Posts

Showing posts from December 7, 2018

কোটি টাকার মাদক সহ পাকড়াও জঙ্গি নেতা আলি মহম্মদ

Image
শ্রীনগর: রাস্তায় গাড়ি দেখে দাঁড় করিয়েছিল পুলিশ। অন্যান্য দিনের মতোই খুব সাধারণ পুলিশের চেকিং। কিন্তু সেই চিকিং থেকেই সামনে এল বড় মাপের আন্তর্জাতিক মাদক পাচার চক্র। পাকরাও করা হল তিন কারবারিকে।   ঘটনাটি জম্মু-কাশ্মীর রাজ্যের জম্মু শহরের। ওই শহরের দক্ষিণ প্রান্তের রাস্তায় রুটিন চেকিং-এর সময় বিপুল পরিমাণ মাদক সহ তিন জনকে আটক করা হয়। গাড়ি থেকে উদ্ধার হওয়া মাদকের বাজারদর প্রায় চার কোটি টাকা। একই সঙ্গে ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ১৩ লক্ষ টাকা। বিভিন্ন মাদকের সঙ্গে এক কিলগ্রাম হেরোইনও উদ্ধার করা হয়েছে আটক গাড়ি থেকে। ধৃতেরা হল আলি মহম্মদ ওরফে ইসাক, সোহেল আহমেদ এবং প্রদীপ কুমার। এদের মধ্যে পরিস্থিতি বেগতিক বুঝে প্রথমের আত্মসমর্পণ করে আলি মহম্মদ। পরে বাকি দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জমু পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে আত্মসমর্পণ করা আলি মহম্মদ এক সময় জঙ্গিদলের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। জঙ্গি সংগঠন আল বারকের সক্রিয় সদস্য ছিল এই আলি মহম্মদ। পাকিস্তানে গিয়ে জঙ্গি বৃত্তির প্রশিক্ষণও নিয়েছিল সে। পরে কুপওয়ারা এলাকায় কেবল টিভির ব্যবসা খুলে বসে। এরই মাঝে সোশ্যাল মিডিয়া আরফত প

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে

Image
কাঁথিঃ ১১ বছরের নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। চলছে আগুন জেলে রাস্তা অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর তুপ্তীবাড়ে। অভিযুক্ত গৃহ শিক্ষকের বিরুদ্ধে পরিবারের লোকজন পটাশপুর থানায় অভিযোগ দায়ের করেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রাথমিক শিক্ষক অশোক দাস দীর্ঘদিন ধরে স্থানীয় একটি ক্লাবের গিয়ে টিউশনি করতেন। বৃহস্পতিবার রাতে তাদের নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা করে। মেয়ে অসুস্থ হয়ে বাড়ি ফিরলে ঘটনাটি প্রকাশ্যে আসে। এই ঘটনার পরেই আজ শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযুক্তকে পোকসো আইনে আটক করেছে। পুলিশ গ্রেফতার করে নিয়ে আসার সময় স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে মারধর করে অভিযুক্তের কঠোর শাস্তি দাবিতে । এছাড়াও এলাকাবাসী এগ্রা পটাশপুর রাস্তা অবরোধ করে রাস্তার ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।অভিযুক্ত অশোক দাসকে কাঁথি আদাল

পঞ্জাবে ইরাবতীর উপর বাঁধে সম্মতি কেন্দ্রের, জল কমতে পারে পাকিস্তানের

Image
পঞ্জাবে ইরাবতী নদের ওপর শাহপুরকান্ডিতে বাঁধ বানানোর প্রকল্পে সবুজ সঙ্কেত দিল কেন্দ্র। ২০২২ সালের জুন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার কথা ভাবছে কেন্দ্র। এর ফলে জম্মু-কাশ্মীর ও পঞ্জাবের বিস্তীর্ণ কৃষি এলাকা সেচের আওতায় আসবে। পাশাপাশি উৎপন্ন হবে জলবিদ্যুৎ। যদিও এর ফলে প্রতিবেশী পাকিস্তানের জল কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। কারণ, ইরাবতী নদী পাহাড় থেকে নেমে পঞ্জাবের সমতলভূমি পেরিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছে ঢুকছে পাকিস্তানেই। ১৭ বছর আগে প্রথম এই প্রকল্পের কথা ভেবেছিল ভারত। তখন এই প্রকল্পের খরচ ধরা হয়েছিল আনুমানিক ২,২৮৫ কোটি টাকা। কিন্তু টাকার অভাবে ঢিমে তালেই চলছিল এই প্রকল্পের কাজ। কেন্দ্র নতুন করে এই প্রকল্পের জন্য ৪৮৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল এই বৃহস্পতিবারই। পাশাপাশি ২০২২ সালের মধ্যে এই বাঁধ তৈরির কাজ শেষ করার লক্ষ্যমাত্রাও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৬০ সালের ভারত পাকিস্তান সিন্ধু জলচুক্তির নির্দেশিকা মেনেই এই বাঁধ বানাচ্ছে ভারত। এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। সিন্ধু জলচুক্তি অনুযায়ী ভারত ইরাবতী, বিপাশা এবং

ভিনগ্রহীরা পৃথিবী ঘুরে গিয়েছে, আমরাই দেখতে পাইনি, বললেন নাসার বিজ্ঞানী

Image
ভিনগ্রহীরা ইতিমধ্যেই এসে পৃথিবী ঘুরে গিয়েছে? আমরাই ওদের দেখতে পাইনি? এমনটাই দাবি করলেন নাসার এক বিজ্ঞানী সিলভানো পি কলম্বানো। তাঁর হালের গবেষণাপত্রে। কেন দেখতে পাইনি, তা ব্যাখ্যা করতে গিয়ে নাসার এইমস রিসার্চ সেন্টারের কম্পিউটার বিজ্ঞানী কলম্বানো বলেছেন, "ভিনগ্রহীদের যে ছবি আমরা এত দিন ভেবেছি, এঁকেছি, সেই সবের সঙ্গে ভিনগ্রহীদের চেহারা মেলে না বলে।'' কলম্বানোর বক্তব্য, ভিনগ্রহীদের শরীরটা যেন কোনও কার্বন যোগ দিয়ে গড়া বলে আমরা ভেবে এসেছি। হয়তো তা আদৌ নয়। তাই পৃথিবী ঘুরে গেলেও আমরা ভিনগ্রহীদের দেখতে পাইনি। ওই গবেষণাপত্রে কলম্বানো লিখেছেন, "ভিনগ্রহীদের সম্পর্কে আমাদের ধ্যানধারণায় গলদ রয়েছে। আমরা মহাকাশের এই মুলুকে, ওই মুলুকে যাওয়ার পরিকল্পনা করছি। যাচ্ছি। অথচ, ভিনগ্রহীরাও যে এই ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াতে পারে বা তাদের সেই ভ্রমণ যে আমাদেরও আগে শুরু হয়ে থাকতে পারে, এটা আমরা মাথায় রাখছি না।'' পৃথিবী ঘুরে গেলেও ভিনগ্রহীরা যে এখনও পড়েনি আমাদের নজরে, তার আরও একটি ব্যাখ্যা দিয়েছেন কলম্বানো। বলেছেন, "ওরা অত্যন্ত বুদ্ধিমান (সুপার ইন্টেলিজেন্ট) আর চেহারায় ক্ষুদ্রাতিক্ষুদ

