই গুগলের 'সলিউশন ইঞ্জিনিয়ার' হয়ে বছরে এক কোটি আট লক্ষ টাকা প্যাকেজের চাকরি নিয়ে সুইৎজারল্যান্ডে পাড়ি দিয়েছেন। পটনার লাগোয়া খগোল গ্রামের মধুমিতা শর্মা ২৫ বছর বয়সেই আলোচনার কেন্দ্রে। মেয়ে মাসে প্রায় ন'লক্ষ টাকা বেতন পাবে শুনে ভিড় জমছে সুরেন্দ্র শর্মার বাড়ির সামনে। এর আগে বিহারে এত বেতনের চাকরিতে কত জন যোগ দিয়েছেন তা নিয়ে ধন্দ রয়েছে তাঁদের। পরিবারে মধুমিতাই প্রথম বিদেশে গেলেন। ফেব্রুয়ারিতে গিয়েছিলেন আমেরিকায়। এ বার সুইৎজারল্যান্ডে।  বাড়িতে অপরিচিত কেউ এলেও মিষ্টিমুখ করাতে ভুলছেন না বাবা সুরেন্দ্র। বললেন, ''আমাজন, মাইক্রোসফট, মার্সিডিজেও চাকরির অফার পেয়েছিল মধুমিতা। শেষে গুগলে যোগ দিয়েছে গত সোমবার।'' এক দিন তাঁকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করতে চাননি— সে কথা স্বীকার করে নিয়েও মেয়ের সাফল্যে গর্বিত বাবা বললেন, ''সে দিন যদি ওঁর কথা না শুনতাম। তা হলে ভুলই হত'' শোনপুরে আরপিএফ ডিএসপি সুরেন্দ্র বলেন, ''উচ্চ মাধ্যমিকে ৮৬% পেয়েছিল। ভাল কলেজে এই নম্বরে ভর্তি হওয়া মুশকিল। কিন্তু উচ্চ মাধ্যমিকের কম ন

১০ হাজার ভুয়ো ভোটার কার্ড আটক

Image
বিধানসভা ভোটের বাকি আর ঠিক তিন দিন। মধ্যরাতে খাস রাজধানী বেঙ্গালুরুর এক ফ্ল্যাট থেকে প্রায় ১০ হাজার ভুয়ো ভোটার কার্ড বাজেয়াপ্ত হওয়ায় কার্যত কেঁপে উঠল কর্নাটক। একে অপরের দিকে আঙুল তুলল দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি ও কংগ্রেস। আসরে নামলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গত কাল মাঝরাতে এক সাংবাদিক বৈঠক করেন কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জীব কুমার। তিনি জানান, বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জালাহাল্লি এলাকার একটি ফ্ল্যাট থেকে প্রায় ১০ হাজার ভুয়ো ভোটার কার্ড, ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহৃত ফর্ম ও ফর্মের 'কাউন্টারফয়েল' পাওয়া গিয়েছে। তবে ওই 'কাউন্টারফয়েল'-এর রং নির্বাচন কমিশনের 'কাউন্টারফয়েল'-এর মতো নয়। বাজেয়াপ্ত হয়েছে কম্পিউটার, ছাপার মেশিনও। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্ল্যাটটির মালিক মঞ্জুলা নানজামারি ও সেটি রাকেশ নামে এক ব্যক্তিকে ভাড়া দেওয়া হয়েছে। আলাদা সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর দাবি করেন, রাজরাজেশ্বরী আসনের বর্তমান

এ বার ভোটে বেশি নিরাপত্তা রক্ষী? অঙ্কের কাঁচা খেলা খেলছে রাজ্য

Image
নিরাপত্তার জটেই ফের আটকে রইল পঞ্চায়েত নির্বাচনের ভাগ্য। পাঁচ বছর আগেও একই ভাবে নিরাপত্তা ইস্যুতেই আটকে গিয়েছিল ভোটের প্রক্রিয়া। পার্থক্য শুধু একটাই... ২০১৩ সালে পর্যাপ্ত নিরাপত্তার দাবি নিয়ে, রাজ্য সরকারের সঙ্গে সম্মুখ সমরে গিয়ে, সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছিলেন খোদ নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। আইনি লড়াই করে আদায় করে নিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী। আর পাঁচ বছর পর, আসন্ন পঞ্চায়েত ভোটে, রাজ্যের প্রস্তাবিত নিরাপত্তা নিয়ে একবিন্দু অভিযোগ নেই কমিশনের। যদিও তা এখনও আদালতকে সন্তুষ্ট করতে ব্যর্থ। আদালতে রাজ্য সরকারের অবশ্য দাবি, ২০১৩-র নির্বাচনের থেকে অনেক বেশি সংখ্যক নিরাপত্তা কর্মীর বন্দোবস্ত করা হয়েছে এই বছর। কিন্তু আদৌ কি তাই? না পুরোটাই অঙ্কের খেলা? ২০১৩ সালে প্রথমে তিন দফায় নির্বাচন ঘোষণা করা হয়েছিল। আর সেই নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য প্রায় আড়াই লাখ বাহিনীর দাবি করেছিলেন তখনকার নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। এ বারের মতোই রাজ্যের পক্ষ থেকে হোমগার্ড, এনভিএফ, সিভিক পুলিশ মিলিয়ে এক জোড়াতালির নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছিল কমিশনকে। এ বার বিরোধী রাজনৈতিক দলগুলি বাহিনীর দক্ষতা ও মান নি

