Posts

Showing posts from October 21, 2018

১২ বছরে মৃত তিন লক্ষ ভারতীয়, অস্বাভাবিক মৃত্যুর তালিকায় ওপরেই ট্রেন দুর্ঘটনা

Image
ভারতে জীবনের দাম কতটা সস্তা তা আবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অমৃতসর ট্রেন দুর্ঘটনা। খুব সহজেই এই মৃত্যুর মিছিল এড়ানো সম্ভব ছিল। আয়োজকরা একবার সরে দাঁড়াতে বলতে পারতেন রেললাইনের ওপরে দাঁড়ানো দর্শকদের। আগে থেকে রেলকে অনুষ্ঠানের কথা জানানো থাকলে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ট্রেনের গতি কমানো থাকলেও সরে দাঁড়়ানোর সময়টুকু পেতেন উপস্থিত জনতা। সব থেকে বড় কথা, রেললাইনের ওপরে দাঁড়ালে ট্রেন আসতেই পারে, এই উপস্থিত বুদ্ধিটুকু থাকলে আজ স্বজন হারানোর বেদনায় ভারী হয়ে থাকতো না অমৃতসরের আকাশ বাতাস। যদিও অমৃতসর কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারতে ট্রেন দুর্ঘটনা এখনও হচ্ছে নিয়মিত ব্যবধানেই। চলতি বছরেই আরও দু'টি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার সাক্ষী হয়েছে দেশ। ১০ অক্টোবর নিউ ফরাক্কা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে প্রাণ হারিয়েছিলেন সাত জন। ২৬ এপ্রিল উত্তরপ্রদেশে প্রহরাবিহীন লেভেল ক্রসিং-এ একটি স্কুলভ্যানে ধাক্কা মেরেছিল ট্রেন। প্রাণ গিয়েছিল ১৩ জন শিশুর। ভারতে অস্বাভাবিক মৃত্যুর তালিকায় উপরের দিকেই আছে ট্রেন দুর্ঘটনা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ডেটাবেস থেকে উঠে এল এই তথ্য। ২০০৪ থেকে ২০১৫, এই ১২ বছরে

গণধর্ষণের হাত থেকে বাঁচতে নগ্ন অবস্থাতেই তিন তলা থেকে ঝাঁপ!

Image
গণধর্ষণের হাত থেকে রক্ষা পেতে অ্যাপার্টমেন্টের তিন তলা থেকে নগ্ন অবস্থায় ঝাঁপ দিলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে জয়পুরের মোহানা এলাকায়। স্থানীয় জয়পুরিয়া হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন ৩২ বছর বয়সী ওই মহিলা। তবে ঘটনার পরেই অভিযুক্তরা ওই অ্যাপার্টমেন্ট থেকে পালিয়ে গিয়েছিল বলে পুলিশসূত্রে জানা গিয়েছে। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে লোকেশ সাইনি (১৯) এবং কমল সাইনি (২৪) নামের ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে গণধর্ষণের মামলাও রুজু করেছে পুলিশ। ওই অ্যাপার্টমেন্টেরই এক বাসিন্দা পুলিশকে শনিবার ভোর তিনটে নাগাদ ফোন করে বিষয়টি জানিয়েছিলেন। পুলিশের কথা অনুযায়ী, ''আমরা ঘটনাস্থলে পৌঁছনোর পরে স্থানীয়রা জানান,  শুক্রবার সন্ধ্যের দিকে ওই দু'জনের সঙ্গে মহিলাকে ফ্ল্যাটে আসতে দেখেন। মর্নিং ওয়াক করতে যাওয়ার সময়ে অনেকেরই কানে আসে ওই মহিলার আর্তনাদ।'' পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দিল্লিবাসী ওই মহিলা আসলে নেপালি। তবে ওই দুই অভিযুক্তের একজনের সঙ্গে তাঁকে প্রায়শই দেখা যেত। এসিপি মানসরোবর কে কে আওয়াস্থি যিনি ঘটনাটির তদন্ত করছেন, জানিয়েছেন যে, প্রাথমিক তদন্তের পর পরিষ্কার, অভিযুক