সীমান্তে ৬৪০ লিটার ভেজাল দুধ উদ্ধার, পুলিশের জালে চক্রের তিন পাণ্ডা

Image
তেহট্ট: ৬৪০ লিটার ভেজাল দুধ-সহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করল। সীমান্তের মুরুটিয়া থানার দিঘলকান্দি খানপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম প্রকাশ ঘোষ, গৌরাঙ্গ ঘোষ ও বিশ্বজিৎ ঘোষ। এদের বাড়ি মুরুটিয়া থানার খানপুরে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ভেজাল দুধের ১৬টি কন্টেনার উদ্ধার করে। একইসঙ্গে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে। একটি বোলেরো গাড়িতে করে এই কন্টেনারগুলিতে থাকা ভেজাল দুধ পাচার করার কথা ছিল। পুলিশ সোর্স মারফত খবর পেয়ে ওই গাড়ি ধরে। গাড়িতে ১৬টি কন্টেনার ছিল। প্রতিটা কন্টেনারে চল্লিশ লিটার করে এই ভেজাল দুধ ছিল। প্রসঙ্গত এই দুধ যাচ্ছিল নদিয়ার বিভিন্ন স্থানে। এই দুধ থেকে ঘি, মাখন, ছানা, পনির-সহ একাধিক খাদ্যসামগ্রী তৈরি হচ্ছিল। বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে ভেজাল দুধ সরবরাহ করার খবর আসছিল। পুলিশ গতকাল রাতে সোর্স মারফত খবর পেয়ে দেরি করেনি। শীতের রাতে সীমান্তে এই বিরাট পরিমাণের ভেজাল দুধ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দেয়। ধৃতরা প্রত্যেকে দুধে ভেজালের বিষয়টি স্বীকার করেছে বলে পুলিশের দাবি। শুক্রবার তাদের আদালতে তোলা

স্কুলে চার বছরের কন্যাকে যৌন নিগ্রহ! কাঠগড়ায় সহপাঠী

Image
৪ বছরের এক শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল তারই এক সহপাঠীর বিরুদ্ধে। দিল্লির রণহোলার একটি বেসরকারি স্কুলে ঘটেছে এই ঘটনা। ক্ষোভে স্কুলে ঢুকে ভাঙচুর চালিয়েছেন নিগৃহীতার বাবা-মা ও অন্যান্য অভিভাবকরা। স্কুলের কর্মীদের গাফিলতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।  বুধবার POCSO ধারায় হয়েছে মামলা দায়ের। তার পরের দিনই স্কুলে গিয়ে তুলকালাম বাধান অভিভাবকরা। বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। স্কুলে ঢুকে সম্পত্তি নষ্ট করার অভিযোগে বহিরাগতদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন স্কুল কর্তৃপক্ষ। পুলিশকে অভিযোগ জানাতে গিয়ে নিগৃহীতার মা জানিয়েছেন, বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরেই তাঁর মেয়ে জানায় তার যৌনাঙ্গে যন্ত্রণা হচ্ছে। কাছের এক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা পরীক্ষা-নীরিক্ষার পর জানান, শিশুটির উপর যৌন নিগ্রহ চালানো হয়েছে। এরপর মেয়েকে বাড়ি এনে মা জিজ্ঞেস করেন কী হয়েছে। চার বছরের শিশু জানায়, তার এক সহপাঠী ক্লাসরুমে তাকে 'আপত্তিকর কাজ' করতে বলে। এই কথা শুনেই শিশুটির বাবাকে নিয়ে রণহোলা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন মা। গোটা ঘটনায় তিনি স্তম্ভিত বলে জানিয়ে শিশুটির মা

কেমন হল "কেদারনাথ" ?

Image
মন যখন ভাঙে, প্রকৃতিও কেঁদে ওঠে। "কেদারনাথ" ছবির থিম এটাই। ছবির প্লটের সঙ্গে যুক্তিসঙ্গত ভাবে মেশানো হয়েছে ২০১৩ সালে কেদারনাথের ভয়াবহ বন্যার ঘটনা। তবে "কেদারনাথ" মূলত একটি প্রেমের গল্প। প্রেমের গল্প যেভাবে বলা উচিত, তেমনভাবেই সাজানো হয়েছে ছবিটিকে। ছবির পরিচালক অভিষেক কাপুর। ইন্টারভালের আগে অবধি একটু একটু করে দানা বেঁধেছে মুক্কু-মনসুরের প্রেম। পরিচালক একটুও তাড়া করেননি এই ব্যাপারে। বেশ সময় নিয়ে বুঝিয়েছেন তাদের সম্পর্কের গভীরতা।  মুক্কুর চরিত্রে সারা আলি খানকে এই বছরের আবিষ্কার বলা যেতে পারে। ক্যামেরার সামনে তাঁর সহজ উপস্থিতি মনে পড়িয়ে দেয় তাঁর মা অমৃতা সিংয়ের কথা। আর মনসুরের চরিত্রে সুশান্ত সিং রাজপুত ততটাই সাবলীল। তাঁর চরিত্রটা এতটাই সৎ যে ভালো না বেসে উপায় নেই। সুশান্ত নিজের সর্বস্ব দিয়ে অভিনয় করেছেন। হয়তো একটু বেশিই করেছেন। কখনই মনসুরকে তার ধর্মবিশ্বাস দিয়ে বিচার করতে ইচ্ছে করবে না দর্শকের। আর ভাগ্যক্রমে মনসুরকে কখনও নামাজ় পড়তে দেখা যায়নি।  বন্যার দৃশ্য খুবই গুরুত্বপর্ণ এই ছবিতে। গ্রাফিক্সের কাজকে ভালো বলা যায়। বিদেশি ছবির মতো নিপুণতা হয়তো আশা করাও উচিত নয়। বে

শনিবার কলকাতায় আসছেন অমিত শাহ

Image
কলকাতা: একদিকে রথযাত্রা নিয়ে ধোঁয়াশা। বিজেপির রথ কবে বেরবে, তা স্থির হবে আদালতের রায়ের পর। এর মধ্যেই অমিত শাহের রাজ্য সফর নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে সেই ধোঁয়াশা কাটিয়ে শনিবারই কলকাতায় আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। শুক্রবার সাংবাদিক বৈঠকেই একথা জানিয়েছেন অমিত শাহ। রথযাত্রা নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশের পরই জল্পনা তৈরি হয়েছিল। শুক্রবার কোচবিহার থেকে বিজেপির রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল। সেখানে রয়েছে জনসভা। সেই সভায় উপস্থিত থাকার কথা ছিল অমিত শাহের।   কিন্তু হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর শুক্রবার অমিত শাহের সফর বাতিল হয়ে যায়। এদিন দুপুর ১টায় দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই জানান শনিবার আসবেন তিনি। তবে এদিন কলকাতায় এসে তিনি কোনও সভা করবে কিনা, তা স্পষ্ট নয়। তবে সফর বাতিল করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। রথযাত্রা শুরুতেই থেমে যাওয়া বিজেপির কাছে কার্যত একটা বড় ধাক্কা। শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়েছে এই মামলার শুনানি। শুনানিতে বিজেপির আইনজীবীর বক্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন বিচারপতি।

