Posts

Showing posts from January 5, 2019

টাকার লোভ দেখিয়ে নাবালিকাকে বিয়ের ছক, আসরে পুলিশ

Image
বালুরঘাট: টাকার লোভ দেখিয়ে বাবাকে হাত করেছিল৷ তারপর নাবালিকাকে বিয়ের ছক কষেছিল স্থানীয় এক যুবক৷ কিন্তু সে গুড়ে বালি৷ পরিকল্পনার বাস্তবায়নের আগেই তা বানচাল করে দিল পুলিশ। স্থানীয় এক যুবক ফুসলিয়ে বছর ষোলোর একটি মেয়েকে বিয়ে করে ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এলাকারই বাসিন্দা মারফত এই বিয়ের খবর পেতেই পুলিশ সেই নাবালিকাকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দেয়৷ গোটা ঘটনায় দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানা এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে স্থানীয় আমবই গ্রামে বাড়ি পেশায় দিনমজুর কালু সরকারের। দিন আনা দিন খাওয়া পরিবারের অবস্থা এতটাই খারাপ যে প্রাথমিকের পর মেয় আর পড়াতে পারেননি৷ পরিবারের এই দুরবস্থার সুযোগ নেয় পাশের গ্রাম করখা'র যুবক পুলক সরকার। সে কালু সরকারকে হাত করে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেয়। বিয়ে করে তাকে বাইরে দূরে নিয়ে যাওয়ারও পরিকল্পনা করে সে। সেই মোতাবেক শনিবার সকালেই আমবই গ্রামে কালু সরকারের বাড়িতে গিয়ে ওঠে পুলক। ইতিমধ্যেই বিয়ের খবর গিয়ে পৌঁছায় বংশীহারি থানার অধীন দৌলতপুর ফাঁড়িতে। খবর পাওয়া মাত্রই ফাঁড়ির পুলিশ স্থানীয় ব্লক প্রশাসনকে সাথে নিয়ে পু

এক জন বাঙালির প্রধানমন্ত্রী হওয়া উচিত, মমতাকে শুভেচ্ছা জানিয়ে বললেন দিলীপ ঘোষ

Image
মমতাকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন দিলীপ ঘোষ। প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, পরে কোনও বাঙালি বিজেপি থেকে প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু, সবার আগে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। শনিবার ছিল মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে এ দিন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান বিজেপির রাজ্য সভাপতি। তখনই তিনি মমতার সুস্থতা ও সাফল্য কামনা করেন। দিলীপ ঘোষের কথায়: ''মুখ্যমন্ত্রীর সাফল্যের উপর পশ্চিমবঙ্গের উন্নয়ন নির্ভর করছে।'' আগামী দিনে মমতা যাতে আরও ভাল কাজ করেন, সে কথাও স্মরণ করিয়ে দেন বিজেপির রাজ্য সভাপতি। এর পরই তিনি বলেন, ''বাংলা থেকে যদি প্রথম কেউ প্রধানমন্ত্রী হন, তা হলে মমতার সম্ভাবনাই সব থেকে বেশি। পরে কেউ বিজেপি থেকে হতে পারেন। প্রথম বাঙালি হিসেবে প্রণব মুখোপাধ্যায় দেশের রাষ্ট্রপতি হয়েছেন। এ বার এক জন বাঙালির প্রধানমন্ত্রী হওয়া উচিত। আর এই তালিকায় সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে মমতারই।'' একই সঙ্গে, অতীতে জ্যোতি বসুর প্রধানমন্ত্রী না হওয়ার প্রসঙ

লস অ্যাঞ্জেলসে দুষ্কৃতীদের গুলির লড়াই, মৃত একাধিক

Image
লস অ্যাঞ্জেলস : লস অ্যাঞ্জেলস সংলগ্ন বোউলিং অ্যালেতে দুষ্কৃতীদের গুলির লড়াই। মৃত একাধিক। টরেন্স পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার রাতে (স্থানীয় সময়) ঘটনাটি ঘটে। এক পুলিশ আধিকারিক টুইটে জানিয়েছেন, মধ্যরাতের একটু পরে গুলি চলার শব্দ শোনা যায়। কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থানে পৌঁছেছে। তদন্ত চলছে। ওই এলাকায় এখন কেউ যাবেন না। লস অ্যাঞ্জেলস টাইমসের খবর অনুযায়ী, দুষ্কৃতীদের সংঘর্ষ হয় গেবল হাউজ় বোউলে। এটা একটি গেমিং কমপ্লেক্স। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গুলি চালানোর আগে দু'পক্ষের মধ্যে সংঘর্ষও হয়।  স্বাস্থ্য বিভাগের রিপোর্ট অনুযায়ী, অ্যামেরিকা যুক্তরাষ্ট্রে ২০১৭ সালে গুলিবিদ্ধ হয়ে মোট ৪০ হাজার জন মারা গেছেন। এর মধ্যে আত্মঘাতীও আছেন অনেকে।

নির্বাচনের আগে ওডিশাবাসীকে ৪,৫০০কোটি প্রোজেক্টের উপহার মোদীর

Image
ভুবনেশ্বর: লোকসভা নির্বাচন আসন্ন৷ শাসকদল থেকে বিরোধীশিবিরে চলছে তার প্রস্তুতি৷ তারইমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন স্থান থেকে ভোটে দাঁড়াবেন সে নিয়েও জল্পনা তুঙ্গে৷ আর এই রাজনৈতিক জল্পনাকে ফের একবার উস্কে দিল মোদীর প্রোজেক্ট লঞ্চ৷ শনিবার ওডিশাতে প্রায় ৪,৫০০কোটির কেন্দ্রীয় সরকারি প্রোজেক্ট লঞ্চ করলেন প্রধানমন্ত্রী৷ লোকসভার নির্বাচনের পাশাপাশি ওডিশা বিধানসভা নির্বাচনও একইসঙ্গে চলবে বলে জানা গিয়েছে৷ দুসপ্তাহের মধ্যে ওডিশাতে এই নিয়ে মোদীর দ্বিতীয়বার সফর৷ গত ২৪ ডিসেম্বর ওডিশার খুরদা শহরের কাছে একটি জনসভায় এই প্রোজেক্ট লঞ্চের বিষয়ে ঘোষণা করেছিলেন৷ ওডিশাবাসীর জন্য নতুন বছরে উপহার হিসেবেই এই প্রোজেক্ট লঞ্চ করা হচ্ছে বলেও জানান তিনি৷ সেই সঙ্গে ২০১৯-এ রাজ্যের আরও উন্নতির কথাও বলেন তিনি৷ কেন্দ্রীয় সরকারের এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত সড়ক, পরিবহণ ব্যবস্থা, রেল, পেট্রোলিয়ম থেকে শুরু করে পাসপোর্ট সার্ভিস, পর্যটন প্রমুখ৷ এছাড়াও নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন থেকে বিভিন্ন পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন করেন৷ প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে পুরী কেন্দ্র থেকে মোদী দাঁড়াবে

