৬৫০০ শিক্ষক নিয়োগ রাজ্যে


রাজ্য সরকার সাড়ে ৬ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পেয়েছে। বৈঠকের পরে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, '‌এদিনের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রাথমিক এবং উচ্চ–প্রাথমিক স্তরে ৬ হাজার ৫৯৪ জন শিক্ষক নেওয়া হবে। ২ হাজার ১৯৮টি উচ্চ–প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হয়েছিল। সেই বিদ্যালয়গুলিতে পড়ানোর জন্য শিক্ষকদের এই নতুন পদগুলি তৈরি করা হয়েছে। হিন্দি, বাংলা এবং অলচিকি পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে। এ ছাড়াও সাঁওতালি মাধ্যম বিদ্যালয়গুলিতে এই ভাষায় পড়ানোর জন্য ২৮৪ জন শিক্ষক নিয়োগ করা হবে।'‌

নবান্ন সূত্রে খবর, স্কুল শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নেবে কীভাবে এই শিক্ষক নিয়োগ করা হবে। নবান্ন থেকে দ্রুত এই শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন যে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলি তৈরি করা হয়েছিল, সেখানে আপাতত তিন জন করে শিক্ষক নিয়োগ করা হবে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার ১৫ দিনের মধ্যে স্কুল শিক্ষা দপ্তর এই শিক্ষক পদ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে। কীভাবে শিক্ষক নিয়োগ করা হবে, তাও জানাবে। রাজ্যে প্রচুর সাঁওতালি ভাষাভাষীর মানুষ রয়েছেন। এই ভাষাকে অনেক আগেই সরকারি ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সাঁওতালি মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানোর জন্য সরকার ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে। এই ভাষার প্রসারের জন্য সঁাওতালি মাধ্যম স্কুলগুলিতে নতুন নতুন শিক্ষক পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই ফলস্বরূপ এই ভাষা পড়ানোর জন্য এদিন মন্ত্রিসভায় নতুন শিক্ষক পদ তৈরি করা হল।‌‌‌