Posts

Showing posts from October 3, 2018

Samsung Galaxy S10 ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা

Image
ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে এই বছরে Samsung এর ফ্ল্যাগশিপ Galaxy S9। আগামী বছর বাজারে আসবে কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ Galaxy S10। ২০১৯ সালের মোবাইল কংগ্রেস কনফারেন্সে এই ফোন লঞ্চ করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। দারুন ফিচারের জন্যই জনপ্রিয় Samsungএর Galaxy S সিরিজের ফোনগুলি। সবসময় লেটেস্ট টেকনোলজি সহ বাজারে এসেছে এই সিরিজের সব ফোন। বাজারে যখন ডুয়াল রিয়ার ব্যাকের মেলা ঠিক তখনই Galaxy S10 এর পিছনে থাকতে চলেছে তিনটি রিয়ার ক্যামেরা। যদিও ইতিমধ্যেই একাধিক ফোনে এই ফিচার রয়েছে। Huawi P20 Pro, Samsung Galaxy A7 ফোনে ইতিমধ্যেই ডুয়াল রিয়ার ক্যামেরা দেখা গিয়েছে। সম্প্রতি ইন্টারনেটে এক রিপোর্টে জানা গিয়েছে Samsung Galaxy S10 এর পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। এর সাথেই থাকবে একটি ১৬ মেহাপিক্সেল ও একটি ১৩ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। প্রাইমারি ১২ মেগাপিক্সেল সেন্সারে থাকবে ভেরিয়েবেল অ্যাপারচার। Galaxy S9 ও Galaxy Note 9 ফোনের ক্যামেরাতেও একই ফিচার রয়েছে। f/2.4 থেকে f/1.6 এর মধ্যে এই অ্যাপারচার ওঠানামা করবে। এই সেন্সারের পিক্সেল

সিজনের প্রথম কোটিপতি বিনিতা, ₹৭ কোটির প্রশ্নটা আপনি পারতেন?

Image
বিনিতা জৈন চলতি বছরের 'কওন বনেগা ক্রোড়পতি'র সিজনে প্রথম কোটিপতি পেলেন দর্শক। অসমের বাসিন্দা বিনিতা জৈন পেয়েছেন ১ কোটি টাকা পুরস্কার। পেশায় গৃহশিক্ষিকা এবং দুই সন্তানের মা বিনিতা সাত কোটির প্রশ্ন অবধি পৌঁছে খেলা ছেড়ে দেন। কারণ তিনি সেই প্রশ্নের সঠিক উত্তর জানতেন না। তাঁর হাতে কোনও লাইফলাইনও ছিল না। বিনিতার খেলায় অত্যন্ত গর্বিত ও খুশি শো-এর সঞ্চালক অমিতাভ বচ্চন।  শো-এর ১৩ নম্বর, অর্থাত্ ৫০ লক্ষ টাকার প্রশ্নেই বিনিতা তাঁর সবক'টি লাইফলাইন খুইয়ে ফেলেছিলেন। ১৪ নম্বর প্রশ্ন ছিল ১ কোটি টাকা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কোন মামলা শুনতে সবচেয়ে বড় সাংবিধানিক বেঞ্চ গঠিত হয়েছিল সুপ্রিম কোর্টে? এই প্রশ্নের চারটি অপশন ছিল, গোলকনাথ মামলা-অশোকা কুমার ঠাকুর মামলা, শাহ বানো মামলা এবং কেশবানন্দ ভারতী মামলা। এই প্রশ্ন শোনামাত্র বিনিতার মুখে হাসি দেখা যায়। তিনি সঠিক উত্তর জানতেন এবং সেই মতো চতুর্থ উত্তর কেশবানন্দ ভারতী মামলাকে লক করতে বলেন তিনি। যদিও লক করার আগে বেশ কিছুটা সময় মন দিয়ে এর উত্তর ঝালিয়ে নেন তিনি। ৭:৬ অনুপাতে এই মামলায় রায় ঘোষণা হয়েছিল। উত্তর সঠিক হওয়ার পর অমিতাভ-সহ গোটা দর্শক আনন্দ

পুত্রবধূকে ধর্ষণ করে জ্বালিয়ে দিল শ্বশুর

Image
ধর্ষণ করে পুত্রবধূর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের সাসারাম অঞ্চলে।  স্থানীয় সূত্রে খবর, দুই বছর আগে বিয়ে হয়েছিল ওই তরুণীর। কয়েক দিন আগে বাড়িতে কেউ না থাকায় পুত্রবধূকে মিষ্টির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় শ্বশুর । সেটি খেয়ে আচ্ছন্ন হয়ে পড়েন ওই তরুণী সেই সুযোগে তাঁকে ধর্ষণ করে বলে জানা গিয়েছে। এর পর ওই তরুণী সমস্ত বিষয় জানতে পারেন এবং তাঁর স্বামীকে জানিয়ে দেবেন বলে তিনি জানান। বেগতিক দেখে অভিযুক্ত ওই ব্যক্তি তরুণীর গায়ে কেরসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে। বন্ধ ঘরের তরুণী সাহায্যের জন্য চিৎকার করেন। আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারিরীক অবস্থা ক্রমশ সঙ্কটজনক হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত বিপিন চৌধুরি ও তার স্ত্রী রিঙ্কিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। নির্যাতীতার পোশাক ফরেন্সিক বিভাগে জমা করা হয়েছে বলে জানা গিয়েছে।

Vivek Tiwari Death:'গুলি লাগার পরও আমাকে বাঁচাতে স্যার স্টিয়ারিং ছাড়েননি'

Image
লখনউয়ে অ্যাপল স্টোরের এরিয়া ম্যানেজার বিবেক তিওয়ারির মৃত্যুর ঘটনায় মুখ খুললেন ঘটনাক একমাত্র সাক্ষী সানা খান। লখনউতে নিজের বাড়িতে বসে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍কারে তিনি জানান, কী ভাবে শরীরে গুলি বেঁধা অবস্থাতেও সানাকে রক্ষা করার চেষ্টা করে গিয়েছেন বিবেক। কোনওরকম প্ররোচনা ছাডা়ই দুই পুলিশকর্মীর গুলি চালানোর বর্ণনাও উঠে আসে তাঁর বক্তব্যে।  বিবেক তিওয়ারির সহকর্মী সানা জানিয়েছেন, 'সেদিন একটি ফোন লঞ্চের অনুষ্ঠান ছিল। অশোক মার্গের শ্রীরাম টাওয়ারে অনুষ্ঠান শেষে আমরা রাত ১২.৩০ নাগাদ বেরিয়েছিলাম। গোমতী নগরের কাছাকাছি আসার পর মোটরবাইকে করে আসা দুই পুলিশকর্মী আমাদের পথ আটকানোর চেষ্টা করে। সঙ্গে মহিলা থাকায় স্বাভাবিক ভাবেই স্যার গাড়ি থামাতে ভরসা পাননি। তবে তিনি মোটেই খুব একটা জোরে গাড়ি চালাচ্ছিলেন না, রাস্তার মাঝখান দিয়েও চালাচ্ছিলেন না। আচমকাই এক পুলিশকর্মী গুলি চালিয়ে দেন। স্যারের প্রচণ্ড রক্ত বেরোচ্ছিল। সেই অবস্থাতেও উনি যতটা সম্ভব নিরাপদ স্থানে আমাকে পৌঁছে দিতে চেয়েছিলেন।'  তিনি আরও বলেন, 'পুরো ব্যাপারটা কয়েক মুহূর্তের মধ্যে ঘটে যায়। আমি চিত্‍কার করছিলাম। দুই