ঋণ শোধ করতে না পেরে একই পরিবারের ছ'জন আত্মঘাতী, চাঞ্চল্য এলাকায়

Image
কৃষকরা শুধু উত্তর বা পশ্চিম ভারতেই নয়, দক্ষিণ ভারতেও সমানভাবে বিপদের মধ্যে রয়েছেন। অভিযোগ, ঋণ শোধ করতে না পেরে কর্ণাটকে একই পরিবারের ছয়জন আত্মঘাতী হয়েছেন। ঘটনাটি ঘটেছে সেরাজ্যের কোপ্পাল তালুকের মেটাগল গ্রামে। শনিবার সকালের ঘটনা শনিবার সকালে ঘটনাটি সামনে এসেছে। কোপ্পালের পুলিশ সুপার রেণুকা কে সুমুকর জানান, পরিবারে ছয়জন সদস্যই ছিলেন। স্বামী-স্ত্রী ও চার কন্যা সন্তান। সকলকেই বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।     কোপ্পালের ঘটনা পুলিশ জানিয়েছে, শেখরাইয়া বিদানল নামে এই কৃষককে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার আগে তিনি চার মেয়ে ও স্ত্রীকে বিষ খাইয়ে দেন। শেষ ছয়টি প্রাণ পুলিশ আত্মহত্যার কারণ নির্দিষ্ট করে কিছু না বললেও গ্রামবাসীদের দাবি ঋণ নিয়ে ভালো চাষ করতে না পারায় তা শোধ করতে পারেনি শেখারাইয়া (৪২)। ফলে দেনায় জড়িয়ে স্ত্রী জয়াম্মা (৩৭), বাসম্মা (২৩), গৌরাম্মা (২০), সাবিত্রী (১৮) ও পার্বতী (১৬)-কে বিষ দিয়ে কৃষক নিয়ে সিলিংয়ে ঝুলে পড়েছেন।

শুরু হয়েছে জিও গিগাফাইবার, বিনামূল্যে পাওয়া যাচ্ছে পরিষেবা

Image
২০১৮ সালের বার্ষিক সাধারন সভায় জিওর ব্রডব্যান্ড সার্ভিস গিগাফাইবারের ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি। ইতিমধ্যেই ২০১৯ সাল শুরু হয়েছে। ইন্ডিয়া টুডেতে প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে সারা ভারতে একাধিক যায়গায় বিনামূল্যে গিগাফাইবারের ট্রায়াল শুরু হয়েছে। মুম্বাই ও দিল্লিয়ে কয়েক হাজার গ্রাহক ইতিমধ্যেই বিনামূল্যে জিও গিগাফাইবার ব্যবহার শুরু করেছেন। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে গাজিয়াবাদে গিগাফাইবার পরিষেবা শুরু হওয়ার কথা জানিয়েছিল। এবার জিও সূত্রে জানা গিয়েছে ২০১৯ সালের মার্চ মাস থেকে গিগাফাইবার পরিষেবা শুরু হবে। গিগা ফাইবার জিওর ফাইবার টু হোম ব্রডব্যান্ড সার্ভিস। এই সার্ভিসে গ্রাহকের বাড়িত্তে ব্রডব্যান্ড কানেকশানের সাথে যাবে গিগা টিভি আর স্মার্ট হোম পরিষেবা। গিগা টিভি সেট টপ বক্স ব্যবহার করে গিগাফাইবারের মাধ্যমে গিগা টিভি দেখা যাবে। গিগাফাইবার কানেকশানে সর্বোচ্চ 1Gbps স্পিডে ডাটা ট্রান্সফার হবে। ইতিমধ্যেই দিল্লি, গাজিয়াবাদ, নয়ডা ও গুরুগ্রামের একাধিক এলাকাতে বিনামূল্যে এই পরিষেবা দিচ্ছে জিও। প্রধানত পরীক্ষামূলকভাবে এই কানেকশানগুলি দেওয়া হয়েছে। সেখানে গিগাফাইবার সার্ভিস প্রোভাইডারদের জিজ্ঞাসা করে জা

রাজ্যের রাজস্ব ঘাটতি মেটাতে বাড়ানো হল কর! বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম

Image
পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল কর্নাটকে। রাজ্যের কংগ্রেস ও জেডিএস জোট সরকার কর্নাটকে পেট্রোলের ওপর করের পরিমাণ বাড়িয়ে  করেছে ৩২ শতাংশ আর ডিজেলে ২১ শতাংশ। পেট্রোল ও ডিজেলের দাম কমার ফলে রাজ্যের রাজস্ব খাতে ঘাটতি দেখা দিয়েছে। সেই ঘাটতি মেটাতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। পেট্রোল ও ডিজেলের ওপর করের পরিমাণ বাড়ানোর আগে তা ছিল যথাক্রমে ২৮.৭৫ এবং ১৭.৭৩ শতাংশ। এই কর বৃদ্ধির ফলে পেট্রোল ও ডিজেলের লিটার পিছু  যথাক্রমে ১.১৪ টাকা এবং ১.১২ টাকা বাড়তি রোজগার হবে রাজ্য সরকারের। পেট্রোল ও ডিজেলের দামে এই পরিবর্তন সত্ত্বেও পাশের রাজ্য থেকে কর্নাটকে দুই পেট্রোপণ্যের দাম কম। এর আগে ২০১৭-র সেপ্টেম্বরে পেট্রোল ও ডিজেলের ওপর থেকে করের পরিমাণ লিটার পিছু কমানো হয়েছিল ২ টাকা করে। সেই সময় পেট্রোলে ৩২ শতাংশ থেকে কর কমে হয়েছিল ২৮.৭৫ শতাংশ এবং ডিজেলে ২১ শতাংশ থেকে ১৭.৭৩ শতাংশ। এরপর ২০১৮-র ৫ অক্টোবর থেকে কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের ওপর থেকে এক্সাইড ডিউটি কমায় লিটার পিছু ১.৫ টাকা করে। পাশাপাশি তেল কোম্পানিগুলি লিটার পিছু ১ টাকা করে তেলের দাম কমিয়েছিল।

