Posts

Showing posts from September 23, 2018

বাবা–মায়ের সঙ্গে বিড়ি বেঁধে ডব্লিউবিসিএসে সফল

Image
ফরাক্কা: বাবা–মা বিড়ি শ্রমিক। অভাবের সংসার। পড়াশোনা চালাতে বাবা–মায়ের সঙ্গে বিড়ি বেঁধে ডব্লিইবিসিএস পরীক্ষায় ১৪তম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিলেন মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত সামসেরগঞ্জ ব্লকের যাদবনগর গ্রামের বাসিন্দা সামিরুল ইসলাম। বৃহস্পতিবার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর সেই খবর যাদবনগরে ছড়িয়ে পড়তেই এলাকায় খুশির বন্যা বয়ে যায়। শনিবার সামিরুল বাড়ি ফিরতেই প্রতিবেশী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তঁাকে সংবর্ধনা দেওয়া হয়। মুর্শিদাবাদের অন্যতম পিছিয়ে পড়া ব্লক সামসেরগঞ্জের যাদবনগর গ্রামের বাসিন্দা তাসিরুদ্দিন শেখ। গ্রামে গ্রামে চাল বিক্রি করে এবং বাড়িতে বিড়ি বেঁধেই সংসার চালান তিনি। স্ত্রী জাহানারা বিবিও বিড়ি শ্রমিক। তাসিরুদ্দিন তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে অভাবের মধ্যে সংসার নির্বাহ করলেও ছেলেমেয়েদের শিক্ষা নিয়ে কোনও রকম আপস করেননি। নিজেরা অশিক্ষিত হলেও ছেলেমেয়েদের শিক্ষার আঙিনায় পৌছে দিতে সদা তৎপর তাসিরুদ্দিন ও জাহানারা বিবি। বড় ছেলে সামিরুল ইসলামকে বড় অফিসার বানানোর নেশায় অষ্টম শ্রেণিতেই একটি মিশনে ভর্তি করেন। কিন্তু টাকার অভাবে বছর খানেকের মধ্যে বাড়ি চলে আসতে হয় স

খুড়তুতো বোনকে ধর্ষণের চেষ্টা! অভিযুক্ত পলাতক

Image
হাওড়া: খুড়তুতো বোনকে ধর্ষণের চেষ্টায় নাম জড়াল দাদার৷ থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই এলাকা ছাড়া অভিযুক্ত৷ উলুবেড়িয়া থানার ভেকুডালের ঘটনা৷ এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ অভিযোগ, রাতে নিজের ঘরে ঘুমিয়েছিল ওই কিশোরী৷ সেই সময় চালের টালি খুলে ঘরে ঢোকে বছর তিরিশের ওই যুবক৷ জেঠতুতো দাদাকে এত রাতে ঘরের ভিতরে দেখে ঘাবড়ে যায় ওই কিশোরী৷ অভিযোগ, প্রথম থেকেই বোনের সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করে ওই যুবক৷ শ্লীলতাহানি ও ধর্ষনের চেষ্টা করে বলে অভিযোগ করেছে ওই ছাত্রী৷ কিশোরী ও তার ভাইয়ের চিৎকারে পাশের ঘর থেকে বাবা মা ছুটে আসে৷ বিপদ বুঝে বাড়ির লোকজনকে ধাক্কা মেরে পালিয়ে যায় ওই যুবক৷ উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তল্লাশি শুরু হয়েছে অভিযুক্তের খোঁজে৷

হরিয়ানা গণধর্ষণে গ্রেফতার মূল অভিযুক্ত সেনা সহ দু’জন

Image
হরিয়ানার কৃতী ছাত্রীর গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সেনা সহ আরও দু'জনকে গ্রেফতার করল পুলিশ। গণধর্ষণের ১০ দিন পর মূল অভিযুক্তকে গ্রেফতার করা গেল। হরিয়ানার ডিজিপি বি এস সাধু জানিয়েছেন, ধৃতেরা হল মণীশ এবং পঙ্কজ। পঙ্কজ সেনাবাহিনীতে কর্মরত। রবিবার তাদের গ্রেফতার করা হয়। তবে কোথা থেকে তাদের খোঁজ পাওয়া গেল বা কোথা থেকে তাদের গ্রেফতার করা হল তা খোলসা করেনি পুলিশ। ১২ সেপ্টেম্বর কোচিং সেন্টার থেকে ফেরার পথে হরিয়ানার মহেন্দ্রগড়ের কানিনা বাস স্ট্যান্ড থেকে সিবিএসই-র ওই কৃতী ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাঁর গ্রামেরই তিন যুবক। চাষের ক্ষেতে জলসেচের টিউবওয়েলের ঘরে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তাঁকে। এই ঘটনায় তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের ইস্তফা চেয়ে সরব হন বিরোধীরা। নির্যাতিতার গ্রামেরই যুবক মণীশ, নিশু ও পঙ্কজ এই তিন জনের খোঁজে হরিয়ানার বিভিন্ন প্রান্তে, সেই সঙ্গে রাজস্থান, দিল্লি ও অন্য রাজ্যেও হানা দিয়েছিল পুলিশের দল। তল্লাশি চালিয়ে আগেই নিশু, সঞ্জীব এবং দীনদয়াল নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু মূল অভিযুক্ত সেনা পঙ্কজ এবং মণীশের খোঁজ এতদিন

ISRO-র হাত ধরে শীঘ্রই ভারত পাচ্ছে 100GBPS নেট স্পিড

Image
নয়াদিল্লি: বিশ্বের মধ্যে সবথেকে বেশি ইন্টারনেট গ্রাহক রয়েছে ভারতে। আর রিলায়েন্স জিও আসার পর সেই ইন্টারনেটের সংজ্ঞাই কার্যত পাল্টে গিয়েছে। 4G স্পিড, চোখের নিমেষে ডাউনলোড, এতেই মজে রয়েছে ভারতের ইন্টারনেট ব্যবহারকারীরা। জিও-র সঙ্গে পাল্লা দিতে প্রত্যেকটা সংস্থাই দিচ্ছে ব্যাপক স্পিড। তবে এবার নাকি নেট দুনিয়ায় ম্যাজিক দেখাবে ইসরো। নেট স্পিড হবে ১০০ জিবিপিএস। প্রতি সেকেন্ডে ১০০ জিবি! শুনতে বিস্ময়কর লাগলেও এমনটাই দাবি করেছেন খোদ ইসরোর চেয়ারম্যান কে সিভান। বর্তমানে ইন্টারনেটের গতিতে ভারতের স্থান বিশ্বের মধ্যে ১০৯ নম্বরে।তবে এবার সেটা অতীত হয়ে যাবে। কাশ্মীর থেকে কন্যাকুমারী একেবারে হাওয়ার গতিতে ছুটবে ইন্টারনেট। এক কনভোকেশন সেরিমনিতে গিয়ে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান দাবি করেন, দুর্দান্ত নেট স্পিড আর ভারতীয়দের কাছে অধরা থাকবে না। এবছরেই হবে লক্ষ্যপূরণ। কেবলমাত্র তিনটি স্যাটেলাইট লঞ্চ করার অপেক্ষা। আগামী এক বছরের মধ্যেই তিনটি GSAT কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করা হবে। এবছরেই লঞ্চ করা হবে GSAT-11 ও GSAT-29, আর ২০১৯-এ পাঠানো হবে GSAT-20. এই তিন স্যাটেলাইট মিলে গোটা দেশে ১০০ জিবিপিএস ন

তরুণীকে নগ্ন করে নারকীয় অত্যাচার, যৌনাঙ্গে দেওয়া হল লঙ্কার গুড়ো

Image
মহিলাকে মারধর করে যৌনাঙ্গে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল অসমের করিমগঞ্জ এলাকায়।  সূত্রের খবর, গত ১০ই সেপ্টেম্বর এক মহিলাকে নগ্ন করে বেধড়ক মারধর করেন বেশকয়েকজন। তাদের বাধা দিতে ছুটে আসেন মহিলার শ্বশুর। তাঁকে গাছে বেঁধে তাঁর সামনেই চলে নারকীয় অত্যাচার। গোটা পর্ব মোবাইলে তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। পুলিশে অভিযোগ জানালে ভয়ঙ্কর পরিণতি হবে বলে মহিলাকে হুমকি দেওয়া হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর পুলিশ প্রশাসনের নজরে আসে। এর পর ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ। অসম পুলিশের ডিজি কুলধর সইকিয়া জানান, '' আমরা ১৯ জনকে গ্রেফতার করেছি। বাকি অভিযুক্তদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে।'' করিমগঞ্জের অসম-মিজোরাম সীমানার আদিবাসী অধ্যুষিত মাগুরা গ্রামের বাসিন্দা ওই মহিলার অভিযোগ, ১০ সেপ্টেম্বর সকালে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে ৬-৭ জন যুবক। দাবি করে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাওয়া টাকা তাদের দিয়ে দিতে হবে। মহিলা দিতে অস্বীকার করলে বেআইনি মদ বিক্রির অভিযোগ তুলে মারধর শুরু করে। এর পর জড়ো হন গ্রামবাসীরা। সকলের সামনেই নগ্ন করে চলে মারধর।  ঘটনার তদন্ত

