Posts

Showing posts from May 14, 2018

পঞ্চায়েতে রাজ্য জুড়ে হিংসা, মৃত ১৩, তড়িঘড়ি রিপোর্ট তলব কেন্দ্রের

Image
পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে যে হিংসার চিত্র সামনে এসেছে তাতে চিন্তার ভাঁজ কেন্দ্র সরকারের কপালে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে সব দল মিলিয়ে মোট ১৩ জন খুন হলেন একদিনে। তাতে শুধু বিরোধী দলের নয়, শাসক দলের লোকও রয়েছে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক বাংলায় পঞ্চায়েত ভোট নিয়ে হিংসার ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। মোট ৭টি জেলায় ১৩জনের প্রাণ গিয়েছে। উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই সন্ত্রাসের চিত্র দেখা গিয়েছে। কোথাও ব্যালট বাক্স পুড়িয়ে, জল ঢেলে দেওয়া হয়েছে, কোথাও এজেন্টদের বার করে মারধর করা হয়েছে। বুথের বাইরে বোমাবাজি থেকে শুরু করে মারধর সব ধরনের ঘটনাই ঘটেছে। এই সব মিলিয়ে রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয়। কেন্দ্র তাতে হস্তক্ষেপ করতে পারে না। তবে বারবার কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা বললেও রাজ্য তাতে রাজি হয়নি। উল্টে এক দফায় ভোট করানোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে রাজি করিয়ে নেয়। তারপর কীভাবে এতজনের প্রাণ গেল। রাজ্যকে তলব করা রিপোর্টে সেটাই জানতে চেয়েছে কেন্দ্র। এখন দেখার রাজ্য কী বক্তব্য জানায়।

প্রচারে ৪,৩৪৩ কোটি টাকা খরচ করেছে মোদী সরকারঃ আরটিআই

Image
মুম্বই: ২০১৪ সালের মে-তে ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত প্রচারের জন্য ৪,৩৪৩ কোটি টাকা খরচ করেছে মোদী সরকার। তথ্যের অধিকার আইনে এক প্রশ্নের জবাবে এমনই জানাল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। বলা হয়েছে, সংবাদপত্র ও পত্রিকা, বৈদ্যুতিন সংবাদমাধ্যমে বিজ্ঞাপন এবং হোর্ডিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচারের জন্য এই টাকা খরচ হয়েছে। তথ্যের অধিকার আন্দোলনকারী অনিল গলগলি প্রচারের জন্য মোদী সরকারের খরচের হিসেব চেয়েছিলেন। তাঁর প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ব্যুরো অফ আউটরিচ কমিউনিকেশনের আর্থিক বিষয়ক পরামর্শদাতা তপন সূত্রধর জানিয়েছেন, 'সংবাদপত্র ও পত্রিকা, টেলিভিশন, ইন্টারনেট, রেডিও, ডিজিটাল মিডিয়া, এসএমএস, পোস্টার, ব্যানার, ডিজিটাল প্যানেল, হোর্ডিং, রেলের টিকিটের মাধ্যমে প্রচার করা হয়েছে। ২০১৪ সালের ১ জুন থেকে ২০১৭ সালের ৭ ডিসেম্বর পর্যন্ত সংবাদপত্র ও পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য ১,৭৩২.১৫ কোটি টাকা খরচ হয়েছে। ২০১৪ সালের ১ জুন থেকে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার জন্য ২,০৭৯.৮৭ কোটি টাকা খরচ হয়েছে। ২০১৪ সালের জুন থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত পোস্টার-ব্যানারের

বিষাক্ত মিষ্টি খাইয়েই স্বামী স্ত্রীকে খুন!