নতুন আইনে প্রথম 'ঋণখেলাপী অপরাধী' তকমা পেলেন মালিয়া

Image
প্রথম বিজনেস টাইকুন হিসাবে নতুন পলাতক অর্থনৈতিক অপরাধী আইন ২০১৮ অনুযায়ী বিজয় মালিয়া পেলেন ঋণখেলাপী অপরাধী তকমা। নতুন আইন মোতাবেক তাকে প্রথমবার মামলার জালে জড়ানো হল মুম্বইয়ে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদনে সাড়া দিয়েছে মুম্বইয়ের আদালত। গত কয়েকমাসে অর্থনৈতিক অপরাধে অভিযুক্তদের আইনের ফাঁসে জড়াতে সরকার সবরকমভাবে চেষ্টা করেছে। তারই একটি ধাপ হল এটি। অন্যদিকে ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপির মামলায় পলাতক বিজয় মালিয়াকে লন্ডন থেকে দেশে ফেরত আনতে ইডি ও সিবিআই সবরকম প্রচেষ্টা চালাচ্ছে। ১০০ কোটি টাকার বেশি অর্থের দুর্নীতিতে জড়িয়ে সাজার ভয়ে দেশ ছাড়া ব্যক্তিদের বিরুদ্ধে এই আইন প্রযোজ্য হবে। তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হবে ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নিয়মও থাকছে নতুন আইনে। লিকার ব্যারন মালিয়াকে ভারতে ফিরিয়ে আনার বিষয়ে ব্রিটেনের আদালত সবুজ সঙ্কেত দিয়েছে। এখন দেখার মালিয়াকে কত তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

২ কোটি টাকা পাব তো? সোনাজয়ী শুটারের প্রশ্নে অদ্ভুত জবাব হরিয়ানার ক্রীড়ামন্ত্রীর

Image
নতুন বিতর্কে যুব অলিম্পিকের সোনাজয়ী শুটার মানু ভাকর। বয়স মাত্র ১৬। ইতিমধ্যেই সে চিহ্নিত দেশীয় খেলাধূলায় অন্যতম সেরা প্রতিভা হিসাবে। কয়েক মাস আগে যুব অলিম্পিকের আসরে দেশকে শুটিংয়ে সোনা এনে দিয়েছিল সে। তারও আগে কমনওয়েলথ গেমস বা এশিয়াডেও বিশ্বের সেরা শুটারদের সঙ্গে লড়ে দেশকে পদক এনে দিয়েছিল। সে— মানু ভাকর। ভারতীয় শুটিংয়ের নয়া সেনসেশন শুক্রবার নিজের টুইটার পেজে একটি পোস্ট করে। যা প্রকাশ্যে আসার পর ক্রীড়া মহলে বেশ হইচই পড়ে যায়। কী ছিল সেই টুইটে? যুব অলিম্পিকে সোনা জয়ের পর হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, এত বড়মাপের মঞ্চে দেশকে সম্মান এনে দেওয়ার জন্য মানুকে ২ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু, প্রতিশ্রুতিই সার। বেশ কয়েক মাস কেটে গেলেও সেই টাকা মানু এখনও পায়নি। শুক্রবার একটি টুইটে হরিয়ানার ঝাঝারের গোরিয়া গ্রামের মেয়েটি রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সেই পুরনো উক্তির স্ক্রিনশট তুলে দেয়। যেখানে অনিল ভিজ তাকে ২ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সঙ্গে লেখে, "স্যর, দয়া করে জানান যে ঘোষণাটা সত্যি ছিল, নাকি স্রেফ জুমলা!'' ব্যস, এতেই আগুনে ঘি পড়ল! ক্ষিপ্ত

ফেব্রুয়ারিতে ধর্মঘটে সামিল হচ্ছেন উত্তরপ্রদেশের ৪০ লক্ষ সরকারি কর্মচারী

Image
আগামী ৬ ফেব্রুয়ারি ধর্মঘটে সামিল হচ্ছেন উত্তরপ্রদেশের ৪০ লাখ সরকারি কর্মচারী। জানিয়েছেন, ধর্মঘটি কর্মচারীদের আহ্বায়ক হরিকিশোর তিওয়ারি। ওই ধর্মঘটে সামিল হচ্ছে রাজ্যের বহু শ্রমিক সংগঠনও। কী দাবিতে ধর্মঘট? ধর্মঘটি কর্মীদের অভিযোগ, কয়েক মাস ধরে পেনশন নিয়ে তাঁদের ভুল বোঝাচ্ছে সরকার। নতুন পেনশন স্কিমে তাঁরা যেতে চান না। ফিরিয়ে আনতে হবে পুরনো পেনশন স্কিম। সম্প্রতি এই নতুন পেনশেন স্কিমের বিরুদ্ধে সরব হয়েছেন কর্ণাটকের সরকারি কর্মচারীরাও। গত ১২ ডিসেম্বর রাজ্যে কয়েক হাজার কর্মী বেলগামে রাস্তায় নামেন। তাঁদের দাবি নতুন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনতে হবে। ডিসেম্বরের শেশ দিকে দেশের ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ১০ লাখ কর্মী ধর্মঘটে সামিল হন নতুন বেতন কাঠামো চালুর দাবিতে। ২০১৭ সালের ১ নভেম্বর থেকে ওই বেতন চালু হওয়ার কথা।

‌কর্মীদের বেতন দিতে ১০০০ কোটি টাকা ঋণ নিল হ্যাল

Image
দেউলিয়া অবস্থা হিন্দুস্তান এরোনেটিকস লিমিটেড বা হ্যালের। কর্মীদের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এই হ্যালকেই রাফালে বিমানের বরাত না দিয়ে রিলায়েন্সকে বরাত দিয়েছেন মোদি। অর্থাৎ সরকারি সংস্থার দূরাবস্থা জেনেও তার পুনরুজ্জীবনে কোনও উদ্যোগ না নিয়ে রিলায়েন্সের মত বেসরকারি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। হ্যালের সিএমডি আর মাধবন জানিয়েছেন, যে টাকা কোষাগারে রয়েছে তাতে কর্মীদের বেতন দেওয়া সম্ভব নয়। ২৯০০০ কর্মীর বেতন দিতে ১০০০ কোটি টাকা দেনা করতে হয়েছে সংস্থাকে। ৩১ মার্চ থেকে সংস্থা ৬০০০ কোটি টাকা লোকসানে চলবে। প্রতিদিন কাজ চালানোর জন্যও দেনা করতে হচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে হ্যালের এই অর্থ সংকটের মূল কারণ বায়ু সেনা। কারণ সেপ্টেম্বর ২০১৭ থেকে এখনও পর্যন্ত কোনও টাকা মেটায়নি বায়ুসেনা। অক্টোবরে সেই বকেয়া ১০,০০০ কোটিতে পৌঁছে গিয়েছে। মার্চের মধ্যে বকেয়া না মেটালে সেটি ২০,০০০ কোটিতে পৌঁছে যাবে। ২০১৭–১৮ আর্থিক বর্ষে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক ১৩,৭০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। ২০১৮–১৯ অর্থবর্ষে ৩৩,৭১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। যারমধ্যে ২০১৮–১৮ অর্থবর্ষের বকেয়াও ছিল। হ্যালের পক্ষ থেকে জানানো হয়ে