আইএসআই-এর নির্দেশেই জম্মু-কাশ্মীরে খুন তিন পুলিশ কর্মী৷

Image
গত শুক্রবার জম্মু-কাশ্মীরে তিন পুলিশ অফিসারকে অপহরণ করে খুন করে পাক মদতপুষ্ট জঙ্গিরা৷ সূত্রের খবর, সুদূর পাকিস্তান থেকে সেই নির্দেশিকা এসে পৌঁছায় জঙ্গিদের কাছে৷ নির্দেশ আসে পাক গুপ্তচর সংস্থা আইএসআই কাছ থেকে৷ সেই চাঞ্চল্যকর কথোপকথনই হাতে এসেছে ভারতীয় গোয়েন্দাদের৷ যেখানে মৃত পুলিশ অফিসারদের নাম উল্লেখ করে সুপারি দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, প্রথমে অপহরণ করতে ও তারপর খুন করতে৷   জানা গিয়েছে, কথোপকথনে তিন পুলিশ কর্মীর নাম উল্লেখ করা হয়েছে৷ বলা হয়েছে, নাসির আহমেদ, ফিরদৌস আহমেদ ও কুলওয়ান্ত সিং-কে অপহরণ করে খুন করতে হবে৷ কয়েকদিনের মধ্যেই কাশ্মীরে অনুষ্ঠিত হতে চলেছে স্থানীয় নির্বাচন৷ আগেই যা বয়কট করেছে দুই বিরোধী দল পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স৷ এই নির্বাচনের আগে উপত্যকার মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করতে হবে বলেও আইএসআই-এর তরফ থেকে নির্দেশে বলা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর৷ সাধারণ মানুষ যাতে কোনওভাবেই নির্বাচনে অংশগ্রহণ না করে তা নিশ্চিত করতেই জঙ্গিদের কাজ করতে বলেছে আইএসআই-এর শীর্ষকর্তারা৷ মার্কিন মুলুকে ভারত-পাক দ্বিপাক্ষিক বৈঠকের কথা থাকলেও তা ভেস্তে গিয়েছে৷ গত বুধবার এক ভার

৩ মাসের মধ্যেই এইচ ৪ভিসা নিষিদ্ধ করতে চায় ট্রাম্প প্রশাসন

Image
ফের এইচ ৪ ভিসা নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করল ট্রাম্প প্রশাসন। শনিবার ফেডারেল আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দফতরের করা মামলায় জানানো হয়েছে, আগামী ৩ মাসের মধ্যেই এইচ ৪ ভিসা বন্ধ করতে চায় ট্রাম্প প্রশাসন। উল্লেখ্য, এইচ ১ বি ভিসা প্রাপ্ত অভিবাসীদের স্ত্রী বা স্বামী-রা এইচ ৪ ভিসা পেয়ে থাকেন। 'সেভ জবস' নামে মার্কিন স্বেচ্ছাসেবী সংস্থা সে দেশের নাগরিকের কর্ম সংস্থানের অনিশ্চিয়তা বিষয়ে এইচ ৪ ভিসাকে কাঠগড়ায় দাঁড় করায়। এই ভিসাকে নিষিদ্ধ করতে তারা আদালতে মামলা করে। যদিও তাদের এই আবেদন ভিত্তিহীন বলে খারিজ করে দেয় কলম্বিয়া আদালত। শনিবার কলম্বিয়া আদালতে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এইচ ৪ ভিসা নিষিদ্ধ করার ক্ষেত্রে কড়া পদক্ষেপ করা হচ্ছে। 'সেভ জবস' সংস্থার করা মামলাকে গুরুত্ব দেওয়ার আর্জিও করে ট্রাম্প প্রশাসন। উল্লেখ্য, এইচ ৪ ভিসা কার্যকর করে বারাক ওবামার সরকার। ওবামার এই নীতির বিরুদ্ধে সরব হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা 'সেভ জবস'। তাদের দাবি, এই ভিসা কার্যকরের ফলে মার্কিন কর্মসংস্থানের ঘাটতি আরও বাড়বে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর এইচ ১বি ভিসার পাশাপাশ

প্রতিদিন রাস্তায় পিছু নিচ্ছে একই লোক, আত্মঘাতী দিল্লির স্কুল ছাত্রী

Image
রোজ লোকটা পিছন পিছন আসছে। স্কুল, টিউশন, খেলার মাঠ, সব জায়গায় পিছনে তাকালেই ওই লোকটাই। রীতিমতো আতঙ্কে ভুগছিল মেয়েটি। তাই বাধ্য হয়েই সে বেছে নিল আত্মহ্ত্যার পথ, অভিযোগ এমনটাই। চার দিন আগেই সিলিং ফ্যান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে দিল্লির ওই ছাত্রীর। বিবাহিত এক ব্যক্তি, প্রত্যেকদিনই এই পড়ুয়াকে উত্ত্যক্ত করত, সেই হেনস্থার কারণেই আত্মহ্ত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে এই ছাত্রী, দাবি তাঁর পরিবারের। সরকারি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী এই মেয়েটি। বাড়ি দিল্লির সুলতানপরী এলাকায়। স্কুলে যাওয়ার পথে হোক কিংবা টিউশনে পড়তে যাওয়ার সময়, রোজ বিরক্ত করছে ওই ব্যক্তি, এমনটাই নাকি বাড়িতেও জানিয়েছিল বছর পনেরোর এই ছাত্রী, অভিযোগে জানিয়েছেন মেয়েটির বাবা। ছাত্রীর বাবা অভিযোগে লেখেন, স্থানীয় ওই বাসিন্দা বিবাহিত। যখনও এই ছাত্রী কোথাও যেত, সে পিছনে পিছনে যেত। এই কথা বাড়ির কাউকে জানালে মেয়েটির ছোট ভাইকে মারধর করার হুমকিও দেওয়া হয়েছিল। তাই প্রথম দিকে মেয়েটি বাড়িতেও জানায়নি কিছু। প্রত্যেক দিন হেনস্থা সহ্য করতে না পেরেই ওই স্কুল ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছে, দাবি করেন তাঁর বাবা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্ধ্রে টিডিপি বিধায়ক-সহ দু’জনকে গুলি করে মারল মাওবাদীরা

Image
নিহত বিধায়ক কিদারি সর্বেশ্বর রাও। অন্ধ্রপ্রদেশের এক বিধায়ক সহ তেলুগু দেশমের এক নেতাকে গুলি করে খুন করা হল। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে মাওবাদী গেরিলাদের হাতেই খুন হয়েছেন এই দুই নেতা। ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনম থেকে ১২৫ কিলোমিটার দূরে থুটাঙ্গি গ্রামে। নিহত তেলগু দেশম বিধায়কের নাম কিদারি সর্বেশ্বর রাও। তিনি আরাকুর বিধায়ক। তাঁর সঙ্গে খুন হয়েছেন প্রাক্তন বিধায়ক সিবেরি সোমা। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের বিধানসভা ক্ষেত্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সর্বেশ্বর রাও এবং সিবেরি সোমা। প্রায় ৫০ জনের একটি মাওবাদী গেরিলা দল তাঁদেরকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে।বিধায়কের নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালালেও মাওবাদীরা সংখ্যায় বেসি থাকায় বিধায়ক এবং প্রাক্তন বিধায়ককে রক্ষা করতে পারেননি তাঁরা।এর আগেও মাওবাদীরা বিভিন্ন সময় তাদের বিবৃতিতে জানিয়েছিল, সর্বেশ্বর তাদের হিটলিস্টে রয়েছেন। ঘটনার পরই মাওবাদী দমনে বিশেষ ভাবে প্রশিক্ষিত গ্রেহাউন্ড বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।

পুলওয়ামায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম জঙ্গি

Image
যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ের নিহত হল এক জঙ্গি। আজ সকালে পুলওয়ামার ত্রাল এলাকায় যৌথবাহিনীর অভিযানের সময় দু'পক্ষের গুলির লড়াই বাধে। তাতেই নিহত হয় ওই জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে ত্রালের দার গানি গুন্ড গ্রামে অভিযান চালায় যৌথবাহিনী। তারা এলাকাটি ঘিরে ফেলার পর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় যৌথবাহিনী। নিহত হয় এক জঙ্গি। এখনও দু'পক্ষের গুলির লড়াই চলছে। সোপিয়ানে ৩ পুলিশকর্মীকে অপহরণ করে খুনের পর জঙ্গি অভিযান আরও জোরদার করা হয়েছে। দু'দিন আগে বান্দিপোরায় যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয় পাঁচ লস্কর-ই-তইবা জঙ্গি। মৃত জঙ্গিদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র ও তথ্য উদ্ধার হয়।

