Posts

Showing posts from November 21, 2018

আগামী বছরের শুরুতেই দেশের অর্ধেক এটিএম বন্ধ হয়ে যেতে পারে

Image
কোথাও রক্ষণাবেক্ষণের অভাব। তো কোথাও আবার সঠিক পরিষেবা দেওয়া যাচ্ছে না। তার উপর রিজার্ভ ব্যাঙ্কের নানা বিধি নিষেধ। খরচের বহর বেড়েই চলেছে দিন দিন। এই ধরনের নানা ঝামেলার জেরে আগামী বছর মার্চ মাসের মধ্যে দেশের ৫০ শতাংশ এটিএম বন্ধ হয়ে যেতে পারে। বুধবার সতর্ক করল কনফেডারেশন অফ এটিএম ইন্ডাস্ট্রি (সিএটিএমআই)।   তাদের ডিরেক্টর ভি বালসুব্রহ্মণ্যম বলেন, ''প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্ট রয়েছে। এটিএমের মাধ্যমে ভর্তুকির টাকা তোলেন তাঁরা। কিন্তু উপায় নেই। সম্প্রতি এটিএম হার্ডওয়্যার-সফটওয়্যার আপগ্রেড এবং এটিএমে টাকা ভরা সংক্রান্ত নয়া বিধি চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক। যাতে খরচের বহর এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাচ্ছে।  তার জেরেই এমন পদক্ষেপ করতে বাধ্য হচ্ছে সিএটিএমআই।''   তিনি জানান, এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ২ লক্ষ ৩৮ হাজার এটিএম রয়েছে। যার মধ্যে ব্যাঙ্ক লাগোয়া নয় এমন ১ লক্ষ এটিএম এবং ১৫ হাজারের বেশি হোয়াইট লেবেল এটিএম (ব্যাঙ্ক ছাড়া অন্য আর্থিক সংস্থার এটিএম) পরিষেবা বন্ধ করে দিতে পারে।   আরবিআইয়ের নয়া নির্দেশিকা অনুযায়ী, আগামী বছর ফেব্রুয়ারি

ডাকওয়ার্থ-লুইস নিয়মে চার রানে হার, শুরুতেই ধাক্কা খেল বিরাটের ভারত

Image
অস্ট্রেলিয়া সফরের শুরুটা ভাল হল না ভারতের। ব্রিসবেনের গাব্বায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া জিতল চার রানে। একইসঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ১-০ ফলে। শেষ ওভারে জেতার জন্য ভারতের দরকার ছিল ১৩ রান। কিন্তু তা আর হল না। মার্কাস স্টোইনিসের ওভারে আউট হলেন ক্রুনাল পান্ড্য ও দীনেশ কার্তিক। জিততে হলে কার্তিককেই নিতে হত প্রধান ভূমিকা। ১৩ বলে ৩০ রানে তাঁর ফেরার সঙ্গে সঙ্গে চুরমার হল জয়ের আশা। প্রথমে ব্যাট করে ১৭ ওভারে চার উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তুলেছিল ১৫৮ রান। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতের টার্গেট দাঁড়ায় ১৭ ওভারে ১৭৪ রানের। অর্থাত্, ১৫ রান বাড়ে অস্ট্রেলিয়ার ইনিংস। ভারত শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে তুলল ১৬৯ রান। ওভারপ্রতি দশের বেশি রানের লক্ষ্যে পৌঁছতে হলে বড় রান দরকার ছিল রোহিত শর্মা ও বিরাট কোহালির ব্যাটে। কিন্তু, ব্যর্থ হলেন দু'জনেই। চারে নেমে বিরাট করলেন মাত্র ৪। রোহিত ফিরলেন ৭ রানে। রান পাননি তিনে নামা লোকেশ রাহুলও (১৩)। লড়ছিলেন একমাত্র শিখর ধওয়ন। কিন্তু, ৪২ বলে ৭৬ করে বাঁ-হাতি ওপেনার ফিরতেই ভারতের জয়ের স্বপ্ন ধাক্কা খায়। তাঁর ইনিংসে ছিল দশটি চার ও দুটো ছয়।

ঋণ মকুবের দাবিতে ফের মুম্বইয়ের রাজপথে ২০ হাজার কৃষক

Image
ফের মহারাষ্ট্রে কৃষক বিক্ষোভ৷ ঋণ মকুবের দাবি জানিয়ে ফের রাজপথের দখল নিতে চলেছেন মুম্বইয়ের প্রান্তিক কৃষকরা৷ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে বাণিজ্যনগরীর বুকে বিক্ষোভ কর্মসূচিতে পা মেলাবেন অন্তত ২০ হাজার কৃষক৷ বুধবার সকাল ১০টা নাগাদ বুকে ব্যাজ ও হাতে ঝাণ্ডা নিয়ে মিছিল শুরু করলেন তাঁরা৷ থানে থেকে মুম্বই পর্যন্ত মোট ২১ কিলোমিটার পায়ে হেঁটে আগামী বৃহস্পতিবার আজাদ ময়দানে জনসভা করবেন অন্তত ২০ হাজার কৃষক৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, ঋণ মকুবের দাবি জানিয়ে দু'দিনের ঠাসা কর্মসূচি রয়েছে কৃষকদের৷ বুধবার সকাল ১০টায় থানে থেকে শুরু হওয়া পদযাত্রা বিকেল ৫টায় পৌঁছানোর কথা মুম্বইয়ের সোমাইয়া গ্রাউন্ডে৷ খোলা আকাশের নিচে রাত কাটিয়ে পরদিন আজাদ ময়দানের দিকে শুরু হবে পদযাত্রা৷ সেখানেই ঋণ মকুব-সহ একগুচ্ছে দাবি জানিয়ে বিক্ষোভ ও জনসভার ডাক দেওয়া হয়েছে 'লোক সংঘর্ষ মোর্চা'-র তরফে৷ এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে 'লোক সংঘর্ষ মোর্চা'র সদস্য প্রতিভা শিন্ডে বলেন, ''মহারাষ্ট্রজুড়ে কৃষকরা অনাহারে মরছে৷ ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করছে৷ কিন্তু, তাতেও সরকারের কানে জল ঢুকছে না৷ তাই আমরা স

Jio-র দৌলতে ভারতেও VoLTE পরিষেবা পাবেন জাপানি পর্যটকরা

Image
ভারত ও জাপানের মধ্যে VoLTE ভিত্তিক ইনবাউন্ড ইন্টারন্যাশনাল রোমিং পরিষেবা শুরু করল রিলায়েন্স জিও। এ নিয়ে জাপানের টেলি পরিষেবা সংস্থা KDDI কর্পোরেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মুকেশ আম্বানির সংস্থা। মঙ্গলবার রিলায়েন্স জিও-র তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।  চুক্তি অনুসারে, KDDI কর্পোরেশনের গ্রাহকরা ভারতে এলে জিও-র নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এর ফলে আন্তর্জাতিক পর্যটকরা জিও-র 4G এক্সক্লুসিভ নেটওয়ার্কের হাই-স্পিড ডেটা এবং ভয়েজ পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। সেইসঙ্গে KDDI কর্পোরেশন প্রথম আন্তর্জাতিক মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা যারা জিও-র আন্তর্জাতিক VoLTE কলিং এবং LTE ডেটা রোমিং পরিষেবা গ্রহণ করতে চলেছে। পথচলা শুরুর মাত্র ২ বছরে মধ্যে জিও-র গ্রাহক সংখ্যা ২৫.২ কোটিতে পৌঁছে গিয়েছে৷ এই মহূর্তে বিশ্বের নবম বৃহত্তম মোবাইল অপারেটর হল মুকেশ আম্বানির সংস্থা৷

