Posts

Showing posts from December 2, 2018

রাস মেলায় গণধর্ষিতা নাবালিকা, ধৃত ২ নাগরদোলনা চালক

Image
রাস মেলায় এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির কাদোবাড়ি এলাকায়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। ধৃত দুই যুবক-ই রাস মেলায় নাগরদোলনা পরিচালনার দায়িত্বে ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির কাদোবাড়ি এলাকায় রাস মেলা চলছিল। মেলার মাঠের পাশেই নির্যাতিতা নাবালিকার দিদির বাড়ি। মেলা দেখতে পাশের গ্রাম থেকে  দিদির বাড়ি এসেছিল ওই নাবালিকা। শনিবার সন্ধ্যায় মেলা দেখতে আসে সে। মেলা দেখে রাতে বাড়িও ফিরে যায়। তারপরই ঘটনাটি ঘটে। অভিযোগ, বাড়ি ফেরার পর শৌচালয়ে যাওয়াার সময় তাকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। মুখ চেপে ধরে ওই নাবালিকাকে পাশে নির্জন এলাকায় নিয়ে যায় ধৃত দুই যুবক। তারপর সেখানেই ওই নাবালিকাকে গণধর্ষণ করে তারা। ঘটনার কথা জানাজানি হলে স্থানীয়রা ধরে ফেলে অভিযুক্তদের। গণধোলাইয়ের পর দুজনকেই  পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবক দীপক রায় ও জয়দেব সরকার আলিপুরদুয়ারের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা শুরু করা হয়েছে। নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে।

ঋণ জালিয়াতিদের বিরুদ্ধে গড়তে হবে টাস্কফোর্স, বললেন মোদী

Image
নীরব মোদী থেকে মেহুল চোকসি। দেশ জুড়ে একের পর এক ব্যক্তি ব্যাংক থেকে নেওয়া ঋণ শোধ না করে বিদেশে পালিয়ে আস্তানা গেড়েছে। যার জেরে ঘরে-বাইরে বেশ চাপে মোদী সরকার। তাই এবার আর্জেন্টিয়ায় জি-টুয়েন্টি সামিটে গিয়ে দেশ তথা বিশ্বজুড়ে পলাতক অর্থনৈতিক অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামিটের প্রথম দিনেই নরেন্দ্র মোদী বলেন, জি-টুয়েন্টিতে থাকা সব দেশের একসঙ্গে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা দরকার। ঋণ পরিশোধ না করে বিদেশে পলাতকদের বিরুদ্ধে এক যোগে একটি টাস্কফোর্স গঠন করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।  নরেন্দ্র মোদী বলেন, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স (FATF) গড়ে তুলে প্রধানত বিশ্ব জুড়ে ঘটা এই ধরনের ঋণ জালিয়াতির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া দরকার। এই টাস্কফোর্সের মাধ্যমে দেশগুলির মধ্যে এই ধরনের ঋণ জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক তথ্য আদানপ্রদান হবে। একইসঙ্গে এই টাস্কফোর্স যে দেশে পালিয়েছে ওই ঋণ জালিয়াতিকারী সেই দেশের আইন অনুসারে কোন পর্যায়ে বিচার প্রক্রিয়া অগ্রসর হবে তারও দেখভাল করবে। প্রসঙ্গত পিএনবি কাণ্ডের অন্যতম মাস্

বন্ধ হয়ে গেল হুগলি জুটমিল, কর্মহীন ২০০০ শ্রমিক

Image
কলকাতা : বন্ধ হয়ে গেল হুগলি জুটমিল। আজ সকালে কাজে এসে কারখানার গেটে উৎপাদন বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা।কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়লেন দু'হাজার শ্রমিক। শ্রমিকরা বলেন, গতরাতেও স্বাভাবিকভাবেই কাজ হয়েছিল। রোজকার মতো আজ কারখানায় এসে তাঁরা দেখেন গেট বন্ধ। আর বন্ধ গেটে ঝুলছে নোটিশ। এই মিলের উৎপাদিত পাটজাত সামগ্রী দেশ-বিদেশে রপ্তানি হত। গার্ডেনরিচ ছাড়াও শহর ও শহরতলির শ্রমিকরা এই মিলে কাজ করতেন। সূত্রের খবর, মালিকপক্ষ মাসে ৬৫ টন উৎপাদন চাইছেন। কিন্তু, শ্রমিকরা প্রতি মাসে ৪৫ টনের বেশি পণ্য উৎপাদন করতে পারছেন না। এনিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিক-মালিকপক্ষের মধ্যে চলে টানাপোড়েন। গত কয়েকদিন ধরে কারখানার অন্দরে শ্রমিক বিক্ষোভও হয়। শ্রমিকদের অভিযোগ, পাটজাত সামগ্রী তৈরি করতে গেলে যে কাঁচামাল প্রয়োজন হয়, মালিকপক্ষ সেই সামগ্রী দিতে অস্বীকার করে। তাই প্রয়োজনীয় উৎপাদন হচ্ছিল না। যার জন্য চাহিদাও পূরণ হচ্ছিল না। আজ জুটমিল খোলার দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিকরা।  শ্রমিকদের আরও অভিযোগ, কোনও সরকার তাঁদের সাহায্য করেনি। কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই উদাসীন। জুটমিলের সামনে আজ কারখানা খোলার দাবিত

সবরীমালায় বিক্ষোভ রুখতে ৬০০ কিলোমিটার ‘মানবপ্রাচীর’তৈরি করবেন মহিলারা, পাল্টা চাল বিজয়নের

Image
সবরীমালায় মহিলাদের প্রবেশে বাধা দিতে রাস্তায় 'মহিলা বাহিনী' নামিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। এটা প্রমাণ করতে, আয়াপ্পার ভাবাবেগ অক্ষুন্ন রাখতে চাইছেন অধিকাংশ মহিলারাই। এই মহিলারা কখনও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, কখনও বা ঋতুমতীর প্রশ্নে গাড়ি থেকে মহিলাদের নামিয়ে ছানবিন করছেন। অভিযোগ ছিল এদের পিছনে প্রত্যক্ষ মদত রয়েছে আরএসএস-সহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। এ বার পাল্টা 'মহিলা বাহিনী' তৈরি করছে পিনারাই বিজয়নের সরকারও। কেরল সরকারের তরফে জাননো হয়েছে, কোচি থেকে কসরগড় জেলা পর্যন্ত তৈরি করা হবে 'মহিলা দেওয়াল'। আগামী জানুয়ারি থেকে পাল্টা সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই মহিলা বাহিনী। রাজনৈতিক শিবিরের মতে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে  এমন অভিনব কৌশল বিজয়ন সরকারের। কেরলের বিধায়ক থমাস আইজ্যাক বলেন, কেরলে 'গ্রেট ওয়াল' তৈরি করা হচ্ছে। প্রায় ৬০০ কিলোমিটার দীর্ঘ এই মহিলা দেওয়াল হবে। 'মধ্যযুগীয় উন্মাদ' রুখতে চেষ্টা করবে এই দেওয়াল  বলে জানান আইজ্যাক। এ দিকে রবিবার সবরীমালা পরিদর্শনে আসছে চার সদস্যের বিজেপির একটি দল। বিজেপি সভাপতি অমিত শাহের

