Posts

Showing posts from October 28, 2018

মা এবং প্রশাসক এই দুই দায়িত্বই সমানভাবে পালন করে দেখালেন ঝাঁসির এই কনস্টেবল

Image
‌কথায় আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। এই প্রবাদটাই সত্যি করে দেখালেন ঝাঁসির এক পুলিস কনস্টেবল অর্চনা জয়ন্ত। টুইটারে তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নিজের ছ'‌মাসের শিশুকে দেখভালের পাশাপাশি অর্চনা নিজের থানার কাজও চালিয়ে যাচ্ছেন। রবিবার সোশ্যাল মিডিয়ায় অর্চনার এই ছবি ভাইরাল হতেই নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়া দিতে শুরু করেন। মহিলা পুলিসদের যাতে আরও ভাল সুযোগ–সুবিধা দেওয়া হয়, তা নিয়েও অনেকে মন্তব্য করেন। এই ছবি ভাইরাল হওয়ার একঘণ্টার মধ্যেই উত্তরপ্রদেশের পুলিস প্রধান টুইট করে জানান যে, পুলিস স্টেশনের মধ্যে শিশুদের দেখভাল করার ব্যবস্থা রাখা হবে। উত্তরপ্রদেশের এক শীর্ষ পুলিস আধিকারিক রাহুল শ্রীবাস্তব ওই মহিলা কনস্টেবলের ছবি টুইটারে পোস্ট করে লেখেন, '‌এই দেখুন মা পুলিস অর্চনা, যিনি ঝাঁসির কোতওয়ালি থানায় কনস্টেবলের কাজ করেন। তিনি তাঁর মায়ের দায়িত্বের পাশাপাশি দপ্তরের কাজও সামলাচ্ছেন। তিনি স্যালুট পাওয়ার যোগ্য।'‌ ছবিতে দেখা গিয়েছে, অর্চনা তাঁর ছ'‌মাসের কন্যা সন্তান অনিকাকে ডেস্কে ঘুম পাড়িয়ে রেখেছেন এবং পুলিস স্টেশনের কাজ করছেন। তাঁর উর্ধ্বতন আধিকারিক অর্চনার এই দুই রূ

শিঘ্রই সারা দেশে মোট 100 শহরে ডেলিভারি শুরু করবে Foodpanda

Image
সারা দেশে আরও 30 টি শহরে খাবার ডেলিভারি শুরু হবে। শুক্রবার এই কথা জানিয়েছে ফুড ডেলিভারি সার্ভিস Foodpanda। এর ফলে সারা দেশে মোট 50 টি শহরে শুরু হয়ে যাবে Foodpanda –র ফুড ডেলিভারি সার্ভিস। কোম্পানি জানিয়েছে শিঘ্রই সারা দেশে 100 টি শহরে শুরু হবে Foodpanda –র সার্ভিস। "ইতিমধ্যেই, গুজরাট, মধ্যে প্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, উত্তর প্রদেশে একাধিক শহরে শুরু হয়েছে Foodpanda –র সার্ভিস। এর শহরগুলি হল অমৃতসর, ঔরঙ্গাবাদ, এলাহাবাদ, ভোপাল, দেরাদুন, যোঝপুর, জলন্ধর কোটা, লুধিয়ানা, সুরাত, উদয়পুর, বরোদা আর বারানসী।" এক বিবৃতিতে জানিয়েছে Foodpanda। নভেম্বর মাসের শেষে সারা দেশে 100 টি শহরে Foodpanda সার্ভিস শুরু হয়ে যাবে। এখন সারা ভারতে 50টি শহরে মোট 1,25,000 কর্মী খাবার পৌঁছে দেওয়ার কাজ করবেন। "এখন আমাদের নেটওয়ার্ক সারা দেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শহরগুলিতে পৌঁছে গিয়েছে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।" জানিয়েছে কোম্পানি। সম্প্রতি Ola –র সাথে হাত মিলিয়ে খাবার ডেলিভারি করছে Foodpanda। চন্ডীগড়, ইন্দোর, লখনৌ, জয়পুর ও নাগপুর

কাশ্মীরে সক্রিয় জইশের ৪ প্রশিক্ষণপ্রাপ্ত স্নাইপার, সতর্ক বাহিনী

Image
জম্মু-কাশ্মীরে মোতায়েন সেনা আধিকারিকদের কপালে নতুন চিন্তার ভাঁজ। পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠনে যুক্ত হয়েছে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত চার স্নাইপার বন্দুকধারী সন্ত্রাসবাদী। গত সেপ্টেম্বর মাস থেকে জইশ-ই-মহম্মদ (JeM)-এ যুক্ত এই চার স্নাইপার সন্ত্রাসবাদী বেশ চিন্তায় ফেলেছে ভূস্বর্গের নিরাপত্তা আধিকারিকদের।  গোয়েন্দা সূত্রে খবর গত ১৮ সেপ্টেম্বর পুলওয়ামায় এই চার স্নাইপার বন্দুকধারী সন্ত্রাসবাদী ঢুকেছে। মোট দুটি দল ঢুকেছে। যাতে আছে দুজন করে স্নাইপার বন্দুকধারী। যাদের ওপার থেকে মদত যোগাচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসএই। একইসঙ্গে সন্ত্রাসবাদীদের সঙ্গে রয়েছে M-4 কারবাইনের মত উন্নত বন্দুক। যা আফগানিস্তানে মোতায়েন মার্কিন যৌথ বাহিনী ব্যবহার করে। গোয়েন্দাদের অনুমান এই অস্ত্রগুলি হয়তো আফগানিস্তান থেকেই জেইএম-কে সরবরাহ করছে তালিবান সন্ত্রাসবাদী গোষ্ঠী। পাশাপাশি এতে মদত রয়েছে পাকিস্তানি সেনারও। শুধু স্নাইপার বন্দুক, এম-ফোর কারবাইনেই আটকে নেই জেইএম সন্ত্রাসবাদীরা। তাদের হাতে এসেছে নাইট ভিশন বাইনোকুলার। যা স্নাইপারেও কাজ করে। রয়েছে আরও উন্নতমানের মাবাইল ফোন। নতুন এই স্নাইপার বন্দুক দিয়ে খুব সহজেই ৫০০ থেকে ৬০

রেলের হাতে এবার শক্তিশালী হাইস্পিড ইঞ্জিন, এক ধাক্কায় বাড়বে রাজধানী-শতাব্দীর গতি!

