Posts

Showing posts from March 12, 2019

‌‌পুরী নয়, বারাণসী থেকেই প্রার্থী হচ্ছেন মোদি

Image
২০১৯–এর লোকসভা ভোটে নাকি পুরী থেকে প্রার্থী হবেন মোদি। এমনই জল্পনা শোনা গিয়েছিল। সে জল্পনায় জল ঢেলে বিজেপি সূত্র দাবি করেছে বারাণসী থেকেই প্রার্থী হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই মোদি কোথা থেকে প্রার্থী হবেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অনেকেই মনে করছিলেন বারাণসী ছেড়ে এবার পুরী ধাম থেকে প্রার্থী হতে চলেছেন তিনি। কিন্তু বিজেপির সংসদীয় দল মোদিকে বারাণসী থেকে প্রার্থী করাতেই বেশি আগ্রহী। বারাণসীর ক্ষেত্রে যে কোনও বদল হচ্ছে না তা নিশ্চিত। কিন্তু দ্বিতীয় কেন্দ্রটি কী হবে এই নিয়ে রয়েছে ধন্ধ। কারণ ২০১৪ সালের লোকসভা ভোটে বারাণসী ছাড়াও গুজরাটের ভদোদরা থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। এবার ভদোদরা  না পুরী কোন কেন্দ্র থেকে তিনি প্রার্থী হবেন সেটা নিয়ে দ্বিমত দেখা দিয়েছে। তবে গুজরাট যে মোদি কোনও মতেই ছাড়তে রাজি হবেন না সেকথা বিজেপিই বুঝিয়ে দিয়েছে। রাজনীতিকরা মনে করছেন যেখানে বিজেপির তেমন প্রভাব নেই সেরকম কোনও জায়গা থেকে মোদিকে প্রার্থী করার ঝুঁকি এবার আর নেবে না বিজেপি। কারণ চারটি রাজ্যের বিধানসভা ভোটে বিজেপি দাঁত ফোটাতে পারেনি। উল্টে বিপুল ভোটে হেরেছে। সেকারণেই

৯ মাস পর ফের রিয়াল মাদ্রিদের কোচের পদে ফিরছেন জিনেদিন জিদান

Image
নিজেই চাকরি ছেড়ে দিয়েছিলেন জিনেদিন জিদান। হিসাব মতো ঠিক নয় মাস আগে। তাঁর ঠিক পরপরই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিদায়। এই জোড়া ধাক্কা যে সামাল দিয়ে ওঠা যায়নি, ৩১ মে ২০১৮-র (যেদিন জিদান বিদায় নিয়েছিলেন) পর থেকে রিয়ালের পারফরম্যান্সের গ্রাফ সেকথাই বলছে। না হলে যে দলটা টানা ১০০০ দিন চ্যাম্পিয়ন্স লিগ দখলে রেখেছিল, তারাই কিনা এবার কোয়ার্টার ফাইনালেই যেতে পারল না। অতএব, সেই জিনেদিন জিদানেরই শরণাপন্ন হতে হল রিয়ালকে। রোনাল্ডোকে ফেরানোর চেষ্টা যে রিয়াল করবে না, এটা স্পষ্ট। কিন্তু, জিদানের বিকল্প যে ক্লাবে নেই সেটাই সোমবার ঘুরিয়ে ফিরিয়ে বলা হল ক্লাবের তরফে। সোমবার ভারতীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ স্প্যানিশ মিডিয়া জানায়, পুরনো ক্লাবের প্রস্তাবে অবশেষে রাজি হয়েছেন জিদান। তার আগে স্যান্টিয়াগো সোলারিকে সকালের প্র‌্যাকটিস সেশনেই জানিয়ে দেওয়া হয়, সিনিয়র দলের কোচ হিসাবে এটাই তাঁর শেষ সেশন। শুধু ফারাক হল কোচের নামে। একদিন আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল, সোমবার রাতেই নতুন কোচের নাম ঘোষণা করবে রিয়াল। কারণ, জিদান দায়িত্ব ছাড়ার পর লোপেতেগি কোচ হিসাবে সাফল্য পাননি। তাঁর জায়গায় জুনিয়র দল থেকে স্টপ-গ্