অসমে ঢুকে পড়েছে ১৫ জেএমবি জঙ্গি; বরপেটায় শুরু চিরুনি তল্লাসি, লাল সতর্কতা জারি মালদায়

Image
জঙ্গি অনুপ্রবেশের সতর্কতা জারি হল অসমে। শুধু তাই নয় তল্লাশি শুরু হল অসমের বরপেটায়। পাশাপাশি লাল সতর্কতা জারি মালদার ভারত-বাংলাদেশ সীমান্তেও। গোয়েন্দা সূত্রে খবর, জেএমবি জঙ্গিদের ১৫ জনের একটি দল ঢুকে পড়েছে অসমে। এনিয়ে ভারতকে সতর্ক করল বাংলাদেশ সরকার। অসমের ধুবড়ি হয়ে বরপেটায় ওই দলটি এসে পৌঁছে গিয়েছে বলে খবর। সেখানেই তারা গা ঢাকা গিয়ে রয়েছে। ওই দলে রয়েছে জেএমবি শীর্ষ নেতা সালাউদ্দিন। ফলে গোটা বিষয়টি অনেকটাই গুরুত্ব পেয়েছে। জঙ্গি অনুপ্রবেশের খবর আসতেই বরপেটায় শুরু হয়েছে চিরুনি তল্লাসি। সতর্ক করা হয়েছে অসমের অন্যান্য জেলাকেও। প্রসঙ্গত, বর্ধমানে খাগরাগড়ে যে বিস্ফোরণ হয়েছিল তার মাস্টারমাইন্ড শাহনুর আলমকে গ্রেফতার করা হয়েছিল এই বরপেটা থেকেই। ফলে গোয়েন্দাদের নজরে রয়েছে এলাকাটি। পাশাপাশি ধুবড়ি থেকে বরপেটাকে জঙ্গিদের একটি সেফ জোন বলেও মনে করা হয়। অসমের সতর্কতার আঁচ এসে পড়ল মালদাতেও। এখানে বারত-বাংলাদেশ সীমান্তেও লাল সতর্কতা জারি করেছে সীমান্তরক্ষী বাহিনী। মালদায় ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হতে পারে আশঙ্কা করেই এই অ্যালার্ট জারি করা হয়েছে। তল্লাসি চালানো হচ্ছে অসম থেকে আসা একাধ

কলির যুধিষ্ঠির! জুয়ায় হাজার কোটি খুইয়ে দেউলিয়ার পথে জিওনি কর্তা, বন্ধ হতে পারে সংস্থা

Image
দেউলিয়া ঘোষণা হতে পারে জিওনি। সস্তায় বাজারে ছেড়ে ভারতে স্মার্ট ফোনের ভালই ব্যবসা করছিল জিওনি। চাহিদাও ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু কাল হল সংস্থার কর্তার জুয়ার নেশা। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে, গণেশ ওল্টাতে পারে চিনা এই স্মার্ট ফোন প্রস্তুতকারী সংস্থার। বন্ধ হয়ে যেতে পারে জিওনির ফোন উৎপাদন এবং বিক্রি। সম্প্রতি একটি ক্যাসিনোতে জিওনির চেয়ারম্যান লিউ লিরং জুয়ায় বিপুল অঙ্কের টাকা হেরে যাওয়ায় এই সম্ভবনা তৈরি হয়েছে। আটকে গিয়েছে বহু সংস্থার পাওনা। বাধ্য হয়ে চিনের আদালতে জিওনিকে দেউলিয়া  ঘোষণার আর্জি জানিয়েছে অন্তত ২০টি পাওনাদার সংস্থা। কার্যত মহাভারতের যুধিষ্ঠিরের অবস্থা জিওনি কর্ণধার লিউ লিরংয়ের। চিনের সাইপানের একটি ক্যাসিনোতে জুয়ায় ১৪ কোটি ৪৪ লক্ষ মার্কিন ডলার হেরে কপর্দক শূন্য অবস্থা তাঁর। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় এক হাজার আট কোটি টাকা। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন বাজার বিশেষজ্ঞরা। জিওনিকে দেউলিয়া ঘোষণা করতে পারে আদালত। বন্ধ হয়ে যেতে পারে সংস্থার স্মার্ট ফোন তৈরি ও বিক্রি। জুয়ায় হারের ফলে সংস্থার কাঁচামাল, প্রযুক্তি ও অন্যান্য সরবরাহকারীদের পাওনা বকেয়া পড়ে গিয়েছে। নতুন করে আর কো

গ্রামবাসীদের জল পৌঁছতে সরকারকে ৫০০ কোটি ঋণ দিচ্ছে সাইবাবা মন্দির

Image
টাকার অভাবে দীর্ঘদিন ধরেই কাজ বন্ধ ছিল জল প্রকল্পের। ফলে জলের সমস্যা মিটছিল না গ্রামবাসীর। জলের সমস্যা মেটাতে এবার এগিয়ে এল সাইবাবা মন্দির ট্রাস্ট। নীলওয়ান্দে সেচ প্রকল্পের জন্য মহারাষ্ট্র সরকারের  হাতে ৫০০ কোটি টাকা তুলে দিতে চলেছে ট্রাস্ট। মন্দির ট্রাস্ট এই টাকা অবশ্য ঋণ হিসাবেই দিচ্ছে। তবে ঋণ পরিশোধ করার জন্য কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। এর জন্য কোনও সুদও লাগবে না বলে জানিয়েছে ট্রাস্ট। নীলওয়ান্দে সেচ প্রকল্পের কাজ শেষ হলে মহারাষ্ট্রের আহমেদনগর জেলার আকোল, সাঙ্গামনার, রাহুরি, কোপারগাঁও এবং শিরডি মতো গ্রামগুলি জলের সমস্যা থেকে মুক্তি পাবে। প্রকল্প সম্পূর্ণ হতে লাগবে ১২০০ কোটি টাকা। কিন্তু এত টাকার জোগাড় না করতে পারায় এতদিন বন্ধই ছিল প্রকল্পের কাজ। ফলে গ্রামগুলো জলের সমস্যা থেকেও মুক্তি পাচ্ছিল না। এর পরই ট্রাস্টের কাছে ঋণের জন্য আবেদন করে মহারাষ্ট্র সরকার। ট্রাস্টের চেয়ারপার্সন বিজেপি নেতা সুরেশ হাওয়ারে। ১ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের উপস্থিতিতে মন্দির ট্রাস্টের সঙ্গে একটি বৈঠক হয়। বৈঠকে দুই কিস্তিতে ঋণ দিতে সম্মত হয় মন্দির ট্রাস্ট। শনিবার সাইবাবা মন্দির