Image
বুলেট ট্রেন বা স্পেনের হাইস্পিড ট্রেন আসার আগেই দেশিয় প্রযুক্তিতে শক্তিশালী ইঞ্জিন তৈরি করে ফেলল ভারত। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ওই ইঞ্জিন তৈরি করেছে। ইঞ্জিনটির নামকরণ এখনও হয়নি তবে জানা যাচ্ছে ওই ইঞ্জিনের গতি হবে সর্বোচ্চ ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। চালকের নিরাপত্তা ও সাচ্ছন্দের কথা মাথায় রেখে ইঞ্জিনটির ডিজাইন করা হয়েছে। নতুন এই শক্তিশালী ইঞ্জিনের একটি ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে গাজিয়াবাদে। কোনও কোনও মহল থেকে মনে করা হচ্ছে নতুন এই ইঞ্জিন ব্যবহার করা হতে পারে রাজধানী, শতাব্দী ও গতিমান এক্সপ্রেসে। এর ফলে সফরের সময় এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। রেল মন্ত্রক দেশে যাতায়াতকারী ট্রেনগুলির গড় গতি বাড়ানোর ব্যাপারে জোর দিয়েছে। চিত্তরঞ্জনে তৈরি এই ইঞ্জিন সেখানে কাজ দেবে। এই ইঞ্জিনে গিয়ার রেসিও বাড়ানো হয়েছে। সঙ্গে জেনারেটর করা হয়েছে ৫৪০০ হর্স পাওয়ার। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের জনসংযোগ আধিকারিক মান্তার সিং সংবাদমাধ্যমে জানিয়েছেন, একেবারে আধুনিক ডিজাইন করা হয়েছে এই ইঞ্জিনে। ২০০ কিলোমিটারের মতো উচ্চগতিতেও ট্রেনের মধ্যে কম্পন কম খুই কম হবে। চালকের কেবিন আরও উন্নত করা হয়েছে।

জম্মু–কাশ্মীরে জঙ্গিরা ব্যবহার করছে স্নাইপার রাইফেল সহ–নাইট ভিশন গ্লাস, উদ্বিগ্ন প্রশাসন

Image
জঙ্গি কার্যকলাপের সঙ্গে কাশ্মীরে ব্যবহার হচ্ছে স্নাইপার অ্যাটাক। অবৈধ অনুপ্রবেশ, অতর্কিতে হামলার পর এবার যোগ হয়েছে স্নাইপার অ্যাটাক। স্নাইপার রাইফেলের সাহায্য দূর থেকেই হামলা চালাচ্ছে জঙ্গিরা। শনিবারই নওগাঁওয়ে এক পাওয়ার গ্রিড পাহারা দেওয়ার সময় স্নাইপারের গুলিতে রাজেন্দ্র প্রসাদ নামে এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর নিহত হয়েছেন। শনিবার রাত ১ টা নাগাদ পাহারা দেওয়ার সময় তাঁর মুখে এসে লাগে গুলি। এই ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে পুলিস এবং সেনাবাহিনীর কপালে। পরিস্থিতি এমনই জটিল যে কাশ্মীরের আইজি পি পাণি কীভাবে এই হামলা রোখা যায় সে বিষয়ে কিছু গাইডলাইনও পাঠিয়েছেন পুলিস কর্তাদের কাছে। বিভিন্ন পুলিস স্টেশন ও ব্যারাকে ইতিমধ্যেই সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, বেশ কয়েকবার দক্ষিণ কাশ্মীরে স্নাইপার হামলা করেছে জঙ্গিরা। তার আগে ১৮ অক্টোবর পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্পে স্নাইপার হামলায় দুই জওয়ান আহত হয়েছেন। ২১ অক্টোবর ট্রালে স্নাইপার হামলায় এক সীমা সুরক্ষা বলের জওয়ান নিহত হয়েছেন। ২৫ অক্টোবর ট্রালেই ফের স্নাইপার হামলায় আরও এক সেনা জওয়ান নিহত হন। নির্দেশিকায় আরও বলা হয়েছে, এই নতুন ধরণ

পিটস্‌বার্গে সিনাগগে গুলিবর্ষণ বন্দুকবাজের, মৃত ১১, জখম ৬, ধৃত আততায়ী

Image
ফের গুলি চালিয়ে হত্যা আমেরিকায়। স্থানীয় সময় শনিবার সকাল পৌনে ১০টা নাগাদ পিটস্‌বার্গের ট্রি অফ লাইফ সিনাগগে প্রার্থনারত ইহুদিদের উপর এলোপাথাড়ি গুলি চালাল এক বন্দুকবাজ। মৃত্যু হয়েছে ১১ জনের। গুরুতর জখম আরও ৬ জন। পিটস্‌বার্গের পাবলিক সেফটি বিরেক্টর ওয়েন্ডেল হিসরাইখ একথা জানিয়ে বলেছেন, জখমদের মধ্যে চারজন পুলিসকর্মী, যাঁরা গুলিচালনার শব্দ শুনেই ঘটনাস্থলে গিয়েছিলেন। হিসরাইখ আরও বলেছেন, রবার্ট বাওয়ার্স নামে ৪৬ বছরের আততায়ীকে গ্রেপ্তার করেছে পুলিস। সে স্থানীয় বাসিন্দা। পুলিসের গুলিতে সেও গুরুতর জখম হয়েছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আপাতত তার অবস্থা স্থিতিশীল। প্রত্যক্ষদর্শীরা পুলিসকে জানিয়েছেন, সিনাগগে সেসময় প্রার্থনা চলছিল। সেখানে পৌঁছে প্রথমে উপস্থিত ইহুদিদের লক্ষ্য করে বিদ্বেষমূলক কটূক্তি করে রবার্ট। তারপরই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গেলে তাদের লক্ষ্য করেও গুলি চালায় রবার্ট। টানা ২০ মিনিট ধরে গুলি চালায় আততায়ী। পুলিসও পাল্টা গুলি চালালে জখম হয়ে লুটিয়ে পড়ে রবার্ট। তারপরই তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যায় পুলিস। আততায়ী রবার্টের বিরুদ্ধে অন্য ধর্মে বিশ্ব

১২০টা সেঞ্চুরি করতেই হবে, বিরাটকে টার্গেট বেঁধে দিলেন শোয়েব

Image
বিরাট-টার্গেট! ১২০ সেঞ্চুরি করতে হবে। ভারত অধিনায়ক বিরাট কোহালিকে নতুন টার্গেট বেঁধে দিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। ক্রিকেটের ইতিহাসে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন সচিন তেন্ডুলকর। ১০০ সেঞ্চুরি রয়েছে লিটল চ্যাম্পিয়নের। কোহালি তা টপকে যেতে পারেন বলে মনে করছেন শোয়েব। পুণেয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে বিরাট শতরান করার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'। সেখানে শোয়েব  লিখেছেন, "গুয়াহাটি, বিশাখাপত্তনম, পুণে। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টানা তিন সেঞ্চুরি করে ফেলল কোহালি। কী দুর্দান্ত রান-মেশিন ও। এ ভাবেই চালিয়ে যাও। তোমার জন্য ১২০ সেঞ্চুরির টার্গেট রাখলাম।" এখন টেস্ট এবং ওয়ানডে ফরম্যাচ মিলিয়ে কোহালির রয়েছে ৬২ শতরান। এর মধ্যে টেস্টে রয়েছে ২৪ সেঞ্চুরি। একদিনের ক্রিকেটে রয়েছে বাকি ৩৮ সেঞ্চুরি। কেরিয়ারে মোট সেঞ্চুরির তালিকায় বিরাট এখন জাক কালিসের সঙ্গে যুগ্মভাবে রয়েছেন চারে। কালিসেরও রয়েছে ৬২ সেঞ্চুরি। বিরাটের আগে সচিন ছা়ড়া রয়েছেন শুধু রিকি পন্টিং (৭১ সেঞ্চুরি) ও কুমার সঙ্গাকারা (৬৩ সেঞ্চুরি)। এ

