Posts

Showing posts from June 17, 2018

ঋতু চলাকালীন গ্রাম থেকে বের করা হয় মহিলাদের

Image
ছত্তিসগড় : ভগবান রেগে যাবেন। তাই ঋতু চলাকালীন গ্রামের মধ্যে ঢুকতে দেওয়া হয় না মহিলাদের। গ্রামের বাইরে তাদের জন্য একটি ঘর তৈরি করে রাখা হয়েছে। সেখানেই থাকেন তাঁরা। একবিংশ শতাব্দিতে এখনও এমন প্রথা চালু রয়েছে ছত্তিসগড়ের রাজনন্দগাঁও জেলায় সিতাগাঁওয়ে। এই গ্রামে মেয়েরা সাধারণত বাড়িতেই থাকে। কিন্তু, ঋতুচক্র চলাকালীন তাঁদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তবে শুধু বাড়ি থেকেই নয়। একেবারে গ্রাম থেকেই বের করে দেওয়া হয় তাঁদের। গ্রামের বাইরে তাঁদের জন্য একটি ঘর বানানো হয়েছে। যার নাম গাওকর। মাসের নির্দিষ্ট দিনগুলিতে তাঁরা ওই বাড়িতেই থাকেন। সে সময় তাঁরা কারও সঙ্গে কথাও বলতে পারেন না। কারণ মাসের ওই দিনগুলিতে তাদের সঙ্গ অপবিত্র বলে গণ্য করা হয়। গ্রামবাসীদের অনুমান, ঋতু চলাকালীন মেয়েরা অপবিত্র হয়ে যায়। তাই সে সময় তাদের গ্রামের মধ্যে থাকা একেবারেই ঠিক নয়। এতে ভগবান রেগে যান।  এই প্রথা মূলত চালু রয়েছে মাদিয়া ও গন্দ জনজাতির মধ্যে। গন্দ জনজাতির একটা বড় অংশ মহারাষ্ট্র, ছত্তিসগড়, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বাস করে।  এই প্রথা সম্পর্কে রাজনন্দগাঁও জেলার CMOH মিথিলেশ চৌধুরি বলেন, "ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর

ফ্লাইটের টিকিটে পান ২,৫০০ টাকার ছাড়

Image
আরও একবার অফারের তালিকা নিয়ে হাজির জেট-এয়ারওয়েস্৷ ছাড়ের পরিমান থাকছে ২,৫০০ টাকা পর্যন্ত৷ সংস্থা আনছে 'ইওয়র নেক্সট ভ্যাকেসন অ্যাওয়েটস্' স্কিম৷ যেখানে যাত্রীরা পাবেন ইকোনমি ফ্লাইট টিকিটের উপর ১০০০ টাকা এবং আন্তর্জাতিক বিমানের টিকিটে ২,৫০০ টাকা পর্যন্ত ছাড়৷ এমনই জানাচ্ছে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট৷ অফারটি বৈধ থাকছে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত৷ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুক করলে তবেই ছাড়টি পাওয়া যাবে৷ রিটার্ন জার্নির ক্ষেত্রেও মিলবে ছাড়টি৷ অফারটির সর্ম্পকে জেনে নিন কয়েকটি বিষয়- ১) জাতীয় ক্ষেত্রে ইকোনমি ক্লাসের টিকিটের উপর ছাড় পাবেন ১০০০ টাকা৷ অন্যদিকে আন্তর্জাতিক উড়ানগুলিতে ছাড়ের পরিমান থাকছে আরও বেশি, ২৫০০ টাকা পর্যন্ত৷ ২) ছাড়টি পেতে হলে যাত্রীকে টিকিট বুক করতে হবে নির্দিষ্ট দিনের অন্তত ২১ দিন আগে৷ ৩) ভিসা কার্ড ব্যবহার করে বুকিং করলে তবেই ডিসকাউন্টটি পাবেন যাত্রীরা৷ ৪) প্রয়োজনীয় প্রোমো কোডটি ব্যবহার করতে হবে টিকিট বুকিংয়ের সময়৷ ৫) নির্দিষ্ট কয়েকটি জায়গার বাসিন্দারাই পাবেন অফারটি৷ অফারটির মধ্যে শিশুদের টিকিট বুকিং সম্ভব হবে না৷ ৬) শি

একাধিক ভারতীয় পাসপোর্ট রাখার অভিযোগ, নীরব মোদীর বিরুদ্ধে পৃথক এফআইআরের প্রস্তুতি

Image
নয়াদিল্লি: ১২ হাজার কোটি টাকা ব্যাঙ্ক-প্রতারণা মামলায় প্রধান অভিযুক্ত নীরব মোদীর কাছে অন্ততপক্ষে আধ-ডজন ভারতীয় পাসপোর্ট রয়েছে। এমনটাই জানাল তদন্তকারী সংস্থাগুলি। পলাতক হিরে-ব্যবসায়ীর বিরুদ্ধে এই মর্মে পৃথক এফআইআর দায়ের করার ভাবনাচিন্তা করা হচ্ছে। পাসপোর্ট নিষিদ্ধ হওয়া সত্ত্বেও নীরব মোদী একের পর এক দেশে যাচ্ছেন। গোয়েন্দারা জানতে পেরেছেন, কিছুদিন আগে পর্যন্ত নীরব ব্রিটেনে ছিলেন। এখন, সম্প্রতি তিনি বেলজিয়াম গিয়েছেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এরপরই, গোয়েন্দারা খোঁজখবর শুরু করেন। জানা গিয়েছে, তাঁর নামে ৬টি পাসপোর্ট ইস্যু করা হয়েছে। এর মধ্যে ২টি চালু রয়েছে। বাকিগুলি নিষ্ক্রিয়। গোয়েন্দাদের দাবি, যে দুটি পাসপোর্ট সক্রিয় রয়েছে, তার মধ্যে একটিতে নীরবের পুরো নাম রয়েছে। অন্যদিকে, আরেকটি পাসপোর্টে শুধু তাঁর নাম রয়েছে (পদবী নয়)। ওই পাসপোর্টে ৪০-সপ্তাহের ব্রিটেনে থাকার ভিসা মঞ্জুরি দেওয়া হয়েছে। গোয়েন্দাদের দাবি, তা দিয়েই ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছেন পিএনবি-প্রতারণা মামলার অভিযুক্ত। পিএনবি-কাণ্ডে তাঁর নাম উঠে আসার আগেই, দেশ থেকে পালিয়ে যান নীরব। তাঁর নামে ওয়ারেন্ট জারি হওয়ার পরই, প্রথম পাসপোর্টটি ন

নাইজেরিয়ায় প্রবল আত্মঘাতী হামলায় নিহত অন্তত ৩১! বাড়ছে মৃতের সংখ্যা...

Image
কানো: ফের বোকোহারাম জঙ্গিদের হামলায় রক্তাক্ত নাইজেরিয়া৷ আত্মঘাতী হামলায় নিহত অন্তত ৩১৷ উত্তর-পূর্ব নাইজেরিয়ায় জঙ্গিরা হামলা চালায়৷ ছোট শহর কোনার একটি বাজারে আত্মঘাতী বিস্ফোরণ হয়৷ পর পর ২টি আত্মঘাতী হামলা হয়৷ আত্মঘাতী হামলার পাশাপাশি গ্রেনেড হামলাও চালায় জঙ্গিরা৷ ১ মে থেকে বোকোহারাম জঙ্গিদের নিকেশ অভিযান চালাচ্ছে নাইজেরিয়া প্রশাসন৷ আর তার জেরেই পাল্টা হামলা চালাচ্ছে জঙ্গিরা৷ নাইজেরিয়ার কানো শহরের ইদের বাজার ছিল জমজমাট৷ তখনই হামলা চালায় জঙ্গিরা৷ রকেট ও গ্রেনেড হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়৷ হতাহতের সংখ্যা শতাধিকও পেরোতে পারে বলে মনে করছে নাইজেরিয়া প্রশাসন৷ নাইজেরিয়ায় গত ৯ বছর ধরে বোকোহারাম জঙ্গিদের তাণ্ডব চলছেই৷ আত্মঘাতী হামলার জন্য দেশের তরুণ প্রজন্মকে বেছে নিচ্ছে এই জঙ্গি সংগঠন৷ রবিবারেও ২ তরুণ জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় বলে জানা যাচ্ছে৷ উত্তর-পূর্ব নাইজেরিয়াতে বোকোহারাম জঙ্গিদের দাপট সবচেয়ে বেশি৷ গত কয়েক বছরে সেখানকার নিরাপত্তার উপরও জোর দেওয়া হয়েছে৷ তাতেও আটকানো যাচ্ছে না জঙ্গিদের৷ ১ মে বোকাহারাম জঙ্গি নিকেশ অভিযানের দিনই উত্তর-পূর্ব নাইজেরিয়ার মুবিতে আত্মঘাত

‘প্রযোজকের স্ত্রী আমায় তাঁর স্বামীর সঙ্গে শুতে বলেন’

Image
কাস্টিং কাউচের বিরুদ্ধে তেলুগু অভিনেত্রী শ্রী রেড্ডি-র প্রতিবাদের কথা সাম্প্রতিক কালে সকলের মনে থাকার কথা। এর মধ্যেই ফের একবার সেলুলয়েড জগতের কদর্য রূপ নিয়ে মুখ খুললেন তেলুগু ছবির গীতিকার শ্রেষ্ঠা। সম্প্রতি একটু সাক্ষাত্‍কারে শ্রেষ্ঠা জানান, কাস্টিং কাউচ যে শুধুমাত্র অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, এই ইন্ডাস্ট্রিতে অনেকেই এর শিকার।  তিনি বলেন, 'একবার এক প্রযোজকের স্ত্রী আমার কাছে এ ব্যাপারে খোলাখুলি প্রস্তাব দেন। তিনি আমায় বলেন, 'আমার স্বামীর সঙ্গে তোমায় শুতে হবে।' রাজি হইনি। তার জন্য মূল্য দিতে হয়েছে আমাকে। আর একবার একজন মহিলা পরিচালক আমায় জানান, এক ব্যক্তি আমায় প্রপোজ করতে চান। তিনি গোয়ায় আমার জন্য বড় পার্টি দিচ্ছেন। আমায় গোয়া যেতে হবে। আমি তাতেও না করে দিই। কিন্তু এর পর আমি বহুবার হুমকি ফোন পেয়েছি। এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে কাজ বন্ধ রেখে আমি কয়েক মাস বাইরে চলে গিয়েছিলাম।'  তিনি আরও বলেন, 'আমার কেরিয়ার পর্যন্ত থমকে গিয়েছিল এ সব বাজে কিছু অভিজ্ঞতার কারণে। বহু মানুষ আমায় বলেছেন, শুধুমাত্র লেখার জোরে এই ইন্ডাস্ট্রিতে আমি কোনও জায়গা তৈরি করতে পারব না।

খুন করে স্বামীর যৌনাঙ্গ কাটলেন স্ত্রী

Image
প্রথমে স্বামীকে খুন। তার পর তাঁর যৌনাঙ্গ কেটে নিলেন স্ত্রী। আর এ কাজে ৪৫ বছরের ওই মহিলাকে সাহায্য করলেন তাঁর ভাইঝি এবং তার স্বামীও। স্বামীকে খুনের অভিযোগে শনিবার ভোপাল পুলিশ গ্রেফতার করে আয়েশা নামে ওই মহিলাকে। তাঁকে জেরা করেই খুনের বিষয়ে জানতে পারে পুলিশ। জব্বলপুরের সুপার শশীকান্ত শুক্ল জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে নিজের বাড়িতে খুন হন ৫৫ বছরের চিকিৎসক শাফাতুল্লাহ খান।  শাফাতুল্লাহের শরীরে একাধিক বার ছুরির আঘাত দেখতে পান তদন্তকারীরা। আঘাতের চিহ্ন ছিল বুক, গলা, কবজিতে। একই সঙ্গে কাটা ছিল চিকিৎসকের যৌনাঙ্গও। ঘরের জিনিস পত্র ছিল তছনছ করা। তদন্তকারীদের ধারণা, বিষয়টি দেখে যাতে মনে হয় চুরির কারণেই খুন, তারই তেষ্টা করা হয়েছিল।  পুলিশ গ্রেফতার করে শাফাতুল্লাহের স্ত্রীকে। জেরায় স্বামীকে খুনের কথা স্বীকার করেন আয়েশা। তিনি জানান, এ কাজে তাঁকে সাহায্য করেন ভাইঝি ৩০ বছরের নন্দিনী ও তার স্বামী পবন বিশ্বকর্মা (৩৫)। তাঁদেরও গ্রেফতার করা হয়েছে। জেরায় প্রত্যেকেই নিজেদের দোষ স্বীকার করেছেন। কিন্তু, কেন স্বামীকে খুন করলেন আয়েশা? ১৯৯১ সালে আয়েশার সঙ্গে বিয়ে হয় শাফাতুল্লাহের। আয়েশার অভিযোগ, একাধিক মহিলার সঙ্

এক সঙ্গে নগ্ন ২৫০৫ মহিলা, গড়লেন বিশ্বরেকর্ড, কেন জানেন?