জানুয়ারি থেকে চিনা পণ্যে শুল্ক বাড়ছে না আমেরিকায়

Image
আপাতত যুদ্ধবিরতি। বুয়েনস আইরেসে, শনিবার। যুদ্ধ ও পাল্টা যুদ্ধের হুমকির পর এ বার 'শান্তি, শান্তি'! তিন মাসের জন্য, আপাতত। হুমকির সুর নামালেন মার্কিন প্রেসিডেন্ট। জমি কিছুটা ছাড়তে রাজি হলেন চিনের প্রেসিডেন্টও। চিন ও আমেরিকার মধ্যে শুল্ক যুদ্ধে তিন মাসের জন্য বিরতি ঘোষণা করলেন দু'দেশের প্রেসিডেন্ট। শি চিনফিংয়ের হাতে হাত মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, আগামী পয়লা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাঁর দেশে ঢোকা চিনা পণ্যের উপর আর বাড়তি শুল্ক চাপানো হবে না। বরং কী ভাবে চিন-মার্কিন শুল্ক যুদ্ধে দাঁড়ি টানা যায়, আগামী তিন মাসে তা নিয়ে আলোচনায় বসবে দু'টি দেশ। এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, পয়লা জানুয়ারি থেকেই তাঁর দেশে যাওয়া চিনা পণ্যগুলির উপর আরও বেশি হারে শুল্ক চাপাবেন। মার্কিন মুলুকে ঢোকা চিনা পণ্যগুলির উপর হালে ১০ শতাংশ শুল্ক চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন। পয়লা জানুয়ারি থেকে তা বেড়ে ২৫ শতাংশ হওয়ার কথা ছিল। ট্রাম্পকে তাঁর সুর নরম করানোর জন্য অবশ্য জমি ছাড়তে হয়েছে চিনা প্রেসিডেন্ট শি চিনফিংকেও। শি জানিয়েছেন, আগামী তিন মাসে মার্কিন মুলুকে চিনা পণ্য রফতানির পরিমা

গলায় চার্জারের তার পেঁচিয়ে খুন রজত! অবশেষে গ্রেফতার স্ত্রী অনিন্দিতা

Image
অনিন্দিতা বার বার বয়ান বদল করায় ধন্দে পড়েন তদন্তকারীরা নিউ টাউনে আইনজীবী রজত দে-কে খুনের অভিযোগে তাঁর স্ত্রী অনিন্দিতাকে গ্রেফতার করল পুলিশ। বার বার বয়ান বদল করেও শেষরক্ষা হল না। টানা পুলিশি জেরায় ভেঙে পড়লেন অনিন্দিতা। পুলিশ জানিয়েছে, গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, রজতের গলায় মোবাইল চার্জারের তার জড়িয়ে শ্বাসরোধ করা হয়। অনিন্দিতাই তাঁকে খুন করেছে বলে স্বীকার করে নেয়। এই খুনের ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে বলে সন্দেহ পুলিশের। তাঁকে আড়ালের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি পুলিশের। সে বিষয়ে মুখ খুলছেন না অনিন্দিতা। কে সেই ব্যক্তি? পুলিশের অনুমান, দাম্পত্য কলহের জেরেই এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, রজত দে-কে খুনের পর নিজের মোবাইলের চ্যাট ডিলিট করে দেয় অনিন্দিতা। পুলিশ তাঁর মোবাইল, ল্যাপটপ খতিয়ে দেখছে। তবে অনিন্দিতার একার পক্ষে এ ভাবে খুন করা সম্ভব নয় বলে ধারণা তদন্তকারীদের। তবে এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা এখনও জানা যায়নি। খুনের অভিযোগ ছাড়াও তথ্যপ্রমাণ লোপাট, ষড়যন্ত্র-সহ বিভিন্ন ধারায় অনিন্দিতার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গত শনিবার নিউ টাউনের বিডি ব্লকের ফ্ল্য

একদিনে ১০০ কোটির ক্লাবে রজনীকান্তের ২.০

Image
বক্স অফিসে চূড়ান্ত বেগে আছড়ে পড়ল রজনীকান্তের ২.০। সঙ্গে আবার রয়েছেন অক্ষয় কুমার। এই দুইয়ের জুটি বক্স অফিসে কামাল করবে তা বলার অপেক্ষা রাখে না। ভারতে তৈরি সবচেয়ে বড় বাজেটের ছবি বক্স অফিসেও দারুণ বেগে ছুটতে শুরু করল। প্রথম দিনই ঢুকে পড়ল ১০০ কোটির ক্লাবে। দারুণ ওপেনিং পরিচালক শঙ্করের এই সিনেমায় রজনীকান্ত, অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন অ্যামি জ্যাকসন। তবে বাহুবলী ২-কে ছাপিয়ে যেতে পারেনি সিনেমাটি। বাহুবলী ২ প্রথম দিন ১২২ কোটি রোজগার করেছিল।     একসঙ্গে দুই তারকা এই সিনেমাটি অক্ষয় কুমারের জন্য তো বটেই, রজনীকান্তের জন্যও কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনিং। এই প্রথম দুই সুপারস্টার একসঙ্গে কাজ করছেন।     অটুট রজনী প্রেম বিশ্বজুড়ে সাড়ে ১০ হাজার স্ক্রিনে ২.০ মুক্তি পেয়েছে। ২০১০ সালে তৈরি তামিল সিনেমা এনথিরান এর সিকোয়েল এটি। এই সিনেমায় অক্ষয় নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি ৩ডি-তে দেখতে ভিড় জমে গিয়েছে। চেন্নাইয়ে ভোর ৪টের শো-এ মানুষ লাইন দিয়ে হলে ঢুকেছেন।     নতুন রেকর্ডের দিকে সাড়ে পাঁচশো কোটি টাকার বেশি বাজেটে তৈরি ২.০ সিনেমাটিতে সুর দিয়েছেন এআর রহমান। মনে করা হচ্ছে এবছর তো বটেই, সব সিনেমার র