অ্যামাজন-ফ্লিপকার্টে দেদার বিকোচ্ছে ‘নকল’ প্রসাধনী! নোটিস ধরাল ডিসিজিআই

Image
উৎসবের মরশুমে ই-কমার্স সাইটগুলিতে ছাড়ের ছড়াছড়ি। রীতিমতো প্রতিযোগিতা চলছে অনলাইন শপিংয়ের এই  সংস্থাগুলির মধ্যে। কিন্তু সস্তায় অনলাইনে কেনাকাটা করতে গিয়ে ভেজাল জিনিস কিনছেন না তো? এমনই প্রশ্ন তুলে দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। অ্যামাজন এবং ফ্লিপকার্টে দেদার নকল এবং ভেজাল প্রসাধনী সামগ্রী বিক্রি হচ্ছে বলে সম্প্রতি দুই ই-কমার্স জায়ান্টকে নোটিস ধরিয়েছে ডিসিজিআই। দশ দিনের মধ্যে জবাব না দিলে আইনি বব্যস্থা নেওয়া হবে বলে দুই সংস্থাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গত ৫ এবং ৬ অক্টোবর দেশের প্রান্তে দুই সংস্থার বেশ কয়েকটি প্যাকেজিং হাবে হানা দেন ড্রাগ ইন্সপেক্টররা। বাজেয়াপ্ত করা হয় প্রায় চার কোটি টাকার ভেজাল ও নকল প্রসাধন সামগ্রী। তার মধ্যে রয়েছে বিদেশি সামগ্রী, যেগুলির আমদানির পর্যাপ্ত নথি নেই। উদ্ধার হয়েছে এমন সামগ্রী, যেগুলি স্থানীয় ভাবে তৈরি করে সাঁটিয়ে দেওয়া হয়েছে নামি সংস্থার লেবেল। আবার অনেক সামগ্রী সম্পর্কে অভিযোগ, সেগুলি ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এর নির্দেশিকা মেনে তৈরি হয়নি। এর পরই দুই সংস্থাকে নোটিস ধরিয়েছে জিসিজিআই। সংস্থার আধিকারিক এ এশ্বরা রে

চাঁদের মাটিতে নামতে তৈরি ল্যান্ডার বিক্রম, তামিলনাড়ুতে পরীক্ষা শেষে জানাল ইসরো

Image
কলকাতা: চন্দ্রায়ন-২ যাতে সফল হয় তার জন্য এখন চলছে নানাবিধ পরীক্ষা। শুক্রবার 'চাঁদের পৃষ্ঠে যান নামানো'র পরীক্ষা সফলভাবে করল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে সফলভাবে এই পরীক্ষা করলেন ইসরোর বিজ্ঞানীরা। প্রসঙ্গত, ২০০৮ সালের অক্টোবর মাসে চাঁদের কক্ষপথে চন্দ্রায়ন-১ সফলভাবে পাঠিয়েছিল ইসরো। ভারতীয় সেই মহাকাশযানই প্রথম চন্দ্রপৃষ্ঠের একাংশে বরফাকৃতিতে জলের অস্তিত্ব রয়েছে বলে তথ্য দিয়েছিল। পরবর্তী সময়ে নাসাও সেই তথ্যে সীলমোহর দেয়। চন্দ্রায়ন-১'র সফল অভিযানের পরই ফের চাঁদে মহাকাশযান পাঠানোর উদ্যোগ শুরু করে দেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা। চন্দ্রায়ন-২ প্রকল্পে এবার আর কক্ষপথে মহাকাশযান নয়, একেবারে চন্দ্রপৃষ্ঠে যান নামানোর সিদ্ধান্ত নেন বিজ্ঞানীরা। সেই লক্ষ্যেই শুক্রবার তামিলনাড়ুর মহেন্দ্রগিরির সমুদ্র উপকূলবর্তী এলাকায় ইসরোর প্রোপালশন কমপ্লেক্সে সফলভাবে চন্দ্রপৃষ্ঠে মহাকাশযান নামানোর পরীক্ষা করলেন ভারতীয় বিজ্ঞানীরা। চন্দ্রপৃষ্ঠের প্রায় ১০০ মিটার উচ্চতা থেকে চন্দ্রায়ন-২'র ল্যান্ডারটি চাঁদের বুকে নামানো হবে। যাতে সেটি নামার সময় কোনও সমস্যা না হয় এ

জঙ্গলে নিয়ে গিয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ, লালগোলায় গ্রেপ্তার প্রেমিক ও তার বন্ধু

Image
লালবাগ: বেড়াতে যাওয়ার নাম করে দশম শ্রেণীর ছাত্রীকে মুর্শিদাবাদের লালগোলায় জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল প্রেমিক সহ চারজনের বিরুদ্ধে। ছাত্রীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিস প্রেমিক সহ দু'জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত আরও দু'জন পলাতক বলে পুলিস জানিয়েছে। তাদের খোঁজে পুলিস তল্লাশি শুরু করেছে। নির্যাতিতা ছাত্রীর পরিবারের পক্ষ থেকে চার অভিযুক্তের ফাঁসির দাবি জানানো হয়েছে। নির্যাতিতা ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। পুলিস ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, লালগোলা থানার পণ্ডিতপুরের ওই ছাত্রীর সঙ্গে ওই গ্রামের আকাশ শেখের প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেমিকের মোটরবাইকে চেপে এলাকার একটি পার্কে ঘুরতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু, আকাশ তার প্রেমিকাকে পার্কে না গিয়ে সাত কিলোমিটার দূরে লালগোলা রাজবাড়ির পিছনে গভীর জঙ্গলে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল আকাশের তিন বন্ধু। জঙ্গলে তিনজনকে দাঁড়িয়ে থাকতে দেখে ছাত্রীটি পালানোর চেষ্টা করে। কিন্তু, তাকে আকাশ ও তার বন্ধুরা ধরে ফেলে। তারা জোর করে জঙ্গলের মধ

এজেন্টের তৎকাল টিকিট বৈধ নয়, জানাল আইআরসিটিসি

Image
কোনও এজেন্টের কাছ থেকে তৎকাল টিকিট কাটলে, তা বৈধ বলে গ্রহীত হবে না। একাধিক অভিযোগ সামনে আসার পর স্পষ্ট ভাষায় জানিয়ে দিল আইআরসিটিসি। 'রেড চিলি'- নামে একটি ওয়েবসাইট তৈরি করে তৎকাল টিকিট প্রতারণার বড়সড় চক্রের হদিশ পেয়েছে রেল। চলছে তারই তদন্ত। তৎকাল টিকিটে বেশ কিছুদিন ধরেই প্রতারণা চলছে, এমন অভিযোগ রেলের খাতায় জমা পড়েছে। কোটি কোটি টাকা রেলকে ক্ষতির সন্মুখীনও হতে হয়েছে। এরই মধ্যে 'রেড চিলি' নামে একটি ওয়েবসাইটের বিরুদ্ধে বহুবিধ অভিযোগ জমা পড়েছে। জানা গিয়েছে, 'রেড চিলি'-র ওয়েবসাইট থেকে তৎকাল টিকিট পাওয়া যেত। টিকিট হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করতে হত পেটিএম মারফত। কিন্তু রেলের বক্তব্য, এই পদ্ধতিতে তৎকালের টিকিট বিক্রি করা যায় না। 'রেড চিলি'-র বিষয়ে বিস্তারিত খোঁজখবর শুরু করেছে আইআরসিটিসি। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কীভাবে 'রেল চিলি' ওয়েবসাইট তৈরি করল, কত টিকিট বিক্রি হত, কারা এই কারবার করত, তার বিস্তারিত খোঁজখবর শুরু হয়েছে। আইআরসিটিসির পূর্বাঞ্চলের গ্রুপ জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র জানিয়েছেন, "আইআরসিটিসির এজেন্টের

