Posts

Showing posts from November 8, 2018

মধ্যমগ্রামে পরকীয়ার জেরে নৃশংস খুন যুবক, অন্যত্র মিলল কাটা মাথা ও পা

Image
বারাসত: গলা থেকে মুণ্ড আলাদা করে দেওয়া হয়েছিল। হাঁটুর তলা থেকে দু'টি পা'ও কেটে ফেলা হয়। এমনকী, কেটে দেওয়া হয় দুই হাতের শিরাও। মধ্যমগ্রামে পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রীর 'প্রেমিক'কে এমনই নৃশংসভাবে খুন করল স্বামী। এই ঘটনায় অভিযুক্ত স্বামী এবং মৃতের 'প্রেমিকা'কেও গ্রেপ্তার করেছে পুলিস। বুধবার সকালে দু'পা কাটা অবস্থায় প্রেমিকের মুণ্ডহীন দেহ উদ্ধার হয়। ধৃতদের জেরা করে অনেক পরে পৃথক জায়গা থেকে মৃতের মুণ্ড এবং দু'টি পা উদ্ধার করে পুলিস। প্রমাণ লোপাট করার জন্য এবং মৃতকে যাতে কেউ চিনতে না পারে, তার জন্য দেহকে টুকরো করে কেটে পৃথক জায়গা ফেলা হয়েছিল বলে মনে করছে পুলিস। পুলিস জানিয়েছে, মৃতের নাম আব্দুল হাসান (২৬)। ধৃতদের নাম জাকির হোসেন এবং আর্জিনা বিবি। মধ্যমগ্রামের রোহান্ডার দক্ষিণ জোজরা এলাকায় তাদের বাড়ি। আব্দুলের সঙ্গে আর্জিনার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে জাকির এই পরকীয়া সম্পর্কের কথা জানতে পারে। সে প্রেমিককে হাতেনাতে ধরার জন্য ওত পেতে ছিল। জাকির কসাইয়ের কাজ করে। ধৃতরা জেরায় পুলিসকে জানিয়েছে, জাকির যখন বাড়িতে থাকত না, আব্দুল তার ঘরে গিয়ে আর্জিনার সঙ্গে

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, হত ১২

Image
আমেরিকায় ফের পানশালায় হানা বন্দুকবাজের। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ঘটনায় মারা গিয়েছেন ১২ জন। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দুষ্কৃতীর।  ট্রাম্প সরকারের লাগামছাড়া আগ্নেয়াস্ত্র অনুমোদনের খেসারত দিতে হল আরও ১২টি প্রাণকে। বুধবার স্থানীয় সময় রাত ১১-২০ মিনিট নাগাদ লস এঞ্জেলেসের পশ্চিমে থাউজ্যান্ড ওক্‌স শহরের বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিল পানশালায় স্মোক গ্রেনেড ও আগ্মেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে এক ব্যক্তি। মুখঢাকা কালো পোশাক পরা দীর্ঘকায় আততায়ীর গুলিতে প্রথমে প্রাণ হারান পানশালার দ্বারে বহাল নিরাপত্তারক্ষী। ভিতরে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে হানাদার। গুলিবিদ্ধ হয়ে পানশালার ভিতরে লুটিয়ে পড়েন ১১ জন। নিহত হন এক পুলিশ সার্জেন্টও। কলেজ পড়ুয়াদের জন্য আয়োজিত অনুষ্ঠানে পানশালায় সেই সময় কয়েকশো মানুষের সমাগম হয়েছিল বলে জানিয়েছেন ভেঞ্চুরা কাউন্টি শেরিফের দফতরের ক্যাপ্টেন গ্যারো কুরেডজিয়ান। ওই অফিসেরই সার্জেন্ট এরিক বুচাও জানিয়েছেন, গুলি চলাচলের জেরে হতাহতের সংখ্যা একাধিক। পুলিশের গুলিতে মারা গিয়েছে বন্দুকবাজও।  জানা গিয়েছে, নাইট ক্লাবে গুলি চলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। হামলাকারীর সঙ্গে ত

ফোল্ডেবেল স্মার্টফোন ঘোষনা করল স্যামসাং

Image
অবশেষে কোম্পানির প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন ডিজাইন বিশ্বের সামনে নিয়ে এল স্যামসাং। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কোম্পানির ডেভেলপার কনফারেন্সে ফোল্ডেবেল স্মার্টফোনের সাথেই নতুন One UI লঞ্চ করেছে দক্ষিন কোরিয়ার কোম্পানিটি। অনেক দিন ধরেই স্যামসাং ফোল্ডেবেল স্মার্টফোন তৈরীর কথা জানালেও কখনও সেই ডিজাইন সামনে নিয়ে আসেনি। অবশেষে সামনে এল বহু প্রতিক্ষিত সেই ফোনের ডিজাইন। মুলত একটি বইয়ের মতো দেখতে এক স্মার্টফোন। ভাঁজ খুললে ভিতরে একটি ডিসপ্লে থাকবে। স্যামসাং জানিয়েছে ভাঁজ করে এই ডিভাইসকে স্মার্টফোন ফিসাবে ব্যবহার করা যাবে। বাইরের দিকে থাকবে একটি ৭.৩ ইঞ্চি ডিসপ্লে। তবে ভাঁজ খললে একটি ট্যাবলেটের আকার নেবে এই ডিভাইস। ভাঁজ করা অবস্থায় একটি ৪.৬ ইঞ্চি ডিওপ্লের মাধ্যমে এই ডিভাইসকে স্মার্টফোন হিসাবে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। যে কোণ ডিসপ্লের উপরে থাকবে একটি কাঁচ। আর কাঁচকে কোন ভাবেই ভাঁজ করা যায়না। তাই এই ডিভাইসের AMOLED ডিসপ্লের উপরে ব্যবহারের জন্য কাঁচের পরিবর্তে নতুন একটি মেটিরিয়াল তৈরী করেছে স্যামসাং। এছাড়া ডিসপ্লের উপরে ব্যবহার হয়েছে বিশেষ ধরনের আঁঠা। নতুন ফোল্ডেবেল স্মার্টফোনকে সঠিকভা

বেহালায় মন্দিরে পুরোহিতের কুকীর্তি! যুবতীকে দিনের পর দিন ধর্ষণ

Image
মন্দিরের  পিছনেই ফিসফিসানির শব্দ কানে এসেছিল।  উঁকি মারতেই দিদির সঙ্গে মন্দিরের পুরোহিতকে কথা বলতে শুনেছিলেন তিনি। কথা নয়, আদতে হুমকি দিচ্ছিলেন ওই পুরোহিত! 'ফাঁস করলেই প্রাণ মেরে ফেলব' মানসিক ভারসাম্যহীন যুবতীকে ঠিক এমনটাই শাসাচ্ছিলেন পুরোহিত। তাতেই সন্দেহ গাঢ় হয় যুবতীর বোনের। দিদির শারীরিক গঠনে যে একটা পরিবর্তন আসছিল, তা নজর এড়ায়নি বোনের, সঙ্গে পুরোহিতের শাসানি- দিদিকে প্রশ্ন করতেই ফাঁস হয়ে যায় সবকিছু। মন্দিরের পিছনে নিয়ে গিয়ে মানসিক ভারসাম্যহীন যুবতীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল পুরোহিতের বিরুদ্ধে। ঘটনাটি বেহালা অজন্তা ওডিআরসি পুলিস কোয়ার্টারের।  ঘটনাটি বেহালা অজন্তা ওডিআরসি পুলিস কোয়ার্টারের পিছনেই রয়েছে একটি মন্দির।   মন্দিরে পৌরহিত্য করে উপেন্দ্র পাঠক।  মন্দিরের গা  লাগোয়া ১০ নম্বর বস্তি।  ওই বস্তিতেই বোনের সঙ্গে থাকেন মানসিক ভারসাম্যহীন যুবতী। রোগ ধরা পড়ার পর স্বামী ওই যুবতীকে রেখে গিয়েছিলেন বাড়িতে। তারপর থেকে বাপের বাড়িতেই থাকেন তিনি। মন্দিরে একপাশে একটি পুকুর রয়েছে। যুবতীর পরিবারের দাবি, ওই পুকুরেই  রোজ দুপুরে স্নান করতে যান যুবতী। তখন এলাকা মোটামুটি  ফাঁকা থা