৩ হাজার কোটি টাকার সামরিক সরঞ্জাম সংগ্রহে ছাড়পত্র প্রতিরক্ষা মন্ত্রকের

Image
নয়াদিল্লি: প্রায় ৩০০০ কোটি টাকার সামরিক সরঞ্জাম, যন্ত্রাংশ কেনায় সবুজ সঙ্কেত প্রতিরক্ষা মন্ত্রকের। জনৈক শীর্ষ সামরিক কর্তা শনিবার জানান, যুদ্ধের সরঞ্জাম, সামগ্রী সংগ্রহ সংক্রান্ত প্রতিরক্ষা মন্ত্রকের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী শাখা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি) এই চূড়ান্ত সম্মতি দিয়েছে। ডিএসি-র একেবারে মাথায় রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। যেসব প্রতিরক্ষা সরঞ্জাম জোগাড় করা হবে, তার মধ্যে আছে নৌবাহিনীর দুটি স্টিলথ ফ্রিগেটসের জন্য ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সেনাবাহিনীর অর্জুন যুদ্ধের ট্যাঙ্কের জন্য সশস্ত্র রিকভারি যান। দুটি সরঞ্জাম কেনাতেই ছাড়পত্র মিলেছে। ভারত ১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যে দুটি স্টিলথ ফ্রিগেটস সংগ্রহ করছে। ওই দুটি যুদ্ধজাহাজে দেশীয় প্রযুক্তিতে উন্নত করা ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র থাকবে। সামরিক অফিসারটি বলেন, দেশীয় কৌশল, নকশায় বানানো ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র পরীক্ষিত সুপারসনিক ক্রুজ মিসাইল, যার ক্ষমতা প্রমাণিত হয়েছে। তা এই যুদ্ধজাহাজে মূল হাতিয়ার হিসাবে থাকবে। সেনাবাহিনীর প্রধান যুদ্ধ ট্যাঙ্ক অর্জুনের জন্য সাঁজোয়া রিকভারি ভেহিকল সংগ্রহেও

নিউটাউনের মৃত আইনজীবীর স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ

Image
কলকাতা: নিউটাউনের আইনজীবী রজত দে'র খুনে গ্রেফতার স্ত্রী অনিন্দিতা দে৷ রবিবার ধৃত অনিন্দিতাকে বারাসত আদালতে তোলা হবে৷ খুন, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে৷ শনিবার দুপুরে নিউটাউন থানার পুলিশ প্রথমে তাঁকে আটক করে৷ পুলিশ সূত্রে খবর, দফায় দফায় জিজ্ঞাসাবাদে স্বামী রজত দে খুনের ঘটনায় নিজের বয়ান বদল করেন অনিন্দিতা৷ মৃত আইনজীবীর স্ত্রীর বয়ান বদলের ঘটনায় রহস্য ঘণীভূত হতে থাকে৷ পরে জানা যায় রবিবার সকালে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ৷ তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর মোবাইল, ল্যাপটপ৷ গত ২৬শে নভেম্বর নিজের ফ্ল্যাট থেকেই মৃত অবস্থায় মেলে আইনজীবী রজত দে'র দেহ৷ কী কারণে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা দেখা দেয়৷ সেই সময় ফ্ল্যাটে ছিলেন আইনজীবীর স্ত্রী৷ মৃত্যর পরই রজতবাবুর স্ত্রী অনিন্দিতা পাল বলেন কী কারণে মৃত্যু তা জানেন না তিনি৷ ছেলের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি৷ এই অভিযোগ করেন রজতবাবুর বাবা৷ বৃহস্পতিবারই মৃত্যু কিনারায় বিধাননগর কমিশনারেট ৮ সদস্যের বিশেষ দল গঠন করে৷ শুক্রবার প্রথম দফায় দীর্ঘ প্রায় চার ঘন্টা জেরা করা হয় মৃতের স্ত্রীকে৷ জিজ্ঞা

৬৫০০ শিক্ষক নিয়োগ রাজ্যে

Image
রাজ্য সরকার সাড়ে ৬ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পেয়েছে। বৈঠকের পরে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, '‌এদিনের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রাথমিক এবং উচ্চ–প্রাথমিক স্তরে ৬ হাজার ৫৯৪ জন শিক্ষক নেওয়া হবে। ২ হাজার ১৯৮টি উচ্চ–প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হয়েছিল। সেই বিদ্যালয়গুলিতে পড়ানোর জন্য শিক্ষকদের এই নতুন পদগুলি তৈরি করা হয়েছে। হিন্দি, বাংলা এবং অলচিকি পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে। এ ছাড়াও সাঁওতালি মাধ্যম বিদ্যালয়গুলিতে এই ভাষায় পড়ানোর জন্য ২৮৪ জন শিক্ষক নিয়োগ করা হবে।'‌ নবান্ন সূত্রে খবর, স্কুল শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নেবে কীভাবে এই শিক্ষক নিয়োগ করা হবে। নবান্ন থেকে দ্রুত এই শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন যে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলি তৈরি করা হয়েছিল, সেখানে আপাতত তিন জন করে শিক্ষক নিয়োগ করা হবে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার ১৫ দিনের মধ্যে স্কুল শিক্ষা দপ্তর এই শিক্ষক পদ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে। কীভাবে শিক্ষক নিয়োগ করা হবে, তাও জানাবে। রাজ্যে প্রচুর সাঁওতালি ভাষ

৫ কোটি টাকা ঋণ শোধ করতে না পেরে তিহার জেলে রাজপাল

Image
ছবি তৈরি করবেন বলে পাঁচ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু তা শোধ দিতে না পারায় দোষী সাব্যস্ত হলেন বলিউডের অভিনেতা রাজপাল যাদব। দিল্লি হাই কোর্ট শুক্রবার তাঁকে তিন মাসের কারাবাসের সাজা শুনিয়েছে। তাই আগামী তিনমাস অভিনেতার ঠিকানা তিহার জেল। জানা গিয়েছে, ২০১০-এ ওই টাকা দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে ধার নেন রাজপাল এবং তাঁর স্ত্রী রাধা যাদব। 'আতা পাতা লাপতা' নামের ছবিটি ২০১২-য় মুক্তিও পেয়ে যায়। কিন্তু পুরনো ধার আর শোধ দেননি অভিনেতা। ফলে আদালতে যান অভিযোগকারী ব্যবসায়ী। দিল্লি হাই কোর্ট পর্যন্ত গড়ায় তদন্তের জল৷ বেশ কয়েকবছর ধরে শুনানি চলে৷ শুক্রবার এই মামলায় রায় দেয় হাই কোর্ট৷ অভিনেতাকে তিন মাসের কারাদণ্ডের দেন বিচারক৷ আগামী তিন মাস  বিহারের তিহার জেলেই থাকতে হবে রাজপাল যাদবকে৷ প্রসঙ্গত, এর আগেও এই মামলায় তথ্য গোপন করার অভিযোগ ওঠে অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে৷  এই অভিযোগে ২০১৩ সালে রাজপালকে তিনদিন তিহার জেলে কাটাতে হয়েছিল। পরে দিল্লির অন্য একটি আদালতে রাজপালের এক কোটি টাকা জরিমানা হয়। স্ত্রী রাধাকে দশ লক্ষ টাকা দিতে বলা হয়। তাঁরা চেক জমা দিলেও সেই চেক বাউন্স করে। এত কিছুর পর শুক