বিবস্ত্র অবস্থায় আমবাগান থেকে উদ্ধার, ‘বন্ধু’কে বিশ্বাসের মাশুল দিল মুর্শিদাবাদের ছাত্রী

Image
প্রতিবেশী যুবক আর তার এক বন্ধু এসে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল কিশোরীকে। এরপর 'বন্ধু'কে বিশ্বাসের চরম খেসারত দিতে হল তাকে। দশম শ্রেণির ওই ছাত্রীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হল আমবাগান থেকে। 'গণধর্ষণে'র পর তাকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। তার আর্ত চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে মুর্শিদাবাদের লালগোলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল প্রতিবেশী আকাশ শেখ ও তার এক বন্ধু। এরপর ওই কিশোরীকে স্থানীয় এক আমবাগানে নিয়ে যায় তারা। অভিযোগ, নির্জন আমবাগানের মধ্যে ছাত্রীর উপর যৌন নিপীড়ন চালায় অভিযুক্ত আকাশ ও তার বন্ধুরা। কিশোরী বাধা দেওয়ার চেষ্টা করলে, তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী তাকে খুনের চেষ্টাও করা হয়। ওই ছাত্রী কোনওরকমে তাদের হাত ছাড়িয়ে পালিয়ে আসার চেষ্টা করে। ছাত্রীর আর্ত চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। বেগতিক বুঝে পালিয়ে যায় অভিযুক্তরা। ছাত্রীটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিগৃহীতা ছাত্রীকে প্রথমে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়

মায়ের ‘প্রেমিক’ গভীর রাতে বাড়িতে! ‘অবৈধ প্রেমে’র শাস্তি নিজের হাতে দিলেন ছেলে

Image
মায়ের অবৈধ সম্পর্ক ফাঁস হতেই অগ্নিশর্মা হয়ে উঠল ছেলে। নিজের হাতেই দিল শাস্তি। মায়ের প্রেমিককে নৃশংসভাবে খুন করল সে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটল শিলিগুড়ির খড়িবাড়িতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দীনবন্ধু বর্মন। এই ঘটনায় খড়িবাড়ি থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত যুবককে। শুক্রবার গভীর রাতে দীনবন্ধু মদ্যপ অবস্থায় মনিকার বাড়িতে যায়। তার খানিক পরেই দুজনের মধ্যে শুরু হয় বচসা। তখন মনিকা টুডুকে কুঠার দিয়ে কাটতে যায় দীনবন্ধু। সেইসময় এসে পড়ে মনিকাদেবীর ছেলে শুকলাল। দীনবন্ধু ও মনিকার কথা কাটাকাটি শুনে তার কাছে প্রকাশ হয়ে যায় মায়ের অবৈধ সম্পর্কের কথা। দীনবন্ধু মনিকাদেবীকে মারতে উদ্যত হতেই তার হাতে কুঠার কেড়ে এলোপাথাড়ি কোপাতে থাকে শুকলাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীনবন্ধুর। এই হত্যাকাণ্ডের পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে অভিযুক্ত শুকলাল টুডুকে। পুলিশ তদন্ত নেমে জানতে পেরেছে, দীনবন্ধুর সঙ্গে মনিকার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্প্রতি উভয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তা নিয়েই কথা কাটাকাটি শুরু হয়। প্রতিহিংসা পরায়ন হয়েই দীনবন্ধু গ

স্ত্রী এসেছিলেন দেখা করতে, তারপরই কোয়ার্টারে যে অবস্থায় পুলিসকর্তা দেখলেন প্রতিবেশীরা

Image
বিয়ের পর থেকে একদিনও স্বামীর সঙ্গে থাকেননি স্ত্রী। কিন্তু ঘটনার দিনই পুলিস কোয়ার্টারে স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।  তারপরই মহিলার চিত্কার শুনতে পান প্রতিবেশীরা। ঘরে ঢুকে এএসআইকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন তাঁরা। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে যতক্ষণে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা, সেই ফাঁকেই কোয়ার্টার থেকে চম্পট দেন তাঁর স্ত্রী। বারাকপুর  লাটবাগানে  এএসআই-এর এর  রহস্যমৃত্যুতে স্ত্রীর ভূমিকা নিয়ে রহস্য দানা বাঁধছে। কেন তিনি পালাতে গেলেন?  তা নিয়েই ধন্দে পুলিস। তাঁকে  ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিস। বারাকপুরের লাটবাগানের পুলিস কোয়ার্টারে একাই থাকতেন বছর আটান্নর সুব্রত বোস।  তিনি ক্যানিংয়ে ট্রাফিক এএসআই পদে কর্মরত ছিলেন। তদন্তে জানা গিয়েছে, বিয়ের পর থেকে একদিনও তাঁর স্ত্রী সঙ্গে থাকেননি। শনিবার পুলিস কোয়ার্টারেই স্ত্রীর তাঁর সঙ্গে দেখা করতে যান। প্রতিবেশীরা জানিয়েছেন, শনিবার রাত ৮টা নাগাদ মহিলার চিত্কার শুনতে পান তিনি। তারপরই ছুটে গিয়ে দেখেন সুব্রত বোসের নাক-মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তাঁকে উদ্ধার করে বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘো

বিশ্রাম নয়, বাদই দেওয়া হল মহেন্দ্র সিং ধোনিকে

Image
টি ২০ সম্রাট এবার বাদ বিশ্রাম নয়, টি ২০ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। নির্বাচকরা ২০২০-র টি ২০ বিশ্বকাপের আগে অন্যদের সুযোগ দিতে চান। সূত্র মারফৎ এ খবর জানা গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে টিম ম্যানেজমেন্টের মাধ্যমে সিদ্ধান্তের কথা ধোনিকে জানিয়ে দেওয়া হয়েছে। সূত্রটি আর ও জানিয়েছে, নির্বাচকরা অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপের জন্য ধোনিকে ধর্তব্যের মধ্যে আনছেন না, ফলে তাঁকে টি ২০ তে আর সুযোগ দেওয়ারও কোনও মানে দেখছেন না তাঁরা। তবে একদিনের আন্তর্জাতিকে ধোনির ভবিষ্যৎ কী হবে তা বোর্ড এবং নির্বাচকরা ধোনির ওপরেই ছেড়ে দিয়েছেন। বিসিসিআই-এর একটি সূত্র বলেছে, ''নির্বাচনী বৈঠকের আগে নির্বাচকরা ধোনিকে টিম ম্যানেজমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে এবার সামনে তাকানোর সময় এসেছে, ফলে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে তাঁরা জুনিয়র প্লেয়ারদের সুযোগ দিতে চান। সকলেই জানে যে ২০২০ বিশ্বকাপ অবধি ধোনি নিজের কেরিয়ার নাও টানতে পারেন। নির্বাচকরা মনে করেন ভারতীয় বোর্ডের এখন থেকেই ধোনির বদলি খোঁজার চেষ্টা করা উচিত। একদিনের আন্তর্জাতিকে নিজের ভবিষ্যৎ নিয়ে ধোনি কী ভাবছেন 