Image
হুগলি: খুনের হাতিয়ার মিষ্টি! বিষাক্ত মিষ্টি খাইয়েই স্বামী স্ত্রীকে খুন করেছে বলে অভিযোগ। মৃতার পরিবারের দাবি, বউদির সঙ্গে স্বামীর বিবাহ-বর্হিভূত সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন ওই মহিলা। প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চরমে পৌঁছেছিল। জামাই ও তাঁর দাদা-বউদির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়। অভিযুক্তের নাম রাকেশ শর্মা। ক্যুরিয়ার সংস্থায় চাকরি করেন তিনি। বাড়ি হুগলির কোন্নগরের আদর্শনগরে। বছর দুয়েক আগে বিয়ে হয়েছিল রাকেশের। স্ত্রী ববিতার বাপের বাড়ি উত্তরপাড়ার মাখলা দলুইপাড়ায়। পরিবারের লোকেদের দাবি, মেয়ের বিয়ের সময় জামাই রাকেশকে লক্ষাধিক টাকা নগদ ও বাইক দিয়েছিলেন তাঁরা। দেওয়া হয়েছিল যৌতুকের অন্যান্য সামগ্রীও। কিন্তু, রাকেশ ও ববিতার দাম্পত্য সুখের হয়নি। বিয়ের কয়েক মাস পরে ববিতা জানতে পারেন, নিজের বউদির সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্ক রয়েছে রাকেশের। বিষয়টি বাপের বাড়িতে জানিয়েছিলেন বছর সাতাশের ওই তরুণী। এরপরই রাকেশ, ববিতার উপর অত্যাচার করতে শুরু করে বলে অভিযোগ। এমনকী, গর্ভবতী হওয়ার পরও রেহাই মেলেনি। লাগাতার শারীরিক ও মানসিক অত্যাচার চলতে থ

৯৮.৫১%পাশের হার, ICSE-তে ৯৯.৪০% পেয়ে প্রথম স্বয়ং দাস

Image
প্রকাশিত হল ICSE ও ISC পরীক্ষার ফলাফল। সামগ্রিক পাশের হার ৯৮.৫১ শতাংশ। ICSE-তে ৯৯.৪০ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে স্বয়ং দাস। আইসিএসই-তে যুগ্ম ভবে দ্বিতীয় হয়েছে জলন্ধরের জ্যাসমিন কল চাহাল এবং মুম্বইয়ের আনোখি মেহতা দুজনেই পেয়েছে ৯৯.২০ শতাংশ নম্বর। তৃতীয় স্থানে রয়েছে ১২ জন। যাদের মধ্যে ৯৯% নম্বর পেয়ে ICSE-তে সারা দেশে তৃতীয় স্থানে কলকাতার দু' জন। হেরিটেজ স্কুলের স্পৃহা পাণ্ডে এবং আরিয়ান্স স্কুলের অনুরাগ ঘোষ।  দ্বাদশে অর্থাৎ আইএসসি-তে সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন পানিহাটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের কৌশিকী দাসগুপ্ত চৌধুরী। দ্বিতীয় স্থানে ব্যারাকপুর মডার্ন ইংলিশ অ্যাকাডেমি স্কুলের জয়দীপ বসু। দ্বিতীয় স্থানে মডার্ন হাইস্কুল কলকাতার অস্মিতা সরকার, গাডের্ন হাইস্কুলের আদিত্য পাল, লা মার্টিনিয়ার ফর গার্লসের সুমেধা ঘোষ, ডনবস্কো পার্ক সার্কাসের আর্যমান জৈন, মডার্ন হাই স্কুলের ডিভিশা জয়সোয়াল।  আবারও ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা। আইসিএসই এবং আইএসসি দুই পরীক্ষাতেই যা স্পষ্ট। আইসিএসই-তে ছেলেদের পাশের হার ৯৮.১৫ শতাংশ আর মেয়েদের পাশের হার ৯৮.৯৫ শতাংশ। অন্য দিকে, আইএসসি-তে ছেলেদের পাশের

গুলি-বোমায় রক্তাক্ত রাজ্য! ভোটের বলি ১২, আক্রান্ত পুলিশ-সংবাদমাধ্যম

Image
ভোটের বলি হতে হল কমপক্ষে ১২ জনকে। হিংসায় প্রাণ গেল শাসক-বিরোধী ও বহিরাগতদের। কোথাও জ্যান্ত পুড়িয়ে মারা হল। কোথাও শরীর ছিন্নভিন্ন করে দিল বুলেট। বুথ দখল করতে গিয়ে স্থানীয়দের প্রতিরোধেরও শিকার হলেন কয়েকজন।  কাছাড়িবাড়ির নানখানায় বুধখালি গ্রাম পঞ্চায়েত এলাকায় ২১৩ নম্বর বুথের সিপিএম কর্মী দেবু দাসের বাড়িতে রবিবার রাত ১টা নাগাদ আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘুমন্ত অবস্থায় অগ্নিগগ্ধ হয়ে মারা যান দেবু দাস ও তাঁর স্ত্রী ঊষা দাস। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। যদিও এ ব্যাপারে নির্বাচন কমিশনে রিপোর্ট দিয়ে জেলা পুলিশ দাবি করেছেন যে এটি দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডের ঘটনা। আমডাঙার পাঁচতোড়ায় ভোট চলাকালীন বোমাবাজিতে খুন হন এক সিপিএম কর্মী। নাম তৈবুর গায়েন। আহত আরও দুই সিপিএম সমর্থক।  ভোটে হিংসার বলি বিজেপিও। বেলডাঙায় খুন করা হয় বিজেপি কর্মী তপন মণ্ডলকে। শোকের ছায়া নেমে আসে পরিবারে। নওদার পাটকেলবাড়ি এলাকায় খুন হলেন নির্দল প্রার্থী শহীদ শেখ। দক্ষিণ দিনাজপুর তপন-এর মহিউদ্দিন মহালত নামে একজনের মৃত্যু হয়েছে।  নন্দীগ্রামের হাঁসচড়ায় ২ নির্দল সমর্থককে খুন। নাম অপু মান্না ও যোগেশ্বর ঘোষ। অভিযোগের তির