আধ ঘণ্টায় ৪০০ রোগীর জীবন বাঁচিয়েও প্রাপ্তি উপেক্ষা

Image
কলকাতা : ওঁরা না থাকলে এক জন রোগীকেও হয়তো বাঁচানো যেত না। তবু ওঁদের দাম নেই। এতে দুঃখ নেই, শুধু রয়েছে প্রচুর অভিযোগ। সমস্যা হল কাজ ছেড়ে যেতেও পারছেন না। এমনই 'না ঘরকা, না ঘটকা' অবস্থা মেডিক্যাল কলেজের গ্রুপ ডি অস্থায়ী কর্মীদের। এদিন ভোরবেলা আগুন লাগে মেডিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ে। ঘটনাস্থলে তখনও নেই কোনও ডিজাস্টার ম্যনেঞ্জমেন্টের দল। কে বাঁচাবে এতগুলো রোগীকে। ভরসা বাপ্পা আশিষদের মতো গ্রুপ ডি কর্মীরা। প্রায় ৪০০ জন গ্রুপ ডি অস্থায়ী কর্মী রয়েছে মেডিক্যাল কলেজে। হাসপাতালের যে কোনও বিপদে এরাই সবথেকে বড় ভরসা। যেমনটা ছিল বুধবার ভোরে আগুন। আশিষ রায় জানালেন, "আধ ঘণ্টায়, মাত্র আধ ঘণ্টায় জানেন ৪০০-র রোগীকে এমারজেন্সি ওয়ার্ডে ট্রান্সফার করেছি। কেউ ছিল না তখন। আমরা না থাকলে কি হত তাহলে ভাবুন। অথচ আমরা কোনও সুবিধা পাই না। আজ সারাদিনে এক বোতল জলও আমাদের কেউ দেয়নি।" বুধবার বেলা তিনটে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে মেডিক্যাল কলেজে। পুলিশ সিল করে দিয়েছিল এলাকা। এমসিএইচ বিল্ডিংয়ে বিদ্যুৎ চালু করা হয়েছিল সবেমাত্র। ভিতরের জমে থাকা জল পাম্প দিয়ে বার করা চলছে। ঝাঁটা দিয়েও জল সরা

তন্ত্রসাধনার বলি! ত্রিশূল পোতা, পাশে আদিবাসী যুবকের দেহ, নেপথ্যে সম্পর্কের জটিলতা

Image
তন্ত্রসাধনার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে আদিবাসী যুবককে খুন করা হল। পূর্ব বর্ধমানের বুদবুদে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনার পিছনে রয়েছে সম্পর্কের জটিলতা। সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছিল যুবক। এরপরই প্রথম পক্ষের স্ত্রীয়ের পরিবারের তরফে এই ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ। পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে রাজু নামে ওই আদিবাসী যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। বুধবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশেই মাটিতে ত্রিশূল পোতা ছিল। ছিল তন্ত্রসাধনার অন্যান্য সরঞ্জামও। তা দেখেই স্থানীয়রা মনে করছেন, গ্রামের বাইরে এই এলাকায় তন্ত্রসাধনা করা হয়েছিল। আর এই তন্ত্রসাধনায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় রাজুকে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। ধৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। তাদের জিজ্ঞাসাবাদ করে কারা কারা এই ঘটনায় জড়িত ছিল, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে। এই ঘটনার পিছনে রয়েছে সম্পর্কের জটিলতা। পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি রাজু দ্বিতীয় বিয়ে করে। তারপর থেকেই প্রথম পক্ষের স্ত্রীর পরিবারের সঙ্গে তার ঝামেলা বাধে। তা নিয়ে অশান্তিও চলছিল। এই খুনের

বন্ধুর সঙ্গে স্ত্রীর সম্পর্ক! পরকীয়ায় সুপ্রিম-সাফাই শুনে স্বামীর রাগ চড়ল মাথায়, তারপর..

Image
ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে নিজের স্ত্রীর সম্পর্ক রয়েছে। তা জানতে পেরে বন্ধুকে বোঝাতে গিয়েছিলেন স্বামী। পাল্টা সেই বন্ধু তাকে পরামর্শ দেয়, পুলিশ-আদালত করে লাভ নেই, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে পরকীয়া অপরাধ নয়। আর তারপরই ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। বন্ধুর উত্তর শুনেই রাগের বশে গলায় চালিয়ে দিলেন ছুরি। এক ফুল দো মালি। এই সমীকরণেই রক্তারক্তি-কাণ্ড পূর্ব বর্ধমানের রায়নায়। রায়নার ভগবতীপুরের শ্রীমন্ত রায়। তিনি জানতে পারেন তাঁর স্ত্রীর সঙ্গে বন্ধু ত্রিদীপ রায়ের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। স্ত্রী ও বন্ধুর মধ্যে পরকীয় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। বুঝিয়েছিলেন দুজনকেই। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। তারপরও পুনরায় বন্ধুকে বুঝিয়ে এই কাজে নিবৃত্ত করতে পারবেন বলে মনে করেছিলেন। কিন্তু তা করতে গিয়েই হিতে বিপরীত ঘটে গেল। সুপ্রিম কোর্টের রায়ের দোহাই দিয়ে বন্ধু জানিয়ে দিলন পরকীয়ায় কোনও বাধা নেই। আর তাতেই প্রচণ্ড রাগে বন্ধুর গলায় ছুরি চালালেন শ্রীমন্ত। এরপর তাঁর স্থান হল শ্রীঘরে। একে স্ত্রীর সঙ্গে বন্ধুর সম্পর্ক, তার উপর সেই বন্ধু আবার বলছে, তারা সম্পর্ক চালিয়ে যাবে, কেননা সুপ্রিম কোর্ট পরকীয়াকে অপরাধ বলে গণ্য করে না। তা

এক দিনে একলাফে ৫৫৫ টাকা বাড়ল সোনার দাম

Image
পুজোর ঢাকে কাঠি পড়ার আগেই চড়চড়িয়ে বেড়ে গেল সোনার দাম। একলাফে ৫৫৫ টাকা। এক দিনে। গত পাঁচ সপ্তাহে এক দিনে এতটা লাফ দেয়নি সোনার দাম। দামবৃদ্ধির পর ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৩২ হাজার ৩০ টাকা। সোনা বাড়লে রুপোই বা পিছিয়ে থাকে কী ভাবে! তারও দাম চড়েছে। এক কিলোগ্রাম রুপোর দাম ৩৯ হাজার টাকা ছাপিয়ে গিয়েছে। রুপোর দাম বাড়ার কারণটা অবশ্য অন্য। শিল্পোৎপাদন আর মুদ্রা বানাতে কদর বেড়েছে রুপোর। তাই দাম বেড়েছে রুপোর। ১০ গ্রাম ওজনের ৯৯.৯ এবং ৯৯.৫ শতাংশ বিশুদ্ধ সোনার দাম দিল্লিতে বেড়ে যথাক্রমে হয়েছে ৩২ হাজার ৩০ টাকা ও ৩১ হাজার ৮৮০ টাকা। তবে রুপোর মুদ্রা বেচা-কেনায় দামের দাঁড়িপাল্লা দাঁড়িয়ে রয়েছে একই জায়গায়। ১০০টি রুপোর মুদ্রা কিনতে লাগছে ৭৩ হাজার টাকা। আর ১০০টি রুপোর মুদ্রা বেচলে পাওয়া যাচ্ছে ৭৪ হাজার টাকা।

Realme 2 Pro বনাম Moto One Power বনাম Nokia 6.1 Plus: মিডরেঞ্জে সেরা ফোন কোনটি?

Image
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Realme 2 Pro। এই ফোনে থাকছে একটি ওয়াটারড্রপ নচ, Snapdragon 660 চিপসেট আর 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। এছাড়াও সম্প্রতি বাজারে এসেছে Moto One Power আর Nokia 6.1 Plus। অ্যানড্রয়েড ওয়ান প্রোজেক্টের অধীনে এই দুটি স্মার্টফোন লঞ্চ হয়েছে। অর্থাৎ এই দুটি ফোনে চলবে স্টক অ্যানড্রয়েড আর যে কোন অ্যানড্রয়েড আপডেট জলদি পৌঁছে যাবে এই ফোনে। কারন এই দুটি ফোনের সফটওয়্যার ডেভেলপমেন্টের দায়িত্বে থাকছে গুগল। Moto One Power ফোনে 5,000 mAh ব্যাটারি থাকলেও 3060 mAh ব্যাটারি। এক নজরে দেখে নেওয়া যাক এই তিন ফোনের মধ্যে কোনটি সেরা? Realme 2 Pro, Moto One Power ও Nokia 6.1 Plus এর দাম 4GBRAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৩,৯৯০ টাকা, 6GB RAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৫,৯৯০ টাকা আর টপ ভেরিয়েন্টের 8GB RAM/ 128GB স্টোরেজ Realme 2 Pro এর দাম ১৭,৯৯০ টাকা। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে কেনা যাবে Realme 2 Pro। ভারতে Motorola One Power এর দাম ১৫,৯৯৯ টাকা। ফ্লিপকার্টে 4GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোন। ভারতে Nokia 6.1 Plus ফোনের দাম ১৫,৯৯৯ টাকা। Realme 2 Pro, Moto One Power ও