লোকসভা ভোটে অশান্তি এড়াতে প্লাস্টিক বুলেট ব্যবহার করবে সিআরপিএফ

Image
রবার বুলেট প্রাণঘাতী নয়। কিন্তু কার্যকরীও নয়। তা দিয়ে নিশানা লাগানো খুবই কঠিন। এবার সেই রবার বুলেটের পরিবর্তে নিরাপত্তাবাহিনীর হাতে উঠে আসছে নতুন অস্ত্র, প্লাস্টিক বুলেট। গুলি চলবে, একেবারে নিশানাতেই লাগবে। কিন্তু লোক মরবে না। ঘায়েল হয়ে নিমেষেই কাবু হবে 'টার্গেট'। সম্প্রতি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর টিবিআরএল শাখা এই প্লাস্টিক বুলেট তৈরি করে বাহিনীর হাতে তুলে দিয়েছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে অশান্তি রুখতে এবং জম্মু ও কাশ্মীরে তা ব্যবহার হতে চলেছে বলে সূত্রের খবর। ২০১৪ সালে আধাসেনা দিয়েই দেশজুড়ে লোকসভা নির্বাচন হয়েছিল। ২০১৯-এর নির্বাচনও যে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই হবে, তা একপ্রকার নিশ্চিত। আর সে জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে সিআরপিএফ। সূত্র মারফত জানা গিয়েছে, সম্প্রতি ডিআরডিও-এর টার্মিন্যাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরির (টিবিআরএল) থেকে প্রচুর প্লাস্টিক বুলেট নিয়েছে সিআরপিএফ। কয়েক মাস আগে এক লক্ষ প্লাস্টিক বুলেট পাঠানো হয়েছে সিআরপিএফ-কে। আরও বুলেট তৈরির কাজ চলছে। টিবিআরএল-এর মেকানিক্যাল অফিসার সোহনলাল জানান, "সিআরপিএফ-কে এক লক

সম্পত্তি নিয়ে বিবাদের জের, ৫ বছরের শিশুকে খুন জেঠিমার

Image
সম্পত্তি নিয়ে বিবাদ, রক্ষা পেল না শিশুও৷ শ্বাসরোধ করে বছর পাঁচেকের শিশুকে খুনের অভিযোগ উঠল তার জেঠিমা ও জেঠতুতো দাদার বিরুদ্ধে৷ নৃশংস এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার জগৎবল্লভপুরের নরেন্দ্রপুরে৷ শুক্রবার বিকালে বাড়ির সামনে খেলা করছিল বছর পাঁচেকের সাহাদান আব্বাসি৷ সন্ধে হয়ে গেলেও খেলে বাড়ি ফেরেনি সে৷ পরিবারের লোকজনেরা শিশুর খোঁজ শুরু করে৷ ঘণ্টাতিনেক খোঁজাখুঁজির পরেও শিশুকে খুঁজে পাওয়া যায়নি৷ জগৎবল্লভপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়৷ শিশুর মা অভিযোগ করেন, তাঁর ছেলেকে খুঁজে না পাওয়ার নেপথ্যে শিশুর জেঠিমার যোগসাজশ রয়েছে৷ সেই অনুযায়ী সাহাদান নামে ওই শিশুটির জেঠিমা ও তার দুই জেঠতুতো দাদাকে জেরা শুরু করে পুলিশ৷ তাদের তিনজনের বয়ানে মেলে একাধিক অসঙ্গতি৷ গভীর রাতে ওই তিনজন স্বীকার করে শিশুকে খুন করেছে তারা৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা জানায় বাড়ির কাছেই একটি পুকুরের পাশে বস্তাবন্দি অবস্থায় পড়ে রয়েছে শিশুর দেহ৷ সেই অনুযায়ী ওই এলাকায় তল্লাশি চালায় পুলিশ৷ মেলে সাহাদানের বস্তাবন্দি নিথর দেহ৷ তার দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ দীর্ঘদিন ধরে সাহাদানের বাবা ও জেঠুর মধ

মার্কিন ‘মাদার অফ অল বম্বস’-এর চেয়েও শক্তিশালী মারণাস্ত্র এবার চিনের অস্ত্রাগারে

Image
আমেরিকাকে প্রত্যুত্তর দিতে গোপনে ভয়ংকর মারণাস্ত্র তৈরি করে ফেলেছে চিন৷ যে 'মাদার অফ অল বম্বস' বা মোয়াবের ভরসায় এতদিন সমগ্র বিশ্বকে চোখ রাঙাত মার্কিন সেনা৷ আফগানিস্তানে আইএসকে ধ্বংস করতে যা ব্যবহার করেছিল ট্রাম্প প্রশাসন৷ সূত্রের খবর, তলে তলে তার চেয়েও শক্তিশালী একটি অপারমাণবিক বোমা নিজেদের অস্ত্রাগারে মজুত করে ফেলেছে লালফৌজ৷ বিষয়টা এতদিন গোপন থাকলেও শুক্রবার প্রথম এই বোমাটিকে প্রকাশ্যে আনল জিনপিং প্রশাসনের মুখপত্র গ্লোবাল টাইমস৷ জানা গিয়েছে, চিনের বৃহত্তম শক্তিশালী অ-পারমাণবিক বোমাটি তৈরি করেছে চায়না নর্থ ইন্ডাস্ট্রি গ্রুপ কর্পোরেশন লিমিটেড (নরিংকো)৷ যা নাকি আমেরিকার মোয়াবের তুলনায় অনেক বেশি মারণক্ষমতাসম্পন্ন৷ বোমাটি ঠিক কতটা শক্তিশালী ইতিমধ্যে তার একটা নমুনাও প্রকাশ করেছে চিনের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থাটি৷ নিজেদের ওয়েবসাইটে এই বোমাটির পরীক্ষার একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও আপলোড করেছে নরিংকো৷ গত বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে গোপনে চালান হয়েছিল সেই পরীক্ষা৷ চিনা বোম্বার এইচ-৬কে থেকে বোমাটি নিক্ষেপ করে লালফৌজ৷ ভূমিতে আঘাত করার মাত্রই ভয়ং

পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ, বাড়ি ফিরলেন মারাদোনা

Image
মানুষই দেবতা গড়ে, মানুষই দেবতা ভাঙে… কবিশেখর কালিদাস রায়ের অমর সৃষ্টি এই কথাগুলি বহুবার প্রমাণ হয়েছে৷ সেই মানব ঈশ্বর অর্থাৎ চিকিৎসকদের অক্লান্ত চেষ্টায় সুস্থ হলেন ফুটবলের রাজপুত্র মারাদোনা৷ পাকস্থলীতে ক্রমাগত রক্তক্ষরণ হতে শুরু করেছিল৷ আপাতত সংকট কাটিয়ে দিয়েগো ফিরে গিয়েছেন বাড়িতে৷ হাঁফ ছাড়ল বিশ্ব৷ স্বস্তি পেলেন ফুটবল দুনিয়া তথা ক্রীড়ামোদীরা৷ চিরাচরিত ভঙ্গিতে ডোন্ট কেয়ার মনোভাব দেখিয়েছেন মারাদোনা৷ তাঁর আবেগ নিয়ে বারবার আলোড়িত হয়েছে দুনিয়া৷ সেই আবেগ মিশিয়েই জানিয়েছেন-ভালো আছি৷ আর্জেন্তিনার রাজধানী শহর বুয়েনস আইরেসের হাসপাতালের বুলেটিনে চোখ রেখেছিলেন ভক্তরা৷ কারণ ভিতরে মানব ফুটবল ঈশ্বর তখন পাকস্থলীর যন্ত্রণায় কাতরাচ্ছিলেন৷ অনবরত রক্তপাত হচ্ছিল৷ দুর্বল হয়ে পড়ছিলেন সবুজ মাঠের একদা দুরন্ত ঘোড়া৷ ততই বাড়ছিল উৎকণ্ঠা৷ ভক্তরা জানেন মারাদোনার বেহিসেবি জীবন যাপনের কথা৷ সেই কারণেই কি পাকস্থলীতে কিছু হয়েছে ? প্রশ্ন ছড়িয়েছে বিশ্বজুড়ে৷ পরে কিংবদন্তি ফুটবলারের কন্যা জানিয়ে দেন- বাবার শরীর ঠিক আছে৷ সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি জানান, বাবা নিয়মিত চেক আপ করাতে গিয়েছিলেন৷ তখনই

সবরিমালা আঁচে জ্বলছে কেরল, হামলা সিপিএম নেতাদের বাড়িতে, গ্রেফতার ১৪০০

Image
সবরিমালা আঁচে কার্যত জ্বলছে কেরল। সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে সবরিমালা নিয়ে বিক্ষোভ-পাল্টা বিক্ষোভে কার্যত গোটা কেরলে উত্তাপ ছড়িয়েছে। সবমিলিয়ে ১৪০০-র বেশি বিক্ষুব্ধকে গ্রেফতার করা হয়েছে। চারিদিকে চলছে কড়া পুলিশি নজরদারি। তার মধ্যেও জায়গায় জায়গায় বিক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। রবিবার কেরলে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে জানানো হয়েছে, মোদীর সফর বাতিল হয়েছে। এখান থেকেই দক্ষিণ ভারতে প্রথম নির্বাচনী প্রচার করার কথা ছিল প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবারের কেরল বনধে ৯৯টি বাসে হামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে মোট ৮জন মহিলা সবরিমালায় প্রবেশ করেছেন। যদিও মন্দির সমিতি সেই দাবি উড়িয়ে দিয়েছে। এক শ্রীলঙ্কার মহিলাও সবরিমালায় ঢুকে আয়াপ্পা দর্শন করে গিয়েছেন বলে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। শুধু সিপিএম নেতাদের বাড়িই নয়, বিজেপি নেতাদের বাড়িতেও হামলা হয়েছে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে মোট ৫০টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। কন্নুর, কোঝিকোড়, পতনমতিত্তা জেলায় সবচেয়ে বেশি বিক্ষোভ চলছে। সবমিলিয়ে প্রায় হাজাক খানেক অভিযোগ দায়ের হয়েছে।

দেশের ৫ রাজ্যে বন্ধ হচ্ছে অল ইন্ডিয়া রেডিওর জাতীয় চ্যানেল

Image
বড়সড় ঘটনাই বলা যেতে পারে। দেশের পাঁচ শহরে অল ইন্ডিয়া রেডিওর জাতীয় চ্যানেল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল প্রসার ভারতী। একইসঙ্গে ওইসব রাজ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রও। কেন এমন সিদ্ধান্ত? প্রসার ভারতীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্রেফ খরচ বাঁচাতেই ওই কড়া সিদ্ধান্ত নিতে হয়েছে। পাশাপাশি বাস্তবের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যও ওই সিদ্ধান্ত নিতে হয়েছে। ওই পাঁচ বেতার কেন্দ্র ও প্রশিক্ষণ কেন্দ্রের কর্মীদের অন্যান্য জায়গায় নিয়োগ করা হবে। ২ জানুয়ারি প্রসার ভারতীর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওইসব কেন্দ্রে থাকা নথি ও অডিও অন্যান্য জিনিসপত্র দিল্লিতে পাঠিয়ে দিতে হবে। কোন কোন কেন্দ্র বন্ধ করে দেওয়া হচ্ছে? ২৪ ডিসেম্বর প্রসার ভারতীর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আহমেদাবাদ, হায়দরাবাদ, লখনউ, শিলং ও থিরুঅনন্তপুরম কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে।   ওইসব জাতীয় চ্যানেল ১৯৮৭ সাল থেকে দেশের খবর মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়ে আসছিল। তবে প্রসার ভারতীর ওই সিদ্ধান্তে খুশি নয় অল ইন্ডিয়া রেডিওর কর্মীদের একাংশ। তাদের মতে অন্য ভাবেও খরচ বাঁচানো যেত।

খড়দহ ‘গণধর্ষণ’কাণ্ড: স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক, মূল অভিযুক্তের বয়ানে নয়া মোড়

Image
ধর্ষণ নয়, স্বেচ্ছায় হয়েছিল সহবাস। শুধু একবার নয়, এর আগেও হয়েছিল। খড়দহ ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতারের পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য। মূল অভিযুক্ত সমীর বিশ্বাসের বয়ানের গোটা ঘটনায় অন্য মোড় নিল। শুক্রবার রাতেই মূল অভিযুক্ত এলাকার বাসিন্দা সমীর বিশ্বাস ওরফে বাবুকে গ্রেফতার করে পুলিস। জেরায় সমীর বিশ্বাস জানিয়েছেন, ঘটনার দিন রাতে নিজেই ওই মহিলাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন তিনি। মাঝেমধ্যে তাঁকে নিয়ে যেতেন। মহিলার সম্মতিতেই শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন তাঁরা। এরপর মহিলার বয়ান ফের খতিয়ে দেখছে পুলিস। মহিলা কি তবে অন্য কোনও উদ্দেশে মিথ্যা কথা বলছেন? তাও ভাবাচ্ছে পুলিসকে। প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় খড়দহের পাতুলিয়ায় ছেলেকে টিউশন পড়তে দিয়ে এক গৃহবধূ গণধর্ষিতা হয়েছিলেন বলে অভিযোগ উঠে। ওই মহিলাকে সেদিন রাতে অচৈতন্য অবস্থায় একটি নির্মীয়মান বাড়ির ভিতর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁকে উদ্ধার করে ঘোলা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। তিন জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিস। কিন্তু বেশ কিছু বিষয়ও ভাবাতে শুরু করে পুলিসকে। যেমন 