কথার ফাঁকেই মাদক মেশানো খাবার খাওয়ানো হত তরুণীদের

Image
অভাবি তরুণী দেখলেই প্রথমে আলাপ জমাত ওরা। আলাপ গভীর হলেই কথার ফাঁকে দেওয়া হত কাজের টোপ। পুলিশ বলছে, তারপর সেই তরুণীদের কাজের জায়গায় নিয়ে যাওয়ার ছুতোয় বেরতো তারা। মাঝপথে গল্পের ফাঁকে খাবার বা পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে দেওয়া হত। জ্ঞান ফিরলে তাঁরা দেখতেন, কর্মস্থল নয়, ঠাঁই হয়েছে আমদাবাদ বা পুণের যৌনপল্লিতে।  সম্প্রতি একাধিক রাজ্য জুড়ে এই পাচারচক্রের দুই মহিলা-সহ তিন সদস্যকে গ্রেফতার করে পাচারের এই ছকের কথা জানতে পেরেছে সিআইডি। কলকাতার কাছাকাছি কাজের টোপ দিয়ে এ ভাবে বছর দুয়েক আগেও পাচার করা হয়েছে বহু যুবতীকে। তদন্তকারীরা জেনেছেন, বনগাঁ, বসিরহাট, গাইঘাটা, কাকদ্বীপের মতো এলাকার অনেক তরুণীদের পাচার করেছে এই চক্র।  কী ভাবে এই চক্রের হদিস  পেল পুলিশ? সিআইডি সূত্রের খবর, পুণের একটি যৌনপল্লিতে পাচার করা হয়েছিল বসিরহাটের এক তরুণীকে। বছর খানেক আগে কাকদ্বীপ থানার পুলিশ অন্য একটি পাচারের ঘটনার তদন্তে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। তাঁর সঙ্গে কথা বলেই সিআইডি একাধিক রাজ্য জুড়ে এই নারী পাচার চক্রের সদস্যদের সন্ধান পায়। ওই তরুণী তদন্তকারীদের জানান, ২০১৬ সালের মাঝামাঝি রফিকুল লস্কর নামে এক যুবকের সঙ্গ

১১ টাকা ‘সস্তা’ তবুও দামি পেট্রল!

Image
গত দে়ড় মাস ধরে দাম কমছে পেট্রল-ডিজেলের। কিন্তু এখনই তেল 'সস্তা', এ কথা মানতে নারাজ ডিলার থেকে শুরু করে বিশেষজ্ঞ, অনেকেই। বরং তাঁদের দাবি, যে অস্বাভাবিক চূড়োয় দাম পৌঁছেছিল, তার নিরিখে হয়তো ১১ টাকা পেট্রল 'সস্তা' দেখে সাময়িক স্বস্তি মিলতে পারে। কিন্তু এখনও তা উদ্বেগজনক সীমার  আশপাশেই রয়েছে।  দ্বিতীয় ইউপিএ-র আমলে পেট্রল-ডিজেলের চড়া দামের জন্য কেন্দ্রকে ক্রমাগত বিঁধতেন বিরোধীরা। যদিও তখন অশোধিত তেলের দাম এখনের চেয়ে অনেক বেশি ছিল। মোদী সরকার অবশ্য এখন দশের বাজারে তেলের দাম চড়লে সেই বিশ্ব বাজারের পরিস্থিতিকেই ঢাল করে। বিশ্ব বাজারে তেলের দাম কমার সঙ্গে তাল মিলিয়ে দেশেও পেট্রল-ডিজেলের দাম কমায় কিছুটা যেন স্বস্তির হাওয়া। আজ, রবিবারও দাম কমছে পেট্রল-ডিজেলের।  কিন্তু সিআইআইয়ের জাতীয় কর্মসমিতির সদস্য তথা পূর্বাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান দীপঙ্কর চট্টোপাধ্যায় শনিবার বলেন, ''পেট্রল-ডিজেলের দাম যেখানে পৌঁছেছিল, তার চেয়ে এখন কিছু কম ঠিকই। কিন্তু গত ১৫-১৮ মাসের গড় দামের নিরিখে তেল এখনও দামি।'' বস্তুত, ঠিক এক বছর আগেও তা আরও  সস্তা ছিল। রাজ্যের পাম্প মালিকদের একাংশের

যৌনকর্মীর জীবনের কাহিনী কাঁদিয়েছিল বিল গেটসকে

Image
নয়াদিল্লি : হাইস্কুলে পড়া মেয়ের কাছে নিজের পেশা লুকিয়ে রেখেছিলেন যৌনকর্মী মা। কিন্তু, কোনওভাবে সত্যিটা তার সহপাঠীরা জেনে যায়। একদিন বাড়ি ফিরে তিনি দেখেন, মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। সুইসাইড নোটে সে লিখে গিয়েছে, বন্ধুদের লাঞ্ছনা-টিটকিরির হাত থেকে বাঁচতেই আত্মহত্যার সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। ওই যৌনকর্মীর মায়ের এই করুণ কাহিনী তাঁর কাছ থেকেই শুনতে শুনতে চোখের জল ধরে রাখতে পারেননি বিল গেটস। সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে এমনই তথ্য উঠে এসেছে। গেটস ফাউন্ডেশনের এইডস-বিরোধী প্রকল্পের কাজে একাধিকবার ভারতে এসেছেন বিল। তেমনই একটি সফরে ওই যৌনকর্মীর দুর্বিষহ জীবনকাহিনী শুনে তিনি কেঁদে ফেলেছিলেন বলে দাবি করা হয়েছে ওই বইতে। বইটির লেখক অশোক আলেকজান্ডার দশ বছরেরও বেশি সময় ধরে ভারতে গেটস ফাউন্ডেশনের এইডস-বিরোধী প্রচার অভিযানের সদস্য হিসেবে কাজ করেছেন। তাঁর লেখা বই 'আ স্ট্রেঞ্জার ট্রুথ: লেশনস ইন লাভ, লিডারশিপ অ্যান্ড কারেজ ফ্রম ইন্ডিয়াজ সেক্স ওয়ার্কার্স'-এ তিনি তুলে এনেছেন ভারতীয় যৌনকর্মীদের জীবন, তাঁদের সাফল্যের খতিয়ান এবং এইডস-বিরোধী প্রচারে তাঁদের নেতৃত্বদানের অসামান্য গুণের কথা। ও