UP-র ১৩৯৮ কৃষকের ₹৪ কোটির ঋণ শোধ অমিতাভের

Image
কথা দিয়েছিলেন। এ বার কথা রাখলেন। উত্তরপ্রদেশের ১৩৯৮ কৃষকের ঋণ শোধ করলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। কয়েকজন কৃষককে মুম্বইতে ডেকে নিয়ে গিয়ে তাঁদের সঙ্গে দেখাও করেছেন বিগ বি।  এর আগে, মহারাষ্ট্রের ৩৫০ জন কৃষকের ঋণ শোধ করেছিলেন ৭৬ বছরের অভিনেতা। এরপর তিনি উত্তরপ্রদেশের কৃষকদের পাশে দাঁড়াবেন বলে আগেই জানিয়েছিলেন। সোমবার গভীর রাতের ব্লগ পোস্টে বলিউডের শাহেনশা জানান, ৭০ জন কৃষককে মুম্বইয়ে নিয়ে যাওয়ার যাবতীয় ব্যবস্থা করেন তিনি। তাঁদের সঙ্গে দেখা করে তুলে দেন ব্যাঙ্কের চিঠি। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, 'কৃষকদের চাপ কিছুটা কমাতে পেরে ভালো লাগছে। প্রথমে মহারাষ্ট্রের ৩৫০জন কৃষকের ঋণ মিটিয়েছিলাম। এ বার উত্তরপ্রদেশ। ১৩৯৮জন কৃষকের প্রায় ৪.০৫ কোটি টাকার ঋণ শোধ করে দিয়েছি। এই ইচ্ছে পূরণ হওয়ায় অভ্যন্তরীণ শান্তি উপভোগ করছি।' 

মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবা কেটে ফেললেন নিজের যৌনাঙ্গ!

Image
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নিজের মেয়েকে ধর্ষনের। কোনও আইনজীবীও জামিন করাতে এগিয়ে আসেননি। 'অবসাদে' তাই জেলের মধ্যে ব্লেড দিয়ে নিজের যৌনাঙ্গই কেটে ফেললেন ৪২ বছরের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কেরালার ইদুক্কি জেলার পিরমেড সাব-জেলে। ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে কোট্টায়াম মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, আপাতত নিরাপদ ওই ব্যক্তি।  জেল সূত্রে খবর, মাস চারেক আগে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে জেলে পাঠানো হয় ওই ব্যক্তিকে। তিনি অবশ্য মেয়েকে ধর্ষণের কথা অস্বীকার করেন। সেইসঙ্গে তাঁর ধারণা ছিল, কোর্ট তাকে খুব তাড়াতাড়িই জামিন দিয়ে দেবে। কিন্তু কোনও আইনজীবীই তাঁর জামিনের জন্য এগিয়ে আসেননি। ফলে মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। দাড়ি কাটার জন্য জেল আবাসিকদের মধ্যে কেউ কেউ ব্লেড ও বাকি সরঞ্জাম পান। ওই ব্যক্তিও তেমনই একটি ব্লেড ব্যবহার করে নিজের যৌনাঙ্গ কেটে ফেলেছে বলে জানিয়েছেন জেল আধিকারিকরা।

দিল্লিতে চলন্ত বাসে ছাত্রীর সামনে বসে হস্তমৈথুন! পরের ঘটনা আরও চমকপ্রদ

Image
কয়েকমাস আগে কলকাতার রাস্তায় চলন্ত বাসে দুই যুবতীকে দেখিয়ে হস্তমৈথুন করে গ্রেফতার হয় এক মাঝবয়সী ব্যক্তি। সেইরকমই একটি ঘটনা ঘটল রাজধানী দিল্লিতে। এক যুবতীকে দেখে সামনে বসেই হস্তমৈথুন করতে শুরু করে এক অভিযুক্ত। এই পর্যন্ত ঘটনা মিলে গেলেও পরের দিকেই ঘটনা সামান্য আলাদা। দিল্লির ঘটনায় মহিলাদের জন্য সংরক্ষিত আসনে যুবতী বসে ছিলেন। বসন্ত কুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছিল বাস। তার মাঝেই অভিযুক্ত প্যান্ট খুলে যৌনাঙ্গ বের করে ফেলে বলে অভিযোগ। ঘটনাটি দেখতে পেয়েই যুবতী ভয় পাওয়ার বদলে অভিযুক্তর ওপরে চড়াও হন। উত্তম-মধ্যম দেন সকলের সামনে। বাসে অন্য যাত্রীদের কাছে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেননি। তবুও দমে না গিয়ে অভিযুক্তর ওপরে চেপে বসে পুলিশকে ফোন করেন যুবতী। জানা গিয়েছে, অভিযুক্তকে বাস থেকে টেনে নামিয়ে যুবতীই পুলিশের হাতে তুলে দেন। পুলিশ গ্রেফতার করে মামলা দায়ের করেছে। এর আগে গত ফেব্রুয়ারিতে মধ্যবয়স্ক এক ব্যক্তি দিল্লিতে এক যুবতীর সামনে হস্তমৈথুন করে গ্রেফতার হয়। এই দিল্লিতেই ক্যাব চালক যাত্রীর সামনে হস্তমৈথুন করায় মামলা দায়ের হয়।

বাসে তরুণীর সামনে হস্তমৈথুন করতে গিয়ে গ্রেফতার যুবক

Image
দিল্লিতে চলন্ত বাসে তরুণীর সামনে হস্তমৈথুন করতে গিয়ে গ্রেফতার যুবক। তরুণীর অভিযোগ, হেনস্থার শিকার হলেও তাঁকে সাহায্যে এগিয়ে আসেননি সহযাত্রীরা। নিজেই সেই ব্যক্তিকে নিরস্ত করে বাস থেকে নামান তিনি। এর পর স্থানীয় পুলিসের কাছে দায়ের হয় অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।  ঘটনা মঙ্গলবারের। দিল্লির বসন্তকুঞ্জ গামী একটি বাসে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে বসে ওই যুবক। পাশেই বসেছিলেন এক তরুণী। এর পর প্যান্টের থেকে গোপনাঙ্গ বার করে হস্তমৈথুন করতে শুরু করে সে। বিকৃতকাম ওই ব্যক্তির কাণ্ড কারখানা দেখে চিত্কার করে কাঁদতে শুরু করেন পাশে বসে থাকা তরুণী। তবে তাতেও থামেনি ওই ব্যক্তি।  সহযাত্রীরা এগিয়ে আসছেন না দেখে নিজেই ওই ব্যক্তিকে সবক শেখানোর পণ করেন তরুণী। ধাক্কা দিয়ে ওই যুবককে বাস থেকে নামান। এর পর নিয়ে যান পুলিসের কাছে। সেখানে ওই যুবকের বিরুদ্ধে প্রকাশ্যে অশ্লীলতার অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। ঘটনায় সহযাত্রীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।  তবে এবারই প্রথম নয়, চলতি বছরে এর আগেও দিল্লিতে ঘটেছে একাধিক এই ধরণের ঘটনা। ফেব্রুয়ারিতে বাসেই দিল্লি বিশ্ববিদ

