লাইন প্রথা তুলে দেওয়ার দাবিতে পুরীর জগন্নাথ মন্দিরে বিক্ষোভ, ভাঙচুর

পুরীর জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য তৈরি হয়েছে নতুন নিয়ম। লাইন করে ঢুকতে হবে সেখানে। আর তাতেই আপত্তি জগন্নাথ সেনার। এর প্রতিবাদে আজ সকাল থেকে বিক্ষোভ দেখানো শুরু করেন জগন্নাথ সেনা কর্মীরা। ভাঙচুর চালানো হয় জগন্নাথ মন্দিরের প্রধান কার্যালয়ে। টায়ার জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয় রাস্তা। মন্দিরে লাইন করে ঢোকার জন্য যে রেলিং বসানো হয়েছিল তাও ভেঙে ফেলা হয়।

কয়েকদিন আগে নতুন নিয়ম চালু হয়েছে জগন্নাথ মন্দিরে। জানিয়ে দেওয়া হয়েছে মন্দিরের ভিতরে ঢুকেও মানতে হবে লাইন। এবং তার জন্য তৈরি করা হয়েছে লোহার ব্যারিকেড। কিন্তু এতেই আপত্তি জগন্নাথ সেনার। তাদের নেতা প্রিয়দর্শিন পটনায়েক দাবি, লাইন করে দেব দর্শনের বিষয়টি অবিলম্বে তুলে দিতে হবে। তিনি জানিয়েছেন এছাড়াও আরও আটটি দাবি রয়েছে তাদের। এর প্রতিবাদে আজ সকালে থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে সেনা কর্মীরা। আজ সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে মন্দির।

জগন্নাথ মন্দিরের মূল কার্যালয়ে ভাঙচুর চালায় তারা। সমস্ত আসবাব ভেঙে ফেলা হয়। আলমারি সহ বেশ কিছু সামগ্রী রাস্তায় ফেলে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয় রেলিং।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।