'আয়ুষ্মান ভারত'-এর সূচনা প্রধানমন্ত্রীর

Image
রাঁচিতে 'প্রধানমন্ত্রী জন ওষধি যোজনা' (PMJAY) -র সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রী জন ওষধি যোজনায় দেশের প্রত্যেক নাগরিক যথাযথ স্বাস্থ্য পরিষেবা পাবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে দেশের ১০ কোটি ৭৪ লাখ পরিবার চিকিত্‍সা সংক্রান্ত সুযোগ সুবিধা পাবেন। এই প্রকল্পের মাধ্যমে বছরে বিনামূল্যে ৫ লাখ টাকার স্বাস্থ্যবীমা পাবে গরিব পরিবারগুলি। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আয়ুষ্মান ভারত বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য প্রকল্প। দেশের ৫০ কোটি নাগরিক এই স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন। এই প্রকল্পের আওতাভুক্ত পরিবারের কোনও সদস্যের চিকিত্‍সার প্রয়োজন পড়লে তাঁর যাবতীয় খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। সরকারি হাসপাতালের পাশাপাশি এই প্রকল্পে বেশকিছু বেসরকারি হাসপাতালেও চিকিত্‍সা পরিষেবা পাওয়া যাবে। এই প্রকল্পে নগদহীন এবং কাগজহীন পরিষেবা প্রদান করা হবে। চিকিৎসার ব্যয় কমবে। এই প্রকল্পের আওতায় থাকা পরিবারগুলিকে একটি কার্ড দেওয়া হবে। হাসপাতালে চিকিত্‍সা করানোর ব্যবহার করতে হবে সেই কার্ড। সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে PMJAY বিশ্বের বৃহত্তম সরকারি-আর্থিক স্বাস্থ্য

অফারের ফুলঝুড়ি এয়ারটেলে

Image
জিওর চাপে জেরবার সবাই। সেই কারনেই এক হয়ে গিয়েছে ভোডাফোন ও এয়ারটেল। তবে হাল ছাড়তে রাজি নয় এয়ারটেল। প্রায় রোজই নিত্যনতুন অফার নিয়ে হাজির হচ্ছে এয়ারটেল। সম্প্রতি নতুন গ্রাহকদের জন্য পাঁচটি নতুন প্ল্যান লঞ্চ করেছিল কোমপানিটি। এবার কোম্পানির গ্রাহকদের জন্য ১৬৮ টাকার প্ল্যানের ভ্যালিডিটি বাড়ালো এয়ারটেল। টেলিকম টকে এক রিপোর্টে এই কথা বলা হয়েছে। তবে আপাতত শুধুমাত্র দিল্লি ও অন্ধ্রপ্রদেশো তেলেঙ্গানা সার্কেলের নির্বাচিত গ্রাহকের জন্য এই অফার নিয়ে এসেছে এয়ারটেল। ১৬৮ টাকার প্ল্যানে প্রতিদিবন 1GB ডাড়া আর ১০০ টি SMS এর সাথেই আনলিমিটেড কল করতে পারবেন গ্রাহকরা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। অর্থাৎ এই প্ল্যানের গ্রাহকরা ১৬৮ টাকায় মোট 28GB ডাটা আর ২৮০০ SMS এর সাথেই আনলিমিটেড কল পাবেন। যদিও কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট ও অ্যাপ থেকে এখনো ১৬৮ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২০ দিন দেখাচ্ছে। এর সাথেই ১৬৮ টাকা রিচার্জ করলে গ্রাহকরা ২৮ দিনের জন্য বিনামূল্যে হেলো টিউন ব্যবহার করতে পারবেন। ক্লোম্পানি জানিয়েছে রিচার্জ করার কয়েক ঘন্টার মধ্যে গ্রাহকের নম্বরে এই পরিষেবা শুরু হয়ে যাবে। যদিও পরে চাইলে গ্রাহক এই গান বদল ক

গুগল কি বিক্রি করে দিচ্ছে আপনার গোপনীয়তা?

Image
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিসংস্থার হর্তাকর্তারা দিনের পর দিন বিক্রি করে দিচ্ছেন ইউজারদের ব্যক্তিগত ডেটা। এমনই অভিযোগ করেছে চীনের পেটিএম সংস্থা। এরপরই ভারতের ডিজিটাল পেমেন্ট অ্যাপলিকেশনের গোপনীয়তা নীতিতে বদল এনেছে গুগল। অভিযোগ উঠেছে যে বিজ্ঞাপন এবং অন্যান্য বিষয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বেঁচে দেওয়া হচ্ছে ব্যবহারকারিদের তথ্য। এই মূহুর্তে যে বিতর্ক উঠেছে তা হল কিভাবে প্রযুক্তি সংস্থাগুলি ব্যবহারকারীর গোপনীয়তা ভারত ও বিদেশের বাজারে প্রকাশ্যে নিয়ে আসতে পারে? সম্প্রতি ভারতে নতুন ডেটা প্রোটেকশন আইন বলবৎ করা হয়েছে। ১৩ই সেপ্টেম্বর ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) কে দেওয়া এক চিঠিতে পেটিএম অভিযোগ করেছে যে গুগল পে এর গোপনীয়তা নীতিতে পরিষ্কার করে বলা আছে "গ্রাহকদের প্রয়োজনে ব্যবহারকারীর গোপনীয়তাকে অবজ্ঞা করা হবে"। গুগল পের গোপনীয়তা নীতিতে বলা হয়েছে, ব্যক্তিগত তথ্য প্রয়োজনে "সংগ্রহ, সঞ্চয়, ব্যবহার অথবা প্রকাশ" করা হবে। এছাড়া গুগল পে মাধ্যমে যোগাযোগ করা যাবে। বৃহস্পতিবার আপডেট হওয়ার পর গুগল এর গোপনীয়তা নীতি নিয়ে পর্যালোচনা করে রয়টার্স। তাতে দেখা গেছ

বাসে পিষ্ট দুই পা, ১৯টি অস্ত্রোপচারে যুদ্ধ জয় তরুণীর

Image
বাসের চাকায় পিষ্ট দুটো পা। ১৯টি অস্ত্রোপচার, ২৭ বোতল রক্ত আর হাসপাতালে ১০০ দিন লড়াইয়ের পর হাওড়ার ২৪ বছরের তরুণী দেবলীনা রায়কে সুস্থ হয়ে বাড়ি পাঠাল এসএসকেএম হাসপাতাল।  ১৫ জুন হাওড়ার বঙ্কিম সেতুর মুখে ঘটে যাওয়া বাস দুর্ঘটনা সব সংবাদমাধ্যমের শিরোনামে স্থান পেয়েছিল। প্রাণ হারান বছর উনত্রিশের উপমা মুখোপাধ্যায়। একই বাসের চাকায় গুরুতর আহত দেবলীনাকে উদ্ধার করা হলেও, তিনি যে প্রাণে বাঁচবেন, সে আশা করেননি নিজেও। হাসপাতালের আইটিইউতে শুয়ে বললেন, 'আমাদের বাস ব্রেক ফেল করেছিল। দেখলাম ড্রাইভার লাফিয়ে নেমে গেলেন। আমাদেরও নেমে যেতে বলা হয়। পাদানি থেকে ঝাঁপ দেওয়ার পর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, দেখলাম চাকা থাইয়ের উপর দিয়ে চলে গিয়েছে। স্ট্রেচারে করে যখন হাওড়া হাসপাতালে নিয়ে যাচ্ছিল, মনে হয়েছিল প্রাণটা তখনই বেরিয়ে যাবে।' কোনও মতে বাবা, হাওড়ার প্রাক্তন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস রায়কে খবরটা দিতে পেরেছিলেন। প্রবল রক্তক্ষরণ হতে থাকা দেবলীনাকে অল্প কিছু সময়ের মধ্যেই গ্রিন করিগর করে নিয়ে আসা হয় এসএসকেএমে। দেবাশিস বলেন, 'ওর শরীরে নীচের অংশের রক্তচাপ কমে এসেছিল। শিরার চোট মে

বিশ্বের চতুর্থ সবচেয়ে ভয়ঙ্কর উগ্রপন্থী সংগঠন মাওবাদী৷

Image
আইএস, তালিবান ও আল-সাবাবের মতো জঙ্গি সংগঠনের পর বিশ্বের চতুর্থ সবচেয়ে ভয়ঙ্কর উগ্রবাদী সংগঠন মাওবাদী৷ ভারতে প্রায় ৫৩ শতাংশ নাশকতার ক্ষেত্রে প্রত্যক্ষ যোগ রয়েছে এই সংগঠনের৷ সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন স্টেট রিপোর্টে৷ এই মার্কিন রিপোর্ট, স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চাপের বিষয় হলেও, তা ক্ষয়িষ্ণু মাও সংগঠনগুলিকে পুনরায় উজ্জীবিত করতে পারে আশঙ্কা প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল৷   রিপোর্টে বলা হয়েছে যে, ভারতে ৫৩ শতাংশ নাশকতার সঙ্গে মাওবাদীদের যোগ থাকলেও, ২০১৬-র তুলনায় ২০১৭-তে নাশকতার সংখ্যা কমেছে৷ ২০১৬-তে মাও অধ্যুষিত অঞ্চলগুলিতে হামলা হয় ৩৩৮টি এবং ২০১৭-তে সেই সংখ্যা কমে হয় ২৯৫টি৷ হামলার সংখ্যা কমলেও হতাহতের পরিমাণ বেড়েছে৷ মৃতের সংখ্যা বে়ড়েছে ১৬ শতাংশ ও জখমের সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ৷ মাওবাদীদের চেয়ে এগিয়ে রয়েছে চারটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন৷ সবচেয়ে বেশি জঙ্গি হামলা চালিয়েছে আইএস, ৮৫৭টি৷ তারপর রয়েছে যথাক্রমে তালিবান ও আল-সাবাব৷ এই দুই সংগঠনের হামলার সংখ্যা যথাক্রমে ৭০৩ ও ৩৫৩টি৷ জানা গিয়েছে, পাকিস্তান ও ইরাকের পর সবচেয়ে বেশি জঙ্গি হানা বা উগ্রবাদীদের নাশকতার ম