১৪-য় ভোট ধরে এগোচ্ছে কমিশন, রাজ্য

Image
আদালতের নির্দেশে কোথাও ১৪ মে পঞ্চায়েত ভোট স্থগিতের কথা বলা হয়নি। তাই ই-মনোনয়ন পর্ব নিয়ে মামলার জটিলতা যে দিকেই যাক না কেন, নির্দিষ্ট দিনে ভোট করানোর প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের তৃণমূল সরকারও বুধবার জেলাশাসক-পুলিশ সুপারদের নিরাপত্তার যাবতীয় বন্দোবস্ত সেরা ফেলার নির্দেশ দিয়েছে। বুধবার থেকে ভোট কর্মীদের ভোটও নিয়ে ফেলেছে বেশ কয়েকটি জেলা। তা চলবে শুক্রবার পর্যন্ত। পাশাপাশি, প্রায় সব জায়গাতেই শেষ হয়ে গিয়েছে গণনা কর্মীদের প্রশিক্ষণও। ''সুপ্রিম কোর্ট ভোট বন্ধ করে না দিলে ১৪ মে ভোট হচ্ছেই''-বলেছেন কমিশনের এক কর্তা। কিন্তু সর্বোচ্চ আদালত যদি নির্দিষ্ট কিছু নির্দেশ দেয়? কমিশনের ওই কর্তার কথায়,''ই-মনোনয়ন  নির্বাচনী সংস্কারের সঙ্গে জড়িত একটি বৃহত্তর ব্যাপার। এর সঙ্গে ভোট প্রক্রিয়াকে সর্বোচ্চ আদালত গুলিয়ে ফেলবে না বলেই মনে হয়।'' এর মধ্যেই বেশ কয়েকজন জেলাশাসক জানিয়েছেন, ভোট প্রক্রিয়ার সমস্ত সম্পূর্ণ হয়েছে। ব্যালট পেপার ছাপার পর ব্লকে ব্লকে তা পাঠিয়ে দেওয়া হয়েছে। ভোট কর্মী থেকে গাড়ি-ঘোড়ার ব্যবস্থা হয়ে গিয়েছে। ভোটের দিনের যাবতীয় সামগ্রীও

জল্পনায় ইতি, ফ্লিপকার্ট ওয়ালমার্টেরই

Image
জল্পনায় ইতি। অবশেষে পর্দা উঠল এখনও পর্যন্ত দেশে নেট বাজারে হতে চলা সবচেয়ে বড় লেনদেনের উপর থেকে। বুধবার বিশ্বের অন্যতম বৃহৎ রিটেল বহুজাতিক ওয়ালমার্টের ঘোষণা, ১,৬০০ কোটি ডলারে ভারতীয় ই-কমার্স সংস্থাটির ৭৭% অংশীদারি পকেটে পুরছে তারা। তবে সেই চুক্তি সফল হতে গেলে সায় পেতে হবে প্রতিযোগিতা কমিশনের।  হাতবদলের পরে অবশ্য ওয়ালমার্টের অংশীদারি কমতে পারে আরও। কারণ, ফ্লিপকার্টে নতুন লগ্নিকারী টানতে কথাবার্তা চালাচ্ছে তারা। যে তালিকায় আছে গুগ্‌লের মূল সংস্থা অ্যালফাবেটও। সে ক্ষেত্রে একই সংস্থায় অংশীদারি থাকবে মাইক্রোসফট ও গুগ্‌লের। তবে অনেকে বলছেন, নিছক পরিসংখ্যানে এই চুক্তির গুরুত্ব মাপা শক্ত। কারণ, এই এক ঢিলে বহু পাখি মারতে চেয়েছে সংশ্লিষ্ট সব সংস্থাই। যেমন অনেকের মতে, এতে ভারতের নেট বাজারে পা রাখতে পারল ওয়ালমার্ট। ২০২৬ সালের মধ্যে যার অঙ্ক দাঁড়াতে পারে ২০,০০০ কোটি ডলার। এ দেশের সম্ভাবনাময় বাজারে, যেখানে নিয়মের জন্য খুচরো বিপণি খুলতে পারেনি তারা, সেখানে সরাসরি ক্রেতার কাছে পৌঁছনোর সুযোগ খুলছে তাদের সামনে। বিশ্বে দ্রুত বাড়তে থাকা নেট-কেনাকাটার দরুন যে চেষ্টা করছে ওয়ালমার্ট। আবার একাংশের মতে, এই চ