দুর্ঘটনার জের, ‘অপয়া’ বোয়িং ৭৩৭-কে বসিয়ে দিচ্ছে দশ দেশ

Image
পাঁচ মাসে দু'টি বিমান দুর্ঘটনা। একটি ২০১৮-র অক্টোবরে। ঘটনাস্থল ইন্দোনেশিয়া। মৃত ১৮৯ জন। অন্যটি রবিবার। আন্তর্জাতিক সময় সকাল ৫টা ৪৪ মিনিটে। ইথিওপিয়ায়। মৃত ১৫৭ জন আরোহী। দু'ক্ষেত্রেই দুর্ঘটনাগ্রস্ত বিমান মার্কিন বিমান সংস্থা বোয়িংয়ের তৈরি। দু'টি ক্ষেত্রেই দুর্ঘটনাগ্রস্ত বিমানের মডেল নম্বর এক–বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট। বোয়িং এযাবৎ যত রকম বিমান তৈরি করেছে, তার মধ্যে এই ৭৩৭ বিমানেরই চাহিদা আর উৎপাদন সবচেয়ে বেশি। জোড়া ইঞ্জিন, কম খরচে পরিচালনা, আর ওজনে হালকা–এই তিন গুণের জন্যই বিশ্বের সমস্ত লো-কস্ট বিমান পরিবহণ সংস্থাগুলির পছন্দ এই ৭৩৭ বিমান। দুর্ঘটনাগ্রস্ত বিমান ৭৩৭ ম্যাক্স এইট ওই ৭৩৭ বিমানেরই আধু্‌নিক এবং চতুর্থ প্রজন্মের সংস্করণ। যাকে আপাতত অনির্দিষ্টকালের জন্য বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রায় দশটি দেশ। এদের মধ্যে রয়েছে ইথিওপিয়া, চিন, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, মরক্কো এবং ক্যারিবীয় বিমান সংস্থাগুলি। যদিও রবিবারের দুর্ঘটনা এবং তার পাঁচ মাস আগের বিমান দুর্ঘটনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। বেশিরভাগ দেশই আর ভরসা করতে পারছে না বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট বিমানের উপর। যাত্রীদের প

ঋষিকেশের যোগগুরুর ক্যাম্পে একাধিকবার ধর্ষণ! চাঞ্চল্য বিদেশিনীকে ঘিরে

Image
ফের একবার ধর্ষণের ঘৃণ্য ঘটনা উঠে এল এদেশে। এবার উত্তরাখণ্ডের ঋষিকেশে একটি যোগ ক্যাম্পে ঘটে গেল এই ঘটনা। সেখানে এক বিদেশিনীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৩১ বছর বয়সী স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা হেমন্ত থাপিয়ালের বিরুদ্ধে অভিযোগ , এক যোগ ক্যাম্পে আলাপ হওয়া এক মহিলাকে ধর্ষণ করেছে সে। যোগ ক্যাম্পে আলাপ হওয়া ওই কেনিয়ার মহিলাকে নিয়ে স্থানীয় বিভিন্ন জায়গা ঘোরাতে নিয়ে যায় হেমন্ত। আর ঘোরানোর সময় এক জবলপ্রপাতের কাছে নিয়ে গিয়ে এই বিদেশিনীকে হেমন্ত ধর্ষণ করে বলে অভিযোগ। নিজেকে ট্যুর গাইড হিসাবে পরিচয় দেওয়া হেমন্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ , হেমন্ত একাধিকবার ধর্ষণ করেন ওই বিদেশিনীকে। এরপরই কোনও মতে সেখান থেকে পালিয়ে পুলিশের দ্বারস্থ হন কেনিয়ার বাসিন্দা ওই মহিলা। গোটা ঘটনায় তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

আসছে জিও গিগাফাইবার কানেকশান: সব অজানা তথ্য

Image
২০১৮ সালের বার্ষিক সাধারন সভায় জিওর ব্রডব্যান্ড সার্ভিস গিগাফাইবারের ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি। ইতিমধ্যেই ২০১৯ সাল শুরু হয়েছে। ইন্ডিয়া টুডেতে প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে সারা ভারতে একাধিক যায়গায় বিনামূল্যে গিগাফাইবারের ট্রায়াল শুরু হয়েছে। মুম্বাই ও দিল্লিয়ে কয়েক হাজার গ্রাহক ইতিমধ্যেই বিনামূল্যে জিও গিগাফাইবার ব্যবহার শুরু করেছেন। গিগা ফাইবার জিওর ফাইবার টু হোম ব্রডব্যান্ড সার্ভিস। এই সার্ভিসে গ্রাহকের বাড়িত্তে ব্রডব্যান্ড কানেকশানের সাথে যাবে গিগা টিভি আর স্মার্ট হোম পরিষেবা। গিগা টিভি সেট টপ বক্স ব্যবহার করে গিগাফাইবারের মাধ্যমে গিগা টিভি দেখা যাবে। গিগাফাইবার কানেকশানে সর্বোচ্চ 1Gbps স্পিডে ডাটা ট্রান্সফার হবে। আলাদা কোম্পানি হিসাবে কোম্পানির ফাইবার সম্পত্তির হাত ধরে কোম্পানির ব্যালেন্স শিটের হিসাব মেলাতে চাইছে কোম্পানি। দেখে নিন এই সংক্রান্ত সব তথ্য। ১। লগ্নিকারি খুঁজতে সিটি, আইসিআইসিআই এর মতো ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ইতিমধ্যেই কাজ শুরু করেছে। আমেরিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ায় এই কাজ চলছে। ২। কোম্পানির ফাইবার সম্পত্তির পরিমান ৬০০ থেকে ৮০০ কোটি ডলার। ৩। আগামী আর্থিক বছরে এই কাজ শেষ