কিশোরীকে অপহরণ করে রাতভর ধর্ষণ

Image
এক আদিবাসী কিশোরীকে বাড়ির কাছ থেকে তুলে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত এক যুবককে আটক করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে মালদহের গাজোল থানা এলাকায়। বর্তমানে ওই কিশোরী মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় গাজোল থানায় মৌখিক অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। বছর দশেক আগে ওই কিশোরীর মা তাঁর তিন মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বাপেরবাড়িতে চলে আসেন। টানাটানির সংসারে টাকা রোজগারের জন্য তিনি এলাকায় শ্রমিকের কাজ করেন। সোমবার রাতে তাঁর বছর চোদ্দোর মেয়ে বাড়ি লাগোয়া নলকূপ থেকে জল আনতে যায়। কিন্তু অনেকক্ষণ বাড়ি না ফেরায় তিনি খোঁজ শুরু করেন। গ্রামবাসীদেরও বিষয়টি জানান। মঙ্গলবার স্থানীয়রা দাবি করেন, ওই কিশোরীকে তারা মহিলার শ্বশুরবাড়ির এলাকার এক যুবকের সঙ্গে দেখেছে। তা জানতে পেরে গ্রামবাসীরাই ওই যুবককে আটক করেন। যুবককে চাপ দিলে সে অপহরণের কথা স্বীকার করে নেয়। এরপরেই ওই কিশোরীকে বাড়িতে ছেড়ে দিয়ে যাওয়া হয়। কিন্তু কিশোরীর মা বাড়িতে ফিরে দেখেন, মেয়ের গোপনাঙ্গ থেকে অস্বাভাবিক হারে রক্তপাত হচ্ছে। মেয়েকে জিজ্ঞাসা করলে কিশোরী জ

মুসৌরিতে মুছে গেল বিজেপি, উত্তরাখণ্ড জুড়েই পুরভোটে বড় ধাক্কা গেরুয়া শিবিরের

Image
উত্তরাখণ্ডের পুরভোটে বিজেপিকে জোর ধাক্কা দিল কংগ্রেস। মাত্র এক বছর আগেই উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় দেখা গিয়েছিল। কিন্তু, বছর ঘুরতে না ঘুরতেই সে ছবিকি বদলাতে শুরু করল? বুধবার পুরভোটের ফলাফলের দিকে নজর ঘোরালে তেমনটাই মনে হচ্ছে। বছরখানেক আগে এ রাজ্যে ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৫৭টি আসনেই জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থীরা। তবে এ দিন রাজ্যের যে ৮৪টি পুরসভা নির্বাচনের ফল জানা গিয়েছে, তার মধ্যে মাত্র ৩৪টি পুরসভা দখল করতে পেরেছে বিজেপি। বাকি ৫০টি পুরসভার দখল নিয়েছেন বিরোধী কংগ্রেস এবং নির্দল প্রার্থীরা। উত্তরাখণ্ডের মুসৌরিতে একেবারে ধুয়েমুছে গিয়েছে বিজেপি। নির্দল প্রার্থীদের পাশাপাশি মুসৌরির দখল নিয়েছে কংগ্রেস। মুসৌরি হারের দিনেই বিজেপি বিধায়ককে হেনস্থার অভিযোগ উঠল কংগ্রেস কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, দেহরাদূনের একটি গণনাকেন্দ্রে বিতর্কিত বিজেপি বিধায়কগণেশ যোশী জোর করে ঢুকতে গেলে বাধা দেন তাঁরা। এমনকি,গণেশ জোশীর সঙ্গে ধস্তাধস্তিও হয় কংগ্রেস কর্মীদের। উত্তরকাশী জেলাতেও ভোটের ফলাফলে একই ছবি দেখা গিয়েছে। মোট ৩৯টি ওয়ার্ডের মধ্যে ২৫টি ওয়ার্ড জিতেছেন নির্দলেরা। চিন্যালিসৌড়ের চেয়ারম

আন্দামানের নিষিদ্ধ দ্বীপে ঢুকে আদিবাসীদের হাতে প্রাণ হারালেন মার্কিন পর্যটক

Image
আন্দামানের এ রকমই এক দ্বীপে খুন হয়েছেন ওই মার্কিন নাগরিক। আন্দামানে খুন মার্কিন নাগরিক। অজ্ঞাত পরিচয় আততায়ীদের হাতে খুন হয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত উদ্ধার হয়নি তাঁর দেহ।বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন নর্থ সেন্টিনেল দ্বীপের আদিবাসীদের আক্রমণে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।বুধবার সন্ধ্যায় পুলিশের তরফে খুনের মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৭ সন্দেহভাজনকেও।এরা সকলেই পেশায় মত্স্যজীবী। ওই তরুণ পর্যটককে নর্থ সেন্টিনেল দ্বীপে নিয়ে গিয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। নিহত ওই মার্কিন নাগরিকের নাম জন অ্যালেন চাও। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গির্জার যাজক ছিলেন তিনি। ঘন ঘন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যাতায়াত ছিল। সেন্টিনেল প্রজাতির মানুষের সঙ্গে যেচে আলাপ করতেন। চেষ্টা করতেন তাঁদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে। 'আন্দামান শিখা'  সংবাদপত্রের দাবি, অতীতে মোট পাঁচবার আন্দামান ঘুরে গিয়েছিলেন জন। দেখা করতে চেয়েছিলেন আদিবাসী নেতাদের সঙ্গে। যাতে তাঁদের কাছেও খ্রিস্ট ধর্মের বার্তা পৌঁছে দিতে পারেন। মৃত্যুর আগে গত পাঁচদিনে একাধিকবার নর্থ সেন্টিনেল আইল্যান্ডে গিয়েছিলেন। তা-ও আবার স

বাসে হস্তমৈথুন, পারভার্টকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিল ছাত্রী

Image
ফের প্রকাশ্যে হস্তমৈথুন। তবে এ বার পারভার্টকে উচিত শিক্ষা দিলেন দিল্লির এক ছাত্রী। মারতে মারতে বাস থেকে টেনে নামালেন লোকটিকে। যদিও সাহায্যে এগিয়ে আসেননি বাসের সহযাত্রীরা।  মেয়েটি জানিয়েছেন, মঙ্গলবার দিল্লির বসন্ত কুঞ্জের দিকে যাচ্ছিল বাসটি। তিনি বসেছিলেন মহিলাদের জন্য সংরক্ষিত আসনে। উলটোদিকের আসনে বসে থাকা এক ব্যক্তি মেয়েটিকে দেখিয়ে হস্তমৈথুন করছিল বলে অভিযোগ। তাই দেখে ওই ছাত্রী চিত্‍‌কার করে ওঠেন। অন্যান্য যাত্রীদের সাহায্য প্রার্থনা করেন। তবে কেউ তাঁর পাশে দাঁড়াননি। নিরুপায় হয়ে একাই লোকটিকে সবক শেখানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মেয়েটি। তিনি এলোপাথাড়ি মারতে শুরু করেন লোকটিকে। এরপর টানতে টানতে তাকে বাস থেকে নামান। মেয়েটির অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। চলতি বছর বিভিন্ন জায়গায় পরপর এই ধরনের ঘটতে দেখা গিয়েছে। ফেব্রুয়ারিতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দেখিয়ে বাসে এক ব্যক্তি হস্তমৈথুন করলে তা রেকর্ড করে নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করে ওই ছাত্রী। এপ্রিলে এক যাত্রীর সামনে হস্তমৈথুনের অভিযোগ ওঠে এক উবরচালকের বিরুদ্ধে। একই ঘটনার সাক্ষী থেকেছে কলকাতাও। কখনও উবরে, কখন