ব্লেড দিয়ে পেট কেটে সেলাই হাতুড়ের! হাতযশে নষ্ট গর্ভস্থ সন্তান

Image
হাতুড়ের 'হাতযশে' গর্ভস্থ সন্তান হারালেন প্রসূতি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। অভিযুক্ত হাতুড়ে চিকিত্সক কাব্যেন্দু বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিস। সন্তানসম্ভবা হওয়ার পর পেটে ব্যথা অনুভব করছিলেন জ্যোত্‍স্না। আমগোড়িয়ার হাতুড়ে কাব্যেন্দু বিশ্বাসকে দেখাতে যান গৃহবধূ জ্য়োত্স্না। বিস্তর পরীক্ষার নিরীক্ষা পর জ্যোত্‍স্নাকে কাব্যেন্দু জানান, জ্যোত্স্নার অ্যাপেন্ডিক্স হয়েছে। সন্তান ও মায়ের সুস্থতার জন্য অবিলম্বে অস্ত্রোপচার দরকার। কাব্যেন্দুর কথামতো অস্ত্রোপচারে রাজি হয়ে যায় জ্যোত্স্নার পরিবার। কাটোয়ার একটা হাসপাতালে জ্যোত্‍স্নার অস্ত্রোপচার হয়। অপারেশেনর পর বিকেলে বাড়িও ফিরে আসেন। কিন্তু, পেটে ব্যথা কমেনি। এরপরই জ্যোত্‍স্নাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাব্যেন্দুর কারিগরি ফাঁস হয় তখনই। জানা যায়, জ্যোত্স্নার কোনও অ্যাপেন্ডিক্স হয়নি। কোনও অপারেশনও করেননি কাব্যেন্দু। অ্যাপেনডিক্স অপারেশেনর নামে মোটা টাকা হাতিয়ে নিয়েছেন হাতুড়ে কাব্যেন্দু। কেউ যাতে সন্দেহ করতে না পারে, তাই ওই গৃহবধূর পেটের চামড়া ব্লেড দিয়ে কেটে সেলাই করে দেন তিনি। এদিকে, কাব্যেন্দুর হাতযশে নষ্ট

‌নীরব মোদি‌কে ‘‌বিজ্ঞাপিত পলাতক’‌ বলল গুজরাটের আদালত

Image
পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদিকে বৃহস্পতিবার '‌বিজ্ঞাপিত পলাতক'‌ বলল গুজরাটের একটি আদালত। গত মার্চে দায়ের করা ৫২ কোটি টাকা ফাঁকির একটি শুল্ক মামলায় নীরব মোদিকে '‌বিজ্ঞাপিত পলাতক'‌ নামে অভিহিত করে আগামী ১৫ তারিখের মধ্যে তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন বিচারক। বুধবারই সংবাদপত্রে এব্যাপারে নোটিস জারি করে সেটা সব সরকারি অফিস এবং পুলিসের দপ্তরে পাঠিয়ে দিয়েছিল আদালত। ক্রিমিনাল প্রসিডিউর কোডের ৮২ নম্বর ধারায় নীরব মোদিকে '‌বিজ্ঞাপিত পলাতক'‌ বলেছে আদালত। এর ফলে অন্তর্বর্তীকালীন জামিন নাও পেতে পারেন নীরব মোদি। এছাড়া সুরাটে গত ৮ আগস্ট ডেপুটি কাস্টমস্‌ কমিশনার আরকে তিওয়ারি সিজেএম বিএইচ কাপাডিয়ার কাছে আবেদন করেছিলেন নীরব মোদি এবং তাঁর তিনটি কোম্পানি ফায়ারস্টার ডায়মন্ড ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, ফায়ারস্টার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এবং রাডাশির জুয়েলারি কোম্পানি প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। ওই মামলায় আগামী বৃহস্পতিবারের মধ্যে আদালতে হাজির হতে মোদিকে নির্দেশ দিয়েছে সুরাট সিজেএম।

জন্মদিনে ঘোষণা, ভোটের লড়াইয়ে নামতে প্রস্তুত কমল হাসান

Image
৬৪ তম জন্মদিনে সাড়া জাগানো ঘোষণা কমল হাসানের। তামিল রাজনীতির ময়দানে লড়াইয়ের জন্য তৈরি কমল হাসান৷ আগামী উপনির্বাচনে ২০টি আসনে লড়াই করবে তাঁর দল, জানিয়ে দিলেন মাক্কাল নিধি মাইয়ামের(এমএনএম) সভাপতি নিজেই>বুধবার জন্মদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেন্নাইতে কমল হাসান বলেন,"কেউ জানেন না কবে উপনির্বাচন হবে। তবে যখনই তা হোক না কেন আমরা তৈরি আছি।" উপনির্বাচন হলে রাজ্যের ২০টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে এমএনএম যে তৈরি, এদিন তা স্পষ্ট করে দেন তিনি। সঙ্গে তিনি আরও বলেন, "তিনি কোনও রাজনৈতিক দল বা গোষ্ঠী নয়, বরং জনসাধারণের প্রতিনিধি।" ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় এই বিরোধী দল ডিএমকে সহ শরিকদের মোট আসন এই মুহূর্তে ৯৭। শাসকদল এআইএডিএমকে-র দখলে রয়েছে ১১৬টি আসন। সম্প্রতি ১৮ জন বিধায়ককে বহিষ্কার করার সিদ্ধান্তে মাদ্রাজ হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ার পরেই উপনির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। তা ছাড়াও দুই বিধায়কের মৃত্যুতে দুটি আসনে উপনির্বাচন প্রয়োজন। ওই দুই কেন্দ্রে বিধায়ক ছিলেন এম করুণানিধি এবং এআইএডিএমকে-র একে বসু। অগাস্ট মাসেই দুজনের মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশনের তরফে তামিলনাড়

‘ঠগস অব হিন্দোস্তান’ দর্শকদের বিচারে ‘জিরো’ পেল?

Image
ছবির দৃশ্যে অমিতাভ এবং আমির। প্রথমবার বড়পর্দায় এক সঙ্গে অমিতাভ বচ্চন এবং আমির খান। সৌজন্যে 'ঠগস অব হিন্দোস্তান'। বহু আশা জাগিয়ে আজ, বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে এই ছবি। দেশ জুড়ে মোট সাত হাজার স্ক্রিনে মুক্তি পাওয়া ছবিটি আদৌ অমিতাভ-আমির দ্বৈরথ কি দেখাতে পারল? সোশ্যাল মিডিয়ায় দর্শকদের প্রাথমিক প্রতিক্রিয়ায় উল্লাস কম, বরং সমালোচনার ধারই বেশি। বেশিরভাগ দর্শক ছবিটি দেখে নাকি হতাশ হয়েছেন। কারও মনে হয়েছে, সাম্প্রতিক অতীতে আমির খানের সবচেয়ে দুর্বল ছবি। আবার কেউ বলছেন, ট্রেলার দেখেই বোঝা গিয়েছিল ছবিটি একেবারেই ভাল হবে না। রিলিজের পর তারই প্রমাণ পাওয়া গেল। আদিত্য চোপড়া প্রযোজিত বহু প্রতীক্ষিত এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন বিজয়কৃষ্ণ আচার্য।ইংরেজ ভারতে এসেছিল ব্যবসা করতে। কিন্তু সেই ফাঁকে রাজত্ব শুরু করেছিল। যা চলেছিল পরবর্তী ২০০ বছর। ইংরেজ রাজত্ব মেনে নিতে পারেননি অনেকেই। গল্প অনুযায়ী,তেমনই একজন আজাদ। এই ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। আর তাঁকে শায়েস্তা করতেই ফিরাঙ্গি মল্লাহকে নিয়ে আসে ইংরেজরা। ফিরাঙ্গির চরিত্রে রয়েছেন আমির খান। আরও পড়ুন, গোয়ায় অভিষেক-ঐশ্বর্যার ব্যক্তিগত

গুজরাতে ৫০০ কোটির জিনিস ফেরত্‍! দিওয়ালিতে বিশাল ক্ষতি Flipkart, Amazon-এর

Image
সুরাত: অনলাইনে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে দীপাবলিতে বাজি কিংবা লাইট কেনার প্রবণতাও ছিল বেশি। বিভিন্ন ই-কমার্স সংস্থার অফারে সেসব জিনিস পাওয়া যাচ্ছিল সস্তায়। তাতেই ফ্যাসাদে পড়ছিলেন বহু স্থানীয় ব্যবসায়ী। তাই একেবারে পরিকল্পনা করে জনপ্রিয় অনলাইন সংস্থাগুলিকে ক্ষতির মুখে ফেলেছে ব্যবসায়ীরা। বিদেশি সংস্থা যেভাবে অফারে জিনিসপত্র বিক্রি করছে, তারই প্রতিবাদ জানিয়েছেন ওই ব্যবসায়ীরা। গুজরাতের একাধিক ব্যবসায়ী এই প্রতিবাদে সামিল হয়েছেন। তাঁরা আমাজন, ফ্লিপকার্টের মত ই কমার্স সংস্থা থেকে কোটি কোটি টাকার জিনিস কিনেছেন ওই ব্যবসায়ীরা। এরপর সেসব গ্রহণ না করে ফেরত পাঠিয়ে দিয়েছেন। 'ক্যাশ অন ডেলিভারি' অপশনে সেসব জিনিস কিনেছিলেন তাঁরা। সুরাত মোবাইল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা দাবি করেছেন এইভাবে তাঁরা ই কমার্স সংস্থাগুলির প্রচুর টাকার ক্ষতি করেছেন। তাঁরা অন্তত ৫০০ কোটি টাকার জিনিস এইভাবে কিনে ফেরৎ পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। বিনীত আগরওয়াল নামে সুরাতের এক ব্যবসায়ী সংবাদমাধ্যমকে (The Wire)-কে জানিয়েছেন, উৎসবের মরশুমে যারা অফার দিচ্ছে তাদের এভাবেই টার্গেট করা হচ্ছে। দিওয়ালির আগে কিছু বিদেশি সংস্থা সস

‘একটা বাইক না দেওয়ায় মেয়েটাকে মেরে ফেলল ওরা!’