মিস্ত্রির ছদ্মবেশে চুরি, ন’বছরের খুদের প্রচেষ্টায় প্রাণে বাঁচল গোটা পরিবার।

Image
বনগাঁ:   মিস্ত্রির ছদ্মবেশে চুরি, ন'বছরের খুদের প্রচেষ্টায় প্রাণে বাঁচল গোটা পরিবার। তবে চোরের আক্রোশে গুরুতর জখম কাঠমিস্ত্রি। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বনগাঁ হাসপাতালে ভরতি করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার চড়কতলা এলাকার রায়পরিবারে। জানা গিয়েছে, ফল ও পরিবহণ ব্যবসায়ী রাজকুমার রায় সম্পন্ন গৃহস্থ। ভাল ব্যবহারের জন্য বনগাঁ শহরে বিশেষ পরিচিত রয়েছে তাঁর। বেশ কিছুদিন ধরে বসতবাড়িতে নির্মাণের কাজ করাচ্ছেন রাজকুমারবাবু। এদিন কাঠ ও পাথর মিস্ত্রীরা বাড়িতে কাজ করছিলেন। সন্ধ্যাবেলা আচমকাই ঘটে ঘটনা। দোতলার কাচের দরজায় দমাদ্দম বাড়ি পড়তে থাকে। বারান্দায় বসে ভিডিও গেম খেলছিল রাজকুমারবাবুর নাতি সৌরদীপ। ক্রমাগত শব্দে দরজার দিকে তাকাতেই তার কেমন যেন সন্দেহ হয়। দৌঁড়ে পাশের ঘরে দিদাকে বিষয়টি বলতে যেতেই চোর সুযোগ বুঝে দরজা খুলে ঠাকুরঘরে চলে যায়। দোতলাতেই রয়েছে বাড়ির গৃহদেবতার মন্দির। বিগ্রহের গয়না চুরি উদ্দেশ্য ছিল চোরের। তবে সৌরদীপের উপস্থিত বুদ্ধির জেরে চোরের মনস্কামনা পূর্ণ হয়নি। চোর জানতো না যে দোতলার নজরদারি ক্যামেরায় বন্দি হয়েছে সে। এদিকে মনিটরে ততক্ষণে চোরকে চিনে নিয়েছে ওই খুদে।

বর্ধমান স্টেশনে ধর্ষিত হওয়া বৃদ্ধার সঙ্গে সেলফি ও তাণ্ডব চালালেন একদল স্বঘোষিত ‘সমাজসেবী’ আইসিইউতে।

Image
এ কেমন মানবিকতা! বর্ধমান স্টেশনে ধর্ষিত হওয়া বৃদ্ধার খোঁজ নিতে গিয়ে হাসপাতালের আইসিইউ-তে ঢুকে কার্যত তাণ্ডব চালালেন একদল স্বঘোষিত 'সমাজসেবী'। নিরাপত্তারক্ষীর সঙ্গে হাতাহাতি, নার্সকে ধাক্কা, টেকনিশিয়ানদের হুমকি, ডাক্তারকে গালাগাল, সবই হল। এমনকী 'সমাজসেবী'রা ধর্ষিতার সঙ্গে সেলফিও তুললেন দেদার। ডাক্তারের নিষেধ অগ্রাহ্য করে জবরদস্তি কথা বলার চেষ্টাও করেন নির্যাতিতার সঙ্গে। স্তম্ভিত আইসিইউ-তে থাকা বাকি রোগীদের পরিবার। ঘটনার কথা জানিয়ে হাসপাতালের তরফে বর্ধমানের পুলিশ সুপারের কাছে এফআইআর করা হয়েছে। সংক্রমণের ভয়ে আইসিইউ-তে বহিরাগতদের ঢুকতে দেওয়া হয় না। ডাক্তার-নার্সরাও বাইরের জামাকাপড় ছেড়ে আইসিইউ-তে ঢোকেন। সেই কথা গোটা গোটা অক্ষরে লেখাও রয়েছে আইসিইউ-র বাইরে। তবু ধর্ষিতার কাছে পৌঁছনোর জন্য পেশীশক্তির প্রদর্শন চলল। বাইরের জামা-জুতো-পোশাক পড়ে হইহই করে আইসিইউ-তে ঢুকল ৮ জনের একটি দল। সুপার ডা. উৎপল দাঁ নিজে বর্ধমানের পুলিশ সুপারের সঙ্গে কথা বলে অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন। যদিও একজনও গ্রেফতার হয়নি। উলটে অভিযুক্তরা নিজেদের কৃতকর্মের জন্য সাফাই গাইছেন। বলছেন, ধর্ষিতা ম

উত্তপ্ত পরিস্থিতিতে জম্মু-কাশ্মীর পুলিশকর্মীদের বাড়ি না ফেরার নির্দেশ৷

Image
উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা লেগেই চলেছে৷ সেনা জওয়ানরাই শুধু নন, রেহাই পাচ্ছেন  না পুলিশকর্মীরাও৷ উদ্বিগ্ন  জম্মু-কাশ্মীর প্রশাসন৷ পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে,  পুলিশকর্মীদের বাড়ি যেতে নিষেধাজ্ঞা জারি করলেন উপত্যকার প্রশাসনিক আধিকারিকরা৷ সম্প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করে হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠী৷ ওই ভিডিও বার্তায় পুলিশ ও সেনা জওয়ানদের চাকরি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ চাকরি না ছাড়লে হত্যা করারও হুমকি দেয় সন্ত্রাসবাদীরা৷ এই ভিডিও বার্তায় প্রকাশ পাওয়ার পরই শুক্রবার সকালে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় তিন পুলিশকর্মীকে৷ নিজের ছেলেকে ছেড়ে দেওয়ার করুণ আর্তি জানান অপহৃত নিসার আহমেদের মা৷ ভিডিও বার্তা তিনি জানিয়েছিলেন, যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে নিসার পুলিশের চাকরি থেকে ইস্তফা দেবেন৷ কিন্তু তাতেও জঙ্গিদের মন গলেনি৷ বেশ কিছুক্ষণ পর অপহৃত নিসার আহমেদ, কুলদীপ সিং ও ফিরদৌস কুচের দেহ উদ্ধার করা হয়৷ নিহতদের দেহে গুলির আঘাতের চিহ্ন ছিল৷ এই ঘটনায় আতঙ্কিত উপত্যকার পুলিশ প্রশাসন৷ সূত্রের খবর, ছ'জন পুলিশকর্মী চাকরি ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার চিন্তাভাবনাও করছেন৷ যদিও সেই ঘটনার

পরিবার মেনে নেয়নি সম্পর্ক, উদ্ধার যুগলের দেহ

Image
বিক্রম রায় ও মিমি কর্মকার       মালবাজার : এক যুবক ও কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে মালবাজার থানার নেপুচাপুর চা বাগানে। বাগানের একটি গাছ থেকে তাদের দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তারা আত্মহত্যা করেছে। চা বাগানে আজ সকালে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় তাঁদের দেহ দেখতে পান। খবর দেওয়া হয় মালবাজার থানায়। খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেহ দুটি উদ্ধার করে। মৃত যুবকের নাম বিক্রম রায় (২১)। সে কান্তদিঘি কুমার পাড়া এলাকার বাসিন্দা এবং মেয়েটির নাম মিমি কর্মকার (১৭), সে বড়দিঘি স্টেশন পাড়া এলাকার বাসিন্দা।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল। দেড়মাস আগে তারা পালিয়ে গিয়েছিল। পরে ফিরে আসে। পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। শনিবার রাত থেকে তারা নিখোঁজ হয়ে যায়। আজ সকালে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয় চা বাগান থেকে। 

আইএসআই-এর নির্দেশেই পুলিশ কর্তাদের খুন! প্রমাণ পেয়েই বাতিল বৈঠক, দাবি দিল্লির

Image
জঙ্গি-আইএসআই যোগের প্রমাণ মিলতেই বৈঠক বাতিল করা হয়, দাবি নয়াদিল্লির। ইমরান খানের চিঠিতে সদর্থক বার্তা। তার জেরে নিউইয়র্কে ভারত-পাক বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের ঘোষণা। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই সেই ঘোষণা বাতিল করল দিল্লি। রাতারাতি কী এমন হল যে, এই বৈঠক বাতিল করতে হল? এই প্রশ্নে যখন তোলপাড় দুই প্রতিবেশী দেশ, তখনই তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য। বিদেশমন্ত্রকের একটি সূত্রে দাবি করা হয়েছে, অপহৃত তিন স্পেশাল পুলিশ অফিসারকে খুনে নির্দেশ আসে পাক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর কাছ থেকে। ইসলামাবাদের অঙ্গুলি হেলনেই অপরহণের ঘণ্টা খানেকের মধ্যে পুলিশ অফিসারকে খুন করে জঙ্গিরা। ওই তিন জনের সঙ্গে অপহৃত এক সাধারণ নাগরিককে ছেড়ে দেওয়ার নির্দেশও আসে আইএসআই-এর কাছ থেকেই। এই সংক্রান্ত আইএসআই-এর একটি বার্তা ভারতীয় গোয়েন্দাদের হাতে আসার পরই তড়িঘড়ি নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনের ফাঁকে ভারত-পাক বিদেশমন্ত্রীর বৈঠক বাতিলের ঘোষণা করে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার বলেন, ''এই ঘটনা ইসলামাবাদের দুষ্ট চক্রান্ত এবং ইমরান খানের মুখোশ খুলে দিয়েছে।'