অ্যাপের মাধ্যমে কর্ণাটকের ২৫ লক্ষ মানুষের সঙ্গে যোগাযোগ প্রধানমন্ত্রীর

Image
বেঙ্গালুরু: নিজের অ্যাপের মাধ্যমে কর্ণাটকের ২৫ লক্ষ মানুষের সঙ্গে ভিডিওতে কথাবার্তা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি-র পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। দাবি করা হয়েছে, মোদীই বিশ্বের একমাত্র নেতা যিনি এই অভিনব প্রযুক্তির মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। বিজেপি-র তথ্য-প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক অমিত মালব্য জানিয়েছেন, কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন বিজেপি-র তফশিলি জাতি-উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি ও বস্তি শাখার কর্মীদের সঙ্গে 'নমো' অ্যাপের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি এই অভিনব পন্থা অবলম্বন করে কর্ণাটকে দলীয় প্রার্থী, কৃষক, মহিলা ও যুব শাখার কর্মী, সমর্থক সহ ২৫ লক্ষ মানুষের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের প্রশ্নের জবাব দিয়েছেন। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে অ্যাপের মাধ্যমে আরও অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করবেন প্রধানমন্ত্রী। মালব্য আরও বলেছেন, মোদী বরাবরই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষের সঙ্গে যোগাযোগ করেন। কর্ণাটকে নির্বাচনের প্রচারে তিনি অ্যাপ কাজে লাগিয়েছেন। দলের সব শাখার কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন তিনি। দলীয় কর্মীরা

ইলেকট্রিক গাড়ি কিনলে ৯০০০ কোটি ভর্তুকি দেবে কন্দ্র !

Image
পেট্রল বা ডিজেলের পুরনো গাড়ির পরিবর্তে পরিবেশবান্ধব ইলেক্ট্রিক গাড়িকিনলে এবার ভর্তুকি দেবে কেন্দ্র সরকার। এই জন্যে ৯৪০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র।  যাঁরা দেড় লাখ টাকা পর্যন্ত দামের দু'চাকার ইলেক্ট্রিক বাহন কিনবেন তাঁদের ৩০ হাজার টাকার ভর্তুকি দেওয়া হবে বলেই জানানো হয়েছে। সম্প্রতি এই ড্রাফ্ট পলিসি প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকার। তবে বেশি ভর্তুকি দেওয়া হবে বিভিন্ন রকমের ট্যাক্সি এবং বাসকে, যাতে তারাও পরিবেশবান্ধব এই প্রকল্পে অংশ নেয়। যে সব ইলেক্ট্রিক গাড়ির দাম ১৫ লাখের মধ্যে (এবং তা বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করা হবে) তা কেনার জন্যে সরকার দেড় থেকে আড়াই লাখের ভর্তুকি দেবে বলে জানানো হয়েছে। একই ভর্তুকি দেওয়া হবে ব্যক্তিবিশেষকে যদি তিনি তাঁর পুরনো চার চাকাটি (বিএস৩-এর আগের মডেল) স্ক্র্যাপ করে দেন এবং অনুমোদিত স্ক্র্যাপিং সেন্টারের দেওয়া একটি শংসাপত্র জমা দেন।  আগামী ৫ বছরে আনুমানিক ১৫০০ কোটি টাকা ব্যায় করা হবে প্যাসেঞ্জার গাড়ি ও দু'চাকার গাড়ি কেনার ভর্তুকি হিসেবে এবং ১০০০ কোটি টাকা খরচ করা হবে দেশজুড়ে চার্জিং স্টেশন তৈরি করার জন্যে। ভারী শিল্প বিভাগের তরফে জারি