Image
রুবিনা খাতুন বিয়ে হয়েছিল মাত্র পাঁচ মাস আগে। অভিযোগ, দাবি মতো পণ দেওয়ার পরেও ফের মোটরবাইক কিনে দেওয়ার জন্য চলছিল শারীরিক ও মানসিক নির্যাতন। আরও অভিযোগ, সেই নির্যাতন সহ্য করতে না পেরেই বিষ খেয়ে আত্মঘাতী হলেন ওই গৃহবধূ। মৃতার নাম রুবিনা খাতুন (১৯)। মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সেই খবর শুনেই হাসপাতাল থেকে চম্পট দেয় রুবিনার স্বামী ও তার সঙ্গীরা। তরুণীর পরিবার স্বামী, ভাসুর, শ্বশুর, শাশুড়ির নামে দেগঙ্গা থানায় অভিযোগ করে। অভিযুক্তেরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচ মাস আগে দেগঙ্গার চৌরাশির মোল্লাপাড়ার শওকত মণ্ডলের ছোট মেয়ে রুবিনার (পাপিয়া) সঙ্গে সামাজিক মতে বিয়ে হয় চাকলার রানিহাটির বাসিন্দা, পেশায় কৃষক নজরুল মণ্ডলের। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে রুবিনার মা-বাবা জানিয়েছেন, গত ৩০ অক্টোবর দুপুরে তাঁরা খবর পান, মেয়ে অসুস্থ হয়ে বারাসত জেলা হাসপাতালে ভর্তি। সেখানে গিয়ে শওকতেরা জানতে পারেন, রুবিনা কীটনাশক খেয়েছেন। পরের দিন শ্বশুরবাড়ির লোকজন হাসপাতাল থেকে তাঁকে ছুটি করিয়ে বাপের বাড়িতে দিয়ে যায়। তার পরেই রুবিনা মা-বাবাকে জানান, মোটরবাইক কিনে

তিন বছরের শিশুর মুখে চকলেট বোমা ঢুকিয়ে আগুন! ছিন্নভিন্ন শরীরে ৫০ সেলাই

Image
চকলেট বোমায় আগুন দিতে গিয়ে হাতে ফেটে যাওয়া, তুবড়ি ফেটে পুড়ে যাওয়া, রকেট উড়ে গিয়ে বাড়িতে পড়ে আগুন লাগা, কিংবা রংমশাল ফেটে হাত পুড়ে যাওয়ার মতো ঘটনা দেওয়ালির সময় আকছার ঘটে। এমনকি, প্রাণহানির ঘটনাও শিরোনামে উঠে আসে। সেসব নিতান্তই দুর্ঘটনা। কিন্তু উত্তরপ্রদেশের মেরঠে যা ঘটল, তা মর্মান্তিক এবং ভয়ঙ্কর বললেও কম বলা হয়। তিন বছরের শিশুর মুখে বাজি ঢুকিয়ে আগুন দিয়ে দিল এক কিশোর। মুখের মধ্যেই ফেটে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই শিশু। বুধবার ছিল দেওয়ালি। কিন্তু মেরঠের শহর-গ্রামে-গঞ্জে মঙ্গলবার থেকেই উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছিল। মাঝেমধ্যে বাজি পোড়ানোও চলছিল। মঙ্গলবার বিকেলে বাড়ির পাশেই অন্য খুদে বন্ধুদের সঙ্গে মনের আনন্দে খেলছিল শিশুটি। সেখানে তখন এলাকারই কিশোর হরপাল কয়েকটি বাজি নিয়ে আসে। ওই শিশুর মুখে একটি চকলেট বোমা ঢুকিয়ে সলতেয় আগুন ধরিয়ে দেয়। শিশুটির মুখের মধ্যেই ফেটে যায় চকলেট বোমাটি। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই কিশোর। পাড়া প্রতিবেশী ও বাড়ির লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। বাজি ফাটার অভিঘাতে শিশুটির মুখ কার্যত ছিন্নভিন্ন হ

ছত্তিশগড়ে ফের হামলা, আইইডি বিস্ফোরণ করে বাস ওড়াল মাওবাদীরা, মৃত অন্তত ৪

Image
কয়েকদিন আগেই দান্তেওয়াড়ায় মাওবাদীরা হামলা চালিয়ে এক সাংবাদিক ক্যামেরাম্যান সহ কয়েকজন আধাসেনাকে হত্যা করেছিল। সেই ঘটনায় সারা দেশে সাড়া পড়ে যায়। তার রেশ কাটতে না কাটতেই ফের দান্তেওয়াড়ায় সেনার ওপরে হামলা চালাল মাওবাদীরা। আইইডি বিস্ফোরণ করে হামলা চালানো হয়েছে। ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১ জন সেনা ও ৩ জন সাধারণ নাগরিক রয়েছেন। সেনার গাড়িতে হামলা চালানো হয়। ফলে আরও অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে।   হামলায় সিআইএসএফের জওয়ান শহিদ হয়েছেন। দান্তেওয়াড়ার বাচেলি এলাকায় এই হামলা চালায় মাওবাদীরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দান্তেওয়াড়ার বাচেলি এলাকা থেকে রান্নার সামগ্রী কিনে জওয়ানরা ফিরছিলেন। তখনই বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণে একজন বাস ড্রাইভার, কন্ডাক্টর ও বাসের ক্লিনার মারা গিয়েছেন। যে জওয়ান শহিদ হয়েছেন তিনি ভোটের কাজের জন্য এই প্রথমবার দান্তেওয়াড়ায় ডিউটি করতে এসেছিলেন। কয়েকদিন আগে দান্তেওয়াড়াতেই হামলা চালিয়ে দূরদর্শনের ক্যামেরাম্যান ও দুই জওয়ানকে গুলি করে মাওবাদীরা হত্যা করে। তারপরও এলাকায় মাও দাপট যে কমেনি তার ফের এদিন প্রমাণ মিলল।

এবার মহারাষ্ট্রে দুটি শহরের নাম বদলের প্রস্তাব সামনে আনল শিবসেনা

Image
শহর বা পরিচিত স্থানের নাম বদল যেন এখন জলভাতের পর্যায়ে চলে দিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে যার যা ইচ্ছা তাই প্রস্তাব দিচ্ছেন। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ এলাহাবাদের নাম প্রয়াগরাজ ও ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা করে দিয়েছেন। তারপর থেকেই নাম বদলের হিড়িক পড়ে গিয়েছে। গুজরাতের উপমুখ্যমন্ত্রী নিতিনি প্যাটেল আহমেদাবাদের নাম বদলে কর্ণবতী করার দাবি পেশ করেছেন। কোনও আইনি জটিলতা না থাকলে ও জনগণের সমর্থন পেলে নাম বদলে সরকার রাজি বলে তিনি জানান। সেই প্রস্তাবকে সমর্থন করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এর পাশাপাশি এদিন শিবসেনাও মহারাষ্ট্রে দুটি শহরের নাম বদলের প্রস্তাব সামনে এনেছে। দাবি জানিয়েছে, ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদের নাম বদলে ফেলা হোক। ঔরঙ্গাবাদের নাম হোক সম্ভাজি নগর ও ওসমানাবাদের নাম হোক ধারাশিব। শিবসেনার দাবি, এই দাবির কথা বহুদিন ধরে চলে আসছে। এটা নতুন কিছু নয়। এমনই জানিয়েছেন শিবসেনা নেত্রী মনীশা কায়ান্ডে। তবে ভোটব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে কংগ্রেস ও এনসিপি এই দাবিকে কোনওদিন আমল দেয়নি। মুসলিম ভোট ধরে রাখতে চেয়েই এটা করা হচ্ছে বলে দাবি শিবসেনার।