লোকসভা নির্বাচন ২০১৯: তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা

Image
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তৃণমূলের অন্দরের খবর, এদিন বিকেল সাড়ে ৩টে নাগাদ ২০১৯ লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় খতিয়ে দেখেছেন দলনেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, সাংসদ হিসেবে পারফর্ম্যান্স, কোন সাংসদ তাঁর নিজের লোকসভা কেন্দ্রে কতটা কাজ করেছেন, দলের হয়ে কতখানি কাজ করেছেন, কার জনসংযোগ কতটা, মানুষের কাছে কার গ্রহণযোগ্যতা কেমন, স্বচ্ছ ভাবমূর্তি প্রভৃতি মাপকাঠির নিরিখেই নির্বাচন করা হচ্ছে প্রার্থী। 'তারকা প্রার্থী' নয়, বরং রাজনৈতিক ব্যক্তিত্বকে-ই এবার প্রার্থী নির্বাচনে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একনজরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা: কে ছিলেন, কে হতে পারেন? কোচবিহার ছিলেন-পার্থপ্রতিম রায়       সম্ভাব্য- পার্থপ্রতিম রায়/বংশীবদন বর্মন আলিপুরদুয়ার ছিলেন- দশরথ তিরকে         সম্ভাব্য-  দশরথ তিরকে জলপাইগুড়ি ছিলেন-বিজয় বর্মন সম্ভাব্য- বিজয় বর্মন দার্জিলিং ছিলেন- বাইচুং ভুটিয়া সম্ভাব্য- অমর রাই রায়গঞ্জ ছিলেন- সত্যরঞ্জন দাসমুন্সি সম্ভাব্য- কানহাইয়ালাল আগরওয়াল বালুরঘাট ছিল

বিমানবন্দরে পড়ে রইল শিশু, মাঝ আকাশে মা, হূলস্থূল কাণ্ড সৌদিতে

Image
সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে ঘটনাটি ঘটেেছে। শিশু পড়ে রয়েছে টার্মিনালে। মাঝ আকাশে সম্বিত ফিরল মায়ের। তা নিয়ে হূলস্থূল কাণ্ড। শেষমেশ যাত্রী সমেত বিমান ফিরিয়ে আনতে হল। সৌদি আরবের জেড্ডার আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা। শনিবার সেখান থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেয় সৌদি আরব এয়ারলাইন্সের এসভি৮৩২ বিমানটি। উড়ানের কিছু ক্ষণ পর আচমকাই চিত্কার চেঁচামেচি জুড়ে দেন এক মহিলা। বিমানকর্মীদের তিনি জানান, সন্তানকে নিয়ে মালয়েশিয়া যাওয়ার কথা তাঁর। সেই মতো টার্মিনালে অপেক্ষা করছিলেন। কিন্তু বিমান ছাড়ার ঘোষণা হতে তাড়াহুড়োয় শিশুটিকে নিতে ভুলে যান তিনি। খেয়াল হয় উড়ানের পর। আরও পড়ুন: মোদীর 'ঘরে'ই আজ কংগ্রেসের বৈঠক, এই প্রথম বক্তৃতা করবেন প্রিয়ঙ্কা!​ ওই মহিলার কথায় শোরগোল পড়ে যায় বিমানে। পাইলটের কাছেও খবর পৌঁছয়। তড়িঘড়ি এয়ার ট্রাফিক কন্ট্রোলরুমে যোগাযোগ করেন তিনি। বিমান ফিরিয়ে নিয়ে যেতে আর্জি জানান। জরুরি অবস্থায় বিমান ফিরিয়ে নিয়ে যাওয়ার ঘটনা যদিও নতুন নয়। তবে কোনও যাত্রী নিজের সন্তান ভুলে গিয়েছেন বলে বিমানবন্দরে ফিরে যাওয়ার ঘটনা প্রথম। কী করা উচিত বুঝে উঠতে পারেননি