আগামী বাজেটে জ্বালানির দাম বাড়ছে না

Image
প্যারিস: টানা বিক্ষোভ- প্রতিবাদের জেরে পিছু হটছে সরকার। ফলে পরবর্তী বাজেটে জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসছে ফ্রান্স সরকার। প্রথমে ঠিক হয়েছিল, আগামী ছ'মাসের জন্য তা স্থগিত রেখে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হবে। কিন্তু বিক্ষোভ ও চাপের আঁট অনুভব করে প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপ ঘোষণা করেছেন, ২০১৯ সালের নয়া বাজেট বিল থেকে জ্বালানিতে কর বসানোর বিষয়টি বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা বসারও বার্তা দেন৷ এমন সিদ্ধান্তকে প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর স্বাগত জানিয়েছেন প্রতিবাদকারীরা। তবে এত করেও এখন ক্ষোভের আঁচ পুরোপুরি নিভে যায়নি।কারণ এই বিক্ষোভকে এগিয়ে নিয়ে যেতে শ্রমিক ও কৃষক ও ছাত্র সংগঠন আগামী সপ্তাহে নতুন করে পথে নামার হুঁশিয়ারি দিয়েছে ৷   প্রসঙ্গত, জ্বালানির লাগামছাড়া দরবৃদ্ধির প্রতিবাদে বেশ কিছুদিন আগেই বিক্ষোভকারীরা পথে নেমেছিল ফ্রান্স। বিশেষত ডিজেলের উপর কর বসা নিয়ে রয়েছে ক্ষোভ। অন্য জ্বালানির তুলনায় ডিজেল সস্তা হওয়ায় অনেকটাই নির্ভরশীল এই জ্বালানীর উপর। যদিও মাকরঁ জানিয়েছিলেন,পরিবেশ দূষণ ঠেকাতে জ্বালানির দাম বাড়ান ছাড়া উপায় নেই৷ তারপরে প্রথ

এবার আকাশপথে খাবার ডেলিভারি করবে ZOMATO

Image
নয়াদিল্লি: ঘুম থেকেই উঠেই সোজা অফিস। লাঞ্চ বানানোর সময় কোথায়। তাই 'জোমাটো' কিংবা' 'সুইগি'র মত ফুড ডেলিভারি সংস্থাগুলির জনপ্রিয়তা এখন তুঙ্গে। ‌লাঞ্চ কিংবা ডিনার, চটজলদি মুখের সামনে হাজির হয়ে যায় খাবার। শুধু মোবাইলের অ্যাপে টাচ করলেই হবে। তব এবার আরও বেশি আকর্ষণীয় হচ্ছে সেই জোমাটোর সার্ভিস। কারণ বাইক নয়, ড্রোনে চেপে আসবে আপনার খাবার। হ্যাঁ, আকাশপথে সেই খাবার এসে পৌঁছবে বলে জানা গিয়েছে। ভারতের মেট্রো শহরগুলিতে এই পরিষেবা আনতে চলেছে এই সংস্থা।   সূত্রের খবর, লখনউয়ের TechEagle Innovations নামে এক সংস্থাকে বিশেষ ড্রোন বানাতে বলেছে জোমাটো। স্বাভাবিকভাবেই এই পদ্ধতি চালু হলে ডেলিভারি হবে অনেক তাড়াতড়ি। কানপুর আইআইটির প্রাক্তন ছাত্র বিক্রম সিং মীনা তৈরি করেছিলেন এই TechEagle Innovations. ২০১৫-তে তৈরি হয় এটি। এই সংস্থার তৈরি ড্রোন পাঁচ কেজি পর্যন্ত ওজনের জিনিস বহন করতে পারে। জোমাটোর কর্ণধার দীপেন্দ্র গোয়েল জানান, আকাশপথে ফুড ডেলিভারি এখন নিতান্তই প্রাথমিক পর্যায়ে। অদূর ভবিষ্যতে যাতে এইভাবে ফুড ডেলিভারি সম্ভব হয়, সেই চিন্তাভাবনাই চলছে। খুব তাড়াতাড়ি ভারতের ১০০টা শহরে ছড়িয়ে পড়ার ল

পর্ন দূরীকরণে কেন্দ্রের সহযোগী গুগল, মাইক্রোসফট, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ

Image
‌নেট দুনিয়া থেকে ধর্ষণের ভিডিও, শিশু যৌনতা, এবং অন্যান্য আপত্তিজনক অশ্লীল বিষয় সাফ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি মদন বি লোকুর এবং ইউইউ ললিতের জাস্টিস বেঞ্চ একটি মামলার শুনানিতে জানান, গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মতো সমস্ত বড় ওয়েব সংস্থার সাহায্যে এই কাজ করতে হবে কেন্দ্রকে। এমনকী বেঞ্চের তরফে বলা হয়েছে, '‌কেন্দ্র ২৮ নভেম্বর পর্ন বন্ধ করা নিয়ে যে নির্দেশ দিয়েছে তা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিক্রিয়া মিলেছে। গুগলের একরকম প্রতিক্রিয়া, তো ইউটিউবের আর একরকম। ফেসবুক বা মাইক্রোসফট আবার অন্যরকম কিছু বলছে। সেই কারণেই এই নির্দেশ বলবৎ করা কঠিন হচ্ছে।'‌ তাই প্রত্যেক সংস্থাকে এই বিষয়ে কী করা যেতে পারে তা নিয়ে তাদের প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। বেঞ্চ জানিয়েছ, প্রতিক্রিয়া আলাদা হলেও শিশু পর্ন এবং গণধর্ষণের মতো খারাপ ভিডিওগুলি যে বন্ধ হওয়া উচিত, তা নিয়ে কোনও দ্বিমত নেই কারও। তাই সকলের প্রস্তাব বিবেচনা করে নির্দিষ্টি পদ্ধতিতে এই কাজ শুরু করা যেতেই পারে। ১০ ডিসেম্বরের মধ্যে এই কাজের রূপরেখা তৈরি করে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার শুনানিতে হোয়াটসঅ্যাপ সংস্থ