NRS-এর ৫০ কোটির ক্যান্সার প্রকল্পে ধাক্কা

Image
কলকাতা: সাধারণ মানুষের কাছে দামি ক্যান্সার চিকিৎসা নিরখচায় পৌঁছে দেওয়ার ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ বানচাল করতে অন্তর্ঘাতের চেষ্টা চলছে। এমনই মারাত্মক অভিযোগ উঠেছে খোদ এনআরএস মেডিক্যাল কলেজ থেকে। রাজ্য সরকার এখানে ক্যান্সার চিকিৎসায় দেশের অন্যতম দুটি দামি রে দেওয়ার লিনিয়ার অ্যাক্সিলারেটর বা লাইন্যাক মেশিন বসিয়েছে। সম্প্রতি তার একটির গুরুত্বপূর্ণ অংশ বিকল করে দেওয়া হয়। শুধু তাই নয়, হঠাৎই রাতে মেশিনটির ইমার্জেন্সি সুইচ বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে মেশিনটির সমস্ত তথ্য উড়ে যায়। এছাড়াও মেশিনটির সঙ্গে যুক্ত মেডিক্যাল ইঞ্জিনিয়ারদের অনবরত হুমকিও দেওয়া হচ্ছে। এইসব কারণে এনআরএস-এ আসা ক্যান্সার রোগীদের জন্য চালু হতে চলা ৫০ কোটির এই ক্যান্সার প্রকল্পটিই পিছিয়ে গিয়েছে। গোটা বিষয়ে হাসপাতালের এক বা একাধিক কর্মী যুক্ত বলে খবর। তাতে বাইরের স্বার্থান্বেষী মহলের হাত থাকার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

মুম্বই বিমানবন্দরে ঠিকা কর্মীদের ধর্মঘট, বিপাকে যাত্রীরা

Image
কর্মী বিক্ষোভে অচলাবস্থা মুম্বই বিমানবন্দরে। বাতিল একাধিক উড়ান। বিমানবন্দরেই আটকে বহু যাত্রী। যাত্রীদের অভিযোগ, উড়ান বাতিল হওয়া নিয়ে কোনও আগাম ঘোষণা করা হয়নি। বুধবার রাত থেকেই মুম্বই বিমানবন্দরে ধর্মঘট শুরু করেছে এয়ার ইন্ডিয়ার ঠিকা কর্মীরা। বিভিন্ন ইস্যুতে সরকারি বিমান সংস্থাটির বিরুদ্ধে ক্ষোভ জমছিল ঠিকা কর্মীদের মধ্যে। স্থায়ী চাকরি তথা ভাতা বাড়ানো নিয়ে সংস্থাটির সঙ্গে কর্মীদের চলছিল আলোচনা চলছিল। সূত্রের খবর, আলোচনায় কোনও সুরাহা না মেলায় গতকাল রাত থেকে ধর্মঘট শুরু করে 'এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেড'-এর ঠিকা কর্মীরা। এদিকে গ্রাউন্ড স্টাফদের হরতালের ফলে বেশ কয়েকটি বিমান বাতিল করতে বাধ্য হয়েছে সরকারি বিমান সংস্থাটি। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, বিক্ষোভের জেরে বিমান চলাচলে কিছু বাধার সৃষ্টি হয়েছে। শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই বিক্ষোভে প্রবল সমস্যায় পড়েছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ দু'ঘণ্টা ধরে বিমানবন্দরে দাঁড়িয়ে থেকেও মিলছে না কোনও খবর। পরিষেবা কতক্ষণে স্বাভাবিক হবে তাও জানাচ্ছে না সংস্থাটি। এক ক্ষুব্ধ যাত্রীর মতে, এবার সরকারের উচিত এয়

শিঘ্রই ভারতে আসছে Samsung Galaxy A9

Image
সম্প্রতি মালোয়েশিয়ায় লঞ্চ হয়েছে Samsung Galaxy A9। Galaxy A9 এর প্রধান আক্রররষণ ফোনের পিছনের চারটি ক্যামেরা। এই প্রথম কোন স্মার্টফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছিল। এবার ভারতে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন। তবে ভারতে কবে Galaxy A9 ফোন লঞ্চ হবে তা জানায়নি Samsung। ইতিমধ্যেই ভারতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এই স্মার্টফোন দেখা গিয়েছে। আশা করা হচ্ছে ভারতে ৪০,০০০ টাকা দামের আশেপাশে লঞ্চ হবে Galaxy A9। সম্প্রতি লঞ্চ হওয়া OnePlus 6T ফোনের সাথে প্রতিযোগিতায় ভারতে এই স্মার্টফোন লঞ্চ করবে স্যামসাং। Samsung Galaxy A9 ফোনে রয়েছে একটি ৬.৩ ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি অজানা অক্টাকোর প্রজেসার। সাথে থাকবে 6GB/ 8GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত বাড়ইয়ে নেওয়া যাবে এই ফোনের স্টোরেজ। Samsung Galaxy A9 ফোনের প্রধান আকর্ষন ফোনের রিয়ার ক্যামেরা। ছবি তোলার জন্য Galaxy A9 এর পিছনে থকছে চারটি ক্যামেরা। ২৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারে থাকছে f/1.7 অ্যাপারচার। ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্সে থাকবে f/2.4 অ্যাপারচার। এই লেন্সে 2x অপ্টিকাল যুম পাওয়া

শতকরা হারে দ্বিগুন! বিশ্বের আকাশ দখলে এগিয়ে ভারতীয় মহিলারা

Image
নয়াদিল্লি: যে দেশে কন্যা ভ্রূণ হত্যা একটা চরম বাস্তব। যে দেশে মেয়েদের স্কুলে পাঠাতে ঘরে ঘরে চলে ক্যাম্পেন। সে দেশের মেয়েরাই আজ দাপিয়ে বেড়াচ্ছে আকাশ জুড়ে। বিশ্বকে ছাপিয়ে গিয়েছে ভারতীয় মহিলা পাইলট। গোটা বিশ্বের মোট মহিলা পাইলটের শতকরা দ্বিগুণের বেশি মহিলা পাইলট রয়েছে ভারতে। সম্প্রতি 'ইন্টারন্যাশনাল সোস্যাইটি অফ উমেন এয়ারলাইন পাইলট' এই তথ্য দিয়েছে। তথ্য বলছে, বর্তমানে সারা বিশ্বে মহিলা পাইলট রয়েছে ৫.৪ শতাংশ। আর ভারতের শতকরা মহিলা পাইলট ১২.৪ শতাংশ। ভারতে মোট পাইলটের সংখ্যা ৮,৭৯৭। এর মধ্যে মওলা রয়েছে ১,৯২ জন। ৩৮৫ জন মহিলা ক্যাপ্টেন বিশ্ব জুড়ে পাইলটের সংখ্যা দেড় লক্ষ। এর মধ্যে মাত্র ৮০৬১ জন মহিলা। তার মধ্যে ২১৯০ জন মহিলা ক্যাপ্টেন। দিল্লির আঞ্চলিক এয়ারলাইনস 'জুম' সবথেকে বেশি মহিলা পাইলট নিয়োগ করে। এদের ৩০ জন পাইলটের মধ্যে ৯ জন মহিলা। ইন্ডিগোতে মহিলা পাইলট রয়েছে ১৩.৯ শতাংশ, মোট সংখ্যা ৩৫১। জেট এয়ারওয়েজে সংখ্যাটা ২৩১, শতকার হারে ১২.৪ শতাংশ। স্পাইসজেটে মহিলা পাইলটের সংখ্যা ১১৩, শতকরা ১৩.২ শতাংশ। আর এয়ার ইন্ডিয়ায় রয়েছেন ২১৭ জন মহিলা পাইলট। এর আগে ইন্ডিয়া উইমেন পাইলট অ্যাসোসিয়েশনে

রাতের অন্ধকারে যুবতীকে পিছন থেকে জাপটে জড়িয়ে ধরল ২ যুবক, তারপর...