সুগার ভুলতে সুগার ফ্রি-তে মজেছেন? আরও বড় বিপদ বাসা বাঁধছে শরীরে

Image
কৃত্রিম চিনি ডেকে আনছে নানা বিপদ। বাড়তি ওজন বা মাত্রাতিরিক্ত মেদ যাতে কাবু করতে না পারে, সে জন্য চিনি থেকে শতহস্ত দূরে থাকেন। তা বেশ। কিন্তু চিনির পরিবর্তে কী খান? সুগার ফ্রি? কেউ আবার চিনি এড়াতে শরণ নিয়ে থাকেন কৃত্রিম চিনির। ভাবছেন, এ ভাবেই চিনি এড়িয়ে রক্তে শর্করা বা শরীরে মেদ রুখতে পারছেন খুব? তা হলে এ বার সাবধান হোন। কৃত্রিম চিনিতে ওজন তো কমেই না, উল্টে এতে ব্যবহৃত উপাদান রক্তে শর্করার মাত্রাও খুব একটা নিয়ন্ত্রণ করতে পারে না। সম্প্রতি কৃত্রিম চিনির উপর করা এক গবেষণায় এমন তথ্যই প্রকাশ করল বিএমজে মেডিক্যাল জার্নাল। বিশ্বব্যাপী বহুল প্রচারিত এই জার্নালে প্রকাশিত এক গবেষণার রিপোর্টে উঠে এল কৃত্রিম চিনির ভয়াবহতা। কৃত্রিম চিনি নিয়ে সারা বিশ্বে চলা ৫৬টি গবেষণার উপর ভিত্তি করে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। সাধারণত, রান্নাবান্না থেকে চা-কফির আমেজ, ডায়াবিটিকদের ভরসা কৃত্রিম চিনি। অনেক স্বাস্থ্যসচেতন মানুষও চিনি এড়াতে ভরসা করেন কৃত্রিম চিনির বড়িকে। বিশেষজ্ঞদের দাবি, সাধারণ চিনির চেয়ে প্রায় ২০০ গুণ বেশি মিষ্টি অ্যাসপার্টেম কৃত্রিম চিনির অন্যতম উপাদান। যে কোনও প্রক্রিয়াজাত খাবার, জাঙ্ক ফুড, ডা

বকেয়া ৫৫০ কোটি মেটাননি, অনিল অম্বানীর বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে এরিকসন

Image
অনিল অম্বানী। বকেয়া টাকা মেটাননি অনিল ধীরুভাই অম্বানী। তাই তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল সুইডেনের টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা এরিকসন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তাদের অভিযোগ, এরিকসনের প্রাপ্য বকেয়া ৫৫০ কোটি টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু আদালতের নির্দেশের অবমাননা করেছেন রিলায়্যান্স কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান (আরকম)। এখনও পর্যন্ত কানাকড়িও দেননি তিনি। অনিল অম্বানী ও সংস্থার দুই আধিকারিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন এরিকসন কর্তৃপক্ষ। পুরো টাকাটা মেটাতে রাজি না হলে, তাঁদের গ্রেফতার করেসিভিল জেলে বন্দি করতে আবেদন জানিয়েছেন। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও গিয়েছে তারা, যাতে দেশের বাইরে পা রাখতে না পারেন অনিল অম্বানী, রিলায়্যান্স টেলিকম লিমিটেডের চেয়ারম্যান সতীশ শাহ এবং রিলায়্যান্স ইনফ্র্যাটেল লিমিটেডের চেয়ারপার্সন ছায়া ভিরানি। নিজেদের আবেদনে এরিকসন কর্তৃপক্ষ জানিয়েছেন, "ইচ্ছাকৃতভাবে বকেয়া টাকা মেটাননি অনিল অম্বানী এবং তাঁর সংস্থা। সর্বোচ্চ আদালতের নির্দেশকেও ধর্তব্যের মধ্যে আনেনি তারা। গতবছর ২৩ অক্টোবর টাকা মিটিয়ে দি

হাওড়া থেকে উদ্ধার পাঁচ বছরের শিশুর বস্তাবন্দী দেহ, ধৃত তিন আত্মীয়

Image
হাওড়ায় পুকুরের ধার থেকে পাঁচ বছরের শিশুর বস্তাবন্দী দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, জগৎবল্লভপুরের বাসিন্দা ওই পাঁচ বছরের শিশুটিকে বৃহস্পতিবার থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। সব জায়গা খোঁজার পর শিশুটিকে না পেয়ে পুলিসের দ্বারস্থ হয় পরিবার। এরপর শনিবার সকাল আটটা নাগাদ এলাকারই একটি পুকুরের ধারে শিশুটির বস্তাবন্দী দেহ উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, শিশুটির হাত–পা বাঁধা ছিল এবং তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। খুনের পর দেহটি বস্তার মধ্যে ভরে পুকুরে ফেলে দেওয়া হয়। পুলিস এই ঘটনায় শিশুটির জেঠিমা ও তার দুই ছেলেকে গ্রেপ্তার করেছে। পুলিসের প্রাথমিক অনুমান, পারিবারিক শত্রুতার জেরেই শিশুটিকে খুন করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শিশুটিকে শেষবারের মতো তার দুই দাদার সঙ্গেই দেখা গিয়েছিল। এরপর তারাই কৌশল করে শিশুটিকে ফাঁকা কোনও জায়গায় নিয়ে গিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে।

বাবাকে খুন করে আত্মসমর্পণ পুলিসের কাছে, চাঞ্চল্য যাদবপুরে

Image
নিজে হাতে শ্বাসরোধ করে বাবাকে খুন করে পুলিসের কাছে গিয়ে আত্মসমর্পণ করল এক ব্যক্তি। শুক্রবার রাত এগারোটা নাগাদ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে এমনই দাবি করে পূর্ব যাদবপুর থানার পুলিশ আধিকারিকদের কাছে। কিন্তু পুলিস আধিকারিকরা প্রথমে ভাবেন ওই ব্যক্তি ভুল বকছেন। পরে তাঁরা ওই ব্যক্তির দাবি মতো মুকুন্দপুরের অহল্যানগরের বাড়িতে গিয়ে দেখেন সত্যিই খুন হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম রাজা ঢালি। পারিবারিক বিবাদের জেরে বাবা বলাই ঢালিকে শ্বাসরোধ করে খুন করেছে সে। ঘটনার সময় বাবা–ছেলে দু'‌জনেই মদ্যপ অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিস। স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত বলাই ঢালির প্রথমপক্ষের স্ত্রী প্রায় পাঁচ বছর আগে মারা গিয়েছেন। কয়েকবছর আগে দ্বিতীয়বার বিয়ে করেন বলাই। কিন্তু মন থেকে বাবার দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেনি ছেলে। এমনকি বাবার দ্বিতীয়পক্ষের স্ত্রীর সঙ্গেও তার খুব একটা বনিবনা ছিল না। এই বিষয়ে প্রায়শই বাবা ও ছেলের মধ্যে অশান্তি লেগে থাকত। শুক্রবার সেই বিবাদ চরম রূপ নেয়। তবে একটা সময় পর পরিস্থিতি শান্ত হয়ে যায়। সকলে ভাবেন সব মিটমাট হয়ে গিয়েছে। আসলে ততক্ষণে বাবাকে খুন করে ফেল