কলিং গ্রাহকদের জন্য প্রিপেডে নতুন প্ল্যান নিয়ে এল ভোডাফোন

Image
সম্প্রতি মিলে গিয়েছে ভোডাফোন ও আইডিয়া। আর এক মিলনের পরে নতুন প্ল্যান লঞ্চের দায়িত্ব নিয়েছিল আইডিয়া। তিন সপ্তাহ হাত গুটিয়ে বসে থাকার পরে অবশেষে বাজারে এল নতুন ভোডাফোন প্রিপেড প্ল্যান। নতুন ৯৯ টাকা ও ১০৯ টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করল ভোডাফোন। সারা দেশের ভোডাফোন গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। ৯৯ টাকা ও ১০৯ টাকার প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধা পাবেন ভোডাফোন গ্রাহকরা। তবে ১০৯ টাকার প্ল্যানে 1উ ডাটা ব্যবহার করা যাবে। ভোডাফোন ৯৯ টকা ১০৯ টাকা প্ল্যানের সুবিধা ও ভ্যালিডিটি জিওর ৯৮ টাকা প্ল্যানের সাথে প্রতিযোগিতায় নতুন ৯৯ টাকা ও ১০৯ টাকা প্ল্যান লঞ্চ করেছে ভোডফাফোন। ৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে ২৮ দিনের জন্য আনলিমিটেড কলের সুবিধা। তবে ১০৯ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য আনলিমিটেড কলের সাথেই পাওয়া যাবে 1G আটা। প্রসঙ্গত জিও ৯৮ টাকার প্ল্যানে আনলিমিটেড কলের সাথেই পাওয়া যায় প্রতিদিন ১০০ টি SMS আর 2GB ডাটা। তবে ভোডাফোনের প্ল্যানে কলে সীমা র‍্যেহে দিন্সরোচ্চ ২৫০ মিনিট ওস্পা সর্বোচ্চ ১০০০ মিইথা অলা যাবে। এছাড়াও ১০০ টি আলাদা নম্বরে বিনামূল্যে কল যাবে। যে সব গ

‘গঙ্গামাতার দোহাই আমাকে ছেড়ে দিন’ চিত্কার করছিলেন মহিলা, তার পর…

Image
গঙ্গামাতার দোহাই আমাকে ছেড়ে দিন… এমনটা করবেন না…আমার ব্রত আছে— চিত্কার করে এই কথাগুলো বলছিলেন এক মহিলা। কাতরস্বরে আর্তি জানাচ্ছিলেন। কিন্তু কোনও আর্তিই কাজে দেয়নি। মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করল দুই যুবক। বিহারের মোকামার বাড় থামার এলাকার জলগোবিন্দ গ্রামের ঘটনা। গত সোমবার সকালে ব্রত উপলক্ষে গ্রাম থেকে কিছুটা দূরে গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন এক মহিলা। গঙ্গার ঘাট তখন শুনসান ছিল।স্নান করার সময় দুই যুবক সেখানে আসে। মহিলাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। রীতিমতো ধস্তাধস্তি চলে। মহিলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকেন। বার বার কাতর ভাবে অনুরোধ করতে থাকেন। অভিযোগ, সেই অনুরোধ উপেক্ষা করেই মহিলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। গোটা ঘটনার ভিডিয়ো তুলে রাখে দুই যুবক। সেই ভিডিয়ো হোয়াটসঅ্যাপেও ছেড়ে দেয় তারা। দাবানলের মতো ছড়িয়ে পড়ে ধর্ষণের সেই ভিডিয়ো। পুলিশের কাছেও ভিডিয়োটি পৌঁছয়। ভিডিয়োটি দেখার পরেই পুলিশ তদন্তে নামে। মহিলা দুই যুবকের নামে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে শিবপূজন মাহাতো নামে এক অভিযুক্ত গ্রেফতার করেছে পুলিশ। বিকাশ নামে আরও এক অভিযুক্তের খো

এশিয়া কাপ খেলে ২১ বছর বয়সেই ক্রিকেটকে বিদায়! কেন?

Image
হংকংয়ের ক্রিকেটার ক্রিস্টোফার কার্টার। বয়স মাত্র ২১। খেলেছেন এশিয়া কাপেও। আর তার পরই ক্রিকেট থেকে অবসর! অভিনব এমন কাণ্ড ঘটালেন হংকংয়ের উইকেটকিপার-ব্যাটসম্যান ক্রিস্টোফার কার্টার। পাইলট হওয়াই তাঁর স্বপ্ন যে! ক্রিকেটকে আঁকড়ে ধরায় বছর দুয়েক পড়াশোনায় মন দিতে পারেননি। এই সময়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ সালের নভেম্বরে অভিষেকের পর খেলেছেন ১১ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি। হংকং দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন তিনি। কিন্তু, হংকংয়ের হয়ে ক্রিকেট খেলে যে খুব বেশি দূর এগোনো যাবে না, এটা সম্ভবত দ্রুত উপলব্ধি করে ফেলেছন তিনি। তাই আর ব্যাট-বলের দুনিয়ায় পড়ে থাকতে চাইছেন না। ক্রিকেট ছেড়ে পাইলট  হওয়ার লক্ষ্যে পড়াশোনাকে বেছে নিচ্ছেন। পাইলট হওয়ার ট্রেনিং নিতে তিনি হংকং ছেড়ে চলে এসেছেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। সেখানে ৫৫ সপ্তাহ ধরে চলবে ট্রেনিং। হংকং এয়ারলাইন্সে সেকেন্ড অফিসার হতে চাইছেন তিনি। কার্টার বলেছেন, "আমি এর মধ্যেই পড়াশোনাকে বন্ধ রেখে খেলেছি। তবে এখন মনে হচ্ছে, যা হতে চেয়েছি সবসময়, সেই পাইলট হওয়ার দিকে নজর দেওয়ার সময় হয়েছে।" সদ্যসমাপ্ত এশিয়া কাপে হংকংয়ের হয়ে মূলপর্বে খেলেছেন তিনি। তবে

এ দেশে নতুন গবেষণা কেন্দ্রের সূচনা করবে অপো

Image
ভারতের হায়দরাবাদেই প্রতিষ্ঠিত হবে এ দেশের প্রথম Oppo রিসার্চ সেন্টার। Oppo চিনের বিখ্যাত স্মার্টফোন কোম্পানি। ভারতে ফোনের বিশাল মার্কেট তৈরি করার পর এবার তারা বড় লক্ষ্য নিয়ে আসতে চলেছে। এই দেশে তাদের প্রথম গবেষণা কেন্দ্র খুলতে চলেছে Oppoর টিম। আর ভারতের হায়দরাবাদেই প্রতিষ্ঠিত হবে এ দেশের প্রথম Oppo রিসার্চ সেন্টার। যার প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছে তাসলিম আরিফকে। Oppo ভারতের প্রেসিডেন্ট চার্লস ওয়াং বলেন, "আমরা আমাদের নতুন নতুন আবিষ্কার ও টেকনোলজি গ্রাহকদের দিতে পারার ব্যবস্থা করতে তৎপর। হায়দরাবাদে আমাদের প্রথম রিসার্চ ও ডেভলপমেন্ট কেন্দ্র তৈরি করা সেই দিকেই প্রথম পদক্ষেপ ও ভারতীয় গ্রাহকদের প্রতি অঙ্গীকার"। প্রসঙ্গত, Oppoতে কাজ করার আগে স্যামসংয়ের গবেষণা দলে কাজ করতেন তাসলিম আরিফ। পনেরো বছরেরও বেশি সময় এই কাজ করেছেন তিনি। ভারতের ক্রেতাদের সফটওয়্যারের যেকোন রকম সাহায্যের জন্য কাজ করবে হায়দরাবাদের ওই কেন্দ্র। যার নেতৃত্বে থাকবেন আরিফ। টিমের তরফে জানানো হয়েছে, তাসলিমকে দলের মধ্যে পেয়ে তারা ভীষণ উচ্ছসিত। আশা করবে তাঁর ছায়ার ভাল কাজ করবে Oppo ইন্ডিয়ার এই দল। চিনের স্মার্টফোন কোম্পা

ভুল উত্তরেও ফুল নম্বর! প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য খুশির খবর দিল হাইকোর্ট

