Jio-র দৌলতে ভারতেও VoLTE পরিষেবা পাবেন জাপানি পর্যটকরা


ভারত ও জাপানের মধ্যে VoLTE ভিত্তিক ইনবাউন্ড ইন্টারন্যাশনাল রোমিং পরিষেবা শুরু করল রিলায়েন্স জিও। এ নিয়ে জাপানের টেলি পরিষেবা সংস্থা KDDI কর্পোরেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মুকেশ আম্বানির সংস্থা। মঙ্গলবার রিলায়েন্স জিও-র তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। 

চুক্তি অনুসারে, KDDI কর্পোরেশনের গ্রাহকরা ভারতে এলে জিও-র নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এর ফলে আন্তর্জাতিক পর্যটকরা জিও-র 4G এক্সক্লুসিভ নেটওয়ার্কের হাই-স্পিড ডেটা এবং ভয়েজ পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। সেইসঙ্গে KDDI কর্পোরেশন প্রথম আন্তর্জাতিক মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা যারা জিও-র আন্তর্জাতিক VoLTE কলিং এবং LTE ডেটা রোমিং পরিষেবা গ্রহণ করতে চলেছে।

পথচলা শুরুর মাত্র ২ বছরে মধ্যে জিও-র গ্রাহক সংখ্যা ২৫.২ কোটিতে পৌঁছে গিয়েছে৷ এই মহূর্তে বিশ্বের নবম বৃহত্তম মোবাইল অপারেটর হল মুকেশ আম্বানির সংস্থা৷