Image
এক যুবতীকে অপহরণের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের পানাগড়ে। অভিযোগ, পিছন থেকে জাপটে জড়িয়ে ধরে ওই যুবতীকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুই যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পানাগড়ের রেলপাড় এলাকার বাসিন্দা ওই যুবতী। বুধবার রাতে বাড়ির কাছেই একটি মন্দির থেকে প্রসাদ আনতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল বোন। অভিযোগ, প্রসাদ নিয়ে মন্দির থেকে বাড়ি ফেরার পথে আচমকাই তাঁকে পিছনে থেকে জড়িয়ে ধরে দুই যুবক। জাপটে ধরে তাঁকে গাড়িতে তোলার চেষ্টা করে অভিযুক্তরা। সঙ্গে সঙ্গেই চিত্কার করে ওঠে ওই তরুণী। যুবতীর চিত্কার শুনে বাড়ি থেকে বেরিয়ে আসে তাঁর বাড়ির লোকেরা। বেগতিক বুঝে তখন পালিয়ে যায় অভিযুক্তরা। তবে অভিযুক্ত ২ যুবকের মধ্যে একজনকে চিনতে পেরে যায় যুবতী। ওই যুবতী জানিয়েছেন, অভিযুক্ত এক যুবক তাঁদের এলাকারই বাসিন্দা। নাম মনোজ শর্মা। অভিযোগ, এর আগেও অভিযুক্ত মনোজ শর্মা একবার ওই যুবতীর বোনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। বুধবার রাতের ঘটনায় কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। অভিযুক্ত ২ যুবক পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে প

শেখার বয়স নেই, তারই প্রমান রাখলেন ৯৬ বছরের ‘তরুণী’

Image
শেখার কোনও বয়স নেই। ইচ্ছে থাকলেই উপায় আপনে আপ এসে হাজির হবে আপনার কাছে। এমনই আরেকবার প্রমাণ করলেন কেরালার বছর ৯৬ এর এক বৃদ্ধা। নাকি তরুণী? এই বয়সে স্বাক্ষরতা পরীক্ষায় ১০০ তে ৯৮ নম্বর পেয়ে পাশ করেছেন তিনি। এখন ইচ্ছে কম্পিউটার শেখার। এবং সেই ইচ্ছেকে মান্যতা দিলেন কেরালার শিক্ষামন্ত্রী অধ্যাপক সি. রবীন্দ্রনাথ। ২০১৬ সালের পুনঃনির্বাচনের পর কেরালা সরকার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে প্রত্যেক রাজ্যবাসীকে স্বাক্ষর করার, এবং প্রয়োজনীয় শিক্ষা দেওয়ার দায়িত্ব নেবে বর্তমান রাজ্য সরকার। বুধবার শিক্ষামন্ত্রী সি. রবীন্দ্রনাথ একটি ল্যাপটপ উপহার দিয়েছেন ৯৬ বছর বয়সী কাত্যায়নী আম্মাকে, যিনি অক্ষরলক্ষম মিশনের অংশ হিসাবে রাষ্ট্রের স্বাক্ষরতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। একইসঙ্গে এই কৃতিত্ব অর্জনকারী ভারতের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ইতিহাস রচনা করেছেন তিনি। গত মাসে স্বাক্ষরতা পরীক্ষায় ৯৮ নম্বর অর্জন করে কাত্যায়নী আম্মা কম্পিউটার চালানোর পদ্ধতি শিখতে চেয়েছেন, সঙ্গে দশম শ্রেনীর পরীক্ষা দেওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন। এদিন রবীন্দ্রনাথ আলাপুঝা জেলার চেপাদে তাঁর বাড়িতে যান এবং তাঁকে ল্যাপটপ উপহার দেন। ল্যাপটপ পাও

পুজোয় পর্যটক সমাগমে পাহাড়ে নয়া রেকর্ড, মমতার মুকুটে নতুন পালক

Image
পাহাড় হাসছে। ক্ষমতা আসার কিছুদিন পর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে কিছু সময় অশান্তির বাতাবরণ থাকলেও সেটা যে কথার কথা ছিল না, সেটা এখন টের পাওয়া যাচ্ছে। পুজোর লম্বা ছুটিতে বাঙালি পর্যটকেরা আবার পাহাড়মুখী হয়েছেন। এবছর পাহাড়ে যা দর্শক সমাগম হয়েছে তা বিগত বছরের রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছে। হোটেল, হোমস্টে, গাড়ি চালক, গাইড, ট্যুর অপারেটর সকলের হিসাব অন্তত তাই বলছে। পাহাড়ের ট্যুর অপারেটরদের সংগঠনের সভাপতি জানিয়েছেন, গতবছরের তুলনায় এবছর পর্যটকের সংখ্যা ৪৫ শতাংশ হারে বেড়েছে। সাধারণত পুজোর পর থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত পাহাড়ে ভিড় থাকে। তবে এবার পুজোর অনেক আগে থেকে শুরু করে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত হোটেলগুলি ইতিমধ্যে বুকিং রয়েছে। জানা গিয়েছে, দার্জিলিংয়ে হোটেল মালিকরা মার্চ-এপ্রিলের বুকিংয়ের খোঁজ নিতে ফোন পেতে শুরু করেছেন। দুর্গাপুজোর সময়ে সারা দার্জিলিংয়ে কোনও হোটেল ফাঁকা চিল না। এখনও অর্ধেকের বেশি হোটেলের রুম বুক হয়ে রয়েছে। এমনকী দার্জিলিং, কালিম্পংয়ের হোমস্টে গুলিতেও ভিড় উপচে পড়েছে।

৫ রাজ্যে ভোটের আগে স্বস্তি মোদীর! দেশের বাজারে জ্বালানির মূল্যহ্রাস অব্যাহত

Image
এবার টানা মূল্য হ্রাসের প্রক্রিয়া। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের মূল্য হ্রাসের জন্যই দেশের বাজারে জ্বালানির মূল্যে এই হ্রাস বলে জানা গিয়েছে। এদিন দিল্লিতে লিটার পিছু পেট্রোলের মূল্য হ্রাস হয়েছে ২১ পয়সা। অন্যদিকে ডিজেলে হ্রাস হয়েছে লিটার পিছু ১৮ পয়সা করে। পেট্রোল ও ডিজেলের লিটার পিছু ২১ পয়সা ও ১৮ পয়সা করে কমার পর বৃহস্পতিবার দুই জ্বালানির মূল্য দিল্লিতে দাঁড়িয়েছে যথাক্রমে ৭৮.২১ টাকা এবং ৭২.৮৯ টাকা। কলকাতাতেও এই পরিমাণ মূল্য হ্রাস হয়েছে। লিটার পিছু যথাত্রমে ২০ পয়সা ও ১৮ পয়সা হ্রাস হয়ে কলকাতায় যথাক্রমে পেট্রোল ও ডিজেলের মূল্য লিটার পিছু ৮০.১৩ টাকা এবং ৭৪.৭৫ টাকা। মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের লিটার পিছু কমেছে যথাক্রমে ২০ পয়সা ও ১৯ পয়সা। বানিজ্যিক রাজধানীতে দুই জ্বালানির দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৮৩.৭২ টাকা এবং ৭৬.৩৮ টাকা করে। বিরোধীদের অভিযোগ, পেট্রোল ও ডিজেলের টানা মূল্যবৃদ্ধির পর কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে কমেছিল এই দুই জ্বালানির মূল্য। এবারও ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সেই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভারতে জ্বালানির প্রায় ৮০ শতাংশ আমদানি করতে হয়। তবে একমাসেরও কম সময়ে তে

ঘরে সন্তান, ফেসবুক বন্ধুর সঙ্গে উধাও হলেন তরুণী!

Image
ফেসবুকে আলাপ। সেই আলাপের সূত্রেই এক বিবাহিতা তরুণীকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নবদ্বীপের ঘটনা। এই ঘটনায় তরুণীর বাবা ওই যুবকের বিরুদ্ধে বুধবার দুপুরে নবদ্বীপ থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম রানা দেবনাথ। বছর বাইশের ওই যুবকের বাড়ি নাদনঘাট থানার নিচু চাঁপাহাটিতে। তাঁর একটি মোটর গ্যারাজ আছে। ওই তরুণীর পরিবার সূত্রে জানা গিয়েছে, ১১ বছর আগে তাঁর বিয়ে হয় কৃষ্ণনগরে। সম্প্রতি স্বামীর সঙ্গে নানা বিষয়ে মনোমালিন্য চলছিল। দম্পতির একমাত্র ছেলের বয়স আট বছর। অশান্তির কারণে এই ঘটনার  দিন কতক আগে শ্বশুরবাড়ি থেকে নবদ্বীপে বাপের বাড়ি চলে আসেন তিনি। সোমবার সকালে ব্যায়ামের ক্লাস থেকে ফিরে মায়ের কাছে পরোটা খেতে চান ওই তরুণী। মা পরোটা আনতে দোকানে গেলে, সেই ফাঁকে বাড়ি ছেড়ে চলে যান তিনি। বছর আঠাশের ওই তরুণী যাওয়ার সময় তাঁর আধার কার্ড, প্যান কার্ড নিয়ে গিয়েছেন বলে জানতে পেরেছেন তাঁর অভিভাবকেরা।  তাঁর মা বলেন, "বাড়িতে আসার পর থেকে দেখতাম, মেয়েটা সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে আছে। এ জন্য রবিবার রাতে ওকে একটু বকেও ছিলাম। পরের দিন এই ঘটনা।"