স্তন ক্যান্সারে বাদ পড়ল স্তন, সোশ্যাল মিডিয়ায় জানালেন অয়ুষ্মান খুরানার স্ত্রী

Image
মুম্বই: নিজের সঙ্গে অ্যাঞ্জোলিনা জোলির মিল পেলেন বলি-অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেকে 'হাফ ইন্ডিয়ান ভার্সন অব অ্যাঞ্জোলিনা জোলি' বলে সম্বোধন করেছেন তাহিরা ৷ সদ্যই DCIS (ductal carcinoma in situ)-এ আক্রান্ত হয়েছেন তাহিরা ৷ ডাক্তারি পরীক্ষায় দেখা গিয়েছে তাহিরার ডান দিকের স্তনে একাধিক ম্যালিগন্যান্ট কোষ রয়েছে ৷ যা দ্রুত ছড়িয়ে পড়ছে ৷ বছর কয়েক আগে স্তন ক্যান্সার প্রতিহত করতে ম্যাসাকটমি করিয়েছিলেন অ্যাঞ্জোলিনা জোলি ৷ আর সেই কারণেই মজা করে নিজেকে এবার জোলির সঙ্গে তুলনা করলেন তাহিরা ৷ একটি ইনস্টাগ্রাম পোস্টে তাহিরা লেখেন, তাঁর পিঠের মাংস কেটে স্তনে অস্ত্রোপচার করা হয়েছে ৷ পাশাপাশি তাহিরা লেখেন, ''এই বাধা আমাকে জীবনের নতুন মানে শিখিয়েছে ৷ এই অনিশ্চয়তাকে শ্রদ্ধা করতে শিখিয়েছে আর সাহস ও বিশ্বাস রেখে নিজের জীবনে হিরো হতে শিখিয়েছে৷''

‘আমরা যুদ্ধের জন্য প্রস্তুত’, ভারতকে হুমকি পাকিস্তানের

Image
ইসলামাবাদ: ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াতের বক্তব্যের জবাবে এবার যুদ্ধের প্রসঙ্গ ছুঁড়ে দিল পাকিস্তান৷ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, শনিবার পাকিস্তানের ডিজি আইএসপিআর মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, 'পাকিস্তান একটি পরমাণু শক্তিসম্পন্ন দেশ এবং সে সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত৷ পাকিস্তানের শান্তির বার্তাকে কেউ যেন দুর্বলতা মনে না করে, এমনি হুঁশিয়ারি দিয়েছে প্রতিবেশী রাষ্ট্র৷' পাকিস্তানের ডিজি আইএসপিআর মেজর জেনারেল আসিফ গফুর প্রসঙ্গত, ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত শনিবার বলেন, 'পাকিস্তানের সেনা এবং সন্ত্রাসবাদীদের উচিত শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে৷ শান্তির বার্তা এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না বলেই মত তাঁর৷ সেনাবাহিনীকে যথেষ্ট স্বাধীনতা দেওয়া রয়েছে, জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত এবং সরকারও পাশে রয়েছে৷' উল্লেখ্য, ভারতের সঙ্গে মুখোমুখি বৈঠক চেয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দুই দেশের বিদেশমন্ত্রীর বৈঠকের আবেদন জানিয়ে তিনি চিঠি লিখেছিলেন নরেন্দ্র মোদীকে। কিন্তু কাশ্মীরে রক্তপাতের প্রতিবাদে সেই বৈঠকের সম্ভাবনা বাতিল করে দেয় ভা

রাফালে নিয়ে রাহুলের তোপ, মোদী, অনিল অম্বানি মিলে ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকার সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছেন প্রতিরক্ষা বাহিনীর ওপর

Image
নয়াদিল্লি: রাফাল যুদ্ধবিমান ইস্যুতে নরেন্দ্র মোদীকে ফের তোপ রাহুল গাঁধীর। সুর চড়িয়ে তিনি ট্যুইট করলেন, মোদী আর অনিল অম্বানি মিলে একযোগে প্রতিরক্ষা বাহিনীর ওপর ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকার সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছেন। গতকাল ফরাসি মিডিয়ায় সেদেশে প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওল্যাঁদকে উদ্ধৃত করে যে বিস্ফোরক খবর বেরিয়েছে, তাকে অস্ত্র করেছেন রাহুল। ফরাসি মিডিয়ার দাবি, ওল্যাঁদ বলেছেন, ৫৮০০০ কোটি টাকার রাফাল ডিলে ফরাসি সংস্থা দাসল্ট অ্যাভিয়েশনের শরিক হিসাবে অনিল অম্বানির রিলায়েন্স ডিফেন্সের নাম ভারত সরকারই সুপারিশ করেছিল, সেখানে তাঁদের কিছুই করার ছিল না। মোদী ২০১৫-র ১০ এপ্রিল ওল্যাঁদের সঙ্গে আলোচনার পরই ভারত ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান সংগ্রহ করবে বলে ঘোষণা করেছিলেন। কংগ্রেস সভাপতি ট্যুইট করেছেন, প্রধানমন্ত্রী আর অনিল অম্বানি যুগ্মভাবে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ওপর সার্জিক্যাল স্ট্রাইক করেছেন। মোদীজী আপনি শহিদ জওয়ানদের রক্তকে অসম্মান করেছেন, ভারতের আত্মার প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন। কংগ্রেস সহ বিরোধী শিবির বরাবর দাবি করছেন, রিলায়েন্স ডিফেন্সের যুদ্ধবিমান সংক্রান্ত ক্ষেত্

শ্বশুরকে গাছে বেঁধে বউমাকে নগ্ন করে মারধর, যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো, তোলপাড় অসম

Image
শ্বশুরকে গাছে বেঁধে রাখা হয়েছে আগেই। তাঁর সামনেই পুত্রবধূকে নগ্ন করে চলছে মারধর। শেষে যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দিয়ে চলল নারকীয় অত্যাচার। যন্ত্রণায় ছটফট করতে থাকা মহিলাকে ফেলে রেখে পালিয়ে গেল জনতা। গোটা পর্ব মোবাইলে তুলে রাখা হয়েছিল। ছড়িয়ে দেওয়া হল সোশ্যাল মিডিয়াতেও। অসমের করিমগঞ্জের এমনই এক ভয়ঙ্কর ঘটনায় শিউরে উঠছেন অনেকেই। ১০ সেপ্টেম্বর ঘটনা ঘটলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর পুলিশ প্রশাসনের নজরে আসে। নির্যাতিতাকরিমগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করার পর ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অসম পুলিশের ডিজি কুলধর সইকিয়া বলেন, ''পুলিশে অভিযোগ জানালে ভয়ঙ্কর পরিণতি হবে বলে মহিলাকে হুমকি দেওয়া হয়েছিল। আমরা ১৯ জনকে গ্রেফতার করেছি। বাকি অভিযুক্তদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে।'' করিমগঞ্জের অসম-মিজোরাম সীমানার আদিবাসী অধ্যুষিত মাগুরা গ্রামের বাসিন্দা ওই মহিলা অভিযোগপত্রে লিখেছেন, ''১০ সেপ্টেম্বর সকালে আচমকাই দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে ৬-৭ জন যুবক। দাবি করে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাওয়া ৮৫ হাজার টাকা তাঁদের দিয়ে দিতে

'গোল্ডেন গ্লোব রেস' প্রতিযোগিতায় প্রবল সামুদ্রিক ঝড়ের মুখে ভারতীয় নৌসেনা জওয়ান

Image
 'গোল্ডেন গ্লোব রেস' প্রতিযোগিতা দেশের প্রতিনিধিত্ব করতে নেমে চরম বিপদের মুখে ভারতীয় নৌসেনার জওয়ান অভিলাষ টমি৷ শুক্রবার ভারত মহাসাগরের দক্ষিণাংশে ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের মুখে পড়ে তাঁর ভেসেল 'থুরিয়া'৷ গুরুতর জখম হন কীর্তিচক্র পুরস্কার পাওয়া ৩৯ বছরের এই ভারতীয় জওয়ান৷ দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর আয়োজকদের যোগাযোগ গড়ে তুলতে সক্ষম হন টমি৷ তাঁকে উদ্ধার করতে নেমেছে ওই রেসের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্র ফ্রান্স৷  নৌবাহিনীর ওই জওয়ানকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়াও৷   এই প্রতিযোগিতায় সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে থেকে সমুদ্রপ্রেমীরা অংশগ্রহণ করেন৷ উত্তাল সমুদ্রে পাল তুলে বেরিয়ে পড়েন রোমহর্ষক অভিযানে৷ পয়লা জুলাই থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ  করেছেন ভারতীয় নৌবাহিনীর জওয়ান অভিলাষ টমি৷ তিনিও পাড়ি দেন সমুদ্রে৷ অভিলাষের ভেসেল থুরিয়ার একটি আনুমানিক অবস্থান জানতে পেরেছেন উদ্ধারকারীরা৷ জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার পার্থ থেকে ১৯০০ নটিক্যাল মাইল এবং কন্যাকুমারী থেকে ২৭০০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছেন অভিলাষ৷ প্রবল সামুদ্রিক ঝড়ের সঙ্গে মোকাবিলা করে কোনও র