২৬ ডিসেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক

Image
নয়াদিল্লি : তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২৬ ডিসেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউএফবিইউ। শনিবার এই ধর্মঘটের কথা ঘোষণা করেছে ব্যাঙ্ককর্মী ও অফিসারদের ন'টি সংগঠনের মূল সংগঠন ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সি এইচ বেঙ্কটচলম বলেন, কেন্দ্রীয় সরকারের সংযুক্তিকরণের সিদ্ধান্তমতো সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিও একত্রীকরণের দিকে এগচ্ছে। তার প্রতিবাদেই আমরা ধর্মঘট ডেকেছি। অন্যদিকে, ন্যাশনাল অর্গানাইজেশন অব ব্যাঙ্ক ওয়ার্কার্স-এর ভাইস প্রেসিডেন্ট অশ্বিনী রানা বলেছেন, ইউএফবিইউয়ের আওতায় থাকা সমস্ত সংগঠন এই ধর্মঘটে অংশ নেবে। গত সেপ্টেম্বরেই ব্যাঙ্ক অব বরোদা, দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়ার কথা ঘোষণা করে মোদি সরকার। সেইমতো এই তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিশে গেলে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্কিং প্রতিষ্ঠানে পরিণত হবে নয়া সংস্থা। প্রসঙ্গত, বৃহত্তম ব্যাঙ্কের তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে এসবিআই এবং এইচডিএফসি।

গুগল ম্যাপস ব্যবহার করে এবার জানা যাবে এই তথ্য

Image
আপনি বাইরে থাকলে বাড়ির লোকের মাথায় সমসয় আপনাকে নিয়ে চিন্তা থাকে। রাস্তায় সুরক্ষিত রয়েছেন কী না তা জানাই এই চিন্তার প্রধান কারন। এবার রাস্তা ঘাটে যাঁরা চলাফেরা করেন তাদের জন্য বিশেষ ফিচার নিয়ে হাজির হল গুগল ম্যাপস। বিশেষ করে যাঁরা নিয়মিত ট্রেনে, বাসে যাতায়াত করেন তাদের কাজে লাগবে এই ফিচার। গুগল ম্যাপ ব্যবহার করে এতদিন প্রিয়জনের সাথে লাইভ লোকেশান শেয়ার করা যেত। এবার সেই ফিচারে যোগ হল নতুন পালক। ট্রেনে বা বাসে যাতায়াতের সময় ঠিক কোথায় রয়েছে তা শেয়ার করার সাথেই গন্তব্যে পৌঁছানোর সম্বাভ্য সময় জানাবে এই অ্যাপ। এর ফলেই বাড়ির লোক নিশ্চিন্তে যেনে যাবেন দিনের শেষে আপনি কখন বাড়ি ফিরছেন। আপাতত শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য এই ফিচার শুরু হলেও শিঘ্রই আইফোন গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। এই লোকেশান হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারের মতো মেসেজিং অ্যাপ ব্যবহার করে প্রিয়জনের কাছে পাঠিয়ে দিতে পারবেন। তবে দুজনের অ্যানড্রয়েড মোবাইলেই গুগল ম্যাপস এর লেটেস্ট ভার্সান ইনস্টল থাকা বাধ্যতামুলক। গত বছর অক্টবর মাসে প্রথম লাইভ লোকেশান ট্র্যাকিং ফিচার নিয়ে এসেছিল গুগল ম্যাপস। এই ফিচার ব্যবহারের জন্য শুর

দেশের বাইরে ছড়িয়ে পড়ছে রুমকিদেবীর অর্কিড ব্যবসা

Image
রায়গঞ্জ : নিজের ইচ্ছেতেই রীতিমতো ব্যবসায়ী হয়ে উঠেছেন রায়গঞ্জের বীরনগরের বাসিন্দা রুমকি মোদক। একসময় ঘর সাজানোর নেশায় নিয়ে আসা অর্কিড এখন তাঁর পেশায় পরিবর্তিত হয়েছে। বাড়ির ছাদে আস্ত গ্রিনহাউজ় তৈরি করে অর্কিডের চাষ করেই ছোটো এই শহরের গণ্ডি পেরিয়ে নিজেকে মেলে ধরেছেন বিশ্ব আঙিনায়। তাঁর চাষ করা অর্কিড পৌঁছে গেছে ফ্রান্সেও। তাছাড়া, নিত্যদিনই নিজের ব্যবসার জন্য তৈরি করা ওয়েবসাইটে পাওয়া অর্ডার দেখে বিদেশে ছড়িয়ে দিচ্ছেন প্রায় ২০০ প্রজাতির ১৫০০ প্রকারের অর্কিড। যদিও আয় কত হয় জানতে চাইলে রুমকিদেবী সহাস্যে এড়িয়ে গিয়ে বলেন,"ভালোই হয় না হলে ব্যবসাটা মনোযোগ দিয়ে করছি কেন বলুন তো?" রুমকিদেবীর বরাবরই ঘর সাজানোর শখ রয়েছে। পাহাড়ে বেড়াতে গিয়ে একসময় অর্কিডের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। ঘর সাজানোর জন্য কয়েকটি প্রজাতির বেশকিছু অর্কিড নিয়ে আসেন। ক্রমেই অর্কিডের প্রতি আকর্ষণ বাড়তে থাকে তাঁর। বিভিন্ন সময়ে সেই গাছগুলির ছবি তুলে বিভিন্ন সোশাল মিডিয়াতে পোস্ট করতেই সেগুলির সম্পর্কে তার বন্ধুরা জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। অনেকে কয়েকটি অর্কিড এনে দেওয়ার অর্ডারও করতে থাকেন। পরবর্তীকালে প্রায় বছর তিনেক আগে এক বিশে

PTTI-নিয়োগ, রাজ্যকে ১৫ দিন সময় দিয়ে হুঁশিয়ারি

Image
কলকাতা : বঞ্চিত PTTI ছাত্র-ছাত্রীদের নিয়োগের দাবি জানিয়ে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশন। গতকাল ভারতসভা হলে ওই সংগঠনের তরফে একটি কনভেনশন করা হয়। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুটি দাবিকে সামনে রেখে এই কনভেনশন আয়োজন করে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশন। এক, রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বেতন ও দুই, বঞ্চিত PTTI-দের নিয়োগ। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পিন্টু পাড়ুই জানান, এই দুটি বিষয় নিয়ে সভায় আলোচনা হয়েছে। রাজ্য সরকার তাদের প্রতিশ্রুতি পালন করেনি। তাই ফের আন্দোলনের পথে নামছেন তাঁরা। নবান্ন অভিযান করবেন। জেলায় জেলায় আন্দোলন চলবে।  পিন্টুবাবুর কথায়, "রাজ্য সরকার ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক করা হল। PTTI আন্দোলনের সময় ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো রাজ্যের প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা বাড়ে। অথচ সরকার বেতন বাড়ায়নি। মাধ্যমিক যোগ্যতার বেতনই দেওয়া হয় শিক্ষকদের। ফলে শিক্ষকদের অনেক কম বেতনে কাজ করতে হয়।" তিনি আরও যোগ করেন,