একমাত্র মেয়ের হার্ট, কিডনি, চোখ, লিভার দান করে দৃষ্টান্ত স্থাপন সন্তানহারা দম্পতির

Image
শহরে ফের অঙ্গ প্রতিস্থাপনের উদ্যোগ। ব্রেন ডেথ হওয়া তরুণীর হার্ট ও ২টি কিডনি প্রতিস্থাপন করা হল ৩ জনের দেহে। আই ব্যাঙ্কে রাখা রয়েছে চোখ। বুধবার রাতে গ্রিন করিডর করে দেবলীনা ঘোষের অঙ্গগুলি শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় কলকাতা পুলিস। বুধবার রাতে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে মৃত্যু হয় সোনারপুরের দক্ষিণ পাড়ার বাসিন্দা বছর পঁচিশের দেবলীনা ঘোষের। জন্ম থেকেই স্পেশাল চাইল্ড হিসেবে বড় হয়ে উঠেছিলেন দেবলীনা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাত্র আড়াই মাস বয়সে মাথায় জল জমে যায় দেবলীনার। সেইসময় তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার করে মাথায় সান টিউব বসানো হয়। যদিও তারপরেও সমস্যা থেকেই গিয়েছিল। শনিবার ফের মাথার যন্ত্রণা শুরু হয় দেবলীনার। বাবার কোলে অজ্ঞান হয়ে যাওয়ায় রবিবারই তাঁকে ভর্তি করা হয় আমরি হাসপাতালে। বুধবার ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিত্‍সকরা। পরিবারের একমাত্র সন্তান ছিলেন দেবলীনা। বাবা অরুণ ঘোষ বেসরকারি সংস্থায় কর্মরত। মা কৃষ্ণা ঘোষ একজন গৃহবধূ। তিনিই মেয়ের দেখভাল করতেন। চিকিত্সকরা ব্রেন ডেথ ঘোষণার পরই দেবলীনার বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনে সায় দেয় পরিবার। তাঁদের মেয়ে আরও অনেকের মধ্যে বেঁচে থাকুক

পরকীয়ার জের!‌ গাছে বেঁধে মারধর যুগলকে

Image
পরকীয়ার জেরে দু'জনকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ নুনখাওয়াডাঙা মজর মিল এলাকায়। মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে স্থানীয় এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে আটক করা হয়। এরপর কাসেম আলি নামে ওই ব্যক্তিকে মহিলা সমেত গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত কাসেম শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাসেম প্রায়ই ওই মহিলার বাড়িতে আসত। মঙ্গলবার রাতেও কাসেম এসেছিল ওই মহিলার বাড়িতে। খবর পেয়ে স্থানীয় লোকজন মহিলার বাড়িতে হানা দিয়ে দু'‌জনকেই আটক করে। এরপর গাছে বেঁধে দু'‌জনকেই মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে বানারহাট থানার পুলিস ঘটনাস্থলে আসে। ওই মহিলাকে থানায় নিয়ে যাওয়া হয়। কাসেমকে পাঠানো হয় হাসপাতালে। ঘটনার সাক্ষী হিসেবে আরও চারজনকে থানায় নিয়ে আসা হয়। এরপরই সবাইকে গ্রেপ্তার করে পুলিস। এই ঘটনার জেরে বুধবার সকাল থেকেই আটক চারজনকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। খবর পেয়ে জলপাইগুড়ি জেলা অতিরিক্ত পুলিসের নেতৃত্বে পার্শ্ববর্তী থানার পুলিসকর্মীরা ঘটনা

দীপাবলীতে ২০,০০০ টাকার নীচে সেরা পাঁচটি ডুয়াল ক্যামেরা স্মার্টফোন

Image
শুরু হয়েছে আলোর উৎসব দীপাবলী। এর ঠিক আগে ভারতে লঞ্চ হয়েছে একের পর এক স্মার্টফোন। এর মধ্যে বেশিরভাগ ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। পকেটে বেশি জোড় না থাকলে ডুয়াল ক্যামেরায় ২০,০০০ টাকার নীচে এই ফোনগুলিতে চোখ রাখতে পারেন। Realme 2 Pro দাম শুরু ১৩,৯৯০ টাকা থেকে Realme 2 Pro তে রয়েছে ৬.৩ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট কালো নচ। Oppo F9 Pro ও Vivo V11 Pro ফোনেও একই ধরনের নচ দেখা গিয়েছে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 4GB/ 6GB/ 8GB RAM আর 64GB/ 128GB স্টোরেজ। Realme 2 Pro তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি ১৬ মেগাপিক্সেল। এর সাথেই থাকবে একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। ফোনের সামনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে সব ক্যামেরাতেই দারুন ছবি উঠবে বলে দাবি করেছে Realme। কানেক্টিভিটির জন্য Realme 2 Pro তে রয়েছে USB OTG, Wi-Fi 802.11 ac, Bluetooth, 4G VoLTE, GPS। Realme 2 Pro এর ভিতরে রয়েছে একটি 3500 mAh ব্যাটারি। Honor 8X দাম শুরু ১৪,৯৯৯ টাকা থেকে Honor 8X ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি FHD+

ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৪৭

Image
হারারে: ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৪৭ জনের৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জিম্বাবোয়ের রাজধানী হারারের কাছে একটি হাইওয়েতে৷ সংবাদসংস্থা এএফপি জানিয়েছে এই খবর৷ মৃতদের মধ্যে দু'জন শিশুও আছে বলে জানা গিয়েছে৷ সেদেশের পুলিশকে উদ্বৃত করে সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, হারারে-মুটারে হাইওয়ের কাছে বাস দুর্ঘটনাটি ঘটেছে৷ দুটি বাসের মধ্যে সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে ৪৭ জনের৷ জানা গিয়েছে, যাত্রীবোঝাই একটি বাস রাজধানী হারারে থেকে রূসাপে শহরের দিকে যাচ্ছিল৷ সেই সময় অপরদিক আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয়৷ অনেকে হাসপাতালে মারা যান৷ গত কয়েকবছর ধরে জিম্বাবোয়েতে বাস দুর্ঘটনায় মৃত্যু খুবই সাধারণ ব্যাপার৷ এর প্রধান কারণ খারাপ রাস্তা৷ খানাখন্দে ভরা রাস্তার জেরে মাঝেমধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি৷ চলতি বছর জুন মাসে এমনই এক বাস দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়৷ জাম্বিয়ার কাছে হাইওয়েতে হয় দুর্ঘটনাটি৷

মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে আরও একদফা দাম কমল জ্বালানির

Image
নয়াদিল্লি: আম আদমিকে স্বস্তি দিয়ে আবারও কমল জ্বালানির দাম৷ বৃহস্পতিবার সকালেই তেল কোম্পানিগুলির ঘোষণা পেট্রলে লিটার পিছু দাম কমেছে ২০-২১ পয়সা৷ ডিজেলের কমেছে ১৮ থেকে ১৯ পয়সা৷ রাজধানী দিল্লিতে এদিন পেট্রলের দাম কমেছে লিটার পিছু ২১ পয়সা৷ নতুন দাম হয়েছে ৭৮.২১ পয়সা৷ ডিজেলে লিটার পিছু ১৮ পয়সা কমে হয়েছে ৭২.৮৯ পয়সা৷ বাণিজ্যনগরী মুম্বইয়ে একটা সময় পেট্রল প্রায় ১০০ র দৌড়গোঁড়ায় পৌঁছে যায়৷ কিন্তু সেখান থেকে কমতে কমতে পেট্রল এখন ৮২র ঘর ছুঁইছুঁই৷ বৃহস্পতিবারের দাম বলছে মুম্বইতে পেট্রলের দাম কমেছে লিটার পিছু ২০ পয়সা৷ ফলে দাম কমে দাঁড়িয়েছে ৮৩.৭২ পয়সা৷ আর ডিজেলের দাম কমেছে ১৯ পয়সা৷ নয়া দাম হয়েছে ৭৬.৩৮ পয়সা৷ টানা দু'সপ্তাহ নাগাড়ে দাম কমছে জ্বালানির৷ পুজোর পর থেকে পেট্রলের দাম কমেছে লিটারে সাড়ে চার টাকা৷ ডিজেলের এই কমার হার কিছুটা কম৷ ডিজেলে গত দু'সপ্তাহে লিটারে দাম কমেছে দু'টাকা টাকা৷ পেট্রপণ্যে'র দাম কমার এই প্রবণতা আম আদমির কাছে 'আচ্ছে দিনে'র ইঙ্গিত? মূলবৃদ্ধির বাজারে প্রশ্ন মধ্যবিত্তের৷ গত জুন মাস থেকে নাগাড়ে বাড়ছিল জ্বালানির দাম৷ কবে তা সেঞ্চুরি হা