শুক্রবার থেকেই রাজ্যে নামছে কেন্দ্রীয় বাহিনী

Image
নির্বাচন ঘোষণার পাঁচ দিনের মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামতে চলেছে। সোমবার কমিশন সূত্রের খবর, আগামী শুক্রবার রাজ্যে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১০টি কোম্পানি পৌঁছচ্ছে। তাদের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং কলকাতায় মোতায়েন করা হবে। ওই বাহিনী এলাকায় টহলদারি করবে।   লোকসভা ভোটে এ রাজ্যের জন্য মোট কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কাজে লাগানো হবে, তা সোমবার রাত পর্যন্ত নিশ্চিত করে জানাতে পারেনি নির্বাচন কমিশনের সূত্র। তবে কমিশনের এক কর্তা এ দিন বলেন, ''এটি বাহিনীর প্রথম দফা। ধাপে ধাপে আরও বাহিনী আসবে।''  কমিশনের খবর, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, উত্তর ২৪ পরগনার দেগঙ্গা, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এবং কুলতলি, মুর্শিদাবাদের মালদহ লাগোয়া এলাকা, বিহার লাগোয়া মালদহ, ওড়িশা লাগোয়া পূর্ব মেদিনীপুর, দুমকা লাগোয়া বীরভূম, পশ্চিম বর্ধমানের আসানসোল এবং কলকাতায় এক কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হবে। কমিশন সূত্রের মতে, এই এলাকাগুলিতে আগে গোষ্ঠীসংঘর্ষের ঘটনা ঘটেছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটার

চাই ১০০০ ঘণ্টা ওড়ার অভিজ্ঞতা, তবেই ওড়ানো যাবে ৭৩৭ ম্যাক্স, নির্দেশিকা ডিজিসিএ-র

Image
ভারতীয় এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানগুলোর ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নিল ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ পাইলট এবং কো-পাইলটই একমাত্র এই বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চালাতে পারবেন, ডিজিসিএ-র পক্ষ থেকে সমস্ত ভারতীয় বিমান সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে এই নির্দেশ। রবিবারের ইথিওপিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়।পর দিন অর্থাৎ সোমবারই জরুরি বৈঠকে বসেন ডিজিসিএ-র কর্তারা। কারণ ভারতীয় দুই বিমান সংস্থা জেট এয়ারওয়েজ এবং স্পাইসজেটও বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চালায়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বৈঠকের পরই ডিজিসিএ-র ওই সিদ্ধান্ত। অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ পাইলট বলতে কী বোঝায়? ডিজিসিএ-র পক্ষ থেকে জানান হয়েছে, যদি স্পাইসজেট এবং জেট এয়ারওয়েজকে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চালাতে হয়, তাহলে ন্যূনতম ১০০০ ঘণ্টা বিমার ওড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন কোনও পাইলটকেই চালানোর দায়িত্ব দিতে হবে। সঙ্গে যিনি কো-পাইলট থাকবেন, তাঁর ন্যূনতম ৫০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ৭৩৭ ম্যাক্স বিমানের রক্ষণাবেক্ষণের জন্য যা যা প্রয়োজনীয় গাইডলাইন রয়েছে, সেগুলো সবই পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে

ব্যাঙ্কে ১০ লাখ পড়লেই নির্বাচন কমিশনের নজরে

Image
এক লপ্তে ১০ লক্ষ টাকা জমা পড়লেই নির্বাচন কমিশনের নজরদারিতে চলে আসবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ভোট ঘোষণার পরে কমিশন জেলাশাসকদের এমনই নির্দেশ পাঠিয়ে ব্যাঙ্কগুলিতে সতর্ক করে দিতে বলেছে। এ ছাড়াও মদ-বন্দুকের লাইসেন্স নিয়ন্ত্রণ, সরকারি ওয়েবসাইট থেকে নেতা-মন্ত্রীদের ছবি সরানো বা জেলা ধরে ধরে সুষ্ঠ ভোট পরিচালনা করার বাধা বিপত্তি কী কী, তা সাত দিনের মধ্যে কমিশনকে জানাতে হবে জেলাশাসকদের। নির্বাচন ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে জেলাশাসকদের কী কী কাজ করতে হবে সে সম্পর্কে ২৩ দফা নির্দেশ পাঠিয়েছে নির্বাচন সদন। কমিশনের এক কর্তার বক্তব্য, ''নির্বাচন প্রক্রিয়ার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতেই জেলাশাসকদের এই সব নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।'' সোমবার সকাল থেকে তা বাস্তবায়িত করতে জেলাশাসকরা ব্যস্ত হয়ে পড়েছেন বলে নবান্ন সূত্রের খবর।  কমিশন সূত্রের খবর, জেলাশাসকদের ব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে হবে। কোনও অ্যাকাউন্টে ১০ লাখ টাকা জমা পড়লেই তা কমিশনের নজরদারিতে চলে যাবে। ইচ্ছুক প্রার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য অগ্রাধিকার দিতে হবে। সেই সঙ্গে এটিএম ভ্যানে নগদ নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বিশে