এইমসে সফলভাবে অরুণ জেটলির কিডনি প্রতিস্থাপন

Image
নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (এইএমস) কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির কিডনি প্রতিস্থাপন হল। অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানা গিয়েছে। এইএমস-এর আধিকারিক জানিয়েছেন, 'আজ কেন্দ্রীয় মন্ত্রী জেটলির কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে। দাতা ও গ্রহিতা দু'জনই স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন।' বেশ কিছুদিন ধরেই কিডনি-জনিত সমস্যায় ভুগছিলেন জেটলি। একমাস ধরে তাঁর ডায়ালিসিস চলছিল। অসুস্থ থাকার কারণে লন্ডনে দশম ভারত-ব্রিটেন আর্থিক সম্মেলনে যোগ দিতে যেতে পারেননি তিনি। ট্যুইট করে তিনি নিজেই অসুস্থতার কথা জানিয়েছিলেন। কয়েক বছর আগে আগে তাঁর হৃদযন্ত্রেও অস্ত্রোপচার হয়েছিল। ওজন বাড়া সংক্রান্ত সমস্যার জন্য ২০১৪ সালের সেপ্টেম্বরে আরও একটি অস্ত্রোপচার হয় তাঁর। আজ ফের অস্ত্রোপচার হল।

নীরব মোদির কাছ থেকে গয়না কিনে থাকলে বিপদ

Image
নীবর মোদী কেলেঙ্কারিতে এবার নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। পলাতক ব্যবসায়ীর ব্র্যান্ড থেকে গয়না কিনেছেন, এমন ব্যক্তিদের উপর এবার নজর দেবে আয়কর দপ্তর। এই নিয়ে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স-এর সম্মতি মিলেছে বলে প্রকাশ ইকনমিক টাইমসের রিপোর্টে।  পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ₹১৩ হাজার কোটির দুর্নীতির অভিযোগ নীরব মোদীর বিরুদ্ধে। তাঁর নীরব মোদী ডায়মন্ডস ব্র্যান্ড-এর বিরুদ্ধে তদন্ত করছেন অর্থ মন্ত্রকের আধিকারিকরা। সম্প্রতি এই সংক্রান্ত ৯০ পাতার একটি রিপোর্টও তৈরি করা হয়েছে বলে খবর। ওই রিপোর্টে নীরব মোদী ডায়মন্ডস ব্র্যান্ডের গয়না কিনেছেন এমন খদ্দেরদের তালিকা তৈরি করা হয়েছে। তবে ₹৫ কোটি বা তার বেশির গয়না কেনা ব্যক্তিদেরই জিজ্ঞাসাবাদ করতে পারে আয়কর দপ্তর।  এছাড়াও শীঘ্রই নীরব মোদীর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করবে ED। কয়েকদিনের মধ্যেই নীরব মোদীর বিরুদ্ধে চার্জশিট পেশ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ' ফেরার আর্থিক অপরাধী আইন' অর্ডিন্যান্স চালু হওয়ার পর তা হাতিয়ার করেই এগচ্ছেন অর্থ মন্ত্রকের কর্তারা। শুধু দেশের সম্পত্তি নয়, বিদেশেও নীরবের সম্পত্তি বাজেয়াপ্ত করার চে

জ্যোতি বসুর ‘ঐতিহাসিক ভুলেই’ কলকাতাকে ছাপিয়ে এগোচ্ছে বেঙ্গালুরু

Image
বেঙ্গালুরু: দক্ষিণের রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু ভারতের তথ্য-প্রযুক্তি শিল্পেরও রাজধানী। এই শহরে ২০০০ টিরও বেশি তথ্য-প্রযুক্তি সংস্থা রয়েছে। কৃষি এবং উৎপাদন শিল্প থাকলেও তথ্য-প্রযুক্তি শিল্প এই রাজ্যের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। চার দশক আগে এই শহরে যাত্রা শুরু করেছিল তথ্য-প্রযুক্তি। দ্রাবিড়ভূমির এই উন্নয়নের পিছনে অন্যতম বড় ভূমিকা ছিল বাংলার। আরও ভালো ভাবে বললে বাংলার বামপন্থীদের। সৃজনশীল মানুষদের রাজ্য বাংলায় প্রথমে তথ্য-প্রযুক্তি শিল্প গঠনের প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। কিন্তু সেই প্রস্তাবের বিরোধিতা করে বামেরা। সেই সময় বাংলায় সদ্য উড়তে শুরু করেছে শাসকের লাল পতাকা। রাজ্যে কিছুতেই কম্পিউটার প্রবেশ করতে দেওয়া যাবে না। এই দাবিতে আন্দোলন শুরু করে বাম দলগুলি। রাজ্যের শাসকদল হওয়ার কারণে সেই আন্দোলনের ভিত ছিল বেশ মজবুত। স্বয়ং মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিলেন আন্দোলনের পুরোভাগে। তাঁদের যুক্তি ছিল, প্রযুক্তি গ্রাস করবে কর্মসংস্থানকে। রাজ্যে কম্পিউটারের মতো প্রযুক্তি প্রবেশ করলে কর্মহারা হবেন বহু মানুষ। যুক্তিটা কিন্তু খুবই গ্রহণীয় ছিল। কম্পিউটারের সাহায্যে অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যা