পাটকাঠি, চাল-ডালের বিনিময়ে শান্তিপুরে বিকোয় অবৈধ মদ

Image
শান্তিপুর : পাটকাঠির বদলে বিকোয় অবৈধ মদ। নেশা করতে সংসারের জিনিসপত্র বিক্রি করতে বা বন্ধক রাখতেও পিছুপা হয় না শান্তিপুর চৌধুরিপাড়ার পুরুষ ও মহিলারা। পকেটে পয়সা না থাকলেও কুছ পরোয়া নেই। থালা-বাটি, চাল-ডাল হাতের কাছে যা পায় তাই নিয়েই চলে যায় মদের দোকান। শান্তিপুরে বিষমদে মৃত্যুর ঘটনায় সামনে এল এই তথ্য। সেখানে বিষমদ খেয়ে দশজনেরও বেশি মারা গেছে। এই বিষমদ সরবরাহের কিংপিন গোপালকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে CID। মৃত্যুর পরই মৃতের পরিবারের কাছে পৌঁছে গেছে সরকারি আর্থিক সাহায্য। সমস্ত রাজনৈতিক দল মৃতদের পরিবারকে জানিয়ে এসেছে সমবেদনা। ইনাডু বাংলার তরফে যাওয়া হয় শান্তিপুরের চৌধুরিপাড়ায়। সাধারণ মানুষ থেকে শুরু করে মৃতের পরিবারের আত্মীয়দের কাছে জানতে চাওয়া হয় কেন এই মদ খেতেন তারা? এই বিষয়ে এলাকার এক প্রাক্তন শিক্ষক বলেন, "যারা এখানে মদ খায় তারা দরিদ্র দিনমজুর। কেন নেশা করে বলতে পারব না। কিন্তু দোকানের মদ কিনে খাওয়ার সামর্থ্য তাদের নেই। এখানে পাঁচটাকা, দশটাকার প্যাকেটে মদ পাওয়া যায়। হাতের কাছেই। সেই কারণে এই মদের কারবারের রমরমা। "এলাকার পোস্ট অফিসের এক প্রাক্তন কর্মচারী বলেন, "এখা

স্বামীর বন্ধুর সঙ্গে চুটিয়ে পরকীয়া! সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতেই মোক্ষম প্রত্যাঘাত

Image
স্বামীর বন্ধুর সঙ্গে চুটিয়ে পরকীয়া চালাচ্ছিলেন স্ত্রী। সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতেই মোক্ষম প্রত্যাঘাত করে প্রেমিক। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূর গলায় কোপ বসিয়ে দিয়ে প্রতিহিংসা চরিচার্থ করার চেষ্টা চালায় সে। বরাত জোরে বেঁচে যান মহিলা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গোপীনাথপুরে। ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম গৃহবধূকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশের কাছে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গৃহবধূর স্বামী নজরুল আর অভিযুক্ত ফকির একই গ্রামের বাসিন্দা। উভয়ে অভিন্ন হৃদয় বন্ধু। দুজনেই রাজমিস্ত্রির কাজ করেন। নজরুলের বাড়িতে ফকিরের যাতায়াত ছিল। সেই যাতায়াতের সূত্র ধরে নজরুলের স্ত্রীর সঙ্গে ফকিরের বিবাহ বহির্ভবত সম্পর্ক তৈরি হয়। তাঁদের পরকীয়া প্রকাশ্যে চলে আসে মাস ছয়েক আগে। তারপরই নজরুল স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। কিছুদিন পর নজরুল স্ত্রীকে ফিরিয়েও নিয়ে আসে। নজরুলের স্ত্রী ফকিরের সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দেয়। কিন্তু ফকিরের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নজরুলের স্ত্রী টার্গেট হয়ে যায় বলে অভিযোগ। অভিযোগ, নজরুলের স্ত্রীকে মাঝমধ্যেই হুমকি দিচ্ছিল

উত্তরাখণ্ডে খাদ্যে বিষক্রিয়ায় মৃত ৩, অসুস্থ হয়ে হাসপাতালে আরও ২৫০

Image
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভরতি হতে হল ২৫০ বেশি আমন্ত্রিতকে। এর মধ্যে শনিবার ৩ জনের মৃত্যুও হয়েছে। বৃহস্পতিবার রাতে উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার বাস্তি গ্রামে এক বিয়েবাড়িতে তাঁরা গিয়েছিলেন। রাতে নিমন্ত্রণ বাড়িতে খাওয়া-দাওয়ার পরেই সবাই অসুস্থ বোধ করতে থাকেন। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। সেখানেই তাঁদের চিকিত্‍‌সা চলছে। কী ভাবে খাদ্যে বিষক্রিয়া ঘটল, তা এখনও জানা যায়নি। এদিন খাদ্যে বিষক্রিয়ার খবর শুনে, সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে বিশদ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। অসুস্থরা যাতে ঠিকমতো চিকিত্‍‌সা পান, সেই নির্দেশও তিনি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর গুরুতর অসুস্থদের সুচিকিত্‍‌সার জন্য উড়িয়ে আনা হয়েছে হল্দওয়ানিতে। বাকিরা বাগেশ্বর-সহ আশপাশের পাঁচটি হাসপাতালে ভরতি রয়েছেন। জেলাশাসক জানান, সরকারি-বেসরকারি সহ পাঁচটি হাসপাতালে অসুস্থদের নিখরচে চিকিত্‍‌সা চলছে। চিকিত্‍‌সার ব্যয়ভার গ্রহণ করবে সরকার। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, বিয়েবাড়ির দই থেকেই সম্ভবত বিষক্রিয়া ঘটেছে। খেয়ে-দেয়ে বাড়ি ফেরার পর

অসমে ইন্টারসিটি এক্সপ্রেসে বিস্ফোরণ, জখম কমপক্ষে ৪

Image
অসমের ইন্টারসিটি এক্সপ্রেসে বিস্ফোরণ। কমপক্ষে ১৪ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর মিলেছে। পুলিসের প্রাথমিক ধারণা, আইইডি থেকে বিস্ফোরণ হতে পারে।  শনিবার সন্ধে সাতটা নাগাদ অসমের উদালগুড়ির হরিসিংগায় রঙ্গিয়া-ডেকারগাঁও ইন্টারসিটি এক্সপ্রেসে বিস্ফোরণ ঘটে। ঘটনায় কমপক্ষে ৪ জন আহত হয়েছেন বলে খবর। এখনও পর্যন্ত মৃত্যুর খবর মেলেনি। ঘটনাস্থলে পৌঁছেছে ডিআইজি অনুরাগ আগরওয়ালার নেতৃত্বাধীন পুলিসবাহিনী। আহতরা হলেন রাহুল দাস, খিরাদা ভোরা, করিশ্মা ডেকা ও নবজিত্ দাস। রাহুল দাস ছাড়া বাকিদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। রাহুল দাসকে স্থানান্তরিত করা হয়েছে গুয়াহাটি হাসপাতালে। বিস্ফোরকের তীব্রতা কম ছিল বলে জানা গিয়েছে।         স্থানীয় পুলিস সুপার রাজবীর সিং জানিয়েছেন, ঘটনায় আহত হয়েছেন তিন জন। তাঁদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে। রাহুল দাসকে স্থানান্তরিত করা হয়েছে গুয়াহাটি হাসপাতালে।  রাজবীর সিং আরও জানিয়েছেন, ঘটনাস্থলে আলফা জঙ্গিরা সক্রিয়। এই ঘটনার পিছনে তাদের যোগ থাকতে পারে। বিস্ফোরক কীভাবে ট্রেনে নিয়ে যাওয়া হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনের যাত্রী ও আহতদেরও জিজ্ঞাসাবা