সকাল বেলা বাজার যাবেন? জেনে নিন শনিবারের বাজার দর

Image
বিভিন্ন বাজারে এর মাঝে ঘোরাফেরা করছে সবজি থেকে মাছের দাম। বাজার যাওয়ার আগে জেনে নিন আপনার পকেট খরচের পরিমাণ। সবজি .চন্দ্রমুখী আলু – ২২টাকা প্রতিকিলো .নতুন আলু – ১৬ টাকা প্রতি কিলো জ্যোতি আলু – ১৫ টাকাপ্রতিকিলো .পিঁয়াজ – ২৫ টাকা প্রতিকিলো .আদা – ৫০ টাকা প্রতিকিলো .রসুন – ৬০টাকা প্রতিকিলো . ফুলকপি – ১২ থেকে ১৫ টাকা প্রতি পিস .বাঁধাকপি – ১২ টাকা প্রতি কিলো .উচ্ছে – ৪০ টাকা প্রতিকিলো .বেগুন – ২০-২৫টাকা প্রতিকিলো .টমেটো – ৩০ টাকা প্রতিকিলো .লঙ্কা – ৫০ টাকা প্রতিকিলো .কুমড়ো – ২৫ টাকা প্রতিকিলো .পালং শাক – ১৫-২০টাকা প্রতি কিলো .লাল শাক – ১৫ টাকা প্রতি কিলো .গাজর – ৩০ টাকা প্রতিকিলো .ঝিঙে – ৬০ টাকা প্রতিকিলো .ক্যাপসিকাম – ৪০ টাকা টাকা প্রতিকিলো .পিঁয়াজকলি – ৪০ টাকা প্রতি কেজি   মাছ .গোটারুই –১৬০-২২০ টাকা কিলো .কাটারুই – ২০০-৩০০ টাকা কিলো .গোটাকাতলা – ২৫০-২৮০ টাকা কিলো .কাটাকাতলা –৩৫০-৪০০টাকা কিলো .বাটা – ১৬০-১৮০ টাকা কিলো .চারাপোনা – ১৬০ টাকা কিলো .তেলাপিয়া – ১৬০টাকা কিলো .পাবদা – ৫০০ টাকা প্রতি কিলো .পার্শ্বে –৩৫০-৪০০ টাকা প্রতি কিলো .ভেটকি -৩০০-৫০০ টাকা প্রতি কিলো .চিংড়ি – গলদা ৪০০ থেকে ৫০০

যে চার সমস্যায় জর্জরিত মোদী

Image
কলকাতা: নরেন্দ্র মোদীর সামনে একটি নয়, চার-চারটি বড় সমস্যা রয়েছে৷ সম্প্রতি তিনি সংবাদ সংস্থা এএনআই-কে সাক্ষাৎকার দিয়েছেন৷ সেখানেই তিনি স্বীকার করে নিয়েছেন রামমন্দির নিয়ে তিনি আদালতের নির্দেশের আপেক্ষায় রয়েছে সরকার৷ এটিই মোদীর প্রথম এবং সব থেকে গভীর সমস্যা৷ যা অতিক্রম করার রাস্তা খুঁজছেন তিনি৷ রামমন্দির নিয়ে অর্ডিনান্সকে পাত্তা না দিয়ে তিনি বিজেপির আদর্শগত গুরু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে ক্ষেপিয়ে তুলেছেন৷ সরসঙ্ঘচালক মোহন ভগবত কিছুদিন আগে মোদী সরকারকে রীতিমতো হুশিয়ারি দিয়ে বলেছিলেন, ''কাজ করতে হলে কর৷ ভাব৷ তাড়াতাড়ি আইন বানাতে হবে৷ রামমন্দির বানানো উচিত – দেশের সমস্থ চিন্তাভাবনা এই কথাই বলে৷ রাম জন্মভূমিতেই রামমন্দির তৈরির যৌক্তিকতা সিদ্ধ হয়েছে৷ সঙ্ঘ আরো জানিয়েছে, রামমন্দির মোদী জমানার প্রথম পাঁচ বছরেরই তৈরি করতে হবে৷ মোদী সরকার পুর্ননির্বাচিত হলে রামমন্দির তৈরি হবে – সঙ্ঘ তা মানতে রাজি নয়৷ মোদীও বুঝতে পেরেছেন রামমন্দিরই তাঁর কাল হতে পারে৷ ভোটারদের থেকে তাঁকে দূরে সরিয়ে দিতে পারে৷ প্রধানমন্ত্রী মোদীর কাছে দ্বিতীয় সমস্য হল তাঁর নির্বাচনী অ্যাজেন্ডা৷ ২০১৯ সালে ক

যৌন লালসার বেনজির ‘রীতি’ সম্ভ্রান্ত পরিবারে! পাল্টা বধূর পরপুরুষে আসক্তির তত্ত্ব

Image
খাস কলকাতার বুকে অভিজাত পরিবারের বেনজির রীতি এখন জোর চর্চা শোনা যাচ্ছে কান পাতলেই। বালিগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী সেন পরিবারে নাকি স্ত্রী অদল-বদলের রীতি মেনে চলা হয়। গৃহবধূর চাঞ্চল্যকর অভিযোগ, তাঁকে ভাসুরের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাপ সৃষ্টি করা হত। স্বামীই তাঁকে বাধ্য করেছেন ভাসুরের সঙ্গে শারীরিক সম্পর্কে। অভিযোগ, একইভাবে অন্য পুরুষ বা মহিলারাও অন্যের স্ত্রী বা স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক করত। কড়েয়া থানায় এই অভিযোগ দায়ের হওয়ার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেন পরিবারের পক্ষ থেকে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে জানানো হয়, বউমা পরকীয়া করে পরপুরুষের সঙ্গে থাকত। রাত কাটাত। তাই তাঁকে একঘরে করে দেওয়া হয়। বাড়ির লোক তাঁর সঙ্গে কথাবার্তাও বন্ধ করেছিল। কিছুদিন পর সে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। সাতমাস যাবৎ বউমা এই বাড়িতে আসেনি, বাপের বাড়িতে থাকত। ওই বধূর শ্বশুরমশাই আরও বলেন, এইভাবে পরপুরুষের সঙ্গে রাত কাটাবে বাড়ির বউ, তা তো আমরা মেরে নিতে পারি না, তাই বিবাহ বিচ্ছেদের মামলা করার কথা চিন্তাভাবনা শুরু হয়েছিল। সেন পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাড়ি থেকে চলে যাওয়ার পর প্রতিশোধস্পৃহায় সে এখ