দিল্লিতে হামলার শঙ্কা, ঢুকেছে ২ সন্ত্রাসবাদী! ছবি প্রকাশ পুলিশের

Image
দিল্লিতে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা। দুই সন্দেহভাজন সন্ত্রাসবাদী ইতোমধ্যেই রাজধানীতে ঢুকে পড়েছে বলে সন্দেহ করছে পুলিশ। দুজনের ছবি প্রকাশ করে সতর্কবার্তা জারি করা হয়েছে। এদের খোঁজ পেলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।  সন্দেহভাজন দুই সন্ত্রাসবাদীর ছবি প্রকাশ করে নির্দেশিকা জারি করেছে দিল্লি পুলিশ। ছবিতে একটি মাইলস্টোনের পাশে দাঁড়িয়ে রয়েছেন দুই ব্যক্তি। তাদের পরনে কালো ও খয়েরি রঙের কুর্তা আর মাথায় টুপি রয়েছে। আর মাইলস্টোনটিতে উর্দুতে লেখা 'দিল্লি ৩৬০ কিমি, ফিরোজপুর ৯ কিমি'। এই দুজনকে কেউ দেখতে পেলে তাঁদের পাহারগঞ্জ পুলিশ স্টেশনের 011-23520787 অথবা 011-2352474 নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করা হয়েছে। পঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে ফিরোজপুর। গত সপ্তাহেই পঞ্জাব পুলিশ সতর্কবার্তা জারি করে বলেছিল, ৬-৭ জন জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী সেই রাজ্য থেকে দিল্লি ঢুকতে পারে। এ জন্য চেকপয়েন্টগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর থেকেই প্রধানমন্ত্রী দফতর ও স্বরাষ্ট্রমন্ত্রক-সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

ভুয়ো বিয়ে নিয়ে সাবধান করা হল ভারতীয়দের

Image
নয়াদিল্লি: যারা বিয়ে করে সে দেশে স্থায়ী নাগরিক হতে চায় অস্ট্রেলিয় সরকার সেই সব ভারতীয় নাগরিকদের সতর্ক করল দক্ষিণ এশিয়দের সংগঠিত কল্পিত বিয়ে কেলেঙ্কারির ব্যাপারে৷ সিডনিতে চলা কল্পিত বিবাহ সিন্ডিকেট অস্ট্রেলিয়ান বর্ডার (এবিএফ)ফোর্স বন্ধ করার পর এই সতর্কবাণী দেওয়া হল এবং এক ৩২ বছরের এক ভারতীয় আদালতে মুখোমুখি এমন ঘটনায় জড়িত অভিযোগে৷ চারজন অস্ট্রেলিয় নাগরিকও অভিযোগের মুখে পড়েছে কারণ চিরকালের জন্য নাগরিকত্ব চাওয়া অনাগরিকদের সঙ্গে এমন প্রতারণাপূর্ণ বিয়ে করানোর জন্য অন্যদের রাজি করানোয় জন্য৷ অস্ট্রেলিয় হাই কমিশন এক প্রেস বিবৃতিতে এই বিয়ে কেলেঙ্কারির ব্যাপারে সতর্ক করেছে৷ এবিএফ-র এই অপারেশনের ফলে ১৬৪জন বিদেশি নাগরিক যারা 'পার্টনার ভিসা'র জন্য আবেদন করলেও তা নাকচ হয় এই সিন্ডিকেটের সঙ্গে যোগ থাকার জন্য ৷ এই কেলেঙ্কারিতে জড়িতদের কেউ চিরকালীন নাগরিকত্ব পাননি৷ হাই কমিশন জানিয়েছেন, এই ধরনের কেলেঙ্কারির জন্য আর্ত সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া অস্ট্রেলিয় মহিলাদের বেছে নেওয়া হচ্ছে৷ এবিএফ-র তদন্ত কমান্ডার ক্লিন্টন স্মিথ জানান, এই সিন্ডিকেট অস্ট্রেলিয়ার ভিসা কর্মসূচির অখণ

অপরাধ রুখতে তৈরি পুলিশের ‘গুলাবি গ্যাং’

Image
জলপাইগুড়ি: প্রায় দিনই চা বাগানের মদ, জুয়া ও কুসংস্কারের অভিযোগ আসে। এই বিষয়গুলি ঠেকাতে নয়া উদ্যোগ নিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। চা বাগান এলাকায় থেকে অভিযোগ আসে মদ খেয়ে বাড়িতে অশান্তি করছে চা বাগানের শ্রমিকেরা। অন্যদিকে জুয়া আরও একটি বড়ো সমস্যা চা বাগানে শ্রমিকদের৷ এছাড়াও রয়েছে কুসংস্কার। ডুয়ার্স সহ একাধিক চা বাগান এলাকায় ডাইনি সন্দেহে মেরে ফেলার খবর মাঝে মধ্যেই পাওয়া যায়। এই সব ঘটনা রুখতে পুলিশ মহিলা বাহিনী তৈরি করলেন শহর লাগোয়া করলা ভ্যালী চা বাগানে। এদিন বাগানের কারখানায় কোতোয়ালি থানার আই বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্ব বৈঠক হয়। বৈঠক থেকে মহিলাদের মদ ও জুয়োর প্রতিবাদ করার জন্য রুখে দাড়াতে বলেন। এছাড়াও চা বাগানের মহিলাদের নিয়ে বিশেষ দল গঠন করা হয়৷ সেই দল চা বাগানের অসামাজিক কাজ কর্ম রুখবে বলে জানা গিয়েছে। হাড়িয়া বা মদের আসর, জুয়ার আসর যে সব এলাকায় চলবে, সেই খবর গোপন সূত্রে থানায় জানানো নির্দেশ দেন পুলিশ। অভিযোগ পেলেই পুলিশ হানা দেবে ওই সব চা বাগানের এলাকায়। শুধু তাই নয় যে চা শ্রমিক ফোনে জানাবেন তার নামও গোপন রাখবে পুলিশ। থানায় ফোন নম্বর সহ পুলিশ আধিকারিকদের ফোন নম্বর তুলে দেওয়া

আতঙ্কের নিউটাউন! এবার ভিনরাজ্যের তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

Image
ফের খবরের শিরোনামে নিউটাউন। এবার অটোযাত্রীকে ধর্ষণের চেষ্টা। বাধা দেওয়ায় খুনের চেষ্টারও অভিযোগ। অভিযুক্ত অটোচালককে আটক করেছে পুলিশ। অটোটিকেও বাজেয়াপ্ত করেছে নিউটাউন থানার পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার রাত দশটার পরে উল্টোডাঙার কাছ থেকে অটোয় উঠেছিলেন কর্মসূত্রে রাজস্থানের জয়পুর থেকে আসা এক তরুণী। গন্তব্য ছিল ভিআইপি কেষ্টপুর। কিন্তু অটোচালক ওই তরুণীকে নিয়ে চলে যান নিউটাউনের নির্জন জায়গায়। ইডেন কোর্টের কাছে। তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। বাধা দিলে খুনের চেষ্টাও হয়। সেই সময় পাশ দিয়েই যাচ্ছিলেন এক বাইক আরোহী। তরুণীর চিৎকারে তিনিও থমকে দাঁড়ান। চেঁচামেচি শুরু করেন। আরও দু-একজন দাঁড়িয়ে পড়েন। অটোচালককে ধরে ফেলেন তারা। তরুণী ও অটোচালককে নিয়ে যাওয়া হয় নিউটাউন থানায়। অটোচালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। অটোটিকেও আটক করেছে পুলিশ।