‌সপ্তম শ্রেণি পাস ২০ লক্ষ মানুষকে ঠকিয়ে তুলেছে ৩০০০ কোটি‍‌!‌

Image
তিন হাজার কোটি টাকার প্রতারণার মূল চক্রান্তকারীকে পাকড়াও করল হায়দরাবাদের সাইবারাবাদ পুলিস। হরিয়ানার হিসার থেকে রাধেশ্যাম নামে ওই ব্যক্তি এবং তার সাগরেদ সুরেন্দর সিং–কে গ্রেপ্তার করেছে পুলিস। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে কমপক্ষে ২০ লক্ষ মানুষকে প্রতারণার অভিযোগ রয়েছে। সাইবারাবাদের পুলিস কমিশনার ভিসি সজ্জনার জানালেন, সপ্তম শ্রেণির পর আর পড়েনি রাধেশ্যাম। তিন বছর আগে সে এবং তার কয়েকজন সঙ্গী মিলে ফিউচার মেকার লাইফ কেয়ার গ্লোবাল মার্কেটিং প্রাইভেট লিমিটেড নামে একটি অর্থ লগ্নি কোম্পানি খুলেছিল। গ্রাহকদের তারা বলেছিল, ৭৫০০ টাকা দিয়ে কোম্পানিতে লগ্নি করলে দুবছরের মধ্যে ৬০০০০ টাকা ফেরত পাওয়া যাবে। গ্রাহকরা যদি আরও দুজন লগ্নিকারীকে আনতে পারেন তাহলে তাঁরা ৫০০ টাকা কমিশন পাবেন এবং দুবছরে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। রাধেশ্যাম মূলত অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা, হরিয়ানা, দিল্লি, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র এবং ওড়িশার কর্মহীন যুবকযুবতী, গৃহবধূ এবং অবসরপ্রাপ্তদের ঘরে বসে পার্টটাইম রোজগারের কথা বলে তাঁদের জালে ফেলত। প্রথমে উত্তর ভারতে প্রতারণা করে গত তিন মাস আগে হায়দরাবাদে ঘাঁটি গেড়েছিল রাধেশ্যা

এখনই Xiaomi Redmi Note 5 Pro ফোনে MIUI 10 ইনস্টল করবেন কীভাবে?

Image
হাইলাইট Redmi Note 5 Pro ফোনে পৌঁছালো লেটেস্ট MIUI 10 স্টেবেল আপডেট Settings > About phone > System updates >Check for updates থেকে আপডেট হবে Recovery ROM ও fastboot ROM এর মাধ্যমেও লেটেস্ট আপডেট সম্ভব অবশেষে Redmi Note 5 Pro ফোনে পৌঁছালো লেটেস্ট MIUI 10 স্টেবেল আপডেট। এই খবর জানিয়েছে Xiaomi। শিঘ্রই সব Redmi Note 5 Pro ফোনে MIUI 10 Global Stable ROM V10.0.1.0.OEIMIFH ভার্সান পৌঁছে যাবে। নতুন এই আপডেটে যোগ হয়েছে ফুল স্ক্রিন জেসচার, আপডেটেড সিস্টেম অ্যাপ, নতুন ডিজাইনের নোটিফিকেশান প্যানেল আর ন্যাচারাল সাউন্ড সিস্টেম। ওভার দ্য এয়ার (OTA) এর মাধ্যমে 580 MB এই আপডেট ডাউনলোড করা যাবে।  Redmi Note 5 Pro ফোনে এই আপডেট চেক করার জন্য Settings > About phone > System updates > Check for updates  তে গিয়ে দেখে নিতে পারেন। যদিও OTA আপডেট ছাড়াও Recovery ROM ও Fastboot ROM এর মাধ্যমেও লেটেস্ট আপডেট সম্ভব।  উপরের লিঙ্ক থেকে লেটেস্ট MIUI 10 ডাউনলোড করে ফোনে অন্তত 80 শতাংশ চার্জ করুন। এছাড়াও ফোনের সম্পূর্ণ ব্যাক আপ নেওয়ার পরামর্শ  দেওয়া হচ্ছে।  Recovery ROM এর মাধ্যমে Redmi Note 5 Pro ফো

ভারতে Galaxy J4+ আর Galaxy J6+ লঞ্চ করল Samsung: দাম ও স্পেসিফিকেশান

Image
হাইলাইট ভারতে Galaxy J4+ আর Galaxy J6+ ফোন দুটি লঞ্চ করল Samsung Samsung Galaxy J4+ এর দাম 10,990 টাকা Galaxy J6+ এর দাম 15,990 টাকা শনিবার ভারতে Galaxy J4+ আর Galaxy J6+ ফোন দুটি লঞ্চ করল Samsung। এই সপ্তাহেই অন্যান্য দেশে এই দুটি ফোন লঞ্চ লঞ্চ করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই দুটিফোনে রয়েছে 6 ইঞ্চি 18.5:9 ইনফিনিটি ডিসপ্লে আর 3,300 mAh ব্যাটারি। দুটি ফোনেই ব্যবহার হয়েছে Snapdragon 425 চিপসেট। এছাড়া এই দুই ফোনের বাকি স্পেসিফিকেশান অনেকটা আলাদা। এছাড়াও দুটি ফোনেই থাকবে Dolby Atom অডিও টেকনোলজি। 22 টি প্রাদেশিক ভাষা সাপোর্ট করবে এই দুই ফোন। প্রসঙ্গত ভারতে Samsung এর সবথেকে জনপ্রিয় ফোন J সিরিজের ফোনগুলি। ভারতে মোট বিক্রি হওয়া স্মার্টফোনের এক তৃতীয়াংশ Samsung J সিরিজের ফোন। ভারতে Samsung Galaxy J4+ ও Galaxy J6+ এর দাম ভারতে Samsung Galaxy J4+ এর দাম 10,990 টাকা। কালো, নীল ও সোনালি রঙে পাওয়া যাবে এই ফোন। অন্যদিকে Galaxy J6+ এর দাম 15,990 টাকা। নীল, কালো ও লাল রঙে পাওয়া যাবে Samsung Galaxy J6+। অনলাইন স্টোর ও কোম্পানির সব রিটেল আউটলেটে পাওয়া যাবে Samsung Galaxy J4+ আর Galaxy J6+। আগামী 2

নিখোঁজ নাবালিকাকে ধর্ষণ করে খুন, স্কুলের শৌচাগারে মিলল দেহ

Image
স্কুলের শৌচাগার থেকে শনিবার অর্ধনগ্ন অবস্থায় বছর ছয়েকের এক বালিকার দেহ উদ্ধার করল পুলিশ। উত্তরপ্রদেশের গোন্দার একটি স্কুলের ঘটনা। গত বৃহস্পতিবার থেকে সে নিখোঁজ ছিল।  গোন্দার পুলিশসুপার লালা সিং সংবাদ সংস্থাকে এদিন জানান, বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল বলেই প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে। নিশ্চিত হতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হচ্ছে। শনিবার ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে।  নিখোঁজ হওয়ার দু-দিন পরে কেন স্কুল থেকে দেহ উদ্ধার হল? এ প্রশ্নে পুলিশ জানায়, মহরমের কারণে শুক্রবার বসন্তপুর গ্রামের ওই প্রাইমারি স্কুলটি বন্ধ ছিল। শনিবার স্কুল খুললে, শৌচাগারে দেহ পড়ে থাকতে যায়। স্কুল কর্তৃপক্ষ থানায় খবর দিলে, পুলিশ এসে তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই নাবালিকা স্কুলের পড়ুয়া নয়। নিখোঁজ হওয়ার তিন দিন আগে দাদু-ঠাকুমার সঙ্গে সে বসন্তপুরে এক আত্মীয়ের বাড়ি ঘুরতে এসেছিল। মহরমে স্কুল বন্ধ থাকায়, অপরাধীরা স্কুলের শৌচাগারকে তাদের অপকম্মের জন্য ব্যবহার করে। পুলিশের ধারণা, স্থানীয় কেউ বা কারা এর সঙ্গে জড়িত।  পুলিশের এক কর্তা