১৩০ বছরের পুরনো লজ্জার রেকর্ড ভাঙলেন শন মার্শ

Image
টানা ছয় টেস্ট ইনিংসে দশের নীচে রান করলেন শন মার্শ। অ্যাডিলেড ওভালে শুক্রবার অস্ট্রেলিয়া সফরে ভারতের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে  ২ রানে আউট হলেন শন মার্শ। আর সঙ্গে সঙ্গে ভাঙলেন লজ্জার এক রেকর্ড। যা আবার ১৩০ বছরের পুরনো! ১৮৮৮ সালে অস্ট্রেলিয়ার জর্জ বোনর টানা পাঁচ টেস্ট ইনিংসে দশের নীচে রান করেছিলেন। তাঁকে ছাপিয়ে গেলেন শন মার্শ। প্রথম পাঁচে ব্যাট করেন, এমন অজি ক্রিকেটারদের মধ্যে তিনি টানা ছয় ইনিংসে দশের নীচে রান করলেন। মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান্ডারার্স টেস্ট থেকে খারাপ সময় চলছে মার্শের। ৭, ৭, ০, ৩, ৪ ও ২ হল তাঁর টানা ছয় ইনিংস। এদিন ম্যাচের দ্বিতীয় সেশনে রবিচন্দ্রন অশ্বিনের অফস্পিন মারতে গিয়ে ব্যাটের কাণায় লাগিয়ে স্টাম্পে টেনে আনলেন তিনি। এই নিয়ে টেস্টে পাঁচবার অশ্বিন ফেরালেন বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটসম্যানকে। তাঁর আউটের নেপথ্যে ভারত অধিনায়ক বিরাট কোহালির পাতা ফাঁদের বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিনি এক টিভি চ্যানেলে বলেছেন, "পুরো কৃতিত্বই অশ্বিন ও কোহালির। ভাগ্যের একটা ভূমিকা তো ছিলই। কিন্তু, ফিল্ডিং সাজানোর একটা বড় অবদান রয়েছে।

আকালের বাজারেও রেকর্ড চাকরির অফার খড়গপুর আইআইটিতে

Image
শুধু খড়গপুর নয়। আইআইটি কানপুরেও এসেছে বহু চাকরির অফার। রেকর্ড সংখ্যক চাকরির অফার এল আইআইটি খড়গপুরে। মাত্র ৬ দিনে ১০০০-এরও বেশি চাকরির প্রস্তাব পেলেন খড়গপুর আইআইটি-র ছাত্র-ছাত্রীরা। ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্লেসমেন্ট শেষে খড়গপুর আইআইটি-র ১০১২ জন ছাত্র চাকরির প্রস্তাব পেলেন দেশ-বিদেশের নানান কোম্পানি থেকে। মোট ১১২টি কোম্পানি তাদের সুযোগ্য কর্মীর খোঁজে এসেছিলেন খড়গপুর আইআইটি-তে। আইআইটি খড়গপুরের কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টার-এর চেয়ারম্যান জি পি রাজাশেখরের কথায়, ''মাত্র ৬ দিনে আমাদের ইনস্টিটিউটের ১০১২জনের চাকরির অফার সত্যিই রেকর্ড করে ফেলল।'' যে ১১২টি কোম্পানি খড়গপুর আইআইটির ছাত্রদের মূলত চাকরির অফার দিয়েছে, তাদের ৪০ শতাংশ আইটি/আইটিইএস কোম্পানি। কোর সেক্টরে ২০ শতাংশ, অ্যানালিটিক্স এবং ই-কমার্সে ১৫ শতাংশ করে এবং ফিনান্সে ১০ শতাংশ। যদিও ম্যানুফ্যাকচারিং, পাওয়ার রিসার্চ এবং অটো মোবাইল সেক্টর থেকেও বেশ কিছু অফার পেয়েছেন খড়গপুর আইআইটির ছাত্র-ছাত্রীরা। তবে সব থেকে বেশি চাকরির অফার দিয়েছে ইএক্সএল সার্ভিস। শুধু এই কোম্পানি  থেকেই ৩৪টি কাজের প্রস্তাব এসেছে। কুয়ালকম, মাইক্রোসফ

বায়ুদূষণে ভারতে একবছরে মৃত্যু ১২ লক্ষ মানুষের

Image
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ সম্প্রতি একটি রিপোর্ট পেশ করেছে। এই রিপোর্টে সঙ্গ দিয়েছে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব ইন্ডিয়া ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ও ল্যান্সেট প্ল্যানেটারি হেলথ। সেখানে বলা হচ্ছে, বায়ুদূষণের কারণে ভারতে অকালে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। সংবাদ সংস্থা আইএএনএসের রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ সালে বায়ুদূষণের কারণে ভারতে ১২.৪ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে। বায়ু দূষণে অকাল মৃত্যু বলা হচ্ছে, ভারতে বায়ু দূষণের মাত্রা এতটাই বেশি যে মানুষ প্রাণ হারাচ্ছেন। সত্তর বছরের কম বয়সী মানুষই বেশি করে বায়ুদূষণের কারণে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।     ঘরে-বাইরে দূষণে এই ১২.৪ লক্ষ মানুষের মধ্যে ৬.৭ লক্ষ মৃত্যু বাড়ির বাইরের দূষণের কারণে হয়েছে। বাকী ৪.৮ লক্ষ মৃত্যু বাড়ির ভিতরের দূষণের কারণে হয়েছে। অর্থাৎ ভারতে প্রতি ৮ জনে একজনের মৃত্যু বায়ুদূষণের কারণে হচ্ছে।     বিপদে বেশি ভারতীয়রাই সার্বিকভাবে সারা বিশ্বে যত মানুষ বায়ু দূষণের কারণে মারা যান অথবা স্বাস্থ্য সম্পর্কিত বিপদের মধ্যে পড়েন, তার ২৬ শতাংশই ভারতীয়। এর মধ্যে যে রাজ্যগুলি দূষণে সবচেয়ে এগিয়ে সেগুলি হল দিল্লি, উত্তরপ্রদে

এবার ড্রাইভার ছাড়াই চলবে উবার

Image
কিছুদিন আগেই ড্রাইভার ছাড়া গাড়ি পরীক্ষা করতে বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল উবার। কিন্তু এতে থেকে থাকতে রাজি নয় মার্কিন ক্যাব কোম্পানিটি। এবার নতুন ভাবে ড্রাইভার ছাড়া গাড়ি তৈরীর পরিকল্পনা শুরু করল উবার। যদিও এবার রক্ষণশীল পদ্ধতির উপরেই ভরসা রাখছে কোম্পানি। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পিটসবার্গের কোম্পানির দুটি আফিসের মধ্যে অল্প সংখ্যায় কিছু ড্রাইভার বিহীন গাড়ি পরীক্ষামূলকভাবে চালানো শুরু করেছে উবার। ২০১৬ সালে এই রাস্তাতেই প্রথম পরীক্ষামূলকভাবে ড্রাইভার বিহীন গাড়ি চালানো শুরু করেছিল মার্কিন কোম্পানিটি। আরিজোনায় এক ভয়াবহ দুর্ঘটনায় নয় মাস আগে এক পথচারির মৃত্যু হয়েছিল। সেই দুর্ঘটনার জন্য দায়ী ছিল উবার ড্রাইভার বিহীন গাড়ি। সেই ঘটনার পরে এই প্রথম ড্রাইভার বিহীন গাড়ি পরীক্ষামূলকভাবে রাস্তায় নামালো উবার। এইবার রাতে ও বৃষ্টির সময় এই গাড়িগুলি চলবে না। সর্বোচ্চ ২৫ মাইল প্রতি ঘন্টা গতিতে আপাতত ছুটবে উবারের ড্রাইভার বিহীন গাড়ি। গাড়িতে সবসময় কোম্পানির দুই জন কর্মী বসে থাকবেন। এখনই এই গাড়িতে যাত্রী তোলার পরিকল্পনা নেই উবারের। মার্চ মাসে আরিযোনাতে দুর্ঘটনার পরে