ঠিক সময়ে ফল উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের

Image
নির্বাচনের বিষয়টি মাথায় রেখেই পরীক্ষার ব্যবস্থা হয়েছে। তাই রাজ্যে সাত দফায় লোকসভার ভোটের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা পিছোবে না। ঠিক সময়েই ফল বেরোবে বলে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা সোমবার জানিয়ে দিয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এ বার কিছু আগেই নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। মাধ্যমিক শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারি। কাল, বুধবার শেষ হচ্ছে উচ্চ মাধ্যমিক। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়। এ বারেও হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস এ দিন বলেন, ''সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ১০ জুনের মধ্যে ফল প্রকাশ করার কথা। গত বছর ২ জুন ফল ঘোষণা করা হয়েছিল। এ বারেও দেরি হবে না।'' তাঁর ব্যাখ্যা, পরীক্ষা এ বার আগে নেওয়া হয়েছে। ভোটের কথা মাথায় রেখেই পরীক্ষার পরবর্তী কাজের পরিকল্পনা করা হয়েছে। তাই ফল ঘোষণায় দেরির কারণ নেই। স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণির প্রথম পর্যায়ের পর্যায়ভিত্তিক পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে হওয়ার কথা। ভোটের জন্য তা পিছোতে হবে বলেই মনে করছে শিক্ষা শিবির। ২০১৬ সাল

চেনা মুখই কি ভরসা তৃণমূলের, মমতার বাড়িতে আজ দলের নির্বাচনী কমিটির বৈঠক

Image
মঙ্গলবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের নির্বাচনী কমিটির বৈঠক। তার পরেই তৃণমূল নেত্রী প্রার্থী তালিকা প্রকাশ করবেন। বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া পুরনোদের নিজের নিজের আসনে রেখেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল। আজ, মঙ্গলবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের নির্বাচনী কমিটির বৈঠক। তার পরেই তৃণমূল নেত্রী প্রার্থী তালিকা প্রকাশ করবেন। সোমবার নবান্নে সাংবাদিকদের এ কথা জানিয়ে তিনি বলেন, ''আমরা মনে করি, মঙ্গলে ঊষা বুধে পা যথা ইচ্ছা তথা যা।''  কিছুদিন আগেই নজরুল মঞ্চের দলীয় বৈঠকে তৃণমূলনেত্রী বলেছিলেন, কয়েকটি আসনে সমস্যা রয়েছে। কথা বলে তা মিটিয়ে নেওয়া হবে। কয়েকটি কেন্দ্রে তৃণমূলের নতুন প্রার্থী যে অনিবার্য, তা স্পষ্ট। যেমন মাসখানেক আগে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-বিজেপিতে যোগ দেওয়ায় সেই আসনে নতুন প্রার্থী আসবেন। ওই সংরক্ষিত আসনে জেলারই এক বিধায়কের নাম জল্পনার প্রথম সারিতে। দল থেকে সাসপেন্ড হওয়া বোলপুরের তৃণমূল সাংসদ অনুপম হাজরার বদলে নাম শোনা যাচ্ছে বীরভূমেরই প্রাক্তন এক কংগ্রেস বিধায়ককে। বহরমপুরে কংগ্রেসের হেভিওয়েট সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণ

‌রাতারাতি নোট বাতিলের সিদ্ধান্তে আপত্তি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক, আরটিআইয়ে উঠে এলো সত্যি

Image
মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে যে সম্মতি ছিল না রিজার্ভ ব্যাঙ্কের। এতদিনে প্রকাশ্যে এলো সেই সত্যিটা। একটি আরটিআইয়ের প্রেক্ষিতে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে নোট বাতিল ঘোষণা করার এক সপ্তাহ পর এই নিয়ে নিজের মতামত জানিয়েছিল আরবিআই। অর্থাৎ ৮ নভেম্বর রাতে নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এক সপ্তাহ পর ১৬ নভেম্বর নোট বাতিল নিয়ে নিজের মতামত সরকারকে জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। আরও বিস্ফোরক তথ্য উঠে এসেছে নোট বাতিল ঘোষণার আড়াই ঘণ্টা আগে এই নিয়ে আলোচনা করতে মোদি রিজার্ভ ব্যাঙ্কের বোর্ডের সঙ্গে বৈঠক করেছিলেন। রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন ছাড়াই ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার জেরে রাতারাতি দেশের ৮০ শতাংশ অর্থ অচল হয়ে পড়েছিল। প্রায় থমকে গিয়েছিল দেশের অর্থনীতি। এই ঘোষণার এক সপ্তাহ পর ১৬ নভেম্বর নোট বাতিল নিয়ে নিজের মতামত রিজার্ভ ব্যাঙ্ক সরকারকে জানায়। জনস্বার্থের কথা ভেবেই মোদির এই সিদ্ধান্তে সম্মতি জানানো হয়েছিল বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক। নোট বাতিল নিয়ে বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের বোর্ডের সদস্যরা মোদিকে দেশের অর্থনৈতিক ব

‌নির্বাচনী প্রচারে শবরীমালা ইস্যু করা যাবে না, কড়া নির্দেশিকা কেরলের নির্বাচনী আধিকারিকের

