শিঘ্রই ভারতে আসছে Samsung Galaxy A9


সম্প্রতি মালোয়েশিয়ায় লঞ্চ হয়েছে Samsung Galaxy A9। Galaxy A9 এর প্রধান আক্রররষণ ফোনের পিছনের চারটি ক্যামেরা। এই প্রথম কোন স্মার্টফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছিল। এবার ভারতে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন।

তবে ভারতে কবে Galaxy A9 ফোন লঞ্চ হবে তা জানায়নি Samsung। ইতিমধ্যেই ভারতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এই স্মার্টফোন দেখা গিয়েছে। আশা করা হচ্ছে ভারতে ৪০,০০০ টাকা দামের আশেপাশে লঞ্চ হবে Galaxy A9। সম্প্রতি লঞ্চ হওয়া OnePlus 6T ফোনের সাথে প্রতিযোগিতায় ভারতে এই স্মার্টফোন লঞ্চ করবে স্যামসাং।

Samsung Galaxy A9 ফোনে রয়েছে একটি ৬.৩ ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি অজানা অক্টাকোর প্রজেসার। সাথে থাকবে 6GB/ 8GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত বাড়ইয়ে নেওয়া যাবে এই ফোনের স্টোরেজ।

Samsung Galaxy A9 ফোনের প্রধান আকর্ষন ফোনের রিয়ার ক্যামেরা। ছবি তোলার জন্য Galaxy A9 এর পিছনে থকছে চারটি ক্যামেরা। ২৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারে থাকছে f/1.7 অ্যাপারচার। ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্সে থাকবে f/2.4 অ্যাপারচার। এই লেন্সে 2x অপ্টিকাল যুম পাওয়া যাবে। এছাড়াও রয়েছে একটি 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর একটি ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Samsung Galaxy A9 এ থাকছে একটি ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

কোম্পানি জানিয়েছে Samsung Galaxy A9ফোনে চলবে Android Oreo অপারেটিং সিস্টেম। ফোনের ভিতরে থাকছে একটি 3800 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য Galaxy A9এ রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac (2.4/5GHz), VHT80 MIMO, Bluetooth v5.0, ANT+, USB Type-C port, NFC।