প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সুধাংশু বিশ্বাস

Image
বিষ্ণপুর : প্রয়াত স্বাধীনতা সংগ্রামী তথা পদ্মশ্রী সুধাংশু বিশ্বাস। বয়স হয়েছিল ৯৯। তিনি একদিকে যেমন দেশের স্বার্থে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন আবার অপরদিকে সুন্দরবনে অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রম খুলে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। স্বাধীনতার পর ১৯৭৩ সালে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের দুর্গাপুরে শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রতিষ্ঠা করেন তিনি। সেখানেই কয়েকজন শিশুকে নিয়ে অনাথ আশ্রম শুরু করেন। পরে খোলেন বৃদ্ধাশ্রম। দেশের স্বার্থে লড়াই ও সমাজসেবার জন্য তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়। সুধাংশুবাবু স্বাধীনতা সংগ্রামী বেণীমাধব দাসের শিষ্য ছিলেন। তাঁর হাত ধরেই বারিন ঘোষ, বীণা দাস, শিশির বসু, অমিয় মণ্ডল, সুধাংশু বিশ্বাসরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন। গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুধাংশুবাবু। তাঁকে ঠাকুরপুকুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। গতকাল দুপুর ১টা নাগাদ মৃত্যু হয় তাঁর। রাতে মৃতদেহ দুর্গাপুর এলাকায় এলে সেখানে রামকৃষ্ণপুর, মনিরামপুর, হটোর সহ একাধিক এলাকার বাসিন্দারা ভিড় জমান। আজ সকাল ১০টা নাগাদ বারুইপুর কীর্তনখোলা মহাশ্মশানে তাঁর শেষ

অশ্বিন-ইশান্তের ভেল্কি, অ্যাডিলেডে ৪ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

Image
উইকেট নিয়ে উল্লাস অশ্বিনের। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে প্রত্যাঘাতটা ভালই শুরু করল ভারত। অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় বলে ওপেনার অ্যারন ফ্রিঞ্চকে বোল্ড করে ইশান্ত শর্মারা যেন বুঝিয়ে দিলেন লড়াই ছাড়া বিন্দুমাত্র জমি ছাড়তে রাজি নন তাঁরা। যদিও সেই ধাক্কা সামলে প্রাথমিক লড়াইটা শুরু করেছিলেন দুই অজি ব্যাটসম্যান, মার্কাস হ্যারিস এবং পাক বংশোদ্ভূত উসমান খোয়াজা। দ্বিতীয় উইকেটে ৪৫ রান যোগ করেও ফেলেছিলেন তাঁরা। এই জুটি যখনই কোহালিদের মনে আশঙ্কা তৈরি করছিলেন, তখনই ত্রাতার ভূমিকায় বহু যুদ্ধের নায়ক সেই অশ্বিন। ইনিংসের তৃতীয় বলে যে আঘাতটা ইশান্ত শর্মার হাত ধরে এসেছিল, সেটা মজবুত করার দায়িত্ব তখন নিজের কাঁধে তুলে নিলেন ভারতীয় দলের এই অফ স্পিনার। কেন তাঁকে অনিল কুম্বলে পরবর্তী ভারতীয় স্পিনের কাণ্ডারি বলা হয়, সে কথা প্রমাণ করাই ছিল আজ অশ্বিনের কাছে বড় চ্যালেঞ্জ। যে ভাবে বিদেশের মাঠেও নিজের নামের প্রতি সুবিচার করতে দেখা গিয়েছিল কুম্বলেকে, সে ছবিটাই বার বার উঠে এল। শর্ন মার্শকে বোল্ড করা থেকে শুরু করে, বিপজ্জনক হয়ে উঠতে থাকা খোয়াজা এবং হ্যারিস— তিনই জনই অশ্বিনের ভেল্কির শিকার। এই প্রতিবেদন লেখার সময় অস্

ভিডিয়ো গেম খেলার টাকা নেই, বাথরুমের কল চুরি ৫ নাবালকের

Image
পার্লারে গিয়ে ভিডিয়ো গেম খেলার আসক্তি। বাড়ি থেকে টাকার যোগান না পেয়ে লোকের বাড়িতে  চুরির পথ বেছে নিল পাঁচ স্কুল পড়ুয়া। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। বাড়িতে তালা দিয়ে ব্যাক্তিগত কাজে বাইরে যান জলপাইগুড়ি শহরের নয়াবস্তি এলাকার বাসিন্দা বীণা সান্যাল। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন বাড়ির দরজার একাংশ ভাঙা। তালা খুলে ভেতরে ঢুকে তিনি দেখেন লণ্ডভণ্ড হয়ে আছে ঘর। খোয়া গেছে নগদ টাকা ও বাড়ির বাথরুমের কল। খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। পুলিস এসে তদন্ত শুরু করে। তদন্তে নেমে দরজা ভাঙা দেখেই সন্দেহ হয় পুলিসের। তদন্তকারী অফিসারের সন্দেহ হয়, যে এত ছোট ফাঁকা দিয়ে বড় মানুষের ঢোকা অসম্ভব। এবং টাকা ও জলের কল ছাড়া অন্যকিছু কেন নিল না চোর? এরপরে সূত্র মারফৎ খবর নিয়ে বৃহস্পতিবার রাতে পুলিস পৌঁছে যায় তাদের বাড়িতে। মূল অভিযুক্তকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে একে একে আরও ৪ অভিযুক্তকে আটক করে পুলিস। জেরার মুখে প্রত্যেকেই স্বীকার করে চুরির কথা। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪ হাজার ৫০০ টাকা। গেম খেলার জন্য চুরি করেছে বলে জানায় তারা। পরে অভিভাবকদের ডেকে ওই পাঁচ জনকেই ছেড়ে দেওয়া হয়। অভিযুক্ত এক নাবালক জানায় তারা এক বন্ধুর পাল্লায়

কংগ্রেস প্রচার মাধ্যমের মুখ বন্ধ করতে তত্পর, মত সুধীর চৌধুরীর

Image
রাজস্থানে নির্বাচনী জনসভায় 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগানের ঘটনায় জি নিউজ যে ভিডিওটি সামনে এনেছিল, সেটিকে 'ভুয়ো' বলে দাবি করেছিল কংগ্রেস। কংগ্রেস দাবি করেছিল, ভিডিওটি প্রযুক্তির কারসাজি। জি নিউজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন সিধু। এ বার এ প্রসঙ্গে মুখ খুললেন জি নিউজের প্রধান সম্পাদক (এডিটর-ইন-চিফ) সুধীর চৌধুরী। ডিএনএ-কে দেওয়া একটি সাক্ষাত্কারে তিনি দাবি করেন, জি নিউজে সম্প্রচারিত যে ভিডিওটিতে রাজস্থানে নির্বাচনী জনসভায় 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দিতে শোনা যায়, ওই ভিডিওটি ১০০ শতাংশ খাঁটি। শুধু তাই নয়, ভিডিওটিতে প্রযুক্তির কারসাজির অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। সুধীর চৌধুরীর দাবি, এই ভিডিও ফুটেজ সামনে আসায় কংগ্রেস নেতারা এখন দোষ ঢাকার মরিয়া চেষ্টায় ব্যস্ত। সিধুর 'নানি ইয়াদ দিলা দেঙ্গে' হুমকির প্রসঙ্গে কড়া নিন্দার সুরে সুধীর চৌধুরী বলেন, "কংগ্রেস সর্বদা দাবি করে যে, তাদের দলটি মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে। কিন্তু কংগ্রেসের মতো ভারতের প্রাচীনতম পার্টির একজন নেতা যখন এই ভাষায় কথা বলেন তখন দলের এই তিনি কতট