খুলছে দাড়িভিট স্কুল, তবে জারি থাকবে আন্দোলন

Image
অবশেষে খুলতে চলেছে উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুল। বুধবার এক বৈঠকের পর একথা জানিয়েছেন গ্রামবাসীরা। স্কুল খুললেও ২ ছাত্রের মৃত্যুতে সিবিআই তদন্ত জারি থাকবে বলে জানিয়েছেন তাঁরা।  গত ২০ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দাড়িভিট হাই স্কুলের ২ ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের। গ্রামবাসীদের দাবি, পুলিসের গুলিতেই মৃত্যু হয়েছে ২ প্রাক্তন ছাত্রের। গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবিতে লাগাতার আন্দোলন শুরু করেন তাঁরা। সেই থেকে বন্ধ দাড়িভিট হাইস্কুল।  বুধবার দীপাবলির সন্ধ্যাতেও নিহত ছাত্রদের স্মৃতিতে মোমবাতি মিছিল করেন গ্রামবাসীরা। ফের একবার সিবিআই তদন্তের দাবিতে সরব হন তাঁরা। তবে পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে ১০ নভেম্বর থেকে স্কুলে পঠনপাঠন চালুর সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয়রা। দাড়িভিট কাণ্ডের পর স্কুল খুলতে একাধিকবার চেষ্টা চালিয়েছে প্রশাসন। স্কুল বন্ধ থাকায় শিক্ষা দফতর বেতন বন্ধের নির্দেশ দিলে বিপাকে পড়েন শিক্ষকরা। এদিন গ্রামবাসীদের সিদ্ধান্তে তাঁদের উদ্বেগ কাটল। ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে দাড়িভিট হাই স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে। নতুন দায়িত্ব

পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তরের অধীনে একাধিক কর্মী নিয়োগ করা হবে

Image
রাজ্য খাদ্য সরবরাহ দপ্তরে নিয়োগ। পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তরের অধীনে ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়্যারহাউসিং কর্পোরেশনে দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ৬৩ জন ক্লার্ক-কাম-ডিইও এবং সুপারিন্টেন্ডেন্ট/ গোডাউন ইন চার্জ নিয়োগ করা হবে। জেনে নিন আবেদন করবেন কীভাবে। যোগ্যতা : কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। ইংরাজি ভাষা পড়তে জানা বাঞ্ছনীয়, পাশাপাশি ড্রাফ্টিং-এর জ্ঞানও থাকতে হবে। মাইক্রোসফট অফিস ও ইন্টারনেটের ব্যবহার সহ কম্পিউটারের বেসিক জ্ঞান থাকা দরকার । কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা/ সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়। বয়সসীমা : ১ অগাস্ট ২০১৮ তারখের হিসেবে বয়সের উর্ধ্বসীমা ৩৫ বছর। পারিশ্রমিক: প্রতি মাসের বেতন হবে মোট ১১,০০০ টাকা। প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষা হবে দুটি ধাপে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে চলতি বছর ডিসেম্বরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে। প্রথম প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে মেইন পরীক্ষায় ডাকা হবে প্রার্থীদের। পরীক্ষা হবে চলতি বছর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। ইন্টারভিউ হবে ২০১৯-এর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। আ

শ্রী রামের মূর্তি হবে অযোধ্যার আসল পরিচয়, জানালেন যোগী আদিত্যনাথ

Image
অযোধ্যায় ভগবান শ্রী রামের মূর্তি গড়ে তোলা হবে, যা হবে অযোধ্যার আসল পরিচয়। বুধবার দিওয়ালির দিন এমনই জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গত বছরই দিওয়ালির সময় আদিত্যনাথ এই রাম মূর্তি গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন। যার জন্য আলাদা করে জমি খোঁজা হচ্ছে।  যোগী আদিত্যনাথ বলেন, '‌অযোধ্যায় রাম মূর্তি গড়ে উঠলে পর্যটকদের আকর্ষণ বাড়বে। তবে কতটা জমির ওপর মন্দির তৈরি হবে সেটার ওপরই নির্ভর করছে রাম মূর্তি নির্মাণ।'‌ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানান, মন্দিরের ভেতরই থাকবে রাম মূর্তিটি এবং এটা পরে পর্যটকদের কাছে পথনির্দেশকেরও কাজ করবে। গুজরাটের সর্দার প্যাটেল মূর্তি প্রকল্পের মতোই এটা বড় একটি প্রকল্প বলেও জানান আদিত্যনাথ। অযোধ্যার বিতর্কিত রামজন্মভূমির জমি নিয়ে যোগী বলেন, '‌রাম মন্দির এখানে ছিল আর এখানেই থাকবে। তবে সবকিছু নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের ওপর।'‌ গত বছরই উত্তপ্রদেশের সরকার ভগবান শ্রী রামের মূর্তি নির্মাণের কথা ঘোষণা করলেও তা এখন বাস্তব রূপ নেয়নি। যোগী সরকার এই মূর্তি গড়ে তোলার জন্য আলাদা করে জমির খোঁজ করছে। কিন্তু অযোধ্যায় রাম মন্দিরের দাবিতে এই মূর্তি নির্মাণ

নির্বাচন অফিসারকে দিল্লিতে তলব, বন্‌ধ স্থগিত মিজোরামে

Image
নির্বাচন কমিশনের তিন প্রতিনিধির সঙ্গে আন্দোলনরত যৌথ মঞ্চ ও রাজ্যে সরকারের দফায় দফায় বৈঠকের পরে মিজোরামের মুখ্য নির্বাচনী অফিসার এস বি শশাঙ্ককে দিল্লিতে তলব করা হল। শশাঙ্ককে অপসারণের দাবি বিবেচনা করা, রিয়াংদের মিজোরামে ভোট দেওয়া ও স্বরাষ্ট্রসচিব লালনুনমাওইয়া চাউনগোর অপসারণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আশ্বাস মেলার পরে যৌথ মঞ্চ বন্‌ধ ও আন্দোলন স্থগিত রাখল। দিল্লির নির্বাচন কমিশন সূত্রের খবর, আপাতত শশাঙ্ককে ডেকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির বিষয়ে জবাবদিহি করা হবে। যে কোনও মূল্যে মিজোরামে নির্বাচন করাটাই এখন কমিশনের অগ্রাধিকার। তবে শশাঙ্ককে আপাতত হয়তো সরানো হচ্ছে না। শশাঙ্কের অভিযোগের ভিত্তিতে রাজ্যের স্বরাষ্ট্র ও অর্থ দফতরের ভারপ্রাপ্ত সচিব চাউনগোকে ভোট না মেটা পর্যন্ত সরিয়ে দেয় নির্বাচন কমিশন। ভোটার তালিকায় রিয়াং শরণার্থীদের নাম তোলা নিয়েই দ্বন্দ্বের শুরু। চাউনগোকে সরানোয় ক্ষিপ্ত মিজোরামের সব সংগঠন যৌথ মঞ্চ গড়ে ৫ নভেম্বরের মধ্যে শশাঙ্ককে রাজ্য ছাড়ার হুমকি দেয়। তাদের ডাকে রাজ্যে বন্‌ধ শুরু হয়। রাজভবন ও শশাঙ্কের দফতরের সামনে চলছিল লাগাতার অবস্থান বিক্ষোভ। কয়েক হাজার প্রতিবাদকারী আইজলের

জিন থেকে জ্যাজে পারদর্শী, সত্যজিতের ভক্ত নোবেলজয়ী বিজ্ঞানী এবার কলকাতায়

Image
হ্যারল্ড ই ভারমাস তাঁর জ্যাজ কনসার্ট শুনতে ভিড়ে উপচে পড়ে ভ্যাঙ্কুভার, নিউ ইয়র্কে। ইং‌রেজি সাহিত্যের এই স্নাতক কবিতারও দীক্ষিত পাঠক। সত্যজিৎ রায়ের ছবির একনিষ্ঠ ভক্ত। এ হেন হ্যারল্ড ই ভারমাস-এর আরও একটি পরিচয় রয়েছে! সেটিই মূল পরিচয়, যার সূত্রেই তিনি দীর্ঘদিন পরে তাঁর প্রিয় শহর কলকাতায় পা রাখছেন আগামী শনিবার। ক্যানসারের জিনগত গবেষণায় ১৯৮৯ সালের নোবেল পুরস্কারজয়ী বিজ্ঞানী তিনি! কলকাতায় আসছেন মেঘনাদ সাহার ১২৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে ৫৪তম মেঘনাদ সাহা স্মারক বক্তৃতা দিতে। যার বিষয়, '৫০ বছরের ক্যানসার গবেষণা— এ কাল এবং সে কাল।' পাশাপাশি, কল্যাণীতে 'ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্স'-এও ক্যানসার গবেষণার পর্বান্তর সংক্রান্ত বক্তৃতা দেওয়ার কথা তাঁর। ১৯৬২ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক হওয়ার পরে হ্যারল্ড ভেবেছিলেন, এ বার একটু অন্য কিছু করে দেখা যাক! ভর্তি হয়েছিলেন মেডিক্যাল স্কুলে। কলম্বিয়া ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টার, ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (যেখানে পরে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময় তিনি ডিরেক্টরের পদে ছিলেন) এবং সান ফ্রান্সিসকো বি