প্রেমে বিচ্ছেদের খেসারত ১০ কোটি টাকা, বিপাকে পড়লেন যুবক !!

Image
সম্পর্ক বিচ্ছেদ করতে হলে টাকা দিয়ে খেসারত দিতে হবে? এমন দাবি মেনে নিয়েও বিপাকে পড়লেন যুবক প্রেমের সম্পর্কের শুরুটা মধুর হলেও, ব্রেক আপে থাকে অনেক তিক্ততাই। তাই বলে সম্পর্ক বিচ্ছেদ করতে হলে টাকা দিয়ে খেসারত দিতে হবে? তাও আবার সামান্য টাকা নয়। প্রেম ভাঙতে গেলে দিতে হবে কড়কড়ে ১০ কোটি টাকা! চিনের এমন একটি ঘটনাই অবাক করে দিয়েছে সকলকে। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। চিনের হাংঝৌ শহরের একটি পানশালায় রাতের বেলায় একটি সুটকেস পড়ে থাকতে দেখেন কর্মীরা। কিন্তু অনেকক্ষণ পরে ওই সুটকেসের কোনও দাবিদার না থাকায় সন্দেহ হয় পানশালা কর্মীদের মধ্যে। পরে সুটকেসটি খুলতেই হতবাক হয়ে যান তাঁরা। সুটকেসের মধ্যে থেকে প্রায় ২ কোটি টাকা উদ্ধার করা হয়। এমনটাই জানা গিয়েছে আন্তজার্তিক সংবাদমাধ্যম গ্লোবাল পোস্টের একটি প্রতিবেদন থেকে। টাকা উদ্ধারের পরেই খবর দেওয়া হয় পুলিশে। পরে সুটকেসের সূত্র ধরে পুলিশ সুটকেসের মালিককে ডেকে পাঠায়। সুটকেসের মালিক বছর ২০-র এক যুবক পুলিশকে জানান, গার্লফ্রেন্ডের কাছ থেকে তিনি সম্পর্কে বিচ্ছেদ চেয়েছিলেন। কিন্তু সম্পর্কে বিচ্ছেদের জন্য ওই যুবকের কাছে মোটা টাকা চান তাঁর গার্লফ্রেন্ড। সেই টাকা দিত

মহিলা পরীক্ষার্থীদের জামার হাতা কাটা হল

Image
মুজফ্ফরপুর: বিহারের মুজফ্ফরপুর জেলায় এক অভিনব ঘটনা ঘটেছে৷ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে আসা মহিলা পরীক্ষার্থীদের নকল করা থেকে আটকানোর জন্য তাদের জামার হাতা কেটে দেওয়া হয়৷ কাঁচি ও ব্লেড দিয়ে তাদের জামার হাতা কেটে অর্ধেক করে দেওয়া হয়৷ মুজফ্ফরপুর জেলার শিক্ষা কর্মকর্তা ললন প্রসাদ সিং জানিয়েছেন একটি স্কুলে প্যারা মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় এই ঘটনা ঘটে৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷ তিনি জানিয়েছেন ওই স্কুলটিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে৷ এরপর ওই স্কুলে আর কোনও পরীক্ষার ব্যবস্থা করা হবেনা৷ স্কুলের পরীক্ষা অধীক্ষককে আজীবনকাল এই কাজের দায়িত্ব থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে৷ এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি৷ মহিলা পরীক্ষার্থীদের হেনস্থা করার অভিযোগও উঠেছে এই ঘটনার পর৷ পরীক্ষা থেক নকল করা আটকাতে ও কড়াকড়ি করতে এরকম সিদ্ধান্ত ও ঘটনার কথা শুনে চমকে গিয়sছেন সবাই৷ ছাত্রীদের মধ্যে উত্তেজনাও তৈরি হয় এর ফলে৷