সব থেকে ভারী কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠালো ISRO

Image
ভারতের সবথেকে ভারী কৃত্রিম উপগ্রহ GSAT-11 মহাকাশে পাঠালো ISRO। বুধবার ফ্রেঞ্চ গায়ানা থেকে আরিয়ানএস্কেপ রকেটে চেপে GSAT-11 মহাকাশে পাঠিয়েছে ভারতের মহাকাশ গবেষনা সংস্থা। ভারতীয় স্পেস রির্সাচ অর্গানাইজেশন (ISRO) ফ্রেঞ্চ গায়ানার ফরাসি উৎক্ষেপণ কেন্দ্র স্পেসপোর্ট থেকে ''GSAT-11" নামের পরবর্তী প্রজন্মের যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। ভারতীয় সময় রাত দুটো বেজে সাত মিনিটে এই উৎক্ষেপণ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। ISRO প্রধান কে শিভান জানিয়েছেন, ''GSAT-11 হল পরবর্তী প্রজন্মের যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট। সারা ভারতে ব্রডব্যান্ড পরিসেবার উন্নতিতে এই স্যাটেলাইটের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। নতুন প্রজন্মের বিভিন্ন পরিসেবা এই স্যাটেলাইটের মাধ্যমে পাবে দেশের মানুষ।'' প্রধাণত গ্রামীন ভারতে ইন্টারনেট পরিষেবা আরও উন্ন করতে ব্যবহার হবে নতুন GSAT-11। শহুরে এলাকাতে বডব্যান্ড পরিষেবায় বিপুল উন্নতি হলেও গ্রামীন ভারতে এখনও তেমন ভালো হয়নি ব্রডব্যান্ড পরিকাঠামো। সেই চিত্র বদলে দেবে নতুন এই কৃত্রিম উপগ্রহটি। GSAT-11, বানাতে

বিনামূল্যে অ্যামাজন প্রাইম ও নেটফ্লিক্স ব্যবহার করবেন কীভাবে?

Image
সম্প্রতি সব টেলিকম অপারেটার গ্রাহকদের আরও কম দামে ডাটা ও ফোন কল দিতে শুরু করেছে। এর সাথেই প্রায় সব গ্রাহক দিচ্ছে বিনামূল্যে আমাজন প্রাইম ও নেটফ্লিক্স ব্যবহারের সুযোগ। এয়ারটেল, জিও, ভোডাফোন ও বিএসএনএল এর মতো জনপ্রিয় সব টেলিকম কোম্পানি গ্রাহকদের বিনামূল্যে হটস্টার, অ্যামাজন প্রাইম ও নেটফ্লিক্স স্ট্রিমিং সার্ভিসগুলি ব্যবহার করতে দিচ্ছে। কীভাবে এই সুবিধা ব্যবহার করবেন দেখে নেওয়া যাক। এয়ারটেল অক্টোবর মাসে জি৫ ও নেটফ্লিক্সের সাথে হাত মিলিয়ে পোস্টপেড গ্রাহকদের এই পরিষেবা বিনামূল্যে ব্যববার করতে দিচ্ছে ভারতের এক নম্বর টেলিকম কোম্পানি এয়ারটেল। কোম্পানির ৪৯৯ টাকা বা তার বেশি দামের সব পোস্টপেড গ্রাহকরা তিন মাস বিনামূল্যে নেটফ্লিক্স দেখতে পাবেন। এর সাথেই ৪৯৯ টাকা বা তার বেশি টাকার পোস্টপেড গ্রাহকদের এক বছর আমাজন প্রাইম ব্যবহার করতে দিচ্ছে এয়ারটেল। বিএসএনএল কোম্পানির পোস্টপেড ও ব্রডব্যান্ড গ্রাহকদের এক বছর বিনামূল্যে আমাজন প্রাইম ব্যবহার করতে বিএসএনএল। ৩৯৯ টাকা বা তার বেশি দামের পোস্টপেড প্ল্যান আর ৭৪৫ টাকা বা তার বেশি দামের ব্রডব্যান্ড প্ল্যানের গ্রাহকরা এই সুবিধা পাবেন। শিঘ্রই হটস্টার ও নেটফ্লিক্

জেলে পচে মরুক স্বামী, মেয়ের ‘খুনি’র সঙ্গে সম্পর্ক রাখতে চান না মা

Image
কল্পনাদেবী। মেয়ের 'খুনি'র মুখদর্শন করতে চান না কল্পনা ক্ষেত্রপাল। ১৯ বছরের মেয়েকে হারিয়ে মেমারির কলেজ-মাঠপাড়ার বাসিন্দা কল্পনা ক্ষেত্রপাল দাবি করেন, ''২৭ বছর আগে ও আমার তিন মাসের ছেলেকে মেরে ফেলেছিল। তারপরেও অনেক অত্যাচার সহ্য করে রয়ে গিয়েছি। এ বার আমার ছোট মেয়েটাকেও পুড়িয়ে মেরে দিল। ওর মুখ দেখতে চাই না। জেলে পচে মরুক।'' বুধবার দুপুরে বছর পঞ্চাশের শঙ্কর ক্ষেত্রপালকে নেশার টাকা না দেওয়ায় মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগে আটক করেছিল মেমারি থানার পুলিশ। পুলিশের দাবি তিনি জেরায় স্বাকীর করেছিলেন, 'নেশার টাকা জোগাড় হয়নি বলে মাথায় রাগ উঠে গিয়েছিল। সেই রাগেই মেয়েকে মেরে ফেলেছি'। পরে ওই রাতেই মেয়েকে খুন করার দায়ে তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ১৩ দিন জেল-হাজতের নির্দেশ দেন। ওই দম্পতির তিন মেয়ের মধ্যে ছোট সরস্বতী। পরিচারিকার কাজ করে মায়ের সঙ্গে সংসার চালাতেন তিনি। সঙ্গে চালাতেন নিজের পড়াশোনার খরচ। এ বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল তাঁর। অভিযোগ, মঙ্গলবার দুপুরে নেশার টাকা দিতে না চাওয়ায় তাঁর মাথায় বোতলের আঘাত করেন শঙ্কর। কাঁদতে