Image
প্রাইমারি টেটে ভুল প্রশ্নের উত্তর লিখলে ফুল নম্বর পাবেন চাকরি প্রার্থীরা। বুধবার কলকাতা হাইকোর্ট প্রাইমারি টেট মামলার রায়ে সাফ জানিয়ে দিল। প্রাইমারি শিক্ষা পর্ষদকে কলকাতা হাইকোর্টের নির্দেশ পাস করলে চাকরি দিতে হবে। আর যে ভুল প্রশ্ন নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল, সেই ভুল প্রশ্নের উত্তর লিখেছে যাঁরা, তাদের ফুল নম্বর দিতে হবে। ২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নে ভুল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন পরীক্ষার্থীরা। এই পরীক্ষা হয়েছিল ২০১৫ সালের ১১ অক্টোবর। সেই পরীক্ষায় ১১টি প্রশ্নের বিকল্প উত্তর ভুল ছিল। তা নিয়েই যাবতীয় বিতর্ক। যা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টেই তা ফয়সালা হল। টেটের ফল প্রকাশের পর শতাধিক পরীক্ষার্থী একই ইস্যুতে মামলা দায়ের করে। এই পরীক্ষায় মামলাকারীরা অকৃতকার্য হয়েই বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা প্রশ্নপত্র যাচাইয়ের দাবি তোলেন। মামলার দীর্ঘ শুনানি চলে কলকাতা হাইকোর্টে। এরই মধ্যে ২১ জুন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দায়িত্ব দেন প্রশ্ন ও উত্তর খতিয়ে দেখতে। হাইকোর্ট নির্দেশ দেয়, মুখ বন্ধ খামে ১৯ সেপ্টেম্বরের মধ্যে কোনটি ঠিক, কোনটি ভুল তা র

বকেয়া টাকা না মেটালে দেশ ছাড়তে পারবেন না অনিল আম্বানি

Image
৫৫০ কোটি টাকা বকেয়া না মেটানো পর্যন্ত অনিল আম্বানি এবং তাঁর সংস্থার দুই কার্য নির্বাহী আধিকারিক যাতে দেশ ছাড়তে না পারেন, সেই ব্যাপারে দেশের শীর্ষ আদালতে আবেদন করেছে সুইডিশ টেলিকম যন্ত্র প্রস্তুতকারক সংস্থা এরিকসন। এরিকসন সংস্থায় অনিল আম্বানি গোষ্ঠীর ৪৫০০০ কোটি টাকার ঋণ ছিল। আদালতের পর্যবেক্ষণে পাওনা হিসেবে ১৬০০ কোটি টাকা দাবি করে এরিকসন। পরে আরও একবার আদালতে ৫৫০ কোটি টাকায় নিষ্পত্তি হয়। গত ৩০ সেপ্টেম্বর সেই বকেয়া মিটিয়ে দেওয়ার শেষ দিন ছিল। অনিল আম্বানির আর কম সংস্থা থেকে ৫৫০ কোটি টাকা বকেয়া জমা না পড়ায় এরিকসন সংস্থা শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরিকসনের পক্ষ থেকে জানানো হয়েছে, "দেশের আইন ব্যবস্থাকে এঁরা সমীহ করেন না। আইনের অপব্যবহার করেন এঁরা। সংস্থার কর্ণধার যাতে আদালতের বিশেষ অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে না পারে, সেই ব্যবস্থা করা হয়েছে"। দাদা মুকেশ আম্বানির রিলায়েন্স জিও-র সঙ্গে  এক ব্যবসায় চুক্তিবদ্ধ হয়েছিলেন অনিল এবং তাঁর সংস্থা। আর কমের নিজের সম্পত্তি হিসেবে স্পেক্ট্রাম, টাওয়ার, ফাইবার বিক্রি করে ২৫০০০ কোটি টাকার লাভ হওয়ার আশা ছিল অনিল আম্বানি গোষ্ঠীর।  কিন্তু টেলি

মুসলিম বলে সুবিচার পাননি, তাই হিন্দু হলেন আখতার!

Image
মুসলিম বলেই কি ছেলের হত্যার সুবিচার পাচ্ছেন না?  ছেলের হত্যাকে পুলিশ আত্মহত্যা বলে চালাতে চাইছে?— এই প্রশ্নগুলোই কুড়ে কুড়ে খাচ্ছিল আখতারকে। আর ততই তিনি হাতাশ হচ্ছিলেন। সুবিচার পেতে তাই একেবারে ধর্ম পরিবর্তনের রাস্তা বেছে নিলেন। রীতিমতো হলফনামা দিয়ে মহকুমা শাসকের কাছে সে কথা জানিয়েও আসেন আখতার। আর এই ঘটনায় ফের প্রশ্ন উঠে গেল উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়ে। বাগপতের বরারখা জেলার বাসিন্দা আখতার। মাসখানেক আগে তাঁর ছেলে গুলহাসানের দেহ ঝুলন্ত অবস্থায় মেলে। পরিবারের অভিযোগ ছিল, ছেলেটিকে খুন করা হয়েছে। পুলিশের কাছে খুনের অভিযোগও করেন আখতার। কিন্তু পুলিশ খুনের অভিযোগ না নিয়ে সেটাকে স্রেফ আত্মহত্যার ঘটনা বলেই  মামলা রুজু করে। প্রচণ্ড হতাশ হয়েছিলেন আখতার। শেষমেশ ছেলের হত্যার সুবিচার পেতে হিন্দুধর্ম গ্রহণ করেন আখতার ও তাঁর পরিবারের ১২ জন সদস্য! বাগপতের জেলাশাসক ঋষিরেন্দ্র কুমার জানান, পুলিশিতদন্তে সন্তুষ্ট না হয়ে আখতার ও তাঁর পরিবার ধর্ম পরিবর্তন করে বলে জানিয়েছেন। মঙ্গলবার রীতিমতো যজ্ঞ করে ধর্ম পরিবর্তনের আয়োজন করে যুব হিন্দু বাহিনী। রাজ্যের যুব হিন্দু বাহিনী (ভারত)-র প্রধান সৌখেন্দ্র খোখার বলে

শ্বাসকষ্ট দূর করতে ছ'মাসের শিশুকে দেওয়া হচ্ছে গরম লোহার রডের ছ্যাঁকা

Image
শাহডল: আদিবাসী অঞ্চলে এখনও মানুষের মধ্যে কতটা অন্ধবিশ্বাস রয়েছে তা এই মর্মান্তিক ঘটনা থেকে বোঝা যায় ৷ ছ'মাসের শিশুর সঙ্গে এরকম আচারণ যে কেউ করতে পারে তা সত্যি অবিশ্বাস্য ৷ জন্মের পর থেকে শিশুটি শ্বাসকষ্টে ভুগছিল ৷ চিকিৎসকের পরামর্শ না নিয়ে ঝাড়ফুক শুরু করা হয়েছিল ৷ গরম লোহার রড দিয়ে তাকে ছ্যাকা দেওয়া হয়েছে ৷ ২০ বারের বেশি এই ভাবে ছ্যাঁকা দেওয়া হয় ৷ এর জেরে তার গোটা শরীরে ইনফেকশন হয়ে যায় ৷ শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই তার মৃত্যু হয় ৷ মর্মান্তিক ঘটনাটি মধ্যপ্রদেশের শাহডল এলাকায় ঘটেছে ৷

প্রাগৈতিহাসিক সভ্যতার খোঁজ মিলল মহারাষ্ট্রে!

Image
এরকমই ৪০০টিরও বেশি ছবি 'আবিষ্কার' করেছে সুধীর রিসবুদ এবং মনোজ মরাঠের নেতৃত্বাধীন একটি প্রত্নতাত্ত্বিক দল। কেউ এঁকেছিল তিমি, তো কেউ বিশাল-বপু হাতি। কচ্ছপ, গাছপালা, জ্যামিতিক আঁকিবুকিও বিস্তর। রং-তুলি নয়, সব ছবিই পাথর দিয়ে পাথর কুঁদে আঁকা। কিন্তু কবেকার? প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, এ সব অন্তত ১০ হাজার খ্রিস্টপূর্বাব্দের। আজ মানুষ যখন চাঁদে জমি কেনার তো়ড়জোড় করছে, ঠিক তখনই মহারাষ্ট্রে খোঁজ মিলল প্রাগৈতিহাসিক সভ্যতার। মানুষ তখনও চাষের চ-ও শেখেনি বলে অনুমান। তাদের পেট চলত শিকার করেই। পশ্চিম মহারাষ্ট্রের কোঙ্কন এলাকার ৫২টি গ্রামে অনুসন্ধান চালিয়ে সম্প্রতি এমন ৪০০টিরও বেশি ছবি 'আবিষ্কার' করেছে সুধীর রিসবুদ এবং মনোজ মরাঠের নেতৃত্বাধীন একটি প্রত্নতাত্ত্বিক দল। এই ধরনের ছবিকে সাধারণত গুহাচিত্র বা পেট্রোগ্লিফস বলা হয়। কিন্তু এত দিন কেন এ সব নজরে আসেনি? রিসবুদ বললেন, ''পাঁচটি গ্রামে কিছু ছবি আমরা খুব সহজেই পেয়েছি। যে সবের কথা স্থানীয়েরা জানতেন। কেউ-কেউ পুজোও করতেন। কিন্তু যে সব ছবি মাটির তলায় চাপা পড়েছিল, সেগুলি খুঁজে পেতে আমাদের হাজার-হাজার কিলোমিটার শুধু হাঁটতে হয়েছে। স্