পঞ্জাবে জঙ্গি হামলার পরিকল্পনা হয়েছিল লাহোরে, মদত ছিল খলিস্তানপন্থীদেরও

Image
অমৃতসরে রবিবার যে গ্রেনেড হামলা হয়েছিল তার পরিকল্পনা হয়েছিল লাহোরে। তাতে মদত দিয়েছে কানাডা ও জার্মানির খলিস্তানপন্থীরা। দিল্লিতে তদন্তকারী সংস্থা সূত্রে এমনই খবর জানিয়েছেন এক নিরাপত্তা আধিকারিক। নাম না প্রকাশের স্বার্থে সেই আধিকারিক জানিয়েছেন, পঞ্জাবে উগ্রপন্থা আমদানির চেষ্টা চলছে। গোয়েন্দা সূত্রে খবর, স্থানীয়দের একটি নেটওয়ার্ক মডিউল তৈরি হয়। সেই দলকেই জুড়ে দেওয়া হয় ইসলামপন্থী নেটওয়ার্কের সঙ্গে। পাকিস্তান থেকে আমদানি করা হয় গ্রেনেড সহ নানা অস্ত্র। তুলে দেওয়া হয় জঙ্গিদের হাতে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল অমৃতসরের রাজাসাঁসি এলাকায় নিজে ঘুরে গিয়েছিল। আশির দশকের শিখ দাঙ্গার সময় তিনি নিজে তদন্তের কাজ করেছেন। ফলে পূর্ব অভিজ্ঞতা প্রচুর। গোটা ঘটনা সরেজমিনে তদন্ত করার পরে তিনি মনে করছেন এতে পাকিস্তানের যোগ রয়েছে ও সেখানকার আইএসআই এর মদতে গোটা ঘটনা হয়েছে। অজিত ডোভালের সঙ্গে বৈঠকে হাজির ছিলেন স্বরাষ্ট্রসচিব, পঞ্জাব পুলিশের ডিজিপি ও গোয়েন্দা কর্তারা। অমৃতসরের হামলা আগামী লোকসভা ভোটের আগে ভারতে আতঙ্ক তৈরির অপচেষ্টা বলে ব্যাখ্যা করা হয়েছে। যে এইচজি-৮৪ গ্রেনেড বিস্ফোরণ হয়েছে তা পাকিস্তানে তৈর

বিয়ে করতে যাওয়ার সময় বরকে গুলি, পরে গুলিবিদ্ধ অবস্থাতেই বিয়ে শেষ করলেন পাত্র

Image
নয়াদিল্লি:  বর বারাতিদের সঙ্গে যাচ্ছিলেন বিয়ে করতে। বরের জীবনের সেই আনন্দের মুহূর্তটাই ক্ষণিকের মধ্যে বদলে গেল আতঙ্কে। বরকে লক্ষ্য করেই গুলি ছোঁড়ে অজ্ঞাতপরিচয়ের দুই দুষ্কৃতী। তবে তাতেও থামানো যায়নি পাত্রকে। কাঁধে গুলিবিদ্ধ অবস্থাতেই বিয়ের আসরে গিয়ে বিবাহ সম্পন্ন করেন বর। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ দিল্লির মাদানগির এলাকায়। সূত্রের খবর, গুলিবিদ্ধ হওয়ার পর কাছের এক হাসপাতালে গিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে চিকিৎসা করান আহত বাদল। তারপর বিবাহবাসরে যান পাত্র। তবে বিয়ের অনুষ্ঠান শেষ করার পর ফের বাদলকে হাসপাতালে ভর্তি করতে হয়, জানিয়েছেন দক্ষিণ দিল্লির ডেপুটি কমিশনার বিজয় কুমার। তাঁর ডান কাঁধে তখনও গুলি আটকে ছিল। হয়তো অস্ত্রোপচার করা হতে পারে বাদলের কাঁধে। সোমবার রাত দশটা নাগাদ হামলার ঘটনাটি ঘটে। বিবাহবাসর থেকে মাত্র ৪০০ মিটার দূরে এই হামলার ঘটনাটি ঘটে। দুষ্কৃতী হামলার সময় বাদলের চারপাশে বরযাত্রীরা আনন্দে নাচ করছিলেন। সেই বরযাত্রীদের ভেতর থেকেই আচমকা দুই ব্যক্তি তাঁর গাড়িতে উঠে গুলি চালায়। ঘটনার আকষ্মিকতায় প্রথমে কিছুই বুঝে উঠতে পারেননি বাদল। পরে তিনি তাঁর পরিজনদের ডাকেন। ততক্ষণে দুই দুষ্কৃতী স

অমৃতসর হামলার ছক তৈরি হয়েছিল লাহোরে, রিপোর্টে প্রকাশ

Image
নয়াদিল্লিঃ অমৃতসর হামলার ছক তৈরি হয়েছিল লাহোরে। জানা গিয়েছে, জার্মানি এবং কানাডায় বসবাসকারী কয়েকজন শিখ ব্যক্তি এই হামলার পরিকল্পনা করেছিল। নিরাপত্তা আধিকারিকদের ধারণা পঞ্জাবে ফের একবার সন্ত্রাস ছড়ানোর লক্ষ্যেই এই হামলা করা হয়েছিল। মঙ্গলবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক বসে। সেখানে বিস্ফোরণের বিভিন্ন কারণ খতিয়ে দেখা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্র সচিব রাজীব গাউবা, পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল সুরেশ আরোরা এবং গোয়েন্দা বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকরা। তবে দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়েও চিন্তার কোনো কারণ নেই বলে নিরাপত্তা আধিকারিকদের তরফে জানানো হয়েছে।

হোমের কিশোরীদের শেখানো হত অশ্লীল নাচ–পুরুষদের আকৃষ্ট করার কৌশল

Image
বিহার হোম যৌন নির্যাতন কাণ্ডে সিবিআই গ্রেপ্তার করল হোমের মহিলা কেয়ারটেকার সৈস্তা পরভিন ওরফে মধুকে। এই কেয়ারটেকার আবার এই ঘটনার মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুরের ঘনিষ্ঠ বলে জানিয়েছে সিবিআই। মধু ছাড়াও আরও এক‌জনকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার। সিবিআই সূত্রের খবর, হোমের কিশোরীদের ধৃত মধুর বাড়িতে নিয়ে যাওয়া হত এবং সেখানে অশ্লীল নাচ ও ‌পুরুষদের কীভাবে আকৃষ্ট করতে হয় তা শেখানো হত। যদিও ওই মহিলা কেয়ারটেকার জানিয়েছে যে সে কোনওভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নয় এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। ওড়না দিয়ে নিজের মুখ ঢেকে মধু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে, '‌আমি এই ঘটনার সঙ্গে জড়িত নয়। আমি ব্রজেশ ঠাকুরের হয়ে কাজ করতাম ঠিকই, কিন্তু সে কি কাজ করত সে বিষয়ে আমার জানা ছিল না।'‌ ধৃত মধু বলে, '‌আমি সিবিআইয়ের সঙ্গে তদন্তে সহায়তা করতে প্রস্তুত। আমার কাছে কোনও গোপন তথ্য নেই। আমি জানি না ঠাকুর কোনও বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিল কিনা। আমি শুধু তার সংবাদপত্র দেখাশোনার দায়িত্বে ছিলাম। নিজের ব্যবসার কাজে মন্ত্রী–ভিআইপিদের খবর ছাপাতে বলত সংবাদপত্রে, যেটা করতে আমি অস্বীকার করেছিলাম।'‌ কেয়ারটেকারের গ্রে