মোবাইল-প্রেমের গেরো, কিশোরের কপালে জুটল মায়ের থেকেও বয়সে বড় বউ

Image
ফোনটা লেগে গিয়েছিল ভুল নম্বরে।  অপর প্রান্তে যিনি ফোনটা ধরেছিলেন, তাঁর গলার  স্বরটা ভালো লেগে গিয়েছিল বছর পনেরোর কিশোরের।  এরপর কথা হতে থাকে দু-তিন দিন পর পর, ধীরে ধীরে বাড়তে থাকে কথা বলার সময়।  ফেসবুক থেকে ম্যাসেঞ্জার, ধীরে ধীরে হোয়াটসঅ্যাপে গান,  অন্যান্য তথ্য আদানপ্রদান শুরু হয়। ফোনে অপরপ্রান্তে মিষ্টভাষী মহিলা কন্ঠের প্রেমে পড়ে যায় কিশোর। মহিলাও তাতে রাজি। তবে প্রেমের প্রস্তাব নয়, বাড়িতে এসে সরাসরি অভিভাবককে দিতে হবে বিয়ের প্রস্তাব- দেখা করার একটাই শর্ত দিয়েছিলেন ওই সুকন্ঠী।  প্রেমে হাবুডুবু খাওয়া কিশোর  তখন তাতেই রাজি হয়ে যায়। মোবাইলে মাস খানেক চুটিয়ে প্রেমের পর 'তাঁর' সঙ্গে দেখা করতে যায় সে।  আর দেখা করতে গিয়েই বিপত্তি ! যেন বাজ ভেঙে পড়ল অসমের গোয়ালপাড়ার  শিমলিতোলার হেপচাপাড়া গ্রামের ১৫ বছরের কিশোরের মাথায় । বরপেটা জেলার সুখারচর গ্রামে প্রেমিকার বাড়িতে পৌঁছতেই সে পায়  উষ্ণ অভ্যর্থনা। জমিয়ে হয় পেটপুজোও। কিন্তু ততক্ষণেও প্রেমিকার দেখা পায়নি সে। পরিবারের সদস্যদের সঙ্গে কথার বলার ফাঁকে  কিশোরের চোখ খুঁজছিল 'তাঁকেই'। বাড়ছিল বুকের ধুকপুকানিও।  অতঃপর এক হাত ঘোমটা

কাবুলে ভোট চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ১৫

Image
কাবুল: নির্বাচনের আবহেই আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল৷ মৃত হল ১৫ জনের৷ গুরুতর আহত ২৫৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা৷ মৃত ১৫ জনের মধ্যে ১০ জন ভোটের নিরাপত্তায় থাকা পুলিশকর্মী৷ আফগানিস্তানে সংসদীয় নির্বাচন চলছে৷ কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা দেশে৷ তা সত্ত্বেও রোখা গেল না হিংসা৷ শনিবার কাবুলে নির্বাচন চলাকালীনই বিস্ফোরণ ঘটে৷ এ বারের নির্বাচনে ২৫০ সংসদীয় আসনের জন্য আড়াই হাজারের বেশি প্রার্থী লড়াই করছেন, যাঁদের মধ্যে মহিলাও রয়েছে অনেক৷ ২০১৫ সালে আগের সংসদের মেয়াদ শেষ হওয়ার পরপরই নতুন নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিতর্ক ও যুদ্ধ পরিস্থিতির কারণে তা করা যায়নি। প্রায় ৯০ লক্ষ ভোটার এ বারের নির্বাচনে তাঁদের রায় জানানোর সুযোগ পাচ্ছেন। যদিও তালিবান হুমকির কারণে ভোট পড়ার হার কম হবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ধূপগুড়িতে গণধর্ষণ করে মহিলার যৌনাঙ্গে রড ঢুকিয়ে নির্যাতন

Image
ধূপগুড়ি: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণ। গোপনাঙ্গে রডের আঘাত। রক্তাক্ত অবস্থায় ধূগুড়ির গিলান্ডি নদীর পাড় থেকে উদ্ধার মহিলা। পুলিশি তৎপরতায় ধূপগুড়ি থেকে অ্যাম্বুলান্সে নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি। ঘটনায় গ্রেফতার দু'জন।  পৈত্রিক জমি নিয়ে পারিবারিক বিবাদ। জমি পাইয়ে দেওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মহিলার উপর বর্বর অত্যাচার। গণধর্ষণ। মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। মহিলাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা। গোপনাঙ্গে রডের আঘাত। রাতভর গিলান্ডি নদীর ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে রইলেন মহিলা। রবিবার সকালে অচৈতন্য অবস্থায় মহিলাকে উদ্ধার করেন এক স্থানীয় বাসিন্দা। মহিলাকে মারধর করা হয় ধর্ষণের পর। শরীরের একাধিক জায়গায় আধাতের চিহ্ন। এরপর মহিলাকে ধূপগুড়ি হাসপাতালে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি সুপার স্টেশালিটি হাসপাতালে রেফার করা হয়। অর্ধের অভাব থাকায় ধূপগুড়ি হাসপাতালেই থাকতে হয় তাঁকে। স্বেচ্ছাসেবী সংস্থা ধূপগুড়ি থানায় খবর দেয়। পুলিশ টাকা দিয়ে অ্যাম্বুলান্স ভাড়া করে। জলপাইগুড়ি হাসপাতালে পাঠান হয়। গোপনাঙ্গে গুরুতর আঘাত রয়েছে। ধূপগুড