নিরাপত্তা থেকে ব্যালট- গ্রাম বাংলা কোথায় দাঁড়িয়ে? দেখে নিন

Image
এক নজরে দেখে নেওয়া যাক সোমবার ভোটের পরিবেশ কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের কাছে তুলে ধরা হল নির্বাচন প্রক্রিয়ার কিছু পরিসংখ্যানও পাঁচ বছর পর ফের গ্রাম বাংলার মানুষ ব্যালটে রায় দেবেন। দীর্ঘদিন কোর্টের চক্কর কাটিয়ে শেষমেশ সোমবার শুরু হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ। গত বার পাঁচ দফায় হলেও এবারের একদিনেই ৪৮৮০০ গ্রামের ভোট হবে। যদিও ৩৪.২০ শতাংশ  আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই জয়লাভ করেছে শাসকদল। এ বারের বুথে বুথে নিরাপত্তায় নেই কেন্দ্রবাহিনী। রাজ্য ও কলকাতা পুলিস ছাড়া নজিরবিহীনভাবে দেখা যাবে কারা ও বনরক্ষী, লাঠিধারী পুলিস, সিভিক ভলান্টিয়ারদের। ভোটগ্রহণ পর্বে এ রাজ্যে হিংসার নির্দশন দেখা গিয়েছে প্রতিবারই। এ বারও যে ব্যতিক্রম হবে না সে বিষয়ে আশঙ্কা করছেন বিভিন্ন রাজনৈতিক শিবির। প্রশাসনও প্রস্তুত সুষ্ঠ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে। এক নজরে দেখে নেওয়া যাক সোমবার ভোটের পরিবেশ কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের কাছে তুলে ধরা হল নির্বাচন প্রক্রিয়ার কিছু পরিসংখ্যানও... ** মোট ভোটকেন্দ্র - ৪৩০৬৭  ** ভোট হচ্ছে এমন কেন্দ্র- ৪৯৬২ ** মোট বুথের সংখ্যা- ৫৭৭০৭, ভোট হচ্ছে যে সব বুথে তার সং

সহ-বাস

Image
ভারতে 'প্রাপ্তবয়স্ক' পুরুষ এবং 'বিবাহযোগ্য' পুরুষের বয়সের মধ্যে তিন বৎসরের ব্যবধান কি এই বার মুছিবার সময় হয় নাই? সর্বোচ্চ আদালতের সাম্প্রতিক একটি রায় পড়িয়া সেই প্রশ্ন তোলা যাইতে পারে। এই দেশের আইনে ছেলে, মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রাপ্তবয়স্ক হইয়া উঠিবার বয়স ১৮। কিন্তু বিবাহযোগ্য বয়সের ক্ষেত্রে উভয়ের মধ্যে তিন বৎসরের একটি সচেতন ফাঁক রাখা হইয়াছে। মেয়েরা ১৮ এবং পুরুষরা ২১ হইলে তবেই সেই বিবাহ আইনসিদ্ধ বলিয়া ধরা হয়। সেই আইন অনুযায়ীই কেরলের ২০ বৎসর বয়সি থুশারা এবং নন্দকুমারের বিবাহকে গত বৎসর কেরল হাইকোর্ট তাহার রায়ে বাতিল বলিয়া ঘোষণা করিয়াছিল। কারণ বিবাহের সময় পাত্রী ১৮ পার হইলেও পাত্র তাহার জন্য নির্ধারিত বিবাহযোগ্য বয়স, ২১ পার হয় নাই। ফলত উচ্চ আদালত থুশারার দায়িত্ব তাহার বাবার হাতেই অর্পণ করে, অপ্রাপ্তবয়স্ক স্বামীর হাতে নহে। কিন্তু সুপ্রিম কোর্ট কেরল হাইকোর্টের রায় খারিজ করিয়া থুশারা কাহার সঙ্গে থাকিতে চাহে, সেই বিষয়ে সিদ্ধান্ত লইবার অধিকার তাহার হাতেই অর্পণ করিয়াছে। এবং জানাইয়াছে যে, তাহাদের বিবাহ আইনসম্মত নয় বটে, কিন্তু লিভ-ইন সম্পর্কের অধিকার তাহাদের আছে। অর্থাৎ, একসঙ্গে থা