নোটবন্দি ডেকে এনেছিল কারাবাসের দুঃস্বপ্ন

Image
'অচ্ছে দিন!' শুনেই প্রবল হাসি বৃদ্ধের। মিনিট খানেক পরে হাসি থামিয়ে বললেন, ''নরেন্দ্র মোদী নোট বাতিল করলেন আর আমায় জেলে যেতে হল! নোট বাতিল আমার কাছে অচ্ছে দিন নয়, শুধুই লজ্জার দিন।'' ২০১৬ সালের ৯ নভেম্বর। দিনটা ভুলতে পারেন না কলেজ স্ট্রিটের রাধানাথ মল্লিক লেনের বাসিন্দা সত্তরোর্ধ্ব বিজয় শীল। নগর দায়রা আদলতের নির্দেশে ওই দিন স্ত্রীর খোরপোশের ২ লক্ষ ২৫ হাজার টাকা মেটানোর কথা ছিল তাঁর। টাকার ব্যবস্থা করেও ফেলেছিলেন তিনি। কিন্তু আগের দিন, ৮ নভেম্বর রাতে পুরনো ৫০০ এবং এক হাজার টাকার নোট বাতিল করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাতিল হওয়া নোটের বিনিময়ে রাতারাতি ওই পরিমাণ নতুন নোট জোগাড় করতে পারেননি। এ দিকে টাকাটা নির্দিষ্ট দিনে না দিয়ে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে বলে বিজয়বাবুকে জেলে পাঠান বিচারক। টানা ১৭ দিন জেলে থেকে হাইকোর্ট থেকে জামিন পান বিজয়বাবু। পরে বহু কষ্টে পরিবারের সকলের সাহায্যে নতুন নোটে স্ত্রীর খোরপোশের টাকা মেটান তিনি। সে‌ই হেনস্থার দু'বছরের মাথায় বুধবার বাড়িতে বসে বৃদ্ধ বললেন, ''সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে কার ভাল হয়েছে জানি না।

চালক ছাড়াই ১১০ কিমি বেগে এক ঘণ্টা ছুটল ট্রেন! থামল ‘দুর্ঘটনা’ ঘটানোর পর

Image
ট্রেন থেকে কাজে নেমেছিলেন চালক। আচমকাই গড়াতে শুরু করল ট্রেন! দৌড়ে ট্রেনের কাছে ফিরে আসার আগেই গতি এমন বেড়ে গেল যে, কেবিনে উঠতেই পারলেন না চালক। এরপর চালক ছাড়াই প্রায় ১১০ কিলোমিটার গতিতে এক ঘণ্টা ধরে ছুটল সেই ট্রেন। অবশেষে লাইনচ্যুত করে কৃত্রিম 'দুর্ঘটনা' ঘটিয়ে থামানো হল সেই ট্রেন। সোমবার এমনই নজিরবিহীন 'দুর্ঘটনা' ঘটেছে অস্ট্রেলিয়ায়। ২৬৮ ওয়াগনের ওই মালবাহী ট্রেনটির প্রায় পুরোটাই ক্ষতিগ্রস্ত। লাইনের ক্ষতি হয়েছে প্রায় দেড় কিলোমিটার। তবে প্রাণহানির কোনও খবর নেই। যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ শুরু করেছেন কর্মীরা। ওই ট্রেনটি চালায় অস্ট্রেলিয়ার বিখ্যাত খনিজ উত্তোলনকারী সংস্থা বিএইচপি। এই সংস্থার আরও তিনটি পণ্যবাহী ট্রেন রয়েছে। মূলত খনি অঞ্চল থেকে বন্দরে কাঁচামাল নিয়ে যাওয়ার কাজ চলে ওই ট্রেনগুলিতে। সংস্থার তরফে জানানো হয়েছে, চালক একটি সাইট পরিদর্শনের জন্য ট্রেন থেকে নেমেছিলেন। কিন্তু আচমকাই ট্রেনটি চলতে শুরু করে। চালকবিহীন অবস্থায় দ্রুতগতিতে চলতে শুরু করার খবর পাওয়ার পরই চূড়ান্ত তৎপরতা শুরু হয়। পশ্চিম অস্ট্রেলিয়ায় সংস্থার পিলবারা সাইটের কাছে পোর্ট হেলল্যান

যৌন নিরাপত্তার বার্তা এ বার স্কুলখাতায়

Image
ছোটদের যৌন নির্যাতনের বিপদ, বাল্যবিবাহ বা নানা টোপে পাচারের খাঁড়া নিয়ে সতর্কতার নির্দেশ এ বার উঠে আসছে স্কুলের খাতার মলাটে। পরের শিক্ষাবর্ষে, আগামী জানুয়ারিতেই রাজ্যের সব সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে এই খাতা নিখরচায় বিলি করা হবে।  গত বছরেই সব স্কুলপড়ুয়ার হাতে কয়েকটি খাতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেই সব খাতার মলাটে পড়ুয়াদের জন্য কী কী বার্তা দেওয়া যেতে পারে, সেই বিষয়ে বৈঠক ডেকেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা দফতরের এক কর্তা জানান, গোড়ায় ভাবা হয়েছিল, স্কুলপড়ুয়াদের জন্য প্রাসঙ্গিক সরকারি প্রকল্পগুলির কথা খাতার মলাটে তুলে ধরা হবে। পরে ঠিক হয়, শিশু সুরক্ষার খুঁটিনাটি বা ছোটদের উপরে গুরুতর সব বিপদের অভিঘাত নিয়েও সচেতনতা  প্রচার করা হবে ওই সব খাতায়। ''খাতার মলাটে কী লেখা থাকবে, তা ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলশিক্ষা দফতরের বিশেষজ্ঞ কমিটিকে,'' বলেন ওই কর্তা। স্কুলশিক্ষা দফতর সূত্রের খবর, গত বারের তুলনায় খাতার সংখ্যা বাড়ছে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির তিন কোটি ৪০ লক্ষ ৩৩ হাজার ৮৮৬ জন পড়ুয়ার জন্য খাতার বন্দোবস্ত হচ্ছে। নবম থেকে দ্

চিনা লগ্নি নয় পদ্মা সেতুতে, খুশি দিল্লি

Image
ভোটের মুখে পদ্মা সেতু নির্মাণের জন্য চিনের আর্থিক সাহায্যের প্রস্তাব ফিরিয়ে দিল বাংলাদেশের শেখ হাসিনা সরকার। কূটনৈতিক সূত্রের খবর— নেপাল, শ্রীলঙ্কা এবং মলদ্বীপের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলির চিনা ঋণের ফাঁদে জড়িয়ে পড়ার দৃষ্টান্ত সামনে রয়েছে। ফলে ঝুঁকি নেয়নি বাংলাদেশ। বাংলাদেশ সরকারের সূত্রে বলা হচ্ছে, এই প্রকল্পের জন্য কোনও আন্তর্জাতিক লগ্নি নেওয়া হচ্ছে না। বাংলাদেশের নিজস্ব বাজেট থেকেই এই গুরুত্বপূর্ণ সড়ক ও রেলসেতু নির্মাণের ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে বলে আগেই ঘোষণা করা হয়েছে। এর ফলে ঋণের ফাঁদে জড়িয়ে পড়তে হবে না। সরকারি ভাবে এই নিয়ে অবশ্য কোনও মন্তব্য করছে না নয়াদিল্লি। বলা হচ্ছে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত কোনও মতামত দিতে পারে না। কিন্তু বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সাহসী সিদ্ধান্তে খুশি সাউথ ব্লক। ভারতের সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলিকে অর্থ দিয়ে কার্যত কিনে নিচ্ছে চিন— এই অভিযোগ কান পাতলেই শোনা যাচ্ছে কূটনৈতিক অলিন্দে। বাংলাদেশের বিভিন্ন পরিকাঠামো প্রকল্পে চিনের উপস্থিতি ভারতের থেকে বেশি ছাড়া কম নয়। সম্প্রতি এমন আশঙ্কাও ভারতের গোয়েন্দা