সিবিআইয়ের পর এ বার রদবলল ইডি-তে, প্রধান পদে ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্তকারী

Image
সিবিআইয়ের পরে এ বার বদল এল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র শীর্ষ স্তরে। সেখানেও ছায়া পড়ল সিবিআইয়ের অন্তর্দ্বন্দ্বের। ইডি প্রধান পদে কার্নাল সিংহের মেয়াদ শেষ হচ্ছে আগামিকাল। আজ এক নির্দেশে নরেন্দ্র মোদী সরকার জানিয়েছে, আপাতত তিন মাসের জন্য ইডি প্রধানের অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছে ১৯৮৪ ব্যাচের আইআরএস সঞ্জয় মিশ্রকে। তাঁকে ইডি-তে প্রধান বিশেষ অধিকর্তার মর্যাদা দেওয়া হয়েছে।  বর্তমানে দিল্লির মুখ্য আয়কর কমিশনারের পদে রয়েছেন সঞ্জয়। রাহুল ও সনিয়া গাঁধীর বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড মামলা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করেছেন তিনি। সরকারি সূত্রে খবর, ইডি প্রধানের পদমর্যাদায় অতিরিক্ত সচিবের সমতুল। সঞ্জয়কে  এখনও অতিরিক্ত সচিবের মর্যাদা দেওয়া হয়নি। সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই তিনি পাকাপাকি ভাবে ইডি প্রধান হিসেবে কাজ করবেন।  প্রায় তিন বছর ইডি প্রধানের পদে ছিলেন ১৯৮৪ ব্যাচের আইপিএস কার্নাল সিংহ। ২০১৬ সালে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইডি প্রধানের কাজ সামলাতে শুরু করেন তিনি। সেই সময়ে তিন মাস করে তিন বার ওই পদে তাঁর মেয়াদ বাড়ানো হয়েছিল। পরে আদালতের নির্দেশে তাঁকে ২০১৬ সালের অক্টোবর থেকে দু&

এক টুকরো সয়াবিন দিয়েই বুঝে যাবেন দুধ ভেজাল কি না!

Image
ভাগাড়ের মাংস নিয়ে তোলপাড়ের দিনগুলো এখনও বেশ টাটকা। ভাগাড়-কাণ্ড ধরা পড়েছে বলে সকলে হইচই করেছেন। 'এতদিন ধরে কী খেলাম রে বাবা!' বলে বিস্মিত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মিম তৈরি করে হাসাহাসি করেছেন, লাইক দিয়েছেন, শেয়ার করেছেন। কিন্তু একটা অতি প্রয়োজনীয় খাবারে প্রতিদিন ভেজাল দেওয়া হচ্ছে, মানুষ খাচ্ছে। অথচ ধরতেও পারছে না। কারণ উপায় জানাটা সাধারণ মানুষের পক্ষে বেশ শক্ত।  খাদ্যটি প্রতিদিন প্রায় প্রতি পরিবারে অতি প্রয়োজনীয়। সেটি দুধ। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে দুধেও মিশছে ভেজাল। তবে দুধে ভেজাল মিশছে বললে ভুল বলা হবে। বরং বলা ভাল, পুরো দুধটাই ভেজাল দিয়ে তৈরি। কী ভাবে তৈরি হয় ভেজাল দুধ? সম্প্রতি তা-ই হাতে কলমে দেখিয়েছে হলদিয়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের খাদ্য প্রযুক্তি বিভাগ এবং 'অ্যাসোসিয়েশন অফ ফুড সায়েন্সটিস্টস অ্যান্ড টেকনোলজিস্টস (ইন্ডিয়া) এর যৌথ উদ্যোগে অক্টোবর মাসে দু'ধাপে খাদ্য সুরক্ষা সচেতনতা শিবির করে দুধে ভেজালের ভয়ঙ্কর দিকটা হাতেকলমে দেখানো হয়। পড়ুয়ারা ভেজাল দুধ তৈরির পদ্ধতি দেখে বিস্মিত হন।  কী ভাবে তৈরি হয় ভেজাল দুধ? তৈরি হয়

‘বিরাট ১০৭, বাকি দশ মিলে ১২৭, অধিনায়ককে দেখেও তো শিখতে পারে!’

Image
৪৩ রানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সেরা অ্যাশলি নার্স অনেক দিন আগে বিরাট কোহালির এক সাংবাদিক বৈঠকের কথা মনে পড়ে যাচ্ছে। যেখানে কোহালি বলেছিলেন, ''এক জন সফল মানুষের জীবন খুব একঘেয়ে হয়ে যায়।'' ভুল কিছু বলেননি ভারত অধিনায়ক। সাফল্যের যে শৃঙ্গে তিনি পৌঁছেছেন, তার জন্য অনেক আত্মত্যাগ করতে হয়েছে কোহালিকে। জীবন হয়ে গিয়েছে রুটিনে বাঁধা। সকালে ওঠো, ব্রেকফাস্ট শেষ করো। তার পরে জিম, ট্রেনিং, লাঞ্চ। ফের ট্রেনিং, ডিনার, ঘুম। কতটা পরিশ্রম করলে, কতটা ফোকাসড থাকলে এই জায়গায় এক জন পৌঁছতে পারে, তা ভাবতেই অবাক লাগে।  যে জন্য দুঃখটা আরও বেশি হচ্ছে। শনিবারেরটা ধরে টানা তিনটে ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করলেন কোহালি। যে রেকর্ড কোনও ভারতীয় ব্যাটসম্যানের নেই। টানা চারটে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড নিজের দখলে রেখেছেন কুমার সঙ্গকারা। কিন্তু কোহালির এই লড়াইয়ের দাম দিতে পারলেন না তাঁর সতীর্থরা।  বিশ্রাম থেকে ফিরে দুরন্ত বল করলেন যশপ্রীত বূমরাও। দশ ওভারে ৩৫ রানে চার উইকেট নিলেন। কিন্তু কিছুই কাজে এল না। পুণেতে তৃতীয় ওয়ান ডে ৪৩ রানে জিতে সিরিজ ১-১ করে দিলেন ক্যারিবিয়ানরা।  অ্যাশলি নার্স ম্যাচের সেরা হলেও ও