ভারতের কাছে পাকিস্তানের ৭ কোটি ডলার ক্ষতিপূরণের দাবি খারিজ করল আইসিসি

Image
ভারতের কাছে পাকিস্তানের বিপুল অঙ্কের ক্ষতিপূরণের দাবি খারিজ করে দিল আইসিসি। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না বলে ৭ কোটি ডলার ক্ষতি হয়েছে এই মর্মে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তিন দিনের শুনানি শেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল জানিয়ে দেয় পাক বোর্ডের দাবি মেনে ভারতীয় ক্রিকেট বোর্ডকে কোনও টাকা দিতে হবে না। পাকিস্তান বোর্ডের দাবি অনুযায়ী, ২০১৫ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ভারত-পাকিস্তানের মধ্যে ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য মউ স্বাক্ষরিত হয়। কিন্তু ভারত জানিয়ে দেয় রাজনৈতিক টানাপোড়েনে সেই সিরিজ খেলা সম্ভব নয়। এরপরেই ভারতের কাছে বড় অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে মামলা করে পিসিবি। ১-৩ অক্টোবর দুবাইয়ে আইসিসি-র সদর দফতরে এই নিয়ে শুনানিও হয়। মঙ্গলবার আইসিসি-র তরফে এক বিবিৃতিতে জানানো হয়েছে, " তিন দিনের শুনানি শেষে দু'তরফের মৌখিক ও লিখিত তথ্যের ভিত্তিতে, ডিসপিউট প্যানেল পিসিবির ভারতের বিরুদ্ধে দাবি খারিজ করেছে।" আইসিসি-র এই বিবৃতির প্রেক্ষিতে বিসিসিআইয়ের সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএ-র প্রধান বিনোদ রাই জানান, "আমরা এই

কটকে সেতুর রেলিং ভেঙে মহানদীতে বাস! মৃত অন্তত ১২

Image
ওড়িশার কটকে মহানদী সেতুর ওপর থেকে যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নদীতে পড়ে বড়স়ড় দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার রাতের এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাসের অন্যান্য যাত্রীরাও। বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিল বলে জানা যাচ্ছে। ওড়িশা পুলিস সূত্রে খবর, তালচের থেকে কটক যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারায়। মহানদী সেতুর ওপর একটি মোষ ছিল, তাকে বাঁচাতে গিয়েই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ব্রিজের সিমেন্টের রেলিং ভেঙে ৩০ফুট নিচে বালিতে পড়ে বাসটি। ঘটনায় ৩ জন মহিলা সহ ১২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার অনেক সময় পর উদ্ধারকাজ শুরু হয়। কারণ, রাতে বাসটি উল্টে যে জায়গায় পড়েছিল সেখানে কোনও বসতি ছিল না। দমকল কর্মীরা এসে উদ্ধারকাজ শুরু করে।  ওড়িশা পুলিসের ডিজি রাজেন্দ্র শর্মা জানান ডেপুটি কমিশনারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছন পুলিসের আধিকারিকরা। এসসিবি মেডিক্যাল কলেজে আহতদের দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মৃতদের পর

রাতের কলকাতায় তরুণীকে ধর্ষণ-খুনের চেষ্টা অটোচালকের

Image
তরুণী যাত্রীকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল অটো চালকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উল্টোডাঙা সল্টলেক রুটের এক অটোচালকের বিরুদ্ধে। নির্যাতিতা তরুণী আদতে জয়পুরের বাসিন্দা। কেষ্টপুরে বাড়ি ভাড়া করে থাকেন তিনি। সল্টলেকে নার্সিংয়ের দেখাশোনার কাজ করেন। তরুণী জানিয়েছেন, মঙ্গলবার কাজ শেষে সল্টলেক থেকে উল্টোডাঙা আসার জন্য সল্টলেক রুটের একটি অটোতে ওঠেন তিনি। অটোচালক বলে, তাঁকে ভিআইপি ছেড়ে দেবে। ভাড়া ২০ টাকা। রাজি হয়ে যান তরুণী। অভিযোগ, এরপরই ভিআইপি না নিয়ে গিয়ে অটোচালক তরূণীকে নিয়ে সল্টলেক হয়ে নিউটাউন চলে যান। তারপর ইডেন কোর্ট এলাকার একটি ফাঁকা নির্জন জায়গায় অটো দাঁড় করিয়ে, ওই তরুণীর সঙ্গে জোর জবরদস্তি শুরু করে অভিযুক্ত অটোচালক। তাঁকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। বাধা দেন তরুণী। অভিযোগ, বাধা পেয়ে ওই তরুণীকে মারধর করে অভিযুক্ত। কাউকে যাতে ফোন করে খবর দিতে না পারে, সেজন্য ফোন কেড়ে নেয়। এমনকি, গলা টিপে মেরে ফেলার চেষ্টাও করে অটোচালক। চিত্কার করে ওঠেন তরুণী। তরুণীর চিত্কারে ছুটে আসেন স্থানীয়রা। নির্যাতিতাকে উদ্ধার করেন তাঁরা। অভিযুক্ত অটোচালককে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী

এই দেশগুলিতে ভারতের থেকে কম দামে কেনা যাবে লেটেস্ট আইফোন

Image
64 GB, 256 GB আর 512 GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যায় iPhone XS। ভারতে iPhone XS এর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৯৯,৯৯০ টাকা। 256GB ও 512GB স্টোরেজে iPhone XS কিনতে খরচ হবে যথাক্রমে ১,১৪,৯০০ টাকা আর ১,৩৪,৯০০ টাকা। ভারতের বাইরে একাধিক দেশে ভারতের থেকে অনেক কম দামে আইফোন কেনা যায়। এই কথা কারও অজানা নয়। তবে এই ভিডিওতে শুধুমাত্র 64GB মডেলের দাম তুলনা করা হয়েছে। এই ১৫ টি দেশে ভারতের থেকে কম দামে কেনা যাবে লেটেস্ট আইফোন। মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে 64GB iPhone XS এর দাম শুরু হচ্ছে ৯৯৯ মার্কিন ডলার থেকে। তবে বিভিন্ন রাজ্যে আলাদা কর ব্যবস্থা হওয়ার জন্য সব রাজ্যে আলাদা দামে বিক্রি হয় এই ফোন। অর্থাৎ ভারতের থেকে ২৬,৪০০ টাকা কম দামে মার্কিন মুলুকে নতুন iPhone XS বিক্রি হচ্ছে। কানাডা কানাডায় iPhone XS (64GB) এর দাম ১৩৭৯ কানাডিয়ান ডলার (প্রায় ৭৭,৪০০ টাকা)। জাপান জাপানে iPhone XS (64GB) এর দাম ১,২১,৮২৪ ইয়েন (প্রায় ৮০,০০০ টাকা)। হংকং হংকং এ iPhone XS (64GB) এর দাম ৮,৫৯৯ হংকং ডলার (প্রায় ৮০,৭০০ টাকা)। দুবাই ও সংযুক্ত আরব আমিরশাহী দুবাই ও সংযুক্ত আরব আমিরশাহীতে iPhone XS (64GB) এর দাম ৪,২৯

পুলিশের শাস্তি চায় ‘নন্দীগ্রাম’

Image
ঘনশ্যাম ঢাকাড়? তার মানে আপনি বাদোয়ানের রেখা ঢাকাড়ের বাড়ি খুঁজছেন?  প্রশ্ন শুনে বললাম, গ্রামের নাম জানা নেই। শুনেছি, পঞ্চায়েতের নাম দালোদা। কিন্তু রেখা ঢাকাড় কে? মাঝবয়সি ট্রাক্টর চালকের চটজলদি জবাব, 'ওই যে মুখ্যমন্ত্রীকে যিনি মুখের উপর বলেছেন, 'আমি আপনাকে দু-কোটি টাকা দিচ্ছি। আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবেন?' কথাটা শুনে মুখ্যমন্ত্রী কেমন থতমত খেয়েছিলেন, তা-ও খানিক অভিনয় করে দেখালেন ছাপোষা ট্রাক্টর চালক।  সোমবার সকালে ইন্দোর-মন্দসোর হাইওয়ে থেকে ট্রাক্টর চালকের পথনির্দেশিকা মেনে প্রায় ৪০ কিলোমিটার গাড়ি ছুটিয়ে বাদোয়ানে পৌঁছে এক রাস্তার মোড়ে ঘনশ্যাম ঢাকাড়ের বাড়ি খোঁজ করতে এগিয়ে এলেন গ্রামের এক প্রৌঢ়। মহিলা নিজেই পরিচয় দিলেন, 'ম্যায় রুকমা বাঈ। ইস গাঁও কি সরপঞ্চ।' ঘনশ্যাম ঢাকাড়ের বাড়ি খুঁজছি শুনে একজনকে ডেকে বললেন, 'সাহাব কো রেখাজি কি ঘর পৌঁছাদো।'  গ্রামে ঢোকার মুখেই বসেছে ঘনশ্যামের মূর্তি। শহিদ বেদির গায়ে লেখা, 'জয় কিষান'। কিন্তু পুলিশ হেফাজতে ঘনশ্যামের মৃত্যুর পর থেকেই আলোচনায় তাঁর স্ত্রী। সদ্য বিধবা যে কোলে দুধের শিশুকে নিয়ে শোক

মর্মান্তিক! মায়ের কোল থেকে নিয়ে দুধের শিশুকে আছাড় যুবকের!

Image
বনগাঁ: বলা নেই, কওয়া নেই। হঠাৎ করে মহিলার কোল থেকে নিয়ে দুধের শিশুকে আছাড় মারল এক যুবক! হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগরে। কিন্তু, কেমন এমন কাণ্ড ঘটাল ওই যুবক? তা নিয়ে ধন্দে পুলিশ। স্বামী ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। গোপালনগরের শুভরত্নপুরের মুণ্ডাপাড়ায় ১১ মাসের সন্তানকে নিয়ে থাকেন অঞ্জনা মুণ্ডা নামে এক গৃহবধূ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে বাড়ির সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎ করেই ওই গৃহবধূর উপর চড়াও হয় উত্তম মুণ্ডা নামে এক যুবক। সে অঞ্জনার প্রতিবেশী। কিছু বুঝে ওঠার আগেই মায়ের কোল থেকে শিশুটিকে নিয়ে আছাড় মারে উত্তম। শিশুর কান্নার আওয়াজে ছুটে আসেন আশেপাশের লোকজন। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি। হাসপাতালে ১১ মাসের শর্মিলা মুণ্ডাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে ঘটনার পর উত্তমকেও ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় গোপালনগর থানায়। ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু, কেন এমন কাণ্ড ঘটাল উত্তম? কারণ এখনও স্পষ্ট নয়।

স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবিতে ডিসেম্বরে অনশনে বসার হুঁশিয়ারি SSC উত্তীর্ণদের

Image
কলকাতা : SSC উত্তীর্ণদের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে তৈরি হল রণক্ষেত্র। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বেপরোয়া লাঠি চালাল পুলিশ। আটক করা হল আন্দোলনকারী দু'জন ছাত্রকে। এর ফলে আগামীদিনে আরও বড় আন্দোলন করার হুমকি দিয়েছে ছাত্রছাত্রীরা। ডিসেম্বর মাসে তারা অনশনে বসতে চলেছে বলেও জানিয়েছে। ২০১৬ সালের ডিসেম্বরে মাসে পরীক্ষা হলেও আজও সম্পন্ন হয়নি নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তুলে ইতিমধ্যেই আদালতে হয়েছে একাধিক মামলা। আন্দোলন করতে বারবার পথেও নেমেছে ছাত্রছাত্রীরা। বিকাশ ভবনের পাশাপাশি সামিল হয়েছে নবান্ন অভিযানেও। থালা বাজিয়ে স্লোগান তুলে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনের সামনে অভিনব প্রতিবাদ জানিয়েছে। এমনকী কালীঘাটে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপিও জমা দিয়েছে। এতকিছুর পরেও কাজ হয়নি কোনও। এখনও ঝুলে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। ফলে অথৈ জলে পড়েছে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ। তাই দ্রুত এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে গতকাল ফের ফের বিকাশ ভবন অভিযান করে তারা। এই অভিযানের জন্য কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে জমায়েত করেছিল প্রায় দু থেকে আড়াই হাজার ছাত্রছ

মা কালীর মন্ত্র পাঠ করেই অপরাধ করতো এই সিরিয়াল কিলার

Image
দেরাদুন: পেশায় খুনি। সেই সঙ্গে উপরি হিসেবে লুঠ-পাট এবং ডাকাতিও করে থাকে। কিন্তু কোনও পাপ হয় না। কারণ অপরাধারে আগে সে কালী মায়ের মন্ত্র পাঠ করে যে! এমনই এক সিরিয়াল কিলারকে পাকরাও করেছে পুলিশ। জেরায় নিজের অপরাধের কথা কবুলও করে নিয়েছে সে। এর মধ্যে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে, অপরাধী কোনও পাপ করেছে বলে মনে করে না। সোমবার রাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে হরিয়ানা রাজ্য পুলিশ। দীর্ঘ জেরার পড়ে মঙ্গলবার নিজের অপরাধের কথা সে কবুল করেছে বলে জানিয়েছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম জাগতার সিনহা। জেরায় সে জানিয়েছে যে মোট সাতটা খুন করেছে সে। একই সঙ্গে প্রায় ৬০০ ডাকাতি করেছে। সব অপরাধের আগে ১০৮ বার মা কালীর মন্ত্র পাঠ করে নিত জাগতার। তার মতে, "মানুষ খুন করা মহাপাপ। সেই কারণে খুন করার আগে আমি কালী মায়ের মন্ত্র ১০৮ বার জপ করে নিই।যাতে আমার গায়ে কোনও পাপ না লাগে।" হরিয়ানা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি লোকেন্দ্র সিং বলেছেন, "জেরায় অপরাধের কথা কবুল করেছে ধৃত জাগতার। সাত তেকে আটটা খুন এবং ৫০ থেকে ৬০০ টা ডাকাতি করেছে বলে জানিয়েছে সে।" সাংবাদিকদের সামনেও নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে জাগতার। ফরিদাবা

নাম না করে শোভনের জন্য দরজা খোলা রাখলেন দিলীপ!