ইন্সপেক্টর খুনে মূল অভিযুক্ত যোগেশ রাজকে আত্মসমর্পণ করতে বলল বজরং দল

Image
বুলন্দশহরে গোরক্ষাকারীদের হাতে মৃত্যু হয়েছে ইন্সপেক্টর সুবোধ সিং সহ আরও এক স্থানীয় যুবকের। মূল অভিযুক্ত হিসাবে নাম উঠে এসেছে এই শহরের বজরং দলের সমন্বয়কারী যোগেশ রাজের নাম। বুধবার বজরং দলের পক্ষ থেকে যোগেশ রাজকে পুলিসের কাছে আত্মসমর্পণ করতে বলা হয়েছে এবং তাঁদের বিশ্বাস যোগেশ নিরাপরাধ। ঘটনার পর থেকেই নিখোঁজ যোগেশ। পুলিস এখনও ধরতে পারেনি তাকে। বজরং দলের দাবি, এই ঘটনার তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক। কারণ এই ঘটনায় পুলিস নিজেই অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়ে। ২০১৫ সালে দাদরিতে মহম্মদ আকলাখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ইন্সপেক্টর সুবোধ কুমার সিং প্রমাণ করেন যে গণপিটুনিতে মৃত্যু হয়েছিল ওই ব্যক্তির। সোমবার বুলন্দশহরে মাহাও গ্রামে মৃত গরুর দেহ দেখার পরই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। উন্মত্ত জনতার সঙ্গে বচসা বেধে যায় পুলিসের। গোরক্ষকদের গুলিতেই মৃত্যু হয় সুবোধ সিং সহ ২০ বছরের যুবকের। যোগেশ রাজ সহ ৯০ জনের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে। মাহাও গ্রামের কিছু বাসিন্দা জানিয়েছেন, যেখান থেকে গরুগুলির দেহাংশ উদ্ধার হয় সেগুলি পুড়িয়ে দিতে রাজি হয়েছিল স্থানীয় বাসিন্দারা। কিন্তু বজরং দলের কর্মীরা এসে সেগুল

বিদ্যুৎ-বিভ্রাটের স্থায়ী সমাধান, অযোধ্যা পাহাড়ে তৈরি হবে পাম্পিং স্টেশন

Image
গ্রিড বিভ্রাট কিংবা প্রাকৃতিক বিপর্যয়, কলকাতা বা রাজ্যে যদি হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে থমকে যাবে জনজীবন৷ এমন সম্ভাব্য বিপদের স্থায়ী সমাধান করতে কোমর বেঁধে নামছে রাজ্য। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে তৈরি হচ্ছে দু'টি ইলেকট্রো পাম্পিং স্টেশন। একটির নাম তুর্গা পাম্পিং স্টেশন, অপরটি বন্ধুনালা। প্রথমটি ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে, আর দ্বিতীয়টির উৎপাদন ক্ষমতা প্রায় এক হাজার মেগাওয়াট। রাজ্য বিদ্যুৎ দপ্তরের শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন, এই পাম্পিং স্টেশন চালু হলে লোডশেডিংয়ের কয়েক সেকেন্ডের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে ফের বিদ্যুৎ সরবরাহ চালু হয়ে যাবে। তবে শুধুমাত্র আপৎকালীন পরিস্থিতির জন্যই এই প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার৷ ওই দুটি পাম্পিং স্টেশন থেকে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা যাবে না৷ আচমকা বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলা করতে ২০০৮ সালে অযোধ্যা পাহাড়ে তৈরি হয় পুরুলিয়া পাম্পিং স্টেশন। যার উৎপাদন ক্ষমতা ৯০০ মেগাওয়াট। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা বেড়েছে। পুরনো বিদুৎ উৎপাদন কেন্দ্রগুলির রক্ষণাবেক্ষণেও খরচ বেড়েছে। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কথায়, "শুধ

রথযাত্রা নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশকে স্বাগত : সৌগত রায়

Image
কলকাতা : রথযাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশকে স্বাগত জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "আদালতের এই স্থগিতাদেশকে আমরা স্বাগত জানাই। রথযাত্রা হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারত।" BJP-র রথযাত্রা নিয়ে গতকাল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের তরফে একটি রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়, কোচবিহার অত্যন্ত স্পর্শকাতর। পুলিশ কোনওভাবেই ঝুঁকি নিতে চায় না। তারা আরও জানায়, রথযাত্রা চলবে ৭ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত। রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের সব জেলায় যাবে। সেখানে সব সম্প্রদায়ের মানুষ রয়েছে। এর জেরে সাংবিধানিক ধর্মনিরপেক্ষতার অধিকারও নষ্ট হতে পারে।  এরপরই ৯ জানুয়ারি পর্যন্ত রথযাত্রার উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।  গতকাল এবিষয়ে সাংসদ সৌগত রায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, BJP-র রথযাত্রা না আটকাতে, কারণ এতে ওরা অহেতুক প্রচার পাবে। BJP যা চাইছে তা সম্ভব না।" এদিকে, গতকাল কোচবিহারের মাথাভাঙায় দিলীপ ঘোষের গাড়িতে হামলা হয়। BJP-র অভিযোগ, তৃণমূল হামলা চালিয়েছে। এপ্রসঙ্গে সৌগতবাবু বলেন,

পুত্রবধূকে বিক্রির অভিযোগ, মহিলাকে মাথা কামিয়ে গণপ্রহার

Image
বসিরহাট : পুত্রবধূকে বিক্রি করার অভিযোগে মহিলাকে গণপ্রহার করল জনতা। ঘটনাটি বসিরহাটের রঘুনাথপুর এলাকায়। পরে জনতা ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দেয়। মাস তিনেক আগে বসিরহাটের পিয়ালি মণ্ডলের(নাম পরিবর্তিত) সঙ্গে ওই এলাকার শ্রীরামপুরের বাসিন্দা সৌরভ মণ্ডলের(নাম পরিবর্তিত) বিয়ে হয়। অভিযোগ, দিন সাতেক আগে আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে গাইঘাটার ধরমপুরে পিয়ালিকে বিক্রি করে দেয় তাঁর শাশুড়ি সোমা মণ্ডল(নাম পরিবর্তিত)। মেয়ের খোঁজ না পেয়ে মাটিয়া থানায় মিসিং ডায়েরি করেন পিয়ালির বাবারবাড়ির লোকজন।  অভিযোগ, ৫ ডিসেম্বর রাতে চার ব্যক্তি পুলিশের পরিচয় দিয়ে পিয়ালিকে তাঁর বাবারবাড়ির সামনে ফেলে দিয়ে যায়। তখন পিয়ালি অচৈতন্য ছিল। সুস্থ হয়ে পুরো ঘটনাটি পিয়ালি তাঁর বাবার বাড়ির লোকজনকে খুলে বলে।  এরপরই উত্তেজিত জনতা সোমার মাথা কামিয়ে তাকে গণপ্রহার করে। তাকে পেটানোর পাশাপাশি তার মাথা কামিয়ে দেওয়া হয়। এরপর সোমাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ভারতেরই আগে ধর্মনিরপক্ষে দেশে পরিণত হওয়া উচিত: পাকিস্তান