আছড়ে পড়ল ‘পাবুক’, ৭৫ কিলোমিটার বেগে ক্রান্তীয় ঝড়ে লন্ডভন্ড থাই-দ্বীপের উপকূল

Image
ক্রান্তীয় ঝড় 'পাবুক' সাইক্লোনের রূপ নিয়ে আছড়ে পড়ল থাইল্যান্ডে। 'পাবুক'-এর তাণ্ডবে থাইল্যান্ডের পূর্ব উপকূল লন্ডভন্ড হয়ে যায়। প্রবল ঝড়ে সমুদ্র উত্তাল, ৭৫ কিলেমিটার বেগে বইছে ঝড়। বিশাল ঢেউ আছড়ে পড়েছে সৈকতে। তারই জেরে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় দুপুর পৌনে একটা নাগাদ পাক পানাঙ্গে জেলায় খাঁড়ি উপকূলে আছড়ে পড়ে 'পাবুক'। লন্ডভন্ড পাক পানাঙ্গ প্রবল ঘূর্ণির দাপটে লন্ডভন্ড হয়ে গিয়েছে পাক পানাঙ্গ। উপড়ে পড়েছে গাছ। বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিড়ে একাকার কাণ্ড। তারপর নাগাড়ে বৃষ্টি চলছে। থাইল্যান্ডের দ্বীপাঞ্চলে আছড়ে পড়ার পর ঝড় ক্রমশ পশ্চিম দিকে এগোচ্ছে। থাইল্যান্ডে সতর্কতা জারি করা হয়েছে হরপা বান ও ভূমিধসের।     পর্যটকরা আটকে দ্বীপে পাবুকের কারণে বৃহস্পতিবার থেকেই আকাশ পথ ও জলপথে পরিবহণও স্থগিত করে দেওয়া হয়েছিল। থাইল্যান্ডের সমুদ্র সৈকত থেকে পর্যটক শূন্য করে দেওয়া হয়। তবে দ্বীপাঞ্চল অনেক পর্যটক ফিরতে চাইলেও ফিরতে পারেননি, কোনও পরিবহণ না থাকায়।     বিচ্ছিন্ন দ্বীপ, পর্যটকরা বিপাকে কমপক্ষে দু-হাজার পর্যটক আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। মূল ভূখণ্ড থেকে বি

রাতে টিউশন থেকে ফেরার পথে মাধ্যমিক পড়ুয়াকে গণধর্ষণ করল মেয়ের বাবা দুই যুবক!

Image
গ্রাম লাগোয়া প্রায় এক কিলোমিটার রাস্তায় কোনও আলো নেই। সন্ধের পরেই ঘুটঘুটে অন্ধকার। রাত সাড়ে ন'টা নাগাদ টিউশন থেকে ফেরার সময় সেই আঁধার পথেই মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। অভিযুক্ত গ্রামের দুই যুবক। দু'জনেই বিবাহিত এবং মেয়ের বাবা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। প্রাথমিক ধাক্কা সামলে বৃহস্পতিবার রাতে বছর সাতাশের কাঞ্চন মুর্মু ও গুরুচরণ হেমব্রমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা ওই কিশোরী। তার মেডিক্যাল পরীক্ষাও হয়েছে। তবে শুক্রবার রাত পর্যন্ত দুই অভিযুক্তের কেউ ধরা পড়েনি। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, "অভিযোগ দায়েরের আগেই ওই দুই যুবক পালিয়েছে। তবে আমরা তল্লাশি চালাচ্ছি। ওদের ধরে ফেলব।" অন্ধকার ওই মোরাম রাস্তা নিয়ে ডেবরার এই গ্রামের বাসিন্দাদের ক্ষোভ দীর্ঘ দিনের। বিপদ এড়াতে কিশোরী-যুবতীরা ওই পথে দল বেঁধে পড়তে যায়। বুধবার রাতে মাধ্যমিক পরীক্ষার্থী ওই ছাত্রীও টিউশন শেষে দুই বন্ধুর সঙ্গে ফিরছিল। তবে বাড়ির কাছের ৫০ মিটার রাস্তা একাই ফিরছিল মেয়েটি। সেখানেও কোনও পথবাতি নেই। কিশোরীর অভিযোগ, সাইকেলে যাওয়া

দেশছাড়া হতে হবে না, নাগরিকত্ব নিয়ে সমস্ত অমুসলিমদের আশ্বাস মোদীর

Image
শিলচরে সভার আগে মণিপুরের ইম্ফলে প্রধানমন্ত্রী। শুক্রবার। ছবি: পিটিআই। দেশ বিভাজনের 'ভুল' শোধরাতেই নাগরিকত্ব বিল আনা হয়েছে এবং শীঘ্রই তা সংসদে পাশ হয়ে যাবে— অসমে এসে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের সংখ্যলঘুদের (অর্থাৎ, অমুসলিমদের) এ দেশে আশ্রয় দিতে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন বদলাতে চায় কেন্দ্রের বিজেপি সরকার। সংসদে পেশ করা এই সংক্রান্ত বিলে প্রস্তাব করা হয়েছে, ওই তিন দেশ থেকে ভারতে আসা অমুসলিমেরা ১২ বছরের বদলে ৬ বছরের মধ্যেই নাগরিকত্ব পাবেন।  সুপ্রিম কোর্টের নির্দেশে অসমে যে নাগরিকপঞ্জি (এনআরসি) তৈরির কাজ চলছে, তাতে প্রায় ৪০ লক্ষ অসমবাসীর নাম ওঠেনি। নিয়ে ধর্ম-নির্বিশেষে অসমের বাঙালিদের উৎকণ্ঠার শেষ নেই। ১৯৭১ সালের নথি সংগ্রহ করতে না-পেরে দশ লক্ষাধিক মানুষ নতুন করে আবেদন করতে পারেননি। তাঁদের মধ্যে যাঁরা অমুসলিম তাঁদের আশ্বস্ত করেই এ দিন নাগরিকত্ব আইনের সংশোধনের প্রসঙ্গ তুলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ''সমস্যার বিষয়ে আমি অবগত। কিন্তু আশ্বাস দিচ্ছি এক জন ভারতীয় নাগরিকও বিপদে পড়বেন না।'' এর পরেই নাগরিকত্ব আইন (সং‌শোধনী) বিলের