সস্তা হোক বৈদ্যুতিক গাড়ি, দিশা চায় শিল্প

Image
টুকটাক সুবিধা দিয়ে আখেরে কাজের কাজ কিছু হবে না। বরং কম দামে বৈদ্যুতিক গাড়ি বিক্রির স্পষ্ট দিশা দিক কেন্দ্র। তবেই চড়বে চাহিদা। বাড়বে বিক্রি। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক এ ধরনের গাড়ির জন্য কিছু নতুন পরিকল্পনা ঘোষণার পরে, এ বার এই দাবিই তুলল গাড়ি শিল্প। তাদের বক্তব্য, অনেক কিছু বলা হয়েছে। কিন্তু সস্তায় ক্রেতার হাতে সেগুলি তুলে দেওয়ার কোনও দিশা মেলেনি। ব্যাটারির খরচ বেশি হওয়ায় সাধারণ গাড়ির চেয়ে বৈদ্যুতিকের দাম পড়ে অনেক বেশি। আর সেটাই তার বিক্রি বাড়ানোর পথে সব থেকে বড় কাঁটা বলে মনে করে শিল্প। হালে দেশে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাড়ানো নিয়ে তরজা চলছে জোর। দূষণ ও জ্বালানি আমদানির খরচ কমাতে কেন্দ্র বারবরাই সংস্থাগুলিকে শুধু এই গাড়ি আনতে বলছে। আর শিল্পের দাবি, সে জন্য আগে নীতি স্পষ্ট করা হোক। এই অবস্থায় সম্প্রতি সরকার জানিয়েছে, পার্কিং বা টোলে ওই গাড়িগুলিকে বাড়তি সুবিধা দিতে সেগুলির নম্বর-প্লেট আলাদা হবে। এই পরিকল্পনাকে স্বাগত জানালেও বৈদ্যুতিক গাড়ির সংগঠন সোসাইটি অব ম্যানুফ্যাকচারার্স অব ইলেকট্রিক ভেহিক্‌লসের (এসএমইভি) মতে, সব থেকে গুরুত্বপূর্ণ তো সেগুলির দাম। এসএমইভির কর্তা সোহি

কোটি টাকার সোনা-সহ ধৃত

Image
সম্প্রতি গুয়াহাটি, ইম্ফল-সহ উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর থেকে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল পাচারকারী। বিমানবন্দর সূত্রের খবর, নজরদারি বৃদ্ধির কারণেই এই ধরপাকড়। তাই ঝুঁকি না নিয়ে একটানা সড়ক পথেই সোনা নিয়ে আসা হয়েছিল কলকাতায়। প্রথমে মায়ানমার-মিজোরাম সীমান্তের জোখাওথার থেকে আইজল। সেখান থেকে শিলং, শিলিগুড়ি ছুঁয়ে কলকাতায়। তবে শেষরক্ষা হয়নি। সেই চোরাই সোনা শহরে পৌঁছনোর পরেই ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর কাছে নির্দিষ্ট খবর চলে আসে। শনিবার কলকাতার চৌরঙ্গি এলাকার একটি গেস্ট হাউস থেকে সেই সোনা-সহ এফ লালথাঙকিমা নামে বছর ছাব্বিশের এক যুবককে গ্রেফতার করেছেন ডিআরআই অফিসারেরা। তাঁর কাছ থেকে মোট ১ কোটি ৭২ লক্ষ টাকার চোরাই সোনা পাওয়া গিয়েছে। লালথাঙকিমার বাড়ি আইজলের দাউরপুল রোডে। ডিআরআই সূত্রের খবর, বাজেয়াপ্ত হওয়া সোনায় বিদেশি ছাপ মারা আছে। এই সব চোরাই সোনা মূলত মায়ানমার থেকে ভারতে পাচার হচ্ছে। দুষ্কৃতীরা মণিপুর-মায়ানমার সীমান্তের মোরে গ্রামকে মূলত এই পাচারের জন্য ব্যবহার করেন বলে ডিআরআই জানিয়েছে। তবে মিজোরামের জোখাওথার-কেও এখন ব্যবহার করা হচ্ছে। গাড়িতে আনার সময়েও এ