রাষ্ট্রসংঘের 'চ্যাম্পিয়ন্স অফ আর্থ পুরস্কার'পেলেন প্রধানমন্ত্রী

Image
নয়াদিল্লি: সৌরশক্তি নিয়ে কাজের জন্য এবার বিশেষ স্বীকৃতি পেল ভারত। জলবায়ু পরিবর্তন ও স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্ব প্রদানের জন্য রাষ্ট্রসংঘের 'চ্যাম্পিয়ন্স অফ আর্থ পুরস্কার' দেওয়া হল ভারতকে । আজ এই পুরস্কার দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  । পুরস্কার প্রাপকের তালিকায় ছিল ফরাসী রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাকরুনের নামও ।  আজ মোদির হাতে এই পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রসংঘের জেনারেল সেক্রেটারি অ্যান্টোনিও গাতোরাসে । নয়াদিল্লির প্রবাসী ভারতীয় ভবনে একটি অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে । একজন নেতা হিসেবে জলবায়ু পরিবর্তনের বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখেছেন মোদি ও এই সংক্রান্ত সমস্যাগুলির সমাধান করতেও মোদি সরকারের প্রচেষ্টাকে প্রশংসা করেছেন গাতোরাসে । প্রসঙ্গত, আন্তর্জাতিক স্তরে সৌরশক্তি ও ২০২২ এর মধ্যে একক- ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন সংক্রান্ত কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে ।

পুজোয় টানা ১৬ দিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকা্রি কর্মচারীরা

Image
কলকাতা: ঢাকে কাঠি পড়ল বলে ৷ আকাশে পেজা তুলোর মত মেঘ আর কাশফুল জানান দিচ্ছে মা আসছে ৷ আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে দেবীপক্ষ ৷ তার আগেই খুশির খবর রাজ্য সরকার কর্মচারীদের জন্য ৷ সরকারি কর্মচারীদের জন্য সুখবর ৷ পুজোয় টানা ১৬ দিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারের কর্মীচারীরা ৷ কেউ যদি ২৬ তারিখ একটি ক্যাসুয়াল লিভ নিয়ে নিতে পারেন, তাহলেই চতুর্থী থেকে টানা ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি পাবেন রাজ্য সরকার কর্মীরা ৷ নবান্ন সূত্রে এমনটাই খবর মিলেছে ৷

১৫ বছরের যৌন ব্যবসায় তরুণী, মামলা ফেসবুকের বিরুদ্ধে

Image
টেক্সাস: ফেসবুকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন এক তরুণী। মাত্র ১৫ বছর বয়সেই ধর্ষণের শিকার হন তিনি। শুধু তাই নয়, যৌন ব্যবসাতেও জড়িয়ে পড়েন। আর এর জন্য তিনি দায়ী করেছেন ফেসবুককে। মামলাও করেছেন সোশ্যাল মিডিয়া জায়ান্টের বিরুদ্ধে। জেন ডো নামে ওই তরুণী অভিযোগ করেন। সোমবার হাউসটনের ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি করেছেন তিনি। ফেসবুকে এর ফ্রেন্ডের পাল্লায় পড়েই তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে। তরুণীর অভিযোগ, ফেসবুক কর্তাদের বোঝা উচিৎ যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাবালিকাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তবে ফেসবুকের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। ২০১২ তে এক ব্যক্তির সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয় ওই তরুণির। সেই ব্যক্তির সঙ্গে একাধিক মিউচুয়াল ফ্রেন্ডও ছিল। সেকান থেকেই সূত্রপাত। জেন ডো-র কোনও ধারন ছিল না যে সেক্স ট্র্যাফিকাররাও থাকতে পারে সোশ্যাল মিডিয়ায়। এরপর দিনের পর দিন তাঁকে দিনের পর দিন যৌন নির্যাতন, ধর্ষণের শিকার হতে হয়।

৪৬ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রঞ্জন গগৈ

Image
নয়াদিল্লি: দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রঞ্জন গগৈ । আজ ৩ অক্টোবর ৪৬তম প্রধান বিচারপতি পদে দায়িত্ব গ্রহণ করলেন তিনি । প্রসঙ্গত, ভারতের উত্তর-পূর্ব অঞ্চল থেকে তিনিই প্রথম ব্যক্তি যিনি প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের তত্ত্বাবধানে শপথ নিয়েছেন গগৈ । ২০১৯ সালের নভেম্বর মাস পর্যন্ত এই পদের দায়িত্বভার সামলাবেন গগৈ । নাগরিকপঞ্জি সংক্রান্ত বিশেষ ডিভিশন বেঞ্চের দায়িত্বেও ছিলেন তিনি । ২০১২ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি পদের দায়িত্ব নেন রঞ্জন গগৈ৷ মৃদুভাষী ও কড়া আইনজীবী হিসেবেই তিনি পরিচিত৷ ১৯৭৮ সালে আইনজীবী হিসেবে কেরিয়ার শুরু। সংবিধান, আয়কর ও কর্পোরেট সংক্রান্ত বিষয় নিয়েই গুয়াহাটি হাইকোর্টে কাজ করেছেন । ২০১০ সালে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বিচারপতির পদে নিযুক্ত হন ও ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন । ২০১২ সালের এপ্রিলে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে যোগদান করেন ।

এই সপ্তাহেই ভারতের সঙ্গে ৩৬৬৬৭ কোটি টাকার ক্ষেপণাস্ত্র চুক্তি, জানাল রাশিয়া

Image
এই সপ্তাহেই ভারতের সঙ্গে এস-৪০০ ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করা হবে। ৪ এবং ৫ অক্টোবর ভারত সফরে দিল্লি আসছেন রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। তাঁর উপস্থিতিতেই নয়াদিল্লিতে এই চুক্তি সম্পন্ন হবে বলে জানালেন রুশ বিদেশমন্ত্রকের অন্যতম কর্তা এবং পুতিনের অন্যতম সহযোগী ইউরি উসাকভ। ভারতকে এই অত্যাধুনিক রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে টালবাহানা। ভারতের রুশ ক্ষেপণাস্ত্র ও প্রযুক্তি ব্যবহার নিয়ে বরাবরই নারাজ ছিল আমেরিকা। গত অগস্টেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের এক শীর্ষ কর্তা হুঁশিয়ারি দিয়েছিলেন, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কিনলে দিল্লিকে মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে। সম্প্রতি, বিশ্ববাজারে রুশ অস্ত্রের যোগান আটকাতে বিশেষ আইনও আনে আমেরিকা। যে সমস্ত দেশ রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনবে, নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের 'একঘরে' করার কথাই বলা আছে এই আইনে। এই আইনের সাহায্যেই চিনের বিরুদ্ধে আর্থিক বিধিনিষেধ চাপিয়েছে আমেরিকা। রাশিয়ার কাছ থেকে সুখোই বিমান কেনার জন্যই আমেরিকার বিরাগভাজন হয় বেজিং। ভারত অবশ

শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় নাবালিকাকে মেরে গাছ থেকে মৃতদেহ ঝুলিয়ে দিল দুষ্কৃতীরা

Image
নয়াদিল্লি: ফের হিংসামূলক ঘটনার জেরে সংবাদ শিরোনামে উত্তরপ্রদেশ। অ্যাপেল স্টোর ম্যানেজার হত্যার ঘটনায় ইতিমধ্যেই প্রশ্নের মুখে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থা । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাশবিক অত্যাচারের শিকার হল ১৫ বছর বয়সী এক নাবালিকা। মঙ্গলবার দুপুরে মণিপুরি জেলায় গান্ধি জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগদান করে বাড়ি ফিরছিল ওই ছাত্রী । সেই সময়ই তাকে আক্রমণ করে তিনজন দুষ্কৃতী ও একটি ঝোপে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে তিন অভিযুক্ত । এরপরই বাধা দেয় ওই নাবালিকা । যার ফলে একাদশ শ্রেণীতে পাঠরতা ওই ছাত্রীকে নির্মমভাবে প্রহার করা হয় যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় নির্যাতিতার ।  নৃশংসতার শেষ এখানেই নয় । হত্যাকান্ডকে আত্মহত্যার রুপ দিতে নাবালিকার মৃতদেহ গাছ থেকে ঝুলিয়ে দেয় অভিযুক্তরা । যদিও ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেন গ্রামবাসীরা । তিনজনকেই আটক করেছে পুলিশ।