Image
সেনা বাহিনীর ছবি ব্যবহার করে নির্বাচনী প্রকারের উপর আগেই নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। গোটা দেশ জুড়ে নির্বাচনী আচরণ বিধি জারি হয়ে যাওয়ার পর শবরীমালা নিয়ে নির্দেশিকা জারি করল কেরলের নির্বাচন কমিশন।  কেরলেন মুখ্য নির্বাচনী আধিকারিক টিআর মিনা কড়া নির্দেশিকা জারি করে জানিয়েছেন, কোনও রাজনৈতিক দলই শবরীমালাকে প্রচারের স্বার্থে ব্যবহার করতে পারবেন না। যে রাজনৈতিক দল শবরীমালাকে ইস্যু করে ভোটারদের কাছে ভোট চাইতে যাবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।  শীর্ষ আদালতের রায় নিয়ে কোনও রকম রাজনৈতিক প্রচার কঠোরভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে বিবেচিত হবে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই এই নির্দেশিকা জারি করেছেন তিনি। কেরলে ভোট হবে এক দফায়। ভোটের রেজাল্ট বেরোনো না পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি।   ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে শীর্ষ আদালত। তৎকালীন প্রধান বিচারপতি নির্দেশিকা জারি করে বলেছেন, সব বয়সের মহিলারাই শবরীমালার আইয়াপ্পাস্বামীর মন্দিরে প্রবেশ করতে পারবেন। তারপর থেকে শীর্ষ আদালতের নির্দেশ কার্যকর করতে

এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে ফাঁস পাকিস্তানের দ্বিচারিতা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Image
পাক ভূমিতে ঢুকে ভারতীয় বায়ুসেনার জঙ্গি প্রশিক্ষণ শিবির গুঁড়িয়ে দিয়ে আসার পরের দিনই সীমান্ত অতিক্রম করে ভারতের মিলিটারি ইনস্টলেশনকে টার্গেট করে পাকিস্তান৷ ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতে যা ভেঙে পড়ে পাক অধিকৃত কাশ্মীরের ভিমবের গলি এলাকায়৷ নয়াদিল্লির অভিযোগ, আমেরিকার সঙ্গে হওয়া চুক্তি ভেঙে ভারতের বিরুদ্ধে এফ-১৬ যুদ্ধবিমানকে ব্যবহার করেছে রাওয়ালপিণ্ডি৷ যা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অস্বীকার করে ইমরান প্রশাসন ও পাক সেনা৷ কিন্তু এবার প্রকাশ্যে এসেছে এমন এক চাঞ্চল্যকর তথ্য, যা আন্তর্জাতিক মহলের সামনে আরও একবার পাকিস্তানের মুখোশ খুলে দিতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের৷ জাতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র তদন্তে উঠে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্য৷ যেখানে বলা হয়েছে, অন টেপ পাক প্রশাসন ও ভিমবের গলি এলাকার বাসিন্দারা স্বীকার করেছেন, কেবল জঙ্গি প্রশিক্ষণ শিবির'ই নয়, ভারতীয় সেনার প্রত্যাঘাতে ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁদের এফ-১৬ যুদ্ধবিমানও৷ এমনকী, কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভিমবের এলাকার ওই অংশ, যেখানে এফ-১৬ যুদ্ধবিমান ভেঙে পড়েছে বলে দাবি তুলেছে ভারত৷ জানা গিয়েছে, সত্যতা যাচাই করতে ভিমবের এল

দীপাবলির আগেই ধামাকা অফার নিয়ে ই-কমার্স দুনিয়ায় প্রবেশ করছেন মুকেশ আম্বানি

Image
২০১৯ সালের দীপাবলী ভারতবাসীর কাছে অন্য রকম হতে চলেছে। দীপাবলির ঠিক আগেই বাম্পার সেল নিয়ে ই-কমার্স দুনিয়ায় প্রবেশ করবেন ভারতের এক নম্বর শিল্পপতি মুকেশ আম্বানি। গোটা দেশে মোট ই-কমার্স ব্যবহার ৩০ শতাংশ দীপাবলির সময় হয়। তাই এই সময়ে বাজারে আসার সিদ্ধান্ত নিয়েছেন মুকেশ। দীপাবলির ঠিক আগেই ই-কমার্স সার্ভিস লঞ্চ করবে রিলায়েন্স ইন্ডাট্রিজ লিমিটেড। এই মুহুর্তে ভারতের বাজারে অ্যামাজন ও ফ্লিপকার্টের মধ্যে প্রতিযোগিতা চললেও ই-কমার্স দুনিয়ায় রিলায়েন্সের প্রবেশ নিঃসন্দেহে দীপাবলির আগে প্রতিযোগিতা আরও কঠিক করে তুলবে। সম্পূর্ণ নতুন মডেলে ভারতের ই কমার্স জগতে পা রাখতে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সম্প্রতি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি সম্পূর্ণ নতুন মডেলের এই ই-কমার্স পরিষেবা লঞ্চের ঘোষণা করেছে। তিনি জানিয়েছেন নতুন মডেলের কয়েক কোটি গ্রাহক ও দোকানদার লাভবান হবেন। " সারা দেশে 3 কোটি দোকানদার এই পরিষেবার ফলে উপকৃত হবেন।" সম্প্রতি কলকাতায় এই কথা জানিয়েছেন মুকেশ আম্বানি। তিনি বলেছিলেন, " পশ্চিমবঙ্গে এক কোটির বেশি সক্রিয় জিওব্যবহার করেন। 'জিও পয়েন্