মহাকাল মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দিল লস্কর-ই-তৈবা

Image
সমস্ত জিহাদিদের মৃত্যুর বদলা! এ বছর দশেরা এবং দিওয়ালি পালন করব বোমা দিয়ে! সম্প্রতি এমনই একটা হুমকি চিঠি হাতে পেয়ে আঁতকে ওঠেন জয়পুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাতের বিভিন্ন রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড এবং মন্দিরে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে। বিস্ফোরণে মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরও উড়িয়ে দেওয়ার কথাও রয়েছে। তদন্তকারী অফিসার সূত্রে খবর, ২৯ সেপ্টেম্বর এই হুমকি চিঠি পান জয়পুরের ওই স্টেশন ম্যানেজার। হুমকি চিঠিটা ছিল পাক জঙ্গি গোষ্ঠী লস্কর ই-তৈবার। পাকিস্তানের রাওয়ালপিন্ডির লস্কর-ই তইবার এরিয়া কমান্ডার মৌলবী আবু শেখের তরফে ওই হুমকি চিঠি পাঠানো হয়েছিল। অন্তত চিঠির শেষে তেমনটাই উল্লেখ করা ছিল। নির্দিষ্ট কোনও তারিখের উল্লেখ ওই চিঠিতে ছিল না। তবে প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানান, ২০ সেপ্টেম্বর এবং ৯ অক্টোবরে এই হুমকি চিঠির প্রভাব পড়ার কথা ছিল দেশে। কিন্তু ২০ সেপ্টেম্বর তেমন কোনও ঘটনা ঘটেনি। তবে বিপদ এখনও কাটেনি বলে জানাচ্ছেন তদন্তকারী অফিসারেরা। ফলে ৯ অক্টোবরের আগেই নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাটো করা হয়েছে।

মত্ত ছেলেকে শান্ত করার চেষ্টা, গুলিতে বিদ্ধ হয়ে মৃত্যু মায়ের

Image
মত্ত অবস্থায়  বাড়িতে অশান্তি করছিল ছেলে। প্রতিবেশীরা অভিযোগ করছিলেন। মা কানে ভেসে আসছিল গুঞ্জন। মা সহ্য করতে পারেননি। মত্ত ছেলেকে শান্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতেই হল কাল! নিজের ছেলের হাতেই খুন হতে হল প্রৌঢ়াকে।  কোচবিহারের দিনহাটার ঘটনা। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনহাটার সাহেবগঞ্জ থানার খারিজা বানিয়াদহ এলাকার বাসিন্দা বানোবালা সরকারের দুই ছেলে। বড় ছেলে সাগর সরকার  পেশায় দিনমজুর। প্রতিবেশীরা জানিয়েছেন, বানোবালার বড় ছেলে সাগর নেশায় আসক্ত। প্রায় প্রত্যেক দিনই মদ্যপান করে বাড়ি ফিরত সে। বাড়িতে স্ত্রীয়ের ওপরও অত্যাচার করত। শেষ কয়েকদিনে রোজ মদ্যপান করে বাড়িতে ঢুকে অশান্তি করত সাগর। শনিবারও অনেক রাতে বাড়িতে ফেরে সাগর। মা ও স্ত্রীয়ের সঙ্গে অশান্তি শুরু করে। তার চিত্কারে প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে ওঠেন। লজ্জায় ছেলেকে শান্ত করার চেষ্টা করছিলেন বানোবালা। আচমকাই সাগর পকেট থেকে বন্দুক বার করে গুলি করে। বানোবালার বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সাগর স্ত্রীর চিত্কার ও গুলির শব্দ পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। ততক্ষণে পালিয়ে যায় সাগর। রক্তাক্ত অবস্থায় বানোব