Image
ক্ষোভটা দানা বাঁধতে শুরু করেছিল কয়েক মাস আগে থেকেই। এমনটা যে হবে তা  আঁচ করতে পেরেছিল রাজনৈতিক মহলের একাংশ। অতঃপর, মঙ্গলবার এল সেই দিন। প্রকাশ্যে 'স্নেহের' শোভন চট্টোপাধ্যায়ের  ওপর ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে তাঁকে একাধিকবার সাবধানও করেছিলেন। কিন্তু কাজ হয়নি তাতে।  সাবধান করার পরও হয়তো নিজেকে শুধরে নেননি শোভন চট্টোপাধ্যায়।  শোভনের কাজে  অসন্তুষ্ট হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সিঁদুরে মেঘ দেখেছিল বিধানসভা।  এদিন সকালে বিধানসভার প্রশ্নোত্তরপর্বে  কিছুটা উষ্মা প্রকাশ করেন শোভন। বিষয়টি নজর এড়ায়নি মুখ্যমন্ত্রীর। এরপর শোভনকে সকাল ১০টা ৪০-এ বিধানসভায় নিজের ঘরে ঢোকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিজের ঘরে ঢোকার ৫ মিনিটের মধ্যেই তাঁর ঘরে ঢোকেন শোভন চট্টোপাধ্যায়। মিনিট দশেক দুজনের মধ্যে একান্তে কথা হয়। তখনই শোভন চট্টোপাধ্যায়ের কাজকর্ম নিয়ে ব্যাপক ক্ষোভপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারির হাতে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে যান শোভন। দলের অন্দরে কানাঘুষোয় একসম

অস্ত্রোপচারে গলা থেকে বেরোল লোহার কোঁচ

Image
কোঁচ ফুঁড়ে এ ভাবেই ক্ষতবিক্ষত হন বিশ্বজিৎ। অস্ত্রোপচারের পরে ওই ব্যক্তি। রোগীকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন তাঁর গলা আর কান এফোঁড়-ওফোঁড় করে দিয়েছিল মাছ ধরার পাঁচমুখী লোহার কোঁচ। কানের লতি ভেদ করে গিয়েছিল সেটি। রক্তে ভেসে যাচ্ছিলেন রোগী। প্রায় নেতিয়ে পড়া সেই সঙ্কটজনক রোগীকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে নতুন জীবন দিলেন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। সোমবার সকালে প্রতিদিনের মতোই কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন বনগাঁর বাসিন্দা স্কুলশিক্ষক বিশ্বজিৎ টিকাদার। অভিযোগ, পিছন থেকে লোহার কোঁচ নিয়ে অতর্কিতে ঝাঁপিয়ে পড়েন দুই প্রতিবেশী। সঙ্গে সঙ্গে পরিজনেরা প্রথমে তাঁকে নিয়ে বনগাঁ হাসপাতালে যান। সেখান থেকে রেফার করা হয় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। দীর্ঘ পথ পেরিয়ে আসতে গিয়ে রোগীর অবস্থা খারাপ হতে থাকে। পরিবার সূত্রের খবর, প্রথমে তাঁকে জরুরি বিভাগে দেখানো হয়। প্রাথমিক পরীক্ষা করে দ্রুত অস্ত্রোপচারের দায়িত্ব নেন ইএনটি চিকিৎসক স্বপন ঘোষের নেতৃত্বে অলোকেন্দু বসু, ইন্দ্রনীল খাটুয়া ও মৈনাক মৈত্র এবং তিন অ্যানাস্থেটিস্ট অনসূয়া বন্দ্যোপাধ্যায়, অর্পিতা দাস ও মাসুক আলিকে নিয়ে গঠিত একটি

এর পরে গণতন্ত্র নিয়ে আর গর্ব করতে পারব তো?

Image
বদল কোথাও হয় না। শুধু চলতে থাকে বদলার পরম্পরা। বদলের নামে যা হয়, তাও আসলে বদলা বা প্রতিশোধই। প্রমাণ করল ত্রিপুরা। স্লোগান ছিল 'চলো পাল্টাই'। কিন্তু কী পাল্টানোর ডাক ছিল? অপশাসন বা অন্যায় যদি কিছু ঘটে থাকে দীর্ঘ বাম রাজত্বে, তা হলে সেই অপশাসনের দিনগুলোকে পাল্টে দেওয়ার ডাক ছিল নিশ্চয়ই। লাল স্বেচ্ছাচার পাল্টে গেরুয়া স্বৈরাচার আনার কথা নিশ্চয়ই বলেনি বিজেপি। তা হলে এটা কী চলছে ত্রিপুরায়?  নবম শ্রেণির প্রশ্নপত্রে বিজেপি-কে নিয়ে টিকা লেখার নির্দেশ? বিজেপি রাজ্যের শাসক দল, সুতরাং রাজ্যের প্রতিটা নাবালককেও জানতে হবে বিজেপির নাড়ি-নক্ষত্র, ঠিকুজি-কুষ্ঠি! চিন্তাধারা দেখলে বিস্ময়ের আর অবধি থাকে না যে! পরিণত গণতন্ত্রের মুখটা কিন্তু এ রকম হয় না। ডান-বাম নির্বিশেষে ভারতের প্রায় সব রাজনৈতিক দল বেশ গর্ব করে ভারতের গণতান্ত্রিক কাঠামো নিয়ে। ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে উল্লেখ করার সময়ে গরিমায় প্রসারিত হয় তাঁদের বক্ষ। কিন্তু সেই গরিমার প্রতি যে পরিমাণ শ্রদ্ধা ভারতের রাজনৈতিক দলগুলোর রয়েছে, তার সিকিভাগ যদি থাকত গণতন্ত্রের প্রতি, তা হলে এমন সব ঘটনা ঘটত না। বামেরা ক্ষমতায় এলেই ভারতের ইতিহাস

অনেক সুযোগ দিয়েছিলেন মমতা, কিন্তু শোধরাননি শোভন

Image
বিচ্ছেদ: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে।  একটি পুরনো বাংলা গানের কলি মনে পড়ছে— 'কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ!' আপাত ভাবে বলতেই হবে, শোভন 'প্রেমের বলি' হলেন। অনেকেরই বিশ্বাস, বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা তাঁর এই পরিণতির জন্য প্রধানত দায়ী। সত্যি বললে, বিষয়টিকে বিশ্বাসের স্তরে উন্নীত করেছেন শোভন স্বয়ং। বৈশাখী-নির্ভরতা বাড়ার পাশাপাশি নিজেকে দিন-দিন গুটিয়ে নেওয়া, কাজ-পালানো মানসিকতা, সব কিছু মিলিয়ে শোভন এমন এক অবস্থান নিয়ে ফেলেছিলেন, যেখানে তিনি কেন আছেন, সেই প্রশ্ন উঠছিল বারবার। এমনকি, মমতা বন্দ্যোপাধ্যায় শোভনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করছেন কেন, গুঞ্জন ছিল তা নিয়েও।  এটা ঘটনা যে, ব্যক্তিগত জীবনযাপনকে বাজারের খোরাক করে তুলে শোভন তৃণমূলকে বিড়ম্বনায় ফেলেছিলেন। তবু ব্যবস্থা নেওয়ার আগে মমতা তাঁকে সংশোধনের প্রচুর সুযোগও দিয়েছেন। দলে প্রভাবশালী কোনও কোনও নেতা-সাংসদের ঘোর আপত্তি সত্ত্বেও তাঁকে পুরোপুরি ক্ষমতাচ্যুত করেননি। শোভনের দফতর ছেঁটে, দলীয় দায়িত্ব কমিয়ে, নিরাপত্তা কাটছাঁট করেও তাঁকে মন্ত