Image
এক স্বেচ্ছাসেবী সংস্থা ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য অভিনব এই উদ্যোগ নিয়েছিল গত ৯ জুন। ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য এক সঙ্গে নগ্ন হলেন ২,৫০০ জনেরও বেশি মহিলা। নগ্ন অবস্থায় আয়ারল্যান্ডের সমুদ্রের ঠান্ডা জলে ১০ মিনিট কাটালেনও। অ্যাওবেনস পিঙ্ক টাই নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য অভিনব এই উদ্যোগ নিয়েছিল গত ৯ জুন। সেই উপলক্ষেই আয়ারল্যান্ডের উইকলোর মিয়েঘেরমোর বিচে এই 'স্ট্রিপ এন্ড ডিপ' অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর ফলে ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার খরচও যেমন কিছুটা উঠল, তেমনই এই প্রথম এক সঙ্গে এত জন মহিলা নগ্ন হওয়ায় গিনেস রেকর্ড করল ওই সংস্থা। ২০১৫ সালে ফিগ গ্রুপের আয়োজনে অস্ট্রেলিয়ার পার্থের দক্ষিণ সমুদ্রসৈকতে ৭৮৬ জন মহিলা এক সঙ্গে নগ্ন হয়েছিলেন। এতদিন এটাই ছিল রেকর্ড। এই অনুষ্ঠানের আয়োজক ফেদারস্টোনও এক সময় ক্যানসার আক্রান্ত ছিলেন। তিনি জানিয়েছেন, ২০১৩ সাল থেকে প্রতি বছর এই সময় এমন আয়োজন করা হয়। তবে প্রথমে খুব কম সংখ্যক মহিলাই এতে সাড়া দিয়েছিলেন। ক্রমে এর জনপ্রিয়তা বাড়ে এবং ক্যানসার আক্রান্তদের চিকিৎসায় অনেক বেশি মহিলা এগ

চিল্কায় নৌকাডুবিতে নিহত ৬, আর্থিক সাহায্য ঘোষণা ওড়িশার

Image
ওড়িশার চিল্কা হ্রদে ডুবল যাত্রীবাহী নৌকা। নিহত এক শিশু-সহ ছজন। নিহতদের পরিবারপিছু চার লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। অসুস্থদের চিকিৎসার খরচ দেবে রাজ্য। দিনকয়েক ধরে ওড়িশায় চলছে ঝড়বৃষ্টি। কটক, পুরী-সহ আটটি জেলায় আগামী কয়েকদিন একইরকম আবহাওয়া জারি থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এরই মাঝে শনিবার বিকেলে ১৮ জন পর্যটক নিয়ে নৌকাটি চিল্কা হ্রদে যায়। সেই সময় শুরু হয় প্রবল বৃষ্টি। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। কালিজাই মন্দির থেকে বালুগাঁও ফেরার পথে আচমকাই উলটে যায় নৌকাটি। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকলবাহিনী-সহ উদ্ধারকারী দল। শুরু হয় তল্লাশি অভিযান। চিল্কায় বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সন্ধেয় শ্রদ্ধাঞ্জলি দাস নামে এক শিশুর দেহ উদ্ধার করা হয়। রবিবার সকাল পর্যন্ত তল্লাশি অভিযানে আরও পাঁচজনের নিথর দেহ মেলে। উদ্ধার হওয়া বাকি ১২ জনের শারীরিক অবস্থা সংকটজনক। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেকেই। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। নিহতদের পরিবারপিছু চার লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অসু

নাবালিকা ধর্ষণে উত্তপ্ত অশোকনগর, অভিযুক্ত যুবক গ্রেফতার

Image
অশোকনগর: বছর তেরোর নাবালিকা স্থানীয় এক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী । ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার ভুরকুন্ডা পঞ্চায়েতের বামনডাঙ্গা যশোরপাড়া এলাকায় । পরিবার সূত্রে জানা গিয়েছে নাবালিকার মা ও বাবা পেশাগত কারণে বাইরে থাকেন ৷ নাবালিকা কিশোরী তার ঠাকুমা,কাকা কাকিমার কাছে থাকত । ঘটনায় উত্তপ্ত এলাকা ৷ শনিবার রাতে অতিরিক্ত গরমে নাবালিকা নিজের ঘরে দরজা খুলে রেখে ঘুমিয়ে পড়ে । মাঝ রাতে হঠাৎ চিৎকার করে ওঠে কিশোরী ৷ সেই সময়ে পাশের ঘরে থাকা কাকা কাকিমা ও ঠাকুমা ছুটে আসেন ৷ ভয়ে কাঁটা হয়ে ছাত্রী জানিয়েছে তাদেরই প্রতিবেশী জোর করে তাকে ধর্ষণ করে । চিৎকারে পালিয়ে যায় সে । রবিবার সকালে অশোকনগর থানায় এই মর্মে মেয়েটির পরিবারের তরফ থেকে অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পীড়িতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। অভিযুক্ত পুলিশি জেরায় স্বীকার করেছে গাছ বেয়ে পাঁচিল টপকে সে ওই বাড়িতে ঢুকেছিল। অভিযুক্ত কে ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ বারাসত আদালতে তোলা হয়েছে ।নির্যাতিতার পরিবার প্রাকশ্যে মুখ খুলতে চায়নি ।

ছেলের নিষ্কৃতিমৃত্যু চাইলেন রাজীব হত্যাকারীর মা

Image
রাজীব গাঁধী ও পেরারিভালান। ইতিমধ্যেই জেলে কাটিয়ে ফেলেছে প্রায় তিন দশক। সম্প্রতি তাদের মুক্তির আবেদনও খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর তাই এ বার ছেলের 'মুক্তি'র জন্য  নিষ্কৃতিমৃত্যুকেই বেছে নিলেন মা। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর অন্যতম হত্যাকারী পেরারিভালান। রাজীব গাঁধীকে খুনের অপরাধে ১৯ বছর বয়সে গ্রেফতার করা হয় তাঁকে। ইতিমধ্যেই কেটে গিয়েছে ২৭টি বছর। কার্যত ছেলের মুক্তির আশাও ছেড়ে দিয়েছেন মা আরপুথাম্মাল। বাধ্য হয়ে ছেলের জন্য নিষ্কৃতিমৃত্যুর আবেদন জানালেন তিনি। ৭১ বছরের আরপুথাম্মাল কথায়, ''কেটে গিয়েছে ২৭টি বছর। যদি ছেলেটা জেলের মধ্যেই মারা যায়, তা হলে নিদারুণ যন্ত্রণা ভোগ করবে। এই কষ্ট থেকে মুক্তির জন্যই নিষ্কৃতিমৃত্যুর আবেদন জানিয়েছি।'' বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এবং তামিলনাড়ু সরকারকে চিঠি দিয়েছেন পেরারিভালানের মা। পেরারিভালানের আইনজীবী এস প্রভু রামাসুব্রহ্মণ্যম জানিয়েছেন, নিষ্কৃতিমৃত্যুর আবেদন জানানোর খবরটি সত্যি। রাষ্ট্রপতি মুক্তির আর্জি খারিজ করে দেওয়ার খবর শোনার পরই ভেঙে পড়েছিলেন আরপুথাম্মাল। তার পরই এই সিদ্ধান্ত। ২০১৪ সালে

কিশোরকে ধর্ষণ করতে না পারায় পায়ুতে রড...

Image
গাজ়িয়াবাদ : ১৭ বছরের এক কিশোরের পায়ুতে লোহার রড ঢোকানোর অভিযোগ উঠল পাঁচ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপ্রদেশের মোদিনগরের। অভিযুক্তদের মধ্যে একজন হেড কনস্টেবলের ছেলে। ঘটনাটি বৃহস্পতিবার ঘটলেও পুলিশ কাল বিষয়টি জানতে পারে। সিনিয়র পুলিশ সুপার বৈভব কৃষ্ণ জানান, বৃহস্পতিবার রাতে ওই কিশোর তার বাইকটি গ্যারাজে সারাতে দিয়ে বাড়ি ফিরছিল। তখন তাকে আটকায় ওই পাঁচ যুবক। একটি দোকানে নিয়ে গিয়ে তার সঙ্গে পায়ুকাম করে। সে বাধা দিলে তার পায়ুতে লোহার রড ঢুকিয়ে দেয়। পাশাপাশি পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড করে। ক্লাস টুয়েলভের কিশোরের কাছে থাকা ১৬০০ টাকাও ছিনিয়ে নেয়। নিগৃহীত কিশোরের বাবা অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের ছেলেকে উত্যক্ত করত এবং জাতপাত তুলে গালিগালাজ করত। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে POCSO ধারায় মামলা রুজু করেছে। অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

বিমানবন্দরে অভিনব পদ্ধতিতে বিপুল অর্থের সোনা পাচারের চেষ্টা, সোনা সহ আটক ১

Image
কলকাতা: রবিবাসরীয় সকালে কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য ৷ বিমানবন্দরের গেটে বেআইনি সোনা পাচারের আগেই উদ্ধার করা হয়েছে ৷ বেশ কিছুক্ষণ ধরেই এক যাত্রীর আচরণে সন্দেহ হয়েছে পুলিশের ৷ শুল্ক দফতরের তল্লাশিতেই ধরা পড়েছে বেআইনি সোনা ৷ সন্দেহভাজন ব্যক্তি ব্যাঙ্কক থেকে কলকাতায় এসেছেন ৷  পুলিশ খতিয়ে দেখছে সোনার আসল উৎস ৷   জানা গিয়েছে প্রায় ১ কেজি ৮০০ গ্রামের বিপুল অর্থের বেআইনি সোনা ধরা পড়েছে তল্লাশিতে ৷ ঘটনায় এক ব্যাক্তিকে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ ৷ ধৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ এই ঘটনার পিছনে কোনও চক্র জড়িত না কি একাধিক ব্যাক্তির ষড়যন্ত্র আছে ? সেটাও দেখছে পুলিশ ৷

ধর্ষণে অভিযুক্ত এই ধর্মগুরুর আশ্রম থেকে 'উধাও' ৬০০ মহিলা, ঘনীভূত রহস্য

Image
রাম রহিম থেকে আসারাম বাপু, সাম্প্রতিককালে একের পর এক ধর্মগুরু অভিযুক্ত হয়েছেন ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে। এঁদের মধ্যে রামরহিমের 'কীর্তি' শুধু ধর্ষণেই থেমে থাকেনি। একাধিক অপরাধের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর । এই তালিকায় যুক্ত হয়েছেন আরেক হিন্দু ধর্মগুরু দাতি মহারাজ। রাজস্থানে দাতি মহারাজের আশ্রম থেকে ৬০০ জন মহিলা নিখোঁজ হয়েছেন বলে খবর। ধর্ষণে অভিযুক্ত দাতি মহারাজের আশ্রমে মোট ৭০০ জন মহিলা ছিলেন। কিন্তু সেখানে বর্তমানে ১০০ জনকে পাওয়া যাচ্ছে। বাকি মহিলাদের খোঁজে তদন্ত শুরু করেছে রাজস্থান পুলিশ। পুলিশি তদন্তের মূলত দুটি দিক। একদিকে খোঁজ চালানো হচ্ছে যে এই মহিলারা আদৌ পালিয়ে গিয়েছেন কি না! অন্যদিকে খোঁজ চলছে , নিখোঁজ মহিলাদের সঙ্গো কোনও অপরাধমূলক ঘটনা ঘটানো হয়েছে কি না! এর আগে, এক ২৫ বছরের মহিলা দাতি মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। দাতি মহারাজের শিষ্য ওই মহিলার সঙ্গে গণধর্ষণ হয়েছে বলে অভিযোগ তোলা হয়। তারপর থেকেই ঘটনার তদন্তে নামে রাজস্থান পুলিশ। মহিলার দাবি ছিল , তাঁকে জোর করে এই দাতি মহারাজের ঘরে ঢুকিয়ে দেয় আশ্রমের বাকি সদস্যরা। মহিলা শিষ্যদের সঙ্গে প্রায়ই রাত্রিবাস করতেন দাতি মা

ঘুমের ইঞ্জেকশন দিয়ে ধর্ষণ, পুলিশের জালে গুজরাতের চিকিত্সক

Image
পালিয়েও শেষ রক্ষা হল না। অবশেষে পুলিশের জালে ধর্ষণে অভিযুক্ত চিকিত্সক। ভদোদরার নাদেসারি এলাকার অঙ্গদ গ্রামে রোগিনীকে নিজের ক্লিনিকের মধ্যেই ধর্ষণের অভিযোগ উঠেছে ওই চিকিত্সকের বিরুদ্ধে। ঘুমের ইঞ্জেকশন দিয়ে মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।  নাদেসারি পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চিকিত্সকের নাম প্রতীক জোশি। শনিবার পঞ্চমহল এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে দুপুরে তাঁকে আটক করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, গত ১১ জুন ওই মহিলা প্রতীক জোশির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিণীর দাবি, ক্লিনিকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাঁকে ধর্ষণ করেন ওই চিকিত্সক। সেই সময় ওই ক্লিনিকের কম্পাউন্ডার তাঁর ফোনে ভিডিয়ো করছিলেন বলে দাবি করেন অভিযোগকারিণী। অভিযোগ পেয়ে সেদিন রাতেই দিলীপ গোহিল নামে ওই কম্পাউন্ডারকে গ্রেপ্তার করে পুলিশ।  যদিও ঘটনার দিন থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত চিকিত্সক। তাঁর বিরুদ্ধে ৩৭৬ ধারায় ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। খুব শীঘ্রই তাঁকে আদালতে পেশ করা হবে। পুলিশি জেরায় ওই চিকিত্সকের দাবি, ধর্ষণের ঘটনাটি তিন মাস আগেকার। ধৃত কম্পাউন্ডার ও তাঁর দুই সঙ্গী মিলে ওই চিকিত্সককে ব্ল্যাকমেল করা শুরু করে

জমছে আবর্জনার স্তূপ, মানুষের বিষ্ঠার দুর্গন্ধ ছড়াচ্ছে এভারেস্টে!

Image
প্রতিবছরই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে চড়তে হাজার হাজার পর্বতারোহীরা হাজির হন নেপালের বেস ক্যাম্পে। সম্প্রতি মাউন্ট এভারেস্ট থেকে ফিরছেন পর্বতারোহীরা। পর্বতচূড়োয় নিজেদের জয়গানের চিহ্ণ হিসেবে রেখে আসছেন বহু নিদর্শন। দেশের পতাকা, ছবি-সহ আরও অনেক কিছুই।  ৮.৮৪৮ মিটার উচ্চতায় সাবমিট রুটের অভিযান শেষে পর্বতারোহীরা নিয়ম অমান্য করে অক্সিজেনের খালি সিলিন্ডার, ফ্লুরোসেন্ট তাঁবু, ক্লাইম্ব করার নানান সরঞ্জাম ও মানব বর্জ্য পদার্থ ফেলে আসছেন। এমনকি শীর্ষ সাবমিট বেস ক্যাম্পেও বর্জ্য পড়ে থাকছে। ১৮ বার এভারেস্টজয়ী পেম্বা দোরজে শেরপা আফসোসের সুরে জানিয়েছেন, চোখের দূষণ তো বটেই। গোটা পর্বতটাই এখন টন টন বর্জ্যে পরিপূর্ণ!  উল্লেখ্য, এ বছর প্রায় ৬০০জন সফল ভাবে এভারেস্টে চড়তে পেরেছিলেন। এছাড়া ক্যাম্পগুলিতে ও অভিযান কালে পর্বতারোহী ছাড়াও গাইড ও মালবাহকরাও থাকেন।  পাঁচ বছর আগে নেপাল সরকার থেকে একটি নিয়ম জারি করেছিল। এভারেস্ট অভিযান শেষ করে, সব পর্বতারোহীদেরই ১৮ পাউন্ড বর্জ্য জিনিসপত্র নিচে নামিয়ে আনতে হবে। শুধু তাই নয়, প্রতিবছরই শৃঙ্গের বিভিন্ন ক্যাম্পগুলি থেকে টন টন বর্জ্য পরিষ্কার করেছিল নেপাল সরকার। উল্লেখ্

প্রথম ‘মাধ্যমিক পাশ’কে বরণ করতে উত্সব এই গ্রামে

Image
নিজের নাম টুকু সই করতে পারেন না বাবা। টিপ সই দিয়ে কাজ চালান। এ যাবত পরিবারের কেউ প্রাথমিকের গণ্ডি পার হননি। শুধু পরিবারেরই নয়, গ্রামের কেউই মাধ্যমিক পাশ করেননি। এ বারই প্রথম মাধ্যমিক পাশ করে তাই সকলের চোখের মনি হয়ে উঠেছে ঝাড়খন্ডের এক প্রত্যন্ত গ্রামের মেয়ে অনু কুমারী।  ওই আদিবাসী পাড়ায় ১২টি ঘর রয়েছে। অধিকাংশই দিনমজুর। জঙ্গলেই তাঁরা জীবন অতিবাহীত করেন। ওই গ্রামে রয়েছে প্রাথমিক স্কুল। দেড় কিলোমিটার দূরত্বে হাইস্কুল। কিন্তু এ পর্যন্ত ওই পাড়ার কোনও মেয়েই মাধ্যমিক পাশ করেননি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। চিরাচরিত আদিবাসী প্রথা ভেঙে, বিয়ে না দিয়ে মেয়েকে পড়াশোনা করিয়েছেন অনুর বাবা ছালিতর পারাহিয়া। মেয়ের এই সাফল্যে তিনি আজ গর্বিত। হাতে গোনা কয়েকজন মাধ্যমিকের চৌকাঠ পার হওয়ার আগেই স্কুলছুট হয়ে গিয়েছেন। অনু কুমারী এই প্রথম স্থানীয় ঝাড়খন্ড এ্যাকাডেমিক কাউন্সিল থেকে মাধ্যমিকে পাশ করে সকলকে চমকে দিয়েছে। তিন ভাই-বোনের সঙ্গে থাকে অনু। বাকি তিন জন অনেক আগেই স্কুলছুট হয়ে গিয়েছে। বাবার উত্সাহে পড়াশোনা চালিয়ে গিয়েছে অনু। আর পাশে ছিলেন ওই স্কুলের প্যারা শিক্ষক কৃষ্ণ কুমার রাম। সাফল্য পাওয়ার পর অনু

খুনের পর ছেলের দেহ টানতে টানতে এনে বাবার সামনে ফেলল প্রতিবেশী, নারকীয় হত্যালীলা বিষ্ণুপুরে

Image
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন। খুনের পর সেই দেহ টেনে এনে বাবার সামনে ফেলে দিল প্রতিবেশী। নারকীয় এই হত্যাকাণ্ডটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। মৃত যুবকের নাম রমজান মল্লিক। বছর ২৯-এর রমজান পেশায় জরির মিস্ত্রি। বিষ্ণুপুরে স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে থাকতেন রমজান। স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই প্রতিবেশী উবাই দুল্লা মোল্লার সঙ্গে বিবাদ চলছিল রমজানের। এরপরই শনিবার ঘটে এই হত্যালীলা। অভিযোগ, বাড়ি থেকে রমজানকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত উবাই দুল্লা মোল্লা ওরফে কাল্লু। প্রথমে রমজানকে মাদক খাওয়ায় সে। তারপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে রমজানকে। খুনের পর দেহ টানতে টানতে এনে রমজানদের বাড়ির গেটের সামনে ফেলে কাল্লু। এরপর রমজানের বাবাকে ডেকে তাঁর হাতে ছেলের দেহ তুলে দেয়। রমজানের বাড়ির লোকের চিত্কারে ছুটে আসে গ্রামবাসীরা। তাঁরাই ধরে ফেলেন কাল্লুকে। পুলিসের হাতে তুলে দেয় তাকে। আগুন ধরিয়ে দেয় অভিযুক্তের বাড়িতে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগেও খুনের ঘটনায় নাম জড়িয়েছিল কাল্লুর।

ব্রিটিশ সমর্থকদের ছদ্মবেশে বিশ্বকাপে হামলার ছক আইএসের!

Image
আইএস-এর নিশানায় রাশিয়া বিশ্বকাপ। সতর্কবার্তা মার্কিন গোয়েন্দাদের। ফুটবল বিশ্বকাপ নিয়ে যখন মেতে উঠেছে রাশিয়া, ঠিক সে‌ই সময় উদ্বেগের কথা শোনাল মার্কিন বিদেশ দফতর। তাদের আশঙ্কা, ব্রিটিশ সমর্থকের ছদ্মবেশে রাশিয়ার ফুটবল স্টেডিয়াম কিংবা পর্যটনস্থলে হামলা চালাতে পারে আইএস জঙ্গিরা। মার্কিন পর্যটকদের উদ্দেশে জারি করা সতর্কবার্তায় তারা বলেছে, রাশিয়ায় যাওয়ার আগে ভেবে দেখুন। আর গেলেও সতর্ক থাকুন। গতকাল, শনিবার ভিড়ে ঠাসা মস্কোর রেড স্কোয়ারে প্রবল গতিতে ছুটে আসা ট্যাক্সির ধাক্কায় আহত হয়েছেন অন্তত আটজন। যাদের মধ্যে দু'জন বিদেশি, মেক্সিকোর নাগরিক। এই ঘটনার পিছনেও কি রয়েছে জঙ্গিরা? প্রাথমিকভাবে এমন সন্দেহ দানা বাঁধলেও রাশিয়ার পুলিশ নাশকতার তত্ত্ব উড়িয়ে দিয়েছে। মস্কো-সহ রাশিয়ার প্রধান শহরগুলোর রাস্তায় থিকথিক করছে পুলিশ। আইএস জঙ্গি সন্দেহে কালিনিনগ্রাদ থেকে বেশ কয়েকজন সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি। কিন্তু এরপরেও কি জঙ্গি হামলার ছক ভেস্তে দেওয়া সম্ভব হল? এ নিয়ে রাশিয়ার তরফ থেকে কিছু বলা হয়নি। তবে আইএস-এর প্রচার বিভাগের তরফ থেকে প্রকাশিত বেশ কয়েকটা ছবি হাতে পে

টিয়ার গ্যাস থেকে নাইটক্লাবে আগুনের জেরে মৃত ১৭

Image
কারাকাস: নাইটক্লাবে মর্মান্তিক দুর্ঘটনায় কম করেও ১৭ জনের মৃত্যু হল৷ মৃতদের মধ্যে আটজন নাবালক৷ মর্মান্তিক ঘটনাটি ভেনেজুয়েলার রাজধানী কারকাসের৷ জানা গিয়েছে নাইটক্লাবে পার্টি চলাকালীন আগুন লেগে যায়৷ হুড়োহুড়ি করে বেরতে গিয়ে অনেকে পদপিষ্ট হয়ে মারা যান৷ মৃতদের সকলেরই বয়স ২৩ বছরের নিচে৷ ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টর রেভেরল সাংবাদিকদের জানান, শনিবার ভোররাতে ঘটে ঘটনাটি৷ কারাকাসের একটি নাইট ক্লাবে গ্র্যাজুয়েশন পার্টি চলছিল৷ তখন সেখানে টিয়ার গ্যাস ভরা গ্রেনেড ছুঁড়ে মারা হয়৷ বিষাক্ত টিয়ার গ্যাসে দমবন্ধ হয়ে ১১ জনের মৃত্যু হয়৷ পরে সেখানে আগুন ধরে যায়৷ প্রাণভয়ে বাঁচতে গিয়ে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়৷ আহত শতাধিক৷ তাদের বেশ কয়েকজন হাসপাতালে ভরতি৷ নাইটক্লাবে সেই সময় ৫০০ জন পার্টি করছিলেন৷ মৃতদের মধ্যে আটজন নাবালক৷ এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে৷ ঘটনার পরই নাইটক্লাবটি বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন৷ ক্লাব মালিককে গ্রেফতার করা হয়েছে৷ মর্মান্তিক ঘটনার পর একাধিক গাফিলতি সামনে এসেছে৷ প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ওই ক্লাবে কোনও আপদকালীন বেরনোর পথ নেই৷ তবে লাতিন আ

হোয়াটসঅ্যাপে পাঠানো আইনি নোটিস বৈধ, যুগান্তকারী পর্যবেক্ষণ দিল্লি হাই কোর্টের

Image
এরাজ্যের ভোটের সময় এক যুগান্তকারী রায় দিয়েছিল কলকাতা হাই কোর্ট। হোয়াটসঅ্যাপের মাধ্যমে জমা দেওয়া সমস্ত প্রার্থীদের মনোনয়ন ঘোষিত হয়েছিল বৈধ হিসেবে। রাজনৈতিক মহল মনে করছিল হাই কোর্টের এই রায় নির্বাচনী ক্ষেত্রে যুগান্তকারী সংস্কার। খানিকটা একই পথে হেঁটে যুগান্তকারী পর্যবেক্ষণ দিল্লি হাই কোর্টেরও। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার করা একটি মামলার ভিত্তিতে দিল্লি হাই কোর্ট জানিয়ে দিল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো আইনি নোটিস আদালতে বৈধ নথি হিসেবে গণ্য করা হবে। দিল্লি হাইকোর্টে রোহিত যাদব নামের এক গ্রাহকের বিরুদ্ধে মামলা করেছিল এসবিআই। ব্যাংক কর্তৃপক্ষের দাবি ছিল, বারবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটিস পাঠানো হলেও তাঁর জবাব দিচ্ছেন না ঋণখেলাপিতে অভিযুক্ত রোহিত। অথচ, হোয়াটসঅ্যাপে দেখানো 'ব্লু-টিক' ইঙ্গিত দিচ্ছে এসবিআইয়ের পাঠানো মেসেজগুলি 'সিন' করেছেন যাদব। দীর্ঘদিন ধরে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করায় ৮ জুন হোয়াটসঅ্যাপে পিডিএফ ফরম্যাটে রোহিতকে আইনি নোটিস পাঠায় স্টেট ব্যাংক। নোটিসটি খুলেও দেখেন রোহিত, পিডিএফ ফাইলটিতেও তিনি ক্লিক করেছিলেন, হোয়াটসঅ্যাপে দেখানো 'ব্লু-টিকে'র মাধ্যমে তা

গৃহবধূর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হল বীরভূমের সিউড়িতে

Image
বাড়ি থেকে গৃহবধূর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হল বীরভূমের সিউড়িতে। এই ঘটনায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে মৃতার পরিবারের। গোটা ঘটনার তদন্তে নেমেছে সিউড়ি থানা। বাড়ির অমতে প্রেম করে বিয়ে করেছিল মৌ দাস ও প্রশান্ত দাস। প্রথম দিকে বিয়ে নিয়ে আপত্তি জানিয়েছিল দুই বাড়ি-ই। পরে অবশ্য দুপক্ষই মেনে নেয় বিয়েটা। এরপর বিবাহিত জীবনে বারো বছর কেটে গিয়েছিল মৌ-এর। কিন্তু, অভিযোগ বিয়ের কয়েক বছর ঘুরতে না ঘুরতেই স্ত্রী মৌ-এর উপর নানাভাবে অত্যাচার করতে শুরু করে প্রশান্ত।    দিন দিন অসংযমী হয়ে ওঠে প্রশান্ত। রোজ রাতে মাতাল হয়ে বাড়ি ফিরতে সে। বাড়ি ফিরে চলত স্ত্রীকে মারধর। এরপরই বৃহস্পতিবার ঘর থেকে উদ্ধার হয় মৌ-এর অগ্নিদগ্ধ দেহ। মৌ-এর বাপের বাড়ির তরফে অভিযোগ, গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারা হয়েছে তাদের মেয়েকে। যদিও, খুনের অভিযোগ উড়িয়ে দিয়েছে প্রশান্তর বাড়ির লোকজন। তাদের দাবি, নিছক দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে মৌ-এর। এই ঘটনা খুন না আত্মহত্যা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিস।