ফের এক লাফে বাড়ল দাম, পেট্রল-ডিজেলে এবার পুড়বে হাত

Image
মুম্বই: রবিবার ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম৷ দিল্লিতে পেট্রল লিটার প্রতি ১৭ পয়সা বেড়ে ৮২.৬১টাকা হয়েছে এবং ডিজেল লিটার প্রতি ১০ পয়সা বেড়ে ৭৩.৯৭টাকা হয়েছে৷ অন্যদিকে মুম্বিয়ে ৯০-এর দিকে আরও কিছুটা এগিয়ে গেল এই দাম৷ মুম্বিয়ে প্রতি লিটার পেট্রল ৮৯.৯৭টাকা এবং ডিজেল ৭৮.৫৩টাকা হয়েছে৷ শনিবারও একই ছবি দেখা যায় কলকাতা, মুম্বই, দিল্লি-সহ বিভিন্ন জায়গায়৷ এদিনও পেট্রলের দাম বেড়েছিল৷ ডিজেলের মূল্যের ক্ষেত্রেও আসেনি বদল৷ শনিবার পেট্রলের দাম প্রতি লিটারে ১১ পয়সা বেড়েছিল গতকাল৷ ক্রমেই ঊর্ধ্বমুখী পেট্রল, ডিজেলের মূল্যে কপালে চিন্তার ভাঁজ আমজনতার৷ গতকাল এই দাম ছিল, কলকাতায়- পেট্রল লিটার প্রতি ৮৪.২৭ টাকায় দাঁড়িয়েছে৷ ডিজেলের মূল্য লিটার প্রতি ৭৫.৭২ টাকা৷ শুক্রবার মহানগরে পেট্রল পাওয়া গিয়েছিল লিটার প্রতি ৮৪.১৬ টাকায়৷ তবে ডিজেলের দামে কোনও হেরফের হয়নি৷ দিল্লিতে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮২.৪৪ টাকা প্রতি লিটার৷ তবে ডিজেলের দামে কোনও হেরফের না হওয়ায় দাম রয়েছে লিটার প্রতি ৭৩.৮৭ টাকা৷ বানিজ্যনগরী মুম্বইয়ে শনিবার পেট্রলের দাম প্রায় ৯০ টাকার কাছাকাছি৷ লিটার প্রতি ৮৯.৮০ টাকা৷ অন্য

'চাকরি থেকে ইস্তফা দাও, না হলে গুলি খাও', পুলিশকে হুমকি হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর

Image
কাউকে রেয়াত দেওয়া হবে না। কাউকে না। এমনকী, মহিলা পুলিশকর্মীদেরও নয়। এমনই হুঁশিয়ারি দিয়ে রাখল হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠী। উইমেন স্পেশাল পুলিশ অফিসারদের জন্য তাঁরা স্পেশাল মেসেজ ছাড়ল সোশ্যাল মিডিয়ায়। যেখানে লেখা ছিল, ''মহিলা এসপিও এবং মহিলা কনস্টেবলদের বলছি, চাকরি থেকে ইস্তফা দিন, না হলে বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে। আমাদের নিয়ম খুব সোজা-সাপটা। ভারতের সঙ্গে জড়ানো প্রত্যেকের জন্য একই শাস্তি হবে।'' বেশ কয়েকজন সিনিয়র ও উচ্চপদস্থ পুলিশকর্মীর ছবিসহ নামের তালিকা প্রকাশ করেছে হিজবুল গোষ্ঠী। তাঁদের প্রত্যেককে ৪৮ ঘণ্টার মধ্যে চাকরি থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছে তারা। অন্যথায় ফল খুব খারাপ হবে বলেও হুমকি দিয়ে রেখেছে এই জঙ্গি সংগঠন। উর্দুতে দেওয়া এক বার্তায় হিজবুল গোষ্ঠীর তরফে বলা হয়েছে, ''ভাইয়েরা, অবিলম্বে চাকরি থেকে ইস্তফা দিয়ে দাও। ইস্তফা দেওয়ার মুহূর্ত ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো। না হলে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। হেডশট-এর জন্য প্রস্তুত থেকো।'' ভূস্বর্গের তিন পুলিশকর্মী ফিরদৌস আহমেদ কুচে, কুলওয়ান্ত সিং ও নিসার আহমেদ ধোবিকে হত্যা

আইএস হানা সেনা প্যারেডে, নিহত ২৯

Image
দক্ষিণ-পশ্চিম ইরানের আহভাজ় শহরে সেনার কুচকাওয়াজে জঙ্গি হানায় শিশু ও মহিলা-সহ কমপক্ষে ২৯ জনের মৃত্যু হল। জখম ৫৩। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের অনেকের অবস্থাই গুরুতর। মুখপত্র 'আমাক'-এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয়েছে হামলাকারী চার জঙ্গিই। গত বছরেও ইরানের এই অঞ্চলে তেলের পাইপলাইনে হামলা চালিয়েছিল আইএস ও আরবের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো। যদিও শনিবারের ঘটনায় ইরানের বিদেশমন্ত্রী মহম্মদ জাভেদ জ়ারিফ হামলার দায় চাপিয়েছেন পড়শি রাষ্ট্রগুলো ও তাদের 'মাথা আমেরিকার' ঘাড়ে। প্রেসিডেন্ট হাসান রৌহানিও বলেন, ''যারা এই সন্ত্রাসবাদীদের সাহায্য করছে, জবাব তাদের দিতেই হবে।'' ইরাক সীমান্তের কাছে ওই হামলা নিয়ে জাভেদ জ়ারিফ টুইট করেন, ''জঙ্গিদের নিয়োগ থেকে প্রশিক্ষণ দেওয়া এবং তার পর হাতে অস্ত্র তুলে দেওয়ার গোটাটাই করছে বিদেশি শক্তিরা। এদের মাথা আমেরিকা।''  ইরাক সীমান্তে খুজ়েস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলা লেগেই থাকে। ইরান বরাবরই পড়শি দেশগুলোর দিকে আঙুল তুলে এসেছে। এ দিন ইরাক-ইরান যুদ্ধের ৩৮ বছর পূ

‘নিম্ন মেধা’, নাম না করে মোদীকে খোঁচা ইমরানের

Image
সন্ধি প্রস্তাব প্রত্যাখ্যাত হতেই প্রতিদ্বন্দ্বীর উদ্দেশে কড়া বাউন্সার দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নাম না করে সরাসরি আক্রমণ শানালেন নরেন্দ্র মোদীকে। তাঁকে পরোক্ষে 'নিম্ন মেধাসম্পন্ন ব্যক্তি' বলে আখ্যা দিয়ে আজ ইমরানের দাবি, শান্তি আলোচনায় ভারতের নেতিবাচক প্রতিক্রিয়ায় তিনি হতাশ।  এ নিয়ে রাত পর্যন্ত বিদেশ মন্ত্রক কোনও মন্তব্য না করলেও নয়াদিল্লির বৈঠক বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করেছেন সেনাপ্রধান বিপিন রাওয়ত। তিনি বলেন, ''সন্ত্রাস ও আলোচনা এক সঙ্গে চলতে পারে না।'' তাঁর কথায়, ''জঙ্গি ও পাক সেনার বর্বরোচিত হামলার কড়া ভাষায় জবাব দেওয়ার সময় এসে গিয়েছে।''  গত কালই আলোচনা বাতিল করার সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখা করেছিলেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তাঁর বক্তব্য, ''শান্তির প্রশ্নে ভারত ফের একটি সুযোগ নষ্ট করল।'' আজ নয়াদিল্লিকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানান ইমরান। টুইটে তিনি বলেন, ''শান্তি প্রক্রিয়া চেয়ে আমার আবেদনের নিরিখে ভারতের উদ্ধত ও নেতিবাচক জবাবে আশাহত। যা হোক, আমি গোটা জীবনে উঁচু পদে বসে থাকা অনেক ন

বাবা না দাদা! টাকা নিয়ে জট

Image
আর্থিক সাহায্যের পরিমাণ বাড়তে বাড়তে ৫৭ লক্ষ! কিন্তু প্রশ্ন উঠছে, সেই টাকাটা পাবে কে?  দিল্লিতে নালা সাফ করতে গিয়ে গত সপ্তাহে মারা যান সাফাইকর্মী অনিল। শ্মশানে অনিলকে 'বাবা' বলে জড়িয়ে কাঁদতে দেখা যায় এক বালককে। সেই ছবি ছড়িয়ে পড়ে নেটে। একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও অর্থ সংগ্রহকারী সংস্থা এগিয়ে আসে গৌরব নামে হতদরিদ্র ওই বালকের সাহায্যে। তিন-চার দিনেই উঠে আসে ৫৭ লক্ষ টাকা। এখন সমস্যা হল টাকা নেবে কে? কারণ গৌরব যাঁকে 'বাবা' বলে ডেকেছিল, তিনি আসলে ছেলেটির মাসতুতো দাদা! আর রানি বলে যে মহিলা প্রথমে অনিলের হবু স্ত্রী বলে নিজের পরিচয় দিচ্ছিলেন, পরে জানা যায়, তিনি আসলে অনিলের মাসি এবং গৌরব তাঁর প্রথম পক্ষের ছেলে। গত তিন বছর ধরে রানি ও অনিল একসঙ্গে থাকতেন। তাই অনিলকেই বাবা বলত গৌরব। প্রশ্ন হচ্ছে, বিয়ে না করে একসঙ্গে থাকা সঙ্গী কি ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী? যদি সেটা হয়, তা হলে রানি টাকা পাবেন। কিন্তু সমস্যা হল, নেটিজেনরা টাকা দিয়েছেন গৌরবকে দেখে। সুতরাং মাসতুতো দাদার উত্তরাধিকারী কি গৌরব হতে পারে— সেই ধোঁয়াশা থেকেই যাচ্ছে। রানির দাবি, তাঁরা ক'দিন বাদেই আদালতে গিয়ে বিয়ে করতেন। আর