নেতাজির স্বপ্ন এখনও পূরণ হয়নি : মোদি

Image
দিল্লি : আজ়াদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আজ লালকেল্লায় পতাকা তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আজ়াদ হিন্দ বাহিনীর জীবিত সদস্যরাও। সিঙ্গাপুরে ১৯৪৩ সালের ২১ অক্টোবর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে আজ়াদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। এই সরকারকে সেই সময় সমর্থন জানিয়েছিল জাপান, জার্মান ও ইট্যালি। আজ়াদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তিতে লালকেল্লার মাথায় উঠুক জাতীয় পতাকা। কেন্দ্রীয় সরকারের কাছে এই আবেদন জানিয়েছিলেন চন্দ্রকুমার বোস। তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রপৌত্র। সেই দাবি মেনে নেয় নরেন্দ্র মোদি সরকার। আজ বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী বলেন, "নেতাজি প্রতিশ্রুতি দিয়েছিলেন সব ভারতীয় সমান সুযোগ-সুবিধা পাবে। তিনি এমন একটি সমাজের স্বপ্ন দেখেছিলেন, যেখানে বাসিন্দারা নিজেদের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে গর্ববোধ করবে। তিনি ডিভাইড অ্যান্ড রুল সমূলে উৎখাত করতে চেয়েছিলেন। কিন্তু তা এখনও পূরণ হয়নি।" তিনি আরও বলেন, "আমরা অনেক ত্যাগের ফলে স্বরাজ অর্জন করতে পেরেছি। এটা আমাদের কর্তব্য সূরযের সঙ্গে স্বরাজকে রক্ষা করা।" প্রধানমন্ত্রী বলেন তাঁর সরকারের আমলে একাধ

জল নেওয়া নিয়ে বচসা, প্রতিবেশীর হাতে খুন ব্যক্তি

Image
 মালদহ: সরকারি কলে স্নান ও জল নেওয়া নিয়ে বচসা৷ এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে৷ বচসায় জখম মৃত রাজকুমার মন্ডলের(৪০) শ্বশুড় সুবল মণ্ডল(৭১)৷ ঘটনা মালদহের কুতুবপুরের৷ অভিযুক্ত প্রতিবেশী রাধা মন্ডল সহ তার দলবল পলাতক৷ খুনের ঘটনার তদন্তে পুলিশ৷ ঘটনা শনিবার দুপুরের৷ রাস্তার পাশের সরকারি কল থেকেই স্নান ও পানের জন্য জল নেন গ্রামবাসীরা৷ সেই জল নেওয়া নিয়েই কুতুবপুরের বাসিন্দা রাজকুমার মন্ডলের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন রাধা মণ্ডল৷ বিবাদ ক্রমশ হাতাহাতিতে পরিণত হয়৷ পরে রাজকুমারকে ধরে শুরু হয় মারধর৷ জামাই রাজকুমারকে মারধর করা হচ্ছে দেখে ঘটনাস্থলে যান তার শ্বশুড় সুবল মণ্ডল৷ অভিযোগ, তখন রাজকুমারকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়৷ মারধর করা হয় বৃদ্ধ সুবল মণ্ডলকেও ৷ জখম শ্বশুড় ও জামাইকে ভরতি করা হয় মালদা মেডিক্যাল কলেজে৷ রবিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় রাজকুমার মণ্ডলের৷ থানায় অভিযুক্ত রাধা মণ্ডল সহ সাত জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার পর থেকেই পলাতক রাধা ও তার দলবল৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷

কাশ্মীরে সেনা জঙ্গি গুলির লড়াই

Image
শ্রীনগর: সকাল থেকেই উত্তপ্ত কাশ্মীর৷ গুলির লড়াই শুরু হয়েছে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার লাররো এলাকা৷ গোটা এলাকাটি ঘিরে রেখে ফেলেছে সেনা জওয়ানরা৷ দুই বা তার বেশি জঙ্গি লুকিয়ে রয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি শুরু করে ভারতীয় সেনা৷ তল্লাশি অভিযান এখনও চলছে৷ একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এমনই খবর রয়েছে সেনার কাছে৷ এর দুদিন আগেই উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার ক্রালহার এলাকায় দুই জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা৷ অভিযোগ তারা পুলিশের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল৷ সেই অভিযান থেকে দুটি এ কে ৪৭ রাইফেল, গ্রেনেড লঞ্চার, তিনটি গ্রেনেড, দুটি চাইনিজ পিস্তল ও বেশ কিছু অন্য আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়৷ তার আগে সেপ্টেম্বর মাসে জম্মু-কাশ্মীরে বড়সড় সাফল্য পায় সেনা৷ সেনার গুলিতে খতম হয় তিন জঙ্গি। ঘটনাটি ঘটে কুলগাম জেলার চৌগাম এলাকার কাজিগান্দে। লড়াই শুরু হয়েছিল দু-তিন দিন আগে থেকে৷ গোপনসূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি শুরু করে সেনা জওয়ানরা। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। সেনার ৯ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান এবং জম্মু-কাশ্মীর পুলিসের যৌথ দল অভিযান চালায়। তল্লাশির সময় লুকোন