খুব তাড়াতাড়ি কাশ্মীরে জইশ-এর চিহ্ন মুছে ফেলব, সাংবাদিক সম্মেলনে জানাল সেনা

Image
পুলওয়ামা হামলার পর জম্মু - কাশ্মীরে জঙ্গিদের চিহ্ন মুছে দিতে আরও তত্পর হয়েছে সেনা। রবিবার ত্রালে এক অভিযানে বড় সাফল্য পেয়েছে তারা। অভিযানে ৩ জঙ্গিকে খতম করেছেন জওয়ানরা। সোমবার সেনার তরফে এক সাংবাদিক বৈঠকে লেফটেনেন্ট জেনারেল কেজেএস ঢিল্লোঁ বলেন, জম্মু - কাশ্মীরে জইশের চিহ্ন মুছে তবে থামব আমরা। গত ২১ দিনে ১৮টা জঙ্গিকে খতম করা হয়েছে। এদের মধ্যে ৬টা ছিল জইশের কম্যান্ডার। ৮টা পাকিস্তানি জঙ্গিকে খতম করেছে সেনা।  সেনার তরফে জানানো হয়েছে, রবিবারের এনকাউন্টারে নিহত ৩টে জঙ্গির মধ্যে রয়েছে পুলওয়ামা হামলার মূলচক্রী মুদাস্সির খান। একথা ঘোষণা করে সেনার তরফে জানানো হয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে তাদের অভিযান জারি থাকবে। কিছু দিনের মধ্যেই কাশ্মীর উপত্যকায় জইশের চিহ্ন মুছে ফেলবে তারা।  এলজে কেজেএল ঢিল্লোঁ বলেন, মুদাস্সির পুলওয়ামা হামলার মূল পরিকল্পনা করেছিল। ১৪ ফেব্রুয়ারি ওই হামলায় শহিদ হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান।

নির্বাচন প্রক্রিয়ার ধারে কাছে ঘেঁষতে দেওয়া যাবে না পশ্চিমবঙ্গ পুলিসকে, দাবি নিয়ে কমিশনে যাচ্ছে বিজেপি

Image
পশ্চিমবঙ্গে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে লোকসভা নির্বাচন করানোর দাবিতে সরব হল বিজেপি। সোমবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে একথা বলেন কৈলাস বিজয়বর্গীয়। এই দাবি নিয়ে মঙ্গলবার বিজেপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে বলেও জানান তিনি।  রবিবারই ২০১৯ লোকসভা নির্বাচন-এর নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। তাতে যদিও বাহিনী মোতায়েন নিয়ে কোনও মন্তব্য করেননি মুখ্য নির্বাচন কমিশনার। সোমবার পশ্চিমবঙ্গে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর দাবিতে সরব হল বিজেপি। কৈলাস বিজয়বর্গীয়র দাবি, নির্বাচন প্রক্রিয়ার কোনও অংশে যেন নিরাপত্তার দায়িত্ব না পায় পশ্চিমবঙ্গ পুলিস।  এদিনের সাংবাদিক বৈঠকে কৈলাস বলেন, 'পশ্চিমবঙ্গ পুলিসের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাবে কাজ করার ভুরিভুরি অভিযোগ রয়েছে। নির্বাচনেও রাজ্য পুলিস রাজনৈতিক প্রভাবে কাজ করতে পারে। তাই আমরা নির্বাচন প্রক্রিয়া থেকে পশ্চিমবঙ্গ পুলিসকে দূরে রাখার দাবি করছি। আগামিকাল এই দাবি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে বিজেপির প্রতিনিধিদল।'  বলে রাখি, এর আগেও একাধিকবার পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক প