শিলিগুড়িতে উদ্ধার ৫৫ কেজি সোনা, গ্রেপ্তার ২

Image
ঠিক এক মাসের মাথায় শিলিগুড়িতে ফের বিপুল পরিমাণ চোরাই সোনা ধরা পড়ল। শুক্রবার রাতে ভুটান থেকে জয়গাঁ হয়ে শিলিগুড়িতে পাচার হওয়ার পথে বর্ধমান রোডের একটি শপিংমলের সামনে থেকে ৫৫ কেজি চোরাই সোনা উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর (ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টিলিজেন্স)। এই নিয়ে গত ৪৮ ঘণ্টায় দিল্লি, শিলিগুড়িসহ দেশের পাঁচ জায়গা থেকে মোট ১০০ কেজি চোরাই সোনা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। এর মূল্য প্রায় ৩৩ কোটি টাকা। ধনতেরাসের আগে সোনার দাম ও চাহিদা তুঙ্গে উঠেছে। দিন দিন সোনার চাহিদা বেড়েই চলেছে। সেই কারণেই সোনা পাচারকারীরা অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। ডিআরআই সূত্রে জানা গিয়েছে, একটি বিলাসবহুল গাড়িতে শিলিগুড়িতে ওই সোনা নিয়ে যাওয়া হচ্ছিল। চালকের আসনের নীচে বিশেষ খাপ করে ওই সোনা পাচার হচ্ছিল। ওই ঘটনায় পাচারকারী দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা সোনায় সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও চীনের ছাপ রয়েছে। গত ২১ সেপ্টেম্বর শিলিগুলির সেভক রোড এলাকা থেকে ২৭ কেজি সোনা সহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়। ধৃতদের শনিবার শিলিগুড়ির অ্যাডিশনাল জুডিসিয়া

বিশ্বে সবচেয়ে বেশি জঙ্গি ঘাঁটি রয়েছে পাকিস্তানেই

Image
পাকিস্তানকে বিশ্বের সবথেকে বিপজ্জনক রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা হল। সেই সঙ্গে বলা হল, সিরিয়ার থেকে অনেক বেশি জঙ্গি পালন করছে পাকিস্তান। অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যাণ্ড স্ট্র্যাটেজিক ফোরসাইট গ্রুপের তৈরি করা একটি রিপোর্টে এই আশঙ্কা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক স্তরের সন্ত্রাস ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই রিপোর্ট তৈরি করেছে। রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানেই সবথেকে বেশি সন্ত্রাসবাদী রয়েছে। রয়েছে সবথেকে বেশি জঙ্গি ঘাঁটিও। সিরিয়ার তুলনায় পাকিস্তানের সন্ত্রাসবাদীরা বিশ্বের পক্ষে অন্তত তিনগুণ বেশি বিপজ্জনক। বস্তুত আইএসআইএসের কথা মাথায় রেখেও ওই অক্সফোর্ড রিপোর্ট বলেছে, আফগান তালিবান এবং লস্কর ই তোইবাই আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে বৃহত্তম বিপদ। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নিরিখে পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুরঘর হিসাবে বর্ণনা করা হয়েছে ওই রিপোর্টে। ইমরান খান নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর অন্য পাকিস্তানের স্বপ্ন দেখিয়েছেন। এবং ভারত সহ আন্তর্জাতিক মহলকে বার্তা দিয়েছেন তিনি শান্তির পক্ষে। ভারতের সঙ্গে তিনি আলোচনা চান এবং ভারতই আলোচনা কিংবা আস্থাবর্ধক বৈঠকে আগ্রহী নয় এরকম

নতুন কী ফিচার যোগ হল PUBG তে? কীভাবে ডাউনলোড করবেন এই আপডেট?

Image
মোবাইল গেমের বাজারে ঝড় তুলেছে PUBG। ছোট থেকে বড় PUBG জ্বরে মেতেছে সব বয়সের খেলোয়াড়রা। PUBG গেমে একসাথে ১০০ জন খেলোয়াড় প্যারাশুটে চেপে প্লেন থেকে নেমে অস্ত্র সংগ্রহ করে যুদ্ধখেত্রে যান। যে খেলোয়াড় শেষ পর্যন্ত বেঁচে থাকবেন তিনি বিজয়ী। বৃহস্পতিবার হাজির হয়েছে নতুন PUBG আপডেট। নতুন এইউ ভার্সানের নাম PUBG মোবাইল ভার্সান ০.৯.০। এই আপডেটে যোগ হয়েছে একাধিক আকর্ষনীয় ফিচার। থাকছে নতুন ম্যাপ। এছাড়াও এবার থেকে PUBG খেলার সময় দিন ও রাত বদল হবে। সেই কারনে আসছে নতুন নাইট ভিশান চশমা। এছাড়াও যোগ হবে একাধিক নতুন অস্ত্র আর একাধিক বাগ ফিক্স। এছাড়াও যোগ হয়েছে নতুন স্পেকটেটার মোড। PUBG আপডেটে যোগ হবে নতুন স্পেকটেটার মোড। এর ফলে কোন খেলোয়াড়ের মৃত্যুর পরেও দর্শক হিসাবে এই গেম দেখতে পাবেন। সামনেই আসছে হলোইন উৎসব। তার ঠিক আগেই এই গেমে যোগ হয়েছে একাধিক নতুন ফিচার। আগে দূর থেকে কোন প্লেয়ার দেখতে পেলে গেমে ল্যাগ আসত। সেই সমস্যার সমাধান হয়েছে PUBG Mobile ভার্সান 0.9.0 আপডেটে। কীভাবে ডাউনলোড করবেন PUBG Mobile 0.9.0 আপডেট? Google Play Store ও Apple App Store থেকে ডাউনলোড করা যাচ্ছে নতুন PUBG Mobile 0.9.0 আপডেট। 1GB থ

বিএড-এর প্রশিক্ষণ নিয়ে প্রাথমিকে শিক্ষকতা করা যাবে না।

Image
ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) প্রশিক্ষণ নিয়ে প্রাথমিকে শিক্ষকতা করা যাবে না। কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিলেও নিয়মটি আপাতত মানছে না রাজ্য সরকার। উচ্চমাধ্যমিকে অন্তত ৫০ শতাংশ নম্বর ও দু'বছরের ডিএলএড প্রশিক্ষণ থাকা প্রার্থীরাই এ রাজ্যে প্রাথমিকের টেট-এ বসতে পারবেন। গত বছর প্রাথমিকে শিক্ষক নিয়োগে আবশ্যিক পরীক্ষা টেট-এর বিজ্ঞপ্তি জারি হয়। চার লক্ষ আবেদন জমা পড়ে। এখনও পরীক্ষার দিন ঘোষণা হয়নি।শনিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, দীপাবলির পর প্রাথমিকে টেট-এর দিন ঘোষণা হতে পারে। অন্যদিকে, বিএড প্রশিক্ষণ থাকলেও প্রাথমিকের টেট-এ বসা যাবে না বলে এদিন জানিয়ে দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। মানিকবাবু জানিয়েছেন,  ইতিমধ্যে ডিএলএড শেষ হয়েছে বা কোর্সে ভর্তি হয়েছেন এমন প্রার্থীরাই শুধুমাত্র প্রাথমিকে টেট-এ বসার আবেদন করতে পারবেন। কয়েক মাস আগে এনসিটিই (ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন) ঘোষণা করে, বিএড থাকলে টেট-এ বসা যাবে। কিন্তু পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য এদিন সাফ জানিয়েছেন,  বিএড থাকা প্রার্থীরা এ রাজ্যে প্রাথমিকের টেট-এ বসতে পারবেন না। তিনি বলেন,  "

চিনি বা নুন নয়, না জেনেই রোজ খেয়ে চলেছি এই বিপজ্জনক সাদা বিষ

Image
সোডিয়াম গ্লুটামেট বা মনোসোডিয়াম গ্লুটামেট হল সবচেয়ে বেশি ব্যবহৃত খাদ্য সংযোজনগুলির মধ্যে অন্যতম। রেস্টুরেন্টগুলিতে পরিবেশিত খাবারে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি। সোডিয়াম গ্লুটামেট স্বাভাবিকভাবেই কিছু খাবারে উপস্থিত থাকে এবং সাধারণত নুন বা চিনির মতোই একটি সাদা স্ফটিক পাউডারের আকারেই উপস্থিত থাকে। যেহেতু মনোসোডিয়াম গ্লুটামেট খাবেরর সুগন্ধ বাড়ায় তাই এটি খাবারের মাংস মাংস স্বাদও বাড়িয়ে তোলে। এটি স্নায়ু কোষের উপর উত্তেজনাপূর্ণ প্রভাব ফেলে যে কারণে আমাদের খিদে বেড়ে যায়। "খুব অল্প পরিমাণে হলে এমএসজি নিরাপদ হতে পারে তবে এটি অ্যালার্জি ঘটাতে পারে বলে অল্প পরিমাণেও ক্ষতিকারক হতে পারে। বড় মাত্রায় ব্যবহার তো অবশ্যই ক্ষতিকারক। উল্লেখযোগ্য যে, প্রসেসড চিপস, প্যাকেজড স্যুপ, টিনজাত খাবারে এই নুন থাকে। কোনও প্যাকেজড অবস্থায় খাবার কেনার আগে খাদ্যের লেবেল পরীক্ষা করতে হবে এবং এমএসজি তালিকাভুক্ত হলে এড়াতে হবে।" বলেন পুষ্টিবিদ পূজা মালহোত্রা। তাঁর মতে, "রাসায়নিকভাবে, প্রাকৃতিক খাবার এবং প্রসেসড খাবারের মধ্যে পাওয়া কোন পার্থক্য নেই। তবুও প্রসেসড খাবারের অন্যান্য উপাদানগুলির কারণে বা বেশ

প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা

Image
দিল্লি : মারা গেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা। গতরাতে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। মদনলাল খুরানা ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দিল্লির BJP সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০০৪ সালে তিনি রাজস্থানের রাজ্যপাল পদে বসেন। ২০০৩ সাল পর্যন্ত মোট এগারোবার তিনি বিধানসভা নির্বাচনে লড়েন। তার মধ্যে দশবারই জেতেন। BJP-র জনপ্রিয় নেতাদের মধ্যে অন্যতম ছিলেন মদনলাল খুরানা।

৩৮ তম শতরান করে নজির বিরাটের

Image
পুনে: প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টানা তিন ম্যাচে শতরানের নজির বিরাট কোহলির৷ গুয়াহাটি, ভাইজাগের পর এবার পুনের মাটিতে তৃতীয় ওয়ান ডে ম্যাচে শতরান হাঁকালেন ভিকে৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম তিন ওয়ান ডে'তে টানা তিনটি শতরান হাঁকিয়ে অচিরেই ফের এক নজির ছুঁয়ে ফেললেন বিরাট৷ টানা তিনিটি ওয়ান ডে'তে শতরান করে ভারত অধিনায়ক এদিন থাবা বসালেন একাধিক ক্রিকেটারের নজিরে। যদিও ওয়ান ডে'তে সর্বাধিক টানা চারটি শতরানের নজির রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কিপার কুমার সঙ্গাকারার৷ তবে মুম্বইয়ে আরও একটি শতরান হাঁকালেই সেই সঙ্গাকারাকেও ছুঁয়ে ফেলবেন বিরাট৷ এর আগে টানা তিনটি শতরান হাঁকানোর কীর্তি রয়েছে দক্ষিণ আফ্রিকার হার্লস গিবস, এ'বি ডিভিলিয়ার্স, কুন্টন ডি'ককের৷ সেই সরণীতেই এবার জুড়ে গেল বিরাটের নাম৷ সেই সঙ্গে তিন নম্বরে ব্যাটিং করে আট হাজার রান হাঁকিয়ে ফেললেন ভিকে৷ ওয়ান ডে ক্রিকেটে তিন নম্বরে ব্যাটিং করা কিংবদন্তিদের মধ্যে রয়েছেন রিকি পন্টিং, কুমার সঙ্গাকারারা৷ তিন নম্বরে ব্যাটিং করে পন্টিংয়ের ঝুলিতে ১২ হাজারের বেশি রান রয়েছে৷ সঙ্গাকারার ঝুলিতে রয়েছে ৯হাজা

সুপার সানডে হকিতে মুখোমুখি ভারত-পাক

Image
মাসকাট: মালয়েশিয়াকে পেনাল্টি শুট আউটে হারিয়ে পাকিস্তান পৌঁছে গিয়েছিল আগেই। জাপানকে হারিয়ে এবার এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। শনিবার মাসকাটে উত্তেজক সেমিফাইনালে জাপানকে ৩-২ গোলে হারিয়ে দুরন্ত জয় তুলে নেয় হরেন্দ্র সিংয়ের ছেলেরা। সেইসঙ্গে ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। গ্রুপ পর্বের ম্যাচে এই জাপানকেই ৯ গোলে হারিয়েছিল মেন ইন ব্লু। তবে শনিবার ওমানের মাটিতে এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপের শেষ চারের লড়াই ততটা সহজ হল না হরমনপ্রীত সিং, ললিত উপাধ্যায়দের জন্য। প্রথম কোয়ার্টারে এদিন গোলের খাতা খুলতে পারেনি কোনও দলই। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই যদিও কাঙ্খিত গোল তুলে নিয়ে ম্যাচে লিড নেয় মনপ্রীত ব্রিগেড। দুরন্ত ফিনিশ করে সেমির লড়াইয়ে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড গুজরান্ত সিং। তবে সেই লিড দীর্ঘস্থায়ী হয়নি। তিন মিনিট বাদেই গোল করে ম্যাচে সমতা ফেরান জাপানের ওয়াকুরি। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলেই। এরপর তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে ফের এগিয়ে যায় ভারত। পেনাল্টি কর্নার থেকে বরুণ কুমারের নেওয়া শট প্রতিহত হয়ে ফিরে এলে ফিরতি শট জালে জড়িয়ে দেন চিংলেনসানা। ম্

ভারতীয় সিরিয়াল, সিনেমার প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা পাকিস্তানে