মহাকাশের ‘দিগন্ত’ ছুঁয়ে খেতাব বাঙালির

Image
পদার্থবিজ্ঞানে 'নয়া দিগন্ত' ছুঁলেন বাঙালি বিজ্ঞানী। 'ক্যালিফর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি' (ক্যালটেক)-এর গবেষক রানা অধিকারী। 'নিউ হরাইজনস ইন ফিজিক্স' খেতাব এ বার তাঁর। রানার সঙ্গেই 'ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি' (এমআইটি)-এর অন্য দুই বিজ্ঞানী লিজ়া বারসোট্টি এবং ম্যাথিউ ইভানস-ও পদার্থবিজ্ঞানে এই সম্মান পেয়েছেন এ বছর। পুরস্কারমূল্যের ৩০ লক্ষ ডলার ভাগ হয়ে যাবে তিন জনের মধ্যে।  জীবনবিজ্ঞান, পদার্থবিদ্যা ও অঙ্ক, এই তিনটি বিভাগে 'নিউ হরাইজ়ন' পুরস্কার দেওয়া হয়। খুব অল্প বয়সে বিজ্ঞানে যাঁরা নজর কেড়েছেন, কিংবা নজির গড়েছেন, এ সম্মান তাঁদের জন্য। 'লেজ়ার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল-ওয়েভ অবজ়ারভেটরি' (এলআইজিও)-এর বিজ্ঞানীদলের অন্যতম সদস্য রানা। এই দলটিই ২০১৫ সালে প্রথম 'গ্র্যাভিটেশনাল ওয়েভস' বা 'মাধ্যাকর্ষণ স্রোত' লক্ষ্য করেন। বিজ্ঞানীদের ব্যাখ্যায়, পুকুরে ঢিল ছুড়লে যেমন ছোট-ছোট স্রোত খেলে যায়, ঠিক তেমনই দু'টি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের সংঘর্ষে মাধ্যাকর্ষণ স্রোত তৈরি হয়। এলআইজিও লক্ষ করেছে, অন্যান্য মহাজাগতিক ঘটনাতে

‘৫০০ ট্রেন গেলেও লাইন থেকে সরানো যাবে না আমাদের’

Image
অমৃতসরের ভয়াবহ দুর্ঘটনায় চালক বা অন্য কোনও রেলকর্মীর কোনও দোষ নেই। সাফ জানাল ভারতীয় রেল। শুধু তাই নয়, এ জন্য কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলেও রেলের তরফে জানানো হয়েছে। শুক্রবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি। শনিবার তিনি জানান, ''যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, তা কোনও ক্রসিং নয়। তাই প্রহরী বা কোনও নিরাপত্তারক্ষী মোতায়েন রাখার প্রশ্নই ছিল না। দু'টি স্টেশনের মাঝে ট্রেন তার স্বাভাবিক গতিতে চলবে, এটাই নিয়ম। এক্ষেত্রেও তাই হয়েছে।'' পাশাপাশি তিনি জানিয়েছেন, এই এলাকায় কোনও অনুষ্ঠান চলছে, সেরকম কোনও খবরও রেলকে কেউ জানায়নি। তাই আগে থেকে কোনও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া তাঁদের পক্ষে সম্ভব ছিল না। কোনও রেলকর্মী বা চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও সাফ জানিয়েছেন তিনি। এরই মধ্যে উঠে আসছে অনুষ্ঠান আয়োজকদের চরম দায়িত্বজ্ঞানহীনতার খবর। অভিযোগ উঠেছে,  ভয়াবহ দুর্ঘটনার কিছুক্ষণ আগেই এক আয়োজক মাইকে ঘোষণা করেন, '' রেল লাইনের ওপর দাঁড়িয়ে থাকলেও আমাদের কিস্যু এসে যায় না। লাইন দিয়ে ৫০০ ট্রেন গেলেও আমরা এখান থেকে সরবো না।'

রং-নম্বরের গেরো, ৬০ বছরের মহিলার সঙ্গে বিয়ে হল কিশোরের!