সিপিআইএম করার ‘অপরাধে’ ত্রিপুরায় নগ্ন করে মহিলাকে মার

Image
সিপিআইএম করার 'অপরাধে' এক জন মহিলাকে প্রকাশ্যে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। কিন্তু বিপ্লব দেবের জমানায় সেই ঘটনার পাঁচ দিন পরেও কাউকে গ্রেফতার করা হয়নি। আক্রান্ত মহিলা আজ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আমতলী মহকুমার পুলিশ আধিকারিক জানান, তদন্ত চলছে। ত্রিপুরার সিপাহিজলার জেলার বৈষ্ণব টিলায় মঙ্গলবার খোলা ময়দানে মারধর করা হয়। সেই দৃশ্য সংবাদমাধ্যমে প্রকাশিতও  হয়েছে। কাল এক সাক্ষাত্কারে আক্রান্ত মহিলা জানান, তিনি সিপিএম করেন বলে তার উপরে এই অত্যাচার। এখন হুমকি দেওয়া হচ্ছে, এই ঘটনার কথা প্রকাশ্যে আনলে ফল আরও খারাপ হবে। থানায় ১৬ জন ও সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অভিযোগ করার পরেও পুলিশ কিছু করছে না বলে অভিয়োগ ওই মহিলার। মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস জানান, ঘটনায় জড়িত সকলকে জেরার জন্য নোটিস পাঠানো হয়েছে। ১৬৪ ধারায় মহিলার জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং তাঁর ডাক্তারী পরীক্ষাও হয়েছে। দ্রুততার সঙ্গে তদন্ত চলছে এবং চার্জশিট ও দেওয়া হবে।

ভোট পড়ে গিয়েছে, বাড়ি যান!

Image
ভোটকেন্দ্রে গিয়ে শুনতে হয়েছে, আগেই পড়ে গিয়েছে তাঁর ভোট— এমন অভিজ্ঞতা রয়েছে নানুরের সেই গ্রাম পঞ্চায়েতের অনেকেরই। কখনও আবার বিরোধী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন প্রার্থীরা, হয়নি ভোটই। নানুরের চারকলগ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের কেউ কেউ বলেন, ''ভোট দিতে না পারার ঘটনা শুরু ২০০৩ সাল থেকে। ২০০৮, ২০১৩ থেকে ২০১৮— পরিস্থিতি বদলায়নি একটুও। শুধু রাজ্যের ক্ষমতার অলিন্দে বামফ্রণ্টের বদলে এসেছে তৃণমূল।'' প্রশাসনিক সূত্রে খবর, ২০০৩ সালের নির্বাচনে ওই পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে বামফ্রন্ট ৬, তৃণমূল ৬ এবং কংগ্রেস ১টি আসন দখল করে। কংগ্রেস জনপ্রতিনিধিকে প্রধান করে বোর্ড গড়ে তৃণমূল। তবে মাসতিনেকের বেশি তারা ক্ষমতা ধরে রাখতে পারেনি। স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যকে মারধর করে পদত্যাগ করতে বাধ্য করানোর অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। উপনির্বাচনে বিরোধীরা কোনও প্রার্থী দিতে পারেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই আসন জিতে পঞ্চায়েতের ক্ষমতা দখল করে সিপিএম। ২০০৮ সালে পঞ্চায়েতের ১৩টি আসন দখল করে সিপিএম। পঞ্চায়েত সমিতির তিনটি আসনও তাদের দখলে ছিল। ২০১৩ সালে সেখানে ভোটই হ

কোথাও বোমা, কোথাও গুলি, সন্ত্রাসের আবহেই ভোট শুরু

Image
বোমা, গুলি, মারধর, বুথ দখলের মধ্যে দিয়েই শুরু হল পঞ্চায়েত ভোট। সন্ত্রাসের অভিযোগ আসতে শুরু করেছিল ভোটের আগের রাত থেকেই। তাতেই আশঙ্কা বাড়ছিল ভোটের সকালের পরিস্থিতি নিয়ে। সকালে ভোট শুরু হতে না হতেই নানা দিক থেকে সন্ত্রাসের অভিযোগ আসতে শুরু করেছে শাসক দলের বিরুদ্ধে। বড় অশান্তির ঘটনা ঘটেছে বাগদা, ভাঙড়, তমলুক থেকে। পাণ্ডুয়া, জামবনি, রঘুনাথগঞ্জ, নওদা-সহ আরও বহু জায়গায় বিরোধীদের মারধর, বুথ দখলের অভিযোগ এসেছে। রাতেই দক্ষিণ ২৪ পরগনার নামখানার বুধাখালি গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী দেবু দাস এবং তাঁর স্ত্রী উষা দাসকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পঞ্চায়েত ভোট আপডেট •  সকাল ৭টা, শুরু ভোট গ্রহণ • দেগঙ্গার চাঁপাতলায় কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগ।  • শান্তিপুরের গবারচরে নির্দল প্রার্থীর ভাইকে গুলি। • গোয়ালতোড়ের ২ বুথে বিজেপির ২ এজেন্ট কে ভোট শুরুর আগেই মেরে বের করে দেওয়ার অভিযোগ। • তমলুকের ধলহরা পশ্চিম বুথে নির্দল প্রার্থীর সমর্থক এক মহিলা-সহ তিন জনকে মারধর। আহতরা তমলুক জেলা হাসপাতালে ভর্তি।