কোথাও বোমা, কোথাও গুলি, সন্ত্রাসের আবহেই ভোট শুরু


বোমা, গুলি, মারধর, বুথ দখলের মধ্যে দিয়েই শুরু হল পঞ্চায়েত ভোট। সন্ত্রাসের অভিযোগ আসতে শুরু করেছিল ভোটের আগের রাত থেকেই। তাতেই আশঙ্কা বাড়ছিল ভোটের সকালের পরিস্থিতি নিয়ে। সকালে ভোট শুরু হতে না হতেই নানা দিক থেকে সন্ত্রাসের অভিযোগ আসতে শুরু করেছে শাসক দলের বিরুদ্ধে।

বড় অশান্তির ঘটনা ঘটেছে বাগদা, ভাঙড়, তমলুক থেকে। পাণ্ডুয়া, জামবনি, রঘুনাথগঞ্জ, নওদা-সহ আরও বহু জায়গায় বিরোধীদের মারধর, বুথ দখলের অভিযোগ এসেছে।

রাতেই দক্ষিণ ২৪ পরগনার নামখানার বুধাখালি গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী দেবু দাস এবং তাঁর স্ত্রী উষা দাসকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।



পঞ্চায়েত ভোট আপডেট
•  সকাল ৭টা, শুরু ভোট গ্রহণ
• দেগঙ্গার চাঁপাতলায় কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগ। 
• শান্তিপুরের গবারচরে নির্দল প্রার্থীর ভাইকে গুলি।
• গোয়ালতোড়ের ২ বুথে বিজেপির ২ এজেন্ট কে ভোট শুরুর আগেই মেরে বের করে দেওয়ার অভিযোগ।
• তমলুকের ধলহরা পশ্চিম বুথে নির্দল প্রার্থীর সমর্থক এক মহিলা-সহ তিন জনকে মারধর। আহতরা তমলুক জেলা হাসপাতালে ভর্তি।