Image
এক মাস ধরে প্রেমপর্ব চলেছে মোবাইলে। দুরুদুরু বুকে কিশোর ছেলেটি তার প্রেমিকার সঙ্গে প্রথমবার দেখা করতে গিয়েছিল। প্রেমিকার পরিবারের আবদার, আগে খাওয়াদাওয়া হোক। পেটপুরে ভাত, শেষ পাতে তেলাপিঠে খেয়ে কিশোর 'স্বপ্নের রাজকন্যা' দেখতে তৈরি। কিন্তু ঘোমটা টেনে ঘরে ঢুকলেন ৬০ বছরের এক মহিলা!  ফোনের ওপারে যাঁর কোকিল কন্ঠে মজে গিয়েছিল অসমের গোয়ালপাড়া জেলার শিমলিতোলা এলাকার হেপচাপাড়া গ্রামের ১৫ বছরের ওই কিশোরটি, তাঁকে দেখে কিংকর্তব্যবিমূঢ়। পালানোর চেষ্টা করেছিল। অভিযোগ, কন্যাপক্ষ 'ধরে বেঁধে' ওই পতিহীনার সঙ্গেই কিশোরের বিয়ে দিয়েছে। বউ নিয়েই বাড়ি ফিরেছে সে। বউয়ের বয়স শাশুড়ির থেকেও বেশ কয়েক বছর বেশি! নতুন বউমার দাবি, কাজি বিয়ে দিয়েছেন। স্বামীর ঘরেই সে থাকবে। মিস্ত্রির কাজ করা কিশোর জানায়, মাসখানেক আগে বঙাইগাঁওয়ে এক জনকে ফোন করতে গিয়ে ভুল নম্বরে ফোন করায় তা চলে যায় বরপেটা জেলার সুখারচর গ্রামে, ওই মহিলার মোবাইলে। সেই শুরু। সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। কিশোর বারবার দেখা করতে চাপ দেয়। ফোনের অপরপ্রান্ত জানায়, একেবারে নিকাহ করতে হবে। গত মঙ্গলবার প্রেমিকার বাড়িতে যায় কিশোর। বাড়ির লোক কাজি ডেকে

দুর্ঘটনার দায় নিল না কেউই! ক্ষোভে ফুঁসছে অমৃতসর

Image
এখনও রক্ত মেখে রয়েছে এক নম্বর লাইনের ইস্পাত। ফিসপ্লেট। দেহাংশ ও রক্ত লেগে আছে পাথরের খাঁজে। গত রাতে রাবণ দহনের ভিড় চিরে ট্রেন ছুটে যাওয়ার ভয়াবহ স্মৃতি দগদগে হয়ে রয়েছে গোটা এলাকা জুড়ে। কিন্তু তার দায় নিচ্ছে না কেউই।  অমৃতসরে জোড়া ফটকের কাছে ধোবিঘাট মাঠে রাবণ দহনের আয়োজন করেছিলেন স্থানীয় কংগ্রেস কাউন্সিলর সৌরভ মিঠ্ঠু। যা দেখতে মানুষ ভিড় জমান ছোট্ট মাঠটিতে। ভি়ড় ক্রমশ মাঠ ছাপিয়ে উঠে পড়ে পাশের রেললাইনে। রেলের জমি উঁচু। দেখতে সুবিধে। তাই ভিড় বাড়ছিল তিনটে লাইন জুড়ে।  সন্ধ্যা ৬টা ৪৫ নাগাদ দু'নম্বর লাইন দিয়ে ধীরে ধীরে চলে যায় হাওড়ামুখী অমৃতসর এক্সপ্রেস। কোনও অঘটন ছাড়াই।  মিনিট দেড়েক পর আগুন লাগে রাবণে। বাজির প্রবল আওয়াজ। আলোয় ধাঁধিয়ে যাচ্ছিল নজর।  ৬টা ৪৮-এ এক নম্বর লাইন দিয়ে ধেয়ে আসে একটি ডেমু ট্রেন। গতি ঘণ্টায় ৯১ কিলোমিটারের কাছাকাছি। ভিড় চিরে ছুটে চলে যায় সেটি। কয়েক মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যান বহু মানুষ।  রাবণ তখনও জ্বলছে। সশব্দে। কিন্তু মানুষের আর্তনাদ, হাহাকার ছাপিয়ে যায় সেই শব্দ।  রামকিষেণ ছিলেন দুই লাইনের মাঝখানে। তাঁর কথায়, ''দু'নম্বর দিয়ে অমৃতসর এক্সপ্রেস চ

"ট্রেন ধাক্কা মারতেই দেহগুলো উড়ে যাচ্ছিল"

Image
অমৃতসর : ছেলের কাটা মুণ্ডর ছবি নিয়ে এদিক-ওদিক দৌড়াচ্ছিলেন বিজয় কুমার। সবাইকে বলছিলেন, "এটা আমার ছেলে। মনীশ। এর শরীরটা দেখেছেন ? আমি পাচ্ছি না।" শত খুঁজেও পাননি ছেলের অর্ধেক দেহ। হয়তো বা পরে পাবেন। হয়তো পাবেন না। তবে, বিজয় কুমার আফশোস করছেন, "কেন দশেরা দেখতে ছেলেকে যেতে দিলাম।" বিজয় বলেন, "ধোবিঘাটে দশেরা দেখতে গেছিল ছেলে। এক বন্ধুর সঙ্গে। দুর্ঘটনার খবর শুনে আমি সেখানে যাই। ছেলেকে পাইনি। অনেক খুঁজেছি। পরে আমি হোয়াটসঅ্যাপে একটা ছবি পাই। দেখতে পাই, আমার ছেলের কাটা মুণ্ড পড়ে আছে। চমকে যাই। হাসপাতালে ছুটে আসি। এখনও ওর দেহ পাইনি।" শুধু ট্রেনে কাটা নয়, অনেকের আবার মৃত্যু হয়েছে পদপিষ্ট হয়ে। চোখের সামনেই মেয়ে আর নাতনির মৃত্যু দেখেছেন কিমতি লাল। দশেরা পালন করবেন বলে মেয়ে অনুর কাছে এসেছিলেন লুধিয়ানায়। ধোবিঘাট গেছিলেন মেয়ে আর ১৮ মাসের নাতনিকে নিয়ে। গুরু নানক দেব হাসপাতালে শুয়ে কিমতি বললেন, "আমার মেয়ে, নাতনি ট্রেনে কাটা পড়েনি। আমরা দেখলাম ট্র্যাকে ট্রেন আসছে দ্রুতগতিতে। সবাই দৌড়াদৌড়ি করছে। আমাদের উপর অনেকজন পড়ে যায়। তারপর আর কিছু মনে নেই।"  এই সংক্রান্ত

"ঘরে ঢুকে শ্লীলতাহানি করব", লিলুয়ায় নিরঞ্জন শেষে তাণ্ডব মাতালদের

Image
মাতালদের তাণ্ডবে আহত ব্যক্তি       লিলুয়া : দুর্গাপুজোর নিরঞ্জনের মাঝেই ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড। ঘটনাটি লিলুয়ার ভট্টনগর বিবেক সংঘ ক্লাবের। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দুই মাতালের বচসা বাধে। এরপর প্রায় ৫০ জন দুষ্কৃতী নিয়ে হাজির হয় ওই দু'জন। লাঠি, লোহার রড, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালাতে শুরু করে। এই ঘটনায় তিনজন গুরুতরভাবে জখম হয়েছেন। স্থানীয় বাসিন্দারা শুক্রবার রাতে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। নিরঞ্জন চলছিল বিবেক সংঘ ক্লাবের। সেসময় রাস্তার প্রায় মাঝখান দিয়ে যাচ্ছিল ওই দুই অভিযুক্ত। ক্লাবের এক মেম্বার তাদের অনুরোধ করে বলেন, "মোটরসাইকেল নিয়ে একটু পাশ দিয়ে যান দাদা।" হঠাৎ, তাঁর গালে চড় মারে এক মাতাল। বচসা শুরু হয় দু'পক্ষের। এরপর স্থানীয়রা ওই দুই ব্যক্তিকে আটকে রাখে। পরে পুজোর কথা ভেবে তাদের ছেড়ে দেওয়া হয়। চলেও যায় ওই দু'জন। এরপর নিরঞ্জন শেষ করে বাড়ি আসেন ক্লাবের সদস্যরা। হঠাৎ এলাকায় দুষ্কৃতী হামলা হয়। এলাকাবাসী দেখেন, ওই দুই মাতাল জনা পঞ্চাশেক দুষ্কৃতী নিয়ে এলাকায় এসে তাণ্ডব চালাচ্ছে। একাধিক বাড়ির জানালা, ক্লাবের লাইট ভাঙচুর করছে।