৪০ লক্ষ কাজ তৈরি লক্ষ্য টেলি নীতির

Image
দেশের প্রত্যেক বাড়িতে ডিজিটাল টেলি যোগাযোগ। ৬.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ। ৪০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ— এই সমস্ত প্রস্তাব নিয়েই আগামী মাসে চূড়ান্ত হতে পারে নতুন টেলিকম নীতি। টেলিকম মন্ত্রী মনোজ সিন্‌হা সম্প্রতি এ কথা জানিয়েছেন। হালে জাতীয় ডিজিটাল যোগাযোগ নীতির খসড়া তৈরি হয়েছে। সেখানেই দেওয়া হয়েছে এক গুচ্ছ প্রস্তাব। সেখানে বলা হয়েছে— (১) দেশের প্রতিটি বাড়িতে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা পৌঁছে দেওয়া (২) ৫০ এমবিপিএস ডাউনলোড স্পিড (৩) ৬.৫ লক্ষ কোটি টাকা লগ্নির লক্ষ্যমাত্রা এবং (৪) আগামী কয়েক বছরে ৪০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য উদ্যোগী হবে কেন্দ্র। মন্ত্রী বলেন, ''জুলাইয়েই এই খসড়া কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি পেতে পারে। আমি আশাবাদী।'' টেলিকম সচিব অরুণা সুন্দররাজন জানান, এই খসড়া টেলিকম কমিশনের কাছেও সম্মতির জন্য পাঠানো হবে। বিগত কয়েক বছরে টেলিকম সংস্থাগুলি আর্থিক ভাবে যথেষ্ট বিপাকে পড়েছে। স্পেকট্রাম কেনার বিপুল খরচের পাশাপাশি মাসুল যুদ্ধেও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। বেশ কয়েকটি সংস্থা ঝাঁপ বন্ধ করেছে। কয়েকটি আবার হাঁটতে বাধ্য হচ্ছে সংযুক্তিকরণের পথে। এই অবস্

১৯টি মেয়েকে আগলে কেন্টাকির ‘টেরিজা’

Image
বাইরে যতটা শক্ত। ভেতরে ততটাই নরম। জোরে জোরে খোলা মনে হাসতে পারেন, আবার অন্যের দুঃখের কাহিনি শুনলেই দুই গাল বেয়ে নেমের আসে জলের ধারা। কেন্টাকির লুইভিল শহরে ডাটা স্ট্রিটের বাসিন্দা বছর উনপঞ্চাশের অ্যাঞ্জেলো রেনফোকে অনেকে ভালবেসে বলেন কেন্টাকির 'মাদার টেরিজা।' অ্যাঞ্জেলো অবশ্য মহাপুরুষদের সঙ্গে নিজের তুলনা টানাটা মোটেই পছন্দ করেন না। লাজুক হেসে বলেন, "অত বড় বড় মানুষের সঙ্গে তুলনা করবেন না। আমি শুধু নিজের কাজটা করছি। পাড়াতে আর একটা বাড়ি ভাড়া খুঁজছি। আমার ১৯টা মেয়ে। ওরা তিনটে বাড়িতে থাকে। মেয়ের সংখ্যা তো বাড়বেই। তখন ওদের কোথায় রাখব তাই ভাবছি শুধু।" আমেরিকার বিভিন্ন রাজ্য থেকে পাচার হওয়া মেয়েদের উদ্ধার করে তাদের নিজের বাড়িতে তাঁর পরিবারের সঙ্গেই রাখেন অ্যাঞ্জেলো। শুধু উদ্ধার নয় তাদের স্বাভাবিক জীবনে এনে নানা কাজ শিখিয়ে ফের কর্মজীবনে ফিরিয়ে দেওয়াটাই তাঁর সবথেকে বড় চ্যালেঞ্জ। গত ২০ বছর ধরে এই কাজটা করে যাচ্ছেন তিনি। অ্যাঞ্জেলো জানান, তিনি নিজে ন'বছর বয়সে পাচারের শিকার হয়েছিলেন। তার পর মাদাকসক্ত হয়ে জেলও খেটেছেন কয়েক বার। জেল থেকে বেরিয়ে ফিরে এসেছেন স্বাভাবিক জীবন

প্রবল বৃষ্টিতে কেরলে মৃত ৫৩

Image
বৃষ্টিতে বেহাল কেরল। বাড়ছে মৃতের সংখ্যাও। এখনও পর্যন্ত প্রবল দুর্যোগের বলি হয়েছেন অন্তত ৫৩ জন। নিখোঁজ অনেকে। তিরুঅনন্তপুরম আবহাওয়া দফতর জানিয়েছে, তিরুঅনন্তপুরম ও কোল্লাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে চলবে ঝোড়ো হাওয়াও। আজ সকাল থেকেই তিরুঅনন্তপুরমে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। এ দিন সকালের উপগ্রহ চিত্র দেখা যায়, পশ্চিম উপকূল বরাবর বৃষ্টির মেঘ ঘনীভূত হয়েছে। কন্যাকুমারী থেকে কেরল, কর্নাটক ও কোঙ্কন উপকূল হয়ে ওই মেঘ মুম্বই পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আগামী ১৮ জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। প্রবল ঝড়-বৃষ্টির জেরে জায়গায় জায়গায় শুরু হয়েছে ধস এবং হড়পা বান। যার জেরে কোঝিকোড়, ওয়েনাড, কান্নুর, পালাক্কড়, মালাপ্পুরম, কাসরগোড় জেলায় আগেই সতর্কতা জারি করেছিল রাজ্য। বিপদসীমার উপর দিয়ে বইছে বেশির ভাগ নদী। কোঝিকোড়ের কাক্কায়াম জলাধার এবং তিরুঅনন্তপুরমের নেইয়ার বাঁধ এলাকার কাছাকাছি থাকা মানুষজনকে সতর্ক করেছে প্রশাসন। ওই সব জেলার নিচু এলাকাগুলি জলমগ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও ফসল। প্রশাসন সূত্রে খবর, কোঝিকোড় জেলায় বৃহস্পতিবার ধসে মৃত্যু হয়েছে পাঁচ