লাইন প্রথা তুলে দেওয়ার দাবিতে পুরীর জগন্নাথ মন্দিরে বিক্ষোভ, ভাঙচুর

Image
পুরীর জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য তৈরি হয়েছে নতুন নিয়ম। লাইন করে ঢুকতে হবে সেখানে। আর তাতেই আপত্তি জগন্নাথ সেনার। এর প্রতিবাদে আজ সকাল থেকে বিক্ষোভ দেখানো শুরু করেন জগন্নাথ সেনা কর্মীরা। ভাঙচুর চালানো হয় জগন্নাথ মন্দিরের প্রধান কার্যালয়ে। টায়ার জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয় রাস্তা। মন্দিরে লাইন করে ঢোকার জন্য যে রেলিং বসানো হয়েছিল তাও ভেঙে ফেলা হয়। কয়েকদিন আগে নতুন নিয়ম চালু হয়েছে জগন্নাথ মন্দিরে। জানিয়ে দেওয়া হয়েছে মন্দিরের ভিতরে ঢুকেও মানতে হবে লাইন। এবং তার জন্য তৈরি করা হয়েছে লোহার ব্যারিকেড। কিন্তু এতেই আপত্তি জগন্নাথ সেনার। তাদের নেতা প্রিয়দর্শিন পটনায়েক দাবি, লাইন করে দেব দর্শনের বিষয়টি অবিলম্বে তুলে দিতে হবে। তিনি জানিয়েছেন এছাড়াও আরও আটটি দাবি রয়েছে তাদের। এর প্রতিবাদে আজ সকালে থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে সেনা কর্মীরা। আজ সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে মন্দির। জগন্নাথ মন্দিরের মূল কার্যালয়ে ভাঙচুর চালায় তারা। সমস্ত আসবাব ভেঙে ফেলা হয়। আলমারি সহ বেশ কিছু সামগ্রী রাস্তায় ফেলে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয় রেলিং। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন

বিগত ১০ বছরে সব থেকে বেশি বিদ্যুতের দাম

Image
নয়াদিল্লি: সারা দেশে বিদ্যুতের চাহিদা বাড়তেই ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ মঙ্গলবার বিদ্যুতের দাম প্রতি ইউনিটের ১৮ টাকা বাড়ানো হয়েছে ৷ এটাই বিগত দশ বছরের সব থেকে বেশি দাম ৷ ২০০৯ সালে শেষবার বিদ্যুতের দাম ১৭ টাকা হয়েছিল ৷ এর পেছনে মুখ্য কারণ ছিল বিদ্যুতের বিপুল চাহিদা ৷ এরফলে গ্রাহকদের কী কী অসুবিধে হতে পারে ? মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছনোর যে সঙ্কল্প ছিল তা খানিকটা ধাক্কা খাবে বলেই মনে করা হয়েছে ৷ বিদ্যুতের বিপুল পরিমামে মাশুল বাড়লে তার খারাপ প্রভাব বা বোধা বইতে হয় সাধারণ মানুষকেই ৷ সত্যি কি বিদ্যুতের দাম বাড়ল ? বিশেষজ্ঞরা মনে করেন যোগানের থেকে চাহিদার পরিমাণ বাড়তেই বিদ্যুতের দাম বেড়েছে ৷ জল, বাতাস, কয়লা বিদ্যুত উৎপাদনকারী তিনটি সামগ্রীর প্রর্যাপ্ত অভাবই বিদ্যুতের দাম ব্যাপক হারে বৃদ্ধি করেছে ৷

AC-র গ্যাস লিক করে বদ্ধ ঘরেই শেষ স্বামী-স্ত্রী-সন্তান

Image
চেন্নাই: শীতাতপ নিয়ন্ত্রিত আরামই শেষ করে দিল একই পরিবারের ৩টি জীবন৷ মৃত্যু হল স্বামী, স্ত্রী ও সন্তানের৷ সোমবার রাতে পরিবারটি তখন ঘুমে অচেতন৷ এ দিকে বদ্ধ ঘরে এসি-র বিষাক্ত গ্যাস লিক করছে, ঘূণাক্ষরেও টের পাননি কেউ৷ যখন টের পেল, শরীর ছেড়ে দিয়েছে৷ ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে গোটা পরিবার৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের কোয়ামবেড়ুতে৷ ইনভার্টার চালিয়ে এসি-র সুইচড অন করেই রাতে শুয়ে পড়েন কালায়ারাশি (৩০), তাঁর স্বামী সরাভনন (৩৫) ও তাঁদের ছেলে কার্তিকেয়ন (৮)৷ সেই সময় বিদ্যুত্‍‌ ছিল না৷ পরে বিদ্যুত্‍‌ এসে গেলেও ইনভার্টার চলতেই থাকে৷ পুলিশ জানিয়েছে, মাঝ রাতে এসি-র গ্যাস লিক করা শুরু হয়৷ ঘরের দরজা-জানলাও তখন বন্ধ৷ শ্বাসকষ্ট বাড়তে থাকে৷ কেউই সময় পাননি, উঠে দরজা বা জানলা খোলার৷ কারণ, শরীর সঙ্গ দিচ্ছিল না৷ বদ্ধ ঘরেই শেষ হয়ে যায় তিনটি প্রাণ৷ দেহগুলিকে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷

কলকাতা মেডিক্যাল কলেজে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি, রাস্তায় নামিয়ে আনা হল রোগীদের

Image
ফার্মেসিতে লাগা আগুন ঘিরে বুধবার সকালে ব্যপক আতঙ্ক তৈরি হয় কলকাতা মে়ডিক্যাল কলেজ হাসপাতালে। সকাল আটটা নাগাদ, হাসপাতালের নিরাপত্তা রক্ষী এবং রোগীর পরিজনরা প্রথম ধোঁয়া দেখতে পান এমসিএইচ বিল্ডিংয়ে। সেই আগুনের উৎস বোঝার আগেই গাঢ় ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল জুড়ে। আতঙ্ক শুরু হয়ে যায় রোগী এবং তাঁদের আত্মীয়দের মধ্যে। এমসিএইচ বিল্ডিংয়ে রয়েছে কার্ডিওলজি, আইসিইউ, পুরুষ এবং মহিলাদের মেডিসিন বিভাগের ওয়ার্ড। হাসপাতালের নিরাপত্তা কর্মীরা প্রথমে আগুন নেভানেোর কাজ শুরু করেন। ঘটনাস্থলে প্রথমে দমকলের চারটি টেন্ডার পৌঁছয়। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে আরও ছ'টি টেন্ডার আনা হয়। কিন্তু ততক্ষণে গোটা হাসপাতাল চত্বর প্রচন্ড ধোঁয়াতে ঢেকে যায়। সেই ধোঁয়া বিভিন্ন ওয়ার্ডে ঢোকা শুরু হয়। অসুস্থ হয়ে পড়তে শুরু করেন রোগীরা। এদের অনেকেরই অক্সিজেন চলছিল। তড়িঘড়ি হাসপাতাল কর্মীরা এবং দমকল কর্মীরা সেই সমস্ত রোগীদের একটা বড় অংশকে ওয়ার্ড থেকে নীচে নামিয়ে আনেন। এই কাজে হাতে হাত লাগান রোগীর আত্মীয়রাও। রোগীদের নামিয়ে আনার সময় অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত স্ট্রেচারও পাওয়া যায়নি। চাদরে করে রোগীদের নিয়ে আসতে দেখা যায়। তাঁদের

মেডিক্যাল কলেজে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

Image
কলকাতা মেডিক্যাল কলেজে ওযুধের দোকানে ভয়াবহ আগুন। বুধবার সকালে মেডিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ের ওষুধের কাউন্টারে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁচেছে। কোনওরকম ঝুঁকি না নিয়ে রোগীদের অন্যত্র সরানো হচ্ছে। ইতিমধ্যেই ২৫০ জন্য রোগীকে নামিয়ে আনা হয়েছে। খালি করা হচ্ছে গোটা বিল্ডিংটি। ওই ওষুধের কাউন্টারের পাশেই রয়েছে অক্সিজেন সিলিন্ডারের গোডাউন। সেখানে যাতে আগুন না পৌঁছতে পারে, সেই চেষ্টায় তত্পর দমকল কর্মীরা। এজরা বিল্ডিংয়ের পিছন দিকে খোলা আকাশের নীচে আপাতত রেখে দেওয়া হয়েছে রোগীদের। যাতে ধোঁয়ায় রোগীদের কোনওরকম ভাবে শ্বাসকষ্ট না হয়। আড়াইশো রোগী এই মুহূর্তে খোলা আকাশের নিচে আতঙ্কের মধ্যে রয়েছেন। আতঙ্ক ছড়িয়েছে রোগীর আত্মীয়দের মধ্যেও।