দূষণ ‘রাবণ’ বধ হল না, তীব্র শ্বাসকষ্টে ভুগছে রাজধানী

Image
নয়াদিল্লি : কয়েক পশলা বৃষ্টির পর একটু একটু করে শ্বাস নিচ্ছিল নয়াদিল্লি৷ দশেরা সেই বাতাসটুকুও কেড়ে নিল৷ শনিবার রাতের দশেরা মুখর দিল্লি এখন অক্সিজেন খুঁজছে৷ কারণ সার্বিক এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই বলছে দিল্লির বাতাসে ধূলিকণা ও ধোঁয়াশার পরিমাণ এতটাই বেশি, যে বাতাসের গুণগত মান এখন তলানিতে ঠেকেছে৷ পুওর ক্যাটাগরিতে গিয়ে দাঁড়িয়ে দিল্লির বাতাসের গুণগত মান৷ শনিবার রাতে বাতাসের দূষণের পরিমাণ পরিমাপ করা হলে দেখা গিয়েছে তা ২৭৮৷ পরিবেশবিদদের মতে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশে শুকনো ফসল পোড়ানোর জেরেও দূষণ বাড়ছিল। সেকারণে দিল্লি সরকার প্রতিবেশী রাজ্যগুলিকে শুকনো ফসল পোড়ানোর বিষয়টি নিয়ন্ত্রণে রাখার অনুরোধ জানিয়েছিল। এবার আবার দশেরার পর নাগাড়ে বাজি পোড়ানো ও রাবণ বধের উৎসবের হাত ধরে বাতাসে দূষণও ফিরে এসেছে স্বমহিমায়৷ এমনই আশংকারকথা শোনাচ্ছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দিল্লি প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার পরিবেশ বান্ধব দশেরা পালনের আবেদন করা হলেও, তা যে একেবারেই বিফলে গিয়েছে, শনিবারের দিল্লির রাতের বায়ুদূষণের পরিমাণই সেকথা বলে দিচ্ছে৷ বায়ুদূষণের নিরিখে দিল্লির অবস্থা বহুচর্চিত। প

অমৃতসরে দুর্ঘটনা: রেলের গাফিলতি ছিল না, চালকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নয়, জানালেন মনোজ সিনহা

Image
নয়াদিল্লি ও অমৃতসর: অমৃতসরে গতকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়ে দিলেন রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা। তিনি বলেছেন, 'এই ঘটনায় রেলের কোনও গাফিলতি ছিল না। আমাদের কোনও ভুল ছিল না। তাই চালকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, সেখানে বাঁক ছিল। চালক দেখতে পাননি লাইনের উপর বহু লোক দাঁড়িয়েছিলেন। এ বিষয়ে কী তদন্তের নির্দেশ দেব? ট্রেন গতিতেই ছোটে।' রেল প্রতিমন্ত্রী আরও বলেছেন, 'ভবিষ্যতে রেল লাইনের ধারে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা উচিত নয়। আমার মনে হয় সাবধানতা অবলম্বন করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হত। এটা দুঃখজনক ঘটনা। এ বিষয়ে রাজনীতি করা উচিত নয়।' ফিরোজপুরের ডিআরএম বিবেক কুমার জানিয়েছেন, 'এই দুর্ঘটনার বিষয়ে ট্রেনের চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর কোনও দোষ পাওয়া যায়নি। ট্রেনটি ঘণ্টায় ৯১ কিমি গতিতে চললেও, লাইনের উপর লোকজন দেখে গতি কমিয়ে ৬৮ কিমি করেন চালক। তবে ট্রেন থামাতে সময় লাগে। দুর্ঘটনার সময় লোকজন রেল লাইনের উপর দাঁড়িয়েছিলেন। অন্ধকার ও আতসবাজির শব্দের ফলে তাঁরা ট্রেনের আওয়াজ শুনতে পাননি। সে

অটল বিহারী বাজপেয়ীর নামে হিমালয়ের চারটি শৃঙ্গ

Image
উত্তরকাশী: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে হিমালয়ের চারটি শৃঙ্গের নামকরণ করা হল। এই চারটি শৃঙ্গ গঙ্গোত্রী হিমবাহের ডানদিকে যথাক্রমে ৬,৫৫৭ মিটার, ৬,৫৬৬ মিটার, ৬,১৬০ মিটার ও ৬,১০০ মিটার উচ্চতায় অবস্থিত। এগুলির নাম দেওয়া হল অটল-১, ২, ৩ ও ৪। নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ের অধ্যক্ষ কর্নেল অমিত বিস্ত জানিয়েছেন, তাঁরা নতুন নামকরণ হওয়া শৃঙ্গগুলিতে অভিযানে গিয়েছিলেন। প্রতিটি শৃঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।