Image
লাহোর: ভারতীয় সিরিয়াল ও সিনেমা এবার দেখা যাবে না 'নয়া পাকিস্তানে'৷ শনিবার সেদেশের সুপ্রিম কোর্ট এক রায়ে ভারতীয় সিরিয়াল ও সিনেমার প্রদর্শন পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করে৷ পাকিস্তানের প্রধান বিচারপতি সাকিব নাসির এই রায় দেন৷ ডন নিউজ জানিয়েছে, পাকিস্তানের ইউনাইটেড প্রডিউসার অ্যাসোসিয়েশন তরফে একটি মামলা দায়ের করা হয়৷ সেখানে পাক চ্যানেলে বিদেশি সিরিয়াল বা সিনেমা প্রদর্শন নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়৷ রায় দেওয়ার সময় প্রধান বিচারপতি জানান, ভারত যদি বাঁধ নির্মাণে বাধ সাধতে পারে তাহলে কি পাকিস্তান সেদেশের চ্যানেলের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারব না? এরপরই ভারতীয় সিরিয়াল ও সিনেমা পাকিস্তানে প্রদর্শনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন৷ তবে প্রধানবিচারপতি শর্তসাপেক্ষে ভারতীয় সিরিয়াল বা সিনেমা দেখানোর অনুমতি দিয়েছেন৷ সেটি হল, সেই প্রোগ্রামটি অবশ্যই পাকিস্তানে প্রদর্শনে উপযুক্ত হতে হবে৷ এর আগে ২০১৬সালে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি সেখানকার চ্যানেল ও রেডিওতে ভারতীয় সিরিয়াল বা সিনেমা প্রদর্শনের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করে৷ পাল্টা ভারতের কিছু জায়গাতেও পাক

‌রিলায়েন্সের কাছে বকেয়া আদায় করতে আদালতের দ্বারস্থ ২৪টি সংস্থা

Image
দেনার দায়ে জর্জরিত রিলায়েন্স টেলিকম এবং আরকমের মালিক অনিল আম্বানি। ন্যাশনাল কম্পানি ল ট্রাইবুনালে অভিযোগ দায়ের করেছে তাঁরা। অভিযোগকারীর তালিকায় রয়েছে পেটিএমও। কারোর বকেয়া ২০ কোটি তো কারোর বকেয়া এক কোটি। অভিযোগ দীর্ঘদিন ধরেই অনিল আম্বানির কাছে বকেয়া মেটানোর জন্য আবেদন করেছিলেন তাঁরা। ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে ৫৫০ কোটি টাকা বকেয়া মিটিয়ে দিতে বলেছিল শীর্ষ আদালত। বিচারপতি আরএফ নারিমানের নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ জানিয়েছিল বকেয়া মেটাতে দেরি করতে ১২ শতাংশ সুদ প্রতি বছরের হিসেবে দিতে হবে সংস্থাগুলিকে। কিন্তু তারপরেও বকেয়া মেটানোর কোনও উদ্যোগ নেয়নি অনিল আম্বানি। রিলায়েন্সের হয়ে সেসময় মামলা লড়েছিলেন কংগ্রেস নেতা কপিল সিবল। তিনি আদালতকে জানিয়েছিলেন অনিল আম্বানি তাঁর টেলিকম সংস্থার স্পেকট্রাম বিক্রির জন্য অপেক্ষা করছেন। সেটি বিক্রি করতে গেলে টেলিকম মন্ত্রকের অনুমতি প্রয়োজন। সেই অনুমতি মিললেই সব বকেয়া মিটিয়ে দেওয়া হবে। যদিও কবিল সিবলের এই বক্তব্যের বিরোধিতা করে এরিকসন সংস্থার পক্ষ থেকে শীর্ষ আদালতে বলা হয়েছিল অনিল আম্বানির বিরুদ্ধে আদালত অবমাননার পদক্ষেপ করা হোক। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৫৫০ কোটি

গ্রাহকদের ছবি দেখানোর পর নিজের বাড়িতেই মধুচক্র চালাতেন গোপা, স্বীকারোক্তি অভিযুক্তের

Image
মোবাইলে মহিলাদের ছবি দেখানো হত গ্রাহকদের। এরপর হত টাকার লেনদেন। জলপাইগুড়িতে বিমা কর্মী গোপা শর্মা খুনের ঘটনায় এমনই চাঞ্চল্যকর স্বীকারোক্তি মূল অভিযুক্ত সনত্ মিত্রের। জেরায় সনত মিত্র জানিয়েছেন, গোপাদেবীর ঘরেই বসত মধুচক্রের আসর। সেখানেই আসতেন গ্রাহকরা।    সনত্ আরও জানিয়েছেন, যৌনকর্মীদের পাওনা মেটানোর জন্য তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছিলেন গোপা দেবী। কিন্তু গোপাকে খুনের উদ্দেশ্য ছিল না সনতের। তাঁর দাবি, গোপাদেবীর খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচৈতন্য করে দিয়েছিলেন। তিনি ঘুমের মধ্যে ঢলে পড়তেই সোনা ও টাকা হাতিয়ে নিতেন সনতের দুই সাগরেদ কৃষ্ণ দাস ও পাপাই রায়। গভীর রাতে জলপাইগুড়ির কেরানি পাড়ায় তাঁরা যখন মিলিত হন, তখন গোপা শর্মার মৃত্যুর কথা জানতে পারেন। আলিপুরদুয়ারের নিষিদ্ধপল্লীতে গা ঢাকা দেন তাঁরা।  গত ১২ অক্টোবর জলপাইগুড়ি পুরাতন পান্ডাপাড়ায় বাড়ি থেকে উদ্ধার হয় গোপা শর্মার রক্তাক্ত দেহ। বন্ধ ঘর থেকে এলআইসি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার ১৩ দিনের মাথায় বিমা কর্মী গোপা শর্মা খুনের কিনারা করে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বৃহস্পতি

কোহলি-বুমরাহ ছাড়া বাকিরা লবডঙ্কা! ভারতকে অলআউট করল উইন্ডিজ

Image
৪৩ রানে ম্যাচ জিতে সিরিজ ১-১ করল উইন্ডিজ।   বিরাট কোহলি শতরান করবেন। জসপ্রীত বুমরাহ উইকেট নেবেন। এটাই হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেটের ট্রেডমার্ক। উইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ভারতের হার নিশ্চিত হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাফেরা করছিল এমন রসিকতা। ঘটনা হল, লাগাতার সেঞ্চুরির হ্যাটট্রিক করার পর ১০৭ রানে বিরাট হারার পরই ভারতের হার নিশ্চিত হয়ে যায়। ২৪০ রানে অলআউট হল বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপ।     এদিন ভারতকে ৪৩ রানে হারিয়ে সিরিজ বরাবার করে নিল উইন্ডিজ। ভাঙা দল নিয়েও বিশ্বের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে দুমড়ে দিল তারা। গত ম্যাচে টাই করার পর এদিন উইন্ডিজের সামনে টিকতে পারেননি কোনও ভারতীয় ব্যাটসম্যানই। অবশ্যই ব্যতিক্রম বিরাট কোহলি। রান মেশিনের ব্যাট থেকে এদিনও এল আর একটি চোখ ধাঁধানো শতরান। কিন্তু বিরাটকে সঙ্গত দেওয়ার মতো কাউকে পাওয়া গেল না। শুরুতেই আউট হন উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা। এরপর শিখর ধবনকে নিয়ে দলের স্কোরকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক কোহলি। শিখর ফেরার পর পালা করে পরতে ভারতের উইকেট। নবাগত পন্থ থেকে ধোনি সকলেই হতাশ করেছেন। একদিনের ক্রিকেটে ধোনির জায়গা নিয়ে ফের উঠল