‌পুজোর কেনাকাটার টাকা দেননি স্বামী, অস্বাভাবিক মৃত্যু বধূর

Image
অস্বাভাবিক মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানা এলাকার দুর্গাপুরে মঙ্গলবার সকালে। পূজা মণ্ডল নামে ওই গৃহবধূকে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রগতি ময়দান থানায় খবর দেন তাঁর প্রতিবেশীরা। পুলিস গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা পূজাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিস। সেখানে আত্মহত্যার জন্য কাউকে দায়ী করে যাননি পূজা। প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, পুজোর কেনাকাটা করতে স্বামী তারক মণ্ডলের কাছে সোমবার রাতে টাকা চেয়েছিলেন পূজা। তিনি দিতে রাজি না হওয়ায় এনিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে বচসা হয়। এরপরই এদিন সকালে পূজার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতের প্রতিবেশীদের জেরা করা হচ্ছে। পূজার স্বামী তারককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিস।

মাওবাদী বা জেএমবি জঙ্গি যোগের শঙ্কা গোয়েন্দাদের

Image
নাগেরবাজারে বিস্ফোরণের ক্ষেত্রে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছে। আইইডি তৈরির কাজে ব্যবহার করা হয়েছে একটি লোহার পাইপ। তার মধ্যেই উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ভরা হয়েছিল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পর এব্যাপারে প্রায় নিশ্চিত বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা। তদন্তকারী অফিসারদের বক্তব্য, এই জাতীয় বিস্ফোরক সাধারণ দুষ্কতীদের পক্ষে তৈরি করা সম্ভব নয়। তাই এর পিছনে অন্য রহস্যের গন্ধ পাচ্ছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে শহুরে মাওবাদী বা জেএমবি-র মতো কোনও সংগঠন জড়িত আছে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। কারণ এই জাতীয় বিস্ফোরক তারাই তৈরি ও ব্যবহার করে। কিন্তু কে বা কারা এমন বিস্ফোরক ওই জায়গায় রেখে গেল, সেটাই স্পষ্ট নয়। সেই কারণেই এলাকায় থাকা সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে স্পিল্‌ন্টার উদ্ধার হওয়ায় এবং কোনও গান পাউডার না মেলায় রহস্য অন্য দিকে মোড় নেয়। তাহলে কি আইইডি থেকেই বিস্ফোরণ, এই প্রশ্ন উঁকি দিতে শুরু করে। কারণ অনুসন্ধানে আসেন বম্ব বিশেষজ্ঞরা। বারাকপুর পুলিস কমিশনারেটের সিপি রাজেশ সিং সহ শীর্ষ কর্তারাও বিস্ফোরণস্থল ভালো করে পরীক্ষা করে

দগ্ধক্ষতের যন্ত্রণা নিয়ে তিন হাসপাতালে লড়ছেন ন’জন

Image
অন্যান্য দিনের মতোই কেউ কাজে বেরিয়েছিলেন, কেউ বা ছেলের বায়না সামলাতে দোকানে গিয়েছিলেন মিষ্টি কিনতে। মুহূর্তের বিকট আওয়াজ আর ধোঁয়া বদলে দিল সব কিছু। হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছেন। অগ্নিদগ্ধ দেহের যন্ত্রণা প্রকাশের শক্তিও যেন অবশিষ্ট নেই। বাইরে পরিজনদের হাহাকার। মঙ্গলবার নাগেরবাজারে বোমা বিস্ফোরণে মারা গিয়েছে আট বছরের এক বালক। গুরুতর আহত হয়েছেন ন'জন। তাঁদের মধ্যে ছ'জন আরজি করে এবং দু'জন এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন। অন্য এক জনের চিকিৎসা চলছে দমদমের একটি বেসরকারি হাসপাতালে। অল্প আহত এক জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের বাইরে দাঁড়িয়ে ছিলেন যমুনা মণ্ডল। ভিতরে পিঠের মাংস ঝলসে যাওয়ার যন্ত্রণায় কাতরাচ্ছেন তাঁর দাদা অজিত হালদার। গুরুতর আহত অজিতবাবুকে ট্রমা সেন্টারে প্রাথমিক চিকিৎসার পরেই রক্ত দেওয়া শুরু হয়। কিন্তু ঘোর কাটছে না যমুনাদেবীর। তিনি জানান, সকালে নাগেরবাজার কাজিপাড়া মোড়ে দাদাকে নামিয়ে দিয়ে অর্জুনপুরে নিজের দোকানে পৌঁছন। কিছু ক্ষণের মধ্যেই বিস্ফোরণের খবর পান। ঘটনার আকস্মিকতায় হতভম্ব চন্দন ভুঁইয়া-পূর্ণিমা মণ্ডলের মতো

ফের কাঁপল ইন্দোনেশিয়া, ১৩০০ ছাড়াল মৃতের সংখ্যা

Image
ফের জোড়া ভূমিকম্পে আতঙ্ক ইন্দোনেশিয়ায়। মঙ্গলবার সকালে সুম্বা দ্বীপের দক্ষিণ উপকূলে ৫.৯ কম্পাঙ্কের ভূকম্প টের পাওয়া যায়। দ্বীপটিতে সাড়ে সাত লক্ষ মানুষের বাস। প্রথম কম্পনের ১৫ মিনিটের মাথায় ঠিক ওই জায়গায় আবার দ্বিতীয় কম্পন। রিখটার স্কেলে এর মাপ ছিল ৬। কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে। বড়সড় কোনও ক্ষয়ক্ষতি না হলেও সদ্য ভূমিকম্পের ধাক্কায় ধরাশায়ী দেশটিতে ফের বিপর্যয়ে ব্যাপক আতঙ্ক ছড়ায়। শুক্রবার সুলাবেসি দ্বীপে কম্পন ও সুনামির পর থেকে লম্বা হচ্ছে মৃত্যুমিছিল। আজ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪৭। চারদিকে হাহাকার প্রিয়জনের জন্য। হাজারের বেশি মানুষকে একসঙ্গে কবর দেওয়ার জন্য খোঁড়া হয়েছে ফুটবল মাঠের আকারে গণকবর। যাঁরা বেঁচে রয়েছেন তাঁদের কাছে প্রয়োজনীয় খাবার নেই, জল নেই, জ্বালানি নেই।  জোর করে দোকানে ঢুকতে গিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতি হচ্ছে বাসিন্দাদের। ত্রাণের ট্রাক পাহারা দিচ্ছে পুলিশ, সোনা। জলের বোতল, পোশাক, কম্বলের জন্য দোকানের বাইরে মারপিট লেগে গিয়েছে ক্রেতাদের মধ্যে। রাষ্ট্রপুঞ্জের ত্রাণ সমন্বয় সংস্থার এক মুখাপাত্রের কথায়, ''পরিস্থিতি ভয়ানক। এই মুহুর্তে খাবার, জল,

৮ বছর পার, মদে মৃত্যুর বিচার কবে!

Image
ঘটনা তো কতই ঘটে। কতগুলিরই বা বিচার হয়। মঙ্গলবার সকালে এমনই আক্ষেপ শোনা গেল দাসপুরের ভূতা গ্রামের দীপালি রানা ও মাধবী সাউয়ের মুখে। আট বছর আগে চোলাই খেয়ে মৃত্যু হয়েছিল তাঁদের স্বামী-সহ চারজনের। অভিযোগ, বিচার তো দূর। এ ক্ষেত্রে সে ভাবে নাকি কোনও তদন্তই হয়নি। দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুরে বিষ মদ-কাণ্ডে যাবজ্জীবন সাজা হয়েছে চারজনের। তারপরই হা হুতাশ বেড়েছে দীপালি, মাধবীদের। তাঁরা বললেন, ''রাজনৈতিক দল বা পুলিশ কেউই আমাদের কথা ভাবেনি। দেখতে দেখতে আট বছর হয়ে গিয়েছে। বহুবার পুলিশ-প্রশাসনের দোরে দোরে ঘুরেছি। কেউ ভ্রূক্ষেপও করেনি।" তদন্ত যে একেবারে হয়নি তা নয়। চারজনের মৃত্যু হলেও, মাত্র একজনের ক্ষেত্রে ময়নাতদন্ত হয়েছিল। সেই সূত্রেই শুরু হয়েছিল মামলা। কিন্তু পরে সে মামলা তুলে নেওয়া হয়। কেন এমন হল? মামলার অন্যতম সাক্ষী ভূতা গ্রামেরই বাসিন্দা হারাধন প্রামাণিক বললেন, ''অভিযুক্তই তো বিষ মদ খেয়ে মারা গিয়েছিল। কার বিরুদ্ধে মামলা চলবে?" ভূতা গ্রামের মদন প্রামাণিক পড়শি গ্রাম থেকে চোলাই কিনে এনেই মদ বেচতেন। বাড়িতেই ছিল ঠেক। সকাল-সন্ধ্যায় সেখানে ভিড় করত নেশাড়ুরা। বিক্রি করার পাশাপাশ