Image
ইসলামাবাদ: প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয় প্রসঙ্গে ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত আগেই সাফ জানিয়েছিলেন সন্ত্রাসবাদ এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না৷ পাকিস্তান একটি মুসলিম দেশে পরিণত হয়েছে, যদি তাকে ভারতের সঙ্গে থাকতে হয় তাহলে তাকে আগে ধর্মনিরপেক্ষ হতে হবে৷ তিনি এও বলেছিলেন, ভারত ধর্মনিরপেক্ষ দেশ এবং পাকিস্তান যদি ভারতের মতো হতে চায় তাহলে তাকে আগে ভারতের মতো হতে হবে৷ আর এবার একই সুর টেনে পাক সেনা মেজর আসিফ গফুর বললেন, ভারতকে আগে ধর্মনিরপেক্ষ দেশ হতে হবে৷   প্রসঙ্গত, পাক প্রধানমন্ত্রী ইমরান খান কর্তারপুর করিডোরের শিলান্যাসে অনুষ্ঠানে ভারতের সঙ্গে বন্ধুত্বের ওপর জোর দেন৷ তিনি জানান, ভারত-পাকিস্তানের মধ্যে একটাই ইস্যু তা হল কাশ্মীর৷ মানুষ চাঁদে পৌঁছে গেল কিন্তু আমরা কাশ্মীরেই আটকে৷ তিনি এও বলেন, ভারত বন্ধুত্বের জন্য এক পা বাড়ালে, পাকিস্তান দু পা এগিয়ে যাবে৷ সে সময়ই ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত পাকিস্তানকে ধর্ম নিয়ে কটাক্ষ করেন৷ আর এবার পাক মেজর জেনারেল আসিফ গফুর বললেন, পাকিস্তান ইসলামিক দেশ৷ পাকিস্তানের কি রকম হওয়া উচিত তা ভারতকে বলে দিতে হবে

যৌন হেনস্থার দায়ে দুবাইয়ে আটক গায়ক মিকা সিং

Image
এক ব্রাজিলীয় কিশোরীকে যৌন হেনস্থার দায়ে দুবাইয়ে আটক করা হল বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিংকে। ১৭ বছরের সেই কিশোরীকে অশ্লীল ছবি পাঠিয়েছেন মিকা, অভিযোগ এমনটাই। সূত্রের খবর, মিকাকে মুরাক্কাবাত পুলিশ স্টেশনে রাখা হয়েছে। বুধবার রাত ৩টে নাগাদ দুবাইয়ের বুর দুবাই থেকে তাঁকে আটক করা হয়। বর্তমানে তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। গানের অনুষ্ঠানের সূত্রে দুবাইয়ে গিয়েছিলেন মিকা। তাঁকে ছাড়ানোর চেষ্টা করলেও এখনও তা করা যায়নি। একদিকে যখন রাখী সাওয়ন্ত বিয়ের ঘোষণা করছেন, সেই সময়ে মিকার যৌন হেনস্থার কারণে গ্রেফতার হতে হল। এই রাখী ও মিকার চুম্বন নিয়ে একসময়ে বলিউডে সাড়া পড়ে গিয়েছিল। তবে সেই পথ পেরিয়ে দুজনে আলাদা হয়েছেন। এখন রাখী নতুন জীবন শুরু করতে চলেছেন, আর মিকার জীবনে নেমে এল বিপদ।

হোটেলে তরুণীর নগ্ন স্নান-দৃশ্য গোপন ক্যামেরায় রেকর্ড, ছড়ানো হল পর্ন সাইটে!

Image
হোটেলের শৌচাগারে লুকিয়ে রাখা ছিল ক্যামেরা। সেই ক্যামেরাতেই এক আবাসিকের নগ্ন অবস্থায় স্নান করার ভিডিয়ো রেকর্ড করা হয়। তার পর ওই তরুণীর নাম দিয়ে সেই ফুটেজ ছড়িয়ে দেওয়া হল বিভিন্ন পর্নোগ্রাফিক সাইটে। তিন বছর পর সেই ভিডিয়ো দেখে হিল্টন হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি এবং মানসিক যন্ত্রণা দেওয়ার অভিযোগ আনলেন শিকাগোর এক তরুণী। একই সঙ্গে হিল্টন হোটেলের কাছে দশ কোটি ডলার ক্ষতিপূরণও চেয়েছেন তিনি। ২০১৫ সালের জুলাইয়ে নিউইয়র্কের অ্যালবানিতে হিল্টন হোটেল গোষ্ঠীর হ্যাম্পটন ইন হোটেলে অতিথি হিসেবে উঠেছিলেন শিকাগোর ওই তরুণী। নিউইয়র্কে একটি পরীক্ষা দিতে গিয়েছিলেন তিনি। সেই কারণেই হোটেলে থাকতে হয়েছিল তাঁকে।যদিও স্নান করার সময় সেখানে যে তাঁর ভিডিয়ো রেকর্ডিং করা হয়েছিল, তা প্রথম তিন বছর টের পাননি তিনি। তিন বছর পরে, ২০১৮ সালে তাঁর কাছে একটি ই-মেল আসে। সেখানে লেখা ছিল, 'এই ভিডিয়ো কি আপনার?'সঙ্গে দেওয়া ছিল একটি পর্নোগ্রাফিক ওয়েবসাইটের লিঙ্ক। শুধু তাই নয়, সেই লিঙ্কে দেওয়া ছিল তাঁর পুরো নামও। এর পর থেকে ওই ব্যক্তি নিয়মিত উত্যক্ত করতে থাকেন ওই তরুণীকে। চলছিল  ব্ল্যাকমেল করার চেষ্টা।এখানেই না থে

মুখ্যমন্ত্রীর আঁকা ৫ ছবি সিবিআইকে দিলেন প্রযোজক শ্রীকান্ত মোহতা

Image
মুখ্যমন্ত্রীর আঁকা পাঁচটি ছবি সিবিআইয়ের কাছে জমা দিলেন প্রযোজক শ্রীকান্ত মোহতা। ছবিগুলি তিনি বছর আটেক আগে হওয়া প্রদর্শনী থেকে কিনেছিলেন। বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। সিবিআই সূত্রের খবর, কী ভাবে সারদা ও রোজ ভ্যালির টাকা তিনি পেয়েছিলেন, তা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। মোহতার সঙ্গে তাঁর আইনজীবীরাও ছিলেন। সিবিআই তাঁকে গত মাসেও  ডেকে জেরা করেছে। এর পর বার দুয়েক ডাকা হলেও অসুস্থ থাকার কথা বলে তিনি হাজিরা দেননি। সিবিআই সূত্রের দাবি, এ দিন শ্রীকান্ত জানান, তিনিও মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কিনেছিলেন। সেই ছবি সিবিআই হেফাজতে নিতে চাইলে 'টালবাহানা' শুরু করেন তিনি। ছবি না দিলে 'কড়া ব্যবস্থার' আঁচ পেয়ে সেগুলি সিবিআই দফতরে নিয়ে এসে জমা দেন মোহতা। এর পর সিবিআই তাঁকে আরও একটি প্রশ্নমালা দিয়ে ছেড়ে দেয়।   সারদা-রোজ ভ্যালির টাকা নিয়ে তিনি কী করেছিলেন, কলকাতা বন্দরের জমি দখল করে স্টুডিও বানানোর অভিযোগ, টালিগঞ্জের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের বেআইনি অর্থলগ্নি সংস্থার টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ, পুলিশ, প্রশাসন ও সরকারের প্রভাবশালীদের সঙ্গে তাঁর সম্পর্ক  বিষয়ক নানা অভি