বদলা নিতে হুমকি জওয়ানের বাবার

Image
সেনা জওয়ান ঔরঙ্গজেবের খুনিদের সরকার ৭২ ঘণ্টার মধ্যে শাস্তি না দিলে তিনিই পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন ওই জওয়ানের বাবা। এ দিকে আজ জঙ্গিদের হাতে বন্দি হওয়ার পরে ওই জওয়ানের একটি ভিডিয়ো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। জম্মুর পুঞ্চে মেন্ধরের বাসিন্দা ঔরঙ্গজেবের বাবা ও কাকাও কাজ করতেন সেনায়। তাঁর ভাইও সেনা জওয়ান। রাষ্ট্রীয় রাইফেলসের যে অভিযানে জঙ্গি নেতা সামির টাইগার নিহত হয় তাতে অংশ নিয়েছিলেন ঔরঙ্গজেব। বৃহস্পতিবার ইদের আগে বাড়ি ফেরার সময়ে তাঁকে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান ও পুলওয়ামার মাঝামাঝি এলাকা থেকে অপহরণ করে জঙ্গিরা। পরে পুলওয়ামা থেকে তাঁর বুলেটবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। গত কাল মেন্ধরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ঔরঙ্গজেবের শেষকৃত্য হয়। হাজির ছিলেন অস‌ংখ্য স্থানীয় বাসিন্দা। 'শহিদ ঔরঙ্গজেব অমর রহে' বলে স্লোগানও দেন তাঁরা। আজ নিহত জওয়ানের বাবা বলেন, ''আমার ছেলে তার কর্তব্য করেছে। কিন্তু তার খুনিদের খুঁজতে সরকারের এত সময় লাগছে কেন? ৭২ ঘণ্টার মধ্যে সরকার পদক্ষেপ না করলে আমিই ব্যবস্থা করব।'' তাঁর আক্ষেপ, ''নরেন্দ্র মোদী সরকার আসার পরে কাশ্মীরের পরিস্থিতির উন্নতি হবে ভ

টান মেরে শিশুকে ফেললেন জেঠিমা

Image
পারিবারিক বচসার জেরে নিজের দু'বছরের ভাইপোকে বিছানা থেকে ছুড়ে ফেলে দিচ্ছেন জেঠিমা। সোশ্যাল মিডিয়ায় এহেন একটি ভিডিও পোস্ট ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের মাথাভাঙা এলাকা।  মাস পাঁচেক আগের ওই ঘটনার ভিডিওটি গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক ব্যক্তি। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেটি। ভিডিওয় দেখা যাচ্ছে, একটি ঘরের মধ্যে বিছানায় বসে আছে শিশুটি। সম্পর্কে জেঠিমা ওই মহিলা ঘরে ঢুকেই শিশুটিকে এক টানে বিছানা থেকে মাটিতে ছুড়ে ফেলে বেরিয়ে গেলেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটা দেখতে পেয়ে সরব হন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে কেউ কোনও অভিযোগ না জানালেও সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে মাথাভাঙা থানার পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত শুরু করেছে। পুলিশ সুত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মাথাভাঙা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের আমলাপাড়ার সুদীপ ও রুমি দে-র দু'বছরের পুত্রসন্তান সৌরদীপ দে নির্যাতনের শিকার হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ সেই মহিলার নাম রুনা দে, সম্পর্কে সুদীপের বউদি।       শিশুটির মা রুমি দে বলেন, ''ছয়-সাত মাস আগে লক্ষ করছিলাম, আমি আড়াল হলেই হঠাৎ বিকট গলায় আমার ছেলে কাঁদত। আমার সন্দেহ হ

বাবা সেজে খুন, বেপাত্তা ১৮ বছর

Image
আততায়ীর খোঁজে তখনও অন্ধকারে লালবাজার। জোড়াসাঁকোর হোটেলের ঘরে গলায় রুমালের ফাঁস বাঁধা নিহত বছর বারোর বালক এবং তার রহস্যময় 'বাবা'টি কে? মাথায় ঢুকছে না কারও। হঠাৎ সুড়ঙ্গে আলোর রেখা মিলল। ২০০০ সালের ১০ জুলাই 'বাবা'র হাতে ছেলে খুনের সেই 'কেস'-এর বেশ ক'মাস পেরিয়ে গিয়েছে তত দিনে। গোয়েন্দা বিভাগের বাড়িটায় খুনের অকুস্থল থেকে উদ্ধার হওয়া বাচ্চাটার স্কুলব্যাগ ঘাঁটাঘাঁটি করছিলেন হোমিসাইড বিভাগের অফিসাররা। পড়ার বইগুলোর লেবেল ছেঁড়া কেন? খটকা লাগছিল পুলিশের। বাচ্চাটার জ্যামিতি বাক্স নাড়াচাড়া করতে করতে এক টুকরো কার্বনপেপার আলোয় মেলে ধরলেন এক জন। তখনই চোখে পড়ল লেখা, কৃষ্ণনগর! আর স্কুলবইয়ের ছেঁড়া লেবেলের অংশে লেখা 'সি'। এত দিন হোটেলের খাতা থেকে এই 'বাপ-ছেলে'র নাম চিত্ত সাহা ও বাপি সাহা বলে জানত পুলিশ। ঠিকানা মালদহের সুভাষপল্লি। অথচ সেখান থেকে খালি হাতে ফিরতে হয়েছে পুলিশকে। কার্বনপেপার পেয়ে ভাবনার গিঁট খুলল। সি আদ্যক্ষরে কৃষ্ণনগরের চার্চ মিশনারি সোসাইটি সেন্ট জনস হাই স্কুল। স্কুলের ফাদার ছবি দেখে চিনলেন। ছাত্রটির নাম গোপী সিংহ। গত ৯ জুলাই তাকে ভাল স্কু

মুখই বলে দিচ্ছিল, চাপে মেসি

Image
আর্জেন্টিনা ১ • আইসল্যান্ড ১   লিয়োনেল মেসির পেনাল্টি মারতে যাওয়ার সিদ্ধান্তটা ভুল। এ রকম চাপের মুখে আর্জেন্টিনা অধিনায়ক কেন ঝুঁকিটা নিলেন, সেটা বুঝতে পারলাম না। আইসল্যান্ডের গোলকিপার হ্যালদরসন যে দিকে ঝাঁপালেন, সে দিকেই কিকটা মেরে দিলেন মেসি। পেনাল্টি মারার নিয়ম হল, শেষ মুহূর্ত পর্যন্ত বিপক্ষ গোলকিপারের নড়াচড়ার দিকে নজর রাখতে হয়। শেষ মুহূর্তে ঠিক করতে হয় কোন দিকে বল মারতে হবে। তবেই সফল হওয়া যায়। মেসি তো সেই রাস্তায় হাঁটলেনই না। এমনিতে ক্লাব বা দেশের হয়ে পেনাল্টি মারার ব্যাপারে মেসির সাফল্য কম। শেষ সাতটা পেনাল্টির চারটেতেই ব্যর্থ। ১-১ অবস্থায় চাপের মুখে ফের ভুল করে ফেললেন তিনি। হাভিয়ের মাসচেরানো বা অ্যাঙ্খেল দি'মারিয়া তো ভাল কিক নেন। ওঁদের কাউকে পাঠানো উচিত ছিল। ক্লাব ফুটবলে আকাশছোঁয়া সাফল্য সত্ত্বেও দেশের হয়ে মেসির সাফল্য নেই— চার দিক থেকে ওঠা এই আওয়াজ সম্ভবত প্রচণ্ড চাপে ফেলে দিয়েছে মেসিকে। শুরু থেকেই ওঁর মুখটা দেখেই সেটা বোঝা যাচ্ছিল। একটা উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হবে। টিভিতে শুক্রবার রাতে পর্তুগাল-স্পেন খেলাটা যাঁরা দেখেছেন, তাঁরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেনাল্টি মারার আগে