হোমে যৌন নির্যাতন ৪ প্রতিবন্ধী কিশোরীকে, গ্রেফতার ৩

Image
উলুবেড়িয়া আদালতের পথে ধৃতেরা। শনিবার। হোমে থাকা মহিলা-কিশোরীরা কতটা নিরাপদ তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সেই প্রশ্ন আরও একবার উঠল হাওড়ার জয়পুরের একটি হোমের চার প্রতিবন্ধী কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে। পুলিশ হোমের তিন কর্মীকে গ্রেফতার করেছে। কিছু দিন আগেই বিহারের ১৭টি 'শেল্টার হোম'-এ যৌন অত্যাচারের বিষয় সামনে এসেছে। বছর ছয়েক আগে হুগলির গুড়াপের একটি হোমে মানসিক ভারসাম্যহীন আবাসিক যুবতীকে খুনের ঘটনাকে ঘিরে তোলপাড় হয়েছিল এ রাজ্যও। তার পরে সরকারি স্তরে পরিদর্শনে জোর দেওয়া হলেও নানা হোমের বিরুদ্ধে অভিযোগ ওঠা থামেনি। এ বার আলোচনায় জয়পুরের পারবাকসির ওই বেসরকারি হোম।  দিন কয়েক আগে হোমটি পরিদর্শনে যান জেলা শিশু সুরক্ষা আধিকারিক। আবাসিকদের কাছ থেকে তিনি যৌন নির্যাতনের কথা জানতে পারেন। তার পরেই পুলিশে অভিযোগ দায়ের হয়। পুলিশ জানায়, ধৃতেরা হল ওই হোমের কেয়ারটেকার ফণীমোহন বাগ, কর্মী প্রতাপ প্রামাণিক এবং গাড়ি চালক বাবলু ধাড়া। ধৃতদের বিরুদ্ধে 'পকসো' আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের শনিবার উলুবেড়িয়া আদালতে হাজির করানো হয়। বিচারক তাদের পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্

এ রাজ্যে বাড়ছে নাবালিকা মায়ের সংখ্যা, বলছে সমীক্ষা

Image
রোগের কারণ ধরা পড়েছে। বিভিন্ন ভাবে দাওয়াই দেওয়া শুরু হয়েছে। কিন্তু তার পরেও সম্পূর্ণ রোগ নিরাময়ের লক্ষণ দেখা যাচ্ছে না। বরং রাজ্যে নাবালিকা মায়েদের ঘিরে সমস্যার জট চিন্তা বাড়াচ্ছে। মেয়েদের স্কুলছুট রোখার কাজ চলছে রাজ্য সরকারের কয়েকটি প্রকল্পে। আন্তর্জাতিক স্তরে সুনাম কুড়িয়েছে 'কন্যাশ্রী' প্রকল্প। নাবালিকা বিয়ে বন্ধ করে তাদের স্বনির্ভর করে তুলতে পুলিশ থেকে শিশুর অধিকার সুরক্ষা কমিশন, সকলেই তৎপর।  কিন্তু তার পরেও রাজ্যে নাবালিকা মায়ের সংখ্যা বাড়ছে বলে জানাচ্ছে ন্যাশনাল ফ্যামিলি হেল্‌থ সার্ভের রিপোর্ট। ওই সমীক্ষার দাবি, পশ্চিমবঙ্গে অন্তঃসত্ত্বা কিংবা ইতিমধ্যেই মা হওয়া ১৫ থেকে ১৮ বছর বয়সি মেয়ের সংখ্যা সর্বভারতীয় গড়ের তুলনায় অনেকটাই বেশি। শহরের তুলনায় গ্রামে সমস্যাটা আরও গভীর। বাঁকু়ড়া, বীরভূম, মুর্শিদাবাদের মতো জেলার পরিসংখ্যান উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্য প্রশাসন। চিকিৎসকেরা জানাচ্ছেন, ১৮ বছরের কম বয়সে প্রসবের ক্ষেত্রে মা ও সন্তানের নানা সমস্যা হয়। ১৬ থেকে ১৮ বছর বয়সেই ছেলেমেয়েদের শরীর ও মনের পূর্ণ বিকাশ ঘটতে থাকে। তার আগে স্তন, ডিম্বাণু বা গর্ভাশয়ের মতো অঙ্গের বিকাশ ঘটে

ছাত্ররা সব ক্লাস করে না, শিক্ষকরা করেন তো? প্রশ্ন শিক্ষামন্ত্রীর

Image
হাাজিরা-বিতর্কে শিক্ষকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ক্লাসে ৬০ শতাংশ বাধ্যতামূলক হাজিরা ঘিরে শনিবারও ছাত্রবিক্ষোভে কিছুক্ষণ অচল ছিল দক্ষিণ কলকাতার একাংশ।  সেই প্রেক্ষিতে পার্থবাবু এদিন বলেন, ''৬০ শতাংশ হাজিরার নীচে নামা হবে না। তবে শিক্ষকেরা কি সব ক্লাস নেন? বায়োমেট্রিক হাজিরার জন্য বললেই তো ওঁরা আপত্তি করেন। সব খতিয়ে দেখব।'' হাজিরা নথিভুক্তি নিয়ে নির্দিষ্ট অভিযোগ থাকলে তাঁকে জানাতে বলেছেন শিক্ষামন্ত্রী। রাজ্য সরকার আগেই চেয়েছিল, শিক্ষকদের হাজিরার নির্দিষ্ট ব্যবস্থা চালু করতে। কয়েকটি কলেজ বায়োমেট্রিক হাজিরা চালু করে। এই ব্যবস্থার প্রবল বিরোধী বাম নেতৃত্বাধীন শিক্ষক সমিতি ওয়েবকুটার সম্পাদক কেশব ভট্টাচার্য এ দিন বলেন, ''বায়োমেট্রিক করে শিক্ষকদের উপর নজরদারি মানা হবে না।'' তৃণমূলের কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ওয়েবকুপা'র সভানেত্রী কৃষ্ণকলি বসু বলেন, ''শিক্ষকদের ক্লাসে আসা উচিত।  পড়ুয়াদেরও আসা উচিত। না হলে শিক্ষকেরা ক্লাস নিতে উৎসাহ পান না।''  শুক্রবার শিক্ষামন্ত্রী হেরম্বচন্দ্র কলেজ এবং শনিবার শিবন