ধর্ষণ করে মার, দেগঙ্গার রাস্তায় উদ্ধার অচৈতন্য জখম মহিলা

Image
দিন কয়েক ধরেই বারাসত-টাকি রোডে ঘুরে বেড়াচ্ছিলেন মধ্যবয়সী এক মহিলা। কী নাম, কোথায় বাড়ি, কোনও প্রশ্নেরই জবাব দিচ্ছিলেন না। শনিবার সকালে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার কলসুর এলাকায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে তাঁর মাথায়। পুলিশ তাঁর ডাক্তারি পরীক্ষাও করিয়েছে। আজ, রবিবার বারাসত আদালতে তাঁর গোপন জবানবন্দি নেওয়া হবে। এ দিকে, ওই মহিলাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। ধৃতের নাম বাবর আলি। উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ''প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই মহিলাকে মারধর এবং ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় এক জনকে ধরা হয়েছে। তদন্ত চলছে।'' স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভবঘুরে ওই মহিলা কয়েক দিন ধরেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। গত দু'দিন ধরে তাঁকে কলসুর শেখের মোড় এলাকায় দেখা যাচ্ছিল। স্থানীয় ব্যবসায়ীরাই তাঁকে খাবার দিতেন। এ দিন তাঁরা জানা

বিজেপির বন্‌ধ ব্যর্থ হবেই, দাবি মমতার

Image
কথা ছিল নবান্ন অভিযান। বদলে হল বন্‌ধ। ইসলামপুর-কাণ্ডের প্রতিবাদে বুধবার, ২৬ সেপ্টেম্বর, ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের ডাক দিল বিজেপি। শনিবার কলকাতা থেকে বিজেপির বন্‌ধ ঘোষণার খবর পেয়েই ইতালির মিলানে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, প্রশাসন বন্‌ধ হতে দেবে না। সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, ''বিজেপি-আরএসএস-এর প্ররোচনায় পা দেবেন না। ওরা আগুন নিয়ে খেলছে। শান্তিপূর্ণ ভাবে বন্‌ধের মোকাবিলা করুন।'' মুখ্যমন্ত্রী রাজ্যে অনুপস্থিতি কালীন তাঁর তৈরি করে দেওয়া মন্ত্রিগোষ্ঠীর প্রধান পার্থ চট্টোপাধ্যায় এ দিন জানান, বন্‌ধ মোকাবিলায় আজ, রবিবার তৃণমূল ভবনে মন্ত্রিগোষ্ঠী এবং সমস্ত পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। বিজেপির ডাকা বন্‌ধ নিয়ে আপত্তি তুলেছে সিপিএমও। বন্‌ধের পাশে নেই কংগ্রেসও। তবে তারা কেউই সক্রিয় বিরোধিতায় পথে নামবে, এমন এ দিন বলেনি। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, ''বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল যা করছে, দেশ জুড়ে বিজেপি ঠিক সেই একই কাজ করছে। ওদের বন্‌ধ ডাকার অধিকার নেই।'' একই সঙ্গে সুজনবাবু জ

অস্কারের দৌড়ে রীমা দাসের ছবি ‘ভিলেজ রকস্টার্স’

Image
রীমা দাসের ছবি 'ভিলেজ রকস্টার্স'-কে অস্কারে দেশের প্রতিনিধিত্ব করার জন্য বেছে নিল 'ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া'। ৬৫তম জাতীয় চলচ্চিত্র উৎসবে 'স্বর্ণকমল' পাওয়া ভিলেজ রকস্টার্স এর আগে দেশ-বিদেশে বেশ কিছু পুরস্কারে সম্মানিত হয়েছে। অস্কারের দৌড়ে এই প্রথম অসম তথা উত্তর-পূর্ব ভারতের কোনও ছবি জায়গা করে নিল। খবর পেয়ে চোখে জল রীমার। বললেন, ''ভাবতেও পারিনি, গ্রামের ছেলেমেয়েদের নিয়ে নামমাত্র খরচে তৈরি ছবিটা এমন স্বপ্নের উড়ানে পৌঁছে যাবে!'' অসমের অভিনেতা আদিল হুসেন অভিনীত নরওয়ের ছবি 'হোয়াট পিপল উইল সে' এ বছরই নরওয়ে থেকে অস্কারের দৌড়ে নির্বাচিত হয়েছে। ওই ছবির পরিচালক পাক বংশদ্ভূত লেখিকা, চিত্রনাট্যকার ইরম হক। অস্কার মনোনয়নের খবর পেয়ে রীমাকে অভিনন্দন জানান অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। রীমার প্রথম ছবি অন্তর্দৃষ্টিও বেশ কিছু পুরস্কার পেয়েছিল। ভিলেজ রকস্টার্সের কেন্দ্রে আছে কিশোরী ধুনু আর তার গানের দল গড়ার গল্প। রীমা ছয়গাঁও এলাকার গ্রামের ছেলেমেয়েদের নিয়ে নিজেই ছবিটির চিত্রগ্রহণ করেন। শুধু সেরা ছবিই নয়, ভিলেজ রকস্টার্সের শব্দগ্রহণের জন্য রীমার ক

বিপদের নাম ট্রাম্প: আমেরিকায় তিন মাসে চাকরি যেতে পারে অনেক ভারতীয়ের

Image
আগামী তিন মাসের মধ্যেই আমেরিকায় চাকরির অধিকার হারাতে পারেন এইচ১বি ভিসাধারীদের স্বামী বা স্ত্রীরা। একটি মার্কিন আদালতে আজ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এইচ৪ ভিসা যাঁদের রয়েছে, তাঁদের 'ওয়ার্ক পারমিট' বা আমেরিকায় চাকরি করা বন্ধ করতে মাস তিনেকের মধ্যেই আইন তৈরি হবে। তা জমা পড়বে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অব বাজেট (ওএমবি)-এ।  এই সিদ্ধান্ত কার্যকর হলে বড়সড় বিপাকে পড়বেন আমেরিকায় কর্মরত ভারতীয়রা। কারণ পরিসংখ্যান বলছে, এইচ১বি ভিসাধারীদের ৯০ শতাংশই ভারতীয় এবং এঁদের একটা বড় অংশই তথ্যপ্রযুক্তি কর্মী, যাঁরা কর্মসূত্রে সপরিবার আমেরিকায় গিয়েছেন। এইচ১বি ভিসাধারীদের জীবনসঙ্গী এবং ২১ বছরের কমবয়সি সন্তানদের এইচ৪ ভিসা দেয় আমেরিকা। এই এইচ৪ ভিসাধারীদেরও ওয়ার্ক পারমিট দিয়েছিল বারাক ওবামা প্রশাসন। এর ফলে মার্কিন শহরে বাড়ি নেওয়ার চড়া খরচের ধাক্কা সামলাতে স্বামী-স্ত্রীর দু'জনের রোজগার কিছুটা সুরাহা দিয়েছিল অনেককেই। কিন্তু ট্রাম্প গোড়া থেকেই বলে এসেছেন, মার্কিনদের চাকরিকেই অগ্রাধিকার দেবেন তিনি। তাই এইচ১বি এবং এইচ৪ ভিসা নীতি আগাগোড়া পর্যালোচনা করবে তাঁর সরকার।  'সেভ জবস ইউএসএ&

ইসলামপুরে দুই ছাত্রের মৃত্যু পুলিশের গুলিতে নয়: মুখ্যমন্ত্রী

Image
ইসলামপুরে দুই ছাত্রের মৃত্যু পুলিশের গুলিতে হয়নি বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক এবং নিহত পড়ুয়াদের পরিবারের পাশে তিনি রয়েছেন বলে জানিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ''আরএসএস এবং বিজেপির প্ররোচনাতেই এই পরিণতি। বাংলায় সাম্প্রদায়িকতার আগুন ছড়াতে দেব না।'' তাঁর প্রশ্ন, শিক্ষক নিয়োগে ছাত্ররা মাথা গলাবে কেন? মোদী সরকারের ব্যর্থতা এবং রাফাল-সহ যাবতীয় কেলেঙ্কারি ঢাকতেই বিজেপি এ সব ঘটাচ্ছে বলে তাঁর অভিযোগ। এ দিকে ইটালিতে মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের পরেই কলকাতায় সরব হয়েছে বিরোধীরা। সকলেরই বক্তব্য, তদন্তের আগে স্বয়ং মুখ্যমন্ত্রী যখন পুলিশকে 'ক্লিনচিট' দিয়ে দিলেন তখন তদন্তের আর কোনও অর্থ হয় না। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ''মুখ্যমন্ত্রীই রায় দিয়ে দিয়েছেন। তার পর তদন্তে কী হবে? তাই আমরা সিবিআই তদন্ত চেয়েছি।'' আরএসএস নেতা জিষ্ণু বসুর চ্যালেঞ্জ, ''রাজ্য ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ প্রমাণ করুক, নইলে ক্ষমা চাইতে হবে।'' প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের কথায়, ''মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পর কার ঘাড়ে ক'টা ম