ভিক্ষা নয় স্কুল, দিন বদলে পথে নেমেছেন ইঞ্জিনিয়ার

কাঁধে জাতীয় পতাকা। আইআইটির শহরের বাসস্ট্যান্ডে ঘোরাফেরা করছেন এক যুবক। তাঁকে দেখে জুটে গেল কিছু শিশু। তাদের অনেকেই স্কুল ছেড়ে ভিক্ষায়, অনেকে বুঁদ নেশায়। ম্যাজিক দেখানোর কথা বলে যুবক মিশে গেলেন শিশুদের সঙ্গে। বললেন, ''৬ লক্ষ টাকার চাকরি ছেড়ে ১০ হাজার কিলোমিটার হেঁটেছি। ৫ জোড়া জুতো বদলেছি। সব তোমাদের জন্য। আর তোমরা 'মুক্ত ভারত' গড়ার জন্য শুধু ভিক্ষাবৃত্তি ছেড়ে স্কুলে যেতে পারবে না!" মঙ্গলবার, গাঁধী জয়ন্তীর দিন খ়ড়্গপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বস্তিতে যেন আক্ষরিক অর্থে এক জাদু প্রদর্শনী হচ্ছিল। সব দেখে-শুনে স্কুলছুট শেখ আশিস, শেখ আজিম বলল, "মাস্টারমশাইরা মারে, তাই স্কুলে যাই না। টাকার জন্য ভিক্ষা করি। তবে এই স্যর বলেছে স্কুলে গেলে জাদু হবে। আমরা স্কুলে যাব।" জাদুকরের নাম আশিস শর্মা। দিল্লির সময়পুর বাদলির বাসিন্দা বছর উনত্রিশের ওই যুবক পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ভিক্ষা করে দিন গুজরান করা শিশুদের সমাজের মূল স্রোতে ফেরানোর স্বপ্ন নিয়ে হাঁটছেন আশিস। সাইকেল, বাইকে নয়। রীতিমতো পায়ে হেঁটে পৌঁছে যাচ্ছেন স্কুলছুটদের কাছে। লক্ষ্য একটাই। গড়তে হবে 'মুক্ত ভারত'

ধানবাদে ধৃত ডাকাত ১০০ কোটির মালিক!

Image
শুধুমাত্র ডাকাতি করেই প্রায় একশো কোটি টাকার সম্পত্তির মালিক সে! পুলিশের প্রাথমিক অনুমান এরকমই। তবে নির্দিষ্ট করে জানতে আর সেই সম্পত্তি বাজেয়াপ্ত করতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি লিখল বিহার পুলিশ। নাম পাল্টে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তীসগঢ় এবং ওড়িশায় প্রায় ৪০টি ব্যাঙ্ক ডাকাতি করেছে গয়ার পহরা গ্রামের মাধব দাস। গতকাল ধানবাদ থেকে ঝাড়খণ্ড পুলিশের সহায়তায় গ্রেফতার করেছে বিহার এসটিএফ। ঠিক কত টাকার সম্পত্তি রয়েছে মাধবের তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সম্পত্তির তালিকা তৈরি করা হবে বলে জানান গয়ার এসএসপি রাজীব মিশ্র। পুলিশের খাতায়, গয়ার মাধব দাস এর আগে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ডাকাতির অভিযোগে ধরা পড়ে। জামিন পাওয়ার পরে নাম বদলে ফের ডাকাতি করতে শুরু। কখনও অমরেন্দ্রকুমার মাধব, কখনও সে সুজিতকুমার মিত্তল, কখনও বা মাধব দাস। ব্যাঙ্ক ডাকাতির মামলায় প্রায় ছ'বছর জেল খাটার পরে ২০১৫ সালে পশ্চিমবঙ্গ থেকে জামিন পায় সে। জেলে বসেই গ্যাং তৈরি করে আন্তঃ রাজ্য ডাকাতির দল চালাত মাধব। পুলিশের বক্তব্য, তারই কমিশন বাবদ এত টাকা আয়। জামিন পাওয়ার পরে বিহারে একটি ডাকাতি করে সে। বিহার পুলিশ প্রায় তিন বছর ধরে

পরপর দু’দিন মদ খেলে বাড়িতে হানা মহিলাদের

Image
যে গ্রামে পা দিলেই চোলাইয়ের গন্ধ নাকে এসে ঠেকত, সেই গ্রামে চোলাই তৈরি তো দূর, বিক্রিই নিষিদ্ধ। কেউ পরপর দু'দিন মদ খেলেও তার বাড়ি গিয়ে হাজির হন গ্রামের মহিলারা। তাঁদের একটাই কথা, ''যে ক্ষতি হয়ে গিয়েছে। তা আর ফিরে আসতে দেব না।'' গ্রামের নাম রামগোপালপুর-করকনা। ২০১৭ সালের ৩ জানুয়ারি গলসির এই গ্রামেই বিষ মদ খেয়ে মারা গিয়েছিলেন ৮ জন। তাঁদের মধ্যে গ্রামেই মারা যান ছ'জন। হাসপাতালে ভর্তি ৩২ জনের মধ্যে পরে আরও দুজনের মৃত্যু হয়। এই ঘটনায় চোলাই মদ প্রস্তুতকারক ও বিক্রেতা আন্না বাউরিকে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগণার সংগ্রামপুরে বিষ-মদ কান্ডে ১৭২ জনের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত নূর আলম ফকির ওরফে খোঁড়া বাদশা-সহ ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড হওয়ায় আশার আলো দেখছেন গলসির গ্রামের বাসিন্দারাও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে বলা হয়েছে চোলাইয়ের সঙ্গে দেশি মদ বিক্রি করত আন্না। ঘটনার আগের দিন রাতে মদের নেশা আরও বাড়াতে 'নেশাবর্ধক' ওষুধও মিশিয়েছিল। তাতেই বিপত্তি ঘটে। নির্দিষ্ট সময়ে চার্জশিট জমা পড়ায় জেলে থেকেই বিচার প্রক্রিয়ায় যোগ দিচ্ছে ধৃত। বর্ধমান জেলা আদালতে

‘কেন বাজারে গেলাম... না হলে ছেলেটা বেঁচে যেত’

Image
কলিংবেল বাজাতেই দরজা খুললেন বছর তিরিশের এক মহিলা। পরিচয় দিয়ে ঘরে ঢোকার জন্য জুতো খুলতে যেতেই বাধা দিলেন। বললেন,''জুতো পরেই ভেতরে আসুন।'' ঘরে পা দিয়েই বোঝা গেল, কেন জুতো খুলতে বারণ করেছিলেন গৃহকর্ত্রী সঞ্চারি দত্ত। ঘরের মেঝেভর্তি নানা মাপের কাচের টুকরো। লিভিং রুমটা পেরিয়ে গেলে রাস্তার দিকে ব্যালকনি। ওই ব্যালকনিতে যাওয়ার দরজায় লাগানো কাচটা যেন কেউ প্রবল আক্রোশে এলোপাথাড়ি ভাবে ভেঙেছে। সামনে রাখা ডাস্টবিন ভর্তি কাচের টুকরো। বোঝাই যাচ্ছে, এক দফা ঘর পরিষ্কার করা হয়েছে। তার পরেও মেঝেতে পড়ে থাকা কাচের টুকরো দেখলে মনে হবে ঘরের মধ্যে সদ্য যুদ্ধ শেষ হয়েছে! তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী সঞ্চারি ততক্ষণে পাশের ঘরে থাকা তাঁর স্বামী শৌভিক দত্তের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন।কথা বলতে গিয়েই জানা গেল, ওই দম্পতি বিষ্ফোরণের সময় বাজারে ছিলেন। তাঁরা বাড়ি থাকলে কাচ ভেঙে আঘাত পাওয়ার সম্ভবনা ছিল বলতেই ফুঁপিয়ে উঠলেন সঞ্চারি। কোনওমতে চোখ মুছতে মুছতে অস্ফুটে বলে উঠলেন,"আমরা বাড়ি থাকলে ছেলেটা বেঁচে যেত। অন্য সব দিন বাড়ি থাকি। আজ কেন যে দু'জন মিলেই বাজার গেলাম!" কথাটা না বুঝতে পেরে তাকা