নিরপেক্ষ ভোট হলে ওদের হার আসন্ন, তাই ভয় পেয়েছে তৃণমূল, বললেন দিলীপ

Image
নিরপেক্ষ নির্বাচন হলে হার আসন্ন। তাই ভয় পেয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গে ৭ দফায় ভোট গ্রহণের পক্ষে সওয়াল করে বললেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।  সোমবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সদর দফতরে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাতকার দিলীপবাবু বলেন, 'ভোট ৭ দফায় হোক বা ৮ দফায়, তাতে তৃণমূলের সমস্যা কী? পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী দল নিরপেক্ষ ভোট চেয়েছিল, তাই হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কী করেছে সবাই দেখেছে।' দিলীপবাবুর দাবি, 'ওদের গুন্ডারা ঠিক মতো গুন্ডামি করতে পারবে না তাই ক্ষেপে গিয়েছে তৃণমূল।'  এদিন দিলীপবাবু আরও বলেন, ২০১১ নিরপেক্ষ নির্বাচন হয়েছিল বলে ক্ষমতায় এসেছিল তৃণমূল। তার পর নিরপেক্ষ নির্বাচনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। মানুষের ওপর আস্থা থাকলে কেন একাজ করছেন তিনি?  রবিবার ২০১৯ লোকসভা নির্বাচন-এর নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ৭ দফায় নির্বাচন হবে গোটা দেশে। ৭ দফাতেই ভোট হবে পশ্চিমবঙ্গে। তৃণমূলের অভিযোগ, ৭ দফায় লোকসভা নির্বাচনে সুবিধা হবে বিজেপির। তবে নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে বলেও জানিয়েছে তৃণমূল।

পরীক্ষা শেষ হতেই টিচার্স রুমে চকলেট বোমা ছুড়ল পরীক্ষার্থীরা!

Image
টিচার্স রুমের এই জানলা দিয়েই বোমা ছোড়া হয়, দেখাচ্ছেন শিক্ষিকারা। সোমবার, শ্যামবাজারের এভি স্কুলে।  সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। হল থেকে বেরোচ্ছে পরীক্ষার্থীরা। হঠাৎ স্কুলের সামনে শব্দবাজি ফাটাতে শুরু করল তাদেরই কয়েক জন। পরপর চকলেট বোমার শব্দে তখন কান পাতা দায়। শুধু স্কুলের সামনের রাস্তাতেই নয়, পরীক্ষার্থীরা স্কুলের টিচার্স রুমের ভিতরেও সেই বাজি ছোড়ে বলে অভিযোগ। বাজির আগুনের ফুলকিতে এক শিক্ষিকার পায়ের কিছুটা অংশ পুড়েও গিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার এই ঘটনাকে ঘিরে শ্যামবাজার এভি স্কুলের সামনে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসে শ্যামপুকুর থানার পুলিশ। পরীক্ষা হলের সামনে এই ভাবে বাজি ফাটানোর অভিযোগে কয়েক জনকে আটক করা হয়। পরে অবশ্য তারা ছাড়া পেয়ে গিয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, এ দিন ছিল ওই স্কুলে উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা। বড়বাজারের তাতিয়া হাইস্কুলের ছাত্রদের সিট পড়েছিল সেখানে। স্কুলের শিক্ষকেরা জানিয়েছেন, হঠাৎ বাজি ফাটতে শুরু করায় তাঁরা জানতে পারেন, পরীক্ষা শেষ হয়েছে বলে ছেলেরা আনন্দ করছে। কিন্তু শিক্ষক-শিক্ষিকারা হতবাক হয়ে যান সেই ছেলেরা টিচার্স রুমের জানলা দিয়ে চকলেট বোমা

শুক্রবার থেকেই রাজ্যে নামছে কেন্দ্রীয় বাহিনী

Image
নির্বাচন ঘোষণার পাঁচ দিনের মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামতে চলেছে। সোমবার কমিশন সূত্রের খবর, আগামী শুক্রবার রাজ্যে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১০টি কোম্পানি পৌঁছচ্ছে। তাদের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং কলকাতায় মোতায়েন করা হবে। ওই বাহিনী এলাকায় টহলদারি করবে।   লোকসভা ভোটে এ রাজ্যের জন্য মোট কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কাজে লাগানো হবে, তা সোমবার রাত পর্যন্ত নিশ্চিত করে জানাতে পারেনি নির্বাচন কমিশনের সূত্র। তবে কমিশনের এক কর্তা এ দিন বলেন, ''এটি বাহিনীর প্রথম দফা। ধাপে ধাপে আরও বাহিনী আসবে।''  কমিশনের খবর, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, উত্তর ২৪ পরগনার দেগঙ্গা, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এবং কুলতলি, মুর্শিদাবাদের মালদহ লাগোয়া এলাকা, বিহার লাগোয়া মালদহ, ওড়িশা লাগোয়া পূর্ব মেদিনীপুর, দুমকা লাগোয়া বীরভূম, পশ্চিম বর্ধমানের আসানসোল এবং কলকাতায় এক কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হবে। কমিশন সূত্রের মতে, এই এলাকাগুলিতে আগে গোষ্ঠীসংঘর্ষের